Altcoins Talks - Cryptocurrency Forum
Local => বাংলা (Bengali) => Topic started by: ttcsalam on May 11, 2019, 12:22:38 PM
-
:'( আমাদের মত যারা নতুন আছে তাদের জন্য সিনিয়াররা পরামর্শ দিবেন র্যাঙ্ক কিভাবে দ্রুত বাড়ানো যায়।
-
ভালো মানের পোস্ট করতে থাকুন প্রতিদিন। পোস্ট যেন তথ্যবহুল হয় সেটা লক্ষ্য রাখবেন। আরেকটা কথা- পোস্টগুলো একেবারে ছোট করার চেয়ে 150+ শব্দের হলে সেটা ভালো হয়, তবে অবশ্যই সেটা কোয়ালিটি পোস্ট হবে এবং আপনি কারমাও পেতে পারেন সেই পোস্টের জন্য। এভাবে প্রতিদিন পোস্ট করতে করতে আপনি আপনার র্যাংক বাড়াতে পারবেন।
আরেকটা কথা না বলে পারলাম না- আপনি রং কোন বোডে নতুন পোস্ট করবেন না। নতুন পোস্ট করার আগে অবশ্যই বুঝে শুনে সঠিক বোডে পোস্ট করবেন যেমনটা বাংলা বোডেও নতুবা রং সেকশনে পোস্ট করার কারণে নেগেটিভ কারমাও খেতে পারেন। তাই নতুন অবস্থায় নতুন কোন টপিক না খুলে বরং অন্যদের পোস্টগুলো পড়েন, সেখানে আপনার সব উত্তর দেওয়া আছে।
-
যদি আপনি র্যাংক দ্রুত বাড়াতে চান তাহলে আপনাকে একটু বড় বড় পোস্ট করতে হবে।আর আপনি যদি দ্রুত র্যাংক বাড়ানোর জন্য পোস্ট একদমই ছোট ছোট পোস্ট করে থাকেন তাহলে সেই পোস্ট কাউন্ট করা হবে না।তার পরেও যদি আপনি কিছুই না বোঝােন তা হলে আপনি সব সময় নিচের পোস্ট গুলো ভালো করে খেয়াল করে পড়বেন আর তার পরে পোস্ট দিবেন।কিন্তু যে প্রশ্ন করবে তার সঠিক উত্তর দিবেন যদি সেই প্রশ্নের ভালো করে জানা না থাকে তা হলে আপনি যদি আবুল তাবুল কিছু পোস্ট দেন তা হলে -karma পসবেন।আর যদি পোস্ট গুলো ভালো হয় সেই পোস্ট গুলো কাউন্ট করা হবে এবং কি +karma ও পাওয়া যাবে।সাথে সাথে র্যাংক ও বাড়বে।
-
ভালো মানের পোস্ট করতে থাকুন প্রতিদিন। পোস্ট যেন তথ্যবহুল হয় সেটা লক্ষ্য রাখবেন। আরেকটা কথা- পোস্টগুলো একেবারে ছোট করার চেয়ে 150+ শব্দের হলে সেটা ভালো হয়, তবে অবশ্যই সেটা কোয়ালিটি পোস্ট হবে এবং আপনি কারমাও পেতে পারেন সেই পোস্টের জন্য। এভাবে প্রতিদিন পোস্ট করতে করতে আপনি আপনার র্যাংক বাড়াতে পারবেন।
আরেকটা কথা না বলে পারলাম না- আপনি রং কোন বোডে নতুন পোস্ট করবেন না। নতুন পোস্ট করার আগে অবশ্যই বুঝে শুনে সঠিক বোডে পোস্ট করবেন যেমনটা বাংলা বোডেও নতুবা রং সেকশনে পোস্ট করার কারণে নেগেটিভ কারমাও খেতে পারেন। তাই নতুন অবস্থায় নতুন কোন টপিক না খুলে বরং অন্যদের পোস্টগুলো পড়েন, সেখানে আপনার সব উত্তর দেওয়া আছে।
আমরা যারা নতুন আছেন কেমন করে র্্যংক বাড়াতে পারব সিনিয়র ভাই যারা আছে আমাদের সাহায্য করবেন।
-
ভালো মানের পোস্ট করতে থাকুন প্রতিদিন। পোস্ট যেন তথ্যবহুল হয় সেটা লক্ষ্য রাখবেন। আরেকটা কথা- পোস্টগুলো একেবারে ছোট করার চেয়ে 150+ শব্দের হলে সেটা ভালো হয়, তবে অবশ্যই সেটা কোয়ালিটি পোস্ট হবে এবং আপনি কারমাও পেতে পারেন সেই পোস্টের জন্য। এভাবে প্রতিদিন পোস্ট করতে করতে আপনি আপনার র্যাংক বাড়াতে পারবেন।
আরেকটা কথা না বলে পারলাম না- আপনি রং কোন বোডে নতুন পোস্ট করবেন না। নতুন পোস্ট করার আগে অবশ্যই বুঝে শুনে সঠিক বোডে পোস্ট করবেন যেমনটা বাংলা বোডেও নতুবা রং সেকশনে পোস্ট করার কারণে নেগেটিভ কারমাও খেতে পারেন। তাই নতুন অবস্থায় নতুন কোন টপিক না খুলে বরং অন্যদের পোস্টগুলো পড়েন, সেখানে আপনার সব উত্তর দেওয়া আছে।
অনেক ধন্যবাদ ভাই আপনাকে কথাগুলো কাজে লাগবে।জানতাম না কিভাবে বানাতে হয় আপনার পোস্টটি পড়ে জানতে পারলাম।কিন্তু ভাই আমার একটা প্রশ্ন যদি নেগেটিভ কারমা খায় তাহলে কি আমার রেঙ্ক কমে যাবে
-
ভালো মানের পোস্ট করতে থাকুন প্রতিদিন। পোস্ট যেন তথ্যবহুল হয় সেটা লক্ষ্য রাখবেন। আরেকটা কথা- পোস্টগুলো একেবারে ছোট করার চেয়ে 150+ শব্দের হলে সেটা ভালো হয়, তবে অবশ্যই সেটা কোয়ালিটি পোস্ট হবে এবং আপনি কারমাও পেতে পারেন সেই পোস্টের জন্য। এভাবে প্রতিদিন পোস্ট করতে করতে আপনি আপনার র্যাংক বাড়াতে পারবেন।
আরেকটা কথা না বলে পারলাম না- আপনি রং কোন বোডে নতুন পোস্ট করবেন না। নতুন পোস্ট করার আগে অবশ্যই বুঝে শুনে সঠিক বোডে পোস্ট করবেন যেমনটা বাংলা বোডেও নতুবা রং সেকশনে পোস্ট করার কারণে নেগেটিভ কারমাও খেতে পারেন। তাই নতুন অবস্থায় নতুন কোন টপিক না খুলে বরং অন্যদের পোস্টগুলো পড়েন, সেখানে আপনার সব উত্তর দেওয়া আছে।
অনেক ধন্যবাদ ভাই আপনাকে কথাগুলো কাজে লাগবে।জানতাম না কিভাবে বানাতে হয় আপনার পোস্টটি পড়ে জানতে পারলাম।কিন্তু ভাই আমার একটা প্রশ্ন যদি নেগেটিভ কারমা খায় তাহলে কি আমার রেঙ্ক কমে যাবে
অনেক ধন্যবাদ ভাই আপনার কথাগুলো কাজে লাগাবো। জানতামনা কিভাবে বানাতে হয় আপনার পোস্টটি পরে জানতে পারলাম। কিন্তু ভাই আমার একটা প্রশ্ন যদি নেগেটিভ কারমা খায় তাহলে কি রাং কমে যাবে
-
:'( আমাদের মত যারা নতুন আছে তাদের জন্য সিনিয়াররা পরামর্শ দিবেন র্যাঙ্ক কিভাবে দ্রুত বাড়ানো যায়।
রেঙ্ক কিভাবে বাড়াবো বাড়াবো তা নিয়ে চিন্তা না করে কিভাবে সবাইকে হেল্প করতে পারি সে চিন্তা করুন l ফোরামে যে সমস্ত পোস্ট গুলো হয় সেগুলো ভালো করে মন দিয়ে পড়ুন l এবং যদি এর প্রতিকার কিংবা পরামর্শ থাকে সেটা সবাইকে জানান l এতে করে আপনার রেংক karma এবং অভিজ্ঞতা সবি বৃদ্ধি পাবে l ধন্যবাদ আপনাকে
-
ভাই রাঙ্ক বাড়ানোর জন্য নিয়মিত একটিভ থাকাটা খুবই জরুরী রেঙ্ক বাড়ানোর এর জন্য অন্যদের পোস্টটি ভাল করে পড়ুন এবং তারা কি বলল সেটা ভালোভাবে লক্ষ্য করুন তাদের পোস্টে কোন প্রকার ভুল হলে সেগুলো সঠিক করার জন্য বলুন এবং সঠিক তথ্য দিন এভাবেই সব সময় এক্টিভ থাকুন এমনিতেই আপনার রেঙ্ক এবং কারমা বেড়ে যাবে
-
স্প্যাম ব্যাতিত ভালো মানের পোষ্ট করুন, আপনার পোষ্টের এক্টিভিটি অনুযায়ী আপনার র্যাং বৃদ্ধি পাবে। কিন্তু অনেকেই অর্থহীন পোষ্ট করে যা তার আইডির জন্য বিপদজনক। র্যাং বৃদ্ধির সাথে সাথে আপনার খেয়াল রাখতে হবে আপনার পোষ্টগুলো যাতে ছোট না হয় ও যাতে তথ্যবহুল পোষ্ট হয়।
-
আপনারা যারা রেঙ্ক বাড়াতে চান তারা ভালো মানসম্মত পোস্ট দেন বিটকয়েন অ্যালটমেন্ট ইথেরিয়াম এগুলো সম্বন্ধে এবং ফোরাম সম্বন্ধে আলোচনা করেন অযোথা কোন আলাপ-আলোচনা করে পোস্ট বাড়িয়ে লাভ নাই বা রেঙ্ক বাড়িয়া লাভ নাই।
-
ভালো মানের পোস্ট করতে থাকুন প্রতিদিন। পোস্ট যেন তথ্যবহুল হয় সেটা লক্ষ্য রাখবেন। আরেকটা কথা- পোস্টগুলো একেবারে ছোট করার চেয়ে 150+ শব্দের হলে সেটা ভালো হয়, তবে অবশ্যই সেটা কোয়ালিটি পোস্ট হবে এবং আপনি কারমাও পেতে পারেন সেই পোস্টের জন্য। এভাবে প্রতিদিন পোস্ট করতে করতে আপনি আপনার র্যাংক বাড়াতে পারবেন।
আরেকটা কথা না বলে পারলাম না- আপনি রং কোন বোডে নতুন পোস্ট করবেন না। নতুন পোস্ট করার আগে অবশ্যই বুঝে শুনে সঠিক বোডে পোস্ট করবেন যেমনটা বাংলা বোডেও নতুবা রং সেকশনে পোস্ট করার কারণে নেগেটিভ কারমাও খেতে পারেন। তাই নতুন অবস্থায় নতুন কোন টপিক না খুলে বরং অন্যদের পোস্টগুলো পড়েন, সেখানে আপনার সব উত্তর দেওয়া আছে।
অনেক ধন্যবাদ ভাই আপনাকে কথাগুলো কাজে লাগবে।জানতাম না কিভাবে বানাতে হয় আপনার পোস্টটি পড়ে জানতে পারলাম।কিন্তু ভাই আমার একটা প্রশ্ন যদি নেগেটিভ কারমা খায় তাহলে কি আমার রেঙ্ক কমে যাবে
অনেক ধন্যবাদ ভাই আপনার কথাগুলো কাজে লাগাবো। জানতামনা কিভাবে বানাতে হয় আপনার পোস্টটি পরে জানতে পারলাম। কিন্তু ভাই আমার একটা প্রশ্ন যদি নেগেটিভ কারমা খায় তাহলে কি রাং কমে যাবে
অনেক ধন্যবাদ ভাই আপনাকে কথাগুলো কাজে লাগবে।জানতাম না কিভাবে বানাতে হয় আপনার পোস্টটি পড়ে জানতে পারলাম।কিন্তু ভাই আমার একটা প্রশ্ন যদি নেগেটিভ কারমা খায় তাহলে কি আমার রেঙ্ক কমে যাবে
-
রেঙ্ক বাড়ানোর জন্য আপনাকে ভালো মানের পোস্ট করতে হবে। শুধু ভালো মানের নয় পোস্ট করলেই আপনার রেঙ্ক বাড়বে এটা শিওর।
-
প্রতিদিন পোষ্ট দিতে হবে। আপনি তখন ই বেশি পোষ্ট দিতে পারবেন যখন আপনি বেশি পড়বেনে এবং জানবেন। তাই আমি মনে করি জ্ঞান আহরণটাই গুরুত্বপূর্ণ পরে আপনার পোষ্ট দিতে সময় লাগবে না। যত বেশি জ্ঞান অর্জন হবে তত বেশি এবং অর্থপূর্ণ পোষ্ট করতে পারবেন।
-
:'( আমাদের মত যারা নতুন আছে তাদের জন্য সিনিয়াররা পরামর্শ দিবেন র্যাঙ্ক কিভাবে দ্রুত বাড়ানো যায়।
আপনি কিছু দিন পর পর inactive হয়ে যান। তাই আপনি নিয়মিত active থাকুন। তারপর প্রতিদিন একটা হলে পোস্ট করুন। এখানে সব ভালো মানের পোস্ট কাউন্ট হয়। তবে স্পামিং পোস্ট গুলো কাউন্ট হয় না। আর এখানে সিনিয়রদের ফলো করে সবকিছুর প্রতি ভালো জ্ঞান অর্জন করা সম্ভব। তাই এখানে সময় দিতে হবে। আর ধীরে এগিয়ে যেতে হবে।
-
র্যাস্ক বাড়াতে হলে প্রতিদিন নিয়মিত পোষ্ট করতে হবে। আমরা যারা নতুন আছি তারা নিচের পোষ্টগুলো ভালো করে পড়ে বুঝে শুনে ভালো মানের পোষ্ট করতে হবে।ভুল কিছু তথ্য দেওয়া যাবে না। আর তথ্য দিলে তাকে নেগেটিভ কারমা খেতে হবে।তাই আমরা না বুঝে ভুল কোন তথ্য দেবনা। পোষ্ট গুলো ভালো মানের দিতে হবে, ছোট পোষ্ট দেওয়া যাবে না। regular active থাকতে হবে আর নিয়মিত পোষ্ট করতে হবে।তাহলেই র্যাস্ক বাড়ানো সম্ভব হবে।
-
ভালো মানের পোস্ট করতে থাকুন প্রতিদিন। পোস্ট যেন তথ্যবহুল হয় সেটা লক্ষ্য রাখবেন। আরেকটা কথা- পোস্টগুলো একেবারে ছোট করার চেয়ে 150+ শব্দের হলে সেটা ভালো হয়, তবে অবশ্যই সেটা কোয়ালিটি পোস্ট হবে এবং আপনি কারমাও পেতে পারেন সেই পোস্টের জন্য। এভাবে প্রতিদিন পোস্ট করতে করতে আপনি আপনার র্যাংক বাড়াতে পারবেন।
আরেকটা কথা না বলে পারলাম না- আপনি রং কোন বোডে নতুন পোস্ট করবেন না। নতুন পোস্ট করার আগে অবশ্যই বুঝে শুনে সঠিক বোডে পোস্ট করবেন যেমনটা বাংলা বোডেও নতুবা রং সেকশনে পোস্ট করার কারণে নেগেটিভ কারমাও খেতে পারেন। তাই নতুন অবস্থায় নতুন কোন টপিক না খুলে বরং অন্যদের পোস্টগুলো পড়েন, সেখানে আপনার সব উত্তর দেওয়া আছে।
পোস্টটি অত্যান্ত উপকারী, আপনি সহজেই খুব সহজ ভাষায় বিষয়গুলো উপস্থাপন করলেন। আমরা যারা নতুন আছি তাদের পরবর্তীতে কাজে আসবে । ধন্যবাদ
-
ভালো মানের পোস্ট করতে থাকুন প্রতিদিন। পোস্ট যেন তথ্যবহুল হয় সেটা লক্ষ্য রাখবেন। আরেকটা কথা- পোস্টগুলো একেবারে ছোট করার চেয়ে 150+ শব্দের হলে সেটা ভালো হয়, তবে অবশ্যই সেটা কোয়ালিটি পোস্ট হবে এবং আপনি কারমাও পেতে পারেন সেই পোস্টের জন্য। এভাবে প্রতিদিন পোস্ট করতে করতে আপনি আপনার র্যাংক বাড়াতে পারবেন।
আরেকটা কথা না বলে পারলাম না- আপনি রং কোন বোডে নতুন পোস্ট করবেন না। নতুন পোস্ট করার আগে অবশ্যই বুঝে শুনে সঠিক বোডে পোস্ট করবেন যেমনটা বাংলা বোডেও নতুবা রং সেকশনে পোস্ট করার কারণে নেগেটিভ কারমাও খেতে পারেন। তাই নতুন অবস্থায় নতুন কোন টপিক না খুলে বরং অন্যদের পোস্টগুলো পড়েন, সেখানে আপনার সব উত্তর দেওয়া আছে।
ভাই আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আসলে যে পোস্ট গুলো দেন সেগুলো আমরা যারা নতুন ইউজার আছি সেই পোস্টগুলো পড়ে অনেক কিছু শিখতে পারি। এখন থেকে আমি চেষ্টা করব সুন্দর করে পোস্ট দেওয়ার জন্য।
-
ভালো মানের পোস্ট করতে থাকুন প্রতিদিন। পোস্ট যেন তথ্যবহুল হয় সেটা লক্ষ্য রাখবেন। আরেকটা কথা- পোস্টগুলো একেবারে ছোট করার চেয়ে 150+ শব্দের হলে সেটা ভালো হয়, তবে অবশ্যই সেটা কোয়ালিটি পোস্ট হবে এবং আপনি কারমাও পেতে পারেন সেই পোস্টের জন্য। এভাবে প্রতিদিন পোস্ট করতে করতে আপনি আপনার র্যাংক বাড়াতে পারবেন।
আরেকটা কথা না বলে পারলাম না- আপনি রং কোন বোডে নতুন পোস্ট করবেন না। নতুন পোস্ট করার আগে অবশ্যই বুঝে শুনে সঠিক বোডে পোস্ট করবেন যেমনটা বাংলা বোডেও নতুবা রং সেকশনে পোস্ট করার কারণে নেগেটিভ কারমাও খেতে পারেন। তাই নতুন অবস্থায় নতুন কোন টপিক না খুলে বরং অন্যদের পোস্টগুলো পড়েন, সেখানে আপনার সব উত্তর দেওয়া আছে।
ভাই আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আসলে যে পোস্ট গুলো দেন সেগুলো আমরা যারা নতুন ইউজার আছি সেই পোস্টগুলো পড়ে অনেক কিছু শিখতে পারি। এখন থেকে আমি চেষ্টা করব সুন্দর করে পোস্ট দেওয়ার জন্য।
আপনি এরপর থেকে ভালো মানের পোস্ট করুন। মানসম্মত পোস্ট করতে যদি টপিক খুঁজে না পান। তাহলে নতুন টপিক তৈরি করুন।
-
আপনি পোষ্ট করলে আপনার একাউন্ট দ্রুত রেঙ্ক বেড়ে যাবে। প্রতিদিন যদি আপনি দুইটা বা পাঁচটা পোস্ট করেন তাহলে আপনার আইডি দ্রুত রেঙ্ক বেড়ে যাবে। পোস্টগুলো মান সম্মত হতে হবে জানো আজেবাজে কোন কোন শব্দ না থাকে।
-
প্রতিদিন পোষ্ট দিতে হবে। আপনি তখন ই বেশি পোষ্ট দিতে পারবেন যখন আপনি বেশি পড়বেনে এবং জানবেন। তাই আমি মনে করি জ্ঞান আহরণটাই গুরুত্বপূর্ণ পরে আপনার পোষ্ট দিতে সময় লাগবে না। যত বেশি জ্ঞান অর্জন হবে তত বেশি এবং অর্থপূর্ণ পোষ্ট করতে পারবেন।
আসলে আপনার কথা ঠিক ঐ আছে। যদি কোন পোস্ট করি আসলে সে পোষ্টের ওপর উপর জানা থাকতে হবে তাহলে সেই পোষ্টের উত্তর ভালোভাবে দিতে পারব।
-
রেঙ্ক বাড়ানোর জন্য আপনাকে ভালো ভালো পোস্ট করতে হবে। এবং উন্নতমানের পোস্ট হতে হবে। তাহলে আপনার রেংক বেড়ে যাবে।
-
ভালো মানের পোস্ট করতে থাকুন প্রতিদিন। পোস্ট যেন তথ্যবহুল হয় সেটা লক্ষ্য রাখবেন। আরেকটা কথা- পোস্টগুলো একেবারে ছোট করার চেয়ে 150+ শব্দের হলে সেটা ভালো হয়, তবে অবশ্যই সেটা কোয়ালিটি পোস্ট হবে এবং আপনি কারমাও পেতে পারেন সেই পোস্টের জন্য। এভাবে প্রতিদিন পোস্ট করতে করতে আপনি আপনার র্যাংক বাড়াতে পারবেন।
আরেকটা কথা না বলে পারলাম না- আপনি রং কোন বোডে নতুন পোস্ট করবেন না। নতুন পোস্ট করার আগে অবশ্যই বুঝে শুনে সঠিক বোডে পোস্ট করবেন যেমনটা বাংলা বোডেও নতুবা রং সেকশনে পোস্ট করার কারণে নেগেটিভ কারমাও খেতে পারেন। তাই নতুন অবস্থায় নতুন কোন টপিক না খুলে বরং অন্যদের পোস্টগুলো পড়েন, সেখানে আপনার সব উত্তর দেওয়া আছে।
আমরা যারা নতুন আছেন কেমন করে র্্যংক বাড়াতে পারব সিনিয়র ভাই যারা আছে আমাদের সাহায্য করবেন।
এই গ্রুপের সিনিয়র ভাইদের গুরুত্বপূর্ণ পোস্ট গুলা ভালো ভাবে পড়ে আমরা যারা নতুন আছি তারা ততো সম্পূর্ণ দরকারি পোস্ট থাকলে দিব আমরা যেন কারো পোস্ট কপি না করি
-
আমরা এ্যালার্ট কয়েন এ নতুন তাই কিভাবে রেঙ্ক দ্রত বৃদ্ধি করতে পাড়বো সিনিয়র ভাইরা আমাদের এ বিষয়ে সাহায্য করবেন। ধন্যবাদ।
-
আমি মনে করি যত পোস্ট করবেন তত অ্যাক্টিভিটি পারবে তখন একাই যাবে এবং এবং যত বাউন্টি করবেন ফেসবুক
-
আমার মনে হয় যে প্রত্যেকটা পোস্ট এর মান ভালো হলে অবশ্যই রেঙ্ক ও বাড়বে সেই সাথে সাথে পজিটিভ কারমা পাওয়া যাবে। সব পোস্টেই ক্রিপ্টোকারেন্সি রিলেটেড হতে হবে তাহলে অবশ্যই পজিটিভ কারমা পাওয়া যাবে।
-
:'( আমাদের মত যারা নতুন আছে তাদের জন্য সিনিয়াররা পরামর্শ দিবেন র্যাঙ্ক কিভাবে দ্রুত বাড়ানো যায়।
আপনার প্রশ্নের উত্তরে আমি বলব। এই জগতে এসেছেন ধৈর্য ধরে ফোরামে সময় দিন সিনিয়র ভাইদের পোস্ট থেকে অনেক কিছু শেখার চেষ্টা করুন কিছু অভিজ্ঞতাকে পুঁজি করার চেষ্টা করুন। এবং সিনিয়র ভাইদের কাছ থেকে শিক্ষা নিয়ে ভালো ভালো মানসম্মত শিক্ষামূলক পোস্ট করার চেষ্টা করুন দেখবেন এমনিতেই রেংক বেড়ে যাচ্ছে। আশা করি বুঝতে পেরেছেন।
-
:'( আমাদের মত যারা নতুন আছে তাদের জন্য সিনিয়াররা পরামর্শ দিবেন র্যাঙ্ক কিভাবে দ্রুত বাড়ানো যায়।
আমার জানামতে দ্রুত রেংক বাড়ানোর কোন উপায় নেই। আপনাকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। তাই আমি বলবো ফোরামে প্রচুর সময় দিন। ফোরামের সিনিয়র ভাইদের পোস্টগুলো ভাল করে পড়ুন তাদের পোস্ট থেকে অজানা বিষয় গুলো জেনে নিন। ক্রিপ্টোকারেন্সি জগত সম্পর্কে অভিজ্ঞ হওয়ার চেষ্টা করুন রেঙ্ক এমনিতেই বাড়বে। এটা নিয়ে চিন্তার কোন কারণ নেই।
-
যদি আপনি র্যাংক দ্রুত বাড়াতে চান তাহলে আপনাকে একটু বড় বড় পোস্ট করতে হবে।আর আপনি যদি দ্রুত র্যাংক বাড়ানোর জন্য পোস্ট একদমই ছোট ছোট পোস্ট করে থাকেন তাহলে সেই পোস্ট কাউন্ট করা হবে না।তার পরেও যদি আপনি কিছুই না বোঝােন তা হলে আপনি সব সময় নিচের পোস্ট গুলো ভালো করে খেয়াল করে পড়বেন আর তার পরে পোস্ট দিবেন।কিন্তু যে প্রশ্ন করবে তার সঠিক উত্তর দিবেন যদি সেই প্রশ্নের ভালো করে জানা না থাকে তা হলে আপনি যদি আবুল তাবুল কিছু পোস্ট দেন তা হলে -karma পসবেন।আর যদি পোস্ট গুলো ভালো হয় সেই পোস্ট গুলো কাউন্ট করা হবে এবং কি +karma ও পাওয়া যাবে।সাথে সাথে র্যাংক ও বাড়বে।
ওকে ভাইয়া।আপনাদের সিনিয়র দের কথা মতো পোস্ট করবো।কেননা আমরা যারা নতুন আছি আপনাদের কাছে থেকেই আমরা আস্তে আস্তে সব কাজ করা পদ্ধতি জানতে পারবো।আপনারা আমাদের নতুন দের সাহায্য করবেন।কোনো কাজ ভুল হলে নেগিটিভ কারমা দেওয়ার আগে আমাদের সতর্ক করে দিবেন।
-
প্রতিদিন পোষ্ট দিতে হবে। আপনি তখন ই বেশি পোষ্ট দিতে পারবেন যখন আপনি বেশি পড়বেনে এবং জানবেন। তাই আমি মনে করি জ্ঞান আহরণটাই গুরুত্বপূর্ণ পরে আপনার পোষ্ট দিতে সময় লাগবে না। যত বেশি জ্ঞান অর্জন হবে তত বেশি এবং অর্থপূর্ণ পোষ্ট করতে পারবেন।
ভাইয়া আমি আপনার সাথে একমত রাঙ্ক বাড়াতে হলে বা অ্যাক্টিভিটি বাড়াতে হলে অবশ্যই যথেষ্ট জ্ঞান থাকতে হবে। আমরা জুনিয়ররা যখন ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে অনেক অভিজ্ঞ হয়ে যাব তখন আর পোস্ট রিপ্লে করতে তেমন কোন সময় লাগবে না। তাই সবার আগে প্রয়োজন ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করা জ্ঞান অর্জন করা।
-
রেঙ্ক বাড়ানোর জন্য আপনাকে ভালো ভালো পোস্ট করতে হবে। এবং উন্নতমানের পোস্ট হতে হবে। তাহলে আপনার রেংক বেড়ে যাবে।
ওকে ভাইয়া। আমি এই ফোরামে নতুন আমিও চেষ্টা করব ভালো ভালো পোস্ট দিতে। আর কোন ভুল হলে সিনিয়র ভাই রা আছেন তারা সতর্ক করে দেবেন।
-
আপনি যদি রেংক দ্রুত বাড়াতে চান তাহলে এভাবে পোস্ট করতে থাকুন পোস্ট করতে করতে আপনার রেংক একাই বেড়ে যাবে। প্রতিদিন বেশি পোস্ট দেওয়া যাবে না তাহলে আমি আমার হিসেবে গণ্য হবে অল্প অল্প করে প্রত্যেক দিনই আপনাকে পৌঁছে দিতে হবে 10 থেকে 20 টা করে পোস্ট দিতে হবে। তাহলে আপনার রেংক অল্প কিছুদিনের মধ্যেই দ্রুত বেড়ে যাবে।
-
যদি আপনি র্যাংক দ্রুত বাড়াতে চান তাহলে আপনাকে একটু বড় বড় পোস্ট করতে হবে।আর আপনি যদি দ্রুত র্যাংক বাড়ানোর জন্য পোস্ট একদমই ছোট ছোট পোস্ট করে থাকেন তাহলে সেই পোস্ট কাউন্ট করা হবে না।তার পরেও যদি আপনি কিছুই না বোঝােন তা হলে আপনি সব সময় নিচের পোস্ট গুলো ভালো করে খেয়াল করে পড়বেন আর তার পরে পোস্ট দিবেন।কিন্তু যে প্রশ্ন করবে তার সঠিক উত্তর দিবেন যদি সেই প্রশ্নের ভালো করে জানা না থাকে তা হলে আপনি যদি আবুল তাবুল কিছু পোস্ট দেন তা হলে -karma পসবেন।আর যদি পোস্ট গুলো ভালো হয় সেই পোস্ট গুলো কাউন্ট করা হবে এবং কি +karma ও পাওয়া যাবে।সাথে সাথে র্যাংক ও বাড়বে।
ধন্যবাদ অনেক ভালো একটা উপদেশ দিয়েছেন। আমরা রেঙ্ক বাড়ানো নিয়ে অনেক আগ্রহ। আপনার কাছ থেকে জানতে পারলাম কিভাবে রাঙ্ক বাড়াতে পারি। ধন্যবাদ আপনাকে। অনেক গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন।
-
বর্তমান সময়ে অনেক ইউজারদের আমি লক্ষ্য করেছি যে তারা শুধু পোষ্ট বাড়ানোর জন্যই পোস্ট করে থাকেন। অতএব তারা ঐ রকম কোনো ভালো পোস্ট করেন না যে সেখান থেকে নতুন ইউজার রা কিছু শিখতে পারে। আসুন আমরা সবাই এই ফোরামে ভালোভাবে কাজ করে এই কোরাম টাকে অনেক উন্নতির দিকে নিয়ে যায়।
-
ভালো মানের পোস্ট করতে থাকুন প্রতিদিন। পোস্ট যেন তথ্যবহুল হয় সেটা লক্ষ্য রাখবেন। আরেকটা কথা- পোস্টগুলো একেবারে ছোট করার চেয়ে 150+ শব্দের হলে সেটা ভালো হয়, তবে অবশ্যই সেটা কোয়ালিটি পোস্ট হবে এবং আপনি কারমাও পেতে পারেন সেই পোস্টের জন্য। এভাবে প্রতিদিন পোস্ট করতে করতে আপনি আপনার র্যাংক বাড়াতে পারবেন।
আরেকটা কথা না বলে পারলাম না- আপনি রং কোন বোডে নতুন পোস্ট করবেন না। নতুন পোস্ট করার আগে অবশ্যই বুঝে শুনে সঠিক বোডে পোস্ট করবেন যেমনটা বাংলা বোডেও নতুবা রং সেকশনে পোস্ট করার কারণে নেগেটিভ কারমাও খেতে পারেন। তাই নতুন অবস্থায় নতুন কোন টপিক না খুলে বরং অন্যদের পোস্টগুলো পড়েন, সেখানে আপনার সব উত্তর দেওয়া আছে।
ধন্যবাদ বড় ভাই আপনাকে কারণ আপনার পোস্ট থাকে অনেক কিছু শিখতে পারলাম এবং আপনি আমরা যারা ছোট আছি তাদেরকে সাহায্য করবেন ধন্যবাদ
-
ভালো মানের পোস্ট করতে থাকুন প্রতিদিন। পোস্ট যেন তথ্যবহুল হয় সেটা লক্ষ্য রাখবেন। আরেকটা কথা- পোস্টগুলো একেবারে ছোট করার চেয়ে 150+ শব্দের হলে সেটা ভালো হয়, তবে অবশ্যই সেটা কোয়ালিটি পোস্ট হবে এবং আপনি কারমাও পেতে পারেন সেই পোস্টের জন্য। এভাবে প্রতিদিন পোস্ট করতে করতে আপনি আপনার র্যাংক বাড়াতে পারবেন।
আরেকটা কথা না বলে পারলাম না- আপনি রং কোন বোডে নতুন পোস্ট করবেন না। নতুন পোস্ট করার আগে অবশ্যই বুঝে শুনে সঠিক বোডে পোস্ট করবেন যেমনটা বাংলা বোডেও নতুবা রং সেকশনে পোস্ট করার কারণে নেগেটিভ কারমাও খেতে পারেন। তাই নতুন অবস্থায় নতুন কোন টপিক না খুলে বরং অন্যদের পোস্টগুলো পড়েন, সেখানে আপনার সব উত্তর দেওয়া আছে।
আমার বিষয়টি জানা ছিল না কিভাবে র্যাংক বাড়ানো |আপনার পোস্ট পড়ে বুঝতে পারলাম|যখন আমরা কোনো কিছু বুঝতে না পারি প্রতিটি নতুন ইউজারদের উচিত বড় ভাইদের পোস্ট গুলো ভালোভাবে পড়া|কারন তাতে আমরা আমাদের সমস্যার সমাধান খুজে পাব|কিন্তু ভাই এখানে আমার একটি প্রশ্ন জেগেছে?এখানে আপনি বলেছেন ,রং সেকশন এ পোস্ট না করার জন্য|এই রং সেকশন সাইটের ব্যাপারে যদি একটু বুঝিয়ে বলতেন তাহলে ভালোভাবে বুঝতে পারতাম|
-
আপনি যদি রেংক দ্রুত বাড়াতে চান তাহলে এভাবে পোস্ট করতে থাকুন পোস্ট করতে করতে আপনার রেংক একাই বেড়ে যাবে। প্রতিদিন বেশি পোস্ট দেওয়া যাবে না তাহলে আমি আমার হিসেবে গণ্য হবে অল্প অল্প করে প্রত্যেক দিনই আপনাকে পৌঁছে দিতে হবে 10 থেকে 20 টা করে পোস্ট দিতে হবে। তাহলে আপনার রেংক অল্প কিছুদিনের মধ্যেই দ্রুত বেড়ে যাবে।
হ্যাঁ ভাই আপনি একদম ঠিক বলেছেন।প্রতিদিন যদি আমরা এভাবে পোস্ট করতে থাকি তাহলে দেখা যাবে অবশ্যই আমরা এগিয়ে যেতে পারবো অনেক।
-
:'( আমাদের মত যারা নতুন আছে তাদের জন্য সিনিয়াররা পরামর্শ দিবেন র্যাঙ্ক কিভাবে দ্রুত বাড়ানো যায়।
যারা নতুনে এই ফোরামে এসেছেন তারা রেংক বাড়ানোর জন্য ভালো ভালো পোস্ট করলে রেঙ্ক বাড়বে। রেঙ্ক বাড়ানোর জন্য আপনাকে মানসম্মত পোস্ট করতে হবে। এবং আপনার আইডির নির্দিষ্ট বয়স থাকতে হবে।
-
:'( আমাদের মত যারা নতুন আছে তাদের জন্য সিনিয়াররা পরামর্শ দিবেন র্যাঙ্ক কিভাবে দ্রুত বাড়ানো যায়।
রেঙ্ক অনেক ভাবে বাড়ানো যায়।ভালো কলেটি পোস্ট করে আপনি রেংক বাড়াতে পারবেন। রেঙ্ক বাড়ানোর জন্য আপনাকে ভালো মানসম্মত পোস্ট করতে হবে। আইডির বয়স থাকতে হবে।
-
ভালো মানের পোস্ট করতে থাকুন প্রতিদিন। পোস্ট যেন তথ্যবহুল হয় সেটা লক্ষ্য রাখবেন। আরেকটা কথা- পোস্টগুলো একেবারে ছোট করার চেয়ে 150+ শব্দের হলে সেটা ভালো হয়, তবে অবশ্যই সেটা কোয়ালিটি পোস্ট হবে এবং আপনি কারমাও পেতে পারেন সেই পোস্টের জন্য। এভাবে প্রতিদিন পোস্ট করতে করতে আপনি আপনার র্যাংক বাড়াতে পারবেন।
আরেকটা কথা না বলে পারলাম না- আপনি রং কোন বোডে নতুন পোস্ট করবেন না। নতুন পোস্ট করার আগে অবশ্যই বুঝে শুনে সঠিক বোডে পোস্ট করবেন যেমনটা বাংলা বোডেও নতুবা রং সেকশনে পোস্ট করার কারণে নেগেটিভ কারমাও খেতে পারেন। তাই নতুন অবস্থায় নতুন কোন টপিক না খুলে বরং অন্যদের পোস্টগুলো পড়েন, সেখানে আপনার সব উত্তর দেওয়া আছে।
অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দরভাবে বুঝিয়ে বলার জন্য। আপনি আগের মতো সব সময় সুন্দর ভাবে বুঝিয়ে বলেন আপনার পোস্টটি পড়ে সবাই শিক্ষণীয় তা লাভ করে। আপনি খুবই সুন্দরভাবে পোষ্ট গুলা করেন এবং মানসম্মত পোস্টগুলো করেন।
-
আসলে আমাদের রাংকিং এর দিকে নজর না দিয়ে কোয়ালিটি পোস্ট করার দিকে নজর দেওয়া উচিত। ভালো মানের পোস্ট করলে রাংকিং এমনিতেই বাড়তে থাকবে। আর শুধু র্যাংকিং বাড়ানোর জন্যে পোস্ট করলে স্প্যাম পোস্ট করার সম্ভবনা বেশি থাকে। এতে করে spammer ট্যাগ খাবার সম্ভবনা থাকে প্রোফাইলে। তাই কোয়ালিটি পোস্ট এর দিকে মনোযোগী হন।
-
:'( আমাদের মত যারা নতুন আছে তাদের জন্য সিনিয়াররা পরামর্শ দিবেন র্যাঙ্ক কিভাবে দ্রুত বাড়ানো যায়।
র্যাংক দূত বাড়ানোর নিয়ম একটিই সেটা হল নিয়মিত পোস্ট দিতে হবে। আপনার পোস্টের উপর আপনার র্যাংক নির্ভর করে।
-
সব চাইতে ভালো হয় আপ্নে যদি নিয়মিত ফোরাম এ পোস্ট করতে থাকেন। অবসসই useful পোস্ট করবেন। আর যে বিষয়ে পোস্ট করবেন সেটা যেন টপিক এর সাথে ঠিক থাকে। ইররেলেভেন্ট পোস্ট করলে কিন্তু মডারেটর রা আপনাকে ban করে দিতে পারে। ভালো হয় গুগল এ জেনে তারপর টপিক এর ওপর পোস্ট করা।
-
আসলে আমাদের রাংকিং এর দিকে নজর না দিয়ে কোয়ালিটি পোস্ট করার দিকে নজর দেওয়া উচিত। ভালো মানের পোস্ট করলে রাংকিং এমনিতেই বাড়তে থাকবে। আর শুধু র্যাংকিং বাড়ানোর জন্যে পোস্ট করলে স্প্যাম পোস্ট করার সম্ভবনা বেশি থাকে। এতে করে spammer ট্যাগ খাবার সম্ভবনা থাকে প্রোফাইলে। তাই কোয়ালিটি পোস্ট এর দিকে মনোযোগী হন।
আপনাকে স্বাগতম ভাই। আপনার সাথে একমত আমি।
নতুনদের মধ্যে অল্পদিনে র্যাংক বাড়ানোর প্রবণতা বেশি। তারা চান অল্পদিনে হিরো লিজেন্ড র্যাংকে যাওয়া। পোস্ট কোয়ালিটির দিকে তাদের কোন নজর নেই। যখন অল্প দিনে র্যাংক বেড়ে যায় তারপর তখন পোস্ট করার তাদের সময় থাকেনা শুধু সিগনেচার নিয়ে ব্যস্ত থাকে। অনেকেই স্পামার ট্যাগ পেয়েছে ইতিমধ্যেই। নতুন টপিক তৈরি না করে শুধু একই পোস্টে বারবার রিপ্লাই দিয়েই যাচ্ছে তারা।
-
ভালো মানের পোস্ট করতে থাকুন প্রতিদিন। পোস্ট যেন তথ্যবহুল হয় সেটা লক্ষ্য রাখবেন। আরেকটা কথা- পোস্টগুলো একেবারে ছোট করার চেয়ে 150+ শব্দের হলে সেটা ভালো হয়, তবে অবশ্যই সেটা কোয়ালিটি পোস্ট হবে এবং আপনি কারমাও পেতে পারেন সেই পোস্টের জন্য। এভাবে প্রতিদিন পোস্ট করতে করতে আপনি আপনার র্যাংক বাড়াতে পারবেন।
আরেকটা কথা না বলে পারলাম না- আপনি রং কোন বোডে নতুন পোস্ট করবেন না। নতুন পোস্ট করার আগে অবশ্যই বুঝে শুনে সঠিক বোডে পোস্ট করবেন যেমনটা বাংলা বোডেও নতুবা রং সেকশনে পোস্ট করার কারণে নেগেটিভ কারমাও খেতে পারেন। তাই নতুন অবস্থায় নতুন কোন টপিক না খুলে বরং অন্যদের পোস্টগুলো পড়েন, সেখানে আপনার সব উত্তর দেওয়া আছে।
দ্রুত পোস্ট বাড়াতে হলে নূন্যতম কত পোস্ট করতে হবে এবং সে পোস্ট মানসম্মত কেমন হতে হবে। আমি তা ভাল পোস্ট করলে কি কারবা পাবো। আমাদের পোষ্টগুলো দেখে কি কেউ কি কারমা দেবে।
-
ফোরামে কিভাবে দ্রুত রেংক বাড়ানো যায় ও ভালো পোস্ট করা যায় তা সিনিয়রদের কাছ থেকে শিখতে পারলাম। এখন থেকে রাঙ্ক বাড়াতে আমার পক্ষে অনেক সহজ হবে।
-
:'( আমাদের মত যারা নতুন আছে তাদের জন্য সিনিয়াররা পরামর্শ দিবেন র্যাঙ্ক কিভাবে দ্রুত বাড়ানো যায়।
রেঙ্ক বাড়ানোর জন্য ইতিমধ্যে আমাদের সিনিয়র ভাইরা অনেকগুলো টপিক তৈরি করেছি তবে গুলো ফলো করলে আপনি জানতে পারবেন। ভালো মানসম্মত পোস্ট করলে রেঙ্ক বাড়বে। তথ্যবহুল পোস্ট করতে হবে। পোস্ট গুলো একটু বড় বড় করে করবেন। ভালো কোয়ালিটির পোস্ট করবেন। এভাবে আপনি রাঙ্ক বাড়াতে পারবেন।
-
আপনি নিয়মিত ফোরামে একটিভ থাকেন। নিয়মিত প্রত্যেকদিন পনেরো থেকে বিশ টা পোস্ট করেন তাহলে অবশ্যই আপনি দ্রুত এগিয়ে যেতে পারবেন। এবং পোস্ট গুলি যদি ভাল হয় তাহলে অবশ্যই আপনি পজিটিভ কারমা পাবেন।
-
আপনি যদি রেংক দ্রুত বাড়াতে চান তাহলে এভাবে পোস্ট করতে থাকুন পোস্ট করতে করতে আপনার রেংক একাই বেড়ে যাবে। প্রতিদিন বেশি পোস্ট দেওয়া যাবে না তাহলে আমি আমার হিসেবে গণ্য হবে অল্প অল্প করে প্রত্যেক দিনই আপনাকে পৌঁছে দিতে হবে 10 থেকে 20 টা করে পোস্ট দিতে হবে। তাহলে আপনার রেংক অল্প কিছুদিনের মধ্যেই দ্রুত বেড়ে যাবে।
আপনার সাথে আমি পুরোপুরি একমত। বসে ভাবে পোস্ট করলে অল্প দিনে রেঙ্ক বাড়ানো সম্ভব। অবশ্যই আমাদের এই ফোরামে নিয়মিত একটিভ থাকতে হবে তাহলে দেখা যাবে রেঙ্ক দূরত্ব বাড়বে সে সাথে সাথে ফোরামের অনেক উন্নত হবে।
-
ফোরামের রেঙ্ক বারাতে হলে আপনাকে ফোরামে বেশিএকটিভ থাকতে হবে ।সিনিয়রদের পোস্টগুলো ভাল ভাবে মনোযোগ দিয়ে পড়ে তারপর আপনি বেশি বেশি পোস্ট করেন পোস্টগুলো অবশ্যই শিক্ষামূলক এবং ফোরাম রিলেটেড হতে হবে। অহেতুক আজেবাজে পোস্ট করা যাবেনা । এতে উল্টো আপনার আইডির আরো ক্ষতি হতে পারে ।পোস্টগুলো 150 + ক্যারেক্টার হওয়া ভালো।
-
:'( আমাদের মত যারা নতুন আছে তাদের জন্য সিনিয়াররা পরামর্শ দিবেন র্যাঙ্ক কিভাবে দ্রুত বাড়ানো যায়।
র্যাংক বাড়াতে হলে অবশ্যই আপনা কে নিয়মিত একটিভিটি বাড়াতে হবে এবং সেই সাথে সময়েরও একটি ব্যাপার থাকে যা আপনার র্যাংক বাড়তে সহয়তা করবে।
-
গঠনমূলক পোস্ট করূন। জানতে চাইলে আস্ক করুন, যদি জেনে থাকেন অন্য কাউকে সাহায্য করূন। ধীরে ধীরে একটিভিটি আপের মাধ্যমে বেড়ে যাবে র্যাংক।
-
হ্যাঁ ভাই আপনি ঠিক বলেছেন আসলে আমরা এই ফোরামে নতুন কিভাবে পোস্ট করলে আমরা দ্রুত এগিয়ে যেতে পারবো। সেই হিসেবে আমাদেরকে একটু বুঝিয়ে বলবেন।
-
:'( আমাদের মত যারা নতুন আছে তাদের জন্য সিনিয়াররা পরামর্শ দিবেন র্যাঙ্ক কিভাবে দ্রুত বাড়ানো যায়।
রেঙ্ক বাড়ানোর জন্য ইতিমধ্যে আমাদের সিনিয়র ভাইরা অনেকগুলো টপিক তৈরি করেছি তবে গুলো ফলো করলে আপনি জানতে পারবেন। ভালো মানসম্মত পোস্ট করলে রেঙ্ক বাড়বে। তথ্যবহুল পোস্ট করতে হবে। পোস্ট গুলো একটু বড় বড় করে করবেন। ভালো কোয়ালিটির পোস্ট করবেন। এভাবে আপনি রাঙ্ক বাড়াতে পারবেন।
আপনি অনেক সুন্দর ভাবে বুঝিয়ে বলেছেন আপনাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। চেষ্টা করবো ভালো ভাবে পোস্ট দেওয়ার জন্য।
-
যদি আপনি র্যাংক দ্রুত বাড়াতে চান তাহলে আপনাকে একটু বড় বড় পোস্ট করতে হবে।আর আপনি যদি দ্রুত র্যাংক বাড়ানোর জন্য পোস্ট একদমই ছোট ছোট পোস্ট করে থাকেন তাহলে সেই পোস্ট কাউন্ট করা হবে না।তার পরেও যদি আপনি কিছুই না বোঝােন তা হলে আপনি সব সময় নিচের পোস্ট গুলো ভালো করে খেয়াল করে পড়বেন আর তার পরে পোস্ট দিবেন।কিন্তু যে প্রশ্ন করবে তার সঠিক উত্তর দিবেন যদি সেই প্রশ্নের ভালো করে জানা না থাকে তা হলে আপনি যদি আবুল তাবুল কিছু পোস্ট দেন তা হলে -karma পসবেন।আর যদি পোস্ট গুলো ভালো হয় সেই পোস্ট গুলো কাউন্ট করা হবে এবং কি +karma ও পাওয়া যাবে।সাথে সাথে র্যাংক ও বাড়বে।
আপনাকে অনেক ধন্যবাদ ভাই আপনার এই মূল্যবান পোষ্ট এর জন্য। আপনি একদম ঠিক বলেছেন ভাই আমাদের সবাইকে দ্রুত রেঙ্ক বাড়াতে হলে ভালো মানের পোস্ট করতে হবে। এবং বড় বড় পোস্টও করতে হবে তাহলেই আমাদের রেঙ্ক বাড়বে ইনশাআল্লাহ।
-
কিভাবে দ্রুত রেংক বাড়ানো যায় সে সম্পর্কে আমার জানা ছিল না ।আপনাদের পরামর্শ গুলো আমার খুবই উপকারে আসবে।
-
রাঙ্ক বাড়াতে গেলে অবশ্যই আপনাকে পোস্ট বানাতে হবে ।
-
:'( আমাদের মত যারা নতুন আছে তাদের জন্য সিনিয়াররা পরামর্শ দিবেন র্যাঙ্ক কিভাবে দ্রুত বাড়ানো যায়।
আমিও আপনার মত জুনিয়র কাজেই আমরা ও এই বিষয়ে জানা উচিত। তবে প্রাথমিক ভাবে আমি যতদুর জানতে পারলাম যে এখানে যদি কেউ পোস্ট করে তাহলেই তার র্যাংক আপ হয়। কিন্তু এর মধ্যে আরও কিছু থাকতে পারে যা আমার অজানা। তাই যারা জানেন শেয়ার করবেন।
-
আমি মনে করি এই ফোরামের আপনি যত বেশি সময় দিবেন এবং এই ফ্রম নিয়ে যত বেশি ঘাটাঘাটি করবেন আপনি তত বেশি শিখতে ও জানতে পারবেন আপনি বলেছেন কিভাবে দ্রুত রেঙ্ক বাড়ানো যায় দ্রুত রেঙ্ক বাড়ানোর জন্য আপনাকে এই ফর্মে সময় দিতে হবে এবং সিনিয়র ভাইদের দেওয়া পোস্ট গুলো ভালভাবে পড়তে হবে এবং তাদের পোষ্টের উত্তর দিতে হবে আপনি যত বেশি প্রশ্নের উত্তর দিবেন ততই তাড়াতাড়ি আপনার রেঙ্ক পরিবর্তন হবে বা বাড়বে
-
র্যাংক বাড়াতে চাইলে আপনাকে ভালো মানের পোস্ট করতে হবে যে গুলা সব মেম্বারের কাজে আসে। মেম্বাররা কিছু শিখতে পারে। আবার আপনাকে টপিক তৈরি করতে হবে বিটকিয়েন ইথেরিয়াম এবং আল্টকয়ে সম্পর্কে যদি কোনো নতুন আপডেট থাকে তা হলে যদি এগুলা করেন তা হলে আপনার র্যাংক এমনিতেই বাড়তে থাকবে
-
ভালো মানের পোস্ট করতে থাকুন প্রতিদিন। পোস্ট যেন তথ্যবহুল হয় সেটা লক্ষ্য রাখবেন। আরেকটা কথা- পোস্টগুলো একেবারে ছোট করার চেয়ে 150+ শব্দের হলে সেটা ভালো হয়, তবে অবশ্যই সেটা কোয়ালিটি পোস্ট হবে এবং আপনি কারমাও পেতে পারেন সেই পোস্টের জন্য। এভাবে প্রতিদিন পোস্ট করতে করতে আপনি আপনার র্যাংক বাড়াতে পারবেন।
আরেকটা কথা না বলে পারলাম না- আপনি রং কোন বোডে নতুন পোস্ট করবেন না। নতুন পোস্ট করার আগে অবশ্যই বুঝে শুনে সঠিক বোডে পোস্ট করবেন যেমনটা বাংলা বোডেও নতুবা রং সেকশনে পোস্ট করার কারণে নেগেটিভ কারমাও খেতে পারেন। তাই নতুন অবস্থায় নতুন কোন টপিক না খুলে বরং অন্যদের পোস্টগুলো পড়েন, সেখানে আপনার সব উত্তর দেওয়া আছে।
হ্যাঁ আপনি ঠিক বলেছেন ধন্যবাদ আপনাকে
-
:'( আমাদের মত যারা নতুন আছে তাদের জন্য সিনিয়াররা পরামর্শ দিবেন র্যাঙ্ক কিভাবে দ্রুত বাড়ানো যায়।
র্যাংক বাড়ানোর একমাত্র উপায় হল পোস্ট করা। আমরা জানি যে একটি নির্দিষ্ট র্যাংক এ যেতে হলে অবশ্যই কিছু নির্দিষ্ট পোস্ট করা প্রয়োজন। যে যত পোস্ট করবে তার র্যাংক তত বাড়বে। তবে অবশ্যই পোস্ট গুলো গঠন মুলক হতে হবে।
-
আসলে আমরা কিভাবে রাঙ্ক বাড়াবো সিনিয়ররা আমাদের সাহায্য করবেন।আমরা কেমন পোস্ট করব সে বিষয়ে আমাদের তথ্য জানাবেন পোস্ট গুলো কেমন হতে হবে ভা কত ওয়াটের হতে হবে। আমরা দিনে কয়টি পোস্ট করতে পারব এবং সর্বোচ্চ পর্যায়ে যেতে হলে কতটি পোস্ট করতে হবে। আর যদি কোনো গুরুত্বপূর্ণ বিষয় থেকে থাকে তাহলে এখানে আলাপ আলোচনা করবেন তাতে আমাদের জন্য অনেক সুবিধা হবে।
-
:'( আমাদের মত যারা নতুন আছে তাদের জন্য সিনিয়াররা পরামর্শ দিবেন র্যাঙ্ক কিভাবে দ্রুত বাড়ানো যায়।
আপনি কিছু দিন পর পর inactive হয়ে যান। তাই আপনি নিয়মিত active থাকুন। তারপর প্রতিদিন একটা হলে পোস্ট করুন। এখানে সব ভালো মানের পোস্ট কাউন্ট হয়। তবে স্পামিং পোস্ট গুলো কাউন্ট হয় না। আর এখানে সিনিয়রদের ফলো করে সবকিছুর প্রতি ভালো জ্ঞান অর্জন করা সম্ভব। তাই এখানে সময় দিতে হবে। আর ধীরে এগিয়ে যেতে হবে।
মডারেটর বড়া বড়ই নতুন ইউজারদের জন্য অনেক সুন্দর সুন্দর পরামর্শ ও দিকনির্দেশনা দিয়ে থাকেন। আপনার সমস্ত দিক নির্দেশনা আমাদের সকলের অনেক কাজে লাগে। আশা করি এভাবে ভবিষ্যতে আপনাকে আমাদের পাশে পাব আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
-
:'( আমাদের মত যারা নতুন আছে তাদের জন্য সিনিয়াররা পরামর্শ দিবেন র্যাঙ্ক কিভাবে দ্রুত বাড়ানো যায়।
সোজা কথা আপনার পোষ্টের উপর ভিত্তি করে আপনার র্যাংক বাড়বে কিন্তু খেয়াল রাখতে হবে যে আপনার পোষ্ট যাতে ছোট ও তথ্যবহুল না হয় । তাহলে কিন্তু অনেকেই নেগেটিভ কর্মা দিতে চাইবে যা আপনার কাজের জন্য ক্ষতির কারণ হয়ে দাড়াবে। তাই তাড়াহুড়া না করে ভালো মানের পোষ্ট করতে থাকুন।ধন্যবাদ
-
রেঙ্ক বাড়ানোর জন্য আপনাকে নিয়মিত একটিভ থাকতে হবে এবং প্রয়োজনীয় পোস্ট করা আর যদি কেউ কোন টপিক বানায় আর তার টপিকের উত্তর আপনার জানা থাকে তাহলে তাকে সঠিক তথ্য দিয়ে সাহায্য করা তাহলে আপনার রেঙ্ক গ্রো করবে।
-
এই ফোরামের Rank বৃদ্ধি করার জন্য অবশ্যই কন্সট্রাক্টিভ পোস্ট করলেই বৃদ্ধি পেয়ে যায় কিন্তু হয়তো আর বেশিদিন এই সিস্টেম থাকবে না। যেহেতু বিটকয়েন ফোরামের ম্যাক্সিমাম মেম্বার গুলোই এখানে আসতে শুরু করেছে সেহেতু খুব শীগ্রই এই র্যাঙ্ক সিস্টেমের পরিবর্তন হয়ে যাবে। বিটকয়েন ফোরামে অতীতে শুধুমাত্র পোষ্টের সংখ্যার উপর ভিত্তি করে ্যাংক বৃদ্ধি পেত কিন্তু সময়ের বিবর্তনে আপডেট করতে করতে এখনই এমন একটি পর্যায়ে চলে এসেছে যে মেরিট সিস্টেম চালু হওয়ার পর 14 দিন পর পর এক্টিভিটি বৃদ্ধি পায় কিন্তু Rank পরিবর্তন করতে অবশ্যই মেরিট পেতে হয়। একজন ইউজারের যদি কোন মেরিট না থাকে তাহলে শেষ একটিভিটি যতই বৃদ্ধি পাক না কেন তার Rank পরিবর্তন হয় না।
এই আলট কয়েন ফোরামে হয়তো খুব তাড়াতাড়ি বিটকয়েন ফোরাম এর মত ্যাঙ্ক পরিবর্তনের সিস্টেম চলে আসবে তখন আমরা হাজারটা পোস্ট করলেও অ্যাক্টিভিটি বা কারমা সিস্টেমের কারণে হয়তো র্যাঙ্ক পরিবর্তনে একটি নির্দিষ্ট দিন পর্যন্ত অপেক্ষা করা লাগতে পারে।
-
:'( আমাদের মত যারা নতুন আছে তাদের জন্য সিনিয়াররা পরামর্শ দিবেন র্যাঙ্ক কিভাবে দ্রুত বাড়ানো যায়।
একটিভ থাকুন পোস্ট করুন র্যাঙক বাড়ান। যত বেশি পোস্ট করবেন তত বেশি রাঙ্ক বৃদ্ধি পাবে। তবে সাবধান যেন আপনার পোষ্ট আবর্জনাভুক্ত না হয়। দশটা এলোমেলো পোস্ট করার চেয়ে একটা কনস্ট্রাক্টিভ পোস্ট করা অনেক বেশি ভালো। তাই সর্বদা কনস্ট্রাক্টিভ পোস্ট করার প্রয়োজন রয়েছে। অনেক সময় সিগনেচার ম্যানেজমেন্ট এর দৃষ্টি আকর্ষণ করার জন্য কনস্ট্রাক্টিভ পোস্ট অনেক বেশি ফলপ্রসু হয়ে থাকে।
-
প্রথমত আপনাকে নিজের উন্নতি করতে হবে। যার জন্য আপনাকে এই বিষয়ে গবেষণা করতে হবে। যে কোন কিছুরই র্যাঙ্ক বাড়ানোর জন্য সে বিষয়ে আগে পড়াশোনা করতে হয়। আমি বলব আপনি প্রথমে এই সম্পর্কে ভালোভাবে ধারণা নেন। এবং নিয়মিত ভালো মানের পোস্ট দিতে থাকুন। এবং ধৈর্য ধরতে থাকুন। কোন কিছুই দ্রুত ফলাফল ভালো কিছু বয়ে আনে না, যার উন্নতি ধীরে ধীরে হয় সেটাই অনেকদিন তাকে। তাই আমি বলব আপনি নিয়মিত ভালো মানের পোস্ট দিন এবং দিতেই থাকুন।