Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => অর্থনীতি ও ক্রিপ্টোকারেন্সি => Topic started by: Malam90 on April 06, 2021, 02:11:25 PM

Title: ক্রিপ্টোকারেন্সি সেবা চালু করল পেপাল।
Post by: Malam90 on April 06, 2021, 02:11:25 PM
অনলাইন মার্চেন্টদের অর্থ পরিশোধ করার ক্ষেত্রে এখন থেকে ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করা যাবে বলে ঘোষণা দিয়েছে অনলাইন পেমেন্ট সিস্টেম পেপাল। তবে এ সুবিধা শুধু যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীরাই পেয়ে থাকবেন বলেও জানানো হয়।  খবর রয়টার্স।

কোম্পানিটি জানায়, যেসব ব্যবহারকারী তাদের পেপাল ওয়ালেটে বিটকয়েন, বিটকয়েন ক্যাশ ও লাইটকয়েন সংযুক্ত করেছেন, তারা এগুলোকে প্রচলিত মুদ্রায় পরিবর্তন করে কেনাকাটার অর্থ পরিশোধ করতে পারবেন।  সামনের মাসগুলোতে পেপালে সংযুক্ত ২ কোটি ৯০ লাখ মার্চেন্ট এ সেবার আওতাভুক্ত হবেন বলেও জানায় কোম্পানিটি।

পেপালের প্রেসিডেন্ট ও সিইও ড্যান শুলম্যান বলেন,  প্রথমবারের মতো আপনি আপনার পেপাল ওয়ালেটে সংযুক্ত ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডের মতো আপনার ক্রিপ্টোকারেন্সিও নির্বিঘ্নে ব্যবহার করার সুযোগ পাবেন।

কিছুদিন আগে ইলেকট্রনিক কার জায়ান্ট টেসলা তাদের গাড়ি বিটকয়েনের মাধ্যমে ক্রয় করা যাবে বলে ঘোষণা দিয়েছিল। পেপাল জানায়, ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে লেনদেনে পেপাল ব্যবহারকারীদের থেকে কোনো ধরনের অতিরিক্ত চার্জ কাটবে না। বণিক বার্তা (https://bonikbarta.net/home/news_description/259793/ক্রিপ্টোকারেন্সি-সেবা-চালু-করল-পেপাল)
Title: Re: ক্রিপ্টোকারেন্সি সেবা চালু করল পেপাল।
Post by: Rafiq on April 06, 2021, 03:43:30 PM
পেপাল ক্রিপ্টোকারেন্সি সেবা চালু করার বিষয়টি ক্রিপ্টোজগত সংশ্লিষ্ট সকলের জন্য অবশ্যই আনন্দের। বিশেষকরে এই মুহুর্তে যারা মার্কিন যুক্তরাষ্ট্রের পেপাল ব্যবহারকারী আছেন তাদের তো বটেই। তবে বাংলাদেশে পেপাল ব্যবহারের সুয়োগ না থাকায় আমরা এই সুবিধা থেকে বঞ্চিত হবো। আশাকরি পেপাল কর্তৃপক্ষ খুব শীঘ্রই বাংলাদেশে পেপাল ব্যবহারের সুযোগ দিবেন এবং বাংলাদেশ সরকার সে সুযোগ কাজে লাগানোর ব্যবস্থা করবেন এবং পাশাপাশি বাংলাদেশে ক্রিপ্টোকারেন্সি লেনদেনের বৈধতা দিবেন।
Title: Re: ক্রিপ্টোকারেন্সি সেবা চালু করল পেপাল।
Post by: Fulshai on March 27, 2022, 01:31:52 AM
হ্যাঁ আপনি ঠিক বলেছেন পেপাল ক্রিপ্টোকারেন্সি সেবা চালু করার বিষয়টি প্রত্যেকটি ক্রিপ্টোকারেন্সি ইউজারদের সুসংবাদ। যে দেশে পেপাল ব্যবহার বৈধ আছে তাদের অনেক সুবিধা রয়েছে। কিন্তু আমাদের বাংলাদেশে পেপাল ব্যবহার অবৈধ। এজন্য আমাদের পেপাল ব্যবহার করা একটু অসুবিধা। আশা করি অচিরেই বাংলাদেশেও পেপাল ব্যবস্থা বৈধ করবেন। তাহলে বাংলাদেশের উন্নতি এবং বাংলাদেশ সরকারের উন্নতি সাধন হবে।