Altcoins Talks - Cryptocurrency Forum
Local => বাংলা (Bengali) => Topic started by: Malam90 on March 25, 2020, 01:44:53 PM
-
আজ থেকে সারা বাংলাদেশে ১০ দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে এবং জরুরী অবস্থা জারী করা হয়েছে। দেশের সমগ্র জেলার পরিবহন আগামীকাল থেকেই বন্ধ থাকছে। কেউ শুধুমাত্র জরুরী প্রয়োজন ছাড়া বাহিরে বের হতে পারবেন না। বের হলে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। পড়তে হবে জেরার মুখে ও মারের আওতায় পড়তে পারেন। তাই আপাতত ১০ দিন প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাহিরে বের হবেন না। নিজে নিরাপদ থাকুন, অন্যদের ও নিরাপদে থাকতে সহায়তা করুন।
-
ধন্যবাদ ভাই সতর্কতামুলক পোস্ট করার জন্য। আসলে বাংলাদেশ করোনাভাইরাস এবং এই ভয়াবহ মহামারী থেকে জনগণকে রক্ষা করার জন্য সরকার এই দায়িত্ব নিয়েছেন। আর সেনাবাহিনী মোতায়েন করার লক্ষ্য একটাই জনগণ যাতে এই মহামারী থেকে রক্ষা পায়। আসলে বাংলাদেশের অনেক জনসংখ্যা এই জনসংখ্যার ভেতর যদি রকম ছুটি না দিত এবং সবকিছু বন্দনা করত তাহলে অনেক ভয়াবহ রূপ ধারণ করতো এই বাংলাদেশের ভিতরে। তাই অন্যান্য দেশের মতো এই দৃশ্য লকডাউন করেছে তার একটাই কারণ বাংলাদেশের জনগণকে রক্ষা করার জন্য। ধন্যবাদ ভাই আপনার পোস্টটি অনেক ভালো লেগেছে।
-
ধন্যবাদ ভাই সতর্কতামুলক পোস্ট করার জন্য। আসলে বাংলাদেশ করোনাভাইরাস এবং এই ভয়াবহ মহামারী থেকে জনগণকে রক্ষা করার জন্য সরকার এই দায়িত্ব নিয়েছেন। আর সেনাবাহিনী মোতায়েন করার লক্ষ্য একটাই জনগণ যাতে এই মহামারী থেকে রক্ষা পায়। আসলে বাংলাদেশের অনেক জনসংখ্যা এই জনসংখ্যার ভেতর যদি রকম ছুটি না দিত এবং সবকিছু বন্দনা করত তাহলে অনেক ভয়াবহ রূপ ধারণ করতো এই বাংলাদেশের ভিতরে। তাই অন্যান্য দেশের মতো এই দৃশ্য লকডাউন করেছে তার একটাই কারণ বাংলাদেশের জনগণকে রক্ষা করার জন্য। ধন্যবাদ ভাই আপনার পোস্টটি অনেক ভালো লেগেছে।
এই দূসময়ে আমাদের ধৈর্য্য ধরতে হবে, সচেতন হতে হবে। সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। যে যে ধর্মের আছি নিজ নিজ গৃহে ইবাদাত করা যাতে এই রোগের বিস্তার কমানো যায়। প্রয়োজন ছাড়া বাহিরে বের না হওয়াই ভালো। আর বের হলেও জেরার মুখে পড়তে হচ্ছে সবাইকে। লকডাউন পরিস্থিতিতে সবাই প্রভুর কাছে দোয়া করি, ক্ষমা প্রার্থনা করি যাতে তিনি আমাদের এই পরিস্থিতি থেকে বাঁচান।
-
aj theke sadarn chuti shes. and lockdown dule diyeche
-
aj theke sadarn chuti shes. and lockdown dule diyeche
ভাই একারনে মৃতের সংখ্যা এখন ধীরেধীরে বৃদ্ধি পাচ্ছে। আগামী দিনে কী যে ঘটবে তা আল্লাহ পাক বলতে পারেন।
-
করোনা , নিয়ে আসলে প্রকৃত অর্থে , কিছু না বললেই নয় , এর কারণ হলো , প্রতিদিন গণহারে , মানুষের মিত্যূ যেভাবে বৃদ্ধি পাচ্ছে , জাতিসংঘ পর্যন্ত চিন্তিত বিষয়টি নিয়ে , সারা বিশ্বে এটি নিয়ে গবেষনা চলতেছে , কি করা যায় !
বাংলাদেশেও এটি নিয়ে খুব খারাপ অবস্থানে আছে । প্রতিদিনই ২০+ মানুষ মারা যাচ্ছে গড়ে । তাই অবস্থা খুব খারাপ , আমি ব্যক্তিগত ভাবে মনে করি , খুব প্রয়োজন না হলে , বাড়ির বাড়িরে যাওয়া মোটেও উচিত কাজ হবে বলে আমার মনে হয় না ! ধন্যবাদ ।
-
2nd time o unlimited meyade lockdown start hosse. Corona amader jonno ki j niye asse allah subahanallah ta valo jane... Sobai nirapod thakus ey kamonai kori.