follow us on twitter . like us on facebook . follow us on instagram . subscribe to our youtube channel . announcements on telegram channel . ask urgent question ONLY . Subscribe to our reddit . Altcoins Talks Shop Shop


This is an Ad. Advertised sites are not endorsement by our Forum. They may be unsafe, untrustworthy, or illegal in your jurisdiction. Advertise Here

Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Topics - totol02

Pages: 1 [2] 3
16
বাংলা (Bengali) / Dogecoin এ বিনিয়ো করুন....
« on: September 08, 2018, 01:12:31 PM »
Dogecoin এর মূল্য এখন খুবই কম। এটির মূল্য 0.00575915 ডলার মাত্র। আশা করা যায় যে 2018 সালের শেষের দিকে Dogecoin এর মূল্য বাড়তে পারে । তাই এখন আপনারা এটাতে বিনিয়োগ করতে পারেন। এটাতে  বিনিয়োগ  করলে আমার মনে হয় আপনারা লাভবানই হবে।

17
ক্রিপ্টকারেন্সি এক ধরনের অর্থ এবং তথ্য আদান প্রদান মাধ্যম যা ব্লকচেইন প্রযুক্তি মেনে চলে। প্রশ্ন আসতে পারে, ব্লকচেইন কি? একটি উদাহরন দেই,

ধরুন, আপনি অনলাইনে কোন বিক্রেতার কাছ থেকে একটি পন্য কিনলেন, বা কারো সাথে কোন বিষয় নিয়ে বেইট ধরলেন। এখন, সাধারন ব্যাংকের সিস্টেম অনুযায়ী অর্থ আদান প্রদান করতে এই মুহুর্তে কয়েকটি সমস্যা উঠে আসতে পারে, যেমনঃ

১. উক্ত বিক্রেতা হয়তো আপনাকে পন্য না দিয়ে বা অর্থ ফাকি দিয়ে চলে যেতে পারে,

২. আপনি হয়তো কনফিউজড হতে পারেন, যে এতোগুলো টাকা একটা অপরিচিত লোকের কাছে কিভাবে হস্তান্তর করি?

৩. অথবা, আপনারা দুই পক্ষ আলোচনা করে একটি তৃতীয় পক্ষ ভাড়া করতে পারেন যা কাছে টাকা রাখবেন এবং সময় হলে জয়ী পক্ষ, বা সঠিক উত্তরাধিকারী টাকা নেবে। কিন্তু, এমন হলে, তৃতীয় পক্ষ যে টাকা নিয়ে আপনাদের উভয়পক্ষকে ফাকি দিয়ে পালিয়ে যাবেনা তার নিশ্চয়তা কি?

এখানেই আসলো ক্রিপ্টোকারেন্সির প্রয়োজনীয়তা। যেটা দ্বারা উভয় পক্ষ তাদের নিজেদের ব্যাক্তিগত কম্পিউটার বা অন্য ডিভাইস থেকে এ্যাপ্লিকেশনের মাধ্যমে টাকার পরিমান দিয়ে হ্যাস কোড জেনারেট করবেন, এবং একে অপরের সাথে শেয়ার করবেন, প্রসেস চলাকালীন কোন পক্ষই এডিট বা ডিলিট করতে পারবেন না, এবং নির্ধারিত সময়ের পর সঠিক মালিক টাকা সংগ্রহ করবেন।

এখনকার সময়মতে সবচেয়ে বেশী আলোড়ন সৃষ্টি করা ক্রিপ্টোকারেন্সির মধ্যে বিটকয়েন, ইথারিয়াম, লাইটকয়েন, মনেরো ইত্যাদি অন্যতম। সব ধরনের ক্রিপ্টোকারেন্সিই একই বেসিক প্রিন্সিপ্যাল অনুসরন করে, কিন্তু বিভিন্ন কোম্পানির নিজেদের তৈরি অতিরিক্ত কিছু রুল যোগ করা থাকে, যাতে গ্রাহকরা একটু বাড়তি সুবিধা পায়। যা বর্তমান সময়ের কম্পিটিটিভ মার্কেটে নিজেদের স্থান পাকা করার একটা পদ্ধতি মাত্র।

18
নিজেদের সর্বশেষ আর্থিক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানটির লাভ বেড়েছে বলে এই প্রতিবেদনে উল্লেখ করা হয়। সেইসঙ্গে ২০১৭ সালে চিপ নির্মাণ খাতে প্রতিষ্ঠানটি মার্কিন চিপ জায়ান্ট ইনটেল-কে ছাপিয়ে গেছে বলেও নিশ্চিত করেছে এই প্রতিবেদন, খবর বিবিসি’র।

আসন্ন গ্যালাক্সি এস৯ স্মার্টফোনের উচ্চ চাহিদা থাকবে এমনটাই প্রত্যাশা স্যামসাংয়ের। ২৫ ফেব্রুয়ারি এই স্মার্টফোন উন্মোচনের কথা রয়েছে।

২০১৭ সালের শেষ প্রান্তিকে স্যামসাং ইলেকট্রনিক্স-এর মোট লাভ হয়েছে ১২.৩ ট্রিলিয়ন ওন বা ১১৫০ কোটি ডলার, অংকটা বিশ্লেষকদের পূর্বাভাসের সঙ্গে প্রায় মিলে গেছে।

নতুন ক্রিপ্টোকারেন্সি ব্যবসা নিয়ে স্যামসাং খুব কম তথ্যই প্রকাশ করেছে।  এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি ব্রিটিশ সংবাদমাধ্যমটিকে বলে, “স্যামসাংয়ের কারখানা ব্যবসায় বর্তমানে ক্রিপ্টোকারেন্সি খাতের চিপ বানাতে ব্যস্ত।”

“যাইহোক, আমরা আমাদের গ্রাহকদের নিয়ে বিস্তারিত তথ্য এখনই প্রকাশ করতে পারছি না।”

কোরীয় ভাষার দৈনিক বেল এক প্রতিবেদনে জানিয়েছে, এই প্রক্রিয়ায় অ্যাসিক (অ্যাপ্লিকেশন-স্পেসিফিক ইন্টাগ্রেটেড সার্কিট) চিপস সম্পৃক্ত।

এই চিপগুলো কোনো একটি কাজ সম্পন্ন করার জন্য বিশেষভাবে বানানো হয়। ক্রিপ্টোকারেন্সি মাইনিংয়ের ক্ষেত্রে এই চিপগুলো ব্যবহার করা হবে। স্যামসাং তাদের এই বিটকয়েন সম্পর্কিত অ্যাসিক চিপ ২০১৭ সালেই বানানো শেষ করেছে। 

এর আগ পর্যন্ত এই কাজের জন্য প্রসেসর উৎপাদনকারী একমাত্র বড় প্রতিষ্ঠান ছিল তাইওয়ানের টিএসএমসি, বলা হয়েছে বিবিসি’র প্রতিবেদনে।

19
Litcoin সম্পর্কে আমরা সবাই অনেক জানি। লিটকয়েন মার্কেটকেপ অনুযায়ী তার সেরা 10 এর মধ্যে অবস্থান করে সব সময়ই। বিগত বছরগুলোতে লিটকয়েনের সর্বোচ্চ মূল্য  ছিল 398 ডলার । আর এখন তার মূল্য মাত্র 65 ডলার । তাই ভবিষ্যতে লিটকয়েন এর মান কি হবে।

20
বিভিন্ন ধরনের ডিজিটাল মুদ্রা
Zcash :
জেডক্যাশ ও বিট কয়েন এক তুলনাটা অনেকটা HTTP vs HTTPS এর মতো। এক্ষেত্রে, জেডক্যাশ হল HTPS। বিটকয়েন এর তুলনায় জেডক্যাশ এ নিরাপত্তার বিষয়টি অনেক বেশি গুরুত্ব দিয়েছে। জেডক্যাম দাবি করে যে তারা “zk-SNARKs” নামক একটি ক্রিপ্টোপ্রফিক পদ্ধতি আবিষ্কার করেছে যার মাধ্যমে তারা ইউজারদের সংরক্ষিত ট্রান্সজেকশন (অরর্থাৎ Shielded Transactions) এর নিশ্চয়তা প্রদান করে। জেডক্যাশ এ মুদ্রা আদান-প্রদান কারীদের নাম, লেনদেনের পরিমাণ এই সব গুরুত্বর্পূণ সকল তথ্য গোপন থাকে, যার ফলে আর্থিক লেনদেন অনেক বেশি নিরাপদ হয়ে থাকে।

21
বাংলা (Bengali) / ব্লকচেইন কি?
« on: September 03, 2018, 04:33:25 PM »
প্রথমেই এই টার্মটির দিকে একটু ভালো করে খেয়াল করুণ। তাহলেই একটি বেসিক ধারণা পাবেন যে এই নামটি দিয়ে আসলে কি বোঝানো হচ্ছে। ব্লকচেইন মানে বলা হচ্ছে ব্লক দিয়ে তৈরি চেইন বা ব্লকের চেইন। চেইন কি তা আমরা সবাই জানি। অনেকগুলো একই ম্যাটেরিয়াল পাশাপাশি একটির সাথে আরেকটি যোগ করার মাধ্যমে সেগুলোকে একটি শিকলের মত করাকেই চেইন বলা হয়। তাহলে ভেবে দেখুন, অনেকগুলো ব্লককে একটির সাথে আরেকটি জোড়া দেওয়ার মাধ্যমে ব্লকের একটি শিকল তৈরি করাকেই বোঝানো হচ্ছে ব্লকচেইন টার্মটির দ্বারা। আচ্ছা, আর যে ব্লকগুলোর দ্বারা এই চেইনটি তৈরি করা হয় সেই ব্লকগুলো মূলত ইনফরমেশন স্টোর করে। ব্লকচেইন টেকনোলজিটি অনেক আগে থেকেই আছে এবং অনেক ক্ষেত্রে ব্যাবহারও হয়ে আসছে। কিন্তু সাধারন মানুষের এই টেকনোলজিটির প্রতি আগ্রহ তৈরি হয় মূলত ২০০৯ সালে বিটকয়েন নামের ক্রিপটোকারেন্সিটি উদ্ভাবন হওয়ার পরে। টেকনিক্যালি বলতে হলে ব্লকচেইন হচ্ছে একটি ডিস্ট্রিবিউটেড লেজার, যেটি সকলের জন্য উন্মুক্ত। ব্লকচেইনের ব্লকগুলোর মধ্যে যখন একটি ডেটা ইন্টার করা হয়, তখন ওই ডেটাটিকে ডিলিট করা বা ডেটাটির কোন ধরনের পরিবর্তন করা প্রায় অসম্ভব। কিন্তু কিভাবে?

অলরাইট, এটা জানতে হলে প্রথমে জানতে হবে যে এই ব্লকগুলোর মধ্যে প্রত্যেকটি ব্লকে কি থাকে। সম্পূর্ণ ব্লকচেইনের প্রত্যেকটি সিঙ্গেল ব্লকে মূলত তিনটি জিনিস থাকে- ডেটা, হ্যাশ এবং চেইনে তার আগের ব্লকটির হ্যাশ। অর্থাৎ, ব্লকচেইনের থাকা প্রত্যেকটি ব্লকে থাকে সেই ব্লকটির নিজস্ব ডেটা, ব্লকটির নিজের হ্যাশ এবং ঠিক তার পেছনে যুক্ত থাকা আগের ব্লকটির হ্যাশ। ডেটা বুঝলাম, কিন্তু হ্যাশ জিনিসটি কি? হ্যাশ হচ্ছে মূলত একটি আইডেন্টিফায়ার। প্রত্যেকটি ব্লকের হ্যাশ তার একেবারেই নিজস্ব এবং প্রত্যেকের জন্য নির্দিষ্ট। অর্থাৎ, দুটি ব্লকের হ্যাশ কখনোই একই হতে পারবে না। এই বিষয়টি অনেকটা মানুষের ফিঙ্গারপ্রিন্টের মত। দুটি মানুষের ফিঙ্গারপ্রিন্ট যেমন একই হতে পারবে না কখনোই, তেমনি দুটি ব্লকের হ্যাশও কখনো মিলবে না। আর এই হ্যাশগুলো জেনারেট হয় প্রত্যেকটি ব্লকের স্টোর করা ডেটা অনুযায়ী। যার মানে, একটি ব্লকের ডেটা যদি কোনরকম পরিবর্তন করা হয়, তাহলে ওই ব্লকটির হ্যাশও চেঞ্জ হয়ে যাবে। এবার চিন্তা করে দেখুন, প্রত্যেকটি ব্লক কেন তার আগের ব্লকের হ্যাশও থাকে। প্রত্যেকটি ব্লক যদি তার আগে যুক্ত থাকা হ্যাশটিও রাখে, তাহলে কোন ব্লকের ডেটা কেউ ইচ্ছামত চেঞ্জ করে ফেলতে পারবে না। তাই ব্লকচেইনে ইন্টার করা প্রত্যেকটি ডেটা ডিলিট করা বা চেঞ্জ করা প্রায় অসম্ভব। কারণ, এক্ষেত্রে আপনি যদি একটি ব্লকে থাকা ডেটা চেঞ্জ কর‍তে চান, তাহলে আপনাকে ওই ব্লকটির সাথে তার আগের সবগুলো ব্লকের ডেটা চেঞ্জ করতে হবে, নয়ত সম্পূর্ণ ব্লকচেইনটি ইনভ্যালিড হয়ে যাবে বা কাজ করবে না আর।

22
Bitcoin Token / Why Choose Bitcoin Token?
« on: September 02, 2018, 01:43:25 PM »


Bitcoin Token (BTK) is a digital currency. It uses peer-to-peer technology to operate with no central authority or banks; managing transactions are carried out collectively by the network. There is no central control over the token. Bitcoin Token is open source, community driven, decentralized. Developers are all volunteers.

Bitcoin Token is working towards mass-adoption of the use of the currency in real-life applications. From encouraging local busineses to accept BitcoinToken as a method of payment, we are also looking to impliment our currency into many already heavily used ecommerce scripts. And on the user level being able to share money, wire money, or just send a gift to a friend, BTK will make this possible!

The original Bitcoin is now thought of as the gold standard for digital currencies. BitcoinToken is a solution now for smaller faster transactions, with lower fees. It is intended for real-life solutions and transactions.

23
বাংলা (Bengali) / বিটকয়েন মানিং?
« on: September 02, 2018, 01:25:29 PM »
দিন দিন ক্রিপ্টোকারেন্সীর গুরুত্ব বেড়েই চলছে এর ফলশ্রুতিতে অনেক নতুন নতুন ডিজিটাল কারেন্সী মার্কেটে আসছে। আমাদের সবার উচিত সময় থাকতে  কিছু নতুন নতুন কয়েন রির্জাভ করা যেমনঃ বিটকয়েন, ডগি কয়েন, লাইট কয়েন, ইথারাম ইত্যাদি। এজন্য মাইনিং হচ্ছে একমাত্র উপায়।

বিশ্বের এক নম্বর মাইনিং সাইট।অ্যালেক্সা রাঙ্ক এ সবার উপরে।
এটার মাইনিং ২০১৩ থেকে শুরু হয়েছিলো। ফ্রিতে মাইনিং করা যায়, আবার ডিপোজিট করেও। কোনো রিস্ক নেই। মাইনিং হবে তাদের মেশিনে। আপনি জাস্ট তাদের মেম্বার হবেন।
তাছাড়া থাকছে ১৯ ঘন্টায় শুধুমাত্র একবার ফসেট ক্লেইম করে বিটিসি রিওয়ার্ড পাওয়ার সুযোগ।
এটা ক্লাউড মাইনিং। এরকম মাইনিং এ আপনি তাদের সাথে চুক্তিভিত্তিক কাজ করবেন। বিনিময়ে তারা তাদের মাইনিং সিপিইউ প্রসেসর ব্যবহারেরর সুযোগ দেবে আপনাকে। তাদের রয়েছে মাইনিং এর বিখ্যাত প্রজেক্ট যা বেস্ট কোয়ালিটির গ্রাফিক্স কার্ড যুক্ত মাইনিং প্রসেসর বা সিপিউ।
মাইনিং করতে পারবেন প্রায় ৩০ প্লাস কয়েন।
রেজিস্টেশন করতে পারবেন যে কেউ। রেজিস্টেশন এর পর বাকি স্টেপগুলো বুঝিয়ে দিতে পারবো।

মাইনিং বিষয়ে কমবেশি হয়ত সবাই জানে। সাধারণত মাইনিং বলতে নিজ কম্পিউটার অথবা ল্যাপটপের মাধ্যমে একটি মাইনিং সফটওয়্যার চালিয়ে মাইন করাকেই বুঝায়। আর বেশিরভাগ ক্ষেত্রে ক্রিপ্টোকারেন্সীই মাইন করা হয়ে থাকে। পিসিতে মাইনিং সফটওয়্যার চালিয়ে আয় করা করা সম্ভব কিন্তু এরকম মাইনিং কিছু সমস্যা আছে যেমন পিসি বা ল্যাপটপ যেখানে মাইনিং সফটওয়্যার থাকবে সেটা সবসময় চালিয়ে রাখতে হবে এতে পিসির আয়ু কমে যায় অথবা বিদ্যুৎ বিল বেশী উঠে। ওপরে যে সমস্যাটির কথা বলা হল, সেই সমস্যার সমাধানের জন্যই ক্লাউড মাইনিং এর উৎপত্তি। এখানে মুলত আপনি নিজেই নিজের কম্পিউটার অথবা ল্যাপটপে মাইন না করে, আপনি কোন থার্ড পার্টি প্রতিষ্ঠান মাধ্যমে ওয়েবসাইটে ইনভেস্ট করবেন এবং তারা আপনার জন্য তাদের হার্ডওয়্যার এবং মাইনিং সেটাপ ব্যবহার করে মাইন করবে এবং আপনাকে নির্দিষ্ট পরিমান প্রোফিট দেবে।

24
ক্রেডিট কার্ড প্রতিষ্ঠান আর ক্রিপ্টকারেন্সি কিনতে আগ্রহী গ্রাহকদের মধ্যে ‘দ্বন্দ্ব’ বাড়ছে, এমন খবর প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি।

গ্রাহকদের ক্রেডিট কার্ড দিয়ে ভার্চুয়াল মুদ্রা বা ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন কেনার সুযোগ দিতে নীতিমালা যাচাই করছে ব্যাংকিং ও আর্থিক সেবাদাতা যুক্তরাষ্ট্রের দুই বহুজাতিক প্রতিষ্ঠান ব্যাংক অফ আমেরিকা এবং সিটিগ্রুপ। এ খবর প্রকাশের দুই সপ্তাহ আগে দেশটির আরেক ব্যাংক ক্যাপিটাল ওয়ান ফিনান্সিয়াল ক্রেডিট কার্ড দিয়ে ক্রিপ্টোকারেন্সি কেনা নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয়। 

টরোন্টো-ডমিনিয়ন ব্যাংক-এর অঙ্গপ্রতিষ্ঠান টিডি ব্যাংক মার্কিন সংবাদমাধ্যমটিকে নিশ্চিত করে বলেছে, নিরাপত্তার কারণে কিছু বিটকয়েন লেনদেন প্রক্রিয়া করতে দেওয়া হচ্ছে না। ডিসকভার ফিনান্সিয়াল সার্ভিসেস নামের প্রতিষ্ঠানটি ২০১৫ সাল থেকে কার্যকরভাবে তাদের ক্রেডিট কার্ড দিয়ে ক্রিপ্টোকারেন্সি কেনা নিষিদ্ধ করেছে।

ক্রিপ্টোকারেন্সি কিনতে দেওয়া নিয়ে ব্যাংক অফ আমেরিকার যাচাইয়ের খবর সর্বপ্রথম প্রকাশ করে ওয়াল স্ট্রিট জার্নাল।

ক্রিপ্টোকারেন্সি লেনদেনের ক্ষেত্রে আর্থি প্রতিষ্ঠানগুলোর একটি উদ্বেগের বিষয় হচ্ছে মুদ্রাপাচার। ডিসকভার-এর প্রধান নির্বাহী ডেভিড নেমস বুধবার ব্লুমবার্গ-এর এক প্রতিবেদনে বলেন, ক্রিপ্টোকারেন্সি কিনতে দেওয়া ব্যাংকগুলোর জন্য ‘মাথাব্যাথা’ সৃষ্টি করে, এজন্য মুদ্রাপাচার ঠেকাতে অর্থ লেনদেন পর্যবেক্ষণ করতে হয়।

চলতি মাসের শুরুতে আর্থিক লেনদেন সেবাদাতা প্রতিষ্ঠান ভিসা ক্রিপ্টোকারেন্সি কার্ড সেবাদাতা প্রতিষ্ঠান ওয়েভক্রেস্ট-এর সঙ্গে তাদের সম্পর্ক ছিন্ন করেছে। ওয়েভক্রেস্ট ব্যবহারকারীদেরকে তাদের ক্রিপ্টোকারেন্সি প্রিপেইড কার্ডের অর্থে পরিণত করার সুযোগ দেয়।

বিনিয়োগ ও আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান জে.পি. মরগান চেইজ এখনও গ্রাহকদের ক্রিপ্টোকারেন্সি কিনতে তাদের ক্রেডিট কার্ড ব্যবহারের সুযোগ দিচ্ছে। এই নীতিমালায় সামনে কোনো বদল আনা হবে কিনা তা নিয়ে সংবাদমাধ্যমটি প্রশ্ন করলেও প্রতিষ্ঠানটির পক্ষ থেকে কোনো জবাব দেওয়া হয়নি।

25
এই গ্রুপের সিনিয়র মেম্বাররা একটু বলবেন প্লিজ এই ফোরামে কি ভাবে নেগেটিভ Karma পাওয়া যায়। আর একটি নেগেটিভ Karma = কি ? আর একটি পজেটিভ Karma = কি?  বললে একটু জানাবেন প্লিজ।

26
কেউ না কেউ প্রতিদিন অনেক বিটকয়েন আয় করছেন। আপনারা হয়তো বিভিন্ন উৎস থেকে এই কয়েন আয় করছেন । আপনারা সবাই যে সব উৎস থেকে বিটকয়েন আয় করছেন তা রিপ্লে করে জানান।

ধন্যবাদ সবাইকে

27
Monero Forum / What Is Monero? Introduction To XMR
« on: August 30, 2018, 09:37:26 AM »
Monero is the best-known of the "privacy coins" that guarantee complete anonymity.

Monero (XMR) is a cryptocurrency which focuses on being untraceable and private. Its design differs from Bitcoin’s in a few key ways, but it should be understood as a cryptocurrency similar to Bitcoin – it can be used to buy and sell things, and can be exchanged for other  coins or tokens.

Monero manages to privilege the details of transactions in such a way that only the actors in the transactions can accurately verify their sending and receipt, while publicly this information is difficult to trace. This is not the case with Bitcoin and other cryptocurrencies, and therefore the difference in the privacy of transacting on the two chains should be understood as the primary value offering of Monero.

Monero uses ring signature cryptography to hide a great deal of information about transactions from the public while still ensuring that coins on the network are not counterfeit. This fact makes it perceived as a more privacy-centric cryptocurrency than Bitcoin or others with blockchains that are easier to scan.

Monero does not have a maximum supply (whereas, for instance, Bitcoin has a maximum supply of 21 million and Litecoin has one of 84 million). Instead it has a dis-inflationary emission rate, where after roughly 18.4 million XMR have been generated through mining, a stable inflation rate of .3 XMR per minute will go into effect. This will take place near the end of May, 2022. The reason for the continued emission and lack of maximum supply is to incentivize, in an ongoing way, the proof-of-work security of the Monero blockchain.

Thus, the design differences of Monero can be summarized as following:

    It continues rewarding miners securing the blockchain long after the regular supply target is achieved, meaning a continued increase in supply into the future.
    It is very difficult to trace and therefore more private.
    Its increased privacy has given it utility on darknet markets.
    As a cryptocurrency, Monero’s main application lies is in its privacy features.

Monero Offers Increased Privacy

With Bitcoin, it’s possible to look up an address and determine the source of all funds received there. With Monero, the same process requires a great deal more information about every transaction. Monero’s obvious advantages in privacy create a valuable use case in transactions which have an inherent need to be untraceable, be they legitimate or illegal.

Bitcoin has occasionally been wrongly called “anonymous.” At best, Bitcoin is pseudononymous. If there is a successful cryptocurrency which is aiming at anonymity, it would be Monero. While some cryptocurrencies like Ripple and various Ethereum tokens aim to be “regulator friendly,” Monero specifically works to make tracking and other forms of privacy invasion difficult or impossible.
Darknet Markets

One of the first arguable use cases of Bitcoin, which gave it utility and therefore value, was the Silk Road and later darknet markets. Monero has seen demand on modern darknet markets. While many factors go into the value of a cryptocurrency, having demand and utility for darknet markets generates value beyond that brought on by mere speculators. It is commonly understood that its first major jump in market capitalization and speculative trading value was a result of its being added to then-major darknet market AlphaBay.

Darknet Markets are frequently taken offline, but the market they serve is resilient, and new ones continue to rise, often adding Monero as well as other alternatives to Bitcoin. The need for convenient and private ways to transmit value online will continue to drive demand. While firms have been able to make a business of tracing transactions on the Bitcoin blockchain, the difficulty to consolidate the same level of data on Bitcoin transactions is much higher.

CryptoNote

The hashing algorithm chosen by a cryptocurrency’s designers plays an important role in its functionality. Monero uses the CryptoNote algorithm and is the first cryptocurrency of any consequence to do so. CryptoNote is seen as a CPU-friendly algorithm in that it requires a good deal of memory, a fact which makes it more expensive to produce ASIC hardware to mine the blockchain.

ASIC Resistance

An important episode took place at the end of 2017 in which Bitmain, the main producer of ASIC hardware for Bitcoin, announced that it would be producing similar hardware to mine the CryptoNight algorithm. The only coin using CryptoNight with any real market value is Monero, the rest being far down the list on both market capitalization and price. In response, the Monero team decided to make minor changes to the algorithm used by Monero, therefore making any such hardware essentially useless; and committed to doing so at regular intervals moving forward.

ASIC resistance is at the heart of decentralization. As Monero noted in their blog post on the subject, centralization is created when ASICs are introduced because only a few companies actually produce the hardware. These companies can be compelled to make changes to the hardware and they create a single point of weakness if they are relied on. Monero’s developers and community have decided to make it difficult for such a pain point to ever be created, by actively modifying code so as to maintain the ASIC-resistant nature of Monero.

Monero XMR Summary

    Where Bitcoin is pseudonoymous, Monero provides the possibility of full anonymity in digital transactions. For this reason, it gets a lot of use on darknet markets, or marketplaces where the online sale of illicit substances is possible.
    Monero makes it possible to hold coins of any number in relative privacy.
    It does not have a limited supply, but will continue to have a very small rate of coin emission long-term.
    It uses a different hashing algorithm than Bitcoin. The developers have committed to keeping the CryptoNote used by Monero ASIC-resistant, meaning it will always have a more decentralized network than other cryptocurrencies where this is not true.


28
XRP - Ripple Forum / What is Ripple?
« on: August 30, 2018, 09:26:51 AM »
Understanding the XRP Token and Ripple Protocol

Ripple (XRP) is a popular cryptocurrency token native to the Ripple network (RippleNet). The token has been around since 2012 and has one of the top market caps in crypto.

Ripple can be understood like this:

Ripple (XRP) is the “cryptocurrency token” native to “the Ripple Network. ” It’s the cryptocurrency that trades on the market under the symbol XRP (and its what most people mean when they say “Ripple”). To avoid confusion, one can call the native cryptocurrency token of Ripple by its proper name, XRP.

The Ripple network (also called “RippleNet”), AKA the Ripple Payment protocol, is a open source, peer-to-peer, real-time payment system
(like Bitcoin’s blockchain or Ethereum’s network) that can be used to transfer both fiat currencies and the Ripple cryptocurrency XRP. A few different “products” exist on this network, each of which has a different function.

Ripple is also a company. The company develops and maintains the ripple protocol.

Ripple’s underlying system can also be described as a “realtime gross settlement system” (meaning it can be used to transfer funds and settle them in real time) that allows for currency exchange and remittance (the transfer of money); i.e. its a system for transferring money online in real time.

Its based around a shared, public database (AKA ledger) which uses a consensus process (much like Bitcoin’s blockchain).

Essentially, it’s like other cryptocurrencies and their blockchain based protocols, but uses a unique technologies and processes.

Ripple is marketed by its team to both individuals and banks and touts the fact that it can be integrated into other systems (such as into traditional banking systems).

Ripple sometimes catches flack for being marketed to big banks, however Ripple should be given credit for innovating in the cryptocurrency space and helping to bring cryptocurrency into the banking world.


FACT: Rippling is a term that helps describe the way Ripple works. Consider this passage from Wikipedia: When a non-XRP payment is made between two users that trust each other, the balance of the mutual credit line is adjusted, subject to limits set by each user. In order to send assets between users that have not directly established a trust relationship, the system tries to find a path between the two users such that each link of the path is between two users that do have a trust relationship. All balances along the path are then adjusted simultaneously and atomically. This mechanism of making payments through a network of trusted associates is named ‘rippling’. It has similarities to the age-old hawala system.

29
Dash Forum / DasCoin – the currency of the future?
« on: July 27, 2018, 01:34:56 PM »
Have you missed your chance, too? Don’t worry, here comes another one! Since the creation of BitCoin, several hundred cryprocurrencies have emerged, but only some of them became more or less successful. I would like to show you a project which is very likely to become a real revolution in the world of cryptocurrencies. This project is called DasCoin which is a new, hybrid cryptocurrency. It has a great potential, mainly because it has a chance of becoming the first commonly used cryptocurrency, which means you would be able to pay with DasCoins wherever proximity cards are accepted. Let me present to you the key points.

30
Ethereum Forum / What Makes Ethereum Special?
« on: July 27, 2018, 01:29:55 PM »
As you have likely gathered at this point, Ethereum was built to be more than just a blockchain to hold the Ether cryptocurrency token and confirm transactions, Ethereum was built to be an open source and decentralized blockchain-based software creation platform that any developer can use.

At the core of this platform/network is a “blockchain-based smart contract system,” to which one contract type is the native cryptocurrency Ether (which trades under the symbol ETH). However, unlike with Bitcoin and its blockchain, Ethereum’s platform is designed to run code rather than just account for coins.

With that in mind, Ethereum can be used to do a range of things. It can be used make multiple unique cryptocurrencies, to do any type of contract, and even be used to create/store blockchain-based apps.

This can result in unique tokens/cryptocurrencies that aren’t Ether (but use the Ethereum network) like Augur, Golem, Aragon, etc, traditional contracts like insurance contracts (“contract” is a term that encompasses many things here; it goes beyond just basic contracts), and even software (like a Minecraft like game that is now hardcoded into Ethereum’s blockchain; a DApp).

With all that said, let’s go over some more Ethereum facts to move beyond what we have covered already:

    FACT: Ethereum-based tokens can be traded for Ether on the EtherDelta token exchange. This is useful for trading new tokens from ICOs as soon as they launch.
    Stoked on Ether yet? If not, check out this list of reasons to buy Ether.
    TIP: Ethereum is the system, ether is the token, despite this… most people refer to all of this as ethereum and use the terms ether and ethereum interchangeably.
    DID YOU KNOW? You can actually create your own token right now (via tokenfactory).
    FACT: Ethereum initially launched as an ICO. Meanwhile, many ICOs use the Ethereum network.
    FACT: Ethereum currently uses a Proof of work model of mining, but they are switching over to Poof of Stake. Learn more.
    FACT: Another name for a cryptocurrency is “token.” Ethereum’s native token is called “ether.” Ethereum’s “ether” token trades under the symbol ETH and it is what most people think of when they think of Ethereum. Learn more about ether from ethereum.org.
    TIP: Developers can “fork” off the Ethereum blockchain and create their own tokens (these may have different names in practice, for example KIN). Meanwhile “ethereum classic” is the original ethereum cryptocurrency. Ethereum classic still trades on cryptocurrency exchanges and can be used as cryptocurrency. A new investor probably just wants ETH (Ethereum’s ether) and a digital wallet like MyEtherWallet (or a coinbase account with a built in Ethereum wallet).[8]
    FACT: Ethereum is a popular choice for ICOs due to its capabilities. About 1/2 of ICOs use ether-based coins.

Pages: 1 [2] 3
ETH & ERC20 Tokens Donations: 0x2143F7146F0AadC0F9d85ea98F23273Da0e002Ab
BNB & BEP20 Tokens Donations: 0xcbDAB774B5659cB905d4db5487F9e2057b96147F
BTC Donations: bc1qjf99wr3dz9jn9fr43q28x0r50zeyxewcq8swng
BTC Tips for Moderators: 1Pz1S3d4Aiq7QE4m3MmuoUPEvKaAYbZRoG
Powered by SMFPacks Social Login Mod