Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: azmirihaque on July 01, 2020, 07:43:05 PM

Title: করোনাকালে আপনার জন্য গুরুত্বপূর্ন কিছু করণীয়
Post by: azmirihaque on July 01, 2020, 07:43:05 PM
বর্তমানে করোনার পরিস্থিতে বিশ্ব অর্থনীতি বিপর্যস্থ। আশা করা হচ্ছে, করোনা শেষ বিশ্বে দেখা দিতে পারে এক মহামারী।  এই পরিস্থিতিতে আপনার করণীয় কি? স্বল্প মেয়াদী প্রজেক্ট এ বিনিয়োগ করুন যাতে যে কোন সময় আপনার টাকা তুলতে পারেন। হাতে সব সময় কিছু নগদ টাকা রাখার চেষ্টা করুন। আপনার প্রয়োজনীয় জিনিস ক্রয় করা ছাড়া অতিরিক্ত খরচ করা থেকে বিরত থাকুন, নতুন নতুন আয়ের পথ বের করার চেষ্টা করুন। সর্বপরি যে কোন পরিস্থিতি মোকাবেলার জন্য সব সময় নিজেকে প্রস্তুত রাখুন।
Title: Re: করোনাকালে আপনার জন্য গুরুত্বপূর্ন কিছু করণীয়
Post by: Malam90 on July 04, 2020, 05:40:42 AM
 আপনি ঠিকই বলেছেন-করোনা পরিস্থিতি বিশ্ব অর্থনীতিকে বিপর্যস্ত অবস্থার দিকে ঠেলে দিচ্ছে যা পরবর্তীতে মহামারী আকার ধারণ করতে পারে। তাই এই মুহুর্তে অযথা কোন বিলাসি পণ্য ক্রয় করা বোকামি। বুদ্ধিমানের কাজ হচ্ছে- ব্যয় কমিয়ে কিছু কিছু করে সঞ্চয় করা যা দূঃসময়ে কাজে লাগবে। এছাড়া আয়ের পথ এখন কমে যাচ্ছে তাই বাড়তি আয়ের চেষ্টা করা যাতে একটু স্বচ্ছলতা আসে।
Title: Re: করোনাকালে আপনার জন্য গুরুত্বপূর্ন কিছু করণীয়
Post by: Rafiq on July 04, 2020, 01:01:43 PM
বর্তমানে আমরা করোনা ভাইরাস  সংক্রমনে কারণে মহামারীর মধ্যেই আছি। বিশেষজ্ঞরা ধারণা করছেন এই মহামারী পরবর্তীতে বিশ্ব আরেক ধরণের মহামারীতে নিপতিত হবে; সেটা হল অর্থনৈতিক মহামারী। এই মহামারী থেকে উত্তরণের আপনি যে পয়েন্ট গুলো তুলে ধরেছেন আমি তার সাথে সম্পূর্ণ একমত পোষণ করছি। এখান থেকে বাচার জন্য আমাদের সবাইকে বাড়তি আয়ের চেষ্টা করতে হবে, দু:সময়ের জন্য কিছু কিছু সঞ্চয় করতে হবে, ভোগব্যয় কমাতে হবে, বিলাসী দ্রব্য পরিহার করতে হবে এবং বিনিয়োগের ক্ষেত্রে স্বল্প মেয়াদী বিনিয়োগ করতে হবে।
Title: Re: করোনাকালে আপনার জন্য গুরুত্বপূর্ন কিছু করণীয়
Post by: ttcsalam on July 05, 2020, 09:23:23 AM
আমার মনে হয় পরিস্থিতি দিন দিন আরও অনেক খারাপ অবস্থানে যাবে সে জন্য আমাদের অনেক বেশি সচেতন তবে হবে।এবং বেশি বেশি সৃষ্টিকর্তার কাছে পানাহ চাইতে হবে।
বিনিয়োগের আগে বেশি বেশি চিন্তা করা উচিত।
Title: Re: করোনাকালে আপনার জন্য গুরুত্বপূর্ন কিছু করণীয়
Post by: JISAN on July 06, 2020, 04:17:11 AM
হ্যা, আপনি গুরুত্বপূর্ণ কথা বলেছেন। করনা কাল সবার জন্য অনেক কষ্টের দিন৷ লকডাউনের জন্য সবাই না পারতেছে বাহিরে গিয়ে আয় করতে না পারতেছে না খেয়ে থাকতে। তাই সবাই আপনার করনীয় দিকগুলা মেনে চললে কিছুটা হলেও উপক্রিত হবে বলে মনে করি।     
Title: Re: করোনাকালে আপনার জন্য গুরুত্বপূর্ন কিছু করণীয়
Post by: ranaprime on July 09, 2020, 06:59:16 AM
Corona virus songcromoner fole poro bisshwo aj biporjostho.ai somoi tike thaka ta akta Boro challenge hoye dariyace. Manus kaj Korte partece na. Onik kormi Der chakri theke oposaron kora hoitece. Ojosro Manus akhon kormo hin hoye porai Manus thik Moto du bele khate parce na. Ai situation a sobai Kai sotorko thakte Hobe. Kace kicu nogod taka rakhte Hobe. Kono biniyog na korai valo apatoto kicu din dekhte Hobe. Akhon best holo stay home,stay safe.
Title: Re: করোনাকালে আপনার জন্য গুরুত্বপূর্ন কিছু করণীয়
Post by: Review Master on July 09, 2020, 08:07:58 AM
এখনকার নিউজ মিডিয়াগুলো যেভাবে একেক সময় একেক খবর দেখাচ্ছে , এতে মনে হয় এই পরিস্থিতি আরো অনেকদিন থাকবে। করোনারকালে অর্থ সঞ্চয়ের পাশাপাশি সাধারণত আমি বিটকয়েন ও ক্রিপ্টোকারেন্সির কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে পড়তেছি। যদি আপনারা বিটকয়েন সম্পর্কে আরো ভালো করে জানতে চান, তাহলে নিচে একটি গিটহাবের লিংক দিলাম। যেখান থেকে বিটকয়েনের অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানতে পারবেন।
লিংক: https://github.com/bitcoinbook/bitcoinbook/blob/develop/README.md
Title: Re: করোনাকালে আপনার জন্য গুরুত্বপূর্ন কিছু করণীয়
Post by: Fawpac2 on August 09, 2020, 11:24:15 PM
 বর্তমান বিশ্বে এক মহামারী করোনা পুরা পৃথিবী কে ঘিরে ফেলেছে এই মহামারী করোনা কারণে পুরা দেশের অর্থনৈতিক অবস্থা খুব খারাপ তবে আশা করা যাচ্ছে যে ক্রিপ্টোকারেন্সি উপর কোন প্রভাব ফেলতে পারেনি। তবে আমরা সবার কাছে অনুরোধ রইল যে করোনা ও বিটকয়েন সম্বন্ধে ফোরামে পোস্ট দিতে আমরা সবাই এগুলো নিয়ে আলোচনা করি সবাই সবার মাঝে সবকিছু শেয়ার করি জানা অজানা তথ্য সবাইকে বুঝিয়ে দেই ।
Title: Re: করোনাকালে আপনার জন্য গুরুত্বপূর্ন কিছু করণীয়
Post by: Rain075 on August 11, 2020, 08:15:41 AM
বর্তমানে করোনা virus সারা বিশ্বের মানুষকে ঘর বন্দী করে রেখেছে। আজ করণা ভাইরাসের কারণে মানুষের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ হয়ে পড়েছে। সারা বিশ্ব অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছে। আজ মানুষ ঘরবন্দি কিন্তু পাখিরা মুক্ত।
Title: Re: করোনাকালে আপনার জন্য গুরুত্বপূর্ন কিছু করণীয়
Post by: Mrkadir85 on August 11, 2020, 10:48:14 AM
পৃথিবী জুড়ে করোনা ভাইরাস মহামারীর কারণে লক্ষ লক্ষ কর্মজীবী মানুষ বেকার হয়ে পড়েছে ,এ কারণে বিশ্বে অর্থনৈতিক মহা সংকট দেখা দিতে পারে। এই সংকট থেকে উত্তরণের জন্য সকলে সচেতন হই এবং সৃষ্টিকর্তাকে স্মরণ করি।
Title: Re: করোনাকালে আপনার জন্য গুরুত্বপূর্ন কিছু করণীয়
Post by: Triedboy on August 23, 2020, 08:16:41 AM
সারা পৃথিবীতে করোনার কারনে সব লোক জন আতঙ্কে পরে গিয়েছে।এখন প্রায় 40%লোক চাকরির হারিয়ে বেকার হয়ে ঘরে বোসে আছে ।হয়তো কেও দুবেলা দুমুঠো ভাত খেতেও পারছে না।আমাদের সবার উচিত একে অপরের সাহায্য করা যাদের অনেক ধনসম্পদ আছে তারা সবাই মিলে গরিব দুঃখী মানুষের সাহায্য করে পশে থাকা উচিত।এবং কি সবাইকে সতর্ক করতে হবে একটু যদি খাওয়া কোমও হয় তবুও ঘরে থাকতে হবে কারন জীবন বাঁচাতে হবে সবার আগে তার পরে একদিন না একদিন কুমে যাবেই বলে সবাই আমরা আশাবাদী।
Title: Re: করোনাকালে আপনার জন্য গুরুত্বপূর্ন কিছু করণীয়
Post by: Magepai on September 13, 2020, 05:43:07 AM
এই সময়ে অনেকেই অনেক বিপর্যয়ের মুখে পড়েছে সবার ইনকাম কমে গেছে আবার কেউ কেউ চাকরি হারিয়ে গৃহবন্দী অবস্থা বাস করছে। যদিও কিছুদিন কষ্ট হয় তবুও সবারই উচিত কিছুদিন হোম স্টে থাকা। গ্রামের অনেক লোকই আছে যারা বাহিরে যাচ্ছে আবার সন্ধ্যায় ঘরে এসে কোন হাত পা সাবান দিয়ে বা অন্য  সকল ডিটারজেন্ট দিয়ে না ধুয়েই ছেলে মেয়েদের সাথে মিশেছে।আসলে সবারই উচিত যতই কষ্ট হোক না কেন কয়েকটা দিন ঘরে থাকা অবশ্যক।
Title: Re: করোনাকালে আপনার জন্য গুরুত্বপূর্ন কিছু করণীয়
Post by: Fawpac2 on September 13, 2020, 08:37:29 AM
করোনার এই দুঃসময়ে আমরা আগে নিজেকে সেফ রাখবো। স্বাস্থ্যবিধি মেনে চলবো।করোনার পরিস্থিতি  আমরা যদি পার করতে পারি তাহলে আমাদের সুন্দর ভবিষ্যৎ আরো সুন্দর হয়ে উঠবে। এবং এই ফোরামে আমরা একটু বেশি সময় দিব কেননা বাহিরে যাওয়া নিষেধ। এই ফোরামে কাজ করার জন্য আমাদের বাহিরে যেতে হয়না।
Title: Re: করোনাকালে আপনার জন্য গুরুত্বপূর্ন কিছু করণীয়
Post by: Btceth01 on September 14, 2020, 04:26:53 AM
মহামারী করোনাভাইরাস সারা পৃথিবী ঘিরে ফেলেছে প্রায় এই করোনা ভাইরাসের কারণে মানুষ সব আতঙ্কের মুখে রয়েছে। পারতেছেনা ঘর থেকে বাইরে যেতে পারতেছে না কোন ইনকাম করতে। আমরা সবাই এ করোনাভাইরাস থেকে নিরাপদে থাকবে এবং অন্যকে নিরাপদ রাখবো। এই করোনাভাইরাস শেষ হয়ে গেলে আমরা সুন্দর ভবিষ্যতের দিকে এগিয়ে যাব।
Title: Re: করোনাকালে আপনার জন্য গুরুত্বপূর্ন কিছু করণীয়
Post by: Greatwall on October 14, 2020, 05:21:16 PM
করোনার সময় কালে একটু যদি কষ্ট হয় তাহলে গৃহবন্দি অবস্থায় কিছুদিন থাকতে হবে। কারণ হলো সবার আগে জীবন বাঁচানো ফরজ। এখন হয়তো আপনি কম খাচ্ছেন কিন্তু ভবিষ্যতে যদি আপনি বেঁচে থাকেন তাহলে অনেক খেতে পারবেন এবং তো অনেক কিছু করতে পারবেন। হাট-বাজারে সবার সাথে মেলামেশা করা যাবে না এবং কি দোকানপাটে সবার সাথে আড্ডা মারা যাবে না। আমরা যে কাজটাই করিনা কেন সেই কাজের পরে অবশ্যই হ্যান্ড স্যানিটাইজার দ্বারা ভালোভাবে হাত পরিষ্কার করে ধুয়ে নিবো।
Title: Re: করোনাকালে আপনার জন্য গুরুত্বপূর্ন কিছু করণীয়
Post by: Greatwall on October 14, 2020, 05:23:02 PM
করোনার এই দুঃসময়ে আমরা আগে নিজেকে সেফ রাখবো। স্বাস্থ্যবিধি মেনে চলবো।করোনার পরিস্থিতি  আমরা যদি পার করতে পারি তাহলে আমাদের সুন্দর ভবিষ্যৎ আরো সুন্দর হয়ে উঠবে। এবং এই ফোরামে আমরা একটু বেশি সময় দিব কেননা বাহিরে যাওয়া নিষেধ। এই ফোরামে কাজ করার জন্য আমাদের বাহিরে যেতে হয়না।

হ্যাঁ ভাই আপনি একদম ঠিক বলেছেন এই করানোর সময় আমরা বাইরে না গিয়ে ঘরে বসে থেকে এই ফোরামের সময় দেব।তাহলে জীবনটা বেঁচে যাবে এবং কি সাথে সাথে ফোরামের পপুলারিটি অনেক বৃদ্ধি পাবে।
Title: Re: করোনাকালে আপনার জন্য গুরুত্বপূর্ন কিছু করণীয়
Post by: Rakin343 on October 14, 2020, 07:58:26 PM
আমিও বলি সকলকে এই করোনাভাইরাস এর মধ্যে খুবই নিরাপদ এবং সতর্কভাবে থাকবেন।কেউ এ দিক সে দিক গড়াবে রান্না করে সবাই একটি নিরাপদ দূরত্ব বজায় রেখে চলাফেরা। এই পৃথিবী থেকে করোনাভাইরাস বিদায় নিলে তবে মানুষ অনেকটা স্বস্তি লাভ করবে। আশা করি সবাই ভাল থাকবেন।
Title: Re: করোনাকালে আপনার জন্য গুরুত্বপূর্ন কিছু করণীয়
Post by: Psycho on October 16, 2020, 01:01:07 PM
বর্তমানে করোনার পরিস্থিতে বিশ্ব অর্থনীতি বিপর্যস্থ। আশা করা হচ্ছে, করোনা শেষ বিশ্বে দেখা দিতে পারে এক মহামারী।  এই পরিস্থিতিতে আপনার করণীয় কি? স্বল্প মেয়াদী প্রজেক্ট এ বিনিয়োগ করুন যাতে যে কোন সময় আপনার টাকা তুলতে পারেন। হাতে সব সময় কিছু নগদ টাকা রাখার চেষ্টা করুন। আপনার প্রয়োজনীয় জিনিস ক্রয় করা ছাড়া অতিরিক্ত খরচ করা থেকে বিরত থাকুন, নতুন নতুন আয়ের পথ বের করার চেষ্টা করুন। সর্বপরি যে কোন পরিস্থিতি মোকাবেলার জন্য সব সময় নিজেকে প্রস্তুত রাখুন।
বর্তমানে করোনার অবস্থা অনেক খারাপ অনেক ভয়াবহ হয়েছে। দ্বিতীয়বারের মতো অস্ট্রেলিয়া ইতালি প্রায় সব দেশেই নতুন করে আইন জারি করা হয়েছে। তাদের দেশে করণা সংক্রমণ অনেক বেড়ে চলছে। আমার মনে হয় আমাদের বাংলাদেশে আরও ভয়াবহ অবস্থা হবে। 2022 সালে এর ভ্যাকসিন বার হওয়ার সম্ভাবনা আছে।
Title: Re: করোনাকালে আপনার জন্য গুরুত্বপূর্ন কিছু করণীয়
Post by: Casual on October 16, 2020, 01:28:06 PM
করোনার সময় কালে একটু যদি কষ্ট হয় তাহলে গৃহবন্দি অবস্থায় কিছুদিন থাকতে হবে। কারণ হলো সবার আগে জীবন বাঁচানো ফরজ। এখন হয়তো আপনি কম খাচ্ছেন কিন্তু ভবিষ্যতে যদি আপনি বেঁচে থাকেন তাহলে অনেক খেতে পারবেন এবং তো অনেক কিছু করতে পারবেন। হাট-বাজারে সবার সাথে মেলামেশা করা যাবে না এবং কি দোকানপাটে সবার সাথে আড্ডা মারা যাবে না। আমরা যে কাজটাই করিনা কেন সেই কাজের পরে অবশ্যই হ্যান্ড স্যানিটাইজার দ্বারা ভালোভাবে হাত পরিষ্কার করে ধুয়ে নিবো।

আপনাকে এই সুন্দর উপদেশ মূলক কথা গুলো বলার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
Title: Re: করোনাকালে আপনার জন্য গুরুত্বপূর্ন কিছু করণীয়
Post by: XM8 on December 08, 2020, 01:22:15 PM
প্রথমেই আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য। আমাদের সবার এ সম্পর্কে সর্তকতা এবং জনতা ভালো। কেননা বর্তমানে করনা যে মহামারী আকার ধারণ করেছে তখনকার বিপদ হয় সেটা বলা যায় না। তাই নিজের কাছে সব সময় কিছু করছি তো অর্থ রাখা ভাল এবং নতুন কর্মসংস্থানের সৃষ্টি করা ভালো। হয়তো আমরা এখনও জানি না করোনাকালের পরের বিশ্ব কেমন হতে পারে।
Title: Re: করোনাকালে আপনার জন্য গুরুত্বপূর্ন কিছু করণীয়
Post by: Heron on December 08, 2020, 07:11:57 PM
বর্তমানে করোনার পরিস্থিতে বিশ্ব অর্থনীতি বিপর্যস্থ। আশা করা হচ্ছে, করোনা শেষ বিশ্বে দেখা দিতে পারে এক মহামারী।  এই পরিস্থিতিতে আপনার করণীয় কি? স্বল্প মেয়াদী প্রজেক্ট এ বিনিয়োগ করুন যাতে যে কোন সময় আপনার টাকা তুলতে পারেন। হাতে সব সময় কিছু নগদ টাকা রাখার চেষ্টা করুন। আপনার প্রয়োজনীয় জিনিস ক্রয় করা ছাড়া অতিরিক্ত খরচ করা থেকে বিরত থাকুন, নতুন নতুন আয়ের পথ বের করার চেষ্টা করুন। সর্বপরি যে কোন পরিস্থিতি মোকাবেলার জন্য সব সময় নিজেকে প্রস্তুত রাখুন।
ধন্যবাদ ভাই আপনি অনেক গুরুত্বপূর্ণ সাজেশন দিয়েছেন এই করোনাকালীন সময়ের জন্য। আপনি ঠিক বলেছেন এইরকম কোন পরিস্থিতিতে পড়লে এরকম ভাবেই চলা উচিত। নিজেকে কন্ট্রোল করতে শিখতে হবে।
Title: Re: করোনাকালে আপনার জন্য গুরুত্বপূর্ন কিছু করণীয়
Post by: Milon626 on December 09, 2020, 03:46:55 AM
বর্তমানে করোনার পরিস্থিতে বিশ্ব অর্থনীতি বিপর্যস্থ। আশা করা হচ্ছে, করোনা শেষ বিশ্বে দেখা দিতে পারে এক মহামারী।  এই পরিস্থিতিতে আপনার করণীয় কি? স্বল্প মেয়াদী প্রজেক্ট এ বিনিয়োগ করুন যাতে যে কোন সময় আপনার টাকা তুলতে পারেন। হাতে সব সময় কিছু নগদ টাকা রাখার চেষ্টা করুন। আপনার প্রয়োজনীয় জিনিস ক্রয় করা ছাড়া অতিরিক্ত খরচ করা থেকে বিরত থাকুন, নতুন নতুন আয়ের পথ বের করার চেষ্টা করুন। সর্বপরি যে কোন পরিস্থিতি মোকাবেলার জন্য সব সময় নিজেকে প্রস্তুত রাখুন।
আপনি খুব দরকারি কথা বলেছেন।  এই করনা কালে আমাদের সবার উচিৎ অতিরিক্ত খরচ কম করে, প্রয়োজনের ক্ষেত্রে টাকা খরচ করা।  তাছাড়া আমাদের এখন নতুন নতুন আয়ের উৎসও খুঁজে বের করা দরকার, যেন আমরা আমাদের বিপদের সময় সেই উৎস টা কে পুজি করে চলতে পারি।                             
Title: Re: করোনাকালে আপনার জন্য গুরুত্বপূর্ন কিছু করণীয়
Post by: Churphans on December 09, 2020, 04:36:39 AM
বর্তমানে করোনার পরিস্থিতে বিশ্ব অর্থনীতি বিপর্যস্থ। আশা করা হচ্ছে, করোনা শেষ বিশ্বে দেখা দিতে পারে এক মহামারী।  এই পরিস্থিতিতে আপনার করণীয় কি? স্বল্প মেয়াদী প্রজেক্ট এ বিনিয়োগ করুন যাতে যে কোন সময় আপনার টাকা তুলতে পারেন। হাতে সব সময় কিছু নগদ টাকা রাখার চেষ্টা করুন। আপনার প্রয়োজনীয় জিনিস ক্রয় করা ছাড়া অতিরিক্ত খরচ করা থেকে বিরত থাকুন, নতুন নতুন আয়ের পথ বের করার চেষ্টা করুন। সর্বপরি যে কোন পরিস্থিতি মোকাবেলার জন্য সব সময় নিজেকে প্রস্তুত রাখুন।
দাদাভাই আপনার কথাটি করোনাকালের জন্য সবচেয়ে উপযোগী একটি পোস্ট। অনেকে আছেন যারা আই এর চেয়ে বেশি করে থাকি কিন্তু আসলে মোটেই এটা আমাদের জন্য কাম্য নয়। বিদেশি লোকেরা হাজার বিলাসবহুল জীবন যাপন করলেও তাদের ফিউচারের জন্য কিছু সঞ্চয় করে রাখে কিন্তু দেখেন আমরা বাঙালি জাতি রা কিভাবে টাকা উড়িয়ে দিতে হয় সেটা আমরা ভালো করেই জানি। ধরুন আমার কথায় আমি আজ পর্যন্ত 1000 টাকা ও সঞ্চয় করতে পারি নাই। অথচ ক্রিপ্টোকারেন্সি থেকে অনেক টাকা আয় করে ছিলাম। আজ আমি শূন্য হস্ত।
Title: Re: করোনাকালে আপনার জন্য গুরুত্বপূর্ন কিছু করণীয়
Post by: Irfan12@ on December 09, 2020, 06:57:32 AM
বর্তমানে করোনার পরিস্থিতে বিশ্ব অর্থনীতি বিপর্যস্থ। আশা করা হচ্ছে, করোনা শেষ বিশ্বে দেখা দিতে পারে এক মহামারী।  এই পরিস্থিতিতে আপনার করণীয় কি? স্বল্প মেয়াদী প্রজেক্ট এ বিনিয়োগ করুন যাতে যে কোন সময় আপনার টাকা তুলতে পারেন। হাতে সব সময় কিছু নগদ টাকা রাখার চেষ্টা করুন। আপনার প্রয়োজনীয় জিনিস ক্রয় করা ছাড়া অতিরিক্ত খরচ করা থেকে বিরত থাকুন, নতুন নতুন আয়ের পথ বের করার চেষ্টা করুন। সর্বপরি যে কোন পরিস্থিতি মোকাবেলার জন্য সব সময় নিজেকে প্রস্তুত রাখুন।
খুব ভালো লাগলো ভাই আপনি এত সুন্দর করে সাজেস্ট করার জন্য কেননা আমরা অনেকেই এই মহামারী করোনা নিয়ে তেমন চিন্তিত নই মানে আমরা বুঝতে পারছি না যে এটা ভবিষ্যতে কি আকার ধারণ করতে পারে সেজন্য আমাদের অনেক বিষয় মাথায় রেখে কাজ করতে হবে যেমন আপনি অনেকগুলো বিষয় বলেছেন যেগুলো আমাদের সবসময় মাথায় রেখে কাজ করতে হবে ধন্যবাদ ভাই এত সুন্দর করে বোঝানোর জন্য
Title: Re: করোনাকালে আপনার জন্য গুরুত্বপূর্ন কিছু করণীয়
Post by: Jaya60 on December 18, 2020, 12:11:01 AM
আসলে আপনি যে পোস্টটি করেছেন করোনাকালের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ একটি পোষ্ট।করণা সময় দেখা গেছে সারা পৃথিবীর মানুষ অনেক আতঙ্কে উঠেছে তার জন্য দেখা গেছে সমস্ত স্কুল-কলেজ এবং বিভিন্ন ধরনের গার্মেন্টস ফ্যাক্টরি সবকিছুই বন্ধ হয়েছিল। যে কারণে কত দিন মানুষ অনেকেই না খেয়ে জীবন যাপন করছে।আসলে সবারই প্রয়োজন কিছু কিছু সঞ্চয় করে রাখা যদি কোন বিপদ আসে তাহলে সে সময় যেন কিছুটা হেল্প পায়। অনেকেই আছে যারা টাকা পাওয়ার সাথে সাথেই উড়িয়ে দেয়।আসলে এগুলো কাজ করা ঠিক না আমাদের উচিত জীবনে চলার পথে অনেক বাধা বিপত্তি আসবে কিন্তু কিছু যদি সময় থাকে তাহলে সেই বাধা-বিপত্তি থেকে অবশ্যই ফিরে যাওয়া সম্ভব। তাই আসুন আমরা এখন থেকে কিছু কিছু সঞ্চয় করে রাখে যদি ভবিষ্যতে কোন সমস্যা হয় তাহলে যেন সেই সমস্যার সম্মুখীন হয়ে উঠতে পারি আমরা।
Title: Re: করোনাকালে আপনার জন্য গুরুত্বপূর্ন কিছু করণীয়
Post by: Jaya60 on December 18, 2020, 12:13:17 AM
বর্তমানে করোনার পরিস্থিতে বিশ্ব অর্থনীতি বিপর্যস্থ। আশা করা হচ্ছে, করোনা শেষ বিশ্বে দেখা দিতে পারে এক মহামারী।  এই পরিস্থিতিতে আপনার করণীয় কি? স্বল্প মেয়াদী প্রজেক্ট এ বিনিয়োগ করুন যাতে যে কোন সময় আপনার টাকা তুলতে পারেন। হাতে সব সময় কিছু নগদ টাকা রাখার চেষ্টা করুন। আপনার প্রয়োজনীয় জিনিস ক্রয় করা ছাড়া অতিরিক্ত খরচ করা থেকে বিরত থাকুন, নতুন নতুন আয়ের পথ বের করার চেষ্টা করুন। সর্বপরি যে কোন পরিস্থিতি মোকাবেলার জন্য সব সময় নিজেকে প্রস্তুত রাখুন।
দাদাভাই আপনার কথাটি করোনাকালের জন্য সবচেয়ে উপযোগী একটি পোস্ট। অনেকে আছেন যারা আই এর চেয়ে বেশি করে থাকি কিন্তু আসলে মোটেই এটা আমাদের জন্য কাম্য নয়। বিদেশি লোকেরা হাজার বিলাসবহুল জীবন যাপন করলেও তাদের ফিউচারের জন্য কিছু সঞ্চয় করে রাখে কিন্তু দেখেন আমরা বাঙালি জাতি রা কিভাবে টাকা উড়িয়ে দিতে হয় সেটা আমরা ভালো করেই জানি। ধরুন আমার কথায় আমি আজ পর্যন্ত 1000 টাকা ও সঞ্চয় করতে পারি নাই। অথচ ক্রিপ্টোকারেন্সি থেকে অনেক টাকা আয় করে ছিলাম। আজ আমি শূন্য হস্ত।

হ্যাঁ ভাই আপনি একদম ঠিক বলেছেন বিদেশে যারা রয়েছে তারা সবসময়ই কঠোর পরিশ্রম করে টাকা ইনকাম করে থাকে।এবং তারা ভালোভাবে পরিবারও চালায় এবং সেই সাথে সাথে কিছু কিছু সঞ্চয় করে রাখে যাতে তাদের কোনো সমস্যা আসলে তারা যেন দু-তিন বছর বসে খেতে পারে সে ধরনের সঞ্চয় তারা করে রাখে। কিন্তু আমাদের বাঙালিরা একদমই ভিন্ন তারা টাকা পাওয়ার সাথে সাথে ভেঙে শেষ করে ফেলায়। আমি এক সময় প্রচুর টাকা ইনকাম করেছি টিউশনি করে কিন্তু করোনার সময় তো সব বন্ধ থাকার কারণে টিউশনি করতে পারি নাই। কিন্তু আমি যে টাকাগুলো পেয়েছিলাম তা তখনই শেষ করে দিয়েছি।যে কারণে করণা সময় আমাকে অনেক কষ্ট করে চলতে হয়েছে। তাই এখন থেকে চেষ্টা করছি কিছু কিছু টাকা সঞ্চয় করার জন্য।
Title: Re: করোনাকালে আপনার জন্য গুরুত্বপূর্ন কিছু করণীয়
Post by: Perfect540 on December 18, 2020, 03:57:14 AM
ধারণা করা হচ্ছিল, শীতের সময়ে মহামারী আরো বিশাল আকার ধারণ করবে। তবে বর্তমানে আমাদের দেশে মহামারী নিয়ন্ত্রণে রয়েছে। করোনাকালীন সময়ে ক্রিপ্টোকারেন্সি মার্কেটে প্রচুর লোক জয়েন করেছে।‌ তাই করোনা কালীন সময়ে ক্রিপ্টোকারেন্সি গুলোর জনপ্রিয়তা আরো বেশি বৃদ্ধি পেয়েছে।
Title: Re: করোনাকালে আপনার জন্য গুরুত্বপূর্ন কিছু করণীয়
Post by: Irfan12@ on December 18, 2020, 04:56:54 AM
বর্তমানে করোনার পরিস্থিতে বিশ্ব অর্থনীতি বিপর্যস্থ। আশা করা হচ্ছে, করোনা শেষ বিশ্বে দেখা দিতে পারে এক মহামারী।  এই পরিস্থিতিতে আপনার করণীয় কি? স্বল্প মেয়াদী প্রজেক্ট এ বিনিয়োগ করুন যাতে যে কোন সময় আপনার টাকা তুলতে পারেন। হাতে সব সময় কিছু নগদ টাকা রাখার চেষ্টা করুন। আপনার প্রয়োজনীয় জিনিস ক্রয় করা ছাড়া অতিরিক্ত খরচ করা থেকে বিরত থাকুন, নতুন নতুন আয়ের পথ বের করার চেষ্টা করুন। সর্বপরি যে কোন পরিস্থিতি মোকাবেলার জন্য সব সময় নিজেকে প্রস্তুত রাখুন।
হ্যাঁ ভাই আপনি ঠিকই বলেছেন কেননা এই মহামারী কর্ণার সময় হাতে নগদ অর্থ থাকা খুবই জরুরী কেননা কখন কোন সময় যে টাকার প্রয়োজন হবে সেটা বলা মুশকিল তাই স্বল্প মেয়াদী বিনিয়োগ করা দরকার কেননা যদি আমি দীর্ঘমেয়াদি কোন প্রকল্পে বিনিয়োগ করে তাহলে সেই অর্থ অনেক দেরিতে আমি হাতে পাবো তো এক্ষেত্রে আমার করনীয় হচ্ছে স্বল্প মেয়াদী বিনিয়োগ করা যাতে সহজে আমার টাকা আমার হাতে থাকে এবং কোন সময় দরকার হলে সেটা আমি খরচ করতে পারি