Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Altcoins(অন্যান্য কয়েন) => Topic started by: Malam90 on December 24, 2019, 02:33:14 AM

Title: কে কয়টা বাউন্টি করেন?
Post by: Malam90 on December 24, 2019, 02:33:14 AM
অনেকে বলে থাকেন বাউন্টি থেকে আর পেমেন্ট পাওয়া যায়না তাহলে বাউন্টি করে কি লাভ?
প্রথমত আপনার কথায় মোটামুটি যুক্তি আছে। তারপরেও বলবো- আপনি যদি ২০ বাউন্টি করেন তাহলে ৮-১০টা বাউন্টির পেমেন্ট পাবেন। এই ৮-১০ টা পেমেন্ট এর মধ্যে আপনি ৩-৪ টা পেমেন্ট একচেঞ্জে সেল করতে পারবেন। আবার এগুলোর মধ্যে অন্তত ১-২ টা সেল করে মোটামুটি বড় পেমেন্ট পাবেন।
আমি একেবাবে বাউন্টি বাদ দেয়নি গত ৩ বছরে তবে গত মাস খানেক আগে ১ মাস অফ রাখছিলাম ব্যক্তিগত কারণে। এছাড়া আমি নিয়মিত কিছু কিছু বাউন্টি করে যাই। এর ফল হিসেবে দেখি হয়তো কোন মাসে পেমেন্ট আসেনা আবার কোন মাসে আসে। গড়ে দেখা যায় মোটামুটি চলার মতই আসে। তাই বলবো-পেমেন্ট পাওয়া যায়না বলে একেবারে হাত গুটিয়ে বসে থেকে হাহুতাস না করে কাজ করে যান, তাহলে অবশ্যই কিছু না কিছু পাবেন ইনশাআল্লাহ।
Title: Re: কে কয়টা বাউন্টি করেন?
Post by: Triedboy on August 11, 2020, 06:29:07 AM
আমরা এখন দেখতে পাই প্রায় বাউন্টি scam দেখা যায় 70-80 টা বাউন্টি করলে প্রায় 60-65 টি বাউন্টি scam তাই অনেকেই বাউন্টি করতে চায় না ।আমি বেশ কয়েকটি বাউন্টিতে যোগ দিয়েছি দেখি কি হয়।এখন আমি আশা করি দিন দিন মার্কেট ভালো হবে এই আশায় করতাছি ।
Title: Re: কে কয়টা বাউন্টি করেন?
Post by: Nostoman on August 11, 2020, 06:46:55 AM
আমরা এখন দেখতে পাই প্রায় বাউন্টি scam দেখা যায় 70-80 টা বাউন্টি করলে প্রায় 60-65 টি বাউন্টি scam তাই অনেকেই বাউন্টি করতে চায় না ।আমি বেশ কয়েকটি বাউন্টিতে যোগ দিয়েছি দেখি কি হয়।এখন আমি আশা করি দিন দিন মার্কেট ভালো হবে এই আশায় করতাছি ।
আপনি আমাদের ফোরাম এর bounty সেকশন চেক করুন। আমাদের ফোরাম  এ ৭০ - ৮০ bounty ছিল না বা নেই।
লিংক: https://www.altcoinstalks.com/index.php?board=22.0
Title: Re: কে কয়টা বাউন্টি করেন?
Post by: Salman Hasan on August 21, 2020, 07:20:59 AM
বাউন্টি করে লাভ আছে। কিন্তু কোন সাইটের বাউন্টি গুলো করলে বেশি পেমেন্ট পাওয়া যাবে। যদি কোনো সিনিয়র ভাই একটু ধারনা দিতেন তাহলে ভালো হতো
Title: Re: কে কয়টা বাউন্টি করেন?
Post by: Lutera94 on August 21, 2020, 09:40:40 AM
আসলে বাউন্টি প্রজেক্টগুলি বেশীভাগই স্ক্যাম করার কারণে অনেকেই আশাহত হয়ে বাউন্টি করেনা। কারণ বাউন্টিতে আপনি ইনভেষ্ট  না করলেও আপনার মুল্যবান সময় কিন্ত ঠিকই দিচ্ছেন কিন্তু দিনশেষে যখন দেখি স্ক্যাম তখন অনেক খারাপ লাগে। তবে এখন মার্কেট মুভ করতেছে তাই বাচাই করে করে কিছু প্রজেক্ট করবো ভাবছি।
Title: Re: কে কয়টা বাউন্টি করেন?
Post by: Salman Hasan on August 21, 2020, 03:34:29 PM
আমি দশ বারোটা বাউন্টি করি। দশ বারোটা বাউন্টি করে পেমেন্ট পাওয়া যাবে
Title: Re: কে কয়টা বাউন্টি করেন?
Post by: Salman Hasan on August 22, 2020, 06:40:39 PM
আসলে বাউন্টি প্রজেক্টগুলি বেশীভাগই স্ক্যাম করার কারণে অনেকেই আশাহত হয়ে বাউন্টি করেনা। কারণ বাউন্টিতে আপনি ইনভেষ্ট  না করলেও আপনার মুল্যবান সময় কিন্ত ঠিকই দিচ্ছেন কিন্তু দিনশেষে যখন দেখি স্ক্যাম তখন অনেক খারাপ লাগে। তবে এখন মার্কেট মুভ করতেছে তাই বাচাই করে করে কিছু প্রজেক্ট করবো ভাবছি।
ভাই আপনি যেগুলো বাছাই করে বাউন্টি করবেন সেগুলো একটু দিলে ভালো হবে আমরা করতে পারবো। আমি আসলে জানিনা তো কোন গুলা করলে পেমেন্ট পাবো
Title: Re: কে কয়টা বাউন্টি করেন?
Post by: Sharpmax on August 26, 2020, 06:34:55 AM
অনেকে বলে থাকেন বাউন্টি থেকে আর পেমেন্ট পাওয়া যায়না তাহলে বাউন্টি করে কি লাভ?
প্রথমত আপনার কথায় মোটামুটি যুক্তি আছে। তারপরেও বলবো- আপনি যদি ২০ বাউন্টি করেন তাহলে ৮-১০টা বাউন্টির পেমেন্ট পাবেন। এই ৮-১০ টা পেমেন্ট এর মধ্যে আপনি ৩-৪ টা পেমেন্ট একচেঞ্জে সেল করতে পারবেন। আবার এগুলোর মধ্যে অন্তত ১-২ টা সেল করে মোটামুটি বড় পেমেন্ট পাবেন।
আমি একেবাবে বাউন্টি বাদ দেয়নি গত ৩ বছরে তবে গত মাস খানেক আগে ১ মাস অফ রাখছিলাম ব্যক্তিগত কারণে। এছাড়া আমি নিয়মিত কিছু কিছু বাউন্টি করে যাই। এর ফল হিসেবে দেখি হয়তো কোন মাসে পেমেন্ট আসেনা আবার কোন মাসে আসে। গড়ে দেখা যায় মোটামুটি চলার মতই আসে। তাই বলবো-পেমেন্ট পাওয়া যায়না বলে একেবারে হাত গুটিয়ে বসে থেকে হাহুতাস না করে কাজ করে যান, তাহলে অবশ্যই কিছু না কিছু পাবেন ইনশাআল্লাহ।
হ্যাঁ ব্রো বাউন্টি যতই করি স্পাম হয় এজন্য বাউন্টিকরতে ইচ্ছা করে না। তাই এখন বর্তমান কি করব আপনার কাছ থেকে পরামর্শ জানতে চাই।
Title: Re: কে কয়টা বাউন্টি করেন?
Post by: Lutera94 on September 04, 2020, 02:32:26 PM
খুব একটা করা হয়না, বাউন্টি বাজেট দেখলে মাথা খারাপ হয়ে যায়। তাদের বাজেট অনুযায়ী যদি কাজ করে পেমেন্ট পায় ও তাহলে ১/২ ডলার হিসাবে আসে। তাই মনমানসিকতা নষ্ট হয়ে যায়।তবে কিছু প্রজেক্ট বাচাই করে করার চেষ্টা করছি।
Title: Re: কে কয়টা বাউন্টি করেন?
Post by: Papusha20 on September 09, 2020, 03:01:50 AM
আমি এই ফোরামে নতুন তাই আমি কিছু বুঝিনা আমাকে একটু সবাই পরামর্শ দিন কিভাবে বাউন্টি করতে হয়। এবং কতটি বাউন্টি করলে কতটি সাকসেস প্রজেক্ট পাব এ সম্পর্কে আমাকে সাহায্য করুন।
Title: Re: কে কয়টা বাউন্টি করেন?
Post by: Lutera94 on September 09, 2020, 01:24:02 PM
আমি এই ফোরামে নতুন তাই আমি কিছু বুঝিনা আমাকে একটু সবাই পরামর্শ দিন কিভাবে বাউন্টি করতে হয়। এবং কতটি বাউন্টি করলে কতটি সাকসেস প্রজেক্ট পাব এ সম্পর্কে আমাকে সাহায্য করুন।
আপনি যেহেতু নতুন তাই আপনার উচিৎ আগে ফোরাম সম্পর্কে জানা। বেশী বেশী পোষ্ট পড়ে ধারণা নেওয়া। মুদ্দা কথা প্রথমে নিজেকে শিখার জন্য প্রস্তুত করুন। তারপর কয়টা বাউন্টি করবেন বা কয়টা করলে কত পাবেন তা ভাবা যাবে। আপনি আগে জে আর মেম্বার হোন তারপর বাউন্টি নিয়ে ভাববেন। এখন পোষ্ট করুন ও বুঝার চেষ্টা করুন।
Title: Re: কে কয়টা বাউন্টি করেন?
Post by: Malam90 on September 17, 2020, 01:56:55 PM
অনেকে বলে থাকেন বাউন্টি থেকে আর পেমেন্ট পাওয়া যায়না তাহলে বাউন্টি করে কি লাভ?
প্রথমত আপনার কথায় মোটামুটি যুক্তি আছে। তারপরেও বলবো- আপনি যদি ২০ বাউন্টি করেন তাহলে ৮-১০টা বাউন্টির পেমেন্ট পাবেন। এই ৮-১০ টা পেমেন্ট এর মধ্যে আপনি ৩-৪ টা পেমেন্ট একচেঞ্জে সেল করতে পারবেন। আবার এগুলোর মধ্যে অন্তত ১-২ টা সেল করে মোটামুটি বড় পেমেন্ট পাবেন।
আমি একেবাবে বাউন্টি বাদ দেয়নি গত ৩ বছরে তবে গত মাস খানেক আগে ১ মাস অফ রাখছিলাম ব্যক্তিগত কারণে। এছাড়া আমি নিয়মিত কিছু কিছু বাউন্টি করে যাই। এর ফল হিসেবে দেখি হয়তো কোন মাসে পেমেন্ট আসেনা আবার কোন মাসে আসে। গড়ে দেখা যায় মোটামুটি চলার মতই আসে। তাই বলবো-পেমেন্ট পাওয়া যায়না বলে একেবারে হাত গুটিয়ে বসে থেকে হাহুতাস না করে কাজ করে যান, তাহলে অবশ্যই কিছু না কিছু পাবেন ইনশাআল্লাহ।
হ্যাঁ ব্রো বাউন্টি যতই করি স্পাম হয় এজন্য বাউন্টিকরতে ইচ্ছা করে না। তাই এখন বর্তমান কি করব আপনার কাছ থেকে পরামর্শ জানতে চাই।

স্পাম করে বলে যদি আপনি হাত গুটিয়ে বসে থাকেন তাহলে আপনার ইনকামও হাতগুটিয়ে বসে থাকবে মানে বন্ধ হয়ে যাবে। তাই কাজ করতে থাকুন, কখন কোনটা কাজে আসবে বুঝতে পারবেন না। মনে হবে এই বাউন্টিটা করে আমি হয়তো পেমেন্ট পাবোনা অথচ দেখা যায় সেটা করে অনেক বড় পেমেন্ট পাওয়া গেছে যেটা আমার বহুবার অভিজ্ঞতা হয়েছে।
Title: Re: কে কয়টা বাউন্টি করেন?
Post by: Papusha20 on October 02, 2020, 12:07:03 PM
ভাই বর্তমান 12 থেকে 15 টা বালটিকুরি কিন্তু গত ছয় মাস আগে থেকে আজ পর্যন্ত কোন পেমেন্ট পাইনি এর জন্য আর বাউন্টি করতে ইচ্ছে করেনা বাউন্টি দুই একটা যাই করি কিন্তু কোন কমেন্ট পাই না।
Title: Re: কে কয়টা বাউন্টি করেন?
Post by: Power420 on October 12, 2020, 07:49:45 PM
বর্তমানে আমি 15 থেকে 20 টা বাউন্টি করি। তাও আবার এরমধ্যে সব প্রজেক্টই ভালো না বোঝা যায় ওয়েবসাইট দেখে তাই এখন বাউন্টি ডিটেকটিভের যেগুলো বলে সেগুলো মধ্যে কাজ করে থাকি।
Title: Re: কে কয়টা বাউন্টি করেন?
Post by: Rakin343 on October 14, 2020, 05:07:53 PM
আমি মোটামুটি অনেকগুলা বাউন্টি করি। এখন যে বাউন্টি গুলা করে রাখবো বেশ কিছুদিন পর সেই বাউন্টি গুলো থেকে কিছু না কিছু প্রফিট পাওয়া যায়। তাই বসে না থেকে যে কাজগুলো চলে সেই কাজগুলো করা আমাদের সবার প্রয়োজন।
Title: Re: কে কয়টা বাউন্টি করেন?
Post by: Fawpac2 on October 20, 2020, 07:09:36 PM
আমি এই মুহূর্তে বেশি বাউন্টি করিনা 5 থেকে 10 টা বাউন্টি করি। তবে বর্তমানে অনেক গুলো ভালো বাউন্টি এসেছে সেগুলো আমাদের মনোযোগ দিয়ে করতে হবে। কোন সময়ে কোনটা থেকে কি কাজে দেবে সেটা কিন্তু বলা যায় না। তাই বসে না থেকে কাজ করা অনেক ভালো।
Title: Re: কে কয়টা বাউন্টি করেন?
Post by: Chita76 on October 21, 2020, 03:18:53 AM
আমি বর্তমানে 20 থেকে 25 টি বাউন্টিতে কাজ করে থাকি। এ থেকে পেমেন্ট পাওয়া খুব কষ্টকর সব বাউন্টি সাকসেস হয় না।
Title: Re: কে কয়টা বাউন্টি করেন?
Post by: Anjel Tisha on October 23, 2020, 07:48:50 AM
অনেকে বলে থাকেন বাউন্টি থেকে আর পেমেন্ট পাওয়া যায়না তাহলে বাউন্টি করে কি লাভ?
প্রথমত আপনার কথায় মোটামুটি যুক্তি আছে। তারপরেও বলবো- আপনি যদি ২০ বাউন্টি করেন তাহলে ৮-১০টা বাউন্টির পেমেন্ট পাবেন। এই ৮-১০ টা পেমেন্ট এর মধ্যে আপনি ৩-৪ টা পেমেন্ট একচেঞ্জে সেল করতে পারবেন। আবার এগুলোর মধ্যে অন্তত ১-২ টা সেল করে মোটামুটি বড় পেমেন্ট পাবেন।
আমি একেবাবে বাউন্টি বাদ দেয়নি গত ৩ বছরে তবে গত মাস খানেক আগে ১ মাস অফ রাখছিলাম ব্যক্তিগত কারণে। এছাড়া আমি নিয়মিত কিছু কিছু বাউন্টি করে যাই। এর ফল হিসেবে দেখি হয়তো কোন মাসে পেমেন্ট আসেনা আবার কোন মাসে আসে। গড়ে দেখা যায় মোটামুটি চলার মতই আসে। তাই বলবো-পেমেন্ট পাওয়া যায়না বলে একেবারে হাত গুটিয়ে বসে থেকে হাহুতাস না করে কাজ করে যান, তাহলে অবশ্যই কিছু না কিছু পাবেন ইনশাআল্লাহ।
আমি বেশ কয়েকটি বাউন্টিতে যোগ দিয়েছি দেখি কি হয়।এখন আমি আশা করি দিন দিন মার্কেট ভালো হবে এই আশায় করতাছি ।বাউন্টি করে লাভ আছে। কিন্তু কোন সাইটের বাউন্টি গুলো করলে বেশি পেমেন্ট পাওয়া যাবে। যদি কোনো সিনিয়র ভাই একটু ধারনা দিতেন তাহলে ভালো হতো
Title: Re: কে কয়টা বাউন্টি করেন?
Post by: Nostoman on October 23, 2020, 10:57:45 AM
অনেকে বলে থাকেন বাউন্টি থেকে আর পেমেন্ট পাওয়া যায়না তাহলে বাউন্টি করে কি লাভ?
প্রথমত আপনার কথায় মোটামুটি যুক্তি আছে। তারপরেও বলবো- আপনি যদি ২০ বাউন্টি করেন তাহলে ৮-১০টা বাউন্টির পেমেন্ট পাবেন। এই ৮-১০ টা পেমেন্ট এর মধ্যে আপনি ৩-৪ টা পেমেন্ট একচেঞ্জে সেল করতে পারবেন। আবার এগুলোর মধ্যে অন্তত ১-২ টা সেল করে মোটামুটি বড় পেমেন্ট পাবেন।
আমি একেবাবে বাউন্টি বাদ দেয়নি গত ৩ বছরে তবে গত মাস খানেক আগে ১ মাস অফ রাখছিলাম ব্যক্তিগত কারণে। এছাড়া আমি নিয়মিত কিছু কিছু বাউন্টি করে যাই। এর ফল হিসেবে দেখি হয়তো কোন মাসে পেমেন্ট আসেনা আবার কোন মাসে আসে। গড়ে দেখা যায় মোটামুটি চলার মতই আসে। তাই বলবো-পেমেন্ট পাওয়া যায়না বলে একেবারে হাত গুটিয়ে বসে থেকে হাহুতাস না করে কাজ করে যান, তাহলে অবশ্যই কিছু না কিছু পাবেন ইনশাআল্লাহ।
আমি বেশ কয়েকটি বাউন্টিতে যোগ দিয়েছি দেখি কি হয়।এখন আমি আশা করি দিন দিন মার্কেট ভালো হবে এই আশায় করতাছি ।বাউন্টি করে লাভ আছে। কিন্তু কোন সাইটের বাউন্টি গুলো করলে বেশি পেমেন্ট পাওয়া যাবে। যদি কোনো সিনিয়র ভাই একটু ধারনা দিতেন তাহলে ভালো হতো
আমাদের ফোরামে যেসকল বাউন্টি রয়েছে। সে সকল বাউন্টি খুব ভালো। তাই আপনি বাউন্টি সেকশন সবগুলা বাউন্টি করতে পারেন। কালকে নতুন একটি প্রজেক্ট এসেছে। সেটা অনেক ভালো। তাই আপনি চাইলে জয়েন করতে পারেন।
Title: Re: কে কয়টা বাউন্টি করেন?
Post by: ranaprime on October 25, 2020, 09:07:52 PM
আমি বলব যে যারা বাউন্টি রেগুলার করেন তারা অবশ্যই পেমেন্ট পান। আর যারা রেগুলোর করেন না মাঝে মাঝে 2-4 টা করেন তারা পেমেন্ট পান না এটা সত্য কথা। কারণ একটা বিষয় আমাদের সাবার খেয়াল রাখতে হবে যে কোন বাউন্টি সাকসেস হবে আর কোন টা হবে না তা কেউ জানেন না। যার ফলে যে বেশি বাউন্টি করবে এবং নিয়মিত করবে তাদের পেমেন্ট আসবে নিশ্চিত।
Title: Re: কে কয়টা বাউন্টি করেন?
Post by: Triedboy on October 27, 2020, 05:53:15 AM
আমি মোটামুটি অনেকগুলা বাউন্টি করি। এখন যে বাউন্টি গুলা করে রাখবো বেশ কিছুদিন পর সেই বাউন্টি গুলো থেকে কিছু না কিছু প্রফিট পাওয়া যায়। তাই বসে না থেকে যে কাজগুলো চলে সেই কাজগুলো করা আমাদের সবার প্রয়োজন।

আপনার ছেলে একদমই সঠিক কথাই বলেছেন। কোন বাউন্টি সাকসেস হবে যদি এই ভাবে কাজ করা হয় তাহলে দেখা যাবে পেমেন্ট পাওয়ার সম্ভাবনা নেই। প্রত্যেককে আমি মনে করি সব বাউন্টিতে জনেট হওয়া উচিত কোন সময়ে কোনটা ভালো হবে সেটা বলা মুশকিল। অতএব আমাদের প্রত্যেকের উচিত সবগুলো বাউন্টিতে অ্যাড হওয়া।
Title: Re: কে কয়টা বাউন্টি করেন?
Post by: ranaprime on October 30, 2020, 03:07:01 PM
আমি মোটামুটি অনেকগুলা বাউন্টি করি। এখন যে বাউন্টি গুলা করে রাখবো বেশ কিছুদিন পর সেই বাউন্টি গুলো থেকে কিছু না কিছু প্রফিট পাওয়া যায়। তাই বসে না থেকে যে কাজগুলো চলে সেই কাজগুলো করা আমাদের সবার প্রয়োজন।
আপনি ঠিকই বলেছেন বসে না থেকে কিছু না কিছু করা ভালো।
Title: Re: কে কয়টা বাউন্টি করেন?
Post by: Sumaiya2 on November 03, 2020, 03:44:02 PM
বর্তমানে অল্পকিছু বাউন্টি চলেছে তাই আমি 10 থেকে 20 টা বাউন্টি করে থাকি। বেশি কিছু পেমেন্ট পায় না অল্প পরিমাণে পেমেন্ট পায় যা থেকে নিজের চলা কষ্ট। মাসে এমবি খরচ হয় না।
Title: Re: কে কয়টা বাউন্টি করেন?
Post by: Pitter on November 04, 2020, 09:22:36 AM
আমি এখনও বাউন্টি শুরু করিনি তবে শিগরই শুরু করব ভাবছি।
Title: Re: কে কয়টা বাউন্টি করেন?
Post by: Goblin on November 08, 2020, 08:08:47 AM
অনেকে বলে থাকেন বাউন্টি থেকে আর পেমেন্ট পাওয়া যায়না তাহলে বাউন্টি করে কি লাভ?
প্রথমত আপনার কথায় মোটামুটি যুক্তি আছে। তারপরেও বলবো- আপনি যদি ২০ বাউন্টি করেন তাহলে ৮-১০টা বাউন্টির পেমেন্ট পাবেন। এই ৮-১০ টা পেমেন্ট এর মধ্যে আপনি ৩-৪ টা পেমেন্ট একচেঞ্জে সেল করতে পারবেন। আবার এগুলোর মধ্যে অন্তত ১-২ টা সেল করে মোটামুটি বড় পেমেন্ট পাবেন।
আমি একেবাবে বাউন্টি বাদ দেয়নি গত ৩ বছরে তবে গত মাস খানেক আগে ১ মাস অফ রাখছিলাম ব্যক্তিগত কারণে। এছাড়া আমি নিয়মিত কিছু কিছু বাউন্টি করে যাই। এর ফল হিসেবে দেখি হয়তো কোন মাসে পেমেন্ট আসেনা আবার কোন মাসে আসে। গড়ে দেখা যায় মোটামুটি চলার মতই আসে। তাই বলবো-পেমেন্ট পাওয়া যায়না বলে একেবারে হাত গুটিয়ে বসে থেকে হাহুতাস না করে কাজ করে যান, তাহলে অবশ্যই কিছু না কিছু পাবেন ইনশাআল্লাহ।
বর্তমানে বাউন্টির অবস্থা অনেকটাই ভালো। বর্তমানে ত্রিশটা বাউন্টি করলে ২৫ টা সাকসেস হওয়ার সম্ভাবনা থাকে। যে বলে বাউন্টি করলে পেমেন্ট পাওয়া যায়না তার ধারনাটা ভুল। কারণ বর্তমানে বাউন্টি এর অবস্থা অনেক ভালো।
Title: Re: কে কয়টা বাউন্টি করেন?
Post by: Pitter on November 11, 2020, 03:27:30 AM
অনেকে বলে থাকেন বাউন্টি থেকে আর পেমেন্ট পাওয়া যায়না তাহলে বাউন্টি করে কি লাভ?
প্রথমত আপনার কথায় মোটামুটি যুক্তি আছে। তারপরেও বলবো- আপনি যদি ২০ বাউন্টি করেন তাহলে ৮-১০টা বাউন্টির পেমেন্ট পাবেন। এই ৮-১০ টা পেমেন্ট এর মধ্যে আপনি ৩-৪ টা পেমেন্ট একচেঞ্জে সেল করতে পারবেন। আবার এগুলোর মধ্যে অন্তত ১-২ টা সেল করে মোটামুটি বড় পেমেন্ট পাবেন।
আমি একেবাবে বাউন্টি বাদ দেয়নি গত ৩ বছরে তবে গত মাস খানেক আগে ১ মাস অফ রাখছিলাম ব্যক্তিগত কারণে। এছাড়া আমি নিয়মিত কিছু কিছু বাউন্টি করে যাই। এর ফল হিসেবে দেখি হয়তো কোন মাসে পেমেন্ট আসেনা আবার কোন মাসে আসে। গড়ে দেখা যায় মোটামুটি চলার মতই আসে। তাই বলবো-পেমেন্ট পাওয়া যায়না বলে একেবারে হাত গুটিয়ে বসে থেকে হাহুতাস না করে কাজ করে যান, তাহলে অবশ্যই কিছু না কিছু পাবেন ইনশাআল্লাহ।
এটি নির্ভর করে যে বাউন্টি করে তার উপর। কেউ বেশি করতে পারে আবার কেউ করে না খুব কম। তবে বেশি বাউন্টি করলে লাভ।
Title: Re: কে কয়টা বাউন্টি করেন?
Post by: AGM on November 12, 2020, 06:13:21 PM
বর্তমানে অল্পকিছু বাউন্টি চলেছে তাই আমি 10 থেকে 15 টা বাউন্টি করে থাকি। বেশি কিছু পেমেন্ট পায় না অল্প পরিমাণে পেমেন্ট পায় যা থেকে নিজের চলা কষ্ট। মাসে এমবি খরচ হয় না। আমি ভাবতেছি যে বাঊন্টি করা কি বাদ দেবো কিনা আপনারা কি বলেন ভাই।
Title: Re: কে কয়টা বাউন্টি করেন?
Post by: Blue_sea on November 12, 2020, 10:08:57 PM
আমি বেশি না 5 বাউন্টি করি। আমি জানি এই কয়েকটি বাউন্টি করে কোন লাভ নেই। তবুও করি। এছাড়া বর্তমানে ভালমানের কোন বাউন্টি দেখিনা। যাও দেখা যায় বাজেট খুব কম।
Title: Re: কে কয়টা বাউন্টি করেন?
Post by: Btceth01 on November 13, 2020, 01:27:49 AM
বর্তমানে আমরা যে সমস্ত বাউন্টি চলতেছে সবগুলাতেই কাজ করতেছি। কেননা বসে থেকে কোন লাভ নেই। কাজ করলে কিছু না কিছু পাওয়া যাবে এটা কিন্তু সিওর। এজন্যে আমরা মোটামুটি সবগুলো ক্যাম্পেইন কাজ করতেছি।
Title: Re: কে কয়টা বাউন্টি করেন?
Post by: Blue_sea on November 13, 2020, 07:20:29 AM
আমি বর্তমানে পনেরো থেকে বিশ টা বাউন্টি করি কিন্তু বাউন্টি করে বেশি টাকা উপার্জন করতে পারছিনা।
Title: Re: কে কয়টা বাউন্টি করেন?
Post by: sky20 on November 13, 2020, 05:09:20 PM
অনেকে বলে থাকেন বাউন্টি থেকে আর পেমেন্ট পাওয়া যায়না তাহলে বাউন্টি করে কি লাভ?
প্রথমত আপনার কথায় মোটামুটি যুক্তি আছে। তারপরেও বলবো- আপনি যদি ২০ বাউন্টি করেন তাহলে ৮-১০টা বাউন্টির পেমেন্ট পাবেন। এই ৮-১০ টা পেমেন্ট এর মধ্যে আপনি ৩-৪ টা পেমেন্ট একচেঞ্জে সেল করতে পারবেন। আবার এগুলোর মধ্যে অন্তত ১-২ টা সেল করে মোটামুটি বড় পেমেন্ট পাবেন।
আমি একেবাবে বাউন্টি বাদ দেয়নি গত ৩ বছরে তবে গত মাস খানেক আগে ১ মাস অফ রাখছিলাম ব্যক্তিগত কারণে। এছাড়া আমি নিয়মিত কিছু কিছু বাউন্টি করে যাই। এর ফল হিসেবে দেখি হয়তো কোন মাসে পেমেন্ট আসেনা আবার কোন মাসে আসে। গড়ে দেখা যায় মোটামুটি চলার মতই আসে। তাই বলবো-পেমেন্ট পাওয়া যায়না বলে একেবারে হাত গুটিয়ে বসে থেকে হাহুতাস না করে কাজ করে যান, তাহলে অবশ্যই কিছু না কিছু পাবেন ইনশাআল্লাহ।
আপনার সাথে আমি একমত। আমি ভেবে দেখেছি যে যদি বাউন্টি করা থাকে তাহলে আজ হোক বা কাল হোক পেমেন্ট আসবেই। যদি প্রজেক্ট ডেট না হয়ে যায়। অনেক স্ক্যাম প্রজেক্ট আছে যেগুলো সুবিধা করতে না পাররে চলে যায়। আবার কিছু দেখেছি যে টোকেন দেয় কিন্তু কোন দিন আর একচেঞ্জ আসবেনা। সর্বোপরি বলব যে বাউন্টি করুন।
Title: Re: কে কয়টা বাউন্টি করেন?
Post by: Primo1760 on November 16, 2020, 01:29:21 PM
আমি খুব কম পরিমাণ বাহনটি করে থাকি। এয়ার্ড্রপ গুলো বেশি করি। চার থেকে পাঁচটা বারোটি করি প্রত্যেকটা সময়।
Title: Re: কে কয়টা বাউন্টি করেন?
Post by: Pitter on November 17, 2020, 06:35:38 AM
ঠিকমত পেমেন্ট না পাওয়ার কারনে বাউন্টি করা ধরতে গেলে ছেড়েই দিয়েছি। 2-3 টা বাউন্টি করি। তবে যদি বাউন্টি যদি কিছুটা ইমপ্রুভ করে তাহলে আবার শুরু করব।
Title: Re: কে কয়টা বাউন্টি করেন?
Post by: Malam90 on November 18, 2020, 01:53:32 PM
আমি খুব কম পরিমাণ বাহনটি করে থাকি। এয়ার্ড্রপ গুলো বেশি করি। চার থেকে পাঁচটা বারোটি করি প্রত্যেকটা সময়।

আমি বর্তমানে পনেরো থেকে বিশ টা বাউন্টি করি কিন্তু বাউন্টি করে বেশি টাকা উপার্জন করতে পারছিনা।



নতুন নতুন টপিকে আলোচনা করুন। এত পুরানো টপিকে আলোচনা না করাই ভালো। সবাই চেষ্টা করুন নতুন নতুন ভালো ভালো টপিক তৈরি করুন নিজেরাও।  টপিকটা পুরানো এবং বর্তমানে অপ্রাসঙ্গিক মনে করছি তাই লক করা হলো।