(https://i.imgur.com/CNExq9I.jpg)
DeFi এখন TokenPocket এ | ব্যালেন্সার সম্পর্কে বিস্তারিত
ব্যালেন্সার কি
ব্যালেন্সার হচ্ছে একটি ডিমেনশনাল AMM মানে হচ্ছে অটোমেটেড মার্কেট মেকার এবং এটি ইথেরিয়াম ব্লকচেইন দিয়ে তৈরী। এটি সাহায্য করে কাস্টোমাইজ করা যায় এমন পুলে লিকুইডিটি বাড়াতে এবং ট্রেডিং ফি থেকে ইনকাম করতে। আগের AMM প্রোডাক্ট গুলোর থেকে ব্যালেন্সারের ফরমুলা উন্নত এবং এটি যেকোনো সংখ্যক টোকেন অথবা যেকোনো এমাউন্টের ট্রেডিং ফি তেই ব্যবহার যোগ্য। আর এটিই হচ্ছে ব্যালেন্সারের একটি বড় সুবিধা।
অন্যদিকে ব্যালেন্সার হচ্ছে ETF বা এক্সচেন্জ ট্রেডেড ফান্ডের বিপরীত : পোর্টফোলিও ম্যানেজারের ফি রিব্যালেন্স করে। ট্রেডারদের থেকে ফি কালেক্ট করে পোর্টফোলিও রিব্যালেন্স করে থাকে।
কন্সট্যান্ট প্রোডাক্ট এলগরিদম ফলো করে, অটোমেটেড মার্কেট মেকার হিসেবে কাজ করে লিকুইডিটি বাড়ায় এবং ইউজারদের ট্রেডিং ফি কমায়।
কিভাবে টোকেনপকেটে ব্যালেন্সার ব্যবহার করবেন?
ডিসকোভার পেইজ থেকে সার্চ করুন (Balancer) এবং এটি পাবেন DeFi লিস্টে। ব্যালেন্সার হচ্ছে সহজ ইন্টারফেস কিন্তুু ফাংশনালিটি অনেক শক্ত এবং যেটি নতুন দের জন্য অনেক উপকারী।
টোকেন এবং এমাউন্ট সিলেক্ট করুন যে পরিমান আপনি বাই সেল করতে চান। এক্সচেন্জ রেটে ট্যাপ করলে (১ ETH = ২৬.২১১৪ BAL) দেখাবে, আপনি ব্যালেন্সার পুল ব্যবহার করে অর্ডার অপটিমাইজ করতে পারবেন।
(https://i.imgur.com/fp0ad4S.jpg)
নোট : বর্তমানে ইথেরিয়াম গ্যাস ফি অনেক বেশি লাগে ট্রানজেকশন কমপ্লিট হতে।
(https://i.imgur.com/gILy2bN.jpg)
আপনি এখান থেকে সমস্ত টোকেন দেখতে পারবেন ডিফল্ট টোকেন লোগো তে ক্লিক করে।
টোকেনপকেটের ডিসকোভারী তে যুক্ত হোন
১. টোকেনপকেট ডাউনলোড করুন এপ স্টোর প্লে স্টোর থেকে।
২. ডিসকোভার পেইজে যান এবং সার্চ করুন ডি-এপ্স।
টোকেনপকেট ফলো করুন
টুইটার,টেলিগ্রাম,ওয়েবসাইট