Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: Nostoman on August 12, 2020, 02:52:42 PM

Title: ওয়ারনিং
Post by: Nostoman on August 12, 2020, 02:52:42 PM
আমি ফোরাম এ কারো ক্ষতি করার জন্য আসেনি। তবে আমাদের ফোরামে কিছু নতুন লোক ডুকছে। যাদের ক্রিপ্টো মার্কেট সম্পর্কে কোন জ্ঞান নেই। বারবার বলার পরেও তারা অকেজো পোস্ট করেই যাচ্ছে। আমি তাদের উদ্দেশ্য বলছি আপনারা উত্তেজিত না হয়ে ধীরে ধীরে এগিয়ে যান। আপনাদের জন্য আমার পক্ষ থেকে অনেক শুভকামনা।
Triedboy, Mrkadir85, Faowfac2

বিশেষ করে Triedboy এর পোস্ট গুলোর মধ্যে ভুল বেশি। Triedboy আপনি সব পোস্ট গুলো বাংলায় করবেন। আরও পোস্ট গুলো কেয়াফুল ভাবে পড়বেন।         
Title: Re: ওয়ারনিং
Post by: Mrkadir85 on August 12, 2020, 05:36:15 PM
এ ফোরামে আমি নতুন ।তাই সব বিষয়ে ভালো জ্ঞান না থাকাটাই স্বাভাবিক। যেকোনো বিষয়ে বিস্তারিত পোস্ট দিলে ভালোভাবে জানতে ও বুঝতে পারব সকলের সহযোগিতা কামনা করছি।
Title: Re: ওয়ারনিং
Post by: Malam90 on August 12, 2020, 05:50:47 PM
এ ফোরামে আমি নতুন ।তাই সব বিষয়ে ভালো জ্ঞান না থাকাটাই স্বাভাবিক। যেকোনো বিষয়ে বিস্তারিত পোস্ট দিলে ভালোভাবে জানতে ও বুঝতে পারব সকলের সহযোগিতা কামনা করছি।

ভাই, আপনি যে ধরণের প্রশ্ন করতে চাচ্ছেন তা ইতিমধ্যে অনেকবার দেওয়া হয়েছে। তাই কোন বিষয় প্রশ্ন করার আগে আমাদের বাংলা বোর্ডের পুরাতন পোস্টগুলো সুন্দর ও মনোযোগ সহাকরে পড়ুন।  না জেনে  এলোমেলো পোস্ট করবেন না। তাহলে স্পাম অথবা ভুলে ভরা পোস্টের কারণে কিন্তু নেগেটিভ কর্মা খেতে পারেন অথবা আইডি সাসপেন্ড হতে পারে। বেশি বেশি পোস্ট পড়ুন। ক্রিপ্টো সম্পর্কে জানার চেষ্টা করুন। গঠনমূলক পোস্ট বা কমেন্ট করুন।
Title: Re: ওয়ারনিং
Post by: Nostoman on August 12, 2020, 08:12:03 PM
এ ফোরামে আমি নতুন ।তাই সব বিষয়ে ভালো জ্ঞান না থাকাটাই স্বাভাবিক। যেকোনো বিষয়ে বিস্তারিত পোস্ট দিলে ভালোভাবে জানতে ও বুঝতে পারব সকলের সহযোগিতা কামনা করছি।

ভাই, আপনি যে ধরণের প্রশ্ন করতে চাচ্ছেন তা ইতিমধ্যে অনেকবার দেওয়া হয়েছে। তাই কোন বিষয় প্রশ্ন করার আগে আমাদের বাংলা বোর্ডের পুরাতন পোস্টগুলো সুন্দর ও মনোযোগ সহাকরে পড়ুন।  না জেনে  এলোমেলো পোস্ট করবেন না। তাহলে স্পাম অথবা ভুলে ভরা পোস্টের কারণে কিন্তু নেগেটিভ কর্মা খেতে পারেন অথবা আইডি সাসপেন্ড হতে পারে। বেশি বেশি পোস্ট পড়ুন। ক্রিপ্টো সম্পর্কে জানার চেষ্টা করুন। গঠনমূলক পোস্ট বা কমেন্ট করুন।

নতুন ইউজার যারা আছে তারা বুঝতে চাই না। অনেক ইউজারকে pm দিয়ে বুঝানোর চেষ্টা করাও বিথা কারণ তারা জানে না যে pm কি। আপনি তো এখানে সিনিয়র। তাই নতুদের mistake গুলো ধরিয়ে দিয়ে তাদের জ্ঞানের পরিধি ক্রমশ বৃদ্ধি করতে সাহায্য করুন। ধন্যবাদ         
Title: Re: ওয়ারনিং
Post by: Rain075 on August 14, 2020, 04:47:14 AM
আমি এখানে কিছু লোকদের বলছি আপনারা দয়া করে ফোরামের কিছু রুলস আছে সেগুলো মেনে চলবেন। কারণ বাংলাদেশি এই গ্রুপের আমি একজন মডারেটরকে দেখতে পাচ্ছি তিনি অনেক কষ্ট করে ফোরাম টা টিকিয়ে রাখার জন্য খুব চেষ্টা করে যাচ্ছেন। আমি তাকে আমার পক্ষ থেকে অনেক ধন্যবাদ জানাই। তার জন্য হয়তো আমরা এই ফোরামের সর্বোচ্চ সুবিধা ভোগ করতে পারি তাই দয়া করে আমরা ফোরামে ভালো ব্যবহার করি।
Title: Re: ওয়ারনিং
Post by: Malam90 on August 14, 2020, 03:43:21 PM
আমি এখানে কিছু লোকদের বলছি আপনারা দয়া করে ফোরামের কিছু রুলস আছে সেগুলো মেনে চলবেন। কারণ বাংলাদেশি এই গ্রুপের আমি একজন মডারেটরকে দেখতে পাচ্ছি তিনি অনেক কষ্ট করে ফোরাম টা টিকিয়ে রাখার জন্য খুব চেষ্টা করে যাচ্ছেন। আমি তাকে আমার পক্ষ থেকে অনেক ধন্যবাদ জানাই। তার জন্য হয়তো আমরা এই ফোরামের সর্বোচ্চ সুবিধা ভোগ করতে পারি তাই দয়া করে আমরা ফোরামে ভালো ব্যবহার করি।

হা ভাই ঠিক বলেছেন। বিটকয়েনটকে আমরা কত সংগ্রাম করতেছি একটা বাংলা বোর্ড পাওয়ার জন্য কিন্তু হচ্ছেনা। অথচ এই ফোরামে আমাদের বাংলা বোর্ড দিয়েছেন যেটা আমাদের জন্য গর্ব কারণ আমরা আমাদের মাতৃভাষায় আলোচনা করতে পারি। তাই সবাই যদি একটু সাবধানে কাজ করি, স্পাম না করি তাহলে আমাদের এই বোর্ডটা সচল থাকবে। নতুন ভাইদের বলছি-আপনার কোন প্রশ্ন করার আগে বাংলাবোর্ড এর আগের প্রশ্নগুলো পড়ুন। সেখানে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। এছাড়া এই ফোরামের অন্যান্য ইংরেজি বোর্ডগুলো ভিজিট করে বেশি বেশি পড়ুন। এছাড়া গুগল মামার হেল্পও নিতে পারেন যেটা না জানেন সেটা সার্চ  দিয়ে। পড়া ও জানার বিকল্প নেই। এরপরেও যদি কোন বিষয় জানতে মন চায় তাহলে পিএম করুন। আর আধালাইন একলাইন পোস্ট করা থেকে বিরত থাকুন।
Title: Re: ওয়ারনিং
Post by: Btceth01 on August 14, 2020, 04:35:20 PM
এই বাংলা ফোরামে সবাই বাংলায় পোস্ট করুন ভুল হবে কেন বানানগুলো ঠিক করে পোস্ট লিখবে। আপনারা যদি বানান ঠিক না করতে পারেন তাহলে আপনারা কি করবেন ফোরামে এসে লাভ নেই অযথা খালি ফোরাম রে নষ্ট করে ফেলবেন। আপনারা ভালো ও মান সম্মত পোস্ট দেন পজেটিভ কারমা পাবেন আস্তে আস্তে এগিয়ে যান।
Title: Re: ওয়ারনিং
Post by: Web Designer on December 29, 2023, 07:42:00 PM
এই পোস্টটি করা হয়েছিলো ২০২০ সালে আর দুইদিন পর ২০২৪ সাল আসতেছে এখনও দেখি যে ফোরামে নতুন নতুন ইউজাররা উল্টাপাল্টা পোস্ট দিচ্ছে কিছু বুঝুক আর না বুঝুক তাদের পোস্ট দেয়া কোনভাবেই কমতেছে না। মানে তাদের রেঙ্ক বাড়ানোই লাগবে।