Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: Coin63@ on December 27, 2019, 04:11:47 PM

Title: 2020 সালের মতামত জানতে চাই
Post by: Coin63@ on December 27, 2019, 04:11:47 PM
হ্যালো ভিওয়ার্স ২০১৯ সাল তো প্রায় শেষ হলো কিন্তু বিটকয়েন মাক্রেট উঠলো না,,,,, ২০২০ সালে কেমন হবে মতামত জানতেচাই।           
Title: Re: 2020 সালের মতামত জানতে চাই
Post by: Malam90 on December 28, 2019, 02:18:07 AM
গত ২০১৮ সালের শেষের দিকে বিটকয়েনের দাম ছিলো ৪০০০ ডলার+ এবং তা পরে আবার কমে ৩৩০০ ডলারে নেমে যায় ২০১৯ সালের জানুয়ারী ১৯ থেকে মার্চ ১৯ পর্যন্ত। এর পর এপ্রিল মাসে ৫০০০ ডলার, মে মাসে ৭০০০ ডলার , জুন মাসে ১০০০০ ডলারে পেীছে যায়। এভাবে বাড়তে বাড়তে  ১২৭০০ ডলারে পেীছে যায় জুলাই মাসে। তারপর আস্তে আস্তে ১০০০০ ডলারে নেমে আসে আবার, সেখান থেকে কমতে কমতে এখন ৭২০০+ এ বর্তমানে অবস্থান করতেছে। গত একবছরের পর্যালোচনা দেখলে বুঝা যায় দাম ৩৩০০ থেকে ১২৭০০ পর্যন্ত উঠানামা করেছে। সুতারং সর্বনিম্ন অবস্থানের দিক দিয়ে বর্তমানে বিটকয়েনের দাম অনেক ভালো অবস্থানে আছে এবং নতুন বছরের শুরুতে না হলেও পরবর্তীতে আবারও ১০০০০ ডলার ছাড়িয়ে যাবে বলে আমার বিশ্বাস।
Title: Re: 2020 সালের মতামত জানতে চাই
Post by: Coin63@ on December 28, 2019, 03:20:57 PM
গত ২০১৮ সালের শেষের দিকে বিটকয়েনের দাম ছিলো ৪০০০ ডলার+ এবং তা পরে আবার কমে ৩৩০০ ডলারে নেমে যায় ২০১৯ সালের জানুয়ারী ১৯ থেকে মার্চ ১৯ পর্যন্ত। এর পর এপ্রিল মাসে ৫০০০ ডলার, মে মাসে ৭০০০ ডলার , জুন মাসে ১০০০০ ডলারে পেীছে যায়। এভাবে বাড়তে বাড়তে  ১২৭০০ ডলারে পেীছে যায় জুলাই মাসে। তারপর আস্তে আস্তে ১০০০০ ডলারে নেমে আসে আবার, সেখান থেকে কমতে কমতে এখন ৭২০০+ এ বর্তমানে অবস্থান করতেছে। গত একবছরের পর্যালোচনা দেখলে বুঝা যায় দাম ৩৩০০ থেকে ১২৭০০ পর্যন্ত উঠানামা করেছে। সুতারং সর্বনিম্ন অবস্থানের দিক দিয়ে বর্তমানে বিটকয়েনের দাম অনেক ভালো অবস্থানে আছে এবং নতুন বছরের শুরুতে না হলেও পরবর্তীতে আবারও ১০০০০ ডলার ছাড়িয়ে যাবে বলে আমার বিশ্বাস।
ধন্যবাদ আপনার মুল্যবান মতামতের জন্য। বিটকয়েন তো অবশ্যই বাড়বে তবে আমেরিকার নিবার্চন বিটকয়েন এর উপর ব্যাপক প্রভাব ফেলবে।               
Title: Re: 2020 সালের মতামত জানতে চাই
Post by: Malam90 on January 03, 2020, 03:05:05 PM
গত ২০১৮ সালের শেষের দিকে বিটকয়েনের দাম ছিলো ৪০০০ ডলার+ এবং তা পরে আবার কমে ৩৩০০ ডলারে নেমে যায় ২০১৯ সালের জানুয়ারী ১৯ থেকে মার্চ ১৯ পর্যন্ত। এর পর এপ্রিল মাসে ৫০০০ ডলার, মে মাসে ৭০০০ ডলার , জুন মাসে ১০০০০ ডলারে পেীছে যায়। এভাবে বাড়তে বাড়তে  ১২৭০০ ডলারে পেীছে যায় জুলাই মাসে। তারপর আস্তে আস্তে ১০০০০ ডলারে নেমে আসে আবার, সেখান থেকে কমতে কমতে এখন ৭২০০+ এ বর্তমানে অবস্থান করতেছে। গত একবছরের পর্যালোচনা দেখলে বুঝা যায় দাম ৩৩০০ থেকে ১২৭০০ পর্যন্ত উঠানামা করেছে। সুতারং সর্বনিম্ন অবস্থানের দিক দিয়ে বর্তমানে বিটকয়েনের দাম অনেক ভালো অবস্থানে আছে এবং নতুন বছরের শুরুতে না হলেও পরবর্তীতে আবারও ১০০০০ ডলার ছাড়িয়ে যাবে বলে আমার বিশ্বাস।
ধন্যবাদ আপনার মুল্যবান মতামতের জন্য। বিটকয়েন তো অবশ্যই বাড়বে তবে আমেরিকার নিবার্চন বিটকয়েন এর উপর ব্যাপক প্রভাব ফেলবে।             

আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি বিটকয়েন আবারও ১০০০০ ডলার ছাড়িয়ে যাবে এবছরেই। সেটা হতে পারে আগামী মার্চ থেকে জুন এর মধ্যেই। তবে সব কিছুই মার্কেট এনালাইসিস, সব সময় এনালাইসিস ঠিক নাও হতে পারে আবার ঠিক হতেও পারে। ক্রিপ্টোকারেন্সি মূলত নির্ভর করে বিটকয়েনের দামের উপর। বিটকয়েনের দাম কমলে অলটকয়েনের দামও কমে আর গুজব আসলে তো কথাই নেই, শুধু কমতেই থাকে।
Title: Re: 2020 সালের মতামত জানতে চাই
Post by: Triedboy on August 10, 2020, 06:45:45 AM
আমি অনেক টাই বিশ্বাস করি বিটকয়েন আবার আগের অবস্থায় ফিরে আসবে এই 2020 সালে কিন্তু এই করোনা মহামারীর কারনে অনেক টা পিছিয়ে যাচ্ছে।আমরা সবাই আশা করছি করোনা শেষ হওয়ার সাথে সাথে বিটকয়েন এর দাম আগের অবস্থায় ফিরে আসবে।
Title: Re: 2020 সালের মতামত জানতে চাই
Post by: Mrkadir85 on August 10, 2020, 10:52:25 AM
আমরা সবাই জানি   ২০২০ সালের শুরু থেকেই পৃথিবী জুড়ে করোনা
ভাইরাস মহামারি আকার   ধারণ করেছে    । আর একারণে অন্য কয়েনের মতো  bitcoin এর দামে  কিছুটা  হলেও   প্রভাব বিস্তার করে।সবার মতো আমিও আসা করছি অতি শীগ্রই পরিস্থিতি সাভাবিক হবে এবং    bitcoin  এর দাম আগের অবস্থায় ফিরে আসব।           
Title: Re: 2020 সালের মতামত জানতে চাই
Post by: Rain075 on August 11, 2020, 06:01:27 AM
2020 সাল ছিল একটি দুর্যোগময় সাল। 2020 সালে সারা বিশ্বে মহামারী দেখা দিয়েছে তা অর্থনৈতিক অবস্থা অনেক ক্ষতি করেছে। সারাবিশ্বে এখন ঘর বন্দী হয়ে পড়েছে। এই মহামারী কিছুটা হলেও বিটকয়েনের উপর প্রভাব ফেলেছে। তবে এই মহামারী যদি শেষ হয়ে যায় তাহলে বিটকয়েন অনেকটাই দাম বৃদ্ধি পেয়ে যাবে।
Title: Re: 2020 সালের মতামত জানতে চাই
Post by: Magepai on September 22, 2020, 03:19:56 AM
2020 সাল অনেক ভয়ানক দুর্যোগ ময় সাল। কেননা 2020 সালের প্রথমেই শোনা গেল অনেক দেশেই পঙ্গপাল এসে ফসলের অনেক ক্ষতি করেছে। পঙ্গপাল শেষ হতে না হতেই আবার করোনা মহামারীতে সারা বিশ্বের মানুষ আতঙ্কিত। যার ফলে মার্কেটের পজিশন একটু নিম্নে নেমেছিল। এই মহামারী শেষ হওয়ার সাথে সাথে মার্কেটের অবস্থা এবং কি সব কিছুই স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে বলে আমার বিশ্বাস।
Title: Re: 2020 সালের মতামত জানতে চাই
Post by: Msweet on September 22, 2020, 09:24:31 PM
আমি বিশ্বাস করি 2020 সালের শুরু থেকে করো না পরিস্থিতির জন্য ক্রিপ্টোকারেন্সি মার্কেটে অনেক প্রভাব পড়েছে। এর ফলে বিটকয়েন, ইথেরিয়াম সহ আরো নানা টোকেন এর মূল্য হ্রাস পেয়েছে। তবে আমার কাছে মনে হয় করোনা পরিস্থিতি ঠিক হলে। 2021 সালে ক্রিপ্টোকারেন্সি মার্কেটে আবার আগের অবস্থায় ফিরে আসবে।
Title: Re: 2020 সালের মতামত জানতে চাই
Post by: Nusrat on September 23, 2020, 03:24:03 PM
গত ২০১৮ সালের শেষের দিকে বিটকয়েনের দাম ছিলো ৪০০০ ডলার+ এবং তা পরে আবার কমে ৩৩০০ ডলারে নেমে যায় ২০১৯ সালের জানুয়ারী ১৯ থেকে মার্চ ১৯ পর্যন্ত। এর পর এপ্রিল মাসে ৫০০০ ডলার, মে মাসে ৭০০০ ডলার , জুন মাসে ১০০০০ ডলারে পেীছে যায়। এভাবে বাড়তে বাড়তে  ১২৭০০ ডলারে পেীছে যায় জুলাই মাসে। তারপর আস্তে আস্তে ১০০০০ ডলারে নেমে আসে আবার, সেখান থেকে কমতে কমতে এখন ৭২০০+ এ বর্তমানে অবস্থান করতেছে। গত একবছরের পর্যালোচনা দেখলে বুঝা যায় দাম ৩৩০০ থেকে ১২৭০০ পর্যন্ত উঠানামা করেছে। সুতারং সর্বনিম্ন অবস্থানের দিক দিয়ে বর্তমানে বিটকয়েনের দাম অনেক ভালো অবস্থানে আছে এবং নতুন বছরের শুরুতে না হলেও পরবর্তীতে আবারও ১০০০০ ডলার ছাড়িয়ে যাবে বলে আমার বিশ্বাস।
ধন্যবাদ আপনার মুল্যবান মতামতের জন্য। বিটকয়েন তো অবশ্যই বাড়বে তবে আমেরিকার নিবার্চন বিটকয়েন এর উপর ব্যাপক প্রভাব ফেলবে।             
হ্যাঁ স্যার 2020 সালের অবস্থা মোটামুটি ভালো মার্কেটের অবস্থা অনেকটাই ভালো। আপনার মূল্যবান পোষ্ট এর জন্য আপনাকে ধন্যবাদ।
Title: Re: 2020 সালের মতামত জানতে চাই
Post by: Papusha20 on September 25, 2020, 03:05:32 AM
2019 সালে বিটকয়েনের দাম অনেকটাই কম ছিল 3000$ নেমেছিল কিন্তু 2020 সালে 3000$ থেকে 12600$ উঠেছিল। 12600$ ডোলারে উঠেছিল কিন্তু এটাই ছিল সর্বোচ্চ 2020 সালের জন্য কিন্তু 2021 সালে কি হবে সেটা আন্দাজ করা যাচ্ছে না তাই আমার মনে হয় যে 2021 সালে বিটকয়েনের দাম 12 হাজার ডলার থেকে 18 হাজার ডলার পর্যন্ত হবে।
Title: Re: 2020 সালের মতামত জানতে চাই
Post by: Nusrat on September 28, 2020, 05:48:24 PM
আমরা যদি লক্ষ করি 2017 সাল এবং 2018 সালে বিটকয়েনের যেতাম ছিল 2020 সালে সেটা পাওয়া যাচ্ছে না। তার কারণ করনা ভাইরাসের কারণে বিটকয়েনের দাম কমে গেছে। আমরা সবাই এই ফোরামে বেশি বেশি সময় দিব এবং বেশি বেশি কাজ করে বিটকয়েনের দাম 2017 এবং 2018 সালে যে দাম ছিল। সেই অবস্থায় ফিরে আনার জন্য আমরা বেশি বেশি বাউন্টি করব
Title: Re: 2020 সালের মতামত জানতে চাই
Post by: Jaya60 on September 29, 2020, 02:18:14 PM
2020 সালে বিটকয়েন 12600 ডলার হয়েছিল। কিন্তু বর্তমানে কিছুটা কমেছে পুনরায় আবার কবে বাড়বে সেটা বলা মুশকিল। তবুও আমার বিশ্বাস হয়তো 2020 সালের শেষের দিকে পুনরায় বিটকয়েনের দাম বাড়বে।
Title: Re: 2020 সালের মতামত জানতে চাই
Post by: Papusha20 on September 30, 2020, 05:03:10 AM
2020 সালের বিটকয়েনের দাম মোটামুটি ভালো ছিল কিন্তু বর্তমান বিটকয়েনের দাম কমেছে। 2020 সালের শুরুর দিকে বিটকয়েনের দাম বেড়েছিল এবং শেষের দিকে তা কমছে। আমার মনে হয় 2021 সালের শুরুতে বিটকয়েনের দাম বর্তমান দামের চেয়ে দ্বিগুণ বৃদ্ধি পাবে।
Title: Re: 2020 সালের মতামত জানতে চাই
Post by: Nusrat on September 30, 2020, 04:49:12 PM
আমরা জানি বিটকয়েনের দাম আগে যা ছিল এখন তা নেই।আমরা যদি গত দুই বছর আগে লক্ষ্য করি তাহলে দেখতে পাব বিটকয়েনের দাম দুই বছর আগের চেয়ে এখন অনেকটাই কম। এর কারণ মহামারী করোনাভাইরাস এর কারণে বিক্রয়ের দাম কমে গেছে। এতে অনেক লস হয়ে যাচ্ছে। আশাকরি বিটকয়েনের দাম আগের চেয়ে উপরে উঠবে।
Title: Re: 2020 সালের মতামত জানতে চাই
Post by: Magepai on October 04, 2020, 08:15:44 AM
2019 সালে বিটকয়েনের দাম অনেকটাই কম ছিল 3000$ নেমেছিল কিন্তু 2020 সালে 3000$ থেকে 12600$ উঠেছিল। 12600$ ডোলারে উঠেছিল কিন্তু এটাই ছিল সর্বোচ্চ 2020 সালের জন্য কিন্তু 2021 সালে কি হবে সেটা আন্দাজ করা যাচ্ছে না তাই আমার মনে হয় যে 2021 সালে বিটকয়েনের দাম 12 হাজার ডলার থেকে 18 হাজার ডলার পর্যন্ত হবে।

হ্যাঁ ভাই 2020 সালে 12600$ হয়েছিল কিন্তু আমার ধারণা ছিল হয়তো সামনে আরো বাড়বে। কিন্তু তা না হয় আবার একটু কমে গেছে। আমার দীর্ঘ বিশ্বাস 2021 সালে বিটকয়েনের প্রাইস 15 হাজার ডলার পেরিয়ে যাবে।
Title: Re: 2020 সালের মতামত জানতে চাই
Post by: Greatwall on October 04, 2020, 08:31:18 AM
2020 সাল টাই সারাবিশ্বে করোনাভাইরাস আক্রান্ত হয়েছে। আমি ভেবেছিলাম হয়তো মার্কেটের অবস্থা একদম নিম্নে নেমে যাবে। কিন্তু কিছুদিন মার্কেটের অবস্থা একটু খারাপ ছিল। কিন্তু পরবর্তীতে কিছুটা আবার ভালো হয়েছে।
Title: Re: 2020 সালের মতামত জানতে চাই
Post by: Power420 on October 04, 2020, 03:52:24 PM
2020 সালে বিটকয়েনের দাম মোটামুটি ভালই ছিল কিন্তু শেষের দিকে এসে বিটকয়েনের দাম একটু কমে যায় কিন্তু 2021 সালের শুরুতে বিটকয়েনের দাম বর্তমান দামের চেয়ে দ্বিগুণ বৃদ্ধি পাবে।
Title: Re: 2020 সালের মতামত জানতে চাই
Post by: Nusrat on October 05, 2020, 12:54:30 PM
2020 সাল সারা বিশ্বে মহামারী করোনা ভাইরাস ছড়িয়েছে। এতে সারা বিশ্বের অনেকটাই ক্ষতি হয়েছে। এই ক্ষতিপূরণ থেকে আমাদের রক্ষা করতে কয়েনের দাম বাড়াতে হবে। যাতে বেশি বেশি কয়েন থেকে ইনকাম করতে পারি। 2020 সাল যেরকম আছে 2021 সালে এটা যেন না থাকে আশা করছি।
Title: Re: 2020 সালের মতামত জানতে চাই
Post by: sky20 on October 05, 2020, 07:15:08 PM
2020 সাল শেষ হয়ে এল কিন্তু মার্কেট এর কোন পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। এই বিষয়ে মন্তব্য করা কঠিন মনে হচ্ছে। তবে এ বছর আর কোন পরিবর্তন হবে না বলে আমি মনে করি।
Title: Re: 2020 সালের মতামত জানতে চাই
Post by: Bony11 on October 06, 2020, 08:29:09 AM
বর্তমানে বিটকয়েন দাম অনেক কম।আমরা লক্ষ্য করলে দেখতে পাই গত দুই বছর আগে বিটকয়েন যে দাম ছিল তার চেয়ে এখন দাম অনেক কম। কারণ বিশ্বে করোনাভাইরাস এর কারণে অর্থনীতি অবস্থা অনেক খারাপ হয়েছে  । ২০১৯ সাল থেকে ২০২০ সালে এর দাম কিছুটা বাড়লেও বর্তমানে এর দাম কম।আমি  আশা করি ২০২০ সালের শেষের দিকে এর দাম বৃদ্ধি পাবে। তবে সেটা নির্শ্চিতভাবে বলা যায় না।
Title: Re: 2020 সালের মতামত জানতে চাই
Post by: Rain075 on October 06, 2020, 03:42:55 PM
2020 সালে বিটকয়েনের দাম 2019 এর তুলনায় অনেক বেশি। তবে 2020 সালের হয়তো আর কিছুদিন বাকি আছে। এখন এই অল্প কিছুদিনের মধ্যেই বিটকয়েনের দাম কতটা বৃদ্ধি পাবে সেটা সঠিক বলা যাচ্ছে না। তবে আশা করা যাচ্ছে ক্রিপ্টোকারেন্সি মার্কেট মনে হয় 2020 সালে আরেকটু ভালো হতে পারে।
Title: Re: 2020 সালের মতামত জানতে চাই
Post by: Casual on October 11, 2020, 03:42:47 AM
গত ২০১৮ সালের শেষের দিকে বিটকয়েনের দাম ছিলো ৪০০০ ডলার+ এবং তা পরে আবার কমে ৩৩০০ ডলারে নেমে যায় ২০১৯ সালের জানুয়ারী ১৯ থেকে মার্চ ১৯ পর্যন্ত। এর পর এপ্রিল মাসে ৫০০০ ডলার, মে মাসে ৭০০০ ডলার , জুন মাসে ১০০০০ ডলারে পেীছে যায়। এভাবে বাড়তে বাড়তে  ১২৭০০ ডলারে পেীছে যায় জুলাই মাসে। তারপর আস্তে আস্তে ১০০০০ ডলারে নেমে আসে আবার, সেখান থেকে কমতে কমতে এখন ৭২০০+ এ বর্তমানে অবস্থান করতেছে। গত একবছরের পর্যালোচনা দেখলে বুঝা যায় দাম ৩৩০০ থেকে ১২৭০০ পর্যন্ত উঠানামা করেছে। সুতারং সর্বনিম্ন অবস্থানের দিক দিয়ে বর্তমানে বিটকয়েনের দাম অনেক ভালো অবস্থানে আছে এবং নতুন বছরের শুরুতে না হলেও পরবর্তীতে আবারও ১০০০০ ডলার ছাড়িয়ে যাবে বলে আমার বিশ্বাস।

ধন্যবাদ ভাই আপনাকে সুন্দর তথ্যবহুল পোস্ট দেওয়ার জন্য। আমরা যারা এই ফোরামে নতুন আছি তারা সবাই আপনার পোষ্টটি পড়ে অনেক কিছু শিখতে পারি।
Title: Re: 2020 সালের মতামত জানতে চাই
Post by: Greatwall on October 11, 2020, 08:13:25 AM
2020 সালের শুরুতে বিটকয়েনের দাম দেখেছি তখন ভালো ছিল। সেই অবস্থা দেখে ভেবেছিলাম যে হয়তো বা কিছু দিনের মধ্যেই বিটকয়েনের দাম 20 হাজার ডলারের কাছাকাছি যাবে। কিন্তু হঠাৎ করে মহামারী করণা ভাইরাসের কারণে সারা ক্রিপ্টোকারেন্সি মার্কেট এবং কি অন্য সকল মার্কেট গুলো থমকে দাড়িয়েছে। এখন আমি মনে করি যে 2021 সালে বিটকয়েনের দাম হয়তোবা অনেক ভালো হবে। তবু সঠিক করে বলা যায় না কোন সময় মার্কেট কি হবে।
Title: Re: 2020 সালের মতামত জানতে চাই
Post by: Psycho on October 17, 2020, 07:06:40 AM
হ্যালো ভিওয়ার্স ২০১৯ সাল তো প্রায় শেষ হলো কিন্তু বিটকয়েন মাক্রেট উঠলো না,,,,, ২০২০ সালে কেমন হবে মতামত জানতেচাই।         
বর্তমানে বিটকয়েনের মার্কেট মোটামুটি স্বাভাবিক পর্যায়ে আছে। আশাকরি 2021 সালে বিটকয়েনের মার্কেট কিছুটা বৃদ্ধি পাবে 15 হাজার ডলার ছাড়িয়ে যেতে পারে বিটকয়েন।
Title: Re: 2020 সালের মতামত জানতে চাই
Post by: Rakin343 on October 17, 2020, 08:52:13 PM
2020 সাল কিন্তু 19 সাল থেকে অনেক ভালো। কোন সালে ক্রিপ্টো কারেন্সি মার্কেট কিন্তু অনেকটাই খারাপ হয়ে গিয়েছিল। কিন্তু 20 সালে এসে মার্কেট অনেকটাই ভালো হয়েছে। 20 সালের শেষের দিকে দেখি উনিশ সালে মার্কেট আরো কতটা ভালো হয়।
Title: Re: 2020 সালের মতামত জানতে চাই
Post by: sky20 on October 18, 2020, 04:41:25 AM
হ্যালো ভিওয়ার্স ২০১৯ সাল তো প্রায় শেষ হলো কিন্তু বিটকয়েন মাক্রেট উঠলো না,,,,, ২০২০ সালে কেমন হবে মতামত জানতেচাই।         
2020 সাল ও প্রাইয় শেষ সেক্ষেত্রে আমি 2021 সালের মতামত আশা করছি। আপনাদের মূল্যবান মতামত রিপলাই দিতে পারেন।
Title: Re: 2020 সালের মতামত জানতে চাই
Post by: Ricky on October 18, 2020, 09:02:37 AM
হ্যালো ভিওয়ার্স ২০১৯ সাল তো প্রায় শেষ হলো কিন্তু বিটকয়েন মাক্রেট উঠলো না,,,,, ২০২০ সালে কেমন হবে মতামত জানতেচাই।         
2020 সালের শেষের দিকে বিটকয়েনের দাম বাড়ার সম্ভাবনা অনেক বেশি।
Title: Re: 2020 সালের মতামত জানতে চাই
Post by: Rubel007 on October 18, 2020, 04:48:21 PM
2020 সালেও তেমন কোন পরিবর্তন দেখা যাচ্ছে না। আর এই সময়ে আমার মনে হয় কোন পরিবর্তন হবে না। বর্তমানে ক্রিপ্টোকারেন্সির অবস্থা খুব একটা ভাল অথবা খুব একটা খারপ কোন অবস্থানেই নেই। এটি মধ্যম পর্যায়ে আছে বলে আমার মনে হয়। সর্বপরি এই 2020 সালে সব কিছু স্থিতিশীল থাকবে বলে আমার মনে হয়।
Title: Re: 2020 সালের মতামত জানতে চাই
Post by: Crypto_Somrat on October 18, 2020, 08:10:46 PM
আমরা সবাই জানি   ২০২০ সালের শুরু থেকেই পৃথিবী জুড়ে করোনা
ভাইরাস মহামারি আকার   ধারণ করেছে    । আর একারণে অন্য কয়েনের মতো  bitcoin এর দামে  কিছুটা  হলেও   প্রভাব বিস্তার করে।সবার মতো আমিও আসা করছি অতি শীগ্রই পরিস্থিতি সাভাবিক হবে এবং    bitcoin  এর দাম আগের অবস্থায় ফিরে আসব।           
হ্যাঁ ভাইয়া এটা সত্যি করোনার কারণে ক্রিপ্টো জগত এ কিছুটা হলেও প্রভাব পড়েছে যার কারণে অন্যান্য ভার্চুয়াল কয়েন গুলার সাথে সাথে বিটকয়েন এর দাম ও কিছুটা হলেও নেমে পড়েছে তবে আমার বিশ্বাস বিটকয়েন এর দাম আবারো বাড়বে।
Title: Re: 2020 সালের মতামত জানতে চাই
Post by: sky20 on October 19, 2020, 07:10:52 PM
2020 সালে তেমন কোন ভাল নিউজ নেই আমার কাছে তবে বলতে পারি যে মার্কেট স্থিতিশীল থাকবে তেমন ঊর্ধ্বগতি বা নিম্নগতি কোনটি হবে না।
Title: Re: 2020 সালের মতামত জানতে চাই
Post by: Fawpac2 on October 20, 2020, 03:29:07 AM
বিটকয়েন মার্কেট 2019 সালের তুলনায় কিন্তু  2020 সালে মার্কেট অনেকটাই ভালো। বর্তমানে বিটকয়েনের দাম 11715$। কিন্তু 2019 সালের এই সময়ে বিটকয়েনের দাম ছিল 8807$। সে তুলনায় এনালাইসিস করলে দেখা যায় বিটকয়েনের দাম 2020 সালে অনেকটাই বেশি। 2020 সালের শেষের দিকে আরো দাম বাড়বে বলে আশা করা যাচ্ছে।
Title: Re: 2020 সালের মতামত জানতে চাই
Post by: Chita76 on October 20, 2020, 03:39:26 AM
2020 সালে মোটামুটি বিটকয়েনের অবস্থা ভাল ছিল কিন্তু মাঝখানে এসে কিছুটা বিটকয়েনের দাম নিচের দিকে চলে।ডেফি এর কারণে সব সিস্টেম পাল্টে যায় তাই বিটকয়েন এর দাম কিছুটা নিচের দিকে চলে যায় কিন্তু এই ডেফি সিস্টেম চালু হলে অবশ্যই অবশ্যই বিটকয়েন এর দাম বাড়বে।
Title: Re: 2020 সালের মতামত জানতে চাই
Post by: mahid on October 20, 2020, 05:22:55 AM
বিটকয়েনর দাম 2019,2020 এই দুবছরে দাম বাড়ার কোন সম্ভাবনা দেখা যাচ্ছে না। যদিও এ বছরের আরও 2 মাস বাকি আছে। তাই আরও কিছু দিন ওয়েট করা দরকার ।
Title: Re: 2020 সালের মতামত জানতে চাই
Post by: Rubel007 on October 22, 2020, 05:26:19 PM
2020 সালের আর মাত্র 2 মাস বাকি এই সময়ের মধ্যে আমি বিটকয়েনের পজেটিভ বিষয় টি দেখছি। গত দিনের চেয়ে আজ কে বিটকয়েনের বাড়ার প্রবনতা দেখা গেছে। আমি মনে করি 2020 সালের মধ্যে এটি 20000 ডলারে উন্নিত হবে।
Title: Re: 2020 সালের মতামত জানতে চাই
Post by: mahid on October 22, 2020, 05:48:22 PM
আজ নয়তো কাল কিন্তু বিটকয়েনের মার্কেট উঠবেই। কয়ের রাজা বলা হয় বিটকয়েন কে তাই আমি মনে করি এটি কখন পিছিয়ে থাকার নয়। এটি উঠবেই। 2020 সালে ধারনা করা হচ্ছে যে 15000 ডলার হতে পারে।
Title: Re: 2020 সালের মতামত জানতে চাই
Post by: mahid on October 23, 2020, 02:51:14 AM
2 মাসে যে কোন কিছু সম্ভব বিশেষ করে ক্রিপ্টোকান্সিতে। তাই আমি আশা রাখি যে 2020 সালেই একটা হালবিং হয়ে যাবে আমার মনে হয়।
Title: Re: 2020 সালের মতামত জানতে চাই
Post by: Triedboy on November 25, 2020, 06:12:38 PM
আসলে যে হারে বিটকয়েনের প্রাইস বেড়ে চলছে আসলে বলা যায়না কতটা বৃদ্ধি পাবে।তারপর আমার বিশ্বাস 2020 সালের শেষের দিকে 25 হাজার ডলার অবস্থান করবে বিটকয়েনের প্রাইস।
Title: Re: 2020 সালের মতামত জানতে চাই
Post by: XM8 on December 07, 2020, 01:24:38 PM
আমার মনে হয় এর দাম বৃদ্ধি পাবে। কেননা এর মূল কারণ হতে পারে আমেরিকান প্রেসিডেন্ট নির্বাচন। তারপর ক্রিপ্টোকারেন্সি এর মার্কেট যেহেতু সব সময় আপডাউন করে। তাই এর দাম কমতে পারে এবং বাড়তেও পারে। কিন্তু আমার মনে হচ্ছে বিটকয়েনের দাম বাড়ার পেছনে আমেরিকার নির্বাচন বড় ধরনের ভূমিকা রাখবে।
Title: Re: 2020 সালের মতামত জানতে চাই
Post by: Herry on December 07, 2020, 03:55:51 PM
হ্যাঁ ভাই 2020 সালের ক্রিপ্টো মার্কেট 2019 সালের ক্রিপ্টো মার্কেট এর তুলনায় অনেক গুণ ভালো আমি মনে করি 2019 সাল ক্রিপ্টো মার্কেট খুবই খারাপ ছিল এবং তার তুলনায় 2020 সালের ক্রিপ্টো মার্কেট শতগুণ ভালো তবে তবে আশা করা যায় 2021 সালে ক্রিপ্টো মার্কেট আরো ভালো হবে
Title: Re: 2020 সালের মতামত জানতে চাই
Post by: sky20 on December 07, 2020, 05:54:24 PM
আমার মনে হয় অনেক পুরাতন একটি পোস্ট অনেক সামনে চলে এসেছে। কারন আমরা 2020 সালেরে একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। তবে যাই হোক আমার মতে 2020 সালটি ছিল ক্রিপ্টোকারেন্সির জন্য ভাল একটি সময় যা আসলেই দরকার ছিল।
Title: Re: 2020 সালের মতামত জানতে চাই
Post by: Ricky on December 07, 2020, 06:22:39 PM
আমি বিশ্বাস করি 2020 সালের শুরু থেকে করো না পরিস্থিতির জন্য ক্রিপ্টোকারেন্সি মার্কেটে অনেক প্রভাব পড়েছে। এর ফলে বিটকয়েন, ইথেরিয়াম সহ আরো নানা টোকেন এর মূল্য হ্রাস পেয়েছে। তবে আমার কাছে মনে হয় করোনা পরিস্থিতি ঠিক হলে। 2021 সালে ক্রিপ্টোকারেন্সি মার্কেটে আবার আগের অবস্থায় ফিরে আসবে।
আপনি ঠিক বলেছেন 2020 সালের প্রথম দিকেই ক্রিপ্টোকারেন্সি মার্কেট করোনাভাইরাস এর আক্রমণে থমকে গিয়েছিলো। কিন্তু আমার মনে হয় ক্রিপ্টোকারেন্সি জগত তা আবার দ্রুত কাটিয়ে উঠতে পেরেছে। ক্রিপ্টোকারেন্সি মার্কেট এখন অনেকটাই উন্নতির দিকে। এখন 2020 সালের শেষের দিক এখন বিটকয়েন আবার তার 2017 সালের নিজের করা রেকর্ড নিজেই ভেঙ্গে ফেলল এই 2020 সালে। আশা করব 2021 সালে আমরা ভালো কিছু দেখতে চলেছি।
Title: Re: 2020 সালের মতামত জানতে চাই
Post by: Markuri33 on December 08, 2020, 02:17:39 AM
প্রায় 2020 সাল শেষের দিকে। আমি আজকে মার্কেটে দেখলাম যে বিটকয়েন এর বর্তমান প্রাইস 19000 ডলারের কিছুটা উপরে রয়েছে। আমার ধারণা যে 2020 সালের শেষে বিটকয়েনের প্রায় 20 হাজার ডলারে যাবে।
Title: Re: 2020 সালের মতামত জানতে চাই
Post by: Magepai on December 14, 2020, 01:27:56 AM
2020 সালের শেষ প্রান্তে এসে পৌঁছেছি আমরা।2020 সালের শেষের দিকে আমরা দেখতে পাচ্ছি ক্রিপ্টোকারেন্সি মার্কেট পজিশন অনেক ভালো হচ্ছে।সেই সাথে সাথে আর একটা জিনিস লক্ষ্য করলে দেখব যে বিটকয়েন ও ইথারিয়াম এর প্রাইস বৃদ্ধি পাচ্ছে। বিটকয়েন ও ইথারিয়াম এর প্রাইস যখনই বৃদ্ধি পাবে তখনই অন্য সকল কয়েনের প্রাইস বৃদ্ধি পাবে। তাই 2021 সালের ক্রিপ্টোকারেন্সি মার্কেট বর্তমান এর থেকে আরও অনেক ভালো হবে।
Title: Re: 2020 সালের মতামত জানতে চাই
Post by: Clearman on December 14, 2020, 01:34:54 PM
ক্রিপ্টোকারেন্সি বাজার কথা বলা যায় না সঠিকভাবে 2019 সালে বিটকয়েনের দাম একদম কম ছিল কিন্তু 2020 সালে এসে বিটকয়েনের দাম 20 হাজারে  প্রায়ই হিট করেছিল কিন্তু 2021 সালে বিটকয়েনের দাম 30 হাজার থেকে 40 হাজার ডলার পর্যন্ত হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি রয়েছে।
Title: Re: 2020 সালের মতামত জানতে চাই
Post by: Maxtel on December 14, 2020, 03:27:44 PM
2019 সালে বিটকয়েনের দাম অনেক কম ছিল কিন্তু 20 সালের শেষে এসে বিটকয়েনের দাম 20 হাজার ডলারে স্পর্শ করেছিল ।যদি বর্তমানে দাম 19 হাজার থেকে 20 হাজারে ওঠানামা করছে। তবে দামের বৃদ্ধি পাওয়ার এ দাঁড়া যদি অব্যাহত থাকে 2021 সালে বিটকয়েনের দাম 25 হাজার ডলারে পৌঁছাবে ।এবং অন্যান্য কয়েনের দাম বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
Title: Re: 2020 সালের মতামত জানতে চাই
Post by: Headshot on December 14, 2020, 04:17:32 PM
2020 সাল শেষের দিকেই আর মাত্র কয়েকদিন আছে তারপরে আমরা পৌঁছে যাব 2021 সালে।আসলে 2020 সালে বিটকয়েন অনেক দূরে পৌঁছে ছিল তবে হ্যাঁ 2021 সালে এর বেশি তে অবস্থান করবে। 2020 সালে অনেকটাই ভালো ছিল এবং বাকি যে কয়দিন আছে শেখ কয়দিন ভালোই থাকবে।
Title: Re: 2020 সালের মতামত জানতে চাই
Post by: bmw1 on December 14, 2020, 06:12:24 PM
২০১৮ এবং ২০১৯ এর চেয়ে ২০২০ সালে বিটকয়েন এর দাম অনেক বেড়েছ, ২০১৮  সালে ৪০০০ ডলার+ হয়েছিলো ২০১৯ সালে কমে গিয়ে ৩৩০০ ডলার হয়েছিলো,২০২০ সালে অনেক বেশি দাম হয়েছে যেমন ১২৭০০, তাই ২০২০ সালে অনেক বেশি বিটকয়েন এর দাম হয়েছে।                   
Title: Re: 2020 সালের মতামত জানতে চাই
Post by: Token@ on December 14, 2020, 06:40:47 PM
বর্তমান চলাকালীন সময় 2020 সালের শেষের দিকে বিটকয়েন 19 হাজার ডলার ছাড়িয়ে গিয়েছে।পরবর্তীতে এটি কি রকমের বৃদ্ধি পাবে সেটা বলা খুবই মুশকিল। তবে আমি আশা করছি বিটকয়েন 2021 সালে 22 হাজার ডলার ছাড়িয়ে যাবে। ক্রিপ্টোকারেন্সি নিয়ে ভবিষ্যদ্বাণী করা একদমই ঠিক না। কারণ কি প্রকারের যেকোনো সরকারের অধীনে চলে না। এটি তার নিজ গতিতে চলা ফেরা করে।ক্রিপ্টোকারেন্সি মার্কেট প্রতি সেকেন্ডে আপডাউন করে।
Title: Re: 2020 সালের মতামত জানতে চাই
Post by: Laxmi Sharma on December 14, 2020, 06:43:06 PM
২০১৮ এবং ২০১৯ এর চেয়ে ২০২০ সালে বিটকয়েন এর দাম অনেক বেড়েছ, ২০১৮  সালে ৪০০০ ডলার+ হয়েছিলো ২০১৯ সালে কমে গিয়ে ৩৩০০ ডলার হয়েছিলো,২০২০ সালে অনেক বেশি দাম হয়েছে যেমন ১২৭০০, তাই ২০২০ সালে অনেক বেশি বিটকয়েন এর দাম হয়েছে।                   
আপনি ঠিক বলেছেন 2018 এবং 2019 সালের চেয়ে 2020 সাল ক্রিপ্টোকারেন্সি মার্কেট তুলনামূলকভাবে অনেক ভালো ছিল। এখন 2020 সালের শেষের দিকে বিটকয়েন তার পূর্বের রেকর্ড ভেঙে ফেলেছে। এখন দেখার বিষয় 2021 সালে কি হয়।
Title: Re: 2020 সালের মতামত জানতে চাই
Post by: Tamsialu$$ on December 15, 2020, 12:09:16 AM
2020 সাল প্রায় শেষের দিকে আসছে এমত অবস্থায় বিটকয়েনের প্রাইস 19300 ডলারের কিছুটা উপরে আছে। হয়তো সর্বোচ্চ বাড়লে 2020 সালে 20,000 ডলার হতে পারে। বর্তমানে আমরা সবাই 2021 সালে নিয়ে চিন্তাভাবনা করছি বিটকয়েন প্রাইস কেমন হতে পারে।
Title: Re: 2020 সালের মতামত জানতে চাই
Post by: Tamsialu$$ on December 15, 2020, 12:11:23 AM
বর্তমান চলাকালীন সময় 2020 সালের শেষের দিকে বিটকয়েন 19 হাজার ডলার ছাড়িয়ে গিয়েছে।পরবর্তীতে এটি কি রকমের বৃদ্ধি পাবে সেটা বলা খুবই মুশকিল। তবে আমি আশা করছি বিটকয়েন 2021 সালে 22 হাজার ডলার ছাড়িয়ে যাবে। ক্রিপ্টোকারেন্সি নিয়ে ভবিষ্যদ্বাণী করা একদমই ঠিক না। কারণ কি প্রকারের যেকোনো সরকারের অধীনে চলে না। এটি তার নিজ গতিতে চলা ফেরা করে।ক্রিপ্টোকারেন্সি মার্কেট প্রতি সেকেন্ডে আপডাউন করে।

হ্যাঁ ভাই অবশ্য ঠিক কিন্তু কারেন্সির মার্কেট প্রতি সেকেন্ড প্রতি মুহূর্ত আপডাউন করে।2021 সালে বিটকয়েনের প্রাইস কোন দিকে যাবে সেই নিয়ে সিনিয়র ভাইরা একেক জন একেক রকমের মতবাদ প্রকাশ করছে। এখন সামনের 2021 সাল দেখতে পারবো আসলে বিটকয়েন প্রাইস কতো টা হবে।
Title: Re: 2020 সালের মতামত জানতে চাই
Post by: Bad leyar on December 17, 2020, 03:50:25 AM
অনেক সুন্দর একটি পোস্ট আসলে এটি 2020 সাল শেষ হবার কিছু দিন বাকি আছে তাই 2021 সাল আসবে 2020 সালে ক্রিপ্টোকারেন্সি মার্কেটগুলোতে সব কয়েনের দাম দিন দিন বৃদ্ধি পাচ্ছে 2021 সালে আরো ভালো কিছু আশা করা যায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই পোস্টটি করার জন্য
Title: Re: 2020 সালের মতামত জানতে চাই
Post by: Irfan12@ on December 17, 2020, 03:53:55 AM
ভাই 2020 সাল শেষ হওয়ার আগেই বিটকয়েন কিন্তু একটা চমক দেখিয়ে দিল আজকে বিটকয়েনের দাম 21990$ ডলার আমরা হয়তো সবাই ভাবছিলাম যে 2020 সাল বিটকয়েন 20,000$ ক্রস করতে পারবে না কিন্তু বিটকয়েন 21000$ ক্রস করে ফেলছে সত্যিই বিষয়টা আশ্চর্য জনক আমার মনে হয় 2021 সালে বিটকয়েন 25k থেকে 30 হাজার ডলারে পৌঁছে যেতে এ বিষয়ে সিনিয়র ভাইদের মতামত আশা করছি
Title: Re: 2020 সালের মতামত জানতে চাই
Post by: Damrai5$ on December 17, 2020, 06:08:20 AM
2020 শাল প্রায় শেষের দিকে এখনই বিটকয়েনের প্রাইস 20,000 ডলার ছাড়িয়েছে হয়তো কয়েকদিনের মধ্যে 25 হাজার ডলারের যেতে পারে। বিটকয়েনের দাম এতটা পাম্প করছে যেটা ক্রিপ্টোকারেন্সি সকল ভাইদের জন্য ভালো খবর।
Title: Re: 2020 সালের মতামত জানতে চাই
Post by: Rony on December 17, 2020, 01:25:12 PM
আমি এই ফোরামের নতুন সদস্য তাই আমার কোন কাজের প্রতি অভিজ্ঞতা নেই। আমি সঠিকভাবে মন্তব্য করতে চেষ্টা করব। যদি আমার মন্তব্যে কোন ভুল হয় তাহলে আমাকে ক্ষমা করবেন। 2020 সালের করোনার আবির্ভাবে মার্কেটের অবস্থা ঠিকমত বোঝা যাচ্ছিল না। কিন্তু দেখা গিয়েছে করোনার সময় মার্কেটে দাম আপডাউন করতে দেখা গিয়েছে। কিন্তু বর্তমানে মার্কেটের অবস্থা খুব ভালো। বিটকয়েনের দাম বাড়লো অন্য সকল ক্রিপ্টোকারেন্সি এর দাম বাড়তে থাকে।
Title: Re: 2020 সালের মতামত জানতে চাই
Post by: Jaya60 on December 18, 2020, 11:14:06 PM
2020 সালের কথা বলতে গেলে আসলে দেখা যাবে ক্রিপ্টোকারেন্সি এর মধ্যে সবথেকে বড় একটা হিস্টরি হয়ে থাকবে। 2020 সালেই হলো ক্রিপ্টোকারেন্সি মার্কেট সর্বোচ্চ বিশেষ করে বিটকয়েনের প্রাইস। 2020 সালে বিটকয়েনের প্রাইস সর্বোচ্চ হল যারা 2017 সালে থেকে অনেক বেশি।
Title: Re: 2020 সালের মতামত জানতে চাই
Post by: Jaya60 on December 18, 2020, 11:16:10 PM
2020 শাল প্রায় শেষের দিকে এখনই বিটকয়েনের প্রাইস 20,000 ডলার ছাড়িয়েছে হয়তো কয়েকদিনের মধ্যে 25 হাজার ডলারের যেতে পারে। বিটকয়েনের দাম এতটা পাম্প করছে যেটা ক্রিপ্টোকারেন্সি সকল ভাইদের জন্য ভালো খবর।

আসলে আপনি যে ধারণাটা করেছেন হয়তো 2020 সাল শেষ হতে না হতেই 25 হাজার ডলার হতে পারে এটাই আমি ধারণা করেছি 2020 সালের শেষের দিকে হয়তো 25 হাজার ডলার হবে। বিটকয়েনের প্রাইস এতটা বৃদ্ধি পেয়েছে এটা সকল কি প্রকার এনসি ভাইদের জন্য ভালো দিক।তারপর আমরা একটা বিষয় লক্ষ করতে পারছি যে ক্রিপ্টোকারেন্সি মার্কেট ভালো হতে না হতেই সব বাউন্টি ম্যানেজার ফিরে আসতে শুরু করেছে।
Title: Re: 2020 সালের মতামত জানতে চাই
Post by: Mahindra on December 29, 2020, 04:50:57 PM
আমি মনে করি 2018 এবং 2019 এর তুলনায় 2020 সালে বিটকয়েনের দাম দ্বিগুণ হারে বৃদ্ধি পেয়েছে বর্তমানে বিটকয়েনের দাম 27 হাজার ডলার এর ওপরে চলে গেছে 2020 সালের শেষের দিকে এসে সব কয়েনের দাম প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়েছে ক্রিপ্টোকারেন্সি মার্কেটে এই 2020 সালে সকল কয়েনের দাম বৃদ্ধি পেয়েছে সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে আর বিটকয়েনের দাম দ্বিগুণ হারে বৃদ্ধি পাচ্ছে।
Title: Re: 2020 সালের মতামত জানতে চাই
Post by: Angel jara on December 31, 2020, 03:06:12 AM
2020 সালের শুরুর দিকে মার্কেট প্রাইস খুব ভালই যাচ্ছিল। হঠাৎ করে কোভিন 19 আবির্ভাবের কারণে মার্কেটপ্লেসের অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। 2021 সালের শেষদিকে এসে মার্কেটের অবস্থা খুব ভালো হয়েছে যার কারণে বিটকয়েনের দাম খুব বাড়ছে এর জন্য দায়ী করা হচ্ছে আমেরিকার নির্বাচন ও খ্রিস্টানদের বড়দিন কে কেন্দ্র করে বিটকয়েনের দাম বেড়েছে।
Title: Re: 2020 সালের মতামত জানতে চাই
Post by: Lovepro Max on December 31, 2020, 03:36:55 AM
হ্যালো ভিওয়ার্স ২০১৯ সাল তো প্রায় শেষ হলো কিন্তু বিটকয়েন মাক্রেট উঠলো না,,,,, ২০২০ সালে কেমন হবে মতামত জানতেচাই।         
ভাই আমরা মনে করেছিলাম হয়তো এই বছর আর বিটকয়েনের দাম বৃদ্ধি  পাবে না কিন্ত বিটকয়েনের দাম ঠিকি বৃদ্ধি  পেয়েছে বিটকয়েন ২৮০০০$ ডলারে পৌছেছিলো তো আমার মনে হয় বিটকয়েনের  দাম  আরো বৃদ্ধি  পাবে।
Title: Re: 2020 সালের মতামত জানতে চাই
Post by: Tunir Baap on December 31, 2020, 09:49:52 AM
আমি মনে করি 2020 সালে বিটকয়েনের দাম অনেক বৃদ্ধি পাবে। কারণ বিটকয়েন হলো ক্রিপ্টোকারেন্সি সবচেয়ে জনপ্রিয় কয়েন।আশাকরি 2020 সালে বিটকয়েনের দাম বৃদ্ধিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনেক বড় ভূমিকা রাখবে। আশা করি 2020 সাল শেষ হওয়ার আগেই বিটকয়েন 30 হাজার ডলার স্পর্শ করবে।
Title: Re: 2020 সালের মতামত জানতে চাই
Post by: Triple333 on December 31, 2020, 12:43:27 PM
2020 সালে ক্রিপ্টোকারেন্সি মার্কেটে আমরা অনেক উত্থান-পতন দেখেছি অনেক কয়েনের দাম বৃদ্ধি পেয়েছে আবার কিছু কিছু কয়েনের দাম একেবারে ডাম্প করেছে। সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে বিটকয়েনের তারপরেই ইথার এর দাম বৃদ্ধি পেয়েছে আজকে বিটকয়েন এবং ইথিরিয়াম যথাক্রমে 29 হাজার 150 ডলার এবং 750 জন।
Title: Re: 2020 সালের মতামত জানতে চাই
Post by: Sumaiya2 on December 31, 2020, 12:50:46 PM
2020 সাল আমাদের অনেক কিছু দিয়ে যাচ্ছে। 2020 সালকে আজকে আমরা বিদায় জানাচ্ছি। 2020 সাল আজকে অনেক কিছু দিয়েছে 2021 সালে আমরা কী পাব তা জানি না তবে আশা রাখি আরো যেন ভালো কিছু পাই।
Title: Re: 2020 সালের মতামত জানতে চাই
Post by: EKRA13 on December 31, 2020, 04:46:02 PM
2020 সাল ছিল ক্রিপ্টোকারেন্সি এর জন্য সরণীয় একটি বছর।সারা বছর আমরা ক্রিপ্টোকারেন্সি অনেক ভালো এবং মন্দ দিক দেখতে পেয়েছি পৃথিবীর বিভিন্ন দেশে ক্রিপ্টোকারেন্সি আরো জনপ্রিয় হয়েছে যদি পৃথিবীর অনেক দেশে এখনও ক্রিপ্টোকারেন্সি লেনদেন বৈধতা দেওয়া হয়নি 2020 সাল সবচেয়ে বেশি স্মরণীয় হয়ে থাকবে বিটকয়েনের জন্য এবছর বিটকয়েন তার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে বিটকয়েনের দাম এ বছর 29 হাজার 148 ডলার পর্যন্ত উঠেছিল। যা অতীতের সকল রেকর্ড ভেঙে নতুন রেকর্ড তৈরি করছে।
Title: Re: 2020 সালের মতামত জানতে চাই
Post by: Bitrab on December 31, 2020, 10:18:50 PM
2020 সাল যদিও মহামারী সময় কাল চলছিল। তবে 2020 সাল ক্রিপ্টোকারেন্সি ব্যবহারকারীদের জন্য অনেক ভালো সময় ছিল। আমারও 2020 সাল সময়টি অনেক ভালো কেটেছে। তবে আমি খুবই সতর্ক ছিলাম। মহামারী পরিস্থিতি বর্তমানে বাংলাদেশের শিথিল রয়েছে। ক্রিপ্টোকারেন্সি মার্কেট ভবিষ্যতে 2020 সাল থেকে আরো ভালো হবে। কারণ প্রত্যেকটা দেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হবে।
Title: Re: 2020 সালের মতামত জানতে চাই
Post by: Princeraju on January 01, 2021, 12:05:55 AM
ইতিমধ্যেই 2020 সাল এর চমক আপনারা দেখেছেন। 2020 সালে বিটকয়েনের দাম সর্বোচ্চ বেশি বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ 2017 সাল থেকে 2020 সাল বিটকয়েন বাজারের জন্য অনেক ভালো সময় ছিল। তাই প্রত্যেকটা মানুষের মুখে আলোচিত একটি বছর হিসেবে 2020 সাল থাকবে। তবে মহামারীর সময় 2020 সাল ছিল।
Title: Re: 2020 সালের মতামত জানতে চাই
Post by: Nostoman on January 01, 2021, 12:08:11 AM
যেহেতু 2020 সাল কে নিয়ে টপিকটি খোলা হয়েছে। ইতোমধ্যেই 2020 সাল শেষ হয়েছে। তাই আমি মনে করি টপিকটিতে আলোচনার প্রয়োজন নেই। তাই এটি লক করে দিলাম।

নতুন বছরে সবাই নতুন টপিক তৈরি করুন। স্পামিং থেকে দূরে থাকুন।