Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => ক্রিপ্টোকুরেন্সি খবর => Topic started by: Malam90 on May 10, 2019, 07:39:04 PM

Title: বিটকয়েন ৬০০০ ডলার ছুঁয়ে গেছে ইতিমধ্যে।
Post by: Malam90 on May 10, 2019, 07:39:04 PM
আমাদের প্রত্যাশা অনুযায়ী বিটকয়েন ইতিমধ্যে প্রায় ২ মাস আগেই ৬০০০ ডলার অতিক্রম করেছে। এটা অবশ্যই ক্রিপ্টোমাকেটের জন্য খুবই ভালো একটা দিক। তবে বিটকয়েনের দাম বাড়ার সাথে সাথে অলটকয়েনগুলোর দাম সাতোষিতে অনেক কমে গেছে। এবার বিটকয়েন যদি স্টাবল হয় তবে অল্টোকয়েনও হিট করবে। যারা বিটকয়েন হোল্ডার আছেন তারা ইতিমধ্যে অনেকেই হোল্ড করে লাভের মুখ দেখেছেন। আমরাও আশাকরি বিটকয়েন দ্রুততম সময়ের মধ্যে আবার অন্তত ১০০০০ ডলার ছাড়িয়ে যাক।
আপনাদের মতে ২০১৯ সালের শেষ নাগাদ বিটকয়েনের দাম কেমন হতে পারে বলে আপনার মনে হয়? যুক্তিসহকারে মতামতের আহ্বান জানাচ্ছি।
Title: Re: বিটকয়েন ৬০০০ ডলার ছুঁয়ে গেছে ইতিমধ্যে।
Post by: ttcsalam on May 11, 2019, 12:09:28 PM
সবার প্রত্যাশা অনুযায়ী সবার চাহিদা পুরন হোক এটাই প্রত্যাশা।তবে এ বছরের শেষ নাগাদ 10000 যাক এটাই কামনা।
Title: Re: বিটকয়েন ৬০০০ ডলার ছুঁয়ে গেছে ইতিমধ্যে।
Post by: Malam90 on May 18, 2019, 05:00:07 PM
এ সপ্তাহের খবর হচ্ছে-বিটকয়েন ৮৩০০ ডলারে উপনীত হয়েছিলো। আজকেও সামান্য কারেকশন হয়ে ৭৩০০ ডলারে অবস্থান করতেছে। এই ধারা অব্যাহত খাকুক। মাকেট যাতে আবার ধ্বস না নামে সেটাই প্রত্যাশা আমাদের সবার। মাকেট ভালো থাকলে আমাদের ট্রেড কিংবা বাউন্টির রমরমা দিন থাকবে।
Title: Re: বিটকয়েন ৬০০০ ডলার ছুঁয়ে গেছে ইতিমধ্যে।
Post by: Papusha20 on October 06, 2020, 03:53:45 PM
বর্তমানে বিটকয়েনের দাম 10 হাজার 700 ডলার
কিছুদিন আগেও বিটকয়েনের দাম 13 হাজার ডলারে ছিল বর্তমানে দাম একটু কমেছে যে কারণে ডিফি প্রজেক্ট গুলো তে ইনভেস্টর ঝুঁকছে বেশি তাই বিটকয়েনের দাম একটু কমেছে। ভবিষ্যতে বিটকয়েনের দাম বর্তমান দামের চেয়ে তিনগুণ বৃদ্ধি পাবে।
Title: Re: বিটকয়েন ৬০০০ ডলার ছুঁয়ে গেছে ইতিমধ্যে।
Post by: Btceth01 on November 08, 2020, 05:44:48 PM
2019 সালের শেষের দিকে বিটকয়েনের দাম ছয় হাজারের নিচে নেমে গিয়েছিল। তখন মনে হয়েছিল বিটকয়েন আর মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না।কিন্তু বর্তমানে বিটকয়েনের দাম 16 হাজার ডলারের মধ্যে অবস্থান করতে দেখায় আমার অনেক ভালো লেগেছে।
Title: Re: বিটকয়েন ৬০০০ ডলার ছুঁয়ে গেছে ইতিমধ্যে।
Post by: Rafiq on November 08, 2020, 07:18:28 PM
2019 সালের শেষের দিকে বিটকয়েনের দাম ছয় হাজারের নিচে নেমে গিয়েছিল। তখন মনে হয়েছিল বিটকয়েন আর মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না।কিন্তু বর্তমানে বিটকয়েনের দাম 16 হাজার ডলারের মধ্যে অবস্থান করতে দেখায় আমার অনেক ভালো লেগেছে।
হতাশ হবেন না, ২০১৭ সালে বিটকয়েনের দাম ২০০০০ ডলার পর্যন্ত উঠেছিল, সেটি আবর কমতে কমতে ৪০০০ ডলারের নীচে নেমে যায়। এখন আবার ১৬০০০ ডলারের কাছাকাছি অবস্থান করছে। বিটকয়েন একটি বিশ্বস্থ মুদ্রা এবং এর ব্যবহারীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, তাই আশাকরছি আগামী ২০২১ সালের মধ্যেই বিটকয়েনের দাম ২০১৭ সালের দামের রেকর্ড কে ছাড়িয়ে যবে।
Title: Re: বিটকয়েন ৬০০০ ডলার ছুঁয়ে গেছে ইতিমধ্যে।
Post by: Nostoman on November 08, 2020, 10:59:04 PM
নিউজ টা অনেক পুরনো। তাই নতুন বাজার খেয়াল করুন। বাজারের বর্তমান মূল্য দেখুন।
Title: Re: বিটকয়েন ৬০০০ ডলার ছুঁয়ে গেছে ইতিমধ্যে।
Post by: Papusha20 on November 09, 2020, 02:41:07 AM
হ্যাঁ টপিকটার অনেক বয়স হয়েছে অনেক পুরনো টপিক। তাই বর্তমান বিটকয়েনের দাম আমি লক্ষ্য করেছি যে 15300 ডলার। বর্তমানে বিটকয়েনের দাম আরও উন্নতির দিকে যাচ্ছে। যদিও পুরনো টপিক হয়ে গেছে তারপরও আমি পোস্ট করেছি তো আপনারপ্রতি অনুরোধ রইল আপনার নতুনভাবে টপিক খুলুন।
Title: Re: বিটকয়েন ৬০০০ ডলার ছুঁয়ে গেছে ইতিমধ্যে।
Post by: Msweet on November 12, 2020, 11:39:06 PM
বিটকয়েনের দাম বছরের শেষের আগে 20,000 ডলার বা সর্বোচ্চ 20,000 ডলারে না পেলে 16,000 ডলার পর্যন্ত পৌঁছতে পারে। বিটকয়েনটি ২০২০ সালে এসঅ্যান্ডপি 500 এর সাথে প্রচুরভাবে সম্পর্কিত হয়েছে, সুতরাং এর ভবিষ্যতটি শেয়ার বাজারের উপর নির্ভর করতে পারে।
Title: Re: বিটকয়েন ৬০০০ ডলার ছুঁয়ে গেছে ইতিমধ্যে।
Post by: Malam90 on November 15, 2020, 10:43:27 AM
নিউজ টা অনেক পুরনো। তাই নতুন বাজার খেয়াল করুন। বাজারের বর্তমান মূল্য দেখুন।

হা, টপিকটা প্রায় দেড়বছরের ও বেশি আগের হওয়ায় এখন এটা আর কোন ভেল্যু রাখেনা। এখন এটাতে কমেন্ট করা আর ঠিক হবেনা তাই টপিকটা লক করে দিলাম যাতে স্পামিং না হয়। ধন্যবাদ বিষয়টা তুলে ধরার জন্য। এটা এখন লক করে দিতে পারেন। আমার লক করার অপশন দেখিনা।
Title: Re: বিটকয়েন ৬০০০ ডলার ছুঁয়ে গেছে ইতিমধ্যে।
Post by: Primo1760 on November 16, 2020, 07:15:24 AM
এটা আমাদের জন্য অনেক খুশির খবর। কেননা আমার কিছু বিটকয়েন সিলেজ আমি আগে কিনেছিলাম। সেগুলোর দাম অনেক বৃদ্ধি পেয়েছে।
Title: Re: বিটকয়েন ৬০০০ ডলার ছুঁয়ে গেছে ইতিমধ্যে।
Post by: Pitter on November 17, 2020, 08:55:58 AM
আমাদের প্রত্যাশা অনুযায়ী বিটকয়েন ইতিমধ্যে প্রায় ২ মাস আগেই ৬০০০ ডলার অতিক্রম করেছে। এটা অবশ্যই ক্রিপ্টোমাকেটের জন্য খুবই ভালো একটা দিক। তবে বিটকয়েনের দাম বাড়ার সাথে সাথে অলটকয়েনগুলোর দাম সাতোষিতে অনেক কমে গেছে। এবার বিটকয়েন যদি স্টাবল হয় তবে অল্টোকয়েনও হিট করবে। যারা বিটকয়েন হোল্ডার আছেন তারা ইতিমধ্যে অনেকেই হোল্ড করে লাভের মুখ দেখেছেন। আমরাও আশাকরি বিটকয়েন দ্রুততম সময়ের মধ্যে আবার অন্তত ১০০০০ ডলার ছাড়িয়ে যাক।
আপনাদের মতে ২০১৯ সালের শেষ নাগাদ বিটকয়েনের দাম কেমন হতে পারে বলে আপনার মনে হয়? যুক্তিসহকারে মতামতের আহ্বান জানাচ্ছি।
এটি অনেক পুরাতন খবর ছিল বর্তমানে বিটকয়েনের দাম 16000 ডলারে পেীছেছে। আশা রাখি সামনের দিনে এর গুরত্ব আরও বেড়ে যাবে। এর দাম আরও বেশি হবে।
Title: Re: বিটকয়েন ৬০০০ ডলার ছুঁয়ে গেছে ইতিমধ্যে।
Post by: Power420 on November 17, 2020, 12:01:23 PM
হ্যাঁ পোস্ট এর বয়স অনেকদিন হয়ে গেছে তারপরেও পোস্ট করছি বর্তমান বিটকয়েনের দাম 16 হাজার 675 ডলার। বিটকয়েনের গতির ঊর্ধ্বমুখী তাই ভবিষ্যতে দাম বাড়ার সম্ভাবনা অনেক বেশি বর্তমান দাম রয়েছে এর চেয়ে ভবিষ্যতে দ্বিগুণ হওয়ার সম্ভাবনা বেশি।