Altcoins Talks - Cryptocurrency Forum
Local => বাংলা (Bengali) => Topic started by: Malam90 on December 14, 2019, 02:11:25 AM
-
কয়েনমার্কেট ক্যাপে বিটকয়েনের আধিপত্য ৬৬.৬৬% আর অলটকয়েনের আধিপত্য মাত্র ৩৩.৩৪ শতাংশ অথচ গত২০১৮ সালের জানুয়ারী মাসেও বিটকয়েনের আধিপত্য ছিলো ৫১ শতাংশ এবং অলটকয়েনের আধিপত্য ছিলো ৪৯ শতাংশ। বিটকয়েনের আধিপত্য বেড়ে যাওয়া আর অলটকয়েনের আধিপত্য কমে যাওয়াতে বুঝা যায় যারা অলটকয়েন এ বিনিয়োগ করেছিলো তাদের অবস্থা বর্তমানে কতটা করুন। অলটকয়েনের দাম বাড়া শুরু হলে আধিপত্যের হারও বেড়ে যাবে। আপনাদের মতে বিটকয়েন এবং অলটকয়েনের আধিপত্য কত হলে আদর্শ হবে?
-
আমার মনে হয় বিটকয়েন আর এল কয়েন। সেম অধিপত্য অর্জন করলে হেলথ পয়েন্ট অফের ইনভেস্টর গুলো ভালো একটা প্রফিট পাওয়ার সম্ভাবনা থাকবে। কিন্তু আসলে এটা ভবিষ্যতে কি হবে বলা যাচ্ছে না।
-
আমার মনে হয় বিটকয়েন আর এল কয়েন। সেম অধিপত্য অর্জন করলে হেলথ পয়েন্ট অফের ইনভেস্টর গুলো ভালো একটা প্রফিট পাওয়ার সম্ভাবনা থাকবে। কিন্তু আসলে এটা ভবিষ্যতে কি হবে বলা যাচ্ছে না।
এরকম হওয়ার সম্ভবনা খুবই কম। বিটকয়েন এর টেকননোলজি এখনও অনেক উন্নত। অন্য কয়েনগুলোর তুলনায় এটাকে দানব বলা যায়। বেশিরভাগ কয়েনের দামের উঠা নামা বিটকয়েনের উপরে নির্ভর করে। সুতরাং বিটকয়েনকে নিচে নামানো সহজ হবে না।
-
আমার মনে হয় বিটকয়েন আর এল কয়েন। সেম অধিপত্য অর্জন করলে হেলথ পয়েন্ট অফের ইনভেস্টর গুলো ভালো একটা প্রফিট পাওয়ার সম্ভাবনা থাকবে। কিন্তু আসলে এটা ভবিষ্যতে কি হবে বলা যাচ্ছে না।
এরকম হওয়ার সম্ভবনা খুবই কম। বিটকয়েন এর টেকননোলজি এখনও অনেক উন্নত। অন্য কয়েনগুলোর তুলনায় এটাকে দানব বলা যায়। বেশিরভাগ কয়েনের দামের উঠা নামা বিটকয়েনের উপরে নির্ভর করে। সুতরাং বিটকয়েনকে নিচে নামানো সহজ হবে না।
সম্পূর্ণ ক্রিপ্টোজগতই বিটকয়েন দ্বারা প্রভাবিত হয়। বিটকয়েনের দামের উঠা-নামার সাথে অন্যান্য কয়েনের দামের হ্রাস-বৃদ্ধি ঘটে এবং এটা সবসময়ই ছিল।কাজেই ২০১৮ সালে যদি কয়েনমার্কেট ক্যাপে বিটকয়েন ও অলটকয়েনের আধিপত্য এর হার যথাক্রমে ৫১% ও ৪৯% থাকে তাহলে আমি মনেকরি সেটা ভবিষ্যতেও সম্ভব এবং আমি এটা প্রত্যাশাও করি।
-
আমার মনে হয় অরটার কয়েন এবং বিটকয়েনের আদর্শ অনুপাত কখনও সমান হবে না। কারন সমান সমান হলে বিট কয়েন যে রাজা কয়েন সেটা আর থাকলো না ।আমি মনে করি আদর্শ অনুপাত সমান সমান হলে অলটার কয়েনের প্রভাব টা বৃদ্ধি পেত।