Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: Btceth01 on August 19, 2020, 03:54:18 PM

Title: DIA কয়েন বাউন্টি হান্টারদের ডিসট্রিবিউশন করে দেবে কি
Post by: Btceth01 on August 19, 2020, 03:54:18 PM
DIA কয়েন কি ডিসট্রিবিউশন করে বাউন্টি হান্টার দের দেবে কি। এ সম্পর্কে আপনাদের মতামত জানতে চাই
Title: Re: DIA কয়েন বাউন্টি হান্টারদের ডিসট্রিবিউশন করে দেবে কি
Post by: Em00n01 on August 19, 2020, 05:31:06 PM
টপিক গুলো নিম্নমানের। আপনি বিস্তারিত ভাবে লিখে আরেকটু ভালো টপিক লিখলে সবার জন্য ভালো হবে। আর DIA বাউন্টি পেমেন্ট আটকানোর মতো কোনো কারণ দেখছিনা আপাতত।
Title: Re: DIA কয়েন বাউন্টি হান্টারদের ডিসট্রিবিউশন করে দেবে কি
Post by: Mrkadir85 on August 20, 2020, 07:59:03 AM
DIA বাউন্টি হান্ডারদের মাঝে খুব তাড়াতাড়ি ডিস্ট্রিবিউশন করার সম্ভাবনা আছে।HOMT এর আপডেট নিউজ কেউ কি বলতে পারবেন।
Title: Re: DIA কয়েন বাউন্টি হান্টারদের ডিসট্রিবিউশন করে দেবে কি
Post by: Malam90 on August 20, 2020, 08:44:41 AM
DIA তাদের টেলিগ্রাম আপডেট অনুযায়ী বন্ডিং কার্ভের ৩০ দিন পরে ১ম পেমেন্ট দিবে, ৬০ দিন পরে ২য় পেমেন্ট দিবে এবং ৯০ দিন পরে ৩য় পেমেন্ট দিবে। তাদের বন্ডিং কার্ভ গত ১৮ তারিখ শেষ হয়েছে। সুতারং ১৮-০৯-২০ তারিখে পাবেন ১ম পেমেন্ট। আর এই সব আপডেট তো ফোরামে আলোচনার বিষয় না। তাদের টেলিগ্রাম বাউন্টি গ্রুপে আপডেট থাকে। সেখানে দেখবেন এবং আলোচনা করবেন।
Title: Re: DIA কয়েন বাউন্টি হান্টারদের ডিসট্রিবিউশন করে দেবে কি
Post by: Nostoman on August 20, 2020, 09:49:31 AM
DIA তাদের টেলিগ্রাম আপডেট অনুযায়ী বন্ডিং কার্ভের ৩০ দিন পরে ১ম পেমেন্ট দিবে, ৬০ দিন পরে ২য় পেমেন্ট দিবে এবং ৯০ দিন পরে ৩য় পেমেন্ট দিবে। তাদের বন্ডিং কার্ভ গত ১৮ তারিখ শেষ হয়েছে। সুতারং ১৮-০৯-২০ তারিখে পাবেন ১ম পেমেন্ট। আর এই সব আপডেট তো ফোরামে আলোচনার বিষয় না। তাদের টেলিগ্রাম বাউন্টি গ্রুপে আপডেট থাকে। সেখানে দেখবেন এবং আলোচনা করবেন।
হ্যাঁ অবশ্যই তারা সামনের মাসে পেমেন্ট করবে। তবে Malam90  ভাই আপনি তো এই প্রজেক্টটিতে জয়েন করেছিলেন কিন্তু কেন কাজ করেননি? project টি কাজ করলে আপনি আপনি কিন্তু বড় অঙ্কের একটি পেমেন্ট পেতেন। তবে আমরা বলতে পারতাম যে আমাদের বাংলাদেশী একজন ভাই বড় অঙ্কের একটি পেমেন্ট পেয়েছে
Title: Re: DIA কয়েন বাউন্টি হান্টারদের ডিসট্রিবিউশন করে দেবে কি
Post by: Malam90 on August 20, 2020, 11:58:10 AM
DIA তাদের টেলিগ্রাম আপডেট অনুযায়ী বন্ডিং কার্ভের ৩০ দিন পরে ১ম পেমেন্ট দিবে, ৬০ দিন পরে ২য় পেমেন্ট দিবে এবং ৯০ দিন পরে ৩য় পেমেন্ট দিবে। তাদের বন্ডিং কার্ভ গত ১৮ তারিখ শেষ হয়েছে। সুতারং ১৮-০৯-২০ তারিখে পাবেন ১ম পেমেন্ট। আর এই সব আপডেট তো ফোরামে আলোচনার বিষয় না। তাদের টেলিগ্রাম বাউন্টি গ্রুপে আপডেট থাকে। সেখানে দেখবেন এবং আলোচনা করবেন।
হ্যাঁ অবশ্যই তারা সামনের মাসে পেমেন্ট করবে। তবে Malam90  ভাই আপনি তো এই প্রজেক্টটিতে জয়েন করেছিলেন কিন্তু কেন কাজ করেননি? project টি কাজ করলে আপনি আপনি কিন্তু বড় অঙ্কের একটি পেমেন্ট পেতেন। তবে আমরা বলতে পারতাম যে আমাদের বাংলাদেশী একজন ভাই বড় অঙ্কের একটি পেমেন্ট পেয়েছে

DIA টোকেনের আইইও ভেলূ ছিলো $0.05। তাই আমি মনে করলাম ৪ উইক সিগনেচার করে হয়তো ১০০০ টোকেন পাব যার দাম হবে মাত্র ৫০ ডলার আর যদি মার্কেট ভালো হয তাহলে ৬০-৭০ ডলার পাব। যা তুলনামুলকভাবে খুবই কম। এজন্য সিগনেচার চেঞ্জ করেছিলাম বাকিটা ইতিহাস হয়ে গেলো। এভাবে মাত্র ৫ সেন্টের টোকেন ৩ডলার+ দাম হবে তা কেউ কি ভেবেছিলো। বড় ধরনের পেমেন্ট মিস করলাম আমার মিস জাজমেন্টের কারণে। তবে টুইটারে কিছু টোকেন পাব।
Title: Re: DIA কয়েন বাউন্টি হান্টারদের ডিসট্রিবিউশন করে দেবে কি
Post by: Nostoman on August 20, 2020, 01:03:39 PM
আমারও একই ধারণা ছিল। আমি তখন  Terracredit প্রজেক্টে সিগনেচার করতাম. DIA প্রকল্পটি  ভালো হওয়া সত্ত্বেও আমি জয়েন করতে করিনি। আপনার মতো একই কারণ ছিল। DIA রাতারাতি বেড়ে যাবে আমি কখনো ভাবতে পারিনি। আমি জানি যে কোন টকেন দাম বৃদ্ধি পেলে হয়তো আইসিও price এর দ্বিগুণ বা তিন গুণ হয় কিন্তু একেবারে এত বেশি হয়ে যাবে এটা ধারনার বাইরে ছিল। তবে আমি কিছু token কিনে রেখেছি। আশা করি ভাল কিছু পাব।
Title: Re: DIA কয়েন বাউন্টি হান্টারদের ডিসট্রিবিউশন করে দেবে কি
Post by: Btceth01 on August 20, 2020, 03:57:10 PM
DIA তাদের টেলিগ্রাম আপডেট অনুযায়ী বন্ডিং কার্ভের ৩০ দিন পরে ১ম পেমেন্ট দিবে, ৬০ দিন পরে ২য় পেমেন্ট দিবে এবং ৯০ দিন পরে ৩য় পেমেন্ট দিবে। তাদের বন্ডিং কার্ভ গত ১৮ তারিখ শেষ হয়েছে। সুতারং ১৮-০৯-২০ তারিখে পাবেন ১ম পেমেন্ট। আর এই সব আপডেট তো ফোরামে আলোচনার বিষয় না। তাদের টেলিগ্রাম বাউন্টি গ্রুপে আপডেট থাকে। সেখানে দেখবেন এবং আলোচনা করবেন।

হ্যাঁ ব্রো আমি DIA কয়েন হোল্ড করতে চাই। আপনারা কি DIA কয়েন সম্পর্কে ভবিষ্যৎবাণী কিছু বলতে পারেন যে হোল্ড করলে কি হতে পারে। আপনাদের মতামত জানতে চাই।
Title: Re: DIA কয়েন বাউন্টি হান্টারদের ডিসট্রিবিউশন করে দেবে কি
Post by: Triedboy on September 09, 2020, 03:02:55 AM
DIA এর price 4$ এর উপরে উঠে ছিল।কিন্ত আবারো অনেক কুমে গিয়েছে।তাই তো বাউন্টি যারা করেছে তাদের দেয় নি দিলে আমার মনে হয় আরো কুমে যাবে।এখন আবার কোন দিকে যাবে বলা মুশকিল।
Title: Re: DIA কয়েন বাউন্টি হান্টারদের ডিসট্রিবিউশন করে দেবে কি
Post by: Triedboy on September 09, 2020, 03:07:11 AM
DIA বাউন্টি হান্ডারদের মাঝে খুব তাড়াতাড়ি ডিস্ট্রিবিউশন করার সম্ভাবনা আছে।HOMT এর আপডেট নিউজ কেউ কি বলতে পারবেন।

অনেকেই ভেবেছিলাম যে DIA  এর থেকে HOMT ভালো হবে।এজন্য সবাই DIA না করে HOMT করেছিলাম কিন্তু এখন DIA এর price আকাশ ছোঁয়া আর HOMTএর price অনেক কুমে গিয়েছে।আসলেই ক্রিপ্টো মার্কেট এর আগাম খবর কেও জানে না।
Title: Re: DIA কয়েন বাউন্টি হান্টারদের ডিসট্রিবিউশন করে দেবে কি
Post by: Papusha20 on September 09, 2020, 03:09:02 AM
DIA তাদের টেলিগ্রাম আপডেট অনুযায়ী বন্ডিং কার্ভের ৩০ দিন পরে ১ম পেমেন্ট দিবে, ৬০ দিন পরে ২য় পেমেন্ট দিবে এবং ৯০ দিন পরে ৩য় পেমেন্ট দিবে। তাদের বন্ডিং কার্ভ গত ১৮ তারিখ শেষ হয়েছে। সুতারং ১৮-০৯-২০ তারিখে পাবেন ১ম পেমেন্ট। আর এই সব আপডেট তো ফোরামে আলোচনার বিষয় না। তাদের টেলিগ্রাম বাউন্টি গ্রুপে আপডেট থাকে। সেখানে দেখবেন এবং আলোচনা করবেন।

হ্যাঁ ব্রো আপডেট তথ্য জানানোর জন্য আপনাকে অনেক ধন্যবাদ আমরা জানি না DIA টোকেন কিভাবে পাঠাবেন আমাদের। আমরা জানতাম যে যা পেয়েছি সব একবারে পেমেন্ট করবে কিন্তু না আপনার পোস্ট দেখে এখন সম্পূর্ণ নিশ্চিত হয়েছি যে তিন ধাপে পেমেন্ট করবে। এ ধরনের আরও যদি আপডেট তথ্য থাকে আমাদের জানিয়ে দিবেন।
Title: Re: DIA কয়েন বাউন্টি হান্টারদের ডিসট্রিবিউশন করে দেবে কি
Post by: Fawpac2 on September 09, 2020, 06:08:25 AM
DIA বাউন্টি হান্টারদের মাঝে অবশ্যই ডিস্ট্রিবিউশন করবে। কেননা সিইও এবং বাউন্টি ম্যানেজার অনেক ভালো এবং সৎ। এর আগেও আমি এই বাউন্টি ম্যানেজারের অনেক কাজ করেছি এবং সব কয়টার পেমেন্ট পেয়েছি।
Title: Re: DIA কয়েন বাউন্টি হান্টারদের ডিসট্রিবিউশন করে দেবে কি
Post by: Fawpac2 on September 09, 2020, 06:11:04 AM
DIA বাউন্টি হান্ডারদের মাঝে খুব তাড়াতাড়ি ডিস্ট্রিবিউশন করার সম্ভাবনা আছে।HOMT এর আপডেট নিউজ কেউ কি বলতে পারবেন।
HOMT ক্যাম্পেইনের টোকেন দিস্ট্রিবিউশন করবে অক্টোবরে।
Title: Re: DIA কয়েন বাউন্টি হান্টারদের ডিসট্রিবিউশন করে দেবে কি
Post by: Mrkadir85 on September 10, 2020, 06:42:14 PM
DIA অনেক ভালো একটি প্রজেক্ট ছিল ।যারা এ প্রজেক্টে সিগনেচার ক্যাম্পেইনে কাজ করেছে তারা ভালো একটি পেমেন্ট পাবে ইনশাল্লাহ। এছাড়া যারা টুইটার ক্যাম্পেইনে কাজ করেছে তারাও মোটামুটি পেমেন্ট পাবেন। যতদূর জানি এ মাসের 18 তারিখে প্রথম রাউন্ডের পেমেন্ট দেবে।DIA কোয়েনের দাম 5 ডলারে পৌঁছেছিল বর্তমানে কিছুটা কমেছে ।তবে আশা করা যায় এ কয়েনের দাম আবার পাম্প করবে।
Title: Re: DIA কয়েন বাউন্টি হান্টারদের ডিসট্রিবিউশন করে দেবে কি
Post by: Nostoman on September 10, 2020, 07:39:23 PM
DIA অনেক ভালো একটি প্রজেক্ট ছিল ।যারা এ প্রজেক্টে সিগনেচার ক্যাম্পেইনে কাজ করেছে তারা ভালো একটি পেমেন্ট পাবে ইনশাল্লাহ। এছাড়া যারা টুইটার ক্যাম্পেইনে কাজ করেছে তারাও মোটামুটি পেমেন্ট পাবেন। যতদূর জানি এ মাসের 18 তারিখে প্রথম রাউন্ডের পেমেন্ট দেবে।DIA কোয়েনের দাম 5 ডলারে পৌঁছেছিল বর্তমানে কিছুটা কমেছে ।তবে আশা করা যায় এ কয়েনের দাম আবার পাম্প করবে।
লেগিট তথ্য। আপনার পোস্ট গুলো ভালো হয়। আশা করি আপনি ভবিষ্যতে ভালো মানের পোস্ট করবেন। ধন্যবাদ।
+১       
Title: Re: DIA কয়েন বাউন্টি হান্টারদের ডিসট্রিবিউশন করে দেবে কি
Post by: mahid on September 15, 2020, 06:38:13 PM
ডায়া একটি ভাল প্রজেক্ট। আর এই প্রজেক্ট এর ডিস্ট্রিবিউশন অবশ্যই হবে। আমি যতদুর জানি আগামি 18 তারিখ এ এর ডিন্ট্রিবিউশন করবে। আশা করি এটি তারা করবে। যদি না করে তাহলে তাদের রিপুটেশন নস্ট হবে। তাই তারা এই ভুল করবে না।
Title: Re: DIA কয়েন বাউন্টি হান্টারদের ডিসট্রিবিউশন করে দেবে কি
Post by: Nostoman on September 15, 2020, 06:45:12 PM
ডায়া একটি ভাল প্রজেক্ট। আর এই প্রজেক্ট এর ডিস্ট্রিবিউশন অবশ্যই হবে। আমি যতদুর জানি আগামি 18 তারিখ এ এর ডিন্ট্রিবিউশন করবে। আশা করি এটি তারা করবে। যদি না করে তাহলে তাদের রিপুটেশন নস্ট হবে। তাই তারা এই ভুল করবে না।
১৮ তারিখে টোকেন বিতরণ করা হবে।  এই টিম অবশ্যই তাদের প্রতিশ্রুতি রক্ষা করবে। তাদের প্রচারণার আগের বাউন্টিতে যেরকম বিতরণ করেছে। 
Title: Re: DIA কয়েন বাউন্টি হান্টারদের ডিসট্রিবিউশন করে দেবে কি
Post by: Btceth01 on September 16, 2020, 02:28:01 AM
টপিক গুলো নিম্নমানের। আপনি বিস্তারিত ভাবে লিখে আরেকটু ভালো টপিক লিখলে সবার জন্য ভালো হবে। আর DIA বাউন্টি পেমেন্ট আটকানোর মতো কোনো কারণ দেখছিনা আপাতত।

হ্যাঁ ভাই, আটকানোর মতো কারণ আমি দেখছি না কারণ DIA এমন সময় পেমেন্ট করবে যে DIA টোকেন এর দাম থাকবে না অল্পকিছু দাম নিয়ে আসবে। কিছুদিন আগে যে দাম ছিল বর্তমান কিন্তু সে দাম নেই। বাউন্টি হান্টারদের পেমেন্ট করলে তারা অল্প দামে বিক্রি করে দিয়ে বাজার নর্মাল করে দেয়।
Title: Re: DIA কয়েন বাউন্টি হান্টারদের ডিসট্রিবিউশন করে দেবে কি
Post by: Btceth01 on September 16, 2020, 02:35:04 AM
ডায়া একটি ভাল প্রজেক্ট। আর এই প্রজেক্ট এর ডিস্ট্রিবিউশন অবশ্যই হবে। আমি যতদুর জানি আগামি 18 তারিখ এ এর ডিন্ট্রিবিউশন করবে। আশা করি এটি তারা করবে। যদি না করে তাহলে তাদের রিপুটেশন নস্ট হবে। তাই তারা এই ভুল করবে না।
১৮ তারিখে টোকেন বিতরণ করা হবে।  এই টিম অবশ্যই তাদের প্রতিশ্রুতি রক্ষা করবে। তাদের প্রচারণার আগের বাউন্টিতে যেরকম বিতরণ করেছে।

হ্যাঁ মডারেটর স্যার, DIA টোকেন ইথেরিয়াম অ্যাড্রেস প্রেমেন্ট করবে না কেন ওয়েবসাইটের সফটওয়্যার মাধ্যমে পেমেন্ট করবে। প্লিজ বিষয়টা আমাকে জানাবেন।
Title: Re: DIA কয়েন বাউন্টি হান্টারদের ডিসট্রিবিউশন করে দেবে কি
Post by: Monstar Shawon on September 16, 2020, 07:05:13 AM
আমরা জানি না DIA টোকেন কিভাবে পাঠাবেন আমাদের। আমরা জানতাম যে যা পেয়েছি সব একবারে পেমেন্ট করবে কিন্তু না আপনার পোস্ট দেখে এখন সম্পূর্ণ নিশ্চিত হয়েছি যে তিন ধাপে পেমেন্ট করবে। প্রথম প্রেমেন্ট করবে ৩০ দিন পর দ্বিতীয় প্রেমেন্ট দিবে ৬০ দিন পর এবং তৃতীয় প্রেমেন্ট দিবে ৯০ দিন পর,
DIA টোকেন কোনো কারনে আটকাবে না ইনশাআল্লাহ।     
Title: Re: DIA কয়েন বাউন্টি হান্টারদের ডিসট্রিবিউশন করে দেবে কি
Post by: Bony11 on September 16, 2020, 09:11:00 AM
DIA তাদের টেলিগ্রাম আপডেট অনুযায়ী বন্ডিং কার্ভের ৩০ দিন পরে ১ম পেমেন্ট দিবে, ৬০ দিন পরে ২য় পেমেন্ট দিবে এবং ৯০ দিন পরে ৩য় পেমেন্ট দিবে। তাদের বন্ডিং কার্ভ গত ১৮ তারিখ শেষ হয়েছে। সুতারং ১৮-০৯-২০ তারিখে পাবেন ১ম পেমেন্ট। আর এই সব আপডেট তো ফোরামে আলোচনার বিষয় না। তাদের টেলিগ্রাম বাউন্টি গ্রুপে আপডেট থাকে। সেখানে দেখবেন এবং আলোচনা করবেন।
হ্যাঁ অবশ্যই তারা সামনের মাসে পেমেন্ট করবে। তবে Malam90  ভাই আপনি তো এই প্রজেক্টটিতে জয়েন করেছিলেন কিন্তু কেন কাজ করেননি? project টি কাজ করলে আপনি আপনি কিন্তু বড় অঙ্কের একটি পেমেন্ট পেতেন। তবে আমরা বলতে পারতাম যে আমাদের বাংলাদেশী একজন ভাই বড় অঙ্কের একটি পেমেন্ট পেয়েছে

DIA টোকেনের আইইও ভেলূ ছিলো $0.05। তাই আমি মনে করলাম ৪ উইক সিগনেচার করে হয়তো ১০০০ টোকেন পাব যার দাম হবে মাত্র ৫০ ডলার আর যদি মার্কেট ভালো হয তাহলে ৬০-৭০ ডলার পাব। যা তুলনামুলকভাবে খুবই কম। এজন্য সিগনেচার চেঞ্জ করেছিলাম বাকিটা ইতিহাস হয়ে গেলো। এভাবে মাত্র ৫ সেন্টের টোকেন ৩ডলার+ দাম হবে তা কেউ কি ভেবেছিলো। বড় ধরনের পেমেন্ট মিস করলাম আমার মিস জাজমেন্টের কারণে। তবে টুইটারে কিছু টোকেন পাব।
  হ্যাঁ, malam90 ভাই দুঃখের বিষয় আমিও আপনার মতো Dia প্রজেক্টটি মিস করেছি।প্রথম অবস্থায় বুঝতেই পারিনি প্রজেক্টটি এতো ভালো হবে। তবে আমি জেনে অনেক খুশি হয়েছি যে প্রজেক্টটি আগের থেকে ভালো হয়েছে। যারা আমাদের মতো যারা বাউন্টি হ্নাটার আছে।তাদের জন্য অনেক বড় একটি অর্জন । কারণ এই করোনা কালীন সময়ে গত কয়েকদিন যাবত আমরা কোন ভালো পেমেন্ট পাইনি।তবে অনেক দিন যাবত পরে এবার  একটা ভালো  পেমেন্ট পাবে। তাই যারা Dia প্রজেক্টটি করেছে তাদের জন্য অনেক শুভ-কামনা রইলো।
Title: Re: DIA কয়েন বাউন্টি হান্টারদের ডিসট্রিবিউশন করে দেবে কি
Post by: Malam90 on September 16, 2020, 11:51:25 AM
DIA তাদের টেলিগ্রাম আপডেট অনুযায়ী বন্ডিং কার্ভের ৩০ দিন পরে ১ম পেমেন্ট দিবে, ৬০ দিন পরে ২য় পেমেন্ট দিবে এবং ৯০ দিন পরে ৩য় পেমেন্ট দিবে। তাদের বন্ডিং কার্ভ গত ১৮ তারিখ শেষ হয়েছে। সুতারং ১৮-০৯-২০ তারিখে পাবেন ১ম পেমেন্ট। আর এই সব আপডেট তো ফোরামে আলোচনার বিষয় না। তাদের টেলিগ্রাম বাউন্টি গ্রুপে আপডেট থাকে। সেখানে দেখবেন এবং আলোচনা করবেন।
হ্যাঁ অবশ্যই তারা সামনের মাসে পেমেন্ট করবে। তবে Malam90  ভাই আপনি তো এই প্রজেক্টটিতে জয়েন করেছিলেন কিন্তু কেন কাজ করেননি? project টি কাজ করলে আপনি আপনি কিন্তু বড় অঙ্কের একটি পেমেন্ট পেতেন। তবে আমরা বলতে পারতাম যে আমাদের বাংলাদেশী একজন ভাই বড় অঙ্কের একটি পেমেন্ট পেয়েছে

DIA টোকেনের আইইও ভেলূ ছিলো $0.05। তাই আমি মনে করলাম ৪ উইক সিগনেচার করে হয়তো ১০০০ টোকেন পাব যার দাম হবে মাত্র ৫০ ডলার আর যদি মার্কেট ভালো হয তাহলে ৬০-৭০ ডলার পাব। যা তুলনামুলকভাবে খুবই কম। এজন্য সিগনেচার চেঞ্জ করেছিলাম বাকিটা ইতিহাস হয়ে গেলো। এভাবে মাত্র ৫ সেন্টের টোকেন ৩ডলার+ দাম হবে তা কেউ কি ভেবেছিলো। বড় ধরনের পেমেন্ট মিস করলাম আমার মিস জাজমেন্টের কারণে। তবে টুইটারে কিছু টোকেন পাব।
  হ্যাঁ, malam90 ভাই দুঃখের বিষয় আমিও আপনার মতো Dia প্রজেক্টটি মিস করেছি।প্রথম অবস্থায় বুঝতেই পারিনি প্রজেক্টটি এতো ভালো হবে। তবে আমি জেনে অনেক খুশি হয়েছি যে প্রজেক্টটি আগের থেকে ভালো হয়েছে। যারা আমাদের মতো যারা বাউন্টি হ্নাটার আছে।তাদের জন্য অনেক বড় একটি অর্জন । কারণ এই করোনা কালীন সময়ে গত কয়েকদিন যাবত আমরা কোন ভালো পেমেন্ট পাইনি।তবে অনেক দিন যাবত পরে এবার  একটা ভালো  পেমেন্ট পাবে। তাই যারা Dia প্রজেক্টটি করেছে তাদের জন্য অনেক শুভ-কামনা রইলো।
হা, হান্টাররা পেলে তাতেই খুশি। আর DIA প্রথম কিস্তির পেমেন্ট দিবে ১৮ সেপ্টেম্বর। ২য় কিস্তি দিবে ১৮ অক্টোবর এবং তয় কিস্তি দিবে ১৮ নভেম্বর।
+১ কারমা
Title: Re: DIA কয়েন বাউন্টি হান্টারদের ডিসট্রিবিউশন করে দেবে কি
Post by: JISAN on September 16, 2020, 04:10:49 PM
DIA কয়েন কি ডিসট্রিবিউশন করে বাউন্টি হান্টার দের দেবে কি। এ সম্পর্কে আপনাদের মতামত জানতে চাই
আমি তাদের অফিসিয়াল পোস্টে দেখেছিলাম যে অক্টোবরে ডিস্ট্রিবিউশন করবে। সে অনুযায়ী এখন থেকে ১৫-২০ দিন পর ডিস্ট্রিবিউশন করতে পারে।     
Title: Re: DIA কয়েন বাউন্টি হান্টারদের ডিসট্রিবিউশন করে দেবে কি
Post by: Malam90 on September 16, 2020, 04:15:00 PM
DIA কয়েন কি ডিসট্রিবিউশন করে বাউন্টি হান্টার দের দেবে কি। এ সম্পর্কে আপনাদের মতামত জানতে চাই
আমি তাদের অফিসিয়াল পোস্টে দেখেছিলাম যে অক্টোবরে ডিস্ট্রিবিউশন করবে। সে অনুযায়ী এখন থেকে ১৫-২০ দিন পর ডিস্ট্রিবিউশন করতে পারে।     

টেলিগ্রামে দেখেন আপডেট দিছে যে সেপ্টেম্বর ১৮ তারিখে ১ম পেমেন্ট দিবে। অক্টোবর ১৮ এবং নভেম্বর ১৮ তারিখে সব পেমেন্ট দিয়ে দিবে। কোন প্রজেক্টের আপডেট তাদের টেলিগ্রামে পাবেন নতুবা তাদের টুইটারে পাবেন অথবা তাদের ওয়েব সাইটে পাবেন।
Title: Re: DIA কয়েন বাউন্টি হান্টারদের ডিসট্রিবিউশন করে দেবে কি
Post by: Nostoman on September 16, 2020, 05:53:48 PM
DIA কয়েন কি ডিসট্রিবিউশন করে বাউন্টি হান্টার দের দেবে কি। এ সম্পর্কে আপনাদের মতামত জানতে চাই
আমি তাদের অফিসিয়াল পোস্টে দেখেছিলাম যে অক্টোবরে ডিস্ট্রিবিউশন করবে। সে অনুযায়ী এখন থেকে ১৫-২০ দিন পর ডিস্ট্রিবিউশন করতে পারে।     
১ম পেমেন্ট সেপ্টেম্বর, দ্বিতীয় পেমেন্ট অক্টোবর ১৮, তৃতীয় পেমেন্ট নভেম্বর ১৮। যদি বাউন্টি করে থাকেন তাহলে অপেক্ষা করুন।   
Title: Re: DIA কয়েন বাউন্টি হান্টারদের ডিসট্রিবিউশন করে দেবে কি
Post by: mahid on September 18, 2020, 11:40:35 AM
আজকে যে খবর পেলাম তাতে হতাস হওয়া ছাড়া আর কিছুই নেই। ম্যানেজার চেষ্টা চালাচ্ছে কিন্তু টিম রেসপন্স করছে না। ফলে এটা স্বাভাবিক ভাবে বোঝা যাচ্ছে যে পেমেন্ট যে খুব তাড়াতাড়ি দিবে বলে মনে হয় না। না কি দেবে না সেটাও বলা যাচ্ছে না। তবে আশা রাখা যায় যে দিবে। কারণ ম্যানেজার যথেষ্ঠ সৎ এবং একটিভ।
Title: Re: DIA কয়েন বাউন্টি হান্টারদের ডিসট্রিবিউশন করে দেবে কি
Post by: JISAN on September 18, 2020, 12:06:19 PM
আজকে যে খবর পেলাম তাতে হতাস হওয়া ছাড়া আর কিছুই নেই। ম্যানেজার চেষ্টা চালাচ্ছে কিন্তু টিম রেসপন্স করছে না। ফলে এটা স্বাভাবিক ভাবে বোঝা যাচ্ছে যে পেমেন্ট যে খুব তাড়াতাড়ি দিবে বলে মনে হয় না। না কি দেবে না সেটাও বলা যাচ্ছে না। তবে আশা রাখা যায় যে দিবে। কারণ ম্যানেজার যথেষ্ঠ সৎ এবং একটিভ।
এখন এই কমন সমস্যাটাই বেশি দেখা দিচ্ছে। টোকেন /কয়েন কোনো ভালো পজিশনে গেলে। তখন টিম সেই টোকেন ফ্রি তে হান্টারদের দিতে চায় না 
Title: Re: DIA কয়েন বাউন্টি হান্টারদের ডিসট্রিবিউশন করে দেবে কি
Post by: Nostoman on September 18, 2020, 12:12:37 PM
আজকে যে খবর পেলাম তাতে হতাস হওয়া ছাড়া আর কিছুই নেই। ম্যানেজার চেষ্টা চালাচ্ছে কিন্তু টিম রেসপন্স করছে না। ফলে এটা স্বাভাবিক ভাবে বোঝা যাচ্ছে যে পেমেন্ট যে খুব তাড়াতাড়ি দিবে বলে মনে হয় না। না কি দেবে না সেটাও বলা যাচ্ছে না। তবে আশা রাখা যায় যে দিবে। কারণ ম্যানেজার যথেষ্ঠ সৎ এবং একটিভ।
এখন এই কমন সমস্যাটাই বেশি দেখা দিচ্ছে। টোকেন /কয়েন কোনো ভালো পজিশনে গেলে। তখন টিম সেই টোকেন ফ্রি তে হান্টারদের দিতে চায় না
ফ্রী কেন বলছেন? হান্টাররা অনেক কষ্ট করে কাজ করে। তারা অনেক পরিশ্রম করে। তাই তাদের পেমেন্ট করা উচিত বলে আমি মনে করি। আর কিছু hunter আছে যাদের mega কেনার টাকা থাকে না। তার পরেও হানটারা কাজ চালিয়ে যায়। আপনিও সেটা বুঝতে পারছেন।
Title: Re: DIA কয়েন বাউন্টি হান্টারদের ডিসট্রিবিউশন করে দেবে কি
Post by: JISAN on September 18, 2020, 12:22:31 PM
আজকে যে খবর পেলাম তাতে হতাস হওয়া ছাড়া আর কিছুই নেই। ম্যানেজার চেষ্টা চালাচ্ছে কিন্তু টিম রেসপন্স করছে না। ফলে এটা স্বাভাবিক ভাবে বোঝা যাচ্ছে যে পেমেন্ট যে খুব তাড়াতাড়ি দিবে বলে মনে হয় না। না কি দেবে না সেটাও বলা যাচ্ছে না। তবে আশা রাখা যায় যে দিবে। কারণ ম্যানেজার যথেষ্ঠ সৎ এবং একটিভ।
এখন এই কমন সমস্যাটাই বেশি দেখা দিচ্ছে। টোকেন /কয়েন কোনো ভালো পজিশনে গেলে। তখন টিম সেই টোকেন ফ্রি তে হান্টারদের দিতে চায় না
ফ্রী কেন বলছেন? হান্টাররা অনেক কষ্ট করে কাজ করে। তারা অনেক পরিশ্রম করে। তাই তাদের পেমেন্ট করা উচিত বলে আমি মনে করি। আর কিছু hunter আছে যাদের mega কেনার টাকা থাকে না। তার পরেও হানটারা কাজ চালিয়ে যায়। আপনিও সেটা বুঝতে পারছেন।
হান্টাররা কষ্ট করে এটা তো ঠিকি। আমি নিজেও বাউন্টি করি আমিও বুঝি কতো কষ্ট। কিন্তু টিম তো সেইটা বুঝে না। তারা শুরুর সময় খুব এক্টিভ থাকে। প্যমেন্ট দেওয়ার সময় হলে আর খুজে পাওয়া যায় না।   
Title: Re: DIA কয়েন বাউন্টি হান্টারদের ডিসট্রিবিউশন করে দেবে কি
Post by: Magepai on September 21, 2020, 09:35:06 AM
DIA কয়েন সেপ্টেম্বর-অক্টোবরে ডিস্ট্রিবিউশন করে দেওয়ার কথা। কিন্তু দিলে কি হবে এটা নিয়ে আর বেশি আশা নেই কারণ আস্তে আস্তে এই কয়েনের দাম কমে যাচ্ছে। আমার মনে হয় DIA কয়েকটি যখন বাউন্টি হান্টার দের মাঝে ডিস্ট্রিবিউশনকরে দেবে তখন এই কয়েনের দাম আরো কমে যাবে।