follow us on twitter . like us on facebook . follow us on instagram . subscribe to our youtube channel . announcements on telegram channel . ask urgent question ONLY . Subscribe to our reddit . Altcoins Talks Shop Shop


This is an Ad. Advertised sites are not endorsement by our Forum. They may be unsafe, untrustworthy, or illegal in your jurisdiction. Advertise Here

Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Topics - DYING_S0UL

Pages: [1]
1
Forum related / How to quote from Btt and post it in Altcoinstalk?
« on: May 02, 2024, 07:53:11 PM »
I'm not sure if I have used the correct words to explain my problem, but I'll try to keep it short.

I am trying to quote someone's post from Btt to Altcoinstalks. Everything works fine, the only issue is that the link between the quotation and source gets broken. For example, take a look below. It may show correctly, but if you click the link, it will give you an error. I'm pretty sure the BBcode has to be modified for this to work. But I don't know how.

Another factor to weigh-in is the reputation of both the Campaign Manager and the Campaign itself. A Campaign Manager with a track of well managed campaigns could be an important plus to consider, and checking this out may lead to better chances that the campaign does not eventually turn out to be a fiasco in terms of compromised crypto revenue.


2
মেইন টপিকঃ [Guide] Factors to consider before joining paid signature campaigns
লেখকঃ CryptopreneurBrainboss




রিলেটেড পোস্ট: {Facts} Benefits of promoting (joining) a quality paid signature campaign.

আমি গত কয়েক সপ্তাহ ধরে খেয়াল করছি সিগ্নেচার ক্যাম্পেইন গুলোতে নতুন/জুনিয়র সদস্যারা জয়েন করতে আগ্রহী। আমি আপনাকে পরামর্শ দেবো এই টপিকটি পড়ার জন্য Signature Campaign Guidelines (read this before starting or joining a campaign) এবং ওপরের পোস্ট এর সাথে আমি কিছু ফ্যাক্ট এর তালিকা করবো যেগুলো আপনার র‍্যাংক নির্বিশেষে পেইড সিগ্নেচার ক্যাম্পেইনে জয়েন করার আগে বিবেচনা করা উচিৎ, কারণ আপনি যে সিগ্নেচার টি প্রচার করবেন, সেটা ফোরামে আপনার ব্যাপারে অনেক কিছুই বলে।




[১]: একটা ক্যাম্পেইনে জয়েন করার আগে আপনার একাউন্ট তৈরি করে নিন।

একটা সিগ্নেচার ক্যাম্পেইনে জয়েন করার আগে আমি এটাকে সবচাইতে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর মনে করি। আপনি যদি আপনার একাউন্ট না গুছিয়ে নিয়ে থাকেন তাহলে ক্যাম্পেইনে জয়েন করবেন না কারণ এটা শুধু আপনাকে বিভ্রান্ত করবে। ফুল মেম্বার হিসাবে সিগ্নেচার ক্যাম্পেইনে জয়েন করা বেশি লাভজনক হবে, তবে একজন সেলফ মেইড মেম্বার হিসাবে জয়েন করাও খারাপ না। আপনার অ্যাকাউন্ট তৈরি করতে সময় নিন, ভবিষ্যতে আরও ক্যাম্পেইন হবে৷ ফোরামের মাধ্যমে ইনকাম করার জন্য তাড়াহুড়ো করবেন না।

[২]: এমন একটা ক্যাম্পেইনে জয়েন করুন যার সাথে আপনি একমত, শুধুমাত্র টাকার জন্য জয়েন করবেন না।

আপনি যদি জুয়া অপছন্দ করেন অথবা আপনার কোনো ধারনা না থাকে যে এটা কিভাবে কাজ করে, তাহলে ক্যাসিনো ক্যাম্পেইনে জয়েন করবেন না শুধু এজন্য যে এরা বেশি পেমেন্ট করে। এটা আপনাকে বেশিরভাগ সময় স্প্যাম এবং অফ-টপিক পোস্ট করাবে।

উদাহরন হিসাবে এটা দেখুন.


প্রশ্নবিদ্ধ ইউজারটি একটা জুয়া সম্পর্কিত সিগ্নেচার প্রচার করছে/পরছে কিন্তু বোর্ডের বিরুদ্ধে খারাপ কথা বলা তার বিজ্ঞাপনের সাথে বিরোধী হচ্ছে। এমন একটা ক্যাম্পেইনে জয়েন করুন যার সাথে আপনি একমত, শুধুমাত্র টাকার জন্য জয়েন করবেন না।

[৩]: সপ্তাহে সর্বোচ্চ পোস্ট রিকোয়ারমেন্ট বিবেচনা করুন।
যেযসব ক্যাম্পেইনে সপ্তাহে অনেকগুলো পোস্ট রিকয়ারমেন্ট থাকে সেসব ক্যাম্পেইনে করা থেকে বিরত থাকুন, এসব ক্যাম্পেইন ফোরামের কোনো উপকারে আসেনা বরং অতিরিক্ত স্প্যাম সৃষ্টি করে। আপনার পোস্ট করার ক্ষমতা এবং হিস্টরি থেকে নির্ধারণ করুন সপ্তাহে গড়ে কতগুলো পোস্ট আপনার পক্ষে করা সম্ভব, শুধু শুধু এমন কোনো ক্যাম্পেইন করতে যাবেন না যা শুধুমাত্র আপনার পোস্ট সংখ্যা বাড়াবে কিন্তু ফোরামের কোনো কাজে আসবে না।

[৪]: যেসব ক্যাম্পেইন কোয়ালিটি পোস্টিং এ উৎসাহিত করে যেসব ক্যাম্পেইনে জয়েন করুন।
আপনি যেসব ক্যাম্পেইনে জয়েন করবেন সেসব ক্যাম্পেইন থেকে যে শুধুমাত্র বিটাকয়েন পাবেন এমন না, এরই সাথে ফোরামেও কিছু সুযোগ সুবিধা পাবেন। কিছু কিছু স্পেশাল ক্যাম্পেইন ম্যানেজার আছে যাদের ক্যাম্পেইনে যদি আপনার কোনোভাবে জয়েন হওয়ার সুযোগ হয় তাহলে আপনি নিজেকে রেপুউটেড বা কোয়ালিটি পোস্টার হিসেবে বিবেচনা করতে পারেন, এবং আপনার এই ধরনের ক্যাম্পেইনগুলোর পেছনেই ছোটা উচিত, কারণ এসব ক্যাম্পেইন শুধুমাত্র কোয়ালিটি পোস্টে উৎসাহিত করে না বরং এরই সাথে ফোরামে আপনার একটা রেপুটেশন বিল্ড করে দেয়।

[৫]: কোন কোন বোর্ড গুলোতে পোস্ট গ্রহণ করা হবে তা বিবেচনা করে দেখুন।
আমি লক্ষ করেছি ইউজাররা যেসব বোর্ডে সর্বাধিক এক্টিভ তা বিবেচনা না করেই ক্যাম্পেইনে জয়েন হয়ে যায়। আমি আপনাকে রেকোমেন্ড করবো আপনি যেসব বোর্ডে এক্টিভ আছেন যেসব বোর্ড গ্রহণ করে এমন ক্যাম্পেইনে জয়েন করতে, এখন "Beginner and help" বোর্ডে যদি ক্যাম্পেইন গ্রহণ না করে তাহলে আমি সেই ক্যাম্পেইনে জয়েন করবো না। এর কারণ হলো আমি এই বোর্ডে সবথেকে বেশি এক্টিভ, এই বোর্ডে করা প্রশ্নের উত্তর দিতে বা নতুন মেম্বারদের হেল্প করতে আমি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। ধরেন একটা ক্যাম্পেইন যা শুধুমাত্র Development & Technical Discussion baord বোর্ডে পোস্ট করে এমন ইউজারদের তাদের ক্যাম্পেইনে নিতেছে, আমি এখানে জয়েন করবোনা কারণ এই বোর্ড সম্পর্কে আমি তেমন অবগত না এবং এজন্য এখানে করা বেশিরভাগ পোস্টই অফ-টপিক হিসেবে গন্য হতে পারে। আমি আমার সাপ্তাহিক কোঠা তো পূরণ করতে পারবোই না, উল্টো স্প্যামের দায়ে ক্যাম্পেইন থেকে, এমনকি ফোরাম থেকেও ব্যান হতে পারি।

[৬]: প্রজেক্ট প্রমোট করার পূর্বে প্রজেক্ট সম্পর্কে ভালোভাবে জানুন।
কোনো প্রজেক্ট প্রমোট করার পূর্বে অবশ্যই ফোরাম ও গুগলে সেই প্রজেক্টটির ব্যাকগ্রাউন্ড চেক করে নিবেন, যাতে প্রজেক্টটি বৈধ কিনা বা পূর্বের কোনো স্ক্যাম রেকর্ড আছে কিনা তা নিয়ে নিশ্চিত হওয়া যায়। সিগ্নেচার ক্যাম্পেইনের মাধ্যমে কোনো স্ক্যাম প্রজেক্ট প্রমোট করলে রেড ট্যাগ খাওয়ার সম্ভবনা থাকে।
Credit:
প্রমোট করার পূর্বে ভালোভাবে জেনে নিন আপনার সিগ্নেচার সম্পর্কে: আপনি কি কোনো বৈধ প্রজেক্ট প্রমোট করতেছেন নাকি। আপনার সিগ্নেচারে থাকা লিংক ম্যালেসিয়াস কিনা বা কোনো ফিসিং সাইটের কিনা চেক করে নিন। কোনো সন্দেহ হলেই প্রশ্ন তুলুন, সচেতন হন।

Guidelines: Guide on avoid red tags by supporting already known scam projects

[৭]: আপ্লাই করার পূর্বে ক্যাম্পেইন ম্যানেজারের রেপুটেশন বিবেচনা করে দেখুন।
Credit
আরেকটা ফাক্টর দেখে নেয়া ভালো, ক্যাম্পেইন এবং ক্যাম্পেইন ম্যানেজারের রেপুটেশন কেমন। একজন ক্যাম্পেইন ম্যানেজার যার অনেকগুলো ক্যাম্পেইন সফলভাবে পরিচালনা করার পূর্বের রেকর্ড আছে এমন একজন ক্যাম্পেইন ম্যানেজারের ক্যাম্পেইনে জয়েন হবার চেষ্টা করবেন যাতে পরবর্তীতে ক্যাম্পেইন ফেইল হওয়া বা অর্থ হারানো, এমন অঘটন ঘটার সম্ভবনা না থাকে।।

Reputed CM: Overview of Bitcointalk Signature Anti-Spam Campaign Managers

[৮]: পর্যাপ্ত ফান্ড এবং এড্রেসের মালিকানা সাইন মেসেজের মাধ্যমে ভেরিফাই করে নিন।
ক্যাম্পেইনে জয়েন করার পূর্বে সবসময় দেখে নিবেন ক্যাম্পেইন ম্যানেজারের কাছে পর্যাপ্ত ফান্ড আছে কিনা সবাইকে পে করার জন্য। আপনি https://www.blockchain.com এ গিয়ে কাম্পেইন ম্যানেজারের দেয়া বিটাকয়েন এড্রেসটি চেক করে নিতে পারেন এবং এরপরেও যদি আপনার কোনো সন্দেহ থাকে তাহলে সেই এড্রেসটি দিয়ে তাকে একটা মেসেজ সাইন করতে বলতে পারেন।
Credit
নোট করে নিন ক্যাম্পেইন ম্যানেজারের প্রোভাইড করা ইউনিক এড্রেসটিতে সবার জন্য পর্যাপ্ত ফান্ড আছে কি না। নরমালি ক্যাম্পেইন ম্যানেজার তার ফান্ডগুলো নিরাপদে সংরক্ষণ করার জন্য একজন রেপুউটেড এসক্র সার্ভিসের সাথে চুক্তি করে।

[৯]: এপ্লাই করার পূর্বে পে-আউট অপশনগুলো দেখে নিবেন।
Credit:
ক্যাম্পেইনে জয়েন হওয়ার পূর্বে অবশ্যই জেনে নেয়া উচিত তারা পেমেন্ট কি সরাসরি আপনার ওয়ালেটে দিবে নাকি তাদের প্লাটফর্মে দিবে, উদাহরণ হিসেবে ক্যাসিনো রিলেটেড ক্যাম্পেইন গুলো প্রথমে আপনাকে তাদের সাইটে একটা একাউন্ট করতে বলবে এবং পরবর্তী তারা সেই একাউন্টে পেমেন্ট দিবে।

আরো মনে রাখবেন অনেক সময় টাকা উইথড্রের ফি নিজের পকেট থেকেই দিতে হতে পারে। এজন্য যদি ক্যাম্পেইনে বলা হয় তারা .01 [btc] পেমেন্ট করবে তাহলে ধরে নিবেন কিছুটা কম পাবেন। কারণ ইউথড্র ফিতে কিছু টাকা শেষ হয়ে যাবে।

[10]: ক্যাম্পেইনে অংশগ্রহণ করার নিয়ম কানুন গুলো পড়ে নিবেন।
Credit:
সহজে বোঝার জন্য বলা যায়: এখানে Baofeng বলতেছে, আপনি বোনাসের জন্য নির্ধারিত রুলস পড়ে নিতে পারেন এবং ক্যাম্পেইন ফুল নাকি বন্ধ পড়ে নিতে পারেন। বেসিক্যালি তিনি বোঝাতে চেয়েছেন, ক্যাম্পেইন ফুল হওয়ার পড়েও অনেকে রুলস না পড়েই এপ্লাই করেছে। এখন যদি বোনাসের কথায় বলি তাহলে, ইদানিং কিছু ক্যাম্পেইন আছে যেখানে কোয়ালিটিফুল পোস্টের জন্য অতিরিক্ত বোনাস দেয়া হয়। তবে এটি নির্ভর করবে ক্যাম্পেইন ম্যানেজারের উপর কে কে বোনাস পাবে, বা কাকে বোনাস দেয়া উচিত। আপনি যেমন একজনের পোস্টের ভালোমন্দ বিবেচনা করে এস-মেরিট সেন্ট করেন, ঠিক তেমনই।

আমি মনে করি ক্যাম্পেইন ম্যানেজাররা নিজেদের মাঝে একটি জেন্টলম্যানস্ রুলস ফলো করে যখন বিষয় এক ক্যাম্পেইন থেকে অন্য কাম্পেইনে জয়েনের হয়। একজন ক্যাম্পেইন ম্যানেজার অন্য একজন ক্যাম্পেইন ম্যানেজারের প্রতি শ্রদ্ধা দেখিয়ে, সেইসব পার্টিসিপেন্টদের স্কিপ করতে পারে যারা আগে থেকেই সেই অন্য ক্যাম্পেইন ম্যানেজারের অধীনে থাকা ক্যাম্পেইনে আছে।

আপনি ফোরামে থাকা যতোই পেইড সিগ্নেচার ক্যাম্পেইনে জয়েন হননা কেনো, আপনার এই ফোরাম তৈরির মূল উদ্দেশ্য সবসময় মনে রাখা উচিত এবং সবসময় ফোরামে ভ্যালু সংযুক্ত করার ক্ষেত্রে সচেষ্ট থাকা উচিত।


এই টপিকটি অরিজিনালি ছিল বিটকয়েনটকের জন্য, কিন্ত মিক্সার ব্যানের কারণে অনেক সিগ্নেচার ক্যাম্পেইন অল্টকয়েনটকে চলে আসে। এজন্য এই টপিকটি এখানে পোস্ট করা।


3
লেখক: GazetaBitcoin
মেইন টপিক: Phil Zimmermann's thoughts about PGP - We all should read them




ইতিপূর্বে আমি এবং bitmover, যথাক্রমে The Crypto Anarchist ManifestoThe Cypherpunk Manifesto টপিক দুটি উপস্থাপন করেছি। এই টপিক দুটি ছাড়াও আরো একটি টপিক যা সবার পড়া উচিত বলে আমি মনে করি। এই টপিকটিতে PGP (Pretty Good Privacy) এর সৃষ্টিকর্তা Phil Zimmermann নিজেই বর্ণনা করেছেন: কেন আমি PGP তৈরি করেছি

এই প্রবন্ধটা ১৯৯১ এর জুনের দিকে লেখা হয়েছিল এবং ঠিক আট বছর পর ১৯৯৯ এ এটার সংস্করণ করা হয়।

এই প্রবন্ধটা Phil এর উদ্বেগ প্রকাশ করে সকল ধরণের প্রাইভেসি নিয়ে - ব্যক্তিগত আলোচনা থেকে শুরু করে ব্যক্তিগত ইমেইল, পোস্টকার্ড এবং আরো যা আছে।

"প্রাইভেসির অধিকার বিল অফ রাইটস্ এ অস্পষ্টভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। কিন্তু যখন মার্কিন যুক্তরাষ্ট্র তার সংবিধান প্রণয়ন করে তখন এর প্রতিষ্ঠাতারা ব্যক্তিগত কথোপকথনের অধিকার নিয়ে তেমন কিছুই উল্লেখ করেননি।", Phil শুরু থেকেই এটি বলে আসছিলেন।

তিনি তার বুদ্ধিমত্তার মাধ্যমে সবাইকে দেখান যে প্রাইভেসির অধিকার সবার রয়েছে! কিন্তু দুঃখের বিষয় অনেকেই তাদের জীবনের এই গুরুত্বপূর্ণ বিষয়টিকে তেমন গুরুত্ব দেয়না। এই প্রবন্ধটি যারা পড়বে তারা এ বিষয়ে উৎসাহ হবে বলে আমি মনে করি। এটা আমাদের বুঝায় যারা আমাদের প্রাইভেসি নষ্ট করতে চায় তাদের জন্য আমাদের দরজা কেন বন্ধ রাখা উচিত। এটা আমাদের দেখায়, মানুষের কোনো কিছু লুকানোর না থাকলেও, কেন তার "না!" বলার অধিকার থাকা উচিত। এটা আমাদের নিজস্ব প্রাইভেসি রক্ষায় আমাদের চোঁখ খোলার চেষ্টা করে যা কিনা আমাদের নিজেদের দেহের মতোই মূল্যবান।

"যদি আপনি আসলেই একজন আইন মেনে চলা নাগরিক হয়ে থাকেন যার কোন কিছু লুকানোর নেই, তাহলে আপনি কেন আপনার পেপার মেইল পোস্টকার্ডে পাঠান না? যখন ড্রাগ টেস্টের দাবি করা হয় তখন কেনো সেটা স্ব-ইচ্ছায় গ্রহন করেননা? বা পুলিশদেরই বা কেন একজনের ঘর তল্লাশিতে ওয়ারেন্ট লাগে? আপনি কি কিছু লুকানোর চেষ্টা করছেন? আপনি যদি আপনার মেইল খামের মধ্যে লুকিয়ে রাখেন, এর মানে এই কি আপনি নাশকতায় জড়িত বা মাদক কারবারি বা আপনি কি পাগল? আইন মেনে চলা নাগরিকের কি তাদের ইমেইল এনক্রিপ্ট করার প্রয়োজন আছে?"

উপরের প্রশ্নগুলো সবই তাত্ত্বিক প্রশ্ন। এসত্ত্বেও প্রশ্নগুলো করার প্রয়োজন ছিল যেনো মানুষ তাদের পরিস্থিতি সম্পর্কে বুঝতে পারে - এটা এমন একটি অবস্থা যেখানে সরকার এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলো (যা অভিজাতদের হাতিয়ার) ব্যক্তিগত তথ্যের জন্য ক্ষুধার্ত, সাথে তাদের আর্থিক তথ্য এবং তাদের এই ক্ষুধা মেটানোর জন্য তারা বিভিন্ন নজরদারি প্রতিষ্ঠা গড়ে তুলেছে যা প্রযুক্তির বিকাশের সাথে সাথে আরো আরো বিকাশিত হয়েছে। অন্যের কথোপকথন শোনা থেকে শুরু করে ফোন লাইন বাগিং করা বা ইমেইল ইন্টারসেপ্ট করা সবই সম্ভব। এগুলোর মাঝে কোন পার্থক্যই নেই: হ্যাঁ হয়তো পদ্ধতিতে পরিবর্তন এসেছে, কিন্তু উদ্দেশ্য আগেরটাই রয়ে গেছে - সরকার তাদের নাগরিকের সবকিছু জানতে চায়, হোক সেটা ভালো বা খারাপ

"PGP মানুষদের তাদের নিজস্ব প্রাইভেসি তাদের নিজেদের হাতে তুলে নেয়ার ক্ষমতা দেয়। বর্তমানে এটার সামাজিক প্রয়োজনীয়তাও দেখা দিয়েছে। এজন্য আমি এটা লিখেছি", Phil সবশেষে এটা বলেন। আমাদের সবার উচিত তার কথাগুলো শোনা!

"যদি প্রাইভেসিই বেআইনি করা হয়, তাহলে বহিরাগতদের শুধুমাত্র প্রাইভেসি থাকবে" -- Phil Zimmermann.



P.S: PGP সম্পর্কে আরো জানতে চাইলে, nullius এর লেখা চমৎকার পোস্ট দুটি (এখানে এবং এখানে) দেখতে পারেন।

ধন্যবাদ, nullius, আপনাকে আপনার লেখাগুলোর জন্য! আপনি আমাকে এই পোস্টটি লিখতে অনুপ্রাণিত করেছেন।

4
Translation Center / [OFFER] Translation from English to Bangla
« on: April 25, 2024, 08:11:40 AM »
Hello, I am DYING_S0UL.

I offer high quality translation from English to Bangla. I am also a proud member at The Alliance Of Bitcointalk Translators [AOBT]. The Alliance Of Bitcointalk Translators [AOBT] is a decentralised team of active members in the forum who collaborate in order to add value to our respective local boards and legit private projects.

My Portfolio:

|
English
||
Bangla
|
|What happens when your identity is stolen -- real story || Avoid CEXs!||কি ঘটে যখন আপনার ব্যক্তিগত পরিচয় চুরি হয়?|
|Help Bitcoin help Ukraine!||বিটকয়েন বাঁচাও ইউক্রেন বাঁচাও?|
|Phil Zimmermann's thoughts about PGP - We all should read them||PGP নিয়ে ফিল জিমারম্যানের চিন্তা - পড়া উচিত|
|Silk Road Case: The Real, Untold Story. Is Karpelès Satoshi or DPR?||সিল্ক রোড কেস: কারপেলেস সাতোশি নাকি ডিপিআর?|
|[ANN] AgoraDesk.com | Buy ♻️ Sell Bitcoins Anonymously!||[ANN] AgoraDesk.com | বেনামে বিটকয়েন ক্রয় ♻️ বিক্রয়!|
|[Guide] Factors to consider before joining paid signature campaigns||[গাইড] পেইড সিগ্নেচার ক্যাম্পেইনে জয়েনের|
|Recovering hacked/lost accounts||হারানো/হ্যাক একাউন্টের পুনরুদ্ধার|
|[Voting 2023] Bitcointalk Community Awards 🏆||[ভোটিং ২০২৩] বিটকয়েনটক কমিউনিটি এওয়ার্ড 🏆|
|🥧 Bitcointalk Pie Baking Contest - 2nd edition 🥧||🥧বিটকয়েনটক পাই বেকিং কনটেস্ট  ২য় সংস্করণ🥧|

My own topic:

[Eng: Tutorial] Kali NetHunter - Linux on Android

Special thanks:

[1] Template from GazetaBitcoin

If you see any mistakes or typos, do let me know! :P





5
Is there any board where I can post anything off topic, edit, delete as I want without anyone interfering?  :)

In bitcointalk we have a board/section called "Archival" which we use as a notepad (I think). Everytime I do a translation, I would first post it there, edit/modify and preview as many times as I want and then if I'm satisfied that everything is ok, I would post it in the designated board. It helps a lot in fixing/avoiding mistakes.

I'm still exploring this forum, have a lot of questions, confusions. The forum has lots of boards/sections/childboards, that's why I made this post.

Edit: I saw some boards called "Trash & Sorting Box" but not sure, if that is the board I'm trying to find. Does the Mods deletes posts or automatically posts gets deleted after a certain amount of time? Or can I use those board as my new Altcoinstalk NOTEPAD? If yes, which one?

6
লেখক: LocalMonero
মেইন টপিক: [ANN] AgoraDesk.com | Buy ♻️ Sell Bitcoins Anonymously!




Quote

AgoraDesk.com হচ্ছে বিটকয়েন ট্রেড করার জন্য একটি P2P প্ল্যাটফর্ম যা LocalMonero.co এর পেছনে থাকা টিম দ্বারা নির্মিত। এই প্ল্যাটফর্মটি কোনোরকম জাভাস্ক্রিপ্ট ছাড়াই কাজ করতে পারে, AgoraDesk তাদের সিমপ্লিসিটি এবং গোপনীয়তা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ, এজন্য তারা কখনই তাদের ইউজারদের কাছে KYC/ID চায় না এবং ভবিষ্যতেও কখনো চাইবে না।

সারসংক্ষেপ

  • KYC/ID ভেরিফিকেশনের প্রয়োজন নেই, Onion পোর্টাল, I2P পোর্টাল।
  • Android এবং iOS এর জন্য ওপেন সোর্স মোবাইল অ্যাপ।
  • সাইটের No-JavaScript ভার্সন (Tor বা I2P থেকে অ্যাক্সেস করার সময় ডিফল্টভাবে লোড হয়)
  • যেকোনো মুদ্রা, যেকোনো অর্থপ্রদানের পদ্ধতি, যেকোনো জায়গায়।
  • ক্যাশ এবং অনলাইন ভিত্তিক Monero ট্রেডিং (ঠিক LocalMonero এর মতো)
  • ক্যাশ এবং অনলাইন ভিত্তিক বিটকয়েন ট্রেডিং (ঠিক অন্যান্য স্থানীয়* সাইটগুলোর মতো)
  • সম্পূর্ন কার্যকর ব্রাউজারে গুগল সম্পূর্নভাবে ব্লক থাকা অবস্থায়।
  • টেলিগ্রামের মাধ্যমে মোবাইলে নোটিফিকেশন (আপনার ট্রেডের পুশ নোটিফিকেশন পেতে)
  • 2FA সাথে TOPT অ্যাপস্ যেমন Google Authenticator বা andOTP।
  • অ্যাফিলিয়েট প্রোগ্রাম - ট্রেডিং ইউজারদের ইনভাইট করে কমিশন আয়।
  • LocalMonera এর সাথে সকল অ্যাকাউন্ট, রেপুটেশন এবং XMR অ্যাডস/ট্রেড শেয়ার।
  • একটি সম্পূর্ণ কার্যকরী API, LocalBitcoins API এর অনুরূপ, যা আপনার বিদ্যমান ট্রেডিং বটগুলির সহজ স্থানান্তর নিশ্চিত করে।
  • প্রাইজ/প্রিমিয়াম ফর্মুলা ব্যবহার করে জটিল প্রাইজ মেকানিজম তৈরি, যা শুধুমাত্র স্পট ট্রেডিং এর জন্য নয় বরং অপশন ট্রেডিং এর জন্যও কার্যকর।

পরিচয়বিহীনভাবে বিটকয়েন কিনুন



ধাপ [১]
প্রথমে Agoradesk এর সাথে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন সম্পূর্ন করুন। এরপর মেইন পেজে যান - সেখানে আপনি আপনার এলাকার জন্য টপ অফারগুলো দেখতে পাবেন। এখানে আপনি আপনার পছন্দমাফিক অ্যামাউন্ট, কারেন্সি, দেশ বা পেমেন্ট পদ্ধতি পরিবর্তন করে আপনার ফলাফলগুলি পরিমার্জন করতে পারবেন, "All Online offers" সিলেক্ট করুন যদি আপনি আপনার পেমেন্ট মেথড নিয়ে অনিশ্চিত থেকে থাকেন (অনেক ট্রেড এবং রেপুটেশন আছে এমন ট্রেডারের অ্যাড সিলেক্ট করুন)।




ধাপ [২]
"Buy" বাটনে চাপ দেয়ার পর, আপনি ট্রেডের শর্তাবলী সহ বিজ্ঞাপন সম্পর্কে তথ্য দেখতে পাবেন। ট্রেড শুরু করতে চাইলে, আপনি কি পরিমাণ বিটকয়েন ক্রয় করতে চান সেটা টাইপ করতে হবে এবং তারপর "Send trade request" বাটনে চাপ দিতে হবে। আপনাকে আবারো ট্রেডের শর্তাবলী পুনরায় দেখানো হবে, সেগুলি আরও একবার মনোযোগ সহকারে পড়ুন এবং নিশ্চিত করুন যে আপনি সম্মত হয়েছেন, তারপর "Accept terms" বাটনটি চাপুন।




ধাপ [৩]
এরপর নতুন একটি মেনু আসবে - সেটেলমেন্ট ফি লেভেল - আপনি কি পরিমাণ লেনদের ফি দিতে চান আপনার লেনদেনের জন্য তা সিলেক্ট করুন। আপনার তাড়ার উপর নির্ভর করে, আপনি তিন লেভেলের ফি সিলেক্ট করতে পারেন (দ্রুত, মধ্যম এবং ধীরে)। লেনদেনের সময় যদি আপনার লেনদেন অতি সামান্য হয়ে থাকে সেক্ষেত্রে অনেকসময় আপনার নির্ধারিত ফি এর থেকেও কম ফি এ লেনদের হয়ে যাবে (এই সিলেকশনটা স্বয়ংক্রিয়ভাবে হয়ে থাকে)। যদি আপনি আপনার চয়েজে খুশি থাকেন তাহলে "Agree to terms and start trading" এ চাপুন।




ধাপ [৪]
এরপর, আপনার কাছে আপনার সেটেলমেন্ট ওয়ালেট অ্যাড্রেসটি চাওয়া হবে। এই অ্যাড্রেসে আপনার ক্রয়কৃত কয়েনগুলো পাঠানো হবে। যদি আপনার কোনো ব্যক্তিগত BTC ওয়ালেট না থাকে, তাহলে আপনি ইলেকট্রাম ওয়ালেট ব্যবহার করতে পারেন। ওয়ালেট থেকে আপনার অ্যাড্রেসটি কপি করুন এবং "Receiving Bitcoin address" ঘরে পেস্ট করুন। (নিশ্চিত করুন আপনার পেস্ট করা অ্যাড্রেস এবং কপি করা অ্যাড্রেস দুটিই একই, যাতে করে যেন কয়েন হারানোর ভয় না থাকে)। একটা জিনিস নোট করে রাখুন, আপনি আপনার ট্রেড সেটেলমেন্টের জন্য ওয়ালেট ব্যবহার করবেন সেটা যেনো আপনার নিজের হয়, ৩য় পক্ষের হোস্ট করা সকল ওয়ালেট সম্পূর্ন নিষিদ্ধ। একবার সব করা হয়ে গেলে, ট্রেডিং শুরু করতে "Start trading" বাটনে চাপ দিন।




ধাপ [৫]
আপনার ব্রাউজারে একটি ট্রেড পেজ খুলে যাবে। এরপর বিক্রেতা আপনার পেমেন্ট গ্রহণ করতে প্রস্তুত কিনা তা নিশ্চিত করতে ট্রেড চ্যাটের মাধ্যমে যোগাযোগ করুন। বিক্রেতার নির্দেশনা অনুযায়ী পেমেন্ট সম্পূর্ন করুন এবং অবিলম্বে "I have paid" বাটনে চাপ দিন। এটি বিক্রেতাকে নোটিফাই করবে পেমেন্ট সম্পূর্ন হয়েছে যাতে সে ট্রেডটি বাতিল না করে।




ধাপ [৬]
একবার যখন বিক্রেতা তার পেমেন্ট পাওয়ার বিষয়ে নিশ্চিত হবে, তখন সে ট্রেড সেটেলমেন্ট চালু করে দিবে। আপনি দেখতে পাবেন আপনার ট্রেড স্ট্যাটাস পরিবর্তন হয়ে "Processing" দেখাচ্ছে। এই মুহুর্তে, আপনাকে আর কিছুই করতে হবে না - কয়েনগুলি স্বয়ংক্রিয়ভাবে আপনার প্রদত্ত সেটেলমেন্ট ওয়ালেটে পৌছে যাবে। এটি কিছু সময় নেবে (সাধারণত প্রায় ১০-৬০ মিনিট)।


__________________________
Quote from: AgoraDesk

                                         

Pages: [1]
ETH & ERC20 Tokens Donations: 0x2143F7146F0AadC0F9d85ea98F23273Da0e002Ab
BNB & BEP20 Tokens Donations: 0xcbDAB774B5659cB905d4db5487F9e2057b96147F
BTC Donations: bc1qjf99wr3dz9jn9fr43q28x0r50zeyxewcq8swng
BTC Tips for Moderators: 1Pz1S3d4Aiq7QE4m3MmuoUPEvKaAYbZRoG
Powered by SMFPacks Social Login Mod