Altcoins Talks - Cryptocurrency Forum
Local => বাংলা (Bengali) => Topic started by: TokenPocketFan on July 16, 2020, 01:44:01 PM
-
সম্পূর্ন ডিসেন্ট্রালাইজড
Oikos হচ্ছে একটি Tron ব্লকচেইনের উপর উপর ভিত্তি করে তৈরী করা এ্যাসেট প্লাটফর্ম যেটি অন চেইন ফিয়াট কারেন্সী, বাজার, স্টক, সূচক ইত্যাদি সরবরাহ করে। OKS অনুমতি দেয় ক্রিপ্টো ইউজার দের P2C (peer-to-contract) ট্রেড করার জন্য কোনো প্রকার লিকিউডিটি এবং লিমিটেশন ছাড়া শুধুমাত্র Oikos এক্সচেন্জ এ।
একটি ট্রাস্টেড এক্সচেন্জ
Oikos সোয়াপ করার জন্য ট্রন Uniswap কে পোর্ট হিসেবে ব্যবহার করে, যেটি সম্পূর্ন ডিসেন্ট্রালাইজড এক্সচেন্জ এবং ইউজার দের এলাউ করে যেকোনো Tron ব্লকচেইনের টোকেন ট্রেড করার জন্য এবং ডিপোজিট, উইথড্র যেকোনো প্রকার সেন্ট্রালাইজ অর্ডার বুক ছাড়াই। Oikos সোয়াপ লিকুইডিটি পুল যেকোনো প্রকার ট্রানজেকশন সাপোর্ট করে। যে কেউ লিকুইডিটি এড অথবা রিমুভ করে কমিশন পেতে পারে এক্সচেন্জ ফি থেকে OKS টোকেনের মাধ্যমে
আজকে আমরা দেখাবো কিভাবে OKS থেকে TRX সোয়াপ করবেন Token Pocket এর মাধ্যমে।
সোয়াপ
১. Discover পেইজ থেকে Oikos Swap এ ট্যাপ করুন, সেখানে ৩ টি ফাংশন দেখতে পারবেন : সোয়াপ, সেন্ড এবং পুল। এখান থেকে আমরা সোয়াপ অপশন টি ব্যবহার করবো। আপনি TRX, DCD, JST, OKS, sTRX, sUSD, TEWKEN অথবা USDJ ইনপুট অথবা আউটপুট হিসেবে ব্যবহার করতে পারবেন।
২. ইনপুট এবং আউটপুট টোকেন সিলেক্ট করার পর এক্সচেন্জ রেট শো করবে। এখন আপনি ইনপুট টোকেন এর এমাউন্ট সেট করুন এবং Finish the swap এ ট্যাপ করুন।
সেন্ড এবং পুল
সেন্ড হচ্ছে কারো কাছে আপনার টোকেন সোয়াপ করে দেওয়ার জন্য জিঙ্গাসা। উদাহরনসরূপ B এই ফাংশন টি ব্যবহার করতে পারে A এর কাছে, তারজন্য কিছু OKS এক্সচেন্জ করে দেওয়ার জন্য এবং সেক্ষেত্রে B কে তার OKS গুলো ট্রান্সফার করতে হবে A এর এড্রেসে। B এর শুধুমাত্র প্রয়োজন ইনপুট টোকেন, এমাউন্ট এবং এড্রেস সেট করার। পুল বর্তমানে সাপোর্ট করে TRX/STRX এর লিকুইড মাইনিং রিওয়ার্ড। ইউজার রা TRX-STRX ডিপোজিট করে রিওয়ার্ড পেতে পারে।
এই আর্টিকেল টি শুধুমাত্র টিউটোরিয়াল হিসেবে ব্যবহৃত হবে, এবং এটি কোনো প্রকার ইনভেস্টমেন্ট এর জন্য উপদেশ দেয় না। আপনার নিজস্ব চিন্তা ভাবনা করে যেকোনো কিছু করবেন।
-
হা, আমি আগে টোকেন পকেট ব্যবহার করতাম না। গত কয়েকদিন আগে OKS টোকেন যখন আমার ওয়ালেটে শো করেনি তখন টোকেনপকেট ডাউনলোড করে প্রাইভেট কি দিয়ে কানেক্ট করে পরে টোকেন সেল করতে পেরেছিলাম।
-
অনেক সুন্দর একটি তথ্য বহুল পোষ্ট যেটা অনেক কেই উপকার করবে।অনেক হান্টারগন এই টোকেন টির প্রাপ্তি তে ভোগান্তী তে পড়েছিল।সবাই বুঝে উঠতে পারছিলেন না। কিভাবে কি করা লাগবে।আমি নিজেও ব্যাক্তি গত ভাবে 2 দিন পরে পেমেন্ট টি দেখতে এবং ট্রানফার করতে সক্ষম হয়েছি।
-
ধন্যবাদ , এত সুন্দর করে বিষয়টি বলার জন্য। টোকেনপকেটের মতো OKS প্লাটফর্মও ব্যবহার করা যেতে পারে। তবে এইজন্য Tronlink এক্সটেনশনটি ব্যবহার করে লগইন করতে হবে। কারণ Oikos হলো একটি DeFi প্রজেক্ট , আর সেখানেও Uniswap এর মতো সোয়াপিং সিস্টেম আছে।