Altcoins Talks - Cryptocurrency Forum
Local => বাংলা (Bengali) => Topic started by: Istiak on December 08, 2019, 12:12:28 PM
-
স্টেলার লুমেন কিবেস এর মাধ্যমে তাদের এয়ারড্রপ পরিচালনা করছে। প্রতি মাসে তারা যোগ্য সদস্যদের মধ্যে ১০ লক্ষ স্টেলার টোকেন বিতরণ করছে। অক্টোবরের টোকেন বিতরনের পর থেকে স্টেলারের দাম কমে গেছে। তারা পরবর্তী আরো ১৮ মাস নাকি টোকেন বিতরণ করবে। এ অবস্থায় কি টোকেনের দাম আবার বাড়ার সম্ভবনা আছে?
-
স্টেলার লুমেন কিবেস এর মাধ্যমে তাদের এয়ারড্রপ পরিচালনা করছে। প্রতি মাসে তারা যোগ্য সদস্যদের মধ্যে ১০ লক্ষ স্টেলার টোকেন বিতরণ করছে। অক্টোবরের টোকেন বিতরনের পর থেকে স্টেলারের দাম কমে গেছে। তারা পরবর্তী আরো ১৮ মাস নাকি টোকেন বিতরণ করবে। এ অবস্থায় কি টোকেনের দাম আবার বাড়ার সম্ভবনা আছে?
আপনি ভালো একটা প্রশ্ন করেছেন। স্টেলার গত যে এয়ারড্রপ দিছে সেটার পরে তাদের সার্কুলেটিং সাপ্লাই বেড়ে গেছে এবং দামও কমে গেছে। বর্তমানেও একটি এয়ারড্রপ রানিং যদিও সেটা বাংলাদেশীদের জন্য অনুমোদিত না। স্বাভাবিক ভাবে যদি কোন টোকেনের সাপ্লাই বেড়ে যায় তখন সেল প্রেসারও বেড়ে যায় এবং ফ্রি যারা টোকেন পাচ্ছে তারাও সেল দিতে চেষ্টা করবে এতে xlm এর দাম কমার সম্ভাবনাই বেশি থাকবে। তবে দীর্ঘমেয়াদে এটার দাম বাড়বে কারণ এটা টপ টেন একটা কয়েন যাদের ফিউচার আছে এবং তারা তাদের রোড ম্যাপ অনুযায়ী কাজ করে যাচ্ছে।
-
স্টেলার এয়ারড্রপ চলার কারণেই ,, একটু প্রাইজের পরিবর্তন দেখা যাচ্ছে । আমার দেখা একটি বেষ্ট কয়েন হল স্টিলার । এয়ারড্রপ শেষ হলেই , আশা করা যায় এই কয়েনটির দাম আগের চাইতেও বেশি জনপ্রিয়তা পাবে ।
আপনি লক্ষ করে দেখবেন , যে কোন কয়েন এর দাম তখনই বাড়ে যখন সেই কয়েনের চাহিদা বেড়ে যায়। এয়ারড্রপ চলার কারণে , মেমবার রা .. ফ্রি কয়েন পাইতেছে । তাই এটি বন্ধ হয়ে গেলেই চাহিদা আবার আগের মত হবে , বলে আশা করছি । ধন্যবাদ !
-
স্টেলার এয়ারড্রপ চলার কারণেই ,, একটু প্রাইজের পরিবর্তন দেখা যাচ্ছে । আমার দেখা একটি বেষ্ট কয়েন হল স্টিলার । এয়ারড্রপ শেষ হলেই , আশা করা যায় এই কয়েনটির দাম আগের চাইতেও বেশি জনপ্রিয়তা পাবে ।
আপনি লক্ষ করে দেখবেন , যে কোন কয়েন এর দাম তখনই বাড়ে যখন সেই কয়েনের চাহিদা বেড়ে যায়। এয়ারড্রপ চলার কারণে , মেমবার রা .. ফ্রি কয়েন পাইতেছে । তাই এটি বন্ধ হয়ে গেলেই চাহিদা আবার আগের মত হবে , বলে আশা করছি । ধন্যবাদ !
হা, যুক্তিপূর্ণ কথা বলেছেন আপনি। এছাড়া স্টেলারের নিজস্ব ডেক্স আছে যেখানে স্টেলার প্লাটফর্মে টোকেন ট্রেড হয়। তাই স্টেলার হচ্ছে বর্তমানে শীর্ষ চাহিদা সম্পন্ন কয়েনের অন্যতম। তাই এটাই হোল্ড করলেও প্রফিট হওয়ার সম্ভাবনা আছে।
-
স্টেলার এয়ারড্রপ চলার কারণেই ,, একটু প্রাইজের পরিবর্তন দেখা যাচ্ছে । আমার দেখা একটি বেষ্ট কয়েন হল স্টিলার । এয়ারড্রপ শেষ হলেই , আশা করা যায় এই কয়েনটির দাম আগের চাইতেও বেশি জনপ্রিয়তা পাবে ।
আপনি লক্ষ করে দেখবেন , যে কোন কয়েন এর দাম তখনই বাড়ে যখন সেই কয়েনের চাহিদা বেড়ে যায়। এয়ারড্রপ চলার কারণে , মেমবার রা .. ফ্রি কয়েন পাইতেছে । তাই এটি বন্ধ হয়ে গেলেই চাহিদা আবার আগের মত হবে , বলে আশা করছি । ধন্যবাদ !
হা, যুক্তিপূর্ণ কথা বলেছেন আপনি। এছাড়া স্টেলারের নিজস্ব ডেক্স আছে যেখানে স্টেলার প্লাটফর্মে টোকেন ট্রেড হয়। তাই স্টেলার হচ্ছে বর্তমানে শীর্ষ চাহিদা সম্পন্ন কয়েনের অন্যতম। তাই এটাই হোল্ড করলেও প্রফিট হওয়ার সম্ভাবনা আছে।
হ্যাঁ এদের ট্রানজেকশন খুবই গতিসম্পন্ন। এক ওয়ালেট থেকে অন্য ওয়ালেটে ট্রান্সফার করতে বেশি সময় লাগে না। প্রায় সাথে সাথে যায়। ইথার তাও কিছুটা সময় লাগ।
-
স্টেলার এয়ারড্রপ চলার কারণেই ,, একটু প্রাইজের পরিবর্তন দেখা যাচ্ছে । আমার দেখা একটি বেষ্ট কয়েন হল স্টিলার । এয়ারড্রপ শেষ হলেই , আশা করা যায় এই কয়েনটির দাম আগের চাইতেও বেশি জনপ্রিয়তা পাবে ।
আপনি লক্ষ করে দেখবেন , যে কোন কয়েন এর দাম তখনই বাড়ে যখন সেই কয়েনের চাহিদা বেড়ে যায়। এয়ারড্রপ চলার কারণে , মেমবার রা .. ফ্রি কয়েন পাইতেছে । তাই এটি বন্ধ হয়ে গেলেই চাহিদা আবার আগের মত হবে , বলে আশা করছি । ধন্যবাদ !
হা, ভাই আপনি ঠিকই বলেছেন। যেকোন জিনিসের যোগান বাড়লে দাম কমবে, আবার যোগান কমলে দাম বাড়বে; এটাই স্বাভাবিক। এছাড়া স্টিলার খুব চাহিদা সম্পূর্ণ একটি কয়েন। কয়েনমার্কেটক্যাপ এর শীর্ষ ২০ তালিকার মধ্যে এর অবস্থান। তাই আমি মনেকরি স্টিলার কয়েন দীর্ঘমেয়াদে ধরে রাখলে ভালো দাম পাাওয়া যাবে।
-
সামপ্রতিক সময়ে আমি লক্ষ্য করেছি তাদের ওয়েব সাইট টা অনেক দিক দিয়ে কাজ হচ্ছে। সেজন্য তাদের দাম টা কিছুটা কমবে বলে আমি মনে করি।কারন তাদের স্পালাই টা অনেক বেড়ে গেছে।
-
ধন্যবাদ ভাই আপনাকে গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করার জন্য।আশা করি আপনার এই পোস্টে অনেক সিনিয়র ভাইরা এ বিষয়ে বিস্তারিত বলবে এবং আমরা যারা এ বিষয়ে জানিনা তার অনেক জানতে পারবো।
-
ভাই আমি যতটুকু জানি এই মুদ্রার দাম বাড়তে অনেকটা সময় লেগে যাবে কেননা এই মুদ্রা বিপুল পরিমাণ এয়ারড্রপ থেকে পেমেন্ট দেওয়া হচ্ছে সেজন্য এর ক্রেতার সংখ্যা খুবই কম তাই এর দাম বৃদ্ধি পেতে একটু সময় লাগবে তবে এ বিষয়ে সিনিয়র ভাইরা আরও ভাল বলতে পারবেন তারা অবশ্যই আপনাকে এ বিষয়ে সাহায্য করবে
-
Airdrop এর দোকান গুলি যখন সকল ইউজারদের মাঝে দেওয়া হয়। তখন কিন্তু প্রাইস অনেকটাই কমে যায়। আমার জানামতে এয়ার্ড্রপ এ এর টোকেন গুলো যখনই পাওয়া যায় ঠিক সাদে সাদে তখনই বিক্রি করা দেওয়াটাই অত্যন্ত ভালো। আমি কিছু টোকেন পেয়েছিলাম কিন্তু তখন সেগুলো বিক্রি করিনাই। বেশি দাম হবে সে আশায় কিন্তু দাম এতটাই কমে গিয়েছে যে তার দশভাগের একভাগও নাই।
-
আসলে যখন টোকেন নতুন এসেছে দোকানগুলি পরিচিত করার জন্য এয়ার্ড্রপ বাজারে ছাড়া হয়।কিন্তু সেই অ্যাডগুলোতে আমরা যখন জয়েন করি তখন আমাদের অনেকগুলো তার বিনিময় টোকেন দেয়া হয়।দেখা যায় সেই দিনগুলির অনেক প্রাইস বেশি কিন্তু যখনই টোকেন গুলো সবার মাঝে ডিসট্রিবিউশন করে দেয়া হয় তখন কিন্তু প্রাইস অনেক কমে যায়। এরকম এয়ার্ড্রপ এর টোকেন আমার কাছে অনেক রয়েছে কিন্তু সেগুলো আসলে মূল্যহীন বললেই চলে।
-
আপনি যে কথাগুলো বলেছেন তা পরে আমি বুঝতে পারলাম যে আসলে দেখা যায় যে এরকম করলে কিন্তু তোকে নিয়ে প্রাইস আরও কমে যায়।টোকন ডিসট্রিবিউশন করার আগে আসলে প্রাইস একটু বেশি থাকে যখনই সবাইকে দেয়া হয় তখন কিন্তু আস্তে আস্তে আমরা দেখি সেই টোকেন টির প্রাইস দাম অনেক কমে গিয়েছে।
-
আসলে যখন টোকেন নতুন এসেছে দোকানগুলি পরিচিত করার জন্য এয়ার্ড্রপ বাজারে ছাড়া হয়।কিন্তু সেই অ্যাডগুলোতে আমরা যখন জয়েন করি তখন আমাদের অনেকগুলো তার বিনিময় টোকেন দেয়া হয়।দেখা যায় সেই দিনগুলির অনেক প্রাইস বেশি কিন্তু যখনই টোকেন গুলো সবার মাঝে ডিসট্রিবিউশন করে দেয়া হয় তখন কিন্তু প্রাইস অনেক কমে যায়। এরকম এয়ার্ড্রপ এর টোকেন আমার কাছে অনেক রয়েছে কিন্তু সেগুলো আসলে মূল্যহীন বললেই চলে।
আসলে এয়ারড্রপ এর গানগুলি আমি কখনোই বেশি মূল্যায়ন দেই না। আমি এয়ার্ড্রপ করেছি অনেক কিন্তু তার বিনিময় অনেক্ত কেনো পেয়েছি। কিন্তু সেই টোকেন উড্রো করতে অনেক কিছু লাগে এবং সেগুলো উড্রো করে দেখা যায় কিছুই পাওয়া যায় না। তাই আমি বর্তমান এয়ার কোন এয়ার ড্রপ কে বিশ্বাস করি না।
-
মূলত এয়ার্ড্রপ বাজারে আনে নতুন যে কয়েনগুলি থাকে সেগুলির পরিচিত করার জন্য এয়ার্ড্রপ ছাড়া হয়। এখান থেকে কিছু ফ্রিতে সবাইকেই টোকেন দেওয়া হয়। কিন্তু তারা বলে একটা করে আরেকটা ঠিকমতো টোকেন দেয় না। যদিওবা টোকেন গুলি ডিসট্রিবিউশন করে দেয় কিন্তু সেই টক এর প্রাইস এর দাম একেবারেই থাকে না।
-
এই কয়েন হচ্ছে ক্রিপ্টোকারেন্সি অনেক জনপ্রিয় একটি কয়েন। আমি মনে করি এই কয়েনের দাম অবশ্যই বাড়বে। আপনি ধৈর্য ধরুন এবং মারকেট পর্যবেক্ষণ করেন।
-
আমরা জানি ক্রিপ্টো মার্কেট সব সময় ওঠা নামার উপর নির্ভর করে চলতে থাকে।তাই ক্রিপ্টো জগতে কোনো কোনো সময় কয়েন এর দাম কম হলে চিন্তার কিছু নেই।কারণ মাঝে মাঝে কম হলে আবার তার আগের মতো অবস্থায় ফিরে যাবে।আমরা জানি যে বর্তমান সময়ে স্টেলার কয়েনটি বেশ জনপ্রিয় কয়েন।তাই আমি মনে করি বর্তমান সময়ে এর দাম একটু কম হলেও ভবিষ্যতে আবার এর দাম বেড়ে যাবে বলে আমরা মনে করছি।
-
স্টেলার লুমেন এর কেমন দাম সে বিষয়ে তেমন আমার কোন ধারণা নেই আসলে সত্য কথা বলতে কি আমি এই ফর্মে নতুন কাজ করতেছি এসব বিষয়ে আমার ভালো কোন আইডিয়া নেই তবে আমি এইসব বিষয়ে জানতে চাই তাই সকল সিনিয়র বড় ভাইদের কাছে অনুরোধ আমাকে জানিয়ে যাবেন স্টেলার লুমেন এর দাম বাড়বে কিনা সে বিষয়ে আমাকে জানিয়ে যাবেন প্লিজ।
-
আসসালামু আলাইকুম স্টেলার লুমেন এর দাম সম্পর্কে আমার তেমন ধারনা নেই। এই বিষয় সম্পর্কে আমার জানার খুব ইচ্ছে তাই সকল সিনিয়র বড় ভাইদের কাছে অনুরোধ এই বিষয়ে আমাকে জানিয়ে যাবেন কারণ আমি এই ফর্মে নতুন কাজ করতেছি আমার অনেক কিছু শেখার আছে কিভাবে আমি কোন বিষয়ে সবকিছু ভালোভাবে জানতে পারব এই স্টেলার লুমেন এর দাম বাড়বে না কমবে সেই বিষয়ে আমার জানার খুব ইচ্ছা তাই খুব রিকোয়েস্ট করছে সকল বড় ভাইদের কাছে যে আমাকে জানিয়ে যাবেন দয়া করে প্লিজ।
-
স্টেলার লুমেন এর দাম কিপটে মার্কেটে সব সময় ওঠানামা করে। তাই এই কিপটে মার্কেটে কয়েন ওঠা নামার কারণে কোন কয়েনের দাম কখন কি রকম হবে সে বিষয়ে বলা খুব মুশকিল। দেখা যাচ্ছে এখন স্টেলার লুমেন এর দাম অনেক ভালো। আবার কিছুদিন পর এই লুমেন এর দাম তেমন ভালো থাকবে না । মূলত এয়ার্ড্রপ বাজারে যে নতুন কয়েন গুলো থাকে সেগুলো পরিচিত করার জন্য এয়ার্ড্রপ সারা হয়। এখন স্টেলার লুমেন এর দাম খুব একটা ভাল না তবে আমি মনে করি সামনে এর দাম বাড়বে।