Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: Malam90 on December 28, 2019, 02:24:56 AM

Title: নতুন বছরে বিটকয়েনের দাম কত ডলার হতে পারে
Post by: Malam90 on December 28, 2019, 02:24:56 AM
২০১৯ সাল প্রায় শেষের পথে এবং নতুন বছর ২০২০ আমাদের দ্বার প্রান্তে। গত বছরের ন্যায় এবছরও শেষ করতে যাচ্ছে বিটকয়েনের দাম অনেক কম দিয়ে। ২০১৯ সালে অনেক উত্থান পতনও দেখলাম বিটকয়েনের দামে। যেখানে ৩৩০০ ডলার থেকে ১২৭০০ ডলার পর্যন্ত উঠানামা করেছে। তাই নতুন ২০২০ সালে বিটকয়েনের দাম কত হতে পারে বলে আপনার বিশ্বাস? ভোট দিন এবং মন্তব্য করুন।
Title: Re: নতুন বছরে বিটকয়েনের দাম কত ডলার হতে পারে
Post by: Coin63@ on December 28, 2019, 03:24:58 PM
ভাই তৃতীয় হালবিং হবে ইনশাআল্লাহ। আশা করি বিটকয়েন এর দাম ১৫০০০ এর উপর থাকবে। আমরা সবাই বিটকয়েন এর হালবিং এর জন্য অপেক্ষায় আছি।             
Title: Re: নতুন বছরে বিটকয়েনের দাম কত ডলার হতে পারে
Post by: Malam90 on December 31, 2019, 04:25:03 PM
ভাই তৃতীয় হালবিং হবে ইনশাআল্লাহ। আশা করি বিটকয়েন এর দাম ১৫০০০ এর উপর থাকবে। আমরা সবাই বিটকয়েন এর হালবিং এর জন্য অপেক্ষায় আছি।           

নতুন বছরের শুভেচ্ছা। আশা করি ২০২০ সালে আমরা আবারও বিটিসি ১৩০০০ ডলারে দেখতে পাবো। নতুন বছরে পুরাতন সব গ্লানি মুছে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করবো। তাই শুভ হোক ক্রিপ্টোজগতে সবারই ২০২০ সালটি। সবার মনের ইচ্ছা আল্লাহ পাক যেন পুরণ করেন সেই কামনাই করি।
Title: Re: নতুন বছরে বিটকয়েনের দাম কত ডলার হতে পারে
Post by: babu10 on January 02, 2020, 05:09:44 PM
২০১৯ সাল প্রায় শেষের পথে এবং নতুন বছর ২০২০ আমাদের দ্বার প্রান্তে। গত বছরের ন্যায় এবছরও শেষ করতে যাচ্ছে বিটকয়েনের দাম অনেক কম দিয়ে। ২০১৯ সালে অনেক উত্থান পতনও দেখলাম বিটকয়েনের দামে। যেখানে ৩৩০০ ডলার থেকে ১২৭০০ ডলার পর্যন্ত উঠানামা করেছে। তাই নতুন ২০২০ সালে বিটকয়েনের দাম কত হতে পারে বলে আপনার বিশ্বাস? ভোট দিন এবং মন্তব্য করুন।

স্যার এখানে বিশ্বাস দিয়ে কোন কাজ হবে বলে আমার মনে হয়না। কারন মারকেটের অনেক উত্থান পতন দেখেছি, অনেকে অনেক ভবিষ্যৎ বানীও করেছিল কোন ফলাফল দেখেনি। তাই কোন বানীই কাজ করবেনা এই মার্টকে। তবে আশা ছাড়িনি, নতুন বছরে ভালো কিছু হবে আশা করি।

ধন্যবাদ.
Title: Re: নতুন বছরে বিটকয়েনের দাম কত ডলার হতে পারে
Post by: Coin63@ on January 03, 2020, 05:36:28 AM
ভাই সকল, আশা নিয়ে ক্রিপ্টোকারেন্সিতে কাজ করি কিন্তু ফল পাই ঘোড়ার ডিম। তবুও আশা ছাড়ি নি, আশা নিয়েই থাকবো।           
Title: Re: নতুন বছরে বিটকয়েনের দাম কত ডলার হতে পারে
Post by: Malam90 on January 03, 2020, 03:01:51 PM
ভাই সকল, আশা নিয়ে ক্রিপ্টোকারেন্সিতে কাজ করি কিন্তু ফল পাই ঘোড়ার ডিম। তবুও আশা ছাড়ি নি, আশা নিয়েই থাকবো।         

বাউন্টির মূলত এখন দূঃসময় চলছে। এখন আমরাও কাজ করে ঠিকমত পেমেন্ট পাইনা। মাঝে মাঝে হতাশ হই আবার হতাশার মাঝে আশা খুুঁজে পাই। নিয়মিত বাউন্টি করে যাই, যা পেমেন্ট টুকটাক পাই তা দিয়ে চলে যায় হাত খরচ কোনমতে। তবে বাউন্টির সুদিন আবার আসবে যদি অলটকয়েন মার্কেট বাড়তে শুরু করে। প্রায় ৩০ ইথার বিনিয়োগ করে এখন তার দাম মাত্র ১ ইথার শো করে। তারপরেও বিনিয়োগ নতুন করে আর না করে বাউন্টি নিয়ে পড়ে আছি।
Title: Re: নতুন বছরে বিটকয়েনের দাম কত ডলার হতে পারে
Post by: Istiak on January 17, 2020, 11:51:33 AM
বর্তমানের দাম এর ওপর হিসেব করলে বিটকয়েন যে ১০০০০$ এর ওপর সহজেই যেতে পারে সেটা অনুমান করাই যাচ্ছে।  তবে এটাও খেয়াল রাখতে হবে বিভিন্ন খারাপ সংবাদ এর কারণে যে কোন এক্সেঞ্জ যদি হ্যাক হয় তখন দেখা যায় দাম অনেক কমে যেতে শুরু করে। তাই এরকম কোন খারাপ সংবাদ না আসলে আশা করা যায় বিটকয়েন ১০০০০$ থেকে ১৫০০০$ এর মধ্যে থাকতে পারে। ভবিষ্যৎ সম্পর্কে একমাত্র আল্লাহ জানেন। আশা করি ভালো কিছু হবে।
Title: Re: নতুন বছরে বিটকয়েনের দাম কত ডলার হতে পারে
Post by: JISAN on January 25, 2020, 08:33:39 AM
২০১৯ সাল প্রায় শেষের পথে এবং নতুন বছর ২০২০ আমাদের দ্বার প্রান্তে। গত বছরের ন্যায় এবছরও শেষ করতে যাচ্ছে বিটকয়েনের দাম অনেক কম দিয়ে। ২০১৯ সালে অনেক উত্থান পতনও দেখলাম বিটকয়েনের দামে। যেখানে ৩৩০০ ডলার থেকে ১২৭০০ ডলার পর্যন্ত উঠানামা করেছে। তাই নতুন ২০২০ সালে বিটকয়েনের দাম কত হতে পারে বলে আপনার বিশ্বাস? ভোট দিন এবং মন্তব্য করুন।
নতুন বছরের শুরুতেই তো ক্রিপ্টো মার্কেট পাম্প হতে শুরু করেছিলো কিন্তু হঠাৎ করে আবার থমকে গেলো। এখন আবার কিছু কিছু কমতেছে। ক্রিপ্টোর দাম মনে হচ্ছে এই বছরে ১৫ কে উঠতে পারে   
Title: Re: নতুন বছরে বিটকয়েনের দাম কত ডলার হতে পারে
Post by: Malam90 on January 26, 2020, 02:03:01 AM
বর্তমানের দাম এর ওপর হিসেব করলে বিটকয়েন যে ১০০০০$ এর ওপর সহজেই যেতে পারে সেটা অনুমান করাই যাচ্ছে।  তবে এটাও খেয়াল রাখতে হবে বিভিন্ন খারাপ সংবাদ এর কারণে যে কোন এক্সেঞ্জ যদি হ্যাক হয় তখন দেখা যায় দাম অনেক কমে যেতে শুরু করে। তাই এরকম কোন খারাপ সংবাদ না আসলে আশা করা যায় বিটকয়েন ১০০০০$ থেকে ১৫০০০$ এর মধ্যে থাকতে পারে। ভবিষ্যৎ সম্পর্কে একমাত্র আল্লাহ জানেন। আশা করি ভালো কিছু হবে।

বাংলাদেশের শেয়ার বাজারের মত ক্রিপ্টোতেও গুজবে মার্কেট উঠানামা করে। তবে যাই হোক আশা করছি এ বছর বিটকয়েনের দাম ১৫০০০ ডলার হোক এবং ইথারের দাম অন্তত ৫০০ ডলার হোক তাহলে অলটকয়েনের দামও বেড়ে যাবে। আমাদের যাদের বিনিয়োগ আছে তারা অন্তত একটু আশা ফিরে পাবো।
Title: Re: নতুন বছরে বিটকয়েনের দাম কত ডলার হতে পারে
Post by: JISAN on January 26, 2020, 11:14:43 AM
বর্তমানের দাম এর ওপর হিসেব করলে বিটকয়েন যে ১০০০০$ এর ওপর সহজেই যেতে পারে সেটা অনুমান করাই যাচ্ছে।  তবে এটাও খেয়াল রাখতে হবে বিভিন্ন খারাপ সংবাদ এর কারণে যে কোন এক্সেঞ্জ যদি হ্যাক হয় তখন দেখা যায় দাম অনেক কমে যেতে শুরু করে। তাই এরকম কোন খারাপ সংবাদ না আসলে আশা করা যায় বিটকয়েন ১০০০০$ থেকে ১৫০০০$ এর মধ্যে থাকতে পারে। ভবিষ্যৎ সম্পর্কে একমাত্র আল্লাহ জানেন। আশা করি ভালো কিছু হবে।

বাংলাদেশের শেয়ার বাজারের মত ক্রিপ্টোতেও গুজবে মার্কেট উঠানামা করে। তবে যাই হোক আশা করছি এ বছর বিটকয়েনের দাম ১৫০০০ ডলার হোক এবং ইথারের দাম অন্তত ৫০০ ডলার হোক তাহলে অলটকয়েনের দামও বেড়ে যাবে। আমাদের যাদের বিনিয়োগ আছে তারা অন্তত একটু আশা ফিরে পাবো।
হ্যা ETH 500$ আর বিটকয়েন ১৫০০$ হলে তাহলে আল্টকয়েনের দামও বেরে জাবে আবার ক্রিপ্টো বাজার আলোয় ভরে উঠবে। সবাই কাজ করতে শুরু করবে।
Title: Re: নতুন বছরে বিটকয়েনের দাম কত ডলার হতে পারে
Post by: Istiak on January 26, 2020, 12:31:22 PM
বর্তমানের দাম এর ওপর হিসেব করলে বিটকয়েন যে ১০০০০$ এর ওপর সহজেই যেতে পারে সেটা অনুমান করাই যাচ্ছে।  তবে এটাও খেয়াল রাখতে হবে বিভিন্ন খারাপ সংবাদ এর কারণে যে কোন এক্সেঞ্জ যদি হ্যাক হয় তখন দেখা যায় দাম অনেক কমে যেতে শুরু করে। তাই এরকম কোন খারাপ সংবাদ না আসলে আশা করা যায় বিটকয়েন ১০০০০$ থেকে ১৫০০০$ এর মধ্যে থাকতে পারে। ভবিষ্যৎ সম্পর্কে একমাত্র আল্লাহ জানেন। আশা করি ভালো কিছু হবে।

বাংলাদেশের শেয়ার বাজারের মত ক্রিপ্টোতেও গুজবে মার্কেট উঠানামা করে। তবে যাই হোক আশা করছি এ বছর বিটকয়েনের দাম ১৫০০০ ডলার হোক এবং ইথারের দাম অন্তত ৫০০ ডলার হোক তাহলে অলটকয়েনের দামও বেড়ে যাবে। আমাদের যাদের বিনিয়োগ আছে তারা অন্তত একটু আশা ফিরে পাবো।
হ্যা ETH 500$ আর বিটকয়েন ১৫০০$ হলে তাহলে আল্টকয়েনের দামও বেরে জাবে আবার ক্রিপ্টো বাজার আলোয় ভরে উঠবে। সবাই কাজ করতে শুরু করবে।
ভাই আপনে মনে হয় টাইপিং মিস্টেক করেছেন। ১৫০০০$ হবে। আর ১৫০০০$ এ যাবার সম্ভবনা আছে মার্কেট দেখে মনে হচ্ছে।
Title: Re: নতুন বছরে বিটকয়েনের দাম কত ডলার হতে পারে
Post by: Malam90 on January 27, 2020, 02:25:25 AM
বর্তমানের দাম এর ওপর হিসেব করলে বিটকয়েন যে ১০০০০$ এর ওপর সহজেই যেতে পারে সেটা অনুমান করাই যাচ্ছে।  তবে এটাও খেয়াল রাখতে হবে বিভিন্ন খারাপ সংবাদ এর কারণে যে কোন এক্সেঞ্জ যদি হ্যাক হয় তখন দেখা যায় দাম অনেক কমে যেতে শুরু করে। তাই এরকম কোন খারাপ সংবাদ না আসলে আশা করা যায় বিটকয়েন ১০০০০$ থেকে ১৫০০০$ এর মধ্যে থাকতে পারে। ভবিষ্যৎ সম্পর্কে একমাত্র আল্লাহ জানেন। আশা করি ভালো কিছু হবে।

বাংলাদেশের শেয়ার বাজারের মত ক্রিপ্টোতেও গুজবে মার্কেট উঠানামা করে। তবে যাই হোক আশা করছি এ বছর বিটকয়েনের দাম ১৫০০০ ডলার হোক এবং ইথারের দাম অন্তত ৫০০ ডলার হোক তাহলে অলটকয়েনের দামও বেড়ে যাবে। আমাদের যাদের বিনিয়োগ আছে তারা অন্তত একটু আশা ফিরে পাবো।
হ্যা ETH 500$ আর বিটকয়েন ১৫০০$ হলে তাহলে আল্টকয়েনের দামও বেরে জাবে আবার ক্রিপ্টো বাজার আলোয় ভরে উঠবে। সবাই কাজ করতে শুরু করবে।
ভাই আপনে মনে হয় টাইপিং মিস্টেক করেছেন। ১৫০০০$ হবে। আর ১৫০০০$ এ যাবার সম্ভবনা আছে মার্কেট দেখে মনে হচ্ছে।

হা, একটা শূণ্য বাদ পড়েছে। স্মরন করিয়ে দেওয়ার জন্য মোবারকবাদ।
Title: Re: নতুন বছরে বিটকয়েনের দাম কত ডলার হতে পারে
Post by: ranakhan60 on February 14, 2020, 07:40:22 PM
বর্তমান 2020 সাল বিট কয়েনের মূল্য 10000 ডলার আপ ‌। আশা করা যাচ্ছে 12 হাজার ডলার আপ হবে।
Title: Re: নতুন বছরে বিটকয়েনের দাম কত ডলার হতে পারে
Post by: Istiak on February 20, 2020, 07:29:58 AM
বর্তমান 2020 সাল বিট কয়েনের মূল্য 10000 ডলার আপ ‌। আশা করা যাচ্ছে 12 হাজার ডলার আপ হবে।
নিশ্চিতভাবে কিছুই বলা যাচ্ছেনা। মার্কেটের মুভমেন্ট খুব একটা ভালো মনে হচ্ছেনা। মার্কেট এভাবে শুধু বুল রান করতে দেখিনাই। মার্কেট সব সময় আপ ডাউন আবার আপ ডাউন এভাবেই বুল রান হতে দেখেছি
Title: Re: নতুন বছরে বিটকয়েনের দাম কত ডলার হতে পারে
Post by: Malam90 on March 10, 2020, 04:33:51 PM
বর্তমান 2020 সাল বিট কয়েনের মূল্য 10000 ডলার আপ ‌। আশা করা যাচ্ছে 12 হাজার ডলার আপ হবে।
নিশ্চিতভাবে কিছুই বলা যাচ্ছেনা। মার্কেটের মুভমেন্ট খুব একটা ভালো মনে হচ্ছেনা। মার্কেট এভাবে শুধু বুল রান করতে দেখিনাই। মার্কেট সব সময় আপ ডাউন আবার আপ ডাউন এভাবেই বুল রান হতে দেখেছি

নতুন বছরের শুরুতে ঠিকই বিটকয়েনের দাম ১০০০০ ডলারে ছুঁয়েছিলো তবে গত কয়েকদিনের ব্যাপক ধ্বসে বিটকয়েনের দাম কমে ৭৭০০ এর কাছাকাছি অবস্থান করতেছে। যেটা এক প্রকারে হতাশাজনক বলা যেতে পারে। আমরা আশা করছি দ্রুত বিটকয়েনের দাম বাড়বে েএবং মার্কেট আবারও গ্রীন ট্রেন্ডের দিকে যাবে।
Title: Re: নতুন বছরে বিটকয়েনের দাম কত ডলার হতে পারে
Post by: ranakhan60 on March 18, 2020, 04:09:42 AM
বর্তমান 2020 সাল বিট কয়েনের মূল্য 10000 ডলার আপ ‌। আশা করা যাচ্ছে 12 হাজার ডলার আপ হবে।
নিশ্চিতভাবে কিছুই বলা যাচ্ছেনা। মার্কেটের মুভমেন্ট খুব একটা ভালো মনে হচ্ছেনা। মার্কেট এভাবে শুধু বুল রান করতে দেখিনাই। মার্কেট সব সময় আপ ডাউন আবার আপ ডাউন এভাবেই বুল রান হতে দেখেছি

নতুন বছরের শুরুতে ঠিকই বিটকয়েনের দাম ১০০০০ ডলারে ছুঁয়েছিলো তবে গত কয়েকদিনের ব্যাপক ধ্বসে বিটকয়েনের দাম কমে ৭৭০০ এর কাছাকাছি অবস্থান করতেছে। যেটা এক প্রকারে হতাশাজনক বলা যেতে পারে। আমরা আশা করছি দ্রুত বিটকয়েনের দাম বাড়বে েএবং মার্কেট আবারও গ্রীন ট্রেন্ডের দিকে যাবে।
বর্তমানে করো না ভাইরাসের কারণে মার্কেট ঠিক হবেনা আরো ধ্বস নামার সম্ভাবনা আছে। আসলে করোনা ভাইরাস এর কারনে সর্ব রকম মার্কেট এবং যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়েছে এবং বন্ধ হয়েছে ফলে ক্রিপ্টোকারেন্সি মার্কেটগুলোতেও ধ্বস নেমেছে এবং আরো নামার সম্ভাবনা আছে।
Title: Re: নতুন বছরে বিটকয়েনের দাম কত ডলার হতে পারে
Post by: Malam90 on March 18, 2020, 03:59:07 PM
@ranakhan60

করোনা ভাইরাস ইফেক্ট বেশি দিন থাকবেনা। তবে যে ইফেক্ট ফেলে যাবে সেটা কাটিয়ে উঠতে সময় লাগবে। আবার বিটকয়েনের দাম ১০০০০ ডলার যেতে সময় লাগবে। মার্কেট মোটামুটি ভালোই ছিলো। হঠাৎ করোনা ভাইরাসে মার্কেট কুপোকাত করে ফেলেছে। তবে আমরা আশা করছি এ পরিস্থিতি থেকে দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরে আসবো ইনশাআল্লাহ।
Title: Re: নতুন বছরে বিটকয়েনের দাম কত ডলার হতে পারে
Post by: ranakhan60 on March 19, 2020, 03:40:53 AM
@ranakhan60

করোনা ভাইরাস ইফেক্ট বেশি দিন থাকবেনা। তবে যে ইফেক্ট ফেলে যাবে সেটা কাটিয়ে উঠতে সময় লাগবে। আবার বিটকয়েনের দাম ১০০০০ ডলার যেতে সময় লাগবে। মার্কেট মোটামুটি ভালোই ছিলো। হঠাৎ করোনা ভাইরাসে মার্কেট কুপোকাত করে ফেলেছে। তবে আমরা আশা করছি এ পরিস্থিতি থেকে দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরে আসবো ইনশাআল্লাহ।
হ্যাঁ ভাই এটা আপনি ভালো কথা বলেছেন কিন্তু আমি দৈনন্দিন করোনাভাইরাস এর লাইভ আপডেট দেখি। সেখানে আমি দেখতে পাচ্ছি দিন দিন যে হারে কোন ভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে কবে এটা ঠিক হবে ঠিকভাবে বলা যাচ্ছে না। আর স্বাভাবিক ভাবে আমাদের বাংলাদেশ গতকাল নতুন আরও চারজন করনা ভাইরাস আক্রান্ত রোগীকে সনাক্ত করা গেছে। ভবিষ্যতে আরো কত পাওয়া যাবে এটা ফিউচারে বলা যাবে আর করোনা ফাইয়াজের যেহেতু কোন ঔষধ এখনো আবিষ্কার হয়নি সে কারণে বলা যায় ফিউচারে করোনাভাইরাস জন্য মার্কেট আরো ধ্বস নামার সম্ভাবনা আছে।
Title: Re: নতুন বছরে বিটকয়েনের দাম কত ডলার হতে পারে
Post by: Malam90 on April 05, 2020, 03:59:44 PM
@ranakhan60

করোনা ভাইরাস ইফেক্ট বেশি দিন থাকবেনা। তবে যে ইফেক্ট ফেলে যাবে সেটা কাটিয়ে উঠতে সময় লাগবে। আবার বিটকয়েনের দাম ১০০০০ ডলার যেতে সময় লাগবে। মার্কেট মোটামুটি ভালোই ছিলো। হঠাৎ করোনা ভাইরাসে মার্কেট কুপোকাত করে ফেলেছে। তবে আমরা আশা করছি এ পরিস্থিতি থেকে দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরে আসবো ইনশাআল্লাহ।
হ্যাঁ ভাই এটা আপনি ভালো কথা বলেছেন কিন্তু আমি দৈনন্দিন করোনাভাইরাস এর লাইভ আপডেট দেখি। সেখানে আমি দেখতে পাচ্ছি দিন দিন যে হারে কোন ভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে কবে এটা ঠিক হবে ঠিকভাবে বলা যাচ্ছে না। আর স্বাভাবিক ভাবে আমাদের বাংলাদেশ গতকাল নতুন আরও চারজন করনা ভাইরাস আক্রান্ত রোগীকে সনাক্ত করা গেছে। ভবিষ্যতে আরো কত পাওয়া যাবে এটা ফিউচারে বলা যাবে আর করোনা ফাইয়াজের যেহেতু কোন ঔষধ এখনো আবিষ্কার হয়নি সে কারণে বলা যায় ফিউচারে করোনাভাইরাস জন্য মার্কেট আরো ধ্বস নামার সম্ভাবনা আছে।

করোনা ভাইরাসের প্রভাবে মার্কেট এখন নিম্ন অবস্থানে। তবে বিটকয়েন আস্তে আস্তে পতন কাভার করে উঠতেছে। আশা করা যায় খুব দ্রুততর সময়েই মার্কেট আবার স্টাবিলিটি ফিরে পাবে। স্টাবল মার্কেট না হলে ক্রিপ্টোতে অস্বস্তি বিরাজ করে থাকে, বিনিয়োগকারীরাও বিনিয়োগ করতে সাহস পান না।
Title: Re: নতুন বছরে বিটকয়েনের দাম কত ডলার হতে পারে
Post by: ranakhan60 on April 07, 2020, 11:36:47 AM
বর্তমান 2020 সাল বিট কয়েনের মূল্য 10000 ডলার আপ ‌। আশা করা যাচ্ছে 12 হাজার ডলার আপ হবে।
নিশ্চিতভাবে কিছুই বলা যাচ্ছেনা। মার্কেটের মুভমেন্ট খুব একটা ভালো মনে হচ্ছেনা। মার্কেট এভাবে শুধু বুল রান করতে দেখিনাই। মার্কেট সব সময় আপ ডাউন আবার আপ ডাউন এভাবেই বুল রান হতে দেখেছি

নতুন বছরের শুরুতে ঠিকই বিটকয়েনের দাম ১০০০০ ডলারে ছুঁয়েছিলো তবে গত কয়েকদিনের ব্যাপক ধ্বসে বিটকয়েনের দাম কমে ৭৭০০ এর কাছাকাছি অবস্থান করতেছে। যেটা এক প্রকারে হতাশাজনক বলা যেতে পারে। আমরা আশা করছি দ্রুত বিটকয়েনের দাম বাড়বে েএবং মার্কেট আবারও গ্রীন ট্রেন্ডের দিকে যাবে।
ভাই বিটকয়েনের দাম বাড়বে কিন্তু তার আগে অন্যান্য মার্কেটগুলো ঠিক হতে হবে বা করোনা ভাইরাস সর্বপ্রথম এই পৃথিবী থেকে উধাও হতে হবে।যদি করোনাভাইরাস পৃথিবী থেকে উধাও না হয় আর সারা পৃথিবীতে প্রত্যেকটা দেশের যদি লক ডাউন করে রাখে তাহলে প্রত্যেকটা মার্কেট বন্ধ থাকবে এতে সব কিছুতেই বা অর্থনীতিতে ধ্বস নামবে।আর স্বাভাবিক ভাবে আমরা বলতে পারি মার্কেটের অর্থনীতিতে যদি ধ্বস নামে তো আমাদের ক্রিপ্টোকারেন্সি সেখান থেকে রক্ষা পাবে না। তার নমুনা আমরা দেখতে পাচ্ছি বর্তমানে কি রকম মার্কেট দাম ব্রাজ করছে। আসলে ভাই বিটকয়েন এর দাম 2020 সালের প্রথম দিকে বাড়ার একটি সম্ভাবনা ছিল শুধুমাত্র কোন ভাইরাসের কারণে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের টপ কয়েন বিটকয়েন দাম ডাউন মেরেছে। তবে আমরা আশা করব ভবিষ্যতে বিটকয়েন এর প্রাইস বাড়বে এটাই আশা করি।
Title: Re: নতুন বছরে বিটকয়েনের দাম কত ডলার হতে পারে
Post by: ttcsalam on June 19, 2020, 06:23:15 PM
প্রতি বছরই দাম বাড়া কমার ভিতরই থাকবে আমি মনে করি অনেক টা শেয়ার মার্কেটের মত দাম বাড়া কমা করে । সে জন্য ভবিষ্যৎ বানী করা খুবই কষ্টকর ব্যাপার।
Title: Re: নতুন বছরে বিটকয়েনের দাম কত ডলার হতে পারে
Post by: Rafiq on June 23, 2020, 05:14:49 AM
প্রতি বছরই দাম বাড়া কমার ভিতরই থাকবে আমি মনে করি অনেক টা শেয়ার মার্কেটের মত দাম বাড়া কমা করে । সে জন্য ভবিষ্যৎ বানী করা খুবই কষ্টকর ব্যাপার।
ক্রিপ্টোকারেন্সি মার্কেটে বিটকয়েনসহ সব মুদ্রার দাম কমবে বাড়বে এটাই স্বাভাবিক। ২০২০ সালে বিটকয়েন এর দাম কম থাকলেও মোটামুটি স্থিতিশীল আছে। এটা মার্কেটর জন্য ভাল এবং সেই সাথে আশাকরি এ বছর বিটকয়েনের দাম ১২০০০ ডলার পর্যন্ত যাবে। ধন্যবাদ
Title: Re: নতুন বছরে বিটকয়েনের দাম কত ডলার হতে পারে
Post by: The Crypto on June 24, 2020, 06:54:27 AM
২০২১ সালে বিটকয়েনের দাম আরো বেড়ে যাবে। আশা করছি ১০,০০০ ডলার ছেড়ে যাবে
Title: Re: নতুন বছরে বিটকয়েনের দাম কত ডলার হতে পারে
Post by: azmirihaque on July 01, 2020, 08:04:30 PM
আসলে নির্দিষ্ট করে কোন কিছু বলা কঠিন। কারন মার্কেটে কখন কি অবস্থা হয় বলা যায় না। তবে আশা করছি বিটকয়েনরর দাম বর্তমান অবস্থা থেকে আরও বৃদ্ধি পাবে।
Title: Re: নতুন বছরে বিটকয়েনের দাম কত ডলার হতে পারে
Post by: JISAN on July 06, 2020, 04:19:34 AM
আপনার পোস্ট অনুজায়ী নতুন বছর হলো ২০২০। এই বছর বিটকয়েনের দাম জতটুকু  আশা করেছিলাম তেমন হচ্ছে না। আশা ছিলো ১৫,০০০ হবে অন্তত কিন্তু ১০,০০০ উপরে জাচ্ছে না।
Title: Re: নতুন বছরে বিটকয়েনের দাম কত ডলার হতে পারে
Post by: ranaprime on July 07, 2020, 08:16:25 PM
Ami mone Kori bitcoin agamite onik upore uthbe $15000 up Hobe. Kintu sarbik porosthite kharap howar Jonno akta jaigai stable Hoya ase. Tobe poristhiter unnoti hole onik dur agobe. 
Title: Re: নতুন বছরে বিটকয়েনের দাম কত ডলার হতে পারে
Post by: ttcsalam on July 11, 2020, 06:42:52 PM
2020 সাল ও শেষের দিকে আমার মনে হয় এ বছর 10000 থেকে 12000 এর ভিতর ই ঘোরা ফেরা করবে বিটকয়েন এর দাম ।মার্কেট মহামারী পরিস্থিতি ভালো হলে 2017 সালের মত 18000 ডলার উঠতে পারে বলে আমি মনে করি।
Title: Re: নতুন বছরে বিটকয়েনের দাম কত ডলার হতে পারে
Post by: Triedboy on August 09, 2020, 04:12:07 PM
 করোনা ভাইরাসের প্রভাবে মার্কেট এখন নিম্ন অবস্থানে রয়েছে।তবু আমরা সবাই ৩য় হালবিং এর জন্য চেয়ে আছি ।নতুন এই 2020 সাল 2017 সাল রিপিট হওয়ার সম্ভাবনা রয়েছে।
Title: Re: নতুন বছরে বিটকয়েনের দাম কত ডলার হতে পারে
Post by: Nostoman on August 09, 2020, 05:04:45 PM
করোনা ভাইরাসের প্রভাবে মার্কেট এখন নিম্ন অবস্থানে রয়েছে।তবু আমরা সবাই ৩য় হালবিং এর জন্য চেয়ে আছি ।নতুন এই 2020 সাল 2017 সাল রিপিট হওয়ার সম্ভাবনা রয়েছে।
Covid এর প্রভাব বিটকয়েন এর উপর পড়েনি। আপনি ঠিক মতো মার্কেট পরিদর্শন করুন। তারপর মন্তব্য করুন। ধন্যবাদ।         
Title: Re: নতুন বছরে বিটকয়েনের দাম কত ডলার হতে পারে
Post by: Fawpac2 on August 09, 2020, 05:34:04 PM
 2020 সালে নতুন বছরের শেষের দিকে বিটকয়েন এর দাম 17000 ডলার হবে এবং ইথেরিয়াম 800 ডলার হবে ওড়নার করোনার সময়ে বিটকয়েনের দাম বৃদ্ধি পেয়েছে করো না নিঃশেষ হয়ে গেলে বিটকয়েনের দাম আরো দ্বিগুণ হবে। এ বিষয়ে আপনাদের মতামত শেয়ার করুন।
Title: Re: নতুন বছরে বিটকয়েনের দাম কত ডলার হতে পারে
Post by: Magepai on December 15, 2020, 01:14:54 PM
2020 সাল এখন শেষে বিটকয়েনের প্রাইস এই মুহূর্তে 19 হাজার ডলারের ওপরে। এই বছরে হয়তো বিটকয়েনের প্রাইস 20 হাজার ডলারের মত হতে পারে।বিটকয়েনের বর্তমান মুভমেন্ট দেখে বোঝা যায় 2021 সালের প্রথমে বিটকয়েনের প্রাইস অবশ্যই 25 হাজার ডলার হবে।
Title: Re: নতুন বছরে বিটকয়েনের দাম কত ডলার হতে পারে
Post by: Cristiano on December 15, 2020, 01:31:06 PM
নতুন বছরে বিটকয়েনের দাম কেমন হতে পারে সেটা বলা খুবই মুশকিল। কারণ কখনো ক্রিপ্টোকারেন্সি নিয়ে ভবিষ্যদ্বাণী করা যায় না। কেউ যদি ক্রিপ্টোকারেন্সি নিয়ে ভবিষ্যদ্বাণী করে সেটা সঠিক হবে কিনা সন্দেহ। তবে আশা করা যায় ধারণা করা যায় পরবর্তীতে কি রকম হওয়া যায়। আমি আশা করছি 2021 সালে নতুন বছরে বিটকয়েন 22 হাজার ডলার ছাড়িয়ে যাবে।
Title: Re: নতুন বছরে বিটকয়েনের দাম কত ডলার হতে পারে
Post by: Halkpro on December 15, 2020, 02:38:06 PM
২০১৯ সাল প্রায় শেষের পথে এবং নতুন বছর ২০২০ আমাদের দ্বার প্রান্তে। গত বছরের ন্যায় এবছরও শেষ করতে যাচ্ছে বিটকয়েনের দাম অনেক কম দিয়ে। ২০১৯ সালে অনেক উত্থান পতনও দেখলাম বিটকয়েনের দামে। যেখানে ৩৩০০ ডলার থেকে ১২৭০০ ডলার পর্যন্ত উঠানামা করেছে। তাই নতুন ২০২০ সালে বিটকয়েনের দাম কত হতে পারে বলে আপনার বিশ্বাস? ভোট দিন এবং মন্তব্য করুন।
ভাই আপনার পোস্ট টা নিয়ে অনেকেই অনেক মন্তব্য করেছেন। আমি সেই ২০১৭ সাল থেকে দেখে আসতেছি যখন বছরের শেষ  হয়ে যায় বা শুরু হয় তখন বিটকয়েন ও আরও যে সব কয়েন আছে সে গুলার দাম অনেক বেশি ওঠানামা করে।  কিন্তু ২০২০ সাল টা ছিলো সব সালের থেকে আলাদা এই সালে সব থেকে বেশি দাম বাড়ছে। আর কিছু দিন ধরে এটা স্টাবল র‍য়েছে। যার কারনে আমি বলতে পারি ২০২১ সালে যদি খুব বাড়ে তা হলে ২১০০০ হাজারে যাবে আর কুমলে ১৪০০০ হাজারে যাবে এর বেশি আমার মনে হয় কমবে না।।
Title: Re: নতুন বছরে বিটকয়েনের দাম কত ডলার হতে পারে
Post by: Mrkadir85 on December 15, 2020, 04:00:59 PM
ভাই সকল, আশা নিয়ে ক্রিপ্টোকারেন্সিতে কাজ করি কিন্তু ফল পাই ঘোড়ার ডিম। তবুও আশা ছাড়ি নি, আশা নিয়েই থাকবো।         
।   



ক্রিপ্টোকারেন্সি তে কাজ করতে হলে আপনাকে অবশ্যই ধৈর্যশীল হতে হবে এখন বাউন্টি প্রজেক্টগুলোরঅবস্থা খুব একটা ভালো নয় ।।তবু আশা নিয়ে কাজ করতে থাকেন সুদিন অবশ্যই আসবে।
Title: Re: নতুন বছরে বিটকয়েনের দাম কত ডলার হতে পারে
Post by: Clearman on December 15, 2020, 04:05:32 PM
2020 সালে বিটকয়েনের দাম অনেকটা ভালো ভবিষ্যতে বিটকয়েনের দাম বাড়ার সম্ভাবনা আরও বেশি। কারণ বিটকয়েন ইনভেস্টর সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে এবং সরকার পরিবর্তন হওয়ার কারণে বিটকয়েনের দাম বৃদ্ধি পেয়েছে। 2021 সালে বিটকয়েনের দাম 30 হাজার ডলার থেকে 40 হাজার ডলার পর্যন্ত হতে পারে।
Title: Re: নতুন বছরে বিটকয়েনের দাম কত ডলার হতে পারে
Post by: Angel jara on December 18, 2020, 02:38:19 AM
2021 সালে বিটকয়েনের দাম ভালো হবে দেখা যাচ্ছে। বিটকয়েনের দাম যে পরিমাণ বৃদ্ধি পাচ্ছে 2021 সালের মাঝামাঝিতে বিটকয়েনের দাম 25 হাজার ডলার হতে পারে । 2021 সালের শেষদিকে বিটকয়েনের দাম 30 হাজার ডলারে অবস্থান করবে মনে হয়। ক্রিপ্টোকারেন্সি নিয়ে ভবিষ্যৎবাণী করাটা বড়ই কঠিন।
Title: Re: নতুন বছরে বিটকয়েনের দাম কত ডলার হতে পারে
Post by: Perfect540 on December 18, 2020, 02:47:01 AM
পোস্টটি 2019 সালে ছিল। বর্তমানে বিটকয়েনের দাম 22000 ডলার ছাড়িয়েছে। 2019 সাল থেকে বর্তমানে বিটকয়েনের অবস্থা অনেক ভালো। তাই বর্তমানে বিটকয়েন আরো বেশি জনপ্রিয়।
Title: Re: নতুন বছরে বিটকয়েনের দাম কত ডলার হতে পারে
Post by: Princeraju on December 18, 2020, 03:40:48 AM
আমি মনে করি পলটি বন্ধ করে দেওয়া উচিত। কেননা বিটকয়েনের দাম ইতোমধ্যেই 22k হারিয়ে গেছে। ভাই আমি মনে করি এই মূহূর্তে এটি বন্ধ করে দেওয়া উচিত।
Title: Re: নতুন বছরে বিটকয়েনের দাম কত ডলার হতে পারে
Post by: Irfan12@ on December 18, 2020, 05:15:37 AM
ভাই 2020 সাল শেষের দিকে আমরা ভাবছিলাম যে বিটকয়েন তার সর্বোচ্চ রেকর্ড টা আবার নতুন করে 2021 সালে তৈরি করবে কিন্তু কিছুদিন আগে বিটকয়েন নতুন রেকর্ড করেছিল এবং আবারো সেই নতুন রেকর্ড টা ভেঙে রেকর্ড করে নিয়েছে আজকে বিটকয়েনের দাম হচ্ছে 22890 ডলার তো আশা করা যায় 2021 সালে বিটকয়েন 25 থেকে 30 হাজার ডলার অনায়াসে হয়ে যাবে
Title: Re: নতুন বছরে বিটকয়েনের দাম কত ডলার হতে পারে
Post by: Malam90 on December 18, 2020, 02:58:31 PM
অনেক আগের টপিক। এত আগের টপিক বর্তমানে এর কার্যকারীতা নেই তাই এটি লক করে দিলাম।