Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: iRan Chy on February 09, 2021, 09:34:37 AM

Title: ইথিরিয়াম গ্যাস ফি কম দেওয়ার উপায়।
Post by: iRan Chy on February 09, 2021, 09:34:37 AM
আমরা যারা এয়ারড্রপ এবং বাউন্টি হান্টার আছি তাদের ওয়ালেটে অনেক টোকেন আছে যা আমরা ফি এর জন্য এক্সেঞ্জ (exchange) করতে পারিনা। গতকাল আমি একটা টোকেন এক্সেঞ্জে ডিপোজিট করতে চেয়েও করতে পারিনি ফি এর কারণে। ঐ টোকেনের মূল্য ছিলো ২০ ডলার কিন্তু আমি যখন তা সেন্ড করতে যাই, ইথিরিয়াম গ্যাস ফি দেখাচ্ছিল ৩৫ ডলারের বেশি। যার কারণে সেন্ড করা হয়নি। পরে আমি অপেক্ষা করছিলাম, কখন ইথিরিয়াম গ্যাস ফি কম দেওয়া যাবে।
পরে আমি এর একটি উপায় বের করলাম। তা আপনাদের মাঝে শেয়ার করছি। আশা করি আপনাদের ও কাজে আসবে।

আপনাদের যাদের MyEtherWallet এ টোকেন আছে কিন্তু ফি এর জন্য সেন্ড করতে পারছেননা। তারা রাত ২ টা থেকে সকাল ৭টা মধ্যে টোকেন সেন্ড করার চেষ্টা করবেন। কারণ, তখন ইথিরিয়ামের ট্রাঞ্জেকশন (transaction) অনেক কম হয় বিদায় ইথিরিয়াম ব্লকচেইনের উপর প্রেশার কম থাকে। তার কারণে gwei ও অনেক কম থাকে। তার কারণে, দিনের অন্য সময় যেখানে ফি ৩০ থেকে ৪০ ডলার এর বেশি ইথিরিয়াম ফি চায়। সেখানে এই সময়ের মধ্যে (রাত ২ টা থেকে সকাল ৭টা) ৪ থেকে ৫ ডলার ফি দিয়ে টোকেন সেন্ড করা যায়।
বি.দ্র: কিছু টোকেন এর ক্ষেত্রে ফি কম বেশি হতে পারে।
Title: Re: ইথিরিয়াম গ্যাস ফি কম দেওয়ার উপায়।
Post by: AlviNess on February 09, 2021, 10:07:06 AM
বর্তমানে ইথারিয়াম প্রযুক্তির সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এর অতিরিক্ত গ্যাস ফ্রি। বর্তমানে মানুষ এই সমস্যায় বেশি ভুগছেন। আমরা বুঝে উঠতে পারছিনা কেন ইথারিয়াম এর গ্যাস ফ্রি এত বৃদ্ধি পাচ্ছে।আমার মনে হয় ইথারিয়াম এর গ্যাস ফ্রি মানুষের শব্দের মধ্যে না আসে তাহলে হয়তো একসময় ইথারিয়াম তার জনপ্রিয়তা হারাবে।
Title: Re: ইথিরিয়াম গ্যাস ফি কম দেওয়ার উপায়।
Post by: Malam90 on February 09, 2021, 10:17:51 AM
আমরা যারা এয়ারড্রপ এবং বাউন্টি হান্টার আছি তাদের ওয়ালেটে অনেক টোকেন আছে যা আমরা ফি এর জন্য এক্সেঞ্জ (exchange) করতে পারিনা। গতকাল আমি একটা টোকেন এক্সেঞ্জে ডিপোজিট করতে চেয়েও করতে পারিনি ফি এর কারণে। ঐ টোকেনের মূল্য ছিলো ২০ ডলার কিন্তু আমি যখন তা সেন্ড করতে যাই, ইথিরিয়াম গ্যাস ফি দেখাচ্ছিল ৩৫ ডলারের বেশি। যার কারণে সেন্ড করা হয়নি। পরে আমি অপেক্ষা করছিলাম, কখন ইথিরিয়াম গ্যাস ফি কম দেওয়া যাবে।
পরে আমি এর একটি উপায় বের করলাম। তা আপনাদের মাঝে শেয়ার করছি। আশা করি আপনাদের ও কাজে আসবে।

আপনাদের যাদের MyEtherWallet এ টোকেন আছে কিন্তু ফি এর জন্য সেন্ড করতে পারছেননা। তারা রাত ২ টা থেকে সকাল ৭টা মধ্যে টোকেন সেন্ড করার চেষ্টা করবেন। কারণ, তখন ইথিরিয়ামের ট্রাঞ্জেকশন (transaction) অনেক কম হয় বিদায় ইথিরিয়াম ব্লকচেইনের উপর প্রেশার কম থাকে। তার কারণে gwei ও অনেক কম থাকে। তার কারণে, দিনের অন্য সময় যেখানে ফি ৩০ থেকে ৪০ ডলার এর বেশি ইথিরিয়াম ফি চায়। সেখানে এই সময়ের মধ্যে (রাত ২ টা থেকে সকাল ৭টা) ৪ থেকে ৫ ডলার ফি দিয়ে টোকেন সেন্ড করা যায়।
বি.দ্র: কিছু টোকেন এর ক্ষেত্রে ফি কম বেশি হতে পারে।

হা ভালোই টিপস দিয়েছেন। এটা করা যায় তাহলে কিছুটা কমে ট্রানজেকশন করা যাবে। আবার ইথারিয়াম ২.০ সম্পন্ন হতে ১ বছরের মত লাগবে তারপর স্বাভাবিক হবে ট্রানজেকশন ফি।
Title: Re: ইথিরিয়াম গ্যাস ফি কম দেওয়ার উপায়।
Post by: Herry on February 09, 2021, 10:22:15 AM
আমরা যারা এয়ারড্রপ এবং বাউন্টি হান্টার আছি তাদের ওয়ালেটে অনেক টোকেন আছে যা আমরা ফি এর জন্য এক্সেঞ্জ (exchange) করতে পারিনা। গতকাল আমি একটা টোকেন এক্সেঞ্জে ডিপোজিট করতে চেয়েও করতে পারিনি ফি এর কারণে। ঐ টোকেনের মূল্য ছিলো ২০ ডলার কিন্তু আমি যখন তা সেন্ড করতে যাই, ইথিরিয়াম গ্যাস ফি দেখাচ্ছিল ৩৫ ডলারের বেশি। যার কারণে সেন্ড করা হয়নি। পরে আমি অপেক্ষা করছিলাম, কখন ইথিরিয়াম গ্যাস ফি কম দেওয়া যাবে।
পরে আমি এর একটি উপায় বের করলাম। তা আপনাদের মাঝে শেয়ার করছি। আশা করি আপনাদের ও কাজে আসবে।

আপনাদের যাদের MyEtherWallet এ টোকেন আছে কিন্তু ফি এর জন্য সেন্ড করতে পারছেননা। তারা রাত ২ টা থেকে সকাল ৭টা মধ্যে টোকেন সেন্ড করার চেষ্টা করবেন। কারণ, তখন ইথিরিয়ামের ট্রাঞ্জেকশন (transaction) অনেক কম হয় বিদায় ইথিরিয়াম ব্লকচেইনের উপর প্রেশার কম থাকে। তার কারণে gwei ও অনেক কম থাকে। তার কারণে, দিনের অন্য সময় যেখানে ফি ৩০ থেকে ৪০ ডলার এর বেশি ইথিরিয়াম ফি চায়। সেখানে এই সময়ের মধ্যে (রাত ২ টা থেকে সকাল ৭টা) ৪ থেকে ৫ ডলার ফি দিয়ে টোকেন সেন্ড করা যায়।
বি.দ্র: কিছু টোকেন এর ক্ষেত্রে ফি কম বেশি হতে পারে।
অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করার জন্য। আমিও বিষয়টা খেয়াল করেছি সকালের দিকে ইথেরিয়াম এর ট্রানজেকশন ফ্রী কম থাকে। হ্যাঁ কিছু কিছু কিছু টোকেন এর ক্ষেত্রে ইনজেকশন কি কমবেশি হতে পারে সেটা কোনো সমস্যা নয়।
Title: Re: ইথিরিয়াম গ্যাস ফি কম দেওয়ার উপায়।
Post by: Markuri33 on February 09, 2021, 10:38:55 AM
আমরা যারা এয়ারড্রপ এবং বাউন্টি হান্টার আছি তাদের ওয়ালেটে অনেক টোকেন আছে যা আমরা ফি এর জন্য এক্সেঞ্জ (exchange) করতে পারিনা। গতকাল আমি একটা টোকেন এক্সেঞ্জে ডিপোজিট করতে চেয়েও করতে পারিনি ফি এর কারণে। ঐ টোকেনের মূল্য ছিলো ২০ ডলার কিন্তু আমি যখন তা সেন্ড করতে যাই, ইথিরিয়াম গ্যাস ফি দেখাচ্ছিল ৩৫ ডলারের বেশি। যার কারণে সেন্ড করা হয়নি। পরে আমি অপেক্ষা করছিলাম, কখন ইথিরিয়াম গ্যাস ফি কম দেওয়া যাবে।
পরে আমি এর একটি উপায় বের করলাম। তা আপনাদের মাঝে শেয়ার করছি। আশা করি আপনাদের ও কাজে আসবে।

আপনাদের যাদের MyEtherWallet এ টোকেন আছে কিন্তু ফি এর জন্য সেন্ড করতে পারছেননা। তারা রাত ২ টা থেকে সকাল ৭টা মধ্যে টোকেন সেন্ড করার চেষ্টা করবেন। কারণ, তখন ইথিরিয়ামের ট্রাঞ্জেকশন (transaction) অনেক কম হয় বিদায় ইথিরিয়াম ব্লকচেইনের উপর প্রেশার কম থাকে। তার কারণে gwei ও অনেক কম থাকে। তার কারণে, দিনের অন্য সময় যেখানে ফি ৩০ থেকে ৪০ ডলার এর বেশি ইথিরিয়াম ফি চায়। সেখানে এই সময়ের মধ্যে (রাত ২ টা থেকে সকাল ৭টা) ৪ থেকে ৫ ডলার ফি দিয়ে টোকেন সেন্ড করা যায়।
বি.দ্র: কিছু টোকেন এর ক্ষেত্রে ফি কম বেশি হতে পারে।
অসংখ্য ধন্যবাদ এত মূল্যবান একটা টপিক শেয়ার করার জন্য। আসলে ট্রানজেকশন ফ্রি এর কারণে কোন টোকেন সেল দেওয়া যাচ্ছে না। আসলে কোন টোকেন সেল দিতে পারব 30 ডলার গ্যাস ফ্রি দেখাচ্ছে 40 ডলার তাহলে কেমন করে সেল দিবো। অতএব যেহেতু সকালবেলায় গ্যাস ফ্রি কিছুটা কম লাগে তাহলে অবশ্যই তখন চেষ্টা করব।
Title: Re: ইথিরিয়াম গ্যাস ফি কম দেওয়ার উপায়।
Post by: Monster5 on February 09, 2021, 11:07:34 AM
অনেক সুন্দর একটি টিপস দিয়েছেন আপনি অনেক ভাল লাগল এই টপিকটি পড়ে। আসলে এরকম ভাবে যদি টোকন সেল করা হয় তাহলে অবশ্যই আমরা টোকেন গুলো সেল করলে এতটা গ্যাস ফ্রি লাগবেনা। এই সময়টায় আমরা সকলেই টোকন সেল করবো তাহলে আমাদের অনেক উপকার হবে।
Title: Re: ইথিরিয়াম গ্যাস ফি কম দেওয়ার উপায়।
Post by: Alt20 on February 09, 2021, 02:27:49 PM
হ্যা এটা হতে পারে। ইথার এর গ্যাস এবং ইউনিসোয়াপের গ্যাস কোনটির চেয়ে কোনটি কম নয়। তারা উভয়ই ব্যাপক হারে গ্যাস ফি নিয়ে থাকে। যা ভিক্টিম হিসেবে আমাদের কে দিতে হয়। এর অবস্থা থেকে কবে মুক্তি পাব। সেটাই এখন দেখার বিষয়।
Title: Re: ইথিরিয়াম গ্যাস ফি কম দেওয়ার উপায়।
Post by: Angel jara on February 10, 2021, 05:34:19 AM
ইথিরিয়াম গ্যাস ফি কমানোর জন্য আমরা অনেকেই অনেক অপেক্ষা করছি। কিন্তু বর্তমান সময় পর্যন্ত এই গ্যাস ফি কমানোর কোন বিকল্প পথ নেই।গ্যাস ফি কমাতে না পারলে আমাদের জন্য অনেক সমস্যা তৈরি করছে ।
Title: Re: ইথিরিয়াম গ্যাস ফি কম দেওয়ার উপায়।
Post by: iRan Chy on February 10, 2021, 12:23:52 PM
হ্যা এটা হতে পারে। ইথার এর গ্যাস এবং ইউনিসোয়াপের গ্যাস কোনটির চেয়ে কোনটি কম নয়। তারা উভয়ই ব্যাপক হারে গ্যাস ফি নিয়ে থাকে। যা ভিক্টিম হিসেবে আমাদের কে দিতে হয়। এর অবস্থা থেকে কবে মুক্তি পাব। সেটাই এখন দেখার বিষয়।

ভাই ইথিরিয়ামের গ্যাস ফি (Gas fee) আছে UniSwap এর নেই। UniSwap এ ও ইথিরিয়াম গ্যাস ফি ব্যবহার করা হয়। আর এজন্য UniSwap গ্যাস ফি থেকে কোন মুনাফা পায়না। আর এই গ্যাস ফি ও কেউ নিয়ন্ত্রন করেনা। গ্যাস ফি চলে যায় ইথিরিয়াম মাইনারের কাছে। এটি ইথিরিয়াম (ethereum) ব্লকচেইনের ট্রাঞ্জেকশনের (Transaction) এর উপর নির্ভর করে৷ যখন ইথিরিয়াম ট্রাঞ্জেকশন ক্ষমতার চেয়ে বেশি ট্রাঞ্জেকশন জমা পড়ে যায় তখন গ্যাস ফি এর পরিমান বেড়ে যায়। তখন যে বেশি ফি দিবে তার ট্রাঞ্জেকশন আগে কম্পলিট হবে। এভাবে আস্তে আস্তে ফি এর পরিমান বেড়ে যায়।
Title: Re: ইথিরিয়াম গ্যাস ফি কম দেওয়ার উপায়।
Post by: ExtraPoint on February 10, 2021, 12:34:10 PM
আমরা যারা এয়ারড্রপ এবং বাউন্টি হান্টার আছি তাদের ওয়ালেটে অনেক টোকেন আছে যা আমরা ফি এর জন্য এক্সেঞ্জ (exchange) করতে পারিনা। গতকাল আমি একটা টোকেন এক্সেঞ্জে ডিপোজিট করতে চেয়েও করতে পারিনি ফি এর কারণে। ঐ টোকেনের মূল্য ছিলো ২০ ডলার কিন্তু আমি যখন তা সেন্ড করতে যাই, ইথিরিয়াম গ্যাস ফি দেখাচ্ছিল ৩৫ ডলারের বেশি। যার কারণে সেন্ড করা হয়নি। পরে আমি অপেক্ষা করছিলাম, কখন ইথিরিয়াম গ্যাস ফি কম দেওয়া যাবে।
পরে আমি এর একটি উপায় বের করলাম। তা আপনাদের মাঝে শেয়ার করছি। আশা করি আপনাদের ও কাজে আসবে।

আপনাদের যাদের MyEtherWallet এ টোকেন আছে কিন্তু ফি এর জন্য সেন্ড করতে পারছেননা। তারা রাত ২ টা থেকে সকাল ৭টা মধ্যে টোকেন সেন্ড করার চেষ্টা করবেন। কারণ, তখন ইথিরিয়ামের ট্রাঞ্জেকশন (transaction) অনেক কম হয় বিদায় ইথিরিয়াম ব্লকচেইনের উপর প্রেশার কম থাকে। তার কারণে gwei ও অনেক কম থাকে। তার কারণে, দিনের অন্য সময় যেখানে ফি ৩০ থেকে ৪০ ডলার এর বেশি ইথিরিয়াম ফি চায়। সেখানে এই সময়ের মধ্যে (রাত ২ টা থেকে সকাল ৭টা) ৪ থেকে ৫ ডলার ফি দিয়ে টোকেন সেন্ড করা যায়।
বি.দ্র: কিছু টোকেন এর ক্ষেত্রে ফি কম বেশি হতে পারে।
হ্যাঁ অনেক সুন্দর একটি টিপস দিয়েছেন। আসলে ট্রানজেকশন ফি এর কারণে কোন টোকেন সেল করা যাচ্ছে না। কোন টোকেন সেল দিতে 30 থেকে 40 ডলার ফি দেখাচ্ছে। ইথেরিয়াম এর গ্যাস ফি কমার জন্য আমরা সবাই অপেক্ষা করে আছি। কিন্তু বর্তমান সময়ে এই গ্যাস ফি কমানোর বিকল্প কোনো পথ নেই। এটি কমাতে না পারলে আমাদের জন্য পরবর্তীতে সমস্যা হতে পারে।
Title: Re: ইথিরিয়াম গ্যাস ফি কম দেওয়ার উপায়।
Post by: Herry on February 10, 2021, 05:47:50 PM
আমরা যারা এয়ারড্রপ এবং বাউন্টি হান্টার আছি তাদের ওয়ালেটে অনেক টোকেন আছে যা আমরা ফি এর জন্য এক্সেঞ্জ (exchange) করতে পারিনা। গতকাল আমি একটা টোকেন এক্সেঞ্জে ডিপোজিট করতে চেয়েও করতে পারিনি ফি এর কারণে। ঐ টোকেনের মূল্য ছিলো ২০ ডলার কিন্তু আমি যখন তা সেন্ড করতে যাই, ইথিরিয়াম গ্যাস ফি দেখাচ্ছিল ৩৫ ডলারের বেশি। যার কারণে সেন্ড করা হয়নি। পরে আমি অপেক্ষা করছিলাম, কখন ইথিরিয়াম গ্যাস ফি কম দেওয়া যাবে।
পরে আমি এর একটি উপায় বের করলাম। তা আপনাদের মাঝে শেয়ার করছি। আশা করি আপনাদের ও কাজে আসবে।

আপনাদের যাদের MyEtherWallet এ টোকেন আছে কিন্তু ফি এর জন্য সেন্ড করতে পারছেননা। তারা রাত ২ টা থেকে সকাল ৭টা মধ্যে টোকেন সেন্ড করার চেষ্টা করবেন। কারণ, তখন ইথিরিয়ামের ট্রাঞ্জেকশন (transaction) অনেক কম হয় বিদায় ইথিরিয়াম ব্লকচেইনের উপর প্রেশার কম থাকে। তার কারণে gwei ও অনেক কম থাকে। তার কারণে, দিনের অন্য সময় যেখানে ফি ৩০ থেকে ৪০ ডলার এর বেশি ইথিরিয়াম ফি চায়। সেখানে এই সময়ের মধ্যে (রাত ২ টা থেকে সকাল ৭টা) ৪ থেকে ৫ ডলার ফি দিয়ে টোকেন সেন্ড করা যায়।
বি.দ্র: কিছু টোকেন এর ক্ষেত্রে ফি কম বেশি হতে পারে।
হ্যাঁ অনেক সুন্দর একটি টিপস দিয়েছেন। আসলে ট্রানজেকশন ফি এর কারণে কোন টোকেন সেল করা যাচ্ছে না। কোন টোকেন সেল দিতে 30 থেকে 40 ডলার ফি দেখাচ্ছে। ইথেরিয়াম এর গ্যাস ফি কমার জন্য আমরা সবাই অপেক্ষা করে আছি। কিন্তু বর্তমান সময়ে এই গ্যাস ফি কমানোর বিকল্প কোনো পথ নেই। এটি কমাতে না পারলে আমাদের জন্য পরবর্তীতে সমস্যা হতে পারে।
আজকে আমি আমার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা বলতাছি। আজকে আমি একটি টোকেন ডিপোজিট করার জন্য ট্রাস্ট ওয়ালেট থেকে চেষ্টা করতেছিলাম। আমি যে টোকেনটি ডিপোজিট করব সে টোকেন এর দাম 20 ডলার দেখাচ্ছে আর আমি যখন ডিপোজিট করতে চেষ্টা করলাম তখন ইথেরিয়াম ট্রানজাকশন ফ্রী চাইতাছে 50 ডলার। বিষয়টি সত্যি হাস্যকর এবং অবাক করা। যেখানে আমার টোকেন এর ভ্যালু 20 ডলার সেখানে ডিপোজিট করতে ফ্রী চাচ্ছে 50 ডলার।
Title: Re: ইথিরিয়াম গ্যাস ফি কম দেওয়ার উপায়।
Post by: Batch18-19 on February 12, 2021, 03:05:56 PM
আমরা যারা এয়ারড্রপ এবং বাউন্টি হান্টার আছি তাদের ওয়ালেটে অনেক টোকেন আছে যা আমরা ফি এর জন্য এক্সেঞ্জ (exchange) করতে পারিনা। গতকাল আমি একটা টোকেন এক্সেঞ্জে ডিপোজিট করতে চেয়েও করতে পারিনি ফি এর কারণে। ঐ টোকেনের মূল্য ছিলো ২০ ডলার কিন্তু আমি যখন তা সেন্ড করতে যাই, ইথিরিয়াম গ্যাস ফি দেখাচ্ছিল ৩৫ ডলারের বেশি। যার কারণে সেন্ড করা হয়নি। পরে আমি অপেক্ষা করছিলাম, কখন ইথিরিয়াম গ্যাস ফি কম দেওয়া যাবে।
পরে আমি এর একটি উপায় বের করলাম। তা আপনাদের মাঝে শেয়ার করছি। আশা করি আপনাদের ও কাজে আসবে।

আপনাদের যাদের MyEtherWallet এ টোকেন আছে কিন্তু ফি এর জন্য সেন্ড করতে পারছেননা। তারা রাত ২ টা থেকে সকাল ৭টা মধ্যে টোকেন সেন্ড করার চেষ্টা করবেন। কারণ, তখন ইথিরিয়ামের ট্রাঞ্জেকশন (transaction) অনেক কম হয় বিদায় ইথিরিয়াম ব্লকচেইনের উপর প্রেশার কম থাকে। তার কারণে gwei ও অনেক কম থাকে। তার কারণে, দিনের অন্য সময় যেখানে ফি ৩০ থেকে ৪০ ডলার এর বেশি ইথিরিয়াম ফি চায়। সেখানে এই সময়ের মধ্যে (রাত ২ টা থেকে সকাল ৭টা) ৪ থেকে ৫ ডলার ফি দিয়ে টোকেন সেন্ড করা যায়।
বি.দ্র: কিছু টোকেন এর ক্ষেত্রে ফি কম বেশি হতে পারে।
বর্তমানে বিভিন্ন বাউন্টি ম্যানেজার এবং বাউন্টি হান্টারদের কাছে সবচেয়ে খারাপ বিষয়টি হলোইথারিয়াম প্রযুক্তির অতিরিক্ত ট্রানস্যাকশন ফ্রী। বর্তমানে ইথারিয়াম এর গ্যাস ফ্রি অতিরিক্ত বৃদ্ধি পাচ্ছে। এই অতিরিক্ত লেনদেনে ফি এর জন্য আমরা কোন লেনদেন করতে পারছিনা। আশা করছি খুব শীঘ্রই সমস্যার সমাধান হবে।
Title: Re: ইথিরিয়াম গ্যাস ফি কম দেওয়ার উপায়।
Post by: NANCY on February 19, 2021, 08:00:54 AM
বর্তমানে ইথেরিয়াম গ্যাস ফ্রি কম দেওয়ার কোন তথ্য যদি কোন সিনিয়র ভাই জেনে থাকেন তাহলে অবশ্যই একটু হেল্প করবেন। আমার কিছু টোকেন আসছে এই টোকেন এর দাম 25 ডলারের মত কিন্তু এর গ্যাস ফ্রি চাচ্ছে 35 ডলারের মত।
Title: Re: ইথিরিয়াম গ্যাস ফি কম দেওয়ার উপায়।
Post by: GroundCrypto on February 19, 2021, 08:04:36 AM
বর্তমানে ইথেরিয়াম গ্যাস ফ্রি কম দেওয়ার কোন তথ্য যদি কোন সিনিয়র ভাই জেনে থাকেন তাহলে অবশ্যই একটু হেল্প করবেন। আমার কিছু টোকেন আসছে এই টোকেন এর দাম 25 ডলারের মত কিন্তু এর গ্যাস ফ্রি চাচ্ছে 35 ডলারের মত।
আপনি কি টোকন পেয়েছেন সেটা একটু খুলে বললে ভাল হত। আপনি কি টোকন বিক্রি করতে চাচ্ছেন সেটা খুলে বলেন অবশ্যই কোন না কোন সিনিয়র ভাই হেল্প করবেন। আরে থেরিয়াম গ্যাস ফি কমানোর জন্য উনি যে সাজেশন দিয়েছেন আমার মনে হয় আপনি সেটি ট্রাই করে দেখতে পারেন।
Title: Re: ইথিরিয়াম গ্যাস ফি কম দেওয়ার উপায়।
Post by: Alvida on February 19, 2021, 09:18:56 AM
হঠাৎ করেই থোরিয়ামের গ্যাস ফ্রি এত বৃদ্ধি পাওয়াতে আমাদের অনেক অসুবিধা হয়েছে।কারন আমরা এই গ্যাস ফ্রি বেশির কারণে কেউ টোকন সেন্ড করতে পারছিনা।হঠাৎ করে ইথারিয়াম এর গ্যাস ফ্রি এত বৃদ্ধি পাওয়ার কারণ কি আমরা কেউ বুঝতে পারলাম না। এই গ্যাস ফ্রি কি আবার কমতে পারে দয়াকরে সিনিয়র ভাইরা একটু বলবেন।
Title: Re: ইথিরিয়াম গ্যাস ফি কম দেওয়ার উপায়।
Post by: iRan Chy on February 19, 2021, 10:07:06 AM
হঠাৎ করেই থোরিয়ামের গ্যাস ফ্রি এত বৃদ্ধি পাওয়াতে আমাদের অনেক অসুবিধা হয়েছে।কারন আমরা এই গ্যাস ফ্রি বেশির কারণে কেউ টোকন সেন্ড করতে পারছিনা।হঠাৎ করে ইথারিয়াম এর গ্যাস ফ্রি এত বৃদ্ধি পাওয়ার কারণ কি আমরা কেউ বুঝতে পারলাম না। এই গ্যাস ফ্রি কি আবার কমতে পারে দয়াকরে সিনিয়র ভাইরা একটু বলবেন।
এটি হঠাৎ করে হয়নি। এই সমস্যা অনেকদিন থেকে হয়ে আসছে। Ethereum 2.0 শেষ হতে আরও প্রায় ১ বছর লাগবে। এর আগে কমার কোন সম্ভাবনা নেই। যতদিন না ঠিক হবে ততদিন আমাদের এই সমস্যার মধ্য দিয়েই যেতে হবে।
Title: Re: ইথিরিয়াম গ্যাস ফি কম দেওয়ার উপায়।
Post by: Lukamaxin on February 19, 2021, 12:30:57 PM
আপনার উপায় টা কেউ ফলো করলে হয়তো কিছু টা কম গ্যাস ফি দিয়ে কাজ করতে পারবে কিন্তু তাতে ইথারের গ্যাস ফি কিনতু কমবে না। এরকম কোন উপায় আছে কি যে সেটা ফলো করলে ইথার গ্যাস ফি খুবই কম কাটবে?
Title: Re: ইথিরিয়াম গ্যাস ফি কম দেওয়ার উপায়।
Post by: bmw1 on February 19, 2021, 01:29:38 PM
আপনার উপায় টা কেউ ফলো করলে হয়তো কিছু টা কম গ্যাস ফি দিয়ে কাজ করতে পারবে কিন্তু তাতে ইথারের গ্যাস ফি কিনতু কমবে না। এরকম কোন উপায় আছে কি যে সেটা ফলো করলে ইথার গ্যাস ফি খুবই কম কাটবে?
এখন যেকোন টোকেন এক্সচেঞ্জ লিস্ট এ সেন্ড করতে চাইলে ইথেরিয়াম গ্যাস ফি সবচেয়ে বেশি চায় যেমন 100 টোকেন কোন এক্সচেঞ্জ লিস্টে সেন্ড করতে চাইলেন এর গ্যাস ফি ন্যূনতম 10 থেকে 12 ডলার চাই। এর জন্য ইথেরিয়াম গ্যাস ফি কমানোর জন্য এডিট নামক একটা অপশন আছে ওই অপসনে গিয়ে গ্যাস পেয়ে কমাতে পারবেন। এবং যদি গ্যাস ফি কমিয়ে একদম লো তে আনেন তাহলে টোকেন সেন্ড হবে না আর যদি সামান্য গ্যাস ফি কমান তাহলে টোকন সেন্ট হবে।
Title: Re: ইথিরিয়াম গ্যাস ফি কম দেওয়ার উপায়।
Post by: Dark Knight on February 19, 2021, 02:13:37 PM
বর্তমানে ইথিরিয়াম প্রযুক্তির সবচেয়ে বড় সমস্যা হচ্ছে অতিরিক্ত ট্রানজেকশন ফি। এটি এখন অনেক বড় একটি সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। আপনার উক্ত সমাধানটি হয়তো কিছুটা গ্যাস ফ্রি কমাতে পারবে। কিন্তু ইথারের গ্যাস ফ্রি কমাতে পারবে না।
Title: Re: ইথিরিয়াম গ্যাস ফি কম দেওয়ার উপায়।
Post by: Newron on February 20, 2021, 02:52:32 PM
বর্তমান সময়ে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের সবচেয়ে বড় সমস্যা হল গ্যাস ফ্রি। গ্যাস ফি কমানোর জন্য ইথেরিয়াম দেওয়া হচ্ছে। ইথেরিয়াম গ্যাস ফ্রি কমে যাওয়ার উপায় সম্পর্কে আমার তেমন গভীর জ্ঞান নেই। এই বিষয়ে জানার জন্য এই ফোরামের সিনিয়র ভাইদের পরামর্শ গ্রহণ করাই উত্তম।
Title: Re: ইথিরিয়াম গ্যাস ফি কম দেওয়ার উপায়।
Post by: Herry on February 20, 2021, 03:23:29 PM
বর্তমানে ইথিরিয়াম প্রযুক্তির সবচেয়ে বড় সমস্যা হচ্ছে অতিরিক্ত ট্রানজেকশন ফি। এটি এখন অনেক বড় একটি সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। আপনার উক্ত সমাধানটি হয়তো কিছুটা গ্যাস ফ্রি কমাতে পারবে। কিন্তু ইথারের গ্যাস ফ্রি কমাতে পারবে না।
গত দুইদিন আগে ধরে আমি একটি টোকেন ডিপোজিট করার চেষ্টা করছিলাম কিন্তু কিছুতেই ডিপোজিট করতে সক্ষম হইনি তার মূল কারন হচ্ছে ইথেরিয়াম এর ট্রানজাকশন বেশি। আমি যে টোকেনটি ডিপোজিট করতে চেষ্টা করছি তার মার্কেট ভ্যালু 60 ডলার এর আশেপাশে কিন্তু যখন ডিপোজিট করতে চাইলাম তখন ট্রানজাকশন ফ্রী চাইতাছে 30 ডলার। আমি গ্যাস কমে যাওয়ায় দুইদিন পর্যন্ত পেন্ডিং রয়ে গেছে। বিষয়টি খুবই দুঃখজনক আমার জন্য।
Title: Re: ইথিরিয়াম গ্যাস ফি কম দেওয়ার উপায়।
Post by: salukhe on February 20, 2021, 04:05:38 PM
ইথেরিয়াম গ্যাস ফি দিন দিন দিন বেড়েই চলেছে আমরা এই গ্যাস ফি জন্যে অনেক সমস্যা সম্মুখীন হচ্ছি। কেননা আমরা বাউন্টি করে যে পরিমাণ টোকেন পাই তার অর্ধেকের বেশি ইথেরিয়াম গ্যাস ফি দিতে হয়। আমরা ভালো কোন প্রফিট পাচ্ছিনা এই গ্যাস ফি এর জন্যে।
Title: Re: ইথিরিয়াম গ্যাস ফি কম দেওয়ার উপায়।
Post by: Casual on February 20, 2021, 06:07:45 PM
আসলে আপনার পোস্টটি দেখার পরই আমি হয়তো ভেবেছিলাম এই সময় ইথেরিয়াম গ্যাস ফ্রি হয়তো একদম কম কাটবে। আমি তারপরে চেষ্টা করি কিন্তু গ্যাস ফ্রি এর কোন প্রমাণ দেখিনি। চুলে গ্যাস ফ্রি এর কারণে দেখা যাচ্ছে কোন টোকন সেল দেওয়াটা প্রবলেম হয়ে দাঁড়িয়েছে। এখন যদি ইথিরিয়াম গ্যাস ফ্রি না কমে যায় তাহলে কিন্তু জনপ্রিয়তার সাথে সাথে প্রাইজের কমে যাওয়ার সম্ভাবনা থাকবে।
Title: Re: ইথিরিয়াম গ্যাস ফি কম দেওয়ার উপায়।
Post by: Sonjoy on February 21, 2021, 07:03:23 AM
আমরা যারা এয়ারড্রপ এবং বাউন্টি হান্টার আছি তাদের ওয়ালেটে অনেক টোকেন আছে যা আমরা ফি এর জন্য এক্সেঞ্জ (exchange) করতে পারিনা। গতকাল আমি একটা টোকেন এক্সেঞ্জে ডিপোজিট করতে চেয়েও করতে পারিনি ফি এর কারণে। ঐ টোকেনের মূল্য ছিলো ২০ ডলার কিন্তু আমি যখন তা সেন্ড করতে যাই, ইথিরিয়াম গ্যাস ফি দেখাচ্ছিল ৩৫ ডলারের বেশি। যার কারণে সেন্ড করা হয়নি। পরে আমি অপেক্ষা করছিলাম, কখন ইথিরিয়াম গ্যাস ফি কম দেওয়া যাবে।
পরে আমি এর একটি উপায় বের করলাম। তা আপনাদের মাঝে শেয়ার করছি। আশা করি আপনাদের ও কাজে আসবে।

আপনাদের যাদের MyEtherWallet এ টোকেন আছে কিন্তু ফি এর জন্য সেন্ড করতে পারছেননা। তারা রাত ২ টা থেকে সকাল ৭টা মধ্যে টোকেন সেন্ড করার চেষ্টা করবেন। কারণ, তখন ইথিরিয়ামের ট্রাঞ্জেকশন (transaction) অনেক কম হয় বিদায় ইথিরিয়াম ব্লকচেইনের উপর প্রেশার কম থাকে। তার কারণে gwei ও অনেক কম থাকে। তার কারণে, দিনের অন্য সময় যেখানে ফি ৩০ থেকে ৪০ ডলার এর বেশি ইথিরিয়াম ফি চায়। সেখানে এই সময়ের মধ্যে (রাত ২ টা থেকে সকাল ৭টা) ৪ থেকে ৫ ডলার ফি দিয়ে টোকেন সেন্ড করা যায়।
বি.দ্র: কিছু টোকেন এর ক্ষেত্রে ফি কম বেশি হতে পারে।
আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করেছেন যে বর্তমান সময়ে যে ট্রানস্ফার ফিতা লাগে তা খুবই খুবই বেশি বলে মনে হচ্ছে আমাদের জন্য কারণ আমরা বাড়িতে কাজ করে কতগুলো এবং কয়েন পেয়ে  থাকে এগুলো বিক্রি করার জন্য অনেক অনেক ফি দিতে এটা এটা আমাদের জন্য অনেক দুঃখের বিষয় আমি চীনের ভাইদের কাছে জানতে চাইবো যে এটা কমানোর কোনো উপায় আছে এবং কমানোর কোন সিস্টেম আছে কি না যদি থাকে আমাদেরকে
Title: Re: ইথিরিয়াম গ্যাস ফি কম দেওয়ার উপায়।
Post by: Akhi600 on February 27, 2021, 06:39:43 PM
বর্তমান ইথেরিয়াম গ্যাস ফি আমরা অনেকেই এই সমস্যা আছি। কেননা কিছু কিছু টোকেন যে দাম থাকে তা যদি এক্সচেঞ্জে নেওয়া যায় তখন তার চেয়ে বেশি ইথেরিয়াম গ্যাস ফি বেশি চায়। তাই আমরা অনেকেই এ সমস্যায় ভুগছে। তবে আপনার টপিক পড়ে যতোটুকু বুঝতে পারলাম পরবর্তীতে ট্রাই করবো দেখি ইথেরিয়াম গ্যাস ফি কমে যায় কিনা
Title: Re: ইথিরিয়াম গ্যাস ফি কম দেওয়ার উপায়।
Post by: Alt20 on February 27, 2021, 07:10:20 PM
ইথারের যারা কর্তৃপক্ষ আছেন তারা যদি না কমায় তাহলে আমার মনে হয় এই গ্যাস ফি আর কমবে না। আপনি যে টেকনিক ই করেন না কেন তা কোন কাজে আসবে না। তবে এর ফি টা অমানবিক মনে হয়েছে।
Title: Re: ইথিরিয়াম গ্যাস ফি কম দেওয়ার উপায়।
Post by: Tamsialu$$ on March 01, 2021, 02:09:35 AM
পৃথিবীর গ্যাস ফ্রি 2020 সালের বেশি ছিল না। 2021 সালে এসে ইথারিয়াম প্রাইস ব্যাপক পাম্প করার কারণে দেখা গেছে গ্যাস ফ্রি এতটা বৃদ্ধি পেয়েছে। গ্যাস ফি এর কারণে সবারই সমস্যা হচ্ছে এখন আবার আমরা দেখতে পেলাম গ্যাস ফ্রি অনেকটা কমে এসেছে। হয়তো খুব তাড়াতাড়ি ইথিরিয়াম গ্যাস ফ্রি কমে আসবে।
Title: Re: ইথিরিয়াম গ্যাস ফি কম দেওয়ার উপায়।
Post by: Milon626 on March 01, 2021, 05:01:34 AM
আমরা যারা এয়ারড্রপ এবং বাউন্টি হান্টার আছি তাদের ওয়ালেটে অনেক টোকেন আছে যা আমরা ফি এর জন্য এক্সেঞ্জ (exchange) করতে পারিনা। গতকাল আমি একটা টোকেন এক্সেঞ্জে ডিপোজিট করতে চেয়েও করতে পারিনি ফি এর কারণে। ঐ টোকেনের মূল্য ছিলো ২০ ডলার কিন্তু আমি যখন তা সেন্ড করতে যাই, ইথিরিয়াম গ্যাস ফি দেখাচ্ছিল ৩৫ ডলারের বেশি। যার কারণে সেন্ড করা হয়নি। পরে আমি অপেক্ষা করছিলাম, কখন ইথিরিয়াম গ্যাস ফি কম দেওয়া যাবে।
পরে আমি এর একটি উপায় বের করলাম। তা আপনাদের মাঝে শেয়ার করছি। আশা করি আপনাদের ও কাজে আসবে।

আপনাদের যাদের MyEtherWallet এ টোকেন আছে কিন্তু ফি এর জন্য সেন্ড করতে পারছেননা। তারা রাত ২ টা থেকে সকাল ৭টা মধ্যে টোকেন সেন্ড করার চেষ্টা করবেন। কারণ, তখন ইথিরিয়ামের ট্রাঞ্জেকশন (transaction) অনেক কম হয় বিদায় ইথিরিয়াম ব্লকচেইনের উপর প্রেশার কম থাকে। তার কারণে gwei ও অনেক কম থাকে। তার কারণে, দিনের অন্য সময় যেখানে ফি ৩০ থেকে ৪০ ডলার এর বেশি ইথিরিয়াম ফি চায়। সেখানে এই সময়ের মধ্যে (রাত ২ টা থেকে সকাল ৭টা) ৪ থেকে ৫ ডলার ফি দিয়ে টোকেন সেন্ড করা যায়।
বি.দ্র: কিছু টোকেন এর ক্ষেত্রে ফি কম বেশি হতে পারে।
আপনি খুব সুন্দর টেকনিক আমাদের সামনে তুলে ধরেছেন।  সত্যিকার অর্থে এখন ইথেরিয়ামের গ্যাস ফী মাত্রাতিরিক্ত হয়ে গেছে, যা আমাদেরকে অনেক সময় ক্ষতির সম্মুখীন করে থাকে। তাই এই গ্যাস ফি কমানোর আইডিয়া টা আমার কাছে বেশ ভালো লেগেছে।  নেক্ট টাইম আপনার বলা থিউরি টা এপ্লাই করে দেখবো কেমন ফলপ্রসূ হয়।                               
Title: Re: ইথিরিয়াম গ্যাস ফি কম দেওয়ার উপায়।
Post by: Malam90 on March 02, 2021, 02:46:22 AM
হঠাৎ করেই থোরিয়ামের গ্যাস ফ্রি এত বৃদ্ধি পাওয়াতে আমাদের অনেক অসুবিধা হয়েছে।কারন আমরা এই গ্যাস ফ্রি বেশির কারণে কেউ টোকন সেন্ড করতে পারছিনা।হঠাৎ করে ইথারিয়াম এর গ্যাস ফ্রি এত বৃদ্ধি পাওয়ার কারণ কি আমরা কেউ বুঝতে পারলাম না। এই গ্যাস ফ্রি কি আবার কমতে পারে দয়াকরে সিনিয়র ভাইরা একটু বলবেন।
এটি হঠাৎ করে হয়নি। এই সমস্যা অনেকদিন থেকে হয়ে আসছে। Ethereum 2.0 শেষ হতে আরও প্রায় ১ বছর লাগবে। এর আগে কমার কোন সম্ভাবনা নেই। যতদিন না ঠিক হবে ততদিন আমাদের এই সমস্যার মধ্য দিয়েই যেতে হবে।

সহসাই এই গ্যাস ফি কমার সম্ভাবনা নেই। ১বছর এমনকি তার চেয়েও বেশি লাগতে পারে। যা আমাদের জন্য খুবই সমস্যা। এত ফি দিয়ে ট্রানজেকশন করা সম্ভব নয় তারপরও বাউন্টি করতে গেলে লাগবে। এত কম কম পেমেন্ট পেলে সেখানে তার অর্ধেক যদি ফি যায় তাহলে সমস্যা বটেই তবে উপায়ও নেই। এজন্য নতুন নতুন যত অন্য ব্লকচেইনে প্রজেক্ট আসবে তত আমাদের জন্য ভালো।
Title: Re: ইথিরিয়াম গ্যাস ফি কম দেওয়ার উপায়।
Post by: Mj joy on March 02, 2021, 05:40:29 AM
আমরা যারা এয়ারড্রপ এবং বাউন্টি হান্টার আছি তাদের ওয়ালেটে অনেক টোকেন আছে যা আমরা ফি এর জন্য এক্সেঞ্জ (exchange) করতে পারিনা। গতকাল আমি একটা টোকেন এক্সেঞ্জে ডিপোজিট করতে চেয়েও করতে পারিনি ফি এর কারণে। ঐ টোকেনের মূল্য ছিলো ২০ ডলার কিন্তু আমি যখন তা সেন্ড করতে যাই, ইথিরিয়াম গ্যাস ফি দেখাচ্ছিল ৩৫ ডলারের বেশি। যার কারণে সেন্ড করা হয়নি। পরে আমি অপেক্ষা করছিলাম, কখন ইথিরিয়াম গ্যাস ফি কম দেওয়া যাবে।
পরে আমি এর একটি উপায় বের করলাম। তা আপনাদের মাঝে শেয়ার করছি। আশা করি আপনাদের ও কাজে আসবে।

আপনাদের যাদের MyEtherWallet এ টোকেন আছে কিন্তু ফি এর জন্য সেন্ড করতে পারছেননা। তারা রাত ২ টা থেকে সকাল ৭টা মধ্যে টোকেন সেন্ড করার চেষ্টা করবেন। কারণ, তখন ইথিরিয়ামের ট্রাঞ্জেকশন (transaction) অনেক কম হয় বিদায় ইথিরিয়াম ব্লকচেইনের উপর প্রেশার কম থাকে। তার কারণে gwei ও অনেক কম থাকে। তার কারণে, দিনের অন্য সময় যেখানে ফি ৩০ থেকে ৪০ ডলার এর বেশি ইথিরিয়াম ফি চায়। সেখানে এই সময়ের মধ্যে (রাত ২ টা থেকে সকাল ৭টা) ৪ থেকে ৫ ডলার ফি দিয়ে টোকেন সেন্ড করা যায়।
বি.দ্র: কিছু টোকেন এর ক্ষেত্রে ফি কম বেশি হতে পারে।
  আপনি খুব মূল্যবান একটি পোস্ট করেছেন ভাই  এটা অনেকেরই অজানা ছিল এবং আমার নিজেরও জানা ছিল না এটা জানতে পেরে  আমার খুব উপকার হলো ।  এখন থেকে আমি রাত দুটোর পর থেকেই  টোকেন  সেন্ড করব । তাতে অনেক খরচ  বেঁচে যাবে  আপনার পোষ্টটি পড়ে আসলে অনেক উপকৃত হলাম ধন্যবাদ আপনাকে ।
Title: Re: ইথিরিয়াম গ্যাস ফি কম দেওয়ার উপায়।
Post by: Logitech50 on March 03, 2021, 03:10:02 AM
ভাই নতুন এ লাইনে এসেছি টোকেন নেই তাই বুঝতে পারছি না। তবে অনেকেই এখানে পোস্ট করেছেন যে ব্যাপক পরিমাণে গ্যাস ফি খরচ হয়।
Title: Re: ইথিরিয়াম গ্যাস ফি কম দেওয়ার উপায়।
Post by: Rothi roy on March 03, 2021, 05:42:30 AM
বর্তমানে সবথেকে বড় সমস্যা ইথেরিয়াম এর অতিরিক্ত গ্যাস ফি‌। আমার মত যারা ক্ষুদ্র ব্যবসায়ী আছে তাদের কাছে এই গ্যাস ফি অনেক কষ্টসাধ্য। তবে একটি নির্দিষ্ট সময় আছে যখন ট্রানজেকশন করলে গ্যাস ফি অনেক কম লাগে। তবে ইথেরিয়াম 2.0 এই সমস্যার সমাধান হলে গ্যাস ফি অনেক কমে যাবে। কিন্তু এই সমস্যার সমাধান হতে আর এক বছর সময় লাগতে পারে। কিন্তু আমরা যদি ওই নির্দিষ্ট সময়ে আমাদের ট্রানজেকশন টা করে নিতে পারি তাহলে আমাদের আর অতিরিক্ত গ্যাস ফি দিতে হবে না ‌।
Title: Re: ইথিরিয়াম গ্যাস ফি কম দেওয়ার উপায়।
Post by: alpian on March 03, 2021, 05:51:57 AM
ইথিরিয়াম গ্যাস ফি হওয়ার কারণে আমারা সবাই অনেক সমস্যার মধ্যে  পড়েগিয়েছি। কারন সে কোনো টোকন এক্সচেঞ্জ করতে গেলে ট্রানজেকশন  ফি অনেক লেগে যায়।
Title: Re: ইথিরিয়াম গ্যাস ফি কম দেওয়ার উপায়।
Post by: Mj joy on March 03, 2021, 04:27:09 PM
আমরা যারা এয়ারড্রপ এবং বাউন্টি হান্টার আছি তাদের ওয়ালেটে অনেক টোকেন আছে যা আমরা ফি এর জন্য এক্সেঞ্জ (exchange) করতে পারিনা। গতকাল আমি একটা টোকেন এক্সেঞ্জে ডিপোজিট করতে চেয়েও করতে পারিনি ফি এর কারণে। ঐ টোকেনের মূল্য ছিলো ২০ ডলার কিন্তু আমি যখন তা সেন্ড করতে যাই, ইথিরিয়াম গ্যাস ফি দেখাচ্ছিল ৩৫ ডলারের বেশি। যার কারণে সেন্ড করা হয়নি। পরে আমি অপেক্ষা করছিলাম, কখন ইথিরিয়াম গ্যাস ফি কম দেওয়া যাবে।
পরে আমি এর একটি উপায় বের করলাম। তা আপনাদের মাঝে শেয়ার করছি। আশা করি আপনাদের ও কাজে আসবে।

আপনাদের যাদের MyEtherWallet এ টোকেন আছে কিন্তু ফি এর জন্য সেন্ড করতে পারছেননা। তারা রাত ২ টা থেকে সকাল ৭টা মধ্যে টোকেন সেন্ড করার চেষ্টা করবেন। কারণ, তখন ইথিরিয়ামের ট্রাঞ্জেকশন (transaction) অনেক কম হয় বিদায় ইথিরিয়াম ব্লকচেইনের উপর প্রেশার কম থাকে। তার কারণে gwei ও অনেক কম থাকে। তার কারণে, দিনের অন্য সময় যেখানে ফি ৩০ থেকে ৪০ ডলার এর বেশি ইথিরিয়াম ফি চায়। সেখানে এই সময়ের মধ্যে (রাত ২ টা থেকে সকাল ৭টা) ৪ থেকে ৫ ডলার ফি দিয়ে টোকেন সেন্ড করা যায়।
বি.দ্র: কিছু টোকেন এর ক্ষেত্রে ফি কম বেশি হতে পারে।
  আপনি যে পোস্টটি তুলে ধরেছেন ভাই এটি আসলে অনেক তথ্যবহুল  ।এতে  ইথেরিয়াম এর  গ্যাস ফি এত বেশি চায় অথচ আপনি যে তথ্যটি তুলে ধরেছেন এখানে অনেক কম আমি তো  পোস্টটি পড়ে অনেক আনন্দিত হয়েছি যেএ রকম একটি মূল্যবান পোষ্ট পেলাম । তাতে  আমার অনেক উপকার হলো এবং অনেক নতুন ইউজার যারা আছেন তাদের অনেক উপকার হলো । আর এখন থেকে চেষ্টা করব রাত দুটোর পর থেকে  টোকন সেন্ড করব ।
Title: Re: ইথিরিয়াম গ্যাস ফি কম দেওয়ার উপায়।
Post by: Tubelight on March 21, 2021, 10:56:24 AM
ভাই আপনি ইথারিয়াম লেনদেন ফ্রি কিভাবে কমানো যায় সে সম্পর্কে একটি নিনজা টেকনিক শেয়ার করেছেন। আপনি যে টেকনিক কি ইউজ করেছেন সেই ক্ষেত্রে এটি 100% কার্যকর। চাইলে কেউ এই টেকনিক প্রয়োগ করে দেখতে পারেন।
Title: Re: ইথিরিয়াম গ্যাস ফি কম দেওয়ার উপায়।
Post by: RSRS on June 05, 2021, 08:52:15 AM
সত্যিই অনেক ভালো একটি তথ্য আমাদের মাঝে শেয়ার করেছেন যা এয়ার্ড্রপ ও বাউন্টি হান্টার দের জন্য অনেক ভালো একটি নিউজ অনেকের ওয়ালেটে এমন কিছু টোকেন থাকে যা গ্যাস ফি অতিরক্ত হওয়ার কারণে উইথড্র করা যায় না। এমন সমস্যায় যারা ভুগছেন তারা যেন আপনার এই টেকনিক অনুযায়ী কাজ করে তাহলে  গ্যাস ফি অনেকটাই কোন দিন উইথড্র করতে পারবে।
Title: Re: ইথিরিয়াম গ্যাস ফি কম দেওয়ার উপায়।
Post by: Afnan on June 06, 2021, 12:48:46 PM
আমরা যারা এয়ারড্রপ এবং বাউন্টি হান্টার আছি তাদের ওয়ালেটে অনেক টোকেন আছে যা আমরা ফি এর জন্য এক্সেঞ্জ (exchange) করতে পারিনা। গতকাল আমি একটা টোকেন এক্সেঞ্জে ডিপোজিট করতে চেয়েও করতে পারিনি ফি এর কারণে। ঐ টোকেনের মূল্য ছিলো ২০ ডলার কিন্তু আমি যখন তা সেন্ড করতে যাই, ইথিরিয়াম গ্যাস ফি দেখাচ্ছিল ৩৫ ডলারের বেশি। যার কারণে সেন্ড করা হয়নি। পরে আমি অপেক্ষা করছিলাম, কখন ইথিরিয়াম গ্যাস ফি কম দেওয়া যাবে।
পরে আমি এর একটি উপায় বের করলাম। তা আপনাদের মাঝে শেয়ার করছি। আশা করি আপনাদের ও কাজে আসবে।

আপনাদের যাদের MyEtherWallet এ টোকেন আছে কিন্তু ফি এর জন্য সেন্ড করতে পারছেননা। তারা রাত ২ টা থেকে সকাল ৭টা মধ্যে টোকেন সেন্ড করার চেষ্টা করবেন। কারণ, তখন ইথিরিয়ামের ট্রাঞ্জেকশন (transaction) অনেক কম হয় বিদায় ইথিরিয়াম ব্লকচেইনের উপর প্রেশার কম থাকে। তার কারণে gwei ও অনেক কম থাকে। তার কারণে, দিনের অন্য সময় যেখানে ফি ৩০ থেকে ৪০ ডলার এর বেশি ইথিরিয়াম ফি চায়। সেখানে এই সময়ের মধ্যে (রাত ২ টা থেকে সকাল ৭টা) ৪ থেকে ৫ ডলার ফি দিয়ে টোকেন সেন্ড করা যায়।
বি.দ্র: কিছু টোকেন এর ক্ষেত্রে ফি কম বেশি হতে পারে।
ধন্যবাদ ভাই আপনাকে এত সুন্দর একটা পোস্ট আমাদের মাঝে তুলে ধরার জন্য। বর্তমানে ইথেরিয়ামের গ্যাস ফি অনেক থাকায় আমরা টোকেন ডলারে সেন্ড করতে পারি না। এরপর থেকে আমরা এই টিপসটা কাজে লাগানোর চেষ্টা করবো।           
Title: Re: ইথিরিয়াম গ্যাস ফি কম দেওয়ার উপায়।
Post by: Sabiha14 on June 06, 2021, 04:17:45 PM
আমরা যারা ইথেরিয়াম নেটওয়ার্ক এ ট্রানজেকশন করে থাকি তাদের জন্য আপনার দেওয়া গ্যাস ফী কম দেওয়ার উপায়টা অনেক কাজে লাগবে। সত্যিই রাত ২ টার পর থেকে সকাল ৭টা পর্যন্ত গ্যাস ফী অনেক কম লাগে।  কারণ এই সময় টা তে ট্রানজেকশন অনেক কম হয়ে থাকে।                       
Title: Re: ইথিরিয়াম গ্যাস ফি কম দেওয়ার উপায়।
Post by: Jaya60 on June 07, 2021, 05:21:02 AM
ইথেরিয়াম এর সবচেয়ে বড় সমস্যা ছিলো অতিরক্ত ট্রানজেকশন ফি লাগার জন্য। ইথেরিয়াম জনপ্রিয়তাঢাকা সত্ত্বেও সে রকম ভাবে দাম বৃদ্ধি পায়নি কিন্তু যখনই ইথেরিয়াম ট্রানজেকশন ফি কমে এসেছে তার পরেই ইথারিয়াম প্রাইস বৃদ্ধি পেয়েছে। বর্তমানে ট্রানজেকশন ফি কমে আসার কারণে ইথেরিয়াম প্রাইস বৃদ্ধি পেয়েছে অনেক। ইথেরিয়াম ট্রানজেকশন ফি কম লাগে মধ্যরাত থেকে সকাল সাতটা পর্যন্ত।
Title: Re: ইথিরিয়াম গ্যাস ফি কম দেওয়ার উপায়।
Post by: Suma Islam on June 07, 2021, 08:07:53 AM
ইথিরিয়াম গ্যাস ফি বতমান সময়ে আবার ও বড়ছে। ইথিরিয়াম গ্যাস ফি সময়ের সাথে আপ ডাউন  করতে দেখা যায় । ইথিরিয়াম গ্যাস ফি কি ভাবে কমাতে পারবো এই বিষয়ে আমার কোন ধারণা নেই।
Title: Re: ইথিরিয়াম গ্যাস ফি কম দেওয়ার উপায়।
Post by: Brithyislam on June 07, 2021, 08:25:51 AM
বর্তমান সময়ে ইথেরিয়াম এর গ্যাস ফ্রি অনেক বেশি। ইথেরিয়ামের গ্যাস ফি কমিয়ে দেওয়ার উপায় সম্পর্কে আমার কোন ধারণা নেই। কারন এই মার্কেট আমি নতুন সদস্য ‌‌।
Title: Re: ইথিরিয়াম গ্যাস ফি কম দেওয়ার উপায়।
Post by: Logitech50 on June 07, 2021, 12:39:59 PM
ইথেরিয়াম গ্যাস ফি অতীতে বেশি খরচ হচ্ছে যার কারণে এখন এর সমাধান হয়েছে। অতীতের তুলনায় বর্তমানে এখন ক্রিপ্টোকারেন্সি সবচেয়ে বেশি কম খরচ হচ্ছে বিনান্স স্মার্ট চেইন। এ বিনান্স স্মার্ট চেইন প্লাটফর্মে যদি আনা হয় তাহলে অবশ্যই অনেক খরচ কম হবে।
Title: Re: ইথিরিয়াম গ্যাস ফি কম দেওয়ার উপায়।
Post by: Salman y90 on June 07, 2021, 01:09:36 PM
আমরা সবাই জানি যে অতীতে কিন্তু ইথারিয়াম গ্যাস ফি অনেক বেশি ছিল। যার কারণে মানুষ বিরক্ত হয়ে গিয়েছিল। এখন বর্তমানে আমরা দেখছি যে ইথারিয়াম এর গ্যাস কি আস্তে আস্তে অনেক কমেছে। কিন্তু তার সাথে সাথে ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ইথারিয়াম কয়েন ডাম্পিং হচ্ছে। তবে আমাদের একটা জিনিস সেটা হল ইথারিয়াম এর গ্যাস ফ্রি কমাতে পারি সেটা হল বিনান্স স্মার্ট চেইন ওয়ালেট। আমরা যদি এই ওয়ালেট ব্যবহার করে প্লাটফর্মে আনি তাহলে অবশ্যই গ্যাস ফ্রি কম কাটবে।
Title: Re: ইথিরিয়াম গ্যাস ফি কম দেওয়ার উপায়।
Post by: HeartBit143 on June 07, 2021, 05:19:46 PM
কিছু দিন আগে ইথেরিয়াম নেটওয়ার্ক এ গ্যাস ফী অনেক বেশি ছিলো।  যার ফলে সকল ম্যানেজাররা তাদের  প্রজেক্ট অন্যান্য নেটওয়ার্ক এ আনতেছে।  এর জন্য এখন আবার ইথেরিয়ামের গ্যাস ফী অনেক কমিয়ে আনা হয়েছে।
  তাছাড়া আপনি যে বুদ্ধিটা দিয়েছেন সেটিও যথেষ্ট কার্যকরী।                       
Title: Re: ইথিরিয়াম গ্যাস ফি কম দেওয়ার উপায়।
Post by: Samu500 on June 08, 2021, 06:09:15 PM
Eth ফিস এর জন্য ছোট ট্রেডারেরা বা এয়ারড্রপ ও বাউন্টি হান্টার দের তেমন প্রফিট হচ্ছে না তবে আপনার উপদেশ জন্য ধন্যবাদ এবং আশা করছি Eth network এর যে টিম আছে তারা সমস্যা টি সমাধান করবে এবং আগের মত আমরা সল্প ফি দিয়ে আমরা কয়েন সেন্ড করতে পারবো।           
Title: Re: ইথিরিয়াম গ্যাস ফি কম দেওয়ার উপায়।
Post by: Random203 on June 09, 2021, 03:49:13 AM
ইথেরিয়াম নেটওয়ার্ক এ গ্যাস ফী অনেক বড় একটা সমস্যা। অনেক সময় দেখা যায় যে,   যে পরিমাণ  অর্থ উঠাতে চাওয়া হয় তার থেকে বেশি গ্যাস ফী-ই লাগে।  তবে এই সমস্যা এখন অনেকটা লাঘব হয়েছে।  গ্যাস ফী আগের তুলনায় অনেক কমে এসেছে।  তাছাড়া আপনি গ্যাস ফী কম দেওয়ার জন্য যে উপদেশ দিয়েছেন এটিও গ্যাস ফী কম দেওয়ার    অনেক ভালো একটা পথ।                                 
Title: Re: ইথিরিয়াম গ্যাস ফি কম দেওয়ার উপায়।
Post by: Terrasin on June 09, 2021, 10:11:16 AM
ইথেরিয়াম গ্যাস ফি কম দেওয়ার উপায় বর্তমানে খুবই কম সময়। কারণ গ্যাস ফি রাত বারোটার পর কিছু সময় কম থাকে সে সময় যদি টোকন টান্সফার করা যায় তাহলে অবশ্যই কিছু সাশ্রয় পাওয়া যায়।
Title: Re: ইথিরিয়াম গ্যাস ফি কম দেওয়ার উপায়।
Post by: Rifan Khan on June 14, 2021, 03:15:45 AM
আমরা কিছুদিন আগে দেখেছি ইথারিয়াম গ্যাস ফ্রি কারণে মানুষ অনেক বিরক্ত হয়ে গেছিল। মানুষ ইথারিয়াম গ্যাস ফি সম্পর্কে অনেক কথাই বলেছেন। ইথারিয়াম গ্যাস ফ্রি আমাদের অনেকেরই প্রবলেম রয়েছে। আগের তুলনায় এখন বর্তমানে ইথারিয়াম গ্যাস ফ্রি একটু কম দিতে হয়।
Title: Re: ইথিরিয়াম গ্যাস ফি কম দেওয়ার উপায়।
Post by: Madmax789 on November 21, 2022, 08:13:48 PM
ইথিরিয়াম গ্যাস ফি কম দেওয়ার উপায়।
অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করার জন্য। আমিও বিষয়টা খেয়াল করেছি সকালের দিকে ইথেরিয়াম এর ট্রানজেকশন ফ্রী কম থাকে। অসংখ্য ধন্যবাদ এত মূল্যবান একটা টপিক শেয়ার করার জন্য।
Title: Re: ইথিরিয়াম গ্যাস ফি কম দেওয়ার উপায়।
Post by: Mahindra on October 15, 2023, 11:50:08 AM
ইথেরিয়ামের দাম বৃদ্ধি পেলে এর গ্যাস ফ্রি ও বৃদ্ধি পাবে। তাছাড়া যখন লেনদেন বেড়ে যায় তখন ইথেরিয়ামের ফ্রি ও বৃদ্ধি পায়। এটা মুলত লেনদেনের উপর নির্ভর করে।
Title: Re: ইথিরিয়াম গ্যাস ফি কম দেওয়ার উপায়।
Post by: Imran88 on October 15, 2023, 02:41:31 PM
আসলেই ইথেরিয়ামের  গ্যাস অন্যান্য টোকেনের চেয়ে অনেক বেশি।
Title: Re: ইথিরিয়াম গ্যাস ফি কম দেওয়ার উপায়।
Post by: Paragon2 on December 08, 2023, 01:47:25 AM
হঠাৎ করেই থোরিয়ামের গ্যাস ফ্রি এত বৃদ্ধি পাওয়াতে আমাদের অনেক অসুবিধা হয়েছে।কারন আমরা এই গ্যাস ফ্রি বেশির কারণে কেউ টোকন সেন্ড করতে পারছিনা।হঠাৎ করে ইথারিয়াম এর গ্যাস ফ্রি এত বৃদ্ধি পাওয়ার কারণ কি আমরা কেউ বুঝতে পারলাম না। এই গ্যাস ফ্রি কি আবার কমতে পারে দয়াকরে সিনিয়র ভাইরা একটু বলবেন।

আপনার নামের ব্যবহার দেখে মনে হয় আপনি একজন সিনিয়র মেম্বার। কিন্তু আপনার পোস্ট কোয়ালিটি এতটাই বাজে দেখা যায়। সাধারণ একটি পোস্ট লিখতে ৬টি বানান আপনি ভুল করেছেন এমন নিম্নমানের কোয়ালিটি সম্পূর্ণ পোস্ট করলে তা কখনো হবে না। অবশ্যই আপনি পোস্ট কোয়ালিটি উন্নত করুন।

ইথেরিয়াম কয়েন এর দাম বৃদ্ধি পেলে অবশ্যই গ্যাস ফি বৃদ্ধি পায়। এবং ইথেরিয়াম কয়েনের দাম কমে গেলে গ্যাস ফি কম হয়। এবং অতিরিক্ত লেনদেন কারণেও গ্যাস ফি এর বৃদ্ধি পায়।
Title: Re: ইথিরিয়াম গ্যাস ফি কম দেওয়ার উপায়।
Post by: SobujAkash#8 on December 09, 2023, 09:50:11 AM
আসলেই ইথেরিয়াম অন্যান্য সকল তোকে নিয়ে চেয়ে হঠাৎ করে গ্যাস ফ্রী বৃদ্ধি পাওয়ায় আমরা অনেক সমস্যায় ভুগছি। আমার কাছে
ইথেরিয়াম কিছু টোফেন আছে কিন্তু অতিরিক্ত লেনদেন ফ্রি এর জন্য সেল করতে পারছি না এতে করে আমি বিরাট সমস্যায় ভুগছি। এখন বড় ভাইদের কাছে আবেদন যে কি করে আমি অল্প গ্যাস ফ্রী দিয়ে টোকেন গুলো সেল করতে পারি। আর আদোও কি সম্ভব।
Title: Re: ইথিরিয়াম গ্যাস ফি কম দেওয়ার উপায়।
Post by: Fulshai on December 09, 2023, 11:10:27 AM
হ্যাঁ বর্তমানে ইথারিয়ামে গ্যাস ফি অনেক লাগে। আমার কাছে কিছু টোকেন আছে যা অতিরিক্ত গ্যাস ফি লাগার কারণে তুলতে পারছি না। তাই ইথারিয়ামে গ্যাস ফি গ্যাস ফি যদি কম লাগে। তাহলে সবাই ইথারিয়ামের প্রতি অনেকটাই আসক্তি হবে। আশা করি বর্তমানে ইথারিয়ামে গ্যাস ফি কমিয়ে দেওয়া উচিত।
Title: Re: ইথিরিয়াম গ্যাস ফি কম দেওয়ার উপায়।
Post by: JISAN on December 09, 2023, 01:09:47 PM
হ্যাঁ বর্তমানে ইথারিয়ামে গ্যাস ফি অনেক লাগে। আমার কাছে কিছু টোকেন আছে যা অতিরিক্ত গ্যাস ফি লাগার কারণে তুলতে পারছি না। তাই ইথারিয়ামে গ্যাস ফি গ্যাস ফি যদি কম লাগে। তাহলে সবাই ইথারিয়ামের প্রতি অনেকটাই আসক্তি হবে। আশা করি বর্তমানে ইথারিয়ামে গ্যাস ফি কমিয়ে দেওয়া উচিত।
(https://talkimg.com/images/2023/12/09/EwIsG.jpeg)
https://etherscan.io/

ETH এর 32 Gwei এখন যা খুব বেশি ফি দাবি করবে না। আপনি সর্বোচ্চ $২ এর মধ্যে ETH ট্রান্সফার করতে পারবেন। বর্তমান মার্কেট পরিস্থিতিতে এটা খুব বেশি না। বিটকয়েনের ফি এর থেকে অনেকটা বেশি এই সময়ে। তবে আপনি $1-1.5 এর মধ্যে ETH ট্রান্সফার করতে পারলেও টোকেন ট্রান্সফার করতে হলে এর ডাবল কাটবে
Title: Re: ইথিরিয়াম গ্যাস ফি কম দেওয়ার উপায়।
Post by: Rds3b on January 31, 2024, 05:11:31 AM
এই বিষয়ে আমার অজানা আপনার মাধ্যমে যদি সেটি জানতে পারি তাহলে ভালো হয় গ্যাস দিয়ে অনেক বেশি এখন আসলে এটি কম কিভাবে দেওয়া যায় সেটির বিষয়ে যদি কেউ জেনে থাকে তাহলে যেন আমাদেরকে জানায়। ইথারিয়ার এর গ্যাস কি বেশি হওয়ার কারণে এখানে মেম্বাররা লেনদেন কম হঠাৎ করে বেড়ে যাওয়ার কারণ আমার জানা নেই। তবে এটা সত্য যে ইথিয়াডিয়ামের গ্যাস ফি অনেক বেশি এখন এটাকে কমানোর যদি কোন উপায় থাকে তাহলে যেন এটাকে নিয়ন্ত্রণ করে।