Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: Istiak on January 17, 2020, 10:48:56 AM

Title: ক্রিপ্টো মার্কেট এর বর্তমান অবস্থা দেখে কি আপনার মনে হয়?
Post by: Istiak on January 17, 2020, 10:48:56 AM
আপনাদের কি মনে হয় ২০২০ সালে মার্কেটের অবস্থা ভালো থাকবে? বর্তামনে যদিও মার্কেটে উর্ধ্ব গতি দেখা যাচ্ছে। কিন্তু ২০১৮ সালের প্রথম দিকেও মার্কেট এরকম অবস্থা থেকে একদম খারাপ পর্যায়ে চলে যায়।
Title: Re: ক্রিপ্টো মার্কেট এর বর্তমান অবস্থা দেখে কি আপনার মনে হয়?
Post by: babu10 on February 04, 2020, 08:07:51 AM
আপনাদের কি মনে হয় ২০২০ সালে মার্কেটের অবস্থা ভালো থাকবে? বর্তামনে যদিও মার্কেটে উর্ধ্ব গতি দেখা যাচ্ছে। কিন্তু ২০১৮ সালের প্রথম দিকেও মার্কেট এরকম অবস্থা থেকে একদম খারাপ পর্যায়ে চলে যায়।

যেহেতু কোন খারাপ নিউজ দেখিনা আশাকরি 2020 সালে মার্কেটের অবস্থা ভালো হবে। তবে এটা পুরাটাই অনুমান নির্ভর কারন আমি 2018 সালে অনেক এক্সপার্ট কে দেখেছি মার্কেট সম্পর্কে মন্তব্য করতে কিন্তু কোন কাজ হয়নি। তাই আমরা শুধু আশা করতে পারি।

ধন্যবাদ
Title: Re: ক্রিপ্টো মার্কেট এর বর্তমান অবস্থা দেখে কি আপনার মনে হয়?
Post by: Malam90 on February 05, 2020, 01:39:01 PM
গত কয়েক মাসের তুলনায় বর্তমানে বিটকয়েন এবং ইথারের অবস্থান ভালোতে আছে এবং আশা করছি আরো ভালো হবে। যদি বিটকয়েনের দাম এবং ইথারের দাম বাড়ে তখন বিনিয়োগকারীদের মনে আস্থার সঞ্চার হয় এবং মানুষ নতুন বিনিয়োগে আগ্রহী হয়। যেহেতু ইথার এখন ভালোর দিকে যাচ্ছে সুতারং আশা করছি খুব দ্রুতই অলটকয়েনের দামও বাড়বে এবং বিনিয়োগকারীদের মনোযোগ ধরে রাখতে সক্ষম হবে।
Title: Re: ক্রিপ্টো মার্কেট এর বর্তমান অবস্থা দেখে কি আপনার মনে হয়?
Post by: Istiak on February 08, 2020, 10:32:26 PM
গত কয়েক মাসের তুলনায় বর্তমানে বিটকয়েন এবং ইথারের অবস্থান ভালোতে আছে এবং আশা করছি আরো ভালো হবে। যদি বিটকয়েনের দাম এবং ইথারের দাম বাড়ে তখন বিনিয়োগকারীদের মনে আস্থার সঞ্চার হয় এবং মানুষ নতুন বিনিয়োগে আগ্রহী হয়। যেহেতু ইথার এখন ভালোর দিকে যাচ্ছে সুতারং আশা করছি খুব দ্রুতই অলটকয়েনের দামও বাড়বে এবং বিনিয়োগকারীদের মনোযোগ ধরে রাখতে সক্ষম হবে।
হ্যাঁ।  দাম বাড়া শুরু হয়েছে। আপনার কি মনে হয় বিটকয়েন খুব তাড়াতাড়িই ১৫০০০$ এর টার্গেট ধরে ফেলবে?
Title: Re: ক্রিপ্টো মার্কেট এর বর্তমান অবস্থা দেখে কি আপনার মনে হয়?
Post by: ranakhan60 on February 09, 2020, 02:18:35 PM
ক্রিপ্টোকারেন্সি মার্কেট সম্পর্কে কোন কিছু ধারনা করা এবং সেই ধারণার ওপর ভিত্তি করে চলা ঠিক নয়। কারণ 2018 সালে আমরা দেখেছি অনেক ভালো প্রাইস থেকে বিটকয়েন অনেক ভালো এক্সপার্টদের মুখে শুনেছি বিটকয়েন প্রাইস অনেক ভালো যাবে এবং মার্কেটগুলো ভালোভাবে চলবে। তারপর আমরা দেখেছি সেই এক্সপার্টদের কথা বিফলে যায়। ফলে বিটকয়েন প্রাইস অনেক কম হয়ে যায় এতে ক্রিপ্টোকারেন্সি মার্কেট অনেক ক্ষতির সম্মুখীন হয়। আমরা আসলে বর্তমানে দেখতেছি বিটকয়েন প্রাইস পূর্বের চাইতে অনেক ভালো দামের দিকে অগ্রসর হচ্ছে। তবে এটা দেখে আমরা সিওর হতে পারব না যে বিটকয়েন মার্কেট বা ক্রিপ্টোকারেন্সি মার্কেট খোলা ঠিক হয়ে যাবে। তবে আশা করা যায় 2020 সালে বিটকয়েন প্রাইস অনেক অ্যাপ যাওয়ার সম্ভাবনা আছে। এবং ক্রিপ্টোকারেন্সি মার্কেট খোলা নরমালি তে আসবে।
Title: Re: ক্রিপ্টো মার্কেট এর বর্তমান অবস্থা দেখে কি আপনার মনে হয়?
Post by: Istiak on February 10, 2020, 10:49:49 AM
ক্রিপ্টোকারেন্সি মার্কেট সম্পর্কে কোন কিছু ধারনা করা এবং সেই ধারণার ওপর ভিত্তি করে চলা ঠিক নয়। কারণ 2018 সালে আমরা দেখেছি অনেক ভালো প্রাইস থেকে বিটকয়েন অনেক ভালো এক্সপার্টদের মুখে শুনেছি বিটকয়েন প্রাইস অনেক ভালো যাবে এবং মার্কেটগুলো ভালোভাবে চলবে। তারপর আমরা দেখেছি সেই এক্সপার্টদের কথা বিফলে যায়। ফলে বিটকয়েন প্রাইস অনেক কম হয়ে যায় এতে ক্রিপ্টোকারেন্সি মার্কেট অনেক ক্ষতির সম্মুখীন হয়। আমরা আসলে বর্তমানে দেখতেছি বিটকয়েন প্রাইস পূর্বের চাইতে অনেক ভালো দামের দিকে অগ্রসর হচ্ছে। তবে এটা দেখে আমরা সিওর হতে পারব না যে বিটকয়েন মার্কেট বা ক্রিপ্টোকারেন্সি মার্কেট খোলা ঠিক হয়ে যাবে। তবে আশা করা যায় 2020 সালে বিটকয়েন প্রাইস অনেক অ্যাপ যাওয়ার সম্ভাবনা আছে। এবং ক্রিপ্টোকারেন্সি মার্কেট খোলা নরমালি তে আসবে।
ক্রিপ্টোকারেন্সি মার্কেট সম্পর্কে কোন কিছু ধারনা করা এবং সেই ধারণার ওপর ভিত্তি করে চলা ঠিক নয়। কারণ 2018 সালে আমরা দেখেছি অনেক ভালো প্রাইস থেকে বিটকয়েন অনেক ভালো এক্সপার্টদের মুখে শুনেছি বিটকয়েন প্রাইস অনেক ভালো যাবে এবং মার্কেটগুলো ভালোভাবে চলবে। তারপর আমরা দেখেছি সেই এক্সপার্টদের কথা বিফলে যায়। ফলে বিটকয়েন প্রাইস অনেক কম হয়ে যায় এতে ক্রিপ্টোকারেন্সি মার্কেট অনেক ক্ষতির সম্মুখীন হয়। আমরা আসলে বর্তমানে দেখতেছি বিটকয়েন প্রাইস পূর্বের চাইতে অনেক ভালো দামের দিকে অগ্রসর হচ্ছে। তবে এটা দেখে আমরা সিওর হতে পারব না যে বিটকয়েন মার্কেট বা ক্রিপ্টোকারেন্সি মার্কেট খোলা ঠিক হয়ে যাবে। তবে আশা করা যায় 2020 সালে বিটকয়েন প্রাইস অনেক অ্যাপ যাওয়ার সম্ভাবনা আছে। এবং ক্রিপ্টোকারেন্সি মার্কেট খোলা নরমালি তে আসবে।
তারপরেও অভিজ্ঞদের কথা শুনতে হবে কারণ মারা বিভিন্ন বিষয় যাচাই বাছাই করে কথা বলেন। আর তারা তো আর ভবিষ্যৎ জানেন না যে নিশ্চিত ভাবে বলতে পারবেন কি ঘটবে। তবে তাদের কথা শতভাগ নিশ্চিত মনে করা বা একেবারেই ভুল ভাবা কোনটাই করা উচিত হবেনা।
Title: Re: ক্রিপ্টো মার্কেট এর বর্তমান অবস্থা দেখে কি আপনার মনে হয়?
Post by: ranakhan60 on February 14, 2020, 07:33:05 PM
আমরা বর্তমানে দেখিতেছি বর্তমানে বিটকয়েন বা প্রধান কয়েন গুলো প্রাইস অনেকটা বেড়েছে। আশা করা যায় বিটকয়েন 12 হাজারের উপরে প্রাইস করবে। আর ক্রিপ্টোকারেন্সি মার্কেটগুলো টোকেন গুলো দাম বেড়ে যাবে। এবং প্রত্যেকটা কয়েনের মূল্য স্বাভাবিক আসবে।
Title: Re: ক্রিপ্টো মার্কেট এর বর্তমান অবস্থা দেখে কি আপনার মনে হয়?
Post by: Istiak on February 20, 2020, 09:54:37 AM
আমরা বর্তমানে দেখিতেছি বর্তমানে বিটকয়েন বা প্রধান কয়েন গুলো প্রাইস অনেকটা বেড়েছে। আশা করা যায় বিটকয়েন 12 হাজারের উপরে প্রাইস করবে। আর ক্রিপ্টোকারেন্সি মার্কেটগুলো টোকেন গুলো দাম বেড়ে যাবে। এবং প্রত্যেকটা কয়েনের মূল্য স্বাভাবিক আসবে।
মূল্য স্বাভাবিকই আছে শুধু মার্কেট এখন বুল রানে আছে। এভাবে দাম বাড়তে থাকলে বিটকয়েনের মূল্য ১৫০০০ এর উপর চলে যেতে পারে।
Title: Re: ক্রিপ্টো মার্কেট এর বর্তমান অবস্থা দেখে কি আপনার মনে হয়?
Post by: ranakhan60 on March 18, 2020, 04:07:50 AM
ভাই ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন্টক কয়েন গুলো দাম বাড়ার সম্ভাবনা ছিল কিন্তু করনা ভাইরাসের কারণে মার্কেটে ধ্বস নেমেছে। এখনো সঠিকভাবে বলা যাচ্ছে না এই করোনাভাইরাস আতঙ্ক কবে নিষ্কাশন হবে এবং কবে মার্কেট স্বাভাবিক হবে। তবে এটা বলতে পারি কোন ভাইরাসের আতঙ্ক যদি আরো দীর্ঘ থেকে দীর্ঘতর হয় সর্ব রকম মার্কেট ধ্বস নামবে।এখন যা ধ্বস নেমেছে তার চাইতে অনেক বেশি ধ্বস নামবে তার কারণ বর্তমান ফ্লাইট যানবাহন যোগাযোগ শেয়ারবাজার সবকিছু বর্তমানে বন্ধ করে দেওয়া হয়েছে কোন ভাইরাসের জন্য। তাই বলা যাচ্ছে সর্ব রকম মার্কেট স্বাভাবিক হওয়ার বা স্বাভাবিক হইতে হলে সর্বপ্রথম করোনা ভাইরাস দূর করতে হবে ফলে তারপর স্বাভাবিক হওয়ার সম্ভাবনা আছে।
Title: Re: ক্রিপ্টো মার্কেট এর বর্তমান অবস্থা দেখে কি আপনার মনে হয়?
Post by: Malam90 on March 18, 2020, 04:05:10 PM
ভাই ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন্টক কয়েন গুলো দাম বাড়ার সম্ভাবনা ছিল কিন্তু করনা ভাইরাসের কারণে মার্কেটে ধ্বস নেমেছে। এখনো সঠিকভাবে বলা যাচ্ছে না এই করোনাভাইরাস আতঙ্ক কবে নিষ্কাশন হবে এবং কবে মার্কেট স্বাভাবিক হবে। তবে এটা বলতে পারি কোন ভাইরাসের আতঙ্ক যদি আরো দীর্ঘ থেকে দীর্ঘতর হয় সর্ব রকম মার্কেট ধ্বস নামবে।এখন যা ধ্বস নেমেছে তার চাইতে অনেক বেশি ধ্বস নামবে তার কারণ বর্তমান ফ্লাইট যানবাহন যোগাযোগ শেয়ারবাজার সবকিছু বর্তমানে বন্ধ করে দেওয়া হয়েছে কোন ভাইরাসের জন্য। তাই বলা যাচ্ছে সর্ব রকম মার্কেট স্বাভাবিক হওয়ার বা স্বাভাবিক হইতে হলে সর্বপ্রথম করোনা ভাইরাস দূর করতে হবে ফলে তারপর স্বাভাবিক হওয়ার সম্ভাবনা আছে।

মার্কেট দেখে এখন একটু কান্না করতে ইচ্ছা করছে। বিনিয়োগ প্রায় ৯০ শতাংশ দাম কমে গেছে। তবে এখন থেকে অলটকয়েনগুলােতে বিনিয়োগ না করে টপ টেন কয়েনগুলোতে বিনিয়োগ করবো। তাহলে লস হলেও দ্রুত রিকভার করা যাবে। এছাড়া শুধু বিটকয়েন ও ইথার হোল্ড করলেও সেটাকে ট্রেড বলা যেতে পারে। কারণ এখন কিনলে ৫০% বাড়লে সেল করলেও প্রফিট হবে সামনে।
Title: Re: ক্রিপ্টো মার্কেট এর বর্তমান অবস্থা দেখে কি আপনার মনে হয়?
Post by: ranakhan60 on March 19, 2020, 03:36:36 AM
ভাই ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন্টক কয়েন গুলো দাম বাড়ার সম্ভাবনা ছিল কিন্তু করনা ভাইরাসের কারণে মার্কেটে ধ্বস নেমেছে। এখনো সঠিকভাবে বলা যাচ্ছে না এই করোনাভাইরাস আতঙ্ক কবে নিষ্কাশন হবে এবং কবে মার্কেট স্বাভাবিক হবে। তবে এটা বলতে পারি কোন ভাইরাসের আতঙ্ক যদি আরো দীর্ঘ থেকে দীর্ঘতর হয় সর্ব রকম মার্কেট ধ্বস নামবে।এখন যা ধ্বস নেমেছে তার চাইতে অনেক বেশি ধ্বস নামবে তার কারণ বর্তমান ফ্লাইট যানবাহন যোগাযোগ শেয়ারবাজার সবকিছু বর্তমানে বন্ধ করে দেওয়া হয়েছে কোন ভাইরাসের জন্য। তাই বলা যাচ্ছে সর্ব রকম মার্কেট স্বাভাবিক হওয়ার বা স্বাভাবিক হইতে হলে সর্বপ্রথম করোনা ভাইরাস দূর করতে হবে ফলে তারপর স্বাভাবিক হওয়ার সম্ভাবনা আছে।

মার্কেট দেখে এখন একটু কান্না করতে ইচ্ছা করছে। বিনিয়োগ প্রায় ৯০ শতাংশ দাম কমে গেছে। তবে এখন থেকে অলটকয়েনগুলােতে বিনিয়োগ না করে টপ টেন কয়েনগুলোতে বিনিয়োগ করবো। তাহলে লস হলেও দ্রুত রিকভার করা যাবে। এছাড়া শুধু বিটকয়েন ও ইথার হোল্ড করলেও সেটাকে ট্রেড বলা যেতে পারে। কারণ এখন কিনলে ৫০% বাড়লে সেল করলেও প্রফিট হবে সামনে।
হে ভাই এটা আপনি অনেক ভালো কথা বলেছেন প্রধান কয়েনগুলো বাট অফ কয়েনে বর্তমানে ক্রয় করে রাখলে বাবাই করে রাখলে ফিউচারে 50% আপ হলেও সেখানে সেল দিয়ে ভালো একটা প্রফিট পাওয়ার সম্ভাবনা আছে। তবে বর্তমানে বিটকয়েন বাট অফ কয়েনগুলো যে অবস্থা করোনা ভাইরাস এর জন্য প্রত্যেকটা মার্কেট ধ্বস নেমেছে। এমতাবস্থায় অন্যান্য কয়েন ট্রেড না করে বিটকয়েন এর উপর ট্রেড করলে আমার মনে হয় বর্তমান এর জন্য ভালো হবে।
Title: Re: ক্রিপ্টো মার্কেট এর বর্তমান অবস্থা দেখে কি আপনার মনে হয়?
Post by: Malam90 on March 23, 2020, 03:51:26 PM
ভাই ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন্টক কয়েন গুলো দাম বাড়ার সম্ভাবনা ছিল কিন্তু করনা ভাইরাসের কারণে মার্কেটে ধ্বস নেমেছে। এখনো সঠিকভাবে বলা যাচ্ছে না এই করোনাভাইরাস আতঙ্ক কবে নিষ্কাশন হবে এবং কবে মার্কেট স্বাভাবিক হবে। তবে এটা বলতে পারি কোন ভাইরাসের আতঙ্ক যদি আরো দীর্ঘ থেকে দীর্ঘতর হয় সর্ব রকম মার্কেট ধ্বস নামবে।এখন যা ধ্বস নেমেছে তার চাইতে অনেক বেশি ধ্বস নামবে তার কারণ বর্তমান ফ্লাইট যানবাহন যোগাযোগ শেয়ারবাজার সবকিছু বর্তমানে বন্ধ করে দেওয়া হয়েছে কোন ভাইরাসের জন্য। তাই বলা যাচ্ছে সর্ব রকম মার্কেট স্বাভাবিক হওয়ার বা স্বাভাবিক হইতে হলে সর্বপ্রথম করোনা ভাইরাস দূর করতে হবে ফলে তারপর স্বাভাবিক হওয়ার সম্ভাবনা আছে।

মার্কেট দেখে এখন একটু কান্না করতে ইচ্ছা করছে। বিনিয়োগ প্রায় ৯০ শতাংশ দাম কমে গেছে। তবে এখন থেকে অলটকয়েনগুলােতে বিনিয়োগ না করে টপ টেন কয়েনগুলোতে বিনিয়োগ করবো। তাহলে লস হলেও দ্রুত রিকভার করা যাবে। এছাড়া শুধু বিটকয়েন ও ইথার হোল্ড করলেও সেটাকে ট্রেড বলা যেতে পারে। কারণ এখন কিনলে ৫০% বাড়লে সেল করলেও প্রফিট হবে সামনে।
হে ভাই এটা আপনি অনেক ভালো কথা বলেছেন প্রধান কয়েনগুলো বাট অফ কয়েনে বর্তমানে ক্রয় করে রাখলে বাবাই করে রাখলে ফিউচারে 50% আপ হলেও সেখানে সেল দিয়ে ভালো একটা প্রফিট পাওয়ার সম্ভাবনা আছে। তবে বর্তমানে বিটকয়েন বাট অফ কয়েনগুলো যে অবস্থা করোনা ভাইরাস এর জন্য প্রত্যেকটা মার্কেট ধ্বস নেমেছে। এমতাবস্থায় অন্যান্য কয়েন ট্রেড না করে বিটকয়েন এর উপর ট্রেড করলে আমার মনে হয় বর্তমান এর জন্য ভালো হবে।

যারা সাহসী ট্রেডার তারা এখন কিনতেছেন। আমার পরিচিত কয়েকজন কিক কয়েন কিনেছেন বিশাল পরিমানে কারণ কিককয়েনের একচেঞ্জার আগামী মাসে চালু হবে। এজন্য আগামী মাসে কিককয়েনের দাম বাড়তে পারে। এভাবে প্রায় সব কয়েনের দাম তলানিতে। তাই করোনা প্রভাবমুক্ত হলে বিনিয়োগ করাই বেটার হবে।
Title: Re: ক্রিপ্টো মার্কেট এর বর্তমান অবস্থা দেখে কি আপনার মনে হয়?
Post by: ranakhan60 on March 26, 2020, 05:03:34 PM
ভাই ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন্টক কয়েন গুলো দাম বাড়ার সম্ভাবনা ছিল কিন্তু করনা ভাইরাসের কারণে মার্কেটে ধ্বস নেমেছে। এখনো সঠিকভাবে বলা যাচ্ছে না এই করোনাভাইরাস আতঙ্ক কবে নিষ্কাশন হবে এবং কবে মার্কেট স্বাভাবিক হবে। তবে এটা বলতে পারি কোন ভাইরাসের আতঙ্ক যদি আরো দীর্ঘ থেকে দীর্ঘতর হয় সর্ব রকম মার্কেট ধ্বস নামবে।এখন যা ধ্বস নেমেছে তার চাইতে অনেক বেশি ধ্বস নামবে তার কারণ বর্তমান ফ্লাইট যানবাহন যোগাযোগ শেয়ারবাজার সবকিছু বর্তমানে বন্ধ করে দেওয়া হয়েছে কোন ভাইরাসের জন্য। তাই বলা যাচ্ছে সর্ব রকম মার্কেট স্বাভাবিক হওয়ার বা স্বাভাবিক হইতে হলে সর্বপ্রথম করোনা ভাইরাস দূর করতে হবে ফলে তারপর স্বাভাবিক হওয়ার সম্ভাবনা আছে।

মার্কেট দেখে এখন একটু কান্না করতে ইচ্ছা করছে। বিনিয়োগ প্রায় ৯০ শতাংশ দাম কমে গেছে। তবে এখন থেকে অলটকয়েনগুলােতে বিনিয়োগ না করে টপ টেন কয়েনগুলোতে বিনিয়োগ করবো। তাহলে লস হলেও দ্রুত রিকভার করা যাবে। এছাড়া শুধু বিটকয়েন ও ইথার হোল্ড করলেও সেটাকে ট্রেড বলা যেতে পারে। কারণ এখন কিনলে ৫০% বাড়লে সেল করলেও প্রফিট হবে সামনে।
হে ভাই এটা আপনি অনেক ভালো কথা বলেছেন প্রধান কয়েনগুলো বাট অফ কয়েনে বর্তমানে ক্রয় করে রাখলে বাবাই করে রাখলে ফিউচারে 50% আপ হলেও সেখানে সেল দিয়ে ভালো একটা প্রফিট পাওয়ার সম্ভাবনা আছে। তবে বর্তমানে বিটকয়েন বাট অফ কয়েনগুলো যে অবস্থা করোনা ভাইরাস এর জন্য প্রত্যেকটা মার্কেট ধ্বস নেমেছে। এমতাবস্থায় অন্যান্য কয়েন ট্রেড না করে বিটকয়েন এর উপর ট্রেড করলে আমার মনে হয় বর্তমান এর জন্য ভালো হবে।

যারা সাহসী ট্রেডার তারা এখন কিনতেছেন। আমার পরিচিত কয়েকজন কিক কয়েন কিনেছেন বিশাল পরিমানে কারণ কিককয়েনের একচেঞ্জার আগামী মাসে চালু হবে। এজন্য আগামী মাসে কিককয়েনের দাম বাড়তে পারে। এভাবে প্রায় সব কয়েনের দাম তলানিতে। তাই করোনা প্রভাবমুক্ত হলে বিনিয়োগ করাই বেটার হবে।
ভাইয়া আসলে kick কয়েন buy করব কিন্তু kick কয়েন এর Airdrop হয়েছিল সেই গAirdrop কয়েন কেমন করে withdraw করবো বা exchange এ এড করা যাবে যদি এই সম্পর্কে কিছু বলতেন। অনেক উপকার হতো।
Title: Re: ক্রিপ্টো মার্কেট এর বর্তমান অবস্থা দেখে কি আপনার মনে হয়?
Post by: Malam90 on April 09, 2020, 11:27:14 AM
@ranakhan60
Kick কযেন একটা ভালো কয়েন। তবে ওরা এয়ারড্রপ যেটা দিয়েছে ওটা আপনাকে আনলক করতে হলে ওদের একচেঞ্জার আগামী মাসে চালু হলে সেখানে ট্রেড করতে হবে। ট্রেডের % এর উপর ভিত্তি করে আপনি আপনার এযারড্রপ আনলক করতে পারবেন। ৮৮৮৮৮৮ কিক টোকেন আমিও পেয়েছি কারণ আমার ওয়ালেটে কিক কয়েন আগেও হোল্ড ছিলো।
Title: Re: ক্রিপ্টো মার্কেট এর বর্তমান অবস্থা দেখে কি আপনার মনে হয়?
Post by: ranakhan60 on April 09, 2020, 06:50:30 PM
@ranakhan60
Kick কযেন একটা ভালো কয়েন। তবে ওরা এয়ারড্রপ যেটা দিয়েছে ওটা আপনাকে আনলক করতে হলে ওদের একচেঞ্জার আগামী মাসে চালু হলে সেখানে ট্রেড করতে হবে। ট্রেডের % এর উপর ভিত্তি করে আপনি আপনার এযারড্রপ আনলক করতে পারবেন। ৮৮৮৮৮৮ কিক টোকেন আমিও পেয়েছি কারণ আমার ওয়ালেটে কিক কয়েন আগেও হোল্ড ছিলো।
ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ তবে কিক কয়েন এক্সচেঞ্জ আরে আমি আইডি ভেরিফিকেশন করে সেখানে দেখলাম ওদের ওয়ালেটে অনেক ডলার দিয়েছে সেগুলো ট্রেড করার জন্য। আসলে সেটা কি জন্য।
Title: Re: ক্রিপ্টো মার্কেট এর বর্তমান অবস্থা দেখে কি আপনার মনে হয়?
Post by: Malam90 on April 11, 2020, 02:14:07 PM
@ranakhan60
Kick কযেন একটা ভালো কয়েন। তবে ওরা এয়ারড্রপ যেটা দিয়েছে ওটা আপনাকে আনলক করতে হলে ওদের একচেঞ্জার আগামী মাসে চালু হলে সেখানে ট্রেড করতে হবে। ট্রেডের % এর উপর ভিত্তি করে আপনি আপনার এযারড্রপ আনলক করতে পারবেন। ৮৮৮৮৮৮ কিক টোকেন আমিও পেয়েছি কারণ আমার ওয়ালেটে কিক কয়েন আগেও হোল্ড ছিলো।
ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ তবে কিক কয়েন এক্সচেঞ্জ আরে আমি আইডি ভেরিফিকেশন করে সেখানে দেখলাম ওদের ওয়ালেটে অনেক ডলার দিয়েছে সেগুলো ট্রেড করার জন্য। আসলে সেটা কি জন্য।

ওদের একচেঞ্জার তো আনুষ্ঠানিকভাবে চালু হয়নি তাই আমি ঠিক এটা বলতে পারবনা। আমি মূলত কিককয়েন ট্রেড করি কুকয়েন একচেঞ্জে। কিক অনেক পুরানো একটি কয়েন। প্রায় ৩ বছর ধরে তারা মার্কেটে আছে। কিক ট্রেড আমার অন্যতম পছন্দের একটি কয়েন ট্রেড। চাইলে কুকয়েনে কিক কিনে ট্রেড করতে পারেন। দাম এখন খুব কম আছে।
Title: Re: ক্রিপ্টো মার্কেট এর বর্তমান অবস্থা দেখে কি আপনার মনে হয়?
Post by: Altcoin1998$ on June 05, 2020, 11:10:32 AM
Kickex already onekgula exchanges trade kortese but kisu active Ethereum address e era 888888 kick token dise egula frozen... Kobe unfrozen korbe kew information dite parben?
Title: Re: ক্রিপ্টো মার্কেট এর বর্তমান অবস্থা দেখে কি আপনার মনে হয়?
Post by: shafi2017 on June 12, 2020, 02:15:54 AM
আমার যা গবেষণা , তা আমাকে বলে দেয় যে , ২০২০ সালের পর ক্রিপ্টোকারেন্সির প্রাইজ বাড়বে , এর কারণ হলো , দীর্ঘ সময় , ক্রিপ্টোকারেন্সির প্রাইজ কম ছিলো !
Title: Re: ক্রিপ্টো মার্কেট এর বর্তমান অবস্থা দেখে কি আপনার মনে হয়?
Post by: Rakin343 on June 12, 2020, 10:45:34 PM
আমার যা গবেষণা , তা আমাকে বলে দেয় যে , ২০২০ সালের পর ক্রিপ্টোকারেন্সির প্রাইজ বাড়বে , এর কারণ হলো , দীর্ঘ সময় , ক্রিপ্টোকারেন্সির প্রাইজ কম ছিলো !
Obviously cryptocurrency market will increase after corona virus attack. Be wait and see revolution
Title: Re: ক্রিপ্টো মার্কেট এর বর্তমান অবস্থা দেখে কি আপনার মনে হয়?
Post by: Malam90 on June 19, 2020, 03:48:13 AM
Kickex already onekgula exchanges trade kortese but kisu active Ethereum address e era 888888 kick token dise egula frozen... Kobe unfrozen korbe kew information dite parben?

কিক ফ্রজেন ড্রপ আনলক করতে হলে আপনাকে কিক একচেঞ্জ এ একাউন্ট করতে হবে। কেওয়াইসি করতে হবে। এরপর আপনাকে সেখানে ট্রেড করতে হবে। ট্রেড কমিশন এর উপর ভিত্তি করে আপনার ফ্রজেন ড্রপ আনলক করা হবে। যেমন আপনার ট্রেড কমিশন যদি হয় ১ ডলার তাহলে আপনি হাফ ডলার ফ্রজেন টোকেন আনলক করতে পারবেন। আরো বিস্তারিত জানার জন্য পোস্টটি  পড়ুন। https://support.kickex.com/hc/en-us/articles/360012199739-Unlock-conditions-buyback-and-FrozenDrop-details
Title: Re: ক্রিপ্টো মার্কেট এর বর্তমান অবস্থা দেখে কি আপনার মনে হয়?
Post by: Rakin343 on June 19, 2020, 05:56:23 AM
Kickex already onekgula exchanges trade kortese but kisu active Ethereum address e era 888888 kick token dise egula frozen... Kobe unfrozen korbe kew information dite parben?

কিক ফ্রজেন ড্রপ আনলক করতে হলে আপনাকে কিক একচেঞ্জ এ একাউন্ট করতে হবে। কেওয়াইসি করতে হবে। এরপর আপনাকে সেখানে ট্রেড করতে হবে। ট্রেড কমিশন এর উপর ভিত্তি করে আপনার ফ্রজেন ড্রপ আনলক করা হবে। যেমন আপনার ট্রেড কমিশন যদি হয় ১ ডলার তাহলে আপনি হাফ ডলার ফ্রজেন টোকেন আনলক করতে পারবেন। আরো বিস্তারিত জানার জন্য পোস্টটি  পড়ুন। https://support.kickex.com/hc/en-us/articles/360012199739-Unlock-conditions-buyback-and-FrozenDrop-details
Kick er j dam tate unlock korar dorkar nai vai... Withdrawal fees e to utbe na. Thak future e ki announcement kore dekhe nei.
Title: Re: ক্রিপ্টো মার্কেট এর বর্তমান অবস্থা দেখে কি আপনার মনে হয়?
Post by: ttcsalam on June 19, 2020, 02:34:32 PM
আমার মনে হয় অবস্থা আস্তে আস্তে ভালো হবে । তবে একটা জিনিস আমি খেয়াল করলাম এই সল্প সময়ে মার্কেট প্রতি বছর একটা সময় ডাউন হচ্ছে।এটা যে কোন সময় হতে পারে তবে বছরের শুরুর দিকটা এটা বেশি হয়ে থাকে।
Title: Re: ক্রিপ্টো মার্কেট এর বর্তমান অবস্থা দেখে কি আপনার মনে হয়?
Post by: Rafiq on June 24, 2020, 07:16:55 PM
ক্রিপ্টোমার্কেটের বর্তমান অবস্থা খুব আশাব্যঞ্জক। COVID-19 ভাইরাস জনিত মহামারীতে পৃথিবী আজ গভীর সংকট কাল অতিক্রম করছে। লক্ষ লক্ষ মানুষ আক্রান্ত হচ্ছে ও মারা যাচ্ছে।পুরো পৃথিবীর অর্থনীতি ভেং্গে পড়েছে।এতকিছুর পরও ক্রিপ্টোমার্কেট ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে।আমি আশাকরি মহামারী পরবর্তীতে ক্রিপ্টো মার্কেটের দ্রুত প্রসার ঘটবে।
Title: Re: ক্রিপ্টো মার্কেট এর বর্তমান অবস্থা দেখে কি আপনার মনে হয়?
Post by: azmirihaque on July 01, 2020, 06:38:36 PM
আমি মনে করি ক্রিপ্ট মার্কেট তার উর্দ্ধ গতি ধরে রাখবে। ক্রিপ্ট বিশ্ব ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। বহু মানুষ এই জগতে প্রবেশ করছে। তারা নতুন নতুন বিনিয়োগ করছে। তাই সামনে  এই মার্কেট আরো উন্নত হবে।
Title: Re: ক্রিপ্টো মার্কেট এর বর্তমান অবস্থা দেখে কি আপনার মনে হয়?
Post by: Review Master on July 09, 2020, 08:19:46 AM
সত্যিকথা বলতে আমার কাছে মনে হয় যে, ক্রিপ্টোমার্কেটে এখনো কিছুটা নিম্নগতি দেখার বাকি আছে কারণ এর আগে যতবার বিটকয়েনের হালভিং হয়েছে ততবারে বিটকয়েনের মূল্যে একটু কারেকশন দেখা দিয়েছে । কিন্তু ২০২০ সালের এই হালভিং এর পর সেই কারকশন এখনো দেখা যায়নি। বিটকয়েনের মূল্য শুধুমাত্র ৯-১০ হাজারের মধ্যেই উঠা-নামা করতেছে । তাই যদি পূর্ববর্তী প্যাটার্ন অনুসরণ করে ,তাহলে বিটকয়েনের মূল্য ৭.৫-৮ হাজার ডলারের কাছাকাছি যেতে পারে । আর এরপর শুরু হতে পারে , বিটকয়েনের বুল রান কিংবা বলা যায় ক্রিপ্টোমার্কেটের উর্ধ্বগতি। কারণ বিটকয়েনের মূল্য যদি বৃদ্ধি পায়, তাহলে ক্রিপ্টো মার্কেটের ভলিউম বৃদ্ধি পায় । এছাড়াও অন্যান্য অল্টকয়েনও বৃদ্ধি পায়।
Title: Re: ক্রিপ্টো মার্কেট এর বর্তমান অবস্থা দেখে কি আপনার মনে হয়?
Post by: ranaprime on July 10, 2020, 04:35:18 AM
আপনাদের কি মনে হয় ২০২০ সালে মার্কেটের অবস্থা ভালো থাকবে? বর্তামনে যদিও মার্কেটে উর্ধ্ব গতি দেখা যাচ্ছে। কিন্তু ২০১৮ সালের প্রথম দিকেও মার্কেট এরকম অবস্থা থেকে একদম খারাপ পর্যায়ে চলে যায়।
Crypto market ar bortoman obostha Amar mote valoi ase kano na mihamari sobjaigai biraj korce. Bishow orthoniti r onik kharap obostha. Kintu ta sitteo crypto market akhono porjonto valo obosthanei ase.
Title: Re: ক্রিপ্টো মার্কেট এর বর্তমান অবস্থা দেখে কি আপনার মনে হয়?
Post by: ranaprime on July 11, 2020, 01:15:01 PM
আপনাদের কি মনে হয় ২০২০ সালে মার্কেটের অবস্থা ভালো থাকবে? বর্তামনে যদিও মার্কেটে উর্ধ্ব গতি দেখা যাচ্ছে। কিন্তু ২০১৮ সালের প্রথম দিকেও মার্কেট এরকম অবস্থা থেকে একদম খারাপ পর্যায়ে চলে যায়।
Amar dharona holo market 2020 a stable thakbe. 2021 a pumping korbe onik dur. Ai moha Mari te Jodi market tike thake abong urdogoti thake tahole mihamari ses hola obbosoi market valo position a asbe.
Title: Re: ক্রিপ্টো মার্কেট এর বর্তমান অবস্থা দেখে কি আপনার মনে হয়?
Post by: ttcsalam on July 11, 2020, 06:39:43 PM
আপনাদের কি মনে হয় ২০২০ সালে মার্কেটের অবস্থা ভালো থাকবে? বর্তামনে যদিও মার্কেটে উর্ধ্ব গতি দেখা যাচ্ছে। কিন্তু ২০১৮ সালের প্রথম দিকেও মার্কেট এরকম অবস্থা থেকে একদম খারাপ পর্যায়ে চলে যায়।
[/quot
আমার মনে হয় ভালো অবস্থানে যাবে কারন।এখনও পর্যন্ত দেখা যাচ্ছে মার্কেট ভালোর দিকে ই যাচ্ছে।
Title: Re: ক্রিপ্টো মার্কেট এর বর্তমান অবস্থা দেখে কি আপনার মনে হয়?
Post by: azmirihaque on July 15, 2020, 04:59:32 AM
আমার মনে হয় এবার আর ২০১৮ সালের মত হবেনা। ক্রিপ্টো মার্কেটের অবস্থা এখন খুবই ভাল। মার্কেটে বিভিন্ন কয়েনে বিনিয়োগ বাড়ছে, অনেক মানুষ ক্রিপ্টো মার্কেটে বিনিয়োগ করতে আগ্রহী হচ্ছে।  বিভিন্ন দেশ ক্রিপ্টো লেনদেনের অনুমতি দিচ্ছ।  সব মিলিয়ে আমি মনেকরি ক্রিপ্টো মার্কেটের অবস্থা ধীরে ধীরে আরো ভাল হবে।
Title: Re: ক্রিপ্টো মার্কেট এর বর্তমান অবস্থা দেখে কি আপনার মনে হয়?
Post by: Malam90 on July 15, 2020, 03:43:37 PM
আপনাদের কি মনে হয় ২০২০ সালে মার্কেটের অবস্থা ভালো থাকবে? বর্তামনে যদিও মার্কেটে উর্ধ্ব গতি দেখা যাচ্ছে। কিন্তু ২০১৮ সালের প্রথম দিকেও মার্কেট এরকম অবস্থা থেকে একদম খারাপ পর্যায়ে চলে যায়।
২০১৮ সালের শুরুতে মার্কেট ভালো থাকলেও পরে অবস্থার অবনতি হয় মূলত তখন ক্রিপ্টো মার্কেটে এক রকম অস্থিরতা, গুজব ও আস্থা হীণতা বিরাজ করছিলো। ২০২০ সালের শুরুতে মার্কেট পজেটিভ ধারায় শুরু হয় এবং বর্তমানেও পজেটিভ ধারায় অবস্থান করতেছে। মাঝে কোভিড ১৯ এর কারণে কিছুটা অস্থিরতা বিরাজ করছিলো তবে এখন সেটা আর নেই। বিনিয়োগকারীদের মধ্যে এখন আস্থা ফিরে এসেছে। এই ধারা অব্যাহত থাকুক এটাই কামনা করি।
Title: Re: ক্রিপ্টো মার্কেট এর বর্তমান অবস্থা দেখে কি আপনার মনে হয়?
Post by: Rain075 on August 07, 2020, 06:50:12 AM
ক্রিপ্টো মার্কেট এর বর্তমানে অবস্থা অনেক ভালো। এখন ইথেরিয়াম 400+ এবং বিটকয়েন 12000+ হয়েছে। আমার কাছে অনেক ভালো লাগতেছে। ভবিষ্যতে আরো অনেক বৃদ্ধি পাবে।
Title: Re: ক্রিপ্টো মার্কেট এর বর্তমান অবস্থা দেখে কি আপনার মনে হয়?
Post by: Fawpac2 on August 07, 2020, 07:50:38 AM
আপনাদের কি মনে হয় ২০২০ সালে মার্কেটের অবস্থা ভালো থাকবে? বর্তামনে যদিও মার্কেটে উর্ধ্ব গতি দেখা যাচ্ছে। কিন্তু ২০১৮ সালের প্রথম দিকেও মার্কেট এরকম অবস্থা থেকে একদম খারাপ পর্যায়ে চলে যায়।

আমাদের মনে হয় যে সব সময় মার্কেট এরকম থাকে এর চেয়ে কম না হয় এতে সবার মঙ্গল।
Title: Re: ক্রিপ্টো মার্কেট এর বর্তমান অবস্থা দেখে কি আপনার মনে হয়?
Post by: Fawpac2 on August 09, 2020, 04:46:48 PM
যদিও 2020 সালে মার্কেট সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গেছে আশা করি ভবিষ্যতে এরকম অবস্থা যেন থাকে আমি আশাবাদী এই যে এখন যে মার্কেটের অবস্থা ভবিষ্যতে এরকম যেন থাকে এর চেয়ে না কমে যেন বৃদ্ধি পায়। এ বিষয়ে আপনাদের মতামত জানতে চাই।
Title: Re: ক্রিপ্টো মার্কেট এর বর্তমান অবস্থা দেখে কি আপনার মনে হয়?
Post by: Rafiq on August 09, 2020, 07:23:49 PM
ক্রিপ্টো মার্কেট এর বর্তমানে অবস্থা অনেক ভালো। এখন ইথেরিয়াম 400+ এবং বিটকয়েন 12000+ হয়েছে। আমার কাছে অনেক ভালো লাগতেছে। ভবিষ্যতে আরো অনেক বৃদ্ধি পাবে।
সত্যিই ক্রিপ্টো মার্কেটের বর্তমান  অবস্থা অনেক ভালো। ক্রিপ্টোকারেন্সি মার্কেট ধীরে ধীরে ক্রমান্বয়ে স্থিতিশীলভাবে এগিয়ে যাচ্ছে; এটি ২০১৮ সলের মতো পতন হবার সম্ভবনা আমি দেখছি না; বিশেষ করে ইথারিয়াম ও বিটকয়েনের দাম।
Title: Re: ক্রিপ্টো মার্কেট এর বর্তমান অবস্থা দেখে কি আপনার মনে হয়?
Post by: Fawpac2 on August 09, 2020, 11:31:04 PM
বর্তমান যদিও বিটকয়েন এর দাম বেড়েছে কিন্তু তুলনামূলকভাবে কোন টোকেন এর দাম বাড়ে নাই যদি বিটকয়েনের সাথে সাথে টিনের মূল্য বেড়ে যেত তবে খুবই ভালো হতো। যেহেতু করোনা বিটকয়েন এর উপর কোন প্রভাব ফেলতে পারেনি সে ক্ষেত্রে বিটকয়েন এর সাথে সাথে টোকেনের দাম বাড়া উচিত বলে আমি মনে করি। আমি আশাকরি আপনাদের মতামত জানতে।
Title: Re: ক্রিপ্টো মার্কেট এর বর্তমান অবস্থা দেখে কি আপনার মনে হয়?
Post by: Fawpac2 on August 10, 2020, 05:56:07 AM
যদিও বিটকয়েনের দাম বেড়েছে কিন্তু তুলনামূলকভাবে কোন টোকেনের দাম বাড়েনি। বিটকয়েন এর দাম ১১৬০০$এবং ইথার এর দাম ৩৯৫$তবে কিন্তু কোন টোকেনের দাম বাড়ে নাই। তবে এ সম্পর্কে আপনাদের মতামত জানতে চাই।
Title: Re: ক্রিপ্টো মার্কেট এর বর্তমান অবস্থা দেখে কি আপনার মনে হয়?
Post by: Triedboy on August 24, 2020, 01:47:10 PM
ক্রিপ্টো মার্কেট এর বর্তমান অবস্থা দেখে আমার মনে হয় 2021 সালের প্রথম দিকে বিটকয়েন price 1500$ ছাড়িয়ে যাবে।কিছু দিন বাউন্টি ছেড়ে দিয়েছিলাম কিন্তু বর্তমান অবস্থা দেখে আবার বাউন্টি করা শুরু দিয়েছি।আমার ধারনা 2017 সাল আবার পুনরায় ফিরে আসবে।
Title: Re: ক্রিপ্টো মার্কেট এর বর্তমান অবস্থা দেখে কি আপনার মনে হয়?
Post by: Mrkadir85 on August 24, 2020, 03:39:19 PM
ক্রিপ্টো মার্কেটে বর্তমান অবস্থা অনেকটাই ভালো ।ইথার এবং বিটকয়েনের দাম বছরের শুরুতে যা ছিল তারচেয়ে অনেক বৃদ্ধি পেয়েছে। সামনে আরো বৃদ্ধি  পাবার সম্ভাবনা রয়েছে। তবে কিপটে মার্কেট সম্পর্কে আগাম কোন কিছুই নির্দিষ্ট করে বলা যায় না অতীতে অনেক সময় দেখা গেছে কয়েনের ঊর্ধ্বগতি থাকার পরও হঠাৎ করে মার্কেটে ধস নেমেছে।
Title: Re: ক্রিপ্টো মার্কেট এর বর্তমান অবস্থা দেখে কি আপনার মনে হয়?
Post by: Btceth01 on August 24, 2020, 08:59:04 PM
ক্রিপ্টোকারেন্সি মার্কেট এর বর্তমান অবস্থা দেখে আমার সবচেয়ে ভালো লাগতেছে।কেননা আমরা দেখতে পাচ্ছি মার্কেট এখন শুধুই উপরের দিকে। নিচের দিকে নামলেও সেটা অল্প সময়ের জন্য থেকে আবার উপরের দিকে চলে যাচ্ছে। 2020 সালে মার্কেটের অবস্থা অনেকটাই ভালো হবে বলে আশা করা যাচ্ছে। বিটকয়েন ইথেরিয়াম এর বাজার আমরা এখন দেখতে পাচ্ছি সব সময় উপরের দিকে।আমার মনে হয় 2020 সালের মধ্যেই ইথেরিয়াম এর দাম পনেরশো থেকে 2000 ডলার হবে এবং বিটিসি এর দাম 20 হাজার থেকে 30 হাজার ডলার পার হয়ে যাবে।
Title: Re: ক্রিপ্টো মার্কেট এর বর্তমান অবস্থা দেখে কি আপনার মনে হয়?
Post by: Mrkadir85 on August 25, 2020, 07:48:06 AM
বর্তমানে  ক্রিপ্ট মার্কেটের অবস্থা অনেকটাই ভালো। বিটকয়েন এবং ইথিরিয়ামের দাম অনেক বেড়েছে বিনিয়োগকারীদের আস্থাও দিন দিন বাড়ছে। বিটকয়েন এবং ইথিরিয়াম যেভাবে বেড়েছে অন্যান্য কয়েনের দাম সে তুলনায় বাড়েনি। অন্য কয়েন গুলোর দাম বাড়লে আরো ভালো হতো। অ্যালার্ট কয়েন এর দাম বিটকয়েন এবং ইথিরিয়াম এর সাথে পাল্লা দিয়ে বাড়বে কি?
Title: Re: ক্রিপ্টো মার্কেট এর বর্তমান অবস্থা দেখে কি আপনার মনে হয়?
Post by: Lutera94 on September 04, 2020, 10:26:19 AM
আপনাদের কি মনে হয় ২০২০ সালে মার্কেটের অবস্থা ভালো থাকবে? বর্তামনে যদিও মার্কেটে উর্ধ্ব গতি দেখা যাচ্ছে। কিন্তু ২০১৮ সালের প্রথম দিকেও মার্কেট এরকম অবস্থা থেকে একদম খারাপ পর্যায়ে চলে যায়।
বেশকিছুদিন মার্কেট ভালো গেলেও আবার ডাউনে চলে গেছে। সব সাপোর্ট চলে গেছে, তাই আশংকা করা যায় মার্কেট আরো ডাউন হবে।  বিটকয়েন এখন ১০.২ হাজার ডলারের মত আছে কিন্তু আমার মনে হচ্ছে ১০ হাজারের নিচে নামতে পারে। আর বিটকয়েন ডাউন হলে সব ই ডাউন হবে সেটা বলার অপেক্ষা রাখে না। তাই আপাতত কিছু না কিনে অপেক্ষা করাই ভালো।
Title: Re: ক্রিপ্টো মার্কেট এর বর্তমান অবস্থা দেখে কি আপনার মনে হয়?
Post by: Rakin343 on September 04, 2020, 05:14:25 PM
ক্রিপ্টোকারেন্সি বর্তমান অবস্থা বেশ কিছুটা খারাপ। কিন্তু দুইদিন আগেও ক্রিপ্টোকারেন্সি মার্কেট অনেকটাই ভাল ছিল। বর্তমানে ক্রিপ্টোকারেন্সি মার্কেট এতটাই খারাপ হয়েছে যে মার্কেট অনেকটাই নিচের দিকে চলে এসেছে। মার্কেট যে হারে বৃদ্ধি পেতে শুরু করেছিল তাতে মনে হয়েছিল এই সপ্তাহের মধ্যে ইথেরিয়াম এর দাম 500 ডলার হবে এবং বিটকয়েনের দাম 14 হাজার ডলার হবে বলে আশা করা হয়েছিল। কিন্তু সেটা আর হলো না। আজ মার্কেট অনেকটাই খারাপ হয়ে গেছে। এরপর কি হবে সেটা বলা অনেক কঠিন।
Title: Re: ক্রিপ্টো মার্কেট এর বর্তমান অবস্থা দেখে কি আপনার মনে হয়?
Post by: Sharpmax on September 05, 2020, 02:25:26 PM
2018 সালের দিকে তাকালে মনে হয় ক্রিপ্টো মার্কেট এর দাম অনেক ভালো।কয়েক মাস আগের দিকে তাকালে মনটা একদম খারাপ হয়ে যায় মার্কেটের অবস্থা দেখলে হারিয়ে যায় বিনিয়োগের আস্থা এবং যদি মার্কেটের অবস্থা ভালো হয় তবে বিনিয়োগকারীর মনের প্রসার ঘটে যে তারা বিনিয়োগ করতে আগ্রহী হয়। বিটকয়েনের দাম বাড়াতে অনেক টোকেন এর দাম বেড়েছে এবং আলট কয়েন এর দাম বাড়বে।
Title: Re: ক্রিপ্টো মার্কেট এর বর্তমান অবস্থা দেখে কি আপনার মনে হয়?
Post by: Magepai on October 02, 2020, 03:28:13 AM
ক্রিপ্টো মার্কেটের এর অবস্থা এখন মোটামুটি ভালই চলছে। কিন্তু করোনাভাইরাস এর জন্য কিছুটা পিছিয়ে পড়েছে। কিন্তু তবুও আস্তে আস্তে ক্রিপ্টো মার্কেটের পজিশন ভালো হচ্ছে। কিন্তু 2017 সাল এর মত মনে হয় আর কোন দিন হবে না। যদি 2017 সালের মতো ক্রিপ্টো মার্কেট হত তাহলে অবশ্যই সবাই কাজ করার মন-মানসিকতা আরো বেড়ে যেত।
Title: Re: ক্রিপ্টো মার্কেট এর বর্তমান অবস্থা দেখে কি আপনার মনে হয়?
Post by: ranaprime on October 02, 2020, 08:49:25 AM
আমার মতে বর্তমানে ক্রিপ্টো মার্কেট ভাল না। যদিও বড় কয়েন গুলোর দাম ভাল কিন্তু বাজারে ইনভেষ্টার কম আগের চেয়ে। স্ক্যামার কয়েন দিয়ে মার্কেট ভরে গেছে। আশা করি দ্রুত এর থেকে পরিত্রান পাওয়া যাবে।
Title: Re: ক্রিপ্টো মার্কেট এর বর্তমান অবস্থা দেখে কি আপনার মনে হয়?
Post by: Papusha20 on October 02, 2020, 04:15:23 PM
ভাই ক্রিপ্টো মার্কেটের অবস্থা দেখে কি হবে কারণ কাজ করলে কাজের কোন পেমেন্ট পাইনি প্রজেক্ট সাকসেস হলে তারা প্রেমেন্ট দেয়না ম্যানেজাররা পেমেন্ট দেয় না।
Title: Re: ক্রিপ্টো মার্কেট এর বর্তমান অবস্থা দেখে কি আপনার মনে হয়?
Post by: sky20 on October 07, 2020, 06:40:04 PM
ক্রিপ্টো মার্কেট খুব স্বাভাবিক আছে। এরকম বা এর চেয়ে আরও খারাপ অথবা ভাল হতে পারে তবে বর্তমানে মার্কেটের যে ভাব দেখা যাচ্ছে তাতে এ বছর না হলেও আগমি বছর ভাল কিছু আশা করা যায়।
Title: Re: ক্রিপ্টো মার্কেট এর বর্তমান অবস্থা দেখে কি আপনার মনে হয়?
Post by: Casual on October 11, 2020, 03:23:28 AM
বর্তমান মার্কেটের অবস্থা দেখে কিছুই বলা সম্ভব নয়। দেখা যাচ্ছে কিছুদিনের মধ্যেই দাম বেড়ে চলছে আবার হঠাৎ করে দাম কমে যাচ্ছে।কিন্তু আমরা সবাই আশা করতে পারি 2021 সালে মনে হয় ক্রিপ্টোকারেন্সি মার্কেট আবারও পূর্বের অবস্থায় ফিরে আসবে।
Title: Re: ক্রিপ্টো মার্কেট এর বর্তমান অবস্থা দেখে কি আপনার মনে হয়?
Post by: Psycho on October 17, 2020, 07:20:35 AM
আপনাদের কি মনে হয় ২০২০ সালে মার্কেটের অবস্থা ভালো থাকবে? বর্তামনে যদিও মার্কেটে উর্ধ্ব গতি দেখা যাচ্ছে। কিন্তু ২০১৮ সালের প্রথম দিকেও মার্কেট এরকম অবস্থা থেকে একদম খারাপ পর্যায়ে চলে যায়।
আমার মনে হয় 2021 সালে মার্কেটের অবস্থা অনেক ভালো থাকবে। পূর্বের অবস্থানে ফিরে আসতে পারে।আমরা সবাই চাই 2017 সালের মতো মার্কেটের অবস্থা ফিরে আসুক।
Title: Re: ক্রিপ্টো মার্কেট এর বর্তমান অবস্থা দেখে কি আপনার মনে হয়?
Post by: ranaprime on October 17, 2020, 04:44:03 PM
বর্তমানে ক্রিপ্টোমার্কেটের যে অবস্থা তাতে আমি খুবই আশাবাদি এবং আমার মতে বর্তমানে ক্রিপ্টোমার্কেট খুব ভাল অবস্থানে আছে।আমি আশা করি এই করোনা মহামারি চলে গেলে এর অবস্থা আরও অনেক ভাল হবে। তাই নিশ্চিত ভাবে বলতে পারি যে  এর ভবিষ্যত  অনেক ভাল।
Title: Re: ক্রিপ্টো মার্কেট এর বর্তমান অবস্থা দেখে কি আপনার মনে হয়?
Post by: Oliva merry on October 17, 2020, 06:41:06 PM
আপনাদের কি মনে হয় ২০২০ সালে মার্কেটের অবস্থা ভালো থাকবে? বর্তামনে যদিও মার্কেটে উর্ধ্ব গতি দেখা যাচ্ছে। কিন্তু ২০১৮ সালের প্রথম দিকেও মার্কেট এরকম অবস্থা থেকে একদম খারাপ পর্যায়ে চলে যায়।
সারাবিশ্বে করোনা পরিস্থিতির কারণে সব ধরনের ব্যবসা বাণিজ্যে খারাপ অবস্থা। কিন্তু এখন সব ব্যবসায়ী ধীরে ধীরে সাবেক এ ফিরে যাচ্ছে। আশা করি ক্রিপ্টোকারেন্সি ভালো পজিশনে যাবে।
Title: Re: ক্রিপ্টো মার্কেট এর বর্তমান অবস্থা দেখে কি আপনার মনে হয়?
Post by: sky20 on October 21, 2020, 12:15:00 PM
2020 সালে আমার মনে হয় মার্কেটের যে গতি আছে সেটিই থাকবে। 2021 সালের আগে এর পরিবর্তন হওয়ার আশংকা খুবই কম।
Title: Re: ক্রিপ্টো মার্কেট এর বর্তমান অবস্থা দেখে কি আপনার মনে হয়?
Post by: Goblin on October 21, 2020, 12:24:36 PM
আপনাদের কি মনে হয় ২০২০ সালে মার্কেটের অবস্থা ভালো থাকবে? বর্তামনে যদিও মার্কেটে উর্ধ্ব গতি দেখা যাচ্ছে। কিন্তু ২০১৮ সালের প্রথম দিকেও মার্কেট এরকম অবস্থা থেকে একদম খারাপ পর্যায়ে চলে যায়।
মার্কেটের প্রাইস গুলো কখন কোন দিকে যায় সেটা কেউ বলতে পারবেনা। 2020 সালের মার্কেটের অবস্থা স্থিতিশীল ছিল আর হালকা রাস ছিল। আমি মনে করি 2021 সালে মার্কেটের অবস্থা অনেকটাই উন্নতি হবে। 2021 সালের জানুয়ারি ফেব্রুয়ারি মাসে মার্কেটের অবস্থা বৃদ্ধি পাবে ‌
Title: Re: ক্রিপ্টো মার্কেট এর বর্তমান অবস্থা দেখে কি আপনার মনে হয়?
Post by: Fawpac2 on October 21, 2020, 12:27:31 PM
বর্তমানে ক্রিপ্টো মার্কেট এখন অনেকটাই ভালো পজিশনে রয়েছে। তবে 2020 সালের শেষের দিকে ক্রিপ্টোকারেন্সি মার্কেট আরো ভাল হবে বলে আশা করা যাচ্ছে
Title: Re: ক্রিপ্টো মার্কেট এর বর্তমান অবস্থা দেখে কি আপনার মনে হয়?
Post by: XM8 on December 08, 2020, 01:07:39 PM
আপনার সাথে আমি একমত ক্রিপ্টোকারেন্সি এর বর্তমান পরিস্থিতি মোটামুটি ভালো বিটকয়েনের দাম অনেকটাই বাউন্স করছে। আশা করি বিটকয়েনের এই ধারা যদি অব্যাহত থাকে তাহলে আমার মনে হয় 2020 সালে বিটকয়েনের দাম অনেকটাই বৃদ্ধি পাবে।
Title: Re: ক্রিপ্টো মার্কেট এর বর্তমান অবস্থা দেখে কি আপনার মনে হয়?
Post by: Heron on December 08, 2020, 07:13:42 PM
আপনাদের কি মনে হয় ২০২০ সালে মার্কেটের অবস্থা ভালো থাকবে? বর্তামনে যদিও মার্কেটে উর্ধ্ব গতি দেখা যাচ্ছে। কিন্তু ২০১৮ সালের প্রথম দিকেও মার্কেট এরকম অবস্থা থেকে একদম খারাপ পর্যায়ে চলে যায়।
ক্রিপ্টোকারেন্সি মার্কেট এখন অনেক ভালো পজিশনে রয়েছে। 2020 সাল করণায় আক্রান্ত ছিল তারপরও ক্রিপ্টোকারেন্সি মার্কেট থেমে থাকেনি। 2020 সালে বিটকয়েন তার নিজের করা রেকর্ড ভেঙে ফেলেছে। সবমিলিয়ে ক্রিপ্টোকারেন্সি মার্কেট একটা ভালো পজিশনে রয়েছে। আশা করা যাচ্ছে সামনে 2021 সালেও ক্রিপ্টোকারেন্সি মার্কেট অনেক ভালো পজিশনে থাকবে ইনশাআল্লাহ।
Title: Re: ক্রিপ্টো মার্কেট এর বর্তমান অবস্থা দেখে কি আপনার মনে হয়?
Post by: Irfan12@ on December 09, 2020, 07:00:01 AM
ভাই আজকে দ একটু লক্ষ্য করলে দেখতে পারবেন যে ক্রিপ্টো মার্কেট এর সকল মুদ্রার দাম কিছুটা কমে গেছে এভাবে যদি কিছুদিন কমে যায় সকল মুদ্রার দাম তাহলে দেখা যাবে যে ক্রিপ্টো মার্কেট একেবারে মুখী হয়ে যাবে তাই আমি এ ব্যাপারে কিছুই বলতে পারছি না কেননা আমি বুঝতে পারছিনা মার্কেট কোন দিকে যাবে মার্কেটের সকল মুদ্রা আর দাম ডাম্প করবে নাকি পাম্প করবে
Title: Re: ক্রিপ্টো মার্কেট এর বর্তমান অবস্থা দেখে কি আপনার মনে হয়?
Post by: Milon626 on December 09, 2020, 07:11:00 AM
আপনাদের কি মনে হয় ২০২০ সালে মার্কেটের অবস্থা ভালো থাকবে? বর্তামনে যদিও মার্কেটে উর্ধ্ব গতি দেখা যাচ্ছে। কিন্তু ২০১৮ সালের প্রথম দিকেও মার্কেট এরকম অবস্থা থেকে একদম খারাপ পর্যায়ে চলে যায়।
  ২০২০ সালে মার্কেটের অবস্থা মোটামুটি ভালোই আছে।  যদিও প্রথম দিকে অবস্থা কিছুটা খারাপের দিকে ছিলো, পরে আবার কিছুটা ভালো হয়েছে।  আশা করা যায়, সামনের দিন গুলোতে মার্কেট  আরও ভালো হবে।                 
Title: Re: ক্রিপ্টো মার্কেট এর বর্তমান অবস্থা দেখে কি আপনার মনে হয়?
Post by: Jaya60 on December 09, 2020, 11:12:21 AM
বর্তমান সময়ে ক্রিপ্টোকারেন্সি জনপ্রিয়তা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। আরো একটা বিষয় লক্ষ করলে আমরা দেখব যে ক্রিপ্টোকারেন্সি প্রায় কয়েন গুলির দাম বৃদ্ধি পাচ্ছে।আমরা আরেকটা বিষয় লক্ষ করলে দেখব যে ইতিমধ্যে 2017 সাল কি রিপিট করে ফেলেছে বিটকয়েনের প্রাইস। আমি মনে করি সামনের দিনগুলিতে ক্রিপ্টোকারেন্সি মার্কেট আরো ভালো হবে।
Title: Re: ক্রিপ্টো মার্কেট এর বর্তমান অবস্থা দেখে কি আপনার মনে হয়?
Post by: Markuri33 on December 13, 2020, 12:42:59 AM
বর্তমান সময়ে ক্রিপ্টোকারেন্সি জনপ্রিয়তা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। আরো একটা বিষয় লক্ষ করলে আমরা দেখব যে ক্রিপ্টোকারেন্সি প্রায় কয়েন গুলির দাম বৃদ্ধি পাচ্ছে।আমরা আরেকটা বিষয় লক্ষ করলে দেখব যে ইতিমধ্যে 2017 সাল কি রিপিট করে ফেলেছে বিটকয়েনের প্রাইস। আমি মনে করি সামনের দিনগুলিতে ক্রিপ্টোকারেন্সি মার্কেট আরো ভালো হবে।

সবাই অবশ্যই ঠিক সামনের দিনগুলিতে আমার ক্রিপ্টোকারেন্সি মার্কেট আরো ভালো হবে। আমেরিকা তে কিন্তু বিটকয়েনের সমস্ত প্রচলন চালু করে দিয়েছে। তারা ইচ্ছে মতো কাজ করতে পারবেন বিটকয়েনের মাধ্যমে যেকোনো কিছু করতেও পারবে। এজন্য আমার বিশ্বাস অবশ্যই ক্রিপ্টোকারেন্সি মার্কেট আগের থেকে ভালো হবে।
Title: Re: ক্রিপ্টো মার্কেট এর বর্তমান অবস্থা দেখে কি আপনার মনে হয়?
Post by: Tamsialu$$ on December 15, 2020, 12:58:34 AM
ক্রিপ্টোকারেন্সি মার্কেট বর্তমানে অনেক ভালো অবস্থানে রয়েছে।2020 সাল শেষ হতে চলছে এ সময় আমরা দেখতে পাচ্ছি ক্রিপ্টোকারেন্সি মার্কেট ব্যাপক উন্নতি হয়েছে। 2021 সালের মধ্যে ক্রিপ্টোকারেন্সি মার্কেট আরো ভালো হবে‌।
Title: Re: ক্রিপ্টো মার্কেট এর বর্তমান অবস্থা দেখে কি আপনার মনে হয়?
Post by: Tamsialu$$ on December 15, 2020, 01:00:38 AM
বর্তমান সময়ে ক্রিপ্টোকারেন্সি জনপ্রিয়তা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। আরো একটা বিষয় লক্ষ করলে আমরা দেখব যে ক্রিপ্টোকারেন্সি প্রায় কয়েন গুলির দাম বৃদ্ধি পাচ্ছে।আমরা আরেকটা বিষয় লক্ষ করলে দেখব যে ইতিমধ্যে 2017 সাল কি রিপিট করে ফেলেছে বিটকয়েনের প্রাইস। আমি মনে করি সামনের দিনগুলিতে ক্রিপ্টোকারেন্সি মার্কেট আরো ভালো হবে।

হ্যাঁ ভাই 2017 সালে হয়তো ছিলাম না কিন্তু শুনেছি। 2017 সালে নাকি বিট কয়েনের মূল্য সর্বোচ্চ ছিল।কিন্তু 2020 সালে 2017 সালের রিপোর্ট ভেঙে দিয়েছে এবং সকল রেকর্ড ভেঙে বিটকয়েনের প্রাইস 20 হাজার ডলারে গিয়েছিল এখন কিছুটা কমেছে 20 হাজার ডলারে থেকে। 2021 সালে অবশ্যই ক্রিপ্টোকারেন্সি মার্কেট ভালো হবে‌।
Title: Re: ক্রিপ্টো মার্কেট এর বর্তমান অবস্থা দেখে কি আপনার মনে হয়?
Post by: Token@ on December 15, 2020, 09:42:46 AM
ক্রিপ্টোকারেন্সি এর বর্তমান অবস্থা দেখে মনে হয় ভবিষ্যতে ভালো রকমের একটি পরিবর্তন এনে দেবে। পুরো পৃথিবী কে চমকে দিয়ে দেবে ক্রিপ্টোকারেন্সি।এভাবে যদি দাম বৃদ্ধি পেতে থাকে ক্রিপ্টোকারেন্সি একদিন পুরো পৃথিবী কে রাজত্ব করা যাবে। কারণ ইতিমধ্যে বিটকয়েন কে সোনার সাথে তুলনা করা হচ্ছে।সোনার চেয়েও বেশি বিটকয়েন কে মূল্যায়ন করা হবে এটা সবাই আশা বাদী। বিটকয়েন তার দাম যেভাবে বৃদ্ধি পেতে চলেছে কয়েক বছরের মধ্যে এটি সবচেয়ে বেশি মূল্যায়ন করা হবে।
Title: Re: ক্রিপ্টো মার্কেট এর বর্তমান অবস্থা দেখে কি আপনার মনে হয়?
Post by: Ricky on December 15, 2020, 09:56:00 AM
আপনাদের কি মনে হয় ২০২০ সালে মার্কেটের অবস্থা ভালো থাকবে? বর্তামনে যদিও মার্কেটে উর্ধ্ব গতি দেখা যাচ্ছে। কিন্তু ২০১৮ সালের প্রথম দিকেও মার্কেট এরকম অবস্থা থেকে একদম খারাপ পর্যায়ে চলে যায়।
ক্রিপ্টোকারেন্সি মার্কেট এর বর্তমান অবস্থা খুব ভালোই লক্ষ করা যাচ্ছে। আজকের মার্কেট অনুযায়ী বিটকয়েন 19 হাজার 190 ডলার এর উপরে অবস্থান করছে বিটকয়েনের প্রাইস। বলা যায় নিঃসন্দেহে বিটকয়েন খুব ভালো পজিশনে রয়েছে মার্কেটে। সাথে অন্য কয়েন গুলো কিছুটা পাম্প করেছে। এভাবে চলতে থাকলে আশা করা যায় 2021 সালের শুরুতেই ক্রিপ্টোকারেন্সি মার্কেট আরো অনেক ভালো পজিশনে চলে যাবে।
Title: Re: ক্রিপ্টো মার্কেট এর বর্তমান অবস্থা দেখে কি আপনার মনে হয়?
Post by: Tubelight on March 25, 2021, 10:46:22 AM
বর্তমানে ক্রিপ্টো মার্কেট এর অবস্থান অনেকটাই ভালো। বিটকয়েন এর মূল্য বর্তমানে অনেক ভালো একটি অবস্থানে আছে। যদিও ইথারিয়াম এর মূল্য দেখে আমি সন্তুষ্ট নয়।আশা করব ভবিষ্যতে বিটকয়েন এর মূল্য বৃদ্ধির সাথে সাথে ইথারিয়াম এর মূল্য বৃদ্ধি পাবে।
Title: Re: ক্রিপ্টো মার্কেট এর বর্তমান অবস্থা দেখে কি আপনার মনে হয়?
Post by: bmr on March 27, 2021, 12:50:04 AM
2021 সালের যে অবস্থা এটি এবছরের শেষে আরও ভাল হবে। দিন যাচ্ছে এর বিস্তার লাভ করছে। আমি মনে করি আগামি দিনগুলোতে এর অবস্থা বাড়তেই থাকবে।
Title: Re: ক্রিপ্টো মার্কেট এর বর্তমান অবস্থা দেখে কি আপনার মনে হয়?
Post by: HeartBit143 on March 27, 2021, 02:30:35 AM
ক্রিপ্টো মার্কেট এখন অনেক ভালো অবস্থানে আছে।  এখন মোটামুটি সব কয়েনের দামই ভালো পর্যায়ে আছে।  তাছাড়া এখানে বাউন্টি এবং এয়ারড্রপ গুলোও সাকসেস হচ্ছে।  সব মিলিয়ে এখন ক্রিপ্টোকারেন্সির অবস্থা অনেক ভালো।                           
Title: Re: ক্রিপ্টো মার্কেট এর বর্তমান অবস্থা দেখে কি আপনার মনে হয়?
Post by: ExtraPoint on March 27, 2021, 03:22:19 AM
আপনাদের কি মনে হয় ২০২০ সালে মার্কেটের অবস্থা ভালো থাকবে? বর্তামনে যদিও মার্কেটে উর্ধ্ব গতি দেখা যাচ্ছে। কিন্তু ২০১৮ সালের প্রথম দিকেও মার্কেট এরকম অবস্থা থেকে একদম খারাপ পর্যায়ে চলে যায়।
এখনো পর্যন্ত কিন্তু ক্রিপ্টো মার্কেটের খারাপ খবর শুনি নি। তবে মার্কেট পাম্পিং এবং ডাম্পিং করছে অনবরত সেটা মানতেই হবে। পাম্পিং এবং ডাম্পিং করা ক্রিপ্টো মার্কেটের ধর্ম। ক্রিপ্টো মার্কেটের বর্তমান অবস্থা বলতে গেলে ভালই আছে। কারণ সকল কয়েনের দাম এখন ক্রিপ্টো মার্কেটে বৃদ্ধি পাচ্ছে।
Title: Re: ক্রিপ্টো মার্কেট এর বর্তমান অবস্থা দেখে কি আপনার মনে হয়?
Post by: Rothi roy on March 27, 2021, 04:37:24 AM
বাজারের দর দাম উঠানামা ক্রিপ্টো মার্কেটে দৈনিন্দন ঘটনা এটি। ফিফটি মার্কেট এর বর্তমান অবস্থা ভীষণ ভালো। 2021 সালের শুরুটা ক্রিপ্টো মার্কেট খুব ভালোভাবে করেছে। আমার মনে হয় বছরে শেষেও ভীষণ ভালো থাকবে। আর ক্রিপ্টো মার্কেট স্থিতিশীল নয়, তাই মুহূর্তের মধ্যে এটি পরিবর্তন হতে পারে।
ক্রিপ্টো মার্কেট এর বর্তমান অবস্থা দেখে, আমার মনে হয় মার্কেট ব্যবস্থা ভবিষ্যতে আরো অনেক ভালো হবে।
Title: Re: ক্রিপ্টো মার্কেট এর বর্তমান অবস্থা দেখে কি আপনার মনে হয়?
Post by: Dark Knight on March 27, 2021, 07:08:09 AM
আপনাদের কি মনে হয় ২০২০ সালে মার্কেটের অবস্থা ভালো থাকবে? বর্তামনে যদিও মার্কেটে উর্ধ্ব গতি দেখা যাচ্ছে। কিন্তু ২০১৮ সালের প্রথম দিকেও মার্কেট এরকম অবস্থা থেকে একদম খারাপ পর্যায়ে চলে যায়।
আপনি দেখলে দেখতে পাবেন যে 2020 সালের তুলনায় 2021 সালে ক্রিপ্টো মার্কেট অনেক উন্নত হয়েছে। 2021 সালের সকল ক্রিপ্টোকারেন্সিক মুদ্রার দাম বৃদ্ধি পেয়েছে।
Title: Re: ক্রিপ্টো মার্কেট এর বর্তমান অবস্থা দেখে কি আপনার মনে হয়?
Post by: Pagli on March 27, 2021, 07:10:44 AM
এই সম্পর্কে আমার তেমন কোন ধারণা নেই যদি কোনো সিনিয়র ভাই জেনে থাকেন তাহলে দয়া করে বলে যাবে
Title: Re: ক্রিপ্টো মার্কেট এর বর্তমান অবস্থা দেখে কি আপনার মনে হয়?
Post by: Cristiano on March 27, 2021, 07:47:58 AM
এই সম্পর্কে আমার তেমন কোন ধারণা নেই যদি কোনো সিনিয়র ভাই জেনে থাকেন তাহলে দয়া করে বলে যাবে
আপনি ফোরামের একজন নতুন সদস্য। আপনাকে স্বাগতম।
আপনি আগে ক্রিপ্টোকারেন্সি মার্কেট সম্পর্কে জানার আগে  ফোরামের রুলস গুলো ভালোভাবে ফলো করুন।

কিভাবে আপনি রেংক আপ করতে পারবেন সে বিষয় সর্ম্পকে জানতে এখানে ক্লিক করুন

Learn how to rank up & use this forum without receiving penalties (https://www.altcoinstalks.com/index.php?topic=23431.0)
Title: Re: ক্রিপ্টো মার্কেট এর বর্তমান অবস্থা দেখে কি আপনার মনে হয়?
Post by: raisajahan on March 27, 2021, 08:06:17 AM
বর্তমান সময়ে মার্কেটের অবস্থা ভাল কারন সব ধরনের কয়েন এর দাম বৃদ্ধি পাচ্ছে এবং নতুন নতুন প্রজেক্ট নামছে মার্কেট এ। বিটকয়েন এর দাম বৃদ্ধি পাচ্ছে। তাই আমার মতে বর্তমানে ক্রিপ্টো কারেন্সি তথা ডিজিটাল মুদ্রা মার্কেট এর অবস্থান এখন অনেক বেশি ভালো।