Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: Nostoman on August 13, 2020, 02:25:47 PM

Title: DeFI সম্পর্কে কিছু তথ্য। আপনি জানেন তো?
Post by: Nostoman on August 13, 2020, 02:25:47 PM
DeFI নিয়ে চলছে নানা ধরনের মন্তব্য। অনেকে bitcoin ও ETH এর দাম বৃদ্ধির জন্য DeFI কে দায়ী করছে। আসলে কি DeFI এর ভুমিকা রয়েছে। অনেক জ্ঞানের অভাব রয়েছে। আসুন আমারা জানি যে DeFI কি? DeFI হলো decentralized ফিনান্সের সংক্ষিপ্তসার যা সাধারণত ইথেরিয়ামে নির্মিত ডিজিটাল সম্পদ এবং আর্থিক স্মার্ট চুক্তি, প্রোটোকল এবং বিকেন্দ্রীভূত অ্যাপ্লিকেশন (ডিপিএস)। সহজ কথায়, এটি ব্লকচেইনে নির্মিত আর্থিক সফটওয়্যার যা মানি Legos মতো একসাথে তৈরি করা যায়।ETH DeFI বাস্তুতন্ত্রে বিদ্যমান পণ্য এবং পরিষেবা গুলির অনুভূতি এবং যেকেউ DeFI rank গুলি পরীক্ষা করে দেখতে পারে যা জনপ্রিয় DeFi স্মার্ট কন্ট্রাক্টগুলিতে লক থাকা বর্তমান মানটিকে ট্র্যাক করে। প্রতিটি উদ্ভাবন পূর্ববর্তীটির উপর ভিত্তি করে তৈরি হয় এবং ডিজিটাল পণ্য ও পরিষেবা গুলো আরও পরিশীলিত হয়। প্রযুক্তির মাধ্যমে, আমরা আমাদের প্রয়োজনীয়তার সাথে মানিয়ে নেওয়ার জন্য বিশ্বকে প্রস্তুত করেই চলেছি। ডিজিটাল সহায়ক থেকে শুরু করে হোম অটোমেশন পর্যন্ত, program গুলো আমাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন দিককে প্রভাবিত করে। আপনি কি DeFI সম্পর্কে আরও ভালো জানেন। আপনার মতামত কি? যার এই বিষয়ে ভাল জানেন না তাহলে তারা মন্তব্য করবেন না।
Title: Re: DeFI সম্পর্কে কিছু তথ্য। আপনি জানেন তো?
Post by: Mrkadir85 on August 13, 2020, 06:01:35 PM
এই ফোরামে আমি নতুন তাই ডেফি সম্পর্কে তেমন ধারনা নেই ।আপনার পোষ্ট থেকে ডেফি সম্পর্কে অনেক কিছুই জানতে পারলাম ।ডেফি সম্পর্কে আরও কোন তথ্য থাকলে জানাবেন ।
Title: Re: DeFI সম্পর্কে কিছু তথ্য। আপনি জানেন তো?
Post by: Nostoman on August 13, 2020, 06:13:27 PM
এই ফোরামে আমি নতুন তাই ডেফি সম্পর্কে তেমন ধারনা নেই ।আপনার পোষ্ট থেকে ডেফি সম্পর্কে অনেক কিছুই জানতে পারলাম ।ডেফি সম্পর্কে আরও কোন তথ্য থাকলে জানাবেন ।
ফোরামে আপনিও নতুন। আরও Defi ও নতুন। তবে আমি বিস্তারিত জানার জন্য পোস্ট করেছি। আর সবাই মতামত জানতে চেয়েছি। ধন্যবাদ দেওয়ার কোন কারণ নেই।           
Title: Re: DeFI সম্পর্কে কিছু তথ্য। আপনি জানেন তো?
Post by: Rain075 on August 14, 2020, 04:21:48 AM
DeFi হল Decentralized Finance (DeFi) যা মধ্যস্থতাকারী ছাড়াই চালিত পুরানো আর্থিক পণ্যগুলিকে বিশ্বস্ত ও স্বচ্ছ প্রোটোকলগুলিতে রূপান্তর করতে বিকেন্দ্রীভূত নেটওয়ার্কগুলির সুবিধা দেয়।
Title: Re: DeFI সম্পর্কে কিছু তথ্য। আপনি জানেন তো?
Post by: Rafiq on August 14, 2020, 06:18:00 PM
কিছুদিন ধরে আমার Defi  সম্পূর্কে জানার খুব আগ্রহ ছিল । তাই আপনার পোস্টটি খুব আগ্রহ নিয়ে পড়লাম। Defi  সম্পূর্কে কিছুটা ধারণা পেলেও এখনো পুরাপুরি ক্লীয়ার হয় নাই। আশাকরি আপনার এই পোস্টে ভবিষ্যতে আরো অনেকে মূল্যবান মতামত দিবেন সেখান থেকে আরো বিস্তারিত পারবো। ধন্যবাদ আপনাকে।
Title: Re: DeFI সম্পর্কে কিছু তথ্য। আপনি জানেন তো?
Post by: Nostoman on August 15, 2020, 05:49:33 PM
কিছুদিন ধরে আমার Defi  সম্পূর্কে জানার খুব আগ্রহ ছিল । তাই আপনার পোস্টটি খুব আগ্রহ নিয়ে পড়লাম। Defi  সম্পূর্কে কিছুটা ধারণা পেলেও এখনো পুরাপুরি ক্লীয়ার হয় নাই। আশাকরি আপনার এই পোস্টে ভবিষ্যতে আরো অনেকে মূল্যবান মতামত দিবেন সেখান থেকে আরো বিস্তারিত পারবো। ধন্যবাদ আপনাকে।
আমি তো বিস্তারিত শেয়ার করেছি। এর চেয়ে বিস্তারিত কি হয়। আমি defi সম্পর্কে এর চেয়ে বেশি জানি না। বা এর চেয়ে বেশি তথ্য কেউ শেয়ার করেনি। ধন্যবাদ       
Title: Re: DeFI সম্পর্কে কিছু তথ্য। আপনি জানেন তো?
Post by: Btceth01 on August 15, 2020, 07:54:50 PM
DeFI নিয়ে চলছে নানা ধরনের মন্তব্য। অনেকে bitcoin ও ETH এর দাম বৃদ্ধির জন্য DeFI কে দায়ী করছে। আসলে কি DeFI এর ভুমিকা রয়েছে। অনেক জ্ঞানের অভাব রয়েছে। আসুন আমারা জানি যে DeFI কি? DeFI হলো decentralized ফিনান্সের সংক্ষিপ্তসার যা সাধারণত ইথেরিয়ামে নির্মিত ডিজিটাল সম্পদ এবং আর্থিক স্মার্ট চুক্তি, প্রোটোকল এবং বিকেন্দ্রীভূত অ্যাপ্লিকেশন (ডিপিএস)। সহজ কথায়, এটি ব্লকচেইনে নির্মিত আর্থিক সফটওয়্যার যা মানি Legos মতো একসাথে তৈরি করা যায়।ETH DeFI বাস্তুতন্ত্রে বিদ্যমান পণ্য এবং পরিষেবা গুলির অনুভূতি এবং যেকেউ DeFI rank গুলি পরীক্ষা করে দেখতে পারে যা জনপ্রিয় DeFi স্মার্ট কন্ট্রাক্টগুলিতে লক থাকা বর্তমান মানটিকে ট্র্যাক করে। প্রতিটি উদ্ভাবন পূর্ববর্তীটির উপর ভিত্তি করে তৈরি হয় এবং ডিজিটাল পণ্য ও পরিষেবা গুলো আরও পরিশীলিত হয়। প্রযুক্তির মাধ্যমে, আমরা আমাদের প্রয়োজনীয়তার সাথে মানিয়ে নেওয়ার জন্য বিশ্বকে প্রস্তুত করেই চলেছি। ডিজিটাল সহায়ক থেকে শুরু করে হোম অটোমেশন পর্যন্ত, program গুলো আমাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন দিককে প্রভাবিত করে। আপনি কি DeFI সম্পর্কে আরও ভালো জানেন। আপনার মতামত কি? যার এই বিষয়ে ভাল জানেন না তাহলে তারা মন্তব্য করবেন না।

আপনার পোস্ট পড়ে আমি জানতে পারলাম যে DeFi সম্পর্কে। আগে আমি জানতাম না DeFi সম্পর্কে তাই আপনার পোস্ট পড়ে আমি জানতে পারলাম দেবী  DeFi তাই আপনাদের কাছে অনুরোধ আরো ভালো ভালো তথ্য নিয়ে আমাদের মাঝে হাজির হবেন।
Title: Re: DeFI সম্পর্কে কিছু তথ্য। আপনি জানেন তো?
Post by: Lutera94 on September 11, 2020, 07:51:53 AM
দারুণ তথ্যমুলক পোষ্ট যা পড়ে ডেফি সম্পর্কে আরো ক্লিয়ার হতে পারলাম।ইথিরিয়ামের উপর বেস করে ডেফি নির্মিত এটা ইথার এর জন্য ভালো খবর। তবে এটা নিয়ে আরো আলোচনা করলে ব্যাপারটা আমাদের জন্য আরো সহজ হবে বুঝতে। আমার ধারণা অনেকেই এখনো ডেফি সম্পর্কে এতোটা বুঝেনা।
Title: Re: DeFI সম্পর্কে কিছু তথ্য। আপনি জানেন তো?
Post by: Nostoman on September 11, 2020, 09:43:48 PM
আমাদের ফোরামে নতুন সেকশন add করা হয়েছে। সেই সেকশন এর নাম হলো Defi tokens. সেখানে defi সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।
https://www.altcoinstalks.com/index.php?board=373.0
Title: Re: DeFI সম্পর্কে কিছু তথ্য। আপনি জানেন তো?
Post by: Bony11 on October 06, 2020, 12:07:03 PM
DeFI নিয়ে চলছে নানা ধরনের মন্তব্য। অনেকে bitcoin ও ETH এর দাম বৃদ্ধির জন্য DeFI কে দায়ী করছে। আসলে কি DeFI এর ভুমিকা রয়েছে। অনেক জ্ঞানের অভাব রয়েছে। আসুন আমারা জানি যে DeFI কি? DeFI হলো decentralized ফিনান্সের সংক্ষিপ্তসার যা সাধারণত ইথেরিয়ামে নির্মিত ডিজিটাল সম্পদ এবং আর্থিক স্মার্ট চুক্তি, প্রোটোকল এবং বিকেন্দ্রীভূত অ্যাপ্লিকেশন (ডিপিএস)। সহজ কথায়, এটি ব্লকচেইনে নির্মিত আর্থিক সফটওয়্যার যা মানি Legos মতো একসাথে তৈরি করা যায়।ETH DeFI বাস্তুতন্ত্রে বিদ্যমান পণ্য এবং পরিষেবা গুলির অনুভূতি এবং যেকেউ DeFI rank গুলি পরীক্ষা করে দেখতে পারে যা জনপ্রিয় DeFi স্মার্ট কন্ট্রাক্টগুলিতে লক থাকা বর্তমান মানটিকে ট্র্যাক করে। প্রতিটি উদ্ভাবন পূর্ববর্তীটির উপর ভিত্তি করে তৈরি হয় এবং ডিজিটাল পণ্য ও পরিষেবা গুলো আরও পরিশীলিত হয়। প্রযুক্তির মাধ্যমে, আমরা আমাদের প্রয়োজনীয়তার সাথে মানিয়ে নেওয়ার জন্য বিশ্বকে প্রস্তুত করেই চলেছি। ডিজিটাল সহায়ক থেকে শুরু করে হোম অটোমেশন পর্যন্ত, program গুলো আমাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন দিককে প্রভাবিত করে। আপনি কি DeFI সম্পর্কে আরও ভালো জানেন। আপনার মতামত কি? যার এই বিষয়ে ভাল জানেন না তাহলে তারা মন্তব্য করবেন না।
Defi সর্ম্পকে আমি আগে তেমন কিছুই জানতাম না।আপনার পোষ্টটা পরে আমি অনেক কিছু জানতে পারলাম, ভাই।আপনাকে অনেক ধন্যবাদ ভাই।
Title: Re: DeFI সম্পর্কে কিছু তথ্য। আপনি জানেন তো?
Post by: Rain075 on October 06, 2020, 03:40:47 PM
DeFi সম্পর্কে হয়তো আমাদের ওই রকম কোন বিশেষ জ্ঞান নেই। কেননা এই প্রজেক্টটা অল্প কিছুদিনের মধ্যে লাঞ্চ করেছে।
Title: Re: DeFI সম্পর্কে কিছু তথ্য। আপনি জানেন তো?
Post by: ttcsalam on October 07, 2020, 12:59:54 PM
ডেফি নিয়ে আমার ভিতর একটা কনফিশন ছিল। আপনার পোষ্ট থেকে অনেক টাই কিলিয়ার ধারনা পেলাম ডেফি নিয়ে । এটা আমি অবশ্যই বাস্তব জীবনে কিছুটা হলেও কাজে লাগাতে পারব।
Title: Re: DeFI সম্পর্কে কিছু তথ্য। আপনি জানেন তো?
Post by: Ak600 on October 24, 2020, 04:32:52 PM
ধন্যবাদ ব্রো আপনাকে। আপনার লিংক থেকে পুরোপুরি ধারণা হলো DeFi সম্পর্কে।
Title: Re: DeFI সম্পর্কে কিছু তথ্য। আপনি জানেন তো?
Post by: JISAN on October 24, 2020, 05:37:05 PM
DeFi সম্পর্কে হয়তো আমাদের ওই রকম কোন বিশেষ জ্ঞান নেই। কেননা এই প্রজেক্টটা অল্প কিছুদিনের মধ্যে লাঞ্চ করেছে।
Defi কোনো প্রজেক্ট না এটা একটা প্রজেক্ট কেটাগরির নাম। যা বর্তমান সময়ে অনেক জনপ্রিয় পেয়েছে এবং এখানে এখন প্রচুর পরিমান ইনভেস্টমেন্ট হচ্ছে। তাই Defi কেটাগরির প্রজেক্ট গুলাও সাকসেস হচ্ছে বেশিরভাগ     
Title: Re: DeFI সম্পর্কে কিছু তথ্য। আপনি জানেন তো?
Post by: saidul2105 on October 24, 2020, 05:46:30 PM
DeFI নিয়ে চলছে নানা ধরনের মন্তব্য। অনেকে bitcoin ও ETH এর দাম বৃদ্ধির জন্য DeFI কে দায়ী করছে। আসলে কি DeFI এর ভুমিকা রয়েছে। অনেক জ্ঞানের অভাব রয়েছে। আসুন আমারা জানি যে DeFI কি? DeFI হলো decentralized ফিনান্সের সংক্ষিপ্তসার যা সাধারণত ইথেরিয়ামে নির্মিত ডিজিটাল সম্পদ এবং আর্থিক স্মার্ট চুক্তি, প্রোটোকল এবং বিকেন্দ্রীভূত অ্যাপ্লিকেশন (ডিপিএস)। সহজ কথায়, এটি ব্লকচেইনে নির্মিত আর্থিক সফটওয়্যার যা মানি Legos মতো একসাথে তৈরি করা যায়।ETH DeFI বাস্তুতন্ত্রে বিদ্যমান পণ্য এবং পরিষেবা গুলির অনুভূতি এবং যেকেউ DeFI rank গুলি পরীক্ষা করে দেখতে পারে যা জনপ্রিয় DeFi স্মার্ট কন্ট্রাক্টগুলিতে লক থাকা বর্তমান মানটিকে ট্র্যাক করে। প্রতিটি উদ্ভাবন পূর্ববর্তীটির উপর ভিত্তি করে তৈরি হয় এবং ডিজিটাল পণ্য ও পরিষেবা গুলো আরও পরিশীলিত হয়। প্রযুক্তির মাধ্যমে, আমরা আমাদের প্রয়োজনীয়তার সাথে মানিয়ে নেওয়ার জন্য বিশ্বকে প্রস্তুত করেই চলেছি। ডিজিটাল সহায়ক থেকে শুরু করে হোম অটোমেশন পর্যন্ত, program গুলো আমাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন দিককে প্রভাবিত করে। আপনি কি DeFI সম্পর্কে আরও ভালো জানেন। আপনার মতামত কি? যার এই বিষয়ে ভাল জানেন না তাহলে তারা মন্তব্য করবেন না।
আমাদের ক্রিপ্টোকারেন্সি ফোরামে নতুন একটি প্রোগ্রাম চালু হয়েছে যার নাম হলো  DeFi (Decentralized Finance).  এই প্রোগ্রামটি মুলত ইথেরিয়ামের উপর ভিত্তি করে তৈরি করা  হয়েছে। যেহেতু প্রোগ্রামটি আমাদের ফোরামে নতুন ভাবে লঞ্চ হয়েছে সেহেতু আমরা যারা নতুন আছি আমাদের     নতুন হিসেবে    এই প্রোগ্রামটি সম্পর্কে খুব কম জানাটাই স্বাভাবিক।     
তাই আমি এই বিষয়ে খুবই আশাবাদী যে আমাদের এই ফোরামের বড় ভাইরা  DeFi  সম্পর্কে বিস্তারিত আলোচনা করে অবশ্যই  আমাদের ফোরামের নতুন ও পুরাতন সকল মেম্বারদের উপকার করবেন।       
                             
Title: Re: DeFI সম্পর্কে কিছু তথ্য। আপনি জানেন তো?
Post by: mahid on October 25, 2020, 03:50:59 AM
এই ফোরামে আমি নতুন তাই ডেফি সম্পর্কে তেমন ধারনা নেই ।আপনার পোষ্ট থেকে ডেফি সম্পর্কে অনেক কিছুই জানতে পারলাম ।ডেফি সম্পর্কে আরও কোন তথ্য থাকলে জানাবেন ।
ফোরামে আপনিও নতুন। আরও Defi ও নতুন। তবে আমি বিস্তারিত জানার জন্য পোস্ট করেছি। আর সবাই মতামত জানতে চেয়েছি। ধন্যবাদ দেওয়ার কোন কারণ নেই।         
আমিও মনে  করি একজনের একটি বিষয় নলেজ কম থাকতেই পারে সে জন্য ফোরাম আমাদের কে সে সুবিধা দেয়েছে সাবার মতামত প্রকাশ করা জন্য। এবং এখান থেকে যার যে নলেজ টা কম আছে তাকে সেই শিক্ষা নিতে হবে।
Title: Re: DeFI সম্পর্কে কিছু তথ্য। আপনি জানেন তো?
Post by: Zero0 on October 25, 2020, 04:04:08 AM
DeFI নিয়ে চলছে নানা ধরনের মন্তব্য। অনেকে bitcoin ও ETH এর দাম বৃদ্ধির জন্য DeFI কে দায়ী করছে। আসলে কি DeFI এর ভুমিকা রয়েছে। অনেক জ্ঞানের অভাব রয়েছে। আসুন আমারা জানি যে DeFI কি? DeFI হলো decentralized ফিনান্সের সংক্ষিপ্তসার যা সাধারণত ইথেরিয়ামে নির্মিত ডিজিটাল সম্পদ এবং আর্থিক স্মার্ট চুক্তি, প্রোটোকল এবং বিকেন্দ্রীভূত অ্যাপ্লিকেশন (ডিপিএস)। সহজ কথায়, এটি ব্লকচেইনে নির্মিত আর্থিক সফটওয়্যার যা মানি Legos মতো একসাথে তৈরি করা যায়।ETH DeFI বাস্তুতন্ত্রে বিদ্যমান পণ্য এবং পরিষেবা গুলির অনুভূতি এবং যেকেউ DeFI rank গুলি পরীক্ষা করে দেখতে পারে যা জনপ্রিয় DeFi স্মার্ট কন্ট্রাক্টগুলিতে লক থাকা বর্তমান মানটিকে ট্র্যাক করে। প্রতিটি উদ্ভাবন পূর্ববর্তীটির উপর ভিত্তি করে তৈরি হয় এবং ডিজিটাল পণ্য ও পরিষেবা গুলো আরও পরিশীলিত হয়। প্রযুক্তির মাধ্যমে, আমরা আমাদের প্রয়োজনীয়তার সাথে মানিয়ে নেওয়ার জন্য বিশ্বকে প্রস্তুত করেই চলেছি। ডিজিটাল সহায়ক থেকে শুরু করে হোম অটোমেশন পর্যন্ত, program গুলো আমাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন দিককে প্রভাবিত করে। আপনি কি DeFI সম্পর্কে আরও ভালো জানেন। আপনার মতামত কি? যার এই বিষয়ে ভাল জানেন না তাহলে তারা মন্তব্য করবেন না।
আমাদের ক্রিপ্টোকারেন্সি ফোরামে নতুন একটি প্রোগ্রাম চালু হয়েছে যার নাম হলো  DeFi (Decentralized Finance).  এই প্রোগ্রামটি মুলত ইথেরিয়ামের উপর ভিত্তি করে তৈরি করা  হয়েছে। যেহেতু প্রোগ্রামটি আমাদের ফোরামে নতুন ভাবে লঞ্চ হয়েছে সেহেতু আমরা যারা নতুন আছি আমাদের     নতুন হিসেবে    এই প্রোগ্রামটি সম্পর্কে খুব কম জানাটাই স্বাভাবিক।     
তাই আমি এই বিষয়ে খুবই আশাবাদী যে আমাদের এই ফোরামের বড় ভাইরা  DeFi  সম্পর্কে বিস্তারিত আলোচনা করে অবশ্যই  আমাদের ফোরামের নতুন ও পুরাতন সকল মেম্বারদের উপকার করবেন।       
                           
ভাইয়া এই ফোরামে আমি একদম নতুন ডেফি সম্পর্কে জানার খুব ইচ্ছা ছিল এই পোষ্টের মাধ্যমে অনেক কিছুই জানতে পারলাম আমরা যারা নতুন আছি আশা করি সিনিয়র ভাইরা ডেফি সম্পর্কে আলোচনার মাধ্যমে আমাদেরকে বুঝিয়ে দেবেন।
Title: Re: DeFI সম্পর্কে কিছু তথ্য। আপনি জানেন তো?
Post by: ranaprime on October 25, 2020, 03:23:18 PM
এই ফোরামে আমি নতুন তাই ডেফি সম্পর্কে তেমন ধারনা নেই ।আপনার পোষ্ট থেকে ডেফি সম্পর্কে অনেক কিছুই জানতে পারলাম ।ডেফি সম্পর্কে আরও কোন তথ্য থাকলে জানাবেন ।
দয়াকরে বাংলা পোস্ট গুলো ভালভাবে পড়ুন ডেফি সম্পর্কে আরও তাথ্য পেয়ে যাবেন।
Title: Re: DeFI সম্পর্কে কিছু তথ্য। আপনি জানেন তো?
Post by: Web Designer on December 29, 2023, 07:23:50 PM
আমি ক্রিপ্টোকারেন্সিতে আছি প্রায় ৩ বছরের উপরে হবে। DeFI নিয়ে অনেক আগে থেকেই মনে প্রশ্ন জাগে তখন যদি কাউকে জিজ্ঞেস করতাম তারা সঠিক উত্তর দিতে পারতো না। ধন্যবাদ ভাই আপনাকে  সম্পর্কে এতো সুন্দর তথ্য দেয়ার জন্য।
Title: Re: DeFI সম্পর্কে কিছু তথ্য। আপনি জানেন তো?
Post by: Rds3b on January 30, 2024, 05:52:58 AM
আপনাকে অসংখ্য ধন্যবাদ এ বিষয়ে তুলে ধরার জন্য আমরা অনেকেই এই বিষয় কোন ধারণায় রাখেনি যে এটি কিসের সাথে জড়িত সেটা আপনার মাধ্যমে জানতে পারলাম এবং পরিষ্কার ভাবে জ্ঞান নিলাম। এখান থেকে যারা অজানা ছিল এটির বিষয়ে সেটি জেনে নিল এবং তারাও এখন এই বিষয়ে পরিষ্কার যে আসলে এটিকে যারা দায়ী করেছিল এখন তো জানতে পারলো যে আসলে এটা এর সাথে কোন সম্পৃক্ত নেই।