Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: ttcsalam on July 21, 2020, 06:32:02 AM

Title: বাংলাদেশ এ ভারচুয়াল মুদ্রার ভবিষ্যৎ ।
Post by: ttcsalam on July 21, 2020, 06:32:02 AM
সম্প্রতি আমাদের প্রতিমন্ত্রী, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি জুনাইদ আহ্‌মেদ‍ পলক উনার কিছু ‍কিছু বক্তব্য আমরা লক্ষ্য করছি তিনি দেশ কে উন্নত পর্যায়ে নিয়ে যেতে ভারচুয়াল মুদ্রার প্রতি ও গুরত্ব আরপ করতে হবে বলেছেন।সেক্ষেত্রে আমরা হান্টার রা কি নতুন কোন সুবিধা সরকারী ভাবে পাব বলে কি আপনারা মনে করেন?আপনার গুরুত্বপূর্ন মতামত আশা করছি।
Title: Re: বাংলাদেশ এ ভারচুয়াল মুদ্রার ভবিষ্যৎ ।
Post by: babu10 on July 21, 2020, 07:42:03 AM
সম্প্রতি আমাদের প্রতিমন্ত্রী, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি জুনাইদ আহ্‌মেদ‍ পলক উনার কিছু ‍কিছু বক্তব্য আমরা লক্ষ্য করছি তিনি দেশ কে উন্নত পর্যায়ে নিয়ে যেতে ভারচুয়াল মুদ্রার প্রতি ও গুরত্ব আরপ করতে হবে বলেছেন।সেক্ষেত্রে আমরা হান্টার রা কি নতুন কোন সুবিধা সরকারী ভাবে পাব বলে কি আপনারা মনে করেন?আপনার গুরুত্বপূর্ন মতামত আশা করছি।

বাংলাদেশের মন্ত্রীরা যখন একটা কথা বলবেন মনে রাখবেন ঐটা বাস্তবায়ন হতে আরো 20 বছর লাগবে কারন তারা বাস্তবতার সাথে, বর্তমান সময়ের সাথে তাল মিলাতে পারেনা যেমন ধরুন ব্রডবেন্ড এর কথা, একসময় আমাদেরকে ফ্রি দিতে চেয়েছিল সেময় নেয়নি পরে অনেক টাকা দিয়ে নিতে হয়েছে। তেমন ভাবে বলতে পারি বর্তমানে আপওয়ার্ক এ যারা কাজ করে তারা বৎসরে কোটি কেটি টাকা ইনকাম করতেছে বাংলাদেশে, রাজস্ব এনে দিচ্ছে কিন্তু আজ পর্যনত তাদের জন্য সহজ লেনদেন ব্যবস্থা করতে পারেনি।

আর ভার্চুয়াল মুদ্রা সেটার কি হবে একবার চিন্তা করেন। আমাদের মন্ত্রীদের এসব ব্যাপারে বুঝতে আরো দীর্ঘ সময় লাগবে আর সেই সময়ে বিশ্ব অনেক আগায়ে যাবে আমরা পিছনে পড়ে থাকব। তাই বলছি এসব চিন্তা ভাবনা বাদ দেন আর কাজ করে টাকা ইনকাম করে যান এখন যেমন ভাবে করতেছেন।

ধন্যবাদ.
Title: Re: বাংলাদেশ এ ভারচুয়াল মুদ্রার ভবিষ্যৎ ।
Post by: Review Master on July 21, 2020, 09:45:32 AM
সম্প্রতি আমাদের প্রতিমন্ত্রী, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি জুনাইদ আহ্‌মেদ‍ পলক উনার কিছু ‍কিছু বক্তব্য আমরা লক্ষ্য করছি তিনি দেশ কে উন্নত পর্যায়ে নিয়ে যেতে ভারচুয়াল মুদ্রার প্রতি ও গুরত্ব আরপ করতে হবে বলেছেন।সেক্ষেত্রে আমরা হান্টার রা কি নতুন কোন সুবিধা সরকারী ভাবে পাব বলে কি আপনারা মনে করেন?আপনার গুরুত্বপূর্ন মতামত আশা করছি।

উনি ভার্চুয়াল মুদ্রার কথা বললেও বিটকয়েনের প্রতি ইতিবাচক কোনো মতামত দেননি । তিনি বলেছেন যে, বিটকয়েনকে গুরুত্ব না দিলেও বিটকয়েনের মতো ভার্চুয়াল মুদ্রার ব্যবহার বাড়াতে হবে। এতে মনে হয়, তারা হয়তো প্রাইভেট ব্লকচেইনের প্রতি বেশি গুরুত্ব দিচ্ছে। এটা শুধু আমার মতামত , আপনাদের মতামত জানাবেন। আমার মতামত সঠিক হবে এমন কোনো কথা নেই, আমি ভুল হতেও পারি।
Title: Re: বাংলাদেশ এ ভারচুয়াল মুদ্রার ভবিষ্যৎ ।
Post by: Malam90 on July 28, 2020, 03:56:51 AM
বাংলাদেশে বিটকয়েনের ব্যবহার বাড়াতে সরকারের কোন উদ্যোগ এখনও চোখে পড়েনি। জুনায়েদ আহমেদ পলক যেটা বলেছেন-ভার্চুয়াল মুদ্রার দিকে মনোযোগ দিতে হবে এবং বিটকয়েনের মত মুদ্রাকে অনুমোদন না দিলেও এটা নিয়ে ভাবতে হবে। যদিও কথাটা পজেটিভ তবে মনে রাখতে হবে-বাংলাদেশের মন্ত্রীরা যদি বলেন ভাবতে হবে তাহলে সেটার বাস্তবায়ন হতে অন্তত ৫-১০ বছর লাগে যেমনটা প্রবাদের- গন্ডারের গায়ে কাতুকুতু দিলে নাকি ৩ দিন পরে লাগে-এর মতই।
Title: Re: বাংলাদেশ এ ভারচুয়াল মুদ্রার ভবিষ্যৎ ।
Post by: ranaprime on August 01, 2020, 02:41:52 AM
Bangladesh a ai dhoroner virtual mudra chalu hote onik somoi lagbe. Amra Jodi akta bishow lokkho kore taholay bujte parbo j ata bastobayon hote koto somoi lagbe. Seta holo apnara onik e janen Bangladesh e PayPal ar obostha ki. Koto bocor hoiye galo ar babohar akhon porjonto as usual Korte parenai. Tahole virtual mudra  o besh somoi nibe Bangladesh a chalu Korte. Tobe itevachok holo jahetu bishow ta Nia Tara vabce dere holayo positive result asbe.
Title: Re: বাংলাদেশ এ ভারচুয়াল মুদ্রার ভবিষ্যৎ ।
Post by: Nostoman on August 01, 2020, 03:08:20 AM
Bangladesh a ai dhoroner virtual mudra chalu hote onik somoi lagbe. Amra Jodi akta bishow lokkho kore taholay bujte parbo j ata bastobayon hote koto somoi lagbe. Seta holo apnara onik e janen Bangladesh e PayPal ar obostha ki. Koto bocor hoiye galo ar babohar akhon porjonto as usual Korte parenai. Tahole virtual mudra  o besh somoi nibe Bangladesh a chalu Korte. Tobe itevachok holo jahetu bishow ta Nia Tara vabce dere holayo positive result asbe.
পোস্ট গুলো বাংলায় লিখুন।   
Title: Re: বাংলাদেশ এ ভারচুয়াল মুদ্রার ভবিষ্যৎ ।
Post by: Em00n01 on August 03, 2020, 09:13:39 PM
তাদের কথায় বিটকয়েন নিয়ে পজিটিভ কিছু দেখিনি। তবে তারা ব্লকচেইন নিয়ে কাজ করছে বা ব্লকচেইন সম্পর্কে বিভিন্ন বিশ্লেষণ করছেই আপাতত সেটাই অনেক আমাদের জন্য। যদিও ক্রিপ্টোকারেন্সি লিগ্যাল হওয়ার সম্ভাবনা খুব কম তবুও আমরা ভবিষ্যতে বাংলাদেশ ব্যাংকের নিজস্ব কারেন্সি হয়তো দেখতে পারবো।
Title: Re: বাংলাদেশ এ ভারচুয়াল মুদ্রার ভবিষ্যৎ ।
Post by: Rain075 on August 07, 2020, 06:33:40 AM
বাংলাদেশ ভার্চুয়াল মুদ্রার উপর কোন গুরুত্ব আরোপ করছে না। বাংলাদেশে যদি ভার্চুয়াল মুদ্রা অগ্রাধিকার দেওয়া হয় তবে অনেক ভালো হবে। যেখানে সারা বিশ্ব এই ভার্চুয়াল মুদ্রা ব্যবহার করতেছে সেখানে বাংলাদেশ পিছিয়ে থাকা উচিত নয়।
Title: Re: বাংলাদেশ এ ভারচুয়াল মুদ্রার ভবিষ্যৎ ।
Post by: Fawpac2 on August 07, 2020, 04:31:13 PM
সম্প্রতি আমাদের প্রতিমন্ত্রী, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি জুনাইদ আহ্‌মেদ‍ পলক উনার কিছু ‍কিছু বক্তব্য আমরা লক্ষ্য করছি তিনি দেশ কে উন্নত পর্যায়ে নিয়ে যেতে ভারচুয়াল মুদ্রার প্রতি ও গুরত্ব আরপ করতে হবে বলেছেন।সেক্ষেত্রে আমরা হান্টার রা কি নতুন কোন সুবিধা সরকারী ভাবে পাব বলে কি আপনারা মনে করেন?আপনার গুরুত্বপূর্ন মতামত আশা করছি।

হ্যাঁ এটা খুবই ভালো খবর যদি জুনায়েদ আহমেদ এ ব্যবস্থা করেন তবে খুব ভালো হবে।
Title: Re: বাংলাদেশ এ ভারচুয়াল মুদ্রার ভবিষ্যৎ ।
Post by: Sharpmax on August 12, 2020, 03:29:33 PM
বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। এদেশের মানুষ ক্রিপ্ট কারেন্সি সম্পর্কে খুব একটা ভালো ধারণা নেই। তবে বাংলাদেশের যদি কিপটো কারেন্সি অধিকার দেওয়া হয় তবে বাংলাদেশ অনেকটাই এগিয়ে যাবে।
Title: Re: বাংলাদেশ এ ভারচুয়াল মুদ্রার ভবিষ্যৎ ।
Post by: Nostoman on August 12, 2020, 08:27:40 PM
বিটকয়েন এর জনপ্রিয়তা কিন্তু আমাদের দেশের কারণে থেমে থাকেনি। যত দিন পার হচ্ছে, তত বিটকয়েন এর ব্যবহারকারীর সংখ্যা বেড়েই চলছে। আমরা কিন্তু অসৎ কাজে বা পথে উপার্জন করছি না। তবে আমাদের দেশে অনুমোদন দিলে আমি একটি এজেন্সি খুলবো যেখানে bitcoin সহ জনপ্রিয় কারেন্সি গুলো বাংলাদেশের টাকায় লেনদেন করা হবে। তবে যেখানে উন্নত দেশ গুলো অনুমোদন দিয়েছে। সেখানে বাংলাদেশ কেন দিচ্ছে না। সেটা আমার জানা নেই। আমরা যারা ছোট পরিসরে bitcoin use করি। এদের পরিচয় দেওয়ার মত কোন নাম নেই। তাই বিষয় গুলো সরকারের নজরে আসলে বাংলাদেশ এগিয়ে যেত।                           
Title: Re: বাংলাদেশ এ ভারচুয়াল মুদ্রার ভবিষ্যৎ ।
Post by: Mrkadir85 on August 14, 2020, 12:35:20 PM
বাংলাদেশ বিটকয়েনের লেনদেন নিয়ে সরকারের পজিটিভলি কোনো উদ্যোগ নেই ।আমাদের মন্ত্রীরা বলেন এক আর করেন আরেক। পলক সাহেব বিটকয়েন নিয়ে ইতিবাচক কোনো মন্তব্য না করলেও ভার্চুয়াল মুদ্রা ব্যবহার নিয়ে ভাবতে হবে বলেছেন ।তিনি হয়তো প্রাইভেট ব্লগ চেইনের প্রতি গুরুত্ব দিয়েছেন। এটা মনে রাখতে হবে আমাদের মন্ত্রীরা যদি বলেন ভাবতে হবে সেটা বাস্তবায়ন হতে 10 থেকে 15 বছর সময় লেগে যেতে পারে।
Title: Re: বাংলাদেশ এ ভারচুয়াল মুদ্রার ভবিষ্যৎ ।
Post by: Papusha20 on October 02, 2020, 04:32:39 AM
সম্প্রতি আমাদের প্রতিমন্ত্রী, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি জুনাইদ আহ্‌মেদ‍ পলক উনার কিছু ‍কিছু বক্তব্য আমরা লক্ষ্য করছি তিনি দেশ কে উন্নত পর্যায়ে নিয়ে যেতে ভারচুয়াল মুদ্রার প্রতি ও গুরত্ব আরপ করতে হবে বলেছেন।সেক্ষেত্রে আমরা হান্টার রা কি নতুন কোন সুবিধা সরকারী ভাবে পাব বলে কি আপনারা মনে করেন?আপনার গুরুত্বপূর্ন মতামত আশা করছি।

বাংলাদেশের মন্ত্রীরা যখন একটা কথা বলবেন মনে রাখবেন ঐটা বাস্তবায়ন হতে আরো 20 বছর লাগবে কারন তারা বাস্তবতার সাথে, বর্তমান সময়ের সাথে তাল মিলাতে পারেনা যেমন ধরুন ব্রডবেন্ড এর কথা, একসময় আমাদেরকে ফ্রি দিতে চেয়েছিল সেময় নেয়নি পরে অনেক টাকা দিয়ে নিতে হয়েছে। তেমন ভাবে বলতে পারি বর্তমানে আপওয়ার্ক এ যারা কাজ করে তারা বৎসরে কোটি কেটি টাকা ইনকাম করতেছে বাংলাদেশে, রাজস্ব এনে দিচ্ছে কিন্তু আজ পর্যনত তাদের জন্য সহজ লেনদেন ব্যবস্থা করতে পারেনি।

আর ভার্চুয়াল মুদ্রা সেটার কি হবে একবার চিন্তা করেন। আমাদের মন্ত্রীদের এসব ব্যাপারে বুঝতে আরো দীর্ঘ সময় লাগবে আর সেই সময়ে বিশ্ব অনেক আগায়ে যাবে আমরা পিছনে পড়ে থাকব। তাই বলছি এসব চিন্তা ভাবনা বাদ দেন আর কাজ করে টাকা ইনকাম করে যান এখন যেমন ভাবে করতেছেন।

ধন্যবাদ.

বাংলাদেশের ভার্চুয়াল মুদ্রা সম্পর্কে আমার কোন ধারণা ছিল না আপনার পোস্ট পড়ে আমি ভার্চুয়াল মুদ্রা সম্বন্ধে জেনে গেছি। এই মূল্যবান পোষ্টের জন্য আপনাকে ধন্যবাদ।
Title: Re: বাংলাদেশ এ ভারচুয়াল মুদ্রার ভবিষ্যৎ ।
Post by: ranaprime on October 02, 2020, 08:01:13 AM
বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। এই দেশ প্রচুর পরিমান পোশাক রপ্তানী করে এবং প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করে। এছাড়া প্রচুর রেমিটেন্স আসে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে হয়তো কিছু দিনের মধ্যে উন্নত দেশ গুলোর মধ্যে স্থান করে নিবে। সেই দিক থেকে বিবেচনা করলে ভারচুয়াল মুদ্রার ভবিষ্যৎ ভাল আমি মনে করি।
Title: Re: বাংলাদেশ এ ভারচুয়াল মুদ্রার ভবিষ্যৎ ।
Post by: Magepai on October 04, 2020, 07:59:55 AM
বাংলাদেশে বিটকয়েনের ব্যবহার বাড়াতে সরকারের কোন উদ্যোগ এখনও চোখে পড়েনি। জুনায়েদ আহমেদ পলক যেটা বলেছেন-ভার্চুয়াল মুদ্রার দিকে মনোযোগ দিতে হবে এবং বিটকয়েনের মত মুদ্রাকে অনুমোদন না দিলেও এটা নিয়ে ভাবতে হবে। যদিও কথাটা পজেটিভ তবে মনে রাখতে হবে-বাংলাদেশের মন্ত্রীরা যদি বলেন ভাবতে হবে তাহলে সেটার বাস্তবায়ন হতে অন্তত ৫-১০ বছর লাগে যেমনটা প্রবাদের- গন্ডারের গায়ে কাতুকুতু দিলে নাকি ৩ দিন পরে লাগে-এর মতই।

ভাই আপনি একদম সত্যি কথা বলেছেন।ভাই আপনি বলেছেন গন্ডারের কাতুকুতু দিলে নাকি তিনদিন পরে সে টের পায় কিন্তু কথাটা হাস্যকর হলেও বাংলাদেশের মন্ত্রীদের কথার সাথে একদম মিল রয়েছে। কিন্তু যদি ভার্চুয়াল মুদ্রার সাথে সাথে যদি বিটকয়েনের মুদ্রার প্রচলন চালু করা হয় তাহলে বিশেষ করে যারা cryptocurrency কাজ করেন তাহলে সবার জন্যই ভালো হয়।
Title: Re: বাংলাদেশ এ ভারচুয়াল মুদ্রার ভবিষ্যৎ ।
Post by: Psycho on October 17, 2020, 07:37:30 AM
সম্প্রতি আমাদের প্রতিমন্ত্রী, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি জুনাইদ আহ্‌মেদ‍ পলক উনার কিছু ‍কিছু বক্তব্য আমরা লক্ষ্য করছি তিনি দেশ কে উন্নত পর্যায়ে নিয়ে যেতে ভারচুয়াল মুদ্রার প্রতি ও গুরত্ব আরপ করতে হবে বলেছেন।সেক্ষেত্রে আমরা হান্টার রা কি নতুন কোন সুবিধা সরকারী ভাবে পাব বলে কি আপনারা মনে করেন?আপনার গুরুত্বপূর্ন মতামত আশা করছি।
বাংলাদেশের ভার্চুয়াল মুদ্রার ভবিষ্যৎ অনেকটাই ভালো। কিছুদিন আগে বাংলাদেশ সরকার ভার্চুয়াল মুদ্রা নিয়ে একটি আলোচনা সভা করেছে। যদি বাংলাদেশে ভার্চুয়াল মুদ্রা আয়ের বৈধতা দেয়া হয় তাহলে বাংলাদেশ অনেক উন্নত হবে। আমরা চাই বাংলাদেশ ভার্চুয়াল মুদ্রা বৈধতা দেয়া হোক।
Title: Re: বাংলাদেশ এ ভারচুয়াল মুদ্রার ভবিষ্যৎ ।
Post by: Crypto_Somrat on October 17, 2020, 07:08:52 PM
সম্প্রতি আমাদের প্রতিমন্ত্রী, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি জুনাইদ আহ্‌মেদ‍ পলক উনার কিছু ‍কিছু বক্তব্য আমরা লক্ষ্য করছি তিনি দেশ কে উন্নত পর্যায়ে নিয়ে যেতে ভারচুয়াল মুদ্রার প্রতি ও গুরত্ব আরপ করতে হবে বলেছেন।সেক্ষেত্রে আমরা হান্টার রা কি নতুন কোন সুবিধা সরকারী ভাবে পাব বলে কি আপনারা মনে করেন?আপনার গুরুত্বপূর্ন মতামত আশা করছি।
জুনায়েদ আহমেদ পলক ভার্চুয়াল মুদ্রার কথা বললেও বিটকয়েনের প্রতি ইতিবাচক কোনো মতামত দেননি । তিনি বলেছেন যে, বিটকয়েনকে গুরুত্ব না দিলেও বিটকয়েনের মতো ভার্চুয়াল মুদ্রার ব্যবহার বাড়াতে হবে। বাংলাদেশে যদি ভার্চুয়াল মুদ্রা অগ্রাধিকার দেওয়া হয় তবে অনেক ভালো হবে।
এদেশের মানুষ এর ক্রিপ্ট কারেন্সি সম্পর্কে খুব একটা ভালো ধারণা নেই। তবে বাংলাদেশের যদি কিপটো কারেন্সি অধিকার দেওয়া হয় তবে বাংলাদেশ অনেকটাই এগিয়ে যাবে।
Title: Re: বাংলাদেশ এ ভারচুয়াল মুদ্রার ভবিষ্যৎ ।
Post by: Rakin343 on October 17, 2020, 08:33:54 PM
বাংলাদেশের যদি ক্রিপ্টোকারেন্সি বৈধতা দেওয়া হয় তাহলে বাংলাদেশ অনেকটাই এগিয়ে যাবে। কেননা বাংলাদেশ আজ 70 থেকে 90 শতাংশ মানুষ বেকার। বাংলাদেশ একই প্রকারের বৈধতা দিলে বেকারত্বের সংখ্যা অনেকটাই কমে যাবে।
Title: Re: বাংলাদেশ এ ভারচুয়াল মুদ্রার ভবিষ্যৎ ।
Post by: sky20 on October 19, 2020, 07:46:04 PM
বাংলাদেশের ভার্চুয়াল মুদ্রা ভবিষ্যৎ খুব একটা ভালো বলা যাবে না।কারণ এই মুদ্রা আর এখন পর্যন্ত কোন এক রূপ দেওয়া হয়নি অর্থাৎ দেশে এখনো এটি অবৈধ আর কবে নাগাদ এটি বৈধ হবে কোন সঠিক সময় নির্ধারণ করা হয়নি।
Title: Re: বাংলাদেশ এ ভারচুয়াল মুদ্রার ভবিষ্যৎ ।
Post by: Chita76 on October 20, 2020, 02:56:29 AM
বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। এই দেশ প্রচুর পরিমান পোশাক রপ্তানী করে এবং প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করে। এছাড়া প্রচুর রেমিটেন্স আসে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে হয়তো কিছু দিনের মধ্যে উন্নত দেশ গুলোর মধ্যে স্থান করে নিবে। সেই দিক থেকে বিবেচনা করলে ভারচুয়াল মুদ্রার ভবিষ্যৎ ভাল আমি মনে করি।

হ্যাঁ সত্যি কথা বলতে এটাই যে বাংলাদেশ উন্নয়নশীল দেশ এই দেশ কোনদিনও বিটকয়েনের মুদ্রা সাপোর্ট করবে না বিভিন্ন ঝামেলার রয়েছে।
Title: Re: বাংলাদেশ এ ভারচুয়াল মুদ্রার ভবিষ্যৎ ।
Post by: Coin63@ on October 20, 2020, 03:24:40 AM
সম্প্রতি আমাদের প্রতিমন্ত্রী, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি জুনাইদ আহ্‌মেদ‍ পলক উনার কিছু ‍কিছু বক্তব্য আমরা লক্ষ্য করছি তিনি দেশ কে উন্নত পর্যায়ে নিয়ে যেতে ভারচুয়াল মুদ্রার প্রতি ও গুরত্ব আরপ করতে হবে বলেছেন।সেক্ষেত্রে আমরা হান্টার রা কি নতুন কোন সুবিধা সরকারী ভাবে পাব বলে কি আপনারা মনে করেন?আপনার গুরুত্বপূর্ন মতামত আশা করছি।
ভাই এর আগের বছরগুলোতে বাংলাদেশের সংসদীয় পার্লামেন্টের দেয়া বাজেট লক্ষ্য করলে দেখতে পারবেন 139 কোটি টাকা ব্লকচেইন এর উপর বাজেট করা। সে টাকার কোন এপ্লিকেশন আপনি খেয়াল করেছেন কি। ধন্যবাদ পলক ভাইকে ডিজিটাল কারেন্সি নিয়ে কথা বলার জন্য।
Title: Re: বাংলাদেশ এ ভারচুয়াল মুদ্রার ভবিষ্যৎ ।
Post by: mahid on October 20, 2020, 05:55:05 AM
ভারচুয়াল মুদ্রা এখনও পৃথিবীর অনেক দেশে এলাও না। এখানে বেশ কিছু বিষয় আছে যার সমাধান না করে এটি কে অনুমতি দিতে পারে না। ভারচুয়াল মুদ্রার অনুমতি দিলে বাংলাদেশের অর্থনিতির উপর এক বড় ধাক্কা চলে আসবে বলে আমার মনে হয়। এমনিতেই বাংলাদেশে মানি লন্ডারিং এর প্রবনতা সবচেয়ে বেশি। আর ভরচুয়াল মুদ্রার অনুমতি পেলে তা লাগামহীন হয়ে পড়বে। তাই এর ভবিষ্যত খুব একটা ভাল মনে হয় না। তবে  বিশ্ব যখন এটিকে গ্রহন করবে তখন আমাদের দেশেও এটি হবে আমার মনে হয়।
Title: Re: বাংলাদেশ এ ভারচুয়াল মুদ্রার ভবিষ্যৎ ।
Post by: Rubel007 on October 22, 2020, 05:19:22 PM
তাদের কথায় বিটকয়েন নিয়ে পজিটিভ কিছু দেখিনি। তবে তারা ব্লকচেইন নিয়ে কাজ করছে বা ব্লকচেইন সম্পর্কে বিভিন্ন বিশ্লেষণ করছেই আপাতত সেটাই অনেক আমাদের জন্য। যদিও ক্রিপ্টোকারেন্সি লিগ্যাল হওয়ার সম্ভাবনা খুব কম তবুও আমরা ভবিষ্যতে বাংলাদেশ ব্যাংকের নিজস্ব কারেন্সি হয়তো দেখতে পারবো।
একেবারে ঠিক বলেছেন। আমি বাংলাদেশের সরকারের বিটকয়েন নিয়ে কোন কথা বলতে শুনিনি। যতদুর শুনেছি যে তারা ব্লকচেইন নিয়ে কাজ করবে।
Title: Re: বাংলাদেশ এ ভারচুয়াল মুদ্রার ভবিষ্যৎ ।
Post by: mahid on October 23, 2020, 02:52:47 AM
আমরা হয়তো কোন সরকারী সুবিধা পাব না। কিন্তু তারপর আমাদের মঙ্গল হবে। যদি এই ভারচুয়াল মুদ্রার অনুমতি পাওয়া যায়।
Title: Re: বাংলাদেশ এ ভারচুয়াল মুদ্রার ভবিষ্যৎ ।
Post by: Jaya60 on October 23, 2020, 03:08:58 AM
বাংলাদেশে বিটকয়েনের ব্যবহার বাড়াতে সরকারের কোন উদ্যোগ এখনও চোখে পড়েনি। জুনায়েদ আহমেদ পলক যেটা বলেছেন-ভার্চুয়াল মুদ্রার দিকে মনোযোগ দিতে হবে এবং বিটকয়েনের মত মুদ্রাকে অনুমোদন না দিলেও এটা নিয়ে ভাবতে হবে। যদিও কথাটা পজেটিভ তবে মনে রাখতে হবে-বাংলাদেশের মন্ত্রীরা যদি বলেন ভাবতে হবে তাহলে সেটার বাস্তবায়ন হতে অন্তত ৫-১০ বছর লাগে যেমনটা প্রবাদের- গন্ডারের গায়ে কাতুকুতু দিলে নাকি ৩ দিন পরে লাগে-এর মতই।

আপনার কথাটা 100 পার্সেন্ট সঠিক। তবে ভাই আমার মনে হয় না যে এটি বাংলাদেশের চালু করা হবে।
Title: Re: বাংলাদেশ এ ভারচুয়াল মুদ্রার ভবিষ্যৎ ।
Post by: Hasan986 on November 05, 2020, 05:41:12 PM
বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। এই দেশ প্রচুর পরিমান পোশাক রপ্তানী করে এবং প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করে। এছাড়া প্রচুর রেমিটেন্স আসে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে হয়তো কিছু দিনের মধ্যে উন্নত দেশ গুলোর মধ্যে স্থান করে নিবে। সেই দিক থেকে বিবেচনা করলে ভারচুয়াল মুদ্রার ভবিষ্যৎ ভাল আমি মনে করি।

হ্যাঁ সত্যি কথা বলতে এটাই যে বাংলাদেশ উন্নয়নশীল দেশ এই দেশ কোনদিনও বিটকয়েনের মুদ্রা সাপোর্ট করবে না বিভিন্ন ঝামেলার রয়েছে।
জি ভাই, এমনিতে দেশ লুটে পুটে যাচ্ছে। যে যেভাবে পারতেছে নিজের পকেট ভারি করতেছে। এখন যদি বৈধতা দেওয়া হয়। এর হার আরো বেড়ে যাবে। কার টাকা কোথায় যাবে হদিস ও থাকবে না। কালো বাজারি রা এটিকে অসৎ উদ্দেশ্যে ব্যাবহার করবে।
Title: Re: বাংলাদেশ এ ভারচুয়াল মুদ্রার ভবিষ্যৎ ।
Post by: Markuri33 on November 06, 2020, 03:17:40 AM
বাংলাদেশের যদি মুদ্রা চালু করা হয় তাহলে অবশ্যই ভালো হয়। জুনায়েদ আহমেদ বলেছে এটি সম্পর্কে এবং তার বক্তব্য কেউ দেখা গেছে ভার্চুয়াল মুদ্রা নিয়ে বক্তব্য দিয়েছেন। অবশ্যই ভালো হবে যদি এটি নিয়ে তারা কাজ করেন।
Title: Re: বাংলাদেশ এ ভারচুয়াল মুদ্রার ভবিষ্যৎ ।
Post by: Herry on November 07, 2020, 06:09:15 AM
 আমি মনে করি বাংলাদেশ সরকার ভার্চুয়াল মুদ্রা কে কখনোই স্বীকৃতি দেবেন না কেননা বাংলাদেশ সরকার মনে করেন যে ভার্চুয়াল মুদ্রা কে স্বীকৃতি দিলে বাংলাদেশ ক্রাইমের হার বৃদ্ধি পাবে বাংলাদেশ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ যতই যা বলুক ভার্চুয়াল মুদ্রা কে বাস্তবায়ন বা স্বীকৃতি দিতে তাদের কমপক্ষে 20 থেকে 25 বছর লেগে যাবে কেননা আমরা বাঙ্গালী আমাদের বুঝতে একটু দেরি লেগে যায় এই ভার্চুয়াল মুদ্রা কে বাংলাদেশের স্বীকৃতি দিলে বাংলাদেশের অর্থনৈতিক উন্নতি হবে বাংলাদেশের বেকারত্বের হার কমে যাবে বাংলাদেশে দিন দিন তো বেকারত্বের হার বৃদ্ধি পাচ্ছে সরকারতো বেকারত্বের হার কমাতে পারছেন না যদি সরকার এই ভার্চুয়াল মুদ্রা কে স্বীকৃতি দেন তাহলে বেকাররা অনলাইন ইনকাম এর দিকে আগ্রহী হবেন এবং বাংলাদেশের অর্থনীতির একটি বিশাল উন্নতি হবে তবে বাংলাদেশের যদি ভার্চুয়াল মুদ্রা স্বীকৃতি দেওয়া হয় আলাদা কোনো সুবিধা আমরা পাব সরকারের কাছ থেকে পাব কিনা সেটা আমি বলতে পারি না এই ফোরামের সিনিয়র ভাইরা আছেন তাঁরা আরও ভাল বলতে পারবেন আশা করি তারা আপনাকে অবশ্যই ভালো বিষয় টা জানাবেন
Title: Re: বাংলাদেশ এ ভারচুয়াল মুদ্রার ভবিষ্যৎ ।
Post by: Zero0 on November 07, 2020, 09:39:30 AM
বাংলাদেশ ভার্চুয়াল মুদ্রার উপর কোন গুরুত্ব আরোপ করছে না। বাংলাদেশে যদি ভার্চুয়াল মুদ্রা অগ্রাধিকার দেওয়া হয় তবে অনেক ভালো হবে। যেখানে সারা বিশ্ব এই ভার্চুয়াল মুদ্রা ব্যবহার করতেছে সেখানে বাংলাদেশ পিছিয়ে থাকা উচিত নয়।
হ্যাঁ ভাই আপনি ঠিক বলেছেন বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশ ক্রিপ্টোকারেন্সি কে অর্থাৎ ভার্চুয়াল মুদ্রা কে বৈধ করে দিয়ে এর সুবিধা ভোগ করছে। কিন্তু বাংলাদেশ এ থেকে অনেক পিছিয়ে আছে। আমি মনে করি বাংলাদেশ যদি ক্রিপ্টোকারেন্সি কে বৈধ করে দেয় তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ অনেক উজ্জ্বল হবে।
Title: Re: বাংলাদেশ এ ভারচুয়াল মুদ্রার ভবিষ্যৎ ।
Post by: Hasansat on November 07, 2020, 02:52:07 PM
সম্প্রতি আমাদের প্রতিমন্ত্রী, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি জুনাইদ আহ্‌মেদ‍ পলক উনার কিছু ‍কিছু বক্তব্য আমরা লক্ষ্য করছি তিনি দেশ কে উন্নত পর্যায়ে নিয়ে যেতে ভারচুয়াল মুদ্রার প্রতি ও গুরত্ব আরপ করতে হবে বলেছেন।সেক্ষেত্রে আমরা হান্টার রা কি নতুন কোন সুবিধা সরকারী ভাবে পাব বলে কি আপনারা মনে করেন?আপনার গুরুত্বপূর্ন মতামত আশা করছি।

বাংলাদেশে ক্রিপ্টোকারেন্সি অবৈধ এখনও। তবে ভবিষ্যতে বৈধ হতে পারে যদি অধিকাংশ দেশে বৈধ হয়। সবাই বৈধতা দিলে বাংলাদেশ সরকার তখন দিতে বাধ্য হবে কারণ আমাদের দেশের সরকার সবার পরে ঘোষণা করে।
Title: Re: বাংলাদেশ এ ভারচুয়াল মুদ্রার ভবিষ্যৎ ।
Post by: Triedboy on November 07, 2020, 03:10:14 PM
সম্প্রতি আমাদের প্রতিমন্ত্রী, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি জুনাইদ আহ্‌মেদ‍ পলক উনার কিছু ‍কিছু বক্তব্য আমরা লক্ষ্য করছি তিনি দেশ কে উন্নত পর্যায়ে নিয়ে যেতে ভারচুয়াল মুদ্রার প্রতি ও গুরত্ব আরপ করতে হবে বলেছেন।সেক্ষেত্রে আমরা হান্টার রা কি নতুন কোন সুবিধা সরকারী ভাবে পাব বলে কি আপনারা মনে করেন?আপনার গুরুত্বপূর্ন মতামত আশা করছি।

বাংলাদেশের মন্ত্রীরা যখন একটা কথা বলবেন মনে রাখবেন ঐটা বাস্তবায়ন হতে আরো 20 বছর লাগবে কারন তারা বাস্তবতার সাথে, বর্তমান সময়ের সাথে তাল মিলাতে পারেনা যেমন ধরুন ব্রডবেন্ড এর কথা, একসময় আমাদেরকে ফ্রি দিতে চেয়েছিল সেময় নেয়নি পরে অনেক টাকা দিয়ে নিতে হয়েছে। তেমন ভাবে বলতে পারি বর্তমানে আপওয়ার্ক এ যারা কাজ করে তারা বৎসরে কোটি কেটি টাকা ইনকাম করতেছে বাংলাদেশে, রাজস্ব এনে দিচ্ছে কিন্তু আজ পর্যনত তাদের জন্য সহজ লেনদেন ব্যবস্থা করতে পারেনি।

আর ভার্চুয়াল মুদ্রা সেটার কি হবে একবার চিন্তা করেন। আমাদের মন্ত্রীদের এসব ব্যাপারে বুঝতে আরো দীর্ঘ সময় লাগবে আর সেই সময়ে বিশ্ব অনেক আগায়ে যাবে আমরা পিছনে পড়ে থাকব। তাই বলছি এসব চিন্তা ভাবনা বাদ দেন আর কাজ করে টাকা ইনকাম করে যান এখন যেমন ভাবে করতেছেন।

ধন্যবাদ.

আপনার কথাটি আমার অনেক পছন্দ হয়েছে আমি আপনার সাথে পুরোপুরি একমত পোষণ করছি। আমাদের দেশটা এতটা পিছিয়ে আছে। কিন্তু আমার বর্তমান ভার্চুয়াল মুদ্রা নিয়ে অনেক কথা কথা হয়েছে এখন বাংলাদেশের বৈধতা দেয় কিনা সেটা কিছুই বলা যাবে না।
Title: Re: বাংলাদেশ এ ভারচুয়াল মুদ্রার ভবিষ্যৎ ।
Post by: mahid on November 07, 2020, 07:38:49 PM
বাংলাদেশ পৃথিবীর অন্যন্য দেশের মতই একটি দেশ। যেখানে এখনও অনেক বড় বড় দেশ গুলো এর অনুমতি দিতে পারেনি। তাহলে উন্নয়নশীল দেশ হিসেবে কিভাবে দেবে।  তাই আমি এই বিষয়ে তেমন চিন্তিত না। যদি পাশের দেশ এটি দিয়ে থাকে তাহেল আমাদের দেশ ও দিবে হইতো একটু সময় বেশি  লাগতে পারে।
Title: Re: বাংলাদেশ এ ভারচুয়াল মুদ্রার ভবিষ্যৎ ।
Post by: Ak600 on November 10, 2020, 08:30:19 PM
বাংলাদেশ বিটকয়েনের লেনদেন নিয়ে সরকারের পজিটিভলি কোনো উদ্যোগ নেই ।আমাদের মন্ত্রীরা বলেন এক আর করেন আরেক। পলক সাহেব বিটকয়েন নিয়ে ইতিবাচক কোনো মন্তব্য না করলেও ভার্চুয়াল মুদ্রা ব্যবহার নিয়ে ভাবতে হবে বলেছেন ।তিনি হয়তো প্রাইভেট ব্লগ চেইনের প্রতি গুরুত্ব দিয়েছেন। এটা মনে রাখতে হবে আমাদের মন্ত্রীরা যদি বলেন ভাবতে হবে সেটা বাস্তবায়ন হতে 10 থেকে 15 বছর সময় লেগে যেতে পারে।

জি ভাই আমি আপনার কথায় সহমত পোষণ করছি কারণ আমি যে সত্য কথাটাই বলছে আমাদের দেশে যদি কোন কাজ উদ্যোগ নেওয়ার চিন্তাভাবনা করে তাহলে সে কাজ করতে 10 15 বছর লেগে যায় হিন্ডি সং
Title: Re: বাংলাদেশ এ ভারচুয়াল মুদ্রার ভবিষ্যৎ ।
Post by: Pitter on November 12, 2020, 04:54:51 AM
বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ এদেশে যে কোন কিছুর ভবিষ্যত আমি মনে করি অনেক ভাল। বর্তমানে বাংলাদেশ তথ্যপ্রযুক্তিতে অনেকটাই সর্য়ংসম্পূর্ণ। তাই আমি মনে করি ডিজিটাল কারেন্সিও ভাল একটি অবস্থান তৈরী করবে বলে আমি বিশ্বাস করি।
Title: Re: বাংলাদেশ এ ভারচুয়াল মুদ্রার ভবিষ্যৎ ।
Post by: sky20 on November 12, 2020, 08:26:41 PM
বাংলাদেশে ভারচুয়াল মুদ্রার ভবিষ্যত যে খুব  একটা ভাল তা বোঝার উপায় নেই। সরকার এই বিষয়ে কোন পদক্ষেপ নেয়নি। তবে তারা বলেছে যে তাদের আরও কিছু বিষয় খতিয়ে দেখতে হবে। যদি তারা সেগুলো দেখে পজেটিভ মনে করে তাহলে অনুমোদন দিবে না হলে নাই। তবে আমার ধারনা থেকে বলছি যে এর ভবিষ্যৎ অনুমোদনের পরে বোঝা যাবে।
Title: Re: বাংলাদেশ এ ভারচুয়াল মুদ্রার ভবিষ্যৎ ।
Post by: Triedboy on November 27, 2020, 01:06:09 AM
বাংলাদেশে ভারচুয়াল মুদ্রার ভবিষ্যত যে খুব  একটা ভাল তা বোঝার উপায় নেই। সরকার এই বিষয়ে কোন পদক্ষেপ নেয়নি। তবে তারা বলেছে যে তাদের আরও কিছু বিষয় খতিয়ে দেখতে হবে। যদি তারা সেগুলো দেখে পজেটিভ মনে করে তাহলে অনুমোদন দিবে না হলে নাই। তবে আমার ধারনা থেকে বলছি যে এর ভবিষ্যৎ অনুমোদনের পরে বোঝা যাবে।

হ্যাঁ ভাই আপনার সাথে আমি পুরোপুরি একমত। আমি মনে করি ভবিষ্যতে হয়তো বাংলাদেশের মুদ্রার ভালো একটা পদক্ষেপ নেবে।
Title: Re: বাংলাদেশ এ ভারচুয়াল মুদ্রার ভবিষ্যৎ ।
Post by: Cristiano on November 27, 2020, 09:43:24 AM
সম্প্রতি আমাদের প্রতিমন্ত্রী, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি জুনাইদ আহ্‌মেদ‍ পলক উনার কিছু ‍কিছু বক্তব্য আমরা লক্ষ্য করছি তিনি দেশ কে উন্নত পর্যায়ে নিয়ে যেতে ভারচুয়াল মুদ্রার প্রতি ও গুরত্ব আরপ করতে হবে বলেছেন।সেক্ষেত্রে আমরা হান্টার রা কি নতুন কোন সুবিধা সরকারী ভাবে পাব বলে কি আপনারা মনে করেন?আপনার গুরুত্বপূর্ন মতামত আশা করছি।
বাংলাদেশের যদি ক্রিপ্টোকারেন্সি বৈধতা করে দেয়া হয় তাহলে আমরা নানা রকম সুযোগ-সুবিধা পেয়ে থাকবো। যে সুযোগ-সুবিধা এর কথা এখনকার তুলনায় অনেক ভালো। আবার বৈধতা করে দেয়া হলে অনেক অনৈতিককাজে অপব্যবহার করা হবে।
Title: Re: বাংলাদেশ এ ভারচুয়াল মুদ্রার ভবিষ্যৎ ।
Post by: XM8 on November 29, 2020, 10:12:01 AM
সম্প্রতি আমাদের প্রতিমন্ত্রী, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি জুনাইদ আহ্‌মেদ‍ পলক উনার কিছু ‍কিছু বক্তব্য আমরা লক্ষ্য করছি তিনি দেশ কে উন্নত পর্যায়ে নিয়ে যেতে ভারচুয়াল মুদ্রার প্রতি ও গুরত্ব আরপ করতে হবে বলেছেন।সেক্ষেত্রে আমরা হান্টার রা কি নতুন কোন সুবিধা সরকারী ভাবে পাব বলে কি আপনারা মনে করেন?আপনার গুরুত্বপূর্ন মতামত আশা করছি।
আমার মনে হয় বাংলাদেশে বিটকয়েন বৈধতা দিতে আরো 20 বছর সময় লেগে যাবে। কারণ বিটকয়েন সম্পর্কে বাংলাদেশ সরকারের তেমন একটা আগ্রহ নেই।
Title: Re: বাংলাদেশ এ ভারচুয়াল মুদ্রার ভবিষ্যৎ ।
Post by: kulkhan on November 29, 2020, 10:24:40 AM
সম্প্রতি আমাদের প্রতিমন্ত্রী, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি জুনাইদ আহ্‌মেদ‍ পলক উনার কিছু ‍কিছু বক্তব্য আমরা লক্ষ্য করছি তিনি দেশ কে উন্নত পর্যায়ে নিয়ে যেতে ভারচুয়াল মুদ্রার প্রতি ও গুরত্ব আরপ করতে হবে বলেছেন।সেক্ষেত্রে আমরা হান্টার রা কি নতুন কোন সুবিধা সরকারী ভাবে পাব বলে কি আপনারা মনে করেন?আপনার গুরুত্বপূর্ন মতামত আশা করছি।

বাংলাদেশের মন্ত্রীরা যখন একটা কথা বলবেন মনে রাখবেন ঐটা বাস্তবায়ন হতে আরো 20 বছর লাগবে কারন তারা বাস্তবতার সাথে, বর্তমান সময়ের সাথে তাল মিলাতে পারেনা যেমন ধরুন ব্রডবেন্ড এর কথা, একসময় আমাদেরকে ফ্রি দিতে চেয়েছিল সেময় নেয়নি পরে অনেক টাকা দিয়ে নিতে হয়েছে। তেমন ভাবে বলতে পারি বর্তমানে আপওয়ার্ক এ যারা কাজ করে তারা বৎসরে কোটি কেটি টাকা ইনকাম করতেছে বাংলাদেশে, রাজস্ব এনে দিচ্ছে কিন্তু আজ পর্যনত তাদের জন্য সহজ লেনদেন ব্যবস্থা করতে পারেনি।

আর ভার্চুয়াল মুদ্রা সেটার কি হবে একবার চিন্তা করেন। আমাদের মন্ত্রীদের এসব ব্যাপারে বুঝতে আরো দীর্ঘ সময় লাগবে আর সেই সময়ে বিশ্ব অনেক আগায়ে যাবে আমরা পিছনে পড়ে থাকব। তাই বলছি এসব চিন্তা ভাবনা বাদ দেন আর কাজ করে টাকা ইনকাম করে যান এখন যেমন ভাবে করতেছেন।

ধন্যবাদ.
বাবু আমি আপনার সাথে পুরো পুরি একমত। এদেশের মন্ত্রীরা যে কথা বলে সেগুলো বাস্তবায়ন হতে অনেক সময় লাগে। কারন তার সিদ্ধান্তহীনতায় ভোগেন বিশেষ করে ক্রিপ্টোকারেন্সি নিয়ে। এমনকি সরকার স্বিকার করে ফ্রিল্যান্সাররা অনেক টাকা ইনকাম করছ, তারপর ও তদের সুবিধার জন্য পেপাল টা আনতে পারল না। 
Title: Re: বাংলাদেশ এ ভারচুয়াল মুদ্রার ভবিষ্যৎ ।
Post by: Laxmi Sharma on November 29, 2020, 06:10:32 PM
সম্প্রতি আমাদের প্রতিমন্ত্রী, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি জুনাইদ আহ্‌মেদ‍ পলক উনার কিছু ‍কিছু বক্তব্য আমরা লক্ষ্য করছি তিনি দেশ কে উন্নত পর্যায়ে নিয়ে যেতে ভারচুয়াল মুদ্রার প্রতি ও গুরত্ব আরপ করতে হবে বলেছেন।সেক্ষেত্রে আমরা হান্টার রা কি নতুন কোন সুবিধা সরকারী ভাবে পাব বলে কি আপনারা মনে করেন?আপনার গুরুত্বপূর্ন মতামত আশা করছি।
ভাই অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। আমিও চাই বাংলাদেশ এটা বৈধ করা হোক। আমি মনে করি বাংলাদেশ এটা বৈধ করে দিলে আমাদের জন্য অনেক সুবিধা হবে।
Title: Re: বাংলাদেশ এ ভারচুয়াল মুদ্রার ভবিষ্যৎ ।
Post by: Tamsialu$$ on November 30, 2020, 01:23:47 AM
সম্প্রতি আমাদের প্রতিমন্ত্রী, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি জুনাইদ আহ্‌মেদ‍ পলক উনার কিছু ‍কিছু বক্তব্য আমরা লক্ষ্য করছি তিনি দেশ কে উন্নত পর্যায়ে নিয়ে যেতে ভারচুয়াল মুদ্রার প্রতি ও গুরত্ব আরপ করতে হবে বলেছেন।সেক্ষেত্রে আমরা হান্টার রা কি নতুন কোন সুবিধা সরকারী ভাবে পাব বলে কি আপনারা মনে করেন?আপনার গুরুত্বপূর্ন মতামত আশা করছি।

বাংলাদেশের মন্ত্রীরা যখন একটা কথা বলবেন মনে রাখবেন ঐটা বাস্তবায়ন হতে আরো 20 বছর লাগবে কারন তারা বাস্তবতার সাথে, বর্তমান সময়ের সাথে তাল মিলাতে পারেনা যেমন ধরুন ব্রডবেন্ড এর কথা, একসময় আমাদেরকে ফ্রি দিতে চেয়েছিল সেময় নেয়নি পরে অনেক টাকা দিয়ে নিতে হয়েছে। তেমন ভাবে বলতে পারি বর্তমানে আপওয়ার্ক এ যারা কাজ করে তারা বৎসরে কোটি কেটি টাকা ইনকাম করতেছে বাংলাদেশে, রাজস্ব এনে দিচ্ছে কিন্তু আজ পর্যনত তাদের জন্য সহজ লেনদেন ব্যবস্থা করতে পারেনি।

আর ভার্চুয়াল মুদ্রা সেটার কি হবে একবার চিন্তা করেন। আমাদের মন্ত্রীদের এসব ব্যাপারে বুঝতে আরো দীর্ঘ সময় লাগবে আর সেই সময়ে বিশ্ব অনেক আগায়ে যাবে আমরা পিছনে পড়ে থাকব। তাই বলছি এসব চিন্তা ভাবনা বাদ দেন আর কাজ করে টাকা ইনকাম করে যান এখন যেমন ভাবে করতেছেন।

ধন্যবাদ.

ভাই আসলে আপনি কথাটা পুরোপুরি সঠিক বলেছেন। আমাদের বাংলাদেশটা আসলে এরকম। আসলে তাদের লাভ ছাড়া আর কিছুই বোঝে না। যদি দেখতো তারা এখান থেকে তারা কিছু কিছু বেড পাচ্ছে তাহলে অবশ্যই তারা এটি সম্পর্কে কাজ করতো।
Title: Re: বাংলাদেশ এ ভারচুয়াল মুদ্রার ভবিষ্যৎ ।
Post by: johnson on November 30, 2020, 03:45:12 AM
বাংলাদেশ এখন প্রায় উন্নত দেশের কাতারে উঠে এসেছে। আগামি কয়েক বছর পর  এটি আরও উপরে উঠবে সেক্ষেত্রে আমি মনে করি আমরা উন্নতদেশের মত সকল সুবিধা পাব। আমাদের দেশেও ভারচুয়াল মুদ্রা প্রতিষ্ঠিত হবে।
Title: Re: বাংলাদেশ এ ভারচুয়াল মুদ্রার ভবিষ্যৎ ।
Post by: bmr on November 30, 2020, 06:41:26 AM
সম্প্রতি আমাদের প্রতিমন্ত্রী, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি জুনাইদ আহ্‌মেদ‍ পলক উনার কিছু ‍কিছু বক্তব্য আমরা লক্ষ্য করছি তিনি দেশ কে উন্নত পর্যায়ে নিয়ে যেতে ভারচুয়াল মুদ্রার প্রতি ও গুরত্ব আরপ করতে হবে বলেছেন।সেক্ষেত্রে আমরা হান্টার রা কি নতুন কোন সুবিধা সরকারী ভাবে পাব বলে কি আপনারা মনে করেন?আপনার গুরুত্বপূর্ন মতামত আশা করছি।
আমি কিছু দিন আগে আমাদের মাাননীয় প্রধান মন্ত্রির কাাছে থেকে জানতে পেরেছি উনি যখন সংসদে ব্লকচেইন নিয়ে আলোচনা করেছেন তখন। সেখানে তিনি শুধুমাত্র বলেছেন ব্লকচেইন তার সরকার ভাবছে কিভাবে এটা কে ইউটিলাইজ করা যায় ।
Title: Re: বাংলাদেশ এ ভারচুয়াল মুদ্রার ভবিষ্যৎ ।
Post by: Mrkadir85 on November 30, 2020, 10:14:43 AM
পলক সাহেব ভার্চুয়াল মুদ্রা কথা বলেছেন তা অবশ্যই ইতিবাচক। কিন্তুএখন পর্যন্ত  ইতিবাচক কোনো কর্মকাণ্ড পরিলক্ষিত হয়নি ।আবার তিনি তার বক্তব্যে বিটকয়েনের লেনদেনের অনুমতি কথা বলেননি।আমরা সবাই জানি বাংলাদেশের মন্ত্রীরা যদি কোন কথা বলে তাহলে বুঝতে হবে সেটা কাজে রূপান্তরিত হতে 10 12 বছর লেগে যাবে। এ পর্যন্ত অন্যান্য দেশ আরো এগিয়ে যাবে আমরা বর্তমানে যেমন পিছনে পড়ে আছি তেমনি থাকবো ।যদি অতিসত্বর বিটকয়েন লেনদেন বা ক্রিপ্টোকারেন্সি বাংলাদেশে অনুমোদন দেওয়া হয় তাহলে যারা ক্রিপ্টোকারেন্সি সাথে জড়িত আছে তাদের জন্য অনেক ভালো হবে।
Title: Re: বাংলাদেশ এ ভারচুয়াল মুদ্রার ভবিষ্যৎ ।
Post by: Monster5 on November 30, 2020, 03:19:28 PM
বাংলাদেশ প্রতিমন্ত্রীর যদি ভার্চুয়াল মুদ্রার কথা বলতো তাহলে অবশ্যই বাংলাদেশ ভার্চুয়াল মুর্দার স্বীকৃতি দেয়া হতো কিন্তু এ কথাগুলো আমার মনে হয় প্রতিমন্ত্রী বলেনি। যদি বাংলাদেশের ভার্চুয়াল মুদ্রার স্বীকৃতি দেওয়া হতো তাহলে অন্যান্য দেশের মতো আমাদের বাংলাদেশ অনেক এগিয়ে যেত তবে আশা করা যায় ভবিষ্যতে যেন বাংলাদেশ সরকার যদি ক্রিপ্টোকারেন্সি ভার্চুয়াল মুর্দার স্বীকৃতি দেয় তাহলে একটা ভালো হবে।
Title: Re: বাংলাদেশ এ ভারচুয়াল মুদ্রার ভবিষ্যৎ ।
Post by: warhero on November 30, 2020, 06:13:47 PM
সম্প্রতি আমাদের প্রতিমন্ত্রী, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি জুনাইদ আহ্‌মেদ‍ পলক উনার কিছু ‍কিছু বক্তব্য আমরা লক্ষ্য করছি তিনি দেশ কে উন্নত পর্যায়ে নিয়ে যেতে ভারচুয়াল মুদ্রার প্রতি ও গুরত্ব আরপ করতে হবে বলেছেন।সেক্ষেত্রে আমরা হান্টার রা কি নতুন কোন সুবিধা সরকারী ভাবে পাব বলে কি আপনারা মনে করেন?আপনার গুরুত্বপূর্ন মতামত আশা করছি।

উনি ভার্চুয়াল মুদ্রার কথা বললেও বিটকয়েনের প্রতি ইতিবাচক কোনো মতামত দেননি । তিনি বলেছেন যে, বিটকয়েনকে গুরুত্ব না দিলেও বিটকয়েনের মতো ভার্চুয়াল মুদ্রার ব্যবহার বাড়াতে হবে। এতে মনে হয়, তারা হয়তো প্রাইভেট ব্লকচেইনের প্রতি বেশি গুরুত্ব দিচ্ছে। এটা শুধু আমার মতামত , আপনাদের মতামত জানাবেন। আমার মতামত সঠিক হবে এমন কোনো কথা নেই, আমি ভুল হতেও পারি।
আপনি আমার মতামত ও উপস্থাপনা করেছেন। এটি যদি ভুল হয় তাহলে যুক্তিগত। আমার কাছে মনে হয় এটি সম্ভাবনা আছে। তবে আপনার মতামত এরপর আমি ব্যক্তিগতভাবে সাপোর্ট করছি।
Title: Re: বাংলাদেশ এ ভারচুয়াল মুদ্রার ভবিষ্যৎ ।
Post by: Ricky on December 01, 2020, 07:54:34 AM
আমি মনে করি বাংলাদেশ ভার্চুয়াল মুদ্রা ভবিষ্যৎ অনেক উজ্জ্বল। কোন না কোনদিন বাংলাদেশ অবশ্যই ক্রিপ্টোকারেন্সি কে অর্থাৎ ভার্চুয়াল মুদ্রা কে অবশ্যই বৈধ করে দেবেন। কারণ বিশ্বের উন্নত দেশগুলো যখন অলরেডি এটাকে বৈধ করে দিয়েছেন। সেতু বাংলাদেশ বৈধতা দেওয়ার সম্ভাবনা রয়েছে।
Title: Re: বাংলাদেশ এ ভারচুয়াল মুদ্রার ভবিষ্যৎ ।
Post by: Herry on December 01, 2020, 08:07:08 AM
হ্যাঁ বাংলাদেশ এ ভার্চুয়াল মুদ্রা আর ভবিষ্যৎ উজ্জ্বল তবে একটু দেরিতে যখন বাংলাদেশ সরকার ক্রিপ্টোকারেন্সি কে ফুললি স সাপোর্ট করবে তখন হয়তো আমাদের বাংলাদেশের হান্টার কিছু সুবিধা ভোগ করতে পারে তবে এটা বাস্তবায়ন এত তাড়াতাড়ি হবে না বলে আমি মনে করছি অন্যান্য দেশে যদি দু-এক বছরের মধ্যে হয়ে যায় তাহলে আমাদের দেশে এই ক্রিপ্টোকারেন্সি কে স্বীকৃতি দিতে 10 বছর লেগে যাবে কেননা সবসময় আমাদের এই বাংলাদেশ সরকার সবকিছু সবার পড়ে বুঝে
Title: Re: বাংলাদেশ এ ভারচুয়াল মুদ্রার ভবিষ্যৎ ।
Post by: Rubel007 on December 01, 2020, 10:34:51 AM
আমার মতে এখানে হান্টারদের কোন সুযোগ সুবিধা নের্ই। তবে সরকার যদি মনে করেন যে হান্টারা তো রেমিটেন্স বাড়িয়েছে সেক্ষেত্রে অবশ্যই তাদের কে পুরস্কৃত করা যেতে পারে তাহলে আমরা যারা হান্টার আছি তারা কিছু পাব।
Title: Re: বাংলাদেশ এ ভারচুয়াল মুদ্রার ভবিষ্যৎ ।
Post by: Ricky on December 01, 2020, 10:59:23 AM
সম্প্রতি আমাদের প্রতিমন্ত্রী, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি জুনাইদ আহ্‌মেদ‍ পলক উনার কিছু ‍কিছু বক্তব্য আমরা লক্ষ্য করছি তিনি দেশ কে উন্নত পর্যায়ে নিয়ে যেতে ভারচুয়াল মুদ্রার প্রতি ও গুরত্ব আরপ করতে হবে বলেছেন।সেক্ষেত্রে আমরা হান্টার রা কি নতুন কোন সুবিধা সরকারী ভাবে পাব বলে কি আপনারা মনে করেন?আপনার গুরুত্বপূর্ন মতামত আশা করছি।

বাংলাদেশের মন্ত্রীরা যখন একটা কথা বলবেন মনে রাখবেন ঐটা বাস্তবায়ন হতে আরো 20 বছর লাগবে কারন তারা বাস্তবতার সাথে, বর্তমান সময়ের সাথে তাল মিলাতে পারেনা যেমন ধরুন ব্রডবেন্ড এর কথা, একসময় আমাদেরকে ফ্রি দিতে চেয়েছিল সেময় নেয়নি পরে অনেক টাকা দিয়ে নিতে হয়েছে। তেমন ভাবে বলতে পারি বর্তমানে আপওয়ার্ক এ যারা কাজ করে তারা বৎসরে কোটি কেটি টাকা ইনকাম করতেছে বাংলাদেশে, রাজস্ব এনে দিচ্ছে কিন্তু আজ পর্যনত তাদের জন্য সহজ লেনদেন ব্যবস্থা করতে পারেনি।

আর ভার্চুয়াল মুদ্রা সেটার কি হবে একবার চিন্তা করেন। আমাদের মন্ত্রীদের এসব ব্যাপারে বুঝতে আরো দীর্ঘ সময় লাগবে আর সেই সময়ে বিশ্ব অনেক আগায়ে যাবে আমরা পিছনে পড়ে থাকব। তাই বলছি এসব চিন্তা ভাবনা বাদ দেন আর কাজ করে টাকা ইনকাম করে যান এখন যেমন ভাবে করতেছেন।

ধন্যবাদ.
ভাই আপনি এটা ঠিক বলেছেন বাংলাদেশে এমন একটা দেশ বাংলাদেশ যখন কোন বিষয় নিয়ে কেবল কথা বলতে শুরু করবেন তাহলে সেই বিষয়টা বাস্তবায়ন হতে অনেক দিন সময় লেগে যায়। বাংলাদেশ উন্নয়নশীল দেশ কিন্তু উন্নত নয়। কিন্তু আশা করব বাংলাদেশ খুব দ্রুতই ক্রিপ্টোকারেন্সি কে বৈধ করে দিক।
Title: Re: বাংলাদেশ এ ভারচুয়াল মুদ্রার ভবিষ্যৎ ।
Post by: Cz Rock on December 18, 2020, 12:44:16 PM
বাংলাদেশ বর্তমান ভার্চুয়াল মুদ্রা অবৈধ।বাংলাদেশে বিটকয়েন গোপনে লেনদেন করা হচ্ছে। এতে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। ক্রিপ্টোকারেন্সি নিয়ে বাংলাদেশ সরকার তেমন কিছু চিন্তা-ভাবনা করছে না। ভবিষ্যতে এই ভার্চুয়াল মুদ্রা বৈধ হবে বাংলাদেশ।
Title: Re: বাংলাদেশ এ ভারচুয়াল মুদ্রার ভবিষ্যৎ ।
Post by: Perfect540 on December 18, 2020, 01:08:40 PM
বাংলাদেশের ভার্চুয়াল মুদ্রা অনেক বেশি জনপ্রিয়তা বাড়ছে। অর্থাৎ বিভিন্ন দেশে পণ্যসামগ্রীর এক্সপোর্ট বা ইমপোর্ট করার জন্য ডিজিটাল লেনদেন করা হয়। এজন্য ভার্চুয়াল মুদ্রা ব্যবহার করা হয়।
Title: Re: বাংলাদেশ এ ভারচুয়াল মুদ্রার ভবিষ্যৎ ।
Post by: Mahindra on December 18, 2020, 02:28:49 PM
সম্প্রতি আমাদের প্রতিমন্ত্রী, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি জুনাইদ আহ্‌মেদ‍ পলক উনার কিছু ‍কিছু বক্তব্য আমরা লক্ষ্য করছি তিনি দেশ কে উন্নত পর্যায়ে নিয়ে যেতে ভারচুয়াল মুদ্রার প্রতি ও গুরত্ব আরপ করতে হবে বলেছেন।সেক্ষেত্রে আমরা হান্টার রা কি নতুন কোন সুবিধা সরকারী ভাবে পাব বলে কি আপনারা মনে করেন?আপনার গুরুত্বপূর্ন মতামত আশা করছি।

বাংলাদেশের মন্ত্রীরা যখন একটা কথা বলবেন মনে রাখবেন ঐটা বাস্তবায়ন হতে আরো 20 বছর লাগবে কারন তারা বাস্তবতার সাথে, বর্তমান সময়ের সাথে তাল মিলাতে পারেনা যেমন ধরুন ব্রডবেন্ড এর কথা, একসময় আমাদেরকে ফ্রি দিতে চেয়েছিল সেময় নেয়নি পরে অনেক টাকা দিয়ে নিতে হয়েছে। তেমন ভাবে বলতে পারি বর্তমানে আপওয়ার্ক এ যারা কাজ করে তারা বৎসরে কোটি কেটি টাকা ইনকাম করতেছে বাংলাদেশে, রাজস্ব এনে দিচ্ছে কিন্তু আজ পর্যনত তাদের জন্য সহজ লেনদেন ব্যবস্থা করতে পারেনি।

আর ভার্চুয়াল মুদ্রা সেটার কি হবে একবার চিন্তা করেন। আমাদের মন্ত্রীদের এসব ব্যাপারে বুঝতে আরো দীর্ঘ সময় লাগবে আর সেই সময়ে বিশ্ব অনেক আগায়ে যাবে আমরা পিছনে পড়ে থাকব। তাই বলছি এসব চিন্তা ভাবনা বাদ দেন আর কাজ করে টাকা ইনকাম করে যান এখন যেমন ভাবে করতেছেন।

ধন্যবাদ.
সুন্দর একটি পোস্ট করেছেন ভাই আসলে আপনার কথাটা ঠিক আছে অনেক ভাল একটি পোস্ট করেছেন আপনার পোস্ট পড়ে ভাল লেগেছে আপনাকে অসংখ্য ধন্যবাদ।
Title: Re: বাংলাদেশ এ ভারচুয়াল মুদ্রার ভবিষ্যৎ ।
Post by: Jaya60 on December 22, 2020, 11:43:09 PM
বাংলাদেশ ভার্চুয়াল মুদ্রা ভবিষ্যৎ ভালোই তো দেখা যায়। বর্তমানে দেখা যায়ইয়ং বয়সের যে পোলাপান রয়েছে তারা সব থেকে বেশি ক্রিপ্টোকারেন্সি প্রতি আগ্রহ। আমাদের বাংলাদেশে কিন্তু এখনো ভার্চুয়াল মুদ্রা বৈধ পাই নাই। বৈধতা না থাকা সত্ত্বেও অনেকেই ক্রিপ্টোকারেন্সি দে যুক্ত হয়েছে এবং সেখান থেকে বিভিন্ন টোকন পাচ্ছে সেগুলো এক্সচেঞ্জ করে ডলার রূপান্তরিত করে বিভিন্ন বায়ারদের কাছে সেল দেওয়া হচ্ছে। বৈধতা না থাকা সত্ত্বে দেখা গিয়েছে আমাদের কম দামে ডলার গুলি সেল দিতে হয়।কিন্তু আমাদের বাংলাদেশ সরকার যখন এগুলো সম্পর্কে পুরোপুরি বুঝতে পারবে আর যখন বৈধতা দেবে তখন এ ধরনের সমস্যা টা আর থাকবে না তখন সবাই ভালো দামে ডলার সেল দিতে পারবে। আশা করি সেই দিনটা বেশি দূরে নয়।
Title: Re: বাংলাদেশ এ ভারচুয়াল মুদ্রার ভবিষ্যৎ ।
Post by: bmw1 on December 23, 2020, 05:52:47 AM
বাংলাদেশ ভার্চুয়াল মুদ্রার ভবিষ্যৎ হতে পারে কারণ এখন ডিজিটাল সময় এবং ভার্চুয়াল মুদ্রা আসবে কিন্তু বাংলাদেশ সরকার এর সম্পর্কে এখনও ভাবি নেই এখন আশা করি যে দু চার বছরের মধ্য বাংলাদেশের ভার্চুয়াল মুদ্রা ভবিষ্যৎ করতে পারে।
Title: Re: বাংলাদেশ এ ভারচুয়াল মুদ্রার ভবিষ্যৎ ।
Post by: Bad leyar on December 23, 2020, 03:42:22 PM
বাংলাদেশ ও ভার্চুয়াল মুদ্রা ভবিষ্যৎ সম্পর্কে আমার মনে হয় যদি বাংলাদেশে ডিজিটাল কারেন্সি ভার্চুয়াল মুদ্রা যদি বাংলাদেশ বৈধতা করা হতো তাহলে আমাদের দেশে অনেক উন্নত হতো এবং আমরা ভালো কিছু আশা করতে পারতাম আসলে বাংলাদেশের যদি ভার্চুয়াল মুদ্রা টি বৈধতা করে তাহলে আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ আরও উজ্জ্বল হয়ে উঠবে এটা আমরা আশা করতে পারি হয়তো ভবিষ্যতে বাংলাদেশ সরকার ডিজিটাল কারেন্সি ভার্চুয়াল মুদ্রা কে স্বীকৃতি দিবে বাংলাদেশ।
Title: Re: বাংলাদেশ এ ভারচুয়াল মুদ্রার ভবিষ্যৎ ।
Post by: XM8 on December 23, 2020, 04:35:11 PM
ক্রিপ্টোকারেন্সি তে যেমন আগে থেকেই কোন কিছু আন্দাজ করা যায় না বা আগে থেকে কিছু বলা যায় না তেমনি করে বর্তমান সময়ের মার্কেট অবস্থা দেখে কিছুটা আন্দাজ করা যায় যে ভবিষ্যতে এর মার্কেট ব্যবস্থা কেমন হতে পারে আপনি একটা জিনিস লক্ষ্য করলে দেখতে পারবেন যে বর্তমানে ক্রিপ্তমারকেট অনেক ভাল অবস্থানে আছে তাই ক্রিপ্তমারকেট যদি তার এই বৃদ্ধির ধারা অব্যাহত রাখতে পারে তাহলে আমার মনে হয় ভবিষ্যতে ভার্চুয়াল মুদ্রা এগুলোর মূল্য আরো অনেক বৃদ্ধি পাবে।
Title: Re: বাংলাদেশ এ ভারচুয়াল মুদ্রার ভবিষ্যৎ ।
Post by: saidul2105 on December 24, 2020, 03:37:02 AM
সম্প্রতি আমাদের প্রতিমন্ত্রী, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি জুনাইদ আহ্‌মেদ‍ পলক উনার কিছু ‍কিছু বক্তব্য আমরা লক্ষ্য করছি তিনি দেশ কে উন্নত পর্যায়ে নিয়ে যেতে ভারচুয়াল মুদ্রার প্রতি ও গুরত্ব আরপ করতে হবে বলেছেন।সেক্ষেত্রে আমরা হান্টার রা কি নতুন কোন সুবিধা সরকারী ভাবে পাব বলে কি আপনারা মনে করেন?আপনার গুরুত্বপূর্ন মতামত আশা করছি।
ভাই বাংলাদেশে ভার্চুয়াল মুদ্রার ভবিষ্যৎ যে কোন দিকে যাবে সেটা বলা খুবই মুশকিল।  কারন আমাদের বাংলাদেশে ক্রিপ্টোকারেন্সি অবৈধ, যার ফলে সকল ভার্চুয়াল মুদ্রা গুলোও অবৈধ। 
কিন্তু জনাব জুনায়েদ আহমেদ পলক সাহেব যেমন ভার্চুয়াল কয়েনের উপর গুরুত্বারোপ করেছেন এবং সবাইকে গুরুত্বারোপ করতে বলেছেন , সেটার উপর ভিত্তি করে  আমাদের বাংলাদেশের সরকার ও উপর মহলের নেতা  অর্থাৎ এমপি/মন্ত্রীদের যদি  এই দিকটার প্রতি নজর পরতো তাহলে হয়তো বাংলাদেশে ভার্চুয়াল কয়েন গুলোর  ভবিষ্যৎ অনেকটা উজ্জ্বল হতো।                                           
Title: Re: বাংলাদেশ এ ভারচুয়াল মুদ্রার ভবিষ্যৎ ।
Post by: Mrkadir85 on December 24, 2020, 04:05:43 AM
বাংলাদেশের মন্ত্রীরা মুখে বলে এক কথা কাজে করে আরেক। পলক সাহেব ভার্চুয়াল মুদ্রা নিয়ে ভাবার কথা বলেছেন। কিন্তু কবে কিভাবে কখন এ বিষয়ে কোনো কিছুই বলেননি। তাই তার কথা আমলে না নয় ভাল। তবে 2 থেকে 4 দিন আগে শুনলাম ভারতের সুপ্রিম কোর্ট ভারতে ক্রিপ্টোকারেন্সির ওপর থেকে নিষেধাজ্ঞা উঠিয়ে নিয়েছে। এটা একটি পজিটিভ দিক। যেহেতু আমাদের সরকার অনেক ক্ষেত্রে ভারত কে অনুসরণ করে থাকে ।এবং ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র। তারা যেহেতু ক্রিপ্টোকারেন্সি কে অনুমোদন দিয়েছে সে ক্ষেত্রে আমাদের দেশের সরকারও এ নিয়ে পজিটিভ ভাবতে পারে।
Title: Re: বাংলাদেশ এ ভারচুয়াল মুদ্রার ভবিষ্যৎ ।
Post by: Irfan12@ on December 24, 2020, 05:35:14 AM
হ্যাঁ ভাই আপনি অনেক সুন্দর একটি টপিক তুলে ধরেছেন আমাদের মাঝে কেননা বাংলাদেশের যুদ্ধের ক্রিপ্টোকারেন্সি প্রতি গুরুত্ব আরোপ করা হয় ক্রিপ্টোকারেন্সি কে সমর্থন করা হয় তাহলে অবশ্যই আমরা যারা হান্টার  রা রয়েছে তারা অনেকটা সুবিধা পাব আমার মনে হয়
Title: Re: বাংলাদেশ এ ভারচুয়াল মুদ্রার ভবিষ্যৎ ।
Post by: Msweet on December 25, 2020, 01:08:57 PM
বাংলাদেশের মাজেতু ভার্চুয়াল মুদ্রা আর কোনো বৈধতা নেই সে তো বলা যায় এর ভবিষ্যৎ একটু খারাপ হতে পারে বাংলাদেশ। তবে বাংলাদেশে ছাড়া পার্শ্ববর্তী অনেক দেশগুলোতে এ ভার্চুয়াল মুদ্রা বৈধতা রয়েছে। আশা করা যায় খুব শীঘ্রই বাংলাদেশ এর বৈধতা প্রদান করবে তখন এই ভার্চুয়াল মুদ্রার ভবিষ্যৎ বাংলাদেশ খুবই ভাল একটি পর্দা আসার সম্ভাবনা রয়েছে। এখন শুধু সময়ের অপেক্ষা করা বাংলাদেশের বৈধতার জন্য।
Title: Re: বাংলাদেশ এ ভারচুয়াল মুদ্রার ভবিষ্যৎ ।
Post by: Lovepro Max on December 28, 2020, 04:04:49 AM
সম্প্রতি আমাদের প্রতিমন্ত্রী, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি জুনাইদ আহ্‌মেদ‍ পলক উনার কিছু ‍কিছু বক্তব্য আমরা লক্ষ্য করছি তিনি দেশ কে উন্নত পর্যায়ে নিয়ে যেতে ভারচুয়াল মুদ্রার প্রতি ও গুরত্ব আরপ করতে হবে বলেছেন।সেক্ষেত্রে আমরা হান্টার রা কি নতুন কোন সুবিধা সরকারী ভাবে পাব বলে কি আপনারা মনে করেন?আপনার গুরুত্বপূর্ন মতামত আশা করছি।
হ্যাঁ ভাই খুব দ্রুতই বাংলাদেশ ভার্চুয়াল মুদ্রা ভবিষ্যৎ অনেকটা ভাল হবে কেননা আমরা জানি যে ভারত সরকার ভার্চুয়াল মুদ্রা কে সমর্থন করেছে ভারত আমাদের বন্ধু দেশ হওয়ায় সে দেশ যদি এর গুরুত্ব বুঝে তাহলে অবশ্যই আমাদের বাংলাদেশ সরকার ভার্চুয়াল মুদ্রার গুরুত্ব টা বুঝতে পারবে এবং বাংলাদেশ ভার্চুয়াল মুদ্রা কে বৈধ করে দেবে
Title: Re: বাংলাদেশ এ ভারচুয়াল মুদ্রার ভবিষ্যৎ ।
Post by: Riktakhanom on December 28, 2020, 05:22:03 AM
বাংলাদেশ অনেক মানুষ এই মুদ্রা ব্যবহার করে কিন্তু সরকারের সমর্থন না থাকার কারণে কেউ বৈধ ভাবে লেনদেন  করতে পারে না.  এই মুদ্রার মূল্য যে হারে বৃদ্ধি পাচ্ছে কিন্তু আসা করা যাচ্ছে বাংলাদেশ সরকার ভার্চুয়াল মুদ্রাকে গ্রহণ করবে এবং এর ভবিষ্যৎ আরো ভালো হবে.
Title: Re: বাংলাদেশ এ ভারচুয়াল মুদ্রার ভবিষ্যৎ ।
Post by: Mahindra on January 03, 2021, 09:30:02 AM
আমার জানা মতে বাংলাদেশে ভার্চুয়াল মুদ্রা বিটকয়েন কে স্বীকৃতি দেওয়া হয়নি এবং বিটকয়েন লেনদেন ও বৈধ করা হয়নি যদি বাংলাদেশের বিটকয়েন কে স্বীকৃতি দেয়া হতো তাহলে লেনদেন ক্ষেত্রে বা বিভিন্ন প্রযুক্তি ক্ষেত্রে অবশ্যই ভাল হত কিছুদিন আগে আমরা জানতে পেরেছি যে ফিন্যান্স বাংলাদেশের সরকারি ভাবে অনুমোদন দেয়া হয়েছে তাই আমারও মনে হয় ভার্চুয়াল মুদ্রা আর অল্প কিছুদিনের মধ্যে বাংলাদেশকে স্বীকৃতি দেয়া হবে তাই আমি মনে করি যদি বাংলাদেশ সরকার ভার্চুয়াল মুদ্রা কে গ্রহণ করে তাহলে ভবিষ্যতে আরো উন্নত হবে বলে আশা করা যায় ।
Title: Re: বাংলাদেশ এ ভারচুয়াল মুদ্রার ভবিষ্যৎ ।
Post by: Lovepro Max on January 03, 2021, 09:39:38 AM
বাংলাদেশের মাজেতু ভার্চুয়াল মুদ্রা আর কোনো বৈধতা নেই সে তো বলা যায় এর ভবিষ্যৎ একটু খারাপ হতে পারে বাংলাদেশ। তবে বাংলাদেশে ছাড়া পার্শ্ববর্তী অনেক দেশগুলোতে এ ভার্চুয়াল মুদ্রা বৈধতা রয়েছে। আশা করা যায় খুব শীঘ্রই বাংলাদেশ এর বৈধতা প্রদান করবে তখন এই ভার্চুয়াল মুদ্রার ভবিষ্যৎ বাংলাদেশ খুবই ভাল একটি পর্দা আসার সম্ভাবনা রয়েছে। এখন শুধু সময়ের অপেক্ষা করা বাংলাদেশের বৈধতার জন্য।
হ্যাঁ বাংলাদেশ ভার্চুয়াল মুদ্রা বৈধতা দিলে বাংলাদেশ উন্নতির একধাপ এগিয়ে যাবে বলে আমি মনে করি তবে আপনি ঠিকই বলেছেন আমাদের আশেপাশের দেশগুলোতে যেহেতু ভার্চুয়াল মুদ্রা কে স্বীকৃতি দিয়েছে তো অতি শীঘ্রই বাংলাদেশ সরকারও ভার্চুয়াল মুদ্রা কে বৈধতার দিবে বলে মনে করা যায় শুধু সময়ের অপেক্ষা
Title: Re: বাংলাদেশ এ ভারচুয়াল মুদ্রার ভবিষ্যৎ ।
Post by: Riktakhanom on January 03, 2021, 03:13:40 PM
বাংলাদেশের মাজেতু ভার্চুয়াল মুদ্রা আর কোনো বৈধতা নেই সে তো বলা যায় এর ভবিষ্যৎ একটু খারাপ হতে পারে বাংলাদেশ। তবে বাংলাদেশে ছাড়া পার্শ্ববর্তী অনেক দেশগুলোতে এ ভার্চুয়াল মুদ্রা বৈধতা রয়েছে। আশা করা যায় খুব শীঘ্রই বাংলাদেশ এর বৈধতা প্রদান করবে তখন এই ভার্চুয়াল মুদ্রার ভবিষ্যৎ বাংলাদেশ খুবই ভাল একটি পর্দা আসার সম্ভাবনা রয়েছে। এখন শুধু সময়ের অপেক্ষা করা বাংলাদেশের বৈধতার জন্য।
হ্যাঁ বাংলাদেশ ভার্চুয়াল মুদ্রা বৈধতা দিলে বাংলাদেশ উন্নতির একধাপ এগিয়ে যাবে বলে আমি মনে করি তবে আপনি ঠিকই বলেছেন আমাদের আশেপাশের দেশগুলোতে যেহেতু ভার্চুয়াল মুদ্রা কে স্বীকৃতি দিয়েছে তো অতি শীঘ্রই বাংলাদেশ সরকারও ভার্চুয়াল মুদ্রা কে বৈধতার দিবে বলে মনে করা যায় শুধু সময়ের অপেক্ষা

আমার মনে হয় বাংলাদেশ সরকার খুব শিগ্রই ক্রিপ্টো কে বৈধতা দিবে এবং বাংলাদেশ এ ভারচুয়াল মুদ্রার ভবিষ্যৎ অনেক উন্নতি হবে. অন্যান্য দেশের সাথে তাল মিলিয়ে বাংলাদেশ অনেক এগিয়ে যাবে।
Title: Re: বাংলাদেশ এ ভারচুয়াল মুদ্রার ভবিষ্যৎ ।
Post by: Sumaiya2 on January 03, 2021, 03:18:15 PM
বাংলাদেশ উন্নয়নশীল দেশ বলে ভার্চুয়াল মুদ্রার ব্যবহার একটু কমই হবে কারণ ভার্চুয়াল মুদ্রা যে সমস্ত দেশ ব্যবহার করে তা অধিকাংশ উন্নত দেশ।অনুন্নত দেশ একটি ভার্চুয়াল মুদ্রা সাপোর্ট করেনি কিন্তু তারা গোপনে কিছু কিছু ব্যবহার করে থাকে। বাংলাদেশ ভার্চুয়াল মুদ্রা বৈধতা নাই কিন্তু গোপনে তা ব্যবহার করে যাচ্ছে ভবিষ্যতে ভার্চুয়াল মুদ্রার ব্যবহার অবশ্যই প্রচলিত হবে যদি আমাদের দেশ উন্নত শিখরে পৌঁছে যায়।
Title: Re: বাংলাদেশ এ ভারচুয়াল মুদ্রার ভবিষ্যৎ ।
Post by: Rony on January 07, 2021, 10:09:43 AM
বর্তমান সময়ে বাংলাদেশের ভার্চুয়াল মুদ্রা অবৈধ। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে বিটকয়েন স্থাপন করা হচ্ছে। বিটকয়েনের বৈধতা নির্ভর করে একটি দেশের সরকার ও ব্যাংক খাতের উপর। আশা করি অল্প কিছুদিনের মধ্যে বাংলাদেশি ক্রিপ্টোকারেন্সি মার্কেটের বৈধতা করা হবে। এতে ভার্চুয়াল মুদ্রার ভবিষ্যৎ ভালো হবে বলে আশা করি।
Title: Re: বাংলাদেশ এ ভারচুয়াল মুদ্রার ভবিষ্যৎ ।
Post by: Kangaro45 on January 07, 2021, 12:31:11 PM
আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলোতে বেশ কিছুদিন ধরে ক্রিপ্টোকারেন্সি বৈধতা দিয়েবিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে ইন্ডিয়াতে ক্রিপ্টোকারেন্সি লেনদেন বৈধতা দেওয়া হয়েছে এবং বিটকয়েন ব্যাংক স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অপরদিকে চিনে ক্রিপ্টোকারেন্সি কে অনুমোদন দেওয়া হয়েছে এবং এর উন্নতিকল্পে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে ।কিন্তু এখনও আমাদের দেশে ক্রিপ্টোকারেন্সি বা বিটকয়েন লেনদেন এখনো বৈধতা দেওয়া হয়ন প্রতিবেশীদের ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে পজিটিভ দিক বিবেচনা করে বাংলাদেশ সরকারও হয়তো এ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে। আমি মনে করি খুব তাড়াতাড়ি বাংলাদেশেরও বিটকয়েন লেনদেনে অনুমোদন দেওয়া উচিত।
Title: Re: বাংলাদেশ এ ভারচুয়াল মুদ্রার ভবিষ্যৎ ।
Post by: Angel jara on January 07, 2021, 02:00:39 PM
বাংলাদেশের ভার্চুয়াল মুদ্রা এর কোনো বৈধতা নেই। কিন্তু ক্রিপ্টোকারেন্সি মার্কেট বাংলাদেশের কিছু জায়গা দখল করে রেখেছে। প্রতিবছর হাজার হাজার বাংলাদেশী ক্রিপ্টোকারেন্সি মার্কেট থেকে প্রচুর পরিমাণ টাকা উপার্জন করছে। আগামী কিছুদিনের মধ্যেই ভার্চুয়াল মুদ্রা বৈধতা করা হবে বাংলাদেশ। কারণ বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ ভারতে বিটকয়েন ব্যাংকে স্থাপন করা হচ্ছে।
Title: Re: বাংলাদেশ এ ভারচুয়াল মুদ্রার ভবিষ্যৎ ।
Post by: ttcsalam on January 07, 2021, 05:41:17 PM
বাংলাদেশের ভার্চুয়াল মুদ্রা এর কোনো বৈধতা নেই। কিন্তু ক্রিপ্টোকারেন্সি মার্কেট বাংলাদেশের কিছু জায়গা দখল করে রেখেছে। প্রতিবছর হাজার হাজার বাংলাদেশী ক্রিপ্টোকারেন্সি মার্কেট থেকে প্রচুর পরিমাণ টাকা উপার্জন করছে। আগামী কিছুদিনের মধ্যেই ভার্চুয়াল মুদ্রা বৈধতা করা হবে বাংলাদেশ। কারণ বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ ভারতে বিটকয়েন ব্যাংকে স্থাপন করা হচ্ছে।
আমার মনে হয় ভারতে এটার বৈধ্যতা যদি পায় তাহলে অবশ্যই বাংলাদেশ একটা সন্তোশ জনক পজিশনে যাবে। আমাদের প্রতিমন্ত্রী যতেষ্ট তৎপর আছেন এখন বাকীটা আমাদের দেখার অপেক্ষায় থাকতে হবে।
Title: Re: বাংলাদেশ এ ভারচুয়াল মুদ্রার ভবিষ্যৎ ।
Post by: mahid on January 07, 2021, 05:49:24 PM
বাংলাদেশে বিষটা নিয়ে এখনো কোন সমাধান পাওয়া যায় নি। অমরা সরকারের উর্ধ্বতন কারো কাছে থেকে এখনো কোন কিছু শুনতে পাইনি। তাই ঠিক এই মূর্হুর্তে বলা যাচ্ছে না কি হবে। তবে ধারনা করা যায় যে আগামি তে এর অনুমোদন হবেই। পাশের দেশ ইন্ডিয়া অনেক এগিয়ে গিয়েছে। আমাদের দেশও আগাবে এখন শুধু ভাল দৃস্টি দিতে হবে এই বিষয়টি নিয়ে।
Title: Re: বাংলাদেশ এ ভারচুয়াল মুদ্রার ভবিষ্যৎ ।
Post by: Mayajal on January 07, 2021, 05:55:12 PM
সব দেশেই কিছু-না-কিছু ভার্চুয়াল মুদ্রার ব্যবহার হচ্ছে কিন্তু কেউ গোপনে করছে কেউ খোলা ভাবে। আমাদের বাংলাদেশ ভার্চুয়াল মুদ্রা ব্যবহার বৈধ নয় কিন্তু গোপনে ব্যবহার হচ্ছে তাতে তো সরকার নিষেধ দেয়নি।তবে আমাদের বাংলাদেশে উন্নত শিখরে পৌঁছালে অবশ্যই ভার্চুয়াল মুদ্রার ব্যবহার ভদ্রতা ঘোষণা করার সম্ভাবনা রয়েছে।
Title: Re: বাংলাদেশ এ ভারচুয়াল মুদ্রার ভবিষ্যৎ ।
Post by: Bitrab on January 07, 2021, 06:19:51 PM
বাংলাদেশে ক্রিপ্টোকারেন্সি অনুমোদন পেলে লেনদেনের পরিমাণ বৃদ্ধি পাবে। বিভিন্ন কোম্পানিগুলো নতুন ক্রিপ্টো সম্পদ তৈরি করতে আগ্রহ প্রকাশ করবে, আরো প্রকল্প প্রণয়ন করবে। সংযুক্তি বৃদ্ধি পাবে, দেশের উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে, সম্পদের পরিমাণ বৃদ্ধি পাবে। ডাক্তার মোঃ ইকবাল কাদের মতে সংযুক্তি উৎপাদনশীলতা। যখন ক্রিপ্টোকারেন্সি অনুমোদন দেবে তখন সংযুক্তি বৃদ্ধি পাবে, আবার উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে। অর্থনীতি।
Title: Re: বাংলাদেশ এ ভারচুয়াল মুদ্রার ভবিষ্যৎ ।
Post by: Azharul on February 16, 2021, 03:26:33 AM
আমাদের প্রতিমন্ত্রী, জুনাইদ আহ্‌মেদ‍ পলক উনার বক্তব্য আমরা লক্ষ্য করছি তিনি দেশ কে উন্নত পর্যায়ে নিয়ে যেতে ভার্চুয়াল মুদ্রার প্রতি গুরত্ব আরপ করতে হবে বলেছেন।আমার জানা মতে বাংলাদেশে ভার্চুয়াল মুদ্রা বিটকয়েন কে স্বীকৃতি দেওয়া হয়নি।তবে মনে হয় খুব তাড়াতাড়ি এর অনুমোদন দেয়া হবে। কেননা আমাদের প্রতিবেশী দেশ ভারতে এই মুদ্রার প্রচলন শুরু হয়েছে।
Title: Re: বাংলাদেশ এ ভারচুয়াল মুদ্রার ভবিষ্যৎ ।
Post by: Lovepro Max on February 16, 2021, 03:32:49 AM
সব দেশেই কিছু-না-কিছু ভার্চুয়াল মুদ্রার ব্যবহার হচ্ছে কিন্তু কেউ গোপনে করছে কেউ খোলা ভাবে। আমাদের বাংলাদেশ ভার্চুয়াল মুদ্রা ব্যবহার বৈধ নয় কিন্তু গোপনে ব্যবহার হচ্ছে তাতে তো সরকার নিষেধ দেয়নি।তবে আমাদের বাংলাদেশে উন্নত শিখরে পৌঁছালে অবশ্যই ভার্চুয়াল মুদ্রার ব্যবহার ভদ্রতা ঘোষণা করার সম্ভাবনা রয়েছে।
আপনি শতভাগ ঠিক কথা বলেছেন যেহেতু আমাদের দেশে ক্রিপ্টোকারেন্সি লেনদেন বৈধতা এখনো দেওয়া হয়নি সেজন্য আমাদের উচিত গোপনীয়তার সাথে ক্রিপ্টোকারেন্সি লেনদেন করা। হ্যাঁ অনেক বেশি রয়েছে যারা খোলা ভাবে ক্রিপ্টোকারেন্সি কেননা তাদের দেশে ক্রিপ্টোকারেন্সি বৈধতা রয়েছে ।
Title: Re: বাংলাদেশ এ ভারচুয়াল মুদ্রার ভবিষ্যৎ ।
Post by: Ronald on February 16, 2021, 05:26:10 AM
আমার কাছে মনে হয় বাংলাদেশে ভার্চুয়াল মুদ্রার স্থান পেতে একটু সময় লাগবে। যখন দেখব যে আমাদের আশেপাশের সব দেশ্ এগুলো অবাদে ব্যাবহার করছে ঠিক তখন কিন্তু এটি আমাদের দেশে স্থান পাবে তার আগে এটি হবে না।
Title: Re: বাংলাদেশ এ ভারচুয়াল মুদ্রার ভবিষ্যৎ ।
Post by: ExtraPoint on February 17, 2021, 08:45:13 AM
সম্প্রতি আমাদের প্রতিমন্ত্রী, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি জুনাইদ আহ্‌মেদ‍ পলক উনার কিছু ‍কিছু বক্তব্য আমরা লক্ষ্য করছি তিনি দেশ কে উন্নত পর্যায়ে নিয়ে যেতে ভারচুয়াল মুদ্রার প্রতি ও গুরত্ব আরপ করতে হবে বলেছেন।সেক্ষেত্রে আমরা হান্টার রা কি নতুন কোন সুবিধা সরকারী ভাবে পাব বলে কি আপনারা মনে করেন?আপনার গুরুত্বপূর্ন মতামত আশা করছি।
বাংলাদেশ ভার্চুয়াল মুদ্রা বৈধ হতে হয়তো সময় লাগবে। কেননা এখনো যেহেতু আমাদের দেশে এগুলো বৈধ নয়। ভার্চুয়াল মুদ্রা বৈধ হলে আমাদের দেশ অনেক দূর এগিয়ে যাবে এমনকি অর্থনৈতিক দিক দিয়ে অনেক সচল হবে। আমাদের পাশাপাশি অনেক দেশে এই ভার্চুয়াল মুদ্রা বৈধ। ভবিষ্যতেও বাংলাদেশে বৈধ হবে।
Title: Re: বাংলাদেশ এ ভারচুয়াল মুদ্রার ভবিষ্যৎ ।
Post by: Lukamaxin on February 17, 2021, 11:30:12 AM
 ক্রিপ্টোকারেন্সির জনপ্রিয়তা আকাশ ছুই ছুই কিন্তু তবুও আমাদের দেশের বিশেষ কোন ব্যেক্তি বর্গের নিকট থেকে এখনো কিছু শুনতে পেলাম না। এটি অত্যান্ত দুখের বিষয়। ক্রিপ্টোর ভবিষ্যত আমাদের দেশে অনিশ্চিত।
Title: Re: বাংলাদেশ এ ভারচুয়াল মুদ্রার ভবিষ্যৎ ।
Post by: bmw1 on February 17, 2021, 05:16:24 PM
বাংলাদেশের ভার্চুয়াল মুদ্রা বৈধ হতে অনেক সময় লাগে কিন্তু বাংলাদেশের যদি ভার্চুয়াল মুদ্রা বৈধ করে তাহলে বাংলাদেশ অনেক উন্নতির দিকে অগ্রসর হবে আমার মনে হয়। এছাড়া বাংলাদেশের চ্যানেলগুলো ক্রিপ্টো কারেন্সি সম্পর্কে অনেক আলাপ-আলোচনা চলছে তাই বলা যেতে পারে দু-তিন বছর ভিতরে হয়তবা বৈধ করতে পারে।
Title: Re: বাংলাদেশ এ ভারচুয়াল মুদ্রার ভবিষ্যৎ ।
Post by: AlviNess on February 21, 2021, 04:52:44 PM
বাংলাদেশের যে পর্যন্ত ক্রিপ্টোকারেন্সি বৈধ করবেনা সে পর্যন্ত বাংলাদেশে সকল ক্রিপ্টো মুদ্রার ভবিষ্যৎ একেবারে অন্ধকার বলে আমি মনে করি।কারণ যে দেশে ক্রিপ্টোকারেন্সি কোনো অনুমোদন নেই সে দেশে ভার্চুয়াল মুদ্রা আর মাধ্যমে কিভাবে লেনদেন করা হবে। তাই আগে বাংলাদেশ ক্রিপ্টোকারেন্সি অনুমোদন দিতে হবে তারপর বিভিন্ন ভার্চুয়াল মুদ্রা গুলো নিয়ে চিন্তা করতে হবে।
Title: Re: বাংলাদেশ এ ভারচুয়াল মুদ্রার ভবিষ্যৎ ।
Post by: Milon626 on March 07, 2021, 03:05:31 AM
বাংলাদেশে ক্রিপ্টোকারেন্সি অবৈধ যার ফলে এখানে ভারচুয়াল মুদ্রার তেমন কোনো প্রতিফলন দেখা যায় না, আর যে টুকু আছে সেটুকুও আড়ালে, আবডালে।  তবে আমাদের বাংলাদেশে ক্রিপ্টোকারেন্সি নিয়ে নতুন করে সম্ভাবনা তৈরী হচ্ছে, কারণ আমাদের দেশের বিভিন্ন উচু মহলে এ সম্পর্কে কথা   হয় যা আমরা মাঝে মাঝেই নিউজে দেখতে পাই।  যদি আমাদের দেশে ক্রিপ্টো কে বৈধতা দেওয়া হয় তবে আমাদের দেশে ভারচুয়াল মুদ্রার ভবিষ্যৎ হবে অনেক উজ্জ্বল।                                   
Title: Re: বাংলাদেশ এ ভারচুয়াল মুদ্রার ভবিষ্যৎ ।
Post by: JISAN on March 07, 2021, 03:11:52 AM
সম্প্রতি আমাদের প্রতিমন্ত্রী, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি জুনাইদ আহ্‌মেদ‍ পলক উনার কিছু ‍কিছু বক্তব্য আমরা লক্ষ্য করছি তিনি দেশ কে উন্নত পর্যায়ে নিয়ে যেতে ভারচুয়াল মুদ্রার প্রতি ও গুরত্ব আরপ করতে হবে বলেছেন।সেক্ষেত্রে আমরা হান্টার রা কি নতুন কোন সুবিধা সরকারী ভাবে পাব বলে কি আপনারা মনে করেন?আপনার গুরুত্বপূর্ন মতামত আশা করছি।
বাংলাদেশে বৈধতা দিলে আমাদের হান্টারদের কোনো সুবিধা বা অসুবিধা নাই। কারন আমরা কাজ করে কিছু অর্জন করতেছি পারিশ্রমিক হিসেবে। আমাদের নিয়ে সরকারের এখনও কোনো মাথা ব্যথা নাই পরেও হবে না। সরকার তাদের উপরেই পদক্ষেপ নিচ্ছে যারা কোটি কোটি টাকা বিটকয়েনের মাধ্যমে লেনদেন করতেছে তারা মানিলন্ডারিং করতেছে তাই তাদের প্রতি পদক্ষেপ নিচ্ছে এবং বৈধতা দিলে তারাই সুবিধা পাবে। আমরা সাধারণ পাবলিক সাধারণী রয়ে যাবো।
Title: Re: বাংলাদেশ এ ভারচুয়াল মুদ্রার ভবিষ্যৎ ।
Post by: Acifix on March 10, 2021, 07:16:24 AM
আমার মনে হয় বাংলাদেশে ভার্চুয়াল মুদ্রা অবৈধ। কারণ যে দেশে ভার্চুয়াল মুদ্রা কোন বৈধ নেই।তাই আমি মনে করি ক্রিপ্টোকারেন্সি ভবিষ্যৎ অনিশ্চিত।
Title: Re: বাংলাদেশ এ ভারচুয়াল মুদ্রার ভবিষ্যৎ ।
Post by: raisajahan on March 10, 2021, 08:41:29 AM
বাংলাদেশ সরকার এখন মাথামোটা লোকজন নিয়ে সরকার গঠন করেছে যারা মুখে বলে ডিজিটাল বাংলাদেশ আবার কাজের বেলায় কিছু না। এখানে আমরা সকলেই আছি বিপদে যেখানে সারা পৃথিবীর মানুষের কাছে বিটকয়েন এক নামে পরিচিত সেখানে বাংলাদেশ সরকার এর বিপক্ষে।
Title: Re: বাংলাদেশ এ ভারচুয়াল মুদ্রার ভবিষ্যৎ ।
Post by: Goldlife on March 10, 2021, 09:36:04 AM
সম্প্রতি আমাদের প্রতিমন্ত্রী, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি জুনাইদ আহ্‌মেদ‍ পলক উনার কিছু ‍কিছু বক্তব্য আমরা লক্ষ্য করছি তিনি দেশ কে উন্নত পর্যায়ে নিয়ে যেতে ভারচুয়াল মুদ্রার প্রতি ও গুরত্ব আরপ করতে হবে বলেছেন।সেক্ষেত্রে আমরা হান্টার রা কি নতুন কোন সুবিধা সরকারী ভাবে পাব বলে কি আপনারা মনে করেন?আপনার গুরুত্বপূর্ন মতামত আশা করছি।
আমরা যারা হান্টার আছি তারা সরকারিভাবে কোনো সহযোগিতা পাব না এটা ঠিক কিন্তু আমরা অনেক বেশি সুবিধা হবে ডলার বাই সেল করার জন্য এবং এখানে কাজ করার জন্য ক্রিপ্টোকারেন্সি যেহেতু বাংলাদেশে অবৈধ সেতু আমরা বুক ফুলিয়ে তখন কাজ করতে পারব এবং ট্রানজেকশন করতে পারব লেনদেন করতে পারবো খুব সহজে এজন্য আমাদের খুব উপকার হবে এবং দেশের অনেক উন্নতি হবে বলে মনে করছে
Title: Re: বাংলাদেশ এ ভারচুয়াল মুদ্রার ভবিষ্যৎ ।
Post by: Tubelight on March 20, 2021, 10:15:25 AM
আমার মনে হয় বাংলাদেশে ভার্চুয়াল মুদ্রা ভবিষ্যৎ অনেক খারাপ এবং অন্ধকার।কারণ বাংলাদেশের যদি ক্রিপ্টোকারেন্সি অনুমোদন না পায় তাহলে ভার্চুয়াল মুদ্রা গুলো কোনদিনও বাংলাদেশ লেনদেন করতে দেওয়া হবে না।তাই ভার্চুয়াল মুদ্রা আর কথা চিন্তা করতে গেলে সবার আগে বাংলাদেশের ক্রিপ্টোকারেন্সি অনুমোদন দিতে হবে।
Title: Re: বাংলাদেশ এ ভারচুয়াল মুদ্রার ভবিষ্যৎ ।
Post by: Casual on March 20, 2021, 11:15:26 AM
বাংলাদেশ ক্রিপ্টোকারেন্সি বৈধতা দেয়নি সরকার তারপরেও কিন্তু দেখা গিয়েছে আমাদের দেশ কিছু উন্নয়নশীল দেশে থেকেও অনেক এগিয়ে রয়েছে ক্রিপ্টোকারেন্সি মুদ্রার ব্যবহারের দিক দিয়ে। তাহলে বুঝা যাচ্ছে আমাদের বাংলাদেশে সে যদি ক্রিপ্টোকারেন্সি বৈধতা হয় তাহলে সেরা পাঁচ নাম্বার পজিশনে মধ্য চলে আসবে।