Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: Nostoman on August 19, 2020, 05:37:48 PM

Title: আপনি 2017 সালে কি করতেন।
Post by: Nostoman on August 19, 2020, 05:37:48 PM
আমিও 2017 সালে ম্যানেজমেন্টে ছিলাম। আরও buy sell করতাম। এখন শুধু টেন্ডিং করি। আগে আমি অনেক পরিশ্রম করতাম এবং বিশ্বাস অর্জন করেছিলাম কিন্তু আমি কোন জালিয়াতি করে নি। 2017 সালে আমার CEO এর কাছে যখন সরকার টাকার হিসাব চাই সে ও তার স্ত্রীও টাকা হিসাব দিতে পারেনি। সেই কারণে তাকে জেলে ধরেছে। আর তারপর ছাড়া পাইনি। আজ পর্যন্ত সে জেলা আছে। কিন্তু বর্তমানে আমি এখন এই ফোরামে মডারেটরের দায়িত্বে আছি। আমি মনে করি আমার দ্বারা কারো ক্ষতি হবে না সবাই এখানে সহানুভূতিশীল হন। এবং এগিয়ে যান আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন।
Title: Re: আপনি 2017 সালে কি করতেন।
Post by: Em00n01 on August 19, 2020, 05:47:02 PM
বিষয়টা অনেক স্পর্শকাতর! আপনার CEO এর সাথে কি ধরণের সমস্যা হয়েছিল সেটা বিস্তারিত বললে আমাদের জন্য সুবিধা হতো। যারা বাই সেল বা ক্রিপ্টো রিলেটেড কাজ করে তারা অন্ততএই কথাটা মাথায় রেখে সাবধানে থাকতে পারতো।
Title: Re: আপনি 2017 সালে কি করতেন।
Post by: Nostoman on August 19, 2020, 06:18:16 PM
বিষয়টা অনেক স্পর্শকাতর! আপনার CEO এর সাথে কি ধরণের সমস্যা হয়েছিল সেটা বিস্তারিত বললে আমাদের জন্য সুবিধা হতো। যারা বাই সেল বা ক্রিপ্টো রিলেটেড কাজ করে তারা অন্ততএই কথাটা মাথায় রেখে সাবধানে থাকতে পারতো।
স্থানীয় এক নেতা মানিং লন্ডারিংয়ের দায়ে ধরিয়ে দেয়। সে তার নিজ দেশে এজেন্সি খুলে ছিল। সেখানে অনেক লোক নিয়োগ দিয়েছিল। এই দে-শ এ তখন cryptocurrency এর অনুমোদন ছিল না। সে তার buy sell এর পরিমাণ অনেক বেশি ছিল। রাতারাতি সে লোকেদের নজরে চলে আসে। তাই সে টিকতে পারেনি।           
Title: Re: আপনি 2017 সালে কি করতেন।
Post by: Ricky on August 19, 2020, 06:32:44 PM
2017 সালে আমি ইয়ার ড্রপ করতাম। তখন বাউন্টি বুঝতাম না তাই বাউন্টি করতাম না। এখন বাউন্টি বুঝি আর তাই বাউন্টি এবং এয়ার্ড্রপ দুটোই করি।
Title: Re: আপনি 2017 সালে কি করতেন।
Post by: Token@ on August 19, 2020, 07:02:49 PM
আমিও 2017 সালে ম্যানেজমেন্টে ছিলাম। আরও buy sell করতাম। এখন শুধু টেন্ডিং করি। আগে আমি অনেক পরিশ্রম করতাম এবং বিশ্বাস অর্জন করেছিলাম কিন্তু আমি কোন জালিয়াতি করে নি। 2017 সালে আমার CEO এর কাছে যখন সরকার টাকার হিসাব চাই সে ও তার স্ত্রীও টাকা হিসাব দিতে পারেনি। সেই কারণে তাকে জেলে ধরেছে। আর তারপর ছাড়া পাইনি। আজ পর্যন্ত সে জেলা আছে। কিন্তু বর্তমানে আমি এখন এই ফোরামে মডারেটরের দায়িত্বে আছি। আমি মনে করি আমার দ্বারা কারো ক্ষতি হবে না সবাই এখানে সহানুভূতিশীল হন। এবং এগিয়ে যান আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন।
আমি 2017 সালে অ্যাডোব করতাম। তখন আমি বাউন্টি বুঝতাম না। তাই বাউন্টি করতাম না এখন আমি আপনাদের দোয়ায় বাউন্টি শিখতে পেরেছি। তাই এখন আমি বান্টি এবং অ্যাডোব দুটোই করি
Title: Re: আপনি 2017 সালে কি করতেন।
Post by: Salman Hasan on August 19, 2020, 07:04:40 PM
2017 সালে আমি ইয়ার ড্রপ করতাম। তখন বাউন্টি বুঝতাম না তাই বাউন্টি করতাম না। এখন বাউন্টি বুঝি আর তাই বাউন্টি এবং এয়ার্ড্রপ দুটোই করি।
আমিও আপনার মত এয়ার ড্রপ করতাম বাউন্টি বুঝতাম না আর এখন এয়ার ড্রপ বাউন্টি দুইটাই করি
Title: Re: আপনি 2017 সালে কি করতেন।
Post by: Em00n01 on August 19, 2020, 08:32:46 PM

স্থানীয় এক নেতা মানিং লন্ডারিংয়ের দায়ে ধরিয়ে দেয়। সে তার নিজ দেশে এজেন্সি খুলে ছিল। সেখানে অনেক লোক নিয়োগ দিয়েছিল। এই দে-শ এ তখন cryptocurrency এর অনুমোদন ছিল না। সে তার buy sell এর পরিমাণ অনেক বেশি ছিল। রাতারাতি সে লোকেদের নজরে চলে আসে। তাই সে টিকতে পারেনি।         

বিষয়টা খুবই দুঃখজনক। আমাদের রিসেলার দের সতর্ক হওয়া উচিত। এই জন্য নিজেকে যতটা সম্ভব আড়ালে রাখা ভালো এবং অপরিচিত কারো সাথে লেনদেন না করাই উত্তম। সাম্প্রতিক সময়ে বাংলাদেশেও অনেক কে বিভিন্ন গোয়েন্দা সংস্থা আটক করেছে।
Title: Re: আপনি 2017 সালে কি করতেন।
Post by: Lutera94 on August 19, 2020, 08:58:03 PM
খুব ই কষ্টদায়ক ঘটনা আপনার, শুনে খারাপ লাগলো। ২০১৭ সালটা আমার অবশ্য অনেক ভালো গেছে।  ঐ বছরেই আমি বিটকয়েন সম্পর্কে ধারনা পায়।  আসলে ধারনা পায় মুলত চ্যাম্পক্যাশের মাধ্যমে যা একটি ভারতীয় প্রজেক্ট যার পেমেন্ট মেথড ছিলো পিজা।
তারপর তারা নিয়ে আসলে চ্যাম্পকয়েন, তখন চ্যাম্পকয়েন থেকেই বিটকয়েন চিনি।  চ্যাম্পকয়েন পরে অবশ্য TCC হয়ে গেছে যা এখনো কয়েনমার্কেটক্যাপে আছে।
Title: Re: আপনি 2017 সালে কি করতেন।
Post by: Msweet on August 20, 2020, 05:01:15 AM
2017 সালে আমি ইয়ার ড্রপ করতাম। তখন বাউন্টি বুঝতাম না তাই বাউন্টি করতাম না। এখন বাউন্টি বুঝি আর তাই বাউন্টি এবং এয়ার্ড্রপ দুটোই করি।
আমি নতুন ইউজার আমাকে কি বলতে পারবেন এয়ারড্রপ এর লিংক কোথায় পাব এয়ার্ড্রপ করব l. দয়া করে জানাবেন ধন্যবাদ
Title: Re: আপনি 2017 সালে কি করতেন।
Post by: labonikhatun on August 20, 2020, 05:17:21 AM
2017 সালে আমি তেমন কোনো কিছুই করতাম না এবং কাজ সম্পর্কে খুব বেশি ধারণা ছিল না কিন্তু পরে 2017 সালের শেষের দিকে আমার এক ফ্রেন্ড এর সহোযোগিতাতে আমি এয়ারড্রপ এবং বাউন্টি উভয় কাজ করতে শিখেছি । বর্তমানে এখনো করছি এবং এর পাশাপাশি ট্রেড শেখার চেষ্টা করছি। আমার কাছে ট্রেডিং বেশি লাভজনক মনে হচ্ছে।
Title: Re: আপনি 2017 সালে কি করতেন।
Post by: Mrkadir85 on August 20, 2020, 07:27:56 AM
ঘটনাটি খুবই দুঃখজনক। ক্রিপ্টোকারেন্সি এর সাথে জড়িত সকলেরই এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে সতর্ক ভাবে লেনদেন করা উচিত। 2017 সালে এ ফোরামের সাথে আমি যুক্ত ছিলাম না । বাউন্টি এয়ার্ড্রপ সম্পর্কে তেমন ধারণা ছিল না। কিন্তু বর্তমানে আমি বাউন্টি এবং এয়ার্ড্রপে কাজ করছি।
Title: Re: আপনি 2017 সালে কি করতেন।
Post by: Malam90 on August 20, 2020, 12:09:42 PM
২০১৪ সাল থেকে আমি ইন্টারনেটে আয় করা যায় কিভাবে তা গুগলে সার্চ দিতাম। দিতে দিতে পেয়ে গেলাম ২ক্যাপচা সাইট, যেখান থেকে টাইপ করে আমি ১০০+ আয় করেছিলাম। এরকম কয়েকটা সাইটে কাজ করে ৩০০+ ডলার কামাইচিলাম। এরপর ক্যাপচার পাশাপাশি অন্যকিছু সাইট আছে কিনা গুগলে সার্চ করতাম, ইউটিউব দেখতাম। দেখলাম পিটিসি সাইট, সেখানে কাজ করতাম, বেশ কিছু আয় করেছিলাম তবে অধিকাংশ ছিলো ভুয়া। এভাবে পিটিসি সাইটের সাথে কাজ করতে গিয়ে একদিন একটা সাইটে বিটকয়েন এর একটা বিজ্ঞাপন দেখেছিলাম। সেটা ছিলো ২০১৫ সালে। তখন বিটকয়েন কি সেটা নিয়ে সার্চ দেয়া, ভিডিও দেখা শুরু হলো। এরপর কিভাবে ফ্রি বিটকয়েন আয় করা যায় সেটা নিয়ে কাজ করতে গিয়ে দেখলাম freebitco.in নামের একটা সাইট আছে। ওখানে কাজ করে এবং পাশাপাশি অন্য পিটিসি সাইট যেগুলো থেকে বিটকয়েন আয় করা যায়-এরকম কয়েকটা সাইটে কাজ করে কিছু পরিমান বিটকয়েন আয় করলাম। তারপরে আসলো রেভিনিউ শেয়ার সাইটে কাজ করা। নিজের জমানো টাকা দিয়ে কাজ করেছিলাম। যখন লাভ তুলতে গেলাম, তখন দেখি সব সাইট বন্ধ হয়ে গেলো আস্তে আস্তে। তখন আমারও আয় করার চিন্তাও ফিকে হয়ে আসলো। এর পর ২০১৭ সালে একজন মহান ব্যক্তি আমাকে বিটকয়েনটকের লিংকটা দিয়ে বললেন-এখানে একটা একাউন্ট করে প্রতিদিন কয়েকটা কমেন্ট করবেন আর বেশি বেশি পড়বেন। সেই শুরু এবং এখনও আছি। তবে ২০১৭ সালটা ছিলো বাউন্টির স্বর্ণযুগ। এখন সব ইতিহাস।
Title: Re: আপনি 2017 সালে কি করতেন।
Post by: Btceth01 on August 20, 2020, 04:08:06 PM
2017 সালে লাইনে এসে আপনি অনেক দূর এগিয়ে এসেছেন। কিন্তু আমরা 2020 সালে এসে কোন কিছু শিখতে পারলাম না আপনারা আমাকে কিছু শেখান। আপনার মত মডারেটর হতে গেলে কি করতে হবে প্লিজ আমাকে একটু পরামর্শ দিন।
Title: Re: আপনি 2017 সালে কি করতেন।
Post by: Triedboy on August 21, 2020, 02:56:32 AM
2017 সালে লেখাপড়া নিয়ে অনেক ব্যাস্ত থাকতাম তখন বাউন্টি বা ইয়ার ড্রপ কোনো কিছুই করতাম না কিন্তু এখন মোটামুটি বাউন্টি করি।
Title: Re: আপনি 2017 সালে কি করতেন।
Post by: Dj01864 on August 21, 2020, 07:56:43 AM
২০১৭ সালে অবশ্যই বিটকয়েন সম্পর্ক এ জেনে ছিলাম
কিন্তু লেখা পড়া যনিত কারনে বিটকয়েনে আস্তে পারি নাই
Title: Re: আপনি 2017 সালে কি করতেন।
Post by: Rain075 on August 21, 2020, 05:18:05 PM
আমি 2017 সালে ফোরামে কাজ করতাম এবং বিভিন্ন কয়েন কিনে বাই সেল করতাম। তবে 2017 সালে যে সকল প্রজেক্ট ফেলেছিল সব প্রজেক্ট সাকসেসফুল হয়েছে। কিন্তু 2017 সালের পর থেকে 2018 2019 এবং 2020 এর কিছুদিন ফোরাম অনেকটাই ভ্যালু হারিয়ে ফেলেছিল। তব বর্তমানে মার্কেট অনেক ভালো হওয়ার কারণে এখন অনেক টোকেন মার্কেটে আসতে শুরু করেছে এবং সব কয়েন সাকসেসফুল হতে শুরু করেছে। তবে আমার কাছে মনে হয় ফোরাম আবার 2017 সালের মধ্যে ভালো হতে চলেছে। 2017 সালে বিটকয়েনের দাম সর্বোচ্চ পর্যায় উঠেছিল তখন সব কয়েন পাম্প করেছিল। তাই আমার কাছে 2017 সাল অনেকটাই ভালো।
Title: Re: আপনি 2017 সালে কি করতেন।
Post by: Magepai on September 21, 2020, 10:44:24 AM
2017 সালে কি airdrop বা bounty এ সম্পর্কে আমি কিছুই বুঝতাম না। তখন ইচ্ছা ছিল মনে মনে ক্রিপ্টোকারেন্সি তে কাজ করা কিন্তু আসলেই করতে পারতাম না।
Title: Re: আপনি 2017 সালে কি করতেন।
Post by: Bony11 on September 21, 2020, 11:12:15 AM
আমি ২০১৭ সালে থেকেই বিটকয়েন সর্ম্পকে জানতাম। তখন মার্কেটের অবস্থা অনেক ভালো ছিল।কিন্তুু লেখা-পড়ার চাপের কারণে তখন আমি বাউন্টি বা এয়াড্রপ করতে পাড়িনি।
Title: Re: আপনি 2017 সালে কি করতেন।
Post by: Crypto_Somrat on September 21, 2020, 03:13:47 PM
2017 সালে আমি ইয়ার ড্রপ করতাম। তখন বাউন্টি বুঝতাম না তাই বাউন্টি করতাম না। এখন বাউন্টি বুঝি আর তাই বাউন্টি এবং এয়ার্ড্রপ দুটোই করি।
আমিও আপনার মত এয়ার ড্রপ করতাম বাউন্টি বুঝতাম না আর এখন এয়ার ড্রপ বাউন্টি দুইটাই করি
আমি 2017 সালে কিছু কিছু অ্যাপস এ কাজ করতাম তখন এয়ার্ড্রপ ও করতাম বাউন্ডারি বুঝতাম না এখন আমাদের সিনিয়র ভাইয়া দের কাছ থেকে বাউন্টি করা শিখেছি আর এখন ওটাই করি
Title: Re: আপনি 2017 সালে কি করতেন।
Post by: Nusrat on September 23, 2020, 03:19:11 PM
2017 সালে আমি বাউন্টি করতাম এবং তখন বাউন্টি করে ভালই পেমেন্ট পাইতাম। কিন্তু এখন বাউন্টি করে আগের মত পেমেন্ট পায় না। বর্তমান মার্কেটের অবস্থা আগের মত নেই আশা করি বর্তমান অবস্থা যেন 2017 সালের মতো হয়।
Title: Re: আপনি 2017 সালে কি করতেন।
Post by: Magepai on September 23, 2020, 05:56:50 PM
আমি 2017 সালে ফোরামে কাজ করতাম এবং বিভিন্ন কয়েন কিনে বাই সেল করতাম। তবে 2017 সালে যে সকল প্রজেক্ট ফেলেছিল সব প্রজেক্ট সাকসেসফুল হয়েছে। কিন্তু 2017 সালের পর থেকে 2018 2019 এবং 2020 এর কিছুদিন ফোরাম অনেকটাই ভ্যালু হারিয়ে ফেলেছিল। তব বর্তমানে মার্কেট অনেক ভালো হওয়ার কারণে এখন অনেক টোকেন মার্কেটে আসতে শুরু করেছে এবং সব কয়েন সাকসেসফুল হতে শুরু করেছে। তবে আমার কাছে মনে হয় ফোরাম আবার 2017 সালের মধ্যে ভালো হতে চলেছে। 2017 সালে বিটকয়েনের দাম সর্বোচ্চ পর্যায় উঠেছিল তখন সব কয়েন পাম্প করেছিল। তাই আমার কাছে 2017 সাল অনেকটাই ভালো।

হ্যাঁ ভাই আপনি ঠিক বলেছেন যদি 2017 সাল পুনরায় রিপিট তাহলে অবশ্যই এই ফোরামের জনপ্রিয়তা আরো বাড়বে। আমি চাই 2017 সাল যেন আবার ফিরে পাই তাহলে সবারই কাজ করার মন-মানসিকতা আরো ভাল হবে এই ফোরামে।