Altcoins Talks - Cryptocurrency Forum
Local => বাংলা (Bengali) => Topic started by: Md Aslam Hossain on August 21, 2020, 01:41:50 PM
-
এমন কোন বাউনটি আছে কি যে প্রতি দিনের পেমেন্ট প্রতি দিন দেয় তাউ আবার $ দেয়
-
এমন কোন বাউনটি আছে কি যে প্রতি দিনের পেমেন্ট প্রতি দিন দেয় তাউ আবার $ দেয়
বাউন্টি সম্পর্কে জানার জন্য https://www.altcoinstalks.com/index.php?board=22.0 এই বাউন্টি সেকশনে নিয়মিত ভিজিট করবেন। প্রতিদিন চেক করবেন নতুন কোন বাউন্টি আসছে কিনা এবং সেটার পেমেন্ট কিসে দেওয়া হয়। আরেকটা কথা বেশি বেশি ফোরামের পোস্ট পড়ুন, জানুন বা জানার চেষ্টা করুন, গুগলে সার্চ করুন যে বিষয়টা আপনার মনে উঁকি দিচ্ছে তাহলে জানতে পারবেন। আর ক্রিপ্টোতে আয় করবেন অথচ জানবেন না তা হয়না।
-
Malam90 ভাই আপনি যতই শিখাচ্ছেন এরা আসলে শেখার জন্য এখানে আসেনি। এরা বাংলা সেকশন নোংরা করতে এসেছে। এরা সবাই অন্য ফোরামে বাউন্টি করে। এরা কোন শিখণীয় পোস্ট করছে না। এখানে অনেক ইউজার আছে যারা bitcoin বা altcoin সম্পর্কে জানে না। তবে তারা প্রতিনিয়ত পোস্ট করে যাচ্ছে। অনেকের পোস্ট গুলো কি ধরনের পোস্ট হয় সেটাও চিন্তা করাটা মুসকিল। তাই সবাইকে জানতে হবে।
-
এমন কোন বাউনটি আছে কি যে প্রতি দিনের পেমেন্ট প্রতি দিন দেয় তাউ আবার $ দেয়
না ভাইয়া এমন কোন বাউন্টি এখন পর্যন্ত আসে নাই। বাউন্টি সম্পর্কে ধারণা নেন তারপর বাউন্টি করেন
-
এমন কোন বাউনটি আছে কি যে প্রতি দিনের পেমেন্ট প্রতি দিন দেয় তাউ আবার $ দেয়
না ভাইয়া এমন কোন বাউন্টি এখন পর্যন্ত আসে নাই। বাউন্টি সম্পর্কে ধারণা নেন তারপর বাউন্টি করেন
এমন কোন বাউন্টি আছে কি যে প্রতিদিনের পেমেন্ট প্রতিদিন দেয় তাও আবার $দেয়।
-
এমন কোন বাউনটি আছে কি যে প্রতি দিনের পেমেন্ট প্রতি দিন দেয় তাউ আবার $ দেয়
বাউন্টি সম্পর্কে জানার জন্য https://www.altcoinstalks.com/index.php?board=22.0 এই বাউন্টি সেকশনে নিয়মিত ভিজিট করবেন। প্রতিদিন চেক করবেন নতুন কোন বাউন্টি আসছে কিনা এবং সেটার পেমেন্ট কিসে দেওয়া হয়। আরেকটা কথা বেশি বেশি ফোরামের পোস্ট পড়ুন, জানুন বা জানার চেষ্টা করুন, গুগলে সার্চ করুন যে বিষয়টা আপনার মনে উঁকি দিচ্ছে তাহলে জানতে পারবেন। আর ক্রিপ্টোতে আয় করবেন অথচ জানবেন না তা হয়না।
আপনাকে ধন্যবাদ সাহায্য করার জন্য
-
@md aslam Hossain এই রকম low quality পোস্ট করার করার কোন প্রয়োজন নেই। আপনার spamming বেশি হচ্ছে। আপনাকে jr member পর্যন্ত ছাড় দেওয়া হবে। আপনি সাবধান হয়ে যান।
-
এমন বাউন্টি সম্পর্কে আমার জানা নেই। বাউন্টি সম্পর্কে জানতে অ্যালটকয়েন ফোরামের বাউন্টি সেকশনে ভিজিট করেন। আর এ ধরণের পোস্ট না করাই ভালো।
-
প্রতিদিনের পেমেন্ট প্রতিদিন পাওয়া যায় এমন কোনো বসউন্টি আমর মনে হয় নেই।আপনি যদি কারও কাছে থিকা শুনে থাকেন তাহলে মনে হয় ভুল শুনেছেন।যদি থেকে থাকে তাহলে বড় সিনিয়র ভাইদের কাছে আমার অনুরোধ যে দয়া করে বলবেন।
-
বাউন্টি করার সময় দেখা যায় অনেক সময় টুইটার,ফেসবুক, LinkedIn এ ফরম পূরণ করার পরে দেখা যায় reject ধরে। কিন্তু সবকিছু তো ঠিকই দেই কিন্তু কেন এরকম করা হয়। এই ফোরামের বড় ভাইরা অবশ্যই আমাকে সাহায্য করুন।
-
বাউন্টি করার সময় দেখা যায় অনেক সময় টুইটার,ফেসবুক, LinkedIn এ ফরম পূরণ করার পরে দেখা যায় reject ধরে। কিন্তু সবকিছু তো ঠিকই দেই কিন্তু কেন এরকম করা হয়। এই ফোরামের বড় ভাইরা অবশ্যই আমাকে সাহায্য করুন।
রিজেক্ট করার বহু কারণ থাকে।
১। প্রথমত যাদের রিজেক্ট করা হয় তাদের দেখা যায় বাউন্টির রুলস না বুঝেই এপ্লাই করে যেমন- হয়তো বলা আছে টেলিগ্রামে জয়েন করতে হবে অথচ সে করেনা, টুইটার ফলো করেনা এরকম অথবা প্রুফ অফ অথেনটিকেশন পোস্ট করতে বলা আছে অথচ না বুঝেই সেটা এড়িয়ে যায়।
২। কোন তথ্য অস্পষ্ট থাকে অথবা তথ্যে ভূল থাকে । যেমন ফ্রেন্ডস ফলোয়ার যা আছে আর যা লিখেছেন তার চেয়ে বেশি লিখলে।
৩। যে ওয়ালেট চাইলে আর দিছেন অন্যটা।
৪। স্পামিং করার কারণে।
৫। পোস্ট কোয়ালিটি লো হলেও অনেক সময় রিজেক্ট করে।
এ ছাড়া অনেক সময় ম্যানেজার বলে দেয় কোন কারণে রিজেক্ট করছে।
-
প্রতিদিনের পেমেন্ট প্রতিদিন $এর মাধ্যমে দেওয়া হয় এমন কোন বাউন্টি বর্তমানে কোথাও নেই। বাউন্টি সম্পর্কে জানতে অ্যালার্ট কয়েন ফোরামে বাউন্টি সেকশনে ভিজিট করুন ।তবে বাউন্টি সম্পর্কে আপনি বিস্তারিত জানতে পারবেন। এবং এলার্টঃ কয়েন ফোরামের সিনিয়র দের পোস্টগুলো বেশি বেশি পড়ুন তবেই আপনি বাউন্টি সহ অন্যান্য বিষয়ে জানতে ও বুঝতে পারবেন।
-
প্রতিদিনের পেমেন্ট প্রতিদিন করে এমন কোনো বাউন্টি আমি আজ পর্যন্ত দেখি নাই। সর্বোচ্চ সাপ্তাহিক কিংবা মাসিক ভিত্তিক সিগনেচার ক্যাম্পেইন কিছু আছে ,আপনি বাউন্টি সেকশনে সার্চ করলেই পেয়ে যেতে পারেন। আর কিছু কিছু বাউন্টি প্রজেক্ট আছে যেগুলো মাস দুয়েক বা তারও বেশি স্থায়ী হয়।
-
এমন কোন বাউনটি আছে কি যে প্রতি দিনের পেমেন্ট প্রতি দিন দেয় তাউ আবার $ দেয়
আমাদের কাছে এমন ইনফর্মেশন নাই যদি আপনার কাছে এরকম বাউন্টি লিংক থাকে তাহলে প্লিজ লিংক টা দেন। তাহলে আমরা বাউন্টিতে কাজ করব।
-
প্রতিদিনের পেমেন্ট প্রতিদিন $এর মাধ্যমে দেওয়া হয় এমন কোন বাউন্টি বর্তমানে কোথাও নেই। বাউন্টি সম্পর্কে জানতে অ্যালার্ট কয়েন ফোরামে বাউন্টি সেকশনে ভিজিট করুন ।তবে বাউন্টি সম্পর্কে আপনি বিস্তারিত জানতে পারবেন। এবং এলার্টঃ কয়েন ফোরামের সিনিয়র দের পোস্টগুলো বেশি বেশি পড়ুন তবেই আপনি বাউন্টি সহ অন্যান্য বিষয়ে জানতে ও বুঝতে পারবেন।
স্যার আমি আপনার সাথে একমত কারণ যে এরকম বাউন্টি প্রেমেন্ট আমি কোনদিন দেখিনি। তবে যদি কেউ দেখে থাকে তাহলে প্লিজ লিংক টা পোস্ট করতে বলুন।
-
এমন কোন বাউনটি আছে কি যে প্রতি দিনের পেমেন্ট প্রতি দিন দেয় তাউ আবার $ দেয়
আমাদের কাছে এমন ইনফর্মেশন নাই যদি আপনার কাছে এরকম বাউন্টি লিংক থাকে তাহলে প্লিজ লিংক টা দেন। তাহলে আমরা বাউন্টিতে কাজ করব।
বাউন্টি সেকশনে গিয়ে চেক করুন। সেখানে রানিং বাউন্টি রয়েছে।
https://www.altcoinstalks.com/index.php?board=22.0