Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: Istiak on January 27, 2020, 03:53:03 PM

Title: দীর্ঘ মেয়াদি বিনিয়োগ জন্য উপযুক্ত কয়েন?
Post by: Istiak on January 27, 2020, 03:53:03 PM
আমি লাইটকয়েন,স্টেলার এই কয়েনগুলো বেশি পচ্ছন্দ করি? আপনেরা কেউ কি দীর্ঘমেয়াদি বিনিয়োগ করেছেন কোন কয়েনে? কোন কয়েনগুলো দীর্ঘ মেয়াদী বিনিয়গের জন্য বেশি উপযুক্ত বলে আপনারা মনে করেন?
Title: Re: দীর্ঘ মেয়াদি বিনিয়োগ জন্য উপযুক্ত কয়েন?
Post by: Malam90 on February 07, 2020, 01:34:28 AM
দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য আমি শুধুমাত্র বিটকয়েন এবং ইথারকে পছন্দ করি। কেউ যদি অন্য কোন অলটকয়েনে বিনিয়োগ না করে শুধুুমাত্র বিটকয়েন এবং ইথার কিনে দীর্ঘমেয়াদে হোল্ড করে তাহলেও প্রফিট করতে পারবে। অলটকয়েনগুলোর মধ্যে শীর্ষ কয়েনগুলোতেও বিনিয়োগ করা যেতে পারে তাহলেও প্রফিক করা সম্ভব। সর্বপরি বিনিয়োগ করলে দীর্ঘমেয়াদে করা ভালো তাহলে দেখবেন কয়েকমাস পরে ঠিকই প্রফিটে আছেন।
Title: Re: দীর্ঘ মেয়াদি বিনিয়োগ জন্য উপযুক্ত কয়েন?
Post by: ranakhan60 on February 10, 2020, 06:16:48 AM
দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য আমি শুধুমাত্র বিটকয়েন এবং ইথারকে পছন্দ করি। কেউ যদি অন্য কোন অলটকয়েনে বিনিয়োগ না করে শুধুুমাত্র বিটকয়েন এবং ইথার কিনে দীর্ঘমেয়াদে হোল্ড করে তাহলেও প্রফিট করতে পারবে। অলটকয়েনগুলোর মধ্যে শীর্ষ কয়েনগুলোতেও বিনিয়োগ করা যেতে পারে তাহলেও প্রফিক করা সম্ভব। সর্বপরি বিনিয়োগ করলে দীর্ঘমেয়াদে করা ভালো তাহলে দেখবেন কয়েকমাস পরে ঠিকই প্রফিটে আছেন।
হ্যাঁ আপনার কথার সাথে আমি একমত তবে এর সাথে বর্তমানে ভাল প্রফিট করার জন্য একটি কয়েন আমার পছন্দ। সেটা হলো এনার্জি কয়েন। আমি এর পূর্বে এনার্জি পয়েন্ট হোল্ড করে ভালো পরিমাণ প্রফিট আমি পেয়েছি। তবে আমি বলতে পারি এনার্জি পয়েন্ট হোল্ড করে এবং ট্রিট করে ভালো পরিমাণ প্রফিট ইনকাম করা সম্ভব।
Title: Re: দীর্ঘ মেয়াদি বিনিয়োগ জন্য উপযুক্ত কয়েন?
Post by: Istiak on February 10, 2020, 10:40:20 AM
দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য আমি শুধুমাত্র বিটকয়েন এবং ইথারকে পছন্দ করি। কেউ যদি অন্য কোন অলটকয়েনে বিনিয়োগ না করে শুধুুমাত্র বিটকয়েন এবং ইথার কিনে দীর্ঘমেয়াদে হোল্ড করে তাহলেও প্রফিট করতে পারবে। অলটকয়েনগুলোর মধ্যে শীর্ষ কয়েনগুলোতেও বিনিয়োগ করা যেতে পারে তাহলেও প্রফিক করা সম্ভব। সর্বপরি বিনিয়োগ করলে দীর্ঘমেয়াদে করা ভালো তাহলে দেখবেন কয়েকমাস পরে ঠিকই প্রফিটে আছেন।
হ্যাঁ আপনার কথার সাথে আমি একমত তবে এর সাথে বর্তমানে ভাল প্রফিট করার জন্য একটি কয়েন আমার পছন্দ। সেটা হলো এনার্জি কয়েন। আমি এর পূর্বে এনার্জি পয়েন্ট হোল্ড করে ভালো পরিমাণ প্রফিট আমি পেয়েছি। তবে আমি বলতে পারি এনার্জি পয়েন্ট হোল্ড করে এবং ট্রিট করে ভালো পরিমাণ প্রফিট ইনকাম করা সম্ভব।
NRG কয়েন এর ড্রিট্রিবিউশন কি শেষ হয়ে গিয়েছে? দম তো অনেক কমে গেছিলো। আবার কি দাম বাড়ছে নাকি?
Title: Re: দীর্ঘ মেয়াদি বিনিয়োগ জন্য উপযুক্ত কয়েন?
Post by: Mrkadir85 on August 12, 2020, 07:02:58 AM
বিনিয়োগ করলে দীর্ঘমেয়াদী বিনিয়োগ করাই উত্তম এক্ষেত্রে প্রফিট বেশি পাওয়া যায়। দীর্ঘমেয়াদি বিনিয়োগের ক্ষেত্রে ইথার এবং বিটকয়েন কে বেশি পছন্দ করি।তবে অ্যালার্ট কয়েনের শীর্ষপর্যায়ের কয়েন গুলোতে বিনিয়োগ করা যেতে পারে।
Title: Re: দীর্ঘ মেয়াদি বিনিয়োগ জন্য উপযুক্ত কয়েন?
Post by: Rain075 on August 15, 2020, 02:20:10 AM
দীর্ঘমেয়াদি বিনিয়োগের জন্য সবচেয়ে ভালো এবং ফেভারিট কিছু কয়েন রয়েছে সেগুলোর মধ্যে হল বিটকয়েন ইথেরিয়াম লাইট কয়েন এসআরপি ইত্যাদি। তবে আপনি যদি ইথেরিয়াম এবং বিটকয়েন কিনে দীর্ঘমেয়াদি হোল্ড করেন তাহলে আপনি অনেক লাভবান হবেন বলে আমি মনে করি।
Title: Re: দীর্ঘ মেয়াদি বিনিয়োগ জন্য উপযুক্ত কয়েন?
Post by: Btceth01 on August 15, 2020, 02:39:03 PM
দীর্ঘমেয়াদি বিনিয়োগের জন্য যে কয়েন গুলো ভালো হবে তাহলো বিটকয়েন, ইথেরিয়াম, লাইট কয়েন, স্টিলার কয়েন ইত্যাদিকয়েন আপনি দীর্ঘমেয়াদী বিনিয়োগ করতে পারেন তাহলে আপনার বিনিয়োগ করাটা সাকসেস হবে
Title: Re: দীর্ঘ মেয়াদি বিনিয়োগ জন্য উপযুক্ত কয়েন?
Post by: superstarsp on August 15, 2020, 03:11:44 PM
লাইট কয়েন আপনি দীর্ঘমেয়াদী বিনিয়োগ করতে পারেন
Title: Re: দীর্ঘ মেয়াদি বিনিয়োগ জন্য উপযুক্ত কয়েন?
Post by: Btceth01 on August 15, 2020, 08:03:36 PM
আপনারা যদি কয়েন হোল্ড করতে চান বিটকয়েন ইথেরিয়াম করেন লাইট কয়েন ইত্যাদি টোকেন বিনিয়োগ করতে পারেন যদি বিনিয়োগ করেন তাহলে ক্ষতি যাওয়ার সম্ভাবনা।
Title: Re: দীর্ঘ মেয়াদি বিনিয়োগ জন্য উপযুক্ত কয়েন?
Post by: Triedboy on August 16, 2020, 02:03:59 AM
দীর্ঘ মেয়াদি বিনিয়োগ উপযুক্ত কয়েন আমার পছন্দের তা হলো বিটকয়েন,লাইট কয়েন আর ইথার ।কেউ যদি শুধু মাত্র কোন অলটকয়েনে বিনিয়োগ না করে শুধুুমাত্র বিটকয়েন এবং ইথার কিনে দীর্ঘমেয়াদে হোল্ড করে তাহলেও প্রফিট পাবে আমি আশা করি।এই কয়েন গুলো যতই দিন যাচ্ছে ততই দাম বেড়েই চলেছে।
Title: Re: দীর্ঘ মেয়াদি বিনিয়োগ জন্য উপযুক্ত কয়েন?
Post by: Salman Hasan on August 18, 2020, 12:30:57 PM
দীর্ঘ মেয়াদী বিনিয়োগ উপযুক্ত কয়েন গুলো আমি মনে করি বিটকয়েন, ইথেরিয়াম, লাইট কয়েন ডগি কয়েন। এগুলো থেকে অনেক প্রফিট পাবেন আশা করি এই কয়েন গুলো এখন দিন দিন দাম বেড়েই চলেছে।
Title: Re: দীর্ঘ মেয়াদি বিনিয়োগ জন্য উপযুক্ত কয়েন?
Post by: Msweet on August 18, 2020, 01:18:15 PM
দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য আমি শুধুমাত্র বিটকয়েন এবং ইথারকে পছন্দ করি। কেউ যদি অন্য কোন অলটকয়েনে বিনিয়োগ না করে শুধুুমাত্র বিটকয়েন এবং ইথার কিনে দীর্ঘমেয়াদে হোল্ড করে তাহলেও প্রফিট করতে পারবে। অলটকয়েনগুলোর মধ্যে শীর্ষ কয়েনগুলোতেও বিনিয়োগ করা যেতে পারে তাহলেও প্রফিক করা সম্ভব। সর্বপরি বিনিয়োগ করলে দীর্ঘমেয়াদে করা ভালো তাহলে দেখবেন কয়েকমাস পরে ঠিকই প্রফিটে আছেন।

 আপনাকে ধন্যবাদ আসলে বিষয়টা আমার অজানা ছিল। আপনার পোস্ট থেকে আমি সঠিক টা জানতে পারছি  ।
Title: Re: দীর্ঘ মেয়াদি বিনিয়োগ জন্য উপযুক্ত কয়েন?
Post by: JISAN on August 18, 2020, 02:11:06 PM
আমি এই পোস্টের শুরুতেই বলেছিলাম যে ইথারিয়াম কিনে হোল্ড করতে তখন ছিলো ১ ইথার ১৫০ ডলারের মতো কিন্তু এখন ৪৫০ হয়ে গেছে।
Title: Re: দীর্ঘ মেয়াদি বিনিয়োগ জন্য উপযুক্ত কয়েন?
Post by: Msweet on August 19, 2020, 06:52:35 AM
আমি লাইটকয়েন,স্টেলার এই কয়েনগুলো বেশি পচ্ছন্দ করি? আপনেরা কেউ কি দীর্ঘমেয়াদি বিনিয়োগ করেছেন কোন কয়েনে? কোন কয়েনগুলো দীর্ঘ মেয়াদী বিনিয়গের জন্য বেশি উপযুক্ত বলে আপনারা মনে করেন?
দীর্ঘমেয়াদি বিনিয়োগের জন্য ইত্রিয়াম ঢুকেন প্রযুক্ত টোকেন   । এছাড়া বিনিয়োগের জন্য আপনি অতীত থেকে শিক্ষা নিতে পারেন. ।
Title: Re: দীর্ঘ মেয়াদি বিনিয়োগ জন্য উপযুক্ত কয়েন?
Post by: Salauddin on August 19, 2020, 07:22:41 AM
বর্ত্মানে সবথেকে ভালো কয়েন হলো বিটকয়েন, ইথারিয়াম ও লাইটকয়েন  বুদ্ধিমত্তার সাথে ইনভেস্ট ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা করলে আপনি অনেক ভালো অবস্থান তইরি করতে পারবেন, তবে আপনি দীর্ঘসময়ের জন্যে পরিকল্পনা করলে ইথারিয়াম ও লাইটকয়েন সবথেকে ভালো হবে ।
Title: Re: দীর্ঘ মেয়াদি বিনিয়োগ জন্য উপযুক্ত কয়েন?
Post by: Lutera94 on August 19, 2020, 12:34:48 PM
আপনি যেগুলো কিনে রাখছেন সেগুলো ও ভালো তবে আমি দুইটা কয়েনের নাম বলতে পারি যা দীর্ঘমেয়াদি জমা রাখলে খুব ভালো হবে।

১. চেইনলিংক
২. ব্যান্ড


এই দুটি কয়েনের ভবিষ্যাৎ অনেক ভালো, ব্যাক্তিগত মতামত থেকে বললাম।
Title: Re: দীর্ঘ মেয়াদি বিনিয়োগ জন্য উপযুক্ত কয়েন?
Post by: Ak600 on November 29, 2020, 07:02:55 PM
দীর্ঘমেয়াদি বিনিয়োগের জন্য সবচেয়ে ভালো এবং ফেভারিট কিছু কয়েন রয়েছে সেগুলোর মধ্যে হল বিটকয়েন ইথেরিয়াম লাইট কয়েন এসআরপি ইত্যাদি। তবে আপনি যদি ইথেরিয়াম এবং বিটকয়েন কিনে দীর্ঘমেয়াদি হোল্ড করেন তাহলে আপনি অনেক লাভবান হবেন বলে আমি মনে করি।
ধন্যবাদ জানাই আপনাকে বিনিয়োগ সম্বন্ধে ভালো কিছু করেছেন এবং বুঝাতে সক্ষম হয়েছে এবং সম্পর্কে একটু বুঝতে পারলাম ধন্যবাদ
Title: Re: দীর্ঘ মেয়াদি বিনিয়োগ জন্য উপযুক্ত কয়েন?
Post by: kulkhan on November 29, 2020, 07:10:59 PM
আমি কয়েন মার্কেটের টপ কয়েন গুলোতে দীর্ঘ মেয়াদি ইনভেস্ট করতে আগ্রহী এর মধ্যে আমার সব থেকে বেশি পছন্দ হল বিটকয়েন, ইথারিয়াম, লাইট কয়েন এবং রিপলি কয়েন। আমি মনেকরি এই কয়েন গুলোতে দীর্ঘ মেয়াদি ইনভেস্ট করা যায়। এই কয়েন গুলোতে ইনভেস্ট করলে ঘুরে ফিরে কোন না কোন সময় প্রফিট আসবেই এটা আমার দৃঢ় বিশ্বাস।
Title: Re: দীর্ঘ মেয়াদি বিনিয়োগ জন্য উপযুক্ত কয়েন?
Post by: kulkhan on November 29, 2020, 11:33:43 PM
দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য আমি শুধুমাত্র বিটকয়েন এবং ইথারকে পছন্দ করি। কেউ যদি অন্য কোন অলটকয়েনে বিনিয়োগ না করে শুধুুমাত্র বিটকয়েন এবং ইথার কিনে দীর্ঘমেয়াদে হোল্ড করে তাহলেও প্রফিট করতে পারবে। অলটকয়েনগুলোর মধ্যে শীর্ষ কয়েনগুলোতেও বিনিয়োগ করা যেতে পারে তাহলেও প্রফিক করা সম্ভব। সর্বপরি বিনিয়োগ করলে দীর্ঘমেয়াদে করা ভালো তাহলে দেখবেন কয়েকমাস পরে ঠিকই প্রফিটে আছেন।
আমি ও আপনার সাথে একমত, আমিও বিটকয়েন, ইথারিয়াম, রিপল, লাইট এই কয়েনগুলাতে দীর্ঘ মেয়াদি ইনভেস্ট করার জন্য উপযুক্ত বলে আমি মনেকরি। এ গুলোতে বিনিয়োগ করলে আপনি আজ হোক আর কাল হোক প্রফিট পাবেন এতে কোন সন্দেহ নাই। আবারও ধন্যবাদ আপনাকে।
Title: Re: দীর্ঘ মেয়াদি বিনিয়োগ জন্য উপযুক্ত কয়েন?
Post by: Tamsialu$$ on November 30, 2020, 12:25:25 AM
দীর্ঘ মেয়াদী কয়েন সম্পর্কে আমার তেমন কোন ধারণা নেই। তারপর ও আমি এই অল্প কিছু দিনের অভিজ্ঞতা বিটকয়েন ও ইথেরিয়াম হোল্ড করলে অবশ্যই লাভ হবে।
Title: Re: দীর্ঘ মেয়াদি বিনিয়োগ জন্য উপযুক্ত কয়েন?
Post by: Tamsialu$$ on November 30, 2020, 12:27:37 AM
দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য আমি শুধুমাত্র বিটকয়েন এবং ইথারকে পছন্দ করি। কেউ যদি অন্য কোন অলটকয়েনে বিনিয়োগ না করে শুধুুমাত্র বিটকয়েন এবং ইথার কিনে দীর্ঘমেয়াদে হোল্ড করে তাহলেও প্রফিট করতে পারবে। অলটকয়েনগুলোর মধ্যে শীর্ষ কয়েনগুলোতেও বিনিয়োগ করা যেতে পারে তাহলেও প্রফিক করা সম্ভব। সর্বপরি বিনিয়োগ করলে দীর্ঘমেয়াদে করা ভালো তাহলে দেখবেন কয়েকমাস পরে ঠিকই প্রফিটে আছেন।

হ্যাঁ ভাই আপনার সাথে আমি একমত।অবশ্যই এই দুটি করের মধ্যে ফোন করলে ভাল প্রফিট পাওয়া যাবে ইনশাআল্লাহ।
Title: Re: দীর্ঘ মেয়াদি বিনিয়োগ জন্য উপযুক্ত কয়েন?
Post by: Lutera94 on November 30, 2020, 12:32:49 AM
আমি লাইটকয়েন,স্টেলার এই কয়েনগুলো বেশি পচ্ছন্দ করি? আপনেরা কেউ কি দীর্ঘমেয়াদি বিনিয়োগ করেছেন কোন কয়েনে? কোন কয়েনগুলো দীর্ঘ মেয়াদী বিনিয়গের জন্য বেশি উপযুক্ত বলে আপনারা মনে করেন?
আপনি যে দুটি কয়েনের কথা বলেছেন তা অত্যান্ত ভালো কয়েন যা দীর্ঘমেয়াদী বিনোয়োগ করা যায় তবে এ দুটি কয়েন ছাড়াও মার্কেটা আরো অনেক ভালো কয়েন আছে যাতে আপনি বিনোয়োগ করতে পার্ন। ব্যাক্তিগতভাবে আমি ইথিরিয়াম ও চাইনলিংক এ বিনোয়োগ করে বসে আছি, আশা করি ভালো কিছু হবে। শুভকামনা
Title: Re: দীর্ঘ মেয়াদি বিনিয়োগ জন্য উপযুক্ত কয়েন?
Post by: warhero on December 03, 2020, 02:26:46 AM
বর্তমানে ক্রিপ্টোকারেন্সি দাম এনালাইসিস করে আমার কাছে বিটকয়েন এবং ইথিরিয়াম কে দীর্ঘমেয়াদি বিনিয়োগে জন্য উপযুক্ত মনে হয়।
Title: Re: দীর্ঘ মেয়াদি বিনিয়োগ জন্য উপযুক্ত কয়েন?
Post by: Monster5 on December 03, 2020, 03:34:08 AM
আমার কাছে মনে হয় দীর্ঘমেয়াদী কয়েন হল বিটকয়েন ও ইথেরিয়াম আমি সবচাইতে এ দুটি কয়েনকেই বেশি বিশ্বাস করি। তাই আমি দীর্ঘমেয়াদি বিনিয়োগের জন্য আমার কাছে উপযুক্ত কয়েন হলো বিটকয়েন এবং ইথিরিয়াম। আপনাকে ধন্যবাদ আপনাদের মূল্যবান পোষ্টটি করার জন্য আশা করি সামনে আরও ভাল ভাল পোস্ট করবেন।
Title: Re: দীর্ঘ মেয়াদি বিনিয়োগ জন্য উপযুক্ত কয়েন?
Post by: Salauddin on December 03, 2020, 03:38:42 AM
আমার কাছে মনে হয় দীর্ঘমেয়াদী কয়েন হল বিটকয়েন ও ইথেরিয়াম আমি সবচাইতে এ দুটি কয়েনকেই বেশি বিশ্বাস করি। তাই আমি দীর্ঘমেয়াদি বিনিয়োগের জন্য আমার কাছে উপযুক্ত কয়েন হলো বিটকয়েন এবং ইথিরিয়াম। আপনাকে ধন্যবাদ আপনাদের মূল্যবান পোষ্টটি করার জন্য আশা করি সামনে আরও ভাল ভাল পোস্ট করবেন।

আমিও আপনার সাথে একমত যে দীর্ঘ মেয়াদি বলতে বিটকয়েন ও ইথেরিয়াম ছাড়া আর অন্য কোনো কয়েন কে বিশ্বাস করা জায়না অন্যদের থেকে বিটকয়েন ও ইথেরিয়াম সবথেকে বেশি বিশ্বস্থ হোল্ড করলে বিটকয়েন ও ইথেরিয়াম এ করা উছিত।
Title: Re: দীর্ঘ মেয়াদি বিনিয়োগ জন্য উপযুক্ত কয়েন?
Post by: Magepai on December 03, 2020, 04:12:10 AM
দীর্ঘমেয়াদী কয়েন এর মধ্যে যদি আপনি বিনিয়োগ করতে চান তাহলে অবশ্যই আমি বলব বিটকয়েন ইথিরিয়াম লাইট কয়েন এরমধ্যে বিনিয়োগ করলে অবশ্যই লাভ।
Title: Re: দীর্ঘ মেয়াদি বিনিয়োগ জন্য উপযুক্ত কয়েন?
Post by: Magepai on December 03, 2020, 04:13:20 AM
বর্ত্মানে সবথেকে ভালো কয়েন হলো বিটকয়েন, ইথারিয়াম ও লাইটকয়েন  বুদ্ধিমত্তার সাথে ইনভেস্ট ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা করলে আপনি অনেক ভালো অবস্থান তইরি করতে পারবেন, তবে আপনি দীর্ঘসময়ের জন্যে পরিকল্পনা করলে ইথারিয়াম ও লাইটকয়েন সবথেকে ভালো হবে ।

হ্যাঁ ভাই আপনি ঠিক বলেছেন আপনার সাথে আমি একমত। এই পয়েন্টগুলোর মধ্যে বিনিয়োগ করলে অবশ্যই লাভ হবে।অতএব আপনি বিনা দ্বিধায় এই কয়েন গুলোর মধ্যে আপনি বিনিয়োগ করতে পারেন।
Title: Re: দীর্ঘ মেয়াদি বিনিয়োগ জন্য উপযুক্ত কয়েন?
Post by: Maxtel on December 03, 2020, 05:57:24 AM
ক্রিপ্টোকারেন্সিতে দীর্ঘমেয়াদি বিনিয়োগের জন্য অনেকগুলো ভালো ভালো কয়েন রয়েছে। যেমন লাইট কয়েন বি এন বি ইথেরিয়াম বিটকয়েন ইত্যাদি অন্যতম। আমার কাছে ইথার বি এন বিটকয়েন মেয়াদী বিনিয়োগের জন্য উপযুক্ত মনে হয়।
Title: Re: দীর্ঘ মেয়াদি বিনিয়োগ জন্য উপযুক্ত কয়েন?
Post by: Churphans on December 03, 2020, 07:03:53 AM
আমি লাইটকয়েন,স্টেলার এই কয়েনগুলো বেশি পচ্ছন্দ করি? আপনেরা কেউ কি দীর্ঘমেয়াদি বিনিয়োগ করেছেন কোন কয়েনে? কোন কয়েনগুলো দীর্ঘ মেয়াদী বিনিয়গের জন্য বেশি উপযুক্ত বলে আপনারা মনে করেন?
দীর্ঘ মেয়াদী ইনভেস্টমেন্ট কয়েন গুলোর মধ্যে বিটকয়েন ইথেরিয়াম লাইট কয়েন ও রিপল কয়েন অত্যান্ত উল্লেখযোগ্য।আপনি এই সমস্ত কয়েনের যেকোনোটা দীর্ঘমেয়াদি জন্য বেছে নিতে পারেন।
Title: Re: দীর্ঘ মেয়াদি বিনিয়োগ জন্য উপযুক্ত কয়েন?
Post by: Salauddin on December 03, 2020, 07:39:48 AM
ক্রিপ্টোকারেন্সিতে দীর্ঘমেয়াদি বিনিয়োগের জন্য অনেকগুলো ভালো ভালো কয়েন রয়েছে। যেমন লাইট কয়েন বি এন বি ইথেরিয়াম বিটকয়েন ইত্যাদি অন্যতম। আমার কাছে ইথার বি এন বিটকয়েন মেয়াদী বিনিয়োগের জন্য উপযুক্ত মনে হয়।
ইথারিয়াম বি এন বি অনেকটাই ভালো মনে হয় আমার কাছে তবে বিতক্যেন এর পরে সবথেকে বেশি ভালো মনে হয় ইথারিয়াম যেতা আমি কারন ইথারিয়াম হলদ করতে পারলে লস হবার কনো সম্ভাবনা নাই। অন্যগুলাতে একটু রিস্ক আছে।
Title: Re: দীর্ঘ মেয়াদি বিনিয়োগ জন্য উপযুক্ত কয়েন?
Post by: Crypto_Somrat on December 03, 2020, 07:50:13 AM
আমি লাইটকয়েন,স্টেলার এই কয়েনগুলো বেশি পচ্ছন্দ করি? আপনেরা কেউ কি দীর্ঘমেয়াদি বিনিয়োগ করেছেন কোন কয়েনে? কোন কয়েনগুলো দীর্ঘ মেয়াদী বিনিয়গের জন্য বেশি উপযুক্ত বলে আপনারা মনে করেন?
দীর্ঘমেয়াদি বিনিয়োগের কথা বললে আমি বিটকয়েন এবং ইথিরিয়াম কেই সাজেস্ট করব। কারণ জনপ্রিয়তার দিক থেকে শীর্ষ দুই অবস্থান দখল করে আছে এই বিটকয়েন এবং ইথিরিয়াম। এটা দীর্ঘমেয়াদী হোল্ড করতে পারলে অবশ্যই ভাল প্রফিট আশা করা যাবে ইনশাল্লাহ। এ ছাড়া লাইট কয়েনও আমার পছন্দের লিস্টে রয়েছে। আমি মনে করি লাইট কয়েন এর ভবিষ্যৎ অনেক ভালো হবে। লাইট কয়েন যদি দীর্ঘমেয়াদি হোল্ড করা যায় তাহলেও ভাল প্রফিট পাওয়ার সম্ভাবনা রয়েছে।
Title: Re: দীর্ঘ মেয়াদি বিনিয়োগ জন্য উপযুক্ত কয়েন?
Post by: Salauddin on December 03, 2020, 08:12:38 AM
আমি লাইটকয়েন,স্টেলার এই কয়েনগুলো বেশি পচ্ছন্দ করি? আপনেরা কেউ কি দীর্ঘমেয়াদি বিনিয়োগ করেছেন কোন কয়েনে? কোন কয়েনগুলো দীর্ঘ মেয়াদী বিনিয়গের জন্য বেশি উপযুক্ত বলে আপনারা মনে করেন?
দীর্ঘমেয়াদি বিনিয়োগের কথা বললে আমি বিটকয়েন এবং ইথিরিয়াম কেই সাজেস্ট করব। কারণ জনপ্রিয়তার দিক থেকে শীর্ষ দুই অবস্থান দখল করে আছে এই বিটকয়েন এবং ইথিরিয়াম। এটা দীর্ঘমেয়াদী হোল্ড করতে পারলে অবশ্যই ভাল প্রফিট আশা করা যাবে ইনশাল্লাহ। এ ছাড়া লাইট কয়েনও আমার পছন্দের লিস্টে রয়েছে। আমি মনে করি লাইট কয়েন এর ভবিষ্যৎ অনেক ভালো হবে। লাইট কয়েন যদি দীর্ঘমেয়াদি হোল্ড করা যায় তাহলেও ভাল প্রফিট পাওয়ার সম্ভাবনা রয়েছে।

লাইট কয়েন এখন অনেক ভালো হতে পারে কারন লাইট কয়েনে দিয়ে অনেক ধরনের গেম খেলা যায় এবং বেত ও করা যায় তাই বলা যায় যে  লাইট কয়েন এর মাধ্যমে অনেকগুলা অপ্সহন আছে জেগুলা এখন খুব সহজেই ব্যাবহার করা যায় তাই এই  কয়েন ও ভালো কিছু আসা করা যায়।
Title: Re: দীর্ঘ মেয়াদি বিনিয়োগ জন্য উপযুক্ত কয়েন?
Post by: Herry on December 03, 2020, 09:59:29 AM
দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য আমি শুধুমাত্র বিটকয়েন এবং ইথারকে পছন্দ করি। কেউ যদি অন্য কোন অলটকয়েনে বিনিয়োগ না করে শুধুুমাত্র বিটকয়েন এবং ইথার কিনে দীর্ঘমেয়াদে হোল্ড করে তাহলেও প্রফিট করতে পারবে। অলটকয়েনগুলোর মধ্যে শীর্ষ কয়েনগুলোতেও বিনিয়োগ করা যেতে পারে তাহলেও প্রফিক করা সম্ভব। সর্বপরি বিনিয়োগ করলে দীর্ঘমেয়াদে করা ভালো তাহলে দেখবেন কয়েকমাস পরে ঠিকই প্রফিটে আছেন।
অনেক অনেক ধন্যবাদ ভাই আপনার এত সুন্দর করে আমাদের বুঝিয়ে দেওয়ার জন্য যে কোন কয়েনটি দীর্ঘমেয়াদী বিনিয়োগ করলে একসময় ভালো রকম প্রফিট পাওয়া যাবে আপনার এই পোস্টটি থেকে আমি জানতে পারলাম যে ইথেরিয়াম এবং বিটকয়েন হল দীর্ঘমেয়াদি বিনিয়োগের জন্য সবচেয়ে উপযোগী মুদ্রা ধন্যবাদ ভাই আপনার এত সুন্দর মতামত জানানোর জন্য
Title: Re: দীর্ঘ মেয়াদি বিনিয়োগ জন্য উপযুক্ত কয়েন?
Post by: welcome6gphone on December 03, 2020, 11:07:43 AM
ভালো কয়েন দেখে invest করলে ভালো profit পাওয়ার আশা করা যায়। BTC, ETH, ADA দ্রুততম কয়েনগুলির মধ্যে একটি। এই মুদ্রাগুলি একটি নির্দিষ্ট সময়ের পরে ভাল বেড়ে যায় এবং Holder দের ভাল লাভ দেয়। আশা করা যায় যে বিটকয়েনের দাম এই বছর 20,000/30,000 হতে পারে। সব সময় ভালো কয়েন এবং news base কিছু কয়েন অল্প সময়ের জন্য invest করা যায়। Profit হওয়া মাএই sell করে market থেকে বের হয়ে যাওয়া উচিত।
Title: Re: দীর্ঘ মেয়াদি বিনিয়োগ জন্য উপযুক্ত কয়েন?
Post by: Nusrat on December 03, 2020, 11:21:00 AM
দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য আমি শুধুমাত্র বিটকয়েন এবং ইথারকে পছন্দ করি। কেউ যদি অন্য কোন অলটকয়েনে বিনিয়োগ না করে শুধুুমাত্র বিটকয়েন এবং ইথার কিনে দীর্ঘমেয়াদে হোল্ড করে তাহলেও প্রফিট করতে পারবে। অলটকয়েনগুলোর মধ্যে শীর্ষ কয়েনগুলোতেও বিনিয়োগ করা যেতে পারে তাহলেও প্রফিক করা সম্ভব। সর্বপরি বিনিয়োগ করলে দীর্ঘমেয়াদে করা ভালো তাহলে দেখবেন কয়েকমাস পরে ঠিকই প্রফিটে আছেন।
হ্যাঁ ভাই আপনি ঠিক বলেছেন আমি আপনার সাথে একমত আমরা যদি ভালো কিছু করতে পারি তাহলে সেটা বিটকয়েনের মাধ্যমে সম্ভব। আমরা যদি অন্য কোন কয়েন হোল্ড না করে বিটকয়েন এবং ইথার হোল্ড করে তাহলে কিছুটা বেনিফিট পাওয়া যেতে পারে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এই মূল্যবান পোষ্ট করার জন্য আমি আপনার সাথে একমত আছি।
Title: Re: দীর্ঘ মেয়াদি বিনিয়োগ জন্য উপযুক্ত কয়েন?
Post by: Cristiano on December 03, 2020, 12:15:03 PM
টপিকটি অনেক পুরনো যেটা আমাদের আলোচনা করা ভুল হবে। তিন মাস আগের টপিকে আলোচনা করা বন্ধ করতে বলা হয়েছে। অফটপিক আলোচনা বন্ধ করার জন্য আমাদের মডারেটর বা ইতিমধ্যে অনেকগুলো পদক্ষেপ নিয়েছে। অফটপিকে আলোচনা করলে নতুন যেগুলো টপিক তৈরি হয় সেগুলো খুঁজে পাওয়া কষ্টকর হয়ে পড়ে অনেক দূরে চলে যায়। তাই আমরা সবাই অফটপিকে আলোচনা বন্ধ করি।
এখন আসি মূল কথায়। দীর্ঘমেয়াদি বিনিয়োগের জন্য উপযুক্ত কয়েনগুলো মধ্যে আপনি বাছাই করতে পারেন ইথেরিয়াম এবং বিটকয়েন, বি এন বি, টিয়ার এক্স ইত্যাদি। তবে আপনি যদি বিনিয়োগ করতে চান তাহলে আপনাকে যে টোকেনটি বিনিয়োগ করবেন সেই টুকুনের ভবিষ্যৎ সম্পর্কে জানতে হবে ভবিষ্যতে কতদূর এগিয়ে যেতে পারবে কতটুকু ভালো হবে সেটা জানতে হবে।আমি মনে করি একজন বিনিয়োগকারীর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো কয়েন গুলো সম্পর্কে জানা।
Title: Re: দীর্ঘ মেয়াদি বিনিয়োগ জন্য উপযুক্ত কয়েন?
Post by: Hasan986 on December 03, 2020, 12:47:18 PM
ETH, ADA, LTC তে লং টার্মের জন্য বিনিয়োগ করতে পারেন। আপনি যদি বলেন এগুলোর মধ্যে সব চেয়ে ভালো কোনটা। তাহলে আমি বলবো ETH. ETH বর্তমানে হিরের টুকরো। সামনে Eth2.0 লঞ্চড হবে। যা Eth. এর জন্য সোনালী যুগ বয়ে আনতে পারে। বর্তমানে ইথার ৬০০+ Eth2.0 লঞ্চড হতে হতে আশা করা যায় ১০০০+ হয়ে যাবে।
Title: Re: দীর্ঘ মেয়াদি বিনিয়োগ জন্য উপযুক্ত কয়েন?
Post by: Salauddin on December 03, 2020, 01:08:47 PM
ETH, ADA, LTC তে লং টার্মের জন্য বিনিয়োগ করতে পারেন। আপনি যদি বলেন এগুলোর মধ্যে সব চেয়ে ভালো কোনটা। তাহলে আমি বলবো ETH. ETH বর্তমানে হিরের টুকরো। সামনে Eth2.0 লঞ্চড হবে। যা Eth. এর জন্য সোনালী যুগ বয়ে আনতে পারে। বর্তমানে ইথার ৬০০+ Eth2.0 লঞ্চড হতে হতে আশা করা যায় ১০০০+ হয়ে যাবে।

ভাই ADA  ২০১৮ সালে একবার কিঞ্ছিলাম পরে সেটা লস করে বিক্রি করতে হইছে আসলে এখানে যারা ট্রেড করে তারা কমবেশি সবাই নতুন এবং সবাই চাই যে অল্প সময়ে কিভাবে ভালো একটা প্রফিট করা যায় এখানে লং বললে নতুন ট্রেডার রা হতাস হয়ে যাবে।
Title: Re: দীর্ঘ মেয়াদি বিনিয়োগ জন্য উপযুক্ত কয়েন?
Post by: Trumpet on December 05, 2020, 06:22:11 AM
আমার মতে আপনি বিটকয়েন অথবা ইথেরিয়াম কয়েন কিনে দীর্ঘমেয়াদিভাবে হোল্ড করে রাখতে পারেন। কেননা বর্তমানে বিটকয়েনের দাম এবং ইথিরিয়াম কয়েনের দাম অনেকটাই বৃদ্ধি পাচ্ছে।
Title: Re: দীর্ঘ মেয়াদি বিনিয়োগ জন্য উপযুক্ত কয়েন?
Post by: Ricky on December 05, 2020, 06:26:13 AM
আমি লাইটকয়েন,স্টেলার এই কয়েনগুলো বেশি পচ্ছন্দ করি? আপনেরা কেউ কি দীর্ঘমেয়াদি বিনিয়োগ করেছেন কোন কয়েনে? কোন কয়েনগুলো দীর্ঘ মেয়াদী বিনিয়গের জন্য বেশি উপযুক্ত বলে আপনারা মনে করেন?
আমি মনে করি দীর্ঘমেয়াদি বিনিয়োগের জন্য উপযুক্ত কয়েন হচ্ছে, বিটকয়েন, ইথেরিয়াম এবং লাইট কয়েন। অলরেডি বিটকয়েন এবং ইথিরিয়াম মার্কেটে শীর্ষস্থানে রয়েছে। লাইট কয়েন এর জনপ্রিয়তাও দিন দিন বাড়ছে। ধারণা করা যাচ্ছে লাইট কয়েন এর ভবিষ্যৎ অনেক উজ্জ্বল। তাই আমি দীর্ঘমেয়াদি বিনিয়োগের জন্য বিটকয়েন লাইট কয়েন এবং ইথিরিয়াম কেই সাজেস্ট করব।
Title: Re: দীর্ঘ মেয়াদি বিনিয়োগ জন্য উপযুক্ত কয়েন?
Post by: Jaya60 on December 15, 2020, 03:00:41 AM
দীর্ঘমেয়াদী বিনিয়োগ করেন বলতে আমি বিটকয়েন ও ইথারিয়াম কেই সবথেকে বেশি উপযুক্ত মনে করি। এই দুটি কয়েনের মধ্যে যদি আপনি বিনিয়োগ করেন তাহলে একটু দীর্ঘ সময় থাকতে হবে ধৈর্য সহকারে। তাহলে আপনি এখান থেকে ভালো কিছু পাবেন। যেহেতু দেখা যাচ্ছে বিটকয়েন ইথারিয়াম এর ভবিষ্যত উজ্জ্বল।
Title: Re: দীর্ঘ মেয়াদি বিনিয়োগ জন্য উপযুক্ত কয়েন?
Post by: Apower$ on December 15, 2020, 03:37:30 AM
দীর্ঘমেয়াদী বিনিয়োগ করেন বলতে আমি বিটকয়েন ও ইথারিয়াম কেই সবথেকে বেশি উপযুক্ত মনে করি। এই দুটি কয়েনের মধ্যে যদি আপনি বিনিয়োগ করেন তাহলে একটু দীর্ঘ সময় থাকতে হবে ধৈর্য সহকারে। তাহলে আপনি এখান থেকে ভালো কিছু পাবেন। যেহেতু দেখা যাচ্ছে বিটকয়েন ইথারিয়াম এর ভবিষ্যত উজ্জ্বল।

হ্যা ভাই আপনি একদম ঠিক বলেছেন। দীর্ঘমেয়াদী বিনিয়োগ কয়েন বলতে বিটকয়েন এবং ইথেরিয়াম কে সবথেকে বেশি উপযুক্ত মনে হয়।বিটকয়েন এবং ইথিরিয়াম এর ভবিষ্যৎ উজ্জ্বল। এই দুটি কয়েনের মধ্যে যদি আমরা বিনিয়োগ করি তাহলে একটু দীর্ঘ সময় থাকতে হবে ধৈর্য সহকারে। তাহলে আমরা এখান থেকে ভালো কিছু পাব ইনশাআল্লাহ।
Title: Re: দীর্ঘ মেয়াদি বিনিয়োগ জন্য উপযুক্ত কয়েন?
Post by: Apower$ on December 15, 2020, 03:44:58 AM
দীর্ঘমেয়াদী বিনিয়োগ কয়েন বলতে আমি বিটকয়েন এবং ইথিরিয়াম কেই সব থেকে বেশি উপযুক্ত মনে করি। যেহেতু দেখা যাচ্ছে বিটকয়েন এবং ইথিরিয়াম এর ভবিষ্যৎ উজ্জ্বল। এই দুটি কয়েনের মধ্যে যদি আপনি বিনিয়োগ করেন তাহলে একটু দীর্ঘ সময় থাকতে হবে ধৈর্য সহকারে। তারপর কিছুদিন পরে আপনি এখান থেকে অবশ্যই ভাল কিছু পাবেন ইনশাআল্লাহ।
Title: Re: দীর্ঘ মেয়াদি বিনিয়োগ জন্য উপযুক্ত কয়েন?
Post by: Kangaro45 on December 15, 2020, 03:53:42 AM
ইথেরিয়াম এবং বিটকয়েন দীর্ঘমেয়াদি বিনিয়োগের জন্য আমার কাছে সবচেয়ে উপযুক্ত করেন।এ দুটি কয়না দীর্ঘমেয়াদী বিনিয়োগ করলে ভালো মুনাফা পেতে পারেন।বিটকয়েন এবং ইথিরিয়াম দীর্ঘমেয়াদি বিনিয়োগের জন্য এখনই উপযুক্ত সময় মার্কেট দিন দিন বৃদ্ধি পাচ্ছে সামনের দিনগুলোতে মার্কেট আরো বৃদ্ধি পাবে।
Title: Re: দীর্ঘ মেয়াদি বিনিয়োগ জন্য উপযুক্ত কয়েন?
Post by: Token@ on December 15, 2020, 05:35:18 AM
দীর্ঘমেয়াদি বিনিয়োগের জন্য উপযুক্ত কয় হিসেবে আমি বেছে নিয়েছি বিটকয়েন।কারণ বিটকয়েন যদি দীর্ঘমেয়াদি হোল্ড করা যায় তাহলে এখান থেকে ভালো রকমের প্রফিট আশা করা যায়। দিন যত যাচ্ছে বিটকয়েনের দাম তত বৃদ্ধি পাচ্ছে। কিছুদিন যাবত বিটকয়েন তারিখ স্থির অবস্থায় চলছে ‌। বিটকয়েনের দাম হাজার 19 হাজার ডলার ছাড়িয়ে গিয়েছে। 2021 সালের মধ্যে বিটকয়েন 22 হাজার ডলার ছাড়িয়ে যাবে বলে আশা করা যায়। বিটকয়েন যদি এক বছর হোল্ড করা যায় তাহলে সেখান থেকে 3/4 হাজার ডলার প্রফেট পাওয়া যাবে।
Title: Re: দীর্ঘ মেয়াদি বিনিয়োগ জন্য উপযুক্ত কয়েন?
Post by: bmw1 on December 15, 2020, 06:36:47 AM
দীর্ঘমেয়াদি বিনিয়োগের জন্য উপযুক্ত কয়েন হল বিটকয়েন কারণ দীর্ঘমেয়াদী হলে বিটকয়েন থেকে ভালো একটা প্রফিট পাওয়া যাবে এবং ইনভেস্ট বা ট্রেড এর মাধ্যমে অনেক ভালো করা যাবে তাই দীর্ঘমেয়াদী বিনিয়োগ হিসেবে বিটকয়েন বেছে নেওয়া উচিত।
Title: Re: দীর্ঘ মেয়াদি বিনিয়োগ জন্য উপযুক্ত কয়েন?
Post by: Sasa on December 15, 2020, 09:20:52 AM
ভাই আমি এই ক্রিপ্টো জগতের নতুন একজন ইউজার হওয়ায় এ সম্পর্কে ততটা ধারণা নেই তবে আমি মনে করি যে দীর্ঘমেয়াদি বিনিয়োগের জন্য সর্বোত্তম মুদ্রা হচ্ছে ইথেরিয়াম এবং বিটকয়েন আপনি যদি এই মুদ্রায় বিনিয়োগ করেন তাহলে আমি বলব যে ইথেরিয়াম বা বিটকয়েনের বিনিয়োগ করেন তাহলে একসময় ভালো রকম প্রফিট পাবেন ইনশাআল্লাহ।
Title: Re: দীর্ঘ মেয়াদি বিনিয়োগ জন্য উপযুক্ত কয়েন?
Post by: Mahindra on December 15, 2020, 09:31:54 AM
ভাই আমি একজন নতুন ইউজার তাই আমি খুব একটা ভাল ধারণা দিতে পারব না এবং আমি ক্রিপ্টোকারেন্সি জগত সম্পর্কে খুব একটা ভালো জানিনা।তবে আমার মনে হয় দীর্ঘমেয়াদী কয়েন হিসেবে বিটকয়েন কি বিনিয়োগ করায় সর্বোত্তম আমি বিটকয়েন ও ইথারিয়াম কে বিনিয়োগ করলে সবচেয়ে ভালো হবে। আপনি অনেক সুন্দর একটি পোস্ট করেছেন তাই আপনাকে ধন্যবাদ জানাই।
Title: Re: দীর্ঘ মেয়াদি বিনিয়োগ জন্য উপযুক্ত কয়েন?
Post by: Token@ on December 15, 2020, 09:34:52 AM
লাইট কয়েন আপনি দীর্ঘমেয়াদী বিনিয়োগ করতে পারেন
লাইট কয়েন এর পাশাপাশি বিট কয়েন ইথারিয়াম এনার্জি কয়েন গুলো দীর্ঘমেয়াদি করার জন্য বেছে নেওয়া যায়।ভবিষ্যতে ভালো রকমের প্রফিট পাওয়ার আশা করা যায়। ক্রিপ্টোকারেন্সি এতে প্রায় অনেকগুলো কয়েন রয়েছে।তার মধ্যে এই কয়েন গুলো দীর্ঘমেয়াদি হোল্ড করার জন্য সবচেয়ে ভাল হবে বলে আমি মনে করি।
Title: Re: দীর্ঘ মেয়াদি বিনিয়োগ জন্য উপযুক্ত কয়েন?
Post by: Ricky on December 15, 2020, 09:37:59 AM
আমি লাইটকয়েন,স্টেলার এই কয়েনগুলো বেশি পচ্ছন্দ করি? আপনেরা কেউ কি দীর্ঘমেয়াদি বিনিয়োগ করেছেন কোন কয়েনে? কোন কয়েনগুলো দীর্ঘ মেয়াদী বিনিয়গের জন্য বেশি উপযুক্ত বলে আপনারা মনে করেন?
আপনি লাইট কয়েন এর কথা বলেছেন। আমি মনে করি লাইট কয়েন অনেক ভালো একটি কয়েন। দীর্ঘমেয়াদি বিনিয়োগের জন্য লাইট কয়েন কে নিঃসন্দেহে নির্বাচন করা যেতে পারে বলে আমি মনে করি। ধারণা করা যাচ্ছে লাইট কয়েন এর ভবিষ্যত উজ্জ্বল ভবিষ্যতে এটি অনেক ভালো পজিশনে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও দীর্ঘমেয়াদি বিনিয়োগের জন্য ইথেরিয়াম কে সিলেক্ট করা যেতে পারে।
Title: Re: দীর্ঘ মেয়াদি বিনিয়োগ জন্য উপযুক্ত কয়েন?
Post by: Trumpet on December 15, 2020, 09:39:24 AM
আমার কাছে মনে হয় দীর্ঘমেয়াদি বিনিয়োগের জন্য অন্যতম কারণ হচ্ছে বিটকয়েন এবং ইথিরিয়াম কয়েন। ক্রিপ্টোকারেন্সি তে এই দুটি কয়েন হচ্ছে সবচেয়ে জনপ্রিয় করেন।এই দুটি কয়েন এর জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।বর্তমান সময়ে বিটকয়েন যে পরিমাণ বৃদ্ধি পাচ্ছে তাতে আমার মনে হয় 2020 সালের শেষের দিকে অথবা 2021 সালের শুরুর দিকে বাজারে অবস্থান অনেকটাই ভালো পর্যায় থাকবে
Title: Re: দীর্ঘ মেয়াদি বিনিয়োগ জন্য উপযুক্ত কয়েন?
Post by: Jaya60 on December 20, 2020, 12:15:39 AM
বর্তমান সময়ে যেহেতু বিটকয়েন ওইথেরিয়াম এর প্রাইস অধিক পাম্প হচ্ছে সে কারণে বলা যায় যে বর্তমানে বিটকয়েন ও ইথেরিয়াম মধ্যে বিনিয়োগ করলে লাভ হবে সব থেকে বেশি।আসলে তা কিন্তু নয় যেহেতু এই প্রাইস গুলো বৃদ্ধি পাচ্ছে সেহেতু আপনি যেকোনো একটি ভালোকয়েন বেছে নিয়ে তার মধ্যে আপনি বিনিয়োগ করতে পারেন। সকল কয়েনের মাথা হচ্ছে বিটকয়েন ও ইথারিয়াম। যেহেতু এগুলোর প্রাইজ বৃদ্ধি পাচ্ছে অবশ্যই অন্য সকল কয়েনের দাম বৃদ্ধি পাবে।
Title: Re: দীর্ঘ মেয়াদি বিনিয়োগ জন্য উপযুক্ত কয়েন?
Post by: Markuri33 on December 21, 2020, 12:32:29 AM
দীর্ঘমেয়াদি বিনিয়োগের জন্য উপযুক্ত কয়েন হল বিটকয়েন কারণ দীর্ঘমেয়াদী হলে বিটকয়েন থেকে ভালো একটা প্রফিট পাওয়া যাবে এবং ইনভেস্ট বা ট্রেড এর মাধ্যমে অনেক ভালো করা যাবে তাই দীর্ঘমেয়াদী বিনিয়োগ হিসেবে বিটকয়েন বেছে নেওয়া উচিত।
দীর্ঘমেয়াদী করেন যে শুধু বিট কয়েন ইথারিয়াম তা কিন্তু নয়। আপনি এছাড়া বিভিন্ন ধরনের কয়েন রয়েছে যেগুলোর মধ্যে আপনি দীর্ঘমেয়াদি হিসেবে অভিনয় করতে পারেন যেমন DeFi এর কিছু টোকেন রয়েছে যেমন polkadot, DIA, YFI এগুলো ছাড়াও আরও বেশ কিছু টোকেন আছে যেগুলোর মধ্যে আপনি দীর্ঘমেয়াদি যদি বিনিয়োগ করতে চান তাহলে অবশ্যই গুলো থেকে ভাল প্রফিট পাবেন।
Title: Re: দীর্ঘ মেয়াদি বিনিয়োগ জন্য উপযুক্ত কয়েন?
Post by: Irfan12@ on December 21, 2020, 03:07:08 AM
আমি লাইটকয়েন,স্টেলার এই কয়েনগুলো বেশি পচ্ছন্দ করি? আপনেরা কেউ কি দীর্ঘমেয়াদি বিনিয়োগ করেছেন কোন কয়েনে? কোন কয়েনগুলো দীর্ঘ মেয়াদী বিনিয়গের জন্য বেশি উপযুক্ত বলে আপনারা মনে করেন?
হ্যাঁ ভাই আপনি যে কয়েন গুলোর কথা বলেছেন সেই কমেন্টগুলো দীর্ঘমেয়াদি বিনিয়োগের জন্য খুবই ভাল তবে আমি মনে করি যে দীর্ঘমেয়াদি বিনিয়োগের জন্য কিছু রয়েছে যেগুলোর দাম বর্তমানে খুবই কম Tron, Kick এই কয়েন গুলোর দাম একেবারে কম এখন যদি আপনি এই কয়েন গুলো কিনে দীর্ঘ সময়ের জন্য বিনিয়োগ করেন তাহলে আমি মনে করি যে ভালো রকম প্রফিট পাবেন
Title: Re: দীর্ঘ মেয়াদি বিনিয়োগ জন্য উপযুক্ত কয়েন?
Post by: Tunir Baap on December 22, 2020, 04:55:00 PM
আমি জুনিয়র মেম্বার হয়ে আপনাকে যেটা রিকমান্ড করব সেটা হলো আপনি যদি দীর্ঘমেয়াদি কয়েন বিনিয়োগ করতে চান তাহলে অবশ্যই আপনি বিটকয়েন বিনিয়োগ করতে পারে। কারণ বিটকয়েন হচ্ছে ক্রিপ্টোকারেন্সি জগতের সবচেয়ে জনপ্রিয় করেন। এবং বিটকয়েনের জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলছে।তাই যদি আপনি বিটকয়েন কে দীর্ঘমেয়াদী বিনিয়োগ করেন তাহলে হয়তো ভবিষ্যতে আপনি লাভবান হতে পারেন।
Title: Re: দীর্ঘ মেয়াদি বিনিয়োগ জন্য উপযুক্ত কয়েন?
Post by: Irfan12@ on December 24, 2020, 08:29:41 AM
আমি জুনিয়র মেম্বার হয়ে আপনাকে যেটা রিকমান্ড করব সেটা হলো আপনি যদি দীর্ঘমেয়াদি কয়েন বিনিয়োগ করতে চান তাহলে অবশ্যই আপনি বিটকয়েন বিনিয়োগ করতে পারে। কারণ বিটকয়েন হচ্ছে ক্রিপ্টোকারেন্সি জগতের সবচেয়ে জনপ্রিয় করেন। এবং বিটকয়েনের জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলছে।তাই যদি আপনি বিটকয়েন কে দীর্ঘমেয়াদী বিনিয়োগ করেন তাহলে হয়তো ভবিষ্যতে আপনি লাভবান হতে পারেন।
অনেক অনেক ধন্যবাদ ভাই এত সুন্দর একটা সাজেস্ট দেওয়ার জন্য হ্যাঁ আপনি ঠিকই বলেছেন যতই দিন যাচ্ছে বিটকয়েনের চাহিদা ততই মার্কেটে বৃদ্ধি পাচ্ছে এবং এর জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে তো আমরা যদি বিটকয়েন দীর্ঘ সময়ের জন্য বিনিয়োগ করতে পারে তাহলে অবশ্যই লাভবান হব তো আমিও চাইব যারা দীর্ঘ সময়ের জন্য বিনিয়োগ করতে চান তারা বিটকয়েনে বিনিয়োগ করুন অবশ্যই লাভবান হবেন
Title: Re: দীর্ঘ মেয়াদি বিনিয়োগ জন্য উপযুক্ত কয়েন?
Post by: bmw1 on December 24, 2020, 09:28:32 AM
দীর্ঘমেয়াদি বিনিয়োগের জন্য উপযুক্ত কারণ হলো বিটকয়েন কারণ বিটকয়েন সবচেয়ে জনপ্রিয় একটি টোকেন এবং এর দাম অনেক বেশী এজন্য বিটকয়েন বিটকয়েন দীর্ঘ দিনের মতো বিনিয়োগ করা অনেক ভালো এবং যদি বিটকয়েন বিনিয়োগ করা হয় তাহলে পরবর্তীতে অনেক প্রফিট পাওয়া যেতে পারেন এর জন্য বিটকয়েন দীর্ঘদিন মেয়াদী বিনিয়োগ করা ভালো।
Title: Re: দীর্ঘ মেয়াদি বিনিয়োগ জন্য উপযুক্ত কয়েন?
Post by: Expert on December 24, 2020, 10:32:45 AM
আমি এরকমই বিনিয়োগের উদ্যোগ নিয়েছিলাম। অর্থাৎ Ripple এর উপর বিনিয়োগ করতে চেয়েছিলাম। রিপল জনপ্রিয় একটি মুদ্রা হিসেবে পরিচিত। কিন্তু গত দুইদিন আগে অনেকটাই দাম কমে গেছে। আরো কিছু একটা ঝামেলা হয়েছে। আমি বড় একটা ক্ষতির সম্মুখীন হতে যাচ্ছিলাম। তবে বর্তমান সিদ্ধান্ত পরিবর্তন করেছি।
Title: Re: দীর্ঘ মেয়াদি বিনিয়োগ জন্য উপযুক্ত কয়েন?
Post by: Mahindra on December 27, 2020, 04:18:40 PM
আমি যদি আপনাকে দীর্ঘমেয়াদী কয়েন সম্পর্কে বলি তাহলে অবশ্যই আমি আপনাকে বিটকয়েনের কথাই বলব কারণ বিটকয়েন হল ক্রিপ্টোকারেন্সি মার্কেটের সেরা কয়েন এটি সবচেয়ে জনপ্রিয়।আর বর্তমানে বিটকয়েনের দাম যে হারে বৃদ্ধি পাচ্ছে এতে আপনি যদি বিটকয়েন হোল্ড করে রাখেন তাহলে অবশ্যই ভবিষ্যতে লাভজনক হতে পারে।
Title: Re: দীর্ঘ মেয়াদি বিনিয়োগ জন্য উপযুক্ত কয়েন?
Post by: Sasa on December 28, 2020, 08:13:40 AM
আমি যদি আপনাকে দীর্ঘমেয়াদী কয়েন সম্পর্কে বলি তাহলে অবশ্যই আমি আপনাকে বিটকয়েনের কথাই বলব কারণ বিটকয়েন হল ক্রিপ্টোকারেন্সি মার্কেটের সেরা কয়েন এটি সবচেয়ে জনপ্রিয়।আর বর্তমানে বিটকয়েনের দাম যে হারে বৃদ্ধি পাচ্ছে এতে আপনি যদি বিটকয়েন হোল্ড করে রাখেন তাহলে অবশ্যই ভবিষ্যতে লাভজনক হতে পারে।
হ্যাঁ ভাই আপনি ঠিক বলেছেন দীর্ঘমেয়াদী বিনিয়োগের ক্ষেত্রে সবথেকে উপযুক্ত মুদ্রা হল বিটকয়েন আর যতই দিন যাচ্ছে এই মুদ্রার জনপ্রিয়তা ততই বৃদ্ধি পাচ্ছে এবং এর চাহিদা মার্কেটে প্রচুর রয়েছে এখন যদি এই মুদ্রা হোল্ড করে রাখা যায় তাহলে পরবর্তীতে ভালো রকম প্রফিট পাওয়া যাবে তো হোল্ড করার ক্ষেত্রে বিটকয়েন উপযুক্ত মুদ্রা
Title: Re: দীর্ঘ মেয়াদি বিনিয়োগ জন্য উপযুক্ত কয়েন?
Post by: ttcsalam on December 28, 2020, 12:19:26 PM
আমি লাইটকয়েন,স্টেলার এই কয়েনগুলো বেশি পচ্ছন্দ করি? আপনেরা কেউ কি দীর্ঘমেয়াদি বিনিয়োগ করেছেন কোন কয়েনে? কোন কয়েনগুলো দীর্ঘ মেয়াদী বিনিয়গের জন্য বেশি উপযুক্ত বলে আপনারা মনে করেন?
দীর্ঘ মেয়াদী বিনিয়োগের জন্য আমি মনে করি বিটকয়েন এবং ইথিরিয়াম ছাড়া অন্য যে কোন অলটার কয়েন এ বিনিয়োগ করতে হলে অবশ্যই স্টাকিং সিস্টেম আছে এমন কয়েনে এ বিনিয়োগ করা উচিত । তাহলে লস হওয়ার সম্ভবনা কম থাকে এবং স্টাকিং রিওয়ার্ড দিয়ে এ্যাভারেজ পুশিয়ে নেওয়া যায়।
Title: Re: দীর্ঘ মেয়াদি বিনিয়োগ জন্য উপযুক্ত কয়েন?
Post by: Niloy on December 28, 2020, 02:56:42 PM
দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য আমি শুধুমাত্র বিটকয়েন এবং ইথারকে পছন্দ করি। কেউ যদি অন্য কোন অলটকয়েনে বিনিয়োগ না করে শুধুুমাত্র বিটকয়েন এবং ইথার কিনে দীর্ঘমেয়াদে হোল্ড করে তাহলেও প্রফিট করতে পারবে। অলটকয়েনগুলোর মধ্যে শীর্ষ কয়েনগুলোতেও বিনিয়োগ করা যেতে পারে তাহলেও প্রফিক করা সম্ভব। সর্বপরি বিনিয়োগ করলে দীর্ঘমেয়াদে করা ভালো তাহলে দেখবেন কয়েকমাস পরে ঠিকই প্রফিটে আছেন।
ভাই বিনিয়োগ সম্পর্কে আমার জ্ঞানের পরিধি খুব অল্প । আমার বিনিয়োগ সম্পর্কে ভালো কোন  ধারনা নেই । আপনার পোস্ট পড়ে বিনিয়োগ সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানতে পারলাম ।আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।
Title: Re: দীর্ঘ মেয়াদি বিনিয়োগ জন্য উপযুক্ত কয়েন?
Post by: XM8 on December 28, 2020, 03:10:58 PM
আসলে দীর্ঘমেয়াদি বিনিয়োগের জন্য আমি সবসময় বিটকয়েন অথবা ইথেরিয়াম কে সিলেক্ট করব।কেননা বিটকয়েন এবং ইথিরিয়াম কয়েন হচ্ছে ক্রিপ্টোকারেন্সি এর সবচেয়ে জনপ্রিয় কয়েন। বিটকয়েনের দাম বৃদ্ধি বা কমা এর প্রভাব ক্রিপ্টোকারেন্সি এর অন্য সকল মার্কেটে পরে অর্থাৎ বিটকয়েনের দাম যদি বৃদ্ধি পায় তাহলে অন্যান্য কয়েনের দাম বৃদ্ধি পায় এবং বিটকয়েনের দাম যদি কমে যায় তাহলে যথাক্রমে অন্যান্য কয়েন এর মূল্য কমে যায়। তাই আমি অবশ্যই বলব যে আমি দীর্ঘমেয়াদি বিনিয়োগের জন্য বিটকয়েন বা ইথেরিয়াম কে সিলেক্ট করব।
Title: Re: দীর্ঘ মেয়াদি বিনিয়োগ জন্য উপযুক্ত কয়েন?
Post by: Mahindra on December 29, 2020, 03:07:37 AM
দীর্ঘমেয়াদি বিনিয়োগের জন্য সবচেয়ে ভালো এবং উপযুক্ত কয়েন হচ্ছে বিটকয়েন এবং ইথিরিয়াম আরো অনেক কয়েন রয়েছে যেমন বিটকয়েন ক্যাশ লাইট কয়েন আরো ইত্যাদি এগুলো আমার মনে হয় দীর্ঘমেয়াদী এগুলো হোল্ড করে রাখলে ভবিষ্যতে লাভজনক হওয়া সম্ভব।
Title: Re: দীর্ঘ মেয়াদি বিনিয়োগ জন্য উপযুক্ত কয়েন?
Post by: Casual on December 29, 2020, 03:10:54 AM
দীর্ঘমেয়াদী কয়েন হিসেবে আমরা শুধুই দুটিকেই বিবেচনা করি বিটকয়েন ও ইথেরিয়াম।আমার কাছে এ দুটি কয়েন ছাড়াও আরো কিছু কয়েন রয়েছে যেগুলো দীর্ঘমেয়াদি হিসাবে বেছে নিলে ভালো হবে। 2017 সালের দিকে যে কয়েন গুলোর দাম অনেক পাপ হয়েছিল তার মধ্যেও কিছু কিছু কয়েন এর প্রাইস অনেক কম রয়েছে। সেই কয়েন গুলো যদি আপনারা দীর্ঘমেয়াদি হিসেবে বিনিয়োগ করতে পারেন তাহলে অবশ্যই অনেক প্রফিট পাবেন।
Title: Re: দীর্ঘ মেয়াদি বিনিয়োগ জন্য উপযুক্ত কয়েন?
Post by: Ricky on December 29, 2020, 03:14:07 AM
আমি মনে করি দীর্ঘমেয়াদি বিনিয়োগের জন্য বিটকয়েন, ইথেরিয়াম, লাইট কয়েন, এবং টি আর এক্স এই কয়েন গুলোকে নির্বাচন করা যেতে পারে। এই কয়েন গুলোকে ধৈর্য ধরে দীর্ঘমেয়াদী হোল্ড করতে পারলে অবশ্যই ভবিষ্যতে ভাল প্রফিট পাওয়ার সম্ভাবনা থাকবে।
Title: Re: দীর্ঘ মেয়াদি বিনিয়োগ জন্য উপযুক্ত কয়েন?
Post by: XM8 on December 29, 2020, 03:05:44 PM
আপনি যদি বিনিয়োগ করতে চান তাহলে অবশ্যই আমি আপনাকে বলব আপনি দীর্ঘমেয়াদী বিনিয়োগ করেন কারণ স্বল্পমেয়াদী বিনিয়োগের চেয়ে দীর্ঘমেয়াদীীী বিনিয়োগ করলে অনেক বেশি লাভবান হওয়া যায়।আর আপনি যদি দীর্ঘমেয়াদী বিনিয়োগ করতে চান তাহলে অবশ্যই বিটকয়েন অথবা ইথেরিয়াম আপনি সিলেক্ট করতে পারেন। কারণ বিটকয়েন এবং ইথিরিয়াম হচ্ছে ক্রিপ্টোকারেন্সি সবচেয়ে জনপ্রিয় কয়েন।
Title: Re: দীর্ঘ মেয়াদি বিনিয়োগ জন্য উপযুক্ত কয়েন?
Post by: Markuri33 on January 08, 2021, 11:49:16 PM
দীর্ঘমেয়াদী বিনিয়োগ এর জন্য উপযুক্ত শুধু অনেকে বিটকয়েন ও ইথিরিয়াম কে বলে থাকে। কিন্তু বিটকয়েন ও ইথিয়াম ছাড়াও দীর্ঘমেয়াদি হিসেবে বেশকিছু কয়েন রয়েছে তাদের মধ্যে ADA, polkadot এই দুটি কয়েন দীর্ঘমেয়াদি হিসেবে যোগ বিয়োগ করা যায় এখান থেকে অনেক প্রফিট আসবে।
Title: Re: দীর্ঘ মেয়াদি বিনিয়োগ জন্য উপযুক্ত কয়েন?
Post by: Riddi on January 09, 2021, 03:10:52 AM
ভাই যদি আমার বিনিয়োগ সম্পর্কে আমার ভালো কোন ধারণা নেই ।তবে আমি ব্যক্তিগতভাবে বলবো আমার কাছে দীর্ঘমেয়াদি বিনিয়োগ করার জন্য বিটকয়েন ওই ইথেরিয়াম সবচেয়ে ভালো। এই দুটি কয়েন কে আমি সবচেয়ে বেশি ভালো বা বাজারের সেরা  করেন বলে মনে করি ।  এই কয়েন গুলোতে বিনিয়োগ করলে লাভবান হওয়ার সম্ভাবনা বেশি।
Title: Re: দীর্ঘ মেয়াদি বিনিয়োগ জন্য উপযুক্ত কয়েন?
Post by: LeziT on January 09, 2021, 06:08:01 AM
দীর্ঘমেয়াদী হোল্ড করার জন্য উপযুক্ত কয়েন হিসেবে আমি বিটকয়েন এবং ইথিরিয়াম কে পছন্দ করি। বর্তমানে এ দুটো কয়েন হোল্ড করে প্রচুর পরিমাণ প্রফিট হাতিয়ে নিচ্ছে হোল্ডাররা। দিনের-পর-দিন এদুটো কয়েনের দাম অনেক বৃদ্ধি পাচ্ছে। নতুন নতুন রেকর্ড তৈরি করছে দুটো কয়েন।বিটকয়েনের দাম 2020 সালের শেষের দিকে ছিল 20 হাজার ডলার 2021 সালের শুরুতে দাঁড়িয়েছে 41 হাজার ডলার। অন্যদিকে ইথেরিয়াম ছিল 800  ডলার সেখানে দাঁড়িয়েছে বারোশো ডলার। তাই আমি মনে করি এই দুটো কয়েন হোল্ড করে ভালো রকমের প্রফিট আনা সম্ভব।
Title: Re: দীর্ঘ মেয়াদি বিনিয়োগ জন্য উপযুক্ত কয়েন?
Post by: Triple333 on January 09, 2021, 06:46:10 AM
দীর্ঘমেয়াদি বিনিয়োগের জন্য লাইট কয়েন অনেকেরই পছন্দ ।আমি মনে করি ইথেরিয়াম এবং বিটকয়েন হচ্ছে দীর্ঘমেয়াদি বিনিয়োগের জন্য সবচাইতে উপযোগী কয়েন।
Title: Re: দীর্ঘ মেয়াদি বিনিয়োগ জন্য উপযুক্ত কয়েন?
Post by: mahid on January 09, 2021, 10:51:28 AM
দীর্ঘ মেয়াদি উপযুক্ত কয়েনের মধ্যে  এক্স আর পি,লাইন কয়েন ড্যাস এই গুলো আমার কাছে অনেক ভাল মনে হয়েছে যা বিনিয়োগের জন্য সবচেয়ে বেশি উপযুক্ত আমি মনে করি।
Title: Re: দীর্ঘ মেয়াদি বিনিয়োগ জন্য উপযুক্ত কয়েন?
Post by: Sonjoy on January 09, 2021, 12:57:54 PM
আমি মনে করি দীর্ঘমেয়াদী বিনিয়োগ করা উচিত নয় আপনি স্বল্প পুঁজিতে ক্ষণস্থায়ী বিনিয়োগ করুন আপনি লাভবান হতে পারবেন আমি আশা করি আর বিনিয়োগ করতে হলে আপনাকে অবশ্যই ভালোভাবে জ্ঞান লাভ করতে হবে এবং তারপরে আপনি মার্কেটে যাবেন আপনি অবশ্যই লাভবান হতে পারবেন ধন্যবাদ
Title: Re: দীর্ঘ মেয়াদি বিনিয়োগ জন্য উপযুক্ত কয়েন?
Post by: Malam90 on January 09, 2021, 01:17:49 PM
আমি মনে করি দীর্ঘমেয়াদী বিনিয়োগ করা উচিত নয় আপনি স্বল্প পুঁজিতে ক্ষণস্থায়ী বিনিয়োগ করুন আপনি লাভবান হতে পারবেন আমি আশা করি আর বিনিয়োগ করতে হলে আপনাকে অবশ্যই ভালোভাবে জ্ঞান লাভ করতে হবে এবং তারপরে আপনি মার্কেটে যাবেন আপনি অবশ্যই লাভবান হতে পারবেন ধন্যবাদ

দীর্ঘমেয়াদী বিনিয়োগ তো ভালো বিশেষ করে বিটকয়েন ও ইথারিয়াম। এছাড়া যারা ট্রেডার আছেন তারা তো নিয়মিত শর্ট ট্রেড করে থাকেন তাহলে দীর্ঘমেয়াদী বিনিয়োগ কেন করবে না? টপ স্টেকিং কয়েনগুলো তো দীর্ঘমেয়াদী হিসেবে অনেক লাভ জনক। আর হা ঠিকই বলেছেন-বিনিয়োগ করতে হলে বিনিয়োগ সম্পর্কে জ্ঞান না থাকলে বিনিয়োগ না করাই উত্তম।
Title: Re: দীর্ঘ মেয়াদি বিনিয়োগ জন্য উপযুক্ত কয়েন?
Post by: Princeraju on January 09, 2021, 02:04:40 PM
দীর্ঘমেয়াদি বিনিয়োগের জন্য কখনোই বিটকয়েন কে পছন্দ করিনা। কারণ বিটকয়েনে বিনিয়োগ করতে হলে বেশি সম্পদ এর প্রয়োজন। কোন সম্পদ বিজ্ঞানের উপর বিনিয়োগ করলে খুব একটা লাভবান হওয়া সম্ভব নয়। তাই বেশি বিনিয়োগ করতে হবে। তাহলে অন্যান্য কয়েন গুলোর উপর বিনিয়োগ করা উচিত। যেমন ইথেরিয়াম, BNB , LTC, Doge ইত্যাদি। তবে খুব শীঘ্রই দাম বাড়বে এরকম কোনো প্রতিশ্রুতি নেই।
Title: Re: দীর্ঘ মেয়াদি বিনিয়োগ জন্য উপযুক্ত কয়েন?
Post by: sky20 on January 09, 2021, 05:40:31 PM
আমরা জানি যে বিনিয়োগ দুই ধরনের হয়ে থাকে একটি হল লং ট্রাম (দীর্ঘ মেয়াদি) এবং শর্টট্রাম (স্বল্প মেয়াদি) ক্রিপ্টোকারেন্সি যেহেতু রিস্কি সেহেতু সবাই এখানে শট্রট্রাম ইনভেস্ট করে প্রফিট করতে পারবে না। সে ক্ষেত্রে লং ট্রাম ইনভেস্টটিই আমার কাছে অধিক ভাল লেগেছে। আর এ জন্য উপযুক্ত কয়েন হিসেবে আমি এক্স আর পি কে গুরুত্ব দিয়ে থাকি। আমার মনে হয় এখানে ইনভেস্ট করলে ভাল কিছু পাওয়া যেতে পারে।
Title: Re: দীর্ঘ মেয়াদি বিনিয়োগ জন্য উপযুক্ত কয়েন?
Post by: Blue_sea on January 09, 2021, 06:16:07 PM
আমি লাইটকয়েন,স্টেলার এই কয়েনগুলো বেশি পচ্ছন্দ করি? আপনেরা কেউ কি দীর্ঘমেয়াদি বিনিয়োগ করেছেন কোন কয়েনে? কোন কয়েনগুলো দীর্ঘ মেয়াদী বিনিয়গের জন্য বেশি উপযুক্ত বলে আপনারা মনে করেন?
হ্যা আপনি ঠিক বলেছেন। আসলে দীর্ঘমেয়াদি কয়েন গুলোর নাম নিলে লাইট কয়েন ,স্টেলার, ইথেরিয়াম এগুলোর নাম আগে আসবে। তবে আমি দীর্ঘ মেয়াদি কিছু কয়েনের মধ্যে নতুন একটা কয়েন এড করতে চাই যার নাম হল ওয়ানইন্চ। যে টা আমার কাাছে খুবই পটেনিশিয়াল কয়েন মনে হয়েছে।
Title: Re: দীর্ঘ মেয়াদি বিনিয়োগ জন্য উপযুক্ত কয়েন?
Post by: Em00n01 on January 09, 2021, 08:01:01 PM
এক্ষেত্রে আমি DOT আর XLM সাজেস্ট করবো। ডট নতুন হলেও এর ফিচার গুলা দারুন। এক সময় হয়তো ইথারের সাথে পাল্লা দিতে পারে। অন্য দিকে XLM অনেক পুরোনো আর ট্রাস্টেড ব্লকচেইন। এছাড়াও ফাস্ট ট্রানজেকশন সহ নানাবিধ সুবিধার জন্য ভবিষ্যতে আরো ভালো কিছু করে দেখাবে বলে আশা করছি!
Title: Re: দীর্ঘ মেয়াদি বিনিয়োগ জন্য উপযুক্ত কয়েন?
Post by: Primo1760 on January 10, 2021, 02:35:57 AM
আমি মনে করি দীর্ঘমেয়াদি বিনিয়োগের জন্য লাইট কয়েন এবং ইথিরিয়াম টোকেন সবচেয়ে ভালো হবে।কেননা এর আগেও আমি লাইক করেন এবং ইথিরিয়াম টোকেন বিনিয়োগ করেছিলাম টোকেন গুলো বিনিয়োগের এক বছর পর আমি ভালো পরিমাণের মুনাফা বেশি।
Title: Re: দীর্ঘ মেয়াদি বিনিয়োগ জন্য উপযুক্ত কয়েন?
Post by: bmr on January 10, 2021, 02:53:31 AM
যে কোন কয়েন ভাল লেভেলের কয়েন যদি কেউ হোল্ড করে রাখে দীর্ঘ সময়ের জন্য তাহলে সেখান থেকে এমনিতেই প্রফিট করতে পারবে আর যদি সে কয়েন গুলো নির্বাচন করে তারপর বিনিয়োগ করে তাহলে বলতেই হয় যে সেগুলো থেকে অধিক পরিমান প্রফিট করা যেতে পারে। আমি এগুলোর মধ্যে বলতে কিছু কয়েন সিলেক্ট করে রেখেছি যা ভবিষ্যতে ভাল প্রফিট দিবে।  এদের মধ্যে হল লাইটকয়েন, মনেরো এবং ড্যাস কয়েন।
Title: Re: দীর্ঘ মেয়াদি বিনিয়োগ জন্য উপযুক্ত কয়েন?
Post by: Mahindra on January 10, 2021, 03:04:15 AM
বর্তমানে বাজারে দীর্ঘমেয়াদী কয়েন হিসেবে হোল্ড করে রাখলে অবশ্যই উপযুক্ত কয়েকটি হচ্ছে বিটকয়েন এবং ইথিরিয়াম এদিকে সর্বোত্তম কয়েন হোল্ড করে রাখলে দীর্ঘ মেয়াদের জন্য উপযুক্ত করেন এগুলো। এবং বাজারে আরো অনেক ভালো ভালো কয়েন রয়েছে যেগুলো দীর্ঘ মেয়াদের জন্য অনেক ভালো হবে বিশেষ করে বিটক্যাশ লাইট কয়েন আরো অন্যান্য ইত্যাদি এগুলো দীর্ঘমেয়াদীর জন্য উপযুক্ত কয়েন।
Title: Re: দীর্ঘ মেয়াদি বিনিয়োগ জন্য উপযুক্ত কয়েন?
Post by: Bad leyar on January 10, 2021, 05:52:22 AM
দীর্ঘমেয়াদী কয়েন হিসেবে আমি অবশ্যই বিটকয়েনের কথাই বলবো কেননা বিটকয়েনের দাম সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে অল্প কিছুদিনের মধ্যেই আমি মনে করি বিনিয়োগ করলে বিটকয়েন এবং ইথিরিয়াম এ করা উচিত এগুলো দীর্ঘমেয়াদি বিনিয়োগের জন্য উপযুক্ত কয়েন।
Title: Re: দীর্ঘ মেয়াদি বিনিয়োগ জন্য উপযুক্ত কয়েন?
Post by: bmw1 on January 10, 2021, 09:53:16 AM
আমি যেটা মনে করি দীর্ঘমেয়াদি বিনিয়োগের জন্য উপযুক্ত কয়েন হলো বিটকয়েন আর এই বিটকয়েনের হোল্ড  করলে সবচেয়ে লাভজনক হওয়া যায় কারণ দীর্ঘ মেয়াদি বিনিয়োগ করার জন্য এটাই সবচেয়ে ভালো কোয়েন তাই আমি মনে করি বিটকয়েন দীর্ঘমেয়াদী বিনিয়োগ করার জন্য উপযুক্ত কোয়েন।
Title: Re: দীর্ঘ মেয়াদি বিনিয়োগ জন্য উপযুক্ত কয়েন?
Post by: Emon khan on January 10, 2021, 05:05:43 PM
দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য আমি শুধুমাত্র বিটকয়েন এবং ইথারকে পছন্দ করি। কেউ যদি অন্য কোন অলটকয়েনে বিনিয়োগ না করে শুধুুমাত্র বিটকয়েন এবং ইথার কিনে দীর্ঘমেয়াদে হোল্ড করে তাহলেও প্রফিট করতে পারবে। অলটকয়েনগুলোর মধ্যে শীর্ষ কয়েনগুলোতেও বিনিয়োগ করা যেতে পারে তাহলেও প্রফিক করা সম্ভব। সর্বপরি বিনিয়োগ করলে দীর্ঘমেয়াদে করা ভালো তাহলে দেখবেন কয়েকমাস পরে ঠিকই প্রফিটে আছেন।
Title: Re: দীর্ঘ মেয়াদি বিনিয়োগ জন্য উপযুক্ত কয়েন?
Post by: Crypto Banglu on January 10, 2021, 06:24:57 PM
আমি মনে করি দীর্ঘমেয়াদি বিনিয়োগের জন্য coinmarketcap.com এর টপ 50 কয়েন লিস্ট থেকে যেকোনো কয়েন কে নির্বাচন করা যেতে পারে। এখন মার্কেটের অবস্থা দিন দিন উন্নতি হচ্ছে। আশা করছি ভাল প্রফিট পাওয়ার সম্ভাবনা থাকবে। এছাড়া বিটকয়েন এবং ইথিরিয়াম কে তো নির্দ্বিধায় দীর্ঘমেয়াদি বিনিয়োগের জন্য উপযুক্ত কয়েন।
Title: Re: দীর্ঘ মেয়াদি বিনিয়োগ জন্য উপযুক্ত কয়েন?
Post by: Tamsialu$$ on January 14, 2021, 11:38:21 PM
দীর্ঘমেয়াদি বিনিয়োগের জন্য আমার কাছে বিটকয়েন এবং ইথিরিয়াম এই দুটি কয়েন কে বেশি ভালো লাগে। কারণ 21 বছরের মধ্যেই বিটকয়েনের প্রাইস 100k এর উপরে যাবে এবং ইথিরিয়াম এর প্রাইস তিন থেকে চার হাজার ডলারের উপরে যাবে।তাই যদি কেউ দীর্ঘমেয়াদি হিসেবে বিনিয়োগ করতে চান তাহলে বিটকয়েন এবং ইথিরিয়াম এর মধ্যে করেন তাহলে ভবিষ্যতে অবশ্যই ভাল প্রফিট পাবেন।
Title: Re: দীর্ঘ মেয়াদি বিনিয়োগ জন্য উপযুক্ত কয়েন?
Post by: Tamsialu$$ on January 14, 2021, 11:40:46 PM
আমি মনে করি দীর্ঘমেয়াদি বিনিয়োগের জন্য coinmarketcap.com এর টপ 50 কয়েন লিস্ট থেকে যেকোনো কয়েন কে নির্বাচন করা যেতে পারে। এখন মার্কেটের অবস্থা দিন দিন উন্নতি হচ্ছে। আশা করছি ভাল প্রফিট পাওয়ার সম্ভাবনা থাকবে। এছাড়া বিটকয়েন এবং ইথিরিয়াম কে তো নির্দ্বিধায় দীর্ঘমেয়াদি বিনিয়োগের জন্য উপযুক্ত কয়েন।
বর্তমান সময়ে দেখা যায় বিটকয়েন এবং ইথিরিয়াম ছাড়াও আরো কিছু কয়েন রয়েছে যেগুলোর মধ্যে দীর্ঘমেয়াদি হিসেবে যদি বিনিয়োগ করা যায় অবশ্যই অনেক লাভ হবে। কেমন TRX, chinli, DOGE এগুলোর মধ্যে যদি কেউ বিনিয়োগ করতে পারেন তাহলে ভবিষ্যতে অবশ্যই অনেক লাভবান হবেন।
Title: Re: দীর্ঘ মেয়াদি বিনিয়োগ জন্য উপযুক্ত কয়েন?
Post by: Mahindra on January 15, 2021, 04:06:40 AM
দীর্ঘমেয়াদি বিনিয়োগের জন্য সবচেয়ে ভালো মুদ্রা হচ্ছে বিটকয়েন এবং ইথিরিয়াম এ দুটি সবচেয়ে ভালো বিনিয়োগের জন্য বিশেষ করে আরো অনেক কয়েন রয়েছে যেগুলো দীর্ঘমেয়াদি এর জন্য খুবই লাভজনক হবে যেমন লাইট কয়েন, বিটকয়েন ক্যাশ, ড্যাস আরো ইত্যাদি এগুলো দীর্ঘমেয়াদি বিনিয়োগের জন্য সবচেয়ে উত্তম কয়েন।
Title: Re: দীর্ঘ মেয়াদি বিনিয়োগ জন্য উপযুক্ত কয়েন?
Post by: Damrai5$ on January 15, 2021, 07:17:51 AM
দীর্ঘমেয়াদি বিনিয়োগের জন্য শুধু বিটকয়েন ও ইথারিয়াম নয়। এছাড়াও বেশকিছু টোকেন রয়েছে যেগুলোর মধ্যে দীর্ঘমেয়াদী বিনিয়োগ করলে অনেক প্রফিট পাওয়া যাবে যেমন TRX, DOGE, Litecoin। এদের মধ্যে যদি আপনি দীর্ঘমেয়াদি হিসেবে বিনিয়োগ করতে পারেন তাহলে অবশ্যই এগুলো থেকে ভাল প্রফিট পাওয়া সম্ভব।
Title: Re: দীর্ঘ মেয়াদি বিনিয়োগ জন্য উপযুক্ত কয়েন?
Post by: Micky on January 15, 2021, 08:19:49 AM
দীর্ঘমেয়াদি বিনিয়োগের জন্য আমি উপযুক্ত হয়নি সালে বিটকয়েন এবং ইথিরিয়াম কে বেছে নেই। এই দুটো কয়েন দীর্ঘমেয়াদি হল করার জন্য উপযুক্ত হয়।দীর্ঘমেয়াদী হোল্ড করা হলে ভালো পরিমাণে প্রফিট পাওয়া যাবে এ দুটো কয়েন থেকে।
Title: Re: দীর্ঘ মেয়াদি বিনিয়োগ জন্য উপযুক্ত কয়েন?
Post by: saidul2105 on January 15, 2021, 08:23:50 AM
আমি লাইটকয়েন,স্টেলার এই কয়েনগুলো বেশি পচ্ছন্দ করি? আপনেরা কেউ কি দীর্ঘমেয়াদি বিনিয়োগ করেছেন কোন কয়েনে? কোন কয়েনগুলো দীর্ঘ মেয়াদী বিনিয়গের জন্য বেশি উপযুক্ত বলে আপনারা মনে করেন?

ভাই আপনি দীর্ঘমেয়াদি বিনিয়োগের জন্য কয়েন মার্কেট ক্যাপের প্রথম সারির কয়েন গুলোকে বেছে নিতে পারেন।  বিশেষ করে বিটকয়েন এবং ইথেরিয়াম এ বিনিয়োগ করে রাখলে হয়তো আপনি বেশি পরিমাণে লাভবান হতে পারেন।  অন্যদিকে LTC, TRX, Doge তেও বিনিয়োগ করতে পারেন।  এই কয়েন গুলোতে দীর্ঘমেয়াদি বিনিয়োগের ফলে আপনি ভবিষ্যতে ভালো মানের প্রফিট পাবেন বলে আমার মনে হয়।                                     
Title: Re: দীর্ঘ মেয়াদি বিনিয়োগ জন্য উপযুক্ত কয়েন?
Post by: ttcsalam on January 15, 2021, 02:19:20 PM
বিনিয়োগের জন্য আমি কয়েন মার্কেট ক্যাপ এর টপ 10 কয়েন গুলোকেই বেশি প্রাধান্য দিয়ে থাকি তবে । দীর্ঘ মেয়াদে অবশ্যই বিনিয়োগ বিটকয়েন কে পছন্দ করে থাকি। কেননা এটা হচ্ছে সমস্ত কয়েন কেন্দ্রবিন্দু বলা যায়। সে ক্ষেত্রে আমি মনে করি বিটিসি বা ইথার পেয়ারে যদি টপ অলটার কয়েন এ মার্কেটের ট্রেন্ড বুঝে বিনিয়োগ করা যায় তাহলে লস হওয়ার সম্ভবনা অনেক কম থাকে।
Title: Re: দীর্ঘ মেয়াদি বিনিয়োগ জন্য উপযুক্ত কয়েন?
Post by: Triple333 on January 15, 2021, 03:52:53 PM
আমার কাছে দীর্ঘমেয়াদি বিনিয়োগের জন্য সবচেয়ে উপযুক্ত কয়েন হলো ইথেরিয়াম এবং বিটকয়েন। তবে বর্তমান সময়ে এদুটি কয়েনের দাম অনেক বেশি তাই এখন আমি লাইট কয়েন বিএন বি ইত্যাদি কয়েনে দীর্ঘমেয়াদী বিনিয়োগ করলে ভবিষ্যতে অনেক প্রফিট হওয়ার সম্ভাবনা রয়েছে।
Title: Re: দীর্ঘ মেয়াদি বিনিয়োগ জন্য উপযুক্ত কয়েন?
Post by: bmw1 on January 16, 2021, 07:30:28 AM
দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য উপযুক্ত কয়েন হল বিটকয়েন কারণ বিটকয়েন হল সবচেয়ে দামি একটা কয়েন, এই কয়েন মার্কেটে খুবই জনপ্রিয় বিটকয়েন দীর্ঘমেয়াদি হিসাবে বিনিয়োগ করলে বা ট্রেড করলে ভালো বেনিফিট পাওয়া যায়।
Title: Re: দীর্ঘ মেয়াদি বিনিয়োগ জন্য উপযুক্ত কয়েন?
Post by: Malam90 on January 17, 2021, 08:02:03 AM
দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য বিটকয়েন, ইথারিয়াম, ডট, আডা এবং লাইটকয়েনকে আমি উপযুক্ত মনে করি। তবে এখনকার সময়ে ডট সবচেযে সম্ভাবনাময় যদিও ইতিমধ্যে কিছুটা বেড়ে গেছে দাম তবে দীর্ঘমেয়াদে এটা ১০০ ডলার ছাড়িয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা আছে। যারা কিনতে চান তারা একটু অপেক্ষা করে কারেকশান মোডে পাইলে কিনে নিতে পারেন। এটা হতে পারে আপনার ইথারিয়ামের মত সম্পদ।