Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: Malam90 on January 11, 2020, 02:24:52 AM

Title: বাউন্টি কি শেষ হতে চলেছে?
Post by: Malam90 on January 11, 2020, 02:24:52 AM
বাউন্টির অবস্থা বর্তমানে খুবই খারাপ। ১০০ টা বাউন্টি করলে হয়তো ৫-১০ টার পেমেন্ট পাওয়া যায়। সেই ৫-১০ টার মধ্যে হয়তো ১-২ টা সেল করে ক্যাশ করা যায় বাকি গুলো ট্রান্সফার ফিও উঠেনা। এছাড়া বর্তমানে বাউন্টি ম্যানেজারদের হাবভাব দেখে মনে হয় তারা আমেরিকার প্রেসিডেন্ট। এমনি মার্কেট খারাপ, বাউন্টি করা মানে ফ্রি কামলা দেওয়ার সমান, তারউপরে কোন স্টেক আপডেট করতে বললে আমেরিকা ইরানের মত যুদ্ধ অবস্থা বিরাজ করে। বর্তমানে কোন প্রজেক্ট সাকসেস হচ্ছেনা বললেই চলে। হাতে গোনা হয়তো দুএকটা। এ অবস্থায় কি বাউন্টি শেষ হতে চলেছে নাকি সামনে আরো ভালো হতে পারে?
Title: Re: বাউন্টি কি শেষ হতে চলেছে?
Post by: Istiak on January 17, 2020, 10:58:43 AM
আগের মতো এত বেশি ভালো বাউন্টি এখন না থাকলেও অনেক ভালো কিছু বাউন্টি চলতেছে বর্তমানে। মার্কেট অবস্থা খারাপ থাকার জন্য এবং ভূয়া প্রোজেক্ট বেশি হওয়ার জন্য বিনিয়োগকারী গণ আর বিনিয়োগ করছেন না।  তারপরেও কিছু ভালো প্রোজেক্ট চলতেছে আশা করি সামনে আরো ভালো প্রোজেক্ট আসবে।
Title: Re: বাউন্টি কি শেষ হতে চলেছে?
Post by: Malam90 on January 27, 2020, 02:46:38 AM
আগের মতো এত বেশি ভালো বাউন্টি এখন না থাকলেও অনেক ভালো কিছু বাউন্টি চলতেছে বর্তমানে। মার্কেট অবস্থা খারাপ থাকার জন্য এবং ভূয়া প্রোজেক্ট বেশি হওয়ার জন্য বিনিয়োগকারী গণ আর বিনিয়োগ করছেন না।  তারপরেও কিছু ভালো প্রোজেক্ট চলতেছে আশা করি সামনে আরো ভালো প্রোজেক্ট আসবে।
জি ভাই, ঠিক বলেছেন। বর্তমানে বাউন্টির জন্য সময় ভালো যাচ্ছেনা। তবে দুএকটা ভালো প্রজেক্ট কিন্তু সব সময় চালু থাকে। তাই একেবারে বাদ না দিয়ে লেগে থাকলে দুএকটা থেকে আয় আসবে।
Title: Re: বাউন্টি কি শেষ হতে চলেছে?
Post by: babu10 on February 04, 2020, 08:02:27 AM
বাউন্টির অবস্থা বর্তমানে খুবই খারাপ। ১০০ টা বাউন্টি করলে হয়তো ৫-১০ টার পেমেন্ট পাওয়া যায়। সেই ৫-১০ টার মধ্যে হয়তো ১-২ টা সেল করে ক্যাশ করা যায় বাকি গুলো ট্রান্সফার ফিও উঠেনা। এছাড়া বর্তমানে বাউন্টি ম্যানেজারদের হাবভাব দেখে মনে হয় তারা আমেরিকার প্রেসিডেন্ট। এমনি মার্কেট খারাপ, বাউন্টি করা মানে ফ্রি কামলা দেওয়ার সমান, তারউপরে কোন স্টেক আপডেট করতে বললে আমেরিকা ইরানের মত যুদ্ধ অবস্থা বিরাজ করে। বর্তমানে কোন প্রজেক্ট সাকসেস হচ্ছেনা বললেই চলে। হাতে গোনা হয়তো দুএকটা। এ অবস্থায় কি বাউন্টি শেষ হতে চলেছে নাকি সামনে আরো ভালো হতে পারে?

আসলে ভাই বাউন্টি ছেড়ে দিয়ে করবটা কি? ট্রেডিং করব! সেখানেও চরম অবস্থা চলতেছে। তাই আমি মনে করি যদিও বাউন্টির অবস্থা ভালো নয় তবে অন্তত ১০ টা বাউন্টি ও চালূ রাখলে যেইকোন সময় কিছু না কিছু ইনকাম আসতে পারে যদিও বা বেকার খাটাই বলা চলে।
Title: Re: বাউন্টি কি শেষ হতে চলেছে?
Post by: Malam90 on February 05, 2020, 01:42:08 PM
বাউন্টির অবস্থা বর্তমানে খুবই খারাপ। ১০০ টা বাউন্টি করলে হয়তো ৫-১০ টার পেমেন্ট পাওয়া যায়। সেই ৫-১০ টার মধ্যে হয়তো ১-২ টা সেল করে ক্যাশ করা যায় বাকি গুলো ট্রান্সফার ফিও উঠেনা। এছাড়া বর্তমানে বাউন্টি ম্যানেজারদের হাবভাব দেখে মনে হয় তারা আমেরিকার প্রেসিডেন্ট। এমনি মার্কেট খারাপ, বাউন্টি করা মানে ফ্রি কামলা দেওয়ার সমান, তারউপরে কোন স্টেক আপডেট করতে বললে আমেরিকা ইরানের মত যুদ্ধ অবস্থা বিরাজ করে। বর্তমানে কোন প্রজেক্ট সাকসেস হচ্ছেনা বললেই চলে। হাতে গোনা হয়তো দুএকটা। এ অবস্থায় কি বাউন্টি শেষ হতে চলেছে নাকি সামনে আরো ভালো হতে পারে?

আসলে ভাই বাউন্টি ছেড়ে দিয়ে করবটা কি? ট্রেডিং করব! সেখানেও চরম অবস্থা চলতেছে। তাই আমি মনে করি যদিও বাউন্টির অবস্থা ভালো নয় তবে অন্তত ১০ টা বাউন্টি ও চালূ রাখলে যেইকোন সময় কিছু না কিছু ইনকাম আসতে পারে যদিও বা বেকার খাটাই বলা চলে।

আমি বাউন্টি এবং ট্রেড দুটোই করি। গত দেড় বছরে অন্তত ৩০-৩৫ টা ইথার বিনিয়োগ করেছিলাম যার মূল্য এখন ১ ইথারও হবেনা। সবগুলোই ছিলো বাউন্টি করে করে জমানো ইথার। এর চেয়ে যদি ইথার হোল্ড করে রাখতাম তাহলে কিছু টাকাও ক্যাশ করতে পারতাম। কলূর বলদের মতই পরিশ্রম করে গেলাম আর খেয়ে গেলো পাবলিকে। যাই হোক বাউন্টি এখনো কিছু কিছু করি। না করে বাদ দিয়েও তো লাভ নেই। যাও তো এখনো কিছু কিছু বাউন্টি থেকে সামান্য হলেও পাচ্ছি।
Title: Re: বাউন্টি কি শেষ হতে চলেছে?
Post by: Istiak on February 08, 2020, 02:10:21 PM
বাউন্টির অবস্থা বর্তমানে খুবই খারাপ। ১০০ টা বাউন্টি করলে হয়তো ৫-১০ টার পেমেন্ট পাওয়া যায়। সেই ৫-১০ টার মধ্যে হয়তো ১-২ টা সেল করে ক্যাশ করা যায় বাকি গুলো ট্রান্সফার ফিও উঠেনা। এছাড়া বর্তমানে বাউন্টি ম্যানেজারদের হাবভাব দেখে মনে হয় তারা আমেরিকার প্রেসিডেন্ট। এমনি মার্কেট খারাপ, বাউন্টি করা মানে ফ্রি কামলা দেওয়ার সমান, তারউপরে কোন স্টেক আপডেট করতে বললে আমেরিকা ইরানের মত যুদ্ধ অবস্থা বিরাজ করে। বর্তমানে কোন প্রজেক্ট সাকসেস হচ্ছেনা বললেই চলে। হাতে গোনা হয়তো দুএকটা। এ অবস্থায় কি বাউন্টি শেষ হতে চলেছে নাকি সামনে আরো ভালো হতে পারে?

আসলে ভাই বাউন্টি ছেড়ে দিয়ে করবটা কি? ট্রেডিং করব! সেখানেও চরম অবস্থা চলতেছে। তাই আমি মনে করি যদিও বাউন্টির অবস্থা ভালো নয় তবে অন্তত ১০ টা বাউন্টি ও চালূ রাখলে যেইকোন সময় কিছু না কিছু ইনকাম আসতে পারে যদিও বা বেকার খাটাই বলা চলে।

আমি বাউন্টি এবং ট্রেড দুটোই করি। গত দেড় বছরে অন্তত ৩০-৩৫ টা ইথার বিনিয়োগ করেছিলাম যার মূল্য এখন ১ ইথারও হবেনা। সবগুলোই ছিলো বাউন্টি করে করে জমানো ইথার। এর চেয়ে যদি ইথার হোল্ড করে রাখতাম তাহলে কিছু টাকাও ক্যাশ করতে পারতাম। কলূর বলদের মতই পরিশ্রম করে গেলাম আর খেয়ে গেলো পাবলিকে। যাই হোক বাউন্টি এখনো কিছু কিছু করি। না করে বাদ দিয়েও তো লাভ নেই। যাও তো এখনো কিছু কিছু বাউন্টি থেকে সামান্য হলেও পাচ্ছি।
আমিও অনেক ক্ষতি গ্রস্থ হয়েছি ভাই ট্রেডিং করতে গিয়ে। আসলে এ বিষয়ে অনেক অবিজ্ঞতার প্রয়োজন। খুব সহজ না কাজ করা।
Title: Re: বাউন্টি কি শেষ হতে চলেছে?
Post by: ranakhan60 on February 09, 2020, 02:00:53 PM
আগের মতো এত বেশি ভালো বাউন্টি এখন না থাকলেও অনেক ভালো কিছু বাউন্টি চলতেছে বর্তমানে। মার্কেট অবস্থা খারাপ থাকার জন্য এবং ভূয়া প্রোজেক্ট বেশি হওয়ার জন্য বিনিয়োগকারী গণ আর বিনিয়োগ করছেন না।  তারপরেও কিছু ভালো প্রোজেক্ট চলতেছে আশা করি সামনে আরো ভালো প্রোজেক্ট আসবে।
ভাই আপনার কথা শুনে অনেক সুস্থ পেলাম তবে বর্তমানে ভালো বোনটি বলতে কোন কোন বোনটি  চলতেছে যদি এই সম্পর্কে একটু বলতেন অনেক ভালো হতো। আমার জানা মতে ভালো বোনটি নেই বলতে চলে।
Title: Re: বাউন্টি কি শেষ হতে চলেছে?
Post by: Istiak on February 10, 2020, 10:53:41 AM
আগের মতো এত বেশি ভালো বাউন্টি এখন না থাকলেও অনেক ভালো কিছু বাউন্টি চলতেছে বর্তমানে। মার্কেট অবস্থা খারাপ থাকার জন্য এবং ভূয়া প্রোজেক্ট বেশি হওয়ার জন্য বিনিয়োগকারী গণ আর বিনিয়োগ করছেন না।  তারপরেও কিছু ভালো প্রোজেক্ট চলতেছে আশা করি সামনে আরো ভালো প্রোজেক্ট আসবে।
ভাই আপনার কথা শুনে অনেক সুস্থ পেলাম তবে বর্তমানে ভালো বোনটি বলতে কোন কোন বোনটি  চলতেছে যদি এই সম্পর্কে একটু বলতেন অনেক ভালো হতো। আমার জানা মতে ভালো বোনটি নেই বলতে চলে।

না কিছু প্রোজেক্ট আছে যেগুলো আমার কাছে খুব ভালো মনে হয়েছে। যেমন কার্টেসি,এমিরেক্স, সোয়াপজিলা জিওমা ডাও। এ বাউন্টি গুলো ভালো প্রোফিট দিবে বলে আশা করছি।
Title: Re: বাউন্টি কি শেষ হতে চলেছে?
Post by: Rafiq on June 24, 2020, 08:46:43 PM
বাউন্টির অবস্থা বর্তমানে খুবই খারাপ। ১০০ টা বাউন্টি করলে হয়তো ৫-১০ টার পেমেন্ট পাওয়া যায়। সেই ৫-১০ টার মধ্যে হয়তো ১-২ টা সেল করে ক্যাশ করা যায় বাকি গুলো ট্রান্সফার ফিও উঠেনা। এছাড়া বর্তমানে বাউন্টি ম্যানেজারদের হাবভাব দেখে মনে হয় তারা আমেরিকার প্রেসিডেন্ট। এমনি মার্কেট খারাপ, বাউন্টি করা মানে ফ্রি কামলা দেওয়ার সমান, তারউপরে কোন স্টেক আপডেট করতে বললে আমেরিকা ইরানের মত যুদ্ধ অবস্থা বিরাজ করে। বর্তমানে কোন প্রজেক্ট সাকসেস হচ্ছেনা বললেই চলে। হাতে গোনা হয়তো দুএকটা। এ অবস্থায় কি বাউন্টি শেষ হতে চলেছে নাকি সামনে আরো ভালো হতে পারে?

আসলে ভাই বাউন্টি ছেড়ে দিয়ে করবটা কি? ট্রেডিং করব! সেখানেও চরম অবস্থা চলতেছে। তাই আমি মনে করি যদিও বাউন্টির অবস্থা ভালো নয় তবে অন্তত ১০ টা বাউন্টি ও চালূ রাখলে যেইকোন সময় কিছু না কিছু ইনকাম আসতে পারে যদিও বা বেকার খাটাই বলা চলে।
ক্রিপ্টোকারেন্সি শেষ হবে না, আশা করি ভবিষ্যতে এর ব্যপকতা আরো বাড়বে। এখন শুধু বাউন্টি করে কারো সংসার চলে ন। তাই বর্তমানে ফুল টাইম বউন্টি হান্টার থাকার কথা না। আমরা যারা পার্ট টাইম বাউন্টি হান্টার আছি, তারা বাউন্টি না করে আর কি করবো। আমরা আশায় আশায় কাজ করে যাচ্ছি, দেখা যায় ২০ টা প্রজেক্টে কাজ করলে ১ টার পেমেন্ট পাওয়া যায়।
Title: Re: বাউন্টি কি শেষ হতে চলেছে?
Post by: Malam90 on June 27, 2020, 03:12:27 AM
বাউন্টির অবস্থা বর্তমানে খুবই খারাপ। ১০০ টা বাউন্টি করলে হয়তো ৫-১০ টার পেমেন্ট পাওয়া যায়। সেই ৫-১০ টার মধ্যে হয়তো ১-২ টা সেল করে ক্যাশ করা যায় বাকি গুলো ট্রান্সফার ফিও উঠেনা। এছাড়া বর্তমানে বাউন্টি ম্যানেজারদের হাবভাব দেখে মনে হয় তারা আমেরিকার প্রেসিডেন্ট। এমনি মার্কেট খারাপ, বাউন্টি করা মানে ফ্রি কামলা দেওয়ার সমান, তারউপরে কোন স্টেক আপডেট করতে বললে আমেরিকা ইরানের মত যুদ্ধ অবস্থা বিরাজ করে। বর্তমানে কোন প্রজেক্ট সাকসেস হচ্ছেনা বললেই চলে। হাতে গোনা হয়তো দুএকটা। এ অবস্থায় কি বাউন্টি শেষ হতে চলেছে নাকি সামনে আরো ভালো হতে পারে?

আসলে ভাই বাউন্টি ছেড়ে দিয়ে করবটা কি? ট্রেডিং করব! সেখানেও চরম অবস্থা চলতেছে। তাই আমি মনে করি যদিও বাউন্টির অবস্থা ভালো নয় তবে অন্তত ১০ টা বাউন্টি ও চালূ রাখলে যেইকোন সময় কিছু না কিছু ইনকাম আসতে পারে যদিও বা বেকার খাটাই বলা চলে।
ক্রিপ্টোকারেন্সি শেষ হবে না, আশা করি ভবিষ্যতে এর ব্যপকতা আরো বাড়বে। এখন শুধু বাউন্টি করে কারো সংসার চলে ন। তাই বর্তমানে ফুল টাইম বউন্টি হান্টার থাকার কথা না। আমরা যারা পার্ট টাইম বাউন্টি হান্টার আছি, তারা বাউন্টি না করে আর কি করবো। আমরা আশায় আশায় কাজ করে যাচ্ছি, দেখা যায় ২০ টা প্রজেক্টে কাজ করলে ১ টার পেমেন্ট পাওয়া যায়।
জি, ২০ টা বাউন্টি করলে ১ টা পেমেন্ট পাওয়া যায়। আর সেই পেমেন্টও ১০,১৫,২০ ডলারের বেশি হয়না। এজন্য আমি বাউন্টি ছেড়ে দিতে চাচ্ছি। কারণ কষ্ট করে যাচ্ছি অথচ পেমেন্ট নেই। দুএকটা বড় পেমেন্ট যা আসে তাও টিম চিটারি করে আর দেয়না।  DigitalBits (XDB) সম্প্রতি পেমেন্ট মেরে দিলো। এভাবে চিটারি করলে কে আর ফ্রিতে কাজ করে দিবে।
Title: Re: বাউন্টি কি শেষ হতে চলেছে?
Post by: ranaprime on June 27, 2020, 03:23:31 AM
বাউন্টির অবস্থা বর্তমানে খুবই খারাপ। ১০০ টা বাউন্টি করলে হয়তো ৫-১০ টার পেমেন্ট পাওয়া যায়। সেই ৫-১০ টার মধ্যে হয়তো ১-২ টা সেল করে ক্যাশ করা যায় বাকি গুলো ট্রান্সফার ফিও উঠেনা। এছাড়া বর্তমানে বাউন্টি ম্যানেজারদের হাবভাব দেখে মনে হয় তারা আমেরিকার প্রেসিডেন্ট। এমনি মার্কেট খারাপ, বাউন্টি করা মানে ফ্রি কামলা দেওয়ার সমান, তারউপরে কোন স্টেক আপডেট করতে বললে আমেরিকা ইরানের মত যুদ্ধ অবস্থা বিরাজ করে। বর্তমানে কোন প্রজেক্ট সাকসেস হচ্ছেনা বললেই চলে। হাতে গোনা হয়তো দুএকটা। এ অবস্থায় কি বাউন্টি শেষ হতে চলেছে নাকি সামনে আরো ভালো হতে পারে?
Vi akhon pora wrold ar obostha kharap. Asa Kori ai kharap obostha par korlay insAllah valo somoi pabo. Sobai dhorjo dharon koren. Kicu kicu kaj koren dekhben ar moddhei valo kicu paben.
Title: Re: বাউন্টি কি শেষ হতে চলেছে?
Post by: kulkhan on June 27, 2020, 04:08:33 AM
বাউন্টির অবস্থা বর্তমানে খুবই খারাপ। ১০০ টা বাউন্টি করলে হয়তো ৫-১০ টার পেমেন্ট পাওয়া যায়। সেই ৫-১০ টার মধ্যে হয়তো ১-২ টা সেল করে ক্যাশ করা যায় বাকি গুলো ট্রান্সফার ফিও উঠেনা। এছাড়া বর্তমানে বাউন্টি ম্যানেজারদের হাবভাব দেখে মনে হয় তারা আমেরিকার প্রেসিডেন্ট। এমনি মার্কেট খারাপ, বাউন্টি করা মানে ফ্রি কামলা দেওয়ার সমান, তারউপরে কোন স্টেক আপডেট করতে বললে আমেরিকা ইরানের মত যুদ্ধ অবস্থা বিরাজ করে। বর্তমানে কোন প্রজেক্ট সাকসেস হচ্ছেনা বললেই চলে। হাতে গোনা হয়তো দুএকটা। এ অবস্থায় কি বাউন্টি শেষ হতে চলেছে নাকি সামনে আরো ভালো হতে পারে?
আমি মনেকরি বাউন্টি এখনি শেষ হচ্ছে না, সাময়িক সমস্যার মধ্যে আছে আবার ও ভালো অবস্থায় ফিরবে। আসলে আপনি ঠিক পয়েন্ট ধরেছেন, বাউন্টি ম্যানেজার দের ভারের শেষ নাই, তারা অনেকাংশে দায়ী এই খারাপ অবস্থার জন্য। তাদের খামখেয়ালির জন্য অনেকে এখান থেকে চলে যাচ্ছে। তাই বাউন্টি ম্যানেজারদের অনেক সাবধান হতে হবে তাদের ভালোর জন্য। তাহলেই সবাই লাভবান হতে পারব এবং ধীরে ধীরে বাউন্টির পরিবেশ ফিরে আসবে।                                           
Title: Re: বাউন্টি কি শেষ হতে চলেছে?
Post by: ttcsalam on June 28, 2020, 02:42:13 PM
বাউন্টি তো এই করোনা কালিন সময়ে অনেক ভালো চলার কথা এবং ভালো হওয়ার কথা।তবে সাময়িক সমস্যা চলছে আশা করা যায় আরও ভালো হবে।
Title: Re: বাউন্টি কি শেষ হতে চলেছে?
Post by: Rafiq on June 29, 2020, 09:11:54 PM
বাউন্টির অবস্থা বর্তমানে খুবই খারাপ। ১০০ টা বাউন্টি করলে হয়তো ৫-১০ টার পেমেন্ট পাওয়া যায়। সেই ৫-১০ টার মধ্যে হয়তো ১-২ টা সেল করে ক্যাশ করা যায় বাকি গুলো ট্রান্সফার ফিও উঠেনা। এছাড়া বর্তমানে বাউন্টি ম্যানেজারদের হাবভাব দেখে মনে হয় তারা আমেরিকার প্রেসিডেন্ট। এমনি মার্কেট খারাপ, বাউন্টি করা মানে ফ্রি কামলা দেওয়ার সমান, তারউপরে কোন স্টেক আপডেট করতে বললে আমেরিকা ইরানের মত যুদ্ধ অবস্থা বিরাজ করে। বর্তমানে কোন প্রজেক্ট সাকসেস হচ্ছেনা বললেই চলে। হাতে গোনা হয়তো দুএকটা। এ অবস্থায় কি বাউন্টি শেষ হতে চলেছে নাকি সামনে আরো ভালো হতে পারে?

আসলে ভাই বাউন্টি ছেড়ে দিয়ে করবটা কি? ট্রেডিং করব! সেখানেও চরম অবস্থা চলতেছে। তাই আমি মনে করি যদিও বাউন্টির অবস্থা ভালো নয় তবে অন্তত ১০ টা বাউন্টি ও চালূ রাখলে যেইকোন সময় কিছু না কিছু ইনকাম আসতে পারে যদিও বা বেকার খাটাই বলা চলে।
ক্রিপ্টোকারেন্সি শেষ হবে না, আশা করি ভবিষ্যতে এর ব্যপকতা আরো বাড়বে। এখন শুধু বাউন্টি করে কারো সংসার চলে ন। তাই বর্তমানে ফুল টাইম বউন্টি হান্টার থাকার কথা না। আমরা যারা পার্ট টাইম বাউন্টি হান্টার আছি, তারা বাউন্টি না করে আর কি করবো। আমরা আশায় আশায় কাজ করে যাচ্ছি, দেখা যায় ২০ টা প্রজেক্টে কাজ করলে ১ টার পেমেন্ট পাওয়া যায়।
জি, ২০ টা বাউন্টি করলে ১ টা পেমেন্ট পাওয়া যায়। আর সেই পেমেন্টও ১০,১৫,২০ ডলারের বেশি হয়না। এজন্য আমি বাউন্টি ছেড়ে দিতে চাচ্ছি। কারণ কষ্ট করে যাচ্ছি অথচ পেমেন্ট নেই। দুএকটা বড় পেমেন্ট যা আসে তাও টিম চিটারি করে আর দেয়না।  DigitalBits (XDB) সম্প্রতি পেমেন্ট মেরে দিলো। এভাবে চিটারি করলে কে আর ফ্রিতে কাজ করে দিবে।
বাউন্টি হান্টারদের অবস্থা বর্তমানে খুবই খারাপ।আপনার মতো অনেকেই বাউন্টি ছেড়ে দেয়ার চিন্তা ভাবনা করছে।  DigitalBits প্রজেক্টের এর টীম আমারও XDB টোকেন মেরে দিল। বৈশ্বিক মহামারী চলা কালীন সময়ে এটা খুব কষ্ট দায়ক।
Title: Re: বাউন্টি কি শেষ হতে চলেছে?
Post by: Fince on July 11, 2020, 06:48:42 AM
বাউন্টির অবস্থা বর্তমানে খুবই খারাপ। ১০০ টা বাউন্টি করলে হয়তো ৫-১০ টার পেমেন্ট পাওয়া যায়। সেই ৫-১০ টার মধ্যে হয়তো ১-২ টা সেল করে ক্যাশ করা যায় বাকি গুলো ট্রান্সফার ফিও উঠেনা। এছাড়া বর্তমানে বাউন্টি ম্যানেজারদের হাবভাব দেখে মনে হয় তারা আমেরিকার প্রেসিডেন্ট। এমনি মার্কেট খারাপ, বাউন্টি করা মানে ফ্রি কামলা দেওয়ার সমান, তারউপরে কোন স্টেক আপডেট করতে বললে আমেরিকা ইরানের মত যুদ্ধ অবস্থা বিরাজ করে। বর্তমানে কোন প্রজেক্ট সাকসেস হচ্ছেনা বললেই চলে। হাতে গোনা হয়তো দুএকটা। এ অবস্থায় কি বাউন্টি শেষ হতে চলেছে নাকি সামনে আরো ভালো হতে পারে?

আসলে ভাই বাউন্টি ছেড়ে দিয়ে করবটা কি? ট্রেডিং করব! সেখানেও চরম অবস্থা চলতেছে। তাই আমি মনে করি যদিও বাউন্টির অবস্থা ভালো নয় তবে অন্তত ১০ টা বাউন্টি ও চালূ রাখলে যেইকোন সময় কিছু না কিছু ইনকাম আসতে পারে যদিও বা বেকার খাটাই বলা চলে।
ক্রিপ্টোকারেন্সি শেষ হবে না, আশা করি ভবিষ্যতে এর ব্যপকতা আরো বাড়বে। এখন শুধু বাউন্টি করে কারো সংসার চলে ন। তাই বর্তমানে ফুল টাইম বউন্টি হান্টার থাকার কথা না। আমরা যারা পার্ট টাইম বাউন্টি হান্টার আছি, তারা বাউন্টি না করে আর কি করবো। আমরা আশায় আশায় কাজ করে যাচ্ছি, দেখা যায় ২০ টা প্রজেক্টে কাজ করলে ১ টার পেমেন্ট পাওয়া যায়।
জি, ২০ টা বাউন্টি করলে ১ টা পেমেন্ট পাওয়া যায়। আর সেই পেমেন্টও ১০,১৫,২০ ডলারের বেশি হয়না। এজন্য আমি বাউন্টি ছেড়ে দিতে চাচ্ছি। কারণ কষ্ট করে যাচ্ছি অথচ পেমেন্ট নেই। দুএকটা বড় পেমেন্ট যা আসে তাও টিম চিটারি করে আর দেয়না।  DigitalBits (XDB) সম্প্রতি পেমেন্ট মেরে দিলো। এভাবে চিটারি করলে কে আর ফ্রিতে কাজ করে দিবে।
বাউন্টি হান্টারদের অবস্থা বর্তমানে খুবই খারাপ।আপনার মতো অনেকেই বাউন্টি ছেড়ে দেয়ার চিন্তা ভাবনা করছে।  DigitalBits প্রজেক্টের এর টীম আমারও XDB টোকেন মেরে দিল। বৈশ্বিক মহামারী চলা কালীন সময়ে এটা খুব কষ্ট দায়ক।

Ami o 2018-19 onk project krsi 90% scam krse . R jaigula paisi ta o 1$ kore o hoy na.bounty obostha khob e kharap.janina bounty obostha 2017 Moto hbe kina.i hope oi din tar Jonno wait krsi.
Title: Re: বাউন্টি কি শেষ হতে চলেছে?
Post by: JISAN on July 11, 2020, 07:24:00 AM
বাউন্টির অবস্থা বর্তমানে খুবই খারাপ। ১০০ টা বাউন্টি করলে হয়তো ৫-১০ টার পেমেন্ট পাওয়া যায়। সেই ৫-১০ টার মধ্যে হয়তো ১-২ টা সেল করে ক্যাশ করা যায় বাকি গুলো ট্রান্সফার ফিও উঠেনা। এছাড়া বর্তমানে বাউন্টি ম্যানেজারদের হাবভাব দেখে মনে হয় তারা আমেরিকার প্রেসিডেন্ট। এমনি মার্কেট খারাপ, বাউন্টি করা মানে ফ্রি কামলা দেওয়ার সমান, তারউপরে কোন স্টেক আপডেট করতে বললে আমেরিকা ইরানের মত যুদ্ধ অবস্থা বিরাজ করে। বর্তমানে কোন প্রজেক্ট সাকসেস হচ্ছেনা বললেই চলে। হাতে গোনা হয়তো দুএকটা। এ অবস্থায় কি বাউন্টি শেষ হতে চলেছে নাকি সামনে আরো ভালো হতে পারে?

আসলে ভাই বাউন্টি ছেড়ে দিয়ে করবটা কি? ট্রেডিং করব! সেখানেও চরম অবস্থা চলতেছে। তাই আমি মনে করি যদিও বাউন্টির অবস্থা ভালো নয় তবে অন্তত ১০ টা বাউন্টি ও চালূ রাখলে যেইকোন সময় কিছু না কিছু ইনকাম আসতে পারে যদিও বা বেকার খাটাই বলা চলে।
ক্রিপ্টোকারেন্সি শেষ হবে না, আশা করি ভবিষ্যতে এর ব্যপকতা আরো বাড়বে। এখন শুধু বাউন্টি করে কারো সংসার চলে ন। তাই বর্তমানে ফুল টাইম বউন্টি হান্টার থাকার কথা না। আমরা যারা পার্ট টাইম বাউন্টি হান্টার আছি, তারা বাউন্টি না করে আর কি করবো। আমরা আশায় আশায় কাজ করে যাচ্ছি, দেখা যায় ২০ টা প্রজেক্টে কাজ করলে ১ টার পেমেন্ট পাওয়া যায়।
জি, ২০ টা বাউন্টি করলে ১ টা পেমেন্ট পাওয়া যায়। আর সেই পেমেন্টও ১০,১৫,২০ ডলারের বেশি হয়না। এজন্য আমি বাউন্টি ছেড়ে দিতে চাচ্ছি। কারণ কষ্ট করে যাচ্ছি অথচ পেমেন্ট নেই। দুএকটা বড় পেমেন্ট যা আসে তাও টিম চিটারি করে আর দেয়না।  DigitalBits (XDB) সম্প্রতি পেমেন্ট মেরে দিলো। এভাবে চিটারি করলে কে আর ফ্রিতে কাজ করে দিবে।
বাউন্টি হান্টারদের অবস্থা বর্তমানে খুবই খারাপ।আপনার মতো অনেকেই বাউন্টি ছেড়ে দেয়ার চিন্তা ভাবনা করছে।  DigitalBits প্রজেক্টের এর টীম আমারও XDB টোকেন মেরে দিল। বৈশ্বিক মহামারী চলা কালীন সময়ে এটা খুব কষ্ট দায়ক।

Ami o 2018-19 onk project krsi 90% scam krse . R jaigula paisi ta o 1$ kore o hoy na.bounty obostha khob e kharap.janina bounty obostha 2017 Moto hbe kina.i hope oi din tar Jonno wait krsi.
সমস্যা হচ্ছে জেগুলা প্রজেক্ট ভালো হয় সেগুলার বাউন্টি ম্যনেজার ভালো হয় না। ম্যনেজাররা টোকেন মেরে দেয়। আর আর জেগুলা প্রজেক্ট স্কাম সেগুলা টোকেন পাওয়া যায় কিন্তু বিক্রি করা জায় না     
Title: Re: বাউন্টি কি শেষ হতে চলেছে?
Post by: Review Master on July 11, 2020, 08:25:18 AM
সমস্যা হচ্ছে জেগুলা প্রজেক্ট ভালো হয় সেগুলার বাউন্টি ম্যনেজার ভালো হয় না। ম্যনেজাররা টোকেন মেরে দেয়। আর আর জেগুলা প্রজেক্ট স্কাম সেগুলা টোকেন পাওয়া যায় কিন্তু বিক্রি করা জায় না   

ঠিক কথাই বলেছেন, সকল ম্যানেজার ভালো হয় না। এখন তো কিছু কিছু বাউন্টি ম্যানেজার ক্রিপ্টোমার্কেটে প্রবেশ করছে , যারা নিজেরা স্ক্যাম প্রজেক্ট ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করে বাউন্টি লঞ্চ করতেছে এবং সকল নিউবিরা না বুঝে কিংবা কোনো ধরনের বিচার-বিশ্লেষণ ছাড়াই ওইসব বাউন্টিতে যোগদান করতেছে । আর ওইসব স্ক্যামার বাউন্টি ম্যানেজারদেরকে স্বার্থ হাসিলে না জেনেই সহযোগিতা করতেছে।
Title: Re: বাউন্টি কি শেষ হতে চলেছে?
Post by: ranaprime on July 11, 2020, 01:08:19 PM
Bounty r bortoman obostha ato tai kharap ta bolar Moto na. Besirb vag e scam project abar scam na holai o token dei na. Abar kicu bounty token dei ja abar sell kora jai na. Kicu bounty payment ja transfer charge othe na. Ai holo bortoman obostha. Tobe ar moddhe o 2-1 ta valo thake. Tai kicu na korar Che kora valo Ami mone kore.
Title: Re: বাউন্টি কি শেষ হতে চলেছে?
Post by: Fawpac2 on August 07, 2020, 03:28:41 PM
বাউন্টির অবস্থা বর্তমানে খুবই খারাপ। ১০০ টা বাউন্টি করলে হয়তো ৫-১০ টার পেমেন্ট পাওয়া যায়। সেই ৫-১০ টার মধ্যে হয়তো ১-২ টা সেল করে ক্যাশ করা যায় বাকি গুলো ট্রান্সফার ফিও উঠেনা। এছাড়া বর্তমানে বাউন্টি ম্যানেজারদের হাবভাব দেখে মনে হয় তারা আমেরিকার প্রেসিডেন্ট। এমনি মার্কেট খারাপ, বাউন্টি করা মানে ফ্রি কামলা দেওয়ার সমান, তারউপরে কোন স্টেক আপডেট করতে বললে আমেরিকা ইরানের মত যুদ্ধ অবস্থা বিরাজ করে। বর্তমানে কোন প্রজেক্ট সাকসেস হচ্ছেনা বললেই চলে। হাতে গোনা হয়তো দুএকটা। এ অবস্থায় কি বাউন্টি শেষ হতে চলেছে নাকি সামনে আরো ভালো হতে পারে?

আগের মত এত ভালো বাউন্টি আসেনা আগে যেকোনো বাউন্টি করলে পেমেন্ট পাওয়া যেত কিন্তু এখন তা পাওয়া যায় না ফোরামে বেশির ভাগ ক্ষেত্রেই স্কমার বেশি প্রজেক্ট মেরে দেয় পেমেন্ট দেয় না।
Title: Re: বাউন্টি কি শেষ হতে চলেছে?
Post by: Triedboy on August 09, 2020, 05:56:54 AM
বর্তমানে বাউন্টির অবস্থা অনেক টাই খারাপ।১৫-২০ টা বাউন্টি করলে দেখা যায় এক টা বাউন্টির  পেমেন্ট পাওয়া যায়।বর্তমানে অনেক বাউন্টি স্ক্যাম কিন্তু আমি মনে করি বাউন্টির অবস্থা অনেক টাই শেষ হওয়ার মতো অবস্থা।
Title: Re: বাউন্টি কি শেষ হতে চলেছে?
Post by: Mrkadir85 on August 13, 2020, 02:42:04 AM
বর্তমানে ভালো বাউন্টির চেয়ে বাজে বাউন্টির সংখ্যাই বেশী। ভুয়া প্রজেক্টর সংখ্যাও অনেক মার্কেটেও তেমন ভালো না। তাই বিনিয়োগকারীরা বিনিয়োগ করতে চায় না। তবে এত হতাশার মাঝেও দু'চারটে ভালো বাউন্টি চলছে ।আশা করা যায় অতি শীঘ্রইএ অবস্থার পরিবর্তন হবে এবং ফোরামে ভালো ভালো বাউন্টি আসবে যা থেকে আমরা ভালো পেমেন্ট পেতে পারি।
Title: Re: বাউন্টি কি শেষ হতে চলেছে?
Post by: Rain075 on August 14, 2020, 04:38:54 AM
অ্যাকচুয়ালি আমি বলব বাউন্টি অনেক ভালো পজিশনে আছে। এই মুহূর্তে অনেক গুলা ভালো প্রজেক্ট চলতেছে সেগুলো খুবই ভালো। আপনারা এই কাজগুলো করে রাখেন দেখবেন ভবিষ্যতে আপনাকে অনেক মূলধন দিয়ে যাবে। কোন কাজ থেকেই একেবারেই অবসর নেওয়া ঠিক নয়। আপনাকে চালিয়ে যেতেই হবে তবেই আপনি সাকসেস হতে পারবে। বর্তমানে মার্কেট অনেক ভালো হতে চলেছে তাই বসে না থেকে আপনারা যে প্রজেক্টগুলো চলতেছে সেগুলো করে রাখেন।
Title: Re: বাউন্টি কি শেষ হতে চলেছে?
Post by: Nostoman on August 14, 2020, 01:17:50 PM
 আমি 2017 সালে বাউন্টি করতাম। তখন বাউন্টি প্রজেক্ট এর অবস্থা ভাল ছিল। কিন্তু 2018 সাল শুরু হওয়ার পর কোন প্রজেক্ট সাকসেসফুল হয়নি। তবে 2019 সালের দুই একটি প্রজেক্ট সাকসেস হয়েছে। কিন্তু ওই প্রজেক্টগুলোর ম্যানেজার জালিয়াতি করে কোন distrubation করেনি. তবে 2020 সালে এসে আমি মনে করি এখন বাউন্টি প্রজেক্টগুলোর অবস্থা খুবই ভালো কারণ বেশিরভাগ প্রজেক্ট সাকসেস হচ্ছে. কিন্তু কিছু ম্যানেজার জালিয়াতি করবে। কিন্তু আমাদের এই ফোরামে দুটি ম্যানেজার আছে যারা কখনো কেলেঙ্কারির সাথে লিপ্ত নয় তারা অবশ্যই পেমেন্ট করবে এবং তাদের ভাল আপনারা সবাই করতে পারেন।
Title: Re: বাউন্টি কি শেষ হতে চলেছে?
Post by: Btceth01 on August 14, 2020, 04:57:15 PM
হ্যাঁ ভাই বাউন্টি কথা কি বলব বর্তমান কাজ করলে 50 টা বাড়িতে কাজ করলে পাঁচটা সাকসেস হয় না। বলে কি spam এগুলো বলে প্রজেক্ট মেরে দেয় অথবা বাত করে দে আমাদের এমবি খরচ হয়না। খুব কষ্টে আছি ভেবে পাচ্ছি না কি করব চাকরি চলে গেছে মহামারী করোনা কারণে চাকরি চলে গেছে এখন আমি এই ফোরামে কাজ করা শুরু করছি জানিনা কি রকম প্রেমেন্ট এরকম কোন প্রজেক্ট থেকে বেশি কিছু পাওয়া যায় না।
Title: Re: বাউন্টি কি শেষ হতে চলেছে?
Post by: Magepai on October 02, 2020, 03:18:34 AM
আমি cryptocurrency ঢুকেছি কিছুদিন হলো। কিন্তু এর মধ্যে মোটামুটি অনেকগুলো বাউন্টি করেছি কিন্তু দেখা গেছে অনেকগুলো স্কাম হয়েছে। বড় ভাইদের পোস্ট পড়ে দেখলাম যেclipx ভালো হবে কিন্তু সেটা হলো না।এভাবে চলতে থাকলে আমার মনে হয় বাউন্টি শেষ হয়ে যাবে।
Title: Re: বাউন্টি কি শেষ হতে চলেছে?
Post by: Magepai on October 02, 2020, 03:20:40 AM
ভাই আর একটা কথা হলো কি অনেকের কাছেই শুনি যে 2017 সালে নাকি সব বাউন্টি থেকে পেমেন্ট পাওয়া যেত। তাহলে কি ভাই 2017 সাল এর মত আর কোনদিন হবে না। দয়া করে ভাই একটু বলবেন।
Title: Re: বাউন্টি কি শেষ হতে চলেছে?
Post by: Papusha20 on October 02, 2020, 03:28:50 AM
বর্তমানে বাউন্টির অবস্থা যদিও খারাপ তবে আমি মনে করি ভবিষ্যতে বাউন্টি এর অবস্থা অবশ্যই ভালো হবে। বর্তমান 50 টা বাউন্টি করলে পাঁচটা বাউন্টি সাকসেস হয় না।
Title: Re: বাউন্টি কি শেষ হতে চলেছে?
Post by: ranaprime on October 02, 2020, 08:59:24 AM
বাউন্টিতে স্ক্যামারা ক্রপ করে নিয়েছে। এখন যে কোন প্রজেক্ট ই স্ক্যাম হয়। তাই মানুষের এর উপর আস্থা একেবারে তলানিতে এসেছে। এখন কেউ আর বাউন্টি করতে চায় না। যার কারনে দিন দিন এর ব্যাপকতা হ্রাস পাচ্ছে। আমি মনে করি একটি সময় আর কেউ বাউন্টি করবেনা যদি এই অবস্থা চলতে থাকে।
Title: Re: বাউন্টি কি শেষ হতে চলেছে?
Post by: Power420 on October 03, 2020, 02:59:04 AM
বর্তমান মার্কেটের অবস্থা ভালোই কিন্তু বাউন্টি অবস্থা ভালো না। কারণ 20 থেকে 25 টা বাউন্টি করলে 3 থেকে 4 টা বাউন্টি সাকসেস হয়। আবার কিছু বাউন্টিতে পেমেন্ট মিলেনা শুধু কষ্ট করে কাজ করতে হয়। সাকসেস বাউন্টি গুলো দিয়ে MB খরচ উঠে না।
Title: Re: বাউন্টি কি শেষ হতে চলেছে?
Post by: ttcsalam on October 03, 2020, 06:34:37 AM
কভিড পিরিয়ডে সবাই আশা করছিল বেশ ভালো ভালো প্রজেক্ট আসবে । কয়েক টা আসলো ঠিকই কিন্তু হান্টার দের পেমেন্ট দিল না ঠিক মত। এটা সত্যি খুবই দুঃখ জনক। তবে আমি মনে করছি বাউন্টি এখনই শেষ হচ্ছে না । তবে হামেষা ফ্রি কাজ করা যাবে না। ভালো করে জেনে বুঝে ভালো ভালো দেখে বাউন্টি করতে হবে।
Title: Re: বাউন্টি কি শেষ হতে চলেছে?
Post by: Casual on October 11, 2020, 04:20:59 AM
বাউন্টি এর বর্তমান অবস্থা অনেক খারাপ। কিন্তু তারপরেও এর মাঝে মাঝে থেকে দু-একটা বাউন্টি সাকসেস হচ্ছে। কিন্তু আমার মনে হয় বাউন্টি ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে।
Title: Re: বাউন্টি কি শেষ হতে চলেছে?
Post by: Greatwall on October 11, 2020, 08:19:55 AM
বাউন্টির অবস্থা বর্তমানে খুবই খারাপ। ১০০ টা বাউন্টি করলে হয়তো ৫-১০ টার পেমেন্ট পাওয়া যায়। সেই ৫-১০ টার মধ্যে হয়তো ১-২ টা সেল করে ক্যাশ করা যায় বাকি গুলো ট্রান্সফার ফিও উঠেনা। এছাড়া বর্তমানে বাউন্টি ম্যানেজারদের হাবভাব দেখে মনে হয় তারা আমেরিকার প্রেসিডেন্ট। এমনি মার্কেট খারাপ, বাউন্টি করা মানে ফ্রি কামলা দেওয়ার সমান, তারউপরে কোন স্টেক আপডেট করতে বললে আমেরিকা ইরানের মত যুদ্ধ অবস্থা বিরাজ করে। বর্তমানে কোন প্রজেক্ট সাকসেস হচ্ছেনা বললেই চলে। হাতে গোনা হয়তো দুএকটা। এ অবস্থায় কি বাউন্টি শেষ হতে চলেছে নাকি সামনে আরো ভালো হতে পারে?

ভাই বর্তমানে কিন্তু কিছু কিছু বাউন্টি গুলো মোটামুটি সাকসেস হচ্ছে। বছরখানেক আগে লক্ষ করলে দেখা যাবে বাউন্টির অবস্থা অনেকটাই খারাপ ছিল যার ফলে অনেকেই বিটকয়েন ফোরাম থেকে সরে গিয়েছে। আমার মনে হয় সামনে হয়তো বাউন্টি এর অবস্থা ভালো হবে।
Title: Re: বাউন্টি কি শেষ হতে চলেছে?
Post by: Psycho on October 17, 2020, 07:03:02 AM
বাউন্টির অবস্থা বর্তমানে খুবই খারাপ। ১০০ টা বাউন্টি করলে হয়তো ৫-১০ টার পেমেন্ট পাওয়া যায়। সেই ৫-১০ টার মধ্যে হয়তো ১-২ টা সেল করে ক্যাশ করা যায় বাকি গুলো ট্রান্সফার ফিও উঠেনা। এছাড়া বর্তমানে বাউন্টি ম্যানেজারদের হাবভাব দেখে মনে হয় তারা আমেরিকার প্রেসিডেন্ট। এমনি মার্কেট খারাপ, বাউন্টি করা মানে ফ্রি কামলা দেওয়ার সমান, তারউপরে কোন স্টেক আপডেট করতে বললে আমেরিকা ইরানের মত যুদ্ধ অবস্থা বিরাজ করে। বর্তমানে কোন প্রজেক্ট সাকসেস হচ্ছেনা বললেই চলে। হাতে গোনা হয়তো দুএকটা। এ অবস্থায় কি বাউন্টি শেষ হতে চলেছে নাকি সামনে আরো ভালো হতে পারে?
বর্তমানে ভারতের অবস্থা একটু স্বাভাবিক পর্যায়ে চলে আসছে। দেখা যাচ্ছে যে দশটা বাউন্টি করলে পাঁচটা পেমেন্ট দিচ্ছে। আমরা চাই 2017 সালের মত আবার আগের পর্যায়ে চলে আসুক। কিছুদিন আগে বান্টির অবস্থা অনেক খারাপ ছিল। এখন মোটামুটি স্বাভাবিক পর্যায়ে চলে আসতেছে।
Title: Re: বাউন্টি কি শেষ হতে চলেছে?
Post by: Crypto_Somrat on October 18, 2020, 09:11:05 AM
বাউন্টির অবস্থা বর্তমানে খুবই খারাপ। ১০০ টা বাউন্টি করলে হয়তো ৫-১০ টার পেমেন্ট পাওয়া যায়। সেই ৫-১০ টার মধ্যে হয়তো ১-২ টা সেল করে ক্যাশ করা যায় বাকি গুলো ট্রান্সফার ফিও উঠেনা। এছাড়া বর্তমানে বাউন্টি ম্যানেজারদের হাবভাব দেখে মনে হয় তারা আমেরিকার প্রেসিডেন্ট। এমনি মার্কেট খারাপ, বাউন্টি করা মানে ফ্রি কামলা দেওয়ার সমান, তারউপরে কোন স্টেক আপডেট করতে বললে আমেরিকা ইরানের মত যুদ্ধ অবস্থা বিরাজ করে। বর্তমানে কোন প্রজেক্ট সাকসেস হচ্ছেনা বললেই চলে। হাতে গোনা হয়তো দুএকটা। এ অবস্থায় কি বাউন্টি শেষ হতে চলেছে নাকি সামনে আরো ভালো হতে পারে?
ঠিক বলছেন ব্রাদার, বর্তমানে বাউন্টির অবস্থা খুবি খারাপ, আট দশটা বাউন্টি করলে একটা দুইটা পেমেন্ট পাওয়া যায়। তাও সে পেমেন্ট দশ পনেরো ডলার এর বেশি হয় না।
বুঝতে পারছি না কি করবো। তবে আমি আশাবাদি ভবিষ্যতে বাউন্টি আরো ভালো হবে।
Title: Re: বাউন্টি কি শেষ হতে চলেছে?
Post by: Malam90 on October 18, 2020, 02:14:06 PM
বাউন্টির অবস্থা বর্তমানে খুবই খারাপ। ১০০ টা বাউন্টি করলে হয়তো ৫-১০ টার পেমেন্ট পাওয়া যায়। সেই ৫-১০ টার মধ্যে হয়তো ১-২ টা সেল করে ক্যাশ করা যায় বাকি গুলো ট্রান্সফার ফিও উঠেনা। এছাড়া বর্তমানে বাউন্টি ম্যানেজারদের হাবভাব দেখে মনে হয় তারা আমেরিকার প্রেসিডেন্ট। এমনি মার্কেট খারাপ, বাউন্টি করা মানে ফ্রি কামলা দেওয়ার সমান, তারউপরে কোন স্টেক আপডেট করতে বললে আমেরিকা ইরানের মত যুদ্ধ অবস্থা বিরাজ করে। বর্তমানে কোন প্রজেক্ট সাকসেস হচ্ছেনা বললেই চলে। হাতে গোনা হয়তো দুএকটা। এ অবস্থায় কি বাউন্টি শেষ হতে চলেছে নাকি সামনে আরো ভালো হতে পারে?
ঠিক বলছেন ব্রাদার, বর্তমানে বাউন্টির অবস্থা খুবি খারাপ, আট দশটা বাউন্টি করলে একটা দুইটা পেমেন্ট পাওয়া যায়। তাও সে পেমেন্ট দশ পনেরো ডলার এর বেশি হয় না।
বুঝতে পারছি না কি করবো। তবে আমি আশাবাদি ভবিষ্যতে বাউন্টি আরো ভালো হবে।

কাজ করে যান। সামান্য হলেও পেমেন্ট পাবেন। এছাড়া হঠাৎ দেখবেন কোন পেমেন্ট এমন আসবে যা আপনি কল্পনাও করতে পারবেন না। তবে বছরে সেটা কয়েকটা হতে পারে যা আপনার সারা বছরের গড় আয়কে বৃদ্ধি করতে সহায়ক হবে।
Title: Re: বাউন্টি কি শেষ হতে চলেছে?
Post by: Rubel007 on October 18, 2020, 07:24:11 PM
বর্তমানে বাউন্টির অবস্থা খুবই খারাপ। শতকরা 100 টা প্রজেক্টে 2-3 টা প্রজেক্ট সাকসেস হয় এবং সেই সাাথে পেমেন্ট পাওয়া যায়। তাই বাউন্টির অবস্থা বলতে গেরে খু্বই খারাপ। সেই কারনে দিন যাচ্ছে বাউন্টির প্রতি মাানুষের ইচ্ছা বা আগ্রহ সব কমে গেছে। মানুষ এখন আর বাউন্টি করতে চায় না।
Title: Re: বাউন্টি কি শেষ হতে চলেছে?
Post by: Herry on October 19, 2020, 05:45:09 PM
জানুয়ারি ফেব্রুয়ারিএর শুরুর দিকে বাউন্টির অবস্থা খুবই খারাপ ছিলো বর্তমানে বাউন্টি মোটামুটি ভালো হতে শুরু করেছে  কিছু কিছু বাউন্টি প্রেমেন্ট করে তবে ৫০ টা বাউন্টি করলে ১০ টা সাকসেস হওয়ার সম্ভাবনা অনেক টাই আশা করা যায়৷ ২০২০ সাল তো শেষই প্রায় আশা করি ২০২১ সালে বাউন্টির অবস্থা আরো ভালো হবে ইনশাআল্লাহ। আশা করি সিনিয়র ভাইয়া তাদের মল্যবান মতামত দিয়া সাহায্য করবেন।     
Title: Re: বাউন্টি কি শেষ হতে চলেছে?
Post by: Blue_sea on October 20, 2020, 09:26:42 AM
বাউন্টি অবস্থা বর্তমানে এখন অনেক খারাপ 2021 সালে হয়তোবা এখনকার চেয়েও বাউন্টি একটু উন্নতি হবে আশাবাদী।
Title: Re: বাউন্টি কি শেষ হতে চলেছে?
Post by: Coin63@ on October 20, 2020, 09:42:25 AM
বাউন্টি অবস্থা বর্তমানে এখন অনেক খারাপ 2021 সালে হয়তোবা এখনকার চেয়েও বাউন্টি একটু উন্নতি হবে আশাবাদী।
বাউন্টির অবস্থা খারাপ তারপরও স্কাম হয়। যদিও দু-একটা প্রজেক্ট ভালো হয় তবুও অনেক পার্টিসিপেন্টের কারনে প্রেমেন্ট বেশি পাওয়া যায় না। তাছাড়া সোসিয়াল মিডিয়া সেকশনে বাজেট খুব কম থাকে।
Title: Re: বাউন্টি কি শেষ হতে চলেছে?
Post by: Ricky on October 20, 2020, 09:57:10 AM
না ভাই বাউন্টি শেষ হতে চলছে না। 2017 সালের মতো আগের পর্যায়ে কাউন্ট এগুলো চলে আসছে। বর্তমানে অনেকগুলো বাউন্টি সাকসেস হচ্ছে। আমরা আশা করি এগুলো আবার সেই 2017 সালের মতো হোক যে সময়ে সবগুলো বাউন্টি সাকসেস  হত।
Title: Re: বাউন্টি কি শেষ হতে চলেছে?
Post by: Coin63@ on October 20, 2020, 10:08:23 AM
না ভাই বাউন্টি শেষ হতে চলছে না। 2017 সালের মতো আগের পর্যায়ে কাউন্ট এগুলো চলে আসছে। বর্তমানে অনেকগুলো বাউন্টি সাকসেস হচ্ছে। আমরা আশা করি এগুলো আবার সেই 2017 সালের মতো হোক যে সময়ে সবগুলো বাউন্টি সাকসেস  হত।
আপনার কথাগুলো যেন ঠিক হয়। 2017 সাল যেন আমাদের মাঝে ফিরে আসে আমরা যেন সবাই আগের মত বাউন্টি করে ভালো পেমেন্ট পেতে পারি।
Title: Re: বাউন্টি কি শেষ হতে চলেছে?
Post by: Chita76 on October 21, 2020, 03:10:40 AM
সত্যি এটাই অনেকগুলো বাউন্টি করলে সাকসেস হয় না। কিন্তু বর্তমানে অনেক ভালো ভালো বাউল টি চলছে এগুলা থেকে মোটামুটি কিছু কিছু পেমেন্ট পাওয়া যায় যার কারণে আপনি বাউন্টিতে কাজ করতে পারেন।
Title: Re: বাউন্টি কি শেষ হতে চলেছে?
Post by: Malam90 on October 21, 2020, 05:29:49 AM
বাউন্টি অবস্থা বর্তমানে এখন অনেক খারাপ 2021 সালে হয়তোবা এখনকার চেয়েও বাউন্টি একটু উন্নতি হবে আশাবাদী।
বাউন্টির অবস্থা খারাপ তারপরও স্কাম হয়। যদিও দু-একটা প্রজেক্ট ভালো হয় তবুও অনেক পার্টিসিপেন্টের কারনে প্রেমেন্ট বেশি পাওয়া যায় না। তাছাড়া সোসিয়াল মিডিয়া সেকশনে বাজেট খুব কম থাকে।

এ ক্ষেত্রে বাউন্টি ম্যানেজারদের উচিৎ পাটিসিপেন্ট লিমিট করে দেওয়া যাতে যারা কাজ করবেন তারা যেন অন্তত কিছু হলেও পেমেন্ট পান। দেখা গেলো সিগনেচার বাজেট ৭৫০ ডলার আর পাটিসিপেন্ট চাইছে ২৫০ জন। এমন পাগলা ম্যানেজার হলে হবেনা। আমার পরিচিত কয়েনকজন বাউন্টি ম্যানেজার আছে। তাদের সাথে কথা বলতেছি দেখি তারা এই ফোরামে বাউন্টি আনে কিনা।
Title: Re: বাউন্টি কি শেষ হতে চলেছে?
Post by: Altcoin1998$ on October 21, 2020, 05:49:56 AM
বাউন টির অবস্থা আগের চেয়ে একটু খারাপ হলে বর্তমানে কিছু ভালো বাউন্টি শেষ হয়ে গেল। DIA ,Cartesi, Ton এই তিনটি খুবই ভালো প্রজেক্ট ছিল। যারা এই তিনটি প্রজেক্টে জয়েন হয়েছিলেন তারা মোটামুটি ভালো মানের প্রেমেন্ট পেয়েছেন ও পাবেন ইনশাআল্লাহ। আমি তিনটি প্রজেক্টেই অংশগ্রহণ করেছিলাম।
Title: Re: বাউন্টি কি শেষ হতে চলেছে?
Post by: sky20 on October 21, 2020, 07:46:09 AM
বেশ কিছু দিন হলে হলো ফোরামে বাউন্টির সংখ্যা অনেক বেড়ে গেছে। আশা রাখি ভবিষ্যতে এটি অব্যাহত থাকবে।
Title: Re: বাউন্টি কি শেষ হতে চলেছে?
Post by: mahid on October 21, 2020, 10:38:00 AM
আমি মনে করি বাউন্টির দিন আবার শুরু হতে চলেছে। এখন শুধু পেমেন্ট যদি ঠিক ঠাক মত হয়। তাহরে বলব যে 2017 সাল আবার ফিরে এসেছে।
Title: Re: বাউন্টি কি শেষ হতে চলেছে?
Post by: Blue_sea on October 21, 2020, 11:01:08 AM
বাউন্টিটির অবস্থা আগের চেয়ে এখন অনেকটাই খারাপ কারণ বাউন্টিতে বেশিরভাগ স্কামার ঢুকে পড়েছে এখনো কিছু কিছু বাউন্টি আছে সেগুলোর কাজ করলে পেমেন্ট পাওয়া যাবে আশা করছি তাই এখনও বলা যাচ্ছে না যে বাউন্টি পুরোপুরি একেবারেই শেষ হতে চলেছে।
Title: Re: বাউন্টি কি শেষ হতে চলেছে?
Post by: Jaya60 on October 21, 2020, 11:28:27 AM
আগের মতো এত বেশি ভালো বাউন্টি এখন না থাকলেও অনেক ভালো কিছু বাউন্টি চলতেছে বর্তমানে। মার্কেট অবস্থা খারাপ থাকার জন্য এবং ভূয়া প্রোজেক্ট বেশি হওয়ার জন্য বিনিয়োগকারী গণ আর বিনিয়োগ করছেন না।  তারপরেও কিছু ভালো প্রোজেক্ট চলতেছে আশা করি সামনে আরো ভালো প্রোজেক্ট আসবে।

আপনার কথাটা যেন সত্যি হয়। দেখা যাবে যদি ভালো বাউন্টি আসে তাহলে সবাই মনোযোগ সহকারে ফোরামে কাজ করবে।
Title: Re: বাউন্টি কি শেষ হতে চলেছে?
Post by: Rubel007 on October 22, 2020, 01:04:15 PM
আমি মনে করি বাউন্টির বাজার আবার শুরু হতে চলেছে। যে যত খুশি বাউন্টি করেন। সামনে আর ভাল ভাল প্রজেক্ট আসবে। তাই দেরী না করে কাজ করুন। পেমেন্ট পাবেন ইনশাআল্লাহ।
Title: Re: বাউন্টি কি শেষ হতে চলেছে?
Post by: Ak600 on November 26, 2020, 05:51:33 PM
বর্তমানে বাউন্টির অবস্থা খুবই খারাপ। শতকরা 100 টা প্রজেক্টে 2-3 টা প্রজেক্ট সাকসেস হয় এবং সেই সাাথে পেমেন্ট পাওয়া যায়। তাই বাউন্টির অবস্থা বলতে গেরে খু্বই খারাপ। সেই কারনে দিন যাচ্ছে বাউন্টির প্রতি মাানুষের ইচ্ছা বা আগ্রহ সব কমে গেছে। মানুষ এখন আর বাউন্টি করতে চায় না।
জী ভাই আপনি সঠিক কথাটাই বলেছে কারণ 100 টির প্রজেক্ট এর মধ্যে দুই দিন টা প্রজেক্ট সাকসেস হয় এবং সেইসাথে পেমেন্ট পাওয়া
 যায় এ  কারনে মানুষ বান্টির প্রতি বিশ্বাস হারিয়েছি
Title: Re: বাউন্টি কি শেষ হতে চলেছে?
Post by: kulkhan on November 26, 2020, 07:45:38 PM
হ্যা ভাই আপনি ঠিকই বলেছেন। এখন বাউন্টির অবস্থা তেমন ভালো না। বাউন্টি থেকে তেমন পেমেন্ট পাওয়া যায় না। আর ম্যানেজাররা নিজেদেরকে আমেরিকার প্রেসিডেন্ট ভাবে। এমত অবস্থায় এখনো পর্যন্ত আমি আশাবাদী যে এই অবস্থা থেকে আমরা বেরিয়ে আসব। আবার বাউন্টির সুদিন ফিরে আসবে। আবারও আমরা বাউন্টি করে বেশি বেশি পেমেন্ট পাব। কারন শত খারাপের মধ্যে ও আমরা বাউন্টি ডিটেকটিভ এর মত কিছু ভালো ম্যানেজার ও পাচ্ছি।
Title: Re: বাউন্টি কি শেষ হতে চলেছে?
Post by: Hasan986 on November 27, 2020, 06:22:20 PM
বর্তমানে আবার বাউন্টির অবস্থা ভালোর দিকে। ২০১৮-২০১৯ বাউন্টিতে কিছু ছিলো না। তবে ২০২০ আশার আলো দেখিয়েছে। বর্তমানে অনেক প্রজেক্ট সাকসেস হচ্ছে। অনেক প্রজেক্ট ই রিয়েল। ১৮-১৯ এ যা দেখি যা কাজ করি সব ই স্কাম মনে হইছিলো।
Title: Re: বাউন্টি কি শেষ হতে চলেছে?
Post by: Sasa on November 28, 2020, 03:01:54 AM
হ্যা ভাই আপনি ঠিকি বলছেন। বর্তমান বাউন্টি অবস্থা খুবই খারাপ।তবে আমার মনে হয় ২০২১ সালের শুরুতেই বাউন্টি অবস্থা ভালো  হতে পারে কেনো না কিছু কিছু বাউন্টি প্রেমেন্ট দেওয়া শুরু করেছে। তাই আমি বলবো এখন কোনো বাউন্টি এবং এয়ারড্রপ আসলে সবাই করা। কেনোনা পরে না করলে আফসোস করতে হবে।
Title: Re: বাউন্টি কি শেষ হতে চলেছে?
Post by: Lutera94 on November 28, 2020, 03:15:58 AM
বাউন্টির অবস্থা বর্তমানে খুবই খারাপ। ১০০ টা বাউন্টি করলে হয়তো ৫-১০ টার পেমেন্ট পাওয়া যায়। সেই ৫-১০ টার মধ্যে হয়তো ১-২ টা সেল করে ক্যাশ করা যায় বাকি গুলো ট্রান্সফার ফিও উঠেনা। এছাড়া বর্তমানে বাউন্টি ম্যানেজারদের হাবভাব দেখে মনে হয় তারা আমেরিকার প্রেসিডেন্ট। এমনি মার্কেট খারাপ, বাউন্টি করা মানে ফ্রি কামলা দেওয়ার সমান, তারউপরে কোন স্টেক আপডেট করতে বললে আমেরিকা ইরানের মত যুদ্ধ অবস্থা বিরাজ করে। বর্তমানে কোন প্রজেক্ট সাকসেস হচ্ছেনা বললেই চলে। হাতে গোনা হয়তো দুএকটা। এ অবস্থায় কি বাউন্টি শেষ হতে চলেছে নাকি সামনে আরো ভালো হতে পারে?
বর্তমান প্রেক্ষাপট আগের তুলনায় একটু হলেও ভালো, বেশ কয়েকটি ভালো ভালো প্রজেক্ট বাউন্টিতে এসেছে ও মার্কেট ও আগের তুলনায় ভালোর দিকে যাচ্ছে তাই আশা করছি এখন থেকে ভালো প্রজেক্ট আসবে। হতাশ হওয়ার কিছু নেই, ভালো খারাপ মিলিয়েই সব। খারাপ সময়ের পর ভালো সময় আসবে ইনশাল্লাহ
Title: Re: বাউন্টি কি শেষ হতে চলেছে?
Post by: Crypto_Somrat on November 28, 2020, 04:27:57 AM
বর্তমানে বাউন্টি এর পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো। আমাদের ফোরাম এখন অনেক এগিয়ে গেছে। আমাদের ফোরামে এখন প্রতিনিয়ত অনেক ভালো ভালো বাউল টি আসতে শুরু করেছে। এবং বাউন্টি গুলো সাকসেস ও হচ্ছে। তাই আমি মনে করি বাউন্টি শেষ হবে না।
Title: Re: বাউন্টি কি শেষ হতে চলেছে?
Post by: mahid on November 28, 2020, 07:56:39 AM
বাউন্টির অবস্থা বর্তমানে খুবই খারাপ। ১০০ টা বাউন্টি করলে হয়তো ৫-১০ টার পেমেন্ট পাওয়া যায়। সেই ৫-১০ টার মধ্যে হয়তো ১-২ টা সেল করে ক্যাশ করা যায় বাকি গুলো ট্রান্সফার ফিও উঠেনা। এছাড়া বর্তমানে বাউন্টি ম্যানেজারদের হাবভাব দেখে মনে হয় তারা আমেরিকার প্রেসিডেন্ট। এমনি মার্কেট খারাপ, বাউন্টি করা মানে ফ্রি কামলা দেওয়ার সমান, তারউপরে কোন স্টেক আপডেট করতে বললে আমেরিকা ইরানের মত যুদ্ধ অবস্থা বিরাজ করে। বর্তমানে কোন প্রজেক্ট সাকসেস হচ্ছেনা বললেই চলে। হাতে গোনা হয়তো দুএকটা। এ অবস্থায় কি বাউন্টি শেষ হতে চলেছে নাকি সামনে আরো ভালো হতে পারে?
আগের চেয়ে এখনকার অবস্থা অনেকটাই ভাল। আগে বাউন্টি করলে পেমেন্ট পাওয়া যেত না এখন পাওয়া যায়। এছাড়া বর্তমানে যে বাউন্টিগুলো আছে তা খুবই একটিভ। কাজেই যারা এখনো কাজ শুরু করেন নি তারা দ্রত করে ফেলুন।
Title: Re: বাউন্টি কি শেষ হতে চলেছে?
Post by: Cristiano on November 28, 2020, 08:56:29 AM
বাউন্টির অবস্থা বর্তমানে খুবই খারাপ। ১০০ টা বাউন্টি করলে হয়তো ৫-১০ টার পেমেন্ট পাওয়া যায়। সেই ৫-১০ টার মধ্যে হয়তো ১-২ টা সেল করে ক্যাশ করা যায় বাকি গুলো ট্রান্সফার ফিও উঠেনা। এছাড়া বর্তমানে বাউন্টি ম্যানেজারদের হাবভাব দেখে মনে হয় তারা আমেরিকার প্রেসিডেন্ট। এমনি মার্কেট খারাপ, বাউন্টি করা মানে ফ্রি কামলা দেওয়ার সমান, তারউপরে কোন স্টেক আপডেট করতে বললে আমেরিকা ইরানের মত যুদ্ধ অবস্থা বিরাজ করে। বর্তমানে কোন প্রজেক্ট সাকসেস হচ্ছেনা বললেই চলে। হাতে গোনা হয়তো দুএকটা। এ অবস্থায় কি বাউন্টি শেষ হতে চলেছে নাকি সামনে আরো ভালো হতে পারে?
বর্তমানে বাংলাদেশের অবস্থা খুবই ভাল আশা করা যাচ্ছে 2017 সালের মতো আবার বাউন্টি গুলো ভালো প্রেমেন্ট করবে।
Title: Re: বাউন্টি কি শেষ হতে চলেছে?
Post by: bmr on November 28, 2020, 01:17:04 PM
সবে মাত্র বাউন্টি শুরু করব। আর এখন বাউন্টি অনেক আছে তাই আমি মনে করি বাউন্টি শেষ হবে না।
Title: Re: বাউন্টি কি শেষ হতে চলেছে?
Post by: warhero on November 29, 2020, 02:08:16 AM
বর্তমানে বাহনটির অবস্থা একটু ভালো। কিছুদিন আগে এর অবস্থা খারাপ ছিল।বর্তমানে সিনিয়রদের প্রচেষ্টা আর বাউন্টি ম্যানেজাররা প্রেমেন্ট দেওয়ায় সকলেই এর প্রতি উৎসাহিত হয়েছে। আশা করা যায় সামনে আরো ভালো অবস্থানে যাবে।
Title: Re: বাউন্টি কি শেষ হতে চলেছে?
Post by: Crypto_Somrat on November 29, 2020, 06:03:02 AM
আমি মনে করি বাউন্টির দিন আবার শুরু হতে চলেছে। এখন শুধু পেমেন্ট যদি ঠিক ঠাক মত হয়। তাহরে বলব যে 2017 সাল আবার ফিরে এসেছে।
আপনি ঠিক বলেছেন আমি আপনার সাথে একমত। বর্তমানে ফোরামে অনেক ভালো ভালো বাউন্টি আসতে শুরু করেছে। এখন যদি ঠিকঠাক পেমেন্ট করে তাহলে বলবো 2017 সাল রিপিট করবে। আশা করব যেন ঠিকঠাক পেমেন্ট করে।
Title: Re: বাউন্টি কি শেষ হতে চলেছে?
Post by: Linda78 on November 29, 2020, 07:29:53 AM
আপনার ধারণাটা একদম ঠিক। আসলেই বর্তমানে বাউন্টি করে ভালো কিছু আশা করা যাচ্ছে না দেখা যাচ্ছে যে 100 টা বাউন্টি করলে 5 থেকে 6 টা পেমেন্ট পাওয়া যায়। আবার কিছু কিছু ম্যানেজাররা পেমেন্ট দেয় না। বর্তমানে এমনি মার্কেটের অবস্থা বেশি একটা ভালো না। মনে হচ্ছে যে বাউন্টি করছি নাকি ফ্রি কামলা দিচ্ছি। তবে হ্যাঁ ভালো একটা ম্যানেজার আছে বর্তমানে বাউন্টি ডিএক্টিভ ম্যানেজার টা অনেক ভালো। তবে আমার মনে হচ্ছে যে ভবিষ্যতে বাউন্টি এর অবস্থা ভালো হবে। আমরা এটাও জানি যে দুঃসময়ের পর ভালো সময় আসবেই ইনশাআল্লাহ।
Title: Re: বাউন্টি কি শেষ হতে চলেছে?
Post by: Malam90 on November 29, 2020, 09:29:41 AM
আপনার ধারণাটা একদম ঠিক। আসলেই বর্তমানে বাউন্টি করে ভালো কিছু আশা করা যাচ্ছে না দেখা যাচ্ছে যে 100 টা বাউন্টি করলে 5 থেকে 6 টা পেমেন্ট পাওয়া যায়। আবার কিছু কিছু ম্যানেজাররা পেমেন্ট দেয় না। বর্তমানে এমনি মার্কেটের অবস্থা বেশি একটা ভালো না। মনে হচ্ছে যে বাউন্টি করছি নাকি ফ্রি কামলা দিচ্ছি। তবে হ্যাঁ ভালো একটা ম্যানেজার আছে বর্তমানে বাউন্টি ডিএক্টিভ ম্যানেজার টা অনেক ভালো। তবে আমার মনে হচ্ছে যে ভবিষ্যতে বাউন্টি এর অবস্থা ভালো হবে। আমরা এটাও জানি যে দুঃসময়ের পর ভালো সময় আসবেই ইনশাআল্লাহ।

বর্তমানে বাউন্টির অবস্থা অনেক ভালো। এখন তো প্রায় অর্ধেকের বেশি বাউন্টি থেকে পেমেন্ট পাওয়া যাচ্ছে তাই কম হোক বা বেশি হোক। এই পোস্টটি অনেক আগের যা বর্তমান পরিস্থিতির সাথে সামঞ্জস্যপূর্ণ নয় তাই টপিকটি লক করে দেওয়া হলো যাতে স্পাম না হয় আর। সবাই নতুন টপিক খুলে কমেন্ট করুন।