Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: Sujon83 on March 18, 2019, 06:35:02 AM

Title: কিভাবে signature campaign করতে হয়?
Post by: Sujon83 on March 18, 2019, 06:35:02 AM
আসলে signature campaign কি এটা কিভাবে করতে হয় এবং কোন  পদের কি কাজ করতে হয়। যদি কেউ এ ব্যাপারে বিস্তারিত জানেন কিভাবে signature campaign করতে হয় আমাকে একটু জানাবেন প্লিজ ।
Title: Re: কিভাবে signature campaign করতে হয়?
Post by: Tanimariya on March 18, 2019, 12:07:26 PM
আসলে signature campaign কি এটা কিভাবে করতে হয় এবং কোন  পদের কি কাজ করতে হয়। যদি কেউ এ ব্যাপারে বিস্তারিত জানেন কিভাবে signature campaign করতে হয় আমাকে একটু জানাবেন প্লিজ ।
signature campaign korte hole jr member hote hobe. Ar bounty site গিয়ে আবেদন করতে হবে। তারপর signature post link 
Bounty  পেজে জমা দিতে হবে।           
Title: Re: কিভাবে signature campaign করতে হয়?
Post by: Rds3b on March 22, 2019, 06:43:33 PM
আপনি সুন্দর একটি পোস্ট লিখেছেন আমাদের অনেকেই হয়তো এই campaign এ বিষয় অজানা। সেটা হয়তো আপনার এই পোস্টটির মাধ্যমে জানতে পারবো।                     
Title: Re: কিভাবে signature campaign করতে হয়?
Post by: Akash on March 23, 2019, 04:43:15 PM
ধ্যনবাদ আপনাকে।কারন এ campaign সম্পকে অনেকেই জানেনা এবং করতেও পারেনা ।
Title: Re: কিভাবে signature campaign করতে হয়?
Post by: Malam90 on March 26, 2019, 01:13:15 PM
সিগনেচার নিয়ে কয়েকদিন আগে একটা পোস্ট করেছিলাম । এটা পড়ে নিতে পারেন। আশাকরি আপনার উপকারে আসবে। https://www.altcoinstalks.com/index.php?topic=103963.0
Title: Re: কিভাবে signature campaign করতে হয়?
Post by: JISAN on March 26, 2019, 03:20:41 PM
আসলে signature campaign কি এটা কিভাবে করতে হয় এবং কোন  পদের কি কাজ করতে হয়। যদি কেউ এ ব্যাপারে বিস্তারিত জানেন কিভাবে signature campaign করতে হয় আমাকে একটু জানাবেন প্লিজ ।
Signature করতে বউনটির মদ্দে যে র‍্যাঙ্কের যে সিগনেচার কোড তারা দেয় দেই সিগনেচার কোড আপনার প্রফাইল এ বসাইবেন । তার পর আপনি জেকোনো লোকাল বোর্ড এ পোস্ট করবেন তাহলেই হবে।
Title: Re: কিভাবে signature campaign করতে হয়?
Post by: Riya143 on April 10, 2019, 09:48:26 AM
signature campaign করতে হলে সর্বনিম্ন Jr member হতে হয়। baby step অথবা Newbie হলে signature campaign করা যায় না। আর project এ rank এর code দেয়া থাকে সেই code select করে বসাতে হয়।             
Title: Re: কিভাবে signature campaign করতে হয়?
Post by: Malam90 on April 16, 2019, 05:51:04 PM
signature campaign করতে হলে সর্বনিম্ন Jr member হতে হয়। baby step অথবা Newbie হলে signature campaign করা যায় না। আর project এ rank এর code দেয়া থাকে সেই code select করে বসাতে হয়।             

হা, বেবি স্টেপস, নিউবিরা সিগনেচারে অংশগ্রহণ করতে পারেনা। নূন্যতম জুুনিয়র মেম্বার হতে হয়। যে যে র‌্যাংকের অধিকারী সেই র‌্যাংকের কোড প্রফাইলে বসিয়ে + যারা এভাটর নিতে পারেন তারা এভাটর আপলোড করে শত অনুযায়ী প্রতি সপ্তাহে নূন্যতম পোস্ট যেমন ১০ টা বললে ১০ করতে হবে। র‌্যাংক অনুযায়ী স্টেকস পাবেন।
Title: Re: কিভাবে signature campaign করতে হয়?
Post by: JISAN on April 22, 2019, 01:45:13 PM
আসলে signature campaign কি এটা কিভাবে করতে হয় এবং কোন  পদের কি কাজ করতে হয়। যদি কেউ এ ব্যাপারে বিস্তারিত জানেন কিভাবে signature campaign করতে হয় আমাকে একটু জানাবেন প্লিজ ।
যেকোনো প্রজেক্টের সিগনেচার ক্যাম্পিং এর রুলসগুলা ভালো করে পড়বেন যে তারা কি করতে বলছে। সপ্তাহে কয়টি পোস্ট করতে বলেছে।কোথায় কোথায় পোস্ট করা যাবে। তারপর আপনার র‍্যাংক অনুযায়ী সিগনেচার কোড নিয়ে আপমার প্রোফাইলে বসান তারপর তাদের বলা সংখ্যা অনুযায়ী পোস্ট করুন তাইলেই হবে।
Title: Re: কিভাবে signature campaign করতে হয়?
Post by: Malam90 on April 29, 2019, 06:52:24 PM
আসলে signature campaign কি এটা কিভাবে করতে হয় এবং কোন  পদের কি কাজ করতে হয়। যদি কেউ এ ব্যাপারে বিস্তারিত জানেন কিভাবে signature campaign করতে হয় আমাকে একটু জানাবেন প্লিজ ।
যেকোনো প্রজেক্টের সিগনেচার ক্যাম্পিং এর রুলসগুলা ভালো করে পড়বেন যে তারা কি করতে বলছে। সপ্তাহে কয়টি পোস্ট করতে বলেছে।কোথায় কোথায় পোস্ট করা যাবে। তারপর আপনার র‍্যাংক অনুযায়ী সিগনেচার কোড নিয়ে আপমার প্রোফাইলে বসান তারপর তাদের বলা সংখ্যা অনুযায়ী পোস্ট করুন তাইলেই হবে।
আপনি সংক্ষেপে সুন্দর ভাবে উপস্থাপন করেছেন কথাটা। অথাৎ র‌্যাংক অনুযায়ী কোড এবং প্রয়োজনে এভাটর এবং পারসোনাল টেক্সটটা বসিয়ে সাপ্তাহিক নূন্যতম পোস্ট করতে হবে। সেটা যে যে বোডে করতে বলে সেখানেই করতে হবে। যেমন ম্যানেজার বললো অলটারনেটিভ ক্রিপটোকারেন্সিতে পোস্ট করতে হবে পাটিসিপেন্টকে সেখানেই পোস্ট করতে হবে। এভাবে সপ্তাহ শেষে কাজের জন্য স্টেকস দিয়ে থাকেন ম্যানেজাররা।
Title: Re: কিভাবে signature campaign করতে হয়?
Post by: JISAN on April 29, 2019, 06:57:54 PM
সিগনেচারের ক্ষেত্রে আবার অনেক সময় বাউন্টি রিপোর্ট জোমা দেওয়ার পোস্ট কালেক্ট  হয় আবার কিছু কিছু মেনেজার তা একসেপ্ট করে না। লোকাল বোর্ড এ পোস্ট দিতে হয়।
Title: Re: কিভাবে signature campaign করতে হয়?
Post by: ttcsalam on May 24, 2019, 12:32:16 PM
সিগনেচার ক্যামপেন নির্ভর করে প্রোফাইল র‌্যাংক এর উপর । আপনি ফুল মেম্বার তাহলে আপনি একটা কয়েন এর প্রচার করতে পারবেন আপনার প্রফাইল এ তাদের এড টা লাগিয়ে রাখতে হবে।
Title: Re: কিভাবে signature campaign করতে হয়?
Post by: Web Designer on December 30, 2023, 08:12:20 PM
signature campaign করতে হলে সর্বনিম্ন Jr member হতে হয়। baby step অথবা Newbie হলে signature campaign করা যায় না। আর project এ rank এর code দেয়া থাকে সেই code select করে বসাতে হয়।             

আচ্ছা ভাইয়া সিগনেচার কেম্পেইন করার জন্য কি কোন প্রকার কারমার প্রয়োজন হয়? আর সিগনেচারের পোস্ট গুলো কি স্পেসিফিক কোন ট্রেডে করতে হবে?
Title: Re: কিভাবে signature campaign করতে হয়?
Post by: MVL~$ on December 31, 2023, 04:42:19 AM
সিগনেচার ক্যাম্পেইন করতে হলে আপনাকে একটি নির্দিষ্ট রাঙ্কের অধিকারী হতে হবে। আমি বলব এখানে যারা বেবি স্টেপে আছে তারা কোনোভাবেই সিগনেচার ক্যাম্পেইনে যুক্ত হতে পারবেনা। তার জন্য আপনাকে ন্যূনতম jr member হতে হবে। এবং যেখানে সিগনেচার ক্যাম্পেইন রয়েছে সেখানে দেখতে হবে যে যোগ্যতা হিসেবে আপনার সেই জায়গায় jr member এর কোড উল্লেখ আছে নাকি, যদি থাকে তাহলে আপনি সিগনেচার ক্যামপেইন এ যুক্ত হতে পারবেন,তা না হলে আপনি পারবেন না।