Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: Sujon83 on March 18, 2019, 05:50:08 AM

Title: কিভাবে আমি Altcoin এ দক্ষ হতে পারি ?
Post by: Sujon83 on March 18, 2019, 05:50:08 AM
সবার কাছে আবার ও একটা সাহায্য নিয়ে আসছি। আমি জানি সবাই কম বেশি সাহায্য করার জন্য আন্তরিক। আমি এই সাইটে কিভাবে দক্ষ হতে পারি । তাই altcoin সম্পর্কে যে যা জানেন আমাকে একটু  জানাবেন ।ধন্যবাদ সবাইকে ।
Title: Re: কিভাবে আমি Altcoin এ দক্ষ হতে পারি ?
Post by: Tanimariya on March 18, 2019, 12:27:37 PM
আপনি সব বাংলা পোস্ট ভালো ভাবে পরেন। আবার English post গুলা পড়েন। আগে মোডারেটর এর পোস্ট পড়ুন। তাহলে অনেক কিছু জানতে পারবেন।   
Title: Re: কিভাবে আমি Altcoin এ দক্ষ হতে পারি ?
Post by: Malam90 on March 19, 2019, 05:26:07 AM
সর্বপ্রথম আপনি বাংলা সব পোস্টগুলো মনোযোগ সহকারে পড়ে শেষ করুন। আপনার মনের মধ্যে লুকোচুরি করা প্রশ্নগুলোর উত্তর সব পেয়ে যাবেন। এরপর ইংরেজি বিভিন্ন টপিক পড়তে থাকেন। না জেনে কোন বিভাগে নতুন পোস্ট দিবেন না। তাহলে নেগেটিভ কর্মা খাবেন। তাই আগে পড়ুন, জানুন, তারপরে স্টেপ ফরওয়ার্ড করুন।
Title: Re: কিভাবে আমি Altcoin এ দক্ষ হতে পারি ?
Post by: Princeraju on March 19, 2019, 07:05:03 AM
যত বেশি ঘাটাঘাটি করবেন তত বেশি পারদর্শী হবেন। আপনি এই ফোরামের সব পোস্ট ভালোভাবে পড়ুন আর বোঝার চেষ্টা করুন। তাহলে আপনার ধারণা পাল্টে যাবে। এবং আপনি পারদর্শী হয়ে উঠবেন।                 
Title: Re: কিভাবে আমি Altcoin এ দক্ষ হতে পারি ?
Post by: JISAN on March 19, 2019, 08:25:52 AM
সবার কাছে আবার ও একটা সাহায্য নিয়ে আসছি। আমি জানি সবাই কম বেশি সাহায্য করার জন্য আন্তরিক। আমি এই সাইটে কিভাবে দক্ষ হতে পারি । তাই altcoin সম্পর্কে যে যা জানেন আমাকে একটু  জানাবেন ।ধন্যবাদ সবাইকে ।
সব কিছুতেই দক্ষ হতে পরিশ্রম করতে হয় কষ্ট করতে হয়। না হলে সম্ভব না। আপনি ফোরামের রুলস গুলা পড়েন পিন মেসেজ গুলা পড়েন। এতে আপনি ব্যসসিক জ্ঞান গুলা পাবেন। সাথে অনেক কিছু শিখতে  পাড়বেন। তারপর জেগুলা না বুঝতে পাড়েন সেগুলা সিনিয়রদের কাছে জিজ্ঞেস করেন। তাহলেই আস্তে আস্তে দক্ষ হবেন।
Title: Re: কিভাবে আমি Altcoin এ দক্ষ হতে পারি ?
Post by: Malam90 on March 20, 2019, 08:54:54 AM
যদিও অপটপিক তবুও বলছি প্রশ্নকারী ভাইকে। ভাই, আপনি জানার আগেই বিভিন্ন জায়গায় পোস্ট করেছেন। সেটার কারণে ইতিমধ্যেই দেখছি নেগেটিভ কর্মা খেয়েছেন। এর কারণে আপনি কোন সিগনেচারে জয়েন করতে পারবেন না। না জেনে কোন বিভাগে কোন পোস্ট করবেন না বা রেফারেল লিংক সহ পোস্ট করবেন না। কোন ফোরাম থেকে বা ওয়েবসাইট থেকে পোস্ট কপি করে এখানে পোস্ট করলেই প্লাগরিজমের কারণে নেগেটিভ কর্মা খাবেন।
Title: Re: কিভাবে আমি Altcoin এ দক্ষ হতে পারি ?
Post by: Sumaia20201 on March 20, 2019, 05:49:34 PM
সবার কাছে আবার ও একটা সাহায্য নিয়ে আসছি। আমি জানি সবাই কম বেশি সাহায্য করার জন্য আন্তরিক। আমি এই সাইটে কিভাবে দক্ষ হতে পারি । তাই altcoin সম্পর্কে যে যা জানেন আমাকে একটু  জানাবেন ।ধন্যবাদ সবাইকে ।
সিনিয়র ভাইয়েরা ইতিমদ্দে অনেক কিছু বলেছেন । তারপরও আমার ছুটট মস্তিষ্কে একটা কথা বলি ; আমি যখন প্রথম কীবোর্ড এ হাত দিয়েছিলাম তখন একটা অক্ষর খুজতে সময় লাগতো প্রায় এক মিনিট আর এখন এক মিনিটে প্রায় ৪০ টা অক্ষর চাপতে পারি। কেন পারি?  কীবোর্ড  চাপার এক টা রুলস আছে । যখন রুলস টা জানবেন বা শিখবেন তখন কীবোর্ডে দক্ষ হতে পারবেন । এটা শুদু কীবোর্ড না সব ক্ষেত্রেই ।
আপনি এই ফোরামের নিয়মনিতি গুলু জানুন । বাংলা থ্রেডে এডমিন/সিনিয়র ভাইয়েরা অনেক দরনের পোস্ট দিয়েছে ওইগুলু পড়ুন তাহলে আপনি আস্তে আস্তে  এই ফোরামের একজন দক্ষ মেম্বার হয়ে উঠবেন ।
Title: Re: কিভাবে আমি Altcoin এ দক্ষ হতে পারি ?
Post by: bitcoinbangladesh.info on March 21, 2019, 06:19:57 AM
আপনি যদি আয় করার উদ্দেশ্য নিয়ে কোন কাজ করেন তাহলে কিছুই শিখতে পারবেন না।আগে ভালোভাবে জ্ঞান অর্জন করে নিন।
Title: Re: কিভাবে আমি Altcoin এ দক্ষ হতে পারি ?
Post by: Linda78 on March 22, 2019, 03:33:29 AM
Apni altcoin air post gulo valo kore porte hobe must be,tar holo senior legendary air post gulo follow koren, Englishpostgulo valo kore porte hobe.   
Title: Re: কিভাবে আমি Altcoin এ দক্ষ হতে পারি ?
Post by: Malam90 on March 22, 2019, 04:10:03 PM
আপনি যদি আয় করার উদ্দেশ্য নিয়ে কোন কাজ করেন তাহলে কিছুই শিখতে পারবেন না।আগে ভালোভাবে জ্ঞান অর্জন করে নিন।
অনেক সুন্দর কথা বলেছেন আপনি। কেউ যদি আয় করার উদ্দেশ্য নিয়ে শুধু কাজ করে তাহলে সে শিখতে পারবে না। আগে শিখতে হবে এবং নিয়মিত শেখার চেষ্টা করতে হবে সাথে সাথে র‌্যাংক বাড়াতে হবে তারপরে বিভিন্ন বাউন্টি, সিগনেচারে জয়েন করে কাজ করলে ইনকাম হবে। ইনকাম সময়ের ব্যপার কিন্তু শিক্ষাটা সার্বজনীন এবং সর্বসময়ের জন্য।