Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: Em00n01 on August 04, 2020, 07:34:24 PM

Title: অবশেষে ইথারে টেস্ট নেট চালু হলো!
Post by: Em00n01 on August 04, 2020, 07:34:24 PM
অবশেষে ইথারের টেস্ট নেট চালু হলো। নিঃসন্দেহে এটা একটা বড় নিউজ।
বিস্তারিত:
https://www.theblockcrypto.com/linked/73900/ethereum-2-0s-multi-client-medalla-testnet-goes-live
Title: Re: অবশেষে ইথারে টেস্ট নেট চালু হলো!
Post by: Review Master on August 05, 2020, 09:41:36 PM
অবশেষে ইথারের টেস্ট নেট চালু হলো। নিঃসন্দেহে এটা একটা বড় নিউজ।
বিস্তারিত:
https://www.theblockcrypto.com/linked/73900/ethereum-2-0s-multi-client-medalla-testnet-goes-live

সকলেই ইথিরিয়াম২.০ এর জন্য অপেক্ষায় ছিল এবং এটির শুধুমাত্র টেস্টনেট চালু হয়েছে । আর সকলেই এর হাইপের মধ্যে আছে এবং এই হাইপটা অন্য সকল হাইপের মতো কিছুদিন গেলে কমে যাবে । বর্তমানে ইথিরিয়াম২.০ এবং ডেফি (DeFi) এর অনেক হাইপ। তাই সকলের উচিত এই হাইপ থেকে কিছুটা হলেও লাভ করা , কিন্তু ভুলেও বেশী লোভে পড়ে প্রচুর ক্ষতির সম্মুখীন হয়েন না।
Title: Re: অবশেষে ইথারে টেস্ট নেট চালু হলো!
Post by: Nostoman on August 06, 2020, 07:38:57 AM
অবশেষে ইথারের টেস্ট নেট চালু হলো। নিঃসন্দেহে এটা একটা বড় নিউজ।
বিস্তারিত:
https://www.theblockcrypto.com/linked/73900/ethereum-2-0s-multi-client-medalla-testnet-goes-live

সকলেই ইথিরিয়াম২.০ এর জন্য অপেক্ষায় ছিল এবং এটির শুধুমাত্র টেস্টনেট চালু হয়েছে । আর সকলেই এর হাইপের মধ্যে আছে এবং এই হাইপটা অন্য সকল হাইপের মতো কিছুদিন গেলে কমে যাবে । বর্তমানে ইথিরিয়াম২.০ এবং ডেফি (DeFi) এর অনেক হাইপ। তাই সকলের উচিত এই হাইপ থেকে কিছুটা হলেও লাভ করা , কিন্তু ভুলেও বেশী লোভে পড়ে প্রচুর ক্ষতির সম্মুখীন হয়েন না।
আমি টেস্টনেট নিয়ে অন্য একটি বোর্ডে পোস্ট করেছি। আপনি সুন্দর কথা বলেছেন। বেশি লোভ করা ভাল নয়। তবে সবাই কিন্তু ভালো ফলাফল আশা করে।
Title: Re: অবশেষে ইথারে টেস্ট নেট চালু হলো!
Post by: Fawpac2 on August 07, 2020, 04:13:16 AM
অবশেষে ইথারের টেস্ট নেট চালু হলো। নিঃসন্দেহে এটা একটা বড় নিউজ।
বিস্তারিত:
https://www.theblockcrypto.com/linked/73900/ethereum-2-0s-multi-client-medalla-testnet-goes-live
হ্যা আসলেই এটা আমাদের জন্য সবচেয়ে বড় এবং খুশির খবর। টেস্ট নেট চালু হওয়ার জন্য আজ অনেক দাম বৃদ্ধি পেয়েছে। আশা করি ভবিষ্যতে আরো ভালো গুড নিউজ পাওয়া যাবে
Title: Re: অবশেষে ইথারে টেস্ট নেট চালু হলো!
Post by: Rain075 on August 07, 2020, 05:59:23 AM
অবশেষে ইথারের টেস্ট নেট চালু হলো। নিঃসন্দেহে এটা একটা বড় নিউজ।
বিস্তারিত:
https://www.theblockcrypto.com/linked/73900/ethereum-2-0s-multi-client-medalla-testnet-goes-live
এটা খুবই খুশির খবর। ইথেরিয়াম টেস্ট নেট চালু হওয়ার পর থেকে ইথেরিয়াম পাম্প করতে শুরু করেছে এবং ভবিষ্যতে ইথেরিয়াম আরো দাম বৃদ্ধি পাবে ইনশাল্লাহ
Title: Re: অবশেষে ইথারে টেস্ট নেট চালু হলো!
Post by: XM8 on December 11, 2020, 01:38:26 PM
আপনি অনেক সুন্দর একটি পোস্ট করেছেন। আপনার আগে এ বিষয়ে আমি জানতাম না আপনার দেওয়া লিংকে আমি বিস্তারিত জানতে পারলাম। আমার মনে হয় ইথেরিয়াম এর দাম আরো অনেক বৃদ্ধি পাবে।
Title: Re: অবশেষে ইথারে টেস্ট নেট চালু হলো!
Post by: Token@ on December 11, 2020, 01:50:52 PM
ধন্যবাদ আপনাকে আপনি খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক শেয়ার করেছিলেন। আশা করি আপনার এই পোস্টটি থেকে অনেকে উপকৃত হয়েছে। অনেকেই জানতো না পৃথার টেস্ট নেট চালু হবে কিনা। কিন্তু আপনার পোস্টটি পড়ে সবাই জানতে পারবে কবে ইথার টেস্ট নেট চালু হবে।
Title: Re: অবশেষে ইথারে টেস্ট নেট চালু হলো!
Post by: Irfan12@ on December 11, 2020, 03:43:09 PM
হ্যাঁ ভাই সত্যি বলতে কি আপনি অনেক সুন্দর একটা পোস্ট দিয়েছেন হ্যাঁ এটি একটি অনেক বড় সংবাদ আমাদের জন্য আমরা যারা এই ক্রিপ্টো জগতের সাথে মিশে আছি তাদের জন্য এটি একটি সুসংবাদ ধন্যবাদ ভাই এত সুন্দর খবর আমাদের মাঝে শেয়ার করার জন্য
Title: Re: অবশেষে ইথারে টেস্ট নেট চালু হলো!
Post by: sky20 on December 11, 2020, 06:50:22 PM
যাক অত্যন্ত একটি হলেও ভাল খবর পেলাম। কয়েন দিন হল মার্কেটে প্রায় সবধরনের কয়েনের দাম নিম্নমুখি হয়েছে এবং তা ক্রমাগত হচ্ছে এই মূহূর্তে আসলে ভাল খবর পাওয়া দুস্কর ছিল। তবে আপনা কথা শুনে কিছু টা হলেও স্বস্তি পাওয়া যাবে। এখন ইথারের দাম বাড়বেই।
Title: Re: অবশেষে ইথারে টেস্ট নেট চালু হলো!
Post by: Magepai on December 12, 2020, 12:13:41 AM
ইথার এর দাম বেশ কিছুদিন আগে 600 ডলারের উঠেছিল। কিন্তু বর্তমানে কিন্তু দেখা যায় আবারো অনেকটাই কমেছে ইথার এর প্রাইস।আপনাদের কি মনে হয় বর্তমান নিজেই তারের দাম এতটা কমে গিয়েছে পুনরায় কি আগের অবস্থানে ফিরে যেতে পারবে?? তুই বিষয়ে সিনিয়র ভাইদের যদি ভাল কোন ধারনা থাকে তাহলে অবশ্যই দয়া করে একটু বলবেন।
Title: Re: অবশেষে ইথারে টেস্ট নেট চালু হলো!
Post by: Markuri33 on December 13, 2020, 12:03:01 AM
ইথেরিয়াম এর প্রাইস আসলে এরকম হচ্ছে কেন। একসময় দেখা যাচ্ছে অনেক দাম বৃদ্ধি পাচ্ছে আবার হঠাৎ করেই দেখতে পাচ্ছি অনেকটাই কমে গেছে। আবার কিছুদিন 600 ডলারের মধ্যে দেখেছি অনেক আপডাউন করেছে। এরকম ঘটনা আসলে কি কারণে ঘটেছে নাকি তারের দাম আর উঠবে না।
Title: Re: অবশেষে ইথারে টেস্ট নেট চালু হলো!
Post by: Jaya60 on December 13, 2020, 01:13:25 AM
ইথেরিয়াম এর প্রাইস আসলে এরকম হচ্ছে কেন। একসময় দেখা যাচ্ছে অনেক দাম বৃদ্ধি পাচ্ছে আবার হঠাৎ করেই দেখতে পাচ্ছি অনেকটাই কমে গেছে। আবার কিছুদিন 600 ডলারের মধ্যে দেখেছি অনেক আপডাউন করেছে। এরকম ঘটনা আসলে কি কারণে ঘটেছে নাকি তারের দাম আর উঠবে না।

আসলে কিপটা কারেন্সির মার্কেট একেক সময় উঠে আবার এক সময় বৃদ্ধি পায়। আমি মনে করি এটা ভয়-ভীতির কোন কারণ নেই।ক্রিপ্টোকারেন্সি মার্কেট ভালো হচ্ছে হবে ইনশাল্লাহ।কিন্তু আমরা সবাই একটু ধৈর্য ধারণ করে ফোরামে থাকি তাহলে দেখতে পারবো সামনের দিনগুলিতে আসলে ক্রিপ্টোকারেন্সির মার্কেট কেমন হয়।
Title: Re: অবশেষে ইথারে টেস্ট নেট চালু হলো!
Post by: Tamsialu$$ on December 15, 2020, 01:07:10 AM
বর্তমানে কোন টোকেন সেল দেওয়ার সময় যে গ্যাস ফ্রি কাটে ইথার তা কিন্তু অনেক। গ্যাস ফ্রি টা কমলে ইথার এর জনপ্রিয়তার সবথেকে বেশি হবে। তাই সর্বপ্রথম গ্যাস ফ্রি কমানো আগে দরকার। এবং সেইসাথে দেখা যাবে যে রাতারাতি ইথারিয়াম এর প্রাইস বৃদ্ধি পেতে শুরু করেছে।
Title: Re: অবশেষে ইথারে টেস্ট নেট চালু হলো!
Post by: Rony on December 16, 2020, 10:35:14 PM
গ্যাস ফিটা কমলে ইথার সব চাইতে জনপ্রিয় হবে। তাই সব প্রথম গ্যাস ফি কমানোর জন্য কাজ করটা দরকার। টোকেন সেল দেওয়ার সময় যে পরিমাণ গ্যাস ফি কাটে ইথার তা কিন্তু অনেক। ইথারে নেই রং দাম কিছু দিন আগে 600 ডলারের মধ্যে ছিলো।
Title: Re: অবশেষে ইথারে টেস্ট নেট চালু হলো!
Post by: Cz Rock on December 16, 2020, 10:58:37 PM
ইথারে দাম 600 ডলারের মধ্যে আপডাউন করতে দেখা যাচ্ছে বেশি। ইথারের বাজারটা হঠাৎ করে কমে যাচ্ছে আবার হঠাৎ করে বৃদ্ধি পাচ্ছে। ইথারের মার্কেট এমনটা করার কারণটা কি? এর জন্য গ্যাস ফি কমানোর দরকার আগে।
Title: Re: অবশেষে ইথারে টেস্ট নেট চালু হলো!
Post by: Damrai5$ on December 17, 2020, 06:38:57 AM
ইথারে দাম 600 ডলারের মধ্যে আপডাউন করতে দেখা যাচ্ছে বেশি। ইথারের বাজারটা হঠাৎ করে কমে যাচ্ছে আবার হঠাৎ করে বৃদ্ধি পাচ্ছে। ইথারের মার্কেট এমনটা করার কারণটা কি? এর জন্য গ্যাস ফি কমানোর দরকার আগে।

ইথারের প্রাইস কিন্তু 600 ডলারের মধ্যে আপডাউন করছে না বর্তমানে 600 ডলার ছাড়িয়ে গিয়েছে। এখন পর্যন্ত ইথারিয়াম এর প্রাইস বৃদ্ধির উপরে আছে।
Title: Re: অবশেষে ইথারে টেস্ট নেট চালু হলো!
Post by: Tubelight on March 24, 2021, 11:38:16 AM
আমরা সকলেই চাচ্ছি ইথারিয়াম 2.0 টেকনোলজি সফলতার সাথে মার্কেটে আসুক। কারণ বর্তমানে ইথারিয়াম এর গ্যাস এর যে অবস্থা তাতে খুব জরুরী হয়ে পড়েছে ইথারিয়াম 2.0 টেকনোলজি মার্কেটে আসা। আশা করছি ইথারিয়াম 2.0 টেকনোলজি খুব শীঘ্রই মার্কেট এ আসবে।
Title: Re: অবশেষে ইথারে টেস্ট নেট চালু হলো!
Post by: babu10 on March 24, 2021, 04:31:30 PM
আমরা সকলেই চাচ্ছি ইথারিয়াম 2.0 টেকনোলজি সফলতার সাথে মার্কেটে আসুক। কারণ বর্তমানে ইথারিয়াম এর গ্যাস এর যে অবস্থা তাতে খুব জরুরী হয়ে পড়েছে ইথারিয়াম 2.0 টেকনোলজি মার্কেটে আসা। আশা করছি ইথারিয়াম 2.0 টেকনোলজি খুব শীঘ্রই মার্কেট এ আসবে।

আসলে এটা আপনার মতো সবাই আশা করে কিন্তু আমার মনে হয়না এই বছরে তারা পুরাপুরি চালু করতে পারবে এবং ততোদিন পর্যন্ত আমাদের দুর্ভোগের শেষ নাই। তারা এখনো  টেস্টিং পর্যায়ে আছে এবং ইথারিয়াম 1 এর সাথে সাইড বাই সাইড চালু করে টেস্টিং করছে। এখন বাউন্টি করেও তেমন কোন লাভ হচ্ছেনা ইথারিয়াম এর এত ফি এর কারনে আর ট্রেডিং এর কথা নাইবা বললাম।
Title: Re: অবশেষে ইথারে টেস্ট নেট চালু হলো!
Post by: Azharul on April 23, 2021, 02:24:40 PM
আমরা জানি ক্রিপ্টো জগতের দ্বিতীয় সর্বোচ্চ ডিজিটাল মুদ্রা হলো ইথারিয়াম।যাকে ক্রিপ্টো জগতের রানী বলা হয়। আর অবশেষে ইথার নোট চালু হওয়ার মাধ্যমে ক্রিপ্টো জগতের নতুন সম্ভাবনার সূচনা করল।তাই আমি মনে করি ভবিষ্যতে ইথারিয়াম 2.0 মার্কেট সফল হবে।তাই আমি মনে করি বর্তমান হোক আর ভবিষ্যত হোক আমি মনে করি ইথার নোট বাজারে আনা হলে এটি সফল হবে বলে আমরা মনে করি।
Title: Re: অবশেষে ইথারে টেস্ট নেট চালু হলো!
Post by: Random203 on April 23, 2021, 03:35:13 PM
 ইথেরিয়ামের নেট টেস্ট চালু হওয়ার ফলে ইথেরিয়াম প্লাটফর্ম আরও এক ধাপ এগিয়ে গেছে।  আগের তুলনায় নেট টেস্ট চালু হওয়ার পরে ইথেরিয়ামের দাম অনেক বেড়েছে, যা   আমাদের জন্য খুবই খুশির একটা সংবাদ।                   
Title: Re: অবশেষে ইথারে টেস্ট নেট চালু হলো!
Post by: Angel julian on April 24, 2021, 11:47:07 AM
আচ্ছালামু আলাইকুম অবশেষে লেটেস্ট নেট চালু হল এই বিষয়ে আমার তেমন কোন ধারণা নেই। তবে সকল সিনিয়র বড় ভাইদের কাছে অনুরোধ আমাকে জানিয়ে যাবেন। কি বিষয়ে ইথার টেস্ট নেট চালু হলো এবং এটি কিভাবে কাজ হবে সেই বিষয়ে আমার জানার খুব আগ্রহ। সকল সিনিয়র মেম্বার দের কাছে অনুরোধ দয়া করে আমাকে জানিয়ে যাবেন প্লিজ।