Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং এবং এক্সচেঞ্জ গুলি => Topic started by: babu10 on February 19, 2021, 04:14:03 AM

Title: Poolz token নিয়ে আলোচনা
Post by: babu10 on February 19, 2021, 04:14:03 AM
Ticker: POOLZ
Token type: ERC20
ICO Token Price: 1 POOLZ = 0.7 USD
Fundraising Goal: $70,000
Total Tokens: 5,000,000

বাজারে সাধারণত আমরা কয়েন নিয়ে ট্রেড বা ইনভেস্ট করতে ভরসা পাই এবং নিশ্চিন্তে এটার দাম বাড়লেও বা কমলেও তেমন চিন্তা করিনা কিন্তু আজকের মার্কেটে আলোচনার টপিক হয়ে দাঁড়িয়েছে Poolz token যেটা কিন্ত 44 ডলার পর্যন্ত হিট করেছিল Feb 06, 2021 তারিখে প্রতিটি টোকেন। ভাবা যায়? যার ICO price ছিল শুধুমাত্র 0.7 ডলার যেটা 44 ডলারে হিট করেছে। কি কারনে এই টোকেন এত হিট করল আমার হিসাবে আসেনা।

আপনাদের জানা থাকলে আলোচনা করুন। ;D ;D
Title: Re: Poolz token নিয়ে আলোচনা
Post by: Malam90 on February 20, 2021, 02:57:57 PM
Poolz token তো ৩১ ডলার করে সেল দিলাম যা পেয়েছিলাম। আজকে দেখি দাম কমে ২৩ ডলারে নেমে গেছে। তবে টোকেনটার সাপ্লাই খুবই কম। মাত্র ১ মিলিয়নের নিচে। এরকম কম সাপ্লাইয়ের টোকেনের দাম ১০০ ডলার যাওয়া কোন ব্যপারই না। যেমন AAVE ৫০০ ডলারে হিট করেছে। তাই Poolz token এর সম্ভাবনা আছে আরো বাড়ার। কিছু হোল্ড করার ইচ্ছা আছে শেষের দিকে।
Title: Re: Poolz token নিয়ে আলোচনা
Post by: Tubelight on March 17, 2021, 04:10:02 PM
Poolz token তো ৩১ ডলার করে সেল দিলাম যা পেয়েছিলাম। আজকে দেখি দাম কমে ২৩ ডলারে নেমে গেছে। তবে টোকেনটার সাপ্লাই খুবই কম। মাত্র ১ মিলিয়নের নিচে। এরকম কম সাপ্লাইয়ের টোকেনের দাম ১০০ ডলার যাওয়া কোন ব্যপারই না। যেমন AAVE ৫০০ ডলারে হিট করেছে। তাই Poolz token এর সম্ভাবনা আছে আরো বাড়ার। কিছু হোল্ড করার ইচ্ছা আছে শেষের দিকে।
আমার মনে হয় আপনি কোনদিন ক্ষতির মুখে পড়েন নি। কারণ আপনি খুবই সচেতন একজন ব্যক্তি কখন কি করতে হবে তার সব আপনি জানেন। কখন কোন টোকেন বিক্রয় করতে হবে বা কখন কোন টোকেন ক্রয় করতে হবে তা সবাই আপনার জানা। এজন্য আপনি সব সময় বিভিন্ন কিছু থেকে ভাল প্রফিট পান।