Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: Cadaver20 on April 09, 2021, 06:11:41 PM

Title: ইথেরিয়াম না বাইন্যান্স স্মার্ট চেইন।
Post by: Cadaver20 on April 09, 2021, 06:11:41 PM
ইথেরিয়াম একটি পুরাতন এবং দ্বিতীয় সর্বোচ্চ জনপ্রিয় কয়েন। কিন্তু ইথেরিয়াম এর ট্রান্সেকশন ফি এখন আকাশ ছোঁয়া। অপরদিকে বাইন্যান্স স্মার্ট চেইনের ট্রান্সেকশন ফি তুলনামূলকভাবে অনেক কম। আর এজন্যই অনেক ক্রিপ্টো প্রজেক্ট এখন ইথেরিয়াম এর পরিবর্তে বাইন্যান্স স্মার্ট চেইন ব্যবহার করছেন। আর এজন্যই বিএনবি কয়েনের দাম বহুগুনে বেড়ে গিয়েছে। কিন্তু কয়েক মাস পর যখন ইথেরিয়ামের ট্রান্সেকশন ফি স্বাভাবিক হয়ে যাবে তখন বাইন্যান্স স্মার্ট চেইনের অবস্থা কি হবে? এর জনপ্রিয়তা কি বাড়বে না কমবে? বিএনবি কয়েনের দাম কমবে না বাড়বে?
Title: Re: ইথেরিয়াম না বাইন্যান্স স্মার্ট চেইন।
Post by: Rubel007 on April 09, 2021, 06:53:16 PM
বিন্যান্সের জনপ্রিয়তা এখন ধরা যায় তুুঙ্গে। তবে এটাও সত্য যে যদি ইথিরিয়াম প্লাটফরমে গ্যাস ফি কম থাকত তাহলে এই অবস্থা হত না। ইথারের প্রতি মানুষের একটু বেশি পরিচিতি ছিল। অনেকেই এটি ছাড়া অন্য কোন প্লাটফরমের কথা চিন্তাও করতে পারে নি। তবে আমি এখনও কনফিউজড যে যদি ইথার তার যাবতীয় খরচ কমিয়ে আ্নতে পারে তাহলে ভবিষ্যতে কি হবে। আমার মনে হয় বি এন বির দাম না কমলেও জনপ্রিয়তা কিছুটা হলেও আবার কমে যাবে।
Title: Re: ইথেরিয়াম না বাইন্যান্স স্মার্ট চেইন।
Post by: Dark Knight on April 10, 2021, 04:06:46 AM
ইথেরিয়াম একটি পুরাতন এবং দ্বিতীয় সর্বোচ্চ জনপ্রিয় কয়েন। কিন্তু ইথেরিয়াম এর ট্রান্সেকশন ফি এখন আকাশ ছোঁয়া। অপরদিকে বাইন্যান্স স্মার্ট চেইনের ট্রান্সেকশন ফি তুলনামূলকভাবে অনেক কম। আর এজন্যই অনেক ক্রিপ্টো প্রজেক্ট এখন ইথেরিয়াম এর পরিবর্তে বাইন্যান্স স্মার্ট চেইন ব্যবহার করছেন। আর এজন্যই বিএনবি কয়েনের দাম বহুগুনে বেড়ে গিয়েছে। কিন্তু কয়েক মাস পর যখন ইথেরিয়ামের ট্রান্সেকশন ফি স্বাভাবিক হয়ে যাবে তখন বাইন্যান্স স্মার্ট চেইনের অবস্থা কি হবে? এর জনপ্রিয়তা কি বাড়বে না কমবে? বিএনবি কয়েনের দাম কমবে না বাড়বে?
এখন মানুষ বাইনান্স স্মার্টচেইন এর ওপর নজর দিচ্ছে বেশি। আস্তে আস্তে মানুষ বাইনান্স স্মার্টচেইন এ যেতে শুরু করেছে। এবং ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছে। ইথেরিয়াম প্লাটফর্মে জনপ্রিয়তা ছিল বেশি কিন্তু তারা অতিরিক্ত ট্রানজেকশন ফি নিচ্ছে এখন। ইথেরিয়াম এ ট্রানজেকশন ফি সর্বোচ্চ বেশি। কিন্তু বাইনান্স স্মার্টচেইন ট্রানজেকশন ফি অনেক কম দিতে হয়। তার জন্যই মানুষ এর দিকে ধাবিত হচ্ছে।
Title: Re: ইথেরিয়াম না বাইন্যান্স স্মার্ট চেইন।
Post by: Crypto_Somrat on April 10, 2021, 07:42:23 AM
আপনি ঠিক বলেছেন, আমিও এটা খেয়াল করে দেখেছি যে, ইথেরিয়াম নেটওয়ার্ক-এর গ্যাস ফি অত্যাধিক পরিমাণে বেশি হওয়ায় মানুষ এখন বাইনান্স নেটওয়ার্ক ব্যবহার করতে শুরু করে দিয়েছে, যার ফলে বাইনান্স কয়েন এর দাম বৃদ্ধি পাচ্ছে এবং বর্তমানে ফোরামের অধিকাংশ প্রজেক্ট ইথেরিয়াম নেটওয়ার্ক বাদ দিয়ে বাইনান্স নেটওয়ার্কে ক্যাম্পেইন পরিচালনা করছেন। এভাবে বেশি দিন চললে আমার মনে হয় ইথেরিয়াম নেটওয়ার্ক জনপ্রিয়তা হারাবে। কিন্তু যদি কিছুদিন পর ইথেরিয়াম নেটওয়ার্কের গ্যাস ফি কমে যায় তাহলে মানুষ আবার ইথেরিয়াম নেটওয়ার্ক এর প্রতি ঝুঁকে পড়বে কারণ এটি অনেক পুরনো এবং অনেক জনপ্রিয় যা মানুষের মনে স্থান করে নিয়েছিল. কিন্তু বাইনান্স কয়েন এর দাম বৃদ্ধি পেতেই থাকবে বলে আমার ধারণা।
Title: Re: ইথেরিয়াম না বাইন্যান্স স্মার্ট চেইন।
Post by: Laxmi Sharma on April 10, 2021, 08:56:21 AM
বর্তমানে ইথেরিয়াম নেটওয়ার্কের গ্যাস ফি আকাশছোঁয়া হওয়ার কারণে মানুষ ইথিরিয়াম নেটওয়ার্ক এর ওপর বিরক্ত হয়ে বাইনান্স নেটওয়ার্ক ব্যবহার করছেন। ইথেরিয়াম নেটওয়ার্ক-এর গ্যাস ফি আকাশছোঁয়া হওয়ার কারণে আমি মনে করি এখন ইথেরিয়াম নেটওয়ার্ক এর জনপ্রিয়তা দিনদিন কমতে থাকবে। মানুষ ইথেরিয়াম নেটওয়ার্ক ব্যবহার করে অভ্যস্ত হয়েছেন। কিন্তু অতিরিক্ত গ্যাস ফি আমাদের কে বিরক্ত করে ফেলেছে। অন্যদিকে বাইনান্স নেটওয়ার্কের গ্যাস ফি কম হওয়ায় এর জনপ্রিয়তা আরো ব্যাপক হারে বৃদ্ধি পেয়ে চলেছে।
Title: Re: ইথেরিয়াম না বাইন্যান্স স্মার্ট চেইন।
Post by: Magepai on April 10, 2021, 09:44:02 AM
বর্তমান সময়ে ইথিরিয়াম এর ট্রানজেকশন ফি বেশি হওয়ার প্রায় প্রত্যেকটি টোকন বিনান্স ইস্মার্ট চেইন এ রূপান্তর ঘটছে। ইথেরিয়াম নেটওয়ার্ক ফ্রি এরকম বেশি হওয়ার কারণে কিন্তু এরকমটা হচ্ছে। আমার বিশ্বাস প্রত্যেকটি টোকেন যদি বিনান্স ইস্মার্ট চেইন এ রুপান্তর করলে সবচেয়ে ভালো হবে। কারো আর কোন অভিযোগ থাকবে না নেটওয়ার্ক ফ্রি নিয়ে।
Title: Re: ইথেরিয়াম না বাইন্যান্স স্মার্ট চেইন।
Post by: Cadaver20 on April 10, 2021, 06:59:29 PM
আমার বিশ্বাস প্রত্যেকটি টোকেন যদি বিনান্স ইস্মার্ট চেইন এ রুপান্তর করলে সবচেয়ে ভালো হবে। কারো আর কোন অভিযোগ থাকবে না নেটওয়ার্ক ফ্রি নিয়ে।
প্রত্যেকটি টোকেন যদি বিনান্স ইস্মার্ট চেইন এ রুপান্তর করা হয় এবং তখন যদি বিনান্স ইস্মার্ট চেইনের নেটওয়ার্ক ফি বেড়ে যায় তখন কি হবে? বিনান্স অলরেডী তাদের বিভিন্ন নেটওয়ার্ক ফি বাড়ানো শুরু করেছে। যেমন পূর্বে টিআরসি২০ ইউএসডিটি বিন্যান্স থেকে উইথড্র ফ্রী ছিল কিন্তু বর্তমানে ১ ডলার ফি নিচ্ছে।
Title: Re: ইথেরিয়াম না বাইন্যান্স স্মার্ট চেইন।
Post by: raisajahan on April 10, 2021, 07:45:54 PM
বর্তমান সময়ে ইথারিয়াম এর ট্রানজেকশন ফিস অনেক বেশি সে কারনে অনেকের ইথারিয়াম নেটওয়ার্ক ব্যবহারের ব্যপারে ছোটখাট একটা অনিহা সৃষ্টি হয়েছে। তবে অন্য নেটওয়ার্ক ব্যবহারের যে সব সমস্যার সমাধান হবে এটা সঠিক নয়। কারন ইথারিয়াম নেটওয়ার্ক ব্যবহার বাদ দিয়ে বিএসসি নেটওয়ার্ক ব্যবহারের ফলে যদি বি এস সি নেটওয়ার্ক এর ট্রানজেকশন ফিস বেড়ে যায় তাহলে তো আর কোন সলুশ্যন হল না। তাই আমরা একটা বাদ দিয়ে অন্য একটা তে সাময়িক সময়ের জন্য কাজ করতে পারি যতখন না ট্রানজেকশন ফিস না বাড়ে।
Title: Re: ইথেরিয়াম না বাইন্যান্স স্মার্ট চেইন।
Post by: Casual on April 11, 2021, 12:48:47 AM
এখন দেখা যায় বিনান্স ইস্মার্ট চেইন প্রাইজের বৃদ্ধি পাওয়ার সাথে সাথে জনপ্রিয়তা বেড়েছে। আমরা কিন্তু একটা জিনিস সবাই জানি যে পৃথিবী আমের জনপ্রিয়তা হচ্ছে বিটকয়েনের পরেই। শুধুমাত্র এখন ইথারিয়াম এর গ্যাস ফি বেশি থাকার কারণে বিটকয়েনের তুলনায় ইথেরিয়াম এর প্রাইস বৃদ্ধি পায়নি। কিন্তু বিনান্স স্মার্ট চেইন এর জনপ্রিয়তা সাথে বৃদ্ধি পেয়েছে অনেক প্রাইস।
Title: Re: ইথেরিয়াম না বাইন্যান্স স্মার্ট চেইন।
Post by: Niloy on April 11, 2021, 06:10:44 AM
ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ইথেরিয়াম এর জনপ্রিয়তা  অবস্থানের দিক থেকে দ্বিতীয় স্থানে অবস্থানে। ইথেরিয়াম এর এই জনপ্রিয়তার কারণে অনেক প্রজেক্ট ইথিরিয়াম প্লাটফর্মে ব্যবহার করে থাকে । কিন্তু বর্তমানে ইথেরিয়ানমর গ্যাস ফ্রি অনেকগুণ বৃদ্ধির কারণে অনেকেই বাইনান্স স্মার্ট ব্লকচেইন প্লাটফর্মে ব্যবহার করে আসছে।তবে ভবিষ্যতে ইথেরিয়াম গ্যাস ফ্রি যদি কমে যায়। তাহলে অবশ্যই আবার পুনরায় ইথিরিয়াম প্ল্যাটফর্ম জনপ্রিয়তা আবার অনেক গুণ বৃদ্ধি পাবে। তবে সে ক্ষেত্রে বিএনপি কয়েনের দাম কমবে কিনা সেটা সঠিকভাবে বলা যাচ্ছে না।
Title: Re: ইথেরিয়াম না বাইন্যান্স স্মার্ট চেইন।
Post by: Tamsialu$$ on April 12, 2021, 02:48:49 AM
ইথারিয়াম প্রাইস যেভাবে বৃদ্ধি পেয়েছে বর্তমানে মোটামুটি ভালো অবস্থানে রয়েছে। কিন্তু ইথিরিয়াম এর ট্রানজেকশন ফি অনেক বেশি হওয়ার কারণে সবাই দেখা যায় বিনান্স স্মার্ট চেইন যুক্ত হচ্ছে। কারণ বর্তমানে বিনান্স ইস্মার্ট চেইন এ খুবই সামান্য লেগে যায় ট্রানজেকশন ফি। এজন্য বিনান্স ইস্মার্ট চেইন এতটা এগিয়ে যাচ্ছে।
Title: Re: ইথেরিয়াম না বাইন্যান্স স্মার্ট চেইন।
Post by: Irfan12@ on April 12, 2021, 03:03:30 AM
ইথেরিয়াম একটি পুরাতন এবং দ্বিতীয় সর্বোচ্চ জনপ্রিয় কয়েন। কিন্তু ইথেরিয়াম এর ট্রান্সেকশন ফি এখন আকাশ ছোঁয়া। অপরদিকে বাইন্যান্স স্মার্ট চেইনের ট্রান্সেকশন ফি তুলনামূলকভাবে অনেক কম। আর এজন্যই অনেক ক্রিপ্টো প্রজেক্ট এখন ইথেরিয়াম এর পরিবর্তে বাইন্যান্স স্মার্ট চেইন ব্যবহার করছেন। আর এজন্যই বিএনবি কয়েনের দাম বহুগুনে বেড়ে গিয়েছে। কিন্তু কয়েক মাস পর যখন ইথেরিয়ামের ট্রান্সেকশন ফি স্বাভাবিক হয়ে যাবে তখন বাইন্যান্স স্মার্ট চেইনের অবস্থা কি হবে? এর জনপ্রিয়তা কি বাড়বে না কমবে? বিএনবি কয়েনের দাম কমবে না বাড়বে?
আমি মনে করি যে কয়েনের দাম এবং জনপ্রিয়তা বৃদ্ধি পায় সেই কোয়েলের জনপ্রিয়তা আর কমে না পরবর্তীতে যত ভালো মুদ্রাই মার্কেটে আসুক না কেন। তবে এটাও ভাবার বিষয় যে যদি পরবর্তীতে ইথেরিয়াম এর ট্রানজেকশন ফি কমে যায় তাহলে অন্যান্য প্রজেক্টগুলো কোন প্ল্যাটফর্ম ব্যবহার করবে বাইনান্স স্মার্ট চেইন নাকি ইথেরিয়াম। আমার মনে হয় ইথেরিয়াম ব্যবহার করবে।
Title: Re: ইথেরিয়াম না বাইন্যান্স স্মার্ট চেইন।
Post by: Review Master on April 12, 2021, 05:52:30 PM
ইথেরিয়াম একটি পুরাতন এবং দ্বিতীয় সর্বোচ্চ জনপ্রিয় কয়েন। কিন্তু ইথেরিয়াম এর ট্রান্সেকশন ফি এখন আকাশ ছোঁয়া। অপরদিকে

এটি সত্য যে, বাইন্যান্স স্মাট চেইনে অনেক প্রজেক্ট চালু হচ্ছে এবং এটি শুধুমাত্র একটি হাইপের মতো , আর কিছু সময় পর এটিও কমে যাবে। তবে এটি সত্য যে, ভালো প্রজেক্ট যেকোনো চেইন ব্যবহার করতে পারে এবং অনেক প্রজেক্ট তো ইথিরিয়াম, বাইন্যান্স চেইন দুইটাই ব্যবহার করতেছে। অন্যদিকে ইথিরিয়ামে যেমন স্ক্যাম প্রজক্ট চালু হয়, তেমনি বাইন্যান্সে চেইনেও স্ক্যাম প্রজেক্ট চালু হচ্ছে। তাই সকলেই সাবধান থাকবেন।

বাইন্যান্স স্মার্ট চেইনের ট্রান্সেকশন ফি তুলনামূলকভাবে অনেক কম। আর এজন্যই অনেক ক্রিপ্টো প্রজেক্ট এখন ইথেরিয়াম এর পরিবর্তে বাইন্যান্স স্মার্ট চেইন ব্যবহার করছেন। আর এজন্যই বিএনবি কয়েনের দাম বহুগুনে বেড়ে গিয়েছে। কিন্তু কয়েক মাস পর যখন ইথেরিয়ামের ট্রান্সেকশন ফি স্বাভাবিক হয়ে যাবে তখন বাইন্যান্স স্মার্ট চেইনের অবস্থা কি হবে? এর জনপ্রিয়তা কি বাড়বে না কমবে? বিএনবি কয়েনের দাম কমবে না বাড়বে?

আমি মনে করি যে, বাইন্যান্স স্মার্ট চেইনের জন্য বিএবি কয়েনের মূল্য কিন্তু বৃদ্ধি পাচ্ছে না। বরং এটি বৃদ্ধি পাওয়ার পেছনে বাইন্যান্সের আইও এবং টুোকেন বার্ন ইভেন্টি ব্যাপক প্রভাব রেখেছে্। কারণ বাইন্যান্সের আইও শেষের পরই কয়েন বার্নের ঘোষণা দেয় ।  ;)
Title: Re: ইথেরিয়াম না বাইন্যান্স স্মার্ট চেইন।
Post by: babu10 on April 13, 2021, 07:52:53 AM
ইথেরিয়াম একটি পুরাতন এবং দ্বিতীয় সর্বোচ্চ জনপ্রিয় কয়েন। কিন্তু ইথেরিয়াম এর ট্রান্সেকশন ফি এখন আকাশ ছোঁয়া। অপরদিকে বাইন্যান্স স্মার্ট চেইনের ট্রান্সেকশন ফি তুলনামূলকভাবে অনেক কম। আর এজন্যই অনেক ক্রিপ্টো প্রজেক্ট এখন ইথেরিয়াম এর পরিবর্তে বাইন্যান্স স্মার্ট চেইন ব্যবহার করছেন। আর এজন্যই বিএনবি কয়েনের দাম বহুগুনে বেড়ে গিয়েছে। কিন্তু কয়েক মাস পর যখন ইথেরিয়ামের ট্রান্সেকশন ফি স্বাভাবিক হয়ে যাবে তখন বাইন্যান্স স্মার্ট চেইনের অবস্থা কি হবে? এর জনপ্রিয়তা কি বাড়বে না কমবে? বিএনবি কয়েনের দাম কমবে না বাড়বে?

ইথারিয়াম 2.0 পুরাপুরি চালু হতে আরো 1 বছর লাগবে আর ততদিনে বাইনান্স চেইন পুরা ইথারিয়াম মার্কেট দখল করবে যেই অবস্থা দেখা যাচ্ছে। তবে এটা মার্কেটের একটা স্বাভাবিক প্রক্রিয়া, সবাই অল্টারনেটিভ পথ ‍খঁজবেই তাতে কোন সন্দেহ নাই যেখানে কোন টোকেন বা ট্রেড করতে গেলে আমাদের সব জামানত শেষ হয়ে যাচ্ছে সেখানে কেন আমরা থাকব। আগে অল্টানেটিভ কোন পথ ছিলনা তাই মানুষ ইথারিয়ামকে বেছে নিয়েছিল বর্তমানে বাইনান্স চেইন। এখন সামনে সময়ের প্ররিক্রমায় দেখার বিষয় কি হয়।
Title: Re: ইথেরিয়াম না বাইন্যান্স স্মার্ট চেইন।
Post by: Ronald on April 14, 2021, 12:50:36 AM
এখন যে অবস্থা তাতে বিন্যান্স স্মার্ট চেইনই বেটার। এখানে খরচ খুব কম। দিন দিন এর জনপ্রিয়তা বেড়ে যাচ্ছে। আশা করছি যে এই প্লাটফরমের সম্ভাবনা আগামিতে আরও বাড়বে।
Title: Re: ইথেরিয়াম না বাইন্যান্স স্মার্ট চেইন।
Post by: bmw1 on April 14, 2021, 04:12:16 AM
ইথেরিয়াম একটি পুরাতন এবং দ্বিতীয় সর্বোচ্চ জনপ্রিয় কয়েন। কিন্তু ইথেরিয়াম এর ট্রান্সেকশন ফি এখন আকাশ ছোঁয়া। অপরদিকে বাইন্যান্স স্মার্ট চেইনের ট্রান্সেকশন ফি তুলনামূলকভাবে অনেক কম। আর এজন্যই অনেক ক্রিপ্টো প্রজেক্ট এখন ইথেরিয়াম এর পরিবর্তে বাইন্যান্স স্মার্ট চেইন ব্যবহার করছেন। আর এজন্যই বিএনবি কয়েনের দাম বহুগুনে বেড়ে গিয়েছে। কিন্তু কয়েক মাস পর যখন ইথেরিয়ামের ট্রান্সেকশন ফি স্বাভাবিক হয়ে যাবে তখন বাইন্যান্স স্মার্ট চেইনের অবস্থা কি হবে? এর জনপ্রিয়তা কি বাড়বে না কমবে? বিএনবি কয়েনের দাম কমবে না বাড়বে?
আপনি ঠিকই বলেছেন যে ইথেরিয়াম এর নেটওয়ার্ক িফি বেশি হওয়ার কারণে অনেকে বাইনান্স ইস্মার্ট চেইন এর ব্যবহার শুরু করছে কিন্তু যদি ইথেরিয়াম এর নেটওয়ার্ক কি স্বাভাবিক হয় তাহলে ফাইন্যান্স এর জনপ্রিয়তা তেমন কমবে না। কারণ তারা স্বাভাবিক এর মত ওটা ব্যবহার করবেন।
Title: Re: ইথেরিয়াম না বাইন্যান্স স্মার্ট চেইন।
Post by: AGM on April 14, 2021, 09:40:39 AM
দুটি জনপ্রিয় প্লাটফরম। ইথিরিয়াম বিন্যান্সের আগে থেকেই পরিচিতি পেয়েছে। কিন্তু সাম্প্রতি তার ট্রানজেকশ ফি বেশি হওয়ায় স্মার্টচেইন এখন তার জায়গাটা ধরে নিয়েছে। তবে কোনটিই খারাপ না।
Title: Re: ইথেরিয়াম না বাইন্যান্স স্মার্ট চেইন।
Post by: Heron on April 16, 2021, 07:57:44 AM
বর্তমান পরিস্থিতির উপর ভিত্তি করে সবাই এখন ইথেরিয়ামকে ভুলে বাইনান্স কেই পছন্দ করবে এটাই স্বাভাবিক। কারন ইথেরিয়াম এর ট্রান্সেকশন ফি এখন আকাশ ছোঁয়া। অন্যদিকে বাইন্যান্স স্মার্ট চেইনের ট্রান্সেকশন ফি তুলনামূলকভাবে অনেক কম। তাই সবাই বাধ্য হয়ে ইথেরিয়াম স্মার্ট চেইন এর পরিবর্তে বাইন্যান্স স্মার্ট চেইন ব্যবহার করছেন। তবে ইথেরিয়াম অত্যাধিক জনপ্রিয় এবং পুরনো একটি স্মার্ট চেইন প্ল্যাটফর্ম হলেও বাইন্যান্স স্মার্ট চেইনও খারাপ নয়।
Title: Re: ইথেরিয়াম না বাইন্যান্স স্মার্ট চেইন।
Post by: Damrai5$ on April 17, 2021, 01:22:39 PM
ক্রিপ্টোকারেন্সি তে ইথিরিয়াম দ্বিতীয় জনপ্রিয় কয়েকটি হওয়া সত্বেও সেরকম দাম বৃদ্ধি পায়নি কারণ ইথারিয়াম এর ট্রানজেকশন ফি খুবই বেশি যে কারণে ইথারিয়াম এর প্রাইস বৃদ্ধি পায়নি। কিন্তু ফিনান্স স্মার্ট চেইন এর প্রাইস অনেক বৃদ্ধি পেয়েছে তার মূল কারণই হচ্ছে ট্রানজেকশন ফি খুবই ক্ষুদ্র লাগে।
Title: Re: ইথেরিয়াম না বাইন্যান্স স্মার্ট চেইন।
Post by: Milon626 on April 17, 2021, 03:18:11 PM
সম্প্রতি বিএনবি এর জনপ্রিয়তা আগের তুলনায় বহু গুন বেড়ে গেছে। এখন ইথেরিয়ামের গ্যাস ফী বেশী থাকার কারনে অধিকাংশ ইউজার বিন্যান্স প্লাটফর্ম বেছে নিয়েছে। এখানে  গ্যাসফী তুলনামূলক ভাবে কম আছে, আর ট্রানজিশন স্পিড অনেকটা বেশী। তবে আমার মনে হয় না যে ইথেরিয়ামের গ্যাস ফি    কমে গেলে বিএনবি এর জনপ্রিয়তা কমে যাবে।                               
Title: Re: ইথেরিয়াম না বাইন্যান্স স্মার্ট চেইন।
Post by: Markuri33 on April 17, 2021, 04:09:21 PM
বর্তমান সময়ে ক্রিপ্টোকারেন্সি মধ্যে সবথেকে বেশি প্রাইস এর দিক দিয়ে এগিয়ে গেছে বিনান্স স্মার্ট চেইন। বিনান্স ইস্মার্ট চেইন এ বর্তমানে প্রচুর ইনভেস্টর রয়েছে কারণ ট্রানজেকশন ফি অনেক কম লাগে সেজন্য। কিন্তু কিছুদিন আগে আমরা থেকে ইথারিয়াম এর ট্রানজেকশন ফি বেশি হওয়ার জন্য ইথারিয়াম এর প্রাইস তুলনামূলক অনেক কম বৃদ্ধি পেয়েছে। এখন যেহেতু আস্তে আস্তে ট্রানজেকশন ফি কমে আসতেছে সেজন্য ইথারিয়াম এর প্রাইস অনেক বৃদ্ধি পাচ্ছে।
Title: Re: ইথেরিয়াম না বাইন্যান্স স্মার্ট চেইন।
Post by: Hasan986 on April 17, 2021, 07:25:26 PM
বর্তমানে বাইনেন্স স্মার্ট চেইন। ইথারের হাই ফি যার জন্য আর কেও এখন এটি প্রেফার করে না। বাইনেন্স চেইন বর্তামানে সাকসেস প্রজেক্ট লঞ্চ করতেছে। যা বুল মার্কেটে ছোখ ধাদানো এই সাকসেস বিএনবি ইথারের সাথে রেইসে যোগ দিয়েছে।
Title: Re: ইথেরিয়াম না বাইন্যান্স স্মার্ট চেইন।
Post by: HeartBit143 on April 17, 2021, 07:32:54 PM
ইথেরিয়াম ও বিএনবি উভয় কয়েনই অনেক ভালো মানের কয়েন। এই দুটি কয়েনই এলোটকয়েনে অনেক জনপ্রিয় কয়েন। ইদানীং বিএনবি এর দাম অনেক বেড়েছে যার মূল কারণ হলো ইথেরিয়াম নেটওয়ার্ক এর তুলনায় এর ট্রাঞ্জেকশন ফী অনেক কম এবং সে তুলনায় স্পীড বেশ ভালো।  তবে আবার যখন ইথেরিয়ামের ট্রানজেকশন ফি নাগালের মধ্যে চলে আসবে তখন সবাই এই দুটি প্লাটফর্মই ব্যবহার করবে।                         
Title: Re: ইথেরিয়াম না বাইন্যান্স স্মার্ট চেইন।
Post by: Ronald on April 18, 2021, 12:02:02 AM
এখন বাইন্যান্স স্মার্ট চেইন এর কোন বিকল্প নেই। ইথারিয়াম প্লাটফরম এবং বিন্যান্স প্লাটফরম এই দুটিন মধ্যে এখন বাইন্যান্স স্মার্ট চেইন অনেক বেশি এগিয়ে গিয়েছে। নতুন বেশির ভাগ প্রজেক্টে এখন এই প্লাটফরমে চলছে।
Title: Re: ইথেরিয়াম না বাইন্যান্স স্মার্ট চেইন।
Post by: Btceth01 on April 18, 2021, 03:54:19 AM
আমরা বর্তমানে দেখতে পাচ্ছি বিনান্স স্মার্ট চেইন খুব দ্রুত সবার জনপ্রিয় হয়ে উঠছে।একসময় ইথিরিয়াম অনেক জনপ্রিয় প্ল্যাটফর্ম ছিল। এখনো অনেক জনপ্রিয় আছে। তবে ইথেরিয়াম এর ট্রানজেকশন ফিঅনেক বৃদ্ধি পাওয়াতে মানুষ এখন ইথিরিয়াম প্ল্যাটফর্ম থেকে বিনান্স স্মার্ট চেইন প্ল্যাটফর্মে চলে আসতেছে। বিনান্স স্মার্ট চেইন  প্ল্যাটফর্মের ট্রানজেকশন ফি অনেক কম। এজন্যে সকলে এই প্ল্যাটফর্ম বেছে নিচ্ছে।আমার কাছে ইথিরিয়াম থেকে বিনান্স স্মার্ট চেইন অনেক বেশি পছন্দ।
Title: Re: ইথেরিয়াম না বাইন্যান্স স্মার্ট চেইন।
Post by: Rafiq on April 20, 2021, 09:03:05 PM
ক্রিপ্টোতে ইথারিয়াম সর্বোচ্চ জনপ্রিয় কয়েন হওয়া সত্ত্বেও শুধুমাত্র উচ্চ ট্রান্সেকশন ফি এর কারণে অনেক প্রজেক্ট এখন ইথারিয়াম প্লা্টফর্ম এর পরিবর্তে ট্রান্সেকশন ফি তুলনামূলক কম হওয়ায় বাইন্যান্স স্মার্ট চেইনের দিকে ধাবিত হচ্ছে। এতে বাইন্যান্স স্মার্ট চেইনের জনপ্রিয়তা বৃদ্ধি পাওয়ায় বিএনবি এর দাম অনেক বৃদ্ধি পেয়েছে এবং ক্রমবর্ধমান আছে। ভবিষ্যতে  ইথারিয়ামের ট্রান্সেকশন ফি  স্বাভাবিক হয়ে গেলেও আমি মনেকরি বিএনবি এর দাম কমবে না; কারণ ক্রিপ্টো বাজার দিন দিন ব্যাপকভাবে প্রসারিত হচ্ছে এবং এর ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।
Title: Re: ইথেরিয়াম না বাইন্যান্স স্মার্ট চেইন।
Post by: Random203 on April 21, 2021, 12:25:35 AM
ট্রানজেকশন ফি বেশী লাগা এবং সেক্ষেত্রে ট্রানজেকশন স্পিড কম থাকার জন্য ইথেরিয়াম নেটওয়ার্ক তার জনপ্রিয়তা হারিয়ে ফেলছে ।  সবার কাছেই এখন এই প্লাটফর্মটা বিরক্তিকর মনে হয়। অন্যদিকে বিএনবি প্লাটফর্ম ধিরে ধিরে সবার মনে জায়গা করে নিচ্ছে।  এই প্লাটফর্মে গ্যাস ফী তুলনামূলক ভাবে কম  এবং ট্রানজেকশন স্পিড বেশী থাকায় সবাই এই প্লাটফর্মের দিকে বেশি আগ্রহী হয়ে উঠেছে। 
আমার মনে হয় না যে ভবিষ্যতে কখনো বিএনবি তার জনপ্রিয়তা হারিয়ে ফেলবে।                                             
Title: Re: ইথেরিয়াম না বাইন্যান্স স্মার্ট চেইন।
Post by: Cadaver20 on April 22, 2021, 06:23:50 PM
আমার মনে হয় না যে ভবিষ্যতে কখনো বিএনবি তার জনপ্রিয়তা হারিয়ে ফেলবে।                                             
আমি মনে করি বর্তমানে বিএনবি প্লাটফর্ম যতটা জনপ্রিয় তার চেয়ে বেশি জনপ্রিয় ছিল ইথারিয়াম প্লাটফর্ম। সেই ইথারিয়াম প্লাটফর্ম যখন তার জনপ্রিয়তা হারিয়ে ফেলতে বসেছে তখন ভবিষ্যতে বিএনবি প্লাটফর্ম যে তার জনপ্রিয়তা হারিয়ে ফেলবে না এটা নিশ্চিত করে বলা যায় না। এখন যদি ইথারিয়াম প্লাটফর্ম ট্রানজেকশন ফি কমিয়ে বিএনবি এর সমান করে ফেলে এবং ট্রানজেকশন স্পীডও যথেষ্ট হয় তবে আপনি কোন প্লাটফর্ম ব্যবহার করা বেশি পছন্দ করবেন?
Title: Re: ইথেরিয়াম না বাইন্যান্স স্মার্ট চেইন।
Post by: Azharul on April 23, 2021, 03:37:40 AM
আমরা জানি ক্রিপ্টো জগতের দ্বিতীয় সর্বোচ্চ ডিজিটাল মুদ্রা হলো ইথেরিয়াম।যা বর্তমান সময়ে ক্রিপ্টো জগতে অনেক ভালো অবস্থানে রয়েছে।তবে বর্তমান সময়ে ইথেরিয়াম এর ট্রানজেকশন ফি অনেক বেশি রয়েছে।আবার বর্তমান সময়ে বাইন্যান্স স্মার্ট চেইনের ট্রানজেকশন ফি অনেক কম হওয়ায় এটি এখন অনেক বেশি জনপ্রিয় অবস্থানে রয়েছে।তবে আমি মনে করি ভবিষ্যতে ইথারিয়াম এর ট্রানজেকশন ফি কমলে আবার ইথারিয়াম অনেক বেশি জনপ্রিয় অবস্থানে যাবে বলে আমরা মনে করি।
Title: Re: ইথেরিয়াম না বাইন্যান্স স্মার্ট চেইন।
Post by: Laxmi Sharma on April 23, 2021, 05:53:40 AM
এখন যে অবস্থা তাতে বিন্যান্স স্মার্ট চেইনই বেটার। এখানে খরচ খুব কম। দিন দিন এর জনপ্রিয়তা বেড়ে যাচ্ছে। আশা করছি যে এই প্লাটফরমের সম্ভাবনা আগামিতে আরও বাড়বে।
আপনি ঠিক বলেছেন এখন এই অবস্থাতে যেখানে ইথেরিয়াম এর গ্যাস ফি আকাশ ছোঁয়া সেখানে বিনান্স স্মার্ট চেইন উত্তম। সবাই এখন পরিস্থিতির শিকার হয়ে বিনান্স স্মার্ট চেইনকে পছন্দ করছেন এবং অধিকাংশ ক্রিপ্টো প্রজেক্ট বিনান্স স্মার্ট চেইনে লঞ্চ হচ্ছে। তাই আমি মনে করি ধীরে ধীরে বিনান্স এর জনপ্রিয়তা আরো বৃদ্ধি পাবে এবং ধীরে ধীরে ধীরে ইথেরিয়ান এর জনপ্রিয়তা হারাতে থাকবে।
Title: Re: ইথেরিয়াম না বাইন্যান্স স্মার্ট চেইন।
Post by: Madmax789 on November 19, 2022, 07:52:34 PM
বর্তমান সময়ে ইথিরিয়াম এর ট্রানজেকশন ফি বেশি হওয়ার প্রায় প্রত্যেকটি টোকন বিনান্স ইস্মার্ট চেইন এ রূপান্তর ঘটছে। ইথেরিয়াম নেটওয়ার্ক ফ্রি এরকম বেশি হওয়ার কারণে কিন্তু এরকমটা হচ্ছে।তাই আমরা একটা বাদ দিয়ে অন্য একটা তে সাময়িক সময়ের জন্য কাজ করতে পারি যতখন না ট্রানজেকশন ফিস না বাড়ে।