আপনার কি মনে হয় বিটকয়েনের দাম বাড়বে?আপনার কথার শেষ বাক্যে মনে হয় প্রশ্ন সুচক দেওয়া দরকার ছিল না। আপনার প্রথম প্রশ্নে আসি বিটকয়েনের দাম বাড়বে কি না? অবশ্য বিটকয়েনের দাম বাড়বে এবং সেটি ভয়ংকর বাড়া বাড়বে যেটি কেউ কল্পনাও করেনি। 1 বিটকয়েনের দাম যে 19000 হবে কেউ কোন দিন ভাবে নি। ঠিক তেমনি আবার বিটকয়েনের দাম এমন বাড়া বাড়বে মানুষ কল্পনাও করতে পারবে না। জাস্ট সময়ের ব্যাপার।দ্বিতীয় টি হল বিটকয়েন আমি বিশ্বাস করি কি না? এই যুগে এমন কেউ আছে যারা ক্রিপ্টো সম্পর্কে জানে কিন্তু বিটকয়েন কে বিশ্বাস করে না এমন লোক পাওয়া কঠিন। আর তৃতীয় টি বলতে গেলে বলতে হয় যে এখন ই উপযুক্ত সময় বিটকয়েন কেনার। কাজেই যত পারুন হোল্ড করে রাখুন। ভবিষ্যতে এটি আপনার প্রধান সম্পদ হয়ে থাকবে।
আপনি কি বিটকয়েনকে বিশ্বাস করেন?
এটি কি বিটকয়েন কেনার উপযুক্ত সময়?
প্লিজ একটু বলবেন যদি কেও জানেন,
পরামর্শ দেন সবাই ভাইয়েরা & বোনেরা?
বিটকয়েন হলো ভার্চুয়াল মুদ্রা, যা কখনো স্পর্শ করা যায় না। তাই যারা বিটকয়েন জগতে নতুন তাদের মধ্যে একটু কনফিউশন থাকে আসলেই কি তার ভ্যালু আছে কিনা, যা শুরুতে আমার ও ছিলো। আসলে বিটকয়েন হলো ব্লকচেইন প্রযুক্তি যা পেয়ার টু পেয়ার লেনদেন হয় ও প্রতিটি ট্রান্সজেকশনে এক একটি ব্লক রেডি হয়, যা আপনাকে আশস্ত করবে যে ইহা কতটুকু রিয়েল। তাই বলছি বিটকয়েন অবশ্যই রিয়েল ও ইহার দাম দিন দিন বাড়বেই বলে আমি মনে করি।
বিটকয়েনের দাম গত বছরের তুলনায় এ বছর অনেক বেশি। বিটকয়েনের দাম ইনভেস্টরদের উপর নির্ভর করে তারা যদি ইনভেস্ট বেশি করে তাহলে বিটকয়েনের দাম বাড়ে এবং যদি ইনভেস্ট ইনভেস্ট করতে না চায় তবে বিটকয়েনের দাম কমে যায় 2020 সালে বিটকয়েনের দাম সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে । আমি আশা করি বিটকয়েনের দাম 2021 সালের প্রথমদিকে 18 থেকে 20 হাজার ডলারের মধ্যে পৌঁছাবে।বিটকয়েন এর দাম অবশ্যই বাড়বে যত দিন যাবে ততই বিট কয়েন এর মুল্য বাড়বে এটা আমি বিশ্বাস করি
বিটকয়েন হলো ভার্চুয়াল মুদ্রা, যা কখনো স্পর্শ করা যায়। তাই যারা বিটকয়েন জগতে নতুন তাদের মধ্যে একটু কনফিউশন থাকে আসলেই কি তার ভ্যালু আছে কিনা, যা শুরুতে আমার ও ছিলো। আসলে বিটকয়েন হলো ব্লকচেইন প্রযুক্তি যা পেয়ার টু পেয়ার লেনদেন হয় ও প্রতিটি ট্রান্সজেকশনে এক একটি ব্লক রেডি হয়, যা আপনাকে আশস্ত করবে যে ইহা কতটুকু রিয়েল। তাই বলছি বিটকয়েন অবশ্যই রিয়েল ও ইহার দাম দিন দিন বাড়বেই বলে আমি মনে করি।হ্যাঁ, ভাই আপনি আমার মনের কথাটা বলছে। আমি আশা করি বিটকয়েন আগেও ছিল এবং ভবিষ্যৎ থাকবে।ভবিষ্যৎ ইহার দাম বাড়বে বলে আমি মনে করি।
ক্রিপ্টোকারেন্সি মার্কেট একবার কমবে আবার কিছুদিন পরে বাড়বে এটাই মার্কেটের ধর্ম। বর্তমান সময়ে বিটকয়েনের দাম মোটামুটি ভালই ছিল কিন্তু কিছুদিন ধরে একটু নিচের দিকে নামছে। তবু আমি বিশ্বাস করি বিটকয়েনের দাম 2021 সালের প্রথম দিকেই 2000 ডলার টাচ করবে।
বিটকয়েন কে সবাই পছন্দ করে। বিটকয়েন কে আমিও সব কয়েন এর চাইতে বেশি পছন্দ করি। আমার বিশ্বাস বিটকয়েনের দাম অবশ্যই বাড়বে। বিটকয়েনের এখন যে মার্কেট প্রাইস আছে এর চেয়ে দ্বিগুণ বাড়বে আমার বিশ্বাস। 2021 সালে বিটকয়েনের মার্কেট আগের মার্কেট পার করবে।
বিটকয়েনের দাম অবশ্যই পারবে কেননা গত 10 তারিখে বিটকয়েনের দাম ছিল 877,297.58 $ 15 তারিখে বিটকয়েনের দাম বেড়ে হয়েছে 907,017.90 $ l যদিও মাঝখানে এর দাম একটু কমই ছিল l প্রত্যেকটা জিনিসের দাম উঠানামা করবে l অবশ্যই বলা যায় যে বিটকয়েনের দাম বুব সাথে পারবে l
আপনার কি মনে হয় বিটকয়েনের দাম বাড়বে?বিটকয়েনের দাম ইনশাল্লাহ সামনে অনেক বাড়বে। আর হ্যাঁ এটা বিটকয়েন কেনার সুযোগ। 2021 সালের প্রথমদিকে বিটকয়েনের দাম অনেক বৃদ্ধি পাবে।যারা কয়েনগুলো হোল্ড করে রেখে বেনিফিট পেতে চান আমি সাজেস্ট করবো তারা এখন বিটকয়েন কিনে 21 সাল পর্যন্ত হোল্ড করে রাখলে ভালো রকমের একটা প্রফিট পাবেন
আপনি কি বিটকয়েনকে বিশ্বাস করেন?
এটি কি বিটকয়েন কেনার উপযুক্ত সময়?
প্লিজ একটু বলবেন যদি কেও জানেন,
পরামর্শ দেন সবাই ভাইয়েরা & বোনেরা?
আপনার কি মনে হয় বিটকয়েনের দাম বাড়বে?হ্যা অবশ্যই আমি বিটকয়েন কে বিশ্বাস করি। আমরা যারা ক্রিপ্টোকারেন্সির সাথে জড়িত আছি, আমার বিশ্বাস তারা সবাই বিটকয়েনকে বিশ্বাস করে। বিটকয়েনের দাম ইনশাল্লাহ সামনে অনেক বাড়বে। আর হ্যাঁ এটাই বিটকয়েন কেনার উপযুক্ত সময় বলে আমি মনে করি।
আপনি কি বিটকয়েনকে বিশ্বাস করেন?
এটি কি বিটকয়েন কেনার উপযুক্ত সময়?
প্লিজ একটু বলবেন যদি কেও জানেন,
পরামর্শ দেন সবাই ভাইয়েরা & বোনেরা?
আপনার কি মনে হয় বিটকয়েনের দাম বাড়বে?এখন আর কেউ বলুক আর না বলুক বিটকয়েনের দাম এখন বাড়বেই। কোন ধরনের এনালাইসিস কজে আসবে না।বিগত 2 বছর যাবৎ বিটকয়েন স্ট্যাবল অবস্থায় ছিল। তাই এখন আর কোন বাধ মানবে না। বিটকয়েন বুল রান শুরু করে দিয়েছে।
আপনি কি বিটকয়েনকে বিশ্বাস করেন?
এটি কি বিটকয়েন কেনার উপযুক্ত সময়?
প্লিজ একটু বলবেন যদি কেও জানেন,
পরামর্শ দেন সবাই ভাইয়েরা & বোনেরা?
কেউ বিশ্বাস করুক বা না করুক আমি বিশ্বাস করি বিটকয়েনের দাম আস্তে আস্তে বাড়তে থাকবে আমরা আশা করতে পারি 2020 সালের ভিতর 20000 করবে আর আমরা বিশ্বাস করি 2021 সালের ভিতর 25000 পার করবে। তাই এখন আর কোন বাদ না। বিটকয়েন হল সকল কয়েন রাজা।২০২০ এ ২০০০০ ধরতে পারে। তবে মনে হচ্ছে ২১ সাল আসার পর কিছুটা ক্রাস করবে। গ্রাফ ফিল করবে। পরবর্তিতে আবার বৃদ্ধি পাবে।
বিটকয়েনের দাম তো প্রতিনিয়তই বৃদ্ধি পাচ্ছে আমি মনে করি এ বিটকয়েনের দাম আরো বৃদ্ধি পাবে 2021 সালের শুরুতেই বিটকয়েনের দাম হবে 25 হাজার থেকে 30 হাজার ডলার সিনিয়র ভাইরা আছেন তাঁরা আরও ভাল বলতে পারবেন তারা অবশ্যই আপনাকে ভালো বিষয়টা তুলে ধরবেন এবং জানাবেনএন্ড অফ দ্যা ইয়ার পাম্পের একটা কারণ হতে পারে। ২১ সালে হয়তো বা ক্রাস করবে। তবে আমরা কেও চাই না যে ক্রাস করুক। ২০১৭ সাল আমরা আবার দেখতে চাই না আবার।
বর্তমানে বিটকয়েনের দাম 18470 ডলার। ভবিষ্যতে বিটকয়েনের দাম আরো বাড়বে যদিও বিটকয়েন এর গতি ঊর্ধ্বমুখী তাই বলা যায় যে 2020 সালে বিটকয়েনের দাম 25 থেকে 30 হাজার ডলারে হিট করবে।আপনি ঠিক বলছেন কিন্তু আমার মনে হয় এই বছরের শেষে দিকে বিটকয়েন ২০০০০ $ ছুবে সেই সাথে ইথেরিয়ামও ১০০০ $ আ যাবে কারন এখন সব কয়েনের বাই সেল বেশি পরিমানে হচ্ছে।
আপনার কি মনে হয় বিটকয়েনের দাম বাড়বে?ভাই ক্রিপ্টোকারেন্সির জগতে আপনি যদি কাজ করতে চান তাহলে অবশ্যই আপনাকে বিটকয়েনকে বিশ্বাস করতে হবে। কারণ বিটকয়েন হলো ক্রিপ্টোকারেন্সির মার্কেটের সকল কয়েনের রাজা।
আপনি কি বিটকয়েনকে বিশ্বাস করেন?
এটি কি বিটকয়েন কেনার উপযুক্ত সময়?
প্লিজ একটু বলবেন যদি কেও জানেন,
পরামর্শ দেন সবাই ভাইয়েরা & বোনেরা?
আপনার কি মনে হয় বিটকয়েনের দাম বাড়বে?বিটকয়েন ক্রিপ্টোকারেন্সি রাজা। বলা হয়ে থাকে ক্রিপ্টোকারেন্সি জগতে রাজ করতে এসেছি এ বিটকয়েন। আমি অবশ্যই বিটকয়েন কে বিশ্বাস করি। আর আপনার যদি সামর্থ্য থাকে তাহলে আপনি অবশ্যই বিটকয়েন কিনে হোল্ড করতে পারেন তাতে একদিন অবশ্যই ভাল প্রফিট পাবেন হয়তো মার্কেটের উত্থান-পতনের কারণে আপনাকে দীর্ঘ মেয়াদী হোল্ড করে রাখতে হতে পারে।
আপনি কি বিটকয়েনকে বিশ্বাস করেন?
এটি কি বিটকয়েন কেনার উপযুক্ত সময়?
প্লিজ একটু বলবেন যদি কেও জানেন,
পরামর্শ দেন সবাই ভাইয়েরা & বোনেরা?
আপনার কি মনে হয় বিটকয়েনের দাম বাড়বে?বিটকয়েনের দাম দিনের পর দিন বেড়েই যাবে কিন্তু মাঝে মাঝে সময় কমে যেতে পারে। এতে ভয় পাওয়ার কিছু নেই কারণ ক্রিপ্টোকারেন্সি ধর্ম হল আপ ডাউন করা। আপনি চাইলে এখনই বিটকয়েন কিনে হোল্ড করে রেখে দিতে পারেন। ভবিষ্যতে ভালো রকমের একটা প্রফিট পাবেন। ক্রিপ্টোকারেন্সি সাথে যারা সংযুক্ত তারা সবাই বিটকয়েন কে বিশ্বাস করে।
আপনি কি বিটকয়েনকে বিশ্বাস করেন?
এটি কি বিটকয়েন কেনার উপযুক্ত সময়?
প্লিজ একটু বলবেন যদি কেও জানেন,
পরামর্শ দেন সবাই ভাইয়েরা & বোনেরা?
অবশ্যই আমি বিটকয়েন কে বিশ্বাস করি কারণ বিটকয়েন সবার বিশ্বাসের উপর নির্ভর করে। আপনি এখন বিটকয়েন কিনতে পারেন। কিছু মনে করবেন না আমার মনে হয় একই বিষয়ে বারবার আলোচনা না করাই উত্তমআপনার সাথে আমি সহমত পোষণ করছি। আমি অবশ্যই বিটকয়েন কে বিশ্বাস করি। বিটকয়েন বিশ্বের প্রায় সবার সাথেই পরিচিত। কমবেশি প্রায় সকলেই এই বিটকয়েন সম্পর্কে জানে। আমার মনে হয় বিটকয়েনের দাম অবশ্যই বাড়বে।
আপনার কি মনে হয় বিটকয়েনের দাম বাড়বে?বর্তমানে বিটকয়েনের দাম ঊর্ধ্বমুখী মানে বাড়ার দিকে। আর কিছুদিন বিটকয়েনের দাম বাড়তে পারে। তারপরে বড় রকমের একটা ডাম্প চলে আসতে পারে। এটি বিট কয়েন কেনার উপযুক্ত সময় নয়।এখন যদি আপনি বিটকয়েন কিনে হোল্ড করে রাখতে চান। তাহলে আপনাকে অনেক বড় লসে পড়তে হবে। বিটকয়েনের দাম যখন কম থাকবে তখন আপনি বিটকয়েন কিনে রাখবেন।
আপনি কি বিটকয়েনকে বিশ্বাস করেন?
এটি কি বিটকয়েন কেনার উপযুক্ত সময়?
প্লিজ একটু বলবেন যদি কেও জানেন,
পরামর্শ দেন সবাই ভাইয়েরা & বোনেরা?
আপনার কি মনে হয় বিটকয়েনের দাম বাড়বে?হ্যাঁ ভাই বিটকয়েনের দাম অবশ্যই বাড়বে। বিটকয়েন কিনার উপযুক্ত সময় এখন তাই আমি বলবো যদি কিনেন তাহলে এখনই কিনে পরবর্তীতে অনেক লাভবান হতে পারবে ইনশাল্লাহ
আপনি কি বিটকয়েনকে বিশ্বাস করেন?
এটি কি বিটকয়েন কেনার উপযুক্ত সময়?
প্লিজ একটু বলবেন যদি কেও জানেন,
পরামর্শ দেন সবাই ভাইয়েরা & বোনেরা?
শুধু আমি না সবাই মনে করে বিটকয়েনের দাম বাড়বে। বিটকয়েনের দাম খুব তাড়াতাড়ি বৃদ্ধি পাচ্ছে। বিটকয়েনের জনপ্রিয়তা ও কয় বিক্রয় এর উপর ভিত্তি করে এর দাম বাড়ছে। বিটকয়েন একটি ক্রিপ্টোকারেন্সি। এই বিটকয়েনের দাম 2021 সালে শেষ দিকে 30 থেকে 35 হাজার ডলারের মধ্যে অবস্থান করবে।
বিটকয়েনের প্রাইস এবং ইথিরিয়াম এর প্রাইস এখনো বৃদ্ধির উপরে আছে।এগুলোর প্রাইজ এতটাই পাম হচ্ছে এই ফোরামের সিনিয়র ভাই রয়েছে যারা বিটকয়েন সম্পর্কে বলেছিলেন হয়তো সর্বোচ্চ গেলে 20 হাজার ডলারে যেতে পারে। এখন 2020 সাল শেষ হতে না হতেই বিটকয়েন প্রাইস 23 হাজার ডলার। বিটকয়েনের প্রাইস 2021 সালের মধ্যে 25 থেকে 30 হাজার ডলারের মধ্যেই থাকবে।আসলে আপনি যেভাবে বলেছেন বিটকয়েন প্রাইস এর এনালাইসিস করেছেন আমি আপনার সাথে একমত। আমার বিশ্বাস সামনের দিনগুলিতে অবশ্যই বিটকয়েনের প্রাইস আরো বৃদ্ধি পাবে বিটকয়েনের প্রাইস এখন থেকে আর কমার কোন সম্ভাবনা নেই। বিটকয়েনের প্রাইস বৃদ্ধি পাওয়ার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি ক্রিপ্টোকারেন্সিতে সকল বাজার ভালো হতে চলেছে।
বিটকয়েনের প্রাইস এবং ইথিরিয়াম এর প্রাইস এখনো বৃদ্ধির উপরে আছে।এগুলোর প্রাইজ এতটাই পাম হচ্ছে এই ফোরামের সিনিয়র ভাই রয়েছে যারা বিটকয়েন সম্পর্কে বলেছিলেন হয়তো সর্বোচ্চ গেলে 20 হাজার ডলারে যেতে পারে। এখন 2020 সাল শেষ হতে না হতেই বিটকয়েন প্রাইস 23 হাজার ডলার। বিটকয়েনের প্রাইস 2021 সালের মধ্যে 25 থেকে 30 হাজার ডলারের মধ্যেই থাকবে।আসলে আপনি যেভাবে বলেছেন বিটকয়েন প্রাইস এর এনালাইসিস করেছেন আমি আপনার সাথে একমত। আমার বিশ্বাস সামনের দিনগুলিতে অবশ্যই বিটকয়েনের প্রাইস আরো বৃদ্ধি পাবে বিটকয়েনের প্রাইস এখন থেকে আর কমার কোন সম্ভাবনা নেই। বিটকয়েনের প্রাইস বৃদ্ধি পাওয়ার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি ক্রিপ্টোকারেন্সিতে সকল বাজার ভালো হতে চলেছে।
আমি বিটকয়েন কে মনে প্রানে বিশ্বাস করি। শুধু তাই না এখন এটি নিয়ে স্বপ্নও দেখা শুরু করেছি। বর্তমান বিটকয়েনের যে দাম আছে ভবিষ্যতে এর 3-4 গুন বেশি হবে। তাই যদি কেউ বিটকয়েন সংরক্ষন করতে চান করতে পারেন। তবে জেনে শুনে ইনভেস্ট করবেন। ক্রিপ্টোকারেন্সি কিন্তু খুবই ঝুকিপুর্ণ প্লাটফরম। এখানে লাভের যেমন আশা থাকে তেমনি লসও কিন্তু হতে পারে।বাই বিটকয়েন হলো একটি ভার্চুয়াল মুদ্রা এই মুদ্রার জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং মানুষ এই মুদ্রার ওপর বিশ্বাস রাখতে আমিও এই মুদ্রা কে বিস্বাস করি তবে আমি এই মুদ্রা নিয়ে কখনো স্বপ্ন দেখিনি ভাই আপনি বলেছেন আপনি নাকি এই মুদ্রা নিয়ে স্বপ্ন দেখেন হ্যাঁ ভাই স্বপ্ন দেখাটাই স্বাভাবিক তবে আমি বলবো যে এই মুদ্রার দাম আজকে 22990 ডলার আমি আশা করছি 2021 সালের শুরুতে আমরা দেখতে পারবো বিটকয়েনের দাম হবে 25 থেকে 30 হাজার ডলার
আপনার কি মনে হয় বিটকয়েনের দাম বাড়বে?আমি মনে করি বিটকয়েনের দাম অবশ্যই বাড়বে।
আপনি কি বিটকয়েনকে বিশ্বাস করেন?
এটি কি বিটকয়েন কেনার উপযুক্ত সময়?
প্লিজ একটু বলবেন যদি কেও জানেন,
পরামর্শ দেন সবাই ভাইয়েরা & বোনেরা?
হ্যাঁ, অবশ্যই আমি বিটকয়েন কে বিশ্বাস করি। আমরা যারা ক্রিপ্টো জগতে আছি বা ক্রিপ্টোকারেন্সির সাথে জড়িত আছি, আমার বিশ্বাস তারা সবাই বিটকয়েনকে বিশ্বাস করে। এটি একটি বিশ্বস্ত মুদ্রা। বিটকয়েনের বর্তমান দাম ১২হাজার ডলারের নীচে, আমি মনেকরি ২০২০ সালের শেষ নাগাদ এটি ১৫হাজার ডলার ছাড়িয়ে যাবে। তাই আমি মনেকরি এখনও বিটকয়েন কেনার উপযুক্ত সময় যাচ্ছে।ভাই আপনি ঠিকই বলেছেন আমরা যারা ক্রিপ্টোকারেন্সি দেখ কাজ করে তারা সকলেই বিটকয়েন কে বিশ্বাস করি বিটকয়েন হলো সকল ক্রিপ্টো মুদ্রার মধ্যে বিশ্বস্ত মুদ্রা আর আমি মনে করি বিটকয়েনের দাম আরো বৃদ্ধি পাবে তাই এখন যদি কেউ বিটকয়েন কিনে হোল্ড করে রাখতে পারে তাহলে 2021 সালে ভালো রকম লাভবান হবে কেননা বিটকয়েন এর জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং এর দামও বৃদ্ধি পাচ্ছে
আপনার কি মনে হয় বিটকয়েনের দাম বাড়বে?ভাই আমার মনে হয় বিটকয়েনের দাম অবশ্যই বাড়বে। আমি বিটকয়েন কি অবশ্যই বিশ্বাস করি। বিটকয়েনের দাম এখন অনেকটা ওপরে আমি মনে করি বিটকয়েনের দাম এখন আমাদের হাতের নাগালের বাইরে তারপরও আপনার যদি সামর্থ্য থাকে আপনি অবশ্যই বিটকয়েন ক্রয় করতে পারেন। না হলে আপনি দাম কমানোর জন্য অপেক্ষা করতে পারেন।
আপনি কি বিটকয়েনকে বিশ্বাস করেন?
এটি কি বিটকয়েন কেনার উপযুক্ত সময়?
প্লিজ একটু বলবেন যদি কেও জানেন,
পরামর্শ দেন সবাই ভাইয়েরা & বোনেরা?
আপনার কি মনে হয় বিটকয়েনের দাম বাড়বে?বিটকয়েনের দাম রকেটের গতিতে বৃদ্ধি পাচ্ছে আমরা আশাবাদী যে 2021 সালের শুরুতে বিটকয়েনের দাম আরো বৃদ্ধি পাবে এবং বিটকয়েনের দাম হবে 30 থেকে 35 হাজার ডলার কেননা আজকে যদি আমরা বিটকয়েন মার্কেট পর্যবেক্ষণ করি তাহলে দেখতে পারব যে বিটকয়েনের দাম প্রায় 27 হাজার ডলারের কাছাকাছি আশা করা যায় 2020 সাল শেষ হওয়ার আগেই এর দাম হবে 30 হাজার ডলার
আপনি কি বিটকয়েনকে বিশ্বাস করেন?
এটি কি বিটকয়েন কেনার উপযুক্ত সময়?
প্লিজ একটু বলবেন যদি কেও জানেন,
পরামর্শ দেন সবাই ভাইয়েরা & বোনেরা?
আপনার কি মনে হয় বিটকয়েনের দাম বাড়বে?
আপনি কি বিটকয়েনকে বিশ্বাস করেন?
এটি কি বিটকয়েন কেনার উপযুক্ত সময়?
প্লিজ একটু বলবেন যদি কেও জানেন,
পরামর্শ দেন সবাই ভাইয়েরা & বোনেরা?
বিটকয়েন হলো ভার্চুয়াল মুদ্রা, যা কখনো স্পর্শ করা যায়। তাই যারা বিটকয়েন জগতে নতুন তাদের মধ্যে একটু কনফিউশন থাকে আসলেই কি তার ভ্যালু আছে কিনা, যা শুরুতে আমার ও ছিলো। আসলে বিটকয়েন হলো ব্লকচেইন প্রযুক্তি যা পেয়ার টু পেয়ার লেনদেন হয় ও প্রতিটি ট্রান্সজেকশনে এক একটি ব্লক রেডি হয়, যা আপনাকে আশস্ত করবে যে ইহা কতটুকু রিয়েল। তাই বলছি বিটকয়েন অবশ্যই রিয়েল ও ইহার দাম দিন দিন বাড়বেই বলে আমি মনে করি।আপনি একদম সঠিক কথা বলেছেনবিটকয়েন হলো একটি ভার্চুয়াল মুদ্রা যার কোনো বাস্তব অস্তিত্ব নেই এবং এই কয়েন সোয়া বাই স্পর্শ করা যায় না শুধু এর স্বাদ অনুভব করা যায়। আমরা সাধারণত জানি ক্রিপ্টোকারেন্সি মার্কেট কোন সময় এক অবস্থায় স্থির থাকে না এর মার্কেট সবসময় উপর নিচে ওঠানামা করে।অর্থাৎ এখন যদি এর দাম কম এর দিকে যায় তাহলে আবার ভবিষ্যতে দেখা যাবে এর দাম বৃদ্ধি পাচ্ছে। তাই আমি বলবো বিট কয়েনের মূল্য অবশ্যই বৃদ্ধি পাবে শুধু আমাদেরকে ধৈর্য্য ধরে অপেক্ষা করতে হয়।
আপনার কি মনে হয় বিটকয়েনের দাম বাড়বে?বিটকয়েনের দাম বাড়বে না বর্তমানে বিটকয়েনের দাম প্রচুর পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। কয়েকদিনের মধ্যে বিট কয়েনের মূল্য প্রচুর পরিমাণ পাম্পিং হয়েছে।আপনি হয়তো অবশ্যই জেনে থাকবেন যে বিটকয়েন কিন্তু ইতোমধ্যেই 58 হাজার ডলার অতিক্রম করেছে। হয়তো খুব শীঘ্রই 60 হাজার ডলারের কটায় পৌছাবে।
আপনি কি বিটকয়েনকে বিশ্বাস করেন?
এটি কি বিটকয়েন কেনার উপযুক্ত সময়?
প্লিজ একটু বলবেন যদি কেও জানেন,
পরামর্শ দেন সবাই ভাইয়েরা & বোনেরা?
আপনার কি মনে হয় বিটকয়েনের দাম বাড়বে?হ্যাঁ অবশ্যই বিটকয়েনের দাম নিঃসন্দেহে আরো অনেক বৃদ্ধি পাবে এবং আমি পুরোপুরিভাবে বিশ্বাস করি এবং এটিই আমার লাইফের একটি অংশ হয়ে দাঁড়িয়েছে 2017 সাল থেকে আজ পর্যন্ত আমি বিটকয়েনের সাথে আছি সারা জীবন থাকবো আপনারাও এখানে থাকুন এবং জীবনে কিছু একটা করতে পারবেন বলে আমি মনে করি ধন্যবাদ
আপনি কি বিটকয়েনকে বিশ্বাস করেন?
এটি কি বিটকয়েন কেনার উপযুক্ত সময়?
প্লিজ একটু বলবেন যদি কেও জানেন,
পরামর্শ দেন সবাই ভাইয়েরা & বোনেরা?
আপনার কি মনে হয় বিটকয়েনের দাম বাড়বে?ভাইয়া আমি অবশ্যই বিশ্বাস করি যে বিটকয়েনের দাম আরো বৃদ্ধি পাবে। কারণ ক্রিপ্টোকারেন্সি জগতে বিটকয়েন হচ্ছে নাম্বার ওয়ান পজিশনে থাকা ক্রিপ্টোকারেন্সি। বিটকয়েন এর জনপ্রিয়তা এবং চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। কিন্তু এখন যেহেতু বিটকয়েন এর প্রাইস অনেকটা ওপরে উঠে গিয়েছে। তাই আমি মনে করছি এখন বিটকয়েন ক্রয় করার উপযুক্ত সময় নয়। ক্রিপ্টোকারেন্সি মার্কেটে উত্থান-পতন থাকবেই। দাম বৃদ্ধি পাওয়ার যেরকম পূর্ণ সম্ভাবনা রয়েছে তেমনি দাম কমারো কিছুটা পূর্ণ সম্ভাবনা রয়েছে। কারণ ক্রিপ্টোকারেন্সি মার্কেট মানেই হলো কয়েন গুলোর দাম ওঠানামা করবে এটাই স্বাভাবিক। আপনি বিটকয়েনের দাম কমার জন্য অপেক্ষা করুন। এবং সঠিক টাইমে বিটকয়েন ক্রয় করে বিনিয়োগ করুন।
আপনি কি বিটকয়েনকে বিশ্বাস করেন?
এটি কি বিটকয়েন কেনার উপযুক্ত সময়?
প্লিজ একটু বলবেন যদি কেও জানেন,
পরামর্শ দেন সবাই ভাইয়েরা & বোনেরা?