Altcoins Talks - Cryptocurrency Forum
Local => বাংলা (Bengali) => Topic started by: Istiak on January 17, 2020, 12:29:43 PM
-
এয়ারড্রপের অনেক টেলিগ্রাম চ্যানেল থাকলেও বাউন্টি এর তেমন কোন চ্যানেল বা গ্রুপ দেখা যায় না। কারো কাছে সেরকম কোন গ্রুপ থাকলে দয়া করা শেয়ার করবেন।
-
এয়ারড্রপের অনেক টেলিগ্রাম চ্যানেল থাকলেও বাউন্টি এর তেমন কোন চ্যানেল বা গ্রুপ দেখা যায় না। কারো কাছে সেরকম কোন গ্রুপ থাকলে দয়া করা শেয়ার করবেন।
বাউন্টি করতে তেমন কোনো গ্রুপের দরকার হয় না। এটা নিজে নিজেই করা জায় কারন। বাউন্টি করতে কোনো রকম রেফারের প্রয়জন হয় না। তাই আমি বলি আপনি নিজে নিজেই করুন। আর কোনো বিসয় না বুঝলে তা ফোরামে পোস্ট করুন বুঝিয়ে দেওয়া জাবে
-
এয়ারড্রপের অনেক টেলিগ্রাম চ্যানেল থাকলেও বাউন্টি এর তেমন কোন চ্যানেল বা গ্রুপ দেখা যায় না। কারো কাছে সেরকম কোন গ্রুপ থাকলে দয়া করা শেয়ার করবেন।
আসলে এয়ারড্রপের জন্য অনেক গ্রুপ আছে সেটা সত্য কারণ এয়ারড্রপ থেকে গ্রুপ এডমিন বা মেম্বাররা সুবিধা পায় কিন্তু বাউন্টি গ্রুপ থেকে কেউ সুবিধা পায়না। এজন্য সাধারণত বাউন্টির জন্য কেউ টেলিগ্রাম গ্রুপ খোলেনা। সবচেয়ে ভালো পরামর্শ হচ্ছে আপনি বিটকয়েনটক বা অলটকয়েনটক দুই ফোরামের বাউন্টি বোর্ডে গিয়ে নোটিফিকেশন অন করে রাখেন তাহলে নতুন কোন বাউন্টি লিংক পোস্ট হওয়া মাত্রই আপনার ইমেইলে লিংক চলে যাবে।
-
এয়ারড্রপের অনেক টেলিগ্রাম চ্যানেল থাকলেও বাউন্টি এর তেমন কোন চ্যানেল বা গ্রুপ দেখা যায় না। কারো কাছে সেরকম কোন গ্রুপ থাকলে দয়া করা শেয়ার করবেন।
আসলে এয়ারড্রপের জন্য অনেক গ্রুপ আছে সেটা সত্য কারণ এয়ারড্রপ থেকে গ্রুপ এডমিন বা মেম্বাররা সুবিধা পায় কিন্তু বাউন্টি গ্রুপ থেকে কেউ সুবিধা পায়না। এজন্য সাধারণত বাউন্টির জন্য কেউ টেলিগ্রাম গ্রুপ খোলেনা। সবচেয়ে ভালো পরামর্শ হচ্ছে আপনি বিটকয়েনটক বা অলটকয়েনটক দুই ফোরামের বাউন্টি বোর্ডে গিয়ে নোটিফিকেশন অন করে রাখেন তাহলে নতুন কোন বাউন্টি লিংক পোস্ট হওয়া মাত্রই আপনার ইমেইলে লিংক চলে যাবে।
ভাই নোটিফিকেশন কিভাবে অন করে একটু শিখায়ে দেন। আমি পারিনা ভাই।
-
এয়ারড্রপের অনেক টেলিগ্রাম চ্যানেল থাকলেও বাউন্টি এর তেমন কোন চ্যানেল বা গ্রুপ দেখা যায় না। কারো কাছে সেরকম কোন গ্রুপ থাকলে দয়া করা শেয়ার করবেন।
আসলে এয়ারড্রপের জন্য অনেক গ্রুপ আছে সেটা সত্য কারণ এয়ারড্রপ থেকে গ্রুপ এডমিন বা মেম্বাররা সুবিধা পায় কিন্তু বাউন্টি গ্রুপ থেকে কেউ সুবিধা পায়না। এজন্য সাধারণত বাউন্টির জন্য কেউ টেলিগ্রাম গ্রুপ খোলেনা। সবচেয়ে ভালো পরামর্শ হচ্ছে আপনি বিটকয়েনটক বা অলটকয়েনটক দুই ফোরামের বাউন্টি বোর্ডে গিয়ে নোটিফিকেশন অন করে রাখেন তাহলে নতুন কোন বাউন্টি লিংক পোস্ট হওয়া মাত্রই আপনার ইমেইলে লিংক চলে যাবে।
ভাই নোটিফিকেশন কিভাবে অন করে একটু শিখায়ে দেন। আমি পারিনা ভাই।
বাউন্টি বোর্ডে যাবেন প্রথমে। https://www.altcoinstalks.com/index.php?board=22.0
এরপরে নিচের ইমেজের চিহ্নিত নোটিফাইতে ক্লিক করুন। তাহলে নতুন কোন বাউন্টি পোস্ট করা মাত্রই আপনার ইমেইলে নোটিফাই চলে যাবে।
(https://i.imgur.com/xyA5cLE.png)
-
এয়ারড্রপের অনেক টেলিগ্রাম চ্যানেল থাকলেও বাউন্টি এর তেমন কোন চ্যানেল বা গ্রুপ দেখা যায় না। কারো কাছে সেরকম কোন গ্রুপ থাকলে দয়া করা শেয়ার করবেন।
আসলে এয়ারড্রপের জন্য অনেক গ্রুপ আছে সেটা সত্য কারণ এয়ারড্রপ থেকে গ্রুপ এডমিন বা মেম্বাররা সুবিধা পায় কিন্তু বাউন্টি গ্রুপ থেকে কেউ সুবিধা পায়না। এজন্য সাধারণত বাউন্টির জন্য কেউ টেলিগ্রাম গ্রুপ খোলেনা। সবচেয়ে ভালো পরামর্শ হচ্ছে আপনি বিটকয়েনটক বা অলটকয়েনটক দুই ফোরামের বাউন্টি বোর্ডে গিয়ে নোটিফিকেশন অন করে রাখেন তাহলে নতুন কোন বাউন্টি লিংক পোস্ট হওয়া মাত্রই আপনার ইমেইলে লিংক চলে যাবে।
ভাই নোটিফিকেশন কিভাবে অন করে একটু শিখায়ে দেন। আমি পারিনা ভাই।
বাউন্টি বোর্ডে যাবেন প্রথমে। https://www.altcoinstalks.com/index.php?board=22.0
এরপরে নিচের ইমেজের চিহ্নিত নোটিফাইতে ক্লিক করুন। তাহলে নতুন কোন বাউন্টি পোস্ট করা মাত্রই আপনার ইমেইলে নোটিফাই চলে যাবে।
(https://i.imgur.com/xyA5cLE.png)
ইমেল ছাড়া অন্য কোথাও আসবে না? আমি ইমেল তেমন চেক করিনা।
-
এয়ারড্রপের অনেক টেলিগ্রাম চ্যানেল থাকলেও বাউন্টি এর তেমন কোন চ্যানেল বা গ্রুপ দেখা যায় না। কারো কাছে সেরকম কোন গ্রুপ থাকলে দয়া করা শেয়ার করবেন।
বাউন্টি করতে তেমন কোনো গ্রুপের দরকার হয় না। এটা নিজে নিজেই করা জায় কারন। বাউন্টি করতে কোনো রকম রেফারের প্রয়জন হয় না। তাই আমি বলি আপনি নিজে নিজেই করুন। আর কোনো বিসয় না বুঝলে তা ফোরামে পোস্ট করুন বুঝিয়ে দেওয়া জাবে
ভাইয়া বাউন্টি আমরা নিজেরাই করব ঠিক আছে কিন্তু কোথায় পাবো এবং কোন কোন বাউন্টি গুলা ভালো হবে সেটা কি করে বুঝবো আর নতুন বাউন্টি আসলে কোথায় থাকবে এসব যদি একটু বুঝিয়ে বলতেন খুব উপকার হতো।
-
আসলে বাউন্টির জন্য তেমন কোন গ্রুপের প্রয়োজন আছে বলে আমি মনেকরি না। কারন বাউন্টির সকল তথ্য আমরা ফোরাম থেকে এবং সংশ্লিষ্ট প্রোজেক্টের টেলিগ্রাম গ্রুপ থেকে পেয়ে থাকি। বরং গ্রুপের মাধ্যমে কাজ করতে গেলে একজনের সঙ্গে আরেক জনের কানেকশন তৈরি হতেপারে যেটা আমাদের ফোরামের ভবিষ্যৎ নষ্ট করে দিতেপারে। তাই সবকিছু বিশ্লেষণ করে বলতে পারি যে আমাদের ফোরামে কাজ করার জন্য তেমন কোন গ্রুপের প্রয়োজন নেই ।
-
বাউন্টি করার জন্য গুপের প্রয়োজন দরকার হয় না। যদি আপনি আপনার সুবিধা মত গ্রপ তৈরী করে নেন তাহলে তো কোন কথায় নেই।
-
এয়ারড্রপের অনেক টেলিগ্রাম চ্যানেল থাকলেও বাউন্টি এর তেমন কোন চ্যানেল বা গ্রুপ দেখা যায় না। কারো কাছে সেরকম কোন গ্রুপ থাকলে দয়া করা শেয়ার করবেন।
আসলে এয়ারড্রপের জন্য অনেক গ্রুপ আছে সেটা সত্য কারণ এয়ারড্রপ থেকে গ্রুপ এডমিন বা মেম্বাররা সুবিধা পায় কিন্তু বাউন্টি গ্রুপ থেকে কেউ সুবিধা পায়না। এজন্য সাধারণত বাউন্টির জন্য কেউ টেলিগ্রাম গ্রুপ খোলেনা। সবচেয়ে ভালো পরামর্শ হচ্ছে আপনি বিটকয়েনটক বা অলটকয়েনটক দুই ফোরামের বাউন্টি বোর্ডে গিয়ে নোটিফিকেশন অন করে রাখেন তাহলে নতুন কোন বাউন্টি লিংক পোস্ট হওয়া মাত্রই আপনার ইমেইলে লিংক চলে যাবে।
ভাই নোটিফিকেশন কিভাবে অন করে একটু শিখায়ে দেন। আমি পারিনা ভাই।
খু্বই সহজ একটা ব্যাপার আপনি যেখানে রিপ্লাই দেন সেখানে থেকে ডান দিকে গেলে নোটিফাই নামের একটি অপশন থাকে সেখানে ক্লিক করে অন করে রাখেন।
-
এয়ার্ড্রপ এর মত যদি বাউন্টি করা হতো তাহলে অনেক আগেই গ্রুপ ক্রিয়েট করা হতো। বাউন্টি করতে কোন গ্রুপের প্রয়োজন হয় না। বাউন্টি করতে কোন রেফারেল প্রয়োজন নাই বা কোনো রেফার কমিশন নাই। যদি রেফার কমিশন থাকতো তাহলে অনেক আগেই গ্রুপ ক্রিয়েট করা হতো। বাউন্ডারি একটি গ্রুপ আছে যেখানে সব ধরনের বাউন্টি ছাড়া হয়। নতুন যতগুলা বাউন্টি আসে সেই বাউন্টি গুলো এই গ্রুপে ছাড়া হয়। গ্রুপটিতে মোটামুটি সবাই জয়েন আছে। গ্রুপ টির নাম হল বাউন্টি ডিএক্টিভেট । আপনি যদি বাউন্টি খুঁজে না পান তাহলে এই ফোরামে বাউন্টি নামক একটি সেকশন আছে। সেখানে ঢুকলেই সব বাউন্টি পেয়ে যাবেন।
-
এয়ারড্রপের অনেক টেলিগ্রাম চ্যানেল থাকলেও বাউন্টি এর তেমন কোন চ্যানেল বা গ্রুপ দেখা যায় না। কারো কাছে সেরকম কোন গ্রুপ থাকলে দয়া করা শেয়ার করবেন।
আসলে এয়ারড্রপের জন্য অনেক গ্রুপ আছে সেটা সত্য কারণ এয়ারড্রপ থেকে গ্রুপ এডমিন বা মেম্বাররা সুবিধা পায় কিন্তু বাউন্টি গ্রুপ থেকে কেউ সুবিধা পায়না। এজন্য সাধারণত বাউন্টির জন্য কেউ টেলিগ্রাম গ্রুপ খোলেনা। সবচেয়ে ভালো পরামর্শ হচ্ছে আপনি বিটকয়েনটক বা অলটকয়েনটক দুই ফোরামের বাউন্টি বোর্ডে গিয়ে নোটিফিকেশন অন করে রাখেন তাহলে নতুন কোন বাউন্টি লিংক পোস্ট হওয়া মাত্রই আপনার ইমেইলে লিংক চলে যাবে।
ভাই নোটিফিকেশন কিভাবে অন করে একটু শিখায়ে দেন। আমি পারিনা ভাই।
বাউন্টি বোর্ডে যাবেন প্রথমে। https://www.altcoinstalks.com/index.php?board=22.0
এরপরে নিচের ইমেজের চিহ্নিত নোটিফাইতে ক্লিক করুন। তাহলে নতুন কোন বাউন্টি পোস্ট করা মাত্রই আপনার ইমেইলে নোটিফাই চলে যাবে।
(https://i.imgur.com/xyA5cLE.png)
ধন্যবাদ ভাইয়া এটা আমার জন্য খুব ভালো হলো নতুন কোন বাউন্টি আসলেই নোটিফিকেশন পেয়ে যাব। কিন্তু ভাইয়া একটা প্রশ্ন নোটিফিকেশন টা কোন জিমেইল এ আসবে যে জিমেইল দিয়ে এলাটকয়েন আইডিটা খোলা সেই জিমেইলেই কি আসবে একটু জানাবেন ভাইয়া প্লিজ।
-
@xsTarek
আপনি যে ইমেইল দিয়ে ফোরামে আইডি খুলেছেন, নোটিফিকেশন সেই ইমেইলে যাবে। মাঝে মাঝে ইমেইল চেক করবেন, বাউন্টি পোস্ট হওয়া মাত্রই আপনার ইমেইলে নোটিফিকেন ম্যাসেজ চলে যাবে লিংক সহ। এটা খুবই কার্যকর পদ্ধতি। আমি পরিচিত অপরিচিত যারা আমাকে নক দিয়েছে তাদের এটা জানিয়ে দিয়েছি। তারাও খুশি এটা জেনে। এটা করলে বাউন্টি লিংকের জন্য কারো দারস্থ হতে হবেনা।এছাড়া বাউন্টি বোর্ডে প্রতিদিন এক দুবার ঘুরে দেখবেন।
-
ইয়ার ড্রপ এর জন্য টেলিগ্রাম চ্যানেল থাকলেও বাউন্টির জন্য টেলিগ্রাম চ্যানেল থাকে না বা পাওয়া যায় না এয়ারড্রপ অনক টেলিগ্রাম চ্যানেল পাওয়া যায় কারণ এয়ারড্রপ এ রেফার করলে উপার্জন বেশি হয় যে যতোবেশি রেফার করতে পারবে সে ততোবেশি অর্থ বা টোকেন পাবে। কিন্তু বাউন্টির জন্য কোনো রেফারের প্রয়োজন হয় না তাই সে রকম টেলিগ্রাম চ্যানেল পাওয়া যায় না। আমি মনে করি বাউন্টি নিজে নিজেই করা ভালো,,, কোনো রকম সাহায্যের প্রয়োজন হলে বলবেন সিনিয়র ভাইয়ারা আছে তারা আপনাকে অবশ্যই সাহায্য করার চেষ্টা করবেন
-
ফোরামে বেশি সময় ধরে সক্রিয় থাকলে টেলিগ্রাম বাউন্টি গ্রুপ এর প্রয়োজন নেই।তাই যারা ফোরামে নিয়মিত একটিভ থাকে তারা সব নিউজ জানে। এবং তারা বুদ্ধিমত্তার সাথে ভালো পারদর্শিতা অর্জন করে। বাউন্টি কোন গ্রুপের প্রয়োজন আছে বলে আমার মনে হয় না।
-
বাউন্টি করার জন্য আপনার গ্রুপ তেমন প্রয়োজন পড়ে না। বাউন্টি ফোরামে গেলে বাউন্টি পাওয়া যায়। এখান থেকে ভালো ভালো বাউন্টি দেখে আপনারা কাজ করবে। এর জন্য আপনাদের কোন চ্যানেলের প্রয়োজন হয় না।
-
এয়ার্ড্রপ করার সময় গ্রুপের প্রয়োজন হয়। ফলে দেখা যায় কোন এয়ার্ড্রপ এর লিংক সেই গ্রুপে দিলে অনেকগুলো রেফার হয়। কিন্তু বাউন্টি এর ক্ষেত্রে সেরকম কোন গ্রুপ-এর প্রয়োজন হয়না।
-
আমি মনে করি বাউন্টি করতে তেমন কোন গ্রুপের প্রয়োজন হয় না।যদি ফোরামে নিয়মিত একটিভ থাকা যায় এবং যে বিষয়ে আপনি বুঝতেছেন না সেই বিষয়ে যদি বেশি বেশি ঘাটা যায় তাহলে অবশ্যই জানতে পারবেন।
-
এয়ারড্রপের অনেক টেলিগ্রাম চ্যানেল থাকলেও বাউন্টি এর তেমন কোন চ্যানেল বা গ্রুপ দেখা যায় না। কারো কাছে সেরকম কোন গ্রুপ থাকলে দয়া করা শেয়ার করবেন।
হ্যা এই বিষয় টি আমিও লক্ষ্য করেছি। আমার এই বিষয় টি জানার দরকার।
-
আমি মনে করি বাউন্টি করতে তেমন কোন গ্রুপের প্রয়োজন হয় না।যদি ফোরামে নিয়মিত একটিভ থাকা যায় এবং যে বিষয়ে আপনি বুঝতেছেন না সেই বিষয়ে যদি বেশি বেশি ঘাটা যায় তাহলে অবশ্যই জানতে পারবেন।
এই বিষয়ে যদি কেউ আগ্রহী থাকেনে তাহলে নিজ উদ্যোগে একটি চ্যানেল খুলন। দেখবেন যাদের প্রয়োজন তারা এড হয়েছে। আমি মনে করি প্রেয়োজন নেই। কারন এখান থেকেই আপনি সব ইনফরমেশন পেয়ে যাবেন।
-
আমি মনে করি বাউন্টি করতে তেমন কোন গ্রুপের প্রয়োজন হয় না।যদি ফোরামে নিয়মিত একটিভ থাকা যায় এবং যে বিষয়ে আপনি বুঝতেছেন না সেই বিষয়ে যদি বেশি বেশি ঘাটা যায় তাহলে অবশ্যই জানতে পারবেন।
এই বিষয়ে যদি কেউ আগ্রহী থাকেনে তাহলে নিজ উদ্যোগে একটি চ্যানেল খুলন। দেখবেন যাদের প্রয়োজন তারা এড হয়েছে। আমি মনে করি প্রেয়োজন নেই। কারন এখান থেকেই আপনি সব ইনফরমেশন পেয়ে যাবেন।
বাউন্টি থ্রেডের এলার্ট অপসন অন করে রাখেন নতুন বাউন্টি পোস্ট হওয়ার সাথে সাথে মেইল পাবেন। এটাই বেটার অপশন
-
আমি মনে করি বাউন্টি করতে তেমন কোন গ্রুপের প্রয়োজন হয় না।যদি ফোরামে নিয়মিত একটিভ থাকা যায় এবং যে বিষয়ে আপনি বুঝতেছেন না সেই বিষয়ে যদি বেশি বেশি ঘাটা যায় তাহলে অবশ্যই জানতে পারবেন।
এই বিষয়ে যদি কেউ আগ্রহী থাকেনে তাহলে নিজ উদ্যোগে একটি চ্যানেল খুলন। দেখবেন যাদের প্রয়োজন তারা এড হয়েছে। আমি মনে করি প্রেয়োজন নেই। কারন এখান থেকেই আপনি সব ইনফরমেশন পেয়ে যাবেন।
[/quote
হ্যাঁ ভাই আপনি একদম ঠিক বলেছেন।আপনার যদি ইচ্ছা থাকে তাহলে নিজ ইচ্ছায় থেকে আপনি চ্যানেল খুলে নিতে পারেন।আমি মনে করি এই ফোরামে প্রায় সব বিষয় সম্পর্কে দেওয়া হয় অতএব আপনার যদি মনে চায় তাহলে আপনি নতুন চ্যানেল খুলতে পারেন।
-
এয়ারড্রপের অনেক টেলিগ্রাম চ্যানেল থাকলেও বাউন্টি এর তেমন কোন চ্যানেল বা গ্রুপ দেখা যায় না। কারো কাছে সেরকম কোন গ্রুপ থাকলে দয়া করা শেয়ার করবেন।
আমি যতদূর সম্ভব জানি বাউন্টি করতে কোন টেলিগ্রাম চ্যানেল লাগেনা। আমার অভিজ্ঞতা থেকে বলছি যে আমি একসময় প্রচুর পরিমাণে এয়ার ড্রপ করতাম সেখানে দেখেছি যে টেলিগ্রামের চ্যানেল প্রয়োজন ছিল।এখানে কোন টেলিগ্রামের প্রয়োজন নেই যদি আপনার ইচ্ছা থাকে তাহলে আপনি নিজে করতে পারেন।
-
ভাই বাউন্টি করতে কোন টেলিগ্রাম গ্রুপের দরকার পড়ে না তাই অল্প কিছু টেলিগ্রাম চ্যানেল হলেই হয়ে যায় আরবের যে সমস্ত গ্রুপ রয়েছে বাউন্টি অতটা গ্রুপ নেই। এয়ার ড্রপ এর চাইতে বাউন্টিতে কাজ করলে প্রফিট বেশি পাওয়া যায় আপনি বাউন্টিতে কাজ করতে পারেন।
-
এয়ারড্রপের অনেক টেলিগ্রাম চ্যানেল থাকলেও বাউন্টি এর তেমন কোন চ্যানেল বা গ্রুপ দেখা যায় না। কারো কাছে সেরকম কোন গ্রুপ থাকলে দয়া করা শেয়ার করবেন।
আসলে এয়ারড্রপ এর জন্য অনেক টেলিগ্রাম গ্রুপ দেখা যায়। কারণ এয়ার্ড্রপ এ রেফার বোনাস থাকে যে যত বেশি রেফার করতে পারে তার তত বেশি প্রফিট হয়। তাই অনেকে এয়ার্ড্রপ এর জন্য টেলিগ্রাম গ্রুপ খুলে থাকে। কিন্তু বাউন্টিতে কোনো রেফার বোনাস থাকেনা তাই কেউ বাউন্টি নিয়ে টেলিগ্রাম গ্রুপ খোলা নিয়ে আগ্রহ থাকে না। আপনি নতুন কোন বানানটি আসলে সেটার নোটিফিকেশন পাওয়ার জন্য বাউন্টি অপশনে গিয়ে নোটিফিকেশন অন করে রাখতে পারেন।
-
এয়ারড্রপের অনেক টেলিগ্রাম চ্যানেল থাকলেও বাউন্টি এর তেমন কোন চ্যানেল বা গ্রুপ দেখা যায় না। কারো কাছে সেরকম কোন গ্রুপ থাকলে দয়া করা শেয়ার করবেন।
ভাই আমার মনে হয় এয়ার্ড্রপ এর জন্য বিভিন্ন টেলিগ্রাম গ্রুপ থাকলেও বাউন্টি এর জন্য কোন টেলিগ্রাম গ্রুপ নেই। থাকলে হয়তো আমাদের মত জুনিয়র ভাইদের জন্য অনেক উপকারে আসতো। আমরা বাউন্টি এর আপডেট সম্পর্কে জানতে পারতাম।
-
এয়ারড্রপের অনেক টেলিগ্রাম চ্যানেল থাকলেও বাউন্টি এর তেমন কোন চ্যানেল বা গ্রুপ দেখা যায় না। কারো কাছে সেরকম কোন গ্রুপ থাকলে দয়া করা শেয়ার করবেন।
বাউন্টি করতে তেমন কোনো গ্রুপের দরকার হয় না। এটা নিজে নিজেই করা জায় কারন। বাউন্টি করতে কোনো রকম রেফারের প্রয়জন হয় না। তাই আমি বলি আপনি নিজে নিজেই করুন। আর কোনো বিসয় না বুঝলে তা ফোরামে পোস্ট করুন বুঝিয়ে দেওয়া জাবে
ধন্যবাদ ভাই আপনাকে ভালো করে বোঝানোর জন্য
-
এয়ার্ড্রপ করার সময় গ্রুপের প্রয়োজন হয়। ফলে দেখা যায় কোন এয়ার্ড্রপ এর লিংক সেই গ্রুপে দিলে অনেকগুলো রেফার হয়। কিন্তু বাউন্টি এর ক্ষেত্রে সেরকম কোন গ্রুপ-এর প্রয়োজন হয়না।
এয়ারড্রপ রেফার করলে ভাল প্রফিট পাওয়া যায়। তাই এয়ারড্রপ এর জন্য অনেকে টেলিগ্রাম টেলিগ্রাম চ্যানেল খুলে তার নিজের রেফার করায়। কিন্তু বাউন্টিতে কোনো রেফার বোনাস হয়না তাই বাউন্টি এর জন্য টেলিগ্রাম গ্রুপ ও কেউ খুলতে আগ্রহী না।
-
বাউন্টি করতে কোন টেলিগ্রাম রেফারের প্রয়োজন পড়ে না তাই কেউ বাউন্টি গ্রুপঅযথা তৈরি করে না কিন্তু এয়ার্ড্রপ করতে ব্যবহারের প্রয়োজন পড়ে রেফার করলে বেশি টাকা পেমেন্ট পাওয়া যায় এজন্য অনেকেই এয়ার্ড্রপ টেলিগ্রাম গ্রুপ খুলে থাকে।
-
এয়ারড্রপের অনেক টেলিগ্রাম চ্যানেল থাকলেও বাউন্টি এর তেমন কোন চ্যানেল বা গ্রুপ দেখা যায় না। কারো কাছে সেরকম কোন গ্রুপ থাকলে দয়া করা শেয়ার করবেন।
বাউন্টি করতে তেমন কোনো গ্রুপের দরকার হয় না। এটা নিজে নিজেই করা জায় কারন। বাউন্টি করতে কোনো রকম রেফারের প্রয়জন হয় না। তাই আমি বলি আপনি নিজে নিজেই করুন। আর কোনো বিসয় না বুঝলে তা ফোরামে পোস্ট করুন বুঝিয়ে দেওয়া জাবে
ধন্যবাদ ভাই আপনাকে ভালো করে বোঝানোর জন্য
আমি আপনার সবগুলো পোস্ট দেখলাম। বেশিরভাগ পোস্ট গুলোই শুধুমাত্র ধন্যবাদ দিয়েছেন। এখানে সবাই সবাইকে হেল্প করার জন্যই আছে। শুধুমাত্র ধন্যবাদ দিয়ে পোস্ট বাড়ানোর এবং ফোরাম এর পরিবেশ নষ্ট করার দরকার নাই।
-
ভাই এয়ারড্রপ এর জন্য টেলিগ্রাম গ্রুপ বা চ্যানেল থাকে তার কারণ এয়ারড্রপ করার জন্য রেফারের প্রয়োজন হয় যে যতোবেশি রেফার করতে পারে তার ইনকামটা একটু বেশি হয় তাই এয়ারড্রপ এ রেফার করার জন্য বিভিন্ন টেলিগ্রাম গ্রুপ থকে,, কিন্তু বাউন্টিতে তার প্রয়োজন হয় না।
-
এয়ারড্রপের অনেক টেলিগ্রাম চ্যানেল থাকলেও বাউন্টি এর তেমন কোন চ্যানেল বা গ্রুপ দেখা যায় না। কারো কাছে সেরকম কোন গ্রুপ থাকলে দয়া করা শেয়ার করবেন।
আপনাকে বাউন্টি করার জন্য তেমন কোন গ্রুপের প্রয়োজন হবে না।ভালো বাউন্টি থাকলে সেখানে পার্টিসিপেট সংখ্যা দেখে বুঝতে পারবেন।তা ছাড়াও বিভিন্ন ক্যাম্পেইনে অফিশিয়াল ব্যতীত তাদের বাউন্টি ভাবে একটা গ্রুপ থাকে সেখানে জয়েন হয়ে আপনি কাজ করতে পারবেন যেমন বাউন্টি ডিটেকটিভের টেলিগ্রাম গ্রুপ কে আপনি যোগ হয় সেখানে দেখে নিতে পারেন।
-
বাউন্টি করতে যদি গ্রুপের প্রয়োজন হতো বা গ্রুপ থেকে যদি কোনো সুযোগ-সুবিধা পাওয়া যেত তাহলে সবাই অনেক আগেই বাউন্টি গ্রুপ খুলতো। বাউন্টি করতে যে সকল তথ্য লাগে তা প্রজেক্টর ভিতরে ও সংশ্লিষ্ট প্রোজেক্টের টেলিগ্রাম গ্রুপ এ পাওয়া যায় আলাদা করে বাউন্টি গ্রুপের প্রয়োজন পড়ে না। কিন্তু এয়ার্ড্রপ করতে এয়ার্ড্রপ গ্রুপ থেকে এডমিন ও মেম্বাররা বিভিন্ন সুবিধা ও পয়েন্ট পেয়ে থাকে তাই এয়ার্ড্রপ করার জন্য এয়ার্ড্রপ গ্রুপ খোলা হয়।
-
আপনার কথাটি একদম ঠিক। এয়ারড্রপ করার ক্ষেত্রে টেলিগ্রাম থেকে অনেক খবরা-খবর পাওয়া যায়। কিন্তু বাউন্টি করার ক্ষেত্রে কোন খবরা খবর পাওয়া যায় না। এরকম একটি চ্যানেল খুললে অবসান উপকৃত হব।
-
এয়ারড্রপের অনেক টেলিগ্রাম চ্যানেল থাকলেও বাউন্টি এর তেমন কোন চ্যানেল বা গ্রুপ দেখা যায় না। কারো কাছে সেরকম কোন গ্রুপ থাকলে দয়া করা শেয়ার করবেন।
কথা মন্দ না ইতি মধ্যে আমরা দেখেছি যে কয়েকটি চ্যানেল অলরেডি চালু হয়ে গেছে। আপনি চাইলে সেখানে জয়েন করতে পারেন।
-
বাউন্টি এর জন্য গ্রুপের তেমন একটা প্রয়োজন হয় না। বাউন্টি সেকশানে খোজ করলে নতুন নতুন বাউন্টি পাওয়া যায়। বর্তমানে নতুন টপিক ওপেন করেছে বাংলা মোডেরেটর বাউন্টি নিয়ে সেখানে উনি নতুন বাউন্টির আপডেট দিয়ে থাকেন।
-
এয়ারড্রপের অনেক টেলিগ্রাম চ্যানেল থাকলেও বাউন্টি এর তেমন কোন চ্যানেল বা গ্রুপ দেখা যায় না। কারো কাছে সেরকম কোন গ্রুপ থাকলে দয়া করা শেয়ার করবেন।
ভাই আমার মনে হয় এয়ার্ড্রপ এর জন্য টেলিগ্রাম গ্রুপ থাকলেও বাউন্টি এর জন্য তেমন কোনো টেলিগ্রাম গ্রুপ নেই. বাউন্টি এর জন্য কোন টেলিগ্রাম গ্রুপ এর প্রয়োজন পড়ে না. আপনি ফোরামের বাউন্টি সেকশনে গিয়ে নোটিফিকেশন অন করে রাখতে পারেন. যাতে নতুন কোনো বাউন্টি আসলেই আপনি নোটিফিকেশন পেয়ে যান. আশা করি বুঝতে পেরেছেন.
-
এয়ারড্রপের অনেক টেলিগ্রাম চ্যানেল থাকলেও বাউন্টি এর তেমন কোন চ্যানেল বা গ্রুপ দেখা যায় না। কারো কাছে সেরকম কোন গ্রুপ থাকলে দয়া করা শেয়ার করবেন।
আসলে এয়ারড্রপের জন্য অনেক গ্রুপ আছে সেটা সত্য কারণ এয়ারড্রপ থেকে গ্রুপ এডমিন বা মেম্বাররা সুবিধা পায় কিন্তু বাউন্টি গ্রুপ থেকে কেউ সুবিধা পায়না। এজন্য সাধারণত বাউন্টির জন্য কেউ টেলিগ্রাম গ্রুপ খোলেনা। সবচেয়ে ভালো পরামর্শ হচ্ছে আপনি বিটকয়েনটক বা অলটকয়েনটক দুই ফোরামের বাউন্টি বোর্ডে গিয়ে নোটিফিকেশন অন করে রাখেন তাহলে নতুন কোন বাউন্টি লিংক পোস্ট হওয়া মাত্রই আপনার ইমেইলে লিংক চলে যাবে।
ভাই নোটিফিকেশন কিভাবে অন করে একটু শিখায়ে দেন। আমি পারিনা ভাই।
আপনি বাউন্টি সেকশনে জান. বারোটি সেকশনে গেলে আপনি উপরে দেখতে পারবেন নোটিফাই নামে একটা অপশন রয়েছে. এখানে ক্লিক করে অন করে দিন আপনি যে জিমেইল দিয়ে আইডিটা খুলেছেন দেখবেন নতুন বাউন্টি আসলেই সেই জিমেইলে আপনাকে নোটিফাই করা হবে. এবং সাথে সাথেই আপনি তা পেয়ে যাবেন. আশা করব এবার বুঝতে পেরেছেন.
-
হ্যা আমি মনে করি এই ধরনের চ্যানেল থাকা উচিত। যদি কেউ পারেন তাহলে খুলে এড করে দিবেন।
-
হ্যা আমি মনে করি এই ধরনের চ্যানেল থাকা উচিত। যদি কেউ পারেন তাহলে খুলে এড করে দিবেন।
আলাদা বাউন্টি সেকশান আছে ভাই। ওখানে সব বাউন্টি পাওয়া যায়। শুধু নোটিফাই করে রাখবেন ওই বোর্ড টা। কোন গ্রুপে দেওয়ার আগে আপনি তার আপডেট আগে পেয়ে যাবেন।
-
এয়ারড্রপের অনেক টেলিগ্রাম চ্যানেল থাকলেও বাউন্টি এর তেমন কোন চ্যানেল বা গ্রুপ দেখা যায় না। কারো কাছে সেরকম কোন গ্রুপ থাকলে দয়া করা শেয়ার করবেন।
আসলে এয়ারড্রপের জন্য অনেক গ্রুপ আছে সেটা সত্য কারণ এয়ারড্রপ থেকে গ্রুপ এডমিন বা মেম্বাররা সুবিধা পায় কিন্তু বাউন্টি গ্রুপ থেকে কেউ সুবিধা পায়না। এজন্য সাধারণত বাউন্টির জন্য কেউ টেলিগ্রাম গ্রুপ খোলেনা। সবচেয়ে ভালো পরামর্শ হচ্ছে আপনি বিটকয়েনটক বা অলটকয়েনটক দুই ফোরামের বাউন্টি বোর্ডে গিয়ে নোটিফিকেশন অন করে রাখেন তাহলে নতুন কোন বাউন্টি লিংক পোস্ট হওয়া মাত্রই আপনার ইমেইলে লিংক চলে যাবে।
ভাই নোটিফিকেশন কিভাবে অন করে একটু শিখায়ে দেন। আমি পারিনা ভাই।
বাউন্টি বোর্ডে যাবেন প্রথমে। https://www.altcoinstalks.com/index.php?board=22.0
এরপরে নিচের ইমেজের চিহ্নিত নোটিফাইতে ক্লিক করুন। তাহলে নতুন কোন বাউন্টি পোস্ট করা মাত্রই আপনার ইমেইলে নোটিফাই চলে যাবে।
(https://i.imgur.com/xyA5cLE.png)
ধন্যবাদ ভাই আপনাকে এই ধারণাটা আগে জানতাম না তাই আপনার কাছ থেকে জানতে পারলাম ধন্যবাদ
-
এয়ারড্রপের অনেক টেলিগ্রাম চ্যানেল থাকলেও বাউন্টি এর তেমন কোন চ্যানেল বা গ্রুপ দেখা যায় না। কারো কাছে সেরকম কোন গ্রুপ থাকলে দয়া করা শেয়ার করবেন।
আসলে এয়ারড্রপের জন্য অনেক গ্রুপ আছে সেটা সত্য কারণ এয়ারড্রপ থেকে গ্রুপ এডমিন বা মেম্বাররা সুবিধা পায় কিন্তু বাউন্টি গ্রুপ থেকে কেউ সুবিধা পায়না। এজন্য সাধারণত বাউন্টির জন্য কেউ টেলিগ্রাম গ্রুপ খোলেনা। সবচেয়ে ভালো পরামর্শ হচ্ছে আপনি বিটকয়েনটক বা অলটকয়েনটক দুই ফোরামের বাউন্টি বোর্ডে গিয়ে নোটিফিকেশন অন করে রাখেন তাহলে নতুন কোন বাউন্টি লিংক পোস্ট হওয়া মাত্রই আপনার ইমেইলে লিংক চলে যাবে।
ভাই নোটিফিকেশন কিভাবে অন করে একটু শিখায়ে দেন। আমি পারিনা ভাই।
বাউন্টি বোর্ডে যাবেন প্রথমে। https://www.altcoinstalks.com/index.php?board=22.0
এরপরে নিচের ইমেজের চিহ্নিত নোটিফাইতে ক্লিক করুন। তাহলে নতুন কোন বাউন্টি পোস্ট করা মাত্রই আপনার ইমেইলে নোটিফাই চলে যাবে।
(https://i.imgur.com/xyA5cLE.png)
Malam90 ভাই লিংকটি দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নতুন বাউন্টি আসলে কেমনে বুঝবো সেটা আমি নিজেও জানতাম না। কিন্তু আপনার পোস্টের মাধ্যমে ও লিংক এর সাহায্যে আমি বুঝতে পারলাম যে নোটিফিকেশন অন করলে নতুন বাউন্টি সর্ম্পকে জানতে পাড়বো। আর আপনার লিংকটির মাধ্যমে আমি নোটিফিকেশন অন করতে পেরেছি।
-
ফোরামে বেশি সময় ধরে সক্রিয় থাকলে টেলিগ্রাম বাউন্টি গ্রুপ এর প্রয়োজন নেই।তাই যারা ফোরামে নিয়মিত একটিভ থাকে তারা সব নিউজ জানে। এবং তারা বুদ্ধিমত্তার সাথে ভালো পারদর্শিতা অর্জন করে। বাউন্টি কোন গ্রুপের প্রয়োজন আছে বলে আমার মনে হয় না।
হ্যাঁ ভাই আমি আপনার কথার সাথে আমি সম্পূর্ণ একমত।ফোরামে নিয়মিত একটিভ থাকলে বাউন্টির জন্য কোন গ্রুপ এর প্রয়োজন নেই। একজন ইউজার ফোরামে নিয়মিত একটিভ থাকলে সকল তথ্য ফোরাম থেকেই জানতে পারবে। আর বাউন্টি বোর্ডের মাধ্যমে নতুন বাউন্টি সম্পর্কে জানতে পারবে।
-
এয়ারড্রপের অনেক টেলিগ্রাম চ্যানেল থাকলেও বাউন্টি এর তেমন কোন চ্যানেল বা গ্রুপ দেখা যায় না। কারো কাছে সেরকম কোন গ্রুপ থাকলে দয়া করা শেয়ার করবেন।
আসলে এয়ারড্রপের জন্য অনেক গ্রুপ আছে সেটা সত্য কারণ এয়ারড্রপ থেকে গ্রুপ এডমিন বা মেম্বাররা সুবিধা পায় কিন্তু বাউন্টি গ্রুপ থেকে কেউ সুবিধা পায়না। এজন্য সাধারণত বাউন্টির জন্য কেউ টেলিগ্রাম গ্রুপ খোলেনা। সবচেয়ে ভালো পরামর্শ হচ্ছে আপনি বিটকয়েনটক বা অলটকয়েনটক দুই ফোরামের বাউন্টি বোর্ডে গিয়ে নোটিফিকেশন অন করে রাখেন তাহলে নতুন কোন বাউন্টি লিংক পোস্ট হওয়া মাত্রই আপনার ইমেইলে লিংক চলে যাবে।
ভাই নোটিফিকেশন কিভাবে অন করে একটু শিখায়ে দেন। আমি পারিনা ভাই।
বাউন্টি বোর্ডে যাবেন প্রথমে। https://www.altcoinstalks.com/index.php?board=22.0
এরপরে নিচের ইমেজের চিহ্নিত নোটিফাইতে ক্লিক করুন। তাহলে নতুন কোন বাউন্টি পোস্ট করা মাত্রই আপনার ইমেইলে নোটিফাই চলে যাবে।
(https://i.imgur.com/xyA5cLE.png)
ইমেল ছাড়া অন্য কোথাও আসবে না? আমি ইমেল তেমন চেক করিনা।
ভাই আপনাকে বাউন্টি করতে হলে অবশ্যই আপনার ইমেইল চেক করতে হবে কারণ অনেক বাউন্টি আছে যেগুলোতে পার্টিসিপেট এর সংখ্যা লিমিট করা থাকে। দেখা যায় বাউন্টি আসার সাথে সাথে লিমিট পার্টিসিপেট ওভার হয়ে যায়। তখন আর জয়েন করেও লাভ নেই। তাই আপনাকে বাউন্টি করতে হলে প্রায় সবসময়ই এলার্টঃ থাকতে হবে। অথবা ইমেইল চেক করতে হবে ইমেইল ছাড়া অন্য কোথাও আসার কোনো সিস্টেম নেই।
-
এয়ারড্রপের অনেক টেলিগ্রাম চ্যানেল থাকলেও বাউন্টি এর তেমন কোন চ্যানেল বা গ্রুপ দেখা যায় না। কারো কাছে সেরকম কোন গ্রুপ থাকলে দয়া করা শেয়ার করবেন।
বাউন্টি করতে তেমন কোনো গ্রুপের দরকার হয় না। এটা নিজে নিজেই করা জায় কারন। বাউন্টি করতে কোনো রকম রেফারের প্রয়জন হয় না। তাই আমি বলি আপনি নিজে নিজেই করুন। আর কোনো বিসয় না বুঝলে তা ফোরামে পোস্ট করুন বুঝিয়ে দেওয়া জাবে
ভাইয়া বাউন্টি আমরা নিজেরাই করব ঠিক আছে কিন্তু কোথায় পাবো এবং কোন কোন বাউন্টি গুলা ভালো হবে সেটা কি করে বুঝবো আর নতুন বাউন্টি আসলে কোথায় থাকবে এসব যদি একটু বুঝিয়ে বলতেন খুব উপকার হতো।
বাউন্টি বোর্ডের মাধ্যমে আপনি নতুন নতুন পেয়ে থাকবেন।নিচে বাউন্টি বোর্ডের লিংক দেওয়া হলঃ
https://www.altcoinstalks.com/index.php?board=22.0
এই লিংকে প্রবেশ করে আপনি নতুন নতুন বাউন্টি পেতে থাকবেন।
-
ভাই এয়ারড্রপ এর জন্য টেলিগ্রাম গ্রুপ বা চ্যানেল থাকে তার কারণ এয়ারড্রপ করার জন্য রেফারের প্রয়োজন হয় যে যতোবেশি রেফার করতে পারে তার ইনকামটা একটু বেশি হয় তাই এয়ারড্রপ এ রেফার করার জন্য বিভিন্ন টেলিগ্রাম গ্রুপ থকে,, কিন্তু বাউন্টিতে তার প্রয়োজন হয় না।
ঠিক বলেছেন এয়ার্ড্রপ এর ক্ষেত্রে অনেক ইউজার টেলিগ্রাম গ্রুপ খোলে বেশি বেশি রেফার পাওয়ার জন্য। কারণ এয়ারড্রপ এ যে যত বেশি রেফার করতে পারে তার ইনকাম তত বেশি হয়। কিন্তু বাউন্টিতে রেফারের জন্য কোন প্রফিট দেয় না। তাই কেউ বাউন্টির জন্য গ্রুপ খুলতে আগ্রহী নয়। আর এমনিতেও বাউন্টি এর আপডেট নিজেই নিজেই পাওয়া যায়। নোটিফাই অপশন চালু করে রাখার একটা সিস্টেম রয়েছে। যেখানে নতুন কোন বাউন্টি আসলেই সাথে সাথে নোটিফিকেশন পাওয়া যায়।
-
এয়ারড্রপের অনেক টেলিগ্রাম চ্যানেল থাকলেও বাউন্টি এর তেমন কোন চ্যানেল বা গ্রুপ দেখা যায় না। কারো কাছে সেরকম কোন গ্রুপ থাকলে দয়া করা শেয়ার করবেন।
আসলে এয়ারড্রপের জন্য অনেক গ্রুপ আছে সেটা সত্য কারণ এয়ারড্রপ থেকে গ্রুপ এডমিন বা মেম্বাররা সুবিধা পায় কিন্তু বাউন্টি গ্রুপ থেকে কেউ সুবিধা পায়না। এজন্য সাধারণত বাউন্টির জন্য কেউ টেলিগ্রাম গ্রুপ খোলেনা। সবচেয়ে ভালো পরামর্শ হচ্ছে আপনি বিটকয়েনটক বা অলটকয়েনটক দুই ফোরামের বাউন্টি বোর্ডে গিয়ে নোটিফিকেশন অন করে রাখেন তাহলে নতুন কোন বাউন্টি লিংক পোস্ট হওয়া মাত্রই আপনার ইমেইলে লিংক চলে যাবে।
বিটকয়েন বা এলার্ট কয়েনে ফোরামে গিয়ে কিভাবে নোটিফিকেশন অন করে রাখতে হয় সেটা যদি আপনি সুন্দরভাবে পোষ্ট করে বুঝিয়ে দিতেন তাহলে অনেক উপকৃত হতাম।
-
এয়ারড্রপের অনেক টেলিগ্রাম চ্যানেল থাকলেও বাউন্টি এর তেমন কোন চ্যানেল বা গ্রুপ দেখা যায় না। কারো কাছে সেরকম কোন গ্রুপ থাকলে দয়া করা শেয়ার করবেন।
আসলে এয়ারড্রপের জন্য অনেক গ্রুপ আছে সেটা সত্য কারণ এয়ারড্রপ থেকে গ্রুপ এডমিন বা মেম্বাররা সুবিধা পায় কিন্তু বাউন্টি গ্রুপ থেকে কেউ সুবিধা পায়না। এজন্য সাধারণত বাউন্টির জন্য কেউ টেলিগ্রাম গ্রুপ খোলেনা। সবচেয়ে ভালো পরামর্শ হচ্ছে আপনি বিটকয়েনটক বা অলটকয়েনটক দুই ফোরামের বাউন্টি বোর্ডে গিয়ে নোটিফিকেশন অন করে রাখেন তাহলে নতুন কোন বাউন্টি লিংক পোস্ট হওয়া মাত্রই আপনার ইমেইলে লিংক চলে যাবে।
বিটকয়েন বা এলার্ট কয়েনে ফোরামে গিয়ে কিভাবে নোটিফিকেশন অন করে রাখতে হয় সেটা যদি আপনি সুন্দরভাবে পোষ্ট করে বুঝিয়ে দিতেন তাহলে অনেক উপকৃত হতাম।
আমিও এটা জানতে চাই কিভাবে নোটিফিকেশন অন করতে হয়। যেকোনো বাউন্টি আপডেট আসলে কিভাবে আমি নোটিফিকেশন পেতে পারি। আশা করি কেউ না কেউ বুঝিয়ে বলবেন।
-
এয়ারড্রপের অনেক টেলিগ্রাম চ্যানেল থাকলেও বাউন্টি এর তেমন কোন চ্যানেল বা গ্রুপ দেখা যায় না। কারো কাছে সেরকম কোন গ্রুপ থাকলে দয়া করা শেয়ার করবেন।
বাউন্টি ডিএক্টিভেট এর গ্রুপে জয়েন থাকুন তাহলে আপডেট বাউন্টি গুলো পেয়ে যাবেন। আর এই ফোরামে একটিভ থাকুন তাহলে নতুন কোন বাউন্টি রিলিস্ট হলে দেখতে পারবেন।
-
এয়ারড্রপের অনেক টেলিগ্রাম চ্যানেল থাকলেও বাউন্টি এর তেমন কোন চ্যানেল বা গ্রুপ দেখা যায় না। কারো কাছে সেরকম কোন গ্রুপ থাকলে দয়া করা শেয়ার করবেন।
আসলে এয়ারড্রপের জন্য অনেক গ্রুপ আছে সেটা সত্য কারণ এয়ারড্রপ থেকে গ্রুপ এডমিন বা মেম্বাররা সুবিধা পায় কিন্তু বাউন্টি গ্রুপ থেকে কেউ সুবিধা পায়না। এজন্য সাধারণত বাউন্টির জন্য কেউ টেলিগ্রাম গ্রুপ খোলেনা। সবচেয়ে ভালো পরামর্শ হচ্ছে আপনি বিটকয়েনটক বা অলটকয়েনটক দুই ফোরামের বাউন্টি বোর্ডে গিয়ে নোটিফিকেশন অন করে রাখেন তাহলে নতুন কোন বাউন্টি লিংক পোস্ট হওয়া মাত্রই আপনার ইমেইলে লিংক চলে যাবে।
বিটকয়েন বা এলার্ট কয়েনে ফোরামে গিয়ে কিভাবে নোটিফিকেশন অন করে রাখতে হয় সেটা যদি আপনি সুন্দরভাবে পোষ্ট করে বুঝিয়ে দিতেন তাহলে অনেক উপকৃত হতাম।
আমিও এটা জানতে চাই কিভাবে নোটিফিকেশন অন করতে হয়। যেকোনো বাউন্টি আপডেট আসলে কিভাবে আমি নোটিফিকেশন পেতে পারি। আশা করি কেউ না কেউ বুঝিয়ে বলবেন।
আপনি আপনার আইডি থেকে বাউন্টিস এন্ড রিওয়ার্ড অপশনে যাবেন সেখান থেকে নোটিফাই অপশনটি অন করে দেবেন। তাহলে আপনি যে ইমেইল দিয়ে একাউন্ট খুলেছেন সেই একাউন্টে নতুন বাউন্টি আসার সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে।
-
বাউন্টি এর তেমন কোনো গ্রুপ নাই জা আছে তার বেশিরভাগ ই স্প্যাম করতে থাকে এবং আপনি আপানার তথ্য শেয়ার করতে থাকলে এক্তা পর্যায়ে আপানাএ ওয়ালেট হ্যাক হবার সম্ভাবনা থেকেই থাকে, তাই কোনো গ্রুপ এ প্রাইভেট কে বা পারসনাল কোনো প্রোকার তথ্য শেয়ার করবেন না ।
-
এয়ারড্রপের অনেক টেলিগ্রাম চ্যানেল থাকলেও বাউন্টি এর তেমন কোন চ্যানেল বা গ্রুপ দেখা যায় না। কারো কাছে সেরকম কোন গ্রুপ থাকলে দয়া করা শেয়ার করবেন।
আসলে এয়ারড্রপের জন্য অনেক গ্রুপ আছে সেটা সত্য কারণ এয়ারড্রপ থেকে গ্রুপ এডমিন বা মেম্বাররা সুবিধা পায় কিন্তু বাউন্টি গ্রুপ থেকে কেউ সুবিধা পায়না। এজন্য সাধারণত বাউন্টির জন্য কেউ টেলিগ্রাম গ্রুপ খোলেনা। সবচেয়ে ভালো পরামর্শ হচ্ছে আপনি বিটকয়েনটক বা অলটকয়েনটক দুই ফোরামের বাউন্টি বোর্ডে গিয়ে নোটিফিকেশন অন করে রাখেন তাহলে নতুন কোন বাউন্টি লিংক পোস্ট হওয়া মাত্রই আপনার ইমেইলে লিংক চলে যাবে।
চমৎকার একটা তথ্য দিলেন। আমাী এটা জানা ছিল না যে নোটিফিকেশন অন করে রাখা যায় এবং তা নতুন কোন বাউন্টি লিংক পোস্ট হওয়া মাত্রই ইমেইল চলে আসে। আমি মনেকরি এটার মাধ্যমে আমি অনেক উপকৃত হব।
-
বাউন্টি এর তেমন কোনো গ্রুপ নাই জা আছে তার বেশিরভাগ ই স্প্যাম করতে থাকে এবং আপনি আপানার তথ্য শেয়ার করতে থাকলে এক্তা পর্যায়ে আপানাএ ওয়ালেট হ্যাক হবার সম্ভাবনা থেকেই থাকে, তাই কোনো গ্রুপ এ প্রাইভেট কে বা পারসনাল কোনো প্রোকার তথ্য শেয়ার করবেন না ।
হ্যাঁ আপনার সাথে আমি একমত।আসলে যদি আপনার নিজস্ব কোন গ্রুপ থেকে থাকে তাহলে কোনো পার্সোনাল কিছু শেয়ার করবে না সেখানে। সবসময়ই হ্যাকাররা উৎ পেতে থাকে কোন সময় কোন জিনিসটা হ্যাক করা যাবে।
এবং বাউন্টি এর বিষয়ে বলতে গেলে বর্তমানে অনেক ভালো ভালো বাউন্টি আমাদের ফোরামে আসতেছে। আমাদের এই ফোরামে অনেক ম্যানাজার ফিরে আসতে শুরু করেছে। তারা যে বাউন্টি নিয়ে আসতেছে সবগুলোই অনেক ভাল আশা করা যায় সেগুলো সাকসেস হবে।
-
বাউন্টি এর তেমন কোনো গ্রুপ নাই জা আছে তার বেশিরভাগ ই স্প্যাম করতে থাকে এবং আপনি আপানার তথ্য শেয়ার করতে থাকলে এক্তা পর্যায়ে আপানাএ ওয়ালেট হ্যাক হবার সম্ভাবনা থেকেই থাকে, তাই কোনো গ্রুপ এ প্রাইভেট কে বা পারসনাল কোনো প্রোকার তথ্য শেয়ার করবেন না ।
হ্যাঁ আপনার সাথে আমি একমত।আসলে যদি আপনার নিজস্ব কোন গ্রুপ থেকে থাকে তাহলে কোনো পার্সোনাল কিছু শেয়ার করবে না সেখানে। সবসময়ই হ্যাকাররা উৎ পেতে থাকে কোন সময় কোন জিনিসটা হ্যাক করা যাবে।
এবং বাউন্টি এর বিষয়ে বলতে গেলে বর্তমানে অনেক ভালো ভালো বাউন্টি আমাদের ফোরামে আসতেছে। আমাদের এই ফোরামে অনেক ম্যানাজার ফিরে আসতে শুরু করেছে। তারা যে বাউন্টি নিয়ে আসতেছে সবগুলোই অনেক ভাল আশা করা যায় সেগুলো সাকসেস হবে।
হ্যাঁ ভাই আপনি ঠিক বলেছেন আসলে আমাদের বাউন্টি সেকশন অনেক ভালো হতে শুরু করেছে। তাই আমরা যে যেটুকু পারি বাউন্টি করার চেষ্টা করব। আমরা আরেকটা বিষয় সবথেকে বেশি লোক রাখছি যেটা অনেক বাউন্টি ম্যানেজার 2017 সালে পরে আর দেখা গিয়েছিল না এখন বর্তমানে তারা আবার ফিরে এসেছে। এজন্য আমার আমার বিশ্বাসে বাউন্টি এর দিন বুঝি আবার ফিরে আসতে শুরু করছে।
-
আমি এই ফোরামের নতুন সদস্য আমার জানা নেই বাউন্টি গ্রুপে কিভাবে যুক্ত হয় এমনকি বাউন্টি গ্রুপ আছে কিনা সেটাও জানো নেই। এক সিনিয়র ভাইয়ের কাছ থেকে জানতে পারলাম বান্টির কয়েকটা গ্রুপ আছে তবুও বেশিরভাগ গ্রুপ গুলো স্পাম করে থাকে।
-
এটা স্বাভাবিক বিষয়। এয়ার্ড্রপ এর জন্য বিভিন্ন টেলিগ্রাম চ্যানেল রয়েছে, কারণ রেফার করলে ইনকাম করা সম্ভব। তবে বাউন্টি এর জন্য টেলিগ্রাম চ্যানেল নেই, কারণ এখানে রেফার প্রোগ্রাম নেই। তাই যে ব্যক্তি বাউন্টি আপডেটগুলো শেয়ার করবে সে ক্ষতিগ্রস্ত হবে, তাই বাউন্টি এর আপডেট জানানোর জন্য কোন গ্রুপ বা চ্যানেল নেই।
-
এয়ারড্রপের অনেক টেলিগ্রাম চ্যানেল থাকলেও বাউন্টি এর তেমন কোন চ্যানেল বা গ্রুপ দেখা যায় না। কারো কাছে সেরকম কোন গ্রুপ থাকলে দয়া করা শেয়ার করবেন।
ভাই আমি মনে করি যে বাউন্টি করার জন্য কোন গ্রুপের প্রয়োজন হয়না এবং কোন গ্রুপে বাউন্টি এর লিংক দেওয়া হয়না আপনি বলেছেন এয়ার্ড্রপ এর লিংক দেওয়ার জন্য অনেক টেলিগ্রাম চ্যানেল বাঘ গ্রুপ থাকে কিন্তু বাউন্টি করার ক্ষেত্রে এমন কোন গ্রুপ আছে কিনা সেটা জানতে চেয়েছেন আমার জানামতে এমন কোনো গ্রুপ নেই আপনার যদি কোন নতুন বাউন্টি এর দরকার হয় তাহলে এবং সেটা যদি ছাড়া হয়ে থাকে তাহলে আপনি অবশ্যই বিটকয়েন্টক এবং আমাদের এই ফোরামে অবশ্যই পেয়ে যাবেন
-
আমিও অনেক সময় দেখতে পাই আসলে এয়ার্ড্রপ করতে হলে বেশিরভাগ টেলিগ্রাম চ্যানেল এ যোগ হতে হয় কিন্তু বাউন্টি করতে হলে তেমন কোন গ্রুপ বা টেলিগ্রাম চ্যানেল থেকে না আমি অনেক দেখেছি তাই কেউ যদি সেরকম ভাল বোঝেন তাহলে অবশ্যই এখানে শেয়ার করবেন ধন্যবাদ।
-
এ বিষয়টি সম্পর্কে আমার কোন ধারণা ছিল না যে বাউন্টি করার জন্য এয়ার্ড্রপ এর মত গ্রুপ লাগে কিনা। কিন্তু আপনার এই টপিকটি তীর থেকে অনেক সিনিয়র ভাইদের আলোচনা থেকে আমি জানতে পারলাম যে বাউন্টি করতে তেমন গ্রুপ এর প্রয়োজন হয় না।
-
আমার মতে বাউন্টি ঢাক ঢোল পিঠিয়ে দল বেধে করার প্রয়োজন নেই।যত স্কিপ করা যায় ততই ভালো। কারণ আমরা যারা বাউন্টি করি সবাই জানি যে কি পরিমাণ বাজেট থাকে বাউন্টিতে। এখন গ্রুপ খুলে যদি কাজ করি তাহলে ব্যাপারটা আরো ছড়িয়ে যাবে ও এক পর্যায়ে কিছুই পাওয়া যাবে না। তাই আপনি যদি খুব প্রয়োজন মনে না করেন তাহলে নিজে নিজেই করেন।
-
এয়ারড্রপের অনেক টেলিগ্রাম চ্যানেল থাকলেও বাউন্টি এর তেমন কোন চ্যানেল বা গ্রুপ দেখা যায় না। কারো কাছে সেরকম কোন গ্রুপ থাকলে দয়া করা শেয়ার করবেন।
আসলেই লক্ষ করলে বেশি ভাগি airdrop গ্রুপ দেখা যায় বা পাওয়া যায় । সবাই শুধু airdrop চ্যানেল খুলে শুধু airdrop গুলাই শেয়ার করে থাকে কিন্তু বাউন্টি শেয়ার করে না।
-
বাউন্টি সেকশনে আমরাও কাজ করি যার যার এলাকায় আমি দেখেছি তাদের একটা নিজস্ব গ্রুপ থাকে। তারা সেই গ্রুপে আপডেট নিউজ সবসময় দিয়ে দেয়। অনেক সময় একেক জন কোন খেয়াল করেনা যে কখন নতুন ক্যাম্পেইন আসে কিন্তু অনেকগুলো ইউজারদের মধ্যে যে কেউ একজনের যদি জানে তাহলে সে গ্রুপে শেয়ার করলেই সবাই সে ক্যাম্পেইন এড হতে পারে। বাউন্টি করতে হলে আমি মনে করে অবশ্যই গ্রুপে এড হলে সবথেকে বেটার হবে। তাহলে কোন ক্যাম্পিয়ান মিস যাবে না।
-
বাউন্টি সেকশনে আমরাও কাজ করি যার যার এলাকায় আমি দেখেছি তাদের একটা নিজস্ব গ্রুপ থাকে। তারা সেই গ্রুপে আপডেট নিউজ সবসময় দিয়ে দেয়। আপনিও নিজস্ব একটা গ্রুপ খোলেন
আর ঐ গ্রুপ এ সদস্য নেন তা হলেই তো আর কোনো সমস্যা হবে না
-
এয়ারড্রপের অনেক টেলিগ্রাম চ্যানেল থাকলেও বাউন্টি এর তেমন কোন চ্যানেল বা গ্রুপ দেখা যায় না। কারো কাছে সেরকম কোন গ্রুপ থাকলে দয়া করা শেয়ার করবেন।
বাউন্টি করতে কোন গ্রুপের দরকার হয় না বা বাউন্টিতে কোন গ্রুপ থাকে ও না। এয়ারড্রপ করতে টেলিগ্রাম গ্রুপের দরকার হয়। যার থেকে মেম্বাররা সুবিধা ভোগ করতে পারে। বাউন্টি নিজে নিজেই করা যায়। আপনি চাইলে বাউন্টি পেজে গিয়ে আপনার ফোনের হোম পেজে সেটি ডাউনলোড করে রাখতে পারেন। নতুন নতুন কোন বাউন্টি আসলে আপনি সেখান থেকে জানতে পারবেন।আপনি চাইলে ইমেইল নোটিফিকেশন অন করে রাখতে পারেন তাহলে বুঝতে পারবেন নতুন কোন বাউন্টি আসলে।
-
আপনার কথাটি একদম ঠিক। এয়ারড্রপ করার ক্ষেত্রে টেলিগ্রাম থেকে অনেক খবরা-খবর পাওয়া যায়। কিন্তু বাউন্টি করার ক্ষেত্রে কোন খবরা খবর পাওয়া যায় না। এরকম একটি চ্যানেল খুললে অবসান উপকৃত হব।
হ্যাঁ ভাই আপনি একদম ঠিক কথা বলেছেন। এয়ারড্রপ করার জন্য অনেক টেলিগ্রাম গ্রুপ থেকে নোটিফিকেশন আসে।কিন্তু বাউন্টি করার ক্ষেত্রে কোন খবরা খবর আসে না আমাদের কাছে যদি আমরা ফোরামে একটিভ না থাকি। এক্ষেত্রে যদি একটি টেলিগ্রাম চ্যানেল থাকতো যেখানে সকল নতুন বাউন্টি আসলে আপডেট দেওয়া হয় তাহলে সবার জন্য অনেক উপকার হত।
-
বাউন্টি ডিটেকটিভ কমিউনিটি গ্রুপ আছে সেখানে চাইলে আপনি এড হয়ে থাকতে পারেন।কারণ যখন বাউন্টি ডিটেকটিভ কোন নতুন বাউন্টি ক্যাম্পেইন নিয়ে আসে তখন এই গ্রুপের সাথে সাথে নোটিফিকেশন আসে। তখন আমরা তার ক্যাম্পেইনে অ্যাড হতে পারি।
-
বাউন্টি সেকশনে আমরাও কাজ করি যার যার এলাকায় আমি দেখেছি তাদের একটা নিজস্ব গ্রুপ থাকে। তারা সেই গ্রুপে আপডেট নিউজ সবসময় দিয়ে দেয়। অনেক সময় একেক জন কোন খেয়াল করেনা যে কখন নতুন ক্যাম্পেইন আসে কিন্তু অনেকগুলো ইউজারদের মধ্যে যে কেউ একজনের যদি জানে তাহলে সে গ্রুপে শেয়ার করলেই সবাই সে ক্যাম্পেইন এড হতে পারে। বাউন্টি করতে হলে আমি মনে করে অবশ্যই গ্রুপে এড হলে সবথেকে বেটার হবে। তাহলে কোন ক্যাম্পিয়ান মিস যাবে না।
হা, এটাও করতে পারেন। যারা যারা পরিচিত এমন কয়েকজন মিলে একটা একটা গ্রুপ করে সেখানে বাউন্টি নিয়ে ডিসকাস করতে পারেন। এছাড়া আমাদের বাউন্টি নিয়ে চাইল্ড বোর্ড “স্কাম প্রকল্প ও বাউন্টি আলোচনা” আছে। সেখানে চলমান সব বাউন্টির লিংক টিবিল আকারে দেওয়া আছে। https://www.altcoinstalks.com/index.php?topic=190853.0
পাশাপাশি সেখানে বাউন্টি নিয়ে আলোচনা করার জন্য টপিক খুলে আলোচনা করতে পারেন।
-
আমার মনে হয় এই ধরনের একটি বাউন্টি গ্রুপ থাকা খুবই দরকার। কারণ আমরা হয়তো সবসময় একটিভ থাকতে পারিনা।কিন্তু যারা একটিভ থাকে তারা যদি এই গ্রুপে বাউন্টি সম্পর্কে বিভিন্ন তথ্য শেয়ার করে তাহলে সকলের অনেক উপকৃত হবে বলে আমি মনে করি।
-
বাউন্টি সেকশনে আমরাও কাজ করি যার যার এলাকায় আমি দেখেছি তাদের একটা নিজস্ব গ্রুপ থাকে। তারা সেই গ্রুপে আপডেট নিউজ সবসময় দিয়ে দেয়। অনেক সময় একেক জন কোন খেয়াল করেনা যে কখন নতুন ক্যাম্পেইন আসে কিন্তু অনেকগুলো ইউজারদের মধ্যে যে কেউ একজনের যদি জানে তাহলে সে গ্রুপে শেয়ার করলেই সবাই সে ক্যাম্পেইন এড হতে পারে। বাউন্টি করতে হলে আমি মনে করে অবশ্যই গ্রুপে এড হলে সবথেকে বেটার হবে। তাহলে কোন ক্যাম্পিয়ান মিস যাবে না।
ভাই আপনি অনেক সুন্দর একটা পয়েন্ট আমাদের মাঝে তুলে ধরেছেন। তবে মূল কারন হচ্ছে যাদের এলাকায় এরকম ক্রিপ্টোকারেন্সি তো কাজ করার মতো সেরকম কেউ নেই তারা তেমন টেলিগ্রাম গ্রুপ ও করতে পারে না।তাদের জন্য যদি একটি টেলিগ্রাম গ্রুপ থাকতো যেখানে সব সময় নতুন বাউন্টি ক্যাম্পেইন আপডেট দেওয়া হয়। তাহলে খুবই ভালো হতো সবার জন্য।আপনার যদি এরকম কোন টেলিগ্রাম গ্রুপ থাকে যেখানে নিয়মিত বাউন্টি ক্যাম্পেইন আপডেট দেওয়া হয় তাহলে অবশ্যই সাহায্য করুন।
-
এয়ার্ড্রপ এর জন্য অনেক গ্রুপ বা চ্যানেল আছে। কারণ সেখানে রেফারের প্রয়োজন হয় কিন্তু বাউন্টিতে রেফার এর প্রয়োজন হয় না। তাই বাউনটির জন্য কোন গ্রুপ বা চ্যানেলের প্রয়োজন হয়না। বাউন্টি আপনি নিজে নিজেই করতে পারবেন। এই পেজে বাউন্টি তথ্য নিয়ে অনেক সিনিয়র ভাইদের পোস্ট দেয়া আছে সেগুলো খেয়াল করলে আপনি নিজেই বাউন্টি করতে পারবেন।
-
এয়ারড্রপের অনেক টেলিগ্রাম চ্যানেল থাকলেও বাউন্টি এর তেমন কোন চ্যানেল বা গ্রুপ দেখা যায় না। কারো কাছে সেরকম কোন গ্রুপ থাকলে দয়া করা শেয়ার করবেন।
আসলে এয়ারড্রপের জন্য অনেক গ্রুপ আছে সেটা সত্য কারণ এয়ারড্রপ থেকে গ্রুপ এডমিন বা মেম্বাররা সুবিধা পায় কিন্তু বাউন্টি গ্রুপ থেকে কেউ সুবিধা পায়না। এজন্য সাধারণত বাউন্টির জন্য কেউ টেলিগ্রাম গ্রুপ খোলেনা। সবচেয়ে ভালো পরামর্শ হচ্ছে আপনি বিটকয়েনটক বা অলটকয়েনটক দুই ফোরামের বাউন্টি বোর্ডে গিয়ে নোটিফিকেশন অন করে রাখেন তাহলে নতুন কোন বাউন্টি লিংক পোস্ট হওয়া মাত্রই আপনার ইমেইলে লিংক চলে যাবে।
ভাই নোটিফিকেশন কিভাবে অন করে একটু শিখায়ে দেন। আমি পারিনা ভাই।
বাউন্টি বোর্ডে যাবেন প্রথমে। https://www.altcoinstalks.com/index.php?board=22.0
এরপরে নিচের ইমেজের চিহ্নিত নোটিফাইতে ক্লিক করুন। তাহলে নতুন কোন বাউন্টি পোস্ট করা মাত্রই আপনার ইমেইলে নোটিফাই চলে যাবে।
(https://i.imgur.com/xyA5cLE.png)
ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ইনফরমেশন দেওয়ার জন্য। কারণ আমি এরকম ইনফর্মেশন আগে কোথাও পাইনি।