Altcoins Talks - Cryptocurrency Forum
Local => বাংলা (Bengali) => Topic started by: Malam90 on April 05, 2020, 03:56:56 PM
-
আজ হঠাৎ করে করোনার প্রকোপ বেড়ে গেছে দেশে। হঠাৎ করে আজকে সর্বচ্চ ১৮ জন শনাক্ত হয়েছে। মোট আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৮৮ জনে। হুড়হুড় করে বাড়ছে করোনার রোগী। এরই মধ্যে গার্মেন্টস সেক্টরের হঠাৎ নির্বুদ্ধিতায় পোশাক কারখানা গুলো খোলার কথা জানানোয় লক্ষ লক্ষ শ্রমিক বাড়ি ছেড়ে ঢাকায় এসেছেন আবার তাদের হয়তো বাড়িতে ফিরে যেতে হবে। এহেন পরিস্থিতিতে বাংলাদেশ কি এখন বেশি ঝুঁকিতে পড়তে যাচ্ছে বলে আপনার মনে হয়?
-
ভাই এই সম্পর্কে কি আর বলবো আজ 41 জন শনাক্ত হয়েছে পাঁচ জনের মৃত্যু হয়েছে। ভাই তারপরও বাংলাদেশের নাগরিক সচেতন হতে পারছে না সেনাবাহিনী এত করে এদেরকে হোম করেন টাইমে থাকতে বলছে তারপরও এরা শুনতেছে না ফলে বাংলাদেশের জনসংখ্যা দিন দিন কমে আসতেছে। জানিনা ভবিষ্যতে আরও কতজন মরবে।তবে আমরা প্রভুর কাছে একটাই প্রার্থনা করি সে যেন অতি শীঘ্রই আমাদেরকে এই মহামারী থেকে রক্ষা করেন।
-
ভাই এই সম্পর্কে কি আর বলবো আজ 41 জন শনাক্ত হয়েছে পাঁচ জনের মৃত্যু হয়েছে। ভাই তারপরও বাংলাদেশের নাগরিক সচেতন হতে পারছে না সেনাবাহিনী এত করে এদেরকে হোম করেন টাইমে থাকতে বলছে তারপরও এরা শুনতেছে না ফলে বাংলাদেশের জনসংখ্যা দিন দিন কমে আসতেছে। জানিনা ভবিষ্যতে আরও কতজন মরবে।তবে আমরা প্রভুর কাছে একটাই প্রার্থনা করি সে যেন অতি শীঘ্রই আমাদেরকে এই মহামারী থেকে রক্ষা করেন।
গতকাল ৪১ জন আর আজকে ৫৪ জন আক্রান্ত হয়েছে নতুন করে। কমিউনিটি ট্রান্সমিশন শুরু হয়ে গেছে বলে মনে হচ্ছে। মানুষ বাড়িতে থাকতে চায়না। পুলিশ বলে একটু সামনে চলে যাওয়ার সাথে সাথে আবার পাবলিক বের হয়ে দেখে পুলিশ কি করতেছে। তাহলে কিভাবে আমাদের সচেতনতা বাড়বে। রাস্তায় সিংহ বাঘ নামালে যদি শায়েস্তা হয় নতুবা অপ্রয়োজনে বের হলে কঠিন শাস্তি দিলে সচেতনতা বাড়বে। কারণ মারের নাম বাবাজি।
-
ভাই এই সম্পর্কে কি আর বলবো আজ 41 জন শনাক্ত হয়েছে পাঁচ জনের মৃত্যু হয়েছে। ভাই তারপরও বাংলাদেশের নাগরিক সচেতন হতে পারছে না সেনাবাহিনী এত করে এদেরকে হোম করেন টাইমে থাকতে বলছে তারপরও এরা শুনতেছে না ফলে বাংলাদেশের জনসংখ্যা দিন দিন কমে আসতেছে। জানিনা ভবিষ্যতে আরও কতজন মরবে।তবে আমরা প্রভুর কাছে একটাই প্রার্থনা করি সে যেন অতি শীঘ্রই আমাদেরকে এই মহামারী থেকে রক্ষা করেন।
গতকাল ৪১ জন আর আজকে ৫৪ জন আক্রান্ত হয়েছে নতুন করে। কমিউনিটি ট্রান্সমিশন শুরু হয়ে গেছে বলে মনে হচ্ছে। মানুষ বাড়িতে থাকতে চায়না। পুলিশ বলে একটু সামনে চলে যাওয়ার সাথে সাথে আবার পাবলিক বের হয়ে দেখে পুলিশ কি করতেছে। তাহলে কিভাবে আমাদের সচেতনতা বাড়বে। রাস্তায় সিংহ বাঘ নামালে যদি শায়েস্তা হয় নতুবা অপ্রয়োজনে বের হলে কঠিন শাস্তি দিলে সচেতনতা বাড়বে। কারণ মারের নাম বাবাজি।
ভাই এটা নিয়ে অনেক টেনশনে আছি আজ করোনাভাইরাস যে আক্রান্ত সংখ্যা 112 জন মৃত সংখ্যা একজন। আসলে দিন দিন যে হারে বাড়ছে তো ভবিষ্যতে যদি এরকম ও হয় তাহলে বাংলাদেশে অনেক ভয়াবহ রূপ ধারণ করবে। বাংলাদেশ কেমন ভালো মানের কোন পরীক্ষাগার বা কোনো ভালো মানের কোন ডাক্তার নেই। ভাই দেশটা তেমন কোনো উন্নত না। এই দেশে যদি ভয়াবহ রূপ ধারণ করে তাহলে ঠেকানোর মতো কেউ থাকবে না।
-
ভাই এই সম্পর্কে কি আর বলবো আজ 41 জন শনাক্ত হয়েছে পাঁচ জনের মৃত্যু হয়েছে। ভাই তারপরও বাংলাদেশের নাগরিক সচেতন হতে পারছে না সেনাবাহিনী এত করে এদেরকে হোম করেন টাইমে থাকতে বলছে তারপরও এরা শুনতেছে না ফলে বাংলাদেশের জনসংখ্যা দিন দিন কমে আসতেছে। জানিনা ভবিষ্যতে আরও কতজন মরবে।তবে আমরা প্রভুর কাছে একটাই প্রার্থনা করি সে যেন অতি শীঘ্রই আমাদেরকে এই মহামারী থেকে রক্ষা করেন।
গতকাল ৪১ জন আর আজকে ৫৪ জন আক্রান্ত হয়েছে নতুন করে। কমিউনিটি ট্রান্সমিশন শুরু হয়ে গেছে বলে মনে হচ্ছে। মানুষ বাড়িতে থাকতে চায়না। পুলিশ বলে একটু সামনে চলে যাওয়ার সাথে সাথে আবার পাবলিক বের হয়ে দেখে পুলিশ কি করতেছে। তাহলে কিভাবে আমাদের সচেতনতা বাড়বে। রাস্তায় সিংহ বাঘ নামালে যদি শায়েস্তা হয় নতুবা অপ্রয়োজনে বের হলে কঠিন শাস্তি দিলে সচেতনতা বাড়বে। কারণ মারের নাম বাবাজি।
ভাই এটা নিয়ে অনেক টেনশনে আছি আজ করোনাভাইরাস যে আক্রান্ত সংখ্যা 112 জন মৃত সংখ্যা একজন। আসলে দিন দিন যে হারে বাড়ছে তো ভবিষ্যতে যদি এরকম ও হয় তাহলে বাংলাদেশে অনেক ভয়াবহ রূপ ধারণ করবে। বাংলাদেশ কেমন ভালো মানের কোন পরীক্ষাগার বা কোনো ভালো মানের কোন ডাক্তার নেই। ভাই দেশটা তেমন কোনো উন্নত না। এই দেশে যদি ভয়াবহ রূপ ধারণ করে তাহলে ঠেকানোর মতো কেউ থাকবে না।
আতঙ্কিত না হয়ে ঘরে থাকুন। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করুন। সামাজিক দূরত্ব বজায় রাখুন, নিজ ঘরে স্ব স্ব ধর্মীয় আচার পালন করুন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করুন। পাশের কেউ জনগণের ত্রাণ চুরি করলে কর্তৃপক্ষকে অবহিত করুন। চোরদের সামাজিক বয়কট করুন।
-
Vai aj arow 19 jon deaths and new cases 1162 ja khub khub tension er bapar...
Allah sob muskil asan korben
-
Vai aj arow 19 jon deaths and new cases 1162 ja khub khub tension er bapar...
Allah sob muskil asan korben
ভাই সঠিকভাবে সংবাদ প্রকাশ করা হয় না। সরকারি ভাবে যা প্রকাশ করা হয় তার চেয়ে মৃতের সংখ্যা অনেক বেশি হবে।
-
বাংলাদেশ করোনাভাইরাস এর সংখ্যা পূর্বের চেয়ে অনেক বেড়ে গেছে ভবিষ্যতে মনে হচ্ছে আরো বাড়বে। বর্তমানে দেখা যাচ্ছে বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ ভারত সেখানেও এত বেশি কোন ভাইরাস ধরা পড়েছে না। ভারতের তুলনায় অনেক বেশি ধরা পড়তেছে বাংলাদেশ। জানিনা ভবিষ্যতে বাংলাদেশে আরো কত বড় আকার ধারণ করবে এই করোনাভাইরাস। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক আমিন।
-
বাংলাদেশে করোনাভাইরাস এ আক্রান্তের সংখ্যা দিনদিন বেড়েই চলছে।কমিউনিটি ট্রান্সমিশন শুরু হয়ে গেছে। সরকরী হিসেবে আজ পযর্ন্ত লক্ষাধিক লোক আক্রন্ত হয়েছেন এবং দেড়হাজারের মতো মারা গেছেন। বাস্তবে এর সংখ্যা অনেক বেশী হবে বলে বিশেষজ্ঞরা ধারণা করেন। এছাড়া প্রত্যকদিন করোনা উপসর্গ নিয়ে অনেক লোক মার যাচ্ছে। বাংলাদেশে চিকিৎসা ব্যবস্থা ভেং্গে পড়েছে। সরকারের ইচ্ছা থাকা সত্ত্বেও সম্পদের স্বল্পতার কারণে সাধারণ মানুষ উপযুক্ত চিকিৎসা পাচ্ছে না। সব দিক মিলিয়ে বাংলাদেশ করোনা ভাইরাস নিয়ে মারাত্নক ঝুকিতে আছে।এখান থেকে উত্তরণের জন্য সবাইকে কঠোরভাবে স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে এবং বেশী বেশী করে সৃষ্টিকর্তাকে স্মরণ করতে হবে।
-
বাংলাদেশে করোনা ঝুঁকি অনেকটাই বেড়ে গেছে। তাই সবাই সব সময় নিজ দায়িত্বেে চলাফেরা করবেন। নিজের খেয়াল নিজেই রাখবেন
-
বাংলাদেশ এখন খুবই বিপদজনক অবস্থায় রয়েছে। আক্রান্ত এবং মৃত্যুর হার প্রতিদিনই বেড়ে চলেছে। কিন্ত পরীক্ষার ধীরে ধীরে শেষের দিকে চলে এসেছে। পর্যাপ্ত স্বাস্থ্য সরাঞ্জাম নেই। এমন অবস্থায় সৃষ্টিকর্তার বিশেষ অনুগ্রহ ছাড়া আমাদের অন্য কোন উপায় নেই।
-
বাংলাদেশে করনায় আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা। বেড়েই চলেছে কারন বাংগালিরা করনাকে অবহেলা করে করনাকে কেও কেও বিশ্বাস করে না। তাই অনেকে কোনো রকম সেফটি ব্যবহার না করে বাহিরে বের হচ্ছে। আর এর কারনেই বাংলাদেশের করনার সংখ্যা দিন দিন বেড়ে চলেছে
-
বাংলাদেশে করনায় আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা। বেড়েই চলেছে কারন বাংগালিরা করনাকে অবহেলা করে করনাকে কেও কেও বিশ্বাস করে না। তাই অনেকে কোনো রকম সেফটি ব্যবহার না করে বাহিরে বের হচ্ছে। আর এর কারনেই বাংলাদেশের করনার সংখ্যা দিন দিন বেড়ে চলেছে
সঠিক কথা বলেছেন। এক কেউ মাস্ক এবং সুরক্ষা নিয়ে কোনো গুরুত্ব দেয় না ,বরং কারো সাথে অনেকদিন পর দেখা হয়েছে বলে কোলাকুলি করে এবং কোনো দূরত্ব বজায় না রেখে আলোচনা করে। এসব অবহেলাকারী মানুষদের জন্য এখন বাড়ি থেকে বাহির হতে ভয় লাগে কারণ দেখা হলেই হাত মেলাতে লাগবে। আর হাত না মেলালে কি না কি ভাবে। এসব মন-মানসিকতার জন্যও করোনা বৃদ্ধি পাচ্ছে।
-
Akhon amader j obostha Tate test kore alada rekhao kono lav nai. Manus obade chola fera kortece. Govt. ar kicui korar nai. Ata niontroner vire cholegace. Akhon amader vabte Hobe j prottik manusher modhei korona ase seta k sorirer anti body Dara porastho Korte Hobe. Anti body akhon amader mul medicine.
-
আজ হঠাৎ করে করোনার প্রকোপ বেড়ে গেছে দেশে। হঠাৎ করে আজকে সর্বচ্চ ১৮ জন শনাক্ত হয়েছে। মোট আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৮৮ জনে। হুড়হুড় করে বাড়ছে করোনার রোগী। এরই মধ্যে গার্মেন্টস সেক্টরের হঠাৎ নির্বুদ্ধিতায় পোশাক কারখানা গুলো খোলার কথা জানানোয় লক্ষ লক্ষ শ্রমিক বাড়ি ছেড়ে ঢাকায় এসেছেন আবার তাদের হয়তো বাড়িতে ফিরে যেতে হবে। এহেন পরিস্থিতিতে বাংলাদেশ কি এখন বেশি ঝুঁকিতে পড়তে যাচ্ছে বলে আপনার মনে হয়?
ঝুকিতেতো থাকবেই কারন বাংলাদেশে আইন না মানার সংস্কৃতি এবং অসতনতার অভ্যাস দীর্ঘদিনের তার মধ্যে যুক্ত হয়েছে সোস্যাল মিডিয়ার উল্টাপাল্টা কথা যেমন করোনা ভাইরাস বাংলাদেশে কিছুই করতে পারবেনা, বাংলাদেশের মানুষের শারীরীক গড়ন ভালো .ইত্যাদি। করোনার প্রধান এবং অন্যতম ঔষধ হলো মাস্কপড়া, সচেতন থাকা, দূরত্ব বজায় রেখে চলা। কিন্তু মুষ্টিমেয় কিছু লোক ছাড়া এটা কেউ মানেনা, সরকার কতক্ষণ জনসাধারনকে ভালো রাখবে যদি তারা নিজেরাই সচেতন না হন? আসুন আমরা নিজে সচেতন হই সাথে সাথে পরিবার ও সমাজকে করোনামুক্ত রাখি।
ধন্যবাদ
-
আজ হঠাৎ করে করোনার প্রকোপ বেড়ে গেছে দেশে। হঠাৎ করে আজকে সর্বচ্চ ১৮ জন শনাক্ত হয়েছে। মোট আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৮৮ জনে। হুড়হুড় করে বাড়ছে করোনার রোগী। এরই মধ্যে গার্মেন্টস সেক্টরের হঠাৎ নির্বুদ্ধিতায় পোশাক কারখানা গুলো খোলার কথা জানানোয় লক্ষ লক্ষ শ্রমিক বাড়ি ছেড়ে ঢাকায় এসেছেন আবার তাদের হয়তো বাড়িতে ফিরে যেতে হবে। এহেন পরিস্থিতিতে বাংলাদেশ কি এখন বেশি ঝুঁকিতে পড়তে যাচ্ছে বলে আপনার মনে হয়?
হ্যাঁ এই করোনার পরিস্থিতিতে গার্মেন্টস খুবই ভয়াবহ এখান থেকে সবচেয়ে বেশি করোনা রোগী শনাক্ত হচ্ছে।
-
বাংলাদেশ করণা পরিস্থিতিতে অনেক ঝুঁকিতে আছে। কারণ বাংলাদেশ এর স্বাস্থ্য বিধি কেউ মেনে চলে না।
-
Vai aj arow 19 jon deaths and new cases 1162 ja khub khub tension er bapar...
Allah sob muskil asan korben
হ্যাঁ আমরা আল্লাহর কাছে এটাই আশা করি।
-
আমরা বাংলাদেশের মানুষ আল্লাহর কাছে প্রার্থনা করি মহামারী করোনা থেকে আল্লাহ যেন আমাদের হেফাজত করে এবং আমরা দেশের মানুষ সচেষ্ট থাকব। সাবান ও স্যাভলন দিয়ে হাতমুখ পরিষ্কার করব এবং মাক্স ব্যবহার করব।
-
বাংলাদেশ করণা পরিস্থিতিতে অনেক ঝুঁকিতে আছে। কারণ বাংলাদেশ এর স্বাস্থ্য বিধি কেউ মেনে চলে না।
হ্যাঁ ভাই এটাই সত্যি কারণ কেউ কোন স্বাস্থ্যবিধি মেনে চলে না । মাক্স পরিধান করেনা কোন সাবান বা স্যাভলন দিয়ে হাত পরিষ্কার করে না
এ কারণে আমাদের বাংলাদেশের মানুষ বেশি করোনার কবলে বন্দী।
-
ভাই এই সম্পর্কে কি আর বলবো আজ 41 জন শনাক্ত হয়েছে পাঁচ জনের মৃত্যু হয়েছে। ভাই তারপরও বাংলাদেশের নাগরিক সচেতন হতে পারছে না সেনাবাহিনী এত করে এদেরকে হোম করেন টাইমে থাকতে বলছে তারপরও এরা শুনতেছে না ফলে বাংলাদেশের জনসংখ্যা দিন দিন কমে আসতেছে। জানিনা ভবিষ্যতে আরও কতজন মরবে।তবে আমরা প্রভুর কাছে একটাই প্রার্থনা করি সে যেন অতি শীঘ্রই আমাদেরকে এই মহামারী থেকে রক্ষা করেন।
বাংলাদেশ এখন মহামারী করোনা আতঙ্কে আছে।এই আতঙ্ক থেকে যেন আমরা তাড়াতাড়ি রেহাই পেতে পারি আল্লাহর কাছে এটাই আমাদের প্রার্থনা।
-
সামনে আমাদের শীতের দিন আসতেছে যদি করোনা শীতের আগে নিঃশেষ না হয় তবে আমরা সবচেয়ে হুমকির মুখে পড়ে যাব। শীতপ্রধান দেশে করোনার আক্রমণ বেশি তবে আল্লাহর কাছে আমাদের প্রার্থনা যে শীতের আগে আমাদের দেশ থেকে যেন করোনা বিতাড়িত হয়ে যায়।
-
ক্রিপোকারেন্সি রিলেটেড আলোচনা করুন। এই পোস্ট আর কেউ আলোচনা করবেন না। নতুন পোস্ট তৈরী করুন।
-
BTC দাম কমা, বাড়া নির্ভরশীল জনপ্রিয়তার উপর ।যেহেতু বিশ্বজুড়ে কোভিড-১৯ এর তান্ডবে বিশ্বের অর্থনীতি কঠিন সময় পাড় করছে।এই অবস্থায় ২০২০ ইং এর শেষের দিকে ETH এর দাম আমি মনে করি ৬০০ ডলার হতে পারে।
-
BTC দাম কমা, বাড়া নির্ভরশীল জনপ্রিয়তার উপর ।যেহেতু বিশ্বজুড়ে কোভিড-১৯ এর তান্ডবে বিশ্বের অর্থনীতি কঠিন সময় পাড় করছে।এই অবস্থায় ২০২০ ইং এর শেষের দিকে ETH এর দাম আমি মনে করি ৬০০ ডলার হতে পারে।
ভাই এই পোস্ট আলোচনা না করতে বলেছি। তার পরেও আপনি আলোচনা করেছেন। আপনি নতুন পোস্ট গুলো খুব ভাল করে পড়বেন তারপর রিপ্লে দিবেন। সুন্দর হোক আপনার আগামী দিনের পথচলা।