Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: Btceth01 on August 19, 2020, 03:27:44 PM

Title: করোনার কারণে ফোরামের ক্ষতি
Post by: Btceth01 on August 19, 2020, 03:27:44 PM
এই মহামারী করোনার কারণে কয়েক কোটি মানুষ আক্রান্ত হয়েছে এবং মৃত্যুবরণ করেছে লক্ষাদিক মানুষ আমার মনে হয় এর মধ্যে ফোরামের অনেক লোক রয়েছে। যার কারণে এই ফোরামে অনেক লোককে অ্যাক্টিভ পাচ্ছি না জারা উচ্চ পদে স্থানে আছে এরা একটিভ না থাকায় ফোরামের অনেক ক্ষতি হয়ে গেছে যার কারণে ফোরাম টাকে বেশি বেশি এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না আমাদের তাই ফোরাম এগিয়ে না যাওয়ার পিছনে করোনার হাত রয়েছে। এ সম্পর্কে আপনাদের মতামত জানতে চাই
Title: Re: করোনার কারণে ফোরামের ক্ষতি
Post by: Salman Hasan on August 19, 2020, 03:46:53 PM
এই মহামারী করোনার কারণে কয়েক কোটি মানুষ আক্রান্ত হয়েছে এবং মৃত্যুবরণ করেছে লক্ষাদিক মানুষ আমার মনে হয় এর মধ্যে ফোরামের অনেক লোক রয়েছে। যার কারণে এই ফোরামে অনেক লোককে অ্যাক্টিভ পাচ্ছি না জারা উচ্চ পদে স্থানে আছে এরা একটিভ না থাকায় ফোরামের অনেক ক্ষতি হয়ে গেছে যার কারণে ফোরাম টাকে বেশি বেশি এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না আমাদের তাই ফোরাম এগিয়ে না যাওয়ার পিছনে করোনার হাত রয়েছে। এ সম্পর্কে আপনাদের মতামত জানতে চাই
হ্যাঁ ভাই আপনি ঠিক কথা বলেছেন।করোনার কারণে অনেক মানুষের প্রাণহানি ফোরামে অনেক মানুষ কাজ করতো তাদের মধ্যে অনেকে হারাইছে তাই ফোরামে মেম্বারে একটিভিটিস সংখ্যা কম।
Title: Re: করোনার কারণে ফোরামের ক্ষতি
Post by: Em00n01 on August 19, 2020, 05:05:35 PM
হা কিছু কিছু ক্ষেত্রে এক্টিভিটি কমে গেছে। যে আমাদের জন্য বিশাল ক্ষতি। আশা করছি সামনে পরিস্থিতি একটু ঠিক হলের আমরা আবার ফোরামকে আগের মতো এগিয়ে নিতে পারবো।
Title: Re: করোনার কারণে ফোরামের ক্ষতি
Post by: Token@ on August 20, 2020, 06:49:16 PM
এই মহামারী করোনার কারণে কয়েক কোটি মানুষ আক্রান্ত হয়েছে এবং মৃত্যুবরণ করেছে লক্ষাদিক মানুষ আমার মনে হয় এর মধ্যে ফোরামের অনেক লোক রয়েছে। যার কারণে এই ফোরামে অনেক লোককে অ্যাক্টিভ পাচ্ছি না জারা উচ্চ পদে স্থানে আছে এরা একটিভ না থাকায় ফোরামের অনেক ক্ষতি হয়ে গেছে যার কারণে ফোরাম টাকে বেশি বেশি এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না আমাদের তাই ফোরাম এগিয়ে না যাওয়ার পিছনে করোনার হাত রয়েছে। এ সম্পর্কে আপনাদের মতামত জানতে চাই
[/quote
এই মহামারী করোনার কারণে আমাদের দেশে অনেক ক্ষতি হয়েছে দেশের অবস্থা কমে গেছে এবং অনেক পিছিয়ে পড়েছে আমাদের এই দেশ। ফোরামে অনেক মানুষ আক্রান্ত হয়েছে তাদের জন্য ফোরামের একটিভিটি কমে গেছে।
Title: Re: করোনার কারণে ফোরামের ক্ষতি
Post by: Triedboy on August 21, 2020, 12:01:34 PM
করোনার কারনে সারা পৃথিবীর মানুষ লক্ষ্য লক্ষ্য মানুষ মারা গেছে আর কোটি কোটি মানুষ আক্রান্ত হচ্ছে।করোনার কারনে মার্কেট এর অবস্থা অনেক খারাপ অবস্থায় আছে।করোনা কুমলে হয়তো আবারও মার্কেট ভালো হওয়ার সম্ভাবনা আছে বলে আশা প্রকাশ করছি।
Title: Re: করোনার কারণে ফোরামের ক্ষতি
Post by: Dj01864 on August 21, 2020, 12:07:20 PM
করোনার কারোনে বিটকয়েন ওর উপর কোন প্রোভাব আছে কিনা, আমি মনে করি নাহ।
Title: Re: করোনার কারণে ফোরামের ক্ষতি
Post by: Malam90 on August 22, 2020, 07:57:34 AM
করোনার কারণে আমি মনে করি ফোরামে মেম্বার একটিভ সংখ্যা বেড়েছে বিশেষ করে বাংলা বোর্ডে। করোনার কারণে বৈশ্বিক অর্থনৈতিক মহামারিতে ক্রিপ্টোমার্কেট এখনও মোটামুটি ভালো আছে। অনেকে জব হারিয়ে এখন দিশেহারা। এজন্য বাড়তি আয়ের পথ খুঁজতে মানুষ ক্রিপ্টোর দিকে ঝুকে পড়ছে। এজন্য ক্রিপ্টোতে গত বছরের তুলনায় এখন বেশি মেম্বার একটিভ আছে।
Title: Re: করোনার কারণে ফোরামের ক্ষতি
Post by: Magepai on September 22, 2020, 03:28:10 AM
করোনার প্রথম দিকে আমার মনে হয়েছিল যে ক্রিপ্টোকারেন্সি উপর খুবই বড় ধরনের একটা প্রভাব পড়বে। কিন্তু আসলে তেমনটা প্রভাব পড়েনি কিন্তু কিছুটা বিটকয়েন ও ইথিরিয়াম এর দাম কমেছিল কিন্তু পুনরায় আবার বেড়ে চলছে। করোনার কারণে ফোরামের তেমন কোনো ক্ষতি হয়নি করোনার সময় আমি লক্ষ করেছি এই ফোরামে আগে থেকে বেশি ইউজার অ্যাক্টিভ থেকেছে।
Title: Re: করোনার কারণে ফোরামের ক্ষতি
Post by: Nusrat on September 23, 2020, 03:42:18 PM
এই মহামারী করোনাভাইরাস এর কারণে ফোরামের অনেক ক্ষতি হয়েছে মানুষ লাইনে আসতে পারতেছে না এবং ফোরামের সময় দিতে পারতেছিনা যার কারণে ফোরাম টাকে এগিয়ে নেওয়া কষ্টকর। এই মহামারী করোনাভাইরাস শেষ হয়ে গেলে ফোরাম দ্রুত এগিয়ে যাবে।
Title: Re: করোনার কারণে ফোরামের ক্ষতি
Post by: Rakin343 on September 23, 2020, 06:17:51 PM
তবে যাই হোক করোনার জন্য ফোরামের কিছুটা হলেও ক্ষতি হয়েছে। এই করোনা পরিস্থিতিতে মানুষ সম্পূর্ণ বেকার হয়ে পড়েছে। এই করো না পরিস্থিতির মধ্যে শতকরা 70 পার্সেন্ট মানুষ ক্রিপ্টোকারেন্সি তে কাজ করে এবং ইনভেস্ট করে যাচ্ছে সে হারে কিন্তু বিটকয়েনের দাম অনেকটাই কম। আর মানুষ এখন ব্যাংকে কোন লেনদেন না করে তারা ক্রিপ্টোকারেন্সি মাধ্যমে টাকা লেনদেন করতেছে। আমার কাছে মনে হয় করো না পরিস্থিতি বাজার অনেক ভালো হওয়া উচিত।
Title: Re: করোনার কারণে ফোরামের ক্ষতি
Post by: Nusrat on September 24, 2020, 09:27:25 AM
আমি মনে করি এই করোনার কারণে ফোরামের অনেক ক্ষতি হয়েছে। এতে সারা বিশ্বের মানুষ অনেক ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে। অনেক সিনিয়র ইউজাররা লাইনে আসতে পারতেছে না। এবং ফোরামে সময় দিতে না পারার কারণে অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। আমাদের এগিয়ে জামাটাও অনেক কষ্টকর হয়ে যাচ্ছে। এই মহামারী করোনাভাইরাস শেষ হলে আবার আমরা পুনরায় আগের অবস্থায় ফিরে আসতে পারবো।
Title: Re: করোনার কারণে ফোরামের ক্ষতি
Post by: Papusha20 on September 25, 2020, 03:20:59 AM
মহামারী করোনার কারণে ফোরাম একদম পিছিয়ে গেছে। এই মহামারী করোনাভাইরাস এর কারণে অনেক মানুষ লাইনে এবং ফোরামে সময় দিতে পারছে না যার কারণে ফোরাম দিন দিন পিছিয়ে যাচ্ছে।
Title: Re: করোনার কারণে ফোরামের ক্ষতি
Post by: Nostoman on September 25, 2020, 07:22:48 AM
মহামারী করোনার কারণে ফোরাম একদম পিছিয়ে গেছে। এই মহামারী করোনাভাইরাস এর কারণে অনেক মানুষ লাইনে এবং ফোরামে সময় দিতে পারছে না যার কারণে ফোরাম দিন দিন পিছিয়ে যাচ্ছে।
করোনার কারণে ফোরামের কোনো ক্ষতি হয়নি। বরং ফোরামে লোকজনের সংখ্যা বেড়ে গেছে। বর্তমানে যদি আপনি লক্ষ্য করেন আমাদের দেশের অনেক লোক যত ইনকামের সাইটগুলো আছে সবগুলোতে বৃদ্ধি পেয়েছে। আমাদের দেশের লোকের সংখ্যাই বেশি। করোনার কারণ earning সাইটগুলোতে লোকজন বেশি কাজ করছে।
Title: Re: করোনার কারণে ফোরামের ক্ষতি
Post by: LifeOK on September 25, 2020, 05:00:46 PM
করোনার কারণে অনেকেই বেকার হয়ে পড়েছে এটা সত্য। পৃথিবীজুড়ে কোটি কোটি লোক তাদের কাজ হারিয়েছে এই মহামারীতে, কিন্তু অন্যদিকে বাড়িতে থেকে কাজ করার পরিধি আগের তুলনায় অনেক বেড়েছে যা আমরা ফ্রীল্যানসিং সাইট কিংবা অন্নান্য ইনকাম সাইট ভিজিট করলেই দেখতে পারছি। এই থেকে সহজেই অনুমান করা যায় যে, করোনার কারণে ফোরামের ক্ষতি তো হয়নি বরং অনলাইনে কাজ করার চাহিদা বৃদ্ধি পেয়েছে যা আগামীতে বাড়বে বৈকি কমবে না।
Title: Re: করোনার কারণে ফোরামের ক্ষতি
Post by: ttcsalam on September 26, 2020, 01:30:54 PM
এটা হতে পারে। তবে একই সাথে নতুন অনেকেই এই ফোরামে যুক্ত হয়েছেন।অনেকে এই বন্থ সময়ে কাজ বন্থ বা অফিস বন্থ থাকার কারনে অনেক বেশি সময় দিতে পেরেছেন।এবং অনেক বেশি অভিঞ্জতা অর্জন করতে পেরেছেন। বেশি সময় দিতে পারার কারনে।
Title: Re: করোনার কারণে ফোরামের ক্ষতি
Post by: Nusrat on September 28, 2020, 05:44:08 PM
করণা ভাইরাসের কারণে শুধু বাংলাদেশে নয় সারা বিশ্বের অনেক ক্ষতি হয়েছে।মহামারী করোনাভাইরাস এর কারণে অনেক মানুষ মৃত্যুবরণ করেছেন আমরা যদি লক্ষ করি এদের মধ্যে ফোরামের অনেক মেম্বার আছে। এতে আমরা অনেক ক্ষতিগ্রস্ত। আশা করি সারাবিশ্ব আবার আগের অবস্থায় ফিরে আসবে।
Title: Re: করোনার কারণে ফোরামের ক্ষতি
Post by: Papusha20 on September 30, 2020, 02:08:51 AM
বর্তমান মহামারী করোনাভাইরাস এর কারণে ফোরামের অনেক ক্ষতি হয়েছে কারণ যে করোনাভাইরাস সবাইকে আতঙ্কে রেখেছে যে কারণে মানুষ বাইরে যেতে পারছে না। এবং সবাই লাইনে থাকতে পারছে না যে কারণে ফোরামে অনেকক্ষণ সময় থাকতে পারছে না তাই ফোরামের অনেক বড় ক্ষতি হয়ে গেছে।
Title: Re: করোনার কারণে ফোরামের ক্ষতি
Post by: Greatwall on October 13, 2020, 08:26:03 PM
করোনার কারণে শুধু ফোরামের ক্ষতি না সারা বিশ্বের মার্কেট শিল্প-কারখানা সবকিছুতেই ক্ষতি হয়েছে। এই মহামারী করোনা ভাইরাসের কারণে সারা বিশ্বে লক্ষ লক্ষ লোক মৃত্যুবরণ করেছে এবং কি কোটি কোটি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। করোনার প্রাদুর্ভাব টা কমে গেলে অবশ্যই সব কিছুই আগের মত হয়ে যাবে।
Title: Re: করোনার কারণে ফোরামের ক্ষতি
Post by: Psycho on October 16, 2020, 04:17:25 PM
এই মহামারী করোনার কারণে কয়েক কোটি মানুষ আক্রান্ত হয়েছে এবং মৃত্যুবরণ করেছে লক্ষাদিক মানুষ আমার মনে হয় এর মধ্যে ফোরামের অনেক লোক রয়েছে। যার কারণে এই ফোরামে অনেক লোককে অ্যাক্টিভ পাচ্ছি না জারা উচ্চ পদে স্থানে আছে এরা একটিভ না থাকায় ফোরামের অনেক ক্ষতি হয়ে গেছে যার কারণে ফোরাম টাকে বেশি বেশি এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না আমাদের তাই ফোরাম এগিয়ে না যাওয়ার পিছনে করোনার হাত রয়েছে। এ সম্পর্কে আপনাদের মতামত জানতে চাই
মহামারী করোনার কারণে ফোরামের অনেক ক্ষতি হয়েছে। অনেক সিনিয়র মেম্বার গুলা একটিভ না। তাদের কাছ থেকে আমরা কিছু জানতে পারছি না। ফর্মটা এলোমেলো হয়ে যাচ্ছে। আর মহামারী করোনাভাইরাস এর কারণে সারা বিশ্বে অনেক ক্ষতি হয়েছে। মার্কেটগুলোতে অনেক ক্ষতি হয়েছে। আমরা চাই সবকিছু যেন আবার আগের মত হয়ে যায়।
Title: Re: করোনার কারণে ফোরামের ক্ষতি
Post by: Ricky on October 16, 2020, 04:37:33 PM
এই মহামারী করোনার কারণে কয়েক কোটি মানুষ আক্রান্ত হয়েছে এবং মৃত্যুবরণ করেছে লক্ষাদিক মানুষ আমার মনে হয় এর মধ্যে ফোরামের অনেক লোক রয়েছে। যার কারণে এই ফোরামে অনেক লোককে অ্যাক্টিভ পাচ্ছি না জারা উচ্চ পদে স্থানে আছে এরা একটিভ না থাকায় ফোরামের অনেক ক্ষতি হয়ে গেছে যার কারণে ফোরাম টাকে বেশি বেশি এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না আমাদের তাই ফোরাম এগিয়ে না যাওয়ার পিছনে করোনার হাত রয়েছে। এ সম্পর্কে আপনাদের মতামত জানতে চাই
এই করোনার কারণে আমাদের দেশের সবাই যেমন মহামারীতে পড়ে গেছে তেমনি আমাদের শেয়ার বাজারের দাম অনেক কমে যাচ্ছে।
Title: Re: করোনার কারণে ফোরামের ক্ষতি
Post by: Chita76 on October 16, 2020, 09:29:00 PM
এই মহামারী করোনা আমাদের প্রচুর ক্ষতি করে ফেলছে যার কারণে আমরা ফোরামের সময় দিতে পারছি না করতে পারতেছি না কোন কাজ। এই মহামারী করোনাভাইরাস শেষ হয়ে গেলে বিটকয়েন এবং পৃথিবী দুটোই এগিয়ে যাবে।
Title: Re: করোনার কারণে ফোরামের ক্ষতি
Post by: saidul2105 on October 17, 2020, 06:17:53 AM
এই মহামারী করোনার কারণে কয়েক কোটি মানুষ আক্রান্ত হয়েছে এবং মৃত্যুবরণ করেছে লক্ষাদিক মানুষ আমার মনে হয় এর মধ্যে ফোরামের অনেক লোক রয়েছে। যার কারণে এই ফোরামে অনেক লোককে অ্যাক্টিভ পাচ্ছি না জারা উচ্চ পদে স্থানে আছে এরা একটিভ না থাকায় ফোরামের অনেক ক্ষতি হয়ে গেছে যার কারণে ফোরাম টাকে বেশি বেশি এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না আমাদের তাই ফোরাম এগিয়ে না যাওয়ার পিছনে করোনার হাত রয়েছে। এ সম্পর্কে আপনাদের মতামত জানতে চাই
এই মহামারি করোনা ভাইরাসের প্রাদুর্ভাব হওয়ার পরপরই ফোরামের অনেক  উচ্চপদস্থ সদস্যরা       করোনা তে আক্রান্ত হয়ে গেছে।  আবার অনেক সদস্য আক্রান্ত হয়ে গেছে।        যার ফলে আমাদের ফোরামের অনেক ক্ষতি   হয়ে গেছে।
তবে আমি আশাবাদী যে খুব অল্প সময়ের মধ্যে আবার সব কিছু আগের মতো হয়ে যাবে।                     
Title: Re: করোনার কারণে ফোরামের ক্ষতি
Post by: Rakin343 on October 17, 2020, 09:03:01 PM
আমার মনে হয় করোনার কারণে ফোরামে ততটা ক্ষতি হতে পারে নি। কেননা 2018 এবং 2019 সালে তখন করো না ছিল না তখনকার তুলনায় 2020 সালে কিন্তু মার্কেট অনেক ভালো। তাই আমার মনে হয় এই করোনাভাইরাস মার্কেটের ততটা ক্ষতি করতে পারেনি।
Title: Re: করোনার কারণে ফোরামের ক্ষতি
Post by: Power420 on October 17, 2020, 10:11:58 PM
এই মহামারী করোনা ভাইরাসের কারণে অনেক লোক কে লাইনে দেখতে পাচ্ছি না কারণ যাদের অনেক বড় বড় আইডির রেঙ্ক তারা এখন লাইনে নেই যার কারণে অনেক সন্দেহ হয়। তাই মনে হয় যে আমাদের গ্রামে ক্ষতি হয়েছে তাই আল্লাহর কাছে সবাই প্রার্থনা করি যেন তাড়াতাড়ি করোনা ভাইরাস নিঃশেষ হয়ে যায়।
Title: Re: করোনার কারণে ফোরামের ক্ষতি
Post by: sky20 on October 18, 2020, 04:21:38 AM
করোনার কারনে ফোরামের তেমন কনো ক্ষতি হয়নি। যতদুর জানি ফোরামে ইউজার সংখ্যা আগের চেয়ে বেশি। এবং এটি লক্ষ্যনিয় যে করোনায় সারা বিশ্বের অর্থনীতি যেখানে মুখ থুবরে পড়েছে সে খানে ক্রিপ্টোকারেন্সি একক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। সে কারনে আমি বলব যে করোনার কারনে কোন ক্ষতি হয় নি। বরং বর্তামানে আর ভাল পজিশনে আছে ক্রপ্টোকারেন্সি।
Title: Re: করোনার কারণে ফোরামের ক্ষতি
Post by: Crypto_Somrat on October 18, 2020, 05:18:16 AM
আমি মনে করি এই করোনার কারণে ফোরামের অনেক ক্ষতি হয়েছে। এতে সারা বিশ্বের মানুষ অনেক ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে। অনেক সিনিয়র ইউজাররা লাইনে আসতে পারতেছে না। এবং ফোরামে সময় দিতে না পারার কারণে অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। আমাদের এগিয়ে জামাটাও অনেক কষ্টকর হয়ে যাচ্ছে। এই মহামারী করোনাভাইরাস শেষ হলে আবার আমরা পুনরায় আগের অবস্থায় ফিরে আসতে পারবো।
মহামারি করোনার প্রথম দিকে মনে হয়েছিল যে ক্রিপ্টোকারেন্সি উপর খুবই বড় ধরনের একটা প্রভাব পড়বে। কিন্তু আসলে তেমনটা প্রভাব পড়েনি কিছুটা বিটকয়েন ও ইথিরিয়াম এর দাম কমেছিল কিন্তু পুনরায় আবার বেড়ে চলছে। আমি আশাবাদী খুব শিঘ্রই আবার সব ঠিক হয়ে যাবে।   
Title: Re: করোনার কারণে ফোরামের ক্ষতি
Post by: Rubel007 on October 18, 2020, 04:58:49 PM
এই মহামারি পৃথিবীর প্রত্যেকটা জায় গায় তার বিস্তার লাভ করেছে। বিশেষ করে পৃথিবীতে যে সব দেশ বেশি উন্নত সেই সব দেশে এর তান্ডব এর ভয়াবহতা বেশি লক্ষনীয় হয়েছে। উইরোপ আমেরিকা সহ সব মহাদেশে এর বিস্তার ব্যাপক ভাবে দৃশ্যমান হয়েছে। প্রতিটি অর্থনৌতিক কর্মকান্ড কে ধবংশ করে দিয়েছে। অর্থনৌতিক চাকা কে অচল করে দিয়েছে। সেই দিক থেকে কিপ্টোকান্সেসির কথা বললে আমি বলব যে এটি অনেক ভাল আছে। যা কিনা মহামারি হওয়ার  আগে যা ছিল তার চেয়ে অনেক বেশি ভাল আমি মনে  করি।
Title: Re: করোনার কারণে ফোরামের ক্ষতি
Post by: Herry on October 19, 2020, 04:50:28 PM
এই মহামারী করোনার কারণে শুধু আমাদের এই ফরমের ক্ষতি হয়নি ক্ষতি হয়েছে সারা বিশ্বের কোটি কোটি মানুষের হ্যাঁ এই ফরমের অনেক ক্ষতি হয়েছে এই ফোরামের যারা উচ্চপদে রয়েছেন তারাই একটিভ থাকতে পারছেন না তাদের একটিভ না থাকায় আমাদের ফরমের অনেক বড় ক্ষতি হয়ে যাচ্ছে এই মহামারী করোনা বিশ্বকে স্তব্ধ করে দিয়েছে এই মহামারী করোনার কারণে কয়েন মার্কেট গুলোতেও কয়েনের দাম দিন দিন হ্রাস পাচ্ছে করোনার কারণে অর্থনৈতিক দিক দিয়ে ক্ষতি হয়ে যাচ্ছে এই ফোরামের সিনিয়র ভাইরা নিয়মিত একটিভ না থাকার কারণে আমাদের এই ফ্রম এগিয়ে নিয়ে যেতে অনেকটা কষ্টকর হয়ে গেছে এটার জন্য মহামারী করোনায় সবচেয়ে দায়ী যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে সিনিয়র ভাইদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি অবশ্যই সাহায্য করে থাকবেন ধন্যবাদ এই ফর্ম এর সকল সিনিয়ার ভাইদের
Title: Re: করোনার কারণে ফোরামের ক্ষতি
Post by: sky20 on October 19, 2020, 06:46:49 PM
আপনার কথায় অবশ্যই যুক্তি আছে কারণ এই ভয়াবহ মহামারীর কারণে অনেকেই অকালে প্রাণ হারিয়েছেন ।বিশ্বের সব জায়গায় এর ভয়াল থাবা লক্ষ লক্ষ মানুষের প্রাণ কেড়ে নিয়েছে এ অবস্থায় আমাদের ফোরামে অনেকেই থাকতে পারে এটা অস্বাভাবিক কিছু না। আর সেজন্য অবশ্যই আমাদের অনেক ক্ষতি হয়েছে বলে আমি মনে করি।
Title: Re: করোনার কারণে ফোরামের ক্ষতি
Post by: Coin63@ on October 19, 2020, 06:49:10 PM
করণা ভাইরাসের কারণে শুধু বাংলাদেশে নয় সারা বিশ্বের অনেক ক্ষতি হয়েছে।মহামারী করোনাভাইরাস এর কারণে অনেক মানুষ মৃত্যুবরণ করেছেন আমরা যদি লক্ষ করি এদের মধ্যে ফোরামের অনেক মেম্বার আছে। এতে আমরা অনেক ক্ষতিগ্রস্ত। আশা করি সারাবিশ্ব আবার আগের অবস্থায় ফিরে আসবে।
ক্রিপ্টোকারেন্সি করোনামুক্ত। দেখুন তো করোনা অ্যাটাক করার আগে ক্রিপ্টোকারেন্সি তে ডাল সিজন ছিল । এখন করোনা সম্পূর্ণ পৃথিবীতে বিরাজ করছে কিন্তু দেখুন ক্রিপ্টোকারেন্সি মার্কেট সম্পূর্ণ করোনামুক্ত না হলে কিভাবে মার্কেট আগের চেয়ে ভালো হলো।
Title: Re: করোনার কারণে ফোরামের ক্ষতি
Post by: sky20 on October 21, 2020, 12:25:35 PM
করনোর কারনে ফোরামের তেমন কোন ক্ষতি হয়েছে বলে আমার মনে হয় না। কারন যখন ইউরোপ আমেরিকাতে লক্ষ লক্ষ মানুষ মারা যাচ্ছে প্রতি দিন তখন আমি দেখেছি প্রচুর পরিমান পোস্ট হচ্ছে যদিও এখানকার চেয়ে কম কিন্তু সেটি তারপর বেশি ছিল আমার মনে হয়। তাই আমার মতে কোন ক্ষতি হয়নি।
Title: Re: করোনার কারণে ফোরামের ক্ষতি
Post by: Fawpac2 on October 21, 2020, 12:30:31 PM
করোনার কারণে ফোরামের কোনো ক্ষতি হয়নি। বর্তমানে করোনাভাইরাস এই ফোরামের কোন ক্ষতি করতে পারিনি।
Title: Re: করোনার কারণে ফোরামের ক্ষতি
Post by: Rubel007 on October 22, 2020, 01:27:06 PM
করোনার কারনে ফোরামে সেই রকম ক্ষতি হয়নি। কারণ ফোরামের কাজ ঘরে বসে করতে হয়। এর মধ্যেও যদি কোন ক্ষতি হয় তাহলে কিছু করার নেই। এটি একটি ভায়াবহ মহামারি। সবাইকে সর্তক থাকতে হবে।
Title: Re: করোনার কারণে ফোরামের ক্ষতি
Post by: ranaprime on October 28, 2020, 06:26:44 AM
করোনার কারনে আমাদের ক্ষতি হয়েছে এটা অস্বিকার করার কিছুই নেই। বিশ্ব যেখানে বিপর্যস্থ সেখানে এটা বলা সমিচিন হবে না যে আমাদের ক্ষতি হয় নি। অবশ্যই হয়েছে তুলনা মুলক কম। আমাাদের যারা সহকর্মী আছেন হইতো অনেক কেই চিনি না। হইতো অনেকেই আমাদের মাঝে নেই। এই হিসেবে অবশ্যই আমাদের ফোরামের ক্ষতি হয়েছে তা মানতেই হবে।
Title: Re: করোনার কারণে ফোরামের ক্ষতি
Post by: Goblin on October 28, 2020, 07:24:26 AM
এই মহামারী করোনার কারণে কয়েক কোটি মানুষ আক্রান্ত হয়েছে এবং মৃত্যুবরণ করেছে লক্ষাদিক মানুষ আমার মনে হয় এর মধ্যে ফোরামের অনেক লোক রয়েছে। যার কারণে এই ফোরামে অনেক লোককে অ্যাক্টিভ পাচ্ছি না জারা উচ্চ পদে স্থানে আছে এরা একটিভ না থাকায় ফোরামের অনেক ক্ষতি হয়ে গেছে যার কারণে ফোরাম টাকে বেশি বেশি এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না আমাদের তাই ফোরাম এগিয়ে না যাওয়ার পিছনে করোনার হাত রয়েছে। এ সম্পর্কে আপনাদের মতামত জানতে চাই
বর্তমান সময়ে এই মহামারী করোনাভাইরাস এর জন্য পরা ফোরামে ও মার্কেটে অনেক বড় ক্ষতির প্রভাব ফেলেছে। এই করোনা ভাইরাস এর জন্য আমাদের সেকশনের অনেক বড় বড় ইউজার ভাইরা সেকশন ছেড়ে চলে  যাচ্ছে। ফোরামে আগের মতো এখন আর কোন পোস্ট হয় না। নতুন কোন বিষয় নিয়ে আলোচনা হয় না। নতুন কোন টপিক খোলা হয় না। আমরা নতুন করে কিছু শিখতে পারছি না। আমরা চাই নতুন করে অনেক কিছু শিখতে। এই করোনাভাইরাস থেকে জানো আমাদের সবাইকে মুক্ত রাখে। সবাই সতর্ক হয়ে থাকবো।
Title: Re: করোনার কারণে ফোরামের ক্ষতি
Post by: mahid on October 28, 2020, 11:04:01 AM
হা কিছু কিছু ক্ষেত্রে এক্টিভিটি কমে গেছে। যে আমাদের জন্য বিশাল ক্ষতি। আশা করছি সামনে পরিস্থিতি একটু ঠিক হলের আমরা আবার ফোরামকে আগের মতো এগিয়ে নিতে পারবো।
করোনা যখন প্রথম দিকে হানা দিয়েছিল তখন মানুষ ততটা সচেতন ছিল না। কিছুদিন যাওয়ার পর বেশির ভাগ মানুষ সচেতনতা অবলম্বন করেছে তখনই যখন মৃত্যুর মিছিল শুরু হয়েছিল। আর ঠিক সেই সময়ে আমরা দেখেছি যে আমাদের ফোরামে একটিভিটি অনেক কম ছিল এখনকার ন্যায়। কাজেই বলতে হবে করোনায় ফোরামের ক্ষতি হয়েছে।
Title: Re: করোনার কারণে ফোরামের ক্ষতি
Post by: Oliva merry on October 28, 2020, 11:12:45 AM
এই মহামারী করোনার কারণে কয়েক কোটি মানুষ আক্রান্ত হয়েছে এবং মৃত্যুবরণ করেছে লক্ষাদিক মানুষ আমার মনে হয় এর মধ্যে ফোরামের অনেক লোক রয়েছে। যার কারণে এই ফোরামে অনেক লোককে অ্যাক্টিভ পাচ্ছি না জারা উচ্চ পদে স্থানে আছে এরা একটিভ না থাকায় ফোরামের অনেক ক্ষতি হয়ে গেছে যার কারণে ফোরাম টাকে বেশি বেশি এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না আমাদের তাই ফোরাম এগিয়ে না যাওয়ার পিছনে করোনার হাত রয়েছে। এ সম্পর্কে আপনাদের মতামত জানতে চাই
করোনায় সারা পৃথিবী উলটপালট করে দিয়েছে। কোটি কোটি মানুষ আক্রান্ত হয়েছে এবং লাখ লাখ মানুষ মৃত্যুবরণ করেছে। আর যারা ইনভেস্ট করে ব্যবসা-বাণিজ্য করে তারা ইনভেস্ট করতে ভয় পাচ্ছে দেশের অবস্থা ভালো না। সব মিলিয়ে এই ফোরামে এক্টিভিটিস কম দেখা যায়।
Title: Re: করোনার কারণে ফোরামের ক্ষতি
Post by: Crypto_Somrat on October 28, 2020, 02:34:55 PM
করোনার কারনে সারা পৃথিবীর মানুষ লক্ষ্য লক্ষ্য মানুষ মারা গেছে আর কোটি কোটি মানুষ আক্রান্ত হচ্ছে।করোনার কারনে মার্কেট এর অবস্থা অনেক খারাপ অবস্থায় আছে।করোনা কুমলে হয়তো আবারও মার্কেট ভালো হওয়ার সম্ভাবনা আছে বলে আশা প্রকাশ করছি।
জি ভাই আপনি একদম ঠিক বলেছেন এই মহামারী করোনার কারণে সারাবিশ্বে কোটি কোটি মানুষ মারা গিয়েছে এবং আক্রান্ত হয়েছে অনেক যাদের মধ্যে কিছু মানুষ ছিল যারা আমাদের এই ক্রিপ্ট জগৎ এর সাথে জড়িত যাদেরকে আমরা করোনার কারণে হারিয়ে ফেলেছি যার কারণে ফোরামের অনেক ক্ষতি হয়েছে আশা করি করণা ফুরিয়ে গেলে আমাদের এই ফোরাম অনেক এগিয়ে যাবে।
Title: Re: করোনার কারণে ফোরামের ক্ষতি
Post by: kulkhan on October 28, 2020, 04:27:22 PM
করোনা মহামারী পরিস্থিতিতে প্রায় সব সেক্টরই ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের ফোরাম ও এর বাইরে না। এখানে বিশ্বের অনেক দেশের অনেক লোক কাজ করে। অনেকে করোনায় আক্রান্ত হয়েছে এ জন্য ফোরামে তাদের উপস্থিতি কমে গেছে। আমি প্রাথনা করি সবাই করোনার প্রভাব কাটিয়ে আবার ফোরামে ফরবে এবং ফোরাম আবার আগের মত প্রান ফিরে পাবে। 
Title: Re: করোনার কারণে ফোরামের ক্ষতি
Post by: XM8 on October 28, 2020, 04:42:21 PM
এই মহামারী করোনার কারণে কয়েক কোটি মানুষ আক্রান্ত হয়েছে এবং মৃত্যুবরণ করেছে লক্ষাদিক মানুষ আমার মনে হয় এর মধ্যে ফোরামের অনেক লোক রয়েছে। যার কারণে এই ফোরামে অনেক লোককে অ্যাক্টিভ পাচ্ছি না জারা উচ্চ পদে স্থানে আছে এরা একটিভ না থাকায় ফোরামের অনেক ক্ষতি হয়ে গেছে যার কারণে ফোরাম টাকে বেশি বেশি এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না আমাদের তাই ফোরাম এগিয়ে না যাওয়ার পিছনে করোনার হাত রয়েছে। এ সম্পর্কে আপনাদের মতামত জানতে চাই
হ্যাঁ ভাই আমারও সেটাই মনে হয়। করনা ভাইরাসের কারণে অনেক সিনিয়র ভাই যারা অনেক বড় বড় পদে ছিলেন তারা অ্যাক্টিভ থাকছেন না যার ফলে ফোরাম  টা কে জুনিয়র মেম্বার এর মাধ্যমে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। তাই বলা যায় এই ফোরাম এগিয়ে না যাওয়ার পিছনে করোনাভাইরাস এর হাত আছে।
Title: Re: করোনার কারণে ফোরামের ক্ষতি
Post by: Mrkadir85 on October 28, 2020, 04:43:53 PM
সারা পৃথিবী জুড়ে মহামারী করোনার কারণে কয়েক লক্ষ মানুষ মৃত্যুবরণ করেছে এবং কয়েক কোটি মানুষ এই মহামারীতে আক্রান্ত হয়েছে। এ কারণে ফোরামের কিছু সদস্য হয়তো মৃত্যুবরণ করেছে। এতে করে ফোরামের মেম্বার সংখ্যা কিছু কমলেও তার চেয়ে বেশি সদস্য বেড়েছে। কারণ এই মহামারীর কারণে কোটি কোটি মানুষ কর্মসংস্থান হারিয়ে বেকার হয়ে পড়েছে। তাই অনেকেই কিছুটা হলেও অর্থনৈতিক লাভের আশায় মানুষ ক্রিপ্টোকারেন্সির দিকে ঝুঁকছে। আগের চেয়ে ফোরামে অ্যাক্টিভিটি অনেক বেশি। তাই বলতে পারি ভয়াবহ করোনার কারণে ফোরামের ক্ষতি হয়নি বরং ফোরাম আরোও জনপ্রিয়তা লাভ করেছে ।বিশেষ করে বাংলা লোকাল থ্রেডে।
Title: Re: করোনার কারণে ফোরামের ক্ষতি
Post by: Casual on October 29, 2020, 03:13:33 AM
করনোর কারনে ফোরামের তেমন কোন ক্ষতি হয়েছে বলে আমার মনে হয় না। কারন যখন ইউরোপ আমেরিকাতে লক্ষ লক্ষ মানুষ মারা যাচ্ছে প্রতি দিন তখন আমি দেখেছি প্রচুর পরিমান পোস্ট হচ্ছে যদিও এখানকার চেয়ে কম কিন্তু সেটি তারপর বেশি ছিল আমার মনে হয়। তাই আমার মতে কোন ক্ষতি হয়নি।

আপনি ঠিক বলেছেন ব্রো। আমি ভেবেছিলাম করোনা সময় বোধহয় ক্রিপ্টোকারেন্সি মার্কেট একদম নিচে নেমে যাবে। কিন্তু তেমনটা ক্ষতি করতে পারেনি।
Title: Re: করোনার কারণে ফোরামের ক্ষতি
Post by: Nusrat on October 29, 2020, 03:38:31 AM
সারা বিশ্বে মহামারী করোনা ভাইরাসের কারণে ফোরামে অনেক ক্ষতি হয়েছে। তাই আমাদের সকলকে বেশি বেশি ফোরামে কাজ করতে হবে।
Title: Re: করোনার কারণে ফোরামের ক্ষতি
Post by: Jaya60 on October 30, 2020, 10:27:35 AM
করনোর কারনে ফোরামের তেমন কোন ক্ষতি হয়েছে বলে আমার মনে হয় না। কারন যখন ইউরোপ আমেরিকাতে লক্ষ লক্ষ মানুষ মারা যাচ্ছে প্রতি দিন তখন আমি দেখেছি প্রচুর পরিমান পোস্ট হচ্ছে যদিও এখানকার চেয়ে কম কিন্তু সেটি তারপর বেশি ছিল আমার মনে হয়। তাই আমার মতে কোন ক্ষতি হয়নি।

আপনার কথা গুলির সাথে আমার হুবহু মিল আছে। আসলে ফোরামের কোনো ক্ষতি হয়নি বেশ কিছুদিন আগের থেকে এখন আরো ভালো আছে ফোরাম।
Title: Re: করোনার কারণে ফোরামের ক্ষতি
Post by: ranaprime on October 31, 2020, 05:41:18 AM
এই মহামারী করোনার কারণে কয়েক কোটি মানুষ আক্রান্ত হয়েছে এবং মৃত্যুবরণ করেছে লক্ষাদিক মানুষ আমার মনে হয় এর মধ্যে ফোরামের অনেক লোক রয়েছে। যার কারণে এই ফোরামে অনেক লোককে অ্যাক্টিভ পাচ্ছি না জারা উচ্চ পদে স্থানে আছে এরা একটিভ না থাকায় ফোরামের অনেক ক্ষতি হয়ে গেছে যার কারণে ফোরাম টাকে বেশি বেশি এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না আমাদের তাই ফোরাম এগিয়ে না যাওয়ার পিছনে করোনার হাত রয়েছে। এ সম্পর্কে আপনাদের মতামত জানতে চাই
করোনার কারনে শুধু ফোরামের ক্ষতি নয় সারা বিশ্বের ক্ষতি হয়েছে। যদিও সরাসরি আমাদের তেমন বড় ধরনের বাধা বিপর্যয় আসেনি তবুও আমি মনে করি আমাদেরও অসীম ক্ষতি হয়েছে। এই করনাতে হতে পারে আমাদের ক্রিপ্টোবিনিয়োগকারীর অনেকেই হইত নেই। কারন সারা বিশ্বে প্রচুর লোক মারা গেছে এদের মধ্যে আমাদের রিলেটেড অনেক থাকতে পারে। এটি চোখে না পড়লেও এর ভোগান্তি ধীরে ধীরে টের পাওয়া যাবে। আমি চাই মহান আল্লাহ আমাদের সাবই কে সুস্থ রাখুন।
Title: Re: করোনার কারণে ফোরামের ক্ষতি
Post by: Rafiq on October 31, 2020, 03:33:28 PM
করোনার কারণে প্রথমদিকে ক্রিপ্টোজগতে কিছুটা প্রভাব পড়েছিল ঠিকই কিন্তু পরবর্তীতে খুব দ্রুত সেটা রিকভারী হয়েছে। এটা ঠিক করোনা মহামারীতে ইতোমধ্যে বিশ্বের কয়েক কোটি লোক আক্রান্ত হয়েছেন, এর মধ্যে কয়েক লক্ষ লোক মারা গেছেন; এদের মধ্যে কিছু সংখ্যক ক্রিপ্টো রিলেটেড থাকতে পারেন, যাদের জন্য ক্রিপ্টোতে কিছুটা প্রভাব পড়তেই পারে।
Title: Re: করোনার কারণে ফোরামের ক্ষতি
Post by: Crypto_Somrat on October 31, 2020, 05:29:53 PM
করোনার কারণে প্রথমদিকে ক্রিপ্টোজগতে কিছুটা প্রভাব পড়েছিল ঠিকই কিন্তু পরবর্তীতে খুব দ্রুত সেটা রিকভারী হয়েছে। এটা ঠিক করোনা মহামারীতে ইতোমধ্যে বিশ্বের কয়েক কোটি লোক আক্রান্ত হয়েছেন, এর মধ্যে কয়েক লক্ষ লোক মারা গেছেন; এদের মধ্যে কিছু সংখ্যক ক্রিপ্টো রিলেটেড থাকতে পারেন, যাদের জন্য ক্রিপ্টোতে কিছুটা প্রভাব পড়তেই পারে।
জি ভাইয়া আপনি ঠিক বলেছেন, করোনার কারণে ক্রিপ্টো জগত এ অনেকটাই প্রভাব পড়েছিল কিন্তু খুব তাড়াতাড়ি সেটা আবার রিকভারীও হয়েছে। এই মহামারিতে সারাবিশ্বে অনেক মানুষ মারা গিয়েছেন, এবং আক্রান্তও হয়েছেন। যাদের অনেকেই ক্রিপ্টো রিলেটেড যার কারণে প্রথমদিকে প্রভাবটা ভালোই পড়েছিল।
Title: Re: করোনার কারণে ফোরামের ক্ষতি
Post by: Ak600 on October 31, 2020, 07:04:07 PM
জি ভাই আমি আপনার কথার সাথে সহমত পোষণ করছি করণা মহামারীর কারণে ফোরামে কিছুটা ক্ষতি হয়েছে ইনশাআল্লাহ আমার মনে হয় এটা ঠিক হয়ে গেছে কারণ প্রথম দিকে যে ফোরামের জগতে বড় বড় রিলেটেড মানুষগুলো থেমে গিয়েছিল কিন্তু এখন আবার তা পুনরায় ফিরে আসতে পেরেছে ইনশাআল্লাহ এই ফোরাম আস্তে আস্তে এগিয়ে যাবে ধন্যবাদ
Title: Re: করোনার কারণে ফোরামের ক্ষতি
Post by: Blue_sea on November 01, 2020, 03:01:12 AM
করোনায় আমাদের ফোরামের যে ক্ষতি হয়েছে তা অপরিসীম। এই ক্ষতি আর পুশিয়ে নেওয়া সম্ভব না। তবে আমাদের চেস্টা থাকতে হবে। যতটা সম্ভব এগিয়ে যাওয়ার।
Title: Re: করোনার কারণে ফোরামের ক্ষতি
Post by: Triedboy on November 26, 2020, 12:52:54 AM
করোনায় আমাদের ফোরামের যে ক্ষতি হয়েছে তা অপরিসীম। এই ক্ষতি আর পুশিয়ে নেওয়া সম্ভব না। তবে আমাদের চেস্টা থাকতে হবে। যতটা সম্ভব এগিয়ে যাওয়ার।

আসলে ভাই আমি মনে করি করোনার কারণে আমাদের এই ফোরামের তেমনটা কোনো ক্ষতি হয়নি।বর্তমানেও কিন্তু করো না আবারও বৃদ্ধি পাচ্ছে তারপরেও কিন্তু মার্কেটের প্রজেকশন আস্তে আস্তে অনেক ভালোর দিকে এগিয়ে যাচ্ছে।
Title: Re: করোনার কারণে ফোরামের ক্ষতি
Post by: Primo1760 on November 26, 2020, 12:59:13 AM
করোনার কারোনে বিটকয়েন ওর উপর কোন প্রোভাব আছে কিনা, আমি মনে করি নাহ।
@Dj01864 শুধু শুধু পোষ্ট বাড়ানোর জন্য পোস্ট করছেন কেন। আপনি পোস্টটি পড়ুন আর মন বুঝ না যে কি কমেন্ট করেছেন। পোস্টটিতে ছিল করোনার কারণে ফোরামের ক্ষতিগ্রস্ত তার কারণ কি ।আর করোনার কারণে আপনি বিটকয়েন এর উপর এর প্রভাব নিয়ে কথা বলেছেন। পোস্ট করার ক্ষেত্রে এই সমস্ত বিষয়গুলো খেয়াল করবেন।
Title: Re: করোনার কারণে ফোরামের ক্ষতি
Post by: XM8 on December 05, 2020, 05:43:32 PM
আমারও সেটাই মনে হয় করণা বর্তমানে বিশ্বে মহামারী আকার ধারণ করেছে। এবং এই মহামারিতে পড়ে আমাদের এই ফোরামের হয়তো কিছু সংখ্যক মেম্বার আক্রান্ত হয়েছে এবং কিছুসংখ্যক মেম্বারের মাঝে আতঙ্ক বিরাজ করছে যার খারাপ প্রভাব টা আমাদের এই ফোরামের উপর পড়ছে। এবং আমাদের প্রাইভেটে অনেক ক্ষতি হয়েছে।
Title: Re: করোনার কারণে ফোরামের ক্ষতি
Post by: Herry on December 07, 2020, 05:43:43 AM
ভাই আপনি ঠিকই বলেছেন এই মহামারী করোনার কারণে আমাদের এই ফোরামের অনেক ক্ষতি হয়ে গেছে এই মহামারী করোনা তে অনেক মানুষ মারা গেছেন এবং অনেক মানুষ আক্রান্ত হয়েছেন এদের মধ্যে আমাদের এই ফোরামের অনেক মানুষ থাকতে পারে আমাদের এই ফোরামের অনেক উচ্চ পদ স্থানের মেমবার একটিভ পাওয়া যায় না আমাদের এই ফোরামের সিনিয়র এবং তাদের উপরের মেম্বার গুলো একটিভ না থাকায় ফোরাম টাকে এগিয়ে নিয়ে যেতে সমস্যা সৃষ্টি হচ্ছে সেই জন্য আমাদের সবাইকে একসাথে মিলে কাজ করতে হবে যাতে আমরা এখান থেকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে পারি।
Title: Re: করোনার কারণে ফোরামের ক্ষতি
Post by: Kangaro45 on December 07, 2020, 06:34:58 AM
করণা মহামারীর কারণে সারা পৃথিবীর অর্থনীতি ব্যাপকভাবে ক্ষতি সাধিত হয়েছে। তবে এটি ক্রিপ্টোকারেন্সির ওপর প্রভাব ফেলতে পারেনি। এ সময়ে ক্রিপ্টোকারেন্সি সারা পৃথিবীর মানুষের কাছে আরও জনপ্রিয় হয়ে উঠেছে। ক্রিপ্টোকারেন্সি মার্কেট আগের থেকে বর্তমানে অনেক ভালোর দিকে যাচ্ছে।
Title: Re: করোনার কারণে ফোরামের ক্ষতি
Post by: Mr.Eit on December 07, 2020, 08:42:21 AM
করোনার কারনে সারা পৃথিবীর মানুষ লক্ষ্য লক্ষ্য মানুষ মারা গেছে আর কোটি কোটি মানুষ আক্রান্ত হচ্ছে।করোনার কারনে মার্কেট এর অবস্থা অনেক খারাপ অবস্থায় আছে।করোনা কুমলে হয়তো আবারও মার্কেট ভালো হওয়ার সম্ভাবনা আছে বলে আশা প্রকাশ করছি।
হ্যা এটা ঠিক বলেছেন। ২০২০সালে অনেক সমস্যা হয়েছে ক্রিপ্টোকারেন্সি অনেক বড় ক্ষতি হয়েছে। কিন্তু শেষের কয়েক মাসে বিটকয়েন এর দাম অনেক বেড়েছে। তাই বলা যায় সামনের দিন গুলোতে আরও ভালো  হবে ইনশাআল্লাহ।
Title: Re: করোনার কারণে ফোরামের ক্ষতি
Post by: Retina on December 07, 2020, 08:43:39 AM
করনার কারনে এই ফরামের অনেক দক্ষ মানুষ মারা গেসে যারা ফরামের জিন্যে অনেক কাজ করেছে, তাদের আইডি গুলাও থেকে গেছে কিন্তু তারা ইন্যাক্টিভ, এটা এই ফরামের জন্যে অনেক ক্ষতির কারণ।
Title: Re: করোনার কারণে ফোরামের ক্ষতি
Post by: XM8 on December 07, 2020, 09:59:14 AM
করোনার কারনে সারা পৃথিবীর মানুষ লক্ষ্য লক্ষ্য মানুষ মারা গেছে আর কোটি কোটি মানুষ আক্রান্ত হচ্ছে।করোনার কারনে মার্কেট এর অবস্থা অনেক খারাপ অবস্থায় আছে।করোনা কুমলে হয়তো আবারও মার্কেট ভালো হওয়ার সম্ভাবনা আছে বলে আশা প্রকাশ করছি।
আপনার সাথে আমি একমত বর্তমানে করণা পৃথিবীতে মহামারী আকার ধারণ করেছে। যার ফলে লাখ লাখ মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। হয়তো এই ফোরামের অনেক ভাইয়েরা এই ভাইরাসে আক্রান্ত হয়েছে আবার হয়তো অনেক ভাইরা আতঙ্কে এই ফোরামে আনএক্টিভ থাকছে। তাই আমার মনে হয় করোনার কারণে ফোরামের অনেকটা ক্ষতির মুখে পড়েছে।
Title: Re: করোনার কারণে ফোরামের ক্ষতি
Post by: Istiak on December 07, 2020, 10:23:28 AM
এই মহামারী করোনার কারণে কয়েক কোটি মানুষ আক্রান্ত হয়েছে এবং মৃত্যুবরণ করেছে লক্ষাদিক মানুষ আমার মনে হয় এর মধ্যে ফোরামের অনেক লোক রয়েছে। যার কারণে এই ফোরামে অনেক লোককে অ্যাক্টিভ পাচ্ছি না জারা উচ্চ পদে স্থানে আছে এরা একটিভ না থাকায় ফোরামের অনেক ক্ষতি হয়ে গেছে যার কারণে ফোরাম টাকে বেশি বেশি এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না আমাদের তাই ফোরাম এগিয়ে না যাওয়ার পিছনে করোনার হাত রয়েছে। এ সম্পর্কে আপনাদের মতামত জানতে চাই
প্রকৃত পক্ষে এটা জানার কোনো উপায় নাই। আর আমার এমনিতেও মনে হয়না করোনার জন্যে এরকম হয়েছে। এই ফোরাম এ যারা একটিভিটি দেখায় তাদের অধিকাংশই এইখানে আছে rank বাড়ানোর জন্য যাতে করে signature ক্যাম্পেইন করতে পারে। ফোরামে ভালো ভালো বাউন্টি প্রজেক্ট না আসার জন্যে অনেকেই ফোরাম ছেড়ে অন্য কাজে যুক্ত হয়েছে।
Title: Re: করোনার কারণে ফোরামের ক্ষতি
Post by: Maxtel on December 07, 2020, 10:30:10 AM
হা কিছু কিছু ক্ষেত্রে এক্টিভিটি কমে গেছে। যে আমাদের জন্য বিশাল ক্ষতি। আশা করছি সামনে পরিস্থিতি একটু ঠিক হলের আমরা আবার ফোরামকে আগের মতো এগিয়ে নিতে পারবো।
।   


করোনা ভাইরাসের কারণে সারা পৃথিবী জুড়ে অনেক মানুষ মৃত্যুবরণ করেছে এর মধ্যে কিছু ফোরামের সদস্য ও রয়েছে।এর ফলে ফোরামের কিছু খতি হয়েছে এটা ঠিক কিন্তু এর প্রভাব ফোরামে ফেলতে পারেনি।এই করোনা ভাইরাসের সময় ফোরামে নতুন ইউজার আরো বৃদ্ধি পেয়েছে।ক্টৃপ্টকারেনসী পৃথিবী জুড়ে যেখানে জনপ্রিয়তায় ভাটা পড়ার কথা সেখানে জনপ্রিয়তা আরো বৃদ্ধি পেয়েছে।
Title: Re: করোনার কারণে ফোরামের ক্ষতি
Post by: Monster5 on December 07, 2020, 10:33:45 AM
হাবাই সর্বপ্রথম যখন করোনার জন্য ফোরামে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছিল তখন সবকিছুর দাম কমে গিয়েছিল কিন্তু এখন বর্তমান সবকিছুর দাম দিন দিন বৃদ্ধি পাচ্ছেভবিষ্যতে এটি আরও ভালো হবে বলে আশা করা যায় আপনাকে অনেক ধন্যবাদ এই সুন্দর পোস্টটি করার জন্য ।
Title: Re: করোনার কারণে ফোরামের ক্ষতি
Post by: Ricky on December 07, 2020, 11:35:40 AM
করোনাভাইরাস এর প্রথম দিকে ক্রিপ্টোকারেন্সি এর উপর কিছুটা প্রভাব পড়লেও খুব দ্রুতই তা কাটিয়ে উঠেছে এই ক্রিপ্টোকারেন্সি। এবং এখনো থেমে নেই। একেবারেই প্রভাব পড়ে নাই সেটা বলা যাবে না প্রথম দিকে একটু প্রভাব পড়েছিল। এখন ক্রিপ্টোকারেন্সি মার্কেট অনেক উন্নতির দিকে আশা করা যাচ্ছে ভবিষ্যতে আরও উন্নতি হবে।
Title: Re: করোনার কারণে ফোরামের ক্ষতি
Post by: Jaya60 on December 16, 2020, 01:16:42 AM
করণা ভাইরাসের কারণে প্রথমদিকে মার্কেট একটু ডাউন হয়েছিল। তখন যে সকল ভাইয়েরাক্রিপ্টোকারেন্সি তে কাজ করেছে তারা সবাই ভেবেছিল হয়তো মার্কেট বুঝি শেষ হয়ে যাবে। কিন্তু মার্কেট শেষ হয়ে যায়নি বরং আরো বৃদ্ধি পেয়েছে।বৃদ্ধি পাওয়ার কয়েকটি কারণ হচ্ছে অনেক বিজ্ঞানী ধারণা করেছে যে টাকার মাধ্যমে করোনাভাইরাস সবথেকে বেশি ছড়ায় যে কারণে তারা আর টাকা হাত দিয়ে ধরছে না তারা বিটকয়েনের মাধ্যমে লেনদেন করছে। এজন্য ক্রিপ্টোকারেন্সি মার্কেট আরো উন্নত হয়েছে।
Title: Re: করোনার কারণে ফোরামের ক্ষতি
Post by: Clearman on December 16, 2020, 02:29:15 AM
আমার মনে হয় না যে করোনার কারণে ফোরামের কোন ক্ষতি হয়েছে কারণ করো না থাকাকালীন সময়ে বিটকয়েনের দাম অনেক বৃদ্ধি পেয়েছে। যদি করোনার প্রভাব ফোরামের ভিতরে পড়তো তাহলে বিটকয়েনের দাম এভাবে কখনও বৃদ্ধি পেত না। করোনার কারণে সুবিধা হয়েছে যে সকল সময় অনলাইনে মানুষের সময় দিতে পারছি লকডাউন অবস্থায় মানুষ বাহিরে বের হতে পারে নাই। যার কারণে অনলাইনে সময় বেশি পাওয়া গেছে।
Title: Re: করোনার কারণে ফোরামের ক্ষতি
Post by: Rony on December 16, 2020, 02:36:25 AM
করোনার কারণে ফোরামের ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। করোনার সময় অনেক মানুষ করোনায় আক্রান্ত হয়েছে যারা ফোরামে কাজ করতো। এছাড়াও অনেক মানুষ মারা গেছে। করানোর সময় ফোরামে অ্যাক্টিভিটি অনেকটাই কমে গেছে। এমন কি ফোরামের সিনিয়র ভাইদের ও অ্যাক্টিভিটি কম ছিল।
Title: Re: করোনার কারণে ফোরামের ক্ষতি
Post by: Sasa on December 16, 2020, 02:38:48 AM
হ্যাঁ ভাই আপনি ঠিকই বলেছেন এই মহামারী করোনার কারণে আমাদের এই ফোরামের অনেক ক্ষতি হয়ে গেছে আবারো করোনার প্রভাব বেড়ে গেছে এই অবস্থা আর যদি চলতে থাকে তাহলে আমরা অনেক বড় সমস্যায় পড়ে যাব এবং আমাদের ফোরামের অনেক বেশী ক্ষতি হয়ে যাবে
Title: Re: করোনার কারণে ফোরামের ক্ষতি
Post by: Sumaiya2 on December 16, 2020, 02:44:33 AM
ফোরামে করোনার প্রভাব অবশ্যই পড়েছে কারণ প্রথমে যখন দেখেছি অনেক বড় বড় রেংকের মানুষ অ্যাক্টিভ ছিল কিন্তু তারা বর্তমান একটিভ থাকে না আমার মনে হয় তাদের করোনা পজেটিভ। এজন্য মনে হয় যে ফোরামে করোনার প্রভাব অবশ্যই পড়েছে।
Title: Re: করোনার কারণে ফোরামের ক্ষতি
Post by: Angel jara on December 16, 2020, 03:58:34 PM
করোনার সময় ফোরামের অনেক ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। কারণ কখনো সময় অ্যাক্টিভিটি ততটা ভাল ছিলনা, আবার অনেক লোক মারা গিয়েছে যারা এই ফোরামের সাথে যুক্ত ছিল। করণা পজিটিভ থাকার কারণে অনেকে ঠিকমতো একটিভ হতে পারেনি। এই সময় ফোরামের সদস্য কমে গিয়েছিল। করোনার সময় ফোরামের ক্ষতির সম্মুখীন হতে হয়েছে এর দায়ী হিসেবে মহামারী করোনাভাইরাস কে দায়ী করা হয়।
Title: Re: করোনার কারণে ফোরামের ক্ষতি
Post by: Akhi600 on December 16, 2020, 04:27:34 PM
হ্যাঁ আপনি ঠিকই বলেছেন করোনার কারণে উচ্চ ধরনের মেম্বার তাদেরকে অ্যাক্টিভিটি দেখা যাচ্ছে না তাই আমার মনে হয় করোনার কারণে তারা হয়তো থমকে গেছে। করোনার কারণে হাজার হাজার মানুষ মারা গেছে এবং অসুস্থ হয়েছে তাই মার্কেটের পরিণত কিছু খারাপ হয়েছে এ কারণে ফোরামের কিছু ক্ষতি হয়েছে।
Title: Re: করোনার কারণে ফোরামের ক্ষতি
Post by: Tamsialu$$ on December 17, 2020, 12:26:30 AM
করোনার কারণে আসলে আমরা ফোরামের ক্ষতি হয়েছে সেটা কিন্তু দেখতে পাচ্ছি না।করণা থাকাকালীনই আসলে দেখলাম বিটকয়েনের প্রাইস এতটা বৃদ্ধি পেল। কিন্তু হঠাৎ করেই যে 20000 ডলার অতিক্রম করল বিটকয়েন প্রাইস এটার কারণ কি দয়াকরে সিনিয়র ভাইয়েরা মন্তব্য করবেন।
Title: Re: করোনার কারণে ফোরামের ক্ষতি
Post by: Tamsialu$$ on December 17, 2020, 12:27:36 AM
করণা ভাইরাসের কারণে প্রথমদিকে মার্কেট একটু ডাউন হয়েছিল। তখন যে সকল ভাইয়েরাক্রিপ্টোকারেন্সি তে কাজ করেছে তারা সবাই ভেবেছিল হয়তো মার্কেট বুঝি শেষ হয়ে যাবে। কিন্তু মার্কেট শেষ হয়ে যায়নি বরং আরো বৃদ্ধি পেয়েছে।বৃদ্ধি পাওয়ার কয়েকটি কারণ হচ্ছে অনেক বিজ্ঞানী ধারণা করেছে যে টাকার মাধ্যমে করোনাভাইরাস সবথেকে বেশি ছড়ায় যে কারণে তারা আর টাকা হাত দিয়ে ধরছে না তারা বিটকয়েনের মাধ্যমে লেনদেন করছে। এজন্য ক্রিপ্টোকারেন্সি মার্কেট আরো উন্নত হয়েছে।

ভাই আপনি অসাধারণ একটি পোস্ট করেছেন আসলে এ কারণে হয়তো বিটকয়েন এর প্রাইস এতটা বৃদ্ধি পাইতেছে। বিটকয়েনের প্রাইস যে হারে বৃদ্ধি পাচ্ছে আসলে 2021 সালে কতটা হবে সেটা নিশ্চিত করে বলা যাচ্ছে না।
Title: Re: করোনার কারণে ফোরামের ক্ষতি
Post by: Damrai5$ on December 17, 2020, 07:09:51 AM
করোনার কারণে ফোরামের কোনো ক্ষতি হয়নি বা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের কোনো ক্ষতি হয়নি। যদি তাই হতো তাহলে বিটকয়েন ও ইথারিয়াম এর প্রাইস এতটা বৃদ্ধি পেত না। ক্রিপ্টোকারেন্সি মার্কেট দেখা যাচ্ছে আগের দিনের মতো ভালো হতে চলছে।
Title: Re: করোনার কারণে ফোরামের ক্ষতি
Post by: Cz Rock on December 17, 2020, 07:50:20 AM
আমি এই ফোরামের নতুন সদস্য হওয়ার কারণে সঠিকভাবে সঠিক মন্তব্য দিতে সমস্যা হয়। এর জন্য কোন ভুল মন্তব্য দিয়ে থাকলে আমাকে ক্ষমা করবেন। করোনার কারণে ফোরমে ব্যাপক পরিমাণ ক্ষতি হয়েছে। করোনার সময় অ্যাক্টিভিটি অনেক কম ছিল। করানোর সময় মার্কেটে অনেকটা ডাউন হয়ে গিয়েছিল।
Title: Re: করোনার কারণে ফোরামের ক্ষতি
Post by: Bitrab on December 17, 2020, 09:11:10 AM
সারা পৃথিবীব্যাপী করোনাভাইরাস এর তাণ্ডব রয়েছে। অনেক দেশ অর্থনৈতিকভাবে ভেঙ্গে পড়েছে।তবে যে দেশে ক্রিপ্টোকারেন্সি বিনিয়োগকারী বেশি সেই দেশগুলো এখনো অনেক বেশি সচল রয়েছে। অর্থাৎ তাদের দেশের অর্থনীতি অনেকটাই উন্নত।আমি মনে করি ক্রিপ্টোকারেন্সি মার্কেটে করোনা ভাইরাসের কারণে কোনো প্রভাব পড়েনি।
Title: Re: করোনার কারণে ফোরামের ক্ষতি
Post by: Jaya60 on December 20, 2020, 12:47:18 AM
সারা পৃথিবীব্যাপী করোনাভাইরাস এর তাণ্ডব রয়েছে। অনেক দেশ অর্থনৈতিকভাবে ভেঙ্গে পড়েছে।তবে যে দেশে ক্রিপ্টোকারেন্সি বিনিয়োগকারী বেশি সেই দেশগুলো এখনো অনেক বেশি সচল রয়েছে। অর্থাৎ তাদের দেশের অর্থনীতি অনেকটাই উন্নত।আমি মনে করি ক্রিপ্টোকারেন্সি মার্কেটে করোনা ভাইরাসের কারণে কোনো প্রভাব পড়েনি।
করোনাভাইরাস যখন নতুন এ পৃথিবীতে আস্তে আস্তে সরে পড়তে শুরু করল তখন কিন্তু দেখা গেছে সকল দেশের অর্থনৈতিক দিক দিয়ে অনেক পিছিয়ে পড়েছে।এজন্য সবাই চিন্তা ভাবনা করেছিল যে হয়তো ক্রিপ্টোকারেন্সি শেষ হয়ে যাবে তারপর দেখা গিয়েছিল যে ক্রিপ্টোকারেন্সি এর ওপরে কোনো প্রভাব পড়ে নাই।বর্তমানে কিন্তু করোনাভাইরাস কিছুটা কমেছে কিন্তু শেষ হয়ে যায় নাই তারপরও কিন্তু দেখা যাচ্ছে দিনদিন মার্কেটের অবস্থা ভালোর দিকে গড়াচ্ছে।
Title: Re: করোনার কারণে ফোরামের ক্ষতি
Post by: Mahindra on December 20, 2020, 06:34:46 AM
করোনার কারনে সারা পৃথিবীর মানুষ লক্ষ্য লক্ষ্য মানুষ মারা গেছে আর কোটি কোটি মানুষ আক্রান্ত হচ্ছে।করোনার কারনে মার্কেট এর অবস্থা অনেক খারাপ অবস্থায় আছে।করোনা কুমলে হয়তো আবারও মার্কেট ভালো হওয়ার সম্ভাবনা আছে বলে আশা প্রকাশ করছি।
আপনি একদম ঠিক কথা বলেছেন ভাই আসলে করোনার কারণে পৃথিবীতে সব মানুষের ক্ষতি হয়েছে এবং লক্ষ লক্ষ মানুষ মারা গেছে কোটি কোটি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে যার কারণে ক্রিপ্টোকারেন্সি মার্কেটগুলো অনেকটা নিচে নেমে গিয়েছিল কিন্তু এখন ক্রিপ্টোকারেন্সি মার্কেটগুলো অনেকটাই বৃদ্ধি পেয়েছে আশা করা যায় ভবিষ্যতে আরো ভালো কিছু হবে।
Title: Re: করোনার কারণে ফোরামের ক্ষতি
Post by: bmw1 on December 20, 2020, 03:21:38 PM
হ্যাঁ করোনার কারণে ফোরামের অনেক ক্ষতি হচ্ছে কারণ করোনায় সারা বিশ্বের মানুষ অনেক মারা গেছে এবং অনেক আক্রান্ত হয়েছে এ অবস্থায় মার্কেট এর দাম অনেক কমে গেছে আর এতে বলা যেতে পারে যে  ফোরামের অনেক ক্ষতি করেছে এবং আশা করতে পারি যে যদি কোন ব্যবস্থা ভাল হয় তাহলে মার্কেট ভালো হবে এবং ভালো দাম হবে।
Title: Re: করোনার কারণে ফোরামের ক্ষতি
Post by: Cz Rock on December 20, 2020, 03:27:33 PM
হ্যাঁ করোনার কারণে ফোরামের ব্যাপক পরিমাণ ক্ষতি হয়েছে। করানোর সময় অ্যাক্টিভিটি একদম কম ছিল। অ্যাক্টিভিটি কম থাকায় বিটকয়েনের দাম এবং মার্কেটপ্লেসের অন্যান্য কয়েনের দাম কমেছিল। করানোর সময় ফোরামের অনেক সদস্য করোনায় আক্রান্ত হয়েছে আবার অনেকে মারা গিয়েছে।
Title: Re: করোনার কারণে ফোরামের ক্ষতি
Post by: Mayajal on December 20, 2020, 06:32:16 PM
মহামারী করোনাভাইরাস পৃথিবী কে হুমকির মুখে রেখেছে এই করোনাভাইরাস ফোরামের অনেক ক্ষতি করেছি। কারণ করোনার কারণে মানুষ আতঙ্কিত হয়ে ফোরামে আসতে পারেনি বিভিন্ন লোকজন আর একটিভ থাকছে বেশি যে কারণে ফোরামের সময় দিতে পারেনি যার কারণে ফোরাম কিছুটা ক্ষতি হয়েছে বলা যায়।
Title: Re: করোনার কারণে ফোরামের ক্ষতি
Post by: johnson on December 20, 2020, 08:32:38 PM
করোনার কারনে ফোরামে প্রচুর ক্ষতি হয়েছে। যা সত্যিকার অর্থে আর কখনো পুরন করা সম্ভব নয়। এই করোনাতে ফোরামের হইতো অনেকেই আমাদের ছেড়ে চলে যেতে পারেন সেক্ষেত্রে আমরা তাদের কে আর ফিরে পাব না যার কারনে আামি মনে করি যে এই মহামারির কারনে আমাদের প্রচুর ক্ষতি হয়েছে।
Title: Re: করোনার কারণে ফোরামের ক্ষতি
Post by: Markuri33 on December 27, 2020, 01:19:26 AM
করোনার কালে দেখা যায় ফোরামের কোন কিছুই হয় নাই।পড় শোনা যাচ্ছে বর্তমানে নাকি নতুন করোনা এসেছে তারপরও কিন্তু মার্কেট থেমে নেই মার্কেট বেড়েই চলছে। বিটকয়েনের প্রাইস বাড়তে বাড়তে বর্তমানে দাঁড়িয়েছে 26500 ডলারের কিছুটা উপরে। যেভাবে বিটকয়েনের প্রাইস বৃদ্ধি পেতে শুরু করেছে বিটকয়েনের প্রাইস বিডি পেতে পেতে যে কতটা হবে সবার কল্পনার কে ছাড়িয়ে যাবে।
Title: Re: করোনার কারণে ফোরামের ক্ষতি
Post by: Lovepro Max on December 27, 2020, 04:30:50 AM
এই মহামারী করোনার কারণে কয়েক কোটি মানুষ আক্রান্ত হয়েছে এবং মৃত্যুবরণ করেছে লক্ষাদিক মানুষ আমার মনে হয় এর মধ্যে ফোরামের অনেক লোক রয়েছে। যার কারণে এই ফোরামে অনেক লোককে অ্যাক্টিভ পাচ্ছি না জারা উচ্চ পদে স্থানে আছে এরা একটিভ না থাকায় ফোরামের অনেক ক্ষতি হয়ে গেছে যার কারণে ফোরাম টাকে বেশি বেশি এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না আমাদের তাই ফোরাম এগিয়ে না যাওয়ার পিছনে করোনার হাত রয়েছে। এ সম্পর্কে আপনাদের মতামত জানতে চাই
হ্যাঁ ভাই আপনি ঠিকই বলেছেন করোনার কারণে আমাদের এই ফোরামের অনেক ক্ষতি হয়ে গেছে আমরা ইদানিং দেখতে পাচ্ছি যে অনেক সিনিয়র মেম্বার কে আর দেখা যাচ্ছে না অনেক উচ্চপদস্থ মেম্বার রয়েছেন যারা আমাদের এই ফোরামে আর একটিভ না থাকায় ফোরামটা কে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না হয়তোবা তারা এই মহামারী করোনায় আক্রান্ত হয়েছেন হয়তোবা তারা এই করোনা তে মারা গিয়েছেন সেই জন্য আমাদের এই ফরমের অনেক বড় ক্ষতি হয়ে গেছে
Title: Re: করোনার কারণে ফোরামের ক্ষতি
Post by: XM8 on December 27, 2020, 12:38:06 PM
করণা বর্তমানে বিশ্বে মহামারী বলে আখ্যায়িত হয়েছে। পুরো পৃথিবীতে এর খারাপ প্রভাব পড়েছে। আমার মনে হয় ফোরামে এরপর অনেক বাজে ভাবে পড়েছে।কারণ এই ধরনের বিভিন্ন কর্মসূচির কারণে আমাদের এই ফোরামের বিভিন্ন সিনিয়র ভাইরা নিয়মিত একটিভ থাকে কাজ করতে পারেননি এবং অনেক ভাই ব্রাদার্স এই মহামারীতে আক্রান্ত হয়েছে যার ফলে ফোরামের জন্য অনেক ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে
Title: Re: করোনার কারণে ফোরামের ক্ষতি
Post by: Riktakhanom on December 27, 2020, 02:41:51 PM
করোনার কারণে ফোরামের অনেক ক্ষতি হয়েছে ক্রিপ্টো মুদ্রা গুলোর দাম কমে যাওয়ার কারণে অনেক মেম্বার ফোরাম ছেড়ে চলে গেছে এবং অনেকে মহামারীর কারণে সব কিছু হারিয়ে হতাশায় দিন কাটাচ্ছে। তবে এখন ফোরামের অনেকটা উন্নতি হচ্ছে। ক্রিপ্টো এর চাহিদা বৃদ্ধির কারণে অনেক নতুন মেম্বার ফোরামে যোগ দান করছে।
Title: Re: করোনার কারণে ফোরামের ক্ষতি
Post by: Princeraju on December 27, 2020, 02:46:54 PM
করোনার কারণে ফোরামের অনেক ক্ষতি হয়েছে ক্রিপ্টো মুদ্রা গুলোর দাম কমে যাওয়ার কারণে অনেক মেম্বার ফোরাম ছেড়ে চলে গেছে এবং অনেকে মহামারীর কারণে সব কিছু হারিয়ে হতাশায় দিন কাটাচ্ছে। তবে এখন ফোরামের অনেকটা উন্নতি হচ্ছে। ক্রিপ্টো এর চাহিদা বৃদ্ধির কারণে অনেক নতুন মেম্বার ফোরামে যোগ দান করছে।
আমি আপনার সাথে একমত না। করোনার কারণে ফোরাম ক্ষতিগ্রস্ত হয়নি। করোনার কারণে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের অবস্থা খারাপ হয়নি। বরং করোনাকালীন সময়ে ক্রিপ্টোকারেন্সি বাজারের অবস্থা অনেক ভাল ছিল। আপনি করণা কালীন সময়ে বাজার একটি পর্যবেক্ষণ করুন। করোনাকালীন সময়ে ফর আমারও বেশ জনপ্রিয়তা পেয়েছে।
Title: Re: করোনার কারণে ফোরামের ক্ষতি
Post by: Riktakhanom on December 27, 2020, 03:01:40 PM
করোনার কারণে ফোরামের অনেক ক্ষতি হয়েছে ক্রিপ্টো মুদ্রা গুলোর দাম কমে যাওয়ার কারণে অনেক মেম্বার ফোরাম ছেড়ে চলে গেছে এবং অনেকে মহামারীর কারণে সব কিছু হারিয়ে হতাশায় দিন কাটাচ্ছে। তবে এখন ফোরামের অনেকটা উন্নতি হচ্ছে। ক্রিপ্টো এর চাহিদা বৃদ্ধির কারণে অনেক নতুন মেম্বার ফোরামে যোগ দান করছে।
আমি আপনার সাথে একমত না। করোনার কারণে ফোরাম ক্ষতিগ্রস্ত হয়নি। করোনার কারণে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের অবস্থা খারাপ হয়নি। বরং করোনাকালীন সময়ে ক্রিপ্টোকারেন্সি বাজারের অবস্থা অনেক ভাল ছিল। আপনি করণা কালীন সময়ে বাজার একটি পর্যবেক্ষণ করুন। করোনাকালীন সময়ে ফর আমারও বেশ জনপ্রিয়তা পেয়েছে।
আপনার কথা ঠিক আছে কিন্তু করোনার প্রথম দিকে ক্রিপ্টো মার্কেট সহ ফোরামের অনেক ক্ষতি হয়েছিল। অনেক সংস্থা তাদের প্রকল্প বন্ধ করে দিয়েছিলো কিন্তু পরে করোনা ভাইরাস সবকিছুর ওপর প্রভাব ফেললেও  বিটকয়েন এর ওপর কোনো প্রভাব ফেলতে পারেনি যার কারণে করোনা কালীন সময় ক্ষতি হলেও বিটকয়েন এর উচ্চ মূল্য ফোরামকে উন্নতি করতে সহায়তা করেছে।
Title: Re: করোনার কারণে ফোরামের ক্ষতি
Post by: Princeraju on December 27, 2020, 03:04:40 PM
করোনার কারণে ফোরামের অনেক ক্ষতি হয়েছে ক্রিপ্টো মুদ্রা গুলোর দাম কমে যাওয়ার কারণে অনেক মেম্বার ফোরাম ছেড়ে চলে গেছে এবং অনেকে মহামারীর কারণে সব কিছু হারিয়ে হতাশায় দিন কাটাচ্ছে। তবে এখন ফোরামের অনেকটা উন্নতি হচ্ছে। ক্রিপ্টো এর চাহিদা বৃদ্ধির কারণে অনেক নতুন মেম্বার ফোরামে যোগ দান করছে।
আমি আপনার সাথে একমত না। করোনার কারণে ফোরাম ক্ষতিগ্রস্ত হয়নি। করোনার কারণে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের অবস্থা খারাপ হয়নি। বরং করোনাকালীন সময়ে ক্রিপ্টোকারেন্সি বাজারের অবস্থা অনেক ভাল ছিল। আপনি করণা কালীন সময়ে বাজার একটি পর্যবেক্ষণ করুন। করোনাকালীন সময়ে ফর আমারও বেশ জনপ্রিয়তা পেয়েছে।
আপনার কথা ঠিক আছে কিন্তু করোনার প্রথম দিকে ক্রিপ্টো মার্কেট সহ ফোরামের অনেক ক্ষতি হয়েছিল। অনেক সংস্থা তাদের প্রকল্প বন্ধ করে দিয়েছিলো কিন্তু পরে করোনা ভাইরাস সবকিছুর ওপর প্রভাব ফেললেও  বিটকয়েন এর ওপর কোনো প্রভাব ফেলতে পারেনি যার কারণে করোনা কালীন সময় ক্ষতি হলেও বিটকয়েন এর উচ্চ মূল্য ফোরামকে উন্নতি করতে সহায়তা করেছে।
আমার মনে হয় আপনার কোথাও ভুল হচ্ছে। করোনাকালীন সময়ের প্রথমদিকে ক্রিপ্টোকারেন্সি বাজারের উপর কোন প্রভাব পড়েনি। আমি তিন বছর যাবত প্রতিটি মুহূর্তে ক্রিপ্টোকারেন্সি বাজারের সাথে আছি। তবে দুই-একটি প্রজেক্ট তেলবাজি করে টাকা হাতিয়ে নিয়েছে। কিছু প্রজেক্ট বন্ধ হয়েছে। তবে বাজারের অবস্থা করোনার আগের সময় থেকে শিথিল ছিল। বর্তমানে তো বৃদ্ধির পথে।
Title: Re: করোনার কারণে ফোরামের ক্ষতি
Post by: Herry on December 27, 2020, 03:11:30 PM
করোনার কারণে ফোরামের অনেক ক্ষতি হয়েছে ক্রিপ্টো মুদ্রা গুলোর দাম কমে যাওয়ার কারণে অনেক মেম্বার ফোরাম ছেড়ে চলে গেছে এবং অনেকে মহামারীর কারণে সব কিছু হারিয়ে হতাশায় দিন কাটাচ্ছে। তবে এখন ফোরামের অনেকটা উন্নতি হচ্ছে। ক্রিপ্টো এর চাহিদা বৃদ্ধির কারণে অনেক নতুন মেম্বার ফোরামে যোগ দান করছে।
আমি আপনার সাথে একমত না। করোনার কারণে ফোরাম ক্ষতিগ্রস্ত হয়নি। করোনার কারণে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের অবস্থা খারাপ হয়নি। বরং করোনাকালীন সময়ে ক্রিপ্টোকারেন্সি বাজারের অবস্থা অনেক ভাল ছিল। আপনি করণা কালীন সময়ে বাজার একটি পর্যবেক্ষণ করুন। করোনাকালীন সময়ে ফর আমারও বেশ জনপ্রিয়তা পেয়েছে।
ভাই আমার মনে হয় এই মহামারী করোনার কারণে আমাদের ফোরামের অনেক ক্ষতি হয়ে গেছে কেননা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ফোরামের উচ্চপদস্থ অনেক সিনিয়র ভাইদের আর একটি পাওয়া যাচ্ছে না হয়তবা তারা মহামারী করোনা আক্রান্ত হয়েছেন কেননা এই মহামারী করোনায় সারাবিশ্বের লক্ষ লক্ষ মানুষ মারা গেছেন এবং কোটি কোটি মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন হয়তো আমাদের এই ফোরামের ভাই ও করোনায় আক্রান্ত হতে পারেন তাই আমি মনে করি যে এই মহামারী করোনার কারণে আমাদের এই ফোরামের অনেক বেশি ক্ষতি হয়ে গেছে কেননা আমরা সেই সিনিয়রভাইদের একটিভ না থাকায় ফোরাম টাকে আর এগিয়ে নেওয়া সম্ভব হচ্ছে না
Title: Re: করোনার কারণে ফোরামের ক্ষতি
Post by: Mahindra on December 28, 2020, 09:17:53 AM
সারাবিশ্বে মহামারী করণা ভাইরাসের কারণে অনেক ক্ষতি হয়েছে বিশ্বের সব দেশের লক্ষ লক্ষ মানুষ মারা যাচ্ছে তখন মার্কেটে সব টোকেনের ভবিষ্যৎ খুবই খারাপ ছিল কিন্তু বর্তমানে সব ক্রিপ্টোকারেন্সি মার্কেটের সকল কয়েনের দাম বৃদ্ধি পেয়ে আবার মার্কেট কার আসল রূপে ফিরে এসেছে আমরা লক্ষ করে দেখলে দেখতে পারব যে বিটকয়েনের দাম কতটা বৃদ্ধি পেয়েছে করোনার কারণে বিটকয়েনের অনেক ক্ষতি হয়েছিল কিন্তু বর্তমানে বিটকয়েন সহ কয়েনের ভবিষ্যৎ ভালো হচ্ছে।
Title: Re: করোনার কারণে ফোরামের ক্ষতি
Post by: Perfect540 on December 28, 2020, 09:42:45 AM
করোনার কারণে ফোরাম ক্ষতিগ্রস্ত হয়নি। করোনাকালীন সময়ে ফোরামে অনেক লোক জয়েন করেছে আরো সে সময়ে অনেক বাউন্টি প্রচারণা ছিল। একথা ঠিক যে কিছু বাউন্টি প্রচারণা বন্ধ করে দিয়েছিল। নানা অজুহাতে কিছু প্রজেক্ট জালিয়াতি করেছে। তবে করোনার সময়ে ফোরামের অবস্থা ভাল ছিল।
Title: Re: করোনার কারণে ফোরামের ক্ষতি
Post by: Rain075 on December 28, 2020, 03:39:11 PM
হ্যাঁ আমরা দেখেছি এই করোনাভাইরাস সারা বিশ্বকে অনেক বিভ্রান্তি দেখে ফেলেছে এবং অনেক মানুষ এই করোনা ভাইরাসে মারা গেছে। যারা মারা গেছে আমি তাদের আত্মার মাগফেরাত কামনা করছি। এই করোনাভাইরাস সারা বিশ্বকে অনেক ক্ষতি করলেও কি প্রকারের যেতে কোন ক্ষতি করতে পারেনি। তার প্রমাণ আমরা বর্তমান মার্কেট দেখলেই বুঝতে পারি। তাই আমি মনে করি যে এই করোনাভাইরাস ফোরামের কোন ক্ষতি করতে পারিনি।
Title: Re: করোনার কারণে ফোরামের ক্ষতি
Post by: Apower$ on December 28, 2020, 04:10:51 PM
সারা বিশ্বে এই মহামারী করোনাভাইরাস এর কারণে অনেক ক্ষতি হয়েছে। সারা বিশ্বের লক্ষ লক্ষ মানুষ মারা যাচ্ছে, তখন মার্কেটে সব টোকেনের ভবিষ্যৎ খুবই খারাপ ছিল। কিন্তু বর্তমানে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের সকল কয়েনের দাম বৃদ্ধি পেয়ে মার্কেট তার আসল রূপে ফিরে এসেছে। আমরা লক্ষ্য করলে দেখতে পাবো, করোনার কারণে বিটকয়েনের অনেক ক্ষতি হয়েছিল। তবে বর্তমানে বিটকয়েনের অবস্থা অনেক ভালো যাচ্ছে। এবং অন্যান্য কয়েনেরও ভবিষ্যৎ অবস্থা অনেক ভালো হচ্ছে।
Title: Re: করোনার কারণে ফোরামের ক্ষতি
Post by: Msweet on December 28, 2020, 04:32:12 PM
এই মহামারী করোনার কারণে কয়েক কোটি মানুষ আক্রান্ত হয়েছে এবং মৃত্যুবরণ করেছে লক্ষাদিক মানুষ আমার মনে হয় এর মধ্যে ফোরামের অনেক লোক রয়েছে। যার কারণে এই ফোরামে অনেক লোককে অ্যাক্টিভ পাচ্ছি না জারা উচ্চ পদে স্থানে আছে এরা একটিভ না থাকায় ফোরামের অনেক ক্ষতি হয়ে গেছে যার কারণে ফোরাম টাকে বেশি বেশি এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না আমাদের তাই ফোরাম এগিয়ে না যাওয়ার পিছনে করোনার হাত রয়েছে। এ সম্পর্কে আপনাদের মতামত জানতে চাই
আপনি ঠিক বলেছেন এই করোনার কারণে তোমার আমের অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। কেননা অনেক লোক আছে সিনিয়র পারসন তারা এই ফোরাম থেকে করোনার কারণে চলে গিয়েছে। আর যারা ছিল তারা বেশি একটিভ নেই অ্যাক্টিভ না থাকার কারণে তারা ফোরামের পোস্ট কিংবা ফোরামের দেখাশোনা করা থেকে বিরত আছে। আমি মনে করি তারা যদি ফিরে আসে তাহলে ফোরাম আবার ভালোভাবে চলতে পারবে।এক্ষেত্রে আমাদের কর্নি হলো তাদের শূন্যতা পূরণ করার জন্য আমাদের নিজেদের অনেক পরিশ্রম করতে হবে। যে যতটুকু জানি তা সকলের মধ্যে শেয়ার করে দিতে হবে এটা সম্পর্কে আমরা সকলেই জানতে পারবো। তাহলে ঐ সমস্ত লোকদের ঘাটতি কিছুটা হলেও পূরণ করা সম্ভব হবে।
Title: Re: করোনার কারণে ফোরামের ক্ষতি
Post by: XM8 on December 29, 2020, 03:02:32 PM
করোনার কারণে আমি মনে করি ফোরামে মেম্বার একটিভ সংখ্যা বেড়েছে বিশেষ করে বাংলা বোর্ডে। করোনার কারণে বৈশ্বিক অর্থনৈতিক মহামারিতে ক্রিপ্টোমার্কেট এখনও মোটামুটি ভালো আছে। অনেকে জব হারিয়ে এখন দিশেহারা। এজন্য বাড়তি আয়ের পথ খুঁজতে মানুষ ক্রিপ্টোর দিকে ঝুকে পড়ছে। এজন্য ক্রিপ্টোতে গত বছরের তুলনায় এখন বেশি মেম্বার একটিভ আছে।
আপনার সাথে আমি একমত যুক্তি সংগত কথা বলেছেন।কর্ণ যেহেতু বৈশ্বিক মহামারী বলে আখ্যায়িত হয়েছে তাই এই কর্মের কারণে পৃথিবীব্যাপী অনেক মানুষ চাকরিহারা হয়েছে । যারা চাকরিহারা হয়েছে তাদের মধ্যে অনেকেই অন্য কোন কাজ না পেয়ে এই ক্রিপ্টোকারেন্সি দিকে আর্টিস্ট হয়েছেন। যার ফলে ফোরামের অ্যাক্টিভিটি বা মেম্বার বেড়ে গেছে।তবে এই করোনার কারণে ও ফোরামের অনেক সিনিয়র ভাইরা যারা নিয়মিত একটিভ থাকতে পারেননি এবং তাদের নিয়মিত একটিভ না থাকার কারণে আমাদের ফোরাম অনেক ক্ষতির মুখে পড়েছে।
Title: Re: করোনার কারণে ফোরামের ক্ষতি
Post by: ranaprime on December 29, 2020, 04:46:56 PM
বহিঃবিশ্বে করোনার এখন প্রভাব কমেনি কিন্তু আমাদের ক্রিপ্টো মার্কেট কিন্তু বুল রান শুরু করেছে। এখানেও ক্ষতি হতে পারে তবে বর্তমান বাজার অনুসারে এর তেমন একটা প্রভাব পড়ার কথা না। তাছাড়া আমরা আগে থেকেই দেখছি যে করোনাকালিন সময়ে ক্রিপ্টো মার্কেট উর্ধ্বমুখি প্রবনতা ধরে রেখেছিল এখন সেই ধারাবাহিকা থাকবে।
Title: Re: করোনার কারণে ফোরামের ক্ষতি
Post by: Emon khan on December 29, 2020, 05:33:47 PM
মহাবিশ্বে করোনা ভাইরাসের মহামারীর কারণে আমাদের ফর্মে অনেক ক্ষতি হচ্ছে।মহামারী করোনাভাইরাস এর কারণে দেখা যাচ্ছে উচ্চ সিনিয়র ভাইরা একটিভ দেখতে পারছি না তার জন্য এই ফর্মে অনেক ক্ষতি হচ্ছে।সিনিয়র ভাইরা না থাকার কারণে আমরা তাদের কাছ থেকে কোনো সাজেশন নিতে পারছি না এবং ফর্মে ভালোভাবে কাজ করতে পারছিনা করোনাভাইরাসে মহামারীর কারণে আমাদের ফার্মে অনেক ক্ষতি হচ্ছে।
Title: Re: করোনার কারণে ফোরামের ক্ষতি
Post by: Najmul on January 25, 2021, 05:31:32 AM
এই মহামারী করোনার কারণে কয়েক কোটি মানুষ আক্রান্ত হয়েছে এবং মৃত্যুবরণ করেছে লক্ষাদিক মানুষ আমার মনে হয় এর মধ্যে ফোরামের অনেক লোক রয়েছে। যার কারণে এই ফোরামে অনেক লোককে অ্যাক্টিভ পাচ্ছি না জারা উচ্চ পদে স্থানে আছে এরা একটিভ না থাকায় ফোরামের অনেক ক্ষতি হয়ে গেছে যার কারণে ফোরাম টাকে বেশি বেশি এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না আমাদের তাই ফোরাম এগিয়ে না যাওয়ার পিছনে করোনার হাত রয়েছে। এ সম্পর্কে আপনাদের মতামত জানতে চাই
আমি আপনার এই মূল্যবান পোষ্টটি সাথে একমত। কারণ আমরা দেখেছি যে আমাদের পৃথিবীতে মহামারী করোনা ছড়িয়ে পড়েছে তাতে অনেক মানুষ আক্রান্ত এবং মৃত্যু হয়েছে।  ওই লোক গুলোর মধ্যে আমাদের ফরামেরও কিছু লোক হতে পারে। কারণ ফোরামে কিছুদিন যাবত অনেকগুলো লোকদের এক্টিভ দেখা যাচ্ছে না। তাই আমাদের ফোরামের কিছুটা ক্ষতি হচ্ছে।
Title: Re: করোনার কারণে ফোরামের ক্ষতি
Post by: Acifix on February 06, 2021, 03:12:25 PM
 আমাদের পৃথিবীতে করনা মহামারীতে অনেকগুলো ক্ষতি হয়েছে।। তাতে অনেক মানুষ আক্রান্ত এবং মৃত্যু হয়েছে।। আমাদের এই ফোরামে কিছু লোক কিছুদিন ধরেই অ্যাক্টিভ ছিল না।। হয়তো তাদের মধ্যে ফোরামের লোকগুলোর ও কিছু হতে পারে।। তাই আমাদের ফোরামে করোনার কারণে অনেক  লোকের ক্ষতি হচ্ছে।
Title: Re: করোনার কারণে ফোরামের ক্ষতি
Post by: AlviNess on February 08, 2021, 05:06:29 PM
করণা ভাইরাসের কারণে পুরা বিশ্ব থমকে গেছে। সারা বিশ্বব্যাপী মানুষ এই করোনার কারণে ক্ষতির সম্মুখীন হয়েছে। যেমনটা হয়েছে আমাদের এই ফোরামে ক্ষেত্রেও।করোনাভাইরাস এ কারণে অনেক রেগুলার ইউজার নিয়মিত একটিভ থাকতে পারেননি এই ফোরামে যার ফলে ফোরামের অ্যাক্টিভিটি অনেক কমে গিয়েছে।তবে বর্তমানে করোনা ভাইরাসের প্রতিষেধক যেহেতু বের হয়েছে সেহেতু আশা করা যায় আমাদের ফোরাম আবার শক্তিশালীভাবে ফিরে আসবে।
Title: Re: করোনার কারণে ফোরামের ক্ষতি
Post by: Batch18-19 on February 12, 2021, 03:45:26 PM
হা কিছু কিছু ক্ষেত্রে এক্টিভিটি কমে গেছে। যে আমাদের জন্য বিশাল ক্ষতি। আশা করছি সামনে পরিস্থিতি একটু ঠিক হলের আমরা আবার ফোরামকে আগের মতো এগিয়ে নিতে পারবো।
করোনার কারণে কিছু অ্যাক্টিভিটি কমে গেছে বললে ভুল হবে। কারণ এই মহামারী করোনাভাইরাস এর কারণে অনেক রেগুলার ইউজার তারা ইন্যাক্টিভ থেকেছেন।এবং যারা প্রতিনিয়ত ফোরামের পেছনে সময় ব্যয় করতেন তাদের মধ্যে অধিকাংশই ফোরাম থেকে চলে। যার ফলে আমি মনে করি ফোরামের একটি বড় ধরনের।
Title: Re: করোনার কারণে ফোরামের ক্ষতি
Post by: iRan Chy on February 12, 2021, 05:49:36 PM
করোনার কারণে একটিভিটি কমেছে এই কথাটার আমি সম্পূর্ণ দ্বিমত। কারণ, এই করোনা চলাকালীন সময়ে স্কুল কলেজ বন্ধ থাকার কারণে অনেক শিক্ষার্থী কৃপ্টো সম্পর্কে জেনেছেন। এবং অনেক নতুন মেম্বার ফোরামে এসেছেন। আমার মনে হচ্ছে করোনা ভাইরাস এর ট্রেন্ড চলার পর থেকে ফোরামে একটিভিটি আরও বেড়েছে।
Title: Re: করোনার কারণে ফোরামের ক্ষতি
Post by: Lutera94 on February 13, 2021, 02:07:11 AM
সরকারি হিসেব মতে বাংলাদেশে করোনা তেমন প্রভাব পরেনি। আর আমি মনে করি করোনার সময় সবায় অবসর ছিলো। অবসর সময় এক্টিভ থাকার ই কথা। তবে করোনা পরবর্তীতে মার্কেট পাম্প করেছে। তাই আমি পজেটিভ চিন্তা করছি।
Title: Re: করোনার কারণে ফোরামের ক্ষতি
Post by: bmw1 on February 17, 2021, 06:52:02 PM
করোনার কারণে ফোরামের অনেক ক্ষতি হয়েছে কারণ হলো এই ফোরামে হাজার হাজার লক্ষ লক্ষ লোক কাজ করে থাকে তাদের মধ্যে রয়েছে অনেক লোক করনে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে এবং অনেক লোক আক্রান্ত হয়েছে যদি এত লোক আক্রান্ত হয় এ ফর্মের তাহলে অবশ্যই এই ফোরামের অনেক ক্ষতি হবে।  কেননা এ ফোরামের অনেক লোক কমে যাবে।
Title: Re: করোনার কারণে ফোরামের ক্ষতি
Post by: Dark Knight on February 18, 2021, 04:17:14 AM
মহামারী করোনাভাইরাস সারা পৃথিবী কে গ্রাস করেছে। ইতিমধ্যে বিশ্বের অনেক মানুষ এই মহামারীতে আক্রান্ত হয়েছে। তার প্রভাব আমাদের এই ফোরামের মধ্যেও পড়েছে। যার কারণে এখন মানুষ কম একটিভ থাকছে। যেহেতু করোনার সময় অবসর সময় তাই আমি সবাইকে বলব বেশি বেশি অ্যাক্টিভ থাকতে।
Title: Re: করোনার কারণে ফোরামের ক্ষতি
Post by: Goldlife on February 18, 2021, 04:22:42 AM
ভাই আমি আপনার সাথে পুরোপুরি একমত কারণ বিশ্বজুড়ে মহামারি করোনা ভাইরাসের কারণে আমাদের দেশ সহ নানান দেশের লোকের মৃত্যু হয়েছে এবং অনেক ক্ষতি হয়েছে অর্থনৈতিক দিক দিক দিক থেকে সে ক্ষেত্রে আমরা বলবো যে এই ফোরামে অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা কিন্তু করনা ভাইরাসের কারণে অনেকেই মৃত্যুবরণ করেছেন এবং আক্রান্ত হয়েছেন করোনাভাইরাস এ ক্ষেত্রে করণা ভাইরাসের কারণে আক্রান্ত হওয়ার কারণে আমাদের ফোরামে অ্যাক্টিভিটি কিছুটা হলেও কমে গেছে এজন্য আমরা প্রোগ্রামের কিছু গতি থেমে গেছে এজন্য আমরা সবাই চাইবো যে সবাই মিলে যৌথভাবে ফোরামে কাজ করে ফোরাম থেকে আরও উন্নত করার চেষ্টা করব ইনশাল্লাহ
Title: Re: করোনার কারণে ফোরামের ক্ষতি
Post by: Newron on February 18, 2021, 02:33:02 PM
করোনার কারণে ফোরামের অনেক ক্ষতি হয়েছে। কারণ এই সময় ফোরামে বেশি একটিভ লোক দেখা যায়নি। করোনাভাইরাস এর সময় অনেক লোক ফোরাম থেকে চলে গিয়েছিল যারা আবার ফিরে এসেছে। করোনার কারণে ফোরামের ব্যাপক পরিমাণ ক্ষতি হয়েছে। যার কারণে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের কারণ সেগুলো দাম ব্যাপক পরিমাণ আপডাউন দেখা যাচ্ছে।
Title: Re: করোনার কারণে ফোরামের ক্ষতি
Post by: Milon626 on March 11, 2021, 05:31:49 PM
করোনার প্রভাব আমাদের ক্রিপ্টোকারেন্সিতেও অনেক বেশিই উপলব্ধি হয়েছে।  এখানে অনেক সিনিয়র ও জুনিয়র ভাইয়েরা করোনায় আক্রান্ত হয়েছিলো যার ফলে আমাদের ফোরামে তার অনেক প্রভাব পরেছে।  তবে এখন সেই প্রভাব টা অনেকাংশে কমে এসেছে।  এখন আবার আমাদের ফোরাম জাকজমক হয়ে উঠতেছে।                   
Title: Re: করোনার কারণে ফোরামের ক্ষতি
Post by: Malam90 on March 12, 2021, 09:12:35 AM
করোনার প্রভাব আমাদের ক্রিপ্টোকারেন্সিতেও অনেক বেশিই উপলব্ধি হয়েছে।  এখানে অনেক সিনিয়র ও জুনিয়র ভাইয়েরা করোনায় আক্রান্ত হয়েছিলো যার ফলে আমাদের ফোরামে তার অনেক প্রভাব পরেছে।  তবে এখন সেই প্রভাব টা অনেকাংশে কমে এসেছে।  এখন আবার আমাদের ফোরাম জাকজমক হয়ে উঠতেছে।                   

ভাই আপনাকে কে বলেছে বা আপনি কোন সোর্স থেকে পেয়েছেন যে -এখানের অনেক ভাই করোনায় আক্রান্ত হয়েছিলো? টপিকে কি বলা হয়েছে আর আপনি কি উত্তর দিলেন? সবাইকে বলছি-কমেন্ট করার আগে পড়ুন তার পর প্রাসঙ্গিক উত্তর দিনে। অফটপিকে আলোচনা করবেন না।

টপিকটা লক করা হলো।