Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: TokenPocketFan on July 17, 2020, 12:30:32 PM

Title: AMA হয়েছে TPT এর | টোকেন পকেট টোকেন
Post by: TokenPocketFan on July 17, 2020, 12:30:32 PM
হাই, একটি নতুন সুন্দর দিনে স্বাগতম, আকাশ টা নীল দেখাচ্ছে এবং হালকা বৃষ্টির কারনে আরো চকচকে দেখাচ্ছে। এইটা এই বলে যে, টোকেন পকেটে অবিশ্বাস্যভাবে কিছু হতে চলেছে এবং এর ন্যাটিভ টোকেন যা TPT নামে পরিচিত।

কিছুদিন আগে টোকেনপকেট এনাউন্স করেছে ERC20 টোকেন সম্পর্কে এবং বিভিন্ন ইউজার এখানে আসছে।

যদি আপনি TPT সম্পর্কে না জেনে থাকেন তাহলে বলি, এটি টোকেন পকেট ওয়ালেটের ন্যাটিভ টোকেন এবং এটি ব্যবহৃত হয় -

- CPU এবং NET রেন্টিং এর জন্য EOS নেটওয়ার্কে

- টোকেন পকেটের এড ফি

- টোকেন পকেট ভিআইপি ফি এবং অন্যান্য

ইউজার রা অলরেডি এই টোকেন ট্রেড করতে পারছে NewDex, WhaleEx এবং অন্যান্য Dex এক্সচেন্জগুলিতে। TPT টোকেন সম্পর্কে বিস্তারিত জানতে -

ইথেরিয়াম ব্লকচেইনে লঞ্চ হওয়ার পর এটি সাথে সাথেই Uniswap এক্সচেন্জে লিস্ট হয়ে যায় ইথেরিয়াম পেয়ার এ এবং এ সম্পর্কে টোকেন পকেটের অফিসিয়াল একাউন্টে টুইট করা হয়েছে। টোকেন পকেট ব্যবহার করে  কিভাবে TPT থেকে ETH এক্সচেন্জ করবেন সে সম্পর্কে ও আমাদের একটি আর্টিকেল আছে -

টোকেন পকেট টোকেন সম্পর্কে সকল ধরনের প্রশ্নের উত্তরের জন্য একটি AMA সিজন হয়। এখানে সকল ধরনের প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে আপনি এখান থেকে বিস্তারিত জানতে পারবেন।

AMA টি হোস্ট করেন Marcus টোকেন পকেট টিম থেকে।

Maz এর প্রশ্ন - আমি জানতে চাই এই টোকেন এর ডিটেইলস এবং Burnt কি এবং কিভাবে কাজ করবে?

উত্তর : এই প্রশ্নের জন্য আপনি এই আর্টিকেল টি পড়তে পারেন -

এবং টিপিটি বর্তমানে EOS এর রিসোর্স ফি, ভিআইপি ফি, এডস ফি এবং টিপি ম্যান রিওয়ার্ডের ক্ষেত্রে ব্যবহৃত হয়।

তাছাড়া আমরা মাসিক ইনকামের ২৫% দিয়ে টিপিটি বাইব্যাক প্রোগ্রাম করি এবং বার্ন করি। আপনি টোকেন পকেট টুইট্যার ফলো করে সবসময় নতুন নিউজ, আপডেট পাবেন।

Maz এর প্রশ্ন : টিম কি হোল্ড করে? এবং পুরো টোকেন ডিস্ট্রিবিউশন এর ডিটেইলস জানতে চাই

উত্তর : টোকেন পকেট টোকেট হচ্ছে মাল্টি চেইন টোকেন এবং আমরা EOS ব্লকচেইনে প্রথম শুরু করি তাই সাপ্লাই টাও এই ব্লকচেইন এই। আপনি এই লিঙ্ক টি ফলো করে সবসময় হোল্ডারদের সংখ্যা এবং কি হোল্ড করা হয় তা জানতে পারবেন - 

Cryoto Fusagi এর প্রশ্ন : ইউনিসোয়াপে টিপিটি টোকেনের লিকুইডিটি কে প্রোভাইড করে? টিম অথবা অন্য কোনো ইনভেস্টর?

উত্তর : ইনিশিয়াল ভাবে টোকেন পকেট টোকেনের লিকুইডিটি প্রোভাইড করে টোকেন পকেট ফাউন্ডেশন।

The Morning এর প্রশ্ন : লিকুইডিটি কি লক অবস্থায় আছে অথবা স্ট্যাবল?

উত্তর : টোটার সার্কুলেটিং সাপ্লাই হচ্ছে ৩.৬১৫ বিলিয়ন এবং আমরা শুধুমাত্র ১০০ মিলিয়ন রিলিজ করেছি ইথেরিয়াম ব্লকচেইনে বাকি ERC20-TPT লক অবস্থায় আছে। আমরা EOS ব্লকচেইনে ১০০ মিলিয়ন লক করে রাখবো যাতে টোটাল সাপ্লাই ৩.৬১৫ বিলিয়নের বেশি না হয়।

The Morning এর প্রশ্ন : লিকুইডিটি কি লক আছে এবং তা দেখাতে পারবেন?

উত্তর : অবশ্যই ERC20-TPT এর সার্কুলেটিং সাপ্লাই ১০০ মিলিয়ন এবং বাকি ৫.৮ বিলিয়ন লক অবস্থায় আছে। এখানে দেখুন -

Danzel Washington এর প্রশ্ন : এতো কম হোল্ডার কেনো?

উত্তর : EOS ব্লকচেইনে হোল্ডার আছে ৬৫৯৬৮ জন এবং আমরা সবেমাত্র ইথেরিয়াম ব্লকচেইনে আসলাম এবং আমরা বিশ্বাস করি কঠিন পরিশ্রমের মাধ্যমে আমরা ইথেরিয়াম ব্লকচেইনেও অনেক হোল্ডার পাবো। EOS ব্লকচেইনের হোল্ডার চেক করতে -

RaAres এর প্রশ্ন : এখানে কোনো প্রি সেল নেই? শুধু টিম টোকেন?

উত্তর : টোকেন পকেট ফাউন্ডেশন IBO (Initial bancor offering)  দিয়েছে EOS এ, এবং ইথেরিয়াম এ কোনো প্রি সেল নেই।

Victor এর প্রশ্ন : ICO প্রাইস কতো?

উত্তর : টোকেনপকেট ফাউন্ডেশন একটি আই বি ও করেছিলো এবং প্রাইস ছিলো ০.০০০৫৩৮ ই ও এস প্রতি টোকেন।

Tony Stark এর প্রশ্ন : টোটাল সাপ্লাই কতো?

উত্তর : টোটাল সাপ্লাই ৩.৬১৫ বিলিয়ন সব চেইনে।

AP এর প্রশ্ন : টোকেন সাপ্লাই এর কতো বার্ন হবে 00x4161725D019690a3E0de50f6bE67b07a86A9fAe1 এই এড্রেসে?

উত্তর : এটি মূলত ডিপেন্ড করে আমরা কতো গুলো টোকেন পরের মাসে বার্ন করবো,  বিস্তারিত জানতে -

Zendetta Ampleforth এর প্রশ্ন : ইথেরিয়াম কেনো? যদি ই ও এস ব্লকচেইনে ম্যাক্সিমাম সাপ্লাই থাকে? এবং ইথেরিয়াম হোল্ডার দের বেনিফিট কি?

উত্তর : ETH-TPT এর বেনিফিট গুলো :

১. আমরা ইথেরিয়াম ওয়ালেটের UE/UX ডেভলোপ করতে থাকবো ইউজারদের ভালো সার্ভিস দেওয়ার জন্য।
২. আমরা এক্সক্লুসিভ ফিচার দিবো টিপিটি হোল্ডারদের
৩. আমরা প্রতিমাসে বাইব্যাক প্রোগ্রাম করবো।
৪. এয়ারড্রপ এর ক্ষেত্রে বেশি প্রায়োরিটি পাবে হোল্ডার রা।
৫. আমরা আরো অনেক বেনিফিট এড করতে থাকবো

KimDamyun এর প্রশ্ন : বাকি সাপ্লাই আনলক হবে কখন?

উত্তর : আমাদের এখন আছে১০০ মিলিয়ন সাপ্লাই, বাকিসব লক আছে। বাকি টোকেন লক হবে নাকি আনলক হবে তা হোল্ডার রা ডিসাইড করবে ভোটিং এর মাধ্যমে।

এটাই ছিলো আজকের AMA। ফলো আপ প্রশ্ন গুলো নিচে দেওয়া হলো -

Zendetta এর প্রশ্ন - EOS এবং ETH টিপিটি হোল্ডারের মধ্যে কোনো কানেকশন থাকবে?

উত্তর : হ্যা, আমরা ৫০ মিলিয়ন ই ও এস টিপিটি থেকে ইথেরিয়াম টিপিটি তে সোয়াপ লিমিট রাখবো। টোটাল ১০০ মিলিয়নের মধ্যে ৫০ মিলিয়ন থাকবে টোকেন পকেট ফাউন্ডেশনে এবং বাকি ৫৯ মিলিয়ন হোল্ডারদের মধ্যে।

Maz এর প্রশ্ন : আমরা মনে হয় টোকেন লক সম্পর্কে একেক জন একেকটা ভাবি। তাই আপনি কি আমাদের ক্লিয়ার করতে পারেন এই লক বিষয়টা সম্পর্কে?

উত্তর : লক মানে এটি এখন সাপ্লাই হবে না।

Adarianie Sutejda এর প্রশ্ন :

১. টিপিটি এর  ইউজকেস?
২. ডেভেলোপার দের কিভাবে সাহায্য করবে?
৩. কি জন্য এটি দরকার ছিলো?

উত্তর : ১. আমরা একটি ওয়ালেট এবং আমরা মনে করি ব্লকচেইন পৃথিবী পরিবর্তন করবে
২. টোকেন পকেট ইউজার এবং ডেভেলোপার দের লিঙ্ক করে
৩.  ইথেরিয়াম হোল্ডার রা ডিসিশন দিবে আনলক হবে নাকি না।

Faiza RM Engkus এর প্রশ্ন : আপনারা কি কি সমস্যার মধ্যে পড়েছেন পার্টনারশীপ তৈরী করার সময়? অনেকে ভাবে ব্লকচেইন স্ক্যাম এ বিষয়ে কি ভাবেন?

উত্তর : ব্লকচেইন স্ক্যাম না। বর্তমানে, Jp Morgan সহ অনেকে জয়েন করেছে ব্লকচেইনে তারা কি স্ক্যামে জয়েন করবে?

আমরা ব্লকচেইনে কে সহজ করার চেষ্টা করছি সবসময়।।

আজকের AMA এখানেই শেষ এবং সব প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে, তারপরো আপনার কোনো প্রশ্ন থাকলে আমাদের কমিউনিটি তে জয়েন করুন
Title: Re: AMA হয়েছে TPT এর | টোকেন পকেট টোকেন
Post by: XM8 on December 11, 2020, 01:41:30 PM
পোস্টটা আমি যতটুকু পারলাম ততটুকু আমার কাছে অনেক তথ্যবহুল মনে হল। আমি আপনার পোস্টটি সম্পুর্ণ পড়তে পারলাম না। আপনি এত বড় পোস্ট করেছেন যে আমার পক্ষে কিছু টুকু পোস্ট পড়েই আর পড়তে পারলাম না।
Title: Re: AMA হয়েছে TPT এর | টোকেন পকেট টোকেন
Post by: Token@ on December 11, 2020, 01:43:43 PM
অনেক ধন্যবাদ খুবই ইনফরমেটিভ একটি পোস্ট করেছেন আপনি। খুবই সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে বলেছেন। এ বিষয়ে সম্পর্কে আমার কোন জ্ঞান ছিল না বা ধারণা ছিল না আপনার কাছ থেকে অনেক কিছু জেনে নিলাম। মোটামুটি আপনার এই পোস্টটি পড়ে সবাই একটু উপকৃত হবে। এরকম তথ্য বল পোস্ট আরো বেশি বেশি করবেন যাতে করে আমরা জুনিয়র মেম্বাররা বেশি করে শিখতে পারি।
Title: Re: AMA হয়েছে TPT এর | টোকেন পকেট টোকেন
Post by: Magepai on December 12, 2020, 12:26:34 AM
আপনি অনেক সুন্দর একটি টপিক তৈরি করেছেন। ত্রিপুরা মে অনেক জুনিয়র মেম্বার রয়েছে যারা এটি সম্পর্কে জানতো না। আমি মনে করি আপনার এই পোস্টটি লক্ষ করার পর অবশ্যই অনেক সুন্দর ভাবে বুঝতে পারবে। এ ধরনের পোস্ট করলে আসলেই নতুন ইউজার রা অনেক উপকৃত হয়।
Title: Re: AMA হয়েছে TPT এর | টোকেন পকেট টোকেন
Post by: Jaya60 on December 15, 2020, 01:51:05 AM
আপনি চমৎকার একটি পোস্ট দিয়েছেন এবং টোকেন পকেটে নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। আপনার পোস্টটি পড়ার পর সবাই অনেক সুন্দরভাবে বুঝতে পেরেছে টোকন পকেট এর সম্পর্কে।
Title: Re: AMA হয়েছে TPT এর | টোকেন পকেট টোকেন
Post by: Tamsialu$$ on December 19, 2020, 04:02:46 PM
ব্রোকেন পকেটে নিয়ে এর আগে আমি কখনো শুনি নাই এবং এটি কি সে সম্বন্ধেও ধারণা ছিল না।আপনার পোস্ট থেকে প্রবলেম এর সম্পর্কে জানতে পারলাম আসলে একজন মানুষ সব বিষয়ে জানতে পারে না অনেক বিষয় আছে যেগুলো অজানা থেকে যায়।অবশ্যই কিছু সিনিয়র ভাই রয়েছে যারা সেই তথ্যগুলো দিয়ে থাকে এবং সেগুলো থেকে অনেক কিছু শেখা যায়।
Title: Re: AMA হয়েছে TPT এর | টোকেন পকেট টোকেন
Post by: Tunir Baap on December 19, 2020, 04:05:38 PM
বিস্তারিত বিষয় পড়ে আমার মনে হল আপনি অনেক তথ্যবহুল একটি পোস্ট করেছেন আপনার এই পোস্টটি পড়ে সবাই অনেক উপকৃত হবে যেমনটা আমি হয়েছি আমি আপনার পোস্টটি পড়ে অনেক বিষয়টা সম্পর্কে জানতে পেরেছি এবং আমার কাছে যতটুকু মনে হয়েছে আপনার পোস্টটি অনেক তথ্যবহুল একটি পোস্ট হয়েছে