Altcoins Talks - Cryptocurrency Forum
Local => বাংলা (Bengali) => Topic started by: babu10 on July 12, 2020, 05:27:17 PM
-
পরপর দুইদিন দুইটা খবর দেখে আঁতকে উঠলাম। ইতালিতে বাংলাদেশ থেকে যাওয়া সবলোকের করোনা পজেটিভ এবং তার পরেরদিন কাতার এয়ারওয়েজ দিয়ে কাতার হয়ে ইতালিতে যাওয়া বাংলাদেশীদের ঐদেশে নামতেই দেয়া হয়নি। কিন্তু বাংলাদেশের রিপোর্ট এ বলা হয়েছিল তারা করোনা নেগেটিভ। এর পরের সংবাদ হলো ইতালি সরকার বাংলাদেশ থেকে সব ফ্লাইট বাতিল ও বাংলাদেশীদের আপাতত ওখানে যাওয়া বন্ধ রেখেছেন।
আরো বড় খবর হলো এটা বিশ্বমিডিয়ায় ফলাও করে প্রচার করা হয়েছে তাই আমি মনে করি ভবিষ্যতে বাংলাদেশী নাগরিকদের ইউরোপ যাওয়া আপাতত বন্ধ হয়ে যাচ্ছে যতদিননা পর্যন্ত করোনা ভ্যাক্সিন আবিষ্কার না হয় করন তারা বাংলাদেশের ভুয়া রিপোর্ট ও দুর্নীতি বুঝতে পরে গেছে।
আপনাদের এই বিষয়ে মতামত কি?
-
অনেক বিশেষজ্ঞ আগেই বলেছেন করোনা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে না পারলে বাংলাদেশ বিশ্ব থেকে এক ঘরে হয়ে পড়তে পারে। এর মধ্যে সরকারী অনুমোদিত প্রতিষ্ঠান থেকে হাজার হাজার ভূয়া করোনা পরীক্ষার রিপোর্ট দেওয়ায় এবং তাদের মধ্যে অনেকে বিদেশে গিয়ে করোনা পজেটিভ ধরা পরায় সারা বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। ইউরোপসহ অনেক উন্নত দেশ এখন আর আমাদের এব্যাপারে বিশ্বাস করতেছেনা। তারা সে সব দেশে আমাদের ভ্রমন নিষেধাজ্ঞা জারি করতেছে। আমার মনেহয় সামনে আমাদের জন্য আরো খারাপ সময় অপেক্ষা করতেছে।
-
এটা খুবই দুঃখজনক একটি ঘটনা। এটি বিশ্বের বুকে কেবল বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছেনা, বিদেশে কর্মরত বাংলাদেশীরাও ব্যাপক সমস্যার সম্মুখিন হচ্ছে। তাই যারা এই ভুয়া রিপোর্ট তৈরি করেছে, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হোক।
-
J kono ghotonai kono na kono inggit bohon kore. Sai dristikon theke Italy te jawa abong sekhan theke farot pathano ata khub e savabik. Karon bortoman poristhite atotai voyanok. Ai muhurte jene sune kaw vul Korte chaibena. Amader desh ar lokjon onike fake certificate bohon kore. Tai Tara test korce abong Dekha gace sobai Covid akranto tai Tara farot pathai se. Ata shavabik. Kintu ata amder Jonno lojjakor ghotona.ate Desher vabmurti khunno hoyace. Tobe sarbik vabe Amar mone hoyace atar Jonno Corona poroborti te amader desh kono Boro problem a porbena.
-
বাংলাদেশে সম্প্রতি করোনা নিয়ে চিটারীর কারণে বাংলাদেশের ভাবমূর্তী বর্হিঃবিশ্বে খারাপ হয়ে গেছে। ইতালি বাংলাদেশী প্রবাসীদের ঢুকতে দিচ্ছেনা কারণ তাদের রিপোর্টে পজেটিভ ধরা পড়েছে অথচ দেশে নেগেটিভ ছিলো। এভাবে করোনা নিয়ে চিটারি বাটপারি করলে বাংলাদেশের ভাবমূর্তি খারপ হবে এবং শ্রমবাজার হারাবে। তাতে করে রেমিটেন্স প্রবাহে ভাটা পড়বে। যার মারাত্নক মাশুল দিতে হতে পারে বাংলাদেশকে।
-
আসলেই খুবই প্যাথেটিক ব্যাপার বাংলাদেশের জন্য। আমরা বাংলাদেশ বিশ্বের দরবারে অনেক উচু স্থানে যাওয়ার সুযোগ ছিল। কিন্তু এই করোনা কালীন সময়ে নানা বিধ অনিয়ম এর কারনে আমরা অন্য দেশ থেকে পিছিয়ে পড়লাম। এবং একই সাথে অন্য দেশ থেকে আলাদা হতে পারে নানাবিধ অনিয়মের কারনে।
-
আসলেই খুবই প্যাথেটিক ব্যাপার বাংলাদেশের জন্য। আমরা বাংলাদেশ বিশ্বের দরবারে অনেক উচু স্থানে যাওয়ার সুযোগ ছিল। কিন্তু এই করোনা কালীন সময়ে নানা বিধ অনিয়ম এর কারনে আমরা অন্য দেশ থেকে পিছিয়ে পড়লাম। এবং একই সাথে অন্য দেশ থেকে আলাদা হতে পারে নানাবিধ অনিয়মের কারনে।
এখন সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে- করোনা পরিস্থিতি দৃঢ়তার সাথে মোকাবেলা করা এবং স্বাস্থ্য খাতের দূর্নীতির আখড়া বন্ধ করা। যে দুর্ণাম হয়েছে ইতিমধ্যে বহিঃবিশ্বে তা আর ঠেকানো যাবেনা তবে দূর্নীতি কঠোরতার সাথে দমন করতে পারলে বাংলাদেশীদের সুনাম কিছুটা হলেও ফিরে পাওয়া সম্ভব বলে আমি মনে করি। বহিঃবিশ্বে দূর্নীতি থাকলেও তারা খাদ্য ও স্বাস্থ্য বিষয়ে দূনীতি করেনা কারণ এটা তাদের নিজেদেরে হত্যার শামীল অথচ বাঙালিরা এই দুই বিষয়ে সবচেয়ে বেশি দূনীতি, খাদ্যে ভেজাল, ওষুধে ভেজাল দিয়ে আসতেছে যা খুবই দূঃক্ষজনক।
-
করোনা পরিস্থিতিতে বাংলাদেশের অবস্থা খুবই ভয়াবহ। সারা বিশ্বের ধারণা বাংলাদেশ হুমকির মুখে আছে।
-
অনেক বিশেষজ্ঞ আগেই বলেছেন করোনা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে না পারলে বাংলাদেশ বিশ্ব থেকে এক ঘরে হয়ে পড়তে পারে। এর মধ্যে সরকারী অনুমোদিত প্রতিষ্ঠান থেকে হাজার হাজার ভূয়া করোনা পরীক্ষার রিপোর্ট দেওয়ায় এবং তাদের মধ্যে অনেকে বিদেশে গিয়ে করোনা পজেটিভ ধরা পরায় সারা বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। ইউরোপসহ অনেক উন্নত দেশ এখন আর আমাদের এব্যাপারে বিশ্বাস করতেছেনা। তারা সে সব দেশে আমাদের ভ্রমন নিষেধাজ্ঞা জারি করতেছে। আমার মনেহয় সামনে আমাদের জন্য আরো খারাপ সময় অপেক্ষা করতেছে।
হ্যাঁ অনেক বিশেষজ্ঞ আগেই ধারণা করেছিল যে বাংলাদেশ বাংলাদেশে করোনা পরিস্থিতি মোকাবেলা করতে অনেক ব্যর্থ হবে। তবে আমার ধারনা মতে অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে অনেক সেভ আছে
-
বিশ্বের বিশেষজ্ঞের মতে বাংলাদেশ করোনার পরিস্তিতি অন্যান্য দেশ থেকে বেশি হওয়ায় সম্ভাবনা আছে।কারন বাংলাদেশের গ্রাম অঞ্চলের মানুষ বিশ্বাস করে না যে করোনা করান গ্রাম অঞ্চলের মানুষ দিন এনে দিন খায় একদিন কাজ না করলে তাদের পেটে ভাত যাবে না না খেয়ে থাকতে হবে।এজন্য গ্রাম অঞ্চলের মানুষ লকডাউন মানছে না এজন্য দিন দিন করোনার পরিস্তিতি বাংলাদেশ অনেক টাই খারাপ।
-
বিশ্বের বিশেষজ্ঞের মতে বাংলাদেশ করোনার পরিস্তিতি অন্যান্য দেশ থেকে বেশি হওয়ায় সম্ভাবনা আছে।কারন বাংলাদেশের গ্রাম অঞ্চলের মানুষ বিশ্বাস করে না যে করোনা করান গ্রাম অঞ্চলের মানুষ দিন এনে দিন খায় একদিন কাজ না করলে তাদের পেটে ভাত যাবে না না খেয়ে থাকতে হবে।এজন্য গ্রাম অঞ্চলের মানুষ লকডাউন মানছে না এজন্য দিন দিন করোনার পরিস্তিতি বাংলাদেশ অনেক টাই খারাপ।
কথাটা সত্য। আমি এবারে ঈদে গ্রামের বাড়িতে গিয়ে দেখি সেখানে করোনা আছে বলে মনেই হলোনা যদিও গ্রামে করোনা রোগী শনাক্ত হয়নি। মানুষ মনে করে করোনা হচ্ছে-ধণীদের রোগ, এগুলো গরীবদের হয়না। এজন্য তারা চায়ের দোকানে, রাস্তার পাশে বসে আড্ডা দেয়। তাদের ভাবসাব এমন যে-করোনারে ধরতে পারলে তেল দিয়ে ভাজি করে খাবে। সামাজিক দূরত্বের বালাই নেই। সচেতনতা নেই মানুষের মাঝে। আরেকটা বিষয় হচ্ছে- যারা খেটে খাওয়া মানুষ তাদের লকডাউন মেনে চললে করোনায় না মরলে না খেয়ে মরতে হবে কারণ তাদের ঘরে খাবার পেীছে কেউ দিবেনা।
-
এই করোনা থেকে আমরা বাঁচতে পারছিনা তাই পারছিনা কোন কাজ করতে পারছি না বাহিরে বাড়াতে না খেয়ে মরে যাওয়ার অবস্থা বাংলাদেশের বাহিরে এবং বাংলাদেশের মধ্যে যাঁরা আছেন তাঁদের অবস্থা জানতে চাই আপনারা সবাই সবার মতামত শেয়ার করুন।
-
স্বাস্থ্য খাতের দুর্নীতির কারণে সারা বিশ্বে বাংলাদেশ লজ্জার সম্মুখীন ।এ কারনে সারা বিশ্বের সাথে বাংলাদেশের বিমান যোগাযোগ প্রায় বন্ধ ।বিভিন্ন দেশে প্রবাসীরাও খারাপ মনোভাবের শিকার হচ্ছে ।অতি শীঘ্রই এই দুর্নীতির লাগাম আটকাতে না পারলে সত্যিই বাংলাদেশ বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে।
-
বাংলাদেশে সম্প্রতি করোনা নিয়ে চিটারীর কারণে বাংলাদেশের ভাবমূর্তী বর্হিঃবিশ্বে খারাপ হয়ে গেছে। ইতালি বাংলাদেশী প্রবাসীদের ঢুকতে দিচ্ছেনা কারণ তাদের রিপোর্টে পজেটিভ ধরা পড়েছে অথচ দেশে নেগেটিভ ছিলো। এভাবে করোনা নিয়ে চিটারি বাটপারি করলে বাংলাদেশের ভাবমূর্তি খারপ হবে এবং শ্রমবাজার হারাবে। তাতে করে রেমিটেন্স প্রবাহে ভাটা পড়বে। যার মারাত্নক মাশুল দিতে হতে পারে বাংলাদেশকে।
আপনার মতের সাথে আমি একমত বাংলাদেশের যেভাবে দুর্নীতি হচ্ছে তাতে সঠিকভাবে চিকিৎসা তো দূরস্থান টেস্ট করাতে গেলেও সঠিক রেজাল্ট পাওয়া যায় না সে ক্ষেত্রে বাংলাদেশের উন্নতি অবনতি বেশি বাংলাদেশ জনগন এমন যে কেউ যদি আওয়াজ তুলে তাহলে বাকিরা তাকে থামিয়ে দেয় আর যারা ঘাড়ে পাড়া দিয়ে যখন সবকিছু হাতিয়ে নিচ্ছে তখন তাকে বাহবা দিয়ে উপরে তুলে দেয় এটাই হচ্ছে বাঙালি জাতির প্রধান রূপ l বাংলাদেশ কেউ কারো ভালো চায় না সবাই নিজের স্বার্থ নিয়ে ব্যস্ত থাকে l
-
করোনার জন্য বাংলাদেশী অনেক অসুবিধা হচ্ছে অনেক পিছিয়ে পড়েছে বাংলাদেশ।বাংলাদেশ যেখানে 2021 সালের পরে ডিজিটাল হওয়ার কথা ছিল সেখানে আর হচ্ছে না এই করোনার কারণে। বাংলাদেশ সব দিক দিয়ে পিছিয়ে পড়েছে। আমরা সবাই চাই আল্লাহ যেন করোনা থেকে আমাদের সবাইকে হেফাজত করে।
-
এই মহামারী করোনার কারণে আমাদের অনেক অর্থনৈতিক এবং নানা প্রকার সমস্যা দেখা দিচ্ছে। এবং আমাদের জীবন হুমকির সম্মুখীন হইয়াছে। আর সারা বিশ্বের ধারণা বাংলাদেশ এখন হুমকির মুখে রয়েছে।
-
এটা খুবই দুঃখজনক একটি ঘটনা। এটি বিশ্বের বুকে কেবল বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছেনা, বিদেশে কর্মরত বাংলাদেশীরাও ব্যাপক সমস্যার সম্মুখিন হচ্ছে। তাই যারা এই ভুয়া রিপোর্ট তৈরি করেছে, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হোক।
এটা খুবই দুঃখজনক একটি ঘটনা। এটি বিশ্বের বুকে কেবল বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে না, বিদেশে কর্মরত বাংলাদেশিরাও ব্যাপক সমস্যার সম্মুখীন হচ্ছে। তাই আমাদের সবার সতর্ক হয়ে চলা দরকার। আর এই বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হোক।
-
করোনার সময় বিশ্বের প্রায় দেশের সাথে যোগাযোগ বন্ধ হয়েছিল। এখনো করনা ভাইরাসের প্রাদুর্ভাব রয়ে গেছে যার ফলে খুব একটা বেশি অন্য দেশের সাথে যোগাযোগ ব্যবস্থা অনেকটাই কম। যদি করোনাভাইরাস এর প্রাদুর্ভাব টা একদম কমে আসে অবশ্যই এক দেশ অন্য দেশের সাথে আবার যোগাযোগ ব্যবস্থাপনা চালু হবে। এবং কি সব দেশের ফ্লাইট আবারো খুলে দেয়া হবে।
-
বিশ্বের বিশেষজ্ঞের মতে বাংলাদেশ করোনার পরিস্তিতি অন্যান্য দেশ থেকে বেশি হওয়ায় সম্ভাবনা আছে।কারন বাংলাদেশের গ্রাম অঞ্চলের মানুষ বিশ্বাস করে না যে করোনা করান গ্রাম অঞ্চলের মানুষ দিন এনে দিন খায় একদিন কাজ না করলে তাদের পেটে ভাত যাবে না না খেয়ে থাকতে হবে।এজন্য গ্রাম অঞ্চলের মানুষ লকডাউন মানছে না এজন্য দিন দিন করোনার পরিস্তিতি বাংলাদেশ অনেক টাই খারাপ।
কথাটা সত্য। আমি এবারে ঈদে গ্রামের বাড়িতে গিয়ে দেখি সেখানে করোনা আছে বলে মনেই হলোনা যদিও গ্রামে করোনা রোগী শনাক্ত হয়নি। মানুষ মনে করে করোনা হচ্ছে-ধণীদের রোগ, এগুলো গরীবদের হয়না। এজন্য তারা চায়ের দোকানে, রাস্তার পাশে বসে আড্ডা দেয়। তাদের ভাবসাব এমন যে-করোনারে ধরতে পারলে তেল দিয়ে ভাজি করে খাবে। সামাজিক দূরত্বের বালাই নেই। সচেতনতা নেই মানুষের মাঝে। আরেকটা বিষয় হচ্ছে- যারা খেটে খাওয়া মানুষ তাদের লকডাউন মেনে চললে করোনায় না মরলে না খেয়ে মরতে হবে কারণ তাদের ঘরে খাবার পেীছে কেউ দিবেনা।
হ্যাঁ ভাই আমাদের গ্রামের পরিস্থিতি টা ঠিক একই রকমের। আমাদের গ্রাম অঞ্চলের মানুষ সবাই দেখা যায় চা স্টলে বা দোকান পারে সবাই একসাথে বসে হৈ-হল্লা করতেছে। তাদের যদি করোনার ভাইরাসের সম্পর্কে বলতে যাই তাহলে তারা প্রতি উত্তরে বলে আমাদের কিছু হবে না এটা যারা বড়লোক তাদের হবে। এবং কি একটা জিনিস লক্ষ করি যে তারা সবাই দিন এনে দিন খায় তারা যদি একদিনের ইনকাম বন্ধ করে দেয় তাহলে তাদের ছেলে সন্তান নিয়ে না খেয়ে থাকতে হবে। এজন্য তাদের মনের জোর সবথেকে বেশি।
-
এই মহামারী করোনা ভাইরাসের কারণে সারা বিশ্বের মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে। বর্তমানে এর প্রাদুর্ভাব টা একটু কম আছে। করণা ভাইরাসের কারণে যেখানে ইউরোপ কান্ট্রির দেশগুলো তার কোনো প্রতিকার করতে পারছিনা। এখানে কেমনে করে বিশ্বাস করব আমাদের বাংলাদেশ এগিয়ে যাবে। সারা বিশ্বের ক্রিপ্টোকারেন্সি মার্কেট শেয়ার মার্কেট সবকিছু এখন অনেকটাই নিচে নেমে গিয়েছে। এখন সময় বলে দেবে কোন সময় কি রকম হয়।
-
পরপর দুইদিন দুইটা খবর দেখে আঁতকে উঠলাম। ইতালিতে বাংলাদেশ থেকে যাওয়া সবলোকের করোনা পজেটিভ এবং তার পরেরদিন কাতার এয়ারওয়েজ দিয়ে কাতার হয়ে ইতালিতে যাওয়া বাংলাদেশীদের ঐদেশে নামতেই দেয়া হয়নি। কিন্তু বাংলাদেশের রিপোর্ট এ বলা হয়েছিল তারা করোনা নেগেটিভ। এর পরের সংবাদ হলো ইতালি সরকার বাংলাদেশ থেকে সব ফ্লাইট বাতিল ও বাংলাদেশীদের আপাতত ওখানে যাওয়া বন্ধ রেখেছেন।
আরো বড় খবর হলো এটা বিশ্বমিডিয়ায় ফলাও করে প্রচার করা হয়েছে তাই আমি মনে করি ভবিষ্যতে বাংলাদেশী নাগরিকদের ইউরোপ যাওয়া আপাতত বন্ধ হয়ে যাচ্ছে যতদিননা পর্যন্ত করোনা ভ্যাক্সিন আবিষ্কার না হয় করন তারা বাংলাদেশের ভুয়া রিপোর্ট ও দুর্নীতি বুঝতে পরে গেছে।
আপনাদের এই বিষয়ে মতামত কি?
বিশ্বের করোনার পরিস্থিতি এখন অনেক বড় মহামারী রূপ ধারণ করেছে। এটি এখন বিশ্বের মধ্যে আতঙ্ক। বিশ্বের প্রায় সব দেশের মানুষই করোনায় আক্রান্ত। বাংলাদেশের গবেষকরা বলছে যে বাংলাদেশের প্রায় 1 কোটি মানুষ করণে আক্রান্ত হবে। বিশ্বের মধ্যে প্রায় 12 লাখ মানুষ মারা গেছে। আর পাঁচ কোটি মানুষ আক্রান্ত হয়েছে। করণা সব দেশের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আমরা আশা করি খুব দ্রুতই জানো এটি শেষ হয়ে যায়।
-
আল্লাহর রহমতে বিভিন্ন দেশ থেকে কিন্তু বাংলাদেশে করোনা মোকাবেলা অনেকটাই সক্ষম হয়েছে।
-
এই মহামারি করোনাভাইরাস আমাদেরকে প্রায় ধ্বংসের পথে ঠেলে নিয়ে যাচ্ছে। এই করোনাভাইরাস নিঃশেষ তো হচ্ছে না বরং আরো দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সামনে আরো শীতের দিন আসতেছে যার কারণে এ করোনাভাইরাস শীতের মধ্যে বেশি আক্রান্ত করে যার কারণে সর্বোচ্চ সমস্যা হয়ে দাঁড়িয়েছে।