Altcoins Talks - Cryptocurrency Forum
Local => বাংলা (Bengali) => Topic started by: ranakhan60 on March 08, 2020, 01:12:58 PM
-
আসলে কিছুদিন ধরে ভালো প্রজেক্ট খোঁজার চেষ্টা করতেছি কিন্তু কোন ভাল প্রোজেক্টের বাউন্টি এবং এয়ারড্রপ নেই বললেই চলে।আসলে দিন দিন কি ক্রিপ্টোকারেন্সি বাউন্টি এবং এয়ারড্রপ শেষ হয়ে যাচ্ছে নাকি?
-
বর্তমানে আপনি কিছুদিন ধরে ভালো বাউন্টি এবং এয়ারড্রপ খুঁজতেছেন আর আমি গত ২ বছর ধরে খুঁজতেছি। তবে ভালো বাউন্টি যে নেই তা নয়। আপনাকে লেগে থাকতে হবে তাহলে আপনি ঠিকই পেয়ে যাবেন। যদিও এখন ভালো বাউন্টির সংখ্যা একেবারেই কমে গেছে বলা যায় দু একটা ছাড়া সবই শিট প্রজেক্ট। তবে লেগে থাকেন তাহলে দেখবেন মাঝে মাঝে ঠিকই দুএকটা ভালো প্রজেক্ট পাবেন।
-
বর্তমানে আপনি কিছুদিন ধরে ভালো বাউন্টি এবং এয়ারড্রপ খুঁজতেছেন আর আমি গত ২ বছর ধরে খুঁজতেছি। তবে ভালো বাউন্টি যে নেই তা নয়। আপনাকে লেগে থাকতে হবে তাহলে আপনি ঠিকই পেয়ে যাবেন। যদিও এখন ভালো বাউন্টির সংখ্যা একেবারেই কমে গেছে বলা যায় দু একটা ছাড়া সবই শিট প্রজেক্ট। তবে লেগে থাকেন তাহলে দেখবেন মাঝে মাঝে ঠিকই দুএকটা ভালো প্রজেক্ট পাবেন।
ভাই বান্টির সাথে লেগে আছি দেখি কবে ভালো বাউন্টি পাওয়া যায়। আসলে জানিনা কিছুদিন ধরে কোনো ভালো বোনটি আমার চোখে পড়তেছে না।আপনার জানামতে যদি ভালো বোনটি থাকে তাহলে আপনি আমাকে বলতে পারেন। খুব উপকার হবে।
-
Vai bounty detective group er bounty and Airdrops gula khub valo hoy... Egula trusted and exchange arrangement kore thake. Apni issa korle add hote paren.
-
আমি যত গুলো বাউন্টি করেছি তার প্রায় সব গুলো ই পেমেন্টে দেয় না । কেন বুঝলাম না 150 টা বাউন্টি করে অন্তত 5/৭ টা মাত্র পেমেন্ট পেয়েছি । তবে অনেক কিছু শিখতে পেরেছি।এয়ার ড্রপ সে জন্য করি না।
-
আমার মনে হয় বর্তমানে কিছুসংখ্যক বাউন্টি প্রজেক্ট ভালো। তারমধ্যে হলো বাউন্টি ডিটেকটিভ ম্যানেজার যতগুলো বাউন্টি ক্যাম্পেইন মার্কেটে নিয়ে আসেন তার অধিকাংশই বাউন্টি প্রজেক্ট ভালো আপনি সেগুলো তে জয়েন হতে পারেন। তারপরেওদু-একটা না খুঁজে ফোরামের বেশিরভাগ বাউন্টিতে জয়েন হওয়া উচিত
-
এয়ারড্রপ এবং বাউন্টি গুলো স্ক্যাম হওয়ার জন্য এদের মূল্য অনেকটা কমে গেছে কিন্তু বর্তমানে কিছু ম্যানেজার আছে যেগুলো ট্রাস্ট যোগ্য এবং সাকসেস হওয়ার সম্ভাবনা থাকে এইজন্য মার্কেট এ এই প্রকল্প গুলো ভালো হতে পারে। কিছু বাউন্টি ভালো হলেও এয়ারড্রপ গুলো থেকে দূরে থাকা উচিত।
-
আসলে কিছুদিন ধরে ভালো প্রজেক্ট খোঁজার চেষ্টা করতেছি কিন্তু কোন ভাল প্রোজেক্টের বাউন্টি এবং এয়ারড্রপ নেই বললেই চলে।আসলে দিন দিন কি ক্রিপ্টোকারেন্সি বাউন্টি এবং এয়ারড্রপ শেষ হয়ে যাচ্ছে নাকি?
হ্যাঁ ভাই আপনি ঠিকই বলেছেন যতই দিন যাচ্ছে ততই আমরা স্ক্যাম প্রজেক্ট এর সম্মুখীন হচ্ছি কিছুদিন আগে আমরা একটি প্রজেক্টে জয়েন করেছিলাম সেই প্রযুক্তির নাম হচ্ছে Emodot আমি ভাবছিলাম যে প্রজেক্টে হয়তো অনেক ভালো হবে কিন্তু কিছুদিন আগে প্রজেক্টে স্ক্যাম বলে বন্ধ করে দেয়া হয়েছে আর ইদানিং যে সকল এয়ার্ড্রপ চলে সে সকল এয়ার্ড্রপ থেকে প্রেমেন্ট করে না তাই ভালো বাউন্টি এবং এয়ার্ড্রপ পাওয়া খুবই মুশকিল
-
আমার মনে হয় বর্তমানে ফোরামে কিছুসংখ্যক বাউন্টি আছে যেগুলো সাকসেস হওয়ার সম্ভাবনা অনেক বেশি আমি মনে করি এই মূল্যবান বাউন্টি গুলো করে অবশ্যই ভবিষ্যতে লাভবান হওয়া যাবে কিন্তু আমার মনে হয় এয়ার্ড্রপ করে খুব একটা ভালো পেমেন্ট পাওয়া যায় না তাই আমরা এ ফার্মের যে সমস্ত বাউন্টি আছে সেগুলো করবো।
-
আসলে কিছুদিন ধরে ভালো প্রজেক্ট খোঁজার চেষ্টা করতেছি কিন্তু কোন ভাল প্রোজেক্টের বাউন্টি এবং এয়ারড্রপ নেই বললেই চলে।আসলে দিন দিন কি ক্রিপ্টোকারেন্সি বাউন্টি এবং এয়ারড্রপ শেষ হয়ে যাচ্ছে নাকি?
বর্তমানে কিছু ভালো বাউন্টি থাকলেও ভালো এয়ার্ড্রপ একেবারেই নেই আমি দীর্ঘদিন যাবত অনেক এয়ার্ড্রপ করেছি কিন্তু কোনো এয়ারড্রপ থেকে পেমেন্ট পাইনি তবে এখন বাউন্টি তে কাজ করে আশাকরি এখান থেকে কিছুটা হলেও সফলতা অর্জন করতে পারব
-
আমি যত গুলো বাউন্টি করেছি তার প্রায় সব গুলো ই পেমেন্টে দেয় না । কেন বুঝলাম না 150 টা বাউন্টি করে অন্তত 5/৭ টা মাত্র পেমেন্ট পেয়েছি । তবে অনেক কিছু শিখতে পেরেছি।এয়ার ড্রপ সে জন্য করি না।
বর্তমানে বাউন্টি গুলোর অবস্থা খুবই খারাপ । ভালো বাউন্টি আর সাকসেসফুল বাউন্টি পাওয়া খুব দুঃসাধ্য ব্যাপার। 30 থেকে 40 টা বাউন্টি করলে তারা থেকে পাঁচটা প্রেমেন্ট পাওয়া যায়। আর বাদবাকি গুলো পেমেন্ট পাওয়া যায় না। এয়ার্ড্রপ এর ক্ষেত্রেও এটাই ঘটে। আমি এ পর্যন্ত 60 থেকে 70 টা এয়ার্ড্রপ করেছি কিন্তু এখানে আমি 5 থেকে 6 টা পেমেন্ট পেয়েছি আর বাদবাকি গুলো পায়নি। এয়ার্ড্রপ আর বাউন্টি করে করার ক্ষেত্রে অবশ্যই আপনাকে বিশেষ ধৈর্যধারণ করতে হবে।
-
Vai bounty detective group er bounty and Airdrops gula khub valo hoy... Egula trusted and exchange arrangement kore thake. Apni issa korle add hote paren.
আপনি একদম ঠিক কথা বলেছেন কারণ বর্তমানে যদি কোন বাউন্টি ম্যানেজারকে পুরোপুরি বিশ্বাস করা যায় তাহলে সে বাউন্টি ম্যানেজার হলো বাউন্টি ডিটেকটিভ ম্যানেজার। সে তার অধিকাংশ বাউন্টি থেকে প্রেমেন্ট করে থাকে।তবে কিছুদিন যাবত দেখা যাচ্ছে যে সে তার বাউন্টি গুলো থেকে খুব একটা ভালো এমন পেমেন্ট করছে না যা আমাদের জন্য অনেকটাই হতাশার তবে আশাকরি ভবিষ্যতে তিনি ভালো অ্যামাউন্ট এর পেমেন্ট করবেন।
-
এখন আসলে তেমন কোন ভাল বাউন্টি বা এয়ার্ড্রপ খুঁজে পাওয়া যায় না। বলা যায় ভালো বাউন্টি অথবা এয়ারড্রপ এর সংখ্যা খুবই নগণ্য। যাই হোক আমাদের ধৈর্য ধরে কাজ করে যেতে হবে। কখন কোন প্রজেক্টটা সাকসেসফুল হয়ে যায় বলা যায় না।
-
ভাল বাউন্টি এবং ভাল এয়ার ড্রপ সব সময় থাকবে না। এটা মাঝে মাঝে আসবে। তবে যারা ফোরামে যারা রিগুলার একটিভ থাকবে এবং রিগুলার কাজ করবে তারাই এই সব এয়ার ড্রপ বা বাউন্টিতে জয়েন হতে পারবে। যে কোন সময় ভাল বাউন্টি বা এয়ার ড্রপ আসতে পারে। তবে বোঝা কঠিন যে কোন টি ভাল আর কোন টি মন্দ।
-
আসলে কিছুদিন ধরে ভালো প্রজেক্ট খোঁজার চেষ্টা করতেছি কিন্তু কোন ভাল প্রোজেক্টের বাউন্টি এবং এয়ারড্রপ নেই বললেই চলে।আসলে দিন দিন কি ক্রিপ্টোকারেন্সি বাউন্টি এবং এয়ারড্রপ শেষ হয়ে যাচ্ছে নাকি?
ভালো বাউন্টি সব সময় পাওয়া সম্ভব নয়। বর্তমানে সবথেকে বেশি লক্ষ্য করে সবাই কোন প্রজেক্টগুলো ভালো হবে সেই প্রোজেক্টের জন্য হচ্ছে। এবং কিছু প্রজেক্ট রয়েছে যেগুলো খারাপ ভেবে বা স্কামিং হবে এই ভেবে জয়েন্ট হচ্ছেনা। মূলত কিন্তু সেই প্রজেক্ট গুলোই ভাল হচ্ছে যদি আপনি ভালো বাউন্টি পেতে চান নিয়মিত আপনাকে ফোরামে অ্যাক্টিভ থেকে যে বাউন্টি গুলো আসবে সাথে সাথে জয়েন্ট হবেন। আশা করি আপনি অবশ্যই ভালো বাউন্টি এবং এয়ার্ড্রপ পাবেন।
-
আপনি একদম ঠিক কথা বলেছেন বর্তমানে ভালো বাউন্টি এয়ার্ড্রপ একদম নেই বললেই চলে।আগে অধিকাংশ বাউন্টি প্রজেক্টগুলো সাকসেসফুল হতো এবং পেমেন্ট করে থাকতো। কিন্তু বর্তমানে তার ব্যতিক্রম হচ্ছে।20 থেকে 30 টা বাউন্টি প্রজেক্ট করলে বর্তমানে দুই থেকে তিনটা বাউন্টি প্রজেক্ট সাকসেসফুল হয় এবং যার প্রেমে অনেক অল্প পরিমাণ করে থাকে কিছু কিছু সময় বিভিন্ন ওয়ালেট এর গ্যাস ফ্রি ওঠে না।তবে আশাকরি ভবিষ্যতে বাউন্টি প্রজেক্টগুলো ভালো হবে।
-
ফোরামে বর্তমানে ভালো বাউন্টি নেই বললেই চলে এয়ার্ড্রপ একই অবস্থা ।তবে ভালো বাউন্টি প্রজেক্ট একেবারেই নেই তা নয় মাঝে মাঝে দু'একটা ভালো বাউন্টি আপনাকে ভালোবাসি প্রজেক্ট পেতে হলে আপনাকে লেগে থাকতে হবে ।ফোরামেযতগুলো বাউন্টি আসে সব গুলো তে কাজ করতে থাকেন দেখবেন একটা না একটা প্রজেক্ট ভালো পেয়ে গেছেন।
-
আসলে কিছুদিন ধরে ভালো প্রজেক্ট খোঁজার চেষ্টা করতেছি কিন্তু কোন ভাল প্রোজেক্টের বাউন্টি এবং এয়ারড্রপ নেই বললেই চলে।আসলে দিন দিন কি ক্রিপ্টোকারেন্সি বাউন্টি এবং এয়ারড্রপ শেষ হয়ে যাচ্ছে নাকি?
ভাই এখন ফোরামে যে বাউন্টি গুলো চলছে প্রত্যেকটা বাউন্টি অনেক ভালো মনে হচ্ছে আমার। আসলে ভালো বাউন্টি দেখে বোঝার কোন উপায় নেই। কিন্তু এখন ফোরামে অনেক ভালো ভালো বাউন্টি আসছে। আমার মনে হয় নিশ্চয়ই বান্টি গুলো ভালো হবে।
-
বর্তমানে অনেকগুলো বাউন্টি এবং এয়ার্ড্রপ চলছে কিন্তু ভালো প্রজেক্ট নেই সব স্কাম হচ্ছে। আমরা সব প্রজেক্টর কাজ করি কিন্তু পেমেন্ট পায় না কাজ করার শেষে তখন বোঝা যায় যে বাউন্টি স্কাম ঘোষণা করে দেয়। তখন আর কি করার থাকে তাই বর্তমানে ভালো প্রজেক্ট নেই বললেই চলে।
-
আসলে কিছুদিন ধরে ভালো প্রজেক্ট খোঁজার চেষ্টা করতেছি কিন্তু কোন ভাল প্রোজেক্টের বাউন্টি এবং এয়ারড্রপ নেই বললেই চলে।আসলে দিন দিন কি ক্রিপ্টোকারেন্সি বাউন্টি এবং এয়ারড্রপ শেষ হয়ে যাচ্ছে নাকি?
।
ভালো বাউন্টি এবং এয়ার্ড্রপ বর্তমানে খুব কমই পাওয়া যায় বেশিরভাগ প্রজেক্ট বর্তমানে স্কাম হচ্ছে তবে ফোরামে লেগে থাকলে মাঝে মধ্যে দু চারটে বাউন্টি ভালো পাওয়া যায় এ কারণে ভালোবাসে তাহলে অবশ্যই আপনাকে এখানে লেগে থাকতে হবে।
-
আসলে কিছুদিন ধরে ভালো প্রজেক্ট খোঁজার চেষ্টা করতেছি কিন্তু কোন ভাল প্রোজেক্টের বাউন্টি এবং এয়ারড্রপ নেই বললেই চলে।আসলে দিন দিন কি ক্রিপ্টোকারেন্সি বাউন্টি এবং এয়ারড্রপ শেষ হয়ে যাচ্ছে নাকি?
।
অনেকদিন ধরে ভালো বানানটি এবং এয়ার্ড্রপ পাওয়া যাচ্ছে না তবে মাঝে মাঝে দু একটি বাউন্টি সাকসেস হচ্ছে। আশা করি 2021 সালে বাউন্টি এবং এয়ার্ড্রপ 2017 সালের মতো সাকসেস হবে।
-
বর্তমানে ভালো বাউন্টি এর দেখা মিলছে না। ধারণা করেছিলাম যেহেতু ক্রিপ্টোকারেন্সি মার্কেট অনেক ভাল হচ্ছে হয়তো যেকোনো বাউন্টি আসলেই সাকসেস হবে। এবং সেখান থেকে হয়তো 2017 সালের মতো পেমেন্ট পাওয়া যাবে।কিন্তু দেখা গেছে শুধুমাত্র বিটকয়েন এর প্রাইস সবথেকে বেশি বৃদ্ধি পাচ্ছে এবং ইথিরিয়াম এর। কিন্তু অন্য সকল বিষয়ের উপর কোন প্রভাব পড়ছে না।
-
ভালো বাউন্টি সবাই খোঁজ করে যাচ্ছে কিন্তু মার্কেট পজিশন যেহেতু ভালো হচ্ছে কোন বাউন্টি ভালো হবে সঠিক ভাবে কেউ বলতে পারবেনা। আমরা ভালো আর খারাপ দিকে বিবেচনা না করে যে বাউন্টি আসবে সাথে সাথে এড হব। 15 থেকে 20 বাউন্টি করলে দেখা যাবে অবশ্যই চার-পাঁচটা ভালো বাউন্টি সাকসেস হচ্ছে। তাই আমরা সবাই চেষ্টা করব বেশি বেশি বাউন্টি করার জন্য।
-
ভাই আসলে আপনি মাত্র কয়েকদিন ধরে ভালো বাউন্টি এবং এয়ার্ড্রপ খুজতেছেন কিন্তু এখানে ভালো বাউন্টি এবং এয়ার্ড্রপ পেতে হলে অবশ্যই ফোরামে দীর্ঘদিন কাজ করতে হবে তারপর আপনি বুঝতে পারবেন ফ্রম সম্পর্কে এবং বিশেষ জ্ঞান অর্জন করতে পারবেন আসলে কোন গুলা বাউন্টি ও এয়ার্ড্রপ ভালো হবে।
-
বাউন্টি কখন কোনটি ভাল হয় সেটা বলা খুবই মুশকিল। তবে বর্তমানে অনেক গুলোই ভাল বাউন্টি চলছে যেমন: Cyclops, student coin, Betfury,my identity,Free ton ইত্যাদি। এগুলো বাউন্টিতে বর্তমানে অনেক ইউজার ইতিমধ্যে জয়েন করেছে। আপনি চাইলেই এগুলোতে এখন আর জয়েন করতে পারবেন না। কারণ এদের পার্টিসিপেন্ট ফিলাপ হয়ে গেছে।
অন্যদিকে এয়ার্ড্রপ কেউ করে না। কারণ বর্তমানে সবচেয়ে বেশি স্কাম করা হয় এয়ার্ড্রপ। একশোটা এয়ার্ড্রপ করলে 90 টা স্কাম করে। তাই আমি মনে করি বর্তমানে এয়ার্ড্রপ করে বেশি পরিমাণে প্রফিট পাওয়া যায় না।
-
বর্তমানে ভালো বাউন্টি অনেকগুলোই চলছে। তবে কোনগুলো বা কোনটি ভাল হবে সেটি জানতে হবে আপনার নিজের। এখানে কেউ বলতে পারবেনা কোনগুলো বাউন্টি ভালো হতে পারে আবার কোনগুলো বাউন্টি স্কাম করতে পারে। আপনাকে খেয়াল রাখতে হবে কোন ম্যানেজারের বাউন্টি পেমেন্ট করতেছে আবার কোন ম্যানেজারের বাউন্টি স্কাম করতেছে।আপনি যদি এগুলো খেয়াল রেখে লক্ষ রেখে বাউন্টি গুলো তে জয়েন করেন তাহলে অবশ্যই জানতে পারবেন কোন বাউন্টি গুলো ভালো।
-
এয়ার ড্রপ গুলো সব সময়ই ভাল হয় না। মাঝে মাঝে এখান থেকে ভাল প্রফিট করা যায়। বেশ কিছু দিন আগে একটি এয়ারড্রপের কথা শুনেছিলাম তারপর অর শুনিনি যে কোন ভাল পেমেন্ট কেউ পেয়েছ। আমার দেখা সবচয়ে ভাল এযারড্রপ হল ইউনি। এখান থেকে সবাই ভাল মানের পেমেন্ট পেয়েছে।
-
আমরা সব সময়ই কোনটা ভালো হবে বাউন্টি ক্যাম্পিয়ান সেটা খুঁজি। কিন্তু আমাদের উচিত যে কোন বাউন্টি ক্যাম্পিয়ান আসলে সাথে সাথে এড হতে হবে।তা না হলে শুধু ভালো বাউন্টি খুঁজে খুঁজে সেগুলোতে এড হলে পেমেন্ট পাওয়া নাও যেতে পারে। অনেক সময় দেখা গেছে অনেক স্কাম বাউন্টি সাকসেস হতে।
-
ভাল বাউন্টি মাঝে মাঝে দেখেছি যে আসে তবে পার্টিসিপেন্ট লিমিটেড থাকার কারনে প্রজেক্ট গুলোতে এড হতে পারিনা। তবে আমি আশাবাদি যে আবার যদি নতুন কোন ভাল বাউন্টি আসে তাহলে এড হতে পারব।
-
বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট অনেক ভালো হয়েছে। কিন্তু ভালো কোন বাউন্টি ক্যাম্পেইন আসছে না। বর্তমানে বাউন্টি ক্যাম্পেইন না আসার কারণ আমরা জানি না। মার্কেট যখন খারাপ ছিল তখন তো অনেক বাউন্টি এবং এয়ার্ড্রপ ক্যাম্পেইন আসছে। আমরা আশা করি এখন জানো ভালো ভালো bounty ক্যাম্পেইন এবং airdrop ক্যাম্পেইন আসে।
-
আমার মনে হয় বর্তমানে কিছুসংখ্যক বাউন্টি প্রজেক্ট ভালো। তারমধ্যে হলো বাউন্টি ডিটেকটিভ ম্যানেজার যতগুলো বাউন্টি ক্যাম্পেইন মার্কেটে নিয়ে আসেন তার অধিকাংশই বাউন্টি প্রজেক্ট ভালো আপনি সেগুলো তে জয়েন হতে পারেন। তারপরেওদু-একটা না খুঁজে ফোরামের বেশিরভাগ বাউন্টিতে জয়েন হওয়া উচিত। আরও দেখা যাচ্ছে যে কিছু কিছু বাড়িতে কাজ করলে কোন পেমেন্ট পাওয়া যায় না আমার জানামতে এই সবই আমি জানি কারণ আমি এখন কাজ করতেছি ।
-
আসলে কিছুদিন ধরে ভালো প্রজেক্ট খোঁজার চেষ্টা করতেছি কিন্তু কোন ভাল প্রোজেক্টের বাউন্টি এবং এয়ারড্রপ নেই বললেই চলে।আসলে দিন দিন কি ক্রিপ্টোকারেন্সি বাউন্টি এবং এয়ারড্রপ শেষ হয়ে যাচ্ছে নাকি?
এ ভাই আপনার কথায় আমি একমত কারণ আমিও কিছুদিন যাবত এখানে বামুন্ডি খোঁজার চেষ্টা করতেছি কিন্তু আসলেই ভালো বাউন্টি আসলে খুঁজে পাচ্ছিনা।
-
শুধু বর্তমানে নয় অনেকদিন ধরে ভালো প্রজেক্ট ও ভালো এয়ার্ড্রপ ফোরামে আসছে না মাঝে মাঝে দুএকটা বাউন্টি প্রজেক্ট সাকসেস হচ্ছে কিন্তু তা থেকে পেমেন্ট পাওয়া যাচ্ছে নাহয়তো 60 থেকে 70 টা প্রজেক্ট কাজ করলে একটি থেকে পেমেন্ট পাওয়া যাচ্ছে তাও সামান্য কারণ প্রোজেক্ট এর বাজেট এর তুলনায় পার্টিসিপেট অনেক বেশি থাকে আর এয়ারড্রপ এর কথা নাই বললাম।