Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: Btceth01 on August 19, 2020, 03:35:41 PM

Title: নিম্নমানের পোস্ট না করি
Post by: Btceth01 on August 19, 2020, 03:35:41 PM
আমরা সবাই অ্যাক্টিভিটি বাড়ানোর জন্য পোস্ট না করি। ফোরাম সম্পর্কে ভালো ভালো পোস্ট দিয়ে কিছু জ্ঞান অর্জন করতে পারে এধরনের পোস্ট আমরা দেবো। সিনিয়র ভাইয়েরা অনেক ভালো ভালো পোস্ট দেয় সেখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারি।
Title: Re: নিম্নমানের পোস্ট না করি
Post by: Triedboy on August 26, 2020, 04:18:47 AM
এই ফোরামে যারা নতুন ইউজার আছে তারা সবাই ভালো পোস্ট দেওয়ার চেষ্টা করে থাকে কিন্তু যেহেতু নতুন তাই কিছু টা ভুল হতে পারে কিন্তু তারপরেও চেষ্টা করতে হবে ভালো করে বুঝে পোস্ট দেওয়ার।এই ফোরামে অনেক বড় সিনিয়র ভাইদের পোস্ট আছে তাদের পোস্ট গুলো পরলে আমরা সবাই শিখতে পাড়বো।
Title: Re: নিম্নমানের পোস্ট না করি
Post by: Sharpmax on August 26, 2020, 04:37:06 AM
আমরা সবাই অ্যাক্টিভিটি বাড়ানোর জন্য পোস্ট না করি। ফোরাম সম্পর্কে ভালো ভালো পোস্ট দিয়ে কিছু জ্ঞান অর্জন করতে পারে এধরনের পোস্ট আমরা দেবো। সিনিয়র ভাইয়েরা অনেক ভালো ভালো পোস্ট দেয় সেখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারি।

আমরা সবাই অ্যাক্টিভিটি বাড়ানোর জন্য পোষ্ট করি কিন্তু কিছু উন্নত মানের পোস্ট মানসম্মত পোস্ট করিনা যা থেকে কিছু শেখা যায়। আমরা সবাই আজ থেকে এ ধরনের পোস্ট করব যেন এখান থেকে আমরা নতুন ইউজাররা কিছু শিখতে পারি।
Title: Re: নিম্নমানের পোস্ট না করি
Post by: Mrkadir85 on August 26, 2020, 11:56:53 AM
আমরা সবাই অ্যাক্টিভিটি বাড়ানোর জন্য পোস্ট করে থাকি ।কিন্তু যা থেকে সবাই কিছু  শিখতে পারে এমন মানসম্মত উন্নত মানের পোস্ট খুব একটা করিনা ।নতুন ইউজাররা যেন কোনো কিছু শিখতে পারে এমন পোস্ট করার আজ থেকে আমরা সবাই চেষ্টা করব।
Title: Re: নিম্নমানের পোস্ট না করি
Post by: Lutera94 on August 28, 2020, 05:14:10 AM
আমরা সবাই অ্যাক্টিভিটি বাড়ানোর জন্য পোস্ট না করি। ফোরাম সম্পর্কে ভালো ভালো পোস্ট দিয়ে কিছু জ্ঞান অর্জন করতে পারে এধরনের পোস্ট আমরা দেবো। সিনিয়র ভাইয়েরা অনেক ভালো ভালো পোস্ট দেয় সেখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারি।
অ্যাক্টিভিটি বাড়ানোর জন্য যারা পোষ্ট করে তাদের আইডি যেকোন সময় বিপদে পড়ে যেতে পারে, কারণ তাদের পোষ্ট তাকে নিম্নমানের ও শিক্ষনীয় কিছু থাকেনা। কিছু কিছু পোষ্ট এর সাথে সারমর্মের মিল থাকে না। তাই আপনার কথার সাথেই সুর মিলিয়ে বলতে চাই সবাই ফোরামকে ভালোবেসে কাজ করুন, কিছু শিখার চেষ্টা করুন। ধন্যবাদ
Title: Re: নিম্নমানের পোস্ট না করি
Post by: Rafiq on August 28, 2020, 11:41:10 AM
আমরা সবাই অ্যাক্টিভিটি বাড়ানোর জন্য পোস্ট না করি। ফোরাম সম্পর্কে ভালো ভালো পোস্ট দিয়ে কিছু জ্ঞান অর্জন করতে পারে এধরনের পোস্ট আমরা দেবো। সিনিয়র ভাইয়েরা অনেক ভালো ভালো পোস্ট দেয় সেখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারি।
শুধু অ্যাক্টিভিটি বাড়ানোর জন্য নিন্ম মানের পোস্ট করা উচিত নয়। এখানে ক্রিপ্টো সংক্রান্ত তথ্য, ক্রিপ্টোর ভবিষ্যত এবং এ সংক্রান্ত বাংলাদেশ ও বিশ্ব সম্পূর্কে আলোচনা করা উচিত; যাতে আমরা সবাই একে অপরের কাছ থেকে জানতে পারি, শেয়ার করতে পারি। আমার মনেহয় বাংলা থ্রেডে পোস্টের মান আগের চেয়ে আনেক বেড়েছে। বাংলা থ্রেডের মডারেটরও এ বিষয়ে খুব সচেতন আছেন।
Title: Re: নিম্নমানের পোস্ট না করি
Post by: Nostoman on August 28, 2020, 02:25:56 PM
আমরা সবাই অ্যাক্টিভিটি বাড়ানোর জন্য পোস্ট না করি। ফোরাম সম্পর্কে ভালো ভালো পোস্ট দিয়ে কিছু জ্ঞান অর্জন করতে পারে এধরনের পোস্ট আমরা দেবো। সিনিয়র ভাইয়েরা অনেক ভালো ভালো পোস্ট দেয় সেখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারি।
সুন্দর পোস্ট দেওয়ার জন্য ধন্যবাদ। অবশ্যই আমি এই কথাগুলো অনেক আগে থেকেই সবাইকে বলতেছি। কিন্তু অনেকে মানতেছে না। নতুন ইউজার যারা এখানে এসেছেন তারা অনেকে রুলস গুলো ফলো করছেন না। অনেকে অবান্তর আলোচনা করছেন। অ্যাক্টিভিটি বাড়ানোর জন্য অনেকে পাগল হয়ে গেছেন। তাই আমি মনে করি তাদের সতর্ক হওয়া উচিত।
Title: Re: নিম্নমানের পোস্ট না করি
Post by: Malam90 on August 28, 2020, 03:05:37 PM
আমরা সবাই অ্যাক্টিভিটি বাড়ানোর জন্য পোস্ট না করি। ফোরাম সম্পর্কে ভালো ভালো পোস্ট দিয়ে কিছু জ্ঞান অর্জন করতে পারে এধরনের পোস্ট আমরা দেবো। সিনিয়র ভাইয়েরা অনেক ভালো ভালো পোস্ট দেয় সেখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারি।
সুন্দর পোস্ট দেওয়ার জন্য ধন্যবাদ। অবশ্যই আমি এই কথাগুলো অনেক আগে থেকেই সবাইকে বলতেছি। কিন্তু অনেকে মানতেছে না। নতুন ইউজার যারা এখানে এসেছেন তারা অনেকে রুলস গুলো ফলো করছেন না। অনেকে অবান্তর আলোচনা করছেন। অ্যাক্টিভিটি বাড়ানোর জন্য অনেকে পাগল হয়ে গেছেন। তাই আমি মনে করি তাদের সতর্ক হওয়া উচিত।

যেহেতু আপনি মডারেটর, তাই এখন থেকে আধা লাইন, পৌনে একলাইনের পোস্ট, নিম্নমানের পোস্ট দেখলেই ডিলিট করে দিবেন যাতে স্পাম না হয়। স্পাম খুবই খারাপ জিনিস। এছাড়া সামান্য বিষয়েও কমেন্ট করে জানতে চান অনেকে যা গুগলে গেলেই পাওয়া যায়-এমন পোস্ট না করার জন্য সবাইকে সতর্ক করে দিয়েছি। ভবিষ্যতে এরকম পোস্ট পেলে সেটাও ডিলিট করার জন্য চিন্তা ভাবনা করবেন। তাহলে আমাদের বাংলা বোর্ডটা স্পাম মুক্ত হবে।
Title: Re: নিম্নমানের পোস্ট না করি
Post by: Dj01864 on August 28, 2020, 03:53:24 PM
জী ভাই একদম রাইট কথা,
আসলে আমরা যারা নতুন ইউজার তাই একটা কথা মাথায় রাখবো সবাই একটু ভালো পোষ্ট দেওয়ার চেষ্টা করবেন।
মান সম্মত পোষ্ট না করলে কামরা পাওয়া যায় নাহ।
তাই যারা নতুন ইউজার আছেন সবাই চেষ্টা করবেন মান সম্মত পোষ্ট করতে।
Title: Re: নিম্নমানের পোস্ট না করি
Post by: Sharpmax on August 31, 2020, 03:41:02 AM
হা ভাই আমরা সবাই অ্যাক্টিভিটি বাড়ানোর জন্য পোস্ট করে থাকি যে পোস্টগুলো একটি হলে ভালো হয় শেখার মত কোন জিনিস থাকতে হবে। না হলে আমরা কোথা থেকে শিখব তাই সিনিয়র ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা বাউন্টি সম্পর্কে এলটকয়েন সম্পর্কে কিছু তথ্য দিয়ে পোস্ট করেন আমরা সেখান থেকে জেনে নেবো। আমরা অ্যালকাইনের রোল সম্পর্কে কম জানি তাই আপনাদের কাছে জানার জন্য আমরা আগ্রহী।
Title: Re: নিম্নমানের পোস্ট না করি
Post by: mahid on September 03, 2020, 05:44:39 PM
যত বেশি শিখবেন ততবেশি জ্ঞান অর্জন হবে। জ্ঞান না থাকলে আপনার লেখার মান ভাল হওয়ার সম্ভাবনা থাকেনা। এছাড়া নতুন কিছু বিয়য়ে লিখতে গেলেও সেই বিষয়ের উপর জ্ঞান থাকতে হয়। তাই আমি সবাই কে উদ্দেশ্য করে বলতে চাই আসুন আমরা সবাই একটু ফোরাম নিয়ে ভাবি এবং নিজেদের জ্ঞনসীমা বৃদ্ধি করি। যখন আপনার জ্ঞান বিস্তার লাভ করবে তখনই আপনি ভালকিছু ফোরাম কে দিতে পারবেন। আপনার পোষ্ট তখন অর্থবহ হবে।
Title: Re: নিম্নমানের পোস্ট না করি
Post by: Fawpac2 on September 03, 2020, 06:11:00 PM
হ্যাঁ আপনি ঠিকই বলেছেন। আমরা কেউই নিম্নমানের পোস্ট করব না। নিম্নমানের থেকে সবাই বিরত থাকবে। এখানে কিছু লোক আছে দেখা যায় ছোট ছোট পোস্ট দেয় তারা শুধু অ্যাক্টিভিটি বাড়ানোর জন্য। কিন্তু এ সমস্ত ছোট ছোট পোস্ট স্পাম বলে গণ্য হয়। আমরা ফোরামে ভালো মানের পোস্ট করব। ভালো মানের পোস্ট করলে ফোরামে আপনার কৃতিত্ব বৃদ্ধি পাবে।ভালো মানের পোস্ট দিলে আপনাকে সবাই স্মরণ করবে।তাই আমরা ফোরামে নিম্নমানের পোস্ট না দিয়ে ভালো ভালো পোস্ট দেওয়ার চিন্তাভাবনা করব।
Title: Re: নিম্নমানের পোস্ট না করি
Post by: Magepai on October 02, 2020, 03:12:32 AM
আমাদের কারো উচিত নয় অ্যাক্টিভিটি বাড়ানোর জন্য পোস্ট দেওয়া।কোন বিষয়ের উপর যদি পোস্ট দেওয়া হয় তাহলে সেই পোষ্টটি পড়ে যেন নতুন কিছু শিখতে পারে। যে পোস্টটি করি না কেন কিন্তু সেই বিষয়ের উপর আপনার পুরোপুরি জ্ঞান থাকতে হবে তাহলে সম্ভব ভালো মানের পোস্ট করা। যদি না বুঝতে পারেন তাহলে বড় ভাইদের পোস্টগুলি লক্ষ করবেন এবং কি পোস্টগুলি ভালোভাবে পড়ে তারপরে পোস্ট দিলে অবশ্যই ভালো হবে। আর কিছু না বুঝতে পারলে বড় ভাইরা অবশ্যই হেল্প করবে বলে আমার বিশ্বাস।
Title: Re: নিম্নমানের পোস্ট না করি
Post by: ranaprime on October 02, 2020, 09:03:47 AM
চারদিকে যে অসুস্থ প্রতিযোগীতা চলছে তাতে এখন ওরিজিনাল কোন কিছু পাওয়া এখন কঠিন হয়ে গেছে। মানুষ এখন কম কাজে বেশি পেতে চায়। এটি যে কোন সেক্টরে প্রতিওমান হয়েছে। আর এখানেও এর প্রভাব পড়েছে। তবে আমি বলব যারা এই অসুস্থ  প্রতিযোগীতা থেকে বের হতে পারবেন না। তারা বেশি দুর এগোতে পারবেন না। মনে রাখতে হবে এই ফোরাম আমাদের আর এর সঠিক মূল্যায়ণ আমাদের ই করতে হবে।
Title: Re: নিম্নমানের পোস্ট না করি
Post by: Papusha20 on October 02, 2020, 04:47:34 PM
এই ফোরামে যারা নতুন ইউজার আছে তারা সবাই ভালো পোস্ট দেওয়ার চেষ্টা করে থাকে কিন্তু যেহেতু নতুন তাই কিছু টা ভুল হতে পারে কিন্তু তারপরেও চেষ্টা করতে হবে ভালো করে বুঝে পোস্ট দেওয়ার।এই ফোরামে অনেক বড় সিনিয়র ভাইদের পোস্ট আছে তাদের পোস্ট গুলো পরলে আমরা সবাই শিখতে পাড়বো।

আমরা যারা এই ফোরামে আছি তারা কখনোই নিম্নমানের পোস্ট করব না ফোরামের নীতি অনুযায়ী রুলস মেনে আমরা পোস্ট করব এবং আমাদের পোষ্ট থেকে সবাই জ্ঞান অর্জন করতে পারবে।
Title: Re: নিম্নমানের পোস্ট না করি
Post by: Greatwall on October 13, 2020, 08:09:35 PM
এই ফোরামে যারা নতুন ইউজার আছে তারা সবাই ভালো পোস্ট দেওয়ার চেষ্টা করে থাকে কিন্তু যেহেতু নতুন তাই কিছু টা ভুল হতে পারে কিন্তু তারপরেও চেষ্টা করতে হবে ভালো করে বুঝে পোস্ট দেওয়ার।এই ফোরামে অনেক বড় সিনিয়র ভাইদের পোস্ট আছে তাদের পোস্ট গুলো পরলে আমরা সবাই শিখতে পাড়বো।

আপনি ঠিক বলেছেন যদি কোন পোস্ট এর উত্তর অজানা থাকে বা কিছু কিছু জানেন তাহলে আপনি দেখেন সিনিয়র ভাইরা অনেক সুন্দর সুন্দর করে পোস্ট করেছে। তাহলে অনেক কিছু শেখা যাবে আর পোস্ট বাড়াবার জন্য পোস্ট করা যাবে না। আপনি যে সম্পর্কের লেখেন না কেন তা সঠিক সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করতে হবে।
Title: Re: নিম্নমানের পোস্ট না করি
Post by: Rakin343 on October 15, 2020, 07:44:36 AM
আমরা ফোরামে যতদূর সম্ভব নিম্নমানের পোস্ট করব না। নিম্নমানের পোস্ট করলে এতে ফোরামের রেপুটেশন অনেকটাই নষ্ট হয়ে যায়। আমাদের রিপিটেশন অনেকটাই নষ্ট হয়ে যায়।আমরা যতদূর সম্ভব ফোরামে সব সময় মানসম্মত পোস্ট করার চিন্তাভাবনা করব।
Title: Re: নিম্নমানের পোস্ট না করি
Post by: Psycho on October 15, 2020, 07:49:35 AM
আমরা সবাই অ্যাক্টিভিটি বাড়ানোর জন্য পোস্ট না করি। ফোরাম সম্পর্কে ভালো ভালো পোস্ট দিয়ে কিছু জ্ঞান অর্জন করতে পারে এধরনের পোস্ট আমরা দেবো। সিনিয়র ভাইয়েরা অনেক ভালো ভালো পোস্ট দেয় সেখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারি।
হ্যাঁ ভাই ঠিক বলছেন আপনি একদম।বাংলাদেশের মডারেটর নষ্ট মন ভাই অনেক ভালো ভালো পোস্ট করে।তার পোস্ট গুলো ফলো করলে অনেক কিছু শেখা যাবে নতুন ইউজার যারা আছে তারা অনেক ধারণা পাবে তার পোস্ট থেকে। দৃষ্টি আকর্ষণ করছি যতগুলা নতুন ইউজার আছে সবাই নষ্ট ভাইয়ের পোস্ট গুলো ফলো করেন। অনেক সিনিয়র ভাইরা আছে তাদের পোস্ট গুলো ফলো করবেন
Title: Re: নিম্নমানের পোস্ট না করি
Post by: Power420 on October 15, 2020, 08:26:36 AM
এই ফোরামে যারা আজেবাজে পোস্ট করে তাদের এ ধরনের পোস্ট করা উচিত না। ক্রিপ্টোকারেন্সি রিলেটেড হতে হবে আর যদি রোলস মেনে পোস্ট না করে তাহলে এ ধরনের পোস্ট এলাও করা ঠিক না আর তাদের প্রতি অনুরোধ এ ধরনের পোস্ট করবেন না।
Title: Re: নিম্নমানের পোস্ট না করি
Post by: saidul2105 on October 15, 2020, 12:31:04 PM
আমরা সবাই অ্যাক্টিভিটি বাড়ানোর জন্য পোস্ট না করি। ফোরাম সম্পর্কে ভালো ভালো পোস্ট দিয়ে কিছু জ্ঞান অর্জন করতে পারে এধরনের পোস্ট আমরা দেবো। সিনিয়র ভাইয়েরা অনেক ভালো ভালো পোস্ট দেয় সেখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারি।
এক্টিভিটি বাড়ানোর জন্য আজেবাজে পোস্ট করা টা উচিৎ না।  আজেবাজে পোস্ট করলে ফোরামের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়ে যায় এবং ফোরামের সদস্যদের মনোখুন্নো হয়।  তাই আজেবাজে পোস্ট করা থেকে বিরত থেকে মান সম্পুর্ন এবং  ফোরাম রিলেটেড পোস্ট করা উচিৎ।                           
Title: Re: নিম্নমানের পোস্ট না করি
Post by: Greatwall on October 15, 2020, 12:39:48 PM
এই ফোরামে যারা আজেবাজে পোস্ট করে তাদের এ ধরনের পোস্ট করা উচিত না। ক্রিপ্টোকারেন্সি রিলেটেড হতে হবে আর যদি রোলস মেনে পোস্ট না করে তাহলে এ ধরনের পোস্ট এলাও করা ঠিক না আর তাদের প্রতি অনুরোধ এ ধরনের পোস্ট করবেন না।

আপনি আসলেই সত্যি কথাটা বলেছেন।অনেকে আছে যারা ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে না জেনেও অহেতু কমেন্ট করে যাচ্ছে তাদের আসলে বুঝে শুনে পোস্ট করাটা অত্যন্ত জরুরী।আমি তাদের সম্পর্কে বলতে চাই যে অবশ্যই কোন কিছু পোস্ট করার আগে তার সম্পর্কে আপনার ধারণা থাকা এটা অত্যন্ত জরুরী।
Title: Re: নিম্নমানের পোস্ট না করি
Post by: Chita76 on October 16, 2020, 05:45:30 AM
আপনি যদি অ্যাক্টিভিটি বাড়ানোর জন্য পোস্ট করেন তাহলে আপনার আইডি অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে কারণ অ্যাক্টিভিটির আশা না করে ফোরামের ভালো কিছু আশা করেন যাতে আপনার পোষ্ট থেকে কেউ কিছু শিখতে পারে।
Title: Re: নিম্নমানের পোস্ট না করি
Post by: XM8 on December 08, 2020, 01:24:43 PM
এই ফোরামে যারা নতুন ইউজার আছে তারা সবাই ভালো পোস্ট দেওয়ার চেষ্টা করে থাকে কিন্তু যেহেতু নতুন তাই কিছু টা ভুল হতে পারে কিন্তু তারপরেও চেষ্টা করতে হবে ভালো করে বুঝে পোস্ট দেওয়ার।এই ফোরামে অনেক বড় সিনিয়র ভাইদের পোস্ট আছে তাদের পোস্ট গুলো পরলে আমরা সবাই শিখতে পাড়বো।
ধন্যবাদ ভাই আপনাকে এত সুন্দর ভাবে বুঝিয়ে বলার জন্য। আমরা সবসময়ই চেষ্টা করি ফোরামের রুলস মেনে এবং ভারসাম্য বজায় রেখে পোষ্ট করার জন্য হয়তো মাঝে মাঝে নিজেদের অনিচ্ছাকৃতভাবে কিছু নিম্নমানের পোস্ট হয়ে যায়। আমাদের সবার উচিত যে বিষয় সম্পর্কে টপিক তৈরি করবেন বা আলোচনা করবেন সে বিষয়ে আগে ভালোভাবে জেনে নেওয়া তাহলে আমার মনে হয় না যে ফোরামের কোন ভারসাম্য নষ্ট হবে।
Title: Re: নিম্নমানের পোস্ট না করি
Post by: Linda78 on December 08, 2020, 03:38:26 PM
আপনি একটি সুন্দর উপমা তুলে ধরেছেন। কারন আমরা এই ফোরামে নতুন তাই আমাদের বুঝেশুনে কাজ করতে হবে। আমরা আমাদের আইডির রেঙ্ক বাড়ানোর জন্য অপ্রাসঙ্গিক অনেক পোস্ট করে থাকি এবং সে পোস্টগুলোতে বানান ভুল হয়। আমার মূল কথা হচ্ছে যে বানান যাতে ভুল না হয় সে বিষয়ে আমাদের সর্বদা খেয়াল থাকতে হবে।আমরা যদি তাদের পোস্ট গুলোর প্রতি লক্ষ করি তাহলে আমরা আরো ভালো করে বুঝতে পারব। ফোরামে ভালো পোস্ট করলে ফোরামের মান অক্ষত থাকে।
Title: Re: নিম্নমানের পোস্ট না করি
Post by: Niloy on December 08, 2020, 03:50:04 PM
এই ফোরামে যারা নতুন ইউজার আছে তারা সবাই ভালো পোস্ট দেওয়ার চেষ্টা করে থাকে কিন্তু যেহেতু নতুন তাই কিছু টা ভুল হতে পারে কিন্তু তারপরেও চেষ্টা করতে হবে ভালো করে বুঝে পোস্ট দেওয়ার।এই ফোরামে অনেক বড় সিনিয়র ভাইদের পোস্ট আছে তাদের পোস্ট গুলো পরলে আমরা সবাই শিখতে পাড়বো।
হ্যাঁ ভাই আমি আপনার সাথে একমত।আমার মত অনেক নতুন ইউজার আছে যারা প্রথমত কিছুই বুঝে না। ফলে তারা না বুঝে তারা ভুল পোস্ট  করে থাকে। তাই আমাদের সবার উচিত সিনিয়র ভাইদের পোস্টগুলো ভালোভাবে পড়ে তারপর  তারপর পোস্ট দেওয়া উচিত।
Title: Re: নিম্নমানের পোস্ট না করি
Post by: Heron on December 08, 2020, 06:58:02 PM
আমরা সবাই অ্যাক্টিভিটি বাড়ানোর জন্য পোস্ট করে থাকি ।কিন্তু যা থেকে সবাই কিছু  শিখতে পারে এমন মানসম্মত উন্নত মানের পোস্ট খুব একটা করিনা ।নতুন ইউজাররা যেন কোনো কিছু শিখতে পারে এমন পোস্ট করার আজ থেকে আমরা সবাই চেষ্টা করব।
আপনি ঠিক বলেছেন আমাদের সবার উচিত নতুনদের জন্য কিছু শিক্ষামূলক পোস্ট এবং টপিক তৈরি করার। যে টপিক গুলো একটু শিক্ষামূলক হয় জাতীয় জুনিয়র ভাইয়েরা কিছু না কিছু শিখতে পারে সেই টপিক থেকে। আজ থেকে আমাদের সবারই উচিত ভালো শিক্ষামূলক টপিক তৈরি করার। আশাকরি চেষ্টা করব সবাই।
Title: Re: নিম্নমানের পোস্ট না করি
Post by: Irfan12@ on December 09, 2020, 10:32:52 AM
আমি এই ফোরামের নতুন একজন ইউজার হওয়াতে আমি এই ফোরামের নিয়মকানুন সেইরকম ভাবে ভালো জানি না যে কি করলে আমার আইডি সমস্যা হতে পারে তবে আমি মনে করি আমাদের সবার উচিত হবে নিজের আইডি রেঙ্ক বানানোর জন্য নিম্নমানের পোস্ট না করা থেকে বিরত থাকতে
Title: Re: নিম্নমানের পোস্ট না করি
Post by: Jaya60 on December 09, 2020, 11:08:08 AM
আমি অনেক পোস্টে লক্ষ্য করেছি যে। শুধু তারা বলে যাচ্ছে অনেক ধন্যবাদ ব্রো। তারপরে বলেছে আপনার পোস্টটা অনেক সুন্দর হয়েছে। এরকম কথা বলেই কিন্তু পোস্ট শেষ করছে।আমি মনে করি তারা এখন থেকেই সাবধান হয়ে যান এবং ভালো মানের পোস্ট করুন।তা না হলে দেখা যাবে যে আমাদের বাংলা সেকশনটা আস্তে আস্তে কিন্তু বাঁধ যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই আমি সবাইকে অনুরোধ করবো সবাই নিম্নমানের পোস্ট থেকে বিরত থাকি।
Title: Re: নিম্নমানের পোস্ট না করি
Post by: Goblin on December 09, 2020, 12:31:39 PM
ঠিক বলেছেন বর্তমানে নতুন টপিকে চেয়ে পুরনো টপিকে আলোচনা বেশি হয়। নতুন টপিকে এখন আর বেশি আলোচনা করা হয় না।আমরা সবাই যদি পুরাতন টপিকে আলোচনা করি তাহলে নতুন টপিক গুলো অনেক দূরে চলে যায় খুঁজে বের করতে সমস্যা হয়ে পড়ে। তাই আমরা সবাই পুরনো প্রকৃতি আলোচনা বন্ধ করি। নতুন নতুন টপিক তৈরি করি। যাতে করে আমরা কিছু শিখতে পারি।
Title: Re: নিম্নমানের পোস্ট না করি
Post by: Milon626 on December 09, 2020, 12:38:27 PM
আমরা সবাই অ্যাক্টিভিটি বাড়ানোর জন্য পোস্ট না করি। ফোরাম সম্পর্কে ভালো ভালো পোস্ট দিয়ে কিছু জ্ঞান অর্জন করতে পারে এধরনের পোস্ট আমরা দেবো। সিনিয়র ভাইয়েরা অনেক ভালো ভালো পোস্ট দেয় সেখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারি।
আমারও মনে হয় শুধু মাত্র অ্যাক্টিভিটি  বাড়ানোর জন্য পোস্ট না করে, কিছু শিক্ষামুলক পোস্ট করা উচিৎ।  নিজে নিজে যদি কোন বিষয় নিয়ে টপিক তৈরী না করা যায় তবে সেক্ষেত্রে সিনিয়র মেম্বারদের পোস্ট এর উপর নজর দেওয়া উচিৎ।  কারণ আমাদের ফোরামের বড় ভাইদের পোস্ট গুলো সব সময় অনেক তথ্য বহন করে যা নতুন সদস্যদের অনেক কিছু শিখতে সহায়তা করে।                                             
Title: Re: নিম্নমানের পোস্ট না করি
Post by: Kangaro45 on December 09, 2020, 04:01:31 PM
আপনি সবার জন্য প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ পোস্ট করেছেন যা সবারই মনে থাকা উচিত।আমাদের মডারেটর এ বিষয় নিয়ে অনেক দিন ধরে ফোরামে আলোচনা করে চলছেন তবে অনেক নতুন ইউজাররা আমলে নিচ্ছে না।আমাদের সবারই উচিত ফোরামে যে পোস্ট গুলো দেখবো তা থেকে যেন সবাই কিছু না কিছু শিখতে পারে বা জানতে পারে।
Title: Re: নিম্নমানের পোস্ট না করি
Post by: Rain075 on December 09, 2020, 05:55:34 PM
হ্যাঁ আসুন আমরা সকলেই এই ফোরামে সর্বদা ভালো মানের পোস্ট করি এবং সকলকে ভাল মানের পোস্ট করার জন্য উৎসাহিত করি।আমরা দেখেছি অনেকে আছে একদম নিম্নমানের পোস্ট করে এ সমস্ত পোস্ট থেকে আমরা সকলেই বিরত থাকব। আমরা সব সময় ভালো মানের পোস্ট করার চেষ্টা করব। আমরা যদি চেষ্টা করি তাহলে অবশ্যই আমরা ভালো মানের পোস্ট করতে পারব।
Title: Re: নিম্নমানের পোস্ট না করি
Post by: Nusrat on December 09, 2020, 06:13:41 PM
শিক্ষার কোন শেষ নেই আমরা যে কারো কাছ থেকে শিক্ষা নিতে পারি। এবং কে এই ফোরামে অনেক লোক কাজ করতেছে। সিনিয়র জুনিয়র অনেকে আছে।আমরা যারা জুনিয়র আছে তারা সবসময় সিনিয়র ভাইদের পোস্ট গুলো দেখে পড়ে কিছুটা বোঝার চেষ্টা করব এবং কি সেখান থেকে জ্ঞান অর্জন করে তারপর পোস্ট করব। সিনিয়র ভাইরা অনেক ভালো ভালো পোস্ট করে আমরা যদি সেই পোস্ট গুলো ভালোভাবে পড়ে নেই তাহলে অনেক কিছুই শিখতে পারবো।
Title: Re: নিম্নমানের পোস্ট না করি
Post by: AGM on December 09, 2020, 06:24:59 PM
অবশ্যই ইফেকটিভ কথা বলেছেন। আমরা যদি নিম্নমানের পোস্ট করি সেক্ষেত্রে আমাদের লস। আমাদের পরে যারা নতুন আসবে কেউ কিছু শিখতে পারবেনা আমার মনে হয় পরের জেনারেশন গুলোর অনেকেই মেধা শুণ্য ‍থেকে যেতে পারে। তাই শুধু আপনার নিজের স্বার্থে না সবার স্বার্থে এগিয়ে আসুন সেই সাথে ফোরাম কে সম্মান জনক স্থানে রাখুন।
Title: Re: নিম্নমানের পোস্ট না করি
Post by: Princeraju on December 09, 2020, 10:15:27 PM
হ্যাঁ, অবশ্যই আমি নিম্নমানের পোস্ট করব না। আমি আবার ফিরে এসেছি। তবে বাংলা বোর্ড দেখে অনেক ভালো লাগছে। ইউজার দিয়ে বাংলা বোর্ড টইটম্বুর। তাই আমি মনে করি এখানে সবাই সবার সাথে সহানুভূতিশীল আচরণ দেখাবে, এখানে সবাই আমাকে এবং ইউজার বন্ধুকে সাহায্য করবে বলে মনে করি। সবার সহযোগিতা কাম্য।
Title: Re: নিম্নমানের পোস্ট না করি
Post by: Magepai on December 12, 2020, 02:01:39 AM
বিশেষ করে আমাদের এই ফোরামে দেখা যায় বর্তমানে ইউজার সংখ্যাও অনেক এবং এখানে বর্তমানে লাইনে থাকে অনেক ইউজারগন। এবং এই ফোরামে কিছু কিছু ইউজার রয়েছে যারা বাংলা ভোটকে নষ্ট করছে। অনেকেই আছে যারা প্রশ্নের উত্তর দিছে ভাই কেমন আছেন, এই ফোরামে আমি নতুন এসেছি, দয়া করে সাহায্য করবেন,আমি তাদের সম্পর্কে কিছু বলবো যে আপনারা দয়া করে এ ধরনের পোস্ট থেকে বিরত থাকুন।কেউ যদি না বুঝতে পারেন তারা ফোরামে ভালোভাবে সময় দিন এবং এখানে অনেক টপিক রয়েছে যেগুলো আপনি পড়ে সবকিছু সম্পর্কে জানতে পারবেন।
Title: Re: নিম্নমানের পোস্ট না করি
Post by: Salauddin on December 12, 2020, 05:24:50 AM
আমরা সবাই অ্যাক্টিভিটি বাড়ানোর জন্য পোস্ট না করি। ফোরাম সম্পর্কে ভালো ভালো পোস্ট দিয়ে কিছু জ্ঞান অর্জন করতে পারে এধরনের পোস্ট আমরা দেবো। সিনিয়র ভাইয়েরা অনেক ভালো ভালো পোস্ট দেয় সেখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারি।

বিশেষ করে যারা একেবারেই নতুন তারা অনেক ছোটো ছোটো পোস্ট করে এবং তাদের পোস্ট কোনো প্রকার অর্থ প্রোকাশ করেনা এমন ধরনের পোস্ট করে তারা, আমার কাছে মনে হয় পোস্ট ছোটো হলেও জেনো একটা অর্থ বহন করে তাহলে সেই পোস্ট গুলা অনেক ভালো হবে।
Title: Re: নিম্নমানের পোস্ট না করি
Post by: Bony11 on December 12, 2020, 05:57:24 AM
আমাদের সবার উচিত নিম্নমানের পোস্টগুলো থেকে বিরত থাকা । বিশেষ করে আমরা যারা নতুন ইউজার আছি। তাদের সবার উচিত সিনিয়র ভাইদের পোস্ট গুলো ভালোভাবে পড়ে সেই পোস্ট সম্পর্কে ভালো ধারণা তৈরি করা। তারপর ফোরামে পোস্ট করা।অযথা ছোট নিম্নমানের পোস্ট করে একক্টিভিটি বাড়ানো উচিত নয়।
Title: Re: নিম্নমানের পোস্ট না করি
Post by: Casual on December 12, 2020, 06:08:51 AM
আমি কিছু কিছু নতুন ইউজারদের লক্ষ করেছি তারা অতি নিম্নমানের পোস্ট করে যাচ্ছেন।এ ধরনের পোস্ট নিয়ে সিনিয়র ভাইরা অনেকবার সতর্কবার্তা দিয়েছে। তার পরেও দেখেছি অনেক ইউজার সিনিয়র ভাইদের কথা মতো কাজ করছে না। আমি তাদেরকে অনুরোধ করি দয়া করে আর যখন নিম্নমানের পোস্ট করি।
Title: Re: নিম্নমানের পোস্ট না করি
Post by: Markuri33 on December 13, 2020, 12:28:49 AM
বিশেষ করে আমাদের এই ফোরামে দেখা যায় বর্তমানে ইউজার সংখ্যাও অনেক এবং এখানে বর্তমানে লাইনে থাকে অনেক ইউজারগন। এবং এই ফোরামে কিছু কিছু ইউজার রয়েছে যারা বাংলা ভোটকে নষ্ট করছে। অনেকেই আছে যারা প্রশ্নের উত্তর দিছে ভাই কেমন আছেন, এই ফোরামে আমি নতুন এসেছি, দয়া করে সাহায্য করবেন,আমি তাদের সম্পর্কে কিছু বলবো যে আপনারা দয়া করে এ ধরনের পোস্ট থেকে বিরত থাকুন।কেউ যদি না বুঝতে পারেন তারা ফোরামে ভালোভাবে সময় দিন এবং এখানে অনেক টপিক রয়েছে যেগুলো আপনি পড়ে সবকিছু সম্পর্কে জানতে পারবেন।

কিভাবে পোস্ট করতে হবে আপনি অনেক সুন্দর ভাবে সেটা উল্লেখ করে দিয়েছেন। আর আপনি একটা কথা ঠিক বলেছেন যে অনেক ইউজার রয়েছে যারা এখনো অনেক ছোট ছোট পোস্ট করে যাচ্ছে যে গুলি কোন অর্থ বহন করে না। তাই আসুন আমরা নিম্নমানের পোস্ট না করে ফোরাম একটু সময় দিয়ে ভালো মানের পোস্ট করার চেষ্টা করি।
Title: Re: নিম্নমানের পোস্ট না করি
Post by: Magepai on December 15, 2020, 03:31:16 PM
আমি কিছু কিছু নতুন ইউজারদের লক্ষ করেছি তারা অতি নিম্নমানের পোস্ট করে যাচ্ছেন।এ ধরনের পোস্ট নিয়ে সিনিয়র ভাইরা অনেকবার সতর্কবার্তা দিয়েছে। তার পরেও দেখেছি অনেক ইউজার সিনিয়র ভাইদের কথা মতো কাজ করছে না। আমি তাদেরকে অনুরোধ করি দয়া করে আর যখন নিম্নমানের পোস্ট করি।

যে সকল নতুন ইউজার ফোরামে আসে তাদের কিছুটা ভুল হতে পারে আস্তে আস্তে তারা এক সময় ভালো মানের পোস্ট করে। কিন্তু অনেক ইউজার আছে যারা সবসময়ই ভুল করে যাচ্ছে যতই বলা হোক না কেন। তাই আমরা সবাই চেষ্টা করবো কেউ যেন নিম্ন মানের পোস্ট না করি। প্রত্যেকটা পোস্ট যেন ক্রিপ্টোকারেন্সি রিলেটেড হয় তাহলে দেখা যাবে সিনিয়র ভাইরা অবশ্যই আপনাকে কারমা দেবে। সে সাথে সাথে আপনার আইডি অনেক শক্তিশালী হবে।
Title: Re: নিম্নমানের পোস্ট না করি
Post by: Angel jara on December 15, 2020, 03:48:52 PM
আমার মত যারা নতুন ইউজার তারা অনেকেই অ্যাক্টিভিটি বাড়ানোর জন্য নিম্নমানের পোস্ট দিয়ে থাকে। আমরা নিম্নমানের পোস্ট বাদ দিয়ে জ্ঞান সম্পন্ন মানের পোস্ট দিতে চেষ্টা করব। তাছাড়াও সিনিয়রভাইদের পোস্ট পরে কিছুটা জ্ঞান অর্জন করে ভালো মানের পোস্ট দেওয়া যায়।
Title: Re: নিম্নমানের পোস্ট না করি
Post by: Mahindra on December 15, 2020, 03:51:33 PM
আপনি ঠিক কথাটাই বলেছেন ভাই আমরা নিয়মিতই নিম্নমানের পোস্ট করে যাচ্ছি তাই আমরা নিম্নমানের পোস্ট না করে যদি উন্নতমানের পোস্ট এবং ভালো ভালো টপিক তৈরি করি তাহলে আমারা বাংলা পড়ান কে অনেক এগিয়ে নিয়ে যেতে পারবো এবং আমরা আমাদের ব্যাংকের ও কোনো সমস্যা হবে না তাই আমরা নিয়মিত ভালো ভালো উন্নত মানের পোষ্টগুলো করব।
Title: Re: নিম্নমানের পোস্ট না করি
Post by: Clearman on December 15, 2020, 03:55:29 PM
বাংলা ফোরামে অনেক নতুন ভাইয়েরা আছে তারা লো কলেটির পোস্ট করে। যেমন ভালো আছেন পোস্ট পছন্দ হয়েছে ধন্যবাদ এ ধরনের কোন কিছু পোস্টের ভিতরে বলা যাবে না কারণ আপনি যদি ফোরামে কিছু শিখতে চান তাহলে আপনি যা জানেন তাপস করেন আপনার পোষ্ট থেকে অনেক কিছু শিখতে পারবে।
Title: Re: নিম্নমানের পোস্ট না করি
Post by: mahid on December 15, 2020, 05:14:18 PM
আপনি ঠিক বলেছেন। নুতন কোন বিষয় নিয়ে আলোচনা করলে আমাদের মধ্যে জ্ঞানের বিকাশ ঘটবে। সেখানে কনসট্রাকিটিভ আলোচনা হবে এবং সেখান থেকে আমরা ভাল জ্ঞান অর্জন করতে পারব।
Title: Re: নিম্নমানের পোস্ট না করি
Post by: Damrai5$ on December 15, 2020, 11:30:18 PM
আসলে দেখা যাচ্ছে অনেক সিনিয়র মেম্বার আছে তারপরেও কিছু কিছু নিম্ন মানির পোস্ট করে যাচ্ছে। আসলে আপনাদের দিকে তাকিয়ে থাকে আমাদের মত ছোট ছোট জুনিয়র মেম্বাররা।আপনারা যে পোস্ট গুলো দিয়ে থাকেন সেই পোস্ট গুলো আমরা সব সময় লক্ষ্য করি এবং মনোযোগ সহকারে পড়ি।আপনাদের কাছ থেকে আমরা শিখিয়ে থাকি যদি আপনারা ভাল পোস্ট করেন তাহলে তো অবশ্য পরবর্তীতে আমাদেরও ভালো পোষ্ট দিতে সহজ হবে। আমাদের পরবর্তীতে যারা আসবে তারা আবার আমাদের কাছ থেকে শিখে থাকবে। আসুন আমরা সবাই নিম্নমানের পোস্ট না করে সবাই চেষ্টা করি ফোরামকে কিভাবে অগ্রসর করা যায় সেদিকে।
Title: Re: নিম্নমানের পোস্ট না করি
Post by: Damrai5$ on December 15, 2020, 11:32:27 PM
আমার মত যারা নতুন ইউজার তারা অনেকেই অ্যাক্টিভিটি বাড়ানোর জন্য নিম্নমানের পোস্ট দিয়ে থাকে। আমরা নিম্নমানের পোস্ট বাদ দিয়ে জ্ঞান সম্পন্ন মানের পোস্ট দিতে চেষ্টা করব। তাছাড়াও সিনিয়রভাইদের পোস্ট পরে কিছুটা জ্ঞান অর্জন করে ভালো মানের পোস্ট দেওয়া যায়।

অবশ্য আমাদের বাংলা বোর্ডের যে সমস্ত সিনিয়র ভাই রয়েছে তাদের মধ্যে কিন্তু সবথেকে বেশি ভালো লাগে মডারেটর ভাই তাকে এবং মালাম বাহির হয়েছে এবং আরো কিছু সিনিয়র ভাই যারা আছে তাদের পোস্ট করে আসলে অনেক কিছু শেখা যায়।অতএব তারা সবসময়ই চেষ্টা করে কীভাবে এই লোকাল বোর্ডটা কে এগিয়ে নিয়ে যাওয়া যায়। তাদের সাথে আমাদেরও কিছু কাজ করতে হবে যেন সহজ হয়ে যায় এই কাজটি করা।
Title: Re: নিম্নমানের পোস্ট না করি
Post by: Irfan12@ on December 16, 2020, 10:41:57 AM
হ্যাঁ ভাই আপনি ঠিকই বলেছেন আমরা আমাদের অ্যাক্টিভিটি বানানোর জন্য ছোট ছোট পোস্ট করে যেখান থেকে কোন কিছু শেখা যাবে না এবং অন্যরা উপকৃত হবে না তাই আমাদের উচিত হবে যে সিনিয়রভাইদের দেওয়া টপিক গুলো ভালোভাবে পড়া এবং যদি কোন বিষয়ে জানার থাকে সেখানে রিপ্লাই দেওয়া তো আমার মনে হয় যে আমরা যদি ভাল মানের পোস্ট করে তাহলে সেখান থেকে যদি কেউ কিছু শিখতে পারে আমরা সেখান থেকে কারমা পাব এবং ফোরামের ও উন্নতি হবে তো আমরা চেষ্টা করবো ভালো মানের পোস্ট করার
Title: Re: নিম্নমানের পোস্ট না করি
Post by: Akhi600 on December 16, 2020, 11:03:45 AM
আমরা সবাই অ্যাক্টিভিটি বাড়ানোর জন্য পোস্ট না করি। ফোরাম সম্পর্কে ভালো ভালো পোস্ট দিয়ে কিছু জ্ঞান অর্জন করতে পারে এধরনের পোস্ট আমরা দেবো। সিনিয়র ভাইয়েরা অনেক ভালো ভালো পোস্ট দেয় সেখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারি।
হ্যাঁ ভাই আপনি ঠিক বলেছেন কিছু কিছু আইডি আছে অ্যাক্টিভিটি বাড়ানোর জন্য শুধু পোস্ট করে। আমি মনে করি পোস্ট বাড়ানোর চেয়ে সিনিয়র ভাইরা যে গুলো পোস্ট করে সেগুলো দেখে এবং পড়ি তাহলে আমাদের উপকারে আসবে।
Title: Re: নিম্নমানের পোস্ট না করি
Post by: Tamsialu$$ on December 16, 2020, 03:39:19 PM
আমাদের শুধু একটিভিটি বাড়ানোর জন্য পোস্ট করলে চলবে না। আমরা সবাই চেষ্টা করব ভালো পোস্ট দেওয়ার জন্য। ছোট ছোট পোস্ট দিয়ে কেউ অ্যাক্টিভিটি বাড়াবো না। এমনিতেই আমাদের লোকাল বোর্ড অনেক পিছিয়ে রয়েছে সেহেতু আমাদের চেষ্টা করতে হবে আমরা সবাই কিভাবে এই লোকাল বোর্ড কে এগিয়ে নিয়ে যেতে পারবো।
Title: Re: নিম্নমানের পোস্ট না করি
Post by: Rony on December 16, 2020, 04:40:54 PM
আমার মত যারা নতুন তারা অ্যাক্টিভিটি বাড়ানোর জন্য নিম্নমানের পোস্ট দিয়ে থাকে। নিম্নমানের পোস্ট থেকে বিরত থাকুন। নিম্নমানের পোস্ট করলে শুধু সময়টাই নষ্ট হয় বলে আমি মনে করি। আমাদের এই ফোরামে কে এগিয়ে নিতে চাইলে মানসম্পন্ন মানে পোস্ট দেওয়ার কোনো বিকল্প নেই।
Title: Re: নিম্নমানের পোস্ট না করি
Post by: Cz Rock on December 16, 2020, 11:32:10 PM
আমাদের শুধু এক্টিভিটি বাড়ানো নিয়ে কাজ করলে চলবে না। আমাদের ফোরামের অবস্থান ভালো জাগায় দেখতে চাইলে মান সম্পন্ন মানের পোস্টের বিকল্প নেই। আমরা নিম্নমানের পোস্ট থেকে বিরত থাকি।
Title: Re: নিম্নমানের পোস্ট না করি
Post by: Jaya60 on December 19, 2020, 01:11:37 AM
আসলে দেখা যাচ্ছে অনেক সিনিয়র মেম্বার আছে তারপরেও কিছু কিছু নিম্ন মানির পোস্ট করে যাচ্ছে। আসলে আপনাদের দিকে তাকিয়ে থাকে আমাদের মত ছোট ছোট জুনিয়র মেম্বাররা।আপনারা যে পোস্ট গুলো দিয়ে থাকেন সেই পোস্ট গুলো আমরা সব সময় লক্ষ্য করি এবং মনোযোগ সহকারে পড়ি।আপনাদের কাছ থেকে আমরা শিখিয়ে থাকি যদি আপনারা ভাল পোস্ট করেন তাহলে তো অবশ্য পরবর্তীতে আমাদেরও ভালো পোষ্ট দিতে সহজ হবে। আমাদের পরবর্তীতে যারা আসবে তারা আবার আমাদের কাছ থেকে শিখে থাকবে। আসুন আমরা সবাই নিম্নমানের পোস্ট না করে সবাই চেষ্টা করি ফোরামকে কিভাবে অগ্রসর করা যায় সেদিকে।

হ্যাঁ ঠিকধরেছেন তার কারণ হলো সিনিয়র মেম্বার রা যদি ভাল মত পোস্ট করে তাহলে সে সকল পোস্ট দেখে যুনিয়র মেম্বের শিখতে পারবে। অতএব আমাদের কি ওষুধ ভালোভাবে পোস্ট দিতে হবে এবং সে অনুযায়ী আবার ছোটদের শিখতে হবে।আসলে আপনার লক্ষ্য করলে দেখবেন যে সিনিয়র মেম্বার যারা রয়েছে তারা সব সময় কিন্তু অনেক ভালমানের পোস্ট দিয়ে যাচ্ছে। তার পরেও কিছু জুনিয়ার মেম্বারের সেগুলো ফলো করছে না। যে কারণে হয়তো তারা বেশি অগ্রসর হতে পারছে না।
Title: Re: নিম্নমানের পোস্ট না করি
Post by: Niloy on December 19, 2020, 04:31:42 AM
খেলা ভাই আমি আপনার সাথে একমত ।আমাদের সবার উচিত  ভালো মানের পোস্ট করা । যা থেকে আমরা নতুনরা অনেক জ্ঞান অর্জন করতে পারি ।নিম্নমানের পোস্ট করে অযথা টপিক  না বাড়িয়ে ভালোমানের নতুন টপিক তৈরি করে পোস্ট করা উচিত।
Title: Re: নিম্নমানের পোস্ট না করি
Post by: Alvida on January 31, 2021, 09:15:14 AM
হ্যাঁ ভাই আপনি ঠিকই বলেছেন আমরা সবাই অ্যাক্টিভিটি বাড়ানোর জন্য পোষ্ট করি। নতুন ইউজার আছে তারা যেন কিছু শিখতে পারে।অনেক সিনিয়ার ভাইয়েরা খুব ভালো ভালো পোস্ট করেন তাদের পোস্ট গুলো পড়লে খুব ভালো লাগে এবং অনেক কিছু জানা যায়।
Title: Re: নিম্নমানের পোস্ট না করি
Post by: ranaprime on January 31, 2021, 09:36:27 AM
বর্তমানে বাংলা বোর্ডে অনেক ভাল ভাল পোস্ট হচ্ছে যা থেকে যে কোন বিষয় ধারনা নেওয়ার পর্যাপ্ত সুযোগ আছে। আমি মনে করি এখান অনেকেই ভাল ভাবে শিক্ষা নিয়ে তারা এখন অনেকটাই ইস্ট্যাবলিস্ট হয়েছে ক্রিপ্টোজগতে। তাই আসুন আমরা চেস্টা করি অত্যন্ত কিছু না কিছু দেবার।
Title: Re: নিম্নমানের পোস্ট না করি
Post by: Malam90 on January 31, 2021, 11:07:34 AM
বর্তমানে বাংলা বোর্ডে অনেক ভাল ভাল পোস্ট হচ্ছে যা থেকে যে কোন বিষয় ধারনা নেওয়ার পর্যাপ্ত সুযোগ আছে। আমি মনে করি এখান অনেকেই ভাল ভাবে শিক্ষা নিয়ে তারা এখন অনেকটাই ইস্ট্যাবলিস্ট হয়েছে ক্রিপ্টোজগতে। তাই আসুন আমরা চেস্টা করি অত্যন্ত কিছু না কিছু দেবার।

হা ভাই আমিও একমত। গত প্রায় ৬-৭ মাস ধরে বাংলা বোর্ডে পোস্ট কোয়ালিটি অনেক বেড়েছে। আগের চেয়ে স্পাম কমেছে। ইউজাররা ভালো টপিক ও কমেন্ট করতেছে। কিছু নতুন ভাই আসতেছে যারা নতুন হওয়ায় ফোরামের রুলস না বুঝে সামান্য এদিক ওদিক করে ফেলতেছে। আমা করছি তারাও দ্রুত সংশোধন করে নিয়ে সামনে এগিয়ে যাবে। ইতিমধ্যেই অনেক ভাই হিরো লিজেন্ডারী হয়ে ফোরামে অনেক অবদান রেখে চলেছেন। সামনে আরো অবদান রাখতে পারবেন।
Title: Re: নিম্নমানের পোস্ট না করি
Post by: JISAN on January 31, 2021, 11:30:37 AM
আমরা সবাই অ্যাক্টিভিটি বাড়ানোর জন্য পোস্ট না করি। ফোরাম সম্পর্কে ভালো ভালো পোস্ট দিয়ে কিছু জ্ঞান অর্জন করতে পারে এধরনের পোস্ট আমরা দেবো। সিনিয়র ভাইয়েরা অনেক ভালো ভালো পোস্ট দেয় সেখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারি।
আগের চেয়ে অনেকটা স্পামিং কমে গেছে এখন সবাই চেষ্টা করে ভালো কিছু পোস্ট করার কেননা এখন ফোরামের সব মোডারেটর এবং এডমিন এক্টিভ তারা সব কিছু দেখেন আর সিনিয়ররাও এক্টিভ। আসা করি সামনের দিনে আরো ভালো পোস্ট দেখা যাবে সবার কাছ থেকে
Title: Re: নিম্নমানের পোস্ট না করি
Post by: babu10 on January 31, 2021, 11:59:34 AM
আমরা সবাই অ্যাক্টিভিটি বাড়ানোর জন্য পোস্ট না করি। ফোরাম সম্পর্কে ভালো ভালো পোস্ট দিয়ে কিছু জ্ঞান অর্জন করতে পারে এধরনের পোস্ট আমরা দেবো। সিনিয়র ভাইয়েরা অনেক ভালো ভালো পোস্ট দেয় সেখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারি।

ভাই এই বিষয়ে অনেকবার কথা বলেছি এখানে কিন্তু কে শোনে কার কথা। সবাই ভাসা ভাসা জ্ঞান নিয়ে এখান থেকে টাকা ইনকাম করতে চায় শুধু। আসলে ফোরাম শুধু টাকা ইনকাম করার জায়গা না। এখানে সর্বশেষ তথ্য প্রযুক্তি সম্পর্কেও অনেককিছু জানা যায় যারা এই বিষয়ে জানতে চায়। তাই আমি বলব সবাই একটু পড়াশোনা করে এই বিষয়ে ভালো কমেন্ট করতে পারি।
Title: Re: নিম্নমানের পোস্ট না করি
Post by: JISAN on January 31, 2021, 12:03:47 PM
আমরা সবাই অ্যাক্টিভিটি বাড়ানোর জন্য পোস্ট না করি। ফোরাম সম্পর্কে ভালো ভালো পোস্ট দিয়ে কিছু জ্ঞান অর্জন করতে পারে এধরনের পোস্ট আমরা দেবো। সিনিয়র ভাইয়েরা অনেক ভালো ভালো পোস্ট দেয় সেখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারি।

ভাই এই বিষয়ে অনেকবার কথা বলেছি এখানে কিন্তু কে শোনে কার কথা। সবাই ভাসা ভাসা জ্ঞান নিয়ে এখান থেকে টাকা ইনকাম করতে চায় শুধু। আসলে ফোরাম শুধু টাকা ইনকাম করার জায়গা না। এখানে সর্বশেষ তথ্য প্রযুক্তি সম্পর্কেও অনেককিছু জানা যায় যারা এই বিষয়ে জানতে চায়। তাই আমি বলব সবাই একটু পড়াশোনা করে এই বিষয়ে ভালো কমেন্ট করতে পারি।
আসলে নতুন যারা ফোরামে ডুকেছেন তার এই জ্ঞান নিয়েই ডুকেছেন যে ফোরামে বাউন্টি করে ইনকাম করা যায় তবে তারা ফোরামে কাজ করতে করতে বুঝতে পারবে যে ফোরামে আসলে কতকিছু আছে।
Title: Re: নিম্নমানের পোস্ট না করি
Post by: Malam90 on January 31, 2021, 01:51:35 PM
আমরা ২৫ বছর পড়ালেখা করেও চাকরি পাইনা। সেখানে না জেনেই ক্রিপ্টোতে ঢুকে টাকা আয় করবো ভাবাটাও অযৌক্তিক নয় কি? আসলে জানার কোন বিকল্প নেই। তাই নতুন ভাইদেরকে বলবো আপনারা একটু বেশি বেশি সময় দিন জানার জন্য। জানলে আয় করতে পারবেন।
Title: Re: নিম্নমানের পোস্ট না করি
Post by: bmr on January 31, 2021, 03:23:52 PM
একটি ফোরাম ভাল পর্যায়ে নিয়ে যেতে একজনের প্রচেস্টায় পাড়া যায় না। সবার একাত্নতা এবং সেই সাথে নিরলস পরিশ্রম করলেই ফোরাম কে ভাল পর্যায়ে নিয়ে যাওয়া সম্ভব।
Title: Re: নিম্নমানের পোস্ট না করি
Post by: Acifix on January 31, 2021, 03:56:48 PM
আমি আপনার সাথে একমত। ছয় সাত মাস ধরে বাংলাপ্রণে কোয়ালিটি বাড়ছে। কিন্তু স্পার্ম কমে যাচ্ছে। কিন্তু আমার মনে হয় কিছুদিন পর আবার স্পাম বাড়ার সম্ভাবনা আছে।
Title: Re: নিম্নমানের পোস্ট না করি
Post by: Mj joy on January 31, 2021, 06:46:30 PM
আমরা সবাই অ্যাক্টিভিটি বাড়ানোর জন্য পোস্ট না করি। ফোরাম সম্পর্কে ভালো ভালো পোস্ট দিয়ে কিছু জ্ঞান অর্জন করতে পারে এধরনের পোস্ট আমরা দেবো। সিনিয়র ভাইয়েরা অনেক ভালো ভালো পোস্ট দেয় সেখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারি।
সুন্দর পোস্ট দেওয়ার জন্য ধন্যবাদ। অবশ্যই আমি এই কথাগুলো অনেক আগে থেকেই সবাইকে বলতেছি। কিন্তু অনেকে মানতেছে না। নতুন ইউজার যারা এখানে এসেছেন তারা অনেকে রুলস গুলো ফলো করছেন না। অনেকে অবান্তর আলোচনা করছেন। অ্যাক্টিভিটি বাড়ানোর জন্য অনেকে পাগল হয়ে গেছেন। তাই আমি মনে করি তাদের সতর্ক হওয়া উচিত।

যেহেতু আপনি মডারেটর, তাই এখন থেকে আধা লাইন, পৌনে একলাইনের পোস্ট, নিম্নমানের পোস্ট দেখলেই ডিলিট করে দিবেন যাতে স্পাম না হয়। স্পাম খুবই খারাপ জিনিস। এছাড়া সামান্য বিষয়েও কমেন্ট করে জানতে চান অনেকে যা গুগলে গেলেই পাওয়া যায়-এমন পোস্ট না করার জন্য সবাইকে সতর্ক করে দিয়েছি। ভবিষ্যতে এরকম পোস্ট পেলে সেটাও ডিলিট করার জন্য চিন্তা ভাবনা করবেন। তাহলে আমাদের বাংলা বোর্ডটা স্পাম মুক্ত হবে।
   মালাম ভাই আপনি ঠিক কথা বলেছেন  আমাদের মত নতুনদের ভুল হওয়াটা স্বাভাবিক  তারপরও আমাদের চেষ্টা করতে হবে সিনিয়র ভাইদের  পোস্ট ভালোভাবে পরে ভালো কিছু পোষ্ট করার জন্য  আমরা নতুন অনেকে আছি যারা  রেঙ্ক আপ করার জন্য শুধু শুধু ছোট ছোট পোস্ট করে থাকি । এগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে ।  তবে আমাদের মথ নতুনদের যদি ভুল হয় মডারেটর ভাইদের কাছে আমার অনুরোধ থাকবে তারা যেন  আমাদের বাংলা ফর্ম টাকে ভালো রাখার জন্য যা করণীয় সেটা করেন ।

 ধন্যবাদ ।
Title: Re: নিম্নমানের পোস্ট না করি
Post by: Mental on January 31, 2021, 07:32:25 PM
হ্যাঁ ভাই আমরা অ্যাক্টিভিটি বাড়ানোর জন্য পোস্ট করব না। সিনিয়র ভাইরা আছেন তাদের পোস্ট থেকে আমরা জ্ঞান অর্জন করব। তারপর ভালোভাবে বুঝে নতুন টপিক তৈরি করব যে টপিক থেকে নতুন ইউজার রা কিছু শিখতে পারবে।
Title: Re: নিম্নমানের পোস্ট না করি
Post by: Mayajal on February 07, 2021, 07:13:09 PM
এই ফোরামে অনেক লোক আছে যারা নিম্নমানের পোস্ট করে তাই এদের বসি নিম্নমানের পোস্ট না করা। আপনারা পোস্ট করবেন ফোরাম রিলেটেড ভালো ও মানসম্মত পোস্ট করবেন। এ ধরনের পোস্ট করলে অবশ্যই সবার ভালো লাগবে এবং সবাই সবাইকে কারমা দেবে।
Title: Re: নিম্নমানের পোস্ট না করি
Post by: Dark Knight on February 08, 2021, 04:18:33 AM
আমরা সবাই অ্যাক্টিভিটি বাড়ানোর জন্য পোস্ট না করি। ফোরাম সম্পর্কে ভালো ভালো পোস্ট দিয়ে কিছু জ্ঞান অর্জন করতে পারে এধরনের পোস্ট আমরা দেবো। সিনিয়র ভাইয়েরা অনেক ভালো ভালো পোস্ট দেয় সেখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারি।
আমাদের ফোরামে অনেক নতুন ইউজার আছে যারা নিম্নমানের পোস্ট করে থাকে। আমি নতুনদেরকে বলব আমাদের ফোরামে অনেক সিনিয়র ভাই আছে তাদের পোস্ট গুলো লক্ষ্য করতে। যাতে করে কিছু শিখতে পারেন। আপনারা পোস্ট করবেন ফোরামে রিলেটেড এমনকি তথ্যবহুল পোস্ট করবেন।
Title: Re: নিম্নমানের পোস্ট না করি
Post by: AlviNess on February 08, 2021, 04:28:14 PM
আপনি ঠিক কথা বলেছেন।অনেক সময় দেখা যায় আমরা শুধুমাত্র আমাদের আইডির অ্যাক্টিভিটি বাড়ানোর জন্য ফোরামে বিভিন্ন অফটপিক এবং নিম্ন মানের পোস্ট করে থাকে যা ফোরামের জন্য খুবই হার্মফুল একটি বিষয়।তাই আমার মতে ফোরামের স্বার্থে এবং আমাদের বাংলা বোর্ড কে এক নম্বরে নিয়ে যেতে অবশ্যই আমাদের উন্নত মানের পোস্ট করতে হবে।
Title: Re: নিম্নমানের পোস্ট না করি
Post by: Batch18-19 on February 12, 2021, 03:53:19 PM
আমরা সবাই অ্যাক্টিভিটি বাড়ানোর জন্য পোস্ট না করি। ফোরাম সম্পর্কে ভালো ভালো পোস্ট দিয়ে কিছু জ্ঞান অর্জন করতে পারে এধরনের পোস্ট আমরা দেবো। সিনিয়র ভাইয়েরা অনেক ভালো ভালো পোস্ট দেয় সেখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারি।
নিজের আইডি এবং ফোরামের স্বার্থে আমাদের অবশ্যই নিম্নমানের পোস্ট করা থেকে বিরত থাকতে হবে। কারণ নিম্নমানের পোস্ট করলে যেমন আইডির একটি সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে তেমনি বাংলা বোর্ডের একটু মানহানি হয়।কারণ অন্যান্য লোকাল বোর্ড এর তুলনায় বাংলা বোর্ড কিন্তু অনেক ভালো একটি অবস্থানে আছে। তাই আমরা সবসময় চেষ্টা করব নিম্নমানের পোস্ট থেকে বিরত থাকার জন্য।
Title: Re: নিম্নমানের পোস্ট না করি
Post by: iRan Chy on February 12, 2021, 04:21:27 PM
আমি আপনার সাথে একমত। ছয় সাত মাস ধরে বাংলাপ্রণে কোয়ালিটি বাড়ছে। কিন্তু স্পার্ম কমে যাচ্ছে। কিন্তু আমার মনে হয় কিছুদিন পর আবার স্পাম বাড়ার সম্ভাবনা আছে।
ইতোমধ্যে আমি লক্ষ্য করেছি অনেককে তাদের র‍্যাংক বৃদ্ধির জন্য স্পামিং করেই যাচ্ছে। ফোরামের বড় ভাইয়েরা ক্ষমাশীল এবং কোন কঠোর পদক্ষেপ নেয়না তাই এই সুযোগ কে কাজে লাগাচ্ছে তারা।  ;D 
Title: Re: নিম্নমানের পোস্ট না করি
Post by: Herry on February 12, 2021, 04:59:12 PM
আমরা সবাই অ্যাক্টিভিটি বাড়ানোর জন্য পোস্ট না করি। ফোরাম সম্পর্কে ভালো ভালো পোস্ট দিয়ে কিছু জ্ঞান অর্জন করতে পারে এধরনের পোস্ট আমরা দেবো। সিনিয়র ভাইয়েরা অনেক ভালো ভালো পোস্ট দেয় সেখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারি।
আপনি ঠিকই বলেছেন অনেকেই ইউজার রয়েছে যারা এর রেংক বাড়ানোর জন্য নিম্নমানের পোস্ট করে থাকে। আমি বলব তাদের নিম্নমানের পোস্ট না করে ক্রিপ্টো রিলেটেড ভালো মানের টপিকঃ তৈরি করুন যেটা থেকে অন্যরা কিছু শিখতে পারবে। আমি সবসময় সিনিয়র ভাইদের কে অনুসরণ করার চেষ্টা করি।
Title: Re: নিম্নমানের পোস্ট না করি
Post by: Mist Joya on February 13, 2021, 06:33:50 AM
আমরা সবাই অ্যাক্টিভিটি বাড়ানোর জন্য পোস্ট না করি। ফোরাম সম্পর্কে ভালো ভালো পোস্ট দিয়ে কিছু জ্ঞান অর্জন করতে পারে এধরনের পোস্ট আমরা দেবো। সিনিয়র ভাইয়েরা অনেক ভালো ভালো পোস্ট দেয় সেখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারি।
  হ্যাঁ ভাই ঠিক বলেছেন আমাদের মত নতুনরা সিনিয়রভাইদের পোস্ট ভালোভাবে পড়লে অনেক কিছু শিখতে পারি  আর তারা অনেক জ্ঞান মূলক পোষ্ট করে থাকেন  ।আমাদের নতুনদের সহ সকলেরই উচিত ফরমের জন্য ভালো কিছু করা আমরা যেন ছোট ধরনের  বা নর্মাল  পোষ্ট  না করি ।  ফরমের  জন্যে এমন কিছু করি যাতে  ফরমের  অনেক উন্নতি হয় এবং ফোরামের সকলেরই উপকার ।হয়
Title: Re: নিম্নমানের পোস্ট না করি
Post by: bmw1 on February 17, 2021, 06:27:36 PM
আমরা সবাই অ্যাক্টিভিটি বাড়ানোর জন্য পোস্ট না করি। ফোরাম সম্পর্কে ভালো ভালো পোস্ট দিয়ে কিছু জ্ঞান অর্জন করতে পারে এধরনের পোস্ট আমরা দেবো। সিনিয়র ভাইয়েরা অনেক ভালো ভালো পোস্ট দেয় সেখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারি।

আমরা সবাই অ্যাক্টিভিটি বাড়ানোর জন্য পোষ্ট করি কিন্তু কিছু উন্নত মানের পোস্ট মানসম্মত পোস্ট করিনা যা থেকে কিছু শেখা যায়। আমরা সবাই আজ থেকে এ ধরনের পোস্ট করব যেন এখান থেকে আমরা নতুন ইউজাররা কিছু শিখতে পারি।
আমাদের এরকম ভাবে বললে কিছু হবে না যদি হয় তাহলে খুব কষ্টে কারণ ভালো মানের  পোস্ট করতে হলে কিছু বলে দিতে হয় যেমন অনেক সুন্দর ভাবে লিখতে হবে, গুছিয়ে লিখতে হবে, এমনকি পোস্তগোলা চেনো অনেক সুন্দর হয় এবং পোস্টগুলো পড়ে ভাল লাগে এবং সবাই যেনো করতে আগ্রহী এরকম পোস্ট করতে হবে।
Title: Re: নিম্নমানের পোস্ট না করি
Post by: Goldlife on February 18, 2021, 04:38:30 AM
ধন্যবাদ ভাই আপনাকে মূল্যবান পোষ্ট করার জন্য আমি আপনার সাথে একমত যে ফোরাম টিকে আরও উন্নতির শিখরে নিয়ে যাওয়ার জন্য আমরা দৃঢ় প্রত্যয় নিয়ে কাজ করে যাচ্ছি এটা ঠিক কিন্তু কিছু অসাধু লোকের এই ফোরাম থেকে নষ্ট করার চেষ্টা করতেছে অনেক নিম্নমানের পোস্ট করতেছে যারা এই ফোরামের ক্ষতি চায় এবং তাদের অ্যাক্টিভিটি হাতিয়ে নেওয়ার জন্য অনেক চেষ্টার পর চেষ্টা করে যাচ্ছে এ প্রান্তিকের ক্ষতি করে আমি তাদের উদ্দেশ্যে কিছু বলবো যে যারা এই ধরনের কাজ করতে চান তারা এই ধরনের জঘন্য কাজ করা থেকে বিরত থাকুন এবং একইভাবে উন্নতির শিখরে নিয়ে যাওয়া যায় এজন্য একটু কাজ করুন মনোযোগ দিয়ে এবং এখানে ও আর এটি সম্পূর্ন পোস্ট পড়ুন এবং নিম্নমানের পোস্ট করা থেকে বিরত থাকুন ধন্যবাদ সকলকে আশা করছি সবাই বুঝতে পারছেন
Title: Re: নিম্নমানের পোস্ট না করি
Post by: bmw1 on February 18, 2021, 06:04:40 AM
ধন্যবাদ ভাই আপনাকে মূল্যবান পোষ্ট করার জন্য আমি আপনার সাথে একমত যে ফোরাম টিকে আরও উন্নতির শিখরে নিয়ে যাওয়ার জন্য আমরা দৃঢ় প্রত্যয় নিয়ে কাজ করে যাচ্ছি এটা ঠিক কিন্তু কিছু অসাধু লোকের এই ফোরাম থেকে নষ্ট করার চেষ্টা করতেছে অনেক নিম্নমানের পোস্ট করতেছে যারা এই ফোরামের ক্ষতি চায় এবং তাদের অ্যাক্টিভিটি হাতিয়ে নেওয়ার জন্য অনেক চেষ্টার পর চেষ্টা করে যাচ্ছে এ প্রান্তিকের ক্ষতি করে আমি তাদের উদ্দেশ্যে কিছু বলবো যে যারা এই ধরনের কাজ করতে চান তারা এই ধরনের জঘন্য কাজ করা থেকে বিরত থাকুন এবং একইভাবে উন্নতির শিখরে নিয়ে যাওয়া যায় এজন্য একটু কাজ করুন মনোযোগ দিয়ে এবং এখানে ও আর এটি সম্পূর্ন পোস্ট পড়ুন এবং নিম্নমানের পোস্ট করা থেকে বিরত থাকুন ধন্যবাদ সকলকে আশা করছি সবাই বুঝতে পারছেন
আপনি সঠিক কথা বলেছে, আমাদের বাংলা ফোরামের ক্ষতি কর‍তে চাচ্ছে, আমার মনে হয় তারাই নিম্নমানের পোষ্ট করে। যারা নিম্ন মানের পোস্ট করে শুধু এক্টিভিটি বারানোর জন্য, আমাদের এক্টিভিটি বারানোর জন্য পোষ্ট করা যাবে না, আমাদের বাংলা বোর্ডকে এগিয়ে নেওয়ার জন্য পোষ্ট করতে হবে।                   
Title: Re: নিম্নমানের পোস্ট না করি
Post by: Ogma on February 18, 2021, 06:22:23 AM
Subject যেহেতু '' নিম্নমানের পোস্ট না করি" তাই কিছু না লিখলেই নয়
ভালো পোস্ট করতে হলে অবশ্যই ভালো একটি কনটেন্ট দরকার আর সেই কনটেন্ট এই ভালো কিছু সঠিক তথ্য মূলক এবং জ্ঞান অর্জনের মত কিছু শেখা যায়। কন্টেন যদি আপনি এই করবেন আপনি এই করবেন না এইসব হয় তাহলে ভিতরে আর কি মানুষ কমেন্ট করবে বা কি লিখবে । তাই সবাই ভালো কনটেন তৈরি করি এবং ভালো তথ্যমূলক কোয়ালিটি সম্পন্ন কমেন্ট করি শুধু রেঙ্ক বাড়ানোর জন্য নয় সিনিয়র এবং জুনিয়র উভয় কেই ভালো পোস্ট করতে হবে ।
Title: Re: নিম্নমানের পোস্ট না করি
Post by: Newron on February 18, 2021, 02:41:32 PM
আমরা সর্বদাই নিম্নমানের পোস্ট থেকে বিরত থাকব। নিম্নমানের পোস্ট করলে আমাদের কোন উপকারে আসবেনা। এতে আমার সময় এবং কর্ম বৃথা যাবে। আমরা সর্বদাই মানসম্পন্ন পোস্ট করব।এতে আমাদের ফরুম কে এগিয়ে নিতে যেমন সাহায্য করবে তেমনি আমরা জ্ঞান ধারণ করতে পারব।
Title: Re: নিম্নমানের পোস্ট না করি
Post by: Tubelight on March 22, 2021, 06:10:18 AM
বর্তমানে আমাদের ফোরামে যতগুলো সদস্য আছে তাদের অধিকাংশ সদস্য গুলো ভালো মানের পোস্ট করে থাকে। তবে কিছু কিছু নতুন সদস্য আছে যারা হয়তো বুঝতে না পেরে একটু নিম্নমানের রোধ করে থাকি। আশা করছি তাদের পোস্ট এর কোয়ালিটি পরিবর্তন হবে।
Title: Re: নিম্নমানের পোস্ট না করি
Post by: Acifix on March 22, 2021, 08:30:07 AM
ভাইয়েরা আপনারা অনেক সুন্দর পোস্ট করেছেন। আপনাদের পোস্টগুলো পড়ে আমি কিছুটা আমি বুঝতে পেরেছি। আপনার পোস্ট যদি আরো কোন ইউজাররা পরে। তাহলে তারা বুঝতে পারবে। তাই ভাইয়ারা আপনাদের অনেক ধন্যবাদ।
Title: Re: নিম্নমানের পোস্ট না করি
Post by: Password on March 22, 2021, 09:12:59 AM
ফোরামে আমরা নিম্নমানের পোস্ট না করে অনেক ভালো পোস্ট করার চেষ্টা করব। ফোরামে আমরা যারা নতুন রয়েছি কিছু না বুঝেই পোস্ট করতে থাকি। এতে দেখা যায় যে কোন কিছুই লাভ হয় না। তাই সিনিয়র ভাইদের পোস্ট গুলো লক্ষ্য করে কিছুটা জ্ঞান অর্জন করে তারপরে পোস্ট করতে হবে তাহলে অনেক কিছু শেখা যাবে।
Title: Re: নিম্নমানের পোস্ট না করি
Post by: Azharul on April 01, 2021, 12:54:03 PM
ফোরামে নতুন অনেক সদস্য আছে যারা কোনো কিছু ঠিক মত না বুঝে তাদের পোস্ট করে থাকে।কেননা তারা অনেক সময় শুধু অ্যাকটিভিটি বাড়ানোর জন্য পোস্ট করে থাকে। আর সে জন্যই তাদের পোস্টগুলো অনেক নিম্ন মানের হয়ে থাকে।তবে আমি মনে করি ভবিষ্যতে এ রকম পোস্ট করা থেকে বিরত থাকতে হবে।কেননা মানসম্পন্ন পোস্ট না হলে নেগেটিভ কারমা পাওয়ার সম্ভাবনা অনেক বেশি।তাই আমরা যেনো এ রকম নিম্নমানের পোস্ট করা থেকে বিরত থাকতে পারি।
Title: Re: নিম্নমানের পোস্ট না করি
Post by: Fariwala on April 02, 2021, 04:43:29 AM
হ্যাঁ ব্রো আপনি একদম ঠিক কথা বলেছেন কারণ ফোরামে কিন্তু বর্তমানে স্পামিং হচ্ছে বেশি এবং মাত্র 45 দিনের কিন্তু হিরো মেম্বার হয়ে যাচ্ছে অনেকেই এটা অবশ্যই দুঃখজনক এত বেশি পোস্ট করলে স্পামিং তো হবে স্বাভাবিক তাই আমি বলব যে মডারেটরদের দৃষ্টি আকর্ষণ করতে হবে এবং তারা যেন যথাযথ ব্যবস্থা গ্রহণ করে এজন্য তাদেরকে কাজ করে যেতে হবে কিন্তু আমরা যারা মেম্বার আছি ফোরামের তাদেরকে কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে যে প্রাণকে উন্নতির শিখরে নিয়ে যেতে হলে আমাদের প্রাণপণ কিন্তু কাজ করে যেতে হবে পড়ানোর জন্য কোন কোয়ালিটির সম্পুর্ন পোস্ট করতে হবে এবং তথ্যবহুল পোস্ট করতে যাতে করে অন্যের উপকারে আসে
Title: Re: নিম্নমানের পোস্ট না করি
Post by: Rifan Khan on May 05, 2021, 06:53:32 AM
হ্যাঁ আপনি ঠিক বলেছেন কারণ আমরা যেন নিম্নমানের পোস্ট না করে। আমরা দেখতে পাচ্ছি না অল্প কয়েকদিনেই একজন ব্যক্তি কিভাবে হিরো মেম্বার বানালেন। সে ফোরামে অনেক ভালো পোস্ট করতে পারেন না। তাই আমি বলব আর আমরাপোষ্ট করার জন্য বেশি বেশি সময় দিতে হবে।
Title: Re: নিম্নমানের পোস্ট না করি
Post by: Angel julian on May 05, 2021, 10:11:21 AM
এই ফোরামে যারা নতুন ইউজার আছে তারা সবাই ভালো পোস্ট দেওয়ার চেষ্টা করে থাকে কিন্তু যেহেতু নতুন তাই কিছু টা ভুল হতে পারে কিন্তু তারপরেও চেষ্টা করতে হবে ভালো করে বুঝে পোস্ট দেওয়ার।এই ফোরামে অনেক বড় সিনিয়র ভাইদের পোস্ট আছে তাদের পোস্ট গুলো পরলে আমরা সবাই শিখতে পাড়বো।
আসসালামু আলাইকুম ভাইয়া আপনি সঠিক কথা বলেছেন। আপনার সাথে একমত পোষণ করেছি। আপনার পোস্টটি পড়ে অনেক বিষয়ে ধারনা লাভ করলাম। ধন্যবাদ ভাই আপনাকে। ফোরামের নতুন কিছু সদস্য আছে যারা ফোরামের রুলস না মানে শুধু একটিভিটি বাড়ানো জন্য পোস্ট করে। এটা আসলে খুবই খারাপ জনক কথা। এরপর থেকে আমরা সবাই সতর্ক হব এবং এই বাংলা ফোরাম এর রুলস মেনে পোস্ট করব। আমরা সবাই ভাল মানের পোস্ট করব যাতে কারমা পাওয়া যায় এবং নিম্নমানের পোস্ট করব না।
Title: Re: নিম্নমানের পোস্ট না করি
Post by: Asad72 on May 05, 2021, 01:49:47 PM
এই ফোরামে যারা নতুন ইউজার আছে তারা সবাই ভালো পোস্ট দেওয়ার চেষ্টা করে থাকে কিন্তু যেহেতু নতুন তাই কিছু টা ভুল হতে পারে কিন্তু তারপরেও চেষ্টা করতে হবে ভালো করে বুঝে পোস্ট দেওয়ার।এই ফোরামে অনেক বড় সিনিয়র ভাইদের পোস্ট আছে তাদের পোস্ট গুলো পরলে আমরা সবাই শিখতে পাড়বো। এবং সিনিয়র ভাইদের পোস্ট পড়ে তারপর কিছু জ্ঞান অর্জন করে পোস্ট করা উচিত।

Title: Re: নিম্নমানের পোস্ট না করি
Post by: Crypto_Somrat on May 05, 2021, 06:40:09 PM
শুধু অ্যাক্টিভিটি বাড়ানোর উদ্দেশ্যে পোস্ট করলে সেটা এক প্রকার স্পামিং এর সমতুল্য। তাই শুধু অ্যাক্টিভিটি বাড়ানোর উদ্দেশ্যে পোস্ট না করে যতটুকু সম্ভব ভালো মানের কিছু শিক্ষামূলক পোস্ট করার চেষ্টা করা উচিত। যেখান থেকে কিছু না কিছু শিখতে পারা যায়। তাতে আপনার অ্যাক্টিভিটিও বাড়বে এবং আপনার পোস্ট কোয়ালিটিও ভালো থাকবে। পোস্ট কোয়ালিটি ঠিক রাখা ফোরামে এগিয়ে যাওয়ার জন্য খুবই জরুরী। তাই দয়া করে কেউ শুধু অ্যাক্টিভিটি বাড়ানোর উদ্দেশ্যে পোস্ট করবেন না, যতটুকু সম্ভব ভালো মানের পোস্ট করুন। ফোরামকে স্পামিং মুক্ত রাখতে সহায়তা করুন৷
Title: Re: নিম্নমানের পোস্ট না করি
Post by: Diknel on May 06, 2021, 07:38:43 AM
আমি আপনার সাথে একমত কারণ আমাদের নিম্নমানের পোস্ট করা থেকে বিরত থাকা উচিত যেহেতু ফোরাম অনেক উন্নতি লাভ করেছে। আমাদের সবাইকে নিম্নমানের পোস্ট থেকে বিরত থাকা উচিত।
Title: Re: নিম্নমানের পোস্ট না করি
Post by: Random203 on May 06, 2021, 08:08:49 AM
নিম্নমানের পোস্ট করে করে নিজের আইডি বড় বানানোর জন্য অনেকেই উঠেপড়ে লাগেন, যা একেবারেই উচিৎ নয়। নিম্নমানের পোস্ট থেকে কিছু শেখার থাকে না।  তাই সবার যেনো উপকার হয়, সবাই যেনো কিছু শিখতে পারে সেই উদ্দেশ্যে ভালো মানের পোস্ট করা উচিৎ আমাদের।                 
Title: Re: নিম্নমানের পোস্ট না করি
Post by: Sumi on May 06, 2021, 09:08:46 AM
হ্যাঁ আপনি একদম ঠিক কথা বলেছেন আমি আপনার সাথে একমত কারণ ফোরামের জন আমরা যদি কোয়ালিটি সম্পন্ন পোস্ট করি তাহলে কিন্তু সবাই সব তথ্য পাবে সঠিক ভাবে তা নাহলে কিন্তু পাবেনা আমরা যারা এখানে মেম্বার আছে তারা কিন্তু সবাই জানি যে পরম কি আমরা অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে চাই সবাই মুখে মুখে এটি বলে কিন্তু কাজকর্মে আমরা কোন কিছু দেখতে পারতেছি না সবগুলো পোষ্ট থেকে বেরোতে পারছে না সবাই শুধু তাদের আপ করার জন্য প্রতিনিয়ত পোস্ট করে যাচ্ছে একের পর এক তাই আপনার সাথে আমি একমত যেয়ে সবাইকে বলব যে ফোরামের শোক সুন্দর সুন্দর পোস্ট করেন এবং কোয়ালিটি সম্পন্ন পোস্ট করুন তথ্যবহুল পোস্ট করো তাহলে আমরা এই ফোরাম কেয়ারও উপরে নিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ
Title: Re: নিম্নমানের পোস্ট না করি
Post by: Dilshan on May 09, 2021, 01:58:14 PM
বেশকিছু ইউজাররা রয়েছেন যারা অ্যাক্টিভিটি বাড়ানোর জন্য সবসময় আজেবাজে নিম্নমানের পোস্ট করে থাকে। যার মধ্যে কোন কিছু শেখার থাকে না। সব সময় আলতু ফালতু পোস্ট করতে থাকে আর একটা টপিকে ছয়-সাতটা পোস্ট করে ফেলে। যার মধ্যে সব সময় একই কথা ঘুরিয়ে পেচিয়ে লেখা থাকে। আর সেটার মধ্যে শিখনীয় কিছুই থাকে না। যেটা স্প্যামিং হিসেবে ধরে নেওয়া হয়। আর স্প্যামিং করাটা অপরাধ। যার কারণে আমাদের আইডিটা নষ্ট হয়ে যেতে পারে। তাই সবার কাছে আমার অনুরোধ ভালো কোয়ালিটির পোস্ট করুন।  স্পামিং বন্ধ করুন। যেন আমরা এই ফোরামকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারি।