Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => ক্রিপ্টোকুরেন্সি খবর => Topic started by: Malam90 on April 05, 2019, 08:30:42 AM

Title: বিটকয়েন ৫০০০ ডলারে হিট করেছে।
Post by: Malam90 on April 05, 2019, 08:30:42 AM
গতকালকে বিটকয়েন ৫০০০ ডলারে হিট করেছে আজকে অবশ্য সামান্য একটু কমেছে। অনেকেই বলছে এটা এপ্রিল ফুলের পাম্প। আপনাদের কি মনে হয় এটা এপ্রিল ফুলের পাম্প? (আসলে কোন মুসলমান এপ্রিল ফুলে বিশ্বাস করতে পারেনা।)। আপনাদের কি মনে হয় বিটকয়েনর পাম্প আসল ছিলো নাকি ফেক? বিটকয়েন কি এবার খুব দ্রুত ৬০০০ ডলারে টাচ করতে পারে? যুক্তি সহকারে উত্তর দিলে সবাই উপকৃত হবো।
Title: Re: বিটকয়েন ৫০০০ ডলারে হিট করেছে।
Post by: Fawpac2 on October 21, 2020, 07:31:34 PM
বিটকয়েন 2019 সালের শেষের দিকে সবচেয়ে কমে নেমে এসেছিল। তারপর থেকে বিটকয়েন কিন্তু আস্তে আস্তে উপরের দিকে চলে আসে। বর্তমানে বিটকয়েন খুব ভালো একটা পজিশনে রয়েছে।আমার মনে হয় 2020 সালের শেষের দিকে বিটকয়েনের দাম আরেকটু ভালো পজিশনে যাবে।
Title: Re: বিটকয়েন ৫০০০ ডলারে হিট করেছে।
Post by: Sumaiya2 on November 04, 2020, 01:32:08 AM
গতকালকে বিটকয়েন ৫০০০ ডলারে হিট করেছে আজকে অবশ্য সামান্য একটু কমেছে। অনেকেই বলছে এটা এপ্রিল ফুলের পাম্প। আপনাদের কি মনে হয় এটা এপ্রিল ফুলের পাম্প? (আসলে কোন মুসলমান এপ্রিল ফুলে বিশ্বাস করতে পারেনা।)। আপনাদের কি মনে হয় বিটকয়েনর পাম্প আসল ছিলো নাকি ফেক? বিটকয়েন কি এবার খুব দ্রুত ৬০০০ ডলারে টাচ করতে পারে? যুক্তি সহকারে উত্তর দিলে সবাই উপকৃত হবো।

2019 সালে বিটকয়েনের অবস্থা কিছুটা খারাপের দিকে ছিল কিন্তু 2020 সালে এসে বিটকয়েনের অবস্থা মোটামুটি ভালই ছিল 13 কে স্পর্শ করেছিল।তাই আমি বলতে পারি যে 2021 সালের কয়েনের দাম 15 থেকে 20 হাজার ডলারে থাকবে বলে আমি মনে করি।
Title: Re: বিটকয়েন ৫০০০ ডলারে হিট করেছে।
Post by: Nostoman on November 04, 2020, 07:17:05 AM
বিটকয়েন 2019 সালের শেষের দিকে সবচেয়ে কমে নেমে এসেছিল। তারপর থেকে বিটকয়েন কিন্তু আস্তে আস্তে উপরের দিকে চলে আসে। বর্তমানে বিটকয়েন খুব ভালো একটা পজিশনে রয়েছে।আমার মনে হয় 2020 সালের শেষের দিকে বিটকয়েনের দাম আরেকটু ভালো পজিশনে যাবে।
পোস্টটি 2019 সালে করা হয়েছিল। তখন বিটকয়েনের অবস্থা খুব খারাপ ছিল। আমি তখন বিটকয়েন ফোরামে একটি দায়িত্বে ছিলাম। তখন আমার কাছে 3 বিটিসি ছিল। প্রয়োজনে জন্য আমি বিটকয়েন গুলো রাখতে পারিনি। প্রয়োজন বলে কয়ে আসে না। আমি মনে করি ক্রিপ্টোকারেন্সি সারা কাজ করে, তারা বেশিরভাগই তাদের ফ্যামিলি কে সাপোর্ট করে। ভাই কম দামে টোকেন গুলো বিক্রি করে দেয়। তবে বিটকয়েন দীর্ঘমেয়াদী হোল্ড করা উত্তম।
Title: Re: বিটকয়েন ৫০০০ ডলারে হিট করেছে।
Post by: Nostoman on November 04, 2020, 07:23:12 AM
গতকালকে বিটকয়েন ৫০০০ ডলারে হিট করেছে আজকে অবশ্য সামান্য একটু কমেছে। অনেকেই বলছে এটা এপ্রিল ফুলের পাম্প। আপনাদের কি মনে হয় এটা এপ্রিল ফুলের পাম্প? (আসলে কোন মুসলমান এপ্রিল ফুলে বিশ্বাস করতে পারেনা।)। আপনাদের কি মনে হয় বিটকয়েনর পাম্প আসল ছিলো নাকি ফেক? বিটকয়েন কি এবার খুব দ্রুত ৬০০০ ডলারে টাচ করতে পারে? যুক্তি সহকারে উত্তর দিলে সবাই উপকৃত হবো।

2019 সালে বিটকয়েনের অবস্থা কিছুটা খারাপের দিকে ছিল কিন্তু 2020 সালে এসে বিটকয়েনের অবস্থা মোটামুটি ভালই ছিল 13 কে স্পর্শ করেছিল।তাই আমি বলতে পারি যে 2021 সালের কয়েনের দাম 15 থেকে 20 হাজার ডলারে থাকবে বলে আমি মনে করি।
বিটকয়েনের দাম প্রতিনিয়ত উঠানামা করবে এটাই স্বাভাবিক। তবে বিটকয়েন সার্বজনীন মুদ্রা হিসেবে আকর্ষণ লাভ করেছে এটা সবচেয়ে বড় বিষয়। কারণ আমি বিটকয়েন কে সার্বজনীন মুদ্রা হিসেবেই দেখি। কারণ আমি বিটকয়েন সেল দেই বাংলা টাকা এর প্রয়োজনে। তবে বিটকয়েনের দাম নিয়ে ভবিষ্যৎবাণী অনেক বিশেষজ্ঞ ও অনেক ইউজার গ্রহণ করে থাকেন। তবে এর ভবিষ্যৎ সম্পর্কে আমি সরাসরি কিছু বলতে চাই না। তবে আমি আশাবাদী বিটকয়েনের দাম ভবিষ্যতে কোন একদিন এক মিলিয়ন ডলার হবে। আমি সেইদিন দেখতে পাবো কিনা জানিনা। তবে এটি সম্ভব।
Title: Re: বিটকয়েন ৫০০০ ডলারে হিট করেছে।
Post by: Pitter on November 04, 2020, 10:10:54 AM
গতকালকে বিটকয়েন ৫০০০ ডলারে হিট করেছে আজকে অবশ্য সামান্য একটু কমেছে। অনেকেই বলছে এটা এপ্রিল ফুলের পাম্প। আপনাদের কি মনে হয় এটা এপ্রিল ফুলের পাম্প? (আসলে কোন মুসলমান এপ্রিল ফুলে বিশ্বাস করতে পারেনা।)। আপনাদের কি মনে হয় বিটকয়েনর পাম্প আসল ছিলো নাকি ফেক? বিটকয়েন কি এবার খুব দ্রুত ৬০০০ ডলারে টাচ করতে পারে? যুক্তি সহকারে উত্তর দিলে সবাই উপকৃত হবো।

2019 সালে বিটকয়েনের অবস্থা কিছুটা খারাপের দিকে ছিল কিন্তু 2020 সালে এসে বিটকয়েনের অবস্থা মোটামুটি ভালই ছিল 13 কে স্পর্শ করেছিল।তাই আমি বলতে পারি যে 2021 সালের কয়েনের দাম 15 থেকে 20 হাজার ডলারে থাকবে বলে আমি মনে করি।
বিটকয়েনের দাম প্রতিনিয়ত উঠানামা করবে এটাই স্বাভাবিক। তবে বিটকয়েন সার্বজনীন মুদ্রা হিসেবে আকর্ষণ লাভ করেছে এটা সবচেয়ে বড় বিষয়। কারণ আমি বিটকয়েন কে সার্বজনীন মুদ্রা হিসেবেই দেখি। কারণ আমি বিটকয়েন সেল দেই বাংলা টাকা এর প্রয়োজনে। তবে বিটকয়েনের দাম নিয়ে ভবিষ্যৎবাণী অনেক বিশেষজ্ঞ ও অনেক ইউজার গ্রহণ করে থাকেন। তবে এর ভবিষ্যৎ সম্পর্কে আমি সরাসরি কিছু বলতে চাই না। তবে আমি আশাবাদী বিটকয়েনের দাম ভবিষ্যতে কোন একদিন এক মিলিয়ন ডলার হবে। আমি সেইদিন দেখতে পাবো কিনা জানিনা। তবে এটি সম্ভব।
বিটকয়েন আবার মানুষ কে তাক লাগিয়ে দেবে। যেটা দিয়েছিল 2017 সালে।
Title: Re: বিটকয়েন ৫০০০ ডলারে হিট করেছে।
Post by: Nusrat on November 07, 2020, 04:01:09 PM
বিটকয়েন অল্প কিছুদিনের মধ্যে 12000 এ হিট করেছে। আমার মনে হয় 2021 সালের শুরুতেই বিটকয়েন 15 থেকে 16 হাজার অবস্থান করবে। বিজ্ঞান সম্পর্কে আপনাদের মতামত কি। বিটকয়েন 2021 সালে কতদূর এগোতে পারবে।
Title: Re: বিটকয়েন ৫০০০ ডলারে হিট করেছে।
Post by: Sharpmax on November 08, 2020, 07:45:38 AM
2019 সালের মাঝামাঝিতে বিটকয়েন এসে অনেকটা নিচের দিকে নেমে ছিল। তখন আমরা ভেবেছিলাম হয়তো বিটকয়েন আর কোনোদিন মাথা জায়গা দেব উঠবে না।কিন্তু 2020 সালে বিটকয়েন মোটামুটি একটি ভালো জায়গা দখল করে নিয়েছে। বর্তমানে বিটকয়েনের দাম বাড়তে শুরু করেছে। বর্তমানে বিটকয়েনের দাম 16 হাজার ডলারের মধ্যে অবস্থান করছে।
Title: Re: বিটকয়েন ৫০০০ ডলারে হিট করেছে।
Post by: Goblin on November 08, 2020, 08:30:44 AM
গতকালকে বিটকয়েন ৫০০০ ডলারে হিট করেছে আজকে অবশ্য সামান্য একটু কমেছে। অনেকেই বলছে এটা এপ্রিল ফুলের পাম্প। আপনাদের কি মনে হয় এটা এপ্রিল ফুলের পাম্প? (আসলে কোন মুসলমান এপ্রিল ফুলে বিশ্বাস করতে পারেনা।)। আপনাদের কি মনে হয় বিটকয়েনর পাম্প আসল ছিলো নাকি ফেক? বিটকয়েন কি এবার খুব দ্রুত ৬০০০ ডলারে টাচ করতে পারে? যুক্তি সহকারে উত্তর দিলে সবাই উপকৃত হবো।
বিটকয়েন ইতোমধ্যে 16 হাজার ডলার টাচ করে চলে এসেছে। বর্তমানে প্রায় সবগুলো কয়েনের দাম বৃদ্ধি পেয়েছে। আশা করা যাচ্ছে 2020 সালের শেষের দিকে আরো বৃদ্ধি পাবে।
Title: Re: বিটকয়েন ৫০০০ ডলারে হিট করেছে।
Post by: Papusha20 on November 09, 2020, 03:02:51 AM
গতকালকে বিটকয়েন ৫০০০ ডলারে হিট করেছে আজকে অবশ্য সামান্য একটু কমেছে। অনেকেই বলছে এটা এপ্রিল ফুলের পাম্প। আপনাদের কি মনে হয় এটা এপ্রিল ফুলের পাম্প? (আসলে কোন মুসলমান এপ্রিল ফুলে বিশ্বাস করতে পারেনা।)। আপনাদের কি মনে হয় বিটকয়েনর পাম্প আসল ছিলো নাকি ফেক? বিটকয়েন কি এবার খুব দ্রুত ৬০০০ ডলারে টাচ করতে পারে? যুক্তি সহকারে উত্তর দিলে সবাই উপকৃত হবো।

যদিও পুরনো টপিকটা পুরনো হয়ে গেছে কিন্তু 2019 সালে একবার বিটকয়েনের দাম কমে একদম নিচের দিকে এসেছিল তখন থেকে আবার আস্তে আস্তে বৃদ্ধি পেয়ে আজ পর্যন্ত 15 হাজার 300 ডলারে এসে পৌঁছেছে। ভবিষ্যতে আরও বিটকয়েনের দাম বাড়বে বলে আশা করা যায়।
Title: Re: বিটকয়েন ৫০০০ ডলারে হিট করেছে।
Post by: Msweet on November 12, 2020, 03:58:21 PM
2019 সালের শেষের দিকে বিটকয়েনের দাম কমে গিয়েছিল l2020 এর মাঝামাঝি সময় গুলোতে বিটকয়েনের দাম উঠা-নামা করেছে l এবং 2020 এর শেষের দিকে বিটকয়েনের দাম বৃদ্ধি পেতে শুরু করেছে আশা করা যায় 2021 সালে এর দাম বৃদ পাবে l
Title: Re: বিটকয়েন ৫০০০ ডলারে হিট করেছে।
Post by: Power420 on November 17, 2020, 12:09:03 PM
বর্তমান বিটকয়েনের দাম এখন অনেক বৃদ্ধি পেয়েছে। বর্তমান বিটকয়েনের দাম 16672 ডলার। ভবিষ্যতে আরও দাম বাড়ার সম্ভাবনা বেশি তাই বলা যায় যে বর্তমান দামের চেয়ে দ্বিগুণ বৃদ্ধি পেতে পারে
Title: Re: বিটকয়েন ৫০০০ ডলারে হিট করেছে।
Post by: Rain075 on November 20, 2020, 10:03:39 AM
বর্তমানে বিটকয়েন মার্কেট 18295 ডলারের মধ্যে হিট করছে। তবে বিটকয়েনের দাম বর্তমানে ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে। আমি আশা করছি দুএক দিনের মধ্যে বিটকয়েনের দাম 20 হাজার ডলার ছাড়িয়ে যাবে।
Title: Re: বিটকয়েন ৫০০০ ডলারে হিট করেছে।
Post by: Chita76 on November 21, 2020, 04:33:34 PM
বর্তমান বিটকয়েনের দাম 18 হাজার ডলারের উপরে। ভবিষ্যতে আরও দাম বাড়ার সম্ভাবনা অনেকটাই বেশি। ভবিষ্যতে বিটকয়েনের দাম আন্দাজ করা যায় যে বর্তমান দামের চেয়ে দ্বিগুণ বৃদ্ধি পাবে বলে আশা করা যায়।
Title: Re: বিটকয়েন ৫০০০ ডলারে হিট করেছে।
Post by: Primo1760 on November 25, 2020, 04:14:23 PM
এ খবরটি অনেক আগের খবর বর্তমানে 2020 সালে বিটকয়েনের দাম 19 হাজার ডলারের বেশি রাতারাতি বিটকয়েনের দাম বৃদ্ধি পাচ্ছে ভবিষ্যতে আরো বৃদ্ধি পাবে আশা করা যায়।
Title: Re: বিটকয়েন ৫০০০ ডলারে হিট করেছে।
Post by: Cristiano on November 26, 2020, 01:02:11 PM
গতকালকে বিটকয়েন ৫০০০ ডলারে হিট করেছে আজকে অবশ্য সামান্য একটু কমেছে। অনেকেই বলছে এটা এপ্রিল ফুলের পাম্প। আপনাদের কি মনে হয় এটা এপ্রিল ফুলের পাম্প? (আসলে কোন মুসলমান এপ্রিল ফুলে বিশ্বাস করতে পারেনা।)। আপনাদের কি মনে হয় বিটকয়েনর পাম্প আসল ছিলো নাকি ফেক? বিটকয়েন কি এবার খুব দ্রুত ৬০০০ ডলারে টাচ করতে পারে? যুক্তি সহকারে উত্তর দিলে সবাই উপকৃত হবো।
বিটকয়েন ইতোমধ্যে ১৯০০০ ডলার ছাড়িয়ে গিয়েছে।
Title: Re: বিটকয়েন ৫০০০ ডলারে হিট করেছে।
Post by: NANCY on January 22, 2021, 05:45:37 PM
আপনি ঠিক বলেছেন যদি কোন সিনিয়র ভাইয়েরা এই রকম পোস্ট করে তাহলে আমাদের মত নতুন সদস্যরা এগিয়ে যেতে পারবে। 2019 সালে এটির দাম ততটা ছিলনা 2020 সালে এটির দাম অনেকটা বৃদ্ধি পাচ্ছে , 2021 সালের মাঝামাঝি এটি আরও অনেক বৃদ্ধি পাবে বলে আশা করা যাচ্ছে।
Title: Re: বিটকয়েন ৫০০০ ডলারে হিট করেছে।
Post by: Najmul on January 23, 2021, 05:34:46 AM
2019 এর শেষের দিকে বিটকয়েনের দাম সবচেয়ে কম ছিল। কিন্তু তারপর থেকে বিটকয়েনের দাম শুধু বেড়েই চলেছে আশা করা যায় যে 2021 সালে এর মধ্য দিকে এর দাম 6000ডলারের কাছাকাছি পৌঁছে যাবে।
Title: Re: বিটকয়েন ৫০০০ ডলারে হিট করেছে।
Post by: Malam90 on January 28, 2021, 10:48:02 AM
2019 এর শেষের দিকে বিটকয়েনের দাম সবচেয়ে কম ছিল। কিন্তু তারপর থেকে বিটকয়েনের দাম শুধু বেড়েই চলেছে আশা করা যায় যে 2021 সালে এর মধ্য দিকে এর দাম 6000ডলারের কাছাকাছি পৌঁছে যাবে।

হা ভাই, তখন দাম কম ছিলো অনেক তাই তখনকার সময় ৫০০০ ডলারে হিট করা মানে আনন্দের ছিলো আর এখন বিটকয়েন মার্কেট ৩০০০০ ডলারের উপরে মোটামুটি স্টাবল হয়ে গেছে। পুরাতন টপিক বলে লক করা হলো।