Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: shafi2017 on December 09, 2019, 01:27:11 PM

Title: ব্রেভ ব্রাউজার এর বাট টোকেন গিভওয়ে কবে শেষ করে ?
Post by: shafi2017 on December 09, 2019, 01:27:11 PM
আমি ব্রেভ ব্রাউজার এর অনেক বড় ফ্যান । আমি জানতে চাই এই ব্রাউজার টি আর কতদিন বাট টোকেন দিয়ে যাবে ? প্রতি মাসে তাদের একটি নির্দিষ্ট পরিমাণ বেনিফিট প্রতিটি ইউজারদের কে দিয়ে যাচ্ছে তারা । তারা প্রতি রেফারেল এ ৫ ডলার করে দিচ্ছে । এটি কতদিন দিবে ? এ বিষয়ে কেও যদি জেনে থাকেন , তাহলে আমাকে সহযোগীতা করুন ।
Title: Re: ব্রেভ ব্রাউজার এর বাট টোকেন গিভওয়ে কবে শেষ করে ?
Post by: Istiak on December 09, 2019, 01:34:15 PM
বাট টোকেন এর যে প্রোগ্রাম চলছে ব্রেভ ব্রাউজারে সেটাতে আমি যুক্ত হয়েছিলাম। ওরা অনেকের একাউন্ট ব্যান করে দিয়েছে। ওদের এই বিতরনের প্রক্রিয়া মোটেই ভালো লাগেনাই আমার। আমি কয়েক মাসের টোকেন তুলতে পারিনাই। আমি শুনেছিলাম ২০১৯ এর শেষের দিকে এই প্রোগ্রাম শেষ করবে বলে ওরা বিবৃতি দিয়েছিলো।
Title: Re: ব্রেভ ব্রাউজার এর বাট টোকেন গিভওয়ে কবে শেষ করে ?
Post by: shafi2017 on December 09, 2019, 01:45:31 PM
বাট টোকেন এর যে প্রোগ্রাম চলছে ব্রেভ ব্রাউজারে সেটাতে আমি যুক্ত হয়েছিলাম। ওরা অনেকের একাউন্ট ব্যান করে দিয়েছে। ওদের এই বিতরনের প্রক্রিয়া মোটেই ভালো লাগেনাই আমার। আমি কয়েক মাসের টোকেন তুলতে পারিনাই। আমি শুনেছিলাম ২০১৯ এর শেষের দিকে এই প্রোগ্রাম শেষ করবে বলে ওরা বিবৃতি দিয়েছিলো।

আমারোও ৪০০+ টোকেন আটকিয়ে গিয়েছিল ।  পরবর্তীতে , আমি এপেয়াল করি এটার জন্য । আমাকে তারা ২৫০ টোকেন ব্যক দিয়ে দেয় । আপনি চাইলে এই প্রক্রিয়াটি অবলম্বন করতে পারেন ।
আপনি পাবলিশারে যাবেন , সেখানে আপনার এমাউন্ট যদি সাসপেন্ড লক অবস্থায় থাকে , তাহলে , আপনি সেখানে ক্লিক করে , আবেদন করতে পারেন । সেখানে আপনি জানাতে পারেন , যে এটি একটি ভুলবসত তারা আপনার এমাউন্ট টি আটকিয়ে গিয়েছে । তাদের উচিত , আপনার এমাউন্ট উপার্জন প্রক্রিয়াটি একবার পুনরায় দেখে আপনার টোকেন ফিরিয়ে দিতে । আশা করা যায়, আপনি আপনার টোকেন ফিরিয়ে পাবেন ।
আর আমিও শুনেছিলাম ২০১৯ এর দিকে শেষ হবে । তবে ওদের কোন রিসপন্স নেই এই বিষয়ে । প্রতি মাসে তারা টোকেন দিয়েই যাচ্ছে , তাই আমি প্রশ্ন টি করেছি । ধন্যবাদ আপনাকে উত্তর দেওয়ার জন্য ।
Title: Re: ব্রেভ ব্রাউজার এর বাট টোকেন গিভওয়ে কবে শেষ করে ?
Post by: Istiak on December 09, 2019, 02:59:52 PM
বাট টোকেন এর যে প্রোগ্রাম চলছে ব্রেভ ব্রাউজারে সেটাতে আমি যুক্ত হয়েছিলাম। ওরা অনেকের একাউন্ট ব্যান করে দিয়েছে। ওদের এই বিতরনের প্রক্রিয়া মোটেই ভালো লাগেনাই আমার। আমি কয়েক মাসের টোকেন তুলতে পারিনাই। আমি শুনেছিলাম ২০১৯ এর শেষের দিকে এই প্রোগ্রাম শেষ করবে বলে ওরা বিবৃতি দিয়েছিলো।

আমারোও ৪০০+ টোকেন আটকিয়ে গিয়েছিল ।  পরবর্তীতে , আমি এপেয়াল করি এটার জন্য । আমাকে তারা ২৫০ টোকেন ব্যক দিয়ে দেয় । আপনি চাইলে এই প্রক্রিয়াটি অবলম্বন করতে পারেন ।
আপনি পাবলিশারে যাবেন , সেখানে আপনার এমাউন্ট যদি সাসপেন্ড লক অবস্থায় থাকে , তাহলে , আপনি সেখানে ক্লিক করে , আবেদন করতে পারেন । সেখানে আপনি জানাতে পারেন , যে এটি একটি ভুলবসত তারা আপনার এমাউন্ট টি আটকিয়ে গিয়েছে । তাদের উচিত , আপনার এমাউন্ট উপার্জন প্রক্রিয়াটি একবার পুনরায় দেখে আপনার টোকেন ফিরিয়ে দিতে । আশা করা যায়, আপনি আপনার টোকেন ফিরিয়ে পাবেন ।
আর আমিও শুনেছিলাম ২০১৯ এর দিকে শেষ হবে । তবে ওদের কোন রিসপন্স নেই এই বিষয়ে । প্রতি মাসে তারা টোকেন দিয়েই যাচ্ছে , তাই আমি প্রশ্ন টি করেছি । ধন্যবাদ আপনাকে উত্তর দেওয়ার জন্য ।

এপিল এর জন্য কি কি দিতে হয়? ইমেইল বা ব্রেভ ব্রাউজারে যে বাট টোকেনের এড্রেস আছে সেটাও কি দিতে হবে? কত দিনের মধ্যে ওরা উত্তর দেয়? একাউন্ট ফেরত পেতে কত দিন লাগতে পারে?
Title: Re: ব্রেভ ব্রাউজার এর বাট টোকেন গিভওয়ে কবে শেষ করে ?
Post by: Malam90 on December 10, 2019, 01:48:31 AM
আমি ব্রেভ ব্রাউটার গত কয়েকদিন আগে ইনস্টল করেছি এবং কানেক্ট করেছি। তাদের একাউন্টের জন্য আপহোল্ড এ একটা একাউন্ট করতে হয়। আমি একাউন্ট করেছি তবে আপহোল্ড আমার একাউন্ট এপ্রুভও করছেনা আবার রিজেক্টও করছেনা। সিকিউরিটির কারণে নাকি তারা লক করে রাখছে। ফালতু তাদের সব সিস্টেম তবে টোকেনটা সিএমসিতে লিস্টেড।
Title: Re: ব্রেভ ব্রাউজার এর বাট টোকেন গিভওয়ে কবে শেষ করে ?
Post by: coinliker on December 11, 2019, 05:34:45 AM
আমি ব্রেভ ব্রাউজার এর অনেক বড় ফ্যান । আমি জানতে চাই এই ব্রাউজার টি আর কতদিন বাট টোকেন দিয়ে যাবে ? প্রতি মাসে তাদের একটি নির্দিষ্ট পরিমাণ বেনিফিট প্রতিটি ইউজারদের কে দিয়ে যাচ্ছে তারা । তারা প্রতি রেফারেল এ ৫ ডলার করে দিচ্ছে । এটি কতদিন দিবে ? এ বিষয়ে কেও যদি জেনে থাকেন , তাহলে আমাকে সহযোগীতা করুন ।

এই অফারটি এখনও আছে এবং আরও অনেকদিন থাকবে।
কিন্তু বাংলাদেশের খেত্রে প্রতি রেফারে এখন ১$ দিবে যদি ঐ ইউসার ১ মাস ব্রাউজার ব্যবহার করে।
Title: Re: ব্রেভ ব্রাউজার এর বাট টোকেন গিভওয়ে কবে শেষ করে ?
Post by: Malam90 on December 12, 2019, 04:58:07 PM
আমি ব্রেভ ব্রাউজার এর অনেক বড় ফ্যান । আমি জানতে চাই এই ব্রাউজার টি আর কতদিন বাট টোকেন দিয়ে যাবে ? প্রতি মাসে তাদের একটি নির্দিষ্ট পরিমাণ বেনিফিট প্রতিটি ইউজারদের কে দিয়ে যাচ্ছে তারা । তারা প্রতি রেফারেল এ ৫ ডলার করে দিচ্ছে । এটি কতদিন দিবে ? এ বিষয়ে কেও যদি জেনে থাকেন , তাহলে আমাকে সহযোগীতা করুন ।

এই অফারটি এখনও আছে এবং আরও অনেকদিন থাকবে।
কিন্তু বাংলাদেশের খেত্রে প্রতি রেফারে এখন ১$ দিবে যদি ঐ ইউসার ১ মাস ব্রাউজার ব্যবহার করে।

রেফারেলের চেয়ে বড় কথা এরা প্রতিমাসে ২০টার মত টোকেন দেয় যার দাম বর্তমানে ৫ ডলারের মত। প্রতিমাসে একটা ব্রাউজার ব্যবহার করে যদি ৫ ডলার পাওয়া যায় কমকি? আমার পরিচিত কযেকজন এটা ব্যবহার করে প্রতিমাসে পেমেন্ট পেয়ে আসছে নিয়মিত। আমাকেও বলেছিলো তখন আমি বিশ্বাস করিনি।