Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: Rds3b on March 23, 2019, 05:26:39 PM

Title: কি হবে মার্কেটে।
Post by: Rds3b on March 23, 2019, 05:26:39 PM
সবার কাছে জানতে চাই মার্কেটের অবস্থা কি যেমন আছে তেমনই কি থাকবে।না কি কোন পরিবর্তন ঘটবে যার যতো টুকু যানা আছে সে তাতো টুকুই প্রকাশ করুন।আমাদের খুব জানতে ইচ্ছে করছে ধন্যবাদ সবাইকে।                               
Title: Re: কি হবে মার্কেটে।
Post by: Akash on March 23, 2019, 06:54:41 PM
না ভাই কয়েন মার্কেটের অবস্থা এমন থাকবে না । আশা করি কিছু দিনের মধ্যেই কয়েন মার্কেটের অবস্থা পরিবর্তন হবে । কারন আবার ethereum এর দাম বাড়তেছে শুনতেছি।
Title: Re: কি হবে মার্কেটে।
Post by: Malam90 on March 24, 2019, 07:27:40 AM
কোন ক্রিপ্টোই কিন্তু সবসময় একই স্থানে থাকেনা। প্রাইস অবশ্যই উত্থান পতন হয়। বিটিসি 20 হাজার থেকে 3300 তে নেমেছিলো। এখন 4000 এর উপরে আছে। পরের ধাপ ৫০০০ হলেই আস্তে আস্তে বাড়বে। একসময়ে দেখা যাবে বিটকয়েন কিংবা অলটকয়েন আগের দামে ফিরে যাবে।
Title: Re: কি হবে মার্কেটে।
Post by: ALEX JAHID on April 07, 2019, 01:35:33 PM
সবার কাছে জানতে চাই মার্কেটের অবস্থা কি যেমন আছে তেমনই কি থাকবে।না কি কোন পরিবর্তন ঘটবে যার যতো টুকু যানা আছে সে তাতো টুকুই প্রকাশ করুন।আমাদের খুব জানতে ইচ্ছে করছে ধন্যবাদ সবাইকে।                             
মার্কেট আগের থেকে অনেক বেশি ভালো হইছে আগে যেখানে বিটকয়েন এর দাম ৩৯০০ ছিল এখন সেটা ৫৪০০ ছারিয়ে গেছে  আশা করা যায় যে কিছু দিন পরে আর দাম ১০০০০ এর উপরে যাবে সবাই যদি টকেন গুলা বেশি দামে সেল করে তা হলে মার্কেট ভালো হবে
Title: Re: কি হবে মার্কেটে।
Post by: Riya143 on April 07, 2019, 02:08:49 PM
মার্কেট এর অবস্থা পরিবর্তন হবে এটা সবাই বলে কিন্তু আসলে কি পরিবর্তন হচ্ছে?  না এটাকে পরিবর্তন বলে না। তবে আমরা আস্থা রাখতে পারি যে ভাল হবে। যদিও ২০১৮ এর চেয়ে একটু ভাল এখন। আর ভাল হওয়ার সম্ভাবনা আছে।               
Title: Re: কি হবে মার্কেটে।
Post by: Triedboy on August 10, 2020, 07:00:59 AM
মার্কেট এর বর্তমান অবস্থা 2018 সালের থেকে একটু ভালো যাচ্ছে কিন্তু আমার চাই 2017 সাল টা যদি আবার ফিরে আসে তাহলে অনেক ভালো হতো ।
Title: Re: কি হবে মার্কেটে।
Post by: Nostoman on August 10, 2020, 07:04:32 AM
মার্কেট এর বর্তমান অবস্থা 2018 সালের থেকে একটু ভালো যাচ্ছে কিন্তু আমার চাই 2017 সাল টা যদি আবার ফিরে আসে তাহলে অনেক ভালো হতো ।

Off topics এ আলোচনা করা বন্ধ করুন। নতুন পোস্ট এ আলোচনা করুন।       
Title: Re: কি হবে মার্কেটে।
Post by: ttcsalam on August 10, 2020, 01:31:42 PM
মার্কেট বেশ কিছু কারনে উদ্ধ গতি হচ্ছে। তবে ইথিরিয়াম দাম আরও বাড়বে বলে আশা করা যাচ্ছে।এবং একই সাথে বিটকয়েন এর দাম ও বৃদ্ধি পাবে বলে আমার বিশ্বাস।সব মিলিয়ে বলতে পারি মার্কেট ভালোর দিকে যাবে।
Title: Re: কি হবে মার্কেটে।
Post by: Fawpac2 on August 11, 2020, 04:52:30 PM
হ্যাঁ ভাই বর্তমান মার্কেটে যে অবস্থা মার্কেট এই অবস্থা থাকা দরকার এর চেয়ে যাতে না কমে এবং 2020 সালের শেষের দিকে মার্কেটের অবস্থা 20 হাজার ডলার হওয়া উচিত তবে এর সাথে সাথে টেকেন এর দাম বারা উচিত।
Title: Re: কি হবে মার্কেটে।
Post by: XM8 on December 11, 2020, 01:28:52 PM
ভাইয়া মার্কেট কোন সময় এক অবস্থায় থাকে না কেননা ক্রিপ্টোকারেন্সি এর মার্কেট সবসময় আপ ডাউন করে তাই ক্রিপ্তমারকেট সম্পর্কে আগে থেকেই হতাশা বা সিওর হয়ে কোন কিছু বলা যায়। ধৈর্য ধরে আগে মার্কেট পর্যবেক্ষণ করতে হয়।আশা করি আমরা যদি ধৈর্য্য ধরি তাহলে অবশ্যই দেখতে পারবো ভবিষ্যতে মার্কেট কেমন হয়।
Title: Re: কি হবে মার্কেটে।
Post by: Crypto_Somrat on December 11, 2020, 03:35:00 PM
সবার কাছে জানতে চাই মার্কেটের অবস্থা কি যেমন আছে তেমনই কি থাকবে।না কি কোন পরিবর্তন ঘটবে যার যতো টুকু যানা আছে সে তাতো টুকুই প্রকাশ করুন।আমাদের খুব জানতে ইচ্ছে করছে ধন্যবাদ সবাইকে।                             
ভাই ক্রিপ্টোকারেন্সি মার্কেট কখনোই এক অবস্থায় থাকে না। এটা সব সময় পরিবর্তন হবে এবং ওঠানামা করবে এটাই স্বাভাবিক। ক্রিপ্টোকারেন্সি তে উত্থান-পতন থাকবেই। বিগত দুই বছরের তুলনায় মার্কেট এখন অনেক ভালো পজিশনে রয়েছে। প্রত্যেক বছরের শেষের দিকে দেখা যায় মার্কেটের অবস্থা খারাপ থাকে কিন্তু এই বছর তার উল্টো হয়েছে সারা বছরের তুলনায় এখন মার্কেটের অবস্থা ভালো লক্ষ করা যাচ্ছে। বিটকয়েন ও  তার পূর্বের করা নিজের রেকর্ড নিজেই ভেঙ্গে ফেলল এই বছরের শেষ দিকে। আশা করছি ভবিষ্যতে আরো ভালো হতে চলেছে এই ক্রিপ্টোকারেন্সি মার্কেট।
Title: Re: কি হবে মার্কেটে।
Post by: Blue_sea on December 11, 2020, 07:27:52 PM
ঠিক এই মূহূর্তে আমি মনে করি মার্কেটের কিছু টা হলেও অবনতি হবে। এখন প্রতিটি কয়েনেই ডাউন ট্রেন্ডে আছে। তাই বলা যাচ্ছে না কবে এটি আপ হতে পারে তবে স্বাভাবিকভাবে যা বুঝলাম যে মার্কেট এখন খুব একটা্ উঠবে না।
Title: Re: কি হবে মার্কেটে।
Post by: Magepai on December 12, 2020, 12:08:30 AM
বর্তমানে মার্কেট কন্ডিশন কেমন হবে সেটা আসলেই বলতে পারছিনা।হঠাৎ করে মার্কেট অনেক উপর দিকে যাচ্ছে আবার হঠাৎ করে দেখা যাচ্ছে অনেক নিচে নেমে গিয়েছে। এরকম পরিস্থিতি মার্কেট রয়েছে।তারপরেও আমার বিশ্বাস বিটকয়েন ও ইথার এর দাম আবারও অনেকটাই বৃদ্ধি পাবে।
Title: Re: কি হবে মার্কেটে।
Post by: Casual on December 12, 2020, 07:13:18 AM
বর্তমান সময়ে সব সময় মার্কিন আপডাউন করে যাচ্ছে। মার্কেটের অবস্থা ভালো থাকে কিন্তু দেখা যাচ্ছে ভালো ভালো বাউন্টি ম্যানেজার ফোরামে ফিরে আসতেছে। যে কারনে আমার প্রতি বিশ্বাস অবশ্যই মার্কেট ভালো হবে।
Title: Re: কি হবে মার্কেটে।
Post by: Salauddin on December 12, 2020, 08:00:34 AM
বর্তমান সময়ে সব সময় মার্কিন আপডাউন করে যাচ্ছে। মার্কেটের অবস্থা ভালো থাকে কিন্তু দেখা যাচ্ছে ভালো ভালো বাউন্টি ম্যানেজার ফোরামে ফিরে আসতেছে। যে কারনে আমার প্রতি বিশ্বাস অবশ্যই মার্কেট ভালো হবে।

মার্কেটের অবস্থা অনেক ভালো হবে আর মারকেটের কাজ ই হচ্ছে দাম কমে জাওয়া এবং বৃদ্ধি পাওয়া  আর আমাদের এই সব মেনেই কাজ করতে থাকতে হবে তাছারা আমাদের ভালো কিছু বোঝা সম্ভাব হবেনা।
Title: Re: কি হবে মার্কেটে।
Post by: Ricky on December 12, 2020, 11:32:23 AM
সবার কাছে জানতে চাই মার্কেটের অবস্থা কি যেমন আছে তেমনই কি থাকবে।না কি কোন পরিবর্তন ঘটবে যার যতো টুকু যানা আছে সে তাতো টুকুই প্রকাশ করুন।আমাদের খুব জানতে ইচ্ছে করছে ধন্যবাদ সবাইকে।                             
আমার মনে হয় ক্রিপ্টোকারেন্সি মার্কেট কখনোই এক অবস্থানে থাকার নয়।  এটা প্রতিনিয়ত ওঠানামা করতে থাকে। এখন যে অবস্থানে থাক আশা করছি ভবিষ্যতে আরো ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ দিনদিন ক্রিপ্টোকারেন্সি এর উপর সারা বিশ্বের মানুষ ঝুঁকে পড়ছে। অনলাইন লেনদেন এবং অনলাইনে কেনাকাটা কে মানুষ স্বাগত জানাচ্ছে। তাই আশা করা যায় অদূর ভবিষ্যৎ ক্রিপ্টোকারেন্সি অনেক ভালো অবস্থানে থাকবে।
Title: Re: কি হবে মার্কেটে।
Post by: Jamis on December 12, 2020, 12:15:53 PM
বাজারের অবস্থা বর্তমানে অনেকটা ভালো। ক্রিপ্টোকারেন্সি মার্কেটে 2018 সালে বড় ধরনের পরিবর্তন এসেছিল। সেই সময়ে অনেক ম্যানেজার ফোরাম থেকে চলে গিয়েছে। কিন্তু বর্তমানে নতুন ম্যানেজারদের আগমন ঘটছে। কারণ বাজারের অবস্থা ভালো।
Title: Re: কি হবে মার্কেটে।
Post by: Token@ on December 12, 2020, 12:55:10 PM
মার্কেট কোন সময় এক থাকে না। ক্রিপ্টোকারেন্সি মার্কেট সব সময় আপডাউন করে। কারণ ক্রিপ্টোকারেন্সি  মার্কেটের মূল ধর্ম হল আপ ডাউন করা। কারণ কিপ টু কারেন্সি মার্কেট যদি আপ ডাউন না করে তাহলে মার্কেট চলবেনা মার্কেট থেকে বিভিন্ন বিনিয়োগকারীরা সরে যাবে।মার্কেটের যত বেশি বিনিয়োগ করা হবে ততো বেশি ক্রিপ্টোকারেন্সি মার্কেট আপডাউন করবে।মার্কেট থেকে যদি বিনিয়োগকারীদের সরে যায় তাহলে মার্কেট চালানো সম্ভব হবে বলে আমি মনে করি।
Title: Re: কি হবে মার্কেটে।
Post by: Jaya60 on December 12, 2020, 02:57:16 PM
কি হবে মার্কেট আসলে আমি মনে করি মার্কেট এরপর আরো অনেক ভালো হবে। আমেরিকাতে পুরোপুরি ক্রিপ্টোকারেন্সি এর বৈধতা দিয়ে দিয়েছি। যার কারণে আমি মনে করে অবশ্যই ক্রিপ্টোকারেন্সি মার্কেট আরো ভালো হবে।
Title: Re: কি হবে মার্কেটে।
Post by: Maxtel on December 12, 2020, 04:37:51 PM
মার্কেট এখন যে অবস্থায় আছে এ অবস্থায় থাকবে না ।অবশ্যই মার্কেটের বর্তমান অবস্থার পরিবর্তন হবে। আমি যতটুকু বুঝি 2021 সালের শুরু থেকে মার্কেটে অনেক বড় পাম্প করবে।
Title: Re: কি হবে মার্কেটে।
Post by: Zero0 on December 12, 2020, 05:24:46 PM
মার্কেট এর বর্তমান অবস্থা 2018 সালের থেকে একটু ভালো যাচ্ছে কিন্তু আমার চাই 2017 সাল টা যদি আবার ফিরে আসে তাহলে অনেক ভালো হতো ।
ভাই আমার মনে হয় যে সুযোগটা চলে যাবার সেটা চলে গিয়েছে 2017 সাল এর মতো মার্কেট এবং বাউন্টি সাইট কোনটিই আর হবেনা। হয়তো 2018 এবং 2019 সাল এর থেকে মার্কেট এবং বাউন্টি সাইট কিছুটা উন্নত হবে কিন্তু 2017 সালের মতো আর হবার নয়। এটা আমার ধারণা। তবে আশা করছি আগামী 2021 সালের শুরু থেকেই ক্রিপ্টোকারেন্সি তে আরো ভালো কিছু আমরা দেখতে পারি।
Title: Re: কি হবে মার্কেটে।
Post by: ranaprime on December 12, 2020, 06:04:44 PM
ক্রিপ্টো মার্কেট সর্বদা পরিবর্তনশীল। আজ কে ভাল থাকলে যে কালও থাকবে তা নয়। আজ ভাল তো কাল খারাপ হতেই পারে আর এটিই স্বাভাবিক। মার্কেট এখন খারাপ যাচ্ছে তাই আমি মনে করি ভবিষ্যতে মার্কেট আবার ভাল হবে। বিটকয়েনের দাম বর্তমানে 18000 ডলার আবার এটি এর চেয়ে অনেক বেশিও হতে পারে  আবার কমেও যেতে পারে।
Title: Re: কি হবে মার্কেটে।
Post by: Markuri33 on December 12, 2020, 11:06:30 PM
আমি বলতে চাই যে ক্রিপ্টোকারেন্সি মার্কেট আরো অনেক উন্নত হবে।তার কারণ আমি কালকে দেখলাম যে আমেরিকাতে প্রায় সব কিছুতেই ক্রিপ্টোকারেন্সি তে চালু হয়েছে। সব কাজ করা যাবে বিটকয়েনের মাধ্যমে। আমি বলবো যে এখন থেকে মার্কেট আরো অনেক উন্নত হবে ক্রিপ্টোকারেন্সি।
Title: Re: কি হবে মার্কেটে।
Post by: Markuri33 on December 12, 2020, 11:07:51 PM
কি হবে মার্কেট আসলে আমি মনে করি মার্কেট এরপর আরো অনেক ভালো হবে। আমেরিকাতে পুরোপুরি ক্রিপ্টোকারেন্সি এর বৈধতা দিয়ে দিয়েছি। যার কারণে আমি মনে করে অবশ্যই ক্রিপ্টোকারেন্সি মার্কেট আরো ভালো হবে।

হ্যাঁ ব্রো আপনি একদম ঠিক বলেছেন। আমি মনটা কালকে শুনেছি যে আমেরিকাতে নাকি বিটকয়েনের মাধ্যমে সবকিছুই করা সম্ভব।তাই আমারও বিশ্বাস হয় যে ক্রিপ্টোকারেন্সি এর মার্কেট আগের থেকে আরও দ্বিগুন ভালো হওয়ার সম্ভাবনা আছে।
Title: Re: কি হবে মার্কেটে।
Post by: Princeraju on December 12, 2020, 11:28:14 PM
বাজারের অবস্থা অনেক ভালো হবে। বর্তমানে বাজারের অবস্থা অনেকটা ভালো। 2018 সালে বাজারের অবস্থা অনেকটা খারাপ ছিল। কিন্তু 2019 সালে বাজারের অবস্থা কিছুটা ভালো হতে থাকে। কবে 2019 সালে অনেক বেশি scamming হয়েছিল। বর্তমান বছরটি ক্রিপ্টোকারেন্সি মার্কেটের অবস্থা অনেকটা ভালো।
Title: Re: কি হবে মার্কেটে।
Post by: Laxmi Sharma on December 13, 2020, 10:53:37 AM
সবার কাছে জানতে চাই মার্কেটের অবস্থা কি যেমন আছে তেমনই কি থাকবে।না কি কোন পরিবর্তন ঘটবে যার যতো টুকু যানা আছে সে তাতো টুকুই প্রকাশ করুন।আমাদের খুব জানতে ইচ্ছে করছে ধন্যবাদ সবাইকে।                             
ভাই আপনিও হয়তো জানেন মার্কেট কখনো এক জায়গায় থাকে না। এটা আমাদের সবারই জানা যে ক্রিপ্টোকারেন্সি মার্কেট সব সময় পরিবর্তনশীল। হ্যাঁ মার্কেট এখন কিছুটা ডাম্প থাকলেও, এখন মার্কেটের মুভমেন্ট খুব ভালো লক্ষ করা যাচ্ছে। আশা করা যায় সামনে আরো ভালো হতে চলেছে এই ক্রিপ্টোকারেন্সি মার্কেট।
Title: Re: কি হবে মার্কেটে।
Post by: XM8 on December 13, 2020, 11:29:01 AM
ভাইয়া আপনি সাধারণত এ বিষয়ে তিনি থাকবেন যে ক্রিপ্টোকারেন্সি মার্কেট কোন সময় এ অবস্থায় থাকে না।  সব সময় বাজার আপডাউন করে। তাই আমার মনে হয় আপনাকে আরো ফোরাম এর পিছনে বেশি সময় ব্যায় করা উচিত। এবং ফোরামের সিনিয়র ভাইদের পোস্টগুলো মনোযোগ সহকারে পড়া উচিত।
Title: Re: কি হবে মার্কেটে।
Post by: Nusrat on December 13, 2020, 12:47:41 PM
সবার কাছে জানতে চাই মার্কেটের অবস্থা কি যেমন আছে তেমনই কি থাকবে।না কি কোন পরিবর্তন ঘটবে যার যতো টুকু যানা আছে সে তাতো টুকুই প্রকাশ করুন।আমাদের খুব জানতে ইচ্ছে করছে ধন্যবাদ সবাইকে।                             
ভাই আপনি লক্ষ করে দেখেন যে ক্রিপ্টোকারেন্সি মার্কেট কখনো স্থির থাকেনা। সবসময় এর পরিবর্তন হয় ক্রিপ্টোকারেন্সি মার্কেটে সব সময় আপ ডাউন করতে থাকে। এখন মার্কেটের অবস্থা যেমন আছে কিছুদিন পর এটি হয়তো থাকবে না। আমি মনে করি অবশ্যই ক্রিপ্টোকারেন্সি মার্কেটের পরিবর্তন ঘটবে।
Title: Re: কি হবে মার্কেটে।
Post by: Kangaro45 on December 13, 2020, 01:17:12 PM
মার্কেট এর বর্তমান অবস্থা 2018 সালের থেকে একটু ভালো যাচ্ছে কিন্তু আমার চাই 2017 সাল টা যদি আবার ফিরে আসে তাহলে অনেক ভালো হতো ।
। 



আপনি ঠিকই বলেছেন মার্কেট বর্তমানে 2018 সালের চেয়ে কিছুটা ভালো।তবে মার্কেট 2017 সালের মতো ভালো হবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। তবে মার্কেটের অবস্থা দেখে মনে হচ্ছে মার্কেট আরো ভালো হবে 21 সালের শুরু থেকেই।
Title: Re: কি হবে মার্কেটে।
Post by: Niloy on December 13, 2020, 01:30:54 PM
ক্রিপ্টো  মার্কেট সব সময় পরিবর্তনশীল । ক্রিপ্টো  মার্কেট কখনো  স্থির
 থাকেনা ইহা সর্বদাই উঠানামা করে থাকে ।তাই মনে করি ভবিষ্যতে মার্কেটের অবস্থা আরো ভালো হবে।
Title: Re: কি হবে মার্কেটে।
Post by: Akhi600 on December 13, 2020, 03:10:12 PM
মার্কেট বর্তমান যে অবস্থায় আছে আমি মনে করি এর চেয়ে আর যেন নিচে না নামে। 2020 সাল শেষের দিকে 20,000 ডলার এর উপরে যাওয়া খুবই দরকার তবে কি হয় বলা যাচ্ছে না
Title: Re: কি হবে মার্কেটে।
Post by: Akhi600 on December 13, 2020, 03:14:23 PM
বর্তমান সময়ে সব সময় মার্কিন আপডাউন করে যাচ্ছে। মার্কেটের অবস্থা ভালো থাকে কিন্তু দেখা যাচ্ছে ভালো ভালো বাউন্টি ম্যানেজার ফোরামে ফিরে আসতেছে। যে কারনে আমার প্রতি বিশ্বাস অবশ্যই মার্কেট ভালো হবে।
ধন্যবাদ ভাই আপনাকে সুন্দর মতামত করেছেন। তবে আমিও দেখতে পারতেছি ভালো ভালো বাউন্টি ম্যানেজার ফোরামের ফিরে আসতেছে। তাই আমি বলব মার্কেট অতি শীঘ্রই ফিরে আসবে ধন্যবাদ
Title: Re: কি হবে মার্কেটে।
Post by: Tamsialu$$ on December 19, 2020, 04:58:45 PM
কি হবে মার্কেট আসলে সেটা বড় কথা নয় মার্কেট এখন ভালো হতে চলেছে অবশ্যই সামনে মার্কেট আরো ভালো হবে। এখন বিটকয়েন এর প্রাইস 23 হাজার ডলারের উপরে অবস্থান করছে।সময়ের সাথে সাথে দেখা যাচ্ছে বিটকয়েনের প্রাইস বাড়তে শুরু করেছে এবং সেই সাথে সাথে অনেক টোকেনের প্রাইস বাড়তেছে। এইজন্য বলা যায় কিন্তু কারেন্সির মার্কেট অবশ্যই আরো ভালো হবে।
Title: Re: কি হবে মার্কেটে।
Post by: Ricky on December 19, 2020, 06:56:32 PM
ক্রিপ্টোকারেন্সি মার্কেট সম্পর্কে অগ্রিম ভবিষ্যদ্বাণী করা ঠিক না তারপরও বলছি আশা করব সামনে আরো ভালো হতে চলেছে এই ক্রিপ্টোকারেন্সি মার্কেট। মার্কেটে আজ বিটকয়েন এর অবস্থান 23 হাজার 800 ডলার সময়ের সাথে এর দাম অধিক হারেই বাড়তে চলেছে। আশা করা যায় ভবিষ্যতে আরো ভাল হবে এই ক্রিপ্টোকারেন্সি মার্কেট।
Title: Re: কি হবে মার্কেটে।
Post by: Irfan12@ on December 21, 2020, 11:32:07 AM
সবার কাছে জানতে চাই মার্কেটের অবস্থা কি যেমন আছে তেমনই কি থাকবে।না কি কোন পরিবর্তন ঘটবে যার যতো টুকু যানা আছে সে তাতো টুকুই প্রকাশ করুন।আমাদের খুব জানতে ইচ্ছে করছে ধন্যবাদ সবাইকে।                             
ভাই বর্তমানে ক্রিপ্ত মার্কেটের অবস্থা খুবই ভালো যত দিন যাচ্ছে ক্রিপ্টোকারেন্সি সকল মুদ্রার দাম হুহু করে বৃদ্ধি পাচ্ছে এবং ক্রিপ্টো মার্কেট ভালো হতে শুরু করেছে এভাবে চলতে থাকলে 2021 সালের শুরুতে আমরা এক নতুন রূপে ক্রিপ্টো মার্কেট দেখতে পারব
Title: Re: কি হবে মার্কেটে।
Post by: bmw1 on December 21, 2020, 03:43:54 PM
ক্রিপ্টো কারেন্সি মার্কেটে বর্তমান দোকানের দাম মোটামুটি ভালো আছে এবং ভবিষ্যৎ কেমন হবে সেটা বলা সম্ভব না এখন মার্কেটে অবস্থা এরকম থাকবে কিনা জানিনা এবং আশা করি ভবিষ্যতে যেন আরো ভালো হয়।
Title: Re: কি হবে মার্কেটে।
Post by: Heron on December 21, 2020, 06:09:02 PM
ভাই একটু কারেন্সি মার্কেট সবসময় পরিবর্তিত হতে থাকে। ক্রিপ্টোকারেন্সি মার্কেট সবসময় ওঠানামা করবে এটাই স্বাভাবিক। কি হবে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের সামনে সে সম্পর্কে অগ্রিম ভবিষ্যদ্বাণী করা খুবই কঠিন কারণ এখানে কখন কি হয় বলা যায় না। বর্তমানে মার্কেটের অবস্থা অনেক ভালো লক্ষ্য করা যাচ্ছে। আশা করছি সামনে আরো ভালো হবে ক্রিপ্টোকারেন্সি মার্কেট।
Title: Re: কি হবে মার্কেটে।
Post by: Laxmi Sharma on December 21, 2020, 06:17:37 PM
সবার কাছে জানতে চাই মার্কেটের অবস্থা কি যেমন আছে তেমনই কি থাকবে।না কি কোন পরিবর্তন ঘটবে যার যতো টুকু যানা আছে সে তাতো টুকুই প্রকাশ করুন।আমাদের খুব জানতে ইচ্ছে করছে ধন্যবাদ সবাইকে।                             
ভাই আমার মনে হয় সামনে মার্কেট আরো ভাল হবে এই কামনাই করি সব সময়। মার্কেটের অবস্থা এখনো অনেক ভালই রয়েছে বলে আমি মনে করি। আশা করি ভবিষ্যতে যেন আরো ভালো হয় এই ক্রিপ্টোকারেন্সি মার্কেট।
Title: Re: কি হবে মার্কেটে।
Post by: Tunir Baap on December 22, 2020, 04:17:34 PM
আমার মনে হয় মার্কেটের অবস্থা জানতে হলে আগে আপনাকে ফোরামে অ্যাক্টিভ থেকে ধৈর্য ধরে কাজ করতে হবে।কারন একটি প্রবাদ বাক্য আছে যে সবুর করলে মেওয়া ফলে অর্থাৎ আপনি যদি ধৈর্য ধরে কোন কাজ করেন অথবা কোন বিষয়ের উপর জানতে চান তাহলে আপনি অবশ্যই সেই মিশনের সাকসেসফুল হবে তাই মনে হয় ভবিষ্যৎ মার্কেটের অবস্থা দেখতে হলে আপনাকে অবশ্যই ধৈর্য ধরতে হবে
Title: Re: কি হবে মার্কেটে।
Post by: Irfan12@ on December 24, 2020, 08:35:39 AM
আমার মনে হয় মার্কেটের অবস্থা জানতে হলে আগে আপনাকে ফোরামে অ্যাক্টিভ থেকে ধৈর্য ধরে কাজ করতে হবে।কারন একটি প্রবাদ বাক্য আছে যে সবুর করলে মেওয়া ফলে অর্থাৎ আপনি যদি ধৈর্য ধরে কোন কাজ করেন অথবা কোন বিষয়ের উপর জানতে চান তাহলে আপনি অবশ্যই সেই মিশনের সাকসেসফুল হবে তাই মনে হয় ভবিষ্যৎ মার্কেটের অবস্থা দেখতে হলে আপনাকে অবশ্যই ধৈর্য ধরতে হবে
হ্যাঁ ভাই আপনার কথাগুলো ঠিক আছে তবে আমার মনে হয় সেই ভাইটি ক্রিপ্টো মার্কেট সম্পর্কে জানতে চেয়েছেন সে জানতে চেয়েছেন যে এখন ক্রিপ্টো মার্কেটের অবস্থা কেমন তো আমার মনে হয় যে ক্রিপ্ত মার্কেট সম্পর্কে জানার জন্য তাকে ফোরামে সময় দিতে হবে কিন্তু ধৈর্য ধরতে হবে না তবে আমি বলবো বর্তমান সময়ে ক্রিপ্টো মার্কেটের অবস্থা অনেকটা ভালো
Title: Re: কি হবে মার্কেটে।
Post by: Bony11 on December 24, 2020, 09:14:51 AM
আমার মনে হয় মার্কেটের অবস্থা জানতে হলে আগে আপনাকে ফোরামে অ্যাক্টিভ থেকে ধৈর্য ধরে কাজ করতে হবে।কারন একটি প্রবাদ বাক্য আছে যে সবুর করলে মেওয়া ফলে অর্থাৎ আপনি যদি ধৈর্য ধরে কোন কাজ করেন অথবা কোন বিষয়ের উপর জানতে চান তাহলে আপনি অবশ্যই সেই মিশনের সাকসেসফুল হবে তাই মনে হয় ভবিষ্যৎ মার্কেটের অবস্থা দেখতে হলে আপনাকে অবশ্যই ধৈর্য ধরতে হবে
হ্যাঁ ভাই আমি আপনার সাথে একমত। কোন কিছু করতে চাইলে  অবশ্যই আপনাকে সেই বিষয়টি সম্পর্কে ভালো জ্ঞান লাভ করতে হবে। আর কোন কিছু সম্পর্কে জ্ঞান অর্জন করতে হলে সেটা একদিনে করা সম্ভব নয় । এই বিষয়টার প্রতি ধৈর্য্য ধারণ করে  সেই বিষয় সম্পর্কে ভালোভাবে বিশ্লেষণ করে সে বিষয়টি সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে । তাই আপনি যদি ক্রিপ্টোকারেন্সি  মার্কেট সম্পর্কে ভালো জ্ঞান অর্জন করতে চান  তাহলে আপনাকে এই ফোরামে অবশ্যই নিয়মিত একটিভ  থাকতে হবে।
Title: Re: কি হবে মার্কেটে।
Post by: bmw1 on December 24, 2020, 09:25:47 AM
বর্তমান মার্কেট প্রাইস এর চেয়ে কি কোন পরিবর্তন হবে এটা বলা সম্ভব না কিছুদিন দাম আপডাউন করলেও পরবর্তীতে আবার আগের পর্যায়ে ফিরে আসে তাই মার্কেটে যেমন ক্রিপ্টোকারেন্সি যত তাড়াতাড়ি দাম বেড়ে যায় কিছুদিন থাকার পর আবার ঠিক ততো তাড়াতাড়ি দাম কমে আসে তাই বলা যাবেনা যে মার্কেট প্রাইস বর্তমান যেরকম আছে পরবর্তীতে সে রকম থাকবে।
Title: Re: কি হবে মার্কেটে।
Post by: Bad leyar on December 24, 2020, 10:32:53 AM
অবশ্যই এটা বলা খুবই মুশকিল কিন্তু আমি মনে করি যে মার্কেট এর দাম কমতে পারে কেননা ক্রিপ্টোকারেন্সি মার্কেটগুলো সবসময় উঠানামা করে এ দেখা গেল একসময় অনেক দ্রুত হারে টোকেন এর দাম বৃদ্ধি পাচ্ছে আবার অনেক সময় দেখা যায় হুহু করে কমে যায় তাই এটা বলা খুবই মুশকিল হয়ে যায় হয়তো এখানকার সিনিয়র ভাইরা ভালো বলতে পারবে এই সম্পর্কে।
Title: Re: কি হবে মার্কেটে।
Post by: Goldlife on December 24, 2020, 05:09:30 PM
সবার কাছে জানতে চাই মার্কেটের অবস্থা কি যেমন আছে তেমনই কি থাকবে।না কি কোন পরিবর্তন ঘটবে যার যতো টুকু যানা আছে সে তাতো টুকুই প্রকাশ করুন।আমাদের খুব জানতে ইচ্ছে করছে ধন্যবাদ সবাইকে।                             
মার্কেটে অবস্থা তো অবশ্যই পরিবর্তন হবে কারণ crypto currency জগতের কয়েন গুলো কখনো দাম স্থির থাকে না।
Title: Re: কি হবে মার্কেটে।
Post by: Alvida on January 02, 2021, 11:36:54 AM
বর্তমানে মার্কেটের অবস্থা খুবই ভালো। এবংআশা করা যাচ্ছে যে আস্তে আস্তে এর দাম আরো অনেক বৃদ্ধি পাবে।
Title: Re: কি হবে মার্কেটে।
Post by: Trumpet on January 02, 2021, 02:07:52 PM
একটা কথা সবসময় মনে রাখবেন ক্রিপ্টোকারেন্সি মার্কেট কোন সময় এক অবস্থায় থাকে না। এই মার্কেট এর পরিবর্তন অবশ্যই হবে। মার্কেট যতই ভালো অবস্থানে থাকুক না কেন বা যতই খারাপ অবস্থানে থাকুক না কেন এর পরিবর্তন অবশ্যই হবে। কিন্তু বর্তমানে ক্রিপ্তমারকেট অনেকটাই ভালো অবস্থানে অবস্থান করছে। আশা করি ভবিষ্যতে এই মার্কেট আরো ভালো পর্যায় যাবে।
Title: Re: কি হবে মার্কেটে।
Post by: LeziT on January 02, 2021, 02:40:32 PM
আমি সাধারণত জানি মার্কেট কখনো একই অবস্থায় থাকে না। ক্রিপ্টোকারেন্সি পরিবর্তনশীল। এটি সবসময় আপডাউন করে। মার্কেট কোন সময় এক অবস্থায় থাকে না। ক্রিপ্টোকারেন্সি মার্কেট প্রতি মিনিটে প্রতি সেকেন্ডে আপডাউন করে। মার্কেট যতই ভালো হায়রে কি শুরু করে অবস্থায় থাক না কেন একই সময়ে এটি খারাপ অবস্থায় অবস্থান করবে।
Title: Re: কি হবে মার্কেটে।
Post by: Mahindra on January 02, 2021, 02:59:05 PM
অবশ্যই মার্কেটের অবস্থা পরিবর্তন হবে কিন্তু বর্তমানে যে পরিবর্তনগুলো হচ্ছে সেগুলো কে পরিবর্তন বলে না মার্কেটে খুব একটা ভালো পরিবর্তন দেখা যাচ্ছে না বর্তমানে মার্কেটে যেসব কয়েন গুলো আছে সেগুলো দিন দিন বৃদ্ধি পাচ্ছে তাই আমরা বলতে পারি বর্তমানে যেসব পরিবর্তন হয় এগুলোকে পরিবর্তন বলেনা।
Title: Re: কি হবে মার্কেটে।
Post by: Mrkadir85 on January 02, 2021, 03:10:57 PM
আমরা সবাই জানি ক্রিপ্টোকারেন্সি মার্কেট কখনো স্থির থাকেনাযেকোনো কয়েনের দাম ওঠানামা করে যেমন কিছু দিন আগে বিটকয়েনের দাম 10 হাজার ডলারের নিচে ছিল এবং ইথেরিয়ামের দাম 300 ডলারের নিচে অবস্থান করছিল কিন্তু বর্তমানে বিটকয়েনের দাম 31 হাজার 120 ডলার এবং ইথার এর দাম বর্তমানে 768 ডলার হয়েছে। কিন্তু অন্যান্য কয়েনের দাম আনুপাতিক হারে বাড়েনি বেশিরভাগ কয়েনের দাম হ্রাস পেয়েছে।
Title: Re: কি হবে মার্কেটে।
Post by: Mahindra on January 03, 2021, 09:06:56 AM
বর্তমানে মার্কেটের অবস্থা দেখে সকলেই আনন্দিত হবে মার্কেটের অবস্থা বর্তমানে এতটাই ভাল যেটা সবাই দেখে অবাক হয়ে যাচ্ছে বিশেষ করে বিটকয়েনের দাম এতটাই বৃদ্ধি পেয়েছে যেটা দেখে সকল ইউজাররা অবাক হয়ে যাচ্ছে আজকে প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়েছে বিটকয়েনের দাম বৃদ্ধি পেয়ে যাচ্ছে তাই সবাই আশা করে পরবর্তীতে মার্কেটের অবস্থা আরও বাল হবে।
Title: Re: কি হবে মার্কেটে।
Post by: Lovepro Max on January 03, 2021, 09:12:11 AM
কোন ক্রিপ্টোই কিন্তু সবসময় একই স্থানে থাকেনা। প্রাইস অবশ্যই উত্থান পতন হয়। বিটিসি 20 হাজার থেকে 3300 তে নেমেছিলো। এখন 4000 এর উপরে আছে। পরের ধাপ ৫০০০ হলেই আস্তে আস্তে বাড়বে। একসময়ে দেখা যাবে বিটকয়েন কিংবা অলটকয়েন আগের দামে ফিরে যাবে।
হ্যাঁ আপনি ঠিকই বলেছেন ক্রিপ্ত মার্কেট কখনো এক অবস্থায় থাকে না এটা সব সময় ওঠানামা করে এবং বর্তমানে ক্রিপ্টো মার্কেটের অবস্থা অনেক ভালো এবং সকল মুদ্রার দাম বৃদ্ধি পাচ্ছে আশা করি 2021 সালের পুরোটা বছর ক্রিপ্টো মার্কেট ভালোই থাকবে
Title: Re: কি হবে মার্কেটে।
Post by: Laxmi Sharma on January 03, 2021, 12:33:33 PM
ভাই মার্কেট কি হবে সেটা সম্পর্কে অগ্রিম ভবিষ্যদ্বাণী করা একেবারে অসম্ভব। ক্রিপ্টোকারেন্সি জগত টাই অদ্ভুত একটা জগত, এখানে কখন কি হয়ে যায় বলা যায় না। বর্তমানে মার্কেটের পরিস্থিতি অনেক ভালো মনে হচ্ছে। বিটকয়েন প্রতিনিয়ত নতুন নতুন রেকর্ড গড়েছে। আশা করছি নতুন বছরে মার্কেট আরো ভালো হতে যাচ্ছে।
Title: Re: কি হবে মার্কেটে।
Post by: Kangaro45 on January 03, 2021, 12:56:18 PM
বর্তমান মার্কেট সম্পর্কে আমার ধারণা মার্কেটের এই অবস্থা থাকবে না খুব দ্রুত পরিবর্তন হবে বর্তমানে শুধু বিটকয়েন এবং ইথিরিয়াম আমি দ্রুত বৃদ্ধি পাচ্ছে কিন্তু অন্যান্য কয়েনের দাম বৃদ্ধির পরিবর্তে হ্রাস পাচ্ছেআমি মনে করি অতি শীঘ্রই কয়েন মার্কেট এর অন্যান্য কয়েনের দাম বৃদ্ধি পেতে থাকবে।
Title: Re: কি হবে মার্কেটে।
Post by: Sumaiya2 on January 03, 2021, 01:03:51 PM
বর্তমান মার্কেটের অবস্থা মোটামুটি অনেক ভালো মার্কেটের ভাবমূর্তি উন্নতির দিকে।এভাবে যদি বিটকয়েনের দাম বৃদ্ধি পেতে থাকে তাহলে অবশ্যই অবশ্যই মার্কেটের উন্নতি ঘটবে কারণ সব টোকেন এর দামও বৃদ্ধি পাচ্ছে এবং প্রজেক্ট সাকসেস হতে সাহায্য করবে।
Title: Re: কি হবে মার্কেটে।
Post by: Kangaro45 on January 03, 2021, 01:11:17 PM
স্টুডেন্ট টোকেন কিভাবে সেল করতে হয় এ সম্পর্কে আমার ধারণা নেই তবে আমি সিনিয়র ভাইদের কাছ থেকে এ বিষয়ে জানার চেষ্টা করছি আমি প্রজেক্ট থেকে যে টোকেন গুলো পেয়েছিতা এখনো আমি সেল দেয়ার পক্ষে নই আমি মনে করি এটি হল করলে সামনে ভালো কিছু পাওয়ার সম্ভাবনা রয়েছে।
Title: Re: কি হবে মার্কেটে।
Post by: Riktakhanom on January 03, 2021, 01:35:52 PM
প্রতিটা মুদ্রার দাম বৃদ্ধির কারণে মার্কেট অনেক উন্নতি হচ্ছে এবং ভালো অবস্থানের দিকে পৌঁছাচ্ছে । মার্কেট এ কি হতে চলেছে এটা অনেকেরই অজানা কারণ মার্কেট স্থিতিশীল না. কিন্তু মার্কেট এ উন্নতি দেখে অনেক প্রকল্প যুক্ত হচ্ছে।
Title: Re: কি হবে মার্কেটে।
Post by: Markuri33 on January 08, 2021, 01:36:59 AM
স্টুডেন্ট টোকেন কিভাবে সেল করতে হয় এ সম্পর্কে আমার ধারণা নেই তবে আমি সিনিয়র ভাইদের কাছ থেকে এ বিষয়ে জানার চেষ্টা করছি আমি প্রজেক্ট থেকে যে টোকেন গুলো পেয়েছিতা এখনো আমি সেল দেয়ার পক্ষে নই আমি মনে করি এটি হল করলে সামনে ভালো কিছু পাওয়ার সম্ভাবনা রয়েছে।
আপনাকে স্টুডেন্ট কয়েন সেল দিতে হলে আপনাকে প্রথমত sawp করতে হবে। তারা একটা এড্রেস দেবেন সে এড্রেস নিয়ে আপনাকে দিতে হবে তারপরে যে এক্সচেঞ্জে লিস্ট হয়েছে আপনি সেখানে নেবেন। তারপর আপনি অতি সহজে এটি বিক্রি করতে পারবেন।
Title: Re: কি হবে মার্কেটে।
Post by: Markuri33 on January 08, 2021, 01:38:51 AM
ভাই মার্কেট কি হবে সেটা সম্পর্কে অগ্রিম ভবিষ্যদ্বাণী করা একেবারে অসম্ভব। ক্রিপ্টোকারেন্সি জগত টাই অদ্ভুত একটা জগত, এখানে কখন কি হয়ে যায় বলা যায় না। বর্তমানে মার্কেটের পরিস্থিতি অনেক ভালো মনে হচ্ছে। বিটকয়েন প্রতিনিয়ত নতুন নতুন রেকর্ড গড়েছে। আশা করছি নতুন বছরে মার্কেট আরো ভালো হতে যাচ্ছে।
বর্তমানে ক্রিপ্টোকারেন্সি মার্কেট যেভাবে উন্নত হচ্ছে বলা যায় অবশ্যই মার্কেট সামনে অনেক ভালো অবস্থায় যাবে। এখন যতই সময় যাচ্ছে তার সাথে সাথে একটা করে নতুন রেকর্ড গড়ে উঠেছে ক্রিপ্টোকারেন্সি মার্কেট।
Title: Re: কি হবে মার্কেটে।
Post by: Cristiano on January 08, 2021, 08:18:08 AM
মার্কেট কখনো একক ভাবে চলে না। মার্কেট কখন স্থিতিশীল থাকে না। প্রত্যেক মিনিটে মার্কেট এর দাম পরিবর্তন হয়। বর্তমানে মার্কেটের অবস্থা অনেকটাই ভালো। প্রায় সবগুলো কয়েনি ইতোমধ্যে পাম্প করা শুরু করে দিয়েছে। মার্কেট নিয়ে কেউ কখনও ভবিষ্যৎবাণী করতে পারে না। ক্রিপ্টোকারেন্সি মার্কেট কখন কি হবে সেটা কেউ বলতে পারবেনা। তবে 2021 সালের শুরুতেই মার্কেট অনেকটাই পাম্পের মুখে।নতুন নতুন রেকর্ড তৈরি করার পালা দিচ্ছে ইথেরিয়াম এবং বিটকয়েন। এদের কান্ড কারখানা দেখে সবাই হতভম্ব। আমার মনে হচ্ছে এবার 2021 সাল স্মরণীয় হয়ে থাকবে ক্রিপ্টোকারেন্সি বাজারে।
Title: Re: কি হবে মার্কেটে।
Post by: Tamsialu$$ on January 14, 2021, 11:16:26 PM
বর্তমান সময়ে যদি মার্কেটের কথা বিবেচনা করা যায় তাহলে দেখা যায় মার্কেট কখনোই স্থির অবস্থায় থাকে না।হঠাৎ করে দেখা যায় একসময় অনেক বৃদ্ধি পেয়েছে আবার হঠাৎ করে দেখা যায় অনেকটা কমে গিয়েছে ক্রিপ্টোকারেন্সি মার্কেট সব সময় উঠানামা করে। কিন্তু বর্তমান অবস্থায় ক্রিপ্টোকারেন্সি মার্কেট অনেকটাই ভালো এবং সামনে সময়ে আরো ভালো হবে ইনশাল্লাহ।
Title: Re: কি হবে মার্কেটে।
Post by: Micky on January 15, 2021, 01:46:47 PM
সবার কাছে জানতে চাই মার্কেটের অবস্থা কি যেমন আছে তেমনই কি থাকবে।না কি কোন পরিবর্তন ঘটবে যার যতো টুকু যানা আছে সে তাতো টুকুই প্রকাশ করুন।আমাদের খুব জানতে ইচ্ছে করছে ধন্যবাদ সবাইকে।                             
ক্রিপ্টোকারেন্সি মার্কেট কখনো একই অবস্থায় থাকে না। প্রতিনিয়তই এটি পরিবর্তন করে। প্রত্যেক সেকেন্ডে কিপ টু কারেন্সি মার্কেট এর প্রত্যেক কয়েনের দাম আপডাউন করে।বর্তমানে মার্কেট যে অবস্থায় আছে কিছুক্ষণ পরে সেটা আরো ভালো অবস্থায়  যেতে পারে অথবা খারাপ অবস্থানে যেতে পারে। তাই ক্রিপ্টোকারেন্সি মার্কেট নিয়ে কোন কিছুই ভবিষ্যদ্বাণী করা সম্ভব না।
Title: Re: কি হবে মার্কেটে।
Post by: Fariwala on January 15, 2021, 05:02:06 PM
বিটকয়েনের এরকম পরিস্থিতিতে বলা যাবে না যে বিটকয়েন কোথায় গিয়ে থামবে এবং কোথায় নেমে আসবে এটা অনুমান করা প্রায় অসম্ভব।
তবে এটা বলতে পারি যে বিটকয়েন আর 20 হাজারের নিচে নামবে না।বিটকয়েনের প্রতিটি আদান-প্রদান পাবলিক লিস্টে রেকর্ডেড থাকে যেটিকে বলা হয় ব্লকচেইন। এই ব্লকচেইনের মাধ্যমে বিটকয়েনের ওপর নজরদারি রাখা যায়। বিশেষ করে মালিক না হয়ে কেউ যেন বিটকয়েন খরচ করতে না পারে এবং বিটকয়েনকে যেন নকল করা না যায় সেজন্যই এই ব্লকচেইন। আর এতেই এটি হুট করে জনপ্রিয়তা পেয়ে যায়।
Title: Re: কি হবে মার্কেটে।
Post by: babu10 on January 18, 2021, 07:40:36 AM
সবার কাছে জানতে চাই মার্কেটের অবস্থা কি যেমন আছে তেমনই কি থাকবে।না কি কোন পরিবর্তন ঘটবে যার যতো টুকু যানা আছে সে তাতো টুকুই প্রকাশ করুন।আমাদের খুব জানতে ইচ্ছে করছে ধন্যবাদ সবাইকে।                             

মার্কেট এখন সর্বকালের সব রেকর্ড অতিক্রম করেছে এবং সবকিচু পজেটিভ থাকলে হয়তো বিটিসি ৫০কে ডলার হবার সম্ভাবনা আছে। তাই আপাতত এই মার্কেট নিয়ে আমি সন্তুষ্ট শুধু আগের মত শুয়ে না পড়লেই হলো। আশাকরি তাও হবেনা কারন অনেকে এখন বিনিয়োগ করতেছে এটাতে।
Title: Re: কি হবে মার্কেটে।
Post by: Mental on January 18, 2021, 03:51:21 PM
হ্যাঁ সিনিয়র ভাই আমার মনে হয় সামনে মার্কেটের অবস্থা অনেক ভালো হবে। এখানে আরো অনেক সিনিয়র ভাই আছেন তারা আমাদেরকে সাহায্য করে বলবেন প্লিজ।
Title: Re: কি হবে মার্কেটে।
Post by: Dark Knight on January 18, 2021, 05:35:27 PM
সবার কাছে জানতে চাই মার্কেটের অবস্থা কি যেমন আছে তেমনই কি থাকবে।না কি কোন পরিবর্তন ঘটবে যার যতো টুকু যানা আছে সে তাতো টুকুই প্রকাশ করুন।আমাদের খুব জানতে ইচ্ছে করছে ধন্যবাদ সবাইকে।                             
ক্রিপ্টো মার্কেট সবসময় এক থাকে না এটাই স্বাভাবিক।বর্তমানে কিন্তু বিটকয়েনের দাম লাগামহীন পাগলা ঘোড়ার মতো ছুটে চলেছে। 2021 সালে এর শুরুতে বিটকয়েনের দাম ছিল 43000 কাছাকাছি কিন্তু সেখান থেকে কিছুটা কমে গিয়েছিল।তবে আবার তুলনামূলকভাবে বাড়তে শুরু করেছে। তাই আমি আশাকরি বিটকয়েনের দাম 2021 সালের মধ্যেই 50 হাজার ডলার অতিক্রম করবে এবং নতুন 1 ইতিহাস গড়বে
Title: Re: কি হবে মার্কেটে।
Post by: Mahindra on January 20, 2021, 12:10:35 AM
ক্রিপ্টোকারেন্সি মার্কেট কেমন হবে এটা বলা খুবই মুশকিল। তবে বর্তমানে মার্কেটে বিটকয়েনের দাম অনেক বৃদ্ধি পেয়েছে। এবং ইথিরিয়াম এর দাম ও হঠাৎ করে বিটকয়েনের সাথে সাথে বৃদ্ধি পেয়েছে। বর্তমানে বিটকয়েনের সাথে আরো অনেক টোকেন এর দাম বৃদ্ধি পায়। তবে 2021 সালে বিটকয়েন আরও একটি নতুন ইতিহাস তৈরি করেছে। তবে বর্তমানে মার্কেটের অবস্থা অনেকটাই ভালো যাচ্ছে। পরবর্তীতে আরো ভালো হবে বলে আশা প্রকাশ করা যায়।
Title: Re: কি হবে মার্কেটে।
Post by: Ronald on January 20, 2021, 07:41:10 PM
মার্কেট সবসময়ই গতিশীল থাকে হয়তো কখন পজিটিভ আবার কখনও নেগেটিভ। এখন এভারেজে মুভমেন্ট করলেও একটি নির্দিস্ট গন্ডির মধ্যে আছে। আশা করি এই অবস্থা থেকে খুব শিগরই পরিত্রান পাবে। হয়তো নামবে নয় তো উঠবে। মার্কেটের বর্তমান পরিবেশ ভাল এবং সবাই ধারনা করছে যে আগামিতেও এই পরিবেশ ভাল থাকবে।
Title: Re: কি হবে মার্কেটে।
Post by: NANCY on January 29, 2021, 10:22:09 AM
মার্কেট সবসময় এক থাকেনা মার্কেট তার নিজ গতিতে স্বাভাবিক ভাবে চলতে থাকে।তবে এটা বলতে পারি যে বিটকয়েন আর 20 হাজারের নিচে নামবে না। বর্তমানের এই মানে বিটকয়েন মার্কেট এর দাম অনেকটাই ভালো চলছে। এবং এই বিটকয়েনের দাম দিন দিন শুধু বৃদ্ধি পেতে থাকবে।
Title: Re: কি হবে মার্কেটে।
Post by: Mahindra on January 29, 2021, 06:52:47 PM
মার্কেট বর্তমানে অতীতের তুলনায় অনেকটা ভালো হয়েছে। বর্তমানে মার্কেটে বিটকয়েনের দাম আর 38 হাজার ডলার ছাড়িয়ে গেছে। কিছুদিন আগে ক্রিপ্টোকারেন্সি মার্কেট অনেকটা ডাম্প করেছিল। তবে বর্তমানে আবারো বিটকয়েনের দাম দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে। আমার মনে হয় অল্প কিছুদিনের মধ্যে বিটকয়েনের দাম 50 হাজার ডলার ক্রস করবে।
Title: Re: কি হবে মার্কেটে।
Post by: Mj joy on January 29, 2021, 09:21:05 PM
সবার কাছে জানতে চাই মার্কেটের অবস্থা কি যেমন আছে তেমনই কি থাকবে।না কি কোন পরিবর্তন ঘটবে যার যতো টুকু যানা আছে সে তাতো টুকুই প্রকাশ করুন।আমাদের খুব জানতে ইচ্ছে করছে ধন্যবাদ সবাইকে।                             
ভাই ক্রিপ্টোকারেন্সি মার্কেট কখনো স্থির থাকেনা। বর্তমানে মার্কেটর যে অবস্থা সকল কয়েনের মূল্য আপ হচ্ছে। তবে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ধরণী এরকম। 100 পার্সেন্ট নিশ্চিত হয়ে কিছুই বলা যায় না আপ হবে ডাউন হবে এটাই ক্রিপ্টোকারেন্সি নিয়ম।
ধন্যবাদ আপনাকে।
Title: Re: কি হবে মার্কেটে।
Post by: Herry on January 30, 2021, 04:24:35 AM
সবার কাছে জানতে চাই মার্কেটের অবস্থা কি যেমন আছে তেমনই কি থাকবে।না কি কোন পরিবর্তন ঘটবে যার যতো টুকু যানা আছে সে তাতো টুকুই প্রকাশ করুন।আমাদের খুব জানতে ইচ্ছে করছে ধন্যবাদ সবাইকে।                             
ভাই ক্রিপ্টো মার্কেট সব সময় পরিবর্তনশীল। এটি তার নিজ নিজ গতিতে চলতে থাকে। ক্রিপ্টো মার্কেটকে কোন ব্যক্তি দ্বারা নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। হ্যাঁ সকল মুদ্রার দাম ওঠানামা করে ক্রেতা এবং বিক্রেতা উপর ভিত্তি করে। মার্কেট একবার পাম্প করবে একবার ভাম্প করবে এটাই ক্রিপ্টোকারেন্সি ধর্ম। তাই আমি বলবো মার্কেট যদি এখন একটু খারাপ থাকে তাহলে অবশ্যই আবার মার্কেট অনেক পাম্প করবে।
Title: Re: কি হবে মার্কেটে।
Post by: SobujAkash#8 on January 30, 2021, 04:31:06 AM
আমার মনে হয় কয়েন মার্কেটের অবস্থা এরকম থাকবে না । কয়েন মার্কেটের অবস্থা আশা করি কিছু দিনের মধ্যেই ভালো হবে। কারন আবার ethereum এর দাম বাড়তেছে শুনতেছি।
Title: Re: কি হবে মার্কেটে।
Post by: ss siyam5 on January 30, 2021, 08:31:23 AM
আমার মনে হয় কয়েন মার্কেটের অবস্থা এরকম থাকবে না । কোনো সময় কয়েন এর দাম বারবে আবার কোনো সময় কয়েন   এর দাম কোমবে।  মার্কেটের এরকম ভাবেই কয়েন  এর দাম কমে দাম বারে 
Title: Re: কি হবে মার্কেটে।
Post by: Acifix on January 30, 2021, 08:37:20 AM
আমার মনে হয় কয়েন মার্কেট এরকম অবস্থা আর থাকবেনা। আমার মনে হয় কিছুদিনের মধ্যেই কয়েন মার্কেট ভালো হবে। বিটকয়েনের দাম বেড়ে চলছে। এটা শিওর যে বিটকয়েন আর20 হাজারের নিচে নামবে না। এখন বর্তমান বাজারে বিটকয়েনের দাম ভালো হতে পারে এবং কি খারাপ হতে পারে। তাই এখন বর্তমানে বিটকয়েন সঠিক কিছু বলা যাচ্ছে না।
Title: Re: কি হবে মার্কেটে।
Post by: JISAN on January 30, 2021, 08:38:11 AM
সবার কাছে জানতে চাই মার্কেটের অবস্থা কি যেমন আছে তেমনই কি থাকবে।না কি কোন পরিবর্তন ঘটবে যার যতো টুকু যানা আছে সে তাতো টুকুই প্রকাশ করুন।আমাদের খুব জানতে ইচ্ছে করছে ধন্যবাদ সবাইকে।                             
ক্রিপ্টো কখনো এক ভাবে থাকে না এটা পরিবর্তন হবেই। তবে এখন মনে হচ্ছে মার্কেট স্টাবল হবে আর স্টাবল হলেই আল্টকয়েন গুলা পাম্প করা শুরু করবে।
Title: Re: কি হবে মার্কেটে।
Post by: AlviNess on February 22, 2021, 07:08:16 AM
সবার কাছে জানতে চাই মার্কেটের অবস্থা কি যেমন আছে তেমনই কি থাকবে।না কি কোন পরিবর্তন ঘটবে যার যতো টুকু যানা আছে সে তাতো টুকুই প্রকাশ করুন।আমাদের খুব জানতে ইচ্ছে করছে ধন্যবাদ সবাইকে।                             
ধৈর্য ধরুন মার্কেট কখনোই কোনো অবস্থায় থাকে না। মার্কেটের পরিবর্তন প্রতিনিয়তই হতে থাকে।মার্কেট কখন পরিবর্তন হয় এ বিষয়ে দেখার জন্য আপনাকে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে।
Title: Re: কি হবে মার্কেটে।
Post by: Milon626 on March 10, 2021, 02:34:57 PM
ক্রিপ্টো মার্কেট এখন অনেক ভালো অবস্থানে আছে।  বিটকয়েনের দাম ইতোমধ্যে ৫৪০০০ ডলার হিট করেছে এবং ইথেরিয়ামের দামও ২০০০ ডলার পার করে গিয়েছিল।  এই দুই কয়েনের পাশাপাশি অন্যান্য যে সকল কয়েন রয়েছে তাদের দামও বেশ ভালো মানের আছে।  আশা করা যায় সামনের দিন গুলোতে ক্রিপ্টো মার্কেট  আরও ভালো হবে।                                       
Title: Re: কি হবে মার্কেটে।
Post by: Rothi roy on March 10, 2021, 04:26:23 PM
মার্কেট যে অবস্থায় আছে এমন অবস্থায় থাকবে না। কারণ ক্রিপ্টো মার্কেট মুহুর্তের মধ্যে পরিবর্তন হয়ে যায়। বাজারের উঠানামা ক্রিপ্টোকারেন্সির একটি নিয়মিত ঘটনা। বর্তমানে বিটকয়েনের দাম বেড়েই চলেছে। বিটকয়েনের দাম বাড়ার সাথে সাথে ইথেরিয়াম ও অন্যান্য কয়েনের দাম বেড়ে গেছে। 2021 সালের শুরু থেকেই ক্রিপ্টো মার্কেটের অবস্থা খুবই ভালো। ক্রিপ্টো মার্কেটের ভবিষ্যদ্বাণী করা খুবই কষ্টকর বা অসম্ভব কিন্তু এটি স্থিতিশীল নয়।
Title: Re: কি হবে মার্কেটে।
Post by: Goldlife on March 10, 2021, 04:41:22 PM
সবার কাছে জানতে চাই মার্কেটের অবস্থা কি যেমন আছে তেমনই কি থাকবে।না কি কোন পরিবর্তন ঘটবে যার যতো টুকু যানা আছে সে তাতো টুকুই প্রকাশ করুন।আমাদের খুব জানতে ইচ্ছে করছে ধন্যবাদ সবাইকে।                             
মার্কেটের অবস্থা কেউ সঠিকভাবে বলতে পারবে না কখন কোন পর্যায়ে চলে যায় তবে বিটকয়েনের যে অবস্থা দেখতে পাচ্ছি এতে করে বিটকয়েন অল্প কিছুদিনের মধ্যেই 60 70 হাজার ডলার কিন্তু ক্রস করে যাবে আমার মনে হচ্ছে আপনারা যদি ধরে রাখতে চান করে রাখতে চান তাহলে রাখতে পারেন অনেক প্রফিট পাবেন আশা করি
Title: Re: কি হবে মার্কেটে।
Post by: Lovepro Max on March 10, 2021, 04:43:26 PM
সবার কাছে জানতে চাই মার্কেটের অবস্থা কি যেমন আছে তেমনই কি থাকবে।না কি কোন পরিবর্তন ঘটবে যার যতো টুকু যানা আছে সে তাতো টুকুই প্রকাশ করুন।আমাদের খুব জানতে ইচ্ছে করছে ধন্যবাদ সবাইকে।                             
ধৈর্য ধরুন মার্কেট কখনোই কোনো অবস্থায় থাকে না। মার্কেটের পরিবর্তন প্রতিনিয়তই হতে থাকে।মার্কেট কখন পরিবর্তন হয় এ বিষয়ে দেখার জন্য আপনাকে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে।
আপনি ঠিকই বলেছেন ক্রিপ্টো মার্কেট সব সময় পরিবর্তনশীল। এই মার্কেট কখনো স্থির অবস্থায় থাকে না। তাই আমাদের ধৈর্য ধারণ করে দেখতে হবে যে মার্কেট কোন দিকে। তবে বর্তমানে একটু মার্কেটের অবস্থা খুব ভালো।সকল ক্রিপ্টোকারেন্সি এর দাম অনেক বেশি পাম্পিং করছে। আমি মনে করি ক্রিপ্টো মার্কেট আরো ভালো অবস্থানে যাবে।
Title: Re: কি হবে মার্কেটে।
Post by: Tubelight on March 20, 2021, 10:05:02 AM
ক্রিপ্টোকারেন্সি মার্কেট সম্পূর্ণ নির্ভর করে বিভিন্ন বিনিয়োগকারীদের উপর।বিনিয়োগকারীরা যদি বেশি বেশি মার্কেটে বিনিয়োগ করে থাকে তাহলে মার্কেটের যে সকল মুদ্রা আছে সেই সকল মুদ্রা গুলোর দাম বৃদ্ধি পায়। তাই বলা যায় মার্কেট অনেকটাই নির্ভরশীল বিভিন্ন বিনিয়োগকারীদের উপর।
Title: Re: কি হবে মার্কেটে।
Post by: Acifix on March 21, 2021, 12:45:12 AM
কিপটো মার্কেট সব সময় পরিবর্তন হচ্ছে। কখন কোন স্থানে চলে যাচ্ছে তার কিছু বলা যাচ্ছে না।তাই আমার মনে হয় বিনিয়োগকারীদের উপরে আমাদের নির্ভরশীল করতে হবে।
Title: Re: কি হবে মার্কেটে।
Post by: Fighter on March 21, 2021, 07:53:36 AM
সবার কাছে জানতে চাই মার্কেটের অবস্থা কি যেমন আছে তেমনই কি থাকবে।না কি কোন পরিবর্তন ঘটবে যার যতো টুকু যানা আছে সে তাতো টুকুই প্রকাশ করুন।আমাদের খুব জানতে ইচ্ছে করছে ধন্যবাদ সবাইকে।                             
ক্রিপ্টোকারেন্সি মার্কেট সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়।মার্কেটে এখন যে অবস্থায় আছে হয়তো কালকে এর থেকে উন্নতি হতে পারে আবার মার্কেট ডাম্প ও করতে পারে। তবে মার্কেটে অনেকটাই নির্ভর করে বিনিয়োগকারীদের উপর। মার্কেটে কয়েন নিয়ে যত বিনিয়োগ করা হবে মার্কেট তত উঠানামা করবে।
Title: Re: কি হবে মার্কেটে।
Post by: CryptoRiders on May 01, 2021, 08:48:29 AM
সবার কাছে জানতে চাই মার্কেটের অবস্থা কি যেমন আছে তেমনই কি থাকবে।না কি কোন পরিবর্তন ঘটবে যার যতো টুকু যানা আছে সে তাতো টুকুই প্রকাশ করুন।আমাদের খুব জানতে ইচ্ছে করছে ধন্যবাদ সবাইকে।                             
ভাই, ক্রিপ্টো মার্কেটের সকল কয়েনের প্রাইস সবসময়ই ওঠানামা করে। তাই মার্কেটের অবস্থা কি হবে এটা কারো পক্ষেই নিশ্চিত ভাবে বলা অসম্ভব। কিছুক্ষণ আগে দেখবেন কয়েন গুলোর দাম বাড়ছে আবার তার কিছুক্ষণ পরে আপনি দেখতে পারবেন এর দাম কমে যাচ্ছে। তাই মার্কেটে সকল কয়েনের দাম কেমন হবে তা বলা একেবারেই অসম্ভব।
Title: Re: কি হবে মার্কেটে।
Post by: Asad72 on May 01, 2021, 11:06:51 AM
কিপটো মার্কেট সব সময় পরিবর্তন দেখা যাচ্ছে। কখন কোন স্থানে চলে যাচ্ছে তার কিছু বলা যাচ্ছে না। তাই আমাদের উচিত বিনিয়োগকারীদের উপর নির্ভরশীল করা। কারণ মার্কেটে কয়েনের দাম কখন কি রকম হবে তা বলা একবারেই সম্ভব না।
Title: Re: কি হবে মার্কেটে।
Post by: Angel julian on May 02, 2021, 06:08:04 AM
আসসালামু আলাইকুম ক্রিপ্টোকারেন্সি মার্কেটে কখন কি হয় এই অবস্থা বলা খুবই মুশকিল। ক্রিপ্টোকারেন্সি মার্কেটে সব সময় ওঠানামা করবে এটাই স্বাভাবিক বিষয়। বিগত দুই থেকে তিন বছরের তুলনায় মার্কেটে এখন ক্রিপ্টোকারেন্সি অনেক ভালো পজিশনে আছে। এই মুহূর্তে মার্কেটের কিছুটা অবনতি হলেও সেটা আর থাকবে না। আমি মনে করি যে মনোযোগ দিয়ে এবং ধৈর্য সহকারে মার্কেট পর্যবেক্ষণ করতে হয় তাতে আমাদের এই ভালো হবে। যদি ধৈর্য ধরে থাকি এবং ক্রিপ্টোকারেন্সি কে বিশ্বাস করি অবশ্যই আমাদের ভবিষ্যতে ভালো হবে। এখন ইথেরিয়াম এর দাম রকেটের গতিতে বৃদ্ধি পাচ্ছে। আমরা সবাই আস্তে রাখবো যে মার্কেট এর অবস্থা সব সময় ভালো হবে। দেখা যাবে যে বিটকয়েন এবং অলটকয়েন আগের অবস্থায় ফিরে যাবে। আমি মনে করি ক্রিপ্টোকারেন্সি মার্কেটে সকল কয়েনের প্রায় সব সময় উঠানামা করে। আমি মনে করি যে মার্কেটে কি হবে এ বিষয়ে বলা খুবই মুশকিল।
Title: Re: কি হবে মার্কেটে।
Post by: Dilshan on May 02, 2021, 11:57:45 AM
আমি যতোটুকু জানি মার্কেট কখনো শান্তভাবে বসে থাকেনা। তাই এটা বলা খুবই মুশকিল। গত 2,3 বছরের চেয়ে ক্রিপ্টোকারেন্সি মার্কেট এখন ভালো অবস্থায় এসেছে। আবার হয়তো মার্কেট ডাউন ও হতে পারে। ক্রিপ্টোকারেন্সি সকল কয়েনের দাম ওঠানামা করবে এটাই তো স্বাভাবিক। শুধু ধৈর্য ধরে মার্কেট পর্যবেক্ষণ করলে ভালো হবে।
Title: Re: কি হবে মার্কেটে।
Post by: Rifan Khan on May 02, 2021, 01:36:44 PM
হ্যাঁ আমার মাথায় এটুকু ধারণা রয়েছে যে মার্কেট কখনো বসে থাকে না। সেটা মার্কেটে পাম্প করুক অথবা ডাম্প করুক সেটা কিন্তু মার্কেটে করে। তাই আমার মনে হয় ক্রিপ্টোকারেন্সি মার্কেট কখনো বসে থাকে না সব সময় উঠানামা করে থাকে।
Title: Re: কি হবে মার্কেটে।
Post by: Mosarof on May 02, 2021, 04:44:23 PM
সবার কাছে জানতে চাই মার্কেটের অবস্থা কি যেমন আছে তেমনই কি থাকবে।না কি কোন পরিবর্তন ঘটবে যার যতো টুকু যানা আছে সে তাতো টুকুই প্রকাশ করুন।আমাদের খুব জানতে ইচ্ছে করছে ধন্যবাদ সবাইকে।                             
ক্রিপ্টোকারেন্সি মার্কেটের অবস্থা বলা যায়না কেননা 2019 সালের মার্কেটের অবস্থা খুবই খারাপ ছিল। এখন তারচেয়ে অনেক হারে বৃদ্ধি পেয়েছে। আমার  ধারনায় ক্রিপ্টোকারেন্সি মার্কেট আগামীতে অনেক বৃদ্ধি পেতে পারে।
Title: Re: কি হবে মার্কেটে।
Post by: Lovepro Max on May 02, 2021, 04:54:41 PM
সবার কাছে জানতে চাই মার্কেটের অবস্থা কি যেমন আছে তেমনই কি থাকবে।না কি কোন পরিবর্তন ঘটবে যার যতো টুকু যানা আছে সে তাতো টুকুই প্রকাশ করুন।আমাদের খুব জানতে ইচ্ছে করছে ধন্যবাদ সবাইকে।                             
ক্রিপ্টোকারেন্সি মার্কেটের অবস্থা বলা যায়না কেননা 2019 সালের মার্কেটের অবস্থা খুবই খারাপ ছিল। এখন তারচেয়ে অনেক হারে বৃদ্ধি পেয়েছে। আমার  ধারনায় ক্রিপ্টোকারেন্সি মার্কেট আগামীতে অনেক বৃদ্ধি পেতে পারে।
হ্যাঁ আপনি একদম ঠিক কথা বলেছেন যদি ক্রিপ্টোকারেন্সি মার্কেট সম্পর্কে অগ্রিম বলা যেত তাহলে অনেকেই রাতারাতি বড়লোক হয়ে যেতে পারত। ক্রিপ্টোকারেন্সি মার্কেট কখন কোন দিকে মোড় নেয় তা বলা মুশকিল। তবে 2019 এবং 2020 সাল এর ক্রিপ্টো মার্কেটের অবস্থা থেকে বর্তমানে মার্কেট অনেক ভাল অবস্থায় আছে।
Title: Re: কি হবে মার্কেটে।
Post by: Angel jara on May 02, 2021, 05:00:55 PM
আসসালামু আলাইকুম ক্রিপ্টোকারেন্সি মার্কেটে কখন কি হয় এই অবস্থা বলা খুবই মুশকিল। ক্রিপ্টোকারেন্সি মার্কেটে সব সময় ওঠানামা করবে এটাই স্বাভাবিক বিষয়। বিগত দুই থেকে তিন বছরের তুলনায় মার্কেটে এখন ক্রিপ্টোকারেন্সি অনেক ভালো পজিশনে আছে। এই মুহূর্তে মার্কেটের কিছুটা অবনতি হলেও সেটা আর থাকবে না। আমি মনে করি যে মনোযোগ দিয়ে এবং ধৈর্য সহকারে মার্কেট পর্যবেক্ষণ করতে হয় তাতে আমাদের এই ভালো হবে। যদি ধৈর্য ধরে থাকি এবং ক্রিপ্টোকারেন্সি কে বিশ্বাস করি অবশ্যই আমাদের ভবিষ্যতে ভালো হবে। এখন ইথেরিয়াম এর দাম রকেটের গতিতে বৃদ্ধি পাচ্ছে। আমরা সবাই আস্তে রাখবো যে মার্কেট এর অবস্থা সব সময় ভালো হবে। দেখা যাবে যে বিটকয়েন এবং অলটকয়েন আগের অবস্থায় ফিরে যাবে। আমি মনে করি ক্রিপ্টোকারেন্সি মার্কেটে সকল কয়েনের প্রায় সব সময় উঠানামা করে। আমি মনে করি যে মার্কেটে কি হবে এ বিষয়ে বলা খুবই মুশকিল।
কি হবে মার্কেটের এ বিষয়ে আমার কোনো ধরনা নেই। এই ফোরামের সিনিয়র ভাইদের কাছ থেকে এই বিষয়ে সাহায্য গ্রহণ করুন। আমি ফোরামে করব কিছুদিন ধরে সংযুক্ত হওয়ার কারণে সঠিক জ্ঞান দারুন অর্জন করতে পারিনি।
Title: Re: কি হবে মার্কেটে।
Post by: Madmax789 on November 19, 2022, 07:23:18 PM
ভাইয়া মার্কেট কোন সময় এক অবস্থায় থাকে না কেননা ক্রিপ্টোকারেন্সি এর মার্কেট সবসময় আপ ডাউন করে তাই ক্রিপ্তমারকেট সম্পর্কে আগে থেকেই হতাশা বা সিওর হয়ে কোন কিছু বলা যায়।
Title: Re: কি হবে মার্কেটে।
Post by: Fulshai on December 14, 2023, 02:00:54 AM
বর্তমানে মার্কেট অনেকটাই পাম্পিং করছে। কারণ বিটকয়েনসহ সব মুদ্রার দাম উন্নতির দিকে অগ্রসর হচ্ছে। এজন্য বলা যায় ভবিষ্যতে মার্কেট অনেকটাই উন্নতি হবে।