Altcoins Talks - Cryptocurrency Forum
Local => বাংলা (Bengali) => Topic started by: Rds3b on March 22, 2019, 06:34:49 PM
-
Ethereum এর অবস্থা কি কোন ভালো কিছু আসছে কি আমাদের জন্য। এটি সেই আগের অবস্থানে পৌছাবেকি সবার মতামত কি যদি কারো জানা থাকে তাহলে আমাদেরকে জানাবে।
-
ETH air obosta ager thene besi balo na, age chilo 700 up akhon obostan 135$ modde obosthan, tobe samne air obostha balo hobe insaallah.
-
ETH air obostha ager theke low, tobe mone hoy samne balo kisu asa kora jetei pare, mone hoy 2020 sale balo obosthane jabe insaallha.
-
vai ETH ar obosta kisui bola jasy na karon crypto market ar obosta kaw e bolta parba na
-
ইথারিয়ামের শারীরিক অবস্থা গত কয়েক মাসের তুলনায় ভালো। বর্তমানে ১৪০ ডলারে ঘোরাফেরা করতেছে। বিটকয়েন যদি ৬০০০ ডলারে হিট করে তাহলে ইথারও ৪০০ ডলার ছাড়িয়ে যাবে। তাই আগে বিটিসির পাম্প হলে ইথারও পাম্প করে ডলারে এবং পরে সাতোষিতে।
-
হ্যা ভাই আগে খারাপ ছিলো। কিন্তু এখন বাড়বে ।
-
ইথারের অবস্থা মোটামোটি ভালোই কিন্ত প্রাইজ কমে গেছে। মাঝে মাঝে কিছু কিছু বাড়ে কিন্তু আবার কমে জায়। ১৩০-১৫০$ এর মধ্যেই রয়ে গেছে।
-
আগে ইথার এর দাম ১৩৬ ছিল কিন্তু দিন যাবার সাথে সাথে বিটকয়েন এবং ইথার এর দাম অনেক বেরেছে ইথার এর দাম ১৭০ আ চলে গেছে আর বারবে বলে আশা করা যায়
-
ইথেরিয়ামের এর বর্তমান অবস্থা অনেক ভালো হয়েছে আছকেও দেখলাম 400$+ হয়েছে।কিন্ত কয়েক দিন আগে খেয়াল করলে দেখতে পাই যে ইথেরিয়ামের দাম এর দাম অনেক কুমে গিয়েছিল ।আমার বিশ্বাস 2020 সালের শেষের দিকে 500$+ হওয়ার সম্ভাবনাই বেশি।
-
ইথেরিয়ামের অতীত অবস্থা কিছুটা মন্দ হলেও বর্তমানে অনেকটাই ভাল অবস্থায় আছে। বিটিসির দাম বৃদ্ধি পেলে ইথেরিয়াম এর দাম আরও বৃদ্ধি পাবে।
-
আগের থেকে মোটামোটি ভালো এখন ইথেরিয়াম।
পরে কি হবে সেটা তো বলা যাচ্ছে না।
তবে আশা করা যায় আরো বাড়বে।
বিটিসির দাম বাড়লে অবশ্যই ইথেরিয়াম এর দাম বাড়বে ইনশাল্লাহ।
ধন্যবাদ ভাই
-
ইথেরিয়াম এর বর্তমান অবস্থা অনেকটাই ভালো। কেননা বর্তমানে ইথেরিয়াম এর দাম আগের তুলনায় অনেকটাই বেড়ে গেছে। বর্তমানে ইথেরিয়াম এর দাম 400 ডলার এর অবস্থান করছে। কিছুদিন আগেও 450 ডলারের টাচ করেছিল।
-
ইথেরিয়াম এর দাম যদিও কমে যাচ্ছে কিন্তু তারপরেও বাজারে ঊর্ধ্বমুখী ভাব দেখা যাচ্ছে তাই বর্তমান বাজার 406 ডলার রয়েছে। তাই এখন বলা যাচ্ছে যে ইথার এর দাম মোটামুটি রয়েছে তবে আমি আশা করি ইথেরিয়াম এর দাম আরো দ্বিগুণ বেড়ে যাক।
-
Ethereum এর অবস্থা কি কোন ভালো কিছু আসছে কি আমাদের জন্য। এটি সেই আগের অবস্থানে পৌছাবেকি সবার মতামত কি যদি কারো জানা থাকে তাহলে আমাদেরকে জানাবে।
বর্তমানে আগের চেয়ে একটু ভালো আছে, আশা করা যায় বছরের শেষের দিকে আরো ভালো কিছু হবে। সব কিছু নির্ভর করছে বিটকয়েনের মুভেন্টের উপর, বিটকয়ের কি করে সামনের দিকে সেটায় এখন দেখার বিষয়। তবে বর্তমানে কিছুদিনের চেয়ে eth খারাপ অবস্থানে আছে তা বলাই যায়। ধন্যবাদ
-
ইথারে অবস্থা আগের চেয়ে দ্বিগুন পরিমান দাম বেড়েছে। সেক্ষেত্রে অবশ্যই বলতে পারি যে এটি ভাল একটি পজিশনে আছে। এটি আমার মনে হয়ে আরো পাম্প করবে। যদিও কছু টা কমে গেছে কিন্তু আবার যখন শুরু হবে তখন এটি অনেক দুর চলে যাবে আমি মনে করি। আগের অবস্থানেও ফিরে যেতে পারে যেটা 2017 তে ছিল। সার্বিকভাবে এর অবস্থা ভাল।
-
আমি দেখতে পাচ্ছি ইথেরিয়াম এর অবস্থা অনেকটাই ভালো। কেননা মার্কেট এখন 400 থেকে 500 ডলারের মাঝামাঝি অবস্থান করছে। আমি ভেবেছিলাম এই সপ্তাহের মধ্যেই ইথেরিয়াম এর দাম 500 ডলারের টাচ করবে। কিন্তু হয়তো অন্য কোন কারণে সেটা হয়নি। কিন্তু এই 2020 সালের মধ্যে ইথেরিয়াম এর দাম 1000 ডলার ছাড়িয়ে যাবে বলে আশা করা যাচ্ছে।
-
ইথেরিয়াম এর দাম বর্তমান কিছুদিন আগেও 430 ডলার ছিল তার আগে 450 ডলারে উঠেছিল এর মধ্যেই উঠানামা করছে। বর্তমান ইথেরিয়াম এর দাম 370 ডলার । যদিও ইথেরিয়াম এর দাম ঊর্ধ্বমুখী তাই বলা যায় যে ইথেরিয়াম এর দাম অবশ্যই বাড়বে এবং এর গতি ঊর্ধ্বমুখী কিছুদিনের মধ্যেই ইথার 500 ডলারে পৌঁছে যাবে আমি আশা করছি যে 2021 সালের আগেই ইথেরিয়াম এর দাম 1100 থেকে 1200 ডলার পৌঁছে যাবে।
-
ইথেরিয়াম টপ ২ ক্রিপ্টোকারেন্সি, সো আপনি নিশ্চিত থাকতে পারেন। আমি আশা করি ২০২০ র শেষের দিকে ইথেরিয়াম র দাম $৮০০ এর কাছাকাছি যেতে পারে। সামনেই ইথেরিয়াম ২.০ আসছে, তাই আমরা আশাবাদী হতেই পারি।
-
ইথেরিয়ামের এর বর্তমান অবস্থা অনেক ভালো হয়েছে আছকেও দেখলাম 400$+ হয়েছে।কিন্ত কয়েক দিন আগে খেয়াল করলে দেখতে পাই যে ইথেরিয়ামের দাম এর দাম অনেক কুমে গিয়েছিল ।আমার বিশ্বাস 2020 সালের শেষের দিকে 500$+ হওয়ার সম্ভাবনাই বেশি।
এখন বর্তমান অবস্থা আবার খারাপ হয়ে গেছে, ইথিরিয়ামের দাম কমে এখন ৩৩০ ডলারে এসে গেছে। ক্রিপ্টো মার্কেটে কি আবার বড় পতন হবে কি না অনেকেই সেই আশংকাই আছে। কিছুদিন আগেও সব কিছুই ভালো ছিলো। তাই বলি যখন যারা লাভে থাকবেন তখন ই তা থেকে লাভ বের করে ফেলা ই বুদ্ধিমানের কাজ।
-
বর্তমানে মার্কেটে ইথারের দাম কমেছে তবুও মোটামুটি ভালো অবস্থানে রয়েছে। বর্তমানে ইথারিয়ামের দাম 400$ এর কাছাকাছি অবস্থান করছে। 2017 সালে ইথারের দাম 1500$ পৌঁছে ছিল । আশা করছি অল্প সময়ের মধ্যে ইথারিয়ামের দাম আগের অবস্থায় ফিরে যাবে।
-
বর্তমানে ইথিরিয়াম একটি স্ট্যাবল পর্যায়ে আছে। না বেশি বাড়তেছে না কমতেছে। খুব একটা পরিষ্কার করে বলা যাচ্ছে না এর গতি প্রকৃতি কোন দিকে যাবে। তবে ভাল দিক টা সবার কাম্য। আমি মনে করি খুব স্বল্প সময়ের মধ্যে ইথিরিয়াম ভাল পর্যায়ে চলে যাবে।
-
বেশ কিছুদিন আগে ইথেরিয়াম এর দাম অনেকটাই ভালো অবস্থানে ছিল। কিন্তু বর্তমানে এটি আস্তে আস্তে নিচের দিকে নিয়ে যাচ্ছে। এখন বর্তমানে ইথেরিয়াম এর অবস্থা একটু খারাপ।
-
বেশ কিছুদিন আগে ইথেরিয়াম এর দাম অনেকটাই ভালো অবস্থানে ছিল। কিন্তু বর্তমানে এটি আস্তে আস্তে নিচের দিকে নিয়ে যাচ্ছে। এখন বর্তমানে ইথেরিয়াম এর অবস্থা একটু খারাপ।
ইথিরিয়ামের অবস্থা খারাপ হলেও ইহা কিন্তু অনেক প্রতিষ্ঠিত কয়েন। তাই দাম যেকোন মহুর্তে বেড়ে যেতে পারে। তাই দাম কম থাকলে ইনভেষ্টরদের জন্য কিনার ভালো একটি সুযোগ। এখনো দাম নাগালের ভিতরে আছে কিন্তু কে জানে হয়তো এক সময় বিটকয়েনের মত হয়ে যেতে পারে। ক্রিপ্টোতে সবই সম্ভব।
-
Ethereum এর প্রাইস কয় কয়েকদিন আগেও বেশ ভালো ছিল। কিন্তু হঠাৎ করে আবার কমে গিয়েছে। আমি মনে করি আবারও 2021 সালের প্রথমদিকে ইথিরিয়াম এর প্রাইস 500 ডলার ছাড়িয়ে যাবে।
-
Ethereum এর প্রাইস কয় কয়েকদিন আগেও বেশ ভালো ছিল। কিন্তু হঠাৎ করে আবার কমে গিয়েছে। আমি মনে করি আবারও 2021 সালের প্রথমদিকে ইথিরিয়াম এর প্রাইস 500 ডলার ছাড়িয়ে যাবে।
হ্যাঁ ব্রো আপনাকে ধন্যবাদ। যে ইথেরিয়াম এর দাম সঠিকভাবে বলা যায় না এর দাম সব সময় ওঠানামা করে দাম কমছে বাড়বে বলে। যদিও ইথেরিয়ামে দাম কমছে তারপর ইথেরিয়াম এর বাজার ঊর্ধ্বমুখী। তাই বলা যায় যে 2021 সালের প্রথমদিকে ইথিরিয়াম এর দাম 500 থেকে 600 ডলার হবে বলে আশা করি।
-
ইথেরিয়াম এর প্রাইস মোটামুটি ভালই আছে। কিছুদিন আগে ফলো করলে দেখা যায় ইথারিয়াম এর প্রাইস অনেকটাই বৃদ্ধি পেয়েছিল তখনকার হাবভাব দেখে মনে হয়েছিল যে এটি খুবই দ্রুত 1000 ডলার পেরিয়ে যাবে। হঠাৎ করে এটির প্রাইস অনেক কমে গেছে পুনরায় আবার একটু একটু করে বেড়ে চলছে।
-
Ethereum এর অবস্থা কি কোন ভালো কিছু আসছে কি আমাদের জন্য। এটি সেই আগের অবস্থানে পৌছাবেকি সবার মতামত কি যদি কারো জানা থাকে তাহলে আমাদেরকে জানাবে।
ইথার এর অবস্থা বর্তমান একটু ডাউন এর দিকে আছে 360 ডলারের কাছাকাছি আছে। আশা করি সামনে আপ হবে 500 ডলারের উপরে চলে যাবে।
-
Ethereum এর অবস্থা কি কোন ভালো কিছু আসছে কি আমাদের জন্য। এটি সেই আগের অবস্থানে পৌছাবেকি সবার মতামত কি যদি কারো জানা থাকে তাহলে আমাদেরকে জানাবে।
শেয়ারবাজারে বর্তমান ইথেরিয়াম এর দাম কম কিন্তু কিছুদিনের মধ্যে এর দাম বাড়ার সম্ভাবনা রয়েছে।
-
Ethereum এর অবস্থা কি কোন ভালো কিছু আসছে কি আমাদের জন্য। এটি সেই আগের অবস্থানে পৌছাবেকি সবার মতামত কি যদি কারো জানা থাকে তাহলে আমাদেরকে জানাবে।
ইথেরিয়ামের এর বর্তমান অবস্থা আগের থেকে একটু ভালো হয়েছে ব্রাদার।
কিছুদিন আগে ফলো করলে দেখা যায় ইথারিয়াম এর প্রাইস অনেকটাই বৃদ্ধি পেয়েছিল
হঠাৎ করে এটির প্রাইস অনেক কমে গেছে পুনরায় আবার একটু একটু করে বেড়ে চলছে।
-
ইথিরিয়াম একটি স্থির পজিশনে আছে অনেক দিন হল প্রাইস মুভমেন্ট হচ্ছে না। তবে যাখন এটি মুভমেন্ট শুরু করবে ধারনা করা হয় অনেক দুরে অগ্রসর হবে। বর্তামানে এটির দাম 370 ডলারের মত আছে। ধারনা করা যাচ্ছে আগামী বছরের এটি 1000 এ উন্নিত হবে।
-
বর্তমান ইথেরিয়ামের অবস্থা খুব ভালো। বিট কয়েন হলো সকল কয়েনের মধ্যে সেরা কয়েন বিটকয়েনের বর্তমান দাম ১১.৬k$ আর ইথেরিয়ামের দাম হলো ৩৭৯$। বিটকয়েনের দাম পাম্প করলে অবশ্যই ইথেরিয়ামের দামও পাম্প করবে। আশা করি ২০২১ সালে বিটকয়েনের দাম ১৫ k---16 k তে হিট করবে যদি বিটকয়েনের দাম বৃদ্ধি পায় তাহলে ইথেরিয়ামের দাম ও ৫০০$ ---৬০০$ হিট করবে। কারো কোনো আরো ভালো জানা থাকলে জানবেন দয়া করে।
-
ইথার এর বর্তমান অবস্থা আগের মত হওয়া একটু কঠিন মনে হচ্ছে। 2017 সালে ইথারের প্রাইজ প্রায় 15০০ ডলার পৌঁছেছিল সেখান থেকে আবার নেমে এসেছিল বর্তমানে 380 ডলারের কাছাকাছি। তাই আমি মনে করি এ বছরের শেষের দিকে একটি প্রেডিকশন করা যেতে পারে যেখানে অবস্থা কেমন হবে।
-
ETH air obostha ager theke low, tobe mone hoy samne balo kisu asa kora jetei pare, mone hoy 2020 sale balo obosthane jabe insaallha.
অবশ্যই তা বাড়বে। আর আপনা কে ইংরেজী দিয়ে বাংলা না লিখে বাংলায় লেখার অনুরোধ করা যাচ্ছে। যেহেতু এটি বাংলা ফোরাম তাই এটি করলে ভাল হবে। আমিও আগে আপনার মত করে লিখতাম মডারেটর নিষেধ করেছে। তাই এখন বাংলায় লিখি।
-
ইথারিয়ামের অবস্থা ভাল হচ্ছে। খুব শিগরই এটি বুল রান শুরু করবে বলে অনেকের ধারণা। আমিও এই মতের সাথে একমত যে ইথিরিয়ামের অবস্থা ভাল।
-
ইথেরিয়াম এর বর্তমান অবস্থা অনেক ভালো। আজকেও দেখলাম ইথেরিয়াম এর প্রাইস 400 ডলার এর উপরে। বর্তমানে যে হারে এর দাম বৃদ্ধি পাচ্ছে আমার দৃঢ় বিশ্বাস খুব তাড়াতাড়ি এটি 1000 ডলার হবে।
-
ইথেরিয়াম এর বর্তমান পজিশনটা অনেক ভালো। বর্তমান সময়ে ইথেরিয়াম এর প্রাইস অনেক বেড়ে গিয়েছে। কিন্তু আমি মনে করি কয়েকমাসের মধ্যেই ইথারিয়াম এর প্রাইস 800 ডলার হবে।
-
বর্তমান হিসাব করলে মোটামুটি ভালো। আশা করা যায় Eth2.0 রিলিজড হলে আরো ভালোর দিকে যাবে। এখন যদি ৫০০-৬০০ থাকতো ভালো অবস্থানে থাকতো। তবে আি আশবাদী ২০২০ শেষ হওয়ার আগে ইথার ৬০০-৭০০ ডলারে যাবে। ডিসেম্বর এর ১ তারিখে Eth2.0 রিলিজড ডেইট। আশা করা যায় তখন থেকে ইথারের মুভমেন্ট শুরু হবে।
-
ইথেরিয়াম দাম আমার মনে হয় বাড়বে। এখন যেহেতু বিটকয়েনের দাম অনেক বেড়ে গিয়েছে। আমরা বিটকয়েনের পরে যে কয়েকটি কে ধরি সেটি হচ্ছে ইথারিয়াম। তাই আমার মনে হয় ইথেরিয়াম এর দাম বাড়বে।
-
ইথার এর অবস্থা আগের চেয়ে একটু ভালো ইথারের যেটুকু দাম বেড়েছে আমার মনে হয় আরো বাড়বে ইনশাআল্লাহ আমার মনে হয় 2021 সালে ইথার পাম্প মারবে
-
Ethereum এর অবস্থা কি কোন ভালো কিছু আসছে কি আমাদের জন্য। এটি সেই আগের অবস্থানে পৌছাবেকি সবার মতামত কি যদি কারো জানা থাকে তাহলে আমাদেরকে জানাবে।
বর্তমান ইথেরিয়াম অবস্থা মোটামুটি ভালো দিকে যাচ্ছে। বর্তমান ইথেরিয়াম অনেকটাই দাম বৃদ্ধি পাচ্ছে ভবিষ্যৎ আরো বৃদ্ধি পাবে যদিও ইথেরিয়াম এর দাম অল্পকিছু বৃদ্ধি পেয়েছে কিন্তু এর গতি ঊর্ধ্বমুখী যার কারণে ভবিষ্যতে ইথেরিয়াম এর বর্তমান দামের চেয়ে দ্বিগুণ বৃদ্ধি পাবে বলে আশা করা যায়।
-
Ethereum এর অবস্থা কি কোন ভালো কিছু আসছে কি আমাদের জন্য। এটি সেই আগের অবস্থানে পৌছাবেকি সবার মতামত কি যদি কারো জানা থাকে তাহলে আমাদেরকে জানাবে।
ইথারিয়াম এর অবস্থা ভালো না মন্দ এটার বলার কোন অপেক্ষা রাখেনা আপনি বাজারের দিকে দৃষ্টি দিলেই বুঝবেন। সামনে কি হবে তা এই মার্কেটে বলা মুশকিল তবে যেহেতু খারাপ কোন খবর নাই সেহেতু ভালো কিছু হবে আশা করা যায়।
ধন্যবাদ
-
ইথার এর অবস্থা আগের থেকে অনেক ভালো। বর্তমানে বিটকয়েনের দাম এর সাথে সাথে ইথার এর দামও অনেক বেড়েছে। এখন ইথার এর দাম 450 ডলার। সামনের দিনে আরও পাম্প করার সম্ভাবনা আছে।
-
ইথেরিয়াম ২.০-এর সংবাদ ইভেন্টের পরে ভাল পাম্প দেখায়। আমি মনে করি এটি 2021 সালে explode হবে। ইথ্রিয়াম 2.0 এর একটি হাইপ ছিল এবং দেখে মনে হচ্ছে এটি এখনও আছে | ইথ্রিয়ামের দাম ইতিমধ্যে 450$ এর কাছাকাছি পৌঁছেছে এবং আমার ধারণা 2020 শেষ হওয়ার আগে এটি 500$ এরও বেশি যেতে পারে। সামগ্রিক পরিসংখ্যান এখনই ইথেরিয়াম holder পক্ষে খুব ভাল দেখাচ্ছে।
-
Ethereum এর অবস্থা কি কোন ভালো কিছু আসছে কি আমাদের জন্য। এটি সেই আগের অবস্থানে পৌছাবেকি সবার মতামত কি যদি কারো জানা থাকে তাহলে আমাদেরকে জানাবে।
কিছু দিন আগেও ইথেরিয়ামের অবস্থা অনেকটা খারাপ ছিলো, কিন্তু বর্তমানে ইথেরিয়ামের অবস্থা কিছুটা ভালোর দিকে এগিয়ে যাচ্ছে। বর্তমানে ইথেরিয়ামের দাম ১৩৫-১৪৫ ডলারের মধ্যে ঘোরাঘুরি করতেছে।
এখন যদি বিটকয়েনের দাম পাম্প হয় তবে অবশ্যই ইথেরিয়ামের দামও পাম্প করবে।
-
বর্তমানে ইথারিয়াম এর অবস্থা অনেক ভালো বিটকয়েন এর দাম বৃদ্ধি পাওয়ার সাথে সাথে ইথারিয়াম এর দাম বাড়ছে। দাম উঠা নামা করলেও বিনিয়োগের ক্ষেত্রে বিটকয়েন এর মতো অনেক লাভজনক মুদ্রা। মার্কেট এ সবার শীর্ষে থাকে এবং এই মুদ্রা গুলোর দামের ওপর নির্ভর করে অন্যান্য মুদ্রার দাম বৃদ্ধি পাই.
-
বর্তমানে আমি মনে করি ইথার ভাল একটি অবস্থানে আছে। এটি কয়েনদিন পর আরও ভাল অবস্থানে যাবে। কারন আমরা জেনেছি যে ইথার 2.0 প্লাটফরম চালু হবে আগামি ডিসেম্বরের 1 তারিখে। তখন এটি বুল রান শুরু করতে পারে বলে আমার বিশ্বাস।
-
ইথারিয়ামকে হাসপাতালে ভর্তি করা লাগেনি। অবস্থা সবই ঠিক আছে। হাঁটা চলা ঠিকমত করতে পারতেছে। এজন্য দেখতেছে না গত প্রায় ১৫ দিন যাবৎ শুধু দৌড়াচ্ছে আর এর ফলে দামও বেড়ে যাচ্ছে। ইথারিয়ামের সুস্থ্যতা মানে মার্কেটে শান্তি ফিরে আসা, শান্তি ফিরে আসে অলটকয়েন পরিবারের প্রায় ৭০০০ সদস্যের মধ্যেও। আগামী পহেলা ডিসেম্বরের আগে আরো দৌড় আশা করছি। যদি দৌড় ঠিকঠাক মত দেয় তাহলে ৫৫০ ডলার থেকে ৬০০ ডলার যাওয়া কোন ব্যপার না।
-
ইথারের অবস্থা অনেকটাই ভাল আমি মনে করি। যদিও বিটকয়েন যে ভাবে বাড়ছে ইথার বাড়ছে না। তারপর ও বলব যে ইথার ভাল অবস্থানে আছে। আগামিতে আরও ভাল করবে। বর্তমানে ইথার এর দাম 458 ডলার যা আগের দিনের চেয়ে কিছুটা কম। তবে খুব বেশি না। তাই সার্বিকভাবে আমি এর ভাল অবস্থানের কথাই বলব।
-
বর্তমান সময়ে ইথারিয়াম 2.0 তে লাঞ্চ করা আমি ভেবেছিলাম ইথারিয়াম এর প্রাইস অনেকটাই বেড়ে যাবে। কিন্তু সেটা হয়নি আবারো ইথারিয়াম এর প্রাইস কমতে শুরু করেছে।
-
ইথারের অবস্থা অনেকটাই ভাল আমি মনে করি। যদিও বিটকয়েন যে ভাবে বাড়ছে ইথার বাড়ছে না। তারপর ও বলব যে ইথার ভাল অবস্থানে আছে। আগামিতে আরও ভাল করবে। বর্তমানে ইথার এর দাম 458 ডলার যা আগের দিনের চেয়ে কিছুটা কম। তবে খুব বেশি না। তাই সার্বিকভাবে আমি এর ভাল অবস্থানের কথাই বলব।
ইথেরিয়াম 2.0 তে লাঞ্চ করায়আমি ভেবেছিলাম পৃথিবীর দাম খুব তাড়াতাড়ি এক হাজার ডলারে পৌঁছাবে। কিন্তু এটি হওয়া সত্বেও কেন ইভিএম এর প্রাইস আবারো কমতে শুরু করেছে। এসম্পর্কে দয়া করে বিস্তারিত আলোচনা করুন।
-
Ethereum এর অবস্থা কি কোন ভালো কিছু আসছে কি আমাদের জন্য। এটি সেই আগের অবস্থানে পৌছাবেকি সবার মতামত কি যদি কারো জানা থাকে তাহলে আমাদেরকে জানাবে।
নিঃসন্দেহে ইথিরিয়াম অনেক ভালো একটি কয়েন। জনপ্রিয়তার দিক থেকে দ্বিতীয় স্থানে অবস্থান করছে এই ইথিরিয়াম। আজ coinmarketcap.com ভিজিট করে জানতে পারলাম ইথেরিয়াম 520 ডলার এর উপরে অবস্থান করছে। ইথেরিয়াম খুব ভালো অবস্থানে রয়েছেন ইথেরিয়াম এর দাম এখন ঊর্ধ্বমুখী কিন্তু খুব ধীরগতির আশা করা যাচ্ছে খুব দ্রুত ইথেরিয়াম আরো অধিক হারে পাম্প করতে চলেছে।
-
Ethereum এর অবস্থা কি কোন ভালো কিছু আসছে কি আমাদের জন্য। এটি সেই আগের অবস্থানে পৌছাবেকি সবার মতামত কি যদি কারো জানা থাকে তাহলে আমাদেরকে জানাবে।
ইথেরিয়াম এর অবস্থা আগের চেয়ে খুব একটা ভালো নয় কারণ বর্তমানে ইথারিয়াম 600 ডলার ছাড়িয়ে গিয়েছে। আশা করা যাচ্ছে সামনে আরও বেশি বৃদ্ধি পাবে।
-
বর্তমানে ভালো অবস্থানেই আছে। ডিসেম্বর ১ তারিখ পর্যন্ত দেখতে হবে ফর Eth2.0 আশা করা যায় ৮০০-১০০০ দেখতে পাবো। বর্তমানে ভালো একটা অবস্থানে আছে। বিটিচি যদি ২০১৭-২০১৮ এর মত আচরণ না করে তাহলে ইথার ভালো অবস্থানে যাবে।
-
ভাইয়া ইথেরিয়াম এর অবস্থা খুবই ভালো আজকে ইথেরিয়াম এর দাম হচ্ছে 514 ডলার আমি মনে করি ইথিরিয়াম তার আগের অবস্থানে ফিরে আসছে। আমি মনে করি 2021 সালের শুরুতেই ইথেরিয়াম এর দাম হবে 800 ডলার থেকে 1000 ডলার
-
ভাইয়া ইথেরিয়াম এর অবস্থা খুবই ভালো আজকে ইথেরিয়াম এর দাম হচ্ছে 514 ডলার আমি মনে করি ইথিরিয়াম তার আগের অবস্থানে ফিরে আসছে। আমি মনে করি 2021 সালের শুরুতেই ইথেরিয়াম এর দাম হবে 800 ডলার থেকে 1000 ডলার
আপনি ঠিক বলেছেন আজ coinmarketcap.com ভিজিট করে জানতে পারলাম ইথেরিয়াম 510 ডলারের উপরে অবস্থান করছে। নিঃসন্দেহে ইথিরিয়াম একটি ভালো পজিশনে রয়েছে। ইথেরিয়াম পাম্প করছে কিন্তু খুব ধীরগতির। আশা করা যাচ্ছে ইথেরিয়াম 2021 সালের প্রথম দিকেই 1000 ডলারের মাইলফলক স্পর্শ করবে।
-
Ethereum এর অবস্থা কি কোন ভালো কিছু আসছে কি আমাদের জন্য। এটি সেই আগের অবস্থানে পৌছাবেকি সবার মতামত কি যদি কারো জানা থাকে তাহলে আমাদেরকে জানাবে।
কয়েকদিন আগেও আশা করেছিলাম যে ইথারের দাম বাড়বে কিন্তু এখন আবার তা কমে গেছে। তবে আবার যে বাড়বেনা তার কোন গারান্টি নেই। তাই আমি বলব যে ওয়েট করুন এবং দেখুন দাম বাড়বেই।
-
Ethereum এর অবস্থা কি কোন ভালো কিছু আসছে কি আমাদের জন্য। এটি সেই আগের অবস্থানে পৌছাবেকি সবার মতামত কি যদি কারো জানা থাকে তাহলে আমাদেরকে জানাবে।
আগের চেয়ে ইথারের দাম বৃদ্ধি পেয়েছে ফলে আমি বলতে পারি ইথাররে অবস্থা এখন ভাল।
-
বর্তমানে ইরানের অবস্থা একটু ভালো। কিছুদিন আগে বিটকয়েনের দাম বাড়তে বাড়তে ৬৫০ ডলার এ পৌঁছে গিয়েছিল। এরপর এটা কমতে কমতে 500 ডলারে এসে পড়েছিল।বর্তমানে দেখা যাচ্ছে এখন আবার ইতি আমের দাম একটু বাড়তে শুরু করেছে।আশা করছি বিশাল শেষ নাগাদ এর দাম আবার 700 ডলার থেকে 800 ডলারে পৌঁছাবে।
-
ইথেরিয়াম এর দাম এখন ঊর্ধ্বমুখী তবে খুব ধীরগতির। আজ coinmarketcap.com ভিজিট করে জানতে পারলাম ইথেরিয়াম 540 ডলারে অবস্থান করছে। যেখানে গতকাল ছিল 510 ডলার। তাই নিঃসন্দেহে বলা যায় ইথেরিয়াম এখনো ঊর্ধ্বমুখী। আশা করা যাচ্ছে ইথেরিয়াম 2020 সাল থাকতেই 600 থেকে 700 ডলার এ হিট করতে পারে।
-
Ethereum এর অবস্থা কি কোন ভালো কিছু আসছে কি আমাদের জন্য। এটি সেই আগের অবস্থানে পৌছাবেকি সবার মতামত কি যদি কারো জানা থাকে তাহলে আমাদেরকে জানাবে।
ইথারিয়াম হল একটা ব্যান্ড ক্রিপ্টোকারেন্সির জন্য। আমি বলব এর অবস্থা অবশ্যই ভালো। এখন ইথারের মূল্য ৫০০$+ যা গত তিন বছরের মধ্যে সর্বোচ্চ পযার্য়ের আছে। এখন কিছুটা কমেছে কিন্তু খুব শিগগিরই টার্ন করবে বলে আমি মনেকরি।
-
ইথেরিয়াম এর দাম এখন ঊর্ধ্বমুখী তবে খুব ধীরগতির। আজ coinmarketcap.com ভিজিট করে জানতে পারলাম ইথেরিয়াম 540 ডলারে অবস্থান করছে। যেখানে গতকাল ছিল 510 ডলার। তাই নিঃসন্দেহে বলা যায় ইথেরিয়াম এখনো ঊর্ধ্বমুখী। আশা করা যাচ্ছে ইথেরিয়াম 2020 সাল থাকতেই 600 থেকে 700 ডলার এ হিট করতে পারে।
হ্যাঁ আপনি যে ধারণাটা করেছিলেন তা কিন্তু বর্তমানের সাথে ঠিক আছে। ইট্রিয়াম এর প্রাইস বর্তমানে প্রায় 600 ডলারের মত। 2021 সালে হয়তো আমরা বিটকয়েনের এবং ইথিরিয়াম এর এর নতুন চমক দেখতে পারবো।
-
বর্তমানে ইথেরিয়াম এর দাম 500 +ইথেরিয়াম ঊর্ধ্বমুখী তবে ধীরগতিসম্পন্ন অবস্থা বিরাজ করছে। এরকম অবস্থা ভাবে চললে 2021 সালে শুরুর দিকে ইথেরিয়াম 600 থেকে 700 ডলার হবে।
-
আমি এই ফোরামে একদম নতুন। আমার Ethereum সম্পর্কে এমন কোন ধারনা নেই। আমি যতদূর জানি ইথেরিয়াম এর বর্তমান অবস্থা খুব ভালো। বর্তমানে ইথেরিয়াম এর দাম 500+ রয়েছে। 2021 সালে ইথেরিয়াম এর দাম 600 থেকে 700 ডলার হবে।
-
ভাই বর্তমানে ইথেরিয়াম এর খুবই ভালো কেননা কিছুদিন ধরে ইথেরিয়াম এর দাম বাড়তে ছিল না কমতেও ছিলনা আজকে ইথেরিয়াম এর দাম হচ্ছে 583 ডলার আশা করি তার দাম এখন খুব দ্রুততার সাথে বৃদ্ধি পাবে আমার মনে হয় যদি এভাবে পাশে থাকে 2021 সালের মধ্যে আমরা ইথেরিয়াম এর দাম দেখতে পারবো 700 থেকে 800 ডলার
-
ইথেরিয়াম এর দাম আগে খারাপ থাকলেও এখন বর্তমান একটু ভালই আছে। সামনে আরো বাড়বে ইথেরিয়াম এর দাম। আমি মনে করি 2021 সালে ইথেরিয়াম এর দাম সর্বোচ্চ হবে।
-
ইথারে অবস্থা আগের চেয়ে দ্বিগুন পরিমান দাম বেড়েছে। সেক্ষেত্রে অবশ্যই বলতে পারি যে এটি ভাল একটি পজিশনে আছে। এটি আমার মনে হয়ে আরো পাম্প করবে। যদিও কছু টা কমে গেছে কিন্তু আবার যখন শুরু হবে তখন এটি অনেক দুর চলে যাবে আমি মনে করি। আগের অবস্থানেও ফিরে যেতে পারে যেটা 2017 তে ছিল। সার্বিকভাবে এর অবস্থা ভাল।
হ্যাঁ ভাই আমি আপনার সাথে একমত পোষণ করছি। কারণ বর্তমান ইথেরিয়াম এর দাম ভালো তা আমি মনে করব 2021 সালে যে দাম হবে 2017 তে যে দাম ছিল ওই দাম ফিরে আসবে
-
বর্তমান ইথারিয়ামের অবস্থা অনেকটাই ভালো ইথেরিয়াম ইতিমধ্যেই এর দাম বৃদ্ধি পেতে চলেছে আশা করা যায় 2020 সালের শেষের দিকে লক্ষ্য করা যাচ্ছে যে ইথারিয়াম এর বাজার দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
-
আজকে সকালবেলায় দেখেছিলাম ইথেরিয়াম এর প্রাইস 600 ডলারের নিচে। কিন্তু আবার বর্তমানেরcoinmarketcap.com দেখলাম ইসলাম এর প্রাইস 600 ডলারের উপরে উঠেছে। বর্তমানে ইরানের অবস্থা খুবই ভালো সামনে আরো ভালো হবে।
-
ভাই বর্তমানে ইথেরিয়াম এর খুবই ভালো কেননা কিছুদিন ধরে ইথেরিয়াম এর দাম বাড়তে ছিল না কমতেও ছিলনা আজকে ইথেরিয়াম এর দাম হচ্ছে 583 ডলার আশা করি তার দাম এখন খুব দ্রুততার সাথে বৃদ্ধি পাবে আমার মনে হয় যদি এভাবে পাশে থাকে 2021 সালের মধ্যে আমরা ইথেরিয়াম এর দাম দেখতে পারবো 700 থেকে 800 ডলার
আপনি যদি বর্তমানে coinmarketcap.com লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন বর্তমানে ইথারিয়াম প্রায় 600 ডলারের উপরে। 2021 সালের মধ্যে ইথারিয়াম এর প্রাইস 1000 ডলারের উপরে যাবে ইনশাল্লাহ।
-
ভাই বর্তমানে ইথেরিয়াম এর খুবই ভালো কেননা কিছুদিন ধরে ইথেরিয়াম এর দাম বাড়তে ছিল না কমতেও ছিলনা আজকে ইথেরিয়াম এর দাম হচ্ছে 583 ডলার আশা করি তার দাম এখন খুব দ্রুততার সাথে বৃদ্ধি পাবে আমার মনে হয় যদি এভাবে পাশে থাকে 2021 সালের মধ্যে আমরা ইথেরিয়াম এর দাম দেখতে পারবো 700 থেকে 800 ডলার
আপনি যদি বর্তমানে coinmarketcap.com লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন বর্তমানে ইথারিয়াম প্রায় 600 ডলারের উপরে। 2021 সালের মধ্যে ইথারিয়াম এর প্রাইস 1000 ডলারের উপরে যাবে ইনশাল্লাহ।
ভাই প্রোপার কোনো এ্যানালাইসিস ছারা এভাবে বলা ঠিক না কারণ হচ্ছে মার্কেট্রেন্ড যেকোনো সময় যেকনো দইকে বুভ করতে পারে আর তা করলে দাম বারতে আর সময় লাগবে।
-
বর্তমান সময় দেখা যায় সবথেকে বেশি পাম্পিং হচ্ছে বিটকয়েন ও ইথারিয়াম এর। ইথেরিয়াম এর প্রাইস 2020 সালের মধ্যেই 1000 ডলার হতে পারে। এখন ধর্মের প্রাইস অনেক বেশি সে সাথে সাথে দেখা যায় প্রাইস বৃদ্ধির ওপর এই রয়েছে। নিঃসন্দেহে বলা যায় ইথেরিয়াম এর পজিশন অনেক ভালো। আমড়ার বিটকয়েনের পরেই ইথিরিয়াম কে জেনে থাকি।
-
আমি এই ফোরামে একদম নতুন। আমার Ethereum সম্পর্কে এমন কোন ধারনা নেই। আমি যতদূর জানি ইথেরিয়াম এর বর্তমান অবস্থা খুব ভালো। বর্তমানে ইথেরিয়াম এর দাম 500+ রয়েছে। 2021 সালে ইথেরিয়াম এর দাম 600 থেকে 700 ডলার হবে।
আসলে আপনি যে ধারণাটা করেছিলেন 2021 সালের মধ্যেই 600 থেকে 700 ডলার হবে। কিন্তু 2020 সাল শেষ হতে না হতেই কিন্তু 700 ডলার এ অবস্থান করেছিল ইথারিয়াম এর প্রাইস।আসলে কি প্রকারের মার্কেট কোন সময় কোন দিকে ডাম্পিং হবে না বৃদ্ধি পাবে সঠিক করে বলা যায় না। 2021 সালের মধ্যে ইতি নামের প্রাইস পনেরশো থেকে 2000 ডলার ক্রস করবে ইনশাল্লাহ।
-
আমি এইমাত্র ক্রিপ্টোকারেন্সি মার্কেটে গিয়ে দেখলাম ইথারিয়াম এর প্রাইস অনেকটাই ভালো আগের তুলনায় ইথারিয়াম এর দাম অনেকটা বেড়েছে 2020 সাল শেষ হওয়ার আগেই ইথারিয়াম এর দাম অনেক বৃদ্ধি পেয়েছে আশা করা যায় 2021 সালে ইথারিয়াম এর দাম 2017 সালের রেকর্ড ভাঙবে
-
বিটকয়েনের দাম বাড়ল কিন্তু তুলনামূলকভাবে ইথারের দাম বাড়ল না। বর্তমানে ইথারের যে অবস্থা এখান থেকে অনুমান করা খুবই কঠিন। এটা কখন বৃদ্ধি পাবে তাও বলা কঠিন। তবে নতুন বছরের শুরুতে এর গতিপ্রকৃতি দেখে ভাল অনুমান করা যেতে পারে।
-
ইথারিয়াম এর অবস্থা খুব ভালো। ইথারিয়াম এর বর্তমান প্রাইস 600 ডলার হতে 700 ডলার এর মধ্যে এর দাম অবস্থান করছে। ইথেরিয়াম এর দাম ধীরগতিসম্পন্ন ভাবে বৃদ্ধি পাচ্ছে। আগামী 2021 সালে শেষ দিকে ইথারিয়াম এর দাম 1000 ডলার ক্রস করবে।
-
বর্তমান বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ক্রিপ্টো হলো ইথেরিয়াম। পূর্বে ইথেরিয়াম এর অবস্থা একটু খারাপ হলেও বর্তমান সময়ে ইথেরিয়াম এর অবস্থা অনেক ভালো। ইথেরিয়াম এর দাম ধীরগতি ভাবে বৃদ্ধি পেলেও এর আস্তে আস্তে অগ্রসর হবে বলে আমরা মনে করি। তবে ২০২১ সাল শেষ না হতেই এটি ৩০০০ ডলার পার করবে বলে আমরা আশা করছি।
-
Ethereum এর অবস্থা কি কোন ভালো কিছু আসছে কি আমাদের জন্য। এটি সেই আগের অবস্থানে পৌছাবেকি সবার মতামত কি যদি কারো জানা থাকে তাহলে আমাদেরকে জানাবে।
হ্যাঁ ইথারিয়াম এর অবস্থা আমাদের জন্য এখন অনেক ভালো কেননা ইথেরিয়াম আগের চেয়ে অনেক দামী এবং জনপ্রিয়তা টোকেন হয়েছে। এই-টোকেন এর দাম 18k+ ডলার হয়েছে। আশা করি ভবিষ্যতে এর দাম অনেক বৃদ্ধি হবে।
-
বর্তমানে ইথারিয়াম এর অবস্থান একটা ভালো। কারণ বর্তমানে ইথারিয়াম এর মূল্য প্রায় 2000 ডলার অতিক্রম করেছে। কয়েকদিন যাবৎ একটা বিষয় লক্ষ্য করছিলাম যে ইথারিয়াম এর মূল্য পনেরশো থেকে সতেরো শো ডলারের মধ্যে ওঠানামা করছে। তবে এখন ইথারিয়াম এর অবস্থান অনেকটাই শক্তিশালী অবস্থানে।
-
আপনি হয়তো ধারণা করেছিলেন যে 2021 সালের ইথারের দাম 600 ডলার থেকে 700 ডলার হবে। কিন্তু 2020 সাল শেষ হওয়ার আগেই ইথার এর দাম 700 ডলারে পৌঁছেছিল। তাই আমার মনে হয় ইথার এর দাম 2021 সালের মাঝামাঝিতে 15 ডলার থেকে 2000 ডলার স্পর্শ করবে ইনশাল্লাহ।
-
ইথেরিয়ামের অবস্থা আগের থেকে এখন অনেক ভালো। ইথেরিয়াম তার পেছনের সবগুলো রেকর্ড ভেঙে দিয়ে নতুন করে রেকর্ড গড়ে ফেলেছে। ইতোমধ্যে ইথেরিয়াম ২০০০ ডলার পার করে গিয়েছিল যা এখন পর্যন্ত ইথেরিয়ামের সব চেয়ে বেশি দাম। আশা করা যায় ২০২১ সালের শেষের দিকে এসে ইথেরিয়ামের দাম ৪০০০ ডলার হতে পারে।
-
ইথারিয়াম বরাবরি স্ট্যান্ডার্ড প্রাইস মেনটেইন করে থাকে বলে আমি বিশ্বাস করি সুতারাং ইথারিয়ামের অবস্থা সব সময় ভাল থাকে।
-
ইথেরিয়াম বর্তমানে ক্রিপ্টোকারেন্সিতে দ্বিতীয় অবস্থানে আছে। বিটকয়েনের দাম বাড়ার সাথে সাথে ইথেরিয়াম এর দাম ও আগের তুলনায় অনেক গুন বেড়ে গেছে। ইথেরিয়াম এর বর্তমান বাজার মূল্য 1500$ কিন্তু কিছুদিন আগেও ইথিরিয়াম এর বাজার মূল্য অনেক কম ছিল। কিন্তু আমরা ক্রিপ্টো বাজারের দিকে খেয়াল করলে বুঝতে পারি ইথেরিয়াম এর বর্তমান অবস্থা আগের তুলনায় অনেক গুন ভালো। আমি মনে করি ভবিষ্যতে এর অবস্থা আরো ভালো হবে।
-
ইথেরিয়াম আরেকটি জনপ্রিয় কয়েনের নাম। বিটকয়েনের পাশাপাশি ইথেরিয়াম কয়েন মানুষের মাঝে ক্রমান্বয়ে জনপ্রিয়তা পাচ্ছে। বর্তমানে বাজারে ইথেরিয়াম খুবই ভাল একটি অবস্থানে আছে। যেহেতু এখন বিটকয়েনের দাম বাড়ছে তার প্রভাবটা ক্রিপ্ত জগতের অন্যান্য কয়েন এর ওপর ও পড়ছে। আজকে দেখলাম যে ইথেরিয়াম এর দাম ১৫৮৩ ডলার হয়েছে। ইথেরিয়াম কিন্তু 2000 ডলার স্পর্শ করেছিল। ইথেরিয়াম এর দাম আরো বাড়বে আমার মনে হয়।
-
বর্তমান বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ক্রিপ্টো হলো ইথেরিয়াম। পূর্বে ইথেরিয়াম এর অবস্থা একটু খারাপ হলেও বর্তমান সময়ে ইথেরিয়াম এর অবস্থা অনেক ভালো। ইথেরিয়াম এর দাম ধীরগতি ভাবে বৃদ্ধি পেলেও এর আস্তে আস্তে অগ্রসর হবে বলে আমরা মনে করি। তবে ২০২১ সাল শেষ না হতেই এটি ৩০০০ ডলার পার করবে বলে আমরা আশা করছি।
ইথেরিয়ামের দাম ক্রিপ্টো মার্কেটে এখন খুবই ভালো অবস্থানে রয়েছে। বর্তমানে বিটকয়েনের সাথে সাথে ইথেরিয়ামও উর্ধ্বমুখী অবস্থায় রয়েছে। ইথেরিয়ামের মূল্যে ২০২১ এর মাঝামাঝিতে গিয়েই ২০০০ ডলার অতিক্রম করার সম্ভবনা রয়েছে। তাই বর্তমানে ইথেরিয়াম অব্যশই ভালো অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতে থাকবে বলে আমি মনে করি।
-
বর্তমানে ইথেরিয়ামের অবস্থা আগের থেকে অনেক ভালো। এবং বর্তমানে ইথেরিয়াম আগের রেকর্ড ভেঙ্গে নতুন করে রেকর্ড তৈরি করেছে। এখন ইথেরিয়াম এর প্রাইস প্রায় 2,000 ডলার ছাড়িয়ে গেছে। এবং আমরা আশা করি 2021 সালের মধ্যে ইথেরিয়াম এর প্রাইস প্রায় 4,000 ডলার ছাড়িয়ে যাবে।
-
ইথার এর অবস্থা আসলে ভাল কোন কিছুই নেই। বর্তমানে ইথার চলছেই আমার মনে হয় যে বিভিন্ন স্মার্ট কনট্রাক্টের কারনে তা না হলে এর অস্তিত পাওয়া যেত না। এখন যারা বিষয়টি বুঝতে পেরেছে তারা সবাই এখন অন্য প্লাটফরমের দিকে ঝুকছে। কাজেই আমার মনে হয় ধীরে ধীরৈ ইথার তার পূর্বের অবস্থানে ফিরে যাবে যদি তারা কোন ধরনের নতুন কোন পদক্ষেপ না নেয়।
-
২ বছর আগের টপিক যা বর্তমান মার্কেট পরিস্থিরি সাথে সঙ্গতিপূর্ণ নয়। আপনারা বেছে বেছে এত পুরাতন টপিকে কমেন্ট করতেছেন কেন? :)
নতুন নতুন টপিকে আলোচনা করুন। টপিকটা লক করা হলো।