Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: Linda78 on March 22, 2019, 07:19:47 PM

Title: ETH এর অবস্থা 2020 সালে কেমন হতে পারে???
Post by: Linda78 on March 22, 2019, 07:19:47 PM
 ETH এর অবস্থা  2020 সালে কেমন হতে পারে  সবার মতামত জানতে চা???   
Title: Re: ETH এর অবস্থা 2020 সালে কেমন হতে পারে???
Post by: Rds3b on March 22, 2019, 07:34:43 PM
আমরা সবাই চাই অবশ্যই ভালো হবে। তবে সেটা নির্ভর করে মার্কেটের কেনা বেছার উপর। যদি কেনা বেচা ভালো হয় তাহলে অবশ্যই আমাদের জন্য ভালো কিছু আসবে।                     
Title: Re: ETH এর অবস্থা 2020 সালে কেমন হতে পারে???
Post by: Mr.T on March 22, 2019, 08:23:28 PM
2019 a ar obsta buja bola jaby ja 2020 a ETH ar obosta kamon hoby
Title: Re: ETH এর অবস্থা 2020 সালে কেমন হতে পারে???
Post by: Malam90 on March 23, 2019, 12:50:08 PM
২০২০ সালে ইথার আবারো ১০০০ ডলার ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা আছে। ইতিমধ্যে মার্কেট কিন্তু তার পতন ঠেকিয়ে দিয়েছে। এখন স্টাবল মার্কেট বলা যায় মোটামুটি। সুতারং স্টাবিলিটি যখন কিছুদিন স্থায়ী হয় তখন পাম্প হওয়ার সম্ভাবনাই বেশি হয়। এখন আমাদের আশা করতে দোষ নেই। দেখা যাক আগে ২০১৯ সালের শেষ পর্যন্ত ইথারের দাম কত ডলারে গিয়ে হিট করে।
Title: Re: ETH এর অবস্থা 2020 সালে কেমন হতে পারে???
Post by: Akash on March 23, 2019, 04:33:41 PM
আমার মনে হয় ২০২০ সালে Ethereum এর দাম ৬০০০ ছাড়াবে।
Title: Re: ETH এর অবস্থা 2020 সালে কেমন হতে পারে???
Post by: Nostoman on April 10, 2019, 03:52:27 PM
ইথারের মতো ভাল কয়েন যে বাজারে দাম কমে গিয়েছিল সেজন্য আমরা আস্থা হারিয়ে ফেলেছিলাম। কিন্তু পররর্তীতে আস্তে আস্তে আবারও আগের মতো হতে শুরু করেছে। আমি মনে করি ২০২০ সালের মধ্যে ইথার $৬০০০ - ৭০০০ ছাড়িয়ে যাবে।                         
Title: Re: ETH এর অবস্থা 2020 সালে কেমন হতে পারে???
Post by: bitcoinbangladesh.info on April 10, 2019, 07:23:30 PM
ইথারের মতো ভাল কয়েন যে বাজারে দাম কমে গিয়েছিল সেজন্য আমরা আস্থা হারিয়ে ফেলেছিলাম। কিন্তু পররর্তীতে আস্তে আস্তে আবারও আগের মতো হতে শুরু করেছে। আমি মনে করি ২০২০ সালের মধ্যে ইথার $৬০০০ - ৭০০০ ছাড়িয়ে যাবে।                       
এইটা অসম্ভব যদিও ক্রিপ্টোতে অসম্ভব বলে কিছুই নাই।২০২০ নাগাদ ইথেরিয়াম $১০০০ এর উপরে যাবেনা।২০২০ এর পরেও যাবেনা।কারন ইথেরিয়াম এর ব্যবহার দিন দিন কমতেছে।
Title: Re: ETH এর অবস্থা 2020 সালে কেমন হতে পারে???
Post by: Malam90 on April 12, 2019, 05:57:24 PM
আমার মনে হয় ২০২০ সালে Ethereum এর দাম ৬০০০ ছাড়াবে।
আপনি আশাবাদি এজন্য আপনাকে ধন্যবাদ। কিন্তু ৬০০০ ডলার বিষয়টা বেশি আশা হয়ে গেলো না? কারণ বিটকয়েনের দাম এখন ৫০০০ ডলার। ইথারের দাম এখন ১৬৫ ডলার। একবছর পরে  ৬০০০ ডলার যাওয়াটা মনে হয় আকাশ কুসুম কল্পনা। তবে ১০০০ ডলার যাওয়াই কম হবেনা।
Title: Re: ETH এর অবস্থা 2020 সালে কেমন হতে পারে???
Post by: JISAN on April 21, 2019, 06:14:25 PM
ইথার ইতিমধ্যেই কিছু পাম্প করেছে। আর আরও পাম্প করার সম্ভাবনা হয়েছে। তবে পরিস্থিতি দেখে ও বড় বড় ট্রেডারদের কথা অনুযায়ী ধারনা করা যায় যে ২০২০ সালে ইথারের দাম ৪০০-৫০০$ হবে।
Title: Re: ETH এর অবস্থা 2020 সালে কেমন হতে পারে???
Post by: Em00n01 on April 21, 2019, 06:19:33 PM
ইথার বর্তমানে মোটামুটি ভালো অবস্থানেই আছে। তারা ডেভেলপমেন্ট চালিয়ে যাচ্ছে। তবে আশা করি ২০২০ সালে কমপক্ষে দুইহাজার ডলার স্পর্শ করবে।
Title: Re: ETH এর অবস্থা 2020 সালে কেমন হতে পারে???
Post by: JISAN on April 21, 2019, 06:23:30 PM
ইথার বর্তমানে মোটামুটি ভালো অবস্থানেই আছে। তারা ডেভেলপমেন্ট চালিয়ে যাচ্ছে। তবে আশা করি ২০২০ সালে কমপক্ষে দুইহাজার ডলার স্পর্শ করবে।
২০২০ সালে ২০০০$ ছাড়ানো ইথারের পক্ষে সম্ভব না। কারন। ক্রিপ্টো কারেন্সির দাম কমা বাড়া সব ট্রেডারদের ওপর নির্ভর করে। ট্রেডাররা যে দামে ট্রেড করবে দাম সেরকমি হবে। আর এখনকার ট্রেডের গতিবিধি দেখে মনে হচ্ছে ২০২০ এ ৪০০/৫০০$ এর উপড়ে যাবে না ইথার।
Title: Re: ETH এর অবস্থা 2020 সালে কেমন হতে পারে???
Post by: Rafiq on April 28, 2019, 07:44:36 PM
ইথার ইতিমধ্যেই কিছু পাম্প করেছে। আর আরও পাম্প করার সম্ভাবনা হয়েছে। তবে পরিস্থিতি দেখে ও বড় বড় ট্রেডারদের কথা অনুযায়ী ধারনা করা যায় যে ২০২০ সালে ইথারের দাম ৪০০-৫০০$ হবে।
আমি আপনার সাথে একমত পোষণ করছি। আস্তে আস্তে ইথারের দাম বাড়তেছে। বিনিয়োগকারীদের আগ্রহ ও আস্থা দিন দিন বাড়তেছে।
Title: Re: ETH এর অবস্থা 2020 সালে কেমন হতে পারে???
Post by: JISAN on April 29, 2019, 07:03:40 PM
ইথার ইতিমধ্যেই কিছু পাম্প করেছে। আর আরও পাম্প করার সম্ভাবনা হয়েছে। তবে পরিস্থিতি দেখে ও বড় বড় ট্রেডারদের কথা অনুযায়ী ধারনা করা যায় যে ২০২০ সালে ইথারের দাম ৪০০-৫০০$ হবে।
আমি আপনার সাথে একমত পোষণ করছি। আস্তে আস্তে ইথারের দাম বাড়তেছে। বিনিয়োগকারীদের আগ্রহ ও আস্থা দিন দিন বাড়তেছে।
ইথারের দাম তো হঠাত করে আবার অনেক কমে গেলো। এখন কিছু কিনে রাখলে প্রফিট পাওয়া যাবে মনে হচ্ছে। কিছুদিন পর আবার বাড়বে ইথার।
Title: Re: ETH এর অবস্থা 2020 সালে কেমন হতে পারে???
Post by: Malam90 on May 04, 2019, 10:33:03 AM
ইথার ইতিমধ্যেই কিছু পাম্প করেছে। আর আরও পাম্প করার সম্ভাবনা হয়েছে। তবে পরিস্থিতি দেখে ও বড় বড় ট্রেডারদের কথা অনুযায়ী ধারনা করা যায় যে ২০২০ সালে ইথারের দাম ৪০০-৫০০$ হবে।
আমি আপনার সাথে একমত পোষণ করছি। আস্তে আস্তে ইথারের দাম বাড়তেছে। বিনিয়োগকারীদের আগ্রহ ও আস্থা দিন দিন বাড়তেছে।
ইথারের দাম বাড়া কমার মধ্যে রয়েছে। গত কয়েকদিন যাবৎ বিটকয়েনের দাম বাড়তেছে আর ইথারের দাম সাতোষিতে কমতেছে কিন্তু ডলার হিসেবে সামান্য বেড়েছে। তাই ইথারের দাম বাড়বে যখন বিটকয়েনের দাম বেড়ে স্টাবল হবে তারপর থেকে।
Title: Re: ETH এর অবস্থা 2020 সালে কেমন হতে পারে???
Post by: Goku01 on May 04, 2019, 09:01:38 PM
ইথার ইতিমধ্যেই কিছু পাম্প করেছে। আর আরও পাম্প করার সম্ভাবনা হয়েছে। তবে পরিস্থিতি দেখে ও বড় বড় ট্রেডারদের কথা অনুযায়ী ধারনা করা যায় যে ২০২০ সালে ইথারের দাম ৪০০-৫০০$ হবে।
আমি আপনার সাথে একমত পোষণ করছি। আস্তে আস্তে ইথারের দাম বাড়তেছে। বিনিয়োগকারীদের আগ্রহ ও আস্থা দিন দিন বাড়তেছে।
ইথারের দাম বাড়া কমার মধ্যে রয়েছে। গত কয়েকদিন যাবৎ বিটকয়েনের দাম বাড়তেছে আর ইথারের দাম সাতোষিতে কমতেছে কিন্তু ডলার হিসেবে সামান্য বেড়েছে। তাই ইথারের দাম বাড়বে যখন বিটকয়েনের দাম বেড়ে স্টাবল হবে তারপর থেকে।

Market abar stable hoar kotha 2020 te but dam ager moto jabe na... market stable hole kichu ta dam barbe asha kora jay
Title: Re: ETH এর অবস্থা 2020 সালে কেমন হতে পারে???
Post by: cryptolover26 on May 09, 2019, 01:55:59 PM
ETH এর অবস্থা অবশ্য ভালো হবে কারন 2019 এর প্রথম দিকে ETH  এর দাম তেমনএকটা ছিল না কিন্তু এখন আগের থেকে অনেটা ভালো আছে আশা করা যায় এটা 2020
এর দিগুন হবে।।।।
Title: Re: ETH এর অবস্থা 2020 সালে কেমন হতে পারে???
Post by: Malam90 on May 10, 2019, 07:32:23 PM
ETH এর অবস্থা অবশ্য ভালো হবে কারন 2019 এর প্রথম দিকে ETH  এর দাম তেমনএকটা ছিল না কিন্তু এখন আগের থেকে অনেটা ভালো আছে আশা করা যায় এটা 2020
এর দিগুন হবে।।।।

বতমানে ইথারের দাম ১৭০ ডলার। হা এটা ঠিক যে  ২০১৯ সালের শুরুতে ইথারিয়ামের দাম অপ্রত্যাশিতভাবে ৮৫ ডলারে নেমে গিয়েছিলো এবং সেখান থেকে মাকেট ১০০% রিকভার করে বতমানে ১৭০ ডলারের আশে পাশে অবস্থান করতেছে। আমার গবেষণামতে ২০১৯ সালের শেষ নাগাদ ইথার ৫০০ ডলার এবং ২০২০ সালের মাঝামাঝি ইথার ৯০০-১০০০ ডলার যাবে।
Title: Re: ETH এর অবস্থা 2020 সালে কেমন হতে পারে???
Post by: ttcsalam on May 23, 2019, 06:28:57 PM
সেদিন আর বেশি দূরে নয় যেদিন ইথেরিয়াম হবে বিটকয়েন এর পরেই অবস্থান সুতরাং বিটকয়েনের চার ভাগের এক ভাগ দাম হতে পারে বলে আমি মনে করি সেই হিসাবে 2 হাজার যেতে পারে.
Title: Re: ETH এর অবস্থা 2020 সালে কেমন হতে পারে???
Post by: kulkhan on May 31, 2019, 07:25:51 PM
 আমি মনেকরি ইথার তার দূরসময় পার করে এসেছে। এখন শুধু উপরের দিকে যানে এর মূল্য। আমার মনে হয় ২০২০ সালের মধ্যে ইথারের মূল্য প্রায় ১৫০০$ এর কাছাকাছি চলোাাাবে।   
 
Title: Re: ETH এর অবস্থা 2020 সালে কেমন হতে পারে???
Post by: Malam90 on June 01, 2019, 06:35:47 PM
সেদিন আর বেশি দূরে নয় যেদিন ইথেরিয়াম হবে বিটকয়েন এর পরেই অবস্থান সুতরাং বিটকয়েনের চার ভাগের এক ভাগ দাম হতে পারে বলে আমি মনে করি সেই হিসাবে 2 হাজার যেতে পারে.

ইথার বর্তমানে ২৭০ ডলারে অবস্থান করছে। আমরা অনুমান করছি যে ২০১৯ সালেরর শেষের দিকে ইথার আবারো ১০০০ ডলারে যেতে পারে যদি বিটকয়েন ১২০০০ ডলারের উপরে অবস্থান করে এবং স্টাবল থাকে অর্থাৎ পতন না হয়। ইথারের দাম ১০০০ ডলার হলে আমরা অনেক খুশি হবো। দেখি কি হয় সে সময় পর্যন্ত।
Title: Re: ETH এর অবস্থা 2020 সালে কেমন হতে পারে???
Post by: Malam90 on June 10, 2019, 04:40:40 PM
It depends on the sale in the market. Already have some pumps

বাংলা বোর্ডের কোন কমেন্ট অবশ্যই বাংলায় লিখবেন তেমনি ইংরেজি বোর্ডের কোন কমেন্ট অবশ্যই ইংরেজিতে করবেন-এটাই স্বাভাবিক। যাই হোক ইথার মার্কেট বর্তমানে বিটিসি 0.03 এর কাছাকাছি থাকতেছে গত কয়েকমাস ধরে। সুতারং বিটিসি যদি ১০কে হয় তাহলে ইথার ৩০০ ডলার ছাড়িয়ে যাবে অথবা ইথার যদি নিজেই পাম্প করে তাহলে দ্রুত ৪০০ ডলার যাবে।

Title: Re: ETH এর অবস্থা 2020 সালে কেমন হতে পারে???
Post by: Coin63@ on December 06, 2019, 04:27:46 AM
ETH এর অবস্থা  2020 সালে কেমন হতে পারে  সবার মতামত জানতে চা???   
Future kmn Hbe present Dekhle onuman kora jai. Present situation e investors ra khub sadness er modde ase. Kew invest korte chassa Na. To future development hobar question e ase na.
Title: Re: ETH এর অবস্থা 2020 সালে কেমন হতে পারে???
Post by: Nostoman on December 06, 2019, 06:05:40 AM
ETH এর অবস্থা অবশ্য ভালো হবে কারন 2019 এর প্রথম দিকে ETH  এর দাম তেমনএকটা ছিল না কিন্তু এখন আগের থেকে অনেটা ভালো আছে আশা করা যায় এটা 2020
এর দিগুন হবে।।।।

বিনিয়োগ যে হারে কমে যাচ্ছে, ভবিষ্যতে ২০০$ হতে পারে। এখনকার অবস্থা থেকে কিছুটা উন্নতি হতে পারে।     
Title: Re: ETH এর অবস্থা 2020 সালে কেমন হতে পারে???
Post by: babu10 on January 09, 2020, 07:48:26 AM
ETH এর অবস্থা  2020 সালে কেমন হতে পারে  সবার মতামত জানতে চা???   

আশাতো অনেক কিছুই করতে পারি তবে মার্কেট কেমন আচরন করে আমাদের সাথে সেটাই দেখার বিষয়। তবে ইথার এর দাম আশাকরি ভালো হবে অন্যান্য বছরের তুলনায় কারন আগের তুলনায় মার্কেট এখন অনেক বড় হয়েছে এবং অনেকে এখন ট্রেড করতেছে। তাই দেখা যাক কি হয়।

ধন্যবাদ
Title: Re: ETH এর অবস্থা 2020 সালে কেমন হতে পারে???
Post by: Malam90 on January 10, 2020, 02:06:26 AM
ETH এর অবস্থা  2020 সালে কেমন হতে পারে  সবার মতামত জানতে চা???   

আশাতো অনেক কিছুই করতে পারি তবে মার্কেট কেমন আচরন করে আমাদের সাথে সেটাই দেখার বিষয়। তবে ইথার এর দাম আশাকরি ভালো হবে অন্যান্য বছরের তুলনায় কারন আগের তুলনায় মার্কেট এখন অনেক বড় হয়েছে এবং অনেকে এখন ট্রেড করতেছে। তাই দেখা যাক কি হয়।

ধন্যবাদ

ইথারিয়াামের দাম এখন ১৪০ ডলার। গত মাস খানেক আগেও ২০০ ডলারের বেশি ছিলো। মার্কেট উত্থান পতন চলছে। ইথার এখন ৩০০ ডলার হলেই খুশি হতাম।বিটিসির দাম বাড়ে কিন্তু অন্য কয়েনের দাম বাড়েনা। আবার বিটিসির দাম কমলে সব কয়েনের দাম কমে যাচ্ছে । মার্কেটের ট্রেন্ড বুঝা কঠিন এখন।
Title: Re: ETH এর অবস্থা 2020 সালে কেমন হতে পারে???
Post by: Istiak on January 17, 2020, 10:55:40 AM
মার্কেট কিন্তু ইতিমধ্যে উপরের দিকে ওঠা শুরু হয়েছে। এক সপ্তাহের মধ্যে ইথার ১৩৫+ থেকে ১৬০+ হয়ে গেছে ডলারে। ক্রিপ্টো মার্কেট খুবই ভালো অবস্থানে আছে বর্তমানে।  তাই যদি কোন অঘটন না ঘটে তাহলে আশা করা যায় দাম এরকমই থাকবে।
Title: Re: ETH এর অবস্থা 2020 সালে কেমন হতে পারে???
Post by: Malam90 on January 27, 2020, 02:48:58 AM
মার্কেট কিন্তু ইতিমধ্যে উপরের দিকে ওঠা শুরু হয়েছে। এক সপ্তাহের মধ্যে ইথার ১৩৫+ থেকে ১৬০+ হয়ে গেছে ডলারে। ক্রিপ্টো মার্কেট খুবই ভালো অবস্থানে আছে বর্তমানে।  তাই যদি কোন অঘটন না ঘটে তাহলে আশা করা যায় দাম এরকমই থাকবে।
বর্তমানে ইথার ১৭০ ডলারের কাছাকাছি অবস্থান করতেছে। ইথারের দাম যদি ২৫০ ডলার যায় তবে বাউন্টির অবস্থা আরো ভালো হবে কারণ আইসিওতে টোকেন সেল হয ইথারের উপর নির্ভর করে। অর্থাৎ সফটক্যাপ এবং হার্ডক্যাপ নিধারণ করা হয ইথারের উপর যদিও বর্তমানে আইসিও কমে গেছে আর আইইও বেড়ে গেছ।
Title: Re: ETH এর অবস্থা 2020 সালে কেমন হতে পারে???
Post by: Istiak on January 27, 2020, 11:19:18 AM
মার্কেট কিন্তু ইতিমধ্যে উপরের দিকে ওঠা শুরু হয়েছে। এক সপ্তাহের মধ্যে ইথার ১৩৫+ থেকে ১৬০+ হয়ে গেছে ডলারে। ক্রিপ্টো মার্কেট খুবই ভালো অবস্থানে আছে বর্তমানে।  তাই যদি কোন অঘটন না ঘটে তাহলে আশা করা যায় দাম এরকমই থাকবে।
বর্তমানে ইথার ১৭০ ডলারের কাছাকাছি অবস্থান করতেছে। ইথারের দাম যদি ২৫০ ডলার যায় তবে বাউন্টির অবস্থা আরো ভালো হবে কারণ আইসিওতে টোকেন সেল হয ইথারের উপর নির্ভর করে। অর্থাৎ সফটক্যাপ এবং হার্ডক্যাপ নিধারণ করা হয ইথারের উপর যদিও বর্তমানে আইসিও কমে গেছে আর আইইও বেড়ে গেছ।
ইথার এর দাম ২০১৮ সালের প্রথম দিকে ১০০০$ এর বেশি ছিলো।।আপনার কি মনে হয় এই বছর ইথারের দাম এর অর্ধেকও হতে পারবে?
Title: Re: ETH এর অবস্থা 2020 সালে কেমন হতে পারে???
Post by: ranakhan60 on February 14, 2020, 07:38:33 PM
বর্তমানে ইথারিয়াম কয়েনের মূল্য অনেকটা বেড়েছে। আমরা পূর্বে দেখেছি ওয়ান ইথেরিয়াম কয়েনের মূল্য 100 ডলারেরও কম ছিল। বর্তমানে সেই থেওরেম কয়েনের মূল্য 282 ডলার উঠেছে। আশা করা যাচ্ছে ইথেরিয়াম কয়েনের মূল্য আরো বাড়বে।
Title: Re: ETH এর অবস্থা 2020 সালে কেমন হতে পারে???
Post by: Istiak on February 20, 2020, 07:37:26 AM
ইথার ইতিমধ্যেই কিছু পাম্প করেছে। আর আরও পাম্প করার সম্ভাবনা হয়েছে। তবে পরিস্থিতি দেখে ও বড় বড় ট্রেডারদের কথা অনুযায়ী ধারনা করা যায় যে ২০২০ সালে ইথারের দাম ৪০০-৫০০$ হবে।
আমি আপনার সাথে একমত পোষণ করছি। আস্তে আস্তে ইথারের দাম বাড়তেছে। বিনিয়োগকারীদের আগ্রহ ও আস্থা দিন দিন বাড়তেছে।
ইথারের দাম বাড়া কমার মধ্যে রয়েছে। গত কয়েকদিন যাবৎ বিটকয়েনের দাম বাড়তেছে আর ইথারের দাম সাতোষিতে কমতেছে কিন্তু ডলার হিসেবে সামান্য বেড়েছে। তাই ইথারের দাম বাড়বে যখন বিটকয়েনের দাম বেড়ে স্টাবল হবে তারপর থেকে।

Market abar stable hoar kotha 2020 te but dam ager moto jabe na... market stable hole kichu ta dam barbe asha kora jay
আপনার ধারণা সঠিক হয়েছে। দাম এখন বাড়ছে এবং দাম স্ট্যাবল মনে হচ্ছে। এরকম থাকলে ট্রেডারদের জন্য খুবই সুবিধা।
Title: Re: ETH এর অবস্থা 2020 সালে কেমন হতে পারে???
Post by: ranakhan60 on March 08, 2020, 01:10:23 PM
ইথার ইতিমধ্যেই কিছু পাম্প করেছে। আর আরও পাম্প করার সম্ভাবনা হয়েছে। তবে পরিস্থিতি দেখে ও বড় বড় ট্রেডারদের কথা অনুযায়ী ধারনা করা যায় যে ২০২০ সালে ইথারের দাম ৪০০-৫০০$ হবে।
আমি আপনার সাথে একমত পোষণ করছি। আস্তে আস্তে ইথারের দাম বাড়তেছে। বিনিয়োগকারীদের আগ্রহ ও আস্থা দিন দিন বাড়তেছে।
ইথারের দাম বাড়া কমার মধ্যে রয়েছে। গত কয়েকদিন যাবৎ বিটকয়েনের দাম বাড়তেছে আর ইথারের দাম সাতোষিতে কমতেছে কিন্তু ডলার হিসেবে সামান্য বেড়েছে। তাই ইথারের দাম বাড়বে যখন বিটকয়েনের দাম বেড়ে স্টাবল হবে তারপর থেকে।

Market abar stable hoar kotha 2020 te but dam ager moto jabe na... market stable hole kichu ta dam barbe asha kora jay
Thik kotha bolesen vai
Title: Re: ETH এর অবস্থা 2020 সালে কেমন হতে পারে???
Post by: Malam90 on March 10, 2020, 04:31:13 PM
কিন্ত দুঃক্ষের বিষয় হচ্ছে মার্কেট গত কয়েকদিনে অনেক পতন হয়েছে। বিটকয়েনের দাম প্রায় ১৩০০ ডলার কমেছে এবং ইথারের দাম প্রায় ৭০ ডলার কমে এখন যথাক্রমে ৭৭০০ ডলার এবং ২০০ ডলারে দাড়িয়েছে শীর্ষ দুটি কয়েনের দাম। ইথারের দাম আবারো বাড়বে যদি বিটকয়েন স্টাবল হয় নতুবা আরো দাম কমবে। এছাড়া বর্তমানে করোনা ভাইরাসের আতঙ্কের কারণে মার্কেটও কিছুটা পতন হচ্ছে।
Title: Re: ETH এর অবস্থা 2020 সালে কেমন হতে পারে???
Post by: Arridano on March 14, 2020, 03:11:02 PM
A
Title: Re: ETH এর অবস্থা 2020 সালে কেমন হতে পারে???
Post by: ranakhan60 on March 17, 2020, 04:08:36 AM
ভাই 2020m ক্রিপ্টো মার্কেট টপ কয়েন গুলোর দাম বাড়ার সম্ভাবনা ছিল কিন্তু বর্তমানে কোন ভাইরাসের কারণে প্রত্যেকটা দেশের সাথে প্রত্যেকটা দেশ যোগাযোগ এবং ফ্লাইট সবকিছু বন্ধ করে দেওয়াই শেয়ার মার্কেট এবং মার্কেট ধসে পড়তেছে। ফলে ক্রিপ্টো মার্কেটের টপ কয়েন বিটকয়েন ইনকাম ইত্যাদি এগুলোর দাম কমেছে ভবিষ্যতে আরো আরো কমার সম্ভাবনা আছে।তার কারণ করোনাভাইরাস সারা পৃথিবীতে এখন ভয়াবহ আকৃতি ধারণ করেছে। এরকম থাকলে দুটো মার্কেট আরো ডাউন মারা সম্ভাবনা আছে।
Title: Re: ETH এর অবস্থা 2020 সালে কেমন হতে পারে???
Post by: Malam90 on March 17, 2020, 05:09:18 PM
ভাই 2020m ক্রিপ্টো মার্কেট টপ কয়েন গুলোর দাম বাড়ার সম্ভাবনা ছিল কিন্তু বর্তমানে কোন ভাইরাসের কারণে প্রত্যেকটা দেশের সাথে প্রত্যেকটা দেশ যোগাযোগ এবং ফ্লাইট সবকিছু বন্ধ করে দেওয়াই শেয়ার মার্কেট এবং মার্কেট ধসে পড়তেছে। ফলে ক্রিপ্টো মার্কেটের টপ কয়েন বিটকয়েন ইনকাম ইত্যাদি এগুলোর দাম কমেছে ভবিষ্যতে আরো আরো কমার সম্ভাবনা আছে।তার কারণ করোনাভাইরাস সারা পৃথিবীতে এখন ভয়াবহ আকৃতি ধারণ করেছে। এরকম থাকলে দুটো মার্কেট আরো ডাউন মারা সম্ভাবনা আছে।

২০২০ সালের শুরুতে দাম ঠিকই বেড়েছিলো বিটকয়েন, ইথারিয়াম সহ অন্যান্য কয়েনগুলোর কিন্তু করোনায় মহামারীতে রুপ নিয়েছে কিপ্টো মার্কেটে। তবে করোনা ভাইরাসের প্রভাব স্বাভাবিক হয়ে আসলে তখন অর্থনীতির চাকা আবারো সচল হলে তখন ক্রিপ্টো মার্কেটও স্বাভাবিক হবে। সেই আশায় রইলাম।
Title: Re: ETH এর অবস্থা 2020 সালে কেমন হতে পারে???
Post by: ranakhan60 on March 18, 2020, 03:59:02 AM
ভাই 2020m ক্রিপ্টো মার্কেট টপ কয়েন গুলোর দাম বাড়ার সম্ভাবনা ছিল কিন্তু বর্তমানে কোন ভাইরাসের কারণে প্রত্যেকটা দেশের সাথে প্রত্যেকটা দেশ যোগাযোগ এবং ফ্লাইট সবকিছু বন্ধ করে দেওয়াই শেয়ার মার্কেট এবং মার্কেট ধসে পড়তেছে। ফলে ক্রিপ্টো মার্কেটের টপ কয়েন বিটকয়েন ইনকাম ইত্যাদি এগুলোর দাম কমেছে ভবিষ্যতে আরো আরো কমার সম্ভাবনা আছে।তার কারণ করোনাভাইরাস সারা পৃথিবীতে এখন ভয়াবহ আকৃতি ধারণ করেছে। এরকম থাকলে দুটো মার্কেট আরো ডাউন মারা সম্ভাবনা আছে।

২০২০ সালের শুরুতে দাম ঠিকই বেড়েছিলো বিটকয়েন, ইথারিয়াম সহ অন্যান্য কয়েনগুলোর কিন্তু করোনায় মহামারীতে রুপ নিয়েছে কিপ্টো মার্কেটে। তবে করোনা ভাইরাসের প্রভাব স্বাভাবিক হয়ে আসলে তখন অর্থনীতির চাকা আবারো সচল হলে তখন ক্রিপ্টো মার্কেটও স্বাভাবিক হবে। সেই আশায় রইলাম।
হে আশা করা যাচ্ছে করোনা ভাইরাস থেকে মুক্ত হওয়ার পর সারা পৃথিবীতে লাইভ যোগাযোগ এবং মার্কেট গলা ঠিক হওয়ার সম্ভাবনা আছে।আসলে বিশেষ করে তুইতো কারেন্সি মার্কেটগুলো এবং শেয়ারবাজার গুলো বর্তমানে করনা ভাইরাসের কারণে খুব সমস্যার সম্মুখীন হচ্ছে। আর ক্রিপ্টোকারেন্সি মার্কেটগুলো ট্রেডাররা বড় বড় হোল্ডাররা তাদের ইনকাম সোর্স না থাকায় মার্কেট ডাউন হওয়ার কারণে ঠিকভাবে ট্রেড করতে পারছেন না। ফলে অভাব পূরণের জন্য ডলার জমানো উইথড্র করে ভোগ্য পন্যে রুপান্তরিত করছেন।ফলে তুইবরো কারেন্সি মার্কেটগুলো ডাউন হয়ে যাচ্ছে। তবে আশা করা যাচ্ছে বর্তমানে যারা বিটকয়েন বা ইতি নাম বা টপ কয়েনগুলো এখন বাই করে রাখবে বা ক্রয় করে রাখবে পরবর্তীতে তারা ভালো একটা প্রফিট পাওয়ার সম্ভাবনা আছে।
Title: Re: ETH এর অবস্থা 2020 সালে কেমন হতে পারে???
Post by: Malam90 on May 02, 2020, 04:35:09 PM
গত কয়েকদিন পাম্প হওয়ার কারণে ইথার ২২৫ ডলারে উঠেছিলো এবং আজকে ২১২ ডলারে অবস্থান করতেছে। আমি মনে করি ইথার ৩০০ ডলার ছাড়িয়ে যাবে আগামী কয়েকমাসের মধ্যে কিংবা  এবছরের শেষ নাগাাদ। বিটকয়েন এবং ইথারের দাম না বাড়লে ক্রিপ্টোর সাথে রিলেটেড যারা আছি তাদের মজাই হয়না।
Title: Re: ETH এর অবস্থা 2020 সালে কেমন হতে পারে???
Post by: ranakhan60 on May 22, 2020, 04:12:20 PM
ভাই আর মার্কেট আর অর্থনীতি এগুলোর কথা বাদ দিয়ে বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি আমার মনে হয় 18 কোটি মানুষের থেকে কত কোটি মানুষ যে কমবে বলা যাচ্ছে না। এই করোনা ভাইরাসের কারণে মার্কেট অর্থনীতি সবকিছু ডাউন হয়ে গেছে।আর যদি অর্থনীতিতে বলেন তাহলে বর্তমানে অর্থনীতি যে হারে হ্রাস পেয়েছে এই #stra পূরণ করতে বাংলাদেশের আরো কত বছর লাগবে বলা যাবেনা বলা যাচ্ছে না শুধু বাংলাদেশ না সারা পৃথিবীতে যতগুলো ধরা পড়েছে প্রত্যেকটা দেশের পরিস্থিতি অনেক খারাপ বিশেষ করে অর্থনীতিতে। আর ক্রিপ্টোকারেন্সি মার্কেট এটাও সেম পর্যায়ে আছে।
Title: Re: ETH এর অবস্থা 2020 সালে কেমন হতে পারে???
Post by: Tanimariya on May 29, 2020, 06:24:04 AM
আশা করি ২০২০ সালে ETH এর অবস্থান খুব ভালো হবে। ইহা বাজার দাম $৬০০ ছাড়িয়ে যাবে।
Title: Re: ETH এর অবস্থা 2020 সালে কেমন হতে পারে???
Post by: alpian on June 01, 2020, 10:36:15 AM
 sbai kemn achen onek din pore abaro altcoin a e fire aslam.
Title: Re: ETH এর অবস্থা 2020 সালে কেমন হতে পারে???
Post by: Altcoin1998$ on June 04, 2020, 03:51:35 AM
আশা করি ২০২০ সালে ETH এর অবস্থান খুব ভালো হবে। ইহা বাজার দাম $৬০০০ ছাড়িয়ে যাবে।
ভাই প্রাসঙ্গিক কমেন্ট করেন। $৬০০০ ডলার না বলে $৬০০ ডলার বললেও প্রাসঙ্গিক হতো। যাহোক কমেন্ট করার জন্য ধন্যবাদ।           
Title: Re: ETH এর অবস্থা 2020 সালে কেমন হতে পারে???
Post by: Rakin343 on June 13, 2020, 06:44:35 AM
ETH এর অবস্থা  2020 সালে কেমন হতে পারে  সবার মতামত জানতে চা???   
2020 sale onek kisui dekhlam, coronar moron kamor, tai kisui ekhn bola sombob na.
Title: Re: ETH এর অবস্থা 2020 সালে কেমন হতে পারে???
Post by: ttcsalam on June 14, 2020, 06:23:36 PM
বিট কয়েনের দাম সময় বাড়া কমা করে আর এটার সাথেই ইথিরিয়াম সহ সমস্ত কয়েনের দাম বাড়া কমা করে।2020 ছয় মাস চলসে আশা করা যায় শেষ নাগাদ একটা ভালো অবস্থান তৈরী করে নিবে।
Title: Re: ETH এর অবস্থা 2020 সালে কেমন হতে পারে???
Post by: Rafiq on June 24, 2020, 05:35:56 PM
আশা করি ২০২০ সালে ETH এর অবস্থান খুব ভালো হবে। ইহা বাজার দাম $৬০০০ ছাড়িয়ে যাবে।
ভাই প্রাসঙ্গিক কমেন্ট করেন। $৬০০০ ডলার না বলে $৬০০ ডলার বললেও প্রাসঙ্গিক হতো। যাহোক কমেন্ট করার জন্য ধন্যবাদ।         
আমার মনেহয় ভদ্রলোক $৬০০ লিখতে গিয়ে ভূলে $৬০০০ লিখে ফেলেছেন। কারণ এত কাণ্ডজ্ঞানহীন লোক এই ফোরামে থাকার কথা না। যাইহোক ২০২০ সালে এখন পর্যন্ত ইথার $৩০০ অতিক্রম করে নাই, $২৫০ এর নীচেই থাকছে বেশীর ভাগ সময। তাই মহামারীর এই দিনে এর চেয়ে বেশী অশা করে লাভ নাই।
Title: Re: ETH এর অবস্থা 2020 সালে কেমন হতে পারে???
Post by: Mrkadir85 on August 12, 2020, 10:02:03 AM
ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ইথার এর দাম দিন দিন বাড়ছে। 2020 সালে ইথার এর দাম এক হাজার থেকে 1500 ছাড়িয়ে যেতে পারে।
Title: Re: ETH এর অবস্থা 2020 সালে কেমন হতে পারে???
Post by: Fawpac2 on August 12, 2020, 01:10:14 PM
 আমি এই ফোরামে নতুন জানিনা কেন ইথার এর দাম বৃদ্ধি পাচ্ছে তাই ফোরামের বড় যারা আছেন বা জানেন তারা আমাদের নতুনদের একটু জানিয়ে দিবেন।
Title: Re: ETH এর অবস্থা 2020 সালে কেমন হতে পারে???
Post by: Fawpac2 on August 12, 2020, 01:38:07 PM
পোস্টগুলো করাতে আপনাদের ধন্যবাদ দাম বৃদ্ধি পাচ্ছে সেটা আমি বুঝতে পারছিলাম কিন্তু এখন বুঝতে পারছি।
Title: Re: ETH এর অবস্থা 2020 সালে কেমন হতে পারে???
Post by: Btceth01 on August 14, 2020, 02:52:34 AM
আমার মতে 2020 সালে ষ ইথেরিয়াম এর দাম3000 থেকে 4000 ডলার পৌঁছানো উচিত। 2.0 চালু করা হয়েছেবর্তমান কারণ এই মহামারী করোনার মধ্যে ইথার এর দাম বেড়েই চলেছে পরবর্তীতে করোনা যখন নিঃশেষ হয়ে যাবে তখন ইথার এর দাম ডবল হওয়া উচিত। এখন আপনাদের মতামত জানতে চাই।
Title: Re: ETH এর অবস্থা 2020 সালে কেমন হতে পারে???
Post by: Rain075 on August 14, 2020, 03:40:12 AM
আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি ইথেরিয়াম 432 ডলারে এ অবস্থান করছে। এবং বিটকয়েন 11961$ অবস্থান করছে। দিন দিন ইথেরিয়াম এবং বিটকয়েন যে হারে বাড়তে শুরু করেছে তাতে 2020 সালের মধ্যেই ইথেরিয়াম 1400+ এবং বিটকয়েন 20000 হবে বলে আশা করা যাচ্ছে।
Title: Re: ETH এর অবস্থা 2020 সালে কেমন হতে পারে???
Post by: Btceth01 on August 14, 2020, 05:06:59 PM
ইথেরিয়াম এর দাম 2020 সালে 1500$ ডোলারে উঠবে কারণ ২.০ চালু করাতে ইথেরিয়াম এর দাম হো হো করে বৃদ্ধি পাচ্ছে। আমার মতে ইথার এর দাম আরো বাড়াও উচিত করোনা ছেড়ে গেলে মার্কেটের অবস্থা ভালো মানের হবে।
Title: Re: ETH এর অবস্থা 2020 সালে কেমন হতে পারে???
Post by: Rafiq on August 14, 2020, 07:46:22 PM
আমার মতে 2020 সালে ষ ইথেরিয়াম এর দাম3000 থেকে 4000 ডলার পৌঁছানো উচিত। 2.0 চালু করা হয়েছেবর্তমান কারণ এই মহামারী করোনার মধ্যে ইথার এর দাম বেড়েই চলেছে পরবর্তীতে করোনা যখন নিঃশেষ হয়ে যাবে তখন ইথার এর দাম ডবল হওয়া উচিত। এখন আপনাদের মতামত জানতে চাই।
আমিও মনেকরি করোনা ভাইরাস পরবর্তী ইথারের দাম ডাবল হওয়া উচিত। আজ ইথারের দাম ৪০০ ডলারেরে উপরে; সে হিসেবে ২০২০ সালের শেষে বা করোনা ভাইরাস পরবর্তী সময়ে ইথারের দাম ৮০০-৯০০ ডলার হওয়া উচিত। কিন্তু সেটা কোন যুক্তিতেই আমার মতে ইথেরিয়াম এর দাম3000 থেকে 4000 ডলার হতে পারে না।
Title: Re: ETH এর অবস্থা 2020 সালে কেমন হতে পারে???
Post by: Btceth01 on August 15, 2020, 04:55:06 PM
Ethereum rose from 415 to 445 today. It is very good news that the price of Etherium may go up to থেকে 500 to কে 600 tomorrow as the price may go up further to 1500 next week. I think the price of etherium by 2020 could be 2000. These coins will only continue to grow in the future.
Title: Re: ETH এর অবস্থা 2020 সালে কেমন হতে পারে???
Post by: Btceth01 on August 17, 2020, 02:11:25 AM
বর্তমান ইথেরিয়াম এর দাম 405 ডলার রয়েছে। দু দিন আগে ইথেরিয়াম এর দাম 445 ডলার উঠেছিল। বোঝা যাচ্ছে না কি হবে তাই 2020 সালের মধ্যেই ইথেরিয়াম এর দাম 1500থেকে 2000 ডলার হতে পারে বলে আমার মনে হয়।
Title: Re: ETH এর অবস্থা 2020 সালে কেমন হতে পারে???
Post by: Triedboy on August 18, 2020, 02:24:32 PM
বর্তমান ইথেরিয়ামের দাম আগের থেকে দিন দিন বাড়ছে।আগে কিছু দিন মার্কেট এর অবস্থা অনেক টাই খারাপ ছিল কিন্তু আমি আসা করছি ইথেরিয়ামের দাম 2020 সালে 1500$ হবে।
Title: Re: ETH এর অবস্থা 2020 সালে কেমন হতে পারে???
Post by: Em00n01 on August 18, 2020, 05:55:37 PM
ETH এর অবস্থা  2020 সালে কেমন হতে পারে  সবার মতামত জানতে চা???   

সবাই ETH ২.০ নিয়ে অনেক আশাবাদী। এটা ইথারের এজাবৎকালের সবচেয়ে বড় আপডেট। তাই ইথার বরাবরের মতোই হট কয়েন থাকবে এতে কোনো সন্দেহ নাই। আর প্রাইস ৭০০-৮০০$ আশা করা যেতে পারে।
Title: Re: ETH এর অবস্থা 2020 সালে কেমন হতে পারে???
Post by: Msweet on August 18, 2020, 07:34:43 PM
আমরা সবাই চাই অবশ্যই ভালো হবে। তবে সেটা নির্ভর করে মার্কেটের কেনা বেছার উপর। যদি কেনা বেচা ভালো হয় তাহলে অবশ্যই আমাদের জন্য ভালো কিছু আসবে।                   
আপনার কথাটা শুনে মনটা ভরে গেল। আমিও আপনার সাথে একমত আমরা চাই বিটকয়েনের দাম বাড়ুক। আপনাকে অনেক অনেক ধন্যবাদ
Title: Re: ETH এর অবস্থা 2020 সালে কেমন হতে পারে???
Post by: Salman Hasan on August 19, 2020, 07:29:54 PM
ETH এর অবস্থা  2020 সালে কেমন হতে পারে  সবার মতামত জানতে চা???   
ইথার এর অবস্থা 2020 সালে অনেক ভাল ছিল আশা করি 2021 সালে 500 ডলার ছাড়িয়ে যাবে
Title: Re: ETH এর অবস্থা 2020 সালে কেমন হতে পারে???
Post by: Lutera94 on August 20, 2020, 03:13:43 AM
মার্কেট বর্তমানে পজেটিভ মুডে আছে , কিছুদিন আগেও ইথার ২০০ ডলার ছিলো কিন্তু এখন দেখা যাচ্ছে যে ইথার ৪০০+ হয়ে গেছে।  যদি আর্কেট এই অবস্থা ধরে রাখে তাহলে আশা করা যায় ২০২০ সালে কমপক্ষে ৮০০ ডলার হবে। কারণ ইথারের অনেক ভ্যালো,যার অবস্থান বিটকয়েনের পরেই।
Title: Re: ETH এর অবস্থা 2020 সালে কেমন হতে পারে???
Post by: labonikhatun on August 20, 2020, 05:48:33 AM
আমার মনে হয়  ETH এর অবস্থা 2020 সালে অনেক ভালো হতে পারে। আগের তুলনায় ইথারিয়াম এর দাম বাড়ছে। আশা করা যাই এই বছরের শেষের দিকে 500 ডলার ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ক্রিপ্টো মার্কেট এ সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে বিটকয়েন এবং ইথারিয়াম।  ইথারিয়াম এর দাম 400 ডলার পার হয়ে গেলেও আবার কমতে শুরু করেছে।
Title: Re: ETH এর অবস্থা 2020 সালে কেমন হতে পারে???
Post by: Salauddin on August 20, 2020, 05:59:33 AM
ETH ২০২০ সালে অনেক ভালো অবস্থান তৈরী করতে পারে আশে আমরা আশা করতে পারি যে ২০২০ সালের মদ্ধে ETH  ১০০০ ডলার ছাড়িয়ে যেতে পারে তবে ট্রেডিং যেহেতু আন্তরজাতিক ভাবে নিওন্ত্রন হয়ে থাকে তাই সিওর ভাবে এখানে কোনোকিছু বলা ঠিক হবেনা বিশেস করে যখন যখন ETH  এর দাম উর্ধ্মুখি হবে তখন এটাকে ধরে রাখা অনেক কঠিন।
Title: Re: ETH এর অবস্থা 2020 সালে কেমন হতে পারে???
Post by: Nostoman on August 20, 2020, 07:29:55 AM
ETH ২০২০ সালে অনেক ভালো অবস্থান তৈরী করতে পারে আশে আমরা আশা করতে পারি যে ২০২০ সালের মদ্ধে ETH  ১০০০ ডলার ছাড়িয়ে যেতে পারে তবে ট্রেডিং যেহেতু আন্তরজাতিক ভাবে নিওন্ত্রন হয়ে থাকে তাই সিওর ভাবে এখানে কোনোকিছু বলা ঠিক হবেনা বিশেস করে যখন যখন ETH  এর দাম উর্ধ্মুখি হবে তখন এটাকে ধরে রাখা অনেক কঠিন।
ইয়েস, প্রকৃতপক্ষে ক্রিপ্টোকারেন্সি মার্কেটে সবাই অনুমান করে। সবাই ভবিষ্যদ্বাণী করে এবং সে ভবিষ্যৎবাণী হঠাৎ করে মিলে যায়। আমারা আশা করতেই পারি, 2020 সালের শেষের দিকে ইথার এর দাম বেশি হতে পারে। আমি মনে করি 1000 ডলার ছাড়িয়ে যাবে। সামনের বছর গুলো ETH হোল্ডারদের অবশ্যই ভাল হবে।
Title: Re: ETH এর অবস্থা 2020 সালে কেমন হতে পারে???
Post by: Btceth01 on August 20, 2020, 08:17:01 PM
দুদিন আগেও বিটকয়েনের দাম 12000 হাজার ডলারে ছিল। কিন্তু এই মুহূর্তে লক্ষ করলে দেখা যায় যে বিটকয়েনের দাম আজকে 11766 ছিল এবং এর চেয়েও আবার বাড়ছে তাই বিটকয়েনের দাম যদিও কমছে আবার বাড়ছে আকার-আকৃতিতে বোঝা যায় যে বিটকয়েনে গতি ঊর্ধ্বমুখী তাই 2020 সালের শেষের দিকে বিটকয়েনের দাম 18000 হাজার ডলারে থাকবে বলে আমি মনে করি।
Title: Re: ETH এর অবস্থা 2020 সালে কেমন হতে পারে???
Post by: Salman Hasan on August 21, 2020, 06:35:50 AM
ETH এর অবস্থা  2020 সালে কেমন হতে পারে  সবার মতামত জানতে চা???   
ইথার এর অবস্থা 2020 সালে আরো বৃদ্ধি পাবে
Title: Re: ETH এর অবস্থা 2020 সালে কেমন হতে পারে???
Post by: Dj01864 on August 21, 2020, 07:35:51 AM
ETH এর অবস্থা  2020 সালে কেমন হতে পারে  সবার মতামত জানতে চা???   
২০২০ সালে ইথার এর অবস্থা অবশ্যই ভালো হবে ইনশাল্লাহ। আশাকরি ইথার এর দাম ১০০০ ডলার হবে।
Title: Re: ETH এর অবস্থা 2020 সালে কেমন হতে পারে???
Post by: Papusha20 on October 06, 2020, 07:02:52 PM
ETH এর অবস্থা  2020 সালে কেমন হতে পারে  সবার মতামত জানতে চা???   

বর্তমান ইথেরিয়াম এর অবস্থা মোটামুটি ভালই তবে এর বর্তমান দাম হচ্ছে 360 ডলার রয়েছে। কিছুদিন আগে এর দাম 480 ডলার ছিল তাই ভবিষ্যতের ইথেরিয়াম এর দাম এখনকার দামের চেয়ে তিনগুণ বৃদ্ধি পাবে।
Title: Re: ETH এর অবস্থা 2020 সালে কেমন হতে পারে???
Post by: Rain075 on October 06, 2020, 07:47:11 PM
বর্তমানে ইথেরিয়াম মার্কেটের যে অবস্থা তাতে 2020 সালে ইথেরিয়ামের দাম কত হতে পারে সেটা সিওর বলা যাচ্ছে না।
Title: Re: ETH এর অবস্থা 2020 সালে কেমন হতে পারে???
Post by: sky20 on October 07, 2020, 06:45:05 PM
2020 সালে আর ইথারের অবস্থা ভাল হবে না। আশা করা যায় 2021 সালে এর নতুন দৌর দেখব।কাজেই অপেক্ষা করুন ভাল কিছু আছে নিশ্চই।
Title: Re: ETH এর অবস্থা 2020 সালে কেমন হতে পারে???
Post by: Casual on October 10, 2020, 04:27:20 PM
বর্তমানে ইথার এর দাম সবথেকে কম রয়েছে।আমার মনে হয় এখন যদি কেউ কি তার কিনে রাখতে পারে তাহলে অবশ্যই সামনেই অনেক লাভের সম্ভাবনা আছে।
Title: Re: ETH এর অবস্থা 2020 সালে কেমন হতে পারে???
Post by: Psycho on October 17, 2020, 07:22:33 AM
ETH এর অবস্থা  2020 সালে কেমন হতে পারে  সবার মতামত জানতে চা???   
2021 সালের প্রথমদিকে ইথারের অবস্থা অনেক ভালো থাকবে আমি আশা করি। বর্তমানে ইথার এর অবস্থা স্থিতিশীল। 2021 সালে আর 500 ডলার টাচ করবে।
Title: Re: ETH এর অবস্থা 2020 সালে কেমন হতে পারে???
Post by: Crypto_Somrat on October 17, 2020, 06:36:18 PM
ইথার ইতিমধ্যেই কিছু পাম্প করেছে। আর আরও পাম্প করার সম্ভাবনা হয়েছে। তবে পরিস্থিতি দেখে ও বড় বড় ট্রেডারদের কথা অনুযায়ী ধারনা করা যায় যে ২০২০ সালে ইথারের দাম ৪০০-৫০০$ হবে।
ভাইয়া, আমিও আপনার সাথে একমত।   
Title: Re: ETH এর অবস্থা 2020 সালে কেমন হতে পারে???
Post by: mahid on October 18, 2020, 08:30:37 AM
ইথারের অবস্থা বর্তমানে 368 তে আছে যা পূর্বের সর্বোচ্চ প্রাইস ছিল 1500 ‍এর কাছাকাছি। আমি মনে করি বর্তমানে এর দাম অনেক কম যা এখন ক্রয়ক্ষমতার ভেতরে আছে অনেকের। তাই এখন ই উপযুক্ত সময় যত পারা যায় বাই করে রাখুন। এই বছরের যদিও ইথারের তেমন দামের কোন পরিবর্তন হবে না বলে আমার  মনে হয়। তাই আগামি 2021 সালে এটি বুল রান করতে পারে।
Title: Re: ETH এর অবস্থা 2020 সালে কেমন হতে পারে???
Post by: Rubel007 on October 18, 2020, 04:52:38 PM
আজকে ইথার এর দাম 379 তে আছে। এ বছর সর্বোচ্চ দাম হয়েছে প্রায় 500 এর কাছাকাছি এবং তা বেশি দিন স্থির থাকেনি। আর যেহেতেু এই বছর প্রায় শেষের দিকে তাই আমার মনে হয় খুব একটা দাম বৃদ্ধি পাবে না। তবুও বলা যায় না কিপ্টোকরেন্সি বাড়তে যেমন সময় লাগে না তেমনি কমতেও সময় লাগে না। তবে কিছু ক্রিপ্টো প্রিডিক্টর ধারনা করছে যে আনুমানিক 400 মধ্যে এ বছর ইথার সীমাবদ্ধ থাকবে।
Title: Re: ETH এর অবস্থা 2020 সালে কেমন হতে পারে???
Post by: Herry on October 19, 2020, 05:37:25 PM
ভাই ২০২০ তো শেষ হতে চলছে ইথেরিয়াম এর দাম 379$  আছে। মাহামারি করোনার কারনে ইথেরিয়ামের দাম তো একেবারে কমেই গিয়েছিলো বর্তমানে ইথেরিয়াম আবার আস্তে আস্তে তার আগের জায়গায় ফিরে আসতে শুরু করেছে,, কিছুদিন আগে তো ইথেরিয়াম 420$ হয়েছিলো আমার সঠিক মনে নাই তবে তার থেকে একটু বেশিও হতে পাড়ে। আমি মনে করি ২০২০ সাল তো শেষের দিকে তবে ইথেরিয়াম ২০২১ সালে ৫০০$---৬০০$ হতে পারে। ধন্যবাদ সবাইকে
Title: Re: ETH এর অবস্থা 2020 সালে কেমন হতে পারে???
Post by: Coin63@ on October 19, 2020, 06:32:55 PM
ভাই ২০২০ তো শেষ হতে চলছে ইথেরিয়াম এর দাম 379$  আছে। মাহামারি করোনার কারনে ইথেরিয়ামের দাম তো একেবারে কমেই গিয়েছিলো বর্তমানে ইথেরিয়াম আবার আস্তে আস্তে তার আগের জায়গায় ফিরে আসতে শুরু করেছে,, কিছুদিন আগে তো ইথেরিয়াম 420$ হয়েছিলো আমার সঠিক মনে নাই তবে তার থেকে একটু বেশিও হতে পাড়ে। আমি মনে করি ২০২০ সাল তো শেষের দিকে তবে ইথেরিয়াম ২০২১ সালে ৫০০$---৬০০$ হতে পারে। ধন্যবাদ সবাইকে
আপনাকে ধন্যবাদ। ক্রিপ্টোকারেন্সি উপর করোনার কোন প্রভাব ব্যাপকভাবে পড়েনি কিন্তু একেবারে পড়েনি তা নয় কিছুটা প্রভাব পড়েছে ইনভেস্টর কমে যাওয়ার কারণে। ক্রিপ্টোকারেন্সি মূলত নির্ভর করে ট্রেডিং ও ইনভেস্টর এর উপর। হ্যাঁ 2021 সালের শুরুতে ইথেরিয়াম এর দাম 400 প্লাস হতে পারে।
Title: Re: ETH এর অবস্থা 2020 সালে কেমন হতে পারে???
Post by: sky20 on October 19, 2020, 06:35:09 PM
আর মাত্র এ বছর শেষ হতে দুমাস বাকি আছে কিন্তু এখন পর্যন্ত ইথারের কোন মুভমেন্ট দেখতে পাচ্ছি না সেই দিক থেকে বলতে গেলে বলা যায় তেমন কোনো পরিবর্তন আসবে না আগামী দুই মাসের মধ্যে তবে 2021 সালে তুমি ব্যাপক পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে।
Title: Re: ETH এর অবস্থা 2020 সালে কেমন হতে পারে???
Post by: Rubel007 on October 23, 2020, 01:48:11 AM
ETH এর অবস্থা  2020 সালে কেমন হতে পারে  সবার মতামত জানতে চা???   
বিটিসির প্রাইস যেহেতু বেড়ে গেছে সেহেুতু ইথারের প্রাইসও বাড়বে বলে মনে হয়। কারন পূর্বে দেখা গেছে যখন বিটিসি বড়েছে তখন সাথে সাথে ইথারও বেড়েছে আমার মনে হয় এই ধারাবাহিকতা চলতে থাকবে।
Title: Re: ETH এর অবস্থা 2020 সালে কেমন হতে পারে???
Post by: Jaya60 on October 23, 2020, 03:23:33 AM
ইথেরিয়াম এর মার্কেট প্রাইস 2020 সালে প্রথমদিকে অনেক কম ছিল। আবার হঠাৎ করে এটি পাম্প করেছিল। আবার কিছুদিন পরে দেখা গেছে এর দাম অনেকটাই ডাম্পিং হয়েছিল। কিন্তু বর্তমানে এটির দাম অনেক বেড়ে চলছে। 2020 সালের শেষের দিকে ইথেরিয়াম এর মার্কেট প্রাইস 1000 ডলার ছেড়ে যাবে বলে আমার মনে হয়।
Title: Re: ETH এর অবস্থা 2020 সালে কেমন হতে পারে???
Post by: Hasan986 on November 05, 2020, 05:28:26 PM
ইথেরিয়াম এর মার্কেট প্রাইস 2020 সালে প্রথমদিকে অনেক কম ছিল। আবার হঠাৎ করে এটি পাম্প করেছিল। আবার কিছুদিন পরে দেখা গেছে এর দাম অনেকটাই ডাম্পিং হয়েছিল। কিন্তু বর্তমানে এটির দাম অনেক বেড়ে চলছে। 2020 সালের শেষের দিকে ইথেরিয়াম এর মার্কেট প্রাইস 1000 ডলার ছেড়ে যাবে বলে আমার মনে হয়।
১০০০ হবে কিনা তা নিয়ে একটু সন্ধিহান, তবে ৫০০-৬০০ হবে তা আশা করা যায়। ক্রিপ্ট তে কখন কোন কয়েন কি আচারণ করে তা আসলে বুঝা মুশকিল। এখন বিটিচি ও ১৫ হাজার ক্রস করলো। হয়তো ফেইক আউট হতে পারে।  যদি ডাম্প হয় ১-২ হাজার । তাহলে সাথে ইথার ও ৪০-৫০$ ডাউন হয়ে যেতে পারে।
Title: Re: ETH এর অবস্থা 2020 সালে কেমন হতে পারে???
Post by: Hasan986 on November 05, 2020, 05:30:40 PM
ETH এর অবস্থা  2020 সালে কেমন হতে পারে  সবার মতামত জানতে চা???   
বিটিসির প্রাইস যেহেতু বেড়ে গেছে সেহেুতু ইথারের প্রাইসও বাড়বে বলে মনে হয়। কারন পূর্বে দেখা গেছে যখন বিটিসি বড়েছে তখন সাথে সাথে ইথারও বেড়েছে আমার মনে হয় এই ধারাবাহিকতা চলতে থাকবে।
ঠিক ভাই। তবে বিটিসির পাম্প এর সাথে পাল্লা দিয়ে ইথার বাড়তেছে না। আজকে বিটিচি ১৫ হাজার ডলার। তাহলে এখন ইথার থাকার কথা ৬০০-৭০০. তবে তা ৪১৫ ডলার। যদি বিটিচি এখন ১৩৫০০/১৪০০০ এ যায় তাহলে দেখা যাবে ইথার ৩৫০ হয়ে যেতে পারে।
Title: Re: ETH এর অবস্থা 2020 সালে কেমন হতে পারে???
Post by: Hasan986 on November 05, 2020, 05:35:30 PM
আর মাত্র এ বছর শেষ হতে দুমাস বাকি আছে কিন্তু এখন পর্যন্ত ইথারের কোন মুভমেন্ট দেখতে পাচ্ছি না সেই দিক থেকে বলতে গেলে বলা যায় তেমন কোনো পরিবর্তন আসবে না আগামী দুই মাসের মধ্যে তবে 2021 সালে তুমি ব্যাপক পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে।
(https://i.imgur.com/DiibZdm.jpg)
আশা রাখেন Eth2.0 ডিপোসিট কন্ট্রাক্ট রিলিসড় হয়েছে। সকল আপডেট কম্পলিট হলে ইথার বুম। ৬০০-৭০০ আশা করা যায়।
Title: Re: ETH এর অবস্থা 2020 সালে কেমন হতে পারে???
Post by: Markuri33 on November 06, 2020, 03:20:15 AM
বিটকয়েন এর দাম যে হারে বাড়ছে সে হিসাবে দেখা যায় ইথেরিয়াম এর দাম 2021 সালের মধ্যে 1000 ডলার হবে।
Title: Re: ETH এর অবস্থা 2020 সালে কেমন হতে পারে???
Post by: Ak600 on November 06, 2020, 04:12:08 PM
ইথার 2020 সালে আমি না হয় ভালই হবে এবং ভালই হইছে বলা যায়না সামনে 2021 সালে আরো ভালো হতে পারে মনে হয় ভালো হবে বেশিরভাগ আর মাত্র দুই মাস আছে তাই এ বছরের শেষ আমার মনে হয় 2021 সাল থেকে আরো ভালো উন্নতি হবে
Title: Re: ETH এর অবস্থা 2020 সালে কেমন হতে পারে???
Post by: Nusrat on November 06, 2020, 05:58:36 PM
আমি নতুন ইউজার ETH সম্পর্কে আমার তেমন কোন ধারণা নেই। তবে এখন সব মার্কেটে ভালো যাচ্ছে। 2020 সালেETH এর অবস্থান কোথায় গিয়ে দাঁড়াতে পারে। এর মতামত সিনিয়র ভাইদের কাছে জানতে চাই।ETHসম্পর্কে পুরো ধারণা টা আমাদের মাঝে তুলে ধরবেন যাতে আমরা এর সম্পর্কে পুরোটা জানতে পারি। তাতে আমার মত সকল জুনিয়রদের অনেক উপকারে আসবে।
Title: Re: ETH এর অবস্থা 2020 সালে কেমন হতে পারে???
Post by: Goblin on November 06, 2020, 06:20:53 PM
ইথেরিয়াম এর বর্তমান অবস্থা আগের চেয়ে অনেক ভালো পর্যায়ে আছে। 2020 সালের প্রথম দিকে ইথেরিয়াম এর অবস্থা অনেক খারাপ ছিল। বর্তমানে ইথেরিয়াম অনেকটাই এগিয়ে যাচ্ছে। বর্তমান ইথেরিয়াম এর প্রাইস ৪৩৯ ডলার। এটি ইতিমধ্যে 500 ডলার পার করে ফেলেছে। 2020 সালের শেষের দিকে ইথেরিয়াম 600 থেকে 800 ডলারের কাছাকাছি যাবে।
Title: Re: ETH এর অবস্থা 2020 সালে কেমন হতে পারে???
Post by: Power420 on November 06, 2020, 06:24:44 PM
ইট্রিয়াম এর অবস্থান কিছুদিন আগে মোটামুটি ভালোই ছিল বর্তমান অবস্থা একটু ভালো দেখে। গত কিছুদিন ধরে না ইথেরিয়াম এর দাম বর্তমানে তেলের দাম 450 ডলার। ভবিষ্যতে এ ধরনের দাম 1000 থেকে 15 ডলার হবে বলে আশা করা যায়।
Title: Re: ETH এর অবস্থা 2020 সালে কেমন হতে পারে???
Post by: sky20 on November 12, 2020, 09:43:14 PM
ETH এর অবস্থা  2020 সালে কেমন হতে পারে  সবার মতামত জানতে চা???   
2020 সালে ইথার এর অবস্থা বেশি এগোতে না পারলেও অনেক দুর চলে যাবে। বর্তমানে ইথারের দাম 458 ডলার। এ বছরের শেষে এর দাম হবে 1000 ডলারের কাছে।
Title: Re: ETH এর অবস্থা 2020 সালে কেমন হতে পারে???
Post by: Magepai on November 13, 2020, 02:05:54 AM
বর্তমানের অবস্থা দেখে মনে হয় যে ইথারিয়াম এর প্রাইস 700 ডলার হওয়ার সম্ভাবনা রয়েছে 2020 সালের শেষের দিকে।
Title: Re: ETH এর অবস্থা 2020 সালে কেমন হতে পারে???
Post by: Blue_sea on November 13, 2020, 05:08:48 AM
ইথার বর্তমানে মোটামুটি ভালো অবস্থানেই আছে। তারা ডেভেলপমেন্ট চালিয়ে যাচ্ছে। তবে আশা করি ২০২০ সালে কমপক্ষে দুইহাজার ডলার স্পর্শ করবে।
ইথার বর্তমানে ভালো অবস্থানে আছে। এটি বিটকয়েনের মত দাম না বাড়লেও স্বাভাবিক পর্যায়ে আছে। 2020 সাালে এটির প্রাইস সর্বোচ্চ পর্যায়ে যাওয়ার সম্ভবনা আছে।
Title: Re: ETH এর অবস্থা 2020 সালে কেমন হতে পারে???
Post by: JISAN on November 13, 2020, 05:14:33 AM
ইথার বর্তমানে মোটামুটি ভালো অবস্থানেই আছে। তারা ডেভেলপমেন্ট চালিয়ে যাচ্ছে। তবে আশা করি ২০২০ সালে কমপক্ষে দুইহাজার ডলার স্পর্শ করবে।
ইথার বর্তমানে ভালো অবস্থানে আছে। এটি বিটকয়েনের মত দাম না বাড়লেও স্বাভাবিক পর্যায়ে আছে। 2020 সাালে এটির প্রাইস সর্বোচ্চ পর্যায়ে যাওয়ার সম্ভবনা আছে।
এখন বিটকয়েন বাড়লেও সে তুলনায় ইথার বারতেছে না। বিটকয়েন ১৬৫০০+ হয়ে গেলো কিন্তু ইথার ৪৫০-৪৬৫ এর মধ্যে ঘুরাঘুরি করতেছে। তবে এটাও বাড়বে খুব তারাতারিই
Title: Re: ETH এর অবস্থা 2020 সালে কেমন হতে পারে???
Post by: Triedboy on November 26, 2020, 03:50:07 PM
ইথেরিয়াম এর প্রাইস যে হারে বাড়তে যাচ্ছিল আমি মনে করেছিলাম 2020 সালের মধ্যেই প্রায় এক হাজার ডলার হবে। কিন্তু বাড়িতে গিয়ে হঠাৎ করে আবার কমে গিয়েছে। যে কারণে আসলে বলতে পারছিনা ইথিরিয়াম এর প্রাইস কোন সময় কোন দিকে যায়।
Title: Re: ETH এর অবস্থা 2020 সালে কেমন হতে পারে???
Post by: Ak600 on November 26, 2020, 04:14:32 PM
ইথার ইতিমধ্যেই কিছু পাম্প করেছে। আর আরও পাম্প করার সম্ভাবনা হয়েছে। তবে পরিস্থিতি দেখে ও বড় বড় ট্রেডারদের কথা অনুযায়ী ধারনা করা যায় যে ২০২০ সালে ইথারের দাম ৪০০-৫০০$ হবে।
জ্বি ভাই আপনি ঠিক বলেছেন কারণ ইতিমধ্যেই কিছু পাম্প করেছে এবং আরো পান করা সম্ভাবনা আছে 2020 সালের  ইথারের দাম উপরের দিকে চলে যাবে ইনশাল্লাহ