Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: TokenPocketFan on July 16, 2020, 02:55:07 PM

Title: Token Pocket | Uniswap এ কিভাবে TPT ট্রেড করবেন
Post by: TokenPocketFan on July 16, 2020, 02:55:07 PM
টোকেনপকেট ফাউন্ডেশন এনাউন্স করেছে যে TPT টোকেন ইথারিয়ামে লঞ্চ করবে ১৪ই জুলাই। Erc-20 TPT এর টোটাল সাপ্লাই হচ্ছে ৫.৯ বিলিয়ন, যার সার্কুলেটিং সাপ্লাই হচ্ছে ১০০ মিলিয়ন এবং বাকি ৫.৮ বিলিয়ন লক থাকবে। (এড্রেস: 0xa12B3ea3785d9229941bde3e9A446a14A664b5bb ).

এদিকে, EOS এ সার্কুলেটিং ১০০ মিলিয়ন TPT ও লক হয়ে থাকবে (এড্রেস: tpwallet1113), যা নিশ্চিত করে যে সমস্ত চেইনে টিপিটি সংবহন পরিমাণ স্থায়ী মূল্য- ৩.৭২৫ বিলিয়ন, এবং মুদ্রাস্ফীতি এড়াতে।

TPT (ERC-20) এর কন্ট্রাক্ট এড্রেস

কন্ট্রাক্ট এড্রেস হচ্ছে
0x4161725d019690a3e0de50f6be67b07a86a9fae1

টোকেনপকেট ফাউন্ডেশন (Eos Based)
এর ২.১৭৫ বিলিয়ন TPT বার্ন করেছে, ৩১ই অক্টোবর ২০১৯ এ, পরে TPT এর টোটাল সাপ্লাই ৫.৯ বিলিয়ন থেকে ৩.৭২৫ বিলিয়ন এ কমেছে।

TPT অফিসিয়ালভাবে এর বাইব্যাক এবং বার্ন কার্যক্রম চালু করেছে ২০১৯ সালের জুনের ১ তারিক। টোকেনপকেট ফাউন্ডেশন তার মাসিক আয়ের ২৫% বাইব্যাক এবং বার্ন প্রোগ্রামে ব্যয় করেছে।

Uniswap এ কিভাবে TPT ট্রেড করবেন

পদ্ধতি ১ঃ টোকেনপকেটে ওপেন করুন।

পদ্ধতি ২ঃ Discover পেজ থেকে (Uniswap info) তে ক্লিক করুন এবং Uniswap ইনফো এর হোম পেজে TPT সার্চ করুন, পরে আপনি TPT/ETH পেয়ার দেখতে পারবেন।

১ঃ টোকেনপকেট অ্যাপ ডাউনলোড করুন App Store অথবা Google play থেকে।

২ঃ তারপরে যান [ Discover ] > [ DApps ]


টোকেনপকেটকে ফলো করুন