Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: mollah on January 24, 2020, 10:45:37 AM

Title: Faucet থেকে কি রকম ইয়ার্ন করা সম্ভব ?
Post by: mollah on January 24, 2020, 10:45:37 AM
আমি অনেক আগে কিছু দিন ট্রাই করেছিলাম । সে সময় কয়েন প্রাইস কম ছিলো এবং অনেক বেশি কয়েন পাওয়া যেত ।
কেউ কি বলতে পারেন faucet থেকে কত ডলার ইয়ার্ন করা সম্ভব ?

প্রশ্নটা যদিও অতটা গুরুত্বপূর্ণ নয় , কিন্তু beginner এর জন্য ইটা অনেক কিছু ।
Title: Re: Faucet থেকে কি রকম ইয়ার্ন করা সম্ভব ?
Post by: JISAN on January 25, 2020, 08:26:18 AM
আমি অনেক আগে কিছু দিন ট্রাই করেছিলাম । সে সময় কয়েন প্রাইস কম ছিলো এবং অনেক বেশি কয়েন পাওয়া যেত ।
কেউ কি বলতে পারেন faucet থেকে কত ডলার ইয়ার্ন করা সম্ভব ?

প্রশ্নটা যদিও অতটা গুরুত্বপূর্ণ নয় , কিন্তু beginner এর জন্য ইটা অনেক কিছু ।
faucet সম্পর্কে আমার তেমন ধারনা নেই। তো আপনি তো ট্রাই করেছেন আপনি কি রকম রিসপন্স পেয়েছেন। আপনার কি মনে হয়েছে জে আর্ন করা সম্ভব কি না।
Title: Re: Faucet থেকে কি রকম ইয়ার্ন করা সম্ভব ?
Post by: Malam90 on January 26, 2020, 02:18:18 AM
ফসেটে কাজ করে আয় করা মানে ফ্রি কামলা দেওয়ার মতই। যেমন আপনি প্রতি ঘন্টায় ২০ টা সাইটে যদি একবার ঢুকে কাজ করেন তাহলে হয়তো ১০ থেকে ১৫ সাতোষি করে পাবেন। এভাবে কাজ করে যাবেন আর মাস শেসে দেখবেন কোন সাইট থেকে সামান্য কিছু পাবেন তা দিয়ে নেট খরচ উঠবেনা। তবে ফ্রিবিটকোডটইন সাইটে আমি গত ৬ বছর কাজ করছি। প্রতিঘন্টায় কিছু সাতোষি পাবেন আরো অন্যান্য আয়ের সুযোগ আছে। দ্বিতীয়ত এসব ফসেট সাইটগুলোতে কাজ করলে শতকরা দুএকটাতে পেমেন্ট দেয় বাকিগুলো ভুয়া। আমি ফোরামে ৪ বছর আছি এর আগে প্রথমে পিটিসি সাইটে, ডাটা এন্ট্রি সাইটে, পরে ফসেট থেকে তখন অনেক আয় করেছিলাম তবে এখন আর ফসেটে আয় নেই। তখনও শতকরা ৯০% ফসেট ভুয়া ছিলো আর এখন তো ৯৯% ভুয়া। তাই ফসেট না করে বাউন্টি করুন।
Title: Re: Faucet থেকে কি রকম ইয়ার্ন করা সম্ভব ?
Post by: Istiak on January 26, 2020, 02:29:03 PM
খুব একটা লাভ হয়না এখন। সারা মাস কাজ করে নেটের বিলও উঠবে না হয়ত।তবে আপনি যদি অনেক রেফার করতে পারেন তাহলে হয়ত একটু বালো ইনকাম হবে।
Title: Re: Faucet থেকে কি রকম ইয়ার্ন করা সম্ভব ?
Post by: Malam90 on January 27, 2020, 02:03:22 AM
খুব একটা লাভ হয়না এখন। সারা মাস কাজ করে নেটের বিলও উঠবে না হয়ত।তবে আপনি যদি অনেক রেফার করতে পারেন তাহলে হয়ত একটু বালো ইনকাম হবে।
ফসেট সম্পর্কে আমার কয়েক বছরের বাস্তব অভিজ্ঞতা আছে। তাই আপনাদের সেই অভিজ্ঞতা থেকে বলতে পারি ফসেট নামক ফ্রি কামলার চিন্তা না করে কয়েকটি বাউন্টি করতে থাকুন। তার থেকে দুএকটা পেমেন্ট অন্তত পাবেন যা সেল করে ক্যাশ করতে পারবেন।
Title: Re: Faucet থেকে কি রকম ইয়ার্ন করা সম্ভব ?
Post by: Istiak on January 27, 2020, 03:18:49 PM
খুব একটা লাভ হয়না এখন। সারা মাস কাজ করে নেটের বিলও উঠবে না হয়ত।তবে আপনি যদি অনেক রেফার করতে পারেন তাহলে হয়ত একটু বালো ইনকাম হবে।
ফসেট সম্পর্কে আমার কয়েক বছরের বাস্তব অভিজ্ঞতা আছে। তাই আপনাদের সেই অভিজ্ঞতা থেকে বলতে পারি ফসেট নামক ফ্রি কামলার চিন্তা না করে কয়েকটি বাউন্টি করতে থাকুন। তার থেকে দুএকটা পেমেন্ট অন্তত পাবেন যা সেল করে ক্যাশ করতে পারবেন।
বাউন্টিও তো এখন তেমন আর দেখতেছিনা বাই। বাউন্টি কি একেবারে কমে যাচ্ছে নাকি? ভালো প্রোজেক্ট কই?
Title: Re: Faucet থেকে কি রকম ইয়ার্ন করা সম্ভব ?
Post by: Malam90 on February 07, 2020, 01:36:12 AM
বাউন্টিও তো এখন তেমন আর দেখতেছিনা বাই। বাউন্টি কি একেবারে কমে যাচ্ছে নাকি? ভালো প্রোজেক্ট কই?

বাউন্টি কমে গেছে ঠিকই কিন্তু বিটকয়েনটকের বাউন্টি বোর্ডে ঠিকই নিয়মিত বাউন্টি পোস্ট হয়। আপনি যদি রেগুলার বাউন্টি করেন তাহলে ১০-১৫ টা বাউন্টি নিয়মিত করতে পারবেন তবে সমস্যা হচ্ছে প্রায় সব প্রজেক্ট ফেইলড হয় এবং পেমেন্ট দেয়না। দুএকটা সাকসেস হলেও পেমেন্ট দিতে গড়িমসি করতে করতে শেষমেষ দেয়না অথবা দিলেও এমন সিস্টেম করে দেয় যাতে বাউন্টি হান্টাররা তা সেল করে ক্যাশ করতে পারেনা।
Title: Re: Faucet থেকে কি রকম ইয়ার্ন করা সম্ভব ?
Post by: Istiak on February 08, 2020, 05:27:46 AM
বাউন্টিও তো এখন তেমন আর দেখতেছিনা বাই। বাউন্টি কি একেবারে কমে যাচ্ছে নাকি? ভালো প্রোজেক্ট কই?

বাউন্টি কমে গেছে ঠিকই কিন্তু বিটকয়েনটকের বাউন্টি বোর্ডে ঠিকই নিয়মিত বাউন্টি পোস্ট হয়। আপনি যদি রেগুলার বাউন্টি করেন তাহলে ১০-১৫ টা বাউন্টি নিয়মিত করতে পারবেন তবে সমস্যা হচ্ছে প্রায় সব প্রজেক্ট ফেইলড হয় এবং পেমেন্ট দেয়না। দুএকটা সাকসেস হলেও পেমেন্ট দিতে গড়িমসি করতে করতে শেষমেষ দেয়না অথবা দিলেও এমন সিস্টেম করে দেয় যাতে বাউন্টি হান্টাররা তা সেল করে ক্যাশ করতে পারেনা।
তাহলে বাউন্টি কি একেবারে শেষ হয়ে যাচ্ছে? এরকম করলে তো সবাই কাজ করা বন্ধ করে দিবে।
Title: Re: Faucet থেকে কি রকম ইয়ার্ন করা সম্ভব ?
Post by: ranakhan60 on February 15, 2020, 04:44:28 AM
বাউন্টিও তো এখন তেমন আর দেখতেছিনা বাই। বাউন্টি কি একেবারে কমে যাচ্ছে নাকি? ভালো প্রোজেক্ট কই?

বাউন্টি কমে গেছে ঠিকই কিন্তু বিটকয়েনটকের বাউন্টি বোর্ডে ঠিকই নিয়মিত বাউন্টি পোস্ট হয়। আপনি যদি রেগুলার বাউন্টি করেন তাহলে ১০-১৫ টা বাউন্টি নিয়মিত করতে পারবেন তবে সমস্যা হচ্ছে প্রায় সব প্রজেক্ট ফেইলড হয় এবং পেমেন্ট দেয়না। দুএকটা সাকসেস হলেও পেমেন্ট দিতে গড়িমসি করতে করতে শেষমেষ দেয়না অথবা দিলেও এমন সিস্টেম করে দেয় যাতে বাউন্টি হান্টাররা তা সেল করে ক্যাশ করতে পারেনা।
ভাই আপনার কথা শুনে বাউন্টি করার মন মানসিকতা নষ্ট হয়ে যাচ্ছে। আসলে বাউন্টি যদি এইরকম করে তাহলেতো বাউন্টি ইউজার অনেক কমে যাবে।
Title: Re: Faucet থেকে কি রকম ইয়ার্ন করা সম্ভব ?
Post by: Istiak on February 19, 2020, 07:36:28 PM
বাউন্টিও তো এখন তেমন আর দেখতেছিনা বাই। বাউন্টি কি একেবারে কমে যাচ্ছে নাকি? ভালো প্রোজেক্ট কই?

বাউন্টি কমে গেছে ঠিকই কিন্তু বিটকয়েনটকের বাউন্টি বোর্ডে ঠিকই নিয়মিত বাউন্টি পোস্ট হয়। আপনি যদি রেগুলার বাউন্টি করেন তাহলে ১০-১৫ টা বাউন্টি নিয়মিত করতে পারবেন তবে সমস্যা হচ্ছে প্রায় সব প্রজেক্ট ফেইলড হয় এবং পেমেন্ট দেয়না। দুএকটা সাকসেস হলেও পেমেন্ট দিতে গড়িমসি করতে করতে শেষমেষ দেয়না অথবা দিলেও এমন সিস্টেম করে দেয় যাতে বাউন্টি হান্টাররা তা সেল করে ক্যাশ করতে পারেনা।
ভাই আপনার কথা শুনে বাউন্টি করার মন মানসিকতা নষ্ট হয়ে যাচ্ছে। আসলে বাউন্টি যদি এইরকম করে তাহলেতো বাউন্টি ইউজার অনেক কমে যাবে।
একেবারে বন্ধ হবেনা ভাই। হয়ত অনেক কমে যাবে আগের তুলনায় তবে এখনও কিছু ভালো প্রোজেক্ট আসতেছে। ওইগুলোতে কাজ করতে থাকেন।
Title: Re: Faucet থেকে কি রকম ইয়ার্ন করা সম্ভব ?
Post by: Mrkadir85 on August 16, 2020, 05:42:31 PM
বাউন্টিতে ও এখন তেমন ভালো বাউন্টি পাওয়া যায় না। বেশিরভাগ বাউন্টিতে পেমেন্ট পাওয়া যায় না। দু একটি বাউন্টিতে কখনো কখনো ভাল পেমেন্ট পাওয়া যায়।
Title: Re: Faucet থেকে কি রকম ইয়ার্ন করা সম্ভব ?
Post by: Msweet on August 19, 2020, 07:01:29 AM
আমি অনেক আগে কিছু দিন ট্রাই করেছিলাম । সে সময় কয়েন প্রাইস কম ছিলো এবং অনেক বেশি কয়েন পাওয়া যেত ।
কেউ কি বলতে পারেন faucet থেকে কত ডলার ইয়ার্ন করা সম্ভব ?

প্রশ্নটা যদিও অতটা গুরুত্বপূর্ণ নয় , কিন্তু beginner এর জন্য ইটা অনেক কিছু ।
ট্রেডিং এর অবস্থা বর্তমানে কিছুটা ভালো তাই ভারতের সরকার আপনার দোকানগুলো বিনিয়োগ করুন এবং আপনার বিনারি তে ঢুকুন সম্পর্কে খোঁজখবর রাখুন তাতে করে অধিক লাভবান হবেন l ধন্যবাদ
Title: Re: Faucet থেকে কি রকম ইয়ার্ন করা সম্ভব ?
Post by: Ak600 on November 28, 2020, 04:09:08 PM
খুব একটা লাভ হয়না এখন। সারা মাস কাজ করে নেটের বিলও উঠবে না হয়ত।তবে আপনি যদি অনেক রেফার করতে পারেন তাহলে হয়ত একটু বালো ইনকাম হবে।
ফসেট সম্পর্কে আমার কয়েক বছরের বাস্তব অভিজ্ঞতা আছে। তাই আপনাদের সেই অভিজ্ঞতা থেকে বলতে পারি ফসেট নামক ফ্রি কামলার চিন্তা না করে কয়েকটি বাউন্টি করতে থাকুন। তার থেকে দুএকটা পেমেন্ট অন্তত পাবেন যা সেল করে ক্যাশ করতে পারবেন।
জ্বি ভাই আপনি ঠিক বলেছেন কারণ  দুই একটা পেমেন্ট পেতে হলে বাউন্টিতে কাজ করে পাওয়া যায় তাই অন্য কোথা সময় নষ্ট না করে বাউন্টিতে সময় নষ্ট করে
Title: Re: Faucet থেকে কি রকম ইয়ার্ন করা সম্ভব ?
Post by: Crypto_Somrat on November 28, 2020, 04:23:43 PM
আমি অনেক আগে কিছু দিন ট্রাই করেছিলাম । সে সময় কয়েন প্রাইস কম ছিলো এবং অনেক বেশি কয়েন পাওয়া যেত ।
কেউ কি বলতে পারেন faucet থেকে কত ডলার ইয়ার্ন করা সম্ভব ?

প্রশ্নটা যদিও অতটা গুরুত্বপূর্ণ নয় , কিন্তু beginner এর জন্য ইটা অনেক কিছু ।
ভাই এই Faucet সম্পর্কে আমার তেমন কোনো অভিজ্ঞতা নেই। তবে কাজ করেছি কিছুটা। আমি মনে করি এটি তেমন কোনো প্রফিটেবল সাফির সাইট নয়। এখান থেকে খুব বেশি একটা ইনকাম করা সম্ভব নয়। এখান থেকে কখনো খুব একটা ভাল প্রফিট আশা করা যায় না।
Title: Re: Faucet থেকে কি রকম ইয়ার্ন করা সম্ভব ?
Post by: Crypto_Somrat on November 28, 2020, 05:48:26 PM
আমি অনেক আগে কিছু দিন ট্রাই করেছিলাম । সে সময় কয়েন প্রাইস কম ছিলো এবং অনেক বেশি কয়েন পাওয়া যেত ।
কেউ কি বলতে পারেন faucet থেকে কত ডলার ইয়ার্ন করা সম্ভব ?

প্রশ্নটা যদিও অতটা গুরুত্বপূর্ণ নয় , কিন্তু beginner এর জন্য ইটা অনেক কিছু ।
ট্রেডিং এর অবস্থা বর্তমানে কিছুটা ভালো তাই ভারতের সরকার আপনার দোকানগুলো বিনিয়োগ করুন এবং আপনার বিনারি তে ঢুকুন সম্পর্কে খোঁজখবর রাখুন তাতে করে অধিক লাভবান হবেন l ধন্যবাদ
ভাই আপনি একজন সিনিয়র মেম্বার। আপনি এটা কি পোস্ট করেছেন আমি কিছুই বুঝতে পারলাম না। """]ট্রেডিং এর অবস্থা ভালো তাই ভারতের সরকার আপনার দোকানগুলো বিনিয়োগ করুন। বিনারি তে ঢুকুন সম্পর্কে খোঁজখবর রাখুন[""" আপনি এটা দিয়ে কি বুঝাতে চেয়েছেন.? আপনার কি লিখতে বানান ভুল হয়েছে.? দয়া করে পোস্ট করার সময় আপনি কি লিখতে চাচ্ছেন আর কি হচ্ছে সে বিষয়ে একটু নজর দিন।
Title: Re: Faucet থেকে কি রকম ইয়ার্ন করা সম্ভব ?
Post by: Psycho on November 28, 2020, 06:58:24 PM
আমি অনেক আগে কিছু দিন ট্রাই করেছিলাম । সে সময় কয়েন প্রাইস কম ছিলো এবং অনেক বেশি কয়েন পাওয়া যেত ।
কেউ কি বলতে পারেন faucet থেকে কত ডলার ইয়ার্ন করা সম্ভব ?

প্রশ্নটা যদিও অতটা গুরুত্বপূর্ণ নয় , কিন্তু beginner এর জন্য ইটা অনেক কিছু ।
faucet সম্পর্কে আমার কোন জ্ঞান নেই। কোন সিনিয়র ভাই যদি এই সম্পর্কে জানেন তাহলে আমাকে একটু জানাবেন। সিনিয়র ভাইদের দৃষ্টি আকর্ষন করছি আমাকে একটু এর বিস্তারিত বলে দিবেন।
Title: Re: Faucet থেকে কি রকম ইয়ার্ন করা সম্ভব ?
Post by: warhero on November 29, 2020, 02:12:13 AM
খুব একটা লাভ হয়না এখন। সারা মাস কাজ করে নেটের বিলও উঠবে না হয়ত।তবে আপনি যদি অনেক রেফার করতে পারেন তাহলে হয়ত একটু বালো ইনকাম হবে।
আপনার কথার যুক্তি কত।রেফার করলে ইনকাম করতে পারা যায় কিন্তু তারাই পায় যাদের বড় বড় ইউটিউব চ্যানেল কিংবা বড় বড় ওয়েবসাইট আছে। এক কথায় বলা যায় বড় আলুর মধ্যে শুধু আলোই হয়। আর আমাদের অবস্থা 1-2 santoshi পর্যন্তই
Title: Re: Faucet থেকে কি রকম ইয়ার্ন করা সম্ভব ?
Post by: XM8 on November 29, 2020, 07:13:54 AM
ফসেটে কাজ করে আয় করা মানে ফ্রি কামলা দেওয়ার মতই। যেমন আপনি প্রতি ঘন্টায় ২০ টা সাইটে যদি একবার ঢুকে কাজ করেন তাহলে হয়তো ১০ থেকে ১৫ সাতোষি করে পাবেন। এভাবে কাজ করে যাবেন আর মাস শেসে দেখবেন কোন সাইট থেকে সামান্য কিছু পাবেন তা দিয়ে নেট খরচ উঠবেনা। তবে ফ্রিবিটকোডটইন সাইটে আমি গত ৬ বছর কাজ করছি। প্রতিঘন্টায় কিছু সাতোষি পাবেন আরো অন্যান্য আয়ের সুযোগ আছে। দ্বিতীয়ত এসব ফসেট সাইটগুলোতে কাজ করলে শতকরা দুএকটাতে পেমেন্ট দেয় বাকিগুলো ভুয়া। আমি ফোরামে ৪ বছর আছি এর আগে প্রথমে পিটিসি সাইটে, ডাটা এন্ট্রি সাইটে, পরে ফসেট থেকে তখন অনেক আয় করেছিলাম তবে এখন আর ফসেটে আয় নেই। তখনও শতকরা ৯০% ফসেট ভুয়া ছিলো আর এখন তো ৯৯% ভুয়া। তাই ফসেট না করে বাউন্টি করুন।
এই ফসেট টা কি বিটকয়েন বা এলার্ট কয়েনের মত
 কোন সাইট। একটু দয়া করে জানাবেন ব্রো। কারণ এই বিষয়ে আমার কোনো জ্ঞান নেই।
Title: Re: Faucet থেকে কি রকম ইয়ার্ন করা সম্ভব ?
Post by: Cristiano on November 29, 2020, 07:39:28 AM
আমি অনেক আগে কিছু দিন ট্রাই করেছিলাম । সে সময় কয়েন প্রাইস কম ছিলো এবং অনেক বেশি কয়েন পাওয়া যেত ।
কেউ কি বলতে পারেন faucet থেকে কত ডলার ইয়ার্ন করা সম্ভব ?

প্রশ্নটা যদিও অতটা গুরুত্বপূর্ণ নয় , কিন্তু beginner এর জন্য ইটা অনেক কিছু ।
Faucet সম্পর্কে আমার কোন জ্ঞান নেই।করা যায় কিভাবে সেটা সম্পর্কে আমি জানিনা। যদি কোনো সিনিয়র মহোদয় এ সম্পর্কে জানেন তাহলে অবশ্যই জানাবেন।
Title: Re: Faucet থেকে কি রকম ইয়ার্ন করা সম্ভব ?
Post by: Magepai on December 08, 2020, 12:47:22 AM
এই কাজটি করে আসলে তেমন কোন বেনিফিট পাওয়া যায় না। একটা জিনিস সব থেকে বেশি পাওয়া যায় সেটা হচ্ছে কষ্ট।তাই আমি বলব এর পেছনে সময় নষ্ট না করে আপনি এই ফোরামের দিকে মনোযোগ দেন এখানে কষ্ট করুন তাহলে অবশ্যই কষ্টর ফল পাবেন ইনশাআল্লাহ।
Title: Re: Faucet থেকে কি রকম ইয়ার্ন করা সম্ভব ?
Post by: Magepai on December 08, 2020, 12:48:52 AM
ফসেটে কাজ করে আয় করা মানে ফ্রি কামলা দেওয়ার মতই। যেমন আপনি প্রতি ঘন্টায় ২০ টা সাইটে যদি একবার ঢুকে কাজ করেন তাহলে হয়তো ১০ থেকে ১৫ সাতোষি করে পাবেন। এভাবে কাজ করে যাবেন আর মাস শেসে দেখবেন কোন সাইট থেকে সামান্য কিছু পাবেন তা দিয়ে নেট খরচ উঠবেনা। তবে ফ্রিবিটকোডটইন সাইটে আমি গত ৬ বছর কাজ করছি। প্রতিঘন্টায় কিছু সাতোষি পাবেন আরো অন্যান্য আয়ের সুযোগ আছে। দ্বিতীয়ত এসব ফসেট সাইটগুলোতে কাজ করলে শতকরা দুএকটাতে পেমেন্ট দেয় বাকিগুলো ভুয়া। আমি ফোরামে ৪ বছর আছি এর আগে প্রথমে পিটিসি সাইটে, ডাটা এন্ট্রি সাইটে, পরে ফসেট থেকে তখন অনেক আয় করেছিলাম তবে এখন আর ফসেটে আয় নেই। তখনও শতকরা ৯০% ফসেট ভুয়া ছিলো আর এখন তো ৯৯% ভুয়া। তাই ফসেট না করে বাউন্টি করুন।

জ্বি ভাই আপনি ঠিক বলেছেন ফসফেট করে আমি দেখেছি কিছুই পাওয়া যায় না। যদিও কিছু পাওয়া যায় দেখা যায় অনেক গুলো আবার স্কাম থাকে যার কারণে কিছুই পাওয়া যায় না। তাই আমি মনে করি এই কাজটি না করাটাই বেটার।

Title: Re: Faucet থেকে কি রকম ইয়ার্ন করা সম্ভব ?
Post by: Markuri33 on December 08, 2020, 01:50:42 AM
বাউন্টিও তো এখন তেমন আর দেখতেছিনা বাই। বাউন্টি কি একেবারে কমে যাচ্ছে নাকি? ভালো প্রোজেক্ট কই?

বাউন্টি কমে গেছে ঠিকই কিন্তু বিটকয়েনটকের বাউন্টি বোর্ডে ঠিকই নিয়মিত বাউন্টি পোস্ট হয়। আপনি যদি রেগুলার বাউন্টি করেন তাহলে ১০-১৫ টা বাউন্টি নিয়মিত করতে পারবেন তবে সমস্যা হচ্ছে প্রায় সব প্রজেক্ট ফেইলড হয় এবং পেমেন্ট দেয়না। দুএকটা সাকসেস হলেও পেমেন্ট দিতে গড়িমসি করতে করতে শেষমেষ দেয়না অথবা দিলেও এমন সিস্টেম করে দেয় যাতে বাউন্টি হান্টাররা তা সেল করে ক্যাশ করতে পারেনা।

বর্তমানে ভাই আসলে এরকম অবস্থায় হয়েছে। দেখা যায় বান্টি করে কিছু টোকেন পাওয়া যায় সেগুলো বিক্রি করতে গ্যাস ফ্রি কেটে নেয় প্রায় সব টি। তার পরেও আসলে কিছুই পাওয়া যায় না। আসলে কবে যে বাউন্ডারি দুরবস্থা শেষ হবে।
Title: Re: Faucet থেকে কি রকম ইয়ার্ন করা সম্ভব ?
Post by: Jaya60 on December 13, 2020, 01:40:06 AM
ফসফেট সাইটে কাজ করা আর বাংলা ভাষায় মাগনা কামলা দেওয়া একই কথা।এটিতে যদি আপনি দিনের পর দিন কষ্ট করেন এবং প্রতিদিন যদি আপনি 15 থেকে 16 ঘণ্টা কাজ করেন তাহলে দেখা যাবে আপনার এমবি খরচ উঠবে কিনা সেটা নিয়ে সন্দেহ। তাই মনে করি এখানে কাজ না করাটাই অনেক ভালো হবে।
Title: Re: Faucet থেকে কি রকম ইয়ার্ন করা সম্ভব ?
Post by: Laxmi Sharma on December 13, 2020, 04:06:01 AM
আমি অনেক আগে কিছু দিন ট্রাই করেছিলাম । সে সময় কয়েন প্রাইস কম ছিলো এবং অনেক বেশি কয়েন পাওয়া যেত ।
কেউ কি বলতে পারেন faucet থেকে কত ডলার ইয়ার্ন করা সম্ভব ?

প্রশ্নটা যদিও অতটা গুরুত্বপূর্ণ নয় , কিন্তু beginner এর জন্য ইটা অনেক কিছু ।
ফসেট সম্পর্কে আমার কোন ধারণা নেই। এখান থেকে কত ডলার আয় করা সম্ভব সেই সম্পর্কেও ধারণা নেই। আদৌ কি এই সাইট গুলো থেকে ইনকাম করা সম্ভব। আপনি যেহেতু করেছেন আপনার অভিজ্ঞতা শেয়ার করলেও পারতেন। তাতে অনেকেই কিছু ধারণা পেতো।
Title: Re: Faucet থেকে কি রকম ইয়ার্ন করা সম্ভব ?
Post by: Tamsialu$$ on December 19, 2020, 04:50:14 PM
ফসফেট সাইটে কাজ করা আর বাংলা ভাষায় মাগনা কামলা দেওয়া একই কথা।এটিতে যদি আপনি দিনের পর দিন কষ্ট করেন এবং প্রতিদিন যদি আপনি 15 থেকে 16 ঘণ্টা কাজ করেন তাহলে দেখা যাবে আপনার এমবি খরচ উঠবে কিনা সেটা নিয়ে সন্দেহ। তাই মনে করি এখানে কাজ না করাটাই অনেক ভালো হবে।
আপনি যে কথাটা বলেছেন একদমই সঠিক কথা ব্রো। আসলে এই সাইডে যারা কাজ করে তারা কিন্তু কিছুই পায় না। বরং সেটি তাদের দিয়ে শুধু কাজ করে নিয়ে পরবর্তীতে আর প্রেমেন্ট দেয়া হয় না। তাই আমি বলব এই সাইটে কাজ না করাটাই ভালো।
Title: Re: Faucet থেকে কি রকম ইয়ার্ন করা সম্ভব ?
Post by: Akhi600 on December 19, 2020, 06:34:57 PM
ভাই আপনি যদি কাজ করেন তাহলে মাস শেষে দেখবেন নেট খরচ উঠবে না আপনার। গুনা করছে আমার মনে হয় দুই একটা বাউন্টি করেন তাও কাজ আসবে কিছু টাকা পাবেন এখান থেকে।
Title: Re: Faucet থেকে কি রকম ইয়ার্ন করা সম্ভব ?
Post by: Casual on December 20, 2020, 01:05:01 AM
ফসেটে কাজ করে আয় করা মানে ফ্রি কামলা দেওয়ার মতই। যেমন আপনি প্রতি ঘন্টায় ২০ টা সাইটে যদি একবার ঢুকে কাজ করেন তাহলে হয়তো ১০ থেকে ১৫ সাতোষি করে পাবেন। এভাবে কাজ করে যাবেন আর মাস শেসে দেখবেন কোন সাইট থেকে সামান্য কিছু পাবেন তা দিয়ে নেট খরচ উঠবেনা। তবে ফ্রিবিটকোডটইন সাইটে আমি গত ৬ বছর কাজ করছি। প্রতিঘন্টায় কিছু সাতোষি পাবেন আরো অন্যান্য আয়ের সুযোগ আছে। দ্বিতীয়ত এসব ফসেট সাইটগুলোতে কাজ করলে শতকরা দুএকটাতে পেমেন্ট দেয় বাকিগুলো ভুয়া। আমি ফোরামে ৪ বছর আছি এর আগে প্রথমে পিটিসি সাইটে, ডাটা এন্ট্রি সাইটে, পরে ফসেট থেকে তখন অনেক আয় করেছিলাম তবে এখন আর ফসেটে আয় নেই। তখনও শতকরা ৯০% ফসেট ভুয়া ছিলো আর এখন তো ৯৯% ভুয়া। তাই ফসেট না করে বাউন্টি করুন।
আপনার সাথে ভাই আমি একমত ফসেটথেকে যেহেতু কিছুই পাওয়া যায় না শুধু এমনি কাজ করে কি হবে যদি কোন প্রেমেন্ট এই না পাওয়া যায়। এখন কিন্তু বাউন্টি করাটাই লাভজনক মনে হয় মার্কেট যখনই ভালো হয় তখনই কিন্তু বাউন্টি ক্যাম্পিয়ান ভালো আছে। তাই অবশ্যই আমাদের বাউন্টি করা উচিত।
Title: Re: Faucet থেকে কি রকম ইয়ার্ন করা সম্ভব ?
Post by: Mahindra on December 20, 2020, 05:32:02 AM
আমি নতুন ইউজার এই ফর্মে তাই আমি খুব একটা ভালো জানিনা বলতে গেলে কিছুই জানিনা আসলে faucet সম্পর্কে আপনার কাছে এই প্রথম শুনলাম কিন্তু আপনাকে এই ফোরামের সিনিয়র ভাইরা অবশ্যই সাহায্য করবে ধন্যবাদ ভাই
Title: Re: Faucet থেকে কি রকম ইয়ার্ন করা সম্ভব ?
Post by: Irfan12@ on December 20, 2020, 01:31:40 PM
আমি অনেক আগে কিছু দিন ট্রাই করেছিলাম । সে সময় কয়েন প্রাইস কম ছিলো এবং অনেক বেশি কয়েন পাওয়া যেত ।
কেউ কি বলতে পারেন faucet থেকে কত ডলার ইয়ার্ন করা সম্ভব ?

প্রশ্নটা যদিও অতটা গুরুত্বপূর্ণ নয় , কিন্তু beginner এর জন্য ইটা অনেক কিছু ।
ভাই আমি একজন নতুন ইউজার হওয়ার জন্য এ সম্পর্কে কোন ধারণা নাই তবে আপনার টপিক দেখে বুঝতে পারলাম যে আপনি অনেক মূল্যবান একটি টপিক তৈরি করেছেন কিন্তু এ সম্পর্কে আমার কোন ধারণা না থাকায় আমি আপনাকে সম্পর্কে কোনো তথ্য দিতে পারলাম না তবে এ ফোরামে অনেক সিনিয়ার ভাই আছেন তারা অনেক জানেন এবং বুঝেন তারা অবশ্যই আপনাকে এ ব্যাপারে সাহায্য করবেন
Title: Re: Faucet থেকে কি রকম ইয়ার্ন করা সম্ভব ?
Post by: bmw1 on December 20, 2020, 03:18:15 PM
আমার সমন্ধে কোন ধারণা নেই আর কেউ আমাকে সাহায্য করেন।
Title: Re: Faucet থেকে কি রকম ইয়ার্ন করা সম্ভব ?
Post by: Damrai5$ on December 20, 2020, 03:23:50 PM
আমার সমন্ধে কোন ধারণা নেই আর কেউ আমাকে সাহায্য করেন।
আসলে আপনি যে পোস্ট গুলো দিচ্ছেন এগুলো কিন্তু আসলে জুনিয়র মেম্বার পর্যন্ত সবথেকে বেশি ইউজ করে। আর এ ধরনের পোস্ট কে স্পামিং হিসেবে ধরে নেওয়া হয়।এই ধরনের পোস্ট দেওয়া কিন্তু আমাদের এই ফোরামের যিনি মডারেটর এর দায়িত্বে রয়েছেন তিনি না করে দিয়েছেন এ ধরণের পোস্ট না করতে। মোডারেটর বাই তিনি আরো বলেছেন যে এই ধরনের পোস্ট করলে তিনি ডিলিট দিয়ে দিবেন। এখন থেকে এই ধরনের পোস্ট দেওয়া বাদ দিয়ে দিন।
Title: Re: Faucet থেকে কি রকম ইয়ার্ন করা সম্ভব ?
Post by: Damrai5$ on December 20, 2020, 03:27:02 PM
ফসেট থেকে ভাল আয় করা সম্ভব নয়।দেখা গিয়েছে এখানে অনেক কাজ করতে হচ্ছে কিন্তু তার বিনিময়ে আপনি যা পাচ্ছেন সেগুলো আপনার এমবি খরচ উঠবে না। তাই এখানে কাজ করার থেকে না করাই ভালো বাংলা কথা আসলে বলা যায় হারা কামলা বা মাগনা কামলা যেটাকে বলে। এখানে কাজ করে উপার্জন কিছুই করা যায় না।
Title: Re: Faucet থেকে কি রকম ইয়ার্ন করা সম্ভব ?
Post by: Mayajal on December 20, 2020, 06:41:25 PM
ফসেট আমি কিছুদিন কাজ করেছিলাম এর সম্পর্কে হালকা ধারণা আছে এখান থেকে বেশি ইনকাম করা যায় না। অনেকদিন কাজ করার পরে কোন পেমেন্ট না পাওয়ার কারণে কাজ বাদ দিয়েছি। মাগনা কাজ করার মত শুধু কাজ করে যাই কিন্তু কোন পেমেন্ট পাওয়া যায় না।