Altcoins Talks - Cryptocurrency Forum
Local => বাংলা (Bengali) => Topic started by: Coin63@ on June 10, 2020, 07:55:22 AM
-
ইদানীং বাউন্টি ডিটেকটিভ কতোগুলো খুব ভাল মানের বাউন্টি প্রোজেক্ট এনেছে,, HOMT, 3WM, কিন্তু অলটকয়েনটক এর পার্টিসিপ্যান্ট সংখ্যা এখন ধীরেধীরে কমে যাচ্ছে। ফলে বাউন্টি ডিটেকটিভ ভবিষ্যতে এই ফোরামে বাউন্টি প্রোজেক্ট আর নাও আনতে পারে। তাই বাউন্টি ডিটেকটিভ এর বাউন্টিতে জয়েন হওয়া উচিত
-
আমি আপনার কথার সাথে একমত , Hex , বাউন্টিও বাউন্টি ডিটেকটিভ এর ছিল । বাউন্টি ডিটেকটিভ যত গুলো বাউন্টি আছে .মোটামুটি সবগুলোই ভালো মানের , এবং , ভালো সুবিধা সমপূর্ণ বাউন্টি গুলোই শেয়ার দেয় ।
-
আমি আপনার কথার সাথে একমত , Hex , বাউন্টিও বাউন্টি ডিটেকটিভ এর ছিল । বাউন্টি ডিটেকটিভ যত গুলো বাউন্টি আছে .মোটামুটি সবগুলোই ভালো মানের , এবং , ভালো সুবিধা সমপূর্ণ বাউন্টি গুলোই শেয়ার দেয় ।
আমরা যদি এই ফোরামের উন্নতি সাধনে ভূমিকা না রাখি তাহলে ফোরাম এগোতে পারবে না। তাই আসুন সকলেে মিলে ফোরামের উন্নতি হতে সাহায্যে করি।
-
Bounty detective er Campaigns gula khub valo hoy sunsi but ey Forum e ami 2 years por in korlam ja hok ektu kaj korbo insallah...
-
আমি বিটকয়েনটক থেকে নিযমিত বাউন্টি ডিটেকটিভের সব বাউন্টি করি শুধু EOS wallet চাইলে সেটা ছাড়া। বাউন্টি ডিটেকটিভ খুবই একটিভ। তারা অনেকগুলা বাউন্টি একসাথে রানিং রাখছে তারপরও তারা সাপোর্ট সব সময় একটিভ থাকে। নিয়মিত স্প্রেডশিট আপডেট করে, এছাড়া তাদের অধিকাংশ পেমেন্ট নিজেরা এস্ক্রো করে আগেই। সুতারং নিজেরা সেন্ড করে পেমেন্ট । তাই তাদের বাউন্টিতে জয়েন করি আমি।
-
কেন উচিত নয় জানতে পারি কি।তারা তো বর্তমানে অনেক ভালো ভালো বাউন্টি নিয়ে আসছে।সে জন্য আমি মনে করি অবশ্যই জয়েন করা উচিত।তবে তাদের রুলস কিছুটা পরিবর্তন করেছেন।এখন প্রতিদিনই কাজ করা লাগে।
-
কেন উচিত নয় জানতে পারি কি।তারা তো বর্তমানে অনেক ভালো ভালো বাউন্টি নিয়ে আসছে।সে জন্য আমি মনে করি অবশ্যই জয়েন করা উচিত।তবে তাদের রুলস কিছুটা পরিবর্তন করেছেন।এখন প্রতিদিনই কাজ করা লাগে।
হা, বাউন্টি ডিটেকটিভ বর্তমানে কয়েকটি ভালো বাউন্টি রান করতেছে এছাড়া আগেও কয়েকটা সাকসেস বাউন্টি করেছে। বর্তমানে তারাই একমাত্র সাকসেস বাউন্টি রান করতেছে। এছাড়া তারা ২৪ ঘন্টা একটিভ সাপোর্ট দিচ্ছে। তারা খুবই কো অপারেটিভ। তাছাড়া তারা টোকেনও নিজেদের জিম্মায় নিয়ে বাউন্টি রান করাচ্ছে যা হান্টারদের জন্য গ্যারান্টির কাজ হচ্ছে।
-
কেন উচিত নয় জানতে পারি কি।তারা তো বর্তমানে অনেক ভালো ভালো বাউন্টি নিয়ে আসছে।সে জন্য আমি মনে করি অবশ্যই জয়েন করা উচিত।তবে তাদের রুলস কিছুটা পরিবর্তন করেছেন।এখন প্রতিদিনই কাজ করা লাগে।
Vai kaj kintu khub ekta kothin na, signature e minimum 4 days active, Twitter, Facebook and LinkedIn er khetre 10 hours minimum gaps.
-
কেন উচিত নয় জানতে পারি কি।তারা তো বর্তমানে অনেক ভালো ভালো বাউন্টি নিয়ে আসছে।সে জন্য আমি মনে করি অবশ্যই জয়েন করা উচিত।তবে তাদের রুলস কিছুটা পরিবর্তন করেছেন।এখন প্রতিদিনই কাজ করা লাগে।
Vai kaj kintu khub ekta kothin na, signature e minimum 4 days active, Twitter, Facebook and LinkedIn er khetre 10 hours minimum gaps.
সবচেয়ে বড় কথা হচ্ছে তারা যে বাউন্টি আনতেছে সেটার পেমেন্ট আগেই নিয়ে নিচ্ছে নিজেদের হাতে। সেটাই বাউন্টি হান্টারদের জন্য পেমেন্ট এর গ্যারান্টি যেটা অনেক প্রজেক্টে কাজ করার পর পেমেন্ট পাওয়া যাচ্ছেনা। এছাড়া তাদের প্রজেক্টগুলো সাকসেস হচ্ছে এবং মার্কেটেও লিস্ট হচ্ছে যেখান থেকে এই দুঃসময়ে সামান্য হলেও আয় হচ্ছে। বলা বাহুল্য গত ৩ মাসে যে কয়টা পেমেন্ট সেল করেছি তার প্রায় সবকয়টি হচ্ছে তাদের প্রজেক্ট।
-
ইদানীং বাউন্টি ডিটেকটিভ কতোগুলো খুব ভাল মানের বাউন্টি প্রোজেক্ট এনেছে,, HOMT, 3WM, কিন্তু অলটকয়েনটক এর পার্টিসিপ্যান্ট সংখ্যা এখন ধীরেধীরে কমে যাচ্ছে। ফলে বাউন্টি ডিটেকটিভ ভবিষ্যতে এই ফোরামে বাউন্টি প্রোজেক্ট আর নাও আনতে পারে। তাই বাউন্টি ডিটেকটিভ এর বাউন্টিতে জয়েন হওয়া উচিত
আমিও আপনার সাথে সহমত পোষণ করছি।বাউন্টি ডিটেকটিভের প্রায় সবগুলো বাউন্টিই ভালো। এছাড়া তারা সাপোর্টেও সব সময় একটিভ থেকে সেবা দিয়ে যাচ্ছে। তারা নিয়মিত স্প্রেডশীট আপডেট করে ও পেমেন্ট দেয়। আমি নিজেও তাদের অনেকগুলো বউন্টিতে কাজ করতেছি। আমি আশাকরি তদের এই ধারা অব্যাহত থাকলে অলটকয়েনটক এ পার্টিসিপ্যান্ট সংখ্যা দিন দিন আরও বাড়বে।
-
ইদানীং বাউন্টি ডিটেকটিভ কতোগুলো খুব ভাল মানের বাউন্টি প্রোজেক্ট এনেছে,, HOMT, 3WM, কিন্তু অলটকয়েনটক এর পার্টিসিপ্যান্ট সংখ্যা এখন ধীরেধীরে কমে যাচ্ছে। ফলে বাউন্টি ডিটেকটিভ ভবিষ্যতে এই ফোরামে বাউন্টি প্রোজেক্ট আর নাও আনতে পারে। তাই বাউন্টি ডিটেকটিভ এর বাউন্টিতে জয়েন হওয়া উচিত
আমিও আপনার সাথে সহমত পোষণ করছি।বাউন্টি ডিটেকটিভের প্রায় সবগুলো বাউন্টিই ভালো। এছাড়া তারা সাপোর্টেও সব সময় একটিভ থেকে সেবা দিয়ে যাচ্ছে। তারা নিয়মিত স্প্রেডশীট আপডেট করে ও পেমেন্ট দেয়। আমি নিজেও তাদের অনেকগুলো বউন্টিতে কাজ করতেছি। আমি আশাকরি তদের এই ধারা অব্যাহত থাকলে অলটকয়েনটক এ পার্টিসিপ্যান্ট সংখ্যা দিন দিন আরও বাড়বে।
বাউন্টি ডিটেকটিভের প্রধান সব সময় টেলিগ্রামে একটিভ থাকে। যখন কোন সমস্যা হয সাথে সাথে তাকে নক দেই। দ্রুত ঠিক করে দেয় আমার প্রবলেমগুলো। বাউন্টি ম্যানেজার এরকম না হলে কাজ করে মজা পাওয়া যায়না। আশা করি এরকম সার্ভিস দিয়ে যাবে তারা।
-
ইদানীং বাউন্টি ডিটেকটিভ কতোগুলো খুব ভাল মানের বাউন্টি প্রোজেক্ট এনেছে,, HOMT, 3WM, কিন্তু অলটকয়েনটক এর পার্টিসিপ্যান্ট সংখ্যা এখন ধীরেধীরে কমে যাচ্ছে। ফলে বাউন্টি ডিটেকটিভ ভবিষ্যতে এই ফোরামে বাউন্টি প্রোজেক্ট আর নাও আনতে পারে। তাই বাউন্টি ডিটেকটিভ এর বাউন্টিতে জয়েন হওয়া উচিত
Bounty Detective sottikar orthe e valo maner bounty Nia asar Jonno chesta kore. Tar bounty gula payment guarantee thake. Tar kaj kore kono loss nai.
-
ইদানীং বাউন্টি ডিটেকটিভ কতোগুলো খুব ভাল মানের বাউন্টি প্রোজেক্ট এনেছে,, HOMT, 3WM, কিন্তু অলটকয়েনটক এর পার্টিসিপ্যান্ট সংখ্যা এখন ধীরেধীরে কমে যাচ্ছে। ফলে বাউন্টি ডিটেকটিভ ভবিষ্যতে এই ফোরামে বাউন্টি প্রোজেক্ট আর নাও আনতে পারে। তাই বাউন্টি ডিটেকটিভ এর বাউন্টিতে জয়েন হওয়া উচিত
আমি মনেকরি বাউন্টি ডিটেকটিভ এর বাউন্টিতে জয়েন করা উচিত। ভাই আমি আপনার সাথে পুরোপুরি একমত যে ইদানীং বাউন্টি ডিটেকটিভ কিছু ভালো প্রোজেক্ট নিয়ে এসেছে। আমার সবাই যদি তাদের প্রোজেক্টেে জয়েন করি তাহলে তারা আরো ভালো ভালো প্রোজেক্ট আনতে উৎসাহিত হবে। তাই আমি মনে করি তাদেরকে টিকিয়ে রাখা ও আমাদের দায়িত্ব।
-
ইদানীং বাউন্টি ডিটেকটিভ কতোগুলো খুব ভাল মানের বাউন্টি প্রোজেক্ট এনেছে,, HOMT, 3WM, কিন্তু অলটকয়েনটক এর পার্টিসিপ্যান্ট সংখ্যা এখন ধীরেধীরে কমে যাচ্ছে। ফলে বাউন্টি ডিটেকটিভ ভবিষ্যতে এই ফোরামে বাউন্টি প্রোজেক্ট আর নাও আনতে পারে। তাই বাউন্টি ডিটেকটিভ এর বাউন্টিতে জয়েন হওয়া উচিত
দারুন একটি কথা বলেছেন ভাই। আমরা যদি আল্টকয়েন থেকে বাউন্টি ডিটেকটিভ এর ক্যাম্পেইন গুলো না করি তাহলে হয়তো পরবর্তীতে তারা এখানে বাউন্টি না ও দিতে পারে যা আমাদের জন্য হবে বিগ লস। তাই সবার উচিৎ আল্টকয়েন থেকে তাদের বাউন্টিতে কাজ করা। তাদের অনেক গুলো প্রজেক্ট বুম হয়েছে তাই আশা করি সামনে আরো ভালো প্রজেক্ট আনবে।
-
বর্তমান বাউন্টি ডিটেকটিভ এর বাউন্টি ফোরামে চলছে বেশি তাই উনি প্রেমেন্ট জান উনার প্রজেক্টর খুবই ভালো তাই সকলের উচিত বাউন্টি ডিটেকটিভ এর বাউন্টিতে কাজ করা উচিত।
-
bounty detective ও Bubbalex এর জন্য এই ফোরাম প্রাণ ফিরে পেয়েছে। কারণ মাস কয়েক আগে এখানে কেউই active ছিল না। তবে এখন অনেক active ইউজার এখানে রয়েছে। তাই আমি মনে করি ফোরাম পুনরায় প্রাণ ফিরে পেয়েছে।
-
ইদানীং বাউন্টি ডিটেকটিভ কতোগুলো খুব ভাল মানের বাউন্টি প্রোজেক্ট এনেছে,, HOMT, 3WM, কিন্তু অলটকয়েনটক এর পার্টিসিপ্যান্ট সংখ্যা এখন ধীরেধীরে কমে যাচ্ছে। ফলে বাউন্টি ডিটেকটিভ ভবিষ্যতে এই ফোরামে বাউন্টি প্রোজেক্ট আর নাও আনতে পারে। তাই বাউন্টি ডিটেকটিভ এর বাউন্টিতে জয়েন হওয়া উচিত
আমি আসলে বাউন্টি করার অনেক ইচ্ছা। কিন্তু আমি জানিনা আসলে কোন ম্যানেজারের বাউন্টি ভালো। আপনার কথা শুনে মনে হল বান্টি ডিএক্টিভ এর বাউন্টি গুলো ভালো হবে। ভাই আপনাকে আসলে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন।
-
ঠিক বলেছেন ভাই ইদানিং বাউন্টি ডিটেকটিভ ম্যানেজার ছাড়া বেশি কাওকে বিশ্বাস হয় না।আমার কাছে bubbulex ম্যানেজার কেও ভালো লাগে।তাছাড়া প্রায় ম্যানেজার এর বাউন্টি সাকসেস হয় না।এজন্য সবার উচিৎ বাউন্টি ডিটেকটিভ ম্যানেজারের বাউন্টিতে জয়েন্ট হওয়া।
-
বাউন্টি ডিটেকটিভ আগেও অনেক ভালো ভালো বাউন্টি এনেছে এবং সাকসেস করেছে। বর্তমানে কিছু ভালো বাউন্টি রান করছে। এলার্টঃ কয়েনে বাউন্টি ডিটেকটিভ এর যেসকল বাউনটি চলছে এ ফোরামের সকলের উচিত তাতে কাজ করা । তা না হলে অ্যালার্ট কয়েনে তারা ভবিষ্যতে বাউন্টি নাও হতে পারে এতে ফোরামের জনপ্রিয়তা অনেক কমে যাবে তাই ফোরামের সকলের বেশি বেশি বাউন্টি ডিটেকটিভ এর ক্যাম্পেইনে কাজ করা।
-
ঠিক বলেছেন ভাই ইদানিং বাউন্টি ডিটেকটিভ ম্যানেজার ছাড়া বেশি কাওকে বিশ্বাস হয় না।আমার কাছে bubbulex ম্যানেজার কেও ভালো লাগে।তাছাড়া প্রায় ম্যানেজার এর বাউন্টি সাকসেস হয় না।এজন্য সবার উচিৎ বাউন্টি ডিটেকটিভ ম্যানেজারের বাউন্টিতে জয়েন্ট হওয়া।
bounty Detective manager এর প্রকল্প গুলো সাকসেস হয়। কিন্তু টোকেন এর দাম নিয়ন্ত্রণে থাকে না। তাই হান্টাররা ক্ষতিগ্রস্ত হয়।
-
ঠিক বলেছেন ভাই ইদানিং বাউন্টি ডিটেকটিভ ম্যানেজার ছাড়া বেশি কাওকে বিশ্বাস হয় না।আমার কাছে bubbulex ম্যানেজার কেও ভালো লাগে।তাছাড়া প্রায় ম্যানেজার এর বাউন্টি সাকসেস হয় না।এজন্য সবার উচিৎ বাউন্টি ডিটেকটিভ ম্যানেজারের বাউন্টিতে জয়েন্ট হওয়া।
bounty Detective manager এর প্রকল্প গুলো সাকসেস হয়। কিন্তু টোকেন এর দাম নিয়ন্ত্রণে থাকে না। তাই হান্টাররা ক্ষতিগ্রস্ত হয়।
হ্যা ওনাদের ক্যাম্পেইনের বাজেট কম আবার জয়েন করে বেশী তাই যারা সোস্যাল করে তারা তেমন কিছু ই পায় না।তাই আমি মনে করি তাদের উচিৎ সোস্যাল ৫০০ জনের বেশী না নেওয়া। তাহলে যারা জয়েন্ট করবে তারা কিছু পাবে অন্যথায় আসলেই হান্টাররা ক্ষতিগ্রস্থ হবে বা হচ্ছে।
-
ঠিক বলেছেন ভাই ইদানিং বাউন্টি ডিটেকটিভ ম্যানেজার ছাড়া বেশি কাওকে বিশ্বাস হয় না।আমার কাছে bubbulex ম্যানেজার কেও ভালো লাগে।তাছাড়া প্রায় ম্যানেজার এর বাউন্টি সাকসেস হয় না।এজন্য সবার উচিৎ বাউন্টি ডিটেকটিভ ম্যানেজারের বাউন্টিতে জয়েন্ট হওয়া।
bounty Detective manager এর প্রকল্প গুলো সাকসেস হয়। কিন্তু টোকেন এর দাম নিয়ন্ত্রণে থাকে না। তাই হান্টাররা ক্ষতিগ্রস্ত হয়।
বাউন্টি ডিটেকটিভ এর বেশীর ভাগ প্রকল্পই সাকসেস হয় ঠিকই, কিন্তু আমরা যারা হান্টার আছি তারা সঠিক মূল্য পাই না। এছাড়া ইদানিং তাদের প্রকল্প গুলোতে এডমিন হিসেবে যারা কাজ করেন তাদের কেই কেউ ঠিকমত স্প্রেডশীট আপডেট করেন না, আমি তাদের কয়েকটি প্রকল্পে একাধিকবার কমপ্লেইন ফরম পূরণ করেও কোন সমধান পাইনি। আশাকরি তারা ভবিষ্যতে আরো স্বচ্ছতার সাথে তাদের দায়িত্ব পালন করবেন।
-
ভাই আপনি ঠিকই বলেছেন বাউন্টি ডিএক্টিভ তারা মোটামুটি ভালো ক্যাম্পিয়ান আনে। তাদের প্রায় ক্যাম্পেইনে সাকসেস হয়। কিন্তু বর্তমানে সময়েclipx প্রজেক্টটি সাকসেস হলো না।তবুও আমার মনে হয় সামনে তারা আরো ভালো ক্যাম্পিয়ান আনবে।
-
বর্তমান বাউন্টি ডিটেকটিভ এর বাউন্টিতে কাজ করলে কিছু না কিছু পেমেন্ট পাওয়া যায়। অন্যান্য যেসকল ম্যানেজার আছে তাদের বাউন্টিতে জয়েন হলে কোন কিছুই পাওয়া যায় না। তাই বাউন্টি ডিটেকটিভ এর বাড়িতে আমরা সবাই জয়েন হয়ে কাজ করব।
-
বর্তমান বাউন্টি ডিটেকটিভ এর বাউন্টি ফোরামে চলছে বেশি তাই উনি প্রেমেন্ট জান উনার প্রজেক্টর খুবই ভালো তাই সকলের উচিত বাউন্টি ডিটেকটিভ এর বাউন্টিতে কাজ করা উচিত।
হ্যাঁ ব্রো আপনি ঠিকই বলেছেন। কারণ বাউন্টি ডিটেকটিভ ভালো মানের ক্যাম্পিয়ান আনে। যদিও তার বর্তমানে একটা ক্যাম্পিয়ান ভালো হয়নি তবুও আমি মনে করি তার ক্যাম্পেইনে সবাইকে একসাথে জয়েন হওয়া দরকার। তাহলে অবশ্যই কিছু ভালো ফল পাওয়া যাবে।
-
বাউন্টি ডিটেকটিভ যতগুলো কাজ নিয়ে আসছে তাদের মধ্যে কয়েকটি প্রজেক্ট সাকসেস হইছে। বাকি গুলো এখনো প্রসেসিং এ আছে। বর্তমানে বেশির ভাগ বাউন্টি পেমেন্ট ঠিকমত দিতেছেনা। তারপর ও বাউন্টি ডিটেকটিভ ভাল ম্যানেজার তার বাউন্টিতে জয়েন হওয়া উচিত বলে আমি মনে করি।
-
আমি আপনার কথার সাথে একমত , Hex , বাউন্টিও বাউন্টি ডিটেকটিভ এর ছিল । বাউন্টি ডিটেকটিভ যত গুলো বাউন্টি আছে .মোটামুটি সবগুলোই ভালো মানের , এবং , ভালো সুবিধা সমপূর্ণ বাউন্টি গুলোই শেয়ার দেয় ।
বর্তমান বাউন্টি ডিটেকটিভের বাউন্টি গুলো খুবই ভালো মোটামুটি বাউন্টিতে কাজ করলে কিছু না কিছু পেমেন্ট পাওয়া যায়।
-
মাঝখানে দেখেছি যে বাউন্টি ডিটেকটিভের বাউন্টি তে কিছু সমস্যা হয়েছে। অনেকেই পেমেন্ট পাননি। প্রজেক্ট ওনার টাকা মেরে ভেগে গেছে। এতে ম্যানেজারের কোন দোষ নেই। আমি মনে করি ডিটেকটিভ একজন সৎ লোক। তার প্রজেক্টে কোন সংকোচ ছাড়ায় জয়েন করা যায়।
-
Bounty detective er Campaigns gula khub valo hoy sunsi but ey Forum e ami 2 years por in korlam ja hok ektu kaj korbo insallah...
কাজ করেন ইনশাআল্লাহ পেমেন্ট পাবেন। কাজের কোন কোন বিকল্প নেই।
-
বর্তমান সময়ে ডিটেকটিভ ছাড়া বাউন্টি এতবেশি কেউ আনেনি। কাজেই ডিটেকটিভ একমাত্র ম্যানেজার যে দুরদিনে বাউন্টি নিয়ে এসেছিল। ডটেকটিভের বাউন্টিতে জয়েন করা উচিত।
-
বাউন্টিডিটেকটিভ একজন সৎ এবং পরিশ্রমী ম্যানেজার যদিও ভাল বা বড় কোন প্রজেক্ট আনতে পারেনি। তবে বিশ্বততার জায়গায় ভাল অবস্থান করে নিয়েছে।
-
ইদানীং বাউন্টি ডিটেকটিভ কতোগুলো খুব ভাল মানের বাউন্টি প্রোজেক্ট এনেছে,, HOMT, 3WM, কিন্তু অলটকয়েনটক এর পার্টিসিপ্যান্ট সংখ্যা এখন ধীরেধীরে কমে যাচ্ছে। ফলে বাউন্টি ডিটেকটিভ ভবিষ্যতে এই ফোরামে বাউন্টি প্রোজেক্ট আর নাও আনতে পারে। তাই বাউন্টি ডিটেকটিভ এর বাউন্টিতে জয়েন হওয়া উচিত
ভাই আপনি একদম ঠিক কথা বলেছেন বাউন্টি ডিটেকটিভ এর বাউন্টি গুলা সত্যি খুব ভালো মানের এবং ভাল প্রফিট ফুল তাই এর বাউন্টিতে আমাদের কাজ করা উচিত এতে আমাদের ফোরাম ও এগিয়ে যাবে এবং আমাদেরও প্রফিট হবে।
-
Bounty deactive এর বাউন্টি করলে কিছু না কিছু পাওয়া যায় এবং আমি দেখেছি যে Bounty deactive এর ম্যানেজার অনেক সৎ। তাই সবার উচিত Bounty deactive এর প্রজেক্ট গুলিতে জয়েন্ট হওয়া।
-
বাউন্টি ডিটেকটিভ এর কাজ গুলো অনেক ভালো, কিছু না পাওয়ার চেয়ে কিছু পাওয়াটা অনেক ভালো। আমি মনে করি বাউন্টি ডিটেকটিভ এর বাউন্টি গুলোতে এখনো যারা অ্যাড হননি তারা খুব দ্রুত অ্যাড হন এবং বাউন্টি ডিটেকটিভে বউন্টি করুন অনেক কিছু শিখতে পারবেন আর কিছু না কিছু পেমেন্ট পাবেন কনফার্ম।
-
বর্তমান বাউন্টি ডিটেকটিভ এর বাউন্টি ফোরামে চলছে বেশি তাই উনি প্রেমেন্ট জান উনার প্রজেক্টর খুবই ভালো তাই সকলের উচিত বাউন্টি ডিটেকটিভ এর বাউন্টিতে কাজ করা উচিত।
হ্যা উনার বাউন্টিতে এড হওয়া অনেক ভাল। পেমেন্ট পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তাই সবাই উনার বাউন্টি মিস করবেন না।
-
ইদানীং বাউন্টি ডিটেকটিভ কতোগুলো খুব ভাল মানের বাউন্টি প্রোজেক্ট এনেছে,, HOMT, 3WM, কিন্তু অলটকয়েনটক এর পার্টিসিপ্যান্ট সংখ্যা এখন ধীরেধীরে কমে যাচ্ছে। ফলে বাউন্টি ডিটেকটিভ ভবিষ্যতে এই ফোরামে বাউন্টি প্রোজেক্ট আর নাও আনতে পারে। তাই বাউন্টি ডিটেকটিভ এর বাউন্টিতে জয়েন হওয়া উচিত
আমি আপনার সাথে একমত যদি এখানে পার্টিসিপেন্ট কমে যায় তাহলে এখানে প্রজেক্ট চালাতে আগ্রহ হারিয়ে ফেলবে। ফলে আমরা কাজ থেকে বঞ্চিত হব। তাই আমাদের ফোরাম থেকে সবাই কে কাজ করার অনুরোধ রইল।
-
আমি আপনার কথার সাথে একমত , Hex , বাউন্টিও বাউন্টি ডিটেকটিভ এর ছিল । বাউন্টি ডিটেকটিভ যত গুলো বাউন্টি আছে .মোটামুটি সবগুলোই ভালো মানের , এবং , ভালো সুবিধা সমপূর্ণ বাউন্টি গুলোই শেয়ার দেয় ।
আমিও তাই মনে করি যে ডিটেটিভের বাউন্টিতে জয়েন করা উচিত। এর বাউন্টি গুলোতে সব সময় আপডেট নিউজ থাকে। ম্যানেজার খুবই পরিশ্রমী একজন মানুষ। সব সময় চেস্টা করে ভাল কিছু করার জন্য।
-
ইদানীং বাউন্টি ডিটেকটিভ কতোগুলো খুব ভাল মানের বাউন্টি প্রোজেক্ট এনেছে,, HOMT, 3WM, কিন্তু অলটকয়েনটক এর পার্টিসিপ্যান্ট সংখ্যা এখন ধীরেধীরে কমে যাচ্ছে। ফলে বাউন্টি ডিটেকটিভ ভবিষ্যতে এই ফোরামে বাউন্টি প্রোজেক্ট আর নাও আনতে পারে। তাই বাউন্টি ডিটেকটিভ এর বাউন্টিতে জয়েন হওয়া উচিত
আমি আপনার সাথে একমত যদি এখানে পার্টিসিপেন্ট কমে যায় তাহলে এখানে প্রজেক্ট চালাতে আগ্রহ হারিয়ে ফেলবে। ফলে আমরা কাজ থেকে বঞ্চিত হব। তাই আমাদের ফোরাম থেকে সবাই কে কাজ করার অনুরোধ রইল।
বাউন্টি ডিএক্টিভ উনার সব বাউন্টি তে আমি এড হই। উনার বাউন্টি করলে দেখা যায় কিছু হলেও পাওয়া যায়। যা অন্য সকল ম্যানেজারের বাউন্টি তে এভাবে জোর দিয়ে বলতে পারবেনা যে এর বাউন্টি সাকসেস হবে। কিন্তু দেখা যায় বাউন্টি ডিএক্টিভ এর ম্যানেজার অনেক ভালো এবং কি সৎ। বলে আমি মনে করি উনার বাউন্টিতে অবশ্যই সবারই কাজ করা দরকার।
-
কেন উচিত নয় জানতে পারি কি।তারা তো বর্তমানে অনেক ভালো ভালো বাউন্টি নিয়ে আসছে।সে জন্য আমি মনে করি অবশ্যই জয়েন করা উচিত।তবে তাদের রুলস কিছুটা পরিবর্তন করেছেন।এখন প্রতিদিনই কাজ করা লাগে।
হ্যাঁ ভাইয়া, আপনি একদম ঠিক বলেছেন আমি যদিও নতুন তারপরও মনে করি বাউন্টি ডিএক্টিভ এর যতগুলো বাউন্টি আছে সবগুলাই ভালো মানের আমি বিটকয়েন অ্যাকাউন্ট থেকে বাউন্টি ডিএক্টিভ এর যতগুলো বাউন্টিতে জয়েন করেছি মোটামুটি সবগুলোতেই ভাল প্রফিট পেয়েছি। তাই আমি মনে করি অবশ্যই আমাদের বাউন্টি ডিএক্টিভ এর বাউন্টিতে জয়েন করা উচিত।
-
বাউন্টি ডিটেকটিভের বাউন্টি তে জয়েন হলে কিছু না কিছু পেমেন্ট পাওয়া যায়।তাই আমরা সবাই বাউন্টি ডিটেকটিভের বাউন্টিতে জয়েন হওয়া উচিত।
-
বাউন্টি ডিটেকটিভের বাউন্টি তে জয়েন হলে কিছু না কিছু পেমেন্ট পাওয়া যায়।তাই আমরা সবাই বাউন্টি ডিটেকটিভের বাউন্টিতে জয়েন হওয়া উচিত।
বর্তমানে বাউন্টি ডিটেকটিভ এর কাজ ছাড়া অন্য কোন ম্যানেজারের তেমন কোন কাজ নেই। আমি মনে করি বাউন্টি ডিটেকটিভ এর প্রত্যেকটি প্রজেক্টে জয়েন হওয়া উচিত কেননা কম হলেও পেমেন্ট পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। যা অন্য কোন বাউন্টিতে থাকে না।
-
বর্তমানে বাউন্টি ডিটেকটিভের বাউন্টি গুলিতে পেমেন্ট পাওয়া যায় কিন্তু অনন্য বাউন্টিতে কাজ করলে কম পেমেন্ট পাওয়া যায় যার কারণে বাউন্টি ডিটেকটিভের বাউন্টিতে আপনারা জয়েন হবেন।
-
ইদানীং বাউন্টি ডিটেকটিভ কতোগুলো খুব ভাল মানের বাউন্টি প্রোজেক্ট এনেছে,, HOMT, 3WM, কিন্তু অলটকয়েনটক এর পার্টিসিপ্যান্ট সংখ্যা এখন ধীরেধীরে কমে যাচ্ছে। ফলে বাউন্টি ডিটেকটিভ ভবিষ্যতে এই ফোরামে বাউন্টি প্রোজেক্ট আর নাও আনতে পারে। তাই বাউন্টি ডিটেকটিভ এর বাউন্টিতে জয়েন হওয়া উচিত
বর্তমানে ফোরাম দেখলে শুধুমাত্র বাউন্টি ডিটেকটিভের বাউন্টি ছাড়া কোন কিছুই চোখে পরে না। তাছাড়া ডেটেকটিভের বাউন্টিতে স্ক্যাম হওয়ার সম্ভাবনা কিছু টা কম থাকে। আমি তা বলছি না যে হয় না। হয় যেমন ক্লিপ এক্স এটি স্ক্যম হয়েছে। কয়েকটি ছাড়া বেশির ভাগ ই ভাল হয়েছে যদিও তার বাউন্তিতে প্রফিট বেশি হয় না। তবুও ভাল আমি মনে করি।
-
আমি ক্রিপ্টোকারেন্সি তে ঢুকেছি বেশ কয়েক মাস হয়েছে। তার মধ্যে আমি লক্ষ করেছি বাউন্টি ডিএক্টিভেট বাউন্টি তে অবশ্যই কিছু না কিছু পেমেন্ট পাওয়া যায়। অন্য সকল ম্যানেজারের বাউন্টি তে এরকম বিশ্বাস ও তার সাথে বলা যায়না 100% প্রেমেন্ট পাওয়া যাবে। তাই সবারই উচিত বাউন্টি ডিএক্টিভ ম্যানেজারের বাউন্টি তে অ্যড হওয়া।
-
এমনিতেই বাউন্টি ডিটেকটিভের অধিকাংশ বাউন্টি সাকসেস হয়। তাই আমার মনে হয় ফোরামের সকলে একত্রে মিলে তার সকল বাউন্টিতে জয়েন হওয়া উচিত। এখন পর্যন্ত বাউন্টি ডিটেকটিভ যতগুলো বাউন্টি লঞ্চ করেছে তার অধিকাংশ বাউন্টি থেকে কিছু না কিছু পেমেন্ট পাওয়া গেছে। তাই সবাই তার প্রজেক্টে অ্যাড হওয়া দরকার।
-
আমার দেখা মতে যদি কোনো ভালো ম্যানেজার থাকে তাহলে সেটা হল বাউন্টি ডিএক্টিভেট এর ম্যানেজার। এ পর্যন্ত যে কয়টা বাউন্টি ছাড়ছে মনে হয় সব গুলাই পেমেন্ট করছে। আমার দেখা মতে সবচেয়ে ভালো ম্যানেজার এটা। আর আমরা যারা এলোট কয়েন টল্ক এর বা বাউন্টি সেকশন থেকে জয়েন না হয়ে বিটকয়েন থেকে জয়েন হচ্ছি তারা এটা ভুল করছেন। কারণ যদি আমাদের ফোরামের অ্যাক্টিভিটি সংখ্যা কম থাকে অথবা অল্প পার্টিসিপেন্ট জয়েন হয় তাহলে ওই ম্যানেজার বাউন্টি ছাড়তে চাইবে না এই ফোরামে। তাই আমি বলছি সবাই এ লোট কয়েন ফোরাম থেকে জয়েন হয়েন।
-
বর্তমানে ডিটেকটিভের বাউন্টিগুলো খুবই পটেনশিয়াল। কেউ মিস করবেন না। চেস্টা করুন সব গুলোতে কাজ করার জন্য। ইনি একমাত্র ম্যানেজার যে সবসময় নতুন নতুন বাউন্টি আনার চেস্টা করেন। বলতে গেলে আমাদের বোর্ড কে সচল করে রেখেছেন।
-
বর্তমান বাউন্টি ডিটেকটিভ এর বাউন্টি ফোরামে চলছে বেশি তাই উনি প্রেমেন্ট জান উনার প্রজেক্টর খুবই ভালো তাই সকলের উচিত বাউন্টি ডিটেকটিভ এর বাউন্টিতে কাজ করা উচিত।
আমি আপনার সাথে একমত। বাউন্টি ডিএক্টিভ এর প্রত্যেকটা বাউন্টিতে আমাদের জয়েন করা উচিত। কারণ উনি কখনো নিম্নমানের কোন বাউন্টি এখন পর্যন্ত আনেননি। উনার বাউন্টিতে কাজ করলে অবশ্যই ভাল প্রফিট আশা করা যায়। তাই আমাদের সবার উচিত উনার বাউন্টি গুলাতে জয়েন করা।
-
বাউন্টি ডিটেকটিভ এর বেশিরভাগ প্রজেক্টে সাকসেস হয়ে থাকে এবংতার প্রজেক্ট থেকে কমবেশি পেমেন্ট পাওয়া যায় এখন আমরা যদি এ ফোরামে তার ক্যাম্পেইনগুলোতে কাজ না করি তাহলে হয়তো সে মুখ ফিরিয়ে নেবে এতে altcointalk ফোরামের ও আমারা তারা ফোরামে আছে তাদের বিশাল ক্ষতি হবে।
-
আমি নতুন ইউজার আমি কিভাবে ডিটেকটিভের আইডিতে ঢোকার পর যদি কেউ দয়া করে বলতেন তাহলে খুব উপকৃত হতাম l
-
আপনি ঠিকই বলেছেন বাউন্টি ডিটেকটিভ যেসকল প্রজেক্ট পরিচালনা করে তার সবগুলো বাউন্টি ভালো মানের হয়ে থাকে। এবং তা থেকে পেমেন্ট পাওয়া যায় তাই সবার উচিত বাউন্টি ডিটেকটিভ এর প্রজেক্ট গুলো তে জয়েন করে কাজ করো।
-
বাউন্টি ডিটেকটিভ এর বাউন্টিতে কাজ করলে কিছু না কিছু পেমেন্ট পাওয়া যায়আবার অধিকাংশ বাউন্টি গুলা ষ্কাম হয়ে যায় কোন পেমেন্ট পাওয়া যায় না।তবে বাউন্টি গুলা অধিকাংশ ভালই হয়ে থাকে তাই বাউন্টিতে অবশ্যই কাজ করলে পেমেন্ট পাওয়া যাবে আশা করা যায়।
-
বাউন্টি ডিটেকটিভ এর বাউন্টি গুলো অনেক ভালো। ডিটেকটিভ এর বাউন্টি করলে পেমেন্ট পাওয়া যায় তার বাউন্টিতে ভালো এক্সচেঞ্জ আসে তিনি খুব দ্রুত টোকন ডিস্টিবিউশন কর। বাউন্টি ডিটেকটিভ একজন ভালো ম্যানেজার।
-
বাউন্টি ডিটেকটিভ এর প্রজেক্ট গুলো সব সময় ভালো হয়। আমি যতগুলো প্রজেক্ট দেখেছি প্রায় সবগুলো থেকেই কমবেশি পেমেন্ট পাওয়া যাচ্ছে। বর্তমানে ফোরামে অনেক গুলো প্রজেক্ট চলছে কেউ মিস না করে সবার উচিত প্রজেক্ট গুলোতে কাজ করা। তাহলে বাউন্টি ডিটেকটিভ ফোরামের প্রতি আরো বেশি আস্থা ফিরে পাবে এবং বেশি বেশি বাউন্টি নিয়ে আসবে।
-
ইদানীং বাউন্টি ডিটেকটিভ কতোগুলো খুব ভাল মানের বাউন্টি প্রোজেক্ট এনেছে,, HOMT, 3WM, কিন্তু অলটকয়েনটক এর পার্টিসিপ্যান্ট সংখ্যা এখন ধীরেধীরে কমে যাচ্ছে। ফলে বাউন্টি ডিটেকটিভ ভবিষ্যতে এই ফোরামে বাউন্টি প্রোজেক্ট আর নাও আনতে পারে। তাই বাউন্টি ডিটেকটিভ এর বাউন্টিতে জয়েন হওয়া উচিত
জি ভাইয়া আপনি একদম ঠিক বলেছেন। বাউন্টি ডিএক্টিভ এর বাউন্টি গুলা অনেক ভালমানের হয়ে থাকে। তিনি সবসময় ভালো মানের বাউন্টি নিয়ে আসেন। তার বাউন্টি গুলোতে জয়েন করে ঠিকঠাক কাজ করতে পারলে অবশ্যই ভাল প্রফিট আশা করা যায়। তিনি কখনোই নিম্নমানের বাউন্টি আনেন না। তাই আমারও মনে হয় তার বাউন্টি গুলোতে জয়েন করে আমাদের কাজ করা উচিত।
-
ইদানীং বাউন্টি ডিটেকটিভ কতোগুলো খুব ভাল মানের বাউন্টি প্রোজেক্ট এনেছে,, HOMT, 3WM, কিন্তু অলটকয়েনটক এর পার্টিসিপ্যান্ট সংখ্যা এখন ধীরেধীরে কমে যাচ্ছে। ফলে বাউন্টি ডিটেকটিভ ভবিষ্যতে এই ফোরামে বাউন্টি প্রোজেক্ট আর নাও আনতে পারে। তাই বাউন্টি ডিটেকটিভ এর বাউন্টিতে জয়েন হওয়া উচিত
বাউন্টি ডিটেকটিভ তার ক্যাম্পেইন এ মেজারমেন্ট সম্পর্কে তেমন কিছু ধারনা রাখে না। একটি ক্যাম্পেইন এ দেখলাম 65% বিটকয়েন ফোরামের জন্য এবং 35% অল্টকযেন ফোরামের জন্য অথচ অল্টকয়েন ফোরামে ইউজার সংখ্যা অনেক বেশি।
-
বাউন্টি ডিটেকটিভ অনেক ভালো একটা বাউন্টি কন্ট্রোল টিম। তারা যে কোন প্রজেক্ট আনার আগে তা দেখে শুনে আনে। যাতে কাজ করে হান্টার রা ব্যাথিত না হয়। তাদের অনেক গুলো প্রজেক্ট ই ছোখে পড়ার মতো।
-
ইদানীং বাউন্টি ডিটেকটিভ কতোগুলো খুব ভাল মানের বাউন্টি প্রোজেক্ট এনেছে,, HOMT, 3WM, কিন্তু অলটকয়েনটক এর পার্টিসিপ্যান্ট সংখ্যা এখন ধীরেধীরে কমে যাচ্ছে। ফলে বাউন্টি ডিটেকটিভ ভবিষ্যতে এই ফোরামে বাউন্টি প্রোজেক্ট আর নাও আনতে পারে। তাই বাউন্টি ডিটেকটিভ এর বাউন্টিতে জয়েন হওয়া উচিত
আসলে আমরা যারা নতুন আছি তারা আসলে কেউই বুঝতে পারি না যে কোন ম্যানেজার এর বাড়িগুলো ভালো হবে। আর পোস্ট টি পড়ে বুঝতে পারলাম অতএব আমিও চেষ্টা করব এই সকল ম্যানেজারদের বাড়িতে এড হওয়ার।ধরনের পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।
-
বাউন্টি ডিটেকটিভ এর বেশিরভাগ প্রজেক্টে সাকসেস হয়ে থাকে এবংতার প্রজেক্ট থেকে কমবেশি পেমেন্ট পাওয়া যায় এখন আমরা যদি এ ফোরামে তার ক্যাম্পেইনগুলোতে কাজ না করি তাহলে হয়তো সে মুখ ফিরিয়ে নেবে এতে altcointalk ফোরামের ও আমারা তারা ফোরামে আছে তাদের বিশাল ক্ষতি হবে।
বাউন্টি ডিটেকটিভ এর বেশিরভাগ প্রজেক্টে সাকসেস হয়ে থাকে এটা ঠিক বলেছেন কারণ অল্প হইলেও তারা পেমেন্ট করে থাকে অন্তত স্ক্যাম কম করে থাকে অন্যদের তুলনায় তাই আমি মনে করি আমরা যারা altcointalk ফোরামে আছি তারা খুব একটিভ ভাবে তার বাউন্টি গুলা করবো।
-
বর্তমান সময়ে ডিটেকটিভের বাউন্টি ছাড়া আর কোন বাউন্টি চোখে পড়ে না। ডিটেকটিভ অনেক গুলো বাউন্টি একাবারে করে থাকে। তবে এটি সবসময় খুব একটি ভাল দিক মনে হয় না।
-
ইদানীং বাউন্টি ডিটেকটিভ কতোগুলো খুব ভাল মানের বাউন্টি প্রোজেক্ট এনেছে,, HOMT, 3WM, কিন্তু অলটকয়েনটক এর পার্টিসিপ্যান্ট সংখ্যা এখন ধীরেধীরে কমে যাচ্ছে। ফলে বাউন্টি ডিটেকটিভ ভবিষ্যতে এই ফোরামে বাউন্টি প্রোজেক্ট আর নাও আনতে পারে। তাই বাউন্টি ডিটেকটিভ এর বাউন্টিতে জয়েন হওয়া উচিত
আসলে আমরা যারা নতুন আছি তারা আসলে কেউই বুঝতে পারি না যে কোন ম্যানেজার এর বাড়িগুলো ভালো হবে। আর পোস্ট টি পড়ে বুঝতে পারলাম অতএব আমিও চেষ্টা করব এই সকল ম্যানেজারদের বাড়িতে এড হওয়ার।ধরনের পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।
বাউন্টি করার পূর্বে বাজেট, পার্টিসিফেট, প্রজেক্ট এর হোয়াই প্যাপার, রোড় প্লান এসব নিয়ে ধারণা নিবেন। তাহলে বুঝতে পারবেন কোন প্রজেক্ত ভালো কোন প্রজেক্ট রিয়েল না। বাউন্টি ডিটেকটিভ এর প্রায় সব গুলোই ভালো। তারা সব কিছু চ্যাক করে প্রজেক্টের তারপর বাউন্টি লঞ্চ করে।
-
বাউন্টি ডিটেকটিভ এর বেশিরভাগ প্রজেক্টে সাকসেস হয়ে থাকে এবংতার প্রজেক্ট থেকে কমবেশি পেমেন্ট পাওয়া যায় এখন আমরা যদি এ ফোরামে তার ক্যাম্পেইনগুলোতে কাজ না করি তাহলে হয়তো সে মুখ ফিরিয়ে নেবে এতে altcointalk ফোরামের ও আমারা তারা ফোরামে আছে তাদের বিশাল ক্ষতি হবে।
বাউন্টি ডিটেকটিভ এর বেশিরভাগ প্রজেক্টে সাকসেস হয়ে থাকে এটা ঠিক বলেছেন কারণ অল্প হইলেও তারা পেমেন্ট করে থাকে অন্তত স্ক্যাম কম করে থাকে অন্যদের তুলনায় তাই আমি মনে করি আমরা যারা altcointalk ফোরামে আছি তারা খুব একটিভ ভাবে তার বাউন্টি গুলা করবো।
আপনি মেইন পয়েন্ট টা ধরতে পেরেছেন। অনেক ম্যানেজার আছে মাসে ৫-৬ টি বাউন্টি লঞ্চ করায়। তবে দিন শেষে দেখা যায় সব গুলোই স্কাম। সেদিক থেকে বাউন্টি ডিটেকটিভ কম হলেও পেমেন্ট পায় সব পার্টিসিফেট। সেটা তো আর তাদের দোষ না। পার্টিসিফেট বেশি হলে তো ভাগ বাড়বে।
-
বর্তমান সময়ে ডিটেকটিভের বাউন্টি ছাড়া আর কোন বাউন্টি চোখে পড়ে না। ডিটেকটিভ অনেক গুলো বাউন্টি একাবারে করে থাকে। তবে এটি সবসময় খুব একটি ভাল দিক মনে হয় না।
Altscointalk এ তারা মোটামুটি একটিভ। অন্যান্য অনেক ম্যানেজার আছে যারা এখনো Altscointalk এ বাউন্টি লঞ্চ করে না। শিঘ্রই তারা আশা করি BTT এর পাশাপাশি Altscointalk এ ও বাউন্টি নিয়ে আসবে।
-
বর্তমান সময়ে ডিটেকটিভের বাউন্টি ছাড়া আর কোন বাউন্টি চোখে পড়ে না। ডিটেকটিভ অনেক গুলো বাউন্টি একাবারে করে থাকে। তবে এটি সবসময় খুব একটি ভাল দিক মনে হয় না।
Altscointalk এ তারা মোটামুটি একটিভ। অন্যান্য অনেক ম্যানেজার আছে যারা এখনো Altscointalk এ বাউন্টি লঞ্চ করে না। শিঘ্রই তারা আশা করি BTT এর পাশাপাশি Altscointalk এ ও বাউন্টি নিয়ে আসবে।
অনেক ম্যনেজার ইতিমধ্যে এখানে এসে পরেছে Yahoo ও এখানে একাউন্ট করেছি আমি গতকাল দেখলাম। সে যখন এখানে একাউন্ট করে ফেলেছে বাউন্টিও আনবে আসা করা যায়।
-
আমার কাছে সবচেয়ে ভালো ম্যানেজারদের তালিকায় সবার ওপরে আছে Bounty Ditective and Bubblex। মডারেটর আপনি ঠিকই বলেছেন এদের কারনেই ফোরামে প্রাণ ফিরে পেয়েছে এবং ইউজার অ্যাক্টিভিটি অনেক বেড়েছে। সামনের দিনগুলোতে আরও একজন ভালো ম্যানেজার Yshoo এখানে বাউন্টি নিয়ে আসবেন আশা করি ।কারণ তিনি এখানে অলরেডি একাউন্ট করেছেন।
-
ইদানীং বাউন্টি ডিটেকটিভ কতোগুলো খুব ভাল মানের বাউন্টি প্রোজেক্ট এনেছে,, HOMT, 3WM, কিন্তু অলটকয়েনটক এর পার্টিসিপ্যান্ট সংখ্যা এখন ধীরেধীরে কমে যাচ্ছে। ফলে বাউন্টি ডিটেকটিভ ভবিষ্যতে এই ফোরামে বাউন্টি প্রোজেক্ট আর নাও আনতে পারে। তাই বাউন্টি ডিটেকটিভ এর বাউন্টিতে জয়েন হওয়া উচিত
ভাই আপনি ঠিকই বলেছেন, আমি আপনার সাথে পুরো পুরি একমত, বাউন্টি ডিটেকটিভ অনেক ভালো ভালো কিছু প্রোজেক্ট নিয়ে আসতেছে। আর বাউন্টি ডিটেকটিভ এর প্রোজেক্ট থেকে পেমেন্টসের হার ভালো। তই আমি মনেকরি সবার বাউন্টি ডিটেকটিভ এর প্রোজেক্টে জয়েন্ট করা উচিৎ। আর সুন্দর পরামর্শ দেওয়ার জন্য আপনার জন্য শুভকামনা রইল।
-
হ্যাঁ ভাই আমিও মনে করি বাউন্টি ডিটেকটিভের বাউন্টি গুলোতে জয়েন করা উচিত না হলে একসময় বাউটি একটি প্লাটফর্মে দেওয়া বন্ধ করে দেবে তাই প্রত্যেকের উচিত বাউন্টি ডিটেকটিভের বাউন্টি গুলোতে জয়েন করা
-
ইদানীং বাউন্টি ডিটেকটিভ কতোগুলো খুব ভাল মানের বাউন্টি প্রোজেক্ট এনেছে,, HOMT, 3WM, কিন্তু অলটকয়েনটক এর পার্টিসিপ্যান্ট সংখ্যা এখন ধীরেধীরে কমে যাচ্ছে। ফলে বাউন্টি ডিটেকটিভ ভবিষ্যতে এই ফোরামে বাউন্টি প্রোজেক্ট আর নাও আনতে পারে। তাই বাউন্টি ডিটেকটিভ এর বাউন্টিতে জয়েন হওয়া উচিত
ধন্যবাদ ভাই আপনাকে এই সুন্দর খবর দেওয়ার জন্য এখন থেকে সবটি বাউন্টিতে এড হব ধন্যবাদ
-
ইদানীং বাউন্টি ডিটেকটিভ কতোগুলো খুব ভাল মানের বাউন্টি প্রোজেক্ট এনেছে,, HOMT, 3WM, কিন্তু অলটকয়েনটক এর পার্টিসিপ্যান্ট সংখ্যা এখন ধীরেধীরে কমে যাচ্ছে। ফলে বাউন্টি ডিটেকটিভ ভবিষ্যতে এই ফোরামে বাউন্টি প্রোজেক্ট আর নাও আনতে পারে। তাই বাউন্টি ডিটেকটিভ এর বাউন্টিতে জয়েন হওয়া উচিত
বর্তমানে বাউন্টি ডিটেকটিভের কাজ ছাড়া অন্য কোন কাজই ধরতে গেলে নেই। তাছাড়া বাউন্টিডিটেকটিভের কাজের নিশ্চতা অনেকটাই বেশি। আমি মনে করি এই ম্যানেজারেই কাজ করাই আমাদের জন্যে আমাদের জন্য অত্যন্ত উপযোগী। সবাই কম বেশি কিছু না কিছু পেমেন্ট পাবে। কেউ নিরাশ হবে না। তাই আমি মনে করি এর বাউন্টিগুলোতে জয়েন করা উচিত।
-
ইদানীং বাউন্টি ডিটেকটিভ কতোগুলো খুব ভাল মানের বাউন্টি প্রোজেক্ট এনেছে,, HOMT, 3WM, কিন্তু অলটকয়েনটক এর পার্টিসিপ্যান্ট সংখ্যা এখন ধীরেধীরে কমে যাচ্ছে। ফলে বাউন্টি ডিটেকটিভ ভবিষ্যতে এই ফোরামে বাউন্টি প্রোজেক্ট আর নাও আনতে পারে। তাই বাউন্টি ডিটেকটিভ এর বাউন্টিতে জয়েন হওয়া উচিত
বর্তমানে বাউন্টি ডিটেকটিভের কাজ ছাড়া অন্য কোন কাজই ধরতে গেলে নেই। তাছাড়া বাউন্টিডিটেকটিভের কাজের নিশ্চতা অনেকটাই বেশি। আমি মনে করি এই ম্যানেজারেই কাজ করাই আমাদের জন্যে আমাদের জন্য অত্যন্ত উপযোগী। সবাই কম বেশি কিছু না কিছু পেমেন্ট পাবে। কেউ নিরাশ হবে না। তাই আমি মনে করি এর বাউন্টিগুলোতে জয়েন করা উচিত।
তাদের বাউন্টি গুলো বেশিরভাগই হিট। তারা আসলে ছোখ বন্ধ রেখে প্রজেক্ট আনে না। অনেক ম্যানেজার আছে ১০ টা প্রজেক্ট আনলে ১০ টাই স্কাম। সেদিক থেকে বাউন্টি ডিটেকটিভ অনেক এগিয়ে।
-
আমার কাছে সবচেয়ে ভালো ম্যানেজারদের তালিকায় সবার ওপরে আছে Bounty Ditective and Bubblex। মডারেটর আপনি ঠিকই বলেছেন এদের কারনেই ফোরামে প্রাণ ফিরে পেয়েছে এবং ইউজার অ্যাক্টিভিটি অনেক বেড়েছে। সামনের দিনগুলোতে আরও একজন ভালো ম্যানেজার Yshoo এখানে বাউন্টি নিয়ে আসবেন আশা করি ।কারণ তিনি এখানে অলরেডি একাউন্ট করেছেন।
বর্তমানে স্মল রেভিট ও অনেক ভালো কাজ করতেছে। তার বাউন্টি গুলো অনেক হিট করে। ইয়াহু এর মতো ম্যানেেজাররা যেদিন এলটকয়েনটকে ডুকবে। এলটবয়েনটকে জনপ্রিয়তা কয়েকগুণ বেড়ে যাবে। আমরা আশা করি কোন না কোন একদিন তারা এখানেও আসবে।
-
বাউন্টি ডিটেকটিভ যেগুলা বাউন্টি ক্যাম্পেইন আনছে সেগুলো মোটামুটি ভালো আছে। আপনারা জয়েন হয়ে কাজ করবেন।তাতে আপনারা ভাল প্রফিট পেতে পারে তার বর্তমানে ভালো ক্যাম্পেইন গুলা হলো
Moon defi
Melecoin
Bintex
Smart finance
-
ইদানীং বাউন্টি ডিটেকটিভ কতোগুলো খুব ভাল মানের বাউন্টি প্রোজেক্ট এনেছে,, HOMT, 3WM, কিন্তু অলটকয়েনটক এর পার্টিসিপ্যান্ট সংখ্যা এখন ধীরেধীরে কমে যাচ্ছে। ফলে বাউন্টি ডিটেকটিভ ভবিষ্যতে এই ফোরামে বাউন্টি প্রোজেক্ট আর নাও আনতে পারে। তাই বাউন্টি ডিটেকটিভ এর বাউন্টিতে জয়েন হওয়া উচিত
আপনি একদম ঠিক বলেছেন ভাই আমি আপনার সাথে একমত পোষণ করছি। এলার্ট কয়েনের পার্টিসিপ্যান্ট সংখ্যা এখন ধীরে ধীরে কমে যাচ্ছে। বাউন্টি ডিটেকটিভ ভবিষ্যতে এই ফোরামে বাউন্টি নাও আনতে পারে। তাই বাউন্টি ডিটেকটিভের বাউন্টিতে জয়েন্ট হওয়া আমাদের উচিত।
-
বাউন্টি ডিটেকটিভ যেগুলা বাউন্টি ক্যাম্পেইন আনছে সেগুলো মোটামুটি ভালো আছে। আপনারা জয়েন হয়ে কাজ করবেন।তাতে আপনারা ভাল প্রফিট পেতে পারে তার বর্তমানে ভালো ক্যাম্পেইন গুলা হলো
Moon defi
Melecoin
Bintex
Smart finance
আপনি ঠিক বলেছেন আপনি বাউন্টি ডিএক্টিভ এর বর্তমান রানিং যে চারটি বাউন্টি এর কথা উল্লেখ করেছেন আমার মতে প্রত্যেকটি বাউন্টি অনেক ভালমানের। তিনি কখনো নিম্নমানের বাউন্টি নিয়ে আসেন না। তাই আমাদের সবার উচিত বাউন্টি ডিএক্টিভেট প্রত্যেকটা বাউন্টিতে জয়েন করে ঠিকঠাক কাজ করে দেয়ার। আমরা যদি তার বাউন্টিতে কাজ করে দিতে না পারি তাহলে হয়তো তিনি আর অদূর ভবিষ্যতে এখানে বাউন্টি নিয়ে আসবেন না। তাই সবাইকে অনুরোধ করে বলব আপনারা সবাই বাউন্টি ডিএক্টিভ এর বাউন্টিতে জয়েন করুন।
-
আমি আপনার কথার সাথে একমত , Hex , বাউন্টিও বাউন্টি ডিটেকটিভ এর ছিল । বাউন্টি ডিটেকটিভ যত গুলো বাউন্টি আছে .মোটামুটি সবগুলোই ভালো মানের , এবং , ভালো সুবিধা সমপূর্ণ বাউন্টি গুলোই শেয়ার দেয় ।
বাউন্টি ডিটেকটিভের বাউন্টিতে মানুষের আস্থা আছে। বিশেষ করে যারা হান্টার আছে তারা তো জানেই সেই সাথে যারা ইনভেষ্টর তারাও বিষয় টি মাথায় রেখেছেন। তাই যে কোন নতুন বাউন্টি আসলেও প্রার্টিশিপেন্ট ফিলাপ হয়ে যায় মুহুর্তেই। তবে আমি মনে করি এত ঘন ঘন প্রজেক্ট আনার চেয়ে ভাল প্রজেক্ট কম আনা অনেক ভাল। আপনি কি মনে করেন?
-
ইদানীং বাউন্টি ডিটেকটিভ কতোগুলো খুব ভাল মানের বাউন্টি প্রোজেক্ট এনেছে,, HOMT, 3WM, কিন্তু অলটকয়েনটক এর পার্টিসিপ্যান্ট সংখ্যা এখন ধীরেধীরে কমে যাচ্ছে। ফলে বাউন্টি ডিটেকটিভ ভবিষ্যতে এই ফোরামে বাউন্টি প্রোজেক্ট আর নাও আনতে পারে। তাই বাউন্টি ডিটেকটিভ এর বাউন্টিতে জয়েন হওয়া উচিত
ঠিক বলেছেন আপনি বাউন্টি ডিএক্টিভেট এর যতগুলো বাউন্টি আছে সবগুলোতে আমাদের জয়েন করতে হবে কারণ এই প্রজেক্ট সব সময় প্রেমেন্ট করে থাকে। বর্তমানে এই প্রজেক্টটি ভালো ফর্মে আছে।
-
অবশ্যই উচিত বাউন্টি ডিটেকটিভ এর প্রোজেক্টে জয়েন করা। আমি দীর্ঘদিন ধরে লক্ষ করছি বাউন্ট ডিটেকটিভ অনেক ভালো ভালো কিছু প্রোজেক্ট নিয়ে আসছে। তাদের প্রোজেক্ট অন্যদের তুলনায় পেমেন্ট পাওয়া যায়। বাউন্টি ডিটেকটিভ এর কারনে আমরা কিছু কিছু পেমেন্ট ঘরে তুলতে পারছি।
-
আমি ম্যানেজারদের সম্পর্কে খুব একটা জানিনা কিন্তু আপনাদের সকলের পোস্ট পরেএটা বুঝতে পারলাম যে বাউন্টি ডিটেকটিভ ভালো ম্যানেজার। এটা জানতে পারে আমি অনেক উপকৃত হলাম। আমি অবশ্যই তার ক্যাম্পগুলোতে কাজ করব।
-
ইদানীং বাউন্টি ডিটেকটিভ কতোগুলো খুব ভাল মানের বাউন্টি প্রোজেক্ট এনেছে,, HOMT, 3WM, কিন্তু অলটকয়েনটক এর পার্টিসিপ্যান্ট সংখ্যা এখন ধীরেধীরে কমে যাচ্ছে। ফলে বাউন্টি ডিটেকটিভ ভবিষ্যতে এই ফোরামে বাউন্টি প্রোজেক্ট আর নাও আনতে পারে। তাই বাউন্টি ডিটেকটিভ এর বাউন্টিতে জয়েন হওয়া উচিত
Bounty Detective sottikar orthe e valo maner bounty Nia asar Jonno chesta kore. Tar bounty gula payment guarantee thake. Tar kaj kore kono loss nai.
ঠিক বলেছেন আপনি বাউন্টি ডিএক্টিভেট সত্যিকার অর্থেই ভালো মানের বাউন্টি নিয়ে আসার জন্য চেষ্টা করে। আর সব সময় পেমেন্ট করে। এটা কখনোই স্কাম করেনা আমার দেখা মতে পর্যন্ত আমি দেখতে পাই নাই যে স্কাম করছে।
-
আপনার সাথে আমি একমত। কারণ বাউন্টি ডিটেকটিভ এর অধিকাংশ বাউন্টি সাকসেস হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তাই তার বাউন্টিতে জয়েন হলে প্রফিট পাবার সম্ভাবনা অনেক বেশি। তাই আমার মনে হয় আমাদের সবার তার বাউন্টিতে জয়েন হওয়া উচিত।
-
আপনার সাথে আমি একমত। কারণ বাউন্টি ডিটেকটিভ এর অধিকাংশ বাউন্টি সাকসেস হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তাই তার বাউন্টিতে জয়েন হলে প্রফিট পাবার সম্ভাবনা অনেক বেশি। তাই আমার মনে হয় আমাদের সবার তার বাউন্টিতে জয়েন হওয়া উচিত।
এক সময়ে এই ফোরামের জনপ্রিয়তা তেমন ছিলোনা, বাউন্টি তেমন আসতোনা। বাউন্টি ডিটেকটিভের আনার পরে হুড়হুড় করে মেম্বার সংখ্যা বেড়ে গেছে। এখন ক্রিপ্টোটকের চেয়ে জনপ্রিয়তায় দ্বিতীয়তে চলে এসেছে অলটকয়েনটক। সামনে বিটকয়েনটকের সাথেও পাল্লা দিতে প্রস্তুত। এজন্য আমি পারসনালি বাউন্টি ডিটেকটিভকে ধন্যবাদ দিতে চাই এমন অবদান রাখার জন্য। শুধু বাউন্টি ডিটেকটিভ নয়, অধিকাংশ বাউন্টিতে জয়েন করা উচিত। আস্তে আস্তে সব ম্যানেজাররা বাউন্টি নিয়ে আসতেছে এখানে। আমি নিজেও বিটকয়েনটকের চেয়ে এখানে বেশি বাউন্টিতে জয়েন করে কাজ করতেছি।
-
বাউন্টি ডিটেকটিভ প্রথমদিকে অনেক ভালো ম্যানেজার ছিল। কিন্তু অনেক প্রকল্প জালিয়াতি করার পর তাদের রেপুটেশন অনেকটাই কমে গেছে। আমি মনে করি যারা বাউন্টি করে তাদের সচেতন হওয়া উচিত
-
বাউন্টিডিটেকটিভের খুব নাম শোনা যাচ্ছে। আর আমি বাউন্টি বোর্ডে দেখলাম বেশির ভাগ ই বাউন্টিডিটেকটিভের কাজ। যদি ভাল না হতো তাহলে সবাই জয়েন করত না। তাই আমি মনে করি এই ম্যানেজারের সব কাজই করা উচিত।
-
আমি আপনার কথার সাথে একমত , Hex , বাউন্টিও বাউন্টি ডিটেকটিভ এর ছিল । বাউন্টি ডিটেকটিভ যত গুলো বাউন্টি আছে .মোটামুটি সবগুলোই ভালো মানের , এবং , ভালো সুবিধা সমপূর্ণ বাউন্টি গুলোই শেয়ার দেয় ।
আমরা যদি এই ফোরামের উন্নতি সাধনে ভূমিকা না রাখি তাহলে ফোরাম এগোতে পারবে না। তাই আসুন সকলেে মিলে ফোরামের উন্নতি হতে সাহায্যে করি।
আপনার সাথে আমি একমত কারণ বাউন্টি ডিটেকটিভ যতগুলো বাউন্টি লঞ্চ করে তার অধিকাংশ বাউন্টি সাকসেস হয় এবং ভালো মানের প্রফিট পাওয়া যায়। তাই আমরা যদি তার বাউন্টিতে জয়েন না হয় তাহলে তিনি ভবিষ্যতে আর কোন বাউন্টি নাও আনতে পারেন। তাই এই ফোরামের উন্নতির কথা হবে আমাদের সবার বান্টি ডিটেকটিভের পাউন্ড ওজন হওয়া দরকার ।
-
আপনার সাথে আমি একমত। কারণ বাউন্টি ডিটেকটিভ এর অধিকাংশ বাউন্টি সাকসেস হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তাই তার বাউন্টিতে জয়েন হলে প্রফিট পাবার সম্ভাবনা অনেক বেশি। তাই আমার মনে হয় আমাদের সবার তার বাউন্টিতে জয়েন হওয়া উচিত।
এক সময়ে এই ফোরামের জনপ্রিয়তা তেমন ছিলোনা, বাউন্টি তেমন আসতোনা। বাউন্টি ডিটেকটিভের আনার পরে হুড়হুড় করে মেম্বার সংখ্যা বেড়ে গেছে। এখন ক্রিপ্টোটকের চেয়ে জনপ্রিয়তায় দ্বিতীয়তে চলে এসেছে অলটকয়েনটক। সামনে বিটকয়েনটকের সাথেও পাল্লা দিতে প্রস্তুত। এজন্য আমি পারসনালি বাউন্টি ডিটেকটিভকে ধন্যবাদ দিতে চাই এমন অবদান রাখার জন্য। শুধু বাউন্টি ডিটেকটিভ নয়, অধিকাংশ বাউন্টিতে জয়েন করা উচিত। আস্তে আস্তে সব ম্যানেজাররা বাউন্টি নিয়ে আসতেছে এখানে। আমি নিজেও বিটকয়েনটকের চেয়ে এখানে বেশি বাউন্টিতে জয়েন করে কাজ করতেছি।
হ্যাঁ ভাই আপনি ঠিক বলেছেন আসলে বাউন্টি ডিএক্টিভ এর ম্যানেজারের বাউন্টিতে জয়েন্ট হতে হবে এমন কোন কথা নেই।আরো অনেক ম্যানাজার রয়েছে যারা অনেক ভালো ভালো ক্যাম্পিয়ান আনে এবং সেই ক্যাম্পেন গুলো সাকসেস হয়। আমরা যদি পেমেন্ট পেতে চাই তাহলে অবশ্যই সবাইকে সকল বাউন্টি ক্যাম্পিয়ান এড হতে হবে।
-
ইদানীং বাউন্টি ডিটেকটিভ কতোগুলো খুব ভাল মানের বাউন্টি প্রোজেক্ট এনেছে,, HOMT, 3WM, কিন্তু অলটকয়েনটক এর পার্টিসিপ্যান্ট সংখ্যা এখন ধীরেধীরে কমে যাচ্ছে। ফলে বাউন্টি ডিটেকটিভ ভবিষ্যতে এই ফোরামে বাউন্টি প্রোজেক্ট আর নাও আনতে পারে। তাই বাউন্টি ডিটেকটিভ এর বাউন্টিতে জয়েন হওয়া উচিত
ভাই আপনি ঠিক বলেছেন আমি আপনার সাথে একমত পোষণ করছি, আমি বাউন্টি ডিএক্টিভ এর যতগুলো বাউন্টি দেখেছি প্রায় সবগুলোই সাকসেস হতে দেখেছি। উনি সবসময় ভাল মানের বাউন্টি আনতে চেষ্টা করেন। উনি কখনোই নিম্নমানের বাউন্টি আনেন না তাই আমাদের অবশ্যই বাউন্টি ডিঅ্যাক্টিভ এর প্রত্যেকটা বাউন্টিতে জয়েন করা উচিত।
-
আমার যতটুকু ধারনা আছে বাউন্টি ডিটেকটিভের বাউন্টি সবসময় ভাল হয়ে থাকে। এদের প্রায় সবগুলো বাউন্টি সাকসেস হয়ে থাকে এবং এদের বাউন্টিগুলো থেকে ভাল প্রফিট পাওয়া যায়। স্প্রেডশিট নিয়মিত আপডেট করে। তাই আমি মনে করি বাউন্টি ডিটেকটিভের বাউন্টি গুলোতে এড হওয়া উচিত এবং এতে থেকে ভালো প্রফিট পাওয়া সম্ভব।
-
বাউন্টি ডিটেকটিভ একটি ভালো মানের বাউন্টি এভানটি খুব জনপ্রিয় এই বাউন্টিতে ভালো মানের টোকন দেওয়া হয়
-
ভাই আমার জানামতে বাউন্টি ডিটেকটিভ এর সকল বাউন্টি সাকসেসফুল বাউন্ডুলে ধরা যায় সেজন্য আমি বলি যে আমাদের এই ফোরামে যেসকল বাউন্টি আসে এবং বাউন্টি ম্যানেজার এর সকল বাউন্টি আমাদের করা উচিত কেননা সেখানে থেকে আমরা কিছু না কিছু প্রেমেন্ট অবশ্যই পাব আর আমাদের এই ফোরামের যদি কোন বাউন্টি আসে সেগুলো তো যদি আমরা কাজ না করি তাহলে তারা আর আমাদের এই ফোরামে কোন বাউন্টি ছাড়বে না তো আমাদের উচিত সকল বাউন্টিতে কাজ করা
-
আপনি সুন্দর একটি পোস্ট করেছেন আসলে আমি মনে করি বাউন্টি ডিএক্টিভেট বাউন্টি গুলো অনেক ভালো হয় এবং সাকসেস হয় সববাউন্টি তাই আমি মনে করি এই ফোরামে যে সমস্ত বাউন্টি ডিএক্টিভ থেকে বাউন্টি আসে সেগুলো অনেক বিশ্বস্ত এবং ভালো হয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই মূল্যবান পোষ্টটি করার জন্য।
-
হ্যাঁ ভাই আপনি ঠিক বলেছেন বর্তমানে বাউন্টি ডিএক্টিভ এর ম্যানেজার সব সময় ভালো ভালো ক্যাম্পিয়ান নিয়ে আসছে। সবাই সেখানে কাজ করছি। বান্টি ডিএক্টিভ এর ম্যানেজার কে সবাই অনেক পছন্দ করে। এবং এ কারণেই তার বাউন্টি ক্যাম্পেইনে সবাই এড হয়।
-
বাউন্টি ডিএক্টিভ যতগুলো বাউন্টি ক্যাম্পেইনে ট্রাকগুলোতে আমি এড হয়ে থাকি।আসলে আমরা সবাই জানি বাউন্টি ডিএক্টিভেট ম্যানেজার এর বাউন্টি প্রায় সবগুলো অনেক ভালো। কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাউন্টি ডিএক্টিভ এর ম্যানেজারের বেশকিছু বাউন্টি এর প্রেমেন্ট পাওয়া যাচ্ছে না। আসলে আমরা তার দোষ দিয়ে কি করব আসলে পুরোপুরি দোষ হচ্ছে একটা টিমের। কোন প্রজেক্ট সাকসেস হওয়ার পর যদি টিম না করে দেয় টোকন দিব না তাহলে ম্যানেজারের কিছুই করার থাকেনা।
-
ইদানীং বাউন্টি ডিটেকটিভ কতোগুলো খুব ভাল মানের বাউন্টি প্রোজেক্ট এনেছে,, HOMT, 3WM, কিন্তু অলটকয়েনটক এর পার্টিসিপ্যান্ট সংখ্যা এখন ধীরেধীরে কমে যাচ্ছে। ফলে বাউন্টি ডিটেকটিভ ভবিষ্যতে এই ফোরামে বাউন্টি প্রোজেক্ট আর নাও আনতে পারে। তাই বাউন্টি ডিটেকটিভ এর বাউন্টিতে জয়েন হওয়া উচিত
বাউন্টি ডিটেকটিভ এর বাউন্টি এগুলো ভালো হয়ে থাকে। তাদের বাউন্টি গুলো বেশিরভাগ সাকসেসফুল হয়। এছাড়াও এদের বাউন্টি থেকে ভাল প্রফিট পাওয়া যায়। তারা সঠিকভাবে সঠিক সময় তাদের টোকেন ডিস্ট্রিবিউট করে দেয়।তাই আমি শুরু থেকেই বাউন্টি ডিটেকটিভদের বাউন্টি গুলো পছন্দ করি।
-
হ্যাঁ ভাই বাউন্টি ডিটেকটিভের বাউন্টি গুলো প্রায় সবসময়ই ভালো হয়ে থাকে ।তাই আমরা যারা এই ফোরামে কাজ করি আমাদের সবারই উচিত এই ফোরামে নিয়মিত একটিভ থেকে বাউন্টি ডিটেকটিভের বাউন্টি গুলোতে অ্যাড হয়ে কাজ করা উচিত । বাউন্টি ডিটেকটিভের বাউন্টি গুলোতে কাজ করলে ভালো পেমেন্ট পাওয়া সম্ভব ।
-
আপনি একদম ঠিক বলেছেন ইদানিং বাউন্টি ডিএক্টিভ অনেকগুলো বাউন্টি এনেছে সব বাউন্টি সাকসেস হওয়ার সম্ভাবনা বেশি তাই আমরা বাউন্টি ডিএক্টিভ এর বাউন্টি গুলো করে ভবিষ্যতে ভালো অর্থ উপার্জন করবো এবং আমরা সবাই মিলে সেখানে জয়েন হবো ।
-
বাউন্টি ডিটেকটিভ এর বাউন্টিতে একজন হওয়ার প্রয়োজন কারণ ডিটেকটিভ বাউন্টি গুলো অনেক ভাল হয় এবং এবং এটি সাকসেসফুল হয় বেশি এ কারণে বাউন্টি ডিটেকটিভ করতে হলে ডিটেকটিভ বাউন্টি অবশ্যই জয়েন করতে হবে।
-
হ্যাঁ ভাই আপনি ঠিক বলেছেন বাউন্টি ডিটেকটিভের সকল বাউন্টিতে কাজ করা উচিৎ কেননা আমরা জানি যে বাউন্টি ডিটেকটিভ এর সকল বাউন্টি সাকসেস হওয়ার সম্ভাবনা রয়েছে তাই আমরা যদি তার সকল বাউন্টিতে জয়েন হয় তাহলে ভবিষ্যতে কিছু না কিছু পেমেন্ট পাবো ইনশাল্লাহ তাই আমাদের উচিত হবে তার সকল বাউন্টিতে কাজ করা
-
ভাইয়া আপনি একদম ঠিক কথা বলেছেন কারণ বর্তমানে যে বাউন্টি ম্যানেজার সবচেয়ে বেশি পরিমাণ প্রেমেন্ট করে থাকতে সে বাউন্টি ম্যানেজার হল বাউন্টি ডিটেকটিভ তার প্রতিকার প্রজেক্ট সাধারণত সাকসেস হয়ে থাকে।তাই সাউন্ডে ডিটেকটিভ যদি অ্যালার্ট কনফর্মিটি আনে এবং আমরা যদি সেখানে জয়েন না হয় তাহলে মনে হয় না যে ভবিষ্যতে তিনি আর কোন বাউন্টি প্রজেক্ট এই ফোরামে আনবেন তাই আমাদের সকলের উচিত তার বাউন্টি প্রজেক্ট গুলোতে বেশি বেশি জয়েন হওয়া।
-
বর্তমানে যে সকল বাউন্টি চলছে তা অধিকাংশ অনেক ভালো এবং বাউন্টি ডিটেকটিভ এর বাউন্টি গুলোর পেমেন্ট খুব তাড়াতাড়ি করে। তাই বাউন্টি ডিটেকটিভ এর বাউন্টিতে জয়েন হয়ে আপনারা কাজ করবেন অবশ্যই পেমেন্ট পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি রয়েছে।
-
বাউন্টি ডিটেকটিভ এর বাউন্টিতে জয়েন হলে লাভ কি অনেকগুলো প্রজেক্টে কাজ করলে সামান্য কিছু পরিমাণ প্রোজেক্টের পেমেন্ট পাওয়া যায় এবং অধিকাংশ পেমেন্ট গুলো মিছ যায়। কিছু কিছু ভালো ভালো প্রজেক্ট কাজ করেছি সবই ভালো ঠিক আছে লাস্টের দিকে এসে স্কাম ঘোষণা করে দেয় এ সময় খুব খারাপ লাগে।
-
বেশ কিছুদিন আগে বাউন্টি ডিএক্টিভ এর ক্যাম্পিয়নে অ্যাড হলে কিছু না কিছু পাওয়া যেত।কিন্তু বর্তমানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো প্রজেক্ট সাকসেস হয় নাই।এজন্য আমি বলি বাউন্টি ডিএক্টিভ এই ম্যানেজার যদি টিমের সাথে ভালো করে আলাপ আলোচনা করে বাউন্টি নিয়ে আসে তাহলে সাকসেস হওয়ার সম্ভাবনা বেশি।
-
আপনি কিন্তু কথা বলেছেন সত্যিই বাউন্টি ডিএক্টিভ আমাদের এই ফর্মে যেসকল বাউন্টি গুলো আছে সেগুলো সাকসেস হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এবং সেগুলো বেশিরভাগ ক্যাম্পেইনই সাকসেসফুল হয় তাই আমরা সকলেই এই বাউন্টি ডিঅ্যাক্টিভ এর বাউন্টি গুলো করে অবশ্যই ভবিষ্যতে সফলতা অর্জন করতে পারো।
-
বাউন্টি ডিএক্টিভ যতগুলো বাউন্টি ক্যাম্পেইনে ট্রাকগুলোতে আমি এড হয়ে থাকি।আসলে আমরা সবাই জানি বাউন্টি ডিএক্টিভেট ম্যানেজার এর বাউন্টি প্রায় সবগুলো অনেক ভালো। কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাউন্টি ডিএক্টিভ এর ম্যানেজারের বেশকিছু বাউন্টি এর প্রেমেন্ট পাওয়া যাচ্ছে না। আসলে আমরা তার দোষ দিয়ে কি করব আসলে পুরোপুরি দোষ হচ্ছে একটা টিমের। কোন প্রজেক্ট সাকসেস হওয়ার পর যদি টিম না করে দেয় টোকন দিব না তাহলে ম্যানেজারের কিছুই করার থাকেনা।
হ্যাঁ বাউন্টি ডিটেকটিভ যেসকল বাউন্টি আনে সকল বাউন্টি হাই কোয়ালিটির হয়ে থাকে এবং সকল বাউন্টি সাকসেসফুল হিসেবে ধরা যায় কিন্তু হ্যা কিছু কিছু বাউন্টি সাকসেসফুল হওয়ার পরেও পেমেন্ট দেয় না এক্ষেত্রে ম্যানেজারের কিছু করার থাকে না পুরোটাই নির্ভর করে টিমের উপর তবে আমি মনে করি বাউন্টি ডিটেকটিভ এর সকল বাউন্টিতে জয়েন হওয়া উচিত
-
বাউন্টি ডিটেকটিভ এর বাউন্টি সাকসেস হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে. ইতিমদ্ধে এর অনেক বাউন্টি সাকসেস হয়েছে কিন্তু পেমেন্ট দেয়ার পরে এই টোকেন গুলোর কোনো মূল্য না থাকাতে অনেকে এই বাউন্টি গুলোতে বিশ্বাস করছে না.
-
বাউন্টি ডিটেকটিভ তে জয়েন হওয়া আমাদের সবার উচিত।বাউন্টি প্রজেক্ট মানে আমরা বুঝি দীর্ঘসময়ের প্রজেক্ট এই দীর্ঘসময়ের প্রজেক্ট সম্পন্ন হওয়ার পর বাউন্টি তারা পেমেন্ট করে থাকে। বাউন্টি প্রজেক্ট গুলো বেশি স্পাম করতে দেখা যায় না।
-
ইদানীং বাউন্টি ডিটেকটিভ কতোগুলো খুব ভাল মানের বাউন্টি প্রোজেক্ট এনেছে,, HOMT, 3WM, কিন্তু অলটকয়েনটক এর পার্টিসিপ্যান্ট সংখ্যা এখন ধীরেধীরে কমে যাচ্ছে। ফলে বাউন্টি ডিটেকটিভ ভবিষ্যতে এই ফোরামে বাউন্টি প্রোজেক্ট আর নাও আনতে পারে। তাই বাউন্টি ডিটেকটিভ এর বাউন্টিতে জয়েন হওয়া উচিত
ভাই বাউন্টি ডিটেকটিভ আগে থেকেই খুব ভালো মানের বাউন্টি এনে থাকে এই এলোটকয়েন ফোরামে। তার আনা বাউন্টি গুলো সব সময়ই সাকসেস হয়ে থাকে, স্ক্যাম নেই বললেই চলে।
অন্যদিকে আরও যারা বাউন্টি আনে তাদের অনেকের অধিকাংশ বাউন্টিই স্ক্যাম হয়ে থাকে। তাই আমাদের সকলেরই উচিৎ বাউন্টি ডিটেকটিভ এর আনা বাউন্টি তে অংশগ্রহণ করা, এতে করে সে পরবর্তীতে এই ফোরামে নতুন নতুন বাউন্টি আনার আগ্রহ পাবে।
-
ফোরামে ক্যাম্পেইন মুলত বাউন্টি ডিটেকটিভই চালায়। তার প্রজেক্ট না থাকলে আমার মনে হয় ফোরাম মাঝেই শূণ্য হাতে বসে থাকত। তাছাড়া ডিটেকটিভের কাজের পেমেন্টও পাওয়া যায়। পেমেন্টের পরিমান একটু কম হলেও ভাল নিয়মিত কাজ করা যাচ্ছে। তাই আমি মনে করি ডিটেকটিভের বাউন্টিতে জায়েন করা ভাল।
-
আমার জানামতে বাউন্টি ডিএক্টিভেট এর বাউন্টি গুলো অনেক ভালো মানের হয়ে থাকে। ইদানিং আমাদের মাঝে অনেকগুলো ডিএক্টিভেট বাউন্টি এসেছে এবং প্রায় সবগুলো বাউন্টি অনেক ভালো। আর এই ডিএক্টিভ এর বাউন্টি প্রায় শতকরা 80 পার্সেন্ট পেমেন্ট করে। আর তাই বলা যায় যে বাউন্টি ডিএক্টিভ একটি ভাল মানের প্রজেক্ট। এবং কে আমরা সকলে যদি বাউন্টি ডিএক্টিভ ভালোভাবে কাজ করি তাহলে আমরা ভালো মানের পেমেন্ট পেতে পারি।
-
ইদানীং বাউন্টি ডিটেকটিভ কতোগুলো খুব ভাল মানের বাউন্টি প্রোজেক্ট এনেছে,, HOMT, 3WM, কিন্তু অলটকয়েনটক এর পার্টিসিপ্যান্ট সংখ্যা এখন ধীরেধীরে কমে যাচ্ছে। ফলে বাউন্টি ডিটেকটিভ ভবিষ্যতে এই ফোরামে বাউন্টি প্রোজেক্ট আর নাও আনতে পারে। তাই বাউন্টি ডিটেকটিভ এর বাউন্টিতে জয়েন হওয়া উচিত
আপনি ঠিক বলেছেন ইদানিং যতগুলো বাউন্টি ডিএক্টিভ এসেছে সবগুলোই খুব ভালো মানের প্রজেক্ট। কিন্তু Altcoin এর পার্টিসিপ্যান্ট সংখ্যা বর্তমানে অনেক কমে গিয়েছে। Altcoin এর পার্টিসিপ্যান্ট কমে গিয়ে Bitcoin এর পার্টিসিপ্যান্ট অনেক বেড়ে গেছে। এজন্য Altcoin এ বাউন্টি ডিএক্টিভ এর বাউন্টি অনেক কোম আসতে চলেছে। এজন্য আমাদের সবার উচিত বাউন্টি ডিএক্টিভের বাউন্টিতে জয়েন হওয়া।
-
আসসালামু আলাইকুম বাউন্টি ডিটেকটিভ এর বাড়িতে আমি মনে করি সবাই জয়েন হলে ভালো। কারন আমি কিছুদিন আগে বাউন্টি ডিটেকটিভ এর কাজ করেছিলাম। এ প্রজেক্ট এ কাজ শেষ হওয়ার প্রায় 30 দিন পর পেমেন্ট করেছিল। এটি সাকসেসফুল হওয়ার সম্ভাবনা খুব বেশি বলে আমি মনে করি। 90 পার্সেন্ট পেমেন্ট করে থাকে এই প্রজেক্টটি। যদিও আমি এই ফর্মে নতুন তবে আমি কিছুদিন হলো বাউন্টি করেছি তবে সবচেয়ে সাকসেসফুল বাউন্টি হিসেবে আমি এই ডিটেকটিভ মনে করি।
-
আসসালামুয়ালাইকুম বাউন্টি ডিটেকটিভ অনেক ভালো সাকসেসফুল হওয়ার সম্ভাবনা খুবই বেশি। এই এই প্রজেক্টটি 80 পার্সেন্ট পেমেন্ট করে। আমি মনে করি বাউন্টি ডিটেকটিভ আপনারা জয়েন হলে ভালো। এই প্রজেক্টে আমিও জয়েন হয়ে কাজ শেষে 30 দিনের মধ্যে পেমেন্ট পেয়েছি।
যদিও আমি ফর্মে নতুন তবে কিছুদিন হলো বান্টি তে জয়েন করেছি এবং বাউন্টি ডিটেকটিভ থেকে অল্প দিনের মধ্যেই পেমেন্ট পেয়েছ আপনারা জয়েন করলে ভালো হবে। মনোযোগ দিয়ে কাজ করবেন ধৈর্য রাখবেন ।।
-
আপনি রাইট, হ্যা বাউন্টি ডিটেক্টিভ এর অধিকাংশ বাউন্টি ক্যাম্পেইন আমরা সাকসেস হতে দেখেছি, উনার ক্যাম্পেইন গুলো সব সময় অনেক ভালো মানের হয়। তাই আমি মনে করি আমাদের উনার ক্যাম্পেইন এ জয়েন হওয়া উচিৎ এবং উনাকে সাপোর্ট করা উচিত।
-
আপনি সুন্দর একটি পোস্ট করেছেন আসলে আমি মনে করি বাউন্টি ডিএক্টিভেট বাউন্টি গুলো অনেক ভালো হয় এবং সাকসেস হয় সববাউন্টি তাই আমি মনে করি এই ফোরামে যে সমস্ত বাউন্টি ডিএক্টিভ থেকে বাউন্টি আসে সেগুলো অনেক বিশ্বস্ত এবং ভালো হয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই মূল্যবান পোষ্টটি করার জন্য।
আমিও আপনার সাথে একমত, বাউন্টি ডিটেক্টিভ এর বাউন্টি গুলো সব সময় ভালো হয় এবং সাকসেস হয় আবার সবগুলো সাকসেস হয় না। সবগুলো সাকসেস না হলেও মোটামুটি 70% সাকসেস হয় এবং সেগুলো থেকে ভাল প্রফিট পাওয়া যায়। তাই আমিও উনার বাউন্টিতে সব সময় জয়েন করার চেষ্টা করি।
-
আমি আপনার সাথে একমত ভালো কিছু পেতে আমাদের ভালোর সাথেই থাকা ম্উচিত
-
আসসালামু আলাইকুম এই বাউন্টি ডিটেকটিভ খুব ভালো মানের একটি বাউন্টি। এই প্রজেক্টটি সাকসেসফুল হওয়ার সম্ভাবনা প্রায় 90 পারসেন্ট। কিছুদিন আগে আমি বাউন্টি ডিটেকটিভ এর কাজ করেছি। শেষ হওয়ার প্রায় 14 দিন বা 15 দিন পরে প্রেমেন্ট করেছে। যে এই প্রজেক্টটি সাকসেসফুল হওয়ার সম্ভাবনা খুবই বেশি বলে মনে করি আমি। এই প্রজেক্টে কাজ করবে তারা তাদের অবশ্যই বিশ্বাস রাখতে হবে যে তারা এ প্রজেক্ট থেকে অবশ্যই পেমেন্ট পাবেন। ধৈর্য সহকারে কাজ করলে এবং প্রযুক্তির রুলস মেনে কাজ করলে অবশ্যই ভালো কিছু করতে পারে।
-
ইদানীং বাউন্টি ডিটেকটিভ কতোগুলো খুব ভাল মানের বাউন্টি প্রোজেক্ট এনেছে,, HOMT, 3WM, কিন্তু অলটকয়েনটক এর পার্টিসিপ্যান্ট সংখ্যা এখন ধীরেধীরে কমে যাচ্ছে। ফলে বাউন্টি ডিটেকটিভ ভবিষ্যতে এই ফোরামে বাউন্টি প্রোজেক্ট আর নাও আনতে পারে। তাই বাউন্টি ডিটেকটিভ এর বাউন্টিতে জয়েন হওয়া উচিত
ভাই বাউন্টি ডিটেকটিভ আগে থেকেই খুব ভালো মানের বাউন্টি এনে থাকে এই এলোটকয়েন ফোরামে। তার আনা বাউন্টি গুলো সব সময়ই সাকসেস হয়ে থাকে, স্ক্যাম নেই বললেই চলে।
অন্যদিকে আরও যারা বাউন্টি আনে তাদের অনেকের অধিকাংশ বাউন্টিই স্ক্যাম হয়ে থাকে। তাই আমাদের সকলেরই উচিৎ বাউন্টি ডিটেকটিভ এর আনা বাউন্টি তে অংশগ্রহণ করা, এতে করে সে পরবর্তীতে এই ফোরামে নতুন নতুন বাউন্টি আনার আগ্রহ পাবে।
আসসালামু আলাইকুম আপনার কথাগুলো একদম সঠিক ভাইয়া। আপনি সুন্দর সুন্দর একটা ট পিক তুলে ধরেছেন এসব বিষয়ে আমার আগে জানা ছিল না। আপনার কথাগুলো শুনে বিভিন্ন রুলস সম্পর্কে প্রজেক্ট সম্পর্কে আরও ভালোভাবে জানতে পারলাম থ্যাংক ইউ ভাইয়া।
-
বাউন্টি ডিটেকটিভ নিঃসন্দেহে একজন ভালো মানের বাউন্টি ম্যানেজার। তার লাঞ্চ করা বেশিরভাগ বাউন্টিই সাকসেস হয় এবং তাতে ভালো পেমেন্টও পাওয়া যায়। তার বাউন্টির জন্য সবাই অধীর আগ্রহে অপেক্ষা করে বসে থাকে।
-
বাউন্টি ডিটেকটিভ অনেক ভালমানের বাউন্টি।altcointalks থেকে আমি মাত্র একটি ডিটেকটিভ বাউন্টিতে জয়েন হয়েছে সেটা হল kragx বাউন্টি। এ বাউন্টি পেমেন্ট এখনো করা হয়নি আশা করি অতি শীঘ্রই করা হবে। বিশেষ করে এখন বিটকয়েন টক এ বাউন্টি ডিটেকটিভ এসেছে সেগুলো বিটকয়েন থেকেই আমি বেশির ভাগ করে থাকি।
-
বান্টি ডিটেকটিভ খুব ভালো এবং আমি মনে করি বাউন্টি দিকে একটি মেয়ে সবাই জয়েন হলে লাভবান হবেন। বাউন্টি ডিটেকটিভ প্রায় 80 পার্সেন্ট পেমেন্ট দিয়ে থাকেন। বাউন্টি ডিটেকটিভ বর্তমানে অনেক ভালো এবং সবাই জয়েন হবেন।
-
বাউন্টি ডিটেকটিভ অনেক ভালমানের বাউন্টি। altcointalks থেকে আমি মাত্র একটি ডিটেকটিভ বাউন্টিতে জয়েন হয়েছে
ভাই, আপনি এগুলো কি বলছেন। কোন কিছু পোস্ট করার আগে দয়া করে একটু পড়ে দেখবেন কি লিখেছেন। বাউন্টি ডিটেকটিভ নিজেই কোন বাউন্টি না বরং ভালমানের একজন বাউন্টি ম্যানেজার।
বান্টি ডিটেকটিভ খুব ভালো এবং আমি মনে করি বাউন্টি দিকে একটি মেয়ে সবাই জয়েন হলে লাভবান হবেন।
আপনার কথার আগা-মাথা কিছুই বুঝলাম না। ভাই এখানে মেয়ে বলতে কি বুঝাচ্ছেন আপনি?
-
আমি মনে করি ক্রিপ্টোকারেন্সিতে কয়েক জন বিশ্বস্ত বাউন্টি ম্যানেজারের মধ্যে বাউন্টি ডিটেকটিভ অন্যতম। এই ম্যানেজারকে নিঃসন্দেহে বিশ্বাস করা যায়। কারণ ডিটেকটিভ এর লাঞ্চ করা অধিকাংশ প্রজেক্টই হিট ছিলো এবং রানিং প্রজেক্ট গুলোরও মান অনেক ভালো। তাই বাউন্টি ডিটেকটিভ এর প্রজেক্টে আমাদের সবার অংশগ্রহণ করা উচিৎ।
-
আমার ক্ষেত্রে বাউন্টি ডিটেকটিভ আমার পছন্দের তালিকায় শীর্ষে। তার আনা বাউন্টি গুলো অন্যান্য ম্যানেজারের আনা বাউন্টির থেকে তুলনামূলক ভাবে অনেক ভালো। তার বেশির ভাগ প্রজেক্টই সাকসেস হয়ে থাকে। তাই আমাদের উচিৎ বাউন্টি ডিটেকটিভ এর লাঞ্চ করা প্রত্যেকটা বাউন্টি তে অংশগ্রহণ করা।
-
আমি মনে করি ক্রিপ্টোকারেন্সিতে কয়েক জন বিশ্বস্ত বাউন্টি ম্যানেজারের মধ্যে বাউন্টি ডিটেকটিভ অন্যতম।কোন কিছু পোস্ট করার আগে দয়া করে একটু পড়ে দেখবেন কি লিখেছেন। বাউন্টি ডিটেকটিভ নিজেই কোন বাউন্টি না বরং ভালমানের একজন বাউন্টি ম্যানেজার।
-
ইদানীং বাউন্টি ডিটেকটিভ কতোগুলো খুব ভাল মানের বাউন্টি প্রোজেক্ট এনেছে,, HOMT, 3WM, কিন্তু অলটকয়েনটক এর পার্টিসিপ্যান্ট সংখ্যা এখন ধীরেধীরে কমে যাচ্ছে। ফলে বাউন্টি ডিটেকটিভ ভবিষ্যতে এই ফোরামে বাউন্টি প্রোজেক্ট আর নাও আনতে পারে। তাই বাউন্টি ডিটেকটিভ এর বাউন্টিতে জয়েন হওয়া উচিত
অনবদ্য লিখেছেন এবং নিঃসন্দেহে গুরুত্বপুর্ণ কথা বলেছেন, বাউন্টি ডিটেক্টিভ প্রত্যেকের কাছে বিশ্বাসের জায়গা তৈরি করেছে তারা আমার নির্ভরযোগ্য ভাল প্রজেক্টের তালিকায় শীর্ষে।আমি তাদের প্রত্যেকটা জয়েন্ট করার চেস্টা করি এবং তাদের প্রজেক্টগুলাকে অত্যন্ত বেশি প্রাধান্য দেই। সুযোগ্য মডারেটর malam90 ভাই বলেছেন যে তারা আগেই প্রজেক্টের পেমেন্ট নিয়ে নেয় এবং কাজ শেষে সেটা বন্টন করে অতএব এখানে অবিশ্বাসের কোন জায়গা থাকেনা। তাই অবশ্যই অবশ্যই আমাদের জয়েন্ট করা উচিত ।
-
আসসালামুয়ালাইকুম বাউন্টি ডিটেকটিভ অনেক সুন্দর একটি প্রজেক্ট। প্রজেক্ট ইস সাকসেসফুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। কিছুদিন হলো এই বাউন্টি ডিটেকটিভ এবং অন্যান্য প্রজেক্টে কাজ করতেছি। কিন্তু বাউন্টি ডিটেকটিভ এ কাজ করে সবচেয়ে বেশি ভালো লেগেছে। কারণ এটি সাকসেসফুল হওয়ার সম্ভাবনা প্রায় 100%। অন্যান্য প্রজেক্ট আছে যেগুলোতে কাজ করলে স্ক্যান করে নেয় সাকসেসফুল করতে পারে না। আমি বলতে চাই যে যারা যারা বাউন্টি ডিটেকটিভ এর কাজ করবেন মনোযোগ সহকারে কাজ করবেন। এবং বাউন্টি ডিটেকটিভ যেসকল রুলস আছে সেই সব রুলস মেনে কাজ করলে অবশ্যই আপনারা ভালো কিছু পেমেন্ট পাবেন। ডিটেকটিভ 80 পার্সেন্ট পেমেন্ট করে থাকে। আমি এই বাউন্টি ডিটেকটিভ থেকে কিছুদিন আগে অনেক ভালমানের পেমেন্ট পেয়েছি। বলতে চাই যে আপনারা সবাই মনোযোগ সহকারে কাজ করবেন ধৈর্য রাখবেন আস্থা রাখবেন। এখন প্রায় সকল প্রজেক্টে খুবই ভালো কিন্তু তার মধ্যে সর্বোচ্চ সেরা হচ্ছে বাউন্টি ডিটেকটিভ। তো আমি মনে করি আমাদের সবাইকে বাউন্টি ডিটেকটিভ এ কাজ করা উচিত।
-
আমি বিটকয়েনটক থেকে নিয়মিত বাউন্টি ডিটেকটিভের সব বাউন্টি করি। শুধু আমি একটি বাউন্টিতবে জয়েন হতে পারিনি একটিভ না থাকার কারণে আর সবগুলাই করি। বাউন্টি ডিটেকটিভ খুবই একটিভ। তারা অনেকগুলা বাউন্টি একসাথে রানিং রাখছে তারপরও তারা সাপোর্ট সব সময় একটিভ থাকে। নিয়মিত স্প্রেডশিট আপডেট করে, এছাড়া তাদের অধিকাংশ পেমেন্ট নিজেরা এস্ক্রো করে আগেই। সুতারং নিজেরা সেন্ড করে পেমেন্ট । তাই তাদের বাউন্টিতে জয়েন করি আমি।
-
আসসালামুয়ালাইকুম বাউন্টি ডিটেকটিভ অনেক সুন্দর একটি প্রজেক্ট। প্রজেক্ট ইস সাকসেসফুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। কিছুদিন হলো এই বাউন্টি ডিটেকটিভ এবং অন্যান্য প্রজেক্টে কাজ করতেছি। কিন্তু বাউন্টি ডিটেকটিভ এ কাজ করে সবচেয়ে বেশি ভালো লেগেছে। কারণ এটি সাকসেসফুল হওয়ার সম্ভাবনা প্রায় 100%। অন্যান্য প্রজেক্ট আছে যেগুলোতে কাজ করলে স্ক্যান করে নেয় সাকসেসফুল করতে পারে না। আমি বলতে চাই যে যারা যারা বাউন্টি ডিটেকটিভ এর কাজ করবেন মনোযোগ সহকারে কাজ করবেন। এবং বাউন্টি ডিটেকটিভ যেসকল রুলস আছে সেই সব রুলস মেনে কাজ করলে অবশ্যই আপনারা ভালো কিছু পেমেন্ট পাবেন। ডিটেকটিভ 80 পার্সেন্ট পেমেন্ট করে থাকে। আমি এই বাউন্টি ডিটেকটিভ থেকে কিছুদিন আগে অনেক ভালমানের পেমেন্ট পেয়েছি। বলতে চাই যে আপনারা সবাই মনোযোগ সহকারে কাজ করবেন ধৈর্য রাখবেন আস্থা রাখবেন। এখন প্রায় সকল প্রজেক্টে খুবই ভালো কিন্তু তার মধ্যে সর্বোচ্চ সেরা হচ্ছে বাউন্টি ডিটেকটিভ। তো আমি মনে করি আমাদের সবাইকে বাউন্টি ডিটেকটিভ এ কাজ করা উচিত।
আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাইয়া আপনার কথায় আমি একমত। কথা অনেক যুক্তি সংগত আমিও মনে করি যে বাউন্টি ডিটেকটিভ আবার জয়েন হওয়া উচিত। ধন্যবাদ ভাইয়া।
-
বাউন্টি ডিটেকটিভ এর আনা বাউন্টি গুলো সব সময়ই অন্য রকম প্রায়োরিটি পেয়ে থাকে সকলের কাছে। সব সময় সবাই মুখিয়ে থাকে বাউন্টি ডিটেকটিভ এর লাঞ্চ করা বাউন্টির জন্য। কারণ বাউন্টি ডিটেকটিভ এর আনা বাউন্টি গুলো অনেক ভালো মানের হয়ে থাকে এবং সাকসেসের পরিমাণ বেশি। তাই আমাদের সবার উচিৎ বাউন্টি ডিটেকটিভ এর বাউন্টিতে জয়েন হওয়া।
-
আমি মনে করি ক্রিপ্টোকারেন্সিতে কয়েক জন বিশ্বস্ত বাউন্টি ম্যানেজারের মধ্যে বাউন্টি ডিটেকটিভ অন্যতম।কোন কিছু পোস্ট করার আগে দয়া করে একটু পড়ে দেখবেন কি লিখেছেন। বাউন্টি ডিটেকটিভ নিজেই কোন বাউন্টি না বরং ভালমানের একজন বাউন্টি ম্যানেজার।
আমি আপনার সাথে একমত, বাউন্টি ডিটেক্টিভ একজন বিশ্বস্থ বাউন্টি ম্যানেজার হিসেবে আমাদের কাছে বহুল পরিচিত। আমি ক্রিপ্টোতে যতদিন ধরে এসেছি এতোদিনেই বাউন্টি ডিটেক্টিভ ম্যানেজার এর অনেক ক্যাম্পেইন সাকসেস হতে দেখেছি। আমি মনে করি, উনার ক্যাম্পেইনে আমাদের অবশ্যই জয়েন করা উচিত।
-
আমি মনে করি বাউন্টি ডিটেকটিভের বাউন্টি গুলো তে জয়েন হওয়া উচিত। কেননা বাউন্টি ডিটেকটিভ এর অধিকাংশ বাউন্টি সাকসেস ফুল হয়ে থাকে। বিশেষ করে এই ম্যানেজারের বাউন্টি গুলো খুবই সক্রিয় সাপ্তাহিক স্টেকগুলো প্রতি সপ্তাহে আপডেট করা হয় বিষয়টি খুবই ভালো লাগে। এবং পেমেন্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আমি মনে করি বাউন্টি ডিটেকটিভ এর সকল বাউন্টি ক্যাম্পেইনে জয়েন হওয়া উচিত।
-
বাউন্টি ডিটেকটিভ একজন খুব ভাল মানের বাউন্টি ম্যানেজার এতে কোন সন্দেহ নেই। কারন তিনি প্রতিটা বাউন্টি হাতে নেওয়ার আগে সেটা নিয়ে রিসার্চ করেন। তবে আমরা যে হারে বাউন্টি ডিটেকটিভের বাউন্টিতে কাজ করছি সে হারে পেমেন্ট পাচ্ছি না। সর্বশেষ পেমেন্ট পেয়েছি BCMC1 টোকেন। এখনো অনেক অনেক বাউন্টির পেমেন্ট পেন্ডিং আছে। কিছু কিছু পেমেন্ট পেয়েছি যেগুলোর দাম খুবই সামান্য যেমন CLA, HOMT.
-
হ্যাঁ আপনি ঠিক বলেছেন যেহেতু তার বাউনটি গুলো ভালো মানের সেহেতু আমরা সবাই মিলে চেষ্টা করবো তাকে এখানে রাখার। এতে যেমন তাহার জন্য ভালো তেমনি আমাদের জন্য আরো বেশি ভালো। তাই আমি সিনিয়রদের অনুরোধ করবো আপনারা বেশি বেশি উৎসাহী করুন এবং তাহার বাউনটিতে এক্টিভ থাকুন। এখানে আমার একটি প্রশ্ন আছে সিনিয়রদের কাছে সেটা হলো অনেকেই মনে করেন যে বেশি পার্টিসিপেট এক্টিভ হলে হয়তো তাদের সমস্যা মনে করেন এটা কি ঠিক ? ধন্যবাদ সবাইকে।
-
কিছুদিন ধরে আমি লক্ষ করতেছি যে এই বাউন্টি ডিটেকটিভ অনেক সুন্দর একটি বাউন্টি। আমি মনে করি এই বাউন্টিতে জয়েন হয়ে সবার কাজ করা উচিত। এ বাউন্টি গুলো সাকসেসফুল হওয়ার সম্ভাবনা প্রায় 100%। আমি অনেক দিন যাবত বাউন্টি ডিটেকটিভ এ কাজ করেছি। এই বাউন্টি ডিটেকটিভ বিশ্বস্ত বাউন্টি ম্যানেজার হিসেবে আমাদের কাছে পরিচিত। তাই আমি মনে করি সবাই জয়েন হয়ে মনোযোগ দিয়ে কাজ করলে অবশ্যই ভালো কিছু পেতে পারি।
-
আমি মনে করি যে বাউন্টি ডিটেকটিভ অনেক সুন্দর একটি বাউন্টি।আমি মনে করি এই বাউন্টিতে জয়েন হয়ে সবার কাজ করা সবার উচিত। এই বাউন্টি গুলো সাকসেসফুল হওয়ার সম্ভাবনা বেশি। আমি অনেক দিন যাবত বাউন্টি ডিটেকটিভ এ কাজ করেছি। তাই আমি মনে করি সবাই বাউন্টি ডিটেকটিভ জয়েন হয়ে সবাই মনোযোগ দিয়ে কাজ করলে অবশ্যই ভালো কিছু আশা করতে পারি।
-
হ্যাঁ আমার মতে বাউন্টি ডিটেকটিভের ক্যাম্পেইনে জয়েন হওয়া উচিত। কারণ বাউন্টি ক্যাম্পেইন গুলো অনেক ভাল হয়। আমরা যদি বাউন্টি ডিটেকটিভের ক্যাম্পেইনে জয়েন হই। আমাদের জন্য অনেক ভালো হবে। তাই আমি মনে করি আমরা যেন বাউন্টি ডিটেকটিভের ক্যাম্পেইনে জয়েন হওয়া উচিত।