আসসালামু আলাইকুম,
সকলে কেমন আছেন? ব্লাম প্রজেক্টের খবর কী? আজকে তো দেখি ওয়ালেট অপশন দিয়ে দিয়েছি, টন কিপার ওয়ালেট থেকে ওয়ালেট কানেক্ট করেছি। এটাও কি শিগ্রই দিবে নাকী?
টনকিপার ওয়ালেট কানেক্ট করাই বেটার মনে হয়।
আর এয়ারড্রপের কথা যদি বলেন, সেটা মনে হয় কেউ বলতে পারবে না। কারন অনেক প্রজেক্টই ওয়ালেট কানেক্ট করিয়ে বসিয়ে রেখেছে। তারা মূলত চ্রানেল মনিটাইজেশন থেকে ইনকাম করে বেড়াচ্ছে। বেশিরভাগ প্রজেক্ট শেস অব্দি মুলা ধরিয়ে দিবে। আমার টেলিগ্রাম একাউন্ট ডিলেট হয়ে যাওয়ার পর আমি এক প্রকার ডিপ্রেশনে আছি আর এসব নিয়ে আর একদম চিন্তা করছি না। আপাতত ব্লাম আর হট কয়েনকে আমার ভালো প্রজেক্ট মনে হচ্ছে। এগুলোতে সময় দিতে পারেন। তবে চারা গাছের মতো প্রতিদিনই যে বট আসতেছে, সেগুলোতে সময় নষ্ট করা বুদ্ধিমানের কাজ হবে না।
আচ্ছা ভাই ব্লাম তো দেখি Pre -Market এ লিস্ট হয়ে গেলো, অনেকেই কাছে শুনেছিলাম ব্লাম ২০২৫ সালে এয়ারড্রপ দিবে তাইলে bingx Pre market এ লিস্ট হইলো আশা করি শিগ্রই লিস্টিং হতে পারে তবে কি আমরাও ২০২৪ সালেই ব্লাম এয়ারড্রপ পেতে পারি?
Blum ২০২৪ এর মধ্যেই পেমেন্ট করতে পারে। সামনের মাস মানে নভেম্বর মাসে কয়েকটি এয়ারড্রোপের TGE হতে পারে এর মধ্যে BLUM এর সম্ভাবনাও রয়েছে। আর Major ,SEED, MEMEFI এগুলো লিস্টিং হবে এটা সম্ভাবনা বেশি রয়েছে। তবে BLUM যখনই লিস্ট হোক না কেনো এটা এয়ারড্রোপারদের জন্য ভালো কিছু নিয়ে আসবে বলে আশা করা যায়। আর যেহেতু এটির পুরো টিম Binance এর প্রাক্তন এমপ্লয়ার তাই এটা Binance এ লিস্টিং হবে এর সম্ভাবনা রয়েছে ব্যাপক। Memefi নিয়ে অনেক হাইপ রয়েছে এটাও ভালো জায়গায় লিস্টিং হতে পারে। এবং ভালো একটি এয়ারড্রোপ দিতে পারে। Memefi এর TGE হবে ১২ নভেম্বর।
আর ভাই হট এয়াড্রপ এ কি কি করা লাগবে আমি তো শুধু মাইনিং করে যাচ্ছি এগাচ্ছে না। আমার মাত্র ১১ টা হট মাইনিং করা হয়েছে।
মাইনিং ব্যতীত অন্য কোন উপায়ে HOT কয়েন বাড়ানো সম্ভব নয়। তবে প্রাথমিকভাবে আপনি কিছু টাস্ক কমপ্লিট করে ১০+ HOT পেতে পারেন সেই টাস্কগুলো আপনি মিশন অপশনে খুঁজে পাবেন। আর সেগুলো দিয়ে যদি আপনি মাইনিং স্পিডকে বুস্ট করেন সেক্ষেত্রে মাইনিং স্পিড বেড়ে যাবে। এভাবেই HOT পেতে হবে। আর এটা এ বছরে লিস্টিং হবে বলে মনে হয় না। এদের পরিকল্পনা এখনো আমার কাছে পরিষ্কার নয়। তবে এ বছর লিস্টিং না হলেও জানুয়ারিতে এটার লিস্টিং আশা করা যায়। সে পর্যন্ত যত পারেন HOT বাড়াতে থাকেন। কারণ এটার একটি ভালো দাম হতে পারে মার্কেটে আসার পর। কারণ এটি একটি টেলিগ্রাম ওয়ালেট। তাই এটা টোকেন মার্কেটে দীর্ঘদিন সারভাইভ করবে