Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: Dj01864 on August 23, 2020, 01:47:36 PM

Title: আপনার কি মনে হয় বিটকয়েনের দাম বাড়বে?
Post by: Dj01864 on August 23, 2020, 01:47:36 PM
আপনার কি মনে হয় বিটকয়েনের দাম বাড়বে?
 আপনি কি বিটকয়েনকে বিশ্বাস করেন?
 এটি কি বিটকয়েন কেনার উপযুক্ত সময়?
প্লিজ একটু বলবেন যদি কেও জানেন,
পরামর্শ দেন সবাই ভাইয়েরা & বোনেরা?
Title: Re: আপনার কি মনে হয় বিটকয়েনের দাম বাড়বে?
Post by: Mrkadir85 on August 23, 2020, 03:07:51 PM
অবশ্যই আমি বিটকয়েন কে বিশ্বাস করি কারণ বিটকয়েন  সবার বিশ্বাসের উপর নির্ভর করে। আপনি এখন বিটকয়েন কিনতে পারেন। কিছু মনে করবেন না আমার মনে হয় একই বিষয়ে বারবার আলোচনা না করাই উত্তম
Title: Re: আপনার কি মনে হয় বিটকয়েনের দাম বাড়বে?
Post by: Rafiq on August 23, 2020, 07:49:35 PM
হ্যাঁ, অবশ্যই আমি বিটকয়েন কে বিশ্বাস করি। আমরা যারা ক্রিপ্টো জগতে আছি বা ক্রিপ্টোকারেন্সির সাথে জড়িত আছি, আমার বিশ্বাস তারা সবাই বিটকয়েনকে বিশ্বাস করে। এটি একটি বিশ্বস্ত মুদ্রা। বিটকয়েনের বর্তমান দাম ১২হাজার ডলারের নীচে, আমি মনেকরি ২০২০ সালের শেষ নাগাদ এটি ১৫হাজার ডলার ছাড়িয়ে যাবে। তাই আমি মনেকরি এখনও বিটকয়েন কেনার উপযুক্ত সময় যাচ্ছে।
Title: Re: আপনার কি মনে হয় বিটকয়েনের দাম বাড়বে?
Post by: Sharpmax on August 24, 2020, 02:10:46 AM
বর্তমান বিটকয়েনের দাম 12000 ডলারের নিচে এখন বিটকয়েনের দাম যদিও ওঠানামা করছে কিন্তু একদম কমে যাচ্ছে না । তাতে বুঝা যায় যে বিটকয়েনের দাম ঊর্ধ্বমুখী হবে। 2020 সালের শেষের দিকে বিটকয়েনের দাম 18 হাজার ডলারে যাবে তাই যদি কোন ইনভেস্টর রা বিটকয়েন ক্রয় করতে চান তাহলে এখন বিটকয়েন কেনার সঠিক সময় বলে আমি মনে করি।
Title: Re: আপনার কি মনে হয় বিটকয়েনের দাম বাড়বে?
Post by: Triedboy on August 24, 2020, 11:56:22 AM
আমরা যারা ক্রিপ্টোকারেন্সিরতে কাজ করি সবাই বিশ্বাস করি যে বিটকয়েন হলো সকল কয়েনের রাজা।2017 সালের দিকে বিটকয়েন দাম অনেক টাই নিচে নেমে গিয়েছিলো।কিন্ত এখন আমরা দেখতে পাচ্ছি যে বিটকয়েন এর দাম আবারও বেড়েছে।এই মুদ্রা দিয়ে সকল প্রকার জিনিস পাতি কেনা কাটি করা যায় ।দিন দিন এই মুদ্রার জনপ্রিয়তা বেড়েই চলছে।
Title: Re: আপনার কি মনে হয় বিটকয়েনের দাম বাড়বে?
Post by: Lutera94 on August 24, 2020, 12:22:45 PM
বিটকয়েন হলো ভার্চুয়াল মুদ্রা, যা কখনো স্পর্শ করা যায়। তাই যারা বিটকয়েন জগতে নতুন তাদের মধ্যে একটু কনফিউশন থাকে আসলেই কি তার ভ্যালু আছে কিনা, যা শুরুতে আমার ও ছিলো। আসলে বিটকয়েন হলো ব্লকচেইন প্রযুক্তি যা পেয়ার টু পেয়ার লেনদেন হয় ও প্রতিটি ট্রান্সজেকশনে এক একটি ব্লক রেডি হয়, যা আপনাকে আশস্ত করবে যে ইহা কতটুকু রিয়েল। তাই বলছি বিটকয়েন অবশ্যই রিয়েল ও ইহার দাম দিন দিন বাড়বেই বলে আমি মনে করি।
Title: Re: আপনার কি মনে হয় বিটকয়েনের দাম বাড়বে?
Post by: mahid on September 04, 2020, 04:23:40 AM
আপনার কি মনে হয় বিটকয়েনের দাম বাড়বে?
 আপনি কি বিটকয়েনকে বিশ্বাস করেন?
 এটি কি বিটকয়েন কেনার উপযুক্ত সময়?
প্লিজ একটু বলবেন যদি কেও জানেন,
পরামর্শ দেন সবাই ভাইয়েরা & বোনেরা?
আপনার কথার শেষ বাক্যে মনে হয় প্রশ্ন সুচক দেওয়া দরকার ছিল না। আপনার প্রথম প্রশ্নে আসি বিটকয়েনের দাম বাড়বে কি না? অবশ্য বিটকয়েনের দাম বাড়বে এবং সেটি ভয়ংকর বাড়া বাড়বে যেটি কেউ কল্পনাও করেনি। 1 বিটকয়েনের দাম যে 19000 হবে কেউ কোন দিন ভাবে নি। ঠিক তেমনি আবার  বিটকয়েনের দাম এমন বাড়া বাড়বে মানুষ কল্পনাও করতে পারবে না। জাস্ট সময়ের ব্যাপার।দ্বিতীয় টি হল বিটকয়েন আমি বিশ্বাস করি কি না? এই যুগে এমন কেউ আছে ‍যারা ক্রিপ্টো সম্পর্কে জানে কিন্তু বিটকয়েন কে বিশ্বাস করে না এমন লোক পাওয়া কঠিন। আর তৃতীয় টি বলতে গেলে বলতে হয় যে এখন ই উপযুক্ত সময় বিটকয়েন কেনার। কাজেই যত পারুন হোল্ড করে রাখুন। ভবিষ্যতে এটি আপনার প্রধান সম্পদ হয়ে থাকবে।
Title: Re: আপনার কি মনে হয় বিটকয়েনের দাম বাড়বে?
Post by: Sharpmax on September 04, 2020, 07:11:24 AM
বিটকয়েনের দাম গত বছরের তুলনায় এ বছর অনেক বেশি। বিটকয়েনের দাম ইনভেস্টরদের উপর নির্ভর করে তারা যদি ইনভেস্ট বেশি করে তাহলে বিটকয়েনের দাম বাড়ে এবং যদি ইনভেস্ট ইনভেস্ট করতে না চায় তবে বিটকয়েনের দাম কমে যায় 2020 সালে বিটকয়েনের দাম সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে । আমি আশা করি বিটকয়েনের দাম 2021 সালের প্রথমদিকে 18 থেকে 20 হাজার ডলারের মধ্যে পৌঁছাবে।
Title: Re: আপনার কি মনে হয় বিটকয়েনের দাম বাড়বে?
Post by: Lutera94 on September 04, 2020, 10:21:43 AM
বিটকয়েন হলো ভার্চুয়াল মুদ্রা, যা কখনো স্পর্শ করা যায় না। তাই যারা বিটকয়েন জগতে নতুন তাদের মধ্যে একটু কনফিউশন থাকে আসলেই কি তার ভ্যালু আছে কিনা, যা শুরুতে আমার ও ছিলো। আসলে বিটকয়েন হলো ব্লকচেইন প্রযুক্তি যা পেয়ার টু পেয়ার লেনদেন হয় ও প্রতিটি ট্রান্সজেকশনে এক একটি ব্লক রেডি হয়, যা আপনাকে আশস্ত করবে যে ইহা কতটুকু রিয়েল। তাই বলছি বিটকয়েন অবশ্যই রিয়েল ও ইহার দাম দিন দিন বাড়বেই বলে আমি মনে করি।
Title: Re: আপনার কি মনে হয় বিটকয়েনের দাম বাড়বে?
Post by: Rakin343 on September 04, 2020, 05:18:35 PM
বিটকয়েনের দাম বাড়বে কমবে এটাই মার্কেটের ধর্ম। এতে আমরা ধৈর্য হারা হলে চলবে না। হ্যাঁ বেশ কিছুদিন আগেও বিটকয়েনের দাম অনেক কমে গিয়েছিল কিন্তু বর্তমানে বিটকয়েনের দাম অনেকটাই বৃদ্ধি পেয়েছে। 2019 এর শেষের দিকে বিটকয়েন এতটাই কমেছিল যে মানুষ ভেবেছিল বিটকয়েন মনে হয় আর থাকবে না। কিন্তু তারপরে বিটকয়েনের দাম আস্তে আস্তে বৃদ্ধি পেতে শুরু করলো। এখন বর্তমানে বিটকয়েনের দাম 11 হাজার 500 ডলারে অবস্থান করছে।তাই বলা যায় বিটকয়েন কোনদিনও এক জায়গায় থাকে না বিটকয়েনের দাম সবসময় আপ ডাউন এর উপর থাকে। সবাই বিটকয়েন কে বিশ্বাস করে কারণ বিটকয়েন কখনো ধ্বংস হবে না। হ্যাঁ আর এটাই সবচেয়ে উপযুক্ত সময় বিটকয়েন ইনভেস্ট করার।
Title: Re: আপনার কি মনে হয় বিটকয়েনের দাম বাড়বে?
Post by: Rain075 on September 04, 2020, 05:43:11 PM
বিটকয়েনের দাম বাড়বে এটা শিওর। আর বিটকয়েন কখনো স্থির ভাবে থাকেনা এর দাম কমবে বাড়বে এটাই বিটকয়েনের ধর্ম।হয়তো বর্তমানে মার্কেট একটু খারাপ কিন্তু দুইদিন আগেও বিটকয়েন যে হারে বৃদ্ধি পেতে শুরু করেছিল তাতে মনে হয়েছিল বিটকয়েন 15 হাজার ডলারে পা রাখবে। তবে বিটকয়েনের দাম বাড়বে এটা হান্ড্রেড পার্সেন্ট সিওর। এই 2020 সালের মধ্যেই বিটকয়েনের দাম 20,000 ডলার ছাড়িয়ে যাবে বলে আশা করা যাচ্ছে।
Title: Re: আপনার কি মনে হয় বিটকয়েনের দাম বাড়বে?
Post by: Crypto_Somrat on September 06, 2020, 09:41:41 AM
বিটকয়েনের দাম গত বছরের তুলনায় এ বছর অনেক বেশি। বিটকয়েনের দাম ইনভেস্টরদের উপর নির্ভর করে তারা যদি ইনভেস্ট বেশি করে তাহলে বিটকয়েনের দাম বাড়ে এবং যদি ইনভেস্ট ইনভেস্ট করতে না চায় তবে বিটকয়েনের দাম কমে যায় 2020 সালে বিটকয়েনের দাম সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে । আমি আশা করি বিটকয়েনের দাম 2021 সালের প্রথমদিকে 18 থেকে 20 হাজার ডলারের মধ্যে পৌঁছাবে।
বিটকয়েন এর দাম অবশ্যই বাড়বে যত দিন যাবে ততই বিট কয়েন এর মুল্য বাড়বে এটা আমি বিশ্বাস করি
Title: Re: আপনার কি মনে হয় বিটকয়েনের দাম বাড়বে?
Post by: Magepai on September 15, 2020, 03:18:55 AM
ক্রিপ্টোকারেন্সি মার্কেট একবার কমবে আবার কিছুদিন পরে বাড়বে এটাই মার্কেটের ধর্ম। বর্তমান সময়ে বিটকয়েনের দাম মোটামুটি ভালই ছিল কিন্তু কিছুদিন ধরে একটু নিচের দিকে নামছে। তবু আমি বিশ্বাস করি বিটকয়েনের দাম 2021 সালের প্রথম দিকেই 2000 ডলার টাচ করবে।
Title: Re: আপনার কি মনে হয় বিটকয়েনের দাম বাড়বে?
Post by: Fawpac2 on September 15, 2020, 07:41:51 AM
বিটকয়েনের দাম বাড়বে এটা হানডেট পারসেন শিওর। তবে বর্তমানে ডেফি প্রজেক্টে সকল ইনভেস্টর আসার কারণে এবং এই ডেফি প্ল্যাটফর্ম চালু হওয়ার কারণে সাময়িক এর জন্য বিটকয়েনের দাম কমে গেছে।
Title: Re: আপনার কি মনে হয় বিটকয়েনের দাম বাড়বে?
Post by: Bony11 on September 15, 2020, 10:37:39 AM
বিটকয়েন হলো ভার্চুয়াল মুদ্রা, যা কখনো স্পর্শ করা যায়। তাই যারা বিটকয়েন জগতে নতুন তাদের মধ্যে একটু কনফিউশন থাকে আসলেই কি তার ভ্যালু আছে কিনা, যা শুরুতে আমার ও ছিলো। আসলে বিটকয়েন হলো ব্লকচেইন প্রযুক্তি যা পেয়ার টু পেয়ার লেনদেন হয় ও প্রতিটি ট্রান্সজেকশনে এক একটি ব্লক রেডি হয়, যা আপনাকে আশস্ত করবে যে ইহা কতটুকু রিয়েল। তাই বলছি বিটকয়েন অবশ্যই রিয়েল ও ইহার দাম দিন দিন বাড়বেই বলে আমি মনে করি।
হ্যাঁ, ভাই আপনি আমার মনের কথাটা বলছে। আমি আশা করি বিটকয়েন আগেও ছিল এবং ভবিষ্যৎ থাকবে।ভবিষ্যৎ ইহার দাম বাড়বে বলে আমি মনে করি।
Title: Re: আপনার কি মনে হয় বিটকয়েনের দাম বাড়বে?
Post by: Msweet on September 15, 2020, 03:14:59 PM
বিটকয়েনের দাম অবশ্যই পারবে কেননা গত 10 তারিখে বিটকয়েনের দাম ছিল 877,297.58 $ 15 তারিখে বিটকয়েনের দাম বেড়ে হয়েছে 907,017.90 $ l যদিও মাঝখানে এর দাম একটু কমই ছিল l প্রত্যেকটা জিনিসের দাম উঠানামা করবে l অবশ্যই বলা যায় যে বিটকয়েনের দাম বুব সাথে পারবে l
Title: Re: আপনার কি মনে হয় বিটকয়েনের দাম বাড়বে?
Post by: mahid on September 15, 2020, 05:48:35 PM
বিশ্বের এক নম্বর কয়েন হল বিট কয়েন। যার বর্তমান মূল্য প্রায় 10000 ডলার এর কাছাকাছি। এটি 2017 সালে 19000 পর্যন্ত গিয়েছিল পরে আবার নেমে আসে। এখন আবার তা উর্ধ্ব মুখি প্রবনতার মধ্যে আছে। আমি মনে করি খুব কম সময়ের মধ্যে এটি ভাল একটি পর্যায়ে যাবে।
Title: Re: আপনার কি মনে হয় বিটকয়েনের দাম বাড়বে?
Post by: Papusha20 on October 02, 2020, 04:22:26 PM
আমার মনে হয় বিটকয়েনের দাম অবশ্যই বাড়বে কারণ বর্তমানে ইনভেস্টর রা ডেফি প্রজেক্টে তারা ইনভেস্ট করতেছে যে কারণে বিটকয়েনের দাম কমে যাচ্ছে ভবিষ্যতে বিটকয়েনের দাম বর্তমান দামের চেয়ে তিন থেকে চার গুণ বৃদ্ধি পাবে।
Title: Re: আপনার কি মনে হয় বিটকয়েনের দাম বাড়বে?
Post by: Power420 on October 05, 2020, 05:43:54 AM
হ্যাঁ অবশ্যই বিটকয়েনের দাম বাড়বে কারণ বিটকয়েনের দাম কমে বাড়ার জন্য। বর্তমান DEFi এর দিকে ইনভেস্টর ঝুঁকছে বেশি এখানে ইনভেস্টে বেশি করতেছে যে কারণে বিটকয়েনের দাম কমতেছে। ভবিষ্যতে বিটকয়েনের দাম বর্তমান দামের চেয়ে দ্বিগুণ বৃদ্ধি পাবে।
Title: Re: আপনার কি মনে হয় বিটকয়েনের দাম বাড়বে?
Post by: Nusrat on October 05, 2020, 12:50:39 PM
সব কয়েন এর থেকে আমি মনে করি বিটকয়েনের দাম বেশি। 2017 সাল এবং 2018 সাল বিটকয়েনের দাম যেরকম ছিল বর্তমানে সেটা নেই। আমি মনে করি বিটকয়েন সব কয়েন এর চেয়ে ভাল করেন। আশাকরি বিটকয়েনের দাম আরো বাড়বে। তাই আমরা বিটকয়েনে বেশি বেশি কাজ করব এবং বিটকয়েন এ সময় দিব বেশি।
Title: Re: আপনার কি মনে হয় বিটকয়েনের দাম বাড়বে?
Post by: ttcsalam on October 08, 2020, 12:53:13 PM
আমি মনে করি না দাম এ মুহুত্তে বাড়ার সম্ভবনা আছে। কেননা এটা বছরে একটা সময় দাম কিছু টা কমে যায়। আমার মনে হয় সেই সময় টা সামনে আসতেছে।দাম 5000 ডলার হইলে কিনতে পারেন।
Title: Re: আপনার কি মনে হয় বিটকয়েনের দাম বাড়বে?
Post by: Casual on October 10, 2020, 04:20:49 PM
ক্রিপ্টোকারেন্সি মার্কেট একবার কমবে আবার কিছুদিন পরে বাড়বে এটাই মার্কেটের ধর্ম। বর্তমান সময়ে বিটকয়েনের দাম মোটামুটি ভালই ছিল কিন্তু কিছুদিন ধরে একটু নিচের দিকে নামছে। তবু আমি বিশ্বাস করি বিটকয়েনের দাম 2021 সালের প্রথম দিকেই 2000 ডলার টাচ করবে।

ভাই আপনি ঠিকই বলেছেন ক্রিপ্টোকারেন্সি মার্কেটগুলো সবসময় উঠানামা করে। যার ফলে সঠিক করে কেউ বলতে পারবে না বিটকয়েনের দাম বাড়বে না কমবে। কিন্তু আমার মনে হয় 2021 সালের প্রথমে অবশ্যই বিটকয়েনের দাম বাড়বে।
Title: Re: আপনার কি মনে হয় বিটকয়েনের দাম বাড়বে?
Post by: Nusrat on October 11, 2020, 05:19:52 AM
বিটকয়েন কে সবাই পছন্দ করে। বিটকয়েন কে আমিও সব কয়েন এর চাইতে বেশি পছন্দ করি। আমার বিশ্বাস বিটকয়েনের দাম অবশ্যই বাড়বে। বিটকয়েনের এখন যে মার্কেট প্রাইস আছে এর চেয়ে দ্বিগুণ বাড়বে আমার বিশ্বাস। 2021 সালে বিটকয়েনের মার্কেট আগের মার্কেট পার করবে।
Title: Re: আপনার কি মনে হয় বিটকয়েনের দাম বাড়বে?
Post by: Casual on October 11, 2020, 05:30:07 AM
বিটকয়েন কে সবাই পছন্দ করে। বিটকয়েন কে আমিও সব কয়েন এর চাইতে বেশি পছন্দ করি। আমার বিশ্বাস বিটকয়েনের দাম অবশ্যই বাড়বে। বিটকয়েনের এখন যে মার্কেট প্রাইস আছে এর চেয়ে দ্বিগুণ বাড়বে আমার বিশ্বাস। 2021 সালে বিটকয়েনের মার্কেট আগের মার্কেট পার করবে।

বিশেষ করে যারা বিটকয়েন ব্যবহার করে তাদের কাছে সবথেকে প্রিয়। আর 2021 সালে বিটকয়েনের দাম সর্বোচ্চ চূড়া উঠবে বলে আমার মনে হয়।ভাই আপনি যে বলেছেন বিটকয়েন আগের অবস্থানে যাবে সেটা শুনে অনেক ভালো লাগলো।আপনার কথাই যেন সত্যি হয় যে বিটকয়েন আবারো আগের অবস্থানে ফিরে আসুক।
Title: Re: আপনার কি মনে হয় বিটকয়েনের দাম বাড়বে?
Post by: Magepai on October 11, 2020, 05:38:49 AM
বিটকয়েনের দাম অবশ্যই পারবে কেননা গত 10 তারিখে বিটকয়েনের দাম ছিল 877,297.58 $ 15 তারিখে বিটকয়েনের দাম বেড়ে হয়েছে 907,017.90 $ l যদিও মাঝখানে এর দাম একটু কমই ছিল l প্রত্যেকটা জিনিসের দাম উঠানামা করবে l অবশ্যই বলা যায় যে বিটকয়েনের দাম বুব সাথে পারবে l

Bitcoin এর প্রাইস অনেকটা বৃদ্ধি হয়েছিল। কিন্তু আবারও সেটা কমে গেছে।এখন সামনে কি হয় সেটা আমার মনে হয় কেউ বলতে পারবে না কারণ ক্রিপ্টোকারেন্সি এর মার্কেট দেখা যায় একসময় অনেক বৃদ্ধি পাচ্ছে আবার এক সময় কমে যাচ্ছে। কিন্তু তবুও আমার মনে হয় হয়তো সামনেই বিটকয়েনের প্রাইস আবারো বৃদ্ধি পাবে।
Title: Re: আপনার কি মনে হয় বিটকয়েনের দাম বাড়বে?
Post by: Greatwall on October 11, 2020, 08:30:37 AM
বিটকয়েনের দাম বাড়বে এটা 100% গ্যারান্টি। বিটকয়েন হল সকল কয়েনের রাজা।যদিও এর দাম এখন একটু কম তবুও দেখা যাবে হঠাৎ করে আবার বিটকয়েনের দাম বেড়ে গেছে।
Title: Re: আপনার কি মনে হয় বিটকয়েনের দাম বাড়বে?
Post by: Psycho on October 17, 2020, 06:52:04 AM
আপনার কি মনে হয় বিটকয়েনের দাম বাড়বে?
 আপনি কি বিটকয়েনকে বিশ্বাস করেন?
 এটি কি বিটকয়েন কেনার উপযুক্ত সময়?
প্লিজ একটু বলবেন যদি কেও জানেন,
পরামর্শ দেন সবাই ভাইয়েরা & বোনেরা?
বিটকয়েনের দাম ইনশাল্লাহ সামনে অনেক বাড়বে। আর হ্যাঁ এটা বিটকয়েন কেনার সুযোগ। 2021 সালের প্রথমদিকে বিটকয়েনের দাম অনেক বৃদ্ধি পাবে।যারা কয়েনগুলো হোল্ড করে রেখে বেনিফিট পেতে চান আমি সাজেস্ট করবো তারা এখন বিটকয়েন কিনে 21 সাল পর্যন্ত হোল্ড করে রাখলে ভালো রকমের একটা প্রফিট পাবেন
Title: Re: আপনার কি মনে হয় বিটকয়েনের দাম বাড়বে?
Post by: Crypto_Somrat on October 17, 2020, 07:31:20 PM
আপনার কি মনে হয় বিটকয়েনের দাম বাড়বে?
 আপনি কি বিটকয়েনকে বিশ্বাস করেন?
 এটি কি বিটকয়েন কেনার উপযুক্ত সময়?
প্লিজ একটু বলবেন যদি কেও জানেন,
পরামর্শ দেন সবাই ভাইয়েরা & বোনেরা?
হ্যা অবশ্যই আমি বিটকয়েন কে বিশ্বাস করি। আমরা যারা ক্রিপ্টোকারেন্সির সাথে জড়িত আছি, আমার বিশ্বাস তারা সবাই বিটকয়েনকে বিশ্বাস করে। বিটকয়েনের দাম ইনশাল্লাহ সামনে অনেক বাড়বে। আর হ্যাঁ এটাই বিটকয়েন কেনার উপযুক্ত সময় বলে আমি মনে করি।
Title: Re: আপনার কি মনে হয় বিটকয়েনের দাম বাড়বে?
Post by: Herry on October 19, 2020, 06:13:04 PM
অবশ্যই বিটকয়েনের দাম বাড়বে। একসময় বিটকয়েনের দাম কমে গিয়েছিলো কিন্তু বিটকয়েন আবার সে তার নিজের জায়গায় ফিরে আসছে ২০২১ সালে বিটকয়েনেরদাম ১৫k ---20k তে হিট করতে পারে
হ্যা আমি বিটকয়েনকে বিশ্বাস করি। বিটকয়েন হলো ভার্চুয়াল মুদ্রা যা দরা ছোয়া যায় না
আমি সঠিক জানি না এখন বিটকয়েন ক্রয় করে রাখার উপযুক্ত সময় কি না তবে যখন বিটকয়েনের দাম হ্রাস পায় তখন বিটকয়েন ক্রয় রাখাই ভালো বর্তমানে বিটকয়েনের দাম খুবই ভালো। বিটকয়েনের দাম দিন দিন বৃদ্ধি পাচ্ছেই। এইভাবে বৃদ্ধি পেতে থাকলে এক সময় বিটকয়েন   এর দাম অনেকটাই  বেশি হয়ে যাবে।
Title: Re: আপনার কি মনে হয় বিটকয়েনের দাম বাড়বে?
Post by: sky20 on October 19, 2020, 06:28:07 PM
বর্তমান অবস্থা দেখে এখনই আসলে এই বিষয়ে কিছু বলা যাচ্ছে না কারণ আমরা দেখেছি বেশ কিছুদিন হলো এখানে বিটকয়েন একটা স্থির অবস্থানে দাঁড়িয়ে আছে। বর্তমান গতিপ্রকৃতি খেয়াল করে কিছু বলা যাচ্ছে না তবে আমার মনে হয় 2021 সালের আগে তেমন কোনো পরিবর্তন আসবে না অর্থাৎ বিটকয়েনের দাম কমবেও না তেমন একটা বাড়বেও না।
Title: Re: আপনার কি মনে হয় বিটকয়েনের দাম বাড়বে?
Post by: Chita76 on November 23, 2020, 03:01:17 AM
বর্তমানে বিটকয়েনের দাম 18470 ডলার। ভবিষ্যতে বিটকয়েনের দাম আরো বাড়বে যদিও বিটকয়েন এর গতি ঊর্ধ্বমুখী তাই বলা যায় যে 2020 সালে বিটকয়েনের দাম 25 থেকে 30 হাজার ডলারে হিট করবে।
Title: Re: আপনার কি মনে হয় বিটকয়েনের দাম বাড়বে?
Post by: Ronald on November 23, 2020, 05:13:09 AM
আপনার কি মনে হয় বিটকয়েনের দাম বাড়বে?
 আপনি কি বিটকয়েনকে বিশ্বাস করেন?
 এটি কি বিটকয়েন কেনার উপযুক্ত সময়?
প্লিজ একটু বলবেন যদি কেও জানেন,
পরামর্শ দেন সবাই ভাইয়েরা & বোনেরা?
এখন আর কেউ বলুক আর না বলুক বিটকয়েনের দাম এখন বাড়বেই। কোন ধরনের এনালাইসিস কজে আসবে না।বিগত 2 বছর যাবৎ বিটকয়েন স্ট্যাবল অবস্থায় ছিল। তাই এখন আর কোন বাধ মানবে না। বিটকয়েন বুল রান শুরু করে দিয়েছে।
Title: Re: আপনার কি মনে হয় বিটকয়েনের দাম বাড়বে?
Post by: AGM on November 23, 2020, 05:25:21 AM
বিটেকয়েন এখন সারা বিশ্বের মানুষের কাছে একটি অতিমূল্যবান সম্পদ। এই সম্পদ যে যত বেশি সংরক্ষন করবে তার তত বেশি লাভ। এই চিন্তার ধারাবাহিকতায় আজ বিটকয়েন সবার সেরা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। এর দাম দিন যাবে বাড়তেই থাকবে।
Title: Re: আপনার কি মনে হয় বিটকয়েনের দাম বাড়বে?
Post by: Sasa on November 23, 2020, 09:37:44 AM
বিটকয়েনের দাম তো প্রতিনিয়তই বৃদ্ধি পাচ্ছে আমি মনে করি এ বিটকয়েনের দাম আরো বৃদ্ধি পাবে 2021 সালের শুরুতেই বিটকয়েনের দাম হবে 25 হাজার থেকে 30 হাজার ডলার সিনিয়র ভাইরা আছেন তাঁরা আরও ভাল বলতে পারবেন তারা অবশ্যই আপনাকে ভালো বিষয়টা তুলে ধরবেন এবং জানাবেন
Title: Re: আপনার কি মনে হয় বিটকয়েনের দাম বাড়বে?
Post by: Linda78 on November 23, 2020, 05:33:49 PM
কেউ বিশ্বাস করুক বা না করুক আমি বিশ্বাস করি বিটকয়েনের দাম আস্তে আস্তে বাড়তে থাকবে আমরা আশা করতে পারি 2020 সালের ভিতর 20000 করবে আর আমরা বিশ্বাস  করি 2021 সালের ভিতর 25000 পার করবে। তাই এখন আর কোন বাদ  না। বিটকয়েন হল সকল কয়েন  রাজা।
Title: Re: আপনার কি মনে হয় বিটকয়েনের দাম বাড়বে?
Post by: AGM on November 23, 2020, 06:27:01 PM
অবশ্যই বিটকয়েনে দাম বাড়বে। এর দাম স্থির থাকার কোন আশঙ্কা নেই। আনুমানিক 2020 এবং 2021 সালের মধ্যে এটি সর্বোচ্চ দাম উঠবে বলে অনেকেই মনে করেন।
Title: Re: আপনার কি মনে হয় বিটকয়েনের দাম বাড়বে?
Post by: Hasan986 on November 24, 2020, 07:39:55 AM
কেউ বিশ্বাস করুক বা না করুক আমি বিশ্বাস করি বিটকয়েনের দাম আস্তে আস্তে বাড়তে থাকবে আমরা আশা করতে পারি 2020 সালের ভিতর 20000 করবে আর আমরা বিশ্বাস  করি 2021 সালের ভিতর 25000 পার করবে। তাই এখন আর কোন বাদ  না। বিটকয়েন হল সকল কয়েন  রাজা।
২০২০ এ ২০০০০ ধরতে পারে। তবে মনে হচ্ছে ২১ সাল আসার পর কিছুটা ক্রাস করবে। গ্রাফ ফিল করবে। পরবর্তিতে আবার বৃদ্ধি পাবে।
Title: Re: আপনার কি মনে হয় বিটকয়েনের দাম বাড়বে?
Post by: Hasan986 on November 24, 2020, 07:41:40 AM
বিটকয়েনের দাম তো প্রতিনিয়তই বৃদ্ধি পাচ্ছে আমি মনে করি এ বিটকয়েনের দাম আরো বৃদ্ধি পাবে 2021 সালের শুরুতেই বিটকয়েনের দাম হবে 25 হাজার থেকে 30 হাজার ডলার সিনিয়র ভাইরা আছেন তাঁরা আরও ভাল বলতে পারবেন তারা অবশ্যই আপনাকে ভালো বিষয়টা তুলে ধরবেন এবং জানাবেন
এন্ড অফ দ্যা ইয়ার পাম্পের একটা কারণ হতে পারে। ২১ সালে হয়তো বা ক্রাস করবে। তবে আমরা কেও চাই না যে ক্রাস করুক। ২০১৭ সাল আমরা আবার দেখতে চাই না আবার।
Title: Re: আপনার কি মনে হয় বিটকয়েনের দাম বাড়বে?
Post by: Halkpro on November 24, 2020, 08:37:51 AM
বর্তমানে বিটকয়েনের দাম 18470 ডলার। ভবিষ্যতে বিটকয়েনের দাম আরো বাড়বে যদিও বিটকয়েন এর গতি ঊর্ধ্বমুখী তাই বলা যায় যে 2020 সালে বিটকয়েনের দাম 25 থেকে 30 হাজার ডলারে হিট করবে।
আপনি ঠিক বলছেন কিন্তু আমার মনে হয় এই বছরের শেষে দিকে বিটকয়েন ২০০০০ $ ছুবে সেই সাথে ইথেরিয়ামও ১০০০ $ আ যাবে কারন এখন সব কয়েনের বাই সেল বেশি পরিমানে হচ্ছে।       
Title: Re: আপনার কি মনে হয় বিটকয়েনের দাম বাড়বে?
Post by: JISAN on November 24, 2020, 10:27:18 AM
বাড়বে মানে বিটকয়েন উপরের দিকে দৌর দিয়েছে। ১ মাসের মধ্যে ১৫০০০ থেকে ১৯০০০ ক্রস করা ব্যপারটা সত্তিই অবাক করা। ২০০০০ ক্রস করার সম্ভাবনা রয়েছে
Title: Re: আপনার কি মনে হয় বিটকয়েনের দাম বাড়বে?
Post by: Monster5 on December 01, 2020, 03:05:09 AM
বিটকয়েনের দাম প্রতিনিয়ত যে হারে বৃদ্ধি পাচ্ছে তাতে 2021 সাল না আসার আগেই আমার মনে হয় 20 হাজার ডলারে পৌঁছাবে। এখন বর্তমান বিটকয়েনের দাম 19 হাজার ডলার ছাড়িয়েছে। 2021 সালে বিটকয়েনের দাম আমার মনে হয় 22 হাজার ডলার থেকে 25 হাজার ডলারে পৌঁছাবে।
Title: Re: আপনার কি মনে হয় বিটকয়েনের দাম বাড়বে?
Post by: saidul2105 on December 01, 2020, 03:22:51 AM
আপনার কি মনে হয় বিটকয়েনের দাম বাড়বে?
 আপনি কি বিটকয়েনকে বিশ্বাস করেন?
 এটি কি বিটকয়েন কেনার উপযুক্ত সময়?
প্লিজ একটু বলবেন যদি কেও জানেন,
পরামর্শ দেন সবাই ভাইয়েরা & বোনেরা?
ভাই ক্রিপ্টোকারেন্সির জগতে আপনি যদি কাজ করতে চান তাহলে অবশ্যই আপনাকে বিটকয়েনকে বিশ্বাস করতে হবে।  কারণ বিটকয়েন হলো ক্রিপ্টোকারেন্সির মার্কেটের সকল কয়েনের রাজা।
ক্রিপ্টো মার্কেটে যে কোন সময় কয়েনের প্রাইস পাম্প ও ডাম্প হতে পারে।  তবে এখন প্রাইস কিছুটা ভালোর দিকে, তাই আপনি চাইলে এখন কিছু কয়েন কিনে রাখতে পারেন।                                     
Title: Re: আপনার কি মনে হয় বিটকয়েনের দাম বাড়বে?
Post by: Blue_sea on December 01, 2020, 04:13:59 AM
বিটকয়েন এখন আর থামবে না। এটি এখন বুল মার্কেটে অবস্থান করছে। তাই আমি মনে করি এর দাম আরও বৃদ্ধি পাবে। যা কিনা অতিতের সব রেকর্ড ভেঙে দেবে। তাই এই মুর্হুতে বিটিসি হোল্ড করা উপযুক্ত সময়।
Title: Re: আপনার কি মনে হয় বিটকয়েনের দাম বাড়বে?
Post by: warhero on December 01, 2020, 04:32:00 AM
আমার দীর্ঘ বিশ্বাস বিটকয়েনে মূল্য অবশ্যই বাড়বে। অনেকবার দেখেছি বিটকয়েনের দাম কমেছে। কিন্তু সে কম বেশি দিন স্থায়িত্ব লাভ করতে পারেনি আবার মূল্য বৃদ্ধি পেয়েছে।বর্তমানে বিট কয়েনের মূল্য বৃদ্ধি পাচ্ছে। তাই আমি মনে করি বিটকয়েনের বিনিয়োগ করা এটা উপযুক্ত সময়।
Title: Re: আপনার কি মনে হয় বিটকয়েনের দাম বাড়বে?
Post by: Ricky on December 01, 2020, 07:48:32 AM
আপনার কি মনে হয় বিটকয়েনের দাম বাড়বে?
 আপনি কি বিটকয়েনকে বিশ্বাস করেন?
 এটি কি বিটকয়েন কেনার উপযুক্ত সময়?
প্লিজ একটু বলবেন যদি কেও জানেন,
পরামর্শ দেন সবাই ভাইয়েরা & বোনেরা?
বিটকয়েন ক্রিপ্টোকারেন্সি রাজা। বলা হয়ে থাকে ক্রিপ্টোকারেন্সি জগতে রাজ করতে এসেছি এ বিটকয়েন। আমি অবশ্যই বিটকয়েন কে বিশ্বাস করি। আর আপনার যদি সামর্থ্য থাকে তাহলে আপনি অবশ্যই বিটকয়েন কিনে হোল্ড করতে পারেন তাতে একদিন অবশ্যই ভাল প্রফিট পাবেন হয়তো মার্কেটের উত্থান-পতনের কারণে আপনাকে দীর্ঘ মেয়াদী হোল্ড করে রাখতে হতে পারে।
Title: Re: আপনার কি মনে হয় বিটকয়েনের দাম বাড়বে?
Post by: Herry on December 01, 2020, 07:57:51 AM
অবশ্যই বিটকয়েনের দাম বৃদ্ধি পাবে বিটকয়েনের দাম 2017 সালের রেকর্ড ভেঙে দিয়েছে আজকে দেখলাম বিটকয়েনের দাম 19450 ডলার বিটকয়েনের দাম যে হারে বৃদ্ধি পাচ্ছে আমার তো মনে হয় 2021 সালের শুরুতেই বিটকয়েনের দাম হবে 25 থেকে 30 হাজার ডলার এবিষয়ে সিনিয়র ভাইদের মূল্যবান মতামত আশা করছি তারা তাদের মূল্যবান মতামত প্রকাশ করবেন
Title: Re: আপনার কি মনে হয় বিটকয়েনের দাম বাড়বে?
Post by: Cristiano on December 01, 2020, 08:19:57 AM
আপনার কি মনে হয় বিটকয়েনের দাম বাড়বে?
 আপনি কি বিটকয়েনকে বিশ্বাস করেন?
 এটি কি বিটকয়েন কেনার উপযুক্ত সময়?
প্লিজ একটু বলবেন যদি কেও জানেন,
পরামর্শ দেন সবাই ভাইয়েরা & বোনেরা?
বিটকয়েনের দাম দিনের পর দিন বেড়েই যাবে কিন্তু মাঝে মাঝে সময় কমে যেতে পারে। এতে ভয় পাওয়ার কিছু নেই কারণ ক্রিপ্টোকারেন্সি ধর্ম হল আপ ডাউন করা। আপনি চাইলে এখনই বিটকয়েন কিনে হোল্ড করে রেখে দিতে পারেন। ভবিষ্যতে ভালো রকমের একটা প্রফিট পাবেন। ক্রিপ্টোকারেন্সি সাথে যারা সংযুক্ত তারা সবাই বিটকয়েন কে বিশ্বাস করে।
Title: Re: আপনার কি মনে হয় বিটকয়েনের দাম বাড়বে?
Post by: Ricky on December 01, 2020, 08:34:39 AM
অবশ্যই আমি বিটকয়েন কে বিশ্বাস করি কারণ বিটকয়েন  সবার বিশ্বাসের উপর নির্ভর করে। আপনি এখন বিটকয়েন কিনতে পারেন। কিছু মনে করবেন না আমার মনে হয় একই বিষয়ে বারবার আলোচনা না করাই উত্তম
আপনার সাথে আমি সহমত পোষণ করছি। আমি অবশ্যই বিটকয়েন কে বিশ্বাস করি। বিটকয়েন বিশ্বের প্রায় সবার সাথেই পরিচিত। কমবেশি প্রায় সকলেই এই বিটকয়েন সম্পর্কে জানে। আমার মনে হয় বিটকয়েনের দাম অবশ্যই বাড়বে।
Title: Re: আপনার কি মনে হয় বিটকয়েনের দাম বাড়বে?
Post by: Rubel007 on December 01, 2020, 11:15:27 AM
বিটকয়েনের দাম বাড়বে এটা না বা অস্বিকার করার কিছুই নেই। এখন বুল মার্কেট শুরু হয়েছে। তাই এর দাম বাড়াটাই স্বাভাবিক।
Title: Re: আপনার কি মনে হয় বিটকয়েনের দাম বাড়বে?
Post by: Token@ on December 01, 2020, 11:37:46 AM
আপনার কি মনে হয় বিটকয়েনের দাম বাড়বে?
 আপনি কি বিটকয়েনকে বিশ্বাস করেন?
 এটি কি বিটকয়েন কেনার উপযুক্ত সময়?
প্লিজ একটু বলবেন যদি কেও জানেন,
পরামর্শ দেন সবাই ভাইয়েরা & বোনেরা?
বর্তমানে বিটকয়েনের দাম ঊর্ধ্বমুখী মানে বাড়ার দিকে। আর কিছুদিন বিটকয়েনের দাম বাড়তে পারে। তারপরে বড় রকমের একটা ডাম্প চলে আসতে পারে। এটি বিট কয়েন কেনার উপযুক্ত সময় নয়।এখন যদি আপনি বিটকয়েন কিনে হোল্ড করে রাখতে চান। তাহলে আপনাকে অনেক বড় লসে পড়তে হবে। বিটকয়েনের দাম যখন কম থাকবে তখন আপনি বিটকয়েন কিনে রাখবেন।
Title: Re: আপনার কি মনে হয় বিটকয়েনের দাম বাড়বে?
Post by: salukhe on December 01, 2020, 02:25:54 PM
আমরা কেউই ক্রিপ্টোকারেন্সি মার্কেট সম্পর্কে ভবিষ্যৎবাণী করতে পারিনা। বিটকয়েনের দাম কখন বাড়বে কখন কমবে তা আমরা কেউ সঠিকভাবে বলতে পারবোনা। তবে বিটকয়েন বিশ্বের মধ্যে সবচেয়ে জনপ্রিয় কয়েন আছে আর থাকবেও। বিটকয়েন কে কোন কয়েন ছাড়িয়ে যেতে পারবেনা।
Title: Re: আপনার কি মনে হয় বিটকয়েনের দাম বাড়বে?
Post by: sumaiyashimu on December 01, 2020, 03:00:47 PM
আমার মনে হয় বিটকয়েনের দাম আরও বাড়বে।
কারন অলরেডি বিটকয়েন আগের অলটাইম হাই পার করেছে।
তাই আমি বিটকয়েন নিয়ে আশাবাদী।
Title: Re: আপনার কি মনে হয় বিটকয়েনের দাম বাড়বে?
Post by: Akhi600 on December 01, 2020, 05:46:50 PM
আপনার কি মনে হয় বিটকয়েনের দাম বাড়বে?
 আপনি কি বিটকয়েনকে বিশ্বাস করেন?
 এটি কি বিটকয়েন কেনার উপযুক্ত সময়?
প্লিজ একটু বলবেন যদি কেও জানেন,
পরামর্শ দেন সবাই ভাইয়েরা & বোনেরা?
হ্যাঁ ভাই বিটকয়েনের দাম অবশ্যই বাড়বে। বিটকয়েন কিনার উপযুক্ত সময় এখন তাই আমি বলবো যদি কিনেন তাহলে এখনই কিনে পরবর্তীতে অনেক লাভবান হতে পারবে ইনশাল্লাহ
Title: Re: আপনার কি মনে হয় বিটকয়েনের দাম বাড়বে?
Post by: Cz Rock on December 18, 2020, 11:19:44 AM
শুধু আমি না সবাই মনে করে বিটকয়েনের দাম বাড়বে। বিটকয়েনের দাম খুব তাড়াতাড়ি বৃদ্ধি পাচ্ছে। বিটকয়েনের জনপ্রিয়তা ও কয় বিক্রয় এর উপর ভিত্তি করে এর দাম বাড়ছে। বিটকয়েন একটি ক্রিপ্টোকারেন্সি। এই বিটকয়েনের দাম 2021 সালে শেষ দিকে 30 থেকে 35 হাজার ডলারের মধ্যে অবস্থান করবে।
Title: Re: আপনার কি মনে হয় বিটকয়েনের দাম বাড়বে?
Post by: Jaya60 on December 18, 2020, 11:05:42 PM
বিটকয়েনের প্রাইস এবং ইথিরিয়াম এর প্রাইস এখনো বৃদ্ধির উপরে আছে।এগুলোর প্রাইজ এতটাই পাম হচ্ছে এই ফোরামের সিনিয়র ভাই রয়েছে যারা বিটকয়েন সম্পর্কে বলেছিলেন হয়তো সর্বোচ্চ গেলে 20 হাজার ডলারে যেতে পারে। এখন 2020 সাল শেষ হতে না হতেই বিটকয়েন প্রাইস 23 হাজার ডলার। বিটকয়েনের প্রাইস 2021 সালের মধ্যে 25 থেকে 30 হাজার ডলারের মধ্যেই থাকবে।
Title: Re: আপনার কি মনে হয় বিটকয়েনের দাম বাড়বে?
Post by: Jaya60 on December 18, 2020, 11:07:48 PM
শুধু আমি না সবাই মনে করে বিটকয়েনের দাম বাড়বে। বিটকয়েনের দাম খুব তাড়াতাড়ি বৃদ্ধি পাচ্ছে। বিটকয়েনের জনপ্রিয়তা ও কয় বিক্রয় এর উপর ভিত্তি করে এর দাম বাড়ছে। বিটকয়েন একটি ক্রিপ্টোকারেন্সি। এই বিটকয়েনের দাম 2021 সালে শেষ দিকে 30 থেকে 35 হাজার ডলারের মধ্যে অবস্থান করবে।

বর্তমান সময়ে বিটকয়েনের প্রাইস যে হারে বৃদ্ধি পাচ্ছে সেই দিকে বিবেচনা করে দেখা যায় 2021 সালের মধ্যে 30 হাজার ডলার ছাড়িয়ে যেতে পারে। এবং 2025 সালের মধ্যে বিটকয়েন প্রাইস 50 হাজার ডলার ছাড়িয়ে যাবে ইনশাল্লাহ।
Title: Re: আপনার কি মনে হয় বিটকয়েনের দাম বাড়বে?
Post by: Tamsialu$$ on December 19, 2020, 07:26:26 AM
বিটকয়েনের প্রাইস এবং ইথিরিয়াম এর প্রাইস এখনো বৃদ্ধির উপরে আছে।এগুলোর প্রাইজ এতটাই পাম হচ্ছে এই ফোরামের সিনিয়র ভাই রয়েছে যারা বিটকয়েন সম্পর্কে বলেছিলেন হয়তো সর্বোচ্চ গেলে 20 হাজার ডলারে যেতে পারে। এখন 2020 সাল শেষ হতে না হতেই বিটকয়েন প্রাইস 23 হাজার ডলার। বিটকয়েনের প্রাইস 2021 সালের মধ্যে 25 থেকে 30 হাজার ডলারের মধ্যেই থাকবে।
আসলে আপনি যেভাবে বলেছেন বিটকয়েন প্রাইস এর এনালাইসিস করেছেন আমি আপনার সাথে একমত। আমার বিশ্বাস সামনের দিনগুলিতে অবশ্যই বিটকয়েনের প্রাইস আরো বৃদ্ধি পাবে বিটকয়েনের প্রাইস এখন থেকে আর কমার কোন সম্ভাবনা নেই। বিটকয়েনের প্রাইস বৃদ্ধি পাওয়ার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি ক্রিপ্টোকারেন্সিতে সকল বাজার ভালো হতে চলেছে।
Title: Re: আপনার কি মনে হয় বিটকয়েনের দাম বাড়বে?
Post by: Sonjoy on December 19, 2020, 12:27:05 PM
বিটকয়েনের প্রাইস এবং ইথিরিয়াম এর প্রাইস এখনো বৃদ্ধির উপরে আছে।এগুলোর প্রাইজ এতটাই পাম হচ্ছে এই ফোরামের সিনিয়র ভাই রয়েছে যারা বিটকয়েন সম্পর্কে বলেছিলেন হয়তো সর্বোচ্চ গেলে 20 হাজার ডলারে যেতে পারে। এখন 2020 সাল শেষ হতে না হতেই বিটকয়েন প্রাইস 23 হাজার ডলার। বিটকয়েনের প্রাইস 2021 সালের মধ্যে 25 থেকে 30 হাজার ডলারের মধ্যেই থাকবে।
আসলে আপনি যেভাবে বলেছেন বিটকয়েন প্রাইস এর এনালাইসিস করেছেন আমি আপনার সাথে একমত। আমার বিশ্বাস সামনের দিনগুলিতে অবশ্যই বিটকয়েনের প্রাইস আরো বৃদ্ধি পাবে বিটকয়েনের প্রাইস এখন থেকে আর কমার কোন সম্ভাবনা নেই। বিটকয়েনের প্রাইস বৃদ্ধি পাওয়ার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি ক্রিপ্টোকারেন্সিতে সকল বাজার ভালো হতে চলেছে।
হ্যা ভাই আপনার সাথে একমত পোষণ করছি আমি।
[/color] বিটকয়েনের দাম যে হারে বৃদ্ধি পাচ্ছে
এতে করে সকল ট্রেডাররা এবং তারা তাদের কয়েন গুলোর জন্য আশার আলো খুঁজে পাচ্ছে এই জগতে। কয়েক মাস যাবত বিটকয়েন এর চেয়েও অবস্থা এতে করে অনেক সিনিয়র ভাইরা মন্তব্য করছেন যে বিটকয়েনের দাম আর আমার সম্ভ্যবনা  নাই।
Title: Re: আপনার কি মনে হয় বিটকয়েনের দাম বাড়বে?
Post by: bmr on December 19, 2020, 01:13:50 PM
আমি বিটকয়েন কে মনে প্রানে বিশ্বাস করি। শুধু তাই না এখন এটি নিয়ে স্বপ্নও দেখা শুরু করেছি। বর্তমান বিটকয়েনের  যে দাম আছে ভবিষ্যতে এর 3-4 গুন বেশি হবে। তাই যদি কেউ বিটকয়েন সংরক্ষন করতে চান করতে পারেন। তবে জেনে শুনে ইনভেস্ট করবেন। ক্রিপ্টোকারেন্সি কিন্তু খুবই ঝুকিপুর্ণ প্লাটফরম। এখানে লাভের যেমন আশা থাকে তেমনি লসও কিন্তু হতে পারে।
Title: Re: আপনার কি মনে হয় বিটকয়েনের দাম বাড়বে?
Post by: Irfan12@ on December 19, 2020, 01:47:26 PM
আমি বিটকয়েন কে মনে প্রানে বিশ্বাস করি। শুধু তাই না এখন এটি নিয়ে স্বপ্নও দেখা শুরু করেছি। বর্তমান বিটকয়েনের  যে দাম আছে ভবিষ্যতে এর 3-4 গুন বেশি হবে। তাই যদি কেউ বিটকয়েন সংরক্ষন করতে চান করতে পারেন। তবে জেনে শুনে ইনভেস্ট করবেন। ক্রিপ্টোকারেন্সি কিন্তু খুবই ঝুকিপুর্ণ প্লাটফরম। এখানে লাভের যেমন আশা থাকে তেমনি লসও কিন্তু হতে পারে।
বাই বিটকয়েন হলো একটি ভার্চুয়াল মুদ্রা এই মুদ্রার জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং মানুষ এই মুদ্রার ওপর বিশ্বাস রাখতে আমিও এই মুদ্রা কে বিস্বাস করি তবে আমি এই মুদ্রা নিয়ে কখনো স্বপ্ন দেখিনি ভাই আপনি বলেছেন আপনি নাকি এই মুদ্রা নিয়ে স্বপ্ন দেখেন হ্যাঁ ভাই স্বপ্ন দেখাটাই স্বাভাবিক তবে আমি বলবো যে এই মুদ্রার দাম আজকে 22990 ডলার আমি আশা করছি 2021 সালের শুরুতে আমরা দেখতে পারবো বিটকয়েনের দাম হবে 25 থেকে 30 হাজার ডলার
Title: Re: আপনার কি মনে হয় বিটকয়েনের দাম বাড়বে?
Post by: bmr on December 19, 2020, 04:00:42 PM
বিটকয়েনের দাম কিছুদিন আগেও ছিল হাতের নাগালে 10-12 হাজার ডলার ছিল প্রায় 6 মাসের বেশি সময় ধরে আর আজ কে এর দাম হয়েছে 23 হাজার ডলার যা আমাদের অনেকেরই হাতের নাগালের বাইরে। আগামিতে এর দাম আরও বাড়বে। আমি আশা করি যারা এখনো হোল্ড করতে দেরী করছেন তারা আর সময় নস্ট না করে হোল্ড করুন।
Title: Re: আপনার কি মনে হয় বিটকয়েনের দাম বাড়বে?
Post by: Tunir Baap on December 19, 2020, 04:08:01 PM
আসলে এই বিষয়টা সম্পর্কে আমি যতটুকু জানি ততটুকু আপনার সাথে শেয়ার করছি ক্রিপ্টোকারেন্সি মার্কেট সাধারণত সব সময় উপর-নিচে হয়ে থাকে অর্থাৎ দাম কমে বাড়ে তাই যদি বিটকয়েনের মার্কেট পরিস্থিতি ভালো থাকে তাহলে অবশ্যই আমার মনে হয় বিটকয়েনের দাম বৃদ্ধি পাবে কেননা বিটকয়েন হলো ক্রিপ্টোকারেন্সি কেন্দ্রবিন্দু।
Title: Re: আপনার কি মনে হয় বিটকয়েনের দাম বাড়বে?
Post by: Ricky on December 19, 2020, 07:04:15 PM
আপনার কি মনে হয় বিটকয়েনের দাম বাড়বে?
 আপনি কি বিটকয়েনকে বিশ্বাস করেন?
 এটি কি বিটকয়েন কেনার উপযুক্ত সময়?
প্লিজ একটু বলবেন যদি কেও জানেন,
পরামর্শ দেন সবাই ভাইয়েরা & বোনেরা?
আমি মনে করি বিটকয়েনের দাম অবশ্যই বাড়বে।
আমি এবং আমরা যারা ক্রিপ্টোকারেন্সি রিলেটেড তারা সবাই বিটকয়েন কে অবশ্যই বিশ্বাস করি।
এখন যেহেতু বিট কয়েনের মূল্য অনেকটাই উপরে উঠে গিয়েছে আজ দেখলাম বিটকয়েনের প্রাইস 23 হাজার 880 ডলার এ অবস্থান করছে। তাই এটি এখন কেনার উপযুক্ত সময় নয় বলে আমি মনে করি। আপনার যদি সামর্থ্য থাকে আপনি এখন ঐ কিনতে পারবেন লস হবে না ইনশাআল্লাহ। কিন্তু আমি মনে করি দাম কমার জন্য একটু অপেক্ষা করলেই ভালো হবে।
Title: Re: আপনার কি মনে হয় বিটকয়েনের দাম বাড়বে?
Post by: Sharpmax on December 19, 2020, 07:36:03 PM
আমরা দেখেছি বর্তমানে বিটকয়েন ইনকাম অনেক বৃদ্ধি পেয়েছে। আর বিটকয়েনের দাম বৃদ্ধি পাবে এটাই কিন্তু স্বাভাবিক। আমরা দেখতে পাচ্ছি বর্তমানে বিটকয়েনের দাম 24 হাজার ডলারের মধ্যে অবস্থান করছে।তবে আমার মনে হচ্ছে যে এই 2020 সালের মধ্যেই বিটকয়েনের দাম 30 হাজার ডলারের মধ্যে অবস্থান করতে পারে।
Title: Re: আপনার কি মনে হয় বিটকয়েনের দাম বাড়বে?
Post by: AGM on December 19, 2020, 08:16:36 PM
বিটকয়েনের দাম বাড়বে না কমবে এটা বুঝা খুব মুশকিল। কেউ আসলে বলতে পারবেনা যে কি হবে। তবে অনুমান করা যাচ্ছে যে বিটকয়েনের দাম আর কমার কথা নয়। এখন অনেক ইনভেস্টর আছে যারা প্রতিনিয়ত বিটকয়েন কিনে রাখছে তাছাড়া বিভিন্ন ব্রান্ড কম্পানির ওনাররাও এদিকে নজর দিয়েছে যার ফলে এটি শুধু বাড়বে তবে মাঝে মাঝে সামান্য কারেকশন করতে পারে।
Title: Re: আপনার কি মনে হয় বিটকয়েনের দাম বাড়বে?
Post by: Irfan12@ on December 21, 2020, 11:27:43 AM
হ্যাঁ, অবশ্যই আমি বিটকয়েন কে বিশ্বাস করি। আমরা যারা ক্রিপ্টো জগতে আছি বা ক্রিপ্টোকারেন্সির সাথে জড়িত আছি, আমার বিশ্বাস তারা সবাই বিটকয়েনকে বিশ্বাস করে। এটি একটি বিশ্বস্ত মুদ্রা। বিটকয়েনের বর্তমান দাম ১২হাজার ডলারের নীচে, আমি মনেকরি ২০২০ সালের শেষ নাগাদ এটি ১৫হাজার ডলার ছাড়িয়ে যাবে। তাই আমি মনেকরি এখনও বিটকয়েন কেনার উপযুক্ত সময় যাচ্ছে।
ভাই আপনি ঠিকই বলেছেন আমরা যারা ক্রিপ্টোকারেন্সি দেখ কাজ করে তারা সকলেই বিটকয়েন কে বিশ্বাস করি বিটকয়েন হলো সকল ক্রিপ্টো মুদ্রার মধ্যে বিশ্বস্ত মুদ্রা আর আমি মনে করি বিটকয়েনের দাম আরো বৃদ্ধি পাবে তাই এখন যদি কেউ বিটকয়েন কিনে হোল্ড করে রাখতে পারে তাহলে 2021 সালে ভালো রকম লাভবান হবে কেননা বিটকয়েন এর জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং এর দামও বৃদ্ধি পাচ্ছে
Title: Re: আপনার কি মনে হয় বিটকয়েনের দাম বাড়বে?
Post by: bmw1 on December 21, 2020, 03:57:55 PM
হ্যাঁ আমার মনে হয় বিটকয়েনের দাম বাড়বে তার কারণ এখন বিটকয়েনের দাম কোমর পরিবর্তে অনেক বৃদ্ধি পাচ্ছে এবং ভবিষ্যতে আরও বৃদ্ধি পাবে এটাই মনে হয় তারপরও বলা যায়না যে বিটকয়েনের দাম বাড়বে কি না।
Title: Re: আপনার কি মনে হয় বিটকয়েনের দাম বাড়বে?
Post by: Laxmi Sharma on December 21, 2020, 06:24:40 PM
আপনার কি মনে হয় বিটকয়েনের দাম বাড়বে?
 আপনি কি বিটকয়েনকে বিশ্বাস করেন?
 এটি কি বিটকয়েন কেনার উপযুক্ত সময়?
প্লিজ একটু বলবেন যদি কেও জানেন,
পরামর্শ দেন সবাই ভাইয়েরা & বোনেরা?
ভাই আমার মনে হয় বিটকয়েনের দাম অবশ্যই বাড়বে। আমি বিটকয়েন কি অবশ্যই বিশ্বাস করি। বিটকয়েনের দাম এখন অনেকটা ওপরে আমি মনে করি বিটকয়েনের দাম এখন আমাদের হাতের নাগালের বাইরে তারপরও আপনার যদি সামর্থ্য থাকে আপনি অবশ্যই বিটকয়েন ক্রয় করতে পারেন। না হলে আপনি দাম কমানোর জন্য অপেক্ষা করতে পারেন।
Title: Re: আপনার কি মনে হয় বিটকয়েনের দাম বাড়বে?
Post by: sky20 on December 21, 2020, 06:48:48 PM
আজকের বিটকয়েনের প্রাইস দেখে মনে হচ্ছে এটি আবার ডাউন ট্রেন্ডে যাওয়ার পরিকল্পনা করছে। আমরা সকলেই জানি যে বিটকয়েন ইতিমধ্যে তাদের পূর্বের সমস্ত রেকর্ড গুলো ভেঙ্গে ফেলেছে সেই দিক থেকে চিস্তা করলে অবশ্য আমি মনে করি এর দাম বাড়বে। তবে চিন্তার কিছু নেই যদি এটি কিছুটা কমেও থাকে তবুও আবার এটি বাড়বে।
Title: Re: আপনার কি মনে হয় বিটকয়েনের দাম বাড়বে?
Post by: Markuri33 on December 27, 2020, 01:17:26 AM
বিটকয়েনের প্রাইস বর্তমানে রয়েছে 26500 ডলারের অনেক ওপরে। বিটকয়েনের প্রাইস এতটা বৃদ্ধি পাওয়ায় কারণে দেখা গিয়েছে যে প্রজেক্টগুলো বর্তমানে আসছে প্রায় প্রজেক্টগুলো সাকসেস হবার সম্ভাবনা রয়েছে। কারনে আমাদের কোন প্রজেক্ট কে ছোট করে দেখা যাবে না প্রত্যেকটা প্রজেক্টে আমাদেরকে কাজ করতে হবে। কানের প্রাইস অতি তাড়াতাড়ি 30 হাজার ডলার অতিক্রম করবে।
Title: Re: আপনার কি মনে হয় বিটকয়েনের দাম বাড়বে?
Post by: Lovepro Max on December 27, 2020, 04:38:25 AM
আপনার কি মনে হয় বিটকয়েনের দাম বাড়বে?
 আপনি কি বিটকয়েনকে বিশ্বাস করেন?
 এটি কি বিটকয়েন কেনার উপযুক্ত সময়?
প্লিজ একটু বলবেন যদি কেও জানেন,
পরামর্শ দেন সবাই ভাইয়েরা & বোনেরা?
বিটকয়েনের দাম রকেটের গতিতে বৃদ্ধি পাচ্ছে আমরা আশাবাদী যে 2021 সালের শুরুতে বিটকয়েনের দাম আরো বৃদ্ধি পাবে এবং বিটকয়েনের দাম হবে 30 থেকে 35 হাজার ডলার কেননা আজকে যদি আমরা বিটকয়েন মার্কেট পর্যবেক্ষণ করি তাহলে দেখতে পারব যে বিটকয়েনের দাম প্রায় 27 হাজার ডলারের কাছাকাছি আশা করা যায় 2020 সাল শেষ হওয়ার আগেই এর দাম হবে 30 হাজার ডলার
Title: Re: আপনার কি মনে হয় বিটকয়েনের দাম বাড়বে?
Post by: Mahindra on December 27, 2020, 04:45:19 AM
অবশ্যই বিটকয়েনের দাম বেড়েছে আগের তুলনায় বিটকয়েনের দাম দ্বিগুণ বৃদ্ধি পেয়েছেআশা করা যায় ভবিষ্যতে বিটকয়েনের দাম আরো বৃদ্ধি পাবে বর্তমানের চেয়ে আরো বেশি বৃদ্ধি পাবে 2021 সালে শুরুতে বিটকয়েনের দাম 30 হাজার ডলার হতে পারে।
Title: Re: আপনার কি মনে হয় বিটকয়েনের দাম বাড়বে?
Post by: XM8 on December 27, 2020, 04:48:58 AM
অবশ্যই বিটকয়েনের দাম বাড়বে কারণ ক্রিপ্টো মার্কেট কোন সময় স্থির বা একই দিকে প্রবাহিত হয় না। এটি সব সময় আপডাউন করে থাকে। হয়তো কিছু সময়ের জন্য বিটকয়েনের দাম কমে যাচ্ছে আবার আপনি হঠাৎ করে দেখতে পারবেন এর দাম অনেকটাই বৃদ্ধি পাচ্ছে। আসলে ক্রিপ্টো মার্কেটে বিভিন্ন কয়েনের মূল্য বৃদ্ধি বা কমাতে কারও কোন হাত নেই।
Title: Re: আপনার কি মনে হয় বিটকয়েনের দাম বাড়বে?
Post by: Alvida on January 13, 2021, 04:42:35 AM
হ্যাঁ ভাই আমি একজন নতুন ইউজার বিটকয়েন সম্পর্কে আমার তেমন কোন ধারনা নেই।তবে আমার মনে হয় যে বিটকয়েনের দাম দিন দিন আরও অনেক বৃদ্ধি পাবে কারণ বিটকয়েন একটি জনপ্রিয় মুদ্রা।
Title: Re: আপনার কি মনে হয় বিটকয়েনের দাম বাড়বে?
Post by: Triple333 on January 13, 2021, 05:23:09 AM
আপনার কি মনে হয় বিটকয়েনের দাম বাড়বে?
 আপনি কি বিটকয়েনকে বিশ্বাস করেন?
 এটি কি বিটকয়েন কেনার উপযুক্ত সময়?
প্লিজ একটু বলবেন যদি কেও জানেন,
পরামর্শ দেন সবাই ভাইয়েরা & বোনেরা?


বর্তমানে বিটকয়েন মার্কেটেদাম অনেক ওঠানামা করলেও মুভমেন্ট অনেক ভালো মনে হচ্ছে।বিটকয়েনের দাম বর্তমানে কিছুটা নিম্নমুখী হলেও কয়েকদিন আগে এর দাম 43 হাজার ডলার হয়েছিল। অনেক সিনিয়র ভাইরা ধারণা করছেন বিটকয়েনের দাম 50 হাজার ডলার অতিক্রম করবে।
Title: Re: আপনার কি মনে হয় বিটকয়েনের দাম বাড়বে?
Post by: XM8 on January 13, 2021, 06:47:42 AM
বিটকয়েন হলো ভার্চুয়াল মুদ্রা, যা কখনো স্পর্শ করা যায়। তাই যারা বিটকয়েন জগতে নতুন তাদের মধ্যে একটু কনফিউশন থাকে আসলেই কি তার ভ্যালু আছে কিনা, যা শুরুতে আমার ও ছিলো। আসলে বিটকয়েন হলো ব্লকচেইন প্রযুক্তি যা পেয়ার টু পেয়ার লেনদেন হয় ও প্রতিটি ট্রান্সজেকশনে এক একটি ব্লক রেডি হয়, যা আপনাকে আশস্ত করবে যে ইহা কতটুকু রিয়েল। তাই বলছি বিটকয়েন অবশ্যই রিয়েল ও ইহার দাম দিন দিন বাড়বেই বলে আমি মনে করি।
আপনি একদম সঠিক কথা বলেছেনবিটকয়েন হলো একটি ভার্চুয়াল মুদ্রা যার কোনো বাস্তব অস্তিত্ব নেই এবং এই কয়েন সোয়া বাই স্পর্শ করা যায় না শুধু এর স্বাদ অনুভব করা যায়। আমরা সাধারণত জানি ক্রিপ্টোকারেন্সি মার্কেট কোন সময় এক অবস্থায় স্থির থাকে না এর মার্কেট সবসময় উপর নিচে ওঠানামা করে।অর্থাৎ এখন যদি এর দাম কম এর দিকে যায় তাহলে আবার ভবিষ্যতে দেখা যাবে এর দাম বৃদ্ধি পাচ্ছে। তাই আমি বলবো বিট কয়েনের মূল্য অবশ্যই বৃদ্ধি পাবে শুধু আমাদেরকে ধৈর্য্য ধরে অপেক্ষা করতে হয়।
Title: Re: আপনার কি মনে হয় বিটকয়েনের দাম বাড়বে?
Post by: Emon khan on January 13, 2021, 04:42:14 PM
বিশ্বের এক নম্বর কয়েন হল বিট কয়েন। যার বর্তমান মূল্য প্রায় 10000 ডলার এর কাছাকাছি। এটি 2017 সালে 19000 পর্যন্ত গিয়েছিল পরে আবার নেমে আসে। এখন আবার তা উর্ধ্ব মুখি প্রবনতার মধ্যে আছে। আমি মনে করি খুব কম সময়ের মধ্যে এটি ভাল একটি পর্যায়ে যাবে
Title: Re: আপনার কি মনে হয় বিটকয়েনের দাম বাড়বে?
Post by: Mental on January 13, 2021, 06:00:31 PM
হ্যাঁ ভাই আমার মনে হয় সামনে বিটকয়েনের দাম বাড়বে। কিন্তু কোন কিছু গ্যারান্টি দিয়ে বলতে পারছিনা তার কারণ বিটকয়েন এই বাজারে এক সময় বারে অন্য আরেক সময় কমে। তো আমার মনে হয় এখন কিছু বিটকয়েন কিনে রাখা ভালো সামনে বিটকয়েনের দাম বাড়বে।
Title: Re: আপনার কি মনে হয় বিটকয়েনের দাম বাড়বে?
Post by: NANCY on January 24, 2021, 03:06:15 PM
2020 সালে প্রথম দিকে বিটকয়েনের দাম ততটা ছিলনা কিন্তু 2020 সালের শেষের দিকে থাকে এখন বিটকয়েনের দাম অনেকটা ঊর্ধ্বমুখী হয়ে উঠেছে। আশা করা যাচ্ছে সামনে আরো ভালো একটি পজিশনে গিয়ে দাঁড়াবে এই বিটকয়েন। বিটকয়েন একদিন সোনার জায়গা দখল করে নিবে।
Title: Re: আপনার কি মনে হয় বিটকয়েনের দাম বাড়বে?
Post by: Azharul on January 24, 2021, 05:59:40 PM
হ্যাঁ আমার মনে হয় সামনে বিটকয়েনের দাম বাড়বে। বিশ্বের এক নম্বর কয়েন হল বিট কয়েন। 2020 সালে প্রথম দিকে এর দাম ততটা ছিলনা কিন্তু 2020 সালের শেষের দিকে এর দাম অনেক বেড়েছে।তাই আমরা আশা করছি সামনের দিনে এর দাম আরো বৃদ্ধি পাবে।
Title: Re: আপনার কি মনে হয় বিটকয়েনের দাম বাড়বে?
Post by: AlviNess on February 22, 2021, 05:35:31 PM
আপনার কি মনে হয় বিটকয়েনের দাম বাড়বে?
 আপনি কি বিটকয়েনকে বিশ্বাস করেন?
 এটি কি বিটকয়েন কেনার উপযুক্ত সময়?
প্লিজ একটু বলবেন যদি কেও জানেন,
পরামর্শ দেন সবাই ভাইয়েরা & বোনেরা?
বিটকয়েনের দাম বাড়বে না বর্তমানে বিটকয়েনের দাম প্রচুর পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। কয়েকদিনের মধ্যে বিট কয়েনের মূল্য প্রচুর পরিমাণ পাম্পিং হয়েছে।আপনি হয়তো অবশ্যই জেনে থাকবেন যে বিটকয়েন কিন্তু ইতোমধ্যেই 58 হাজার ডলার অতিক্রম করেছে। হয়তো খুব শীঘ্রই 60 হাজার ডলারের কটায় পৌছাবে।
Title: Re: আপনার কি মনে হয় বিটকয়েনের দাম বাড়বে?
Post by: bmr on February 22, 2021, 07:36:37 PM
অবশ্যই বাড়বে না বেড়ে উপায় নেই। কারন বিটকয়েন সীমিত কিন্তু পৃথিবীতে মানুষ কিন্তু আনলিমিটেড আছে বা ভবিষ্যতে বাড়বে। তখন চাহিদাও বাড়বে যার কারনে বিটকয়েনের দাম বাড়ার সম্ভাবনা অনেক বেশি আছে।
Title: Re: আপনার কি মনে হয় বিটকয়েনের দাম বাড়বে?
Post by: Acifix on February 23, 2021, 04:55:25 AM
আমার মনে হয় এখন বর্তমান বাজার যে রকম অবস্থা। বিটকয়েন মার্কেটে অনেক বৃদ্ধি পাচ্ছে। তাতে আমার মনে হয় কিছুদিন পর বিটকয়েনের দাম আরো বাড়বে। এটা আমরা আশা করতে পারি।
Title: Re: আপনার কি মনে হয় বিটকয়েনের দাম বাড়বে?
Post by: Milon626 on March 05, 2021, 03:07:28 AM
বিটকয়েনের দাম অনেক দিন যাবৎ খুবই পাম্প করতেছে, ফলে বিটকয়েনের দাম ৫০০০০ ডলার ছাড়িয়ে গেছে। আমার মনে হয় বিটকয়েনের দাম আরও পাম্প করবে এবং খুব শীগ্রই ৬০০০০ ডলার হিট করবে।  তাই যদি আপনার সামর্থ থাকে তবে আপনি এখানে ইনভেস্ট করে রাখতে পারেন।  পরবর্তীতে আপনি ভালো মানের প্রফিট পাবেন।                                 
Title: Re: আপনার কি মনে হয় বিটকয়েনের দাম বাড়বে?
Post by: ExtraPoint on March 05, 2021, 10:48:25 AM
বিটকয়েন হল এক নাম্বার কয়েন ক্রিপ্ত জগতের মধ্যে। কিছুদিন যাবত এর দাম সঠিক নিয়মে বৃদ্ধি পাচ্ছিল। কিন্তু আবারও তা কমতে শুরু করেছে। বিটকয়েন যেহেতু সারা বিশ্বে জনপ্রিয়। তা আমার মনে হয় বিটকয়েনের দাম আরো বাড়বে।
Title: Re: আপনার কি মনে হয় বিটকয়েনের দাম বাড়বে?
Post by: raisajahan on March 05, 2021, 11:48:00 AM
সব সময় শুধু বিটকয়েন নয় অন্য অন্য ক্রিপ্টকারেনছি এর দাম ওঠা নামা করে কিন্তু আমি মনে করি আল্টিমেটলি বিটকয়েন এর দাম বৃদ্ধি পাবে কারণ বিটকয়েন এর সংখ্যা শুধু মাত্র ২১ মিলিয়ন যেটা সারা পৃথিবীর মানুষের চাহিদার তুলনায় অনেক কম। সে জন্য ডে বাই ডে বিটকয়েন এর দাম বৃদ্ধি পাবে।
Title: Re: আপনার কি মনে হয় বিটকয়েনের দাম বাড়বে?
Post by: Acifix on March 10, 2021, 10:39:37 AM
বর্তমানে বিটকয়েন এর দাম বাজারে অনেক ওঠানামা করে। কিছুদিন আগে বিটকয়েনের দাম অনেক ভাল ছিল। বর্তমানে বিটকয়েনের দাম ততটা বৃদ্ধি পাচ্ছে না। আমার মনে হয় বিটকয়েন যেহেতু ক্রিপ্টোকারেন্সি রাজা। তাহলে বিটকয়েনের দাম আবার বৃদ্ধি পাবে।
Title: Re: আপনার কি মনে হয় বিটকয়েনের দাম বাড়বে?
Post by: Nylon301 on March 10, 2021, 11:00:23 AM
হ্যাঁ ভাইজান অবশ্যই বিটকয়েনের দাম বাড়বে। বিটকয়েনের দাম কত কমবে সময় কত আরো বাড়বে। দাম কমা ভাড়া এটাই স্বাভাবিক ।আমার জানা মতে বিটকয়েনের দাম আরো বেশি হবে
Title: Re: আপনার কি মনে হয় বিটকয়েনের দাম বাড়বে?
Post by: Rothi roy on March 10, 2021, 11:01:18 AM
হ্যাঁ আমার মনে হয় বিটকয়েনের দাম বাড়বে। ক্রিপ্টোকারেন্সিতে অনেক মুদ্রা রয়েছে। এরমধ্যে বিটকয়েন সুপরিচিত এবং লাভজনক মুদ্রা। হ্যাঁ আমি বিটকয়েন বিশ্বাস করি। বর্তমানে প্রতিটি বিটকয়েনের দাম 53k$. 2020 সালের শেষের দিক থেকে অর্থাৎ 2021 সালের শুরুর দিক থেকে বিটকয়েনের দাম প্রচুর ভাবে বেড়ে যাচ্ছে। বাজারের উত্থানপতন ক্রিপ্টোকারেন্সি একটি দৈনিন্দন ঘটনা। এখন আপনি এতে বিনিয়োগ করবেন কিনা এটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ইচ্ছা। কিন্তু আমার কাছে যদি বেশি মূলধন থাকতো তাহলে আমি কিছু বিটকয়েন কিনে রাখতাম।
Title: Re: আপনার কি মনে হয় বিটকয়েনের দাম বাড়বে?
Post by: Goldlife on March 10, 2021, 02:13:10 PM
আপনার কি মনে হয় বিটকয়েনের দাম বাড়বে?
 আপনি কি বিটকয়েনকে বিশ্বাস করেন?
 এটি কি বিটকয়েন কেনার উপযুক্ত সময়?
প্লিজ একটু বলবেন যদি কেও জানেন,
পরামর্শ দেন সবাই ভাইয়েরা & বোনেরা?
হ্যাঁ অবশ্যই বিটকয়েনের দাম নিঃসন্দেহে আরো অনেক বৃদ্ধি পাবে এবং আমি পুরোপুরিভাবে বিশ্বাস করি এবং এটিই আমার লাইফের একটি অংশ হয়ে দাঁড়িয়েছে 2017 সাল থেকে আজ পর্যন্ত আমি বিটকয়েনের সাথে আছি সারা জীবন থাকবো আপনারাও এখানে থাকুন এবং জীবনে কিছু একটা করতে পারবেন বলে আমি মনে করি ধন্যবাদ
Title: Re: আপনার কি মনে হয় বিটকয়েনের দাম বাড়বে?
Post by: Lovepro Max on March 10, 2021, 04:46:16 PM
বিটকয়েনের দাম বাড়বে মানে বিটকয়েনের দাম অলরেডি অনেক বেশি পাম্পিং করেছে। আজকে বিটকয়েনের দাম 56150 ডলার। যেভাবে বিটকয়েনের দাম বৃদ্ধি পাচ্ছে হয়তো এই সপ্তাহের বিটকয়েনের দাম 60 হাজার ডলার হয়ে যাবে।তাই আমি বলব যাদের বিটকয়েন রয়েছে তারা আরো কিছুদিন হোল্ড করে রাখতে পারেন। বিটকয়েন এর দাম অনেক বেশি পাম্পিং করতে পারে।
Title: Re: আপনার কি মনে হয় বিটকয়েনের দাম বাড়বে?
Post by: Acifix on March 10, 2021, 06:20:32 PM
আমার মনে হয় বিটকয়েনের দাম বাড়বে। কারণ এখন বর্তমানে বাজারে বিটকয়েনের দাম অনেক উঠানামা করছে। বিটকয়েন যদি এভাবে বাজারে উঠানামা করে। তাহলে বিটকয়েনের দাম আরো বাড়বে। বলে আমার মনে হয়
Title: Re: আপনার কি মনে হয় বিটকয়েনের দাম বাড়বে?
Post by: SobujAkash#8 on March 11, 2021, 10:13:13 AM
বিটকয়েনের দাম আগের চেয়ে বর্তমানে এখন অনেক পাপ করেছে তাতে করে বোঝা যায় বিটকয়েনের দাম আরো বাড়তে পারে। কারণ বিটকয়েন বর্তমান বিশ্বের অনেক লোক কাজ করছে। এই কাজ করার মাধ্যমে বিটকয়েন এর মান বাড়ছে। তাই আমার মনে হয় বিটকয়েনের দাম বাড়বে।
Title: Re: আপনার কি মনে হয় বিটকয়েনের দাম বাড়বে?
Post by: Sonjoy on March 11, 2021, 10:41:33 AM
অবশ্য অবশ্যই বিটকয়েনের দাম বাড়বে আর বিটকয়েনের দাম বাড়বে কি অলরেডি বাড়তে শুরু করে দিয়েছে বিটকয়েন আর কিছুদিনের মধ্যেই 60 থেকে 70 হাজার ডলার কিন্তু কাজ করে যাবে আমার মনে হচ্ছে আপনাদের কী মন্তব্য দয়াকরে পেশ করবেন
Title: Re: আপনার কি মনে হয় বিটকয়েনের দাম বাড়বে?
Post by: Laxmi Sharma on March 11, 2021, 02:49:29 PM
আপনার কি মনে হয় বিটকয়েনের দাম বাড়বে?
 আপনি কি বিটকয়েনকে বিশ্বাস করেন?
 এটি কি বিটকয়েন কেনার উপযুক্ত সময়?
প্লিজ একটু বলবেন যদি কেও জানেন,
পরামর্শ দেন সবাই ভাইয়েরা & বোনেরা?
ভাইয়া আমি অবশ্যই বিশ্বাস করি যে বিটকয়েনের দাম আরো বৃদ্ধি পাবে। কারণ ক্রিপ্টোকারেন্সি জগতে বিটকয়েন হচ্ছে নাম্বার ওয়ান পজিশনে থাকা ক্রিপ্টোকারেন্সি। বিটকয়েন এর জনপ্রিয়তা এবং চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। কিন্তু এখন যেহেতু বিটকয়েন এর প্রাইস অনেকটা ওপরে উঠে গিয়েছে। তাই আমি মনে করছি এখন বিটকয়েন ক্রয় করার উপযুক্ত সময় নয়। ক্রিপ্টোকারেন্সি মার্কেটে উত্থান-পতন থাকবেই। দাম বৃদ্ধি পাওয়ার যেরকম পূর্ণ সম্ভাবনা রয়েছে তেমনি দাম কমারো কিছুটা পূর্ণ সম্ভাবনা রয়েছে। কারণ ক্রিপ্টোকারেন্সি মার্কেট মানেই হলো কয়েন গুলোর দাম ওঠানামা করবে এটাই স্বাভাবিক। আপনি বিটকয়েনের দাম কমার জন্য অপেক্ষা করুন। এবং সঠিক টাইমে বিটকয়েন ক্রয় করে বিনিয়োগ করুন।
Title: Re: আপনার কি মনে হয় বিটকয়েনের দাম বাড়বে?
Post by: Linda78 on March 11, 2021, 04:28:25 PM
অবশ্যই বিটকয়েনের দাম বাড়বে। কারণ দিন দিন এই ভার্চুয়াল মুদ্রা টির চাহিদা বাড়ছে। ক্রিপ্টোকারেন্সি তে যার অবস্থান প্রথম। কেউ ধারণা করতেই পারে নাই যে বিটকয়েনের দাম এতটাই বেড়ে যাবে। 2020 সালে বিট কয়েনের মূল্য ছিল 20,000 ডলার কিন্তু 2021 সালে সেই তার অবস্থান হয় 57 হাজার ডলার। এ থেকেই বোঝা যাচ্ছে যে ভবিষ্যতে এর অবস্থান কোথায় গিয়ে পৌঁছবে। তাই সবাই ধারণা করছে ভবিষ্যতে বিটকয়েন এর দাম আরো ভালো পজিশনে যাবে।
Title: Re: আপনার কি মনে হয় বিটকয়েনের দাম বাড়বে?
Post by: raisajahan on March 11, 2021, 05:08:28 PM
হ্যা আমার মনে হয় বিটকয়েন এর দাম অবশ্য আর ও বৃদ্ধি পাবে কারন এটার সাপ্লাই অনেক কম ডিমান্ড এর তুলনায় সুতরাং এটা বৃদ্ধি পাবে এটাই সাভাবিক। আর বর্তমান সময়ে বিটকয়েন একটি জনপ্রিয় লেনদেন এর মাধ্যমে পরিনত হয়েছে তাই আমার মতে এর মুল্য বৃধি পাবে।
Title: Re: আপনার কি মনে হয় বিটকয়েনের দাম বাড়বে?
Post by: Blue_sea on March 11, 2021, 05:15:35 PM
গত কয়েকদিন আগে বিটকয়েন এবং ইথিরিয়াম কিনেছেন চায়নার একটি আপলিকেশন কোম্পানি মিন্টু। তার পর থেকে বিটকয়েনের দাম আবার হু হু করে বাড়ছে। দেখা যাক এবারের বুল রানে এটি আবার কোথায় গিয়ে থামে। বিটকয়েনের দাম এখন আর কমার কোন সম্ভাবনা দেখা যাচ্ছে না।
Title: Re: আপনার কি মনে হয় বিটকয়েনের দাম বাড়বে?
Post by: Tubelight on March 20, 2021, 09:51:07 AM
বিটকয়েনের দাম অবশ্যই বাড়বে। আপনারা অল্পতেই কেন ধৈর্য হারা হর বুঝিনা।সবসময় একটা জিনিস মাথায় রাখবেন বিটকয়েন হচ্ছে ক্রিপ্টোকারেন্সি অন্যতম সেরা একটি কয়েন।হয়তো কিছু সময়ের জন্য এর মূল্য ডাম্পিং হচ্ছে কিন্তু খুব শীঘ্রই বিট কয়েনের মূল্য বৃদ্ধি পাবে ধৈর্য ধরুন।