Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => নতুনদের => Topic started by: ranakhan60 on February 20, 2020, 01:03:36 PM

Title: সিগনেচার বাউন্টি কেমন করে করে?
Post by: ranakhan60 on February 20, 2020, 01:03:36 PM
আসলে সিগনেচার বাউন্টি কেমন করে করে। যেকোনো বাউন্টিতে সিগনেচারে কিছু কোড দেওয়া থাকে সেই কোডটি কি করতে হয়? আসলে আমরা নতুনরা কোনদিন সিগনেচার করিনি তো এই সিগনেচার সম্পর্কে যদি একটু ধারণা দেন তো অনেক সুবিধা হতো আমাদের নতুনদের জন্য। সিগনেচার এর কটি কই দিতে হয় আর কি করতে হয় আর সম্পন্ন সিগনেচার করতে কি কি করতে হয়।
Title: Re: সিগনেচার বাউন্টি কেমন করে করে?
Post by: Paglamon on February 20, 2020, 05:04:14 PM
আসলে সিগনেচার বাউন্টি কেমন করে করে। যেকোনো বাউন্টিতে সিগনেচারে কিছু কোড দেওয়া থাকে সেই কোডটি কি করতে হয়? আসলে আমরা নতুনরা কোনদিন সিগনেচার করিনি তো এই সিগনেচার সম্পর্কে যদি একটু ধারণা দেন তো অনেক সুবিধা হতো আমাদের নতুনদের জন্য। সিগনেচার এর কটি কই দিতে হয় আর কি করতে হয় আর সম্পন্ন সিগনেচার করতে কি কি করতে হয়।
Jr member হলে signature এ অ্যাড হওয়া যায়। কিন্তু অনেক প্রোজেক্টে Jr Member নেয় না। signature code টি Forum Related seting এ অ্যাড করতে হবে। তারপর application submit করতে হবে।     
Title: Re: সিগনেচার বাউন্টি কেমন করে করে?
Post by: ranakhan60 on February 20, 2020, 06:38:46 PM
আসলে সিগনেচার বাউন্টি কেমন করে করে। যেকোনো বাউন্টিতে সিগনেচারে কিছু কোড দেওয়া থাকে সেই কোডটি কি করতে হয়? আসলে আমরা নতুনরা কোনদিন সিগনেচার করিনি তো এই সিগনেচার সম্পর্কে যদি একটু ধারণা দেন তো অনেক সুবিধা হতো আমাদের নতুনদের জন্য। সিগনেচার এর কটি কই দিতে হয় আর কি করতে হয় আর সম্পন্ন সিগনেচার করতে কি কি করতে হয়।
Jr member হলে signature এ অ্যাড হওয়া যায়। কিন্তু অনেক প্রোজেক্টে Jr Member নেয় না। signature code টি Forum Related seting এ অ্যাড করতে হবে। তারপর application submit করতে হবে।   
আপনাকে অসংখ্য ধন্যবাদ।
Title: Re: সিগনেচার বাউন্টি কেমন করে করে?
Post by: babu10 on February 26, 2020, 06:07:48 AM
আসলে সিগনেচার বাউন্টি কেমন করে করে। যেকোনো বাউন্টিতে সিগনেচারে কিছু কোড দেওয়া থাকে সেই কোডটি কি করতে হয়? আসলে আমরা নতুনরা কোনদিন সিগনেচার করিনি তো এই সিগনেচার সম্পর্কে যদি একটু ধারণা দেন তো অনেক সুবিধা হতো আমাদের নতুনদের জন্য। সিগনেচার এর কটি কই দিতে হয় আর কি করতে হয় আর সম্পন্ন সিগনেচার করতে কি কি করতে হয়।
Jr member হলে signature এ অ্যাড হওয়া যায়। কিন্তু অনেক প্রোজেক্টে Jr Member নেয় না। signature code টি Forum Related seting এ অ্যাড করতে হবে। তারপর application submit করতে হবে।   
আপনাকে অসংখ্য ধন্যবাদ।

আমি এর সাথে কিছু যোগ করতে চাই যেমন, সিগনেচার করার সময় এভাটর ব্যবহার করতে হয় এবং মেক্সিমাম ক্যাম্পেইন এ টৈক্স থাকে যা এড করতে হয় কারন এই দুইটার জন্য আলাদা পেমেন্ট করে আবার অনেক ক্যাম্পেইন এ এসব ব্যবহার মেনডাটরি না হলে বাতিল বলে গণ্য হয়। সব আপনি সেটিংস এ পাবেন তবে সাবধান যে ব্যাঙ্ক অনুযায়ী সিগনেটার কোড থাকে। আপনি যেই র‌্যাঙ্গ এ আছেন সেই কোড ব্যবহার করবেন, তা না হলে বাতিল হবে আপনার সিগনেচার।

ধন্যবাদ।
Title: Re: সিগনেচার বাউন্টি কেমন করে করে?
Post by: ranakhan60 on February 26, 2020, 11:17:42 AM
আসলে সিগনেচার বাউন্টি কেমন করে করে। যেকোনো বাউন্টিতে সিগনেচারে কিছু কোড দেওয়া থাকে সেই কোডটি কি করতে হয়? আসলে আমরা নতুনরা কোনদিন সিগনেচার করিনি তো এই সিগনেচার সম্পর্কে যদি একটু ধারণা দেন তো অনেক সুবিধা হতো আমাদের নতুনদের জন্য। সিগনেচার এর কটি কই দিতে হয় আর কি করতে হয় আর সম্পন্ন সিগনেচার করতে কি কি করতে হয়।
Jr member হলে signature এ অ্যাড হওয়া যায়। কিন্তু অনেক প্রোজেক্টে Jr Member নেয় না। signature code টি Forum Related seting এ অ্যাড করতে হবে। তারপর application submit করতে হবে।   
আপনাকে অসংখ্য ধন্যবাদ।

আমি এর সাথে কিছু যোগ করতে চাই যেমন, সিগনেচার করার সময় এভাটর ব্যবহার করতে হয় এবং মেক্সিমাম ক্যাম্পেইন এ টৈক্স থাকে যা এড করতে হয় কারন এই দুইটার জন্য আলাদা পেমেন্ট করে আবার অনেক ক্যাম্পেইন এ এসব ব্যবহার মেনডাটরি না হলে বাতিল বলে গণ্য হয়। সব আপনি সেটিংস এ পাবেন তবে সাবধান যে ব্যাঙ্ক অনুযায়ী সিগনেটার কোড থাকে। আপনি যেই র‌্যাঙ্গ এ আছেন সেই কোড ব্যবহার করবেন, তা না হলে বাতিল হবে আপনার সিগনেচার।

ধন্যবাদ।
আপনাকে অসংখ্য ধন্যবাদ। সিগনেচার সম্পর্কে কিছু বলার জন্য। আসলে আপনাদের মত মানুষরা থাকার কারণে আমরা নতুনরা কাজ করতে উৎসাহিত পাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই
Title: Re: সিগনেচার বাউন্টি কেমন করে করে?
Post by: Malam90 on March 09, 2020, 05:04:41 AM
সিগনেচার করতে হলে আপনাকে আগে একটি ভালো প্রজেক্ট সিলেক্ট করতে হবে। তারপর সিগনেচার রুলস পড়ে দেখবেন কি কি বলেছে। সপ্তাতে কয়টা কমেন্ট করতে হবে, কোথায় কমেন্ট করতে হবে, কমেন্ট কত ক্যারেক্টারের হতে হবে নূন্যতম ইত্যাদি। এরপর আপনি আপনার ফোরাম র‌্যাংক যা সে অনুযায়ী সেই র‌্যাংকের সিগনেচার কোডটি কপি করে ফোরাম প্রফাইলে গিয়ে সিগনেচার কোড বসানোর একটি বক্স পাবেন সেখানে কোডটি পেস্ট করে চেঞ্জ প্রফাইলে ক্লিক করলে সেভ হয়ে যাবে। এরপর সিগনেচারের জন্য লোগো টা ডাউনলোড করে Upload an avatar এ ক্লিক করলে আপলোড হবে এবং একই ভাবে সেভ করবেন। এছাড়া আরেকটা বিষয় খেয়াল করবেন যে কোড পারসোনাল টেক্সট আছে কিনা। যদি থাকে তাহলে সেটাও কপি করে Personal Text এর বক্সে পেস্ট করে দিয়ে একই ভাবে সেভ করবেন। এরপর সিগনেচার ক্যাম্পেইনে জয়েন করার জন্য ফরম দেওয়া থাকলে ফিলআপ করবেন অথবা অন্যকোন নিয়ম থাকলে তা ফলো করবেন।
Title: Re: সিগনেচার বাউন্টি কেমন করে করে?
Post by: ranakhan60 on March 11, 2020, 03:28:33 AM
সিগনেচার করতে হলে আপনাকে আগে একটি ভালো প্রজেক্ট সিলেক্ট করতে হবে। তারপর সিগনেচার রুলস পড়ে দেখবেন কি কি বলেছে। সপ্তাতে কয়টা কমেন্ট করতে হবে, কোথায় কমেন্ট করতে হবে, কমেন্ট কত ক্যারেক্টারের হতে হবে নূন্যতম ইত্যাদি। এরপর আপনি আপনার ফোরাম র‌্যাংক যা সে অনুযায়ী সেই র‌্যাংকের সিগনেচার কোডটি কপি করে ফোরাম প্রফাইলে গিয়ে সিগনেচার কোড বসানোর একটি বক্স পাবেন সেখানে কোডটি পেস্ট করে চেঞ্জ প্রফাইলে ক্লিক করলে সেভ হয়ে যাবে। এরপর সিগনেচারের জন্য লোগো টা ডাউনলোড করে Upload an avatar এ ক্লিক করলে আপলোড হবে এবং একই ভাবে সেভ করবেন। এছাড়া আরেকটা বিষয় খেয়াল করবেন যে কোড পারসোনাল টেক্সট আছে কিনা। যদি থাকে তাহলে সেটাও কপি করে Personal Text এর বক্সে পেস্ট করে দিয়ে একই ভাবে সেভ করবেন। এরপর সিগনেচার ক্যাম্পেইনে জয়েন করার জন্য ফরম দেওয়া থাকলে ফিলআপ করবেন অথবা অন্যকোন নিয়ম থাকলে তা ফলো করবেন।
আপনাকে অসংখ্য ধন্যবাদ সিগনেচার সম্পর্কে বলার জন্য।আসলে আপনি যেটা যেটা বললেন সবটুকুই করলাম করলে কি সিগনেচার ফোনটি হয়ে যাবে নাকি প্রোফাইল চেঞ্জ করে সেভ করার পর সব কিছু যেগুলো বললেন আপনার সেগুলো করার পর  বাউন্টি করব সেখানে কি কমেন্ট করা লাগবে?
Title: Re: সিগনেচার বাউন্টি কেমন করে করে?
Post by: Malam90 on March 12, 2020, 07:14:51 AM
সিগনেচার করতে হলে আপনাকে আগে একটি ভালো প্রজেক্ট সিলেক্ট করতে হবে। তারপর সিগনেচার রুলস পড়ে দেখবেন কি কি বলেছে। সপ্তাতে কয়টা কমেন্ট করতে হবে, কোথায় কমেন্ট করতে হবে, কমেন্ট কত ক্যারেক্টারের হতে হবে নূন্যতম ইত্যাদি। এরপর আপনি আপনার ফোরাম র‌্যাংক যা সে অনুযায়ী সেই র‌্যাংকের সিগনেচার কোডটি কপি করে ফোরাম প্রফাইলে গিয়ে সিগনেচার কোড বসানোর একটি বক্স পাবেন সেখানে কোডটি পেস্ট করে চেঞ্জ প্রফাইলে ক্লিক করলে সেভ হয়ে যাবে। এরপর সিগনেচারের জন্য লোগো টা ডাউনলোড করে Upload an avatar এ ক্লিক করলে আপলোড হবে এবং একই ভাবে সেভ করবেন। এছাড়া আরেকটা বিষয় খেয়াল করবেন যে কোড পারসোনাল টেক্সট আছে কিনা। যদি থাকে তাহলে সেটাও কপি করে Personal Text এর বক্সে পেস্ট করে দিয়ে একই ভাবে সেভ করবেন। এরপর সিগনেচার ক্যাম্পেইনে জয়েন করার জন্য ফরম দেওয়া থাকলে ফিলআপ করবেন অথবা অন্যকোন নিয়ম থাকলে তা ফলো করবেন।
আপনাকে অসংখ্য ধন্যবাদ সিগনেচার সম্পর্কে বলার জন্য।আসলে আপনি যেটা যেটা বললেন সবটুকুই করলাম করলে কি সিগনেচার ফোনটি হয়ে যাবে নাকি প্রোফাইল চেঞ্জ করে সেভ করার পর সব কিছু যেগুলো বললেন আপনার সেগুলো করার পর  বাউন্টি করব সেখানে কি কমেন্ট করা লাগবে?

আমি বিস্তারিত বলেছি কিভাবে সিগনেচার কোড কপি করে পেস্ট করে সেভ করবেন। সেটা ভালো করে পড়ে ফলো করলে  সমস্যা হবেনা। আর সিগনেচারে জয়েন করে যদি আপনি একসেপ্ট হন তাহলে সিগনেচার এর রুলস অনুযায়ী সপ্তাহে অন্তত সর্বনিম্ন সংখ্যক পোস্ট করতে হবে।
Title: Re: সিগনেচার বাউন্টি কেমন করে করে?
Post by: Leezkie management on June 15, 2020, 04:28:11 AM
(https://i.ibb.co/7ppHYZr/Screenshot-20200615-082634.png)

Hi
Signature campaign korte hole. Apnar forum e minimum jr member rank thakte hobe. Signature campaign rules onujary & members rank anusare  signature code dewya thake. Sei code ta use korte hobe.  And tader rules anusare post make korte hobe. Asa kori bujte parcen.
Thank you     
Title: Re: সিগনেচার বাউন্টি কেমন করে করে?
Post by: Mrkadir85 on August 13, 2020, 06:20:56 PM
বাউন্টিতে সিগনেচার কিভাবে করতে হয় সকলের পোস্ট পরে
 তা জানতে পারলাম। আরো কিছু নিয়ম কারো জানা থাকলে পোস্ট দিবেন। সবাইকে ধন্যবাদ ।


Title: Re: সিগনেচার বাউন্টি কেমন করে করে?
Post by: Rain075 on August 14, 2020, 04:14:15 AM
সিগনেচার করার জন্য আপনাকে তাদের দেওয়া ফরম পূরণ করতে হবে। তাদের দেয়া সিগনেচার কোড নিয়ে আপনাকে প্রোফাইলে সেভ করতে হবে। এবং এভাটার লাগাতে হবে। পার্সোনাল টেক্সট যদি থাকে তাহলে সেটাও প্রোফাইলে প্রেরণ করতে হবে। এবং তারপর বিভিন্ন টফিক এ আপনাকে পোস্ট করতে হবে। এভাবে সিগনেচার করতে হয়।
Title: Re: সিগনেচার বাউন্টি কেমন করে করে?
Post by: Salman Hasan on August 19, 2020, 07:35:56 PM
আসলে সিগনেচার বাউন্টি কেমন করে করে। যেকোনো বাউন্টিতে সিগনেচারে কিছু কোড দেওয়া থাকে সেই কোডটি কি করতে হয়? আসলে আমরা নতুনরা কোনদিন সিগনেচার করিনি তো এই সিগনেচার সম্পর্কে যদি একটু ধারণা দেন তো অনেক সুবিধা হতো আমাদের নতুনদের জন্য। সিগনেচার এর কটি কই দিতে হয় আর কি করতে হয় আর সম্পন্ন সিগনেচার করতে কি কি করতে হয়।
আমারও ভাই একই প্রশ্ন সিগনেচার কিভাবে করে। আমি এখনো জানতে পারিনি সিগনেচার কিভাবে করে
Title: Re: সিগনেচার বাউন্টি কেমন করে করে?
Post by: Md Aslam Hossain on August 20, 2020, 05:30:39 AM
আসলে সিগনেচার বাউন্টি কেমন করে করে। যেকোনো বাউন্টিতে সিগনেচারে কিছু কোড দেওয়া থাকে সেই কোডটি কি করতে হয়? আসলে আমরা নতুনরা কোনদিন সিগনেচার করিনি তো এই সিগনেচার সম্পর্কে যদি একটু ধারণা দেন তো অনেক সুবিধা হতো আমাদের নতুনদের জন্য। সিগনেচার এর কটি কই দিতে হয় আর কি করতে হয় আর সম্পন্ন সিগনেচার করতে কি কি করতে হয়।
আমারও ভাই একই প্রশ্ন সিগনেচার কিভাবে করে। আমি এখনো জানতে পারিনি সিগনেচার কিভাবে করে
সিকনেসার করতে কি কোন রেংক লাগে আর কত পোস্টে কত রেংক জানা বেন দয়া করে
Title: Re: সিগনেচার বাউন্টি কেমন করে করে?
Post by: Salman Hasan on August 20, 2020, 06:24:29 AM
আসলে সিগনেচার বাউন্টি কেমন করে করে। যেকোনো বাউন্টিতে সিগনেচারে কিছু কোড দেওয়া থাকে সেই কোডটি কি করতে হয়? আসলে আমরা নতুনরা কোনদিন সিগনেচার করিনি তো এই সিগনেচার সম্পর্কে যদি একটু ধারণা দেন তো অনেক সুবিধা হতো আমাদের নতুনদের জন্য। সিগনেচার এর কটি কই দিতে হয় আর কি করতে হয় আর সম্পন্ন সিগনেচার করতে কি কি করতে হয়।
আমারও ভাই একই প্রশ্ন সিগনেচার কিভাবে করে। আমি এখনো জানতে পারিনি সিগনেচার কিভাবে করে
সিকনেসার করতে কি কোন রেংক লাগে আর কত পোস্টে কত রেংক জানা বেন দয়া করে
সিগনেচার করতে অবশ্যই লিংকে লাগে আর আপনাকে মিনিমাম যে আর মেম্বার হতে হবে। যে আর মেম্বার না হলে আপনি সিগনেচারে অংশগ্রহণ করতে পারবেন না
Title: Re: সিগনেচার বাউন্টি কেমন করে করে?
Post by: labonikhatun on August 20, 2020, 06:29:06 AM
আসলে সিগনেচার বাউন্টি কেমন করে করে। যেকোনো বাউন্টিতে সিগনেচারে কিছু কোড দেওয়া থাকে সেই কোডটি কি করতে হয়? আসলে আমরা নতুনরা কোনদিন সিগনেচার করিনি তো এই সিগনেচার সম্পর্কে যদি একটু ধারণা দেন তো অনেক সুবিধা হতো আমাদের নতুনদের জন্য। সিগনেচার এর কটি কই দিতে হয় আর কি করতে হয় আর সম্পন্ন সিগনেচার করতে কি কি করতে হয়।
আমারও ভাই একই প্রশ্ন সিগনেচার কিভাবে করে। আমি এখনো জানতে পারিনি সিগনেচার কিভাবে করে
সিকনেসার করতে কি কোন রেংক লাগে আর কত পোস্টে কত রেংক জানা বেন দয়া করে

সিগনেচার করতে অবশ্যই রাঙ্ক লাগবে মিনিমাম মেম্বার রাঙ্ক হতে হবে মেম্বার রাঙ্ক এ যাওয়ার জন্য আপনার 90টা পোস্ট হতে হবে বাউন্টি করার জন্য jr মেম্বার হলেই হবে. ভালো এবং উন্নতি মানের পোস্ট করতে হবে স্প্যামিং বা কপি পেস্ট করবেন না. 
Title: Re: সিগনেচার বাউন্টি কেমন করে করে?
Post by: Triedboy on August 21, 2020, 02:51:43 AM
সিগনেচার করতে হলে আপনাকে আগে একটি ভালো প্রজেক্ট সিলেক্ট করতে হবে। তারপর সিগনেচার রুলস পড়ে দেখবেন কি কি বলেছে। সপ্তাতে কয়টা কমেন্ট করতে হবে, কোথায় কমেন্ট করতে হবে, কমেন্ট কত ক্যারেক্টারের হতে হবে নূন্যতম ইত্যাদি। এরপর আপনি আপনার ফোরাম র‌্যাংক যা সে অনুযায়ী সেই র‌্যাংকের সিগনেচার কোডটি কপি করে ফোরাম প্রফাইলে গিয়ে সিগনেচার কোড বসানোর একটি বক্স পাবেন সেখানে কোডটি পেস্ট করে চেঞ্জ প্রফাইলে ক্লিক করলে সেভ হয়ে যাবে। এরপর সিগনেচারের জন্য লোগো টা ডাউনলোড করে Upload an avatar এ ক্লিক করলে আপলোড হবে এবং একই ভাবে সেভ করবেন। এছাড়া আরেকটা বিষয় খেয়াল করবেন যে কোড পারসোনাল টেক্সট আছে কিনা। যদি থাকে তাহলে সেটাও কপি করে Personal Text এর বক্সে পেস্ট করে দিয়ে একই ভাবে সেভ করবেন। এরপর সিগনেচার ক্যাম্পেইনে জয়েন করার জন্য ফরম দেওয়া থাকলে ফিলআপ করবেন অথবা অন্যকোন নিয়ম থাকলে তা ফলো করবেন।
অনেক দিন ধরে ভাবছি যে সিগনেচার করবো কিন্তু আমার মনে হয়েছে বোধহয় অনেক কঠিন কিন্তু আপনার পোষ্ট পরে মনে হচ্ছে পারবো।ভাই আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর ভাবে বুঝানোর জন্য।
Title: Re: সিগনেচার বাউন্টি কেমন করে করে?
Post by: Malam90 on August 21, 2020, 03:40:17 AM
সিগনেচার করতে হলে আপনাকে আগে একটি ভালো প্রজেক্ট সিলেক্ট করতে হবে। তারপর সিগনেচার রুলস পড়ে দেখবেন কি কি বলেছে। সপ্তাতে কয়টা কমেন্ট করতে হবে, কোথায় কমেন্ট করতে হবে, কমেন্ট কত ক্যারেক্টারের হতে হবে নূন্যতম ইত্যাদি। এরপর আপনি আপনার ফোরাম র‌্যাংক যা সে অনুযায়ী সেই র‌্যাংকের সিগনেচার কোডটি কপি করে ফোরাম প্রফাইলে গিয়ে সিগনেচার কোড বসানোর একটি বক্স পাবেন সেখানে কোডটি পেস্ট করে চেঞ্জ প্রফাইলে ক্লিক করলে সেভ হয়ে যাবে। এরপর সিগনেচারের জন্য লোগো টা ডাউনলোড করে Upload an avatar এ ক্লিক করলে আপলোড হবে এবং একই ভাবে সেভ করবেন। এছাড়া আরেকটা বিষয় খেয়াল করবেন যে কোড পারসোনাল টেক্সট আছে কিনা। যদি থাকে তাহলে সেটাও কপি করে Personal Text এর বক্সে পেস্ট করে দিয়ে একই ভাবে সেভ করবেন। এরপর সিগনেচার ক্যাম্পেইনে জয়েন করার জন্য ফরম দেওয়া থাকলে ফিলআপ করবেন অথবা অন্যকোন নিয়ম থাকলে তা ফলো করবেন।
অনেক দিন ধরে ভাবছি যে সিগনেচার করবো কিন্তু আমার মনে হয়েছে বোধহয় অনেক কঠিন কিন্তু আপনার পোষ্ট পরে মনে হচ্ছে পারবো।ভাই আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর ভাবে বুঝানোর জন্য।

সিগনেচারে জয়েন করার আগে ভালো ভালো পোস্ট করুন এব্ং কিছু পজিটিভ কর্মা পাওয়ার চেষ্টা করুন কারণ আপনার আইডিতে ইতিমধ্যে নেগেটিভ কর্মা হয়ে গেছে। আর নেগেটিভ কর্মা দিয়ে সিগনেচারে জয়েন করা যায়না। আশা করি সামনে ভালো মানের পোস্ট করবেন।
Title: Re: সিগনেচার বাউন্টি কেমন করে করে?
Post by: Dj01864 on August 21, 2020, 12:02:03 PM
সিগ্নেচার বাউন্টি সাধারনত জুনিয়ার মেম্বার হওয়ার পর থেকে করা জেতে পারে। আমি যেহুতো জুনিয়ার মেম্বার হতে পারি নাই তাই বলতে পারবো নাহ।
Title: Re: সিগনেচার বাউন্টি কেমন করে করে?
Post by: Nostoman on August 21, 2020, 12:08:53 PM
সিগ্নেচার বাউন্টি সাধারনত জুনিয়ার মেম্বার হওয়ার পর থেকে করা জেতে পারে। আমি যেহুতো জুনিয়ার মেম্বার হতে পারি নাই তাই বলতে পারবো নাহ।
সিগনেচার প্রোগ্রামের জয়েন করার আগে আপনাকে সর্বনিম্ন মেম্বার হতে হবে অথবা জুনিয়র মেম্বার হতে হবে। আপনি ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে যদি ভালো না জানেন তাহলে আপনি সিগনেচার প্রোগ্রামের জয়েন করে কিছুই পাবেন না। কারণ পোস্ট ভালো না হলে নেগেটিভ কারমা পাওয়ার সম্ভাবনা রয়েছে। -karma পেলে আপনাকে reward দেওয়া হবে না। তাই আমি পর্যাপ্ত পরিমাণে জানুন।
Title: Re: সিগনেচার বাউন্টি কেমন করে করে?
Post by: Token@ on September 01, 2020, 06:19:21 PM
সিগ্নেচার বাউন্টি সাধারনত জুনিয়ার মেম্বার হওয়ার পর থেকে করা জেতে পারে। আমি যেহুতো জুনিয়ার মেম্বার হতে পারি নাই তাই বলতে পারবো নাহ।
সিগনেচার প্রোগ্রামের জয়েন করার আগে আপনাকে সর্বনিম্ন মেম্বার হতে হবে অথবা জুনিয়র মেম্বার হতে হবে। আপনি ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে যদি ভালো না জানেন তাহলে আপনি সিগনেচার প্রোগ্রামের জয়েন করে কিছুই পাবেন না। কারণ পোস্ট ভালো না হলে নেগেটিভ কারমা পাওয়ার সম্ভাবনা রয়েছে। -karma পেলে আপনাকে reward দেওয়া হবে না। তাই আমি পর্যাপ্ত পরিমাণে জানুন।
সিগ্নেচার বাউন্টি সাধারনত জুনিয়ার মেম্বার হওয়ার পর থেকে করা জেতে পারে। আমি যেহুতো জুনিয়ার মেম্বার হতে পারি নাই তাই বলতে পারবো নাহ।
Title: Re: সিগনেচার বাউন্টি কেমন করে করে?
Post by: Rakin343 on September 02, 2020, 06:21:48 AM
সিগনেচার বাউন্টি করার জন্য আপনাকে ন্যূনতম একটা রেখে থাকতে হবে। হয়তো আপনি মেম্বার হয়ে ঢুকলে আপনাকে 90 টা পোস্ট থাকতে হবে।তারপর যে প্রজেক্টে আপনি কাজ করবেন সেই প্রজেক্টে গুগোল ফর্ম পূরণ করে তারপরে বিভিন্ন টফিক এগিয়ে অথবা মার্কেটপ্লেস এ গিয়ে আলাপ আলোচনা বা পোস্ট লিখতে হবে। এবং ওই প্রোজেক্টের রুলস অনুযায়ী কাজ করলে এভাবে সিগনেচার করা হয়।
Title: Re: সিগনেচার বাউন্টি কেমন করে করে?
Post by: ranaprime on September 02, 2020, 08:18:46 AM
সিগনেচার বাউন্টি করার আগে কিছু বিষয় আপনা কে খেয়াল করতে হবে। সেগুলোর মধ্যে অন্যতম হল যে আপনার র‌্যাংক তাদের শর্ত অনুযায়ি ঠিক আছে কি না। তারপর র‌্যাঙ্ক অনুযায়ি আপনি কোড এবং এভাটার এবং টেক্স জায়গা মত বসিয়ে প্রোফাইল টা সেভ করে দিলেই মোটামুটি কাজ শেষ এর পর আপনা কে দৈনিক হারে পোস্ট করতে হবে তাদের শর্তানুযায়ি।
Title: Re: সিগনেচার বাউন্টি কেমন করে করে?
Post by: mahid on September 02, 2020, 07:51:06 PM
আসলে সিগনেচার বাউন্টি কেমন করে করে। যেকোনো বাউন্টিতে সিগনেচারে কিছু কোড দেওয়া থাকে সেই কোডটি কি করতে হয়? আসলে আমরা নতুনরা কোনদিন সিগনেচার করিনি তো এই সিগনেচার সম্পর্কে যদি একটু ধারণা দেন তো অনেক সুবিধা হতো আমাদের নতুনদের জন্য। সিগনেচার এর কটি কই দিতে হয় আর কি করতে হয় আর সম্পন্ন সিগনেচার করতে কি কি করতে হয়।
আমারও ভাই একই প্রশ্ন সিগনেচার কিভাবে করে। আমি এখনো জানতে পারিনি সিগনেচার কিভাবে করে
ঠিক বলেছেন ভাই আমরা যারা নতুন আছি তারাতো সিগনেচার সম্পর্কে পুরোপুরি দারনা বা   experience নাই তাই সিনিয়র ভাই দের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই তাদের ভালো পোস্টই আমাদের সুস্থির কারন হতে পারে ।                   
Title: Re: সিগনেচার বাউন্টি কেমন করে করে?
Post by: Magepai on October 01, 2020, 04:10:27 PM
সিগনেচার করতে হলে আপনাকে আগে একটি ভালো প্রজেক্ট সিলেক্ট করতে হবে। তারপর সিগনেচার রুলস পড়ে দেখবেন কি কি বলেছে। সপ্তাতে কয়টা কমেন্ট করতে হবে, কোথায় কমেন্ট করতে হবে, কমেন্ট কত ক্যারেক্টারের হতে হবে নূন্যতম ইত্যাদি। এরপর আপনি আপনার ফোরাম র‌্যাংক যা সে অনুযায়ী সেই র‌্যাংকের সিগনেচার কোডটি কপি করে ফোরাম প্রফাইলে গিয়ে সিগনেচার কোড বসানোর একটি বক্স পাবেন সেখানে কোডটি পেস্ট করে চেঞ্জ প্রফাইলে ক্লিক করলে সেভ হয়ে যাবে। এরপর সিগনেচারের জন্য লোগো টা ডাউনলোড করে Upload an avatar এ ক্লিক করলে আপলোড হবে এবং একই ভাবে সেভ করবেন। এছাড়া আরেকটা বিষয় খেয়াল করবেন যে কোড পারসোনাল টেক্সট আছে কিনা। যদি থাকে তাহলে সেটাও কপি করে Personal Text এর বক্সে পেস্ট করে দিয়ে একই ভাবে সেভ করবেন। এরপর সিগনেচার ক্যাম্পেইনে জয়েন করার জন্য ফরম দেওয়া থাকলে ফিলআপ করবেন অথবা অন্যকোন নিয়ম থাকলে তা ফলো করবেন।

বেশ কিছুদিন হয়েছে আমি এই ফোরামে কাজ করতেছি। কিন্তু সিগনেচার কিভাবে করতে হয় সে বিষয়ে কোনো ধারণা ছিল না। আপনার এই পোস্টটি পড়ার পরে বুঝতে পারলাম কিভাবে সিগনেচার করতে হয়। ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ।
Title: Re: সিগনেচার বাউন্টি কেমন করে করে?
Post by: Papusha20 on October 02, 2020, 07:05:49 AM
সিগনেচার করতে হলে আপনাকে আগে একটি ভালো প্রজেক্ট সিলেক্ট করতে হবে। তারপর সিগনেচার রুলস পড়ে দেখবেন কি কি বলেছে। সপ্তাতে কয়টা কমেন্ট করতে হবে, কোথায় কমেন্ট করতে হবে, কমেন্ট কত ক্যারেক্টারের হতে হবে নূন্যতম ইত্যাদি। এরপর আপনি আপনার ফোরাম র‌্যাংক যা সে অনুযায়ী সেই র‌্যাংকের সিগনেচার কোডটি কপি করে ফোরাম প্রফাইলে গিয়ে সিগনেচার কোড বসানোর একটি বক্স পাবেন সেখানে কোডটি পেস্ট করে চেঞ্জ প্রফাইলে ক্লিক করলে সেভ হয়ে যাবে। এরপর সিগনেচারের জন্য লোগো টা ডাউনলোড করে Upload an avatar এ ক্লিক করলে আপলোড হবে এবং একই ভাবে সেভ করবেন। এছাড়া আরেকটা বিষয় খেয়াল করবেন যে কোড পারসোনাল টেক্সট আছে কিনা। যদি থাকে তাহলে সেটাও কপি করে Personal Text এর বক্সে পেস্ট করে দিয়ে একই ভাবে সেভ করবেন। এরপর সিগনেচার ক্যাম্পেইনে জয়েন করার জন্য ফরম দেওয়া থাকলে ফিলআপ করবেন অথবা অন্যকোন নিয়ম থাকলে তা ফলো করবেন।

আপনার মত আর আমার মত একা যে তারা আপনার পোস্টের অনুযায়ী সিগনেচার করতে পারবে। এ নিয়ে আর নতুন করে পোস্ট দেওয়ার কোন দরকার পড়বে না আর যদি আপনার পোষ্ট ফলো করে তাহলে চলবে।
Title: Re: সিগনেচার বাউন্টি কেমন করে করে?
Post by: Greatwall on October 13, 2020, 08:29:48 PM
সিগনেচার করতে হলে আপনাকে আগে একটি ভালো প্রজেক্ট সিলেক্ট করতে হবে। তারপর সিগনেচার রুলস পড়ে দেখবেন কি কি বলেছে। সপ্তাতে কয়টা কমেন্ট করতে হবে, কোথায় কমেন্ট করতে হবে, কমেন্ট কত ক্যারেক্টারের হতে হবে নূন্যতম ইত্যাদি। এরপর আপনি আপনার ফোরাম র‌্যাংক যা সে অনুযায়ী সেই র‌্যাংকের সিগনেচার কোডটি কপি করে ফোরাম প্রফাইলে গিয়ে সিগনেচার কোড বসানোর একটি বক্স পাবেন সেখানে কোডটি পেস্ট করে চেঞ্জ প্রফাইলে ক্লিক করলে সেভ হয়ে যাবে। এরপর সিগনেচারের জন্য লোগো টা ডাউনলোড করে Upload an avatar এ ক্লিক করলে আপলোড হবে এবং একই ভাবে সেভ করবেন। এছাড়া আরেকটা বিষয় খেয়াল করবেন যে কোড পারসোনাল টেক্সট আছে কিনা। যদি থাকে তাহলে সেটাও কপি করে Personal Text এর বক্সে পেস্ট করে দিয়ে একই ভাবে সেভ করবেন। এরপর সিগনেচার ক্যাম্পেইনে জয়েন করার জন্য ফরম দেওয়া থাকলে ফিলআপ করবেন অথবা অন্যকোন নিয়ম থাকলে তা ফলো করবেন।

অনেক অনেক ধন্যবাদ ব্রো আপনাকে।সিগনেচার সম্পর্কে আমার খুবই কোম ধারণা ছিল কিন্তু আপনার এই পোস্টটি পড়ার পর সম্পূর্ণভাবে বুঝতে পেরেছি আসলে কিভাবে সিগনেচার ক্যাম্পেইনে এড হতে হবে।
Title: Re: সিগনেচার বাউন্টি কেমন করে করে?
Post by: Psycho on October 16, 2020, 04:11:28 PM
আসলে সিগনেচার বাউন্টি কেমন করে করে। যেকোনো বাউন্টিতে সিগনেচারে কিছু কোড দেওয়া থাকে সেই কোডটি কি করতে হয়? আসলে আমরা নতুনরা কোনদিন সিগনেচার করিনি তো এই সিগনেচার সম্পর্কে যদি একটু ধারণা দেন তো অনেক সুবিধা হতো আমাদের নতুনদের জন্য। সিগনেচার এর কটি কই দিতে হয় আর কি করতে হয় আর সম্পন্ন সিগনেচার করতে কি কি করতে হয়।
সিগনেচার বাউন্টি সবাই করতে পারে না। সর্বনিম্ন যে আর মেম্বার হতে হয় সিগনেচার বাউন্টি করতে। আমি আপনাকে সাজেস্ট করব যে আগে আপনাকে টুইটার ফেসবুক কন্টেন রেডিট ইত্যাদি করতে। এগুলা করে আগে ধারণা নিতে হবে।
Title: Re: সিগনেচার বাউন্টি কেমন করে করে?
Post by: Ricky on October 16, 2020, 04:14:19 PM
আসলে সিগনেচার বাউন্টি কেমন করে করে। যেকোনো বাউন্টিতে সিগনেচারে কিছু কোড দেওয়া থাকে সেই কোডটি কি করতে হয়? আসলে আমরা নতুনরা কোনদিন সিগনেচার করিনি তো এই সিগনেচার সম্পর্কে যদি একটু ধারণা দেন তো অনেক সুবিধা হতো আমাদের নতুনদের জন্য। সিগনেচার এর কটি কই দিতে হয় আর কি করতে হয় আর সম্পন্ন সিগনেচার করতে কি কি করতে হয়।
আমি আপনার পোস্টের সাথে একমত। আর গ্রুপের বড় ভাইদের কাছে অনুরোধ আমাদের সিগনেচার সম্পূর্ণ করার নিয়মটা কেন বলে দেয়।
Title: Re: সিগনেচার বাউন্টি কেমন করে করে?
Post by: Crypto_Somrat on October 18, 2020, 05:53:03 AM
আসলে সিগনেচার বাউন্টি কেমন করে করে। যেকোনো বাউন্টিতে সিগনেচারে কিছু কোড দেওয়া থাকে সেই কোডটি কি করতে হয়? আসলে আমরা নতুনরা কোনদিন সিগনেচার করিনি তো এই সিগনেচার সম্পর্কে যদি একটু ধারণা দেন তো অনেক সুবিধা হতো আমাদের নতুনদের জন্য। সিগনেচার এর কটি কই দিতে হয় আর কি করতে হয় আর সম্পন্ন সিগনেচার করতে কি কি করতে হয়।
Jr member হলে signature এ অ্যাড হওয়া যায়। কিন্তু অনেক প্রোজেক্টে Jr Member নেয় না। signature code টি Forum Related seting এ অ্যাড করতে হবে। তারপর application submit করতে হবে।   
আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া signature বাউন্টি সম্পর্কে ধারনা দেওয়ার জন্য আসুলে আমরা নতুন এ রা এই বাউন্টি সম্পর্কে জানার আগ্রহ ছিলো কিন্তু কেউ এভাবে বলেনি, ধন্যবাদ ব্রো।     
Title: Re: সিগনেচার বাউন্টি কেমন করে করে?
Post by: Rubel007 on October 18, 2020, 07:27:44 PM
সিগনেচার করতে হলে অবশ্যই আপনা কে কিছু নিয়ম ফলো করতে হবে। সেই নিয়ম গুলো যদি মানেন তাহলে আপনি সিগনেচার করতে পারবেন তাছাড়া না। প্রথমেই আপনা কে র‌্যাংক অর্জন করতে হবে। তারপর র‌্যাংঙ্ক অনুযায়ী আপনাকে ফরম ফিলাপ করতে হবে এবং সেই অনুযায়ী কোড আপনার প্রোফাইলে সেট করতে হবে। তাহলেই আপনি সিগেনেচার বাউন্টিতে এড হতে পারবেন তথা কাজ করতে পারবেন।
Title: Re: সিগনেচার বাউন্টি কেমন করে করে?
Post by: Fawpac2 on October 22, 2020, 08:09:37 AM
আসলে সিগনেচার বাউন্টি কেমন করে করে। যেকোনো বাউন্টিতে সিগনেচারে কিছু কোড দেওয়া থাকে সেই কোডটি কি করতে হয়? আসলে আমরা নতুনরা কোনদিন সিগনেচার করিনি তো এই সিগনেচার সম্পর্কে যদি একটু ধারণা দেন তো অনেক সুবিধা হতো আমাদের নতুনদের জন্য। সিগনেচার এর কটি কই দিতে হয় আর কি করতে হয় আর সম্পন্ন সিগনেচার করতে কি কি করতে হয়।
বিভিন্ন বাউন্টিতে সিগনেচার ক্যাম্পেইনে কাজ করার জন্য আপনাকে সিগনেচার ক্যাম্পেইনে অ্যাপ্লিকেশন করে তারপর আপনাকে তাদের কোড রেংক অনুযায়ী নিয়ে আপনার একাউন্টে স্থাপন করতে হবে।
Title: Re: সিগনেচার বাউন্টি কেমন করে করে?
Post by: Goblin on October 22, 2020, 12:15:52 PM
আসলে সিগনেচার বাউন্টি কেমন করে করে। যেকোনো বাউন্টিতে সিগনেচারে কিছু কোড দেওয়া থাকে সেই কোডটি কি করতে হয়? আসলে আমরা নতুনরা কোনদিন সিগনেচার করিনি তো এই সিগনেচার সম্পর্কে যদি একটু ধারণা দেন তো অনেক সুবিধা হতো আমাদের নতুনদের জন্য। সিগনেচার এর কটি কই দিতে হয় আর কি করতে হয় আর সম্পন্ন সিগনেচার করতে কি কি করতে হয়।
সিগনেচার বাউন্টি করতে হলে আপনার রেংক আপ এর প্রয়োজন। সিগনেচারে জয়েন হওয়ার জন্য আপনাকে jr মেম্বার হতে হবে। আবার কতগুলা বাউন্টিতে মেম্বার হতে হয়। যে আর মেম্বার জয়েন করা যায় না।
Title: Re: সিগনেচার বাউন্টি কেমন করে করে?
Post by: Ak600 on November 28, 2020, 03:45:40 PM
আসলে সিগনেচার বাউন্টি কেমন করে করে। যেকোনো বাউন্টিতে সিগনেচারে কিছু কোড দেওয়া থাকে সেই কোডটি কি করতে হয়? আসলে আমরা নতুনরা কোনদিন সিগনেচার করিনি তো এই সিগনেচার সম্পর্কে যদি একটু ধারণা দেন তো অনেক সুবিধা হতো আমাদের নতুনদের জন্য। সিগনেচার এর কটি কই দিতে হয় আর কি করতে হয় আর সম্পন্ন সিগনেচার করতে কি কি করতে হয়।
Jr member হলে signature এ অ্যাড হওয়া যায়। কিন্তু অনেক প্রোজেক্টে Jr Member নেয় না। signature code টি Forum Related seting এ অ্যাড করতে হবে। তারপর application submit করতে হবে।   
ধন্যবাদ ভাই আপনাকে সুন্দর ভাবে বুঝিয়ে বলার জন্য
Title: Re: সিগনেচার বাউন্টি কেমন করে করে?
Post by: Ak600 on November 28, 2020, 03:49:37 PM
ভাই আপনি যদি সিগনেচার করতে চান তাহলে আপনার প্রথমে জেআর মেম্বার অথবা মেম্বার হতে হবে কারণ কিছু কিছু প্রজেক্ট জেআর মেম্বার নেয় না। তাই আপনার সিগনেচার করার সময় প্রথমে আপনার ভালো একটি প্রজেক্ট বেছে নিতে হবে তারপর আপনার সিগনেচার কোড নিয়ে প্রোফাইলে বসাতে হবে এবং আপনার প্রোফাইলে এভাটার বসাতে হবে এবং আপনার সিগনেচার রেজিস্ট্রেশন করতে হবে তারপরে কাজ করতে পারবে ধন্যবাদ
Title: Re: সিগনেচার বাউন্টি কেমন করে করে?
Post by: kulkhan on November 28, 2020, 03:55:04 PM
সিগনেচার করতে হলে আপনাকে আগে একটি ভালো প্রজেক্ট সিলেক্ট করতে হবে। তারপর সিগনেচার রুলস পড়ে দেখবেন কি কি বলেছে। সপ্তাতে কয়টা কমেন্ট করতে হবে, কোথায় কমেন্ট করতে হবে, কমেন্ট কত ক্যারেক্টারের হতে হবে নূন্যতম ইত্যাদি। এরপর আপনি আপনার ফোরাম র‌্যাংক যা সে অনুযায়ী সেই র‌্যাংকের সিগনেচার কোডটি কপি করে ফোরাম প্রফাইলে গিয়ে সিগনেচার কোড বসানোর একটি বক্স পাবেন সেখানে কোডটি পেস্ট করে চেঞ্জ প্রফাইলে ক্লিক করলে সেভ হয়ে যাবে। এরপর সিগনেচারের জন্য লোগো টা ডাউনলোড করে Upload an avatar এ ক্লিক করলে আপলোড হবে এবং একই ভাবে সেভ করবেন। এছাড়া আরেকটা বিষয় খেয়াল করবেন যে কোড পারসোনাল টেক্সট আছে কিনা। যদি থাকে তাহলে সেটাও কপি করে Personal Text এর বক্সে পেস্ট করে দিয়ে একই ভাবে সেভ করবেন। এরপর সিগনেচার ক্যাম্পেইনে জয়েন করার জন্য ফরম দেওয়া থাকলে ফিলআপ করবেন অথবা অন্যকোন নিয়ম থাকলে তা ফলো করবেন।
আপনাকে অসংখ্য ধন্যবাদ খুব চমৎকার ভাবে বিস্তারিত তুলে ধরার জন্য। আমিও আগে সিগনেচার করিনি। ভালো বুঝতামনা কিভাবে সিগনেচার করতে হয় এজন্য।আপনার এই লেখাতে আমার অনেক উপকার হবে।
Title: Re: সিগনেচার বাউন্টি কেমন করে করে?
Post by: Runa on November 28, 2020, 04:24:41 PM
আমি এই ফোরামের নতুন আমি সিগনেচার করতে চাচ্ছি। আমি কি সিকনিসার ক্যাম্পেইনে যোগ হতে পারব।
Title: Re: সিগনেচার বাউন্টি কেমন করে করে?
Post by: warhero on November 28, 2020, 10:42:51 PM
আমি এই ফোরামের নতুন আমি সিগনেচার করতে চাচ্ছি। আমি কি সিকনিসার ক্যাম্পেইনে যোগ হতে পারব।
আপনাকে ফোরামে স্বাগতম।আপনি চিকিৎসার ক্যাম্পেইনে চোখ হতে চাচ্ছেন অবশ্যই আপনি সিগনেচার ক্যাম্পেইন করতে পারবেন। এজন্য আপনাকে একটু অপেক্ষা করতে হবে আপনাকে কষ্ট করে আপনার রেংক বাড়াতে হবে তাহলে আপনি সিগনেচার ক্যাম্পেইন করতে পারবেন।
Title: Re: সিগনেচার বাউন্টি কেমন করে করে?
Post by: Monster5 on December 05, 2020, 03:44:21 PM
আসলে সিগনেচার বাউন্টি করতে হলে সর্বপ্রথম আইডি এর বয়স লাগবে এবং আইডি যেন Jr. membe হয়। আপনি যদি সিগনেচার ক্যাম্পেইন করতে চান তাহলে আপনাকে যুনিয়র মেম্বের আইডি থেকে করতে হবে। সর্বনিম্ন সিগনেচার বাউন্টি করতে হলে জেআর মেম্বার আইডি লাগবে তারপর আপনি Jr. Member থেকে হিরো লিজেন্ডারি মেম্বার পর্যন্ত বাউন্টি সিগনেচার করতে পারেন।
Title: Re: সিগনেচার বাউন্টি কেমন করে করে?
Post by: Hasansat on December 05, 2020, 04:29:01 PM
আমি এই ফোরামের নতুন আমি সিগনেচার করতে চাচ্ছি। আমি কি সিকনিসার ক্যাম্পেইনে যোগ হতে পারব।
[/quote

আপনাকে সিগনেচার ক্যাম্পেইনে যোগ হতে হলে আপনার র‌্যাংক বাড়াতে হবে, কোন প্রজেক্ট বেবি স্টেপ এ্যাকসেপ্ট করে না, জেআর মেম্বারের নিচে প্রজেক্টে সিগনেচার করা যায় না, তবে আপনাকে প্রজেক্টের রুলস ফ্লো করতে হবে, তাহলে বুঝতে পারবেন কি কি র‌্যাংক চেয়েছে প্রজেক্টে সিকনিচারে জয়েন্ট করার জন্য।
Title: Re: সিগনেচার বাউন্টি কেমন করে করে?
Post by: XM8 on December 05, 2020, 04:36:28 PM
আপনি যদি সিগনেচার করতে চান তাহলে আপনাকে অবশ্যই মেম্বার হতে হবে। কারণ জুনিয়র এর মেম্বার থেকে সিগনেচার করা যায় না।অবশ্য সিগনেচার করতে চাইলে আপনাকে ভালো একটি প্রজেক্ট সিলেট করতে হবে। এ ক্ষেত্রে যেমন বাউন্টি ডিটেকটিভ তার প্রজেক্টর জয়েন হতে পারেন। তারপর আপনার রেংক অনুযায়ী সিগনেচার এর কোডটি প্রোফাইলের সেখানে পেস্ট করতে বলবে সেই জায়গায় পেস্ট করে দিবেন। এবং এভাটার ডাউনলোড করে চেঞ্জ এভাটার এ ক্লিক করে এভাটার চেঞ্জ করে নিবেন এভাবেই আপনি সিগনেচার জয়েন হতে পারেন।
Title: Re: সিগনেচার বাউন্টি কেমন করে করে?
Post by: Zero0 on December 05, 2020, 04:39:28 PM
আসলে সিগনেচার বাউন্টি কেমন করে করে। যেকোনো বাউন্টিতে সিগনেচারে কিছু কোড দেওয়া থাকে সেই কোডটি কি করতে হয়? আসলে আমরা নতুনরা কোনদিন সিগনেচার করিনি তো এই সিগনেচার সম্পর্কে যদি একটু ধারণা দেন তো অনেক সুবিধা হতো আমাদের নতুনদের জন্য। সিগনেচার এর কটি কই দিতে হয় আর কি করতে হয় আর সম্পন্ন সিগনেচার করতে কি কি করতে হয়।
দেখতে পাচ্ছি আপনি অলরেডি একটা সিগনেচার ক্যাম্পেইনে জয়েন করে আছেন। এভাটর লাগিয়েছেন সিগনেচার বসিয়েছেন তারপরও বলছেন সিগনেচার ক্যাম্পেইন কি বুঝতেই পারেন না। যাইহোক সিগনেচার ক্যাম্পেইন সম্পর্কে কিছুদিন আগে মালাম ভাই একটা টপিক তৈরি করেছিলেন সেখানে বিস্তারিতভাবে আলোচনা করেছেন সিগনেচার ক্যাম্পেইন সম্পর্কে। আপনি ওই টপিকটা ভালোভাবে পড়ে নিতে পারেন আশাকরি সিগনেচার ক্যাম্পেইন সম্পর্কে ক্লিয়ার ধারণা পাবেন।
Title: Re: সিগনেচার বাউন্টি কেমন করে করে?
Post by: Zero0 on December 05, 2020, 04:41:25 PM
সিগনেচার করার জন্য আপনাকে তাদের দেওয়া ফরম পূরণ করতে হবে। তাদের দেয়া সিগনেচার কোড নিয়ে আপনাকে প্রোফাইলে সেভ করতে হবে। এবং এভাটার লাগাতে হবে। পার্সোনাল টেক্সট যদি থাকে তাহলে সেটাও প্রোফাইলে প্রেরণ করতে হবে। এবং তারপর বিভিন্ন টফিক এ আপনাকে পোস্ট করতে হবে। এভাবে সিগনেচার করতে হয়।
ধন্যবাদ ভাই আপনি সিগনেচার ক্যাম্পেইন সম্পর্কে মোটামুটি পূর্ণ ধারণা দেয়ার চেষ্টা করেছেন। আশাকরি নতুনরা আপনার পোষ্ট থেকে সিগনেচার ক্যাম্পেইন সম্পর্কে মোটামুটি ভাল ধারনা পাবে।
Title: Re: সিগনেচার বাউন্টি কেমন করে করে?
Post by: Ricky on December 06, 2020, 05:57:13 PM
আসলে সিগনেচার বাউন্টি কেমন করে করে। যেকোনো বাউন্টিতে সিগনেচারে কিছু কোড দেওয়া থাকে সেই কোডটি কি করতে হয়? আসলে আমরা নতুনরা কোনদিন সিগনেচার করিনি তো এই সিগনেচার সম্পর্কে যদি একটু ধারণা দেন তো অনেক সুবিধা হতো আমাদের নতুনদের জন্য। সিগনেচার এর কটি কই দিতে হয় আর কি করতে হয় আর সম্পন্ন সিগনেচার করতে কি কি করতে হয়।
ভাই সিগনেচার ক্যাম্পেইনে জয়েন করে কাজ করতে হলে আপনার আইডির রেঙ্ক আপ করাইতে হবে। সিগনেচার ক্যাম্পেইন গুলোতে সাধারণত সর্বনিম্ন জে আর মেম্বার ছাড়া জয়েন হওয়া যায়না। আবার কোন কোন সিগনেচার ক্যাম্পেইন এমনও রয়েছে যেগুলোতে সর্বনিম্ন লিমিট করে দেয়া হয় ফুল মেম্বার অথবা এস আর মেম্বার ও সর্বনিম্ন লিমিট করে দিতে দেখেছি। তাই আপনার অবশ্যই আইডির রেঙ্ক বাড়াতে হবে তাহলে আপনি সিগনেচার ক্যাম্পেইনে জয়েন করে কাজ করতে পারবেন।
Title: Re: সিগনেচার বাউন্টি কেমন করে করে?
Post by: Blue_sea on December 06, 2020, 06:23:02 PM
সিগনেচার বাউন্টি করতে বেশ কয়েটি বিষয় জানা প্রয়োজন তাদের মধ্যে অন্যতম হল আপনার ডেজিগনেশন আপনি যদি রিকয়ার্ড ডেজিগনেশনধারী না হন তাহলে এই বাউন্টিতে আপনি জযেন হয়ে পারবেন না। এছাড়া আরও কিছু নিয়ম আছে তবে  এবিষয়ে এখানে অনেক পোস্ট আছে আগে সেগুলো দেখুন দেখবেন সলভ হয়ে গেছে।
Title: Re: সিগনেচার বাউন্টি কেমন করে করে?
Post by: Herry on December 07, 2020, 04:23:59 AM
আসলে সিগনেচার বাউন্টি কেমন করে করে। যেকোনো বাউন্টিতে সিগনেচারে কিছু কোড দেওয়া থাকে সেই কোডটি কি করতে হয়? আসলে আমরা নতুনরা কোনদিন সিগনেচার করিনি তো এই সিগনেচার সম্পর্কে যদি একটু ধারণা দেন তো অনেক সুবিধা হতো আমাদের নতুনদের জন্য। সিগনেচার এর কটি কই দিতে হয় আর কি করতে হয় আর সম্পন্ন সিগনেচার করতে কি কি করতে হয়।
ভাই কিছু কিছু বাউন্টি তে জুনিয়র মেম্বার বা মেম্বার সিলছার ক্যাম্পেইনে নেয় না তবে আপনি বলেছেন যে কিভাবে সিগনেচার বাউন্টি করতে হয় সিগনেচার করার জন্য তাদের একটা কোড দেওয়া থাকে জুনিয়র মেম্বারের জন্য একটি কোড ফুল মেম্বার এর জন্য একটি কোট হিরো মেম্বারের জন্য আরেকটি কোড এইভাবে অনেকগুলো কোড দেওয়া থাকে আপনি নিজেই মেম্বার সেই কোডটি আপনার প্রোফাইলে অ্যাড করতে হবে তারপর গ্লোবাল এগিয়ে ক্রিপ্টো রিলেটেড পোস্ট করতে হবে আর ডিটেলস তাদের বাউন্টিতে দেওয়া থাকে কি কি কাজ করতে হবে প্রতি সপ্তাহে কতগুলো সিগনেচার করা লাগবে প্রতিটি  বাউন্টি এর রুলস একেক রকম
Title: Re: সিগনেচার বাউন্টি কেমন করে করে?
Post by: Monster5 on December 07, 2020, 05:35:30 AM
আপনি চাইলে Jr member থেকে সিগনেচার ক্যাম্পেইন করতে পারেন কিন্তু যে আর মেম্বার থেকে সিগনেচার করলে আপনার স্টিক কম হবে তাই আপনি ভালো মানের পোস্ট করে রেঙ্ক বাড়িয়ে হিরো নম্বর থেকে সিগনেচার কুরুন তাহলে আপনি লাভবান হতে পারবেন
Title: Re: সিগনেচার বাউন্টি কেমন করে করে?
Post by: Mrkadir85 on December 07, 2020, 05:46:08 AM
আসলে সিগনেচার বাউন্টি কেমন করে করে। যেকোনো বাউন্টিতে সিগনেচারে কিছু কোড দেওয়া থাকে সেই কোডটি কি করতে হয়? আসলে আমরা নতুনরা কোনদিন সিগনেচার করিনি তো এই সিগনেচার সম্পর্কে যদি একটু ধারণা দেন তো অনেক সুবিধা হতো আমাদের নতুনদের জন্য। সিগনেচার এর কটি কই দিতে হয় আর কি করতে হয় আর সম্পন্ন সিগনেচার করতে কি কি করতে হয়।
আমারও ভাই একই প্রশ্ন সিগনেচার কিভাবে করে। আমি এখনো জানতে পারিনি সিগনেচার কিভাবে করে
সিকনেসার করতে কি কোন রেংক লাগে আর কত পোস্টে কত রেংক জানা বেন দয়া করে
। 


সিগনেচার করতে মিনিমাম Jr মেম্বার হতে হবে তাহলে আপনি সিগনেচারে আর হতে পারবেন। আবার অনেক প্রজেক্টে কোন কোন রেঙ্ক দিয়ে কাজ করতে পারবে তা নির্দিষ্ট করে দেওয়া থাকে।
Title: Re: সিগনেচার বাউন্টি কেমন করে করে?
Post by: Ricky on December 07, 2020, 11:44:23 AM
সিগনেচার করতে হলে আপনাকে আগে একটি ভালো প্রজেক্ট সিলেক্ট করতে হবে। তারপর সিগনেচার রুলস পড়ে দেখবেন কি কি বলেছে। সপ্তাতে কয়টা কমেন্ট করতে হবে, কোথায় কমেন্ট করতে হবে, কমেন্ট কত ক্যারেক্টারের হতে হবে নূন্যতম ইত্যাদি। এরপর আপনি আপনার ফোরাম র‌্যাংক যা সে অনুযায়ী সেই র‌্যাংকের সিগনেচার কোডটি কপি করে ফোরাম প্রফাইলে গিয়ে সিগনেচার কোড বসানোর একটি বক্স পাবেন সেখানে কোডটি পেস্ট করে চেঞ্জ প্রফাইলে ক্লিক করলে সেভ হয়ে যাবে। এরপর সিগনেচারের জন্য লোগো টা ডাউনলোড করে Upload an avatar এ ক্লিক করলে আপলোড হবে এবং একই ভাবে সেভ করবেন। এছাড়া আরেকটা বিষয় খেয়াল করবেন যে কোড পারসোনাল টেক্সট আছে কিনা। যদি থাকে তাহলে সেটাও কপি করে Personal Text এর বক্সে পেস্ট করে দিয়ে একই ভাবে সেভ করবেন। এরপর সিগনেচার ক্যাম্পেইনে জয়েন করার জন্য ফরম দেওয়া থাকলে ফিলআপ করবেন অথবা অন্যকোন নিয়ম থাকলে তা ফলো করবেন।
আপনাকে অনেক ধন্যবাদ ভাই। আপনি সিগনেচার ক্যাম্পেইন সম্পর্কে অনেকেই স্পষ্ট করে বোঝানোর চেষ্টা করেছেন। আমি আপনার পোষ্ট থেকে সিগনেচার ক্যাম্পেইন সম্পর্কে ভালো ধারণা অর্জন করতে পারলাম। আশাকরি জুনিয়র ভাইয়েরাও কিছু না কিছু শিখতে পারবে আপনার পোষ্ট থেকে। খুবই শিক্ষামূলক একটা পোস্ট করেছেন।
Title: Re: সিগনেচার বাউন্টি কেমন করে করে?
Post by: Jaya60 on December 13, 2020, 01:31:11 AM
আসলে সিগনেচার বাউন্টি কেমন করে করে। যেকোনো বাউন্টিতে সিগনেচারে কিছু কোড দেওয়া থাকে সেই কোডটি কি করতে হয়? আসলে আমরা নতুনরা কোনদিন সিগনেচার করিনি তো এই সিগনেচার সম্পর্কে যদি একটু ধারণা দেন তো অনেক সুবিধা হতো আমাদের নতুনদের জন্য। সিগনেচার এর কটি কই দিতে হয় আর কি করতে হয় আর সম্পন্ন সিগনেচার করতে কি কি করতে হয়।
Jr member হলে signature এ অ্যাড হওয়া যায়। কিন্তু অনেক প্রোজেক্টে Jr Member নেয় না। signature code টি Forum Related seting এ অ্যাড করতে হবে। তারপর application submit করতে হবে।   

আপনাকে অসংখ্য ধন্যবাদ।একসময়ের জিয়ার মেম্বার দিয়ে এড হতে চেয়েছিলাম কিন্তু দেখি যে এরকম এসএমএস আর করতে পারছি না।যে কারণে আমি এড হতে পারি নাই আপনার পোস্টটি দেখে অনেক ভালই হল আমার আমি এ বিষয়ে জানতে পারলাম।
Title: Re: সিগনেচার বাউন্টি কেমন করে করে?
Post by: Laxmi Sharma on December 13, 2020, 04:16:22 AM
আসলে সিগনেচার বাউন্টি কেমন করে করে। যেকোনো বাউন্টিতে সিগনেচারে কিছু কোড দেওয়া থাকে সেই কোডটি কি করতে হয়? আসলে আমরা নতুনরা কোনদিন সিগনেচার করিনি তো এই সিগনেচার সম্পর্কে যদি একটু ধারণা দেন তো অনেক সুবিধা হতো আমাদের নতুনদের জন্য। সিগনেচার এর কটি কই দিতে হয় আর কি করতে হয় আর সম্পন্ন সিগনেচার করতে কি কি করতে হয়।
ভাই আমার জানা মতে সিগনেচার বাউন্টি করতে যে কোম্পানির প্রজেক্ট করব বাজে কোম্পানির প্রজেক্টে কাজ করব সেই কোম্পানির অ্যাভিয়েটর এবং সিগনেচার নিজের আইডি তে বসিয়ে তাদের রুলস অনুযায়ী প্রত্যেক সপ্তাহে নির্ধারিত পরিমাণ বিভিন্ন সেকশনে পোস্ট করতে হবে। আমি এখনো করিনি কিন্তু বিষয়টা সম্পর্কে জানার খুব আগ্রহ ছিল তাই জেনেছি। ধৈর্য ধরে ফোরামে সময় দিলে আপনি আরও অনেক কিছু জানতে পারবেন।
Title: Re: সিগনেচার বাউন্টি কেমন করে করে?
Post by: Markuri33 on December 14, 2020, 09:00:48 AM
আসলে সিগনেচার বাউন্টি কেমন করে করে। যেকোনো বাউন্টিতে সিগনেচারে কিছু কোড দেওয়া থাকে সেই কোডটি কি করতে হয়? আসলে আমরা নতুনরা কোনদিন সিগনেচার করিনি তো এই সিগনেচার সম্পর্কে যদি একটু ধারণা দেন তো অনেক সুবিধা হতো আমাদের নতুনদের জন্য। সিগনেচার এর কটি কই দিতে হয় আর কি করতে হয় আর সম্পন্ন সিগনেচার করতে কি কি করতে হয়।
ভাই আমার জানা মতে সিগনেচার বাউন্টি করতে যে কোম্পানির প্রজেক্ট করব বাজে কোম্পানির প্রজেক্টে কাজ করব সেই কোম্পানির অ্যাভিয়েটর এবং সিগনেচার নিজের আইডি তে বসিয়ে তাদের রুলস অনুযায়ী প্রত্যেক সপ্তাহে নির্ধারিত পরিমাণ বিভিন্ন সেকশনে পোস্ট করতে হবে। আমি এখনো করিনি কিন্তু বিষয়টা সম্পর্কে জানার খুব আগ্রহ ছিল তাই জেনেছি। ধৈর্য ধরে ফোরামে সময় দিলে আপনি আরও অনেক কিছু জানতে পারবেন।

ভাই বারোটি করতে হলে আপনাকে সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টগুলো থেকে করতে হবে। এবং সেখানে নিয়োগ দেওয়া থাকে যে কয়টা পোস্ট করতে হবে কটা শেয়ার করতে হবে। সে অনুযায়ী আমাদের বাউন্টি করতে হবে। এবং সিগনেচার করতে হলে ফোরামে সর্বনিম্ন মেম্বার হয়ে কোন সিগনেচার ক্যাম্পেইনে এড হতে পারবেন। এবং কিছু কিছু ক্যাম্পেন রয়েছে যেগুলো j.r মেম্বার অ্যাড হতে পারে। সিগনেচার করতে হলে সবার কোড দেওয়া আছে সেই কোডগুলি প্রোফাইলে নিয়ে বসাতে হবে তারপরে যে সিগনেচার প্রোফাইল পিক বসাতে হবে। এভাবে আপনি কাজ করতে পারবেন।
Title: Re: সিগনেচার বাউন্টি কেমন করে করে?
Post by: Clearman on December 14, 2020, 11:35:18 AM
আপনি যদি সিগনেচার বাউন্টি করেন তাহলে আপনাকে রেংক অবশ্যই আপডেট করতে হবে কারণ আপনি যদি রেংক আপডেট না করেন তাহলে আপনি সিগনেচার করতে পারবেন না। কারণ অল্প রেংকের অল্প স্টেক পায় এজন্য অবশ্যই আপনাকে উচ্চ রেংক পৌঁছাতে হবে।আপনি যদি সিগনেচার ক্যাম্পেইন করেন তাহলে আপনাকে সিগনেচারে জয়েন হতে হবে এবং কোড নিতে হবে তার পর এভাটার নিতে হবে।
Title: Re: সিগনেচার বাউন্টি কেমন করে করে?
Post by: Akhi600 on December 14, 2020, 04:04:56 PM
আমিও জানতে চাই সম্পর্কে কারণ আমি নতুন এ সম্পর্কে এতটা অভিজ্ঞ নই তাই আমি জানতে চাই। বড়দের পরামর্শ চাই যাতে ভালোভাবে সিগনেচার ক্যাম্পেইন করতে পারি ধন্যবাদ
Title: Re: সিগনেচার বাউন্টি কেমন করে করে?
Post by: Akhi600 on December 14, 2020, 04:06:46 PM
সিগনেচার করার জন্য আপনাকে তাদের দেওয়া ফরম পূরণ করতে হবে। তাদের দেয়া সিগনেচার কোড নিয়ে আপনাকে প্রোফাইলে সেভ করতে হবে। এবং এভাটার লাগাতে হবে। পার্সোনাল টেক্সট যদি থাকে তাহলে সেটাও প্রোফাইলে প্রেরণ করতে হবে। এবং তারপর বিভিন্ন টফিক এ আপনাকে পোস্ট করতে হবে। এভাবে সিগনেচার করতে হয়।
ধন্যবাদ আপনাকে কারণ আপনার কাছ থেকে সিগনেচার সম্পর্কে ভালো কিছু জানতে পারলাম এবং আশা করি সবটুকুই ভালোভাবে করতে পারব এবং যারা নতুন আছে আমার মত তারা সবাই বুঝতে পারবে আপনার গাইডলাইন
Title: Re: সিগনেচার বাউন্টি কেমন করে করে?
Post by: Headshot on December 14, 2020, 04:12:12 PM
সিগনেচার করতে হলে আপনাকে আগে একটি ভালো প্রজেক্ট সিলেক্ট করতে হবে। তারপর সিগনেচার রুলস পড়ে দেখবেন কি কি বলেছে। সপ্তাতে কয়টা কমেন্ট করতে হবে, কোথায় কমেন্ট করতে হবে, কমেন্ট কত ক্যারেক্টারের হতে হবে নূন্যতম ইত্যাদি। এরপর আপনি আপনার ফোরাম র‌্যাংক যা সে অনুযায়ী সেই র‌্যাংকের সিগনেচার কোডটি কপি করে ফোরাম প্রফাইলে গিয়ে সিগনেচার কোড বসানোর একটি বক্স পাবেন সেখানে কোডটি পেস্ট করে চেঞ্জ প্রফাইলে ক্লিক করলে সেভ হয়ে যাবে। এরপর সিগনেচারের জন্য লোগো টা ডাউনলোড করে Upload an avatar এ ক্লিক করলে আপলোড হবে এবং একই ভাবে সেভ করবেন। এছাড়া আরেকটা বিষয় খেয়াল করবেন যে কোড পারসোনাল টেক্সট আছে কিনা। যদি থাকে তাহলে সেটাও কপি করে Personal Text এর বক্সে পেস্ট করে দিয়ে একই ভাবে সেভ করবেন। এরপর সিগনেচার ক্যাম্পেইনে জয়েন করার জন্য ফরম দেওয়া থাকলে ফিলআপ করবেন অথবা অন্যকোন নিয়ম থাকলে তা ফলো করবেন।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসলে আপনাদের মত বড় ভাইয়েরা আছে বলেই আজকে আমরা কিছু কিছু আপনাদের কাছ থেকে ধারণা নিতে পারছি। আপনার পোষ্টটি পড়ে আমি অনেক উপকৃত এত সুন্দর ভাবে গুছিয়ে সবকিছু তুলে ধরেছেন যে আমি ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছি।
Title: Re: সিগনেচার বাউন্টি কেমন করে করে?
Post by: Primo1760 on December 14, 2020, 04:46:08 PM
আসলে সিগনেচার বাউন্টি কেমন করে করে। যেকোনো বাউন্টিতে সিগনেচারে কিছু কোড দেওয়া থাকে সেই কোডটি কি করতে হয়? আসলে আমরা নতুনরা কোনদিন সিগনেচার করিনি তো এই সিগনেচার সম্পর্কে যদি একটু ধারণা দেন তো অনেক সুবিধা হতো আমাদের নতুনদের জন্য। সিগনেচার এর কটি কই দিতে হয় আর কি করতে হয় আর সম্পন্ন সিগনেচার করতে কি কি করতে হয়।
সিগনেচার বান্টি করতে আপনাকে একটা নির্দিষ্ট ব্যাংকে যেতে হবে। এরপরে আপনার অনুযায়ী আপনার সিগনেচার কোড কপি করে আপনার প্রোফাইল এডিট করে তাতে পেস্ট করতে হবে।আর এভাবে আপনি সিগনেচার বাউন্টি তে এড হতে পারবেন
Title: Re: সিগনেচার বাউন্টি কেমন করে করে?
Post by: bmw1 on December 14, 2020, 06:37:19 PM
সিগনেচার bounty করতে হলে, সিগনেচার bounty তে যে কোডটি দেওয়া থাকে ওই কোডটা কপি তরে প্রোফাইল এ রেখে save করটে হয়।       
Title: Re: সিগনেচার বাউন্টি কেমন করে করে?
Post by: Laxmi Sharma on December 14, 2020, 06:41:15 PM
সিগনেচার bounty করতে হলে, সিগনেচার bounty তে যে কোডটি দেওয়া থাকে ওই কোডটা কপি তরে প্রোফাইল এ রেখে save করটে হয়।     
আপনি ঠিক বলেছেন কিন্তু শুধু সিগনেচার কোড আইডিতে বসালেই হয়না। ওই প্রোজেক্টের অ্যাভেটর ও আইডিতে প্রোফাইল পিকচার হিসেবে লাগাতে হয়। তারপর প্রজেক্ট এর রুলস অনুযায়ী সাপ্তাহিক নির্দিষ্ট পরিমাণ পোস্ট করতে হয়।
Title: Re: সিগনেচার বাউন্টি কেমন করে করে?
Post by: Nusrat on December 14, 2020, 07:26:44 PM
সিগনেচার করতে হলে আপনাকে আগে একটি ভালো প্রজেক্ট সিলেক্ট করতে হবে। তারপর সিগনেচার রুলস পড়ে দেখবেন কি কি বলেছে। সপ্তাতে কয়টা কমেন্ট করতে হবে, কোথায় কমেন্ট করতে হবে, কমেন্ট কত ক্যারেক্টারের হতে হবে নূন্যতম ইত্যাদি। এরপর আপনি আপনার ফোরাম র‌্যাংক যা সে অনুযায়ী সেই র‌্যাংকের সিগনেচার কোডটি কপি করে ফোরাম প্রফাইলে গিয়ে সিগনেচার কোড বসানোর একটি বক্স পাবেন সেখানে কোডটি পেস্ট করে চেঞ্জ প্রফাইলে ক্লিক করলে সেভ হয়ে যাবে। এরপর সিগনেচারের জন্য লোগো টা ডাউনলোড করে Upload an avatar এ ক্লিক করলে আপলোড হবে এবং একই ভাবে সেভ করবেন। এছাড়া আরেকটা বিষয় খেয়াল করবেন যে কোড পারসোনাল টেক্সট আছে কিনা। যদি থাকে তাহলে সেটাও কপি করে Personal Text এর বক্সে পেস্ট করে দিয়ে একই ভাবে সেভ করবেন। এরপর সিগনেচার ক্যাম্পেইনে জয়েন করার জন্য ফরম দেওয়া থাকলে ফিলআপ করবেন অথবা অন্যকোন নিয়ম থাকলে তা ফলো করবেন।
আমি আপনার পোস্টটি পড়ে অনেক কৃতজ্ঞ আপনার এই সুন্দর মূল্যবান পোষ্টটি কারণে আমি আপনার কাছে কৃতজ্ঞ জানাচ্ছি যে আপনার এই পোষ্টের কারনে আমি সিগনেচার সম্পর্কে ধারণা পেলাম আসলে আমার কোন ধারণা ছিল না আমি এখন এ বিষয় জানতে পারলাম। আপনাকে অনেক অনেক ধন্যবাদ
Title: Re: সিগনেচার বাউন্টি কেমন করে করে?
Post by: Rony on December 14, 2020, 07:55:23 PM
এই ফোরামে নতুন সংযুক্ত হওয়ার কারণে আমার সিগনেচার বাউন্টি সম্পর্কে তেমন কোন ধারণা নেই তাই আমি এই ব্যাপারে কিছু বলতে পারলাম না। আমার যদি কোন বড় ভাই সিগনেচার বাউন্টি সম্পর্কে ভালো ভাবে জেনে থাকেন তাহলে আমাকে একটু দয়া করে সিগনেচার বাউন্টি কেমন করে সেটা দয়া করে আমার বলবেন।
Title: Re: সিগনেচার বাউন্টি কেমন করে করে?
Post by: Blue_sea on December 14, 2020, 08:10:21 PM
সিগনেচার বাউন্টি করার জন্য বিভিন্ন পোস্ট দেওয়া হয়েছে সেখানে বিস্তারিত দেওয়া আছে দয়া করে সেগুলো থেকে সাহায্য নিন। আর এটি করতে আপনার বেশ কিছু রিকয়ারমেন্ট দেওয়া থাকে বিশেষ করে আপনার র‌্যাংক লাগে এখানে জয়েন করতে নূন্যতম জুনিয়র মেম্বার না হলে আপনি সিগনেচার করতে পারবেন না।
Title: Re: সিগনেচার বাউন্টি কেমন করে করে?
Post by: Tamsialu$$ on December 14, 2020, 11:12:05 PM
আপনি যদি সিঙ্গেসার করতে চান চান তাহলে অবশ্যই আপনাকে সর্বনিম্ন j . r মেম্বার হতে হবে।অনেক সময় দেখা যায় যে আর মেম্বার তারা গ্রহণ করে না সে ক্ষেত্রে সর্বনিম্ন আপনাকে ফুল মেম্বার হতে হবে। তারপর থেকে আপনি সকল ক্যাম্পেইনে কাজ করতে পারবেন।
Title: Re: সিগনেচার বাউন্টি কেমন করে করে?
Post by: Tamsialu$$ on December 14, 2020, 11:13:42 PM
সিগনেচার করতে হলে আপনাকে আগে একটি ভালো প্রজেক্ট সিলেক্ট করতে হবে। তারপর সিগনেচার রুলস পড়ে দেখবেন কি কি বলেছে। সপ্তাতে কয়টা কমেন্ট করতে হবে, কোথায় কমেন্ট করতে হবে, কমেন্ট কত ক্যারেক্টারের হতে হবে নূন্যতম ইত্যাদি। এরপর আপনি আপনার ফোরাম র‌্যাংক যা সে অনুযায়ী সেই র‌্যাংকের সিগনেচার কোডটি কপি করে ফোরাম প্রফাইলে গিয়ে সিগনেচার কোড বসানোর একটি বক্স পাবেন সেখানে কোডটি পেস্ট করে চেঞ্জ প্রফাইলে ক্লিক করলে সেভ হয়ে যাবে। এরপর সিগনেচারের জন্য লোগো টা ডাউনলোড করে Upload an avatar এ ক্লিক করলে আপলোড হবে এবং একই ভাবে সেভ করবেন। এছাড়া আরেকটা বিষয় খেয়াল করবেন যে কোড পারসোনাল টেক্সট আছে কিনা। যদি থাকে তাহলে সেটাও কপি করে Personal Text এর বক্সে পেস্ট করে দিয়ে একই ভাবে সেভ করবেন। এরপর সিগনেচার ক্যাম্পেইনে জয়েন করার জন্য ফরম দেওয়া থাকলে ফিলআপ করবেন অথবা অন্যকোন নিয়ম থাকলে তা ফলো করবেন।

অনেক সুন্দর করে বুঝিয়ে আপনি বলেছেন ভাই।মালাম ভাই যে পোস্টটি করেছে এই পোস্টটি যদি আপনি সম্পূর্ণ ভালোভাবে পড়েন এবং অবশ্যই বুঝবেন আপনি কিভাবে সিগনেচার এবং বাউন্টি করতে হয়। সমস্ত কিছু মালামাল ভাই অনেক সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন।
Title: Re: সিগনেচার বাউন্টি কেমন করে করে?
Post by: Trumpet on December 15, 2020, 10:10:37 AM
আমার জানামতে জুনিয়র মেম্বার হয়ে আপনি সিগনেচার করতে পারবেন না। আপনাকে সিগনেচার করতে হলে মিনিমাম মেম্বার হতে হবে।যে ক্যাম্পেইনের সিগনেচার করবেন সে ক্যাম্পেইনের একটা সিগনেচার থাকে সেই কোডটি আপনার প্রোফাইলে কপি করে বসাতে হবে এবং ক্যাম্পেইনের যে নির্দিষ্ট লোগো থাকবে সেই লোগো কে আপনার প্রোফাইল অ্যাভাটার এ বসাতে হবে।
Title: Re: সিগনেচার বাউন্টি কেমন করে করে?
Post by: Sasa on December 15, 2020, 10:15:06 AM
ভাই আপনার পোস্টটি অনেক সুন্দর হয়েছে আমিও এই ফোরামের নতুন একজন ইউজার হওয়া এবং ক্রিপ্টোকারেন্সি এর নতুন একজন ইউজার হওয়ায় এ সম্পর্কে আমারও সেরকম ধারণা নেই যদি কোনো সিনিয়র ভাইয়ের সম্পর্কে ধারণা দিতেন তাহলে খুবই ভালো হতো তবে আমি যতটুকু জানি যে সিগনেচার করার জন্য আইডির রেঙ্ক অ্যাপের বিষয়টাও দেখতে হবে আপনার আইডির যদি রেঙ্ক মেম্বার বা ফুল মেম্বার না হয় তাহলে সিগনেচার করে কোন লাভ হবে না তো আগে নিজের আইডির রেঙ্ক আপ দরকার সিগনেচার এর জন্য
Title: Re: সিগনেচার বাউন্টি কেমন করে করে?
Post by: Ricky on December 15, 2020, 10:18:56 AM
আসলে সিগনেচার বাউন্টি কেমন করে করে। যেকোনো বাউন্টিতে সিগনেচারে কিছু কোড দেওয়া থাকে সেই কোডটি কি করতে হয়? আসলে আমরা নতুনরা কোনদিন সিগনেচার করিনি তো এই সিগনেচার সম্পর্কে যদি একটু ধারণা দেন তো অনেক সুবিধা হতো আমাদের নতুনদের জন্য। সিগনেচার এর কটি কই দিতে হয় আর কি করতে হয় আর সম্পন্ন সিগনেচার করতে কি কি করতে হয়।
আপনি সর্বনিম্ন যে আর মেম্বার হলেও সিগনেচার ক্যাম্পেইন এ জয়েন করতে পারবেন। তবে সেটা বাউন্টি ক্যাম্পেইন বুঝে কোন কোন সিগনেচার ক্যাম্পেইনে সর্বনিম্ন রেঙ্ক দেওয়া থাকে যে আর মেম্বার অথবা মেম্বার অথবা ফুল মেম্বার ও দেওয়া থাকে সর্বনিম্ন। যাই হোক আপনি যে ক্যাম্পেইনের জয়েন করবেন সেই ক্যাম্পেইনের সিগনেচার কোড আপনার প্রোফাইলে এড করতে হবে এবং তাদের অ্যাভেটর আপনার প্রোফাইল পিকচার হিসেবে সেট করতে হবে। তারপর তাদের রুলস অনুযায়ী পোস্ট করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন।
Title: Re: সিগনেচার বাউন্টি কেমন করে করে?
Post by: saidul2105 on December 15, 2020, 10:22:35 AM
সিগনেচার করতে হলে আপনাকে আগে একটি ভালো প্রজেক্ট সিলেক্ট করতে হবে। তারপর সিগনেচার রুলস পড়ে দেখবেন কি কি বলেছে। সপ্তাতে কয়টা কমেন্ট করতে হবে, কোথায় কমেন্ট করতে হবে, কমেন্ট কত ক্যারেক্টারের হতে হবে নূন্যতম ইত্যাদি। এরপর আপনি আপনার ফোরাম র‌্যাংক যা সে অনুযায়ী সেই র‌্যাংকের সিগনেচার কোডটি কপি করে ফোরাম প্রফাইলে গিয়ে সিগনেচার কোড বসানোর একটি বক্স পাবেন সেখানে কোডটি পেস্ট করে চেঞ্জ প্রফাইলে ক্লিক করলে সেভ হয়ে যাবে। এরপর সিগনেচারের জন্য লোগো টা ডাউনলোড করে Upload an avatar এ ক্লিক করলে আপলোড হবে এবং একই ভাবে সেভ করবেন। এছাড়া আরেকটা বিষয় খেয়াল করবেন যে কোড পারসোনাল টেক্সট আছে কিনা। যদি থাকে তাহলে সেটাও কপি করে Personal Text এর বক্সে পেস্ট করে দিয়ে একই ভাবে সেভ করবেন। এরপর সিগনেচার ক্যাম্পেইনে জয়েন করার জন্য ফরম দেওয়া থাকলে ফিলআপ করবেন অথবা অন্যকোন নিয়ম থাকলে তা ফলো করবেন।

ভাই সিগনেচার কিভাবে করতে হয় সেটা আমার জানা ছিলো না।  আপনার কমেন্ট টি পড়ে সিগনেচার কিভাবে করতে হয় সে সম্পর্কে জানতে পারলাম।  আমার আর সিগনেচার করতে কোন সমস্যা হবে না বলে মনে হচ্ছে।  তবে যদি কোন সমস্যা হয় তবে অবশ্যই পরবর্তীতে আপনার সাহায্য আশা করছি।                                 
Title: Re: সিগনেচার বাউন্টি কেমন করে করে?
Post by: Maxtel on December 15, 2020, 10:39:13 AM
সিগনেচার ক্যাম্পেইনে add হতে হলে সর্বনিম্ন আপনাকেJr member হতে হবে। তবে অনেক প্রজেক্টে Jr মেম্বার নেয় না। প্রজেক্ট এর চাহিদা অনুযায়ী রেঙ্ক ধারীরা এড হতে পারে। এবং প্রজেক্টে add হতে হলে বিস্তারিত বিষয় গুলো প্রোজেক্টের rules দেওয়া থাকে সে অনুযায়ী signature এ্যড হতে হয়।
Title: Re: সিগনেচার বাউন্টি কেমন করে করে?
Post by: Mahindra on December 15, 2020, 10:39:47 AM
সিগনেচার কেবিনগুলো আসলেই ভাল হয় যেমন সিগনেচার ক্যাম্পেইন যদি একটা সাক্সেস হয় তাহলে অনেক টাকা ইনকাম করা যায় তাই আমার মনে হয় সিগনেচার ক্যাম্পেইন গুলো অনেক ভালো আমি নতুন ইউজার তাই সিগনেচার সম্পর্কে খুব একটা ভালো জানিনা কিন্তু আপনাদের পোস্ট পড়ে অনেক কিছু শিখতে পারলাম তাই আপনাকে ধন্যবাদ।
Title: Re: সিগনেচার বাউন্টি কেমন করে করে?
Post by: Akhi600 on December 15, 2020, 10:47:58 AM
সিগনেচার করার জন্য আপনাকে তাদের দেওয়া ফরম পূরণ করতে হবে। তাদের দেয়া সিগনেচার কোড নিয়ে আপনাকে প্রোফাইলে সেভ করতে হবে। এবং এভাটার লাগাতে হবে। পার্সোনাল টেক্সট যদি থাকে তাহলে সেটাও প্রোফাইলে প্রেরণ করতে হবে। এবং তারপর বিভিন্ন টফিক এ আপনাকে পোস্ট করতে হবে। এভাবে সিগনেচার করতে হয়।
ধন্যবাদ ভাই আপনাকে কারণ আপনি সুন্দর ভাবে পোস্ট করেছে। আপনার কাছ থেকে আরো ভালো কিছু জানতে পারলাম এবং শিখতে পারলাম আমি মনে করি আপনার এই পোস্ট থেকে আমরা যারা নতুন আছে তারা সবাই ভালোভাবে শিখতে পারবো ধন্যবাদ
Title: Re: সিগনেচার বাউন্টি কেমন করে করে?
Post by: Mahindra on December 29, 2020, 06:57:34 PM
সিগনেচার ক্যাম্পেইন করতে হলে অবশ্যই আপনার আইডির রেঙ্ক থাকতে হবে Jr. member থেকে বিভিন্ন সিগনেচার ক্যাম্পেইনেঅ্যাড হওয়া যায় আবার বিভিন্ন ক্যাম্পেইনে শুধুমাত্র member নিম্নে আইডি লাগে তাই আমি মনে করি নি আপনার আইডি এর রেঙ্ক বাড়াতে হবে যদি সিগনেচার ক্যাম্পেইন করতে চান। তারপর আপনাকে সিগনেচার ক্যাম্পেইনের আপনি কোন রেংকের মেম্বর সেই কোডটি আপনার প্রোফাইলে অ্যাড করতে হবে এবং ক্যাম্পেইনের এভাটর লাগাতে হবে আপনার প্রোফাইলে তারপর আপনি ক্যাম্পেইনের রুলস অনুযায়ী কাজ করবেন তাহলে আপনি সফলতা অর্জন করতে পারবেন।
Title: Re: সিগনেচার বাউন্টি কেমন করে করে?
Post by: Rakin343 on December 29, 2020, 10:24:01 PM
আসলে সিগনেচার বাউন্টি কেমন করে করে। যেকোনো বাউন্টিতে সিগনেচারে কিছু কোড দেওয়া থাকে সেই কোডটি কি করতে হয়? আসলে আমরা নতুনরা কোনদিন সিগনেচার করিনি তো এই সিগনেচার সম্পর্কে যদি একটু ধারণা দেন তো অনেক সুবিধা হতো আমাদের নতুনদের জন্য। সিগনেচার এর কটি কই দিতে হয় আর কি করতে হয় আর সম্পন্ন সিগনেচার করতে কি কি করতে হয়।
আমরা জানি যে সিগনেচার করতে হলে নূন্যতম জুনিয়ার মেম্বার rank লাগে। এখনকার সব ক্যাম্পেইনে মোটামুটি মেম্বার থেকে শুরু করা হয়। দু-একটি ক্যাম্পেইনে জুনিয়র নাম্বার নেওয়া হয়।তবে যাইহোক আপনাকে সিগনেচার ক্যাম্পেইনে কাজ করতে হলে অবশ্যই Rank বাড়াতে হবে।সিগনেচার ক্যাম্পেইন্স করার জন্য প্রথমে আপনাকে প্রজেক্ট বাছাই করতে হবে আপনি কোন প্রজেক্টে কাজ করবেন। তারপর POA (proof Of Authentication)পোস্ট করতে হবে। সেখানে সকল বিস্তারিত দিয়ে তারপর উপর থেকে(POA) লিংক কপি করতে হবে। ওই লিঙ্ক নিয়ে আপনাকে সিগনেচার google form ফিলাপ করতে হবে। এবং যে প্রজেক্টে কাজ করবেন ওই ক্যাম্পেইনের সিগনেচার কোড এবং পার্সোনাল টেক্সট, এবং ওই ক্যাম্পেইনের পিকচার আপনার প্রোফাইলে এড করতে হবে।
(https://i.imgur.com/molqo9V.jpg)
(https://i.imgur.com/EswRcxh.jpg)
Title: Re: সিগনেচার বাউন্টি কেমন করে করে?
Post by: Tunir Baap on December 31, 2020, 10:06:04 AM
প্রথমে আপনাকে বাউন্টি ক্যাম্পেইনের ফরম ফিলাপ করতে হবে।তারপরে আপনার যে রেংক অনুযায়ী আপনি সিগনেচার করতে পারবেন সেই রেংক এর কোডটি আপনার প্রোফাইলে গিয়ে ফোরাম প্রফাইল নামে একটি অপশন আছে ওই জায়গায় আপনার সিগনেচার করতে হবে এবং আপনি যে ক্যাম্পেইনের সিগনেচার করবেন ওই ক্যাম্পেইনের নির্দিষ্ট একটি লোগো থাকবে সেই লোকই আপনার অ্যাভাটার বসাতে হবে। এবং বাউন্টি ক্যাম্পিং এর রুলস অনুযায়ী কাজ করলেই আপনি সিগনেচার করতে পারবেন।
Title: Re: সিগনেচার বাউন্টি কেমন করে করে?
Post by: Triple333 on December 31, 2020, 10:17:21 AM
আসলে সিগনেচার বাউন্টি কেমন করে করে। যেকোনো বাউন্টিতে সিগনেচারে কিছু কোড দেওয়া থাকে সেই কোডটি কি করতে হয়? আসলে আমরা নতুনরা কোনদিন সিগনেচার করিনি তো এই সিগনেচার সম্পর্কে যদি একটু ধারণা দেন তো অনেক সুবিধা হতো আমাদের নতুনদের জন্য। সিগনেচার এর কটি কই দিতে হয় আর কি করতে হয় আর সম্পন্ন সিগনেচার করতে কি কি করতে হয়।
Jr member হলে signature এ অ্যাড হওয়া যায়। কিন্তু অনেক প্রোজেক্টে Jr Member নেয় না। signature code টি Forum Related seting এ অ্যাড করতে হবে। তারপর application submit করতে হবে।   
।   



সিগনেচারে কিভাবে এড হওয়া যায় এ সম্পর্কে তথ্য গুলো জেনে সিগনেচারে অ্যাড হতে আমার অনেক সহজ হবে।
Title: Re: সিগনেচার বাউন্টি কেমন করে করে?
Post by: Angel jara on January 01, 2021, 02:49:09 AM
আসলে সিগনেচার বাউন্টি কেমন করে করে। যেকোনো বাউন্টিতে সিগনেচারে কিছু কোড দেওয়া থাকে সেই কোডটি কি করতে হয়? আসলে আমরা নতুনরা কোনদিন সিগনেচার করিনি তো এই সিগনেচার সম্পর্কে যদি একটু ধারণা দেন তো অনেক সুবিধা হতো আমাদের নতুনদের জন্য। সিগনেচার এর কটি কই দিতে হয় আর কি করতে হয় আর সম্পন্ন সিগনেচার করতে কি কি করতে হয়।
আমরা জানি যে সিগনেচার করতে হলে নূন্যতম জুনিয়ার মেম্বার rank লাগে। এখনকার সব ক্যাম্পেইনে মোটামুটি মেম্বার থেকে শুরু করা হয়। দু-একটি ক্যাম্পেইনে জুনিয়র নাম্বার নেওয়া হয়।তবে যাইহোক আপনাকে সিগনেচার ক্যাম্পেইনে কাজ করতে হলে অবশ্যই Rank বাড়াতে হবে।সিগনেচার ক্যাম্পেইন্স করার জন্য প্রথমে আপনাকে প্রজেক্ট বাছাই করতে হবে আপনি কোন প্রজেক্টে কাজ করবেন। তারপর POA (proof Of Authentication)পোস্ট করতে হবে। সেখানে সকল বিস্তারিত দিয়ে তারপর উপর থেকে(POA) লিংক কপি করতে হবে। ওই লিঙ্ক নিয়ে আপনাকে সিগনেচার google form ফিলাপ করতে হবে। এবং যে প্রজেক্টে কাজ করবেন ওই ক্যাম্পেইনের সিগনেচার কোড এবং পার্সোনাল টেক্সট, এবং ওই ক্যাম্পেইনের পিকচার আপনার প্রোফাইলে এড করতে হবে।
(https://i.imgur.com/molqo9V.jpg)
(https://i.imgur.com/EswRcxh.jpg)
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এমন ভাবে বিস্তারিত জানার জন্য। আমি এখন পর্যন্ত সিগনেচার বাউন্টিতে যুক্ত হতে পারিনি এই সম্পর্কে আমার জ্ঞান না থাকার জন্য কিন্তু আপনার চিত্রসহ বুঝিয়ে দেওয়ার পর এই বিষয়ে আমার কোন সমস্যা হবে না বলে আমি আশা করি।
Title: Re: সিগনেচার বাউন্টি কেমন করে করে?
Post by: Mahindra on January 03, 2021, 06:12:32 AM
আমি সিগনেচার ক্যাম্পেইন সম্পর্কে যতটুকু জানি তাহলে আমি জানি যে জুনিয়র মেম্বার ছাড়া সিগনেচার ক্যাম্পেইনে অ্যাড হওয়া যায়না সিগনেচার ক্যাম্পেইনে অ্যাড হতে হলে নিম্নমানের জুনিয়র মেম্বর দরকার কিছু কিছু সিগনেচার ক্যাম্পেইনে শুধু ফুল মেম্বার অথবা মেম্বর এর নিচে আইডি নেওয়া হয় না আমি সিগনেচার ক্যাম্পেইন সম্পর্কে শুধু এতোটুকুই জানি
Title: Re: সিগনেচার বাউন্টি কেমন করে করে?
Post by: Lovepro Max on January 03, 2021, 06:16:48 AM
আসলে সিগনেচার বাউন্টি কেমন করে করে। যেকোনো বাউন্টিতে সিগনেচারে কিছু কোড দেওয়া থাকে সেই কোডটি কি করতে হয়? আসলে আমরা নতুনরা কোনদিন সিগনেচার করিনি তো এই সিগনেচার সম্পর্কে যদি একটু ধারণা দেন তো অনেক সুবিধা হতো আমাদের নতুনদের জন্য। সিগনেচার এর কটি কই দিতে হয় আর কি করতে হয় আর সম্পন্ন সিগনেচার করতে কি কি করতে হয়।
ভাই প্রথমত  আমি এই ক্রিপ্টোকারেন্সি নতুন ইউজার এবং আমার আইডির এখনো রেঙ্ক আপ হয়নি আমি যতটুকু জানি যে সিগনেচার ক্যাম্পেইন করার জন্য আইডির রেঙ্ক আপ এর প্রয়োজন হয় যার যত বেশি রেংক সে ততো বেশি ই Stake পায় ভাই সিগনেচার ক্যাম্পেইন সম্পর্কে আমার তেমন ধারনা নাই
Title: Re: সিগনেচার বাউন্টি কেমন করে করে?
Post by: Markuri33 on January 13, 2021, 02:24:11 AM
আসলে সিগনেচার বাউন্টি কেমন করে করে। যেকোনো বাউন্টিতে সিগনেচারে কিছু কোড দেওয়া থাকে সেই কোডটি কি করতে হয়? আসলে আমরা নতুনরা কোনদিন সিগনেচার করিনি তো এই সিগনেচার সম্পর্কে যদি একটু ধারণা দেন তো অনেক সুবিধা হতো আমাদের নতুনদের জন্য। সিগনেচার এর কটি কই দিতে হয় আর কি করতে হয় আর সম্পন্ন সিগনেচার করতে কি কি করতে হয়।
ভাই প্রথমত  আমি এই ক্রিপ্টোকারেন্সি নতুন ইউজার এবং আমার আইডির এখনো রেঙ্ক আপ হয়নি আমি যতটুকু জানি যে সিগনেচার ক্যাম্পেইন করার জন্য আইডির রেঙ্ক আপ এর প্রয়োজন হয় যার যত বেশি রেংক সে ততো বেশি ই Stake পায় ভাই সিগনেচার ক্যাম্পেইন সম্পর্কে আমার তেমন ধারনা নাই
সিগনেচার ক্যাম্পেইন সম্পর্কে কিন্তু অনেক সিনিয়র ভাই রয়েছে যারা অনেক সুন্দর ভাবে আলোচনা করেছেন।তারপরও যদি সিগনেচার সম্পর্কে না বুঝেন তাহলে তো সমস্যা আপনি হয়তো ভালো করে সিনিয়র ভাইদের পোস্ট গুলো পড়েন নি যদি ভালো করে পড়তে চান তাহলে অবশ্যই সিগনেচার ক্যাম্পেইন সম্পর্কে জানতে পারতেন। আর অবশ্যই যার যত রাত হবে সে অনুযায়ী সে stake পাবে।
Title: Re: সিগনেচার বাউন্টি কেমন করে করে?
Post by: Mayajal on January 13, 2021, 02:43:13 AM
সিগনেচার আপনি যদি কাজ করতে চান তাহলে আপনাকে প্রথমে প্রুফ দিতে হবে এবং ফ্রম সাবমিট করতে হবে। তারপর কোড দেওয়া থাকবে সে কোডটি আপনার প্রোফাইলে নিয়ে নেবেন এবং অ্যাভাটার দেওয়া থাকে ও পার্সোনাল টেক্সট প্রোফাইলে সেভ করে নেবেন। তারপর আপনি গ্লোবাল সেকশনে পোস্ট করবেন এভাবে সিগনেচারে কাজ করে।
Title: Re: সিগনেচার বাউন্টি কেমন করে করে?
Post by: Mahindra on January 13, 2021, 03:32:35 AM
আসলে সিগনেচার বাউন্টি করতে হলে সর্বপ্রথম আইডি এর বয়স লাগবে এবং আইডি যেন Jr. membe হয়। আপনি যদি সিগনেচার ক্যাম্পেইন করতে চান তাহলে আপনাকে যুনিয়র মেম্বের আইডি থেকে করতে হবে। সর্বনিম্ন সিগনেচার বাউন্টি করতে হলে জেআর মেম্বার আইডি লাগবে তারপর আপনি Jr. Member থেকে হিরো লিজেন্ডারি মেম্বার পর্যন্ত বাউন্টি সিগনেচার করতে পারেন।
একদম ঠিক কথা বলেছেন সত্যিই সিগনেচার ক্যাম্পেইন করতে হলে সর্বপ্রথম আইডি এর রেংক বাড়াতে হবে। তারপর সিগনেচার ক্যাম্পেইনে অ্যাপ্লিকেশন করতে হবে আপনার অনুযায়ী অ্যাপ্লিকেশন করে সাবমিট করতে হবে এবং পরবর্তীতে সিগনেচার ক্যাম্পেইনের কোডটি আপনার প্রোফাইলে সেভ করতে হবে তারপর আপনি সিগনেচার ক্যাম্পেইনে কাজ করতে পারবেন।
Title: Re: সিগনেচার বাউন্টি কেমন করে করে?
Post by: Mental on January 14, 2021, 06:48:33 PM
আসলে সিগনেচার বাউন্টি কেমন করে করে। যেকোনো বাউন্টিতে সিগনেচারে কিছু কোড দেওয়া থাকে সেই কোডটি কি করতে হয়? আসলে আমরা নতুনরা কোনদিন সিগনেচার করিনি তো এই সিগনেচার সম্পর্কে যদি একটু ধারণা দেন তো অনেক সুবিধা হতো আমাদের নতুনদের জন্য। সিগনেচার এর কটি কই দিতে হয় আর কি করতে হয় আর সম্পন্ন সিগনেচার করতে কি কি করতে হয়।
Jr member হলে signature এ অ্যাড হওয়া যায়। কিন্তু অনেক প্রোজেক্টে Jr Member নেয় না। signature code টি Forum Related seting এ অ্যাড করতে হবে। তারপর application submit করতে হবে।   
ধন্যবাদ ভাইয়া এ সম্পর্কে আমারও কোন ধারণা ছিল না আপনি যেভাবে বুঝিয়ে বললেন আমি খুব তাড়াতাড়ি বুঝতে পারলাম। আমার মত অনেক নতুন ভাইয়েরা আছেন তারাও হয়তো বা জানেন না। তাই সিনিয়র ভাইয়ের এ কথাটি আমাদের জন্য খুবই শিখনীয়।
Title: Re: সিগনেচার বাউন্টি কেমন করে করে?
Post by: NANCY on January 23, 2021, 02:28:54 PM
এই ফোরামে আমি অনেকটাই নতুন তাই জানিনা সিগনেচার বাউন্টি কেমন করে করে যদি কোন সিনিয়র ভাই থাকেন একটু হেল্প করবেন। তাহলে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো অতি তাড়াতাড়ি। এটা সম্পর্কে আমার কোন ধারণা ছিল না কিন্তু আপনার এই মূল্যবান পোষ্টটি পড়ে আমি অনেকটাই উপকৃত হয়েছি।
Title: Re: সিগনেচার বাউন্টি কেমন করে করে?
Post by: Herry on January 23, 2021, 06:12:20 PM
আমি সিগনেচার ক্যাম্পেইন সম্পর্কে যতটুকু জানি তাহলে আমি জানি যে জুনিয়র মেম্বার ছাড়া সিগনেচার ক্যাম্পেইনে অ্যাড হওয়া যায়না সিগনেচার ক্যাম্পেইনে অ্যাড হতে হলে নিম্নমানের জুনিয়র মেম্বর দরকার কিছু কিছু সিগনেচার ক্যাম্পেইনে শুধু ফুল মেম্বার অথবা মেম্বর এর নিচে আইডি নেওয়া হয় না আমি সিগনেচার ক্যাম্পেইন সম্পর্কে শুধু এতোটুকুই জানি
অনেক অনেক ধন্যবাদ ভাই আপনার রিপ্লাইয়ের জন্য। আমার মনে হয় যারা সিগনেচার ক্যাম্পেইন সম্পর্কে জানেন না তারা অবশ্যই জানতে পারবে না রিপ্লাই দেখে। যে কি মেম্বার না হলে সিগনেচার ক্যাম্পেইন এ পার্টিসিপেট করা যায় না। আমার মনে হয় এখন যারা নতুন ইউজার আছে তারা অবশ্যই সিগনেচার ক্যাম্পেইন সম্পর্কে কিছুটা ধারনা পাবে।
Title: Re: সিগনেচার বাউন্টি কেমন করে করে?
Post by: Criminal on January 23, 2021, 07:02:55 PM
আপনি যে ম্যানেজারের সিগনেচার ক্যাম্পেইনে জয়েন হবেন সেই ম্যানেজারের সিগনেচার ক্যাম্পেইনের জয়েন হওয়ার রুলস ভালোভাবে পড়ে নিব।তারপর সিগনেচার ক্যাম্পেইনে জয়েন হওয়ার পর আপনার প্রোফাইলে যাবেন প্রোফাইলে গিয়ে মডিফাই প্রফাইল নামে অপশনে ক্লিক করে সেখান থেকে ফোরাম প্রোফাইলে যাবেন ফোরাম প্রোফাইলে গিয়ে আপনার ফোরাম অনুযায়ী সিগনেচার কোড এবং এভাটার নির্দিষ্ট স্থানে এড করবেন
এভাবেই আপনি সিগনেচার ক্যাম্পেইন করতে পারেন।
Title: Re: সিগনেচার বাউন্টি কেমন করে করে?
Post by: Acifix on February 06, 2021, 03:36:19 PM
 আপনি যে ম্যানেজারের ক্যাম্পেইনে জয়েন হবেন সেই ম্যানেজার সিগনেচার ক্যাম্পেইনের জয়েন হওয়া ভালোভাবে পড়ে নিবেন।। জয়েন হওয়ার পর আপনার প্রোফাইল মুডিফাই করে নিবেন।কিলিক করে সেখান থেকে প্রোফাইলে যাবেন তারপর আপনি সিগনেচারে কাজ করবেন।
Title: Re: সিগনেচার বাউন্টি কেমন করে করে?
Post by: AlviNess on February 08, 2021, 05:04:25 PM
এখন পর্যন্ত কোনো সিগনেচার ক্যাম্পেইন আমি এড হতে পারেনি। তাই আমি খুব একটা ভালো বলতে পারবোনা কিভাবে সিগনেচার বাউন্টি ক্যাম্পেইনে এড হতে হয়।তবে ফোরামের অনেক সিনিয়র ভাইয়ের আছে যারা প্রতিনিয়ত বিভিন্ন সিগনেচার ক্যাম্পেইন গুলোতে কাজ করে থাকে। আশা করছি তারা এ বিষয়ে বিস্তারিত আলোচনা করবেন।
Title: Re: সিগনেচার বাউন্টি কেমন করে করে?
Post by: SMACK on February 11, 2021, 07:24:27 AM
আমি এই ফোরামে এক জন নতুন সদস্য তাই জানি না যে সিগনেচার ক্যাম্পেইনে কিভাবে জয়েন করতে হয়। যদি কোনো সিনিয়র ভাই জেনে থাকেন তাহলে অবশ্য একটু আলোচনা করবেন তাহলে আমরা আপনার এই পোস্টটি থেকে অনেক কিছু শিখতে এবং জানতে পারবো।
Title: Re: সিগনেচার বাউন্টি কেমন করে করে?
Post by: Malam90 on February 11, 2021, 07:34:26 AM
চাইল্ড বোর্ডে দেখেন সিগনেচার বাউন্টি কেমন করে করতে হয় সেটা নিয়ে করা টপিকটা স্টিকি/ পিনটু টপ করে দেওয়া আছে। https://www.altcoinstalks.com/index.php?topic=103963.0
Title: Re: সিগনেচার বাউন্টি কেমন করে করে?
Post by: Batch18-19 on February 11, 2021, 10:46:00 AM
আসলে সিগনেচার বাউন্টি কেমন করে করে। যেকোনো বাউন্টিতে সিগনেচারে কিছু কোড দেওয়া থাকে সেই কোডটি কি করতে হয়? আসলে আমরা নতুনরা কোনদিন সিগনেচার করিনি তো এই সিগনেচার সম্পর্কে যদি একটু ধারণা দেন তো অনেক সুবিধা হতো আমাদের নতুনদের জন্য। সিগনেচার এর কটি কই দিতে হয় আর কি করতে হয় আর সম্পন্ন সিগনেচার করতে কি কি করতে হয়।
Jr member হলে signature এ অ্যাড হওয়া যায়। কিন্তু অনেক প্রোজেক্টে Jr Member নেয় না। signature code টি Forum Related seting এ অ্যাড করতে হবে। তারপর application submit করতে হবে।   
ধন্যবাদ ভাই আপনাকে অত সুন্দর একটা নিউজ আমাদের সাথে শেয়ার করার জন্য। আমি আগে জানতাম না হলে কিভাবে সিগনেচার ক্যাম্পেইন অ্যাড হতে হয় কিন্তু আপনি এখানে বলেছেন সিগনেচার ক্যাম্পেইনে এড হতে হলে মিনিমাম ফুল মেম্বার হতে হয়। আমি চেষ্টা করব ফুল মেম্বার হয়ে তারপর কোন সিগনেচার ক্যাম্পেইনে এড হওয়ার জন্য।
Title: Re: সিগনেচার বাউন্টি কেমন করে করে?
Post by: Tepona on February 17, 2021, 09:52:08 AM
আসলে সিগনেচার বাউন্টি কেমন করে করে। যেকোনো বাউন্টিতে সিগনেচারে কিছু কোড দেওয়া থাকে সেই কোডটি কি করতে হয়? আসলে আমরা নতুনরা কোনদিন সিগনেচার করিনি তো এই সিগনেচার সম্পর্কে যদি একটু ধারণা দেন তো অনেক সুবিধা হতো আমাদের নতুনদের জন্য। সিগনেচার এর কটি কই দিতে হয় আর কি করতে হয় আর সম্পন্ন সিগনেচার করতে কি কি করতে হয়।
Jr member হলে signature এ অ্যাড হওয়া যায়। কিন্তু অনেক প্রোজেক্টে Jr Member নেয় না। signature code টি Forum Related seting এ অ্যাড করতে হবে। তারপর application submit করতে হবে।   

ধন্যবাদ । অনেক আগে থেকেই জানি। বর্তমানে প্রচুর পরিমাণে পদ মর্যাদা বৃদ্ধির জন্য এখানে ট্রাফিক তৈরি হচ্ছে। সুতরাং প্রত্যেকটি ইউজার পদমর্যাদা বৃদ্ধি করতে সহায়তা পাচ্ছে। কারণ ফোরামে এখনো সুযোগ রয়েছে।
Title: Re: সিগনেচার বাউন্টি কেমন করে করে?
Post by: Malam90 on February 19, 2021, 01:53:19 AM
চাইল্ড বোর্ডে দেখেন সিগনেচার বাউন্টি কেমন করে করতে হয় সেটা নিয়ে করা টপিকটা স্টিকি/ পিনটু টপ করে দেওয়া আছে। https://www.altcoinstalks.com/index.php?topic=103963.0

সিগনেচার ক্যাম্পেইন নিয়ে বিস্তারিত পোস্টটা পড়ুন। উত্তর পাবেন।  উত্তর দেওয়ার পরেও অনেকে অযথা একই কমেন্টস করতেছেন। এখন এই টপিকটা লক করা হলো।
Title: Re: সিগনেচার বাউন্টি কেমন করে করে?
Post by: Dark Knight on February 21, 2021, 10:34:49 AM
 Jr member আপনি সিগনেচারে এড হতে পারবেন। আবার অনেক প্রজেক্টে Jr member নেয় না। আপনি যদি কোন বাউন্টি প্রজেক্ট এর সিগনেচার ক্যাম্পেইনে যুক্ত হতে চান তাহলে ওই প্রোজেক্টের আপনি যে রেঙ্ক দিয়ে জয়েন হবেন সেই কোডটি আপনার আইডিতে বসাতে হবে এবং একটি  ছবি থাকবে সেটা আপনার প্রোফাইলে এড করতে হবে।
Title: Re: সিগনেচার বাউন্টি কেমন করে করে?
Post by: Malam90 on February 22, 2021, 06:25:56 AM
টপিকটার উত্তর কয়েকবার দেওয়া হয়েছে। অযথা আলোচনা না বাড়ানোর জন্য টপিকটা লক করা হলো।