Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: Btceth01 on August 21, 2020, 07:39:33 PM

Title: HOMT কয়েন সিগনেচার করে ভুল করেছি
Post by: Btceth01 on August 21, 2020, 07:39:33 PM
HOMT কয়েনে সিগনেচার করে ভুল করেছি কারণ যে HOMT কয়েনে যে দাম ছিল তার থেকে একদম কমে গেছে।HOMT কয়েনে বড় আশা করে সিগনেচার করেছিলাম সেখান থেকে কি পেলাম। DIA কয়েন থেকে সিগনেচার বাদ দিয়ে HOMT গিয়েছিলাম। আমি এই সর্বনাশ করে ফেলছি এ বিষয়ে আপনাদের মতামত জানতে চাই।
Title: Re: HOMT কয়েন সিগনেচার করে ভুল করেছি
Post by: Salman Hasan on August 21, 2020, 07:43:56 PM
HOMT কয়েনে সিগনেচার করে ভুল করেছি কারণ যে HOMT কয়েনে যে দাম ছিল তার থেকে একদম কমে গেছে।HOMT কয়েনে বড় আশা করে সিগনেচার করেছিলাম সেখান থেকে কি পেলাম। DIA কয়েন থেকে সিগনেচার বাদ দিয়ে HOMT গিয়েছিলাম। আমি এই সর্বনাশ করে ফেলছি এ বিষয়ে আপনাদের মতামত জানতে চাই।
ভাই আমিও আপনার মত। আপনার মত বড় আশা করে HOMT কয়েনের সিগনেচার করলাম। এখন অনেক আফসোস লাগতাছে
Title: Re: HOMT কয়েন সিগনেচার করে ভুল করেছি
Post by: Primo1760 on August 21, 2020, 11:24:46 PM
কি আর করার আছে বলো তো কোনো লাভ নেই । এখন শুধু কপাল ধরে বসে থাকতে হবে । আমিতো DIA ক্যাম্পেইন অবহেলা করে বাদ দিয়ে দিয়েছিলাম l ভাই আমারতো দুঃখের শেষ নেই একেবারে কপালের নাম গোপাল l
Title: Re: HOMT কয়েন সিগনেচার করে ভুল করেছি
Post by: Sharpmax on August 22, 2020, 04:00:23 AM
হ্যাঁ ভাই HOMT সিগনেচার করে সবচেয়ে বড় সর্বনাশ হয়েছে। যা প্রায় ছিল তার চেয়ে দশগুণ কমে গেছে।
Title: Re: HOMT কয়েন সিগনেচার করে ভুল করেছি
Post by: Malam90 on August 22, 2020, 07:55:06 AM
বলে তো আর এখন লাভ নেই যা হওয়ার তা তো হয় গেছে। ৮ উইক সিগনেচার করে ৫০ ডলারের মত পেমেন্ট পাব বর্তমান দাম অনুাযায়ী। অথচ একসময় প্রতি টোকেনের দাম ছিলো ৪০ সেন্টের মত।  DIA  সিগনেচার বাদ দিয়ে এটা লাগাইছিলাম। অথচ DIA চেঞ্চ না করলে ৯০০ টোকেন পেতাম যার প্রতিটি টোকেন বর্তমানে ৩ ডলারের বেশি। সুতারং কোন কয়েনের দাম ভবিষ্যতে কেমন হবে তা বুঝা কঠিন।
Title: Re: HOMT কয়েন সিগনেচার করে ভুল করেছি
Post by: Lutera94 on August 22, 2020, 10:57:02 AM
আসলে পরিস্থিত অনুযায়ী HOMT অনেক ভালোই ছিলো, কিন্তু এভাবে ডাউন হবে কে জানতো। আসলে কপালে না থাকলে যতই চেষ্টা করেন কাজ হবে না। তাই বলছি হতাশ হবেন না, সামনে হয়তো আরো ভালো কিছু অপেক্ষা করছে। আপনি শুধু আপনার কাজটুকু করে যান। হটাৎ দেখবেন ভালো একটি সাফল্য এসে গেছে। শুভকমনা রইলো।
Title: Re: HOMT কয়েন সিগনেচার করে ভুল করেছি
Post by: Mrkadir85 on August 22, 2020, 01:17:03 PM
HOMT এতটা ডাউন করবে কেউ ভাবতে পারেনি। সবাই এই প্রজেক্টে অনেক আশা নিয়ে দীর্ঘদিন কাজ করে গেছে। টোকেন ডিস্ট্রিবিউশনের পর দাম এতটাই কমে গেছে যে সবাই হতাশ। সবার জন্য শুভকামনা ভালো থাকা হয় যেন।
Title: Re: HOMT কয়েন সিগনেচার করে ভুল করেছি
Post by: Fawpac2 on August 22, 2020, 01:49:41 PM
না এটা একেবারেই ঠিক নয়। আপনি HOMT কয়েন সিগনেচার করে মোটেও ভুল করেননি। কেননা যেকোনো কয়েনের দাম বাড়তে বেশি সময়ের প্রয়োজন হয় না। আমার কাছে HOMT অনেক ভালো প্রজেক্ট বলে মনে হয়। এই করেন কয়েনটি ভালো একটি এক্সচেঞ্জে লিস্ট হলে এর দাম অনেকটাই বৃদ্ধি পাবে বলে আশা করা যাচ্ছে। কেননা আমি দেখতে পেলাম এটি একটি স্টুডেন্ট দের কয়েন। এই কয়েন ছাত্র-ছাত্রীরা ব্যবহার করতে পারবে। আমি এই প্রোজেক্টের অনেক ভালো ভবিষ্যৎ দেখতে পেলাম। তবে আমি মনে করি আপনি আপনারা কেউ ভেঙ্গে পড়বেন না। ভবিষ্যতে এই কয়েনটি আপনাদের ভবিষ্যৎ উজ্জ্বল করে দিতে পারে।
Title: Re: HOMT কয়েন সিগনেচার করে ভুল করেছি
Post by: Dj01864 on August 22, 2020, 02:01:15 PM
কি আর করার আসলে কপালে না থাকলে তো আর আসবে নাহ।
সবি কপালের দোষ।
যেহুতো আমি এখনো কোন সিগনেচার করতে পারি নাই,
কারন আমি নতুন এই ফোরামে তাই আশাবাদি যেনো সামনে ভালো কিছু করতে পারি সাবালম্ব হতে পারি।
HOMT কয়েন সিগনেচার করে ভুল করবেন কেনো, এখন হয়তো দাম কম আছে, পরে তো HOMT কয়েন সিগনেচার এর দাম অনেকটাই বাড়বে আশাবাদি।
Title: Re: HOMT কয়েন সিগনেচার করে ভুল করেছি
Post by: Triedboy on August 26, 2020, 09:55:16 AM
At first নির্ভর করে ভাগ্যের উপর যদি কপালে না থাকে তাহলে কোন দিন আসবে না।আসলে ক্রিপ্টোকারেন্সির মার্কেট আগাম খবর কেও জানে না।জানলে সবাই DIA তে এড হতো কপালে থাকলে এর থেকে ভালো টোকেনও পাওয়া যাবে।কিন্ত আশা ছাড়া যাবে না।
Title: Re: HOMT কয়েন সিগনেচার করে ভুল করেছি
Post by: Triedboy on August 28, 2020, 03:10:25 AM
না এটা একেবারেই ঠিক নয়। আপনি HOMT কয়েন সিগনেচার করে মোটেও ভুল করেননি। কেননা যেকোনো কয়েনের দাম বাড়তে বেশি সময়ের প্রয়োজন হয় না। আমার কাছে HOMT অনেক ভালো প্রজেক্ট বলে মনে হয়। এই করেন কয়েনটি ভালো একটি এক্সচেঞ্জে লিস্ট হলে এর দাম অনেকটাই বৃদ্ধি পাবে বলে আশা করা যাচ্ছে। কেননা আমি দেখতে পেলাম এটি একটি স্টুডেন্ট দের কয়েন। এই কয়েন ছাত্র-ছাত্রীরা ব্যবহার করতে পারবে। আমি এই প্রোজেক্টের অনেক ভালো ভবিষ্যৎ দেখতে পেলাম। তবে আমি মনে করি আপনি আপনারা কেউ ভেঙ্গে পড়বেন না। ভবিষ্যতে এই কয়েনটি আপনাদের ভবিষ্যৎ উজ্জ্বল করে দিতে পারে।

আপনি ঠিক বলেছেন ভাই অল্পতেই ভেঙ্গে পড়লে চলে না।এখন হয়তো দাম অনেক কম এমন এক সময় আসতে পারে যার দাম অনেক বেড়ে যাবে।আসলে বলতে গেলে ক্রিপ্টোকারেন্সিরতে যারা কাজ করে তারা কেও আগাম খবর যানে না কোন বাউন্টি ভালো হবে বা কোনটা খারাপ হবে।তবুও কাজ চালিয়ে যেতে হবে কপালে থাকলে এর থেকে ভালো কয়েন মিলতে পারে।
Title: Re: HOMT কয়েন সিগনেচার করে ভুল করেছি
Post by: Rafiq on August 28, 2020, 12:01:12 PM
HOMT কয়েনে সিগনেচার করে ভুল করেছি কারণ যে HOMT কয়েনে যে দাম ছিল তার থেকে একদম কমে গেছে।HOMT কয়েনে বড় আশা করে সিগনেচার করেছিলাম সেখান থেকে কি পেলাম। DIA কয়েন থেকে সিগনেচার বাদ দিয়ে HOMT গিয়েছিলাম। আমি এই সর্বনাশ করে ফেলছি এ বিষয়ে আপনাদের মতামত জানতে চাই।
আপনার মত আমিও বড় আশা করে HOMT কয়েনের সিগনেচারসহ Social এ কাজ করেছি।কিন্তু এখান থেকে সন্তোষজনক পেমেন্ট পাব না।য়খন প্রজেক্টে যোগদান করি তখন প্রতি টোকেনের দাম ছিলো ৪০ সেন্টের মত; এখন তা কমে অর্ধেক এ দাড়িয়েছে। আসলে কোন কয়েনের দাম ভবিষ্যতে কেমন হবে তা বুঝা কঠিন, তাই আফসোস করেও লাভ নাই, অনেকটা ভাগ্য।
Title: Re: HOMT কয়েন সিগনেচার করে ভুল করেছি
Post by: Nostoman on August 28, 2020, 02:12:02 PM
HOMT কয়েনে সিগনেচার করে ভুল করেছি কারণ যে HOMT কয়েনে যে দাম ছিল তার থেকে একদম কমে গেছে।HOMT কয়েনে বড় আশা করে সিগনেচার করেছিলাম সেখান থেকে কি পেলাম। DIA কয়েন থেকে সিগনেচার বাদ দিয়ে HOMT গিয়েছিলাম। আমি এই সর্বনাশ করে ফেলছি এ বিষয়ে আপনাদের মতামত জানতে চাই।
কোন প্রজেক্ট ভালো হবে তা বোঝা যায় না। তাই আমি মনে করি কোন প্রজেক্টকে ছোট মনে করা ঠিক না। homt প্রজেক্টটিতে আপনি সিগনেচার করেছেন। homt থেকে আপনি অবশ্যই ভালো কিছু পেতে পারেন। আমিও homt প্রজেক্ট সিগনেচার নিয়েছিলাম। পরে homt ত্যাগ করে terracredit প্রজেক্ট এ এসেছিলাম। এখন homt এর দাম কম। কিন্তু পরবর্তীতে পাম্প করতে পারে। তাই অপেক্ষা করা উচিত। তবে আপনার ইউজার নেম আমি spreadsheet এ খুজে পাইনি। তাহলে কি আমি ধরে নিব যে আপনার মাল্টিপুল একাউন্ট আছে? আমি কেমন করে homt এ জয়েন করেছেন। বিস্তারিত আমাকে বলুন।
Title: Re: HOMT কয়েন সিগনেচার করে ভুল করেছি
Post by: mahid on September 04, 2020, 03:52:02 AM
কোথায় যে কি আছে তা যদি কেউ জানত তাহলে ত হতোই। এটিই ক্রিপ্টোকরেন্সির একটি ফিচার বলে আমি মনে করি। হোমট কয়েন টি দেখেছি ভাল দাম ছিল কিন্তু হঠাৎ করে দাম একবারে নেমে গেল। অপর দিকে ডায়া একটি সফল প্রোজেক্ট। এর দাম খুব অল্প সময়ে আকাশ চুম্বি হবে বলে অনেকের ধারণা আছে। সে ক্ষেত্রে ডায়া থেকে বেরিয়ে হোমট এ আসা টা একটু ভূলই হয়েছে। তারপর ও বলব যে এটা নিয়ে হতাশ হওয়ার কিছু নেই এরকম হতেই পারে। ভবিষ্যতে যাতে এই ধরনের ভুল না হয় সে দিকে খেয়াল রাখতে হবে।
Title: Re: HOMT কয়েন সিগনেচার করে ভুল করেছি
Post by: Rain075 on September 04, 2020, 05:49:55 PM
অ্যাকচুয়ালি আমি সত্যি কথাই বলেছেন। এই HOMT কয়েন দাম এতটাই নিচের দিকে নেমে এসেছে যে সকলের মনে অনেক খারাপ হয়ে গেছে। সবাই অনেক বড় আশা করে এই প্রজেক্টে কাজ করেছি এবং অনেকে ইনভেস্ট করেছে। কিন্তু বর্তমানের অবস্থা অনেকটাই খারাপ। আমি এই প্রজেক্টে সিগনেচার ক্যাম্পেইনে কাজ করেছিলাম। কিন্তু বর্তমানে HOMT কয়েনের অবস্থা দেখে আমার অনেক খারাপ লাগতেছে।
Title: Re: HOMT কয়েন সিগনেচার করে ভুল করেছি
Post by: Magepai on September 11, 2020, 10:24:28 AM
HOMT কয়েন সিগনেচার করে মোটেও ভুল কাজ করেননি। কারণ ক্রিপ্টোকারেন্সি মার্কেট সময় উপরে উঠে আবার সময় নিচে নামে। হয়তো এমন সময় আসতে পারে দেখা যাবে যে HOMT কয়েনটি ভালো কোন এক্সচেঞ্জ আরে লিস্ট করা হয়েছে তাহলে অবশ্যই price বেশি হবে।
Title: Re: HOMT কয়েন সিগনেচার করে ভুল করেছি
Post by: Power420 on October 05, 2020, 05:49:01 AM
বলে তো আর এখন লাভ নেই যা হওয়ার তা তো হয় গেছে। ৮ উইক সিগনেচার করে ৫০ ডলারের মত পেমেন্ট পাব বর্তমান দাম অনুাযায়ী। অথচ একসময় প্রতি টোকেনের দাম ছিলো ৪০ সেন্টের মত।  DIA  সিগনেচার বাদ দিয়ে এটা লাগাইছিলাম। অথচ DIA চেঞ্চ না করলে ৯০০ টোকেন পেতাম যার প্রতিটি টোকেন বর্তমানে ৩ ডলারের বেশি। সুতারং কোন কয়েনের দাম ভবিষ্যতে কেমন হবে তা বুঝা কঠিন।
সঠিক কথা HOMT coin এর দাম একেবারেই কমে গেছে যে কারণে এখন অনেক ক্ষতির সম্মুখীন কারণ ওই সময় DIA কয়নে সিগনেচার চলছে। অনেকেই আপনার মত DIA প্রজেক্ট কাজ করা বাদ দিয়ে HOMT কয়েনে সিগনেচার করেছে যে কারণে আমার আপনার মত অনেকেই আফসোস করছে।
Title: Re: HOMT কয়েন সিগনেচার করে ভুল করেছি
Post by: Bony11 on October 05, 2020, 07:29:16 AM
HOMT কয়েনটি সত্যি  খুব ভালো ছিল।কিন্তুু হঠ্যা করে এর দামটা একদম কমে গেছে যা কল্পনার বাহিরে।সবাই অনেক বড় আসা নিয়ে HOMT কোয়েনে কাজ করেছে।অনেকেই DIA প্রজেক্ট বাদ দিয়ে HOMT কোয়েনে কাজ করেছে।তারা এখন নিজের  কপালকে দোষ দিতেছে। তবে এখন আর এনিয়ে মন খারাপ করে লাভ নাই।আমি আশা করি ভবিষ্যৎ এ HOMT কয়েন  এর দাম বাড়বে।
Title: Re: HOMT কয়েন সিগনেচার করে ভুল করেছি
Post by: Psycho on October 17, 2020, 07:24:42 AM
HOMT কয়েনে সিগনেচার করে ভুল করেছি কারণ যে HOMT কয়েনে যে দাম ছিল তার থেকে একদম কমে গেছে।HOMT কয়েনে বড় আশা করে সিগনেচার করেছিলাম সেখান থেকে কি পেলাম। DIA কয়েন থেকে সিগনেচার বাদ দিয়ে HOMT গিয়েছিলাম। আমি এই সর্বনাশ করে ফেলছি এ বিষয়ে আপনাদের মতামত জানতে চাই।
ঠিক বলছেন ভাই এই সিগনেচার টি করে সবাই অনেক ভুল করছে ‌। প্রজেক্ট অনেক ভাল ছিল। কিন্তু এর দাম কমে যাওয়া তে সবাই এখন আফসোস করতেছে। আমরা চাই দাম যেন আবার বেড়ে যায়
Title: Re: HOMT কয়েন সিগনেচার করে ভুল করেছি
Post by: Rakin343 on October 17, 2020, 08:39:36 PM
হ্যাঁ ঠিকই বলেছেন। HOMT কয়েনটি যে এমন হবে তা কোনদিনও ভাবিনি'। এই কয়েনটা থেকে সিগনেচার করি আমি বিশাল লস করেছি। কেননা ওই সময় DIA বাউন্টি ক্যাম্পেইন চলেছিল। তখন এই বাউন্টি না করে HOMT ক্যাম্পেইনে কাজ করেছিল।