Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: Sharpmax on August 24, 2020, 02:28:30 AM

Title: 2020 সালের শেষের দিকে বিটকয়েনের দাম কত হতে পারে
Post by: Sharpmax on August 24, 2020, 02:28:30 AM
2020 সালের শেষের দিকে বিটকয়েনের দাম কত হতে পারে এবং যদিও বিটকয়েনের দাম উঠানামা করছে।তার পরেও বিটকয়েনের দাম ঊর্ধ্বমুখী। তাই বলা যাচ্ছেনা যে দাম কত হতে পারে এ সম্পর্কে আপনাদের মতামত চাই।
Title: Re: 2020 সালের শেষের দিকে বিটকয়েনের দাম কত হতে পারে
Post by: Triedboy on August 24, 2020, 04:14:55 AM
এখন যেহেতু প্রতিনিয়ত বিটকয়েন এর দাম বেড়েই চলেছে আমার বিশ্বাস 2020 সালের শেষের দিকে 20k ছাড়িয়ে যাবে।কিছু দিন আগেও বিটকয়েন এর দাম অনেক কুমে গিয়াছিল।যেহেতু ক্রিপ্টোকারেন্সির মার্কেট সব সময় উঠা নামা করে।তবুও এখনকার অবস্থা দেখে আমরা সবাই বলতে পারি ক্রিপ্টো মার্কেট অনেক ভালো হবে।
Title: Re: 2020 সালের শেষের দিকে বিটকয়েনের দাম কত হতে পারে
Post by: Btceth01 on August 24, 2020, 08:50:34 PM
2020 সালের শেষের দিকে বিটকয়েনের দাম কত হবে সেটা বলা মুশকিল হলেও তবে আন্দাজ করা যায় এর বিভিন্ন দিক দেখে। যেমন বিটকয়েন ওঠানামা করে মানুষের ক্রয় বিক্রয়ের উপর। মানুষের চাহিদার উপর। তবে বিভিন্ন উন্নত রাষ্ট্র গুলো যদি বিটকয়েন পুরোপুরি সাপোর্ট করে তবে এ কয়েন এর ব্যবহার বেড়ে যাবে এবং বিটকয়েনের দাম অটোমেটিকভাবে বাড়তে শুরু করবে।2020 সালের শেষের দিকে বিটকয়েনের দাম 20 থেকে 30 হাজার ডলার হতে পারে বলে আশা করা যাচ্ছে।
Title: Re: 2020 সালের শেষের দিকে বিটকয়েনের দাম কত হতে পারে
Post by: Dj01864 on August 25, 2020, 05:38:45 AM
2020 সালে আমরা সেরা দাম পেতে পারি, কারন দিন দিন বিটকয়েন দাম বেড়েই চলছে, আমারা আশা বাদি সেরা উপহার পাবো।
 2020 সালে প্রায় 20k থেকে 30k ডলার হতে পারে আশা করা যেতে পারে।
Title: Re: 2020 সালের শেষের দিকে বিটকয়েনের দাম কত হতে পারে
Post by: Lutera94 on August 26, 2020, 03:34:11 AM
আসলে সঠিক প্রেডিক্ট করা কঠিন তবে বড়ধরনের অঘটন না ঘটলে অন্তত 15k$+ হওয়ার কথা। আমরা অতীতে অনেক দেখেছি যে বিটকয়েন পাম্প হওয়া শুরু করলে একদিনেই 1k$/1.5k$ পর্যন্ত পাম্প হয়। এই বছরটি গত ২ বছরের চেয়ে তুলনামুলকভাবে ভালো যাচ্ছে, বিটকয়েন যেহেতু 11k$  + এর মত অবস্থান করছে তাহলে বলা চলে মার্কেট মুটামুটি রিকভার করেছে। এখন এখান থেকে সামনের ক্রিস্টমাসের আগে বড় ধরনের আরেকটি মুভ হতে পারে বলে আমার মনে হয়। ধন্যবাদ
Title: Re: 2020 সালের শেষের দিকে বিটকয়েনের দাম কত হতে পারে
Post by: Sharpmax on August 26, 2020, 04:28:33 AM
এখন যেহেতু প্রতিনিয়ত বিটকয়েন এর দাম বেড়েই চলেছে আমার বিশ্বাস 2020 সালের শেষের দিকে 20k ছাড়িয়ে যাবে।কিছু দিন আগেও বিটকয়েন এর দাম অনেক কুমে গিয়াছিল।যেহেতু ক্রিপ্টোকারেন্সির মার্কেট সব সময় উঠা নামা করে।তবুও এখনকার অবস্থা দেখে আমরা সবাই বলতে পারি ক্রিপ্টো মার্কেট অনেক ভালো হবে।

@Triedboy আপনাকে পোস্ট করার জন্য ধন্যবাদ। তবে বিটকয়েনের দাম অবশ্যই বাড়বে এটা বিশ্বে সব জায়গায় পরিচিত মুদ্রা প্রায় সব দেশেই প্রচলিত এ কারণে বলা যাচ্ছে যে বহির্বিশ্ব যদি সাপোর্ট করে তাহলে বিটকয়েনের দাম রাতারাতি বেড়ে যাবে।
Title: Re: 2020 সালের শেষের দিকে বিটকয়েনের দাম কত হতে পারে
Post by: Rafiq on August 28, 2020, 08:27:07 PM
বিটকয়েন একটি ডিজিটাল মুদ্রা, প্রতিনিয়ত এর দাম উঠানামা করতেছে। ক্রিপ্টোকারন্সির বাজার গত ২ বছরের চেয়ে তুলনামুলকভাবে ভালো যাচ্ছে, আজও বিটকয়েন এর দাম  ১১ হাজার ডলারের উপরে আছে, তাই সবদিক বিবেচনায়  আমি মনেকরি ২০২০ সালের শেষের দিকে বিটকয়েনের দাম  ১৫ /১৬  হাজার ডলার হতে পারে ।
Title: Re: 2020 সালের শেষের দিকে বিটকয়েনের দাম কত হতে পারে
Post by: Malam90 on August 29, 2020, 06:20:20 AM
2020 সালের শেষের দিকে বিটকয়েনের দাম কত হতে পারে এবং যদিও বিটকয়েনের দাম উঠানামা করছে।তার পরেও বিটকয়েনের দাম ঊর্ধ্বমুখী। তাই বলা যাচ্ছেনা যে দাম কত হতে পারে এ সম্পর্কে আপনাদের মতামত চাই।

আসলে এভাবে প্রেডিকশন করা কঠিন যে এবছরের শেষ নাগাদ কত ডলার হতে পারে বিটকয়েনের দাম। হতে পারে ১০কে, হতে পারে ১২ কে, হতে পারে ১৫কে কিংবা ২০কে। সব কিছু নির্ভর করবে মার্কেট পরিস্থিতির উপর। তবে মার্কেট যদি স্টেবল থাকে তবে আমরা আশা করতে পারি বিটকয়েন ১৫কে+ অবস্থানে থাকতে পারে যা ক্রিপ্টো মার্কেটের জন্য ভালো।
Title: Re: 2020 সালের শেষের দিকে বিটকয়েনের দাম কত হতে পারে
Post by: Nostoman on August 31, 2020, 12:34:39 PM
দাম বৃদ্ধি পেতে সময় লাগবে। মুদ্রাটি সব দেশেই ব্যবহার করা হয়। তাই বিটকয়েন এর ইউজার অনেক বেশি। ফলে bitcoin এর চাহিদা বেশি। মার্কেট এর অবস্থার উন্নতি হবে। এই মহামারীতে বাজার খারাপ হয়নি বরং ভালো হয়েছে। তাই এই বছরের শেষের দিকে আমারা 15k+ আশা করতেই পারি।     
Title: Re: 2020 সালের শেষের দিকে বিটকয়েনের দাম কত হতে পারে
Post by: Rakin343 on September 01, 2020, 03:45:12 PM
2020 সালের শেষের দিকে বিটকয়েনের দাম 20000 ডলার ছাড়িয়ে যেতে পারে বলে আশা করা যাচ্ছে। এখন বর্তমানে মার্কেট অনেক ভালো তাতে 20000 এই 2020 সালের মধ্যেই হওয়ার সবচেয়ে বেশি বলে আমি মনে করি।
Title: Re: 2020 সালের শেষের দিকে বিটকয়েনের দাম কত হতে পারে
Post by: Token@ on September 01, 2020, 06:04:12 PM
2020 সালের শেষের দিকে বিটকয়েনের দাম কত হতে পারে এবং যদিও বিটকয়েনের দাম উঠানামা করছে।তার পরেও বিটকয়েনের দাম ঊর্ধ্বমুখী। তাই বলা যাচ্ছেনা যে দাম কত হতে পারে এ সম্পর্কে আপনাদের মতামত চাই।
2020 সালের শেষের দিকে বিটকয়েনের দাম কম হতে পারে এবং যদি ও বিটকয়েনের দাম ওঠানামা করছে। তার পরেও বিটকয়েনের দাম ঊর্ধ্বমুখী। তাই বলা যাচ্ছে যে দাম কত হতে পারে এ সম্পর্কে আপনাদের মতামত চাই। দয়া করে বলবেন।

আসলে এভাবে প্রেডিকশন করা কঠিন যে এবছরের শেষ নাগাদ কত ডলার হতে পারে বিটকয়েনের দাম। হতে পারে ১০কে, হতে পারে ১২ কে, হতে পারে ১৫কে কিংবা ২০কে। সব কিছু নির্ভর করবে মার্কেট পরিস্থিতির উপর। তবে মার্কেট যদি স্টেবল থাকে তবে আমরা আশা করতে পারি বিটকয়েন ১৫কে+ অবস্থানে থাকতে পারে যা ক্রিপ্টো মার্কেটের জন্য ভালো।
Title: Re: 2020 সালের শেষের দিকে বিটকয়েনের দাম কত হতে পারে
Post by: mahid on September 03, 2020, 02:04:12 PM
বিটকয়েনের দাম কত হতে পারে এ বছরের শেষে তা বলা খুবই কষ্টকর কারন কেউ সঠিক ভাবে কিছু বলতে পারে না আর এটাই ক্রিপ্টোকারেন্সি। কোন প্রিডিকশন কাজে লাগে না। তবু মানুষ প্রডিকশন করে। তবে এর গতি প্রকৃতি লক্ষ করে বিগত বছরের দাম এনালাইসিস করে বলা যায় যা অনেক সময় এর কাছাকাছি থাকে। সেই দিক থেকে যদি বলি তাহলে বলা যায় এর দাম এই বছরের শেষে 12000-15000 এর মত হতে পারে।
Title: Re: 2020 সালের শেষের দিকে বিটকয়েনের দাম কত হতে পারে
Post by: Fawpac2 on September 04, 2020, 05:56:47 PM
বর্তমানে মার্কেটের অবস্থা অনেকটাই ভালো। যত মার্কেট 11500 থেকে 12860 ডলারের মধ্যে অবস্থান করছে। তবে মার্কেট যেভাবে ওঠানামা করছে তাতে মনে হয় 2020 সালের মধ্যেই বিটকয়েনের দাম 20000 ডলার ছাড়িয়ে যাবে বলে আশা করা যাচ্ছে। এতে ক্রিপ্টোকারেন্সি মার্কেট অনেক ভালো হবে বিটকয়েন আবার সেই 2017 সালের জায়গায় ফিরে যাবে।
Title: Re: 2020 সালের শেষের দিকে বিটকয়েনের দাম কত হতে পারে
Post by: Btceth01 on September 04, 2020, 06:35:29 PM
বিটকয়েনের দাম নির্ভর করে ইনভেস্টর উপর। ইনভেস্টর ইনভেস্ট করলে বিটকয়েনের দাম বেড়ে যায় এবং যদি কম করে তাহলে বিটকয়েনের দাম কমে যায়। গতবছর বিটকয়েনের দাম যে পরিমাণ ছিল তারচেয়ে 2020 সালে তিন থেকে চার গুণ বেড়েছে। 2019 সালের তুলনায় বিটকয়েনের দাম অনেক বেড়েছে এবং 2020 সালে শেষের দিকে বিটকয়েনের দাম 18 থেকে হাজার 19000 বেশি হবে বলে আমি মনে করি।
Title: Re: 2020 সালের শেষের দিকে বিটকয়েনের দাম কত হতে পারে
Post by: Magepai on September 21, 2020, 09:56:49 AM
বিটকয়েনের বর্তমান অবস্থা একটু দাম কমে ছিল কিন্তু আবারও বিটকয়েনের দাম বাড়তেছে।কি অবস্থা দেখে আমার দীর্ঘ বিশ্বাস যে 2020 সালের শেষের দিকে 20,000 ডলার ছাড়িয়ে যাবে।
Title: Re: 2020 সালের শেষের দিকে বিটকয়েনের দাম কত হতে পারে
Post by: Greatwall on October 15, 2020, 06:22:39 AM
বিটকয়েনের দাম নির্ভর করে ইনভেস্টর উপর। ইনভেস্টর ইনভেস্ট করলে বিটকয়েনের দাম বেড়ে যায় এবং যদি কম করে তাহলে বিটকয়েনের দাম কমে যায়। গতবছর বিটকয়েনের দাম যে পরিমাণ ছিল তারচেয়ে 2020 সালে তিন থেকে চার গুণ বেড়েছে। 2019 সালের তুলনায় বিটকয়েনের দাম অনেক বেড়েছে এবং 2020 সালে শেষের দিকে বিটকয়েনের দাম 18 থেকে হাজার 19000 বেশি হবে বলে আমি মনে করি।

আপনার ধারনা টা আমার অনেক ভালো লেগেছে।কারণ যদি এর উপর ইনভেস্ট করার হার বেড়ে যায় তাহলে অবশ্যই এর দাম বৃদ্ধি পাবে এবং 2000 সালের শেষে এটি 20,000 ডলার পা রাখবেন।
Title: Re: 2020 সালের শেষের দিকে বিটকয়েনের দাম কত হতে পারে
Post by: Rakin343 on October 15, 2020, 06:48:11 AM
বর্তমানে বিটকয়েনের অবস্থা দেখে ততটা ধারণা করা যাচ্ছে না।মার্কেট 2020 সালের মধ্যেই মনে হয় 12 থেকে 13 হাজারের মধ্যে অবস্থান করবে। কিন্তু 2021 সালে বিটকয়েনের দাম কি হবে সেটা এখনও বলা যাচ্ছে না।
Title: Re: 2020 সালের শেষের দিকে বিটকয়েনের দাম কত হতে পারে
Post by: Psycho on October 15, 2020, 01:17:23 PM
2020 সালের শেষের দিকে বিটকয়েনের দাম কত হতে পারে এবং যদিও বিটকয়েনের দাম উঠানামা করছে।তার পরেও বিটকয়েনের দাম ঊর্ধ্বমুখী। তাই বলা যাচ্ছেনা যে দাম কত হতে পারে এ সম্পর্কে আপনাদের মতামত চাই।
2020 সালের শেষের দিকে বিটকয়েনের দাম 11 হাজার ছাড়িয়ে যেতে পারে। বর্তমানে বিটকয়েনের অবস্থা অনেকটাই খারাপ। আশা করি সামনে বৃদ্ধি পাবে
Title: Re: 2020 সালের শেষের দিকে বিটকয়েনের দাম কত হতে পারে
Post by: Power420 on October 15, 2020, 01:46:40 PM
2020 সালের শেষের দিকে বিটকয়েনের দাম অবশ্যই বাড়বে বিটকয়েনের বর্তমান দাম 10800 ডলার। যদিও বিটকয়েনের দাম কমছে কিন্তু বাজারের গতি ঊর্ধ্বমুখী তাই বলা যায় যে 2020 সালের শেষের দিকে বিটকয়েনের দাম 15 থেকে 20 হাজার ডলার হবে।
Title: Re: 2020 সালের শেষের দিকে বিটকয়েনের দাম কত হতে পারে
Post by: Chita76 on October 15, 2020, 07:24:07 PM
যদিও বিটকয়েন 13000 ডলারে পৌঁছেছিল কিন্তু বেশিদিন থাকে না তার কারণ DEFI প্রজেক্ট হওয়া এর দাম বেশি দিন থাকতে পারেনি। কিন্তু এখন থেকে বিটকয়েনের দাম অবশ্যই যদিও বিটকয়েনের বাজার একটু কম কিন্তু বাজারের গতি ঊর্ধ্বমুখী তাই বলা যায় যে কিছুদিন পরে বিটকয়েনের দাম 15000 থেকে 20000 হাজার ডলারে পৌঁছাবে।
Title: Re: 2020 সালের শেষের দিকে বিটকয়েনের দাম কত হতে পারে
Post by: Clearman on October 16, 2020, 03:50:18 AM
কিছুদিন আগে বিটকয়েনের দাম 13 হাজার ডলারে ছিল কিন্তু বর্তমানে এখন বিটকয়েনের দাম 10700 ডলার কিছুটা কমে গেছে। ভবিষ্যতে 2020 সালের শেষের দিকে বিটকয়েনের দাম অবশ্যই অবশ্যই বাড়বে।
Title: Re: 2020 সালের শেষের দিকে বিটকয়েনের দাম কত হতে পারে
Post by: Rubel007 on October 23, 2020, 06:50:42 AM
2020 সালের শেষের দিকে 20000 ডলারে যাওয়ার সম্ভাবনা আছে। বর্তমানে বিটকয়েনের দাম 13000 ডলারের খুব নিকটে। আশা রাখা যায় এই উর্ধ্ব মুখি প্রবনতা অব্যাহত থাকবে।
Title: Re: 2020 সালের শেষের দিকে বিটকয়েনের দাম কত হতে পারে
Post by: saidul2105 on October 23, 2020, 06:21:31 PM
2020 সালের শেষের দিকে বিটকয়েনের দাম কত হতে পারে এবং যদিও বিটকয়েনের দাম উঠানামা করছে।তার পরেও বিটকয়েনের দাম ঊর্ধ্বমুখী। তাই বলা যাচ্ছেনা যে দাম কত হতে পারে এ সম্পর্কে আপনাদের মতামত চাই।
বিটকয়েনের সঠিক  মূল্য নির্ধারণ করাটা আসলে      অসম্ভব বলে আমি মনে করি।  কেননা বিটকয়েনের মূল্য নির্ভর করে ইনভেস্টটের উপর।  ইনভেস্ট যতো বেশি হবে মূল্য ততই বৃদ্ধি পাবে, আর ইনভেস্ট যতো কম হবে মূল্য ততোই হ্রাস পাবে।  তবে বিগত ২০১৯ সালের থেকে ২০২০ সালে বিটকয়েনের মূল্য ঊধ্বমূখী।
আর এভাবেই যদি বিটকয়েনের দাম বৃদ্ধি পেতে থাকে তবে আমার মনে হয় ২০২০ সালের শেষ নাগাদ বিটকয়েনের দাম ১৪০০০-১৭০০০ হাজার ডলার হতে পারে।                                         
Title: Re: 2020 সালের শেষের দিকে বিটকয়েনের দাম কত হতে পারে
Post by: Herry on October 24, 2020, 06:58:09 AM
ক্রিপ্টোকারেন্সির কোন মুদ্রার দাম কমবে বা বাড়বে কেউ সঠিক করে বলতে পারবে না। বিটকয়েন হলো ক্রিপ্টোজারেন্সির রাজা। সকল মুদ্রার মধ্যে প্রথম স্থানে রয়েছে এই বিটকয়েন । আজকে বিটকয়েন এর দাম হ্রাস হয়েছে। বর্তমান বিটকয়েনের দাম ১২৯৭০$। তবে বিটকয়েনের দাম সব সময় উর্ধ্বমূখী। আমি মনে করি ২০২০ সালের শেষের দিকে বিটকয়েনের দাম ১৫k পা রাখবে। আশা করি সিনিয়র ভাইয়ারা আরো ভালো বলতে পারবেন, তাড়া অবশ্যই সাহায্য করবেন এই বিষয়ে।   
Title: Re: 2020 সালের শেষের দিকে বিটকয়েনের দাম কত হতে পারে
Post by: Rubel007 on October 24, 2020, 10:48:59 AM
বিটকয়েনের মার্কেটে এর মূল্য প্রেডিকশন করা অত্যন্ত জটিল বিষয় তবে আমার মনে হয় যে আগামী 2020 সাল শেষনাগাদ এর দাম 15 থেকে 16 হাজার ডলার পর্যন্ত হতে পারে
Title: Re: 2020 সালের শেষের দিকে বিটকয়েনের দাম কত হতে পারে
Post by: Malam90 on October 24, 2020, 11:43:14 AM
বিটকয়েনের মার্কেটে এর মূল্য প্রেডিকশন করা অত্যন্ত জটিল বিষয় তবে আমার মনে হয় যে আগামী 2020 সাল শেষনাগাদ এর দাম 15 থেকে 16 হাজার ডলার পর্যন্ত হতে পারে

বিটকয়েনের দাম গত কিছুদিন যাবৎ উর্দ্ধমূখী। এছাড়া কোভিড ১৯ এর মধ্যেও বিটকয়েন তার আধিপত্য ধরে রেখেছে। বর্তমানে ১৩০০০ ডলারের আশে পাশে ঘুরাঘুরি করতেছে। সুতারং আমরা আশা করছি আগামী ২ মাসে বিটকয়েনের দাম ১৫০০০ ছাড়িয়ে যেতে পারে বলে অনেক বিশেযজ্ঞ মতামত দিচ্ছেন। দেখা যাক কি হয়, আগাম তো কিছু সঠিক ভাবে বলা যায়না।
Title: Re: 2020 সালের শেষের দিকে বিটকয়েনের দাম কত হতে পারে
Post by: Rubel007 on October 24, 2020, 12:40:27 PM
2020 সালের শেষের দিকে বিটকয়েনের দাম কত হতে পারে এবং যদিও বিটকয়েনের দাম উঠানামা করছে।তার পরেও বিটকয়েনের দাম ঊর্ধ্বমুখী। তাই বলা যাচ্ছেনা যে দাম কত হতে পারে এ সম্পর্কে আপনাদের মতামত চাই।
2020 সালের শেষের দিকে বিটকয়েনের দাম অবশ্যই কিছু হলেও বাড়বে । বর্তমানে প্যানডেমিক সিটুয়েশন শেষ হয়ে যাবে সামনে অবশ্যই দম বাড়বে আশা করছি
Title: Re: 2020 সালের শেষের দিকে বিটকয়েনের দাম কত হতে পারে
Post by: Ak600 on October 24, 2020, 04:21:55 PM
2020 সালের শেষের দিকে বিটকয়েনের দাম কত হবে সেটা বলা মুশকিল হলেও তবে আন্দাজ করা যায় এর বিভিন্ন দিক দেখে। যেমন বিটকয়েন ওঠানামা করে মানুষের ক্রয় বিক্রয়ের উপর। মানুষের চাহিদার উপর।  তাই যদি চাহিদা ভেড়ে যায় আপনাআপনি  বেড়ে যাবে
Title: Re: 2020 সালের শেষের দিকে বিটকয়েনের দাম কত হতে পারে
Post by: JISAN on October 24, 2020, 05:50:42 PM
বিটকয়েনের বর্তমান অবস্থা একটু দাম কমে ছিল কিন্তু আবারও বিটকয়েনের দাম বাড়তেছে।কি অবস্থা দেখে আমার দীর্ঘ বিশ্বাস যে 2020 সালের শেষের দিকে 20,000 ডলার ছাড়িয়ে যাবে।
২০০০০ ডলার ছাড়ানো ২০২০ সালে সম্ভব না ২০২১ এও সম্ভব বলে আমার মনে হয় না। তবে ১৬-১৭০০০ হতে পারে ২০২১ এ তার বেশি আশা করা যায় না   
Title: Re: 2020 সালের শেষের দিকে বিটকয়েনের দাম কত হতে পারে
Post by: Casual on October 24, 2020, 06:59:56 PM
বিটকয়েনের প্রাইস ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। অতএব আমার বিশ্বাস যে 2020 সালে শেষের দিকে বিটকয়েন প্রাইস 15 হাজার ডলার ছাড়িয়ে যাবে।
Title: Re: 2020 সালের শেষের দিকে বিটকয়েনের দাম কত হতে পারে
Post by: mahid on October 25, 2020, 03:48:23 AM
সর্বশেষ অবস্থা দেখে আমার মনে হচ্ছে আনুমানিক 15-20 হাজার ডলারে অবস্থান করতে পারে।
Title: Re: 2020 সালের শেষের দিকে বিটকয়েনের দাম কত হতে পারে
Post by: Triedboy on November 19, 2020, 04:06:55 AM
বর্তমানে বিটকয়েন এর প্রাইস যে হারে বৃদ্ধি পাচ্ছে। তো 2020 সালের মধ্যেই 20,000 ডলার হবে।
Title: Re: 2020 সালের শেষের দিকে বিটকয়েনের দাম কত হতে পারে
Post by: Heron on November 19, 2020, 04:29:05 AM
2020 সালের শেষের দিকে বিটকয়েনের দাম কত হতে পারে এবং যদিও বিটকয়েনের দাম উঠানামা করছে।তার পরেও বিটকয়েনের দাম ঊর্ধ্বমুখী। তাই বলা যাচ্ছেনা যে দাম কত হতে পারে এ সম্পর্কে আপনাদের মতামত চাই।
ভাই প্রত্যেক বছরের শেষের দিকে দেখা যায় বিটকয়েনের দাম কমতে থাকে কিন্তু এবার তার উল্টো এখন 2020 সালের শেষের দিকে। কিন্তু অন্যান্য বছরের তুলনায় বিটকয়েন এবার অনেক ঊর্ধ্বমুখী। বিটকয়েন এখন যে হারে পাম্প করতে শুরু করেছে তাতে ধারণা করা যায় 2020 সাল থাকতেই বিটকয়েন 20000 ডলার কে অতিক্রম করতে পারে।
Title: Re: 2020 সালের শেষের দিকে বিটকয়েনের দাম কত হতে পারে
Post by: Mrkadir85 on November 19, 2020, 04:34:58 AM
কিছুদিন ধরে বিটকয়েনের দাম অনেক পাম্প করছে। মনে হচ্ছে দাম আরো বাড়বে। বর্তমানে বিটকয়েনের দাম 18 হাজার ডলার পার করেছে। এভাবে চলতে থাকলে 20 সালের শেষ নাগাদ বিটকয়েনের দাম 25 হাজার ডলার স্পর্শ করবে।
Title: Re: 2020 সালের শেষের দিকে বিটকয়েনের দাম কত হতে পারে
Post by: smart_oa on November 19, 2020, 05:26:20 AM
এটা আগে থেকে বলা কঠিন কিন্তু আসা করা যাই বিটকয়েন তার আগের ATH লেভেল ক্রস করতে পারবে। বিটকয়েন এর দাম এমনিতেই একটা আপ ট্রেন্ড এ আসে তাই আমি এর দাম ২০ হাজার এর আসে পাশে আসা করছি।
Title: Re: 2020 সালের শেষের দিকে বিটকয়েনের দাম কত হতে পারে
Post by: Review Master on November 19, 2020, 07:03:11 AM
কিছুদিন ধরে বিটকয়েনের দাম অনেক পাম্প করছে। মনে হচ্ছে দাম আরো বাড়বে। বর্তমানে বিটকয়েনের দাম 18 হাজার ডলার পার করেছে। এভাবে চলতে থাকলে 20 সালের শেষ নাগাদ বিটকয়েনের দাম 25 হাজার ডলার স্পর্শ করবে।

এর অবশ্যই একটি কারণ রয়েছে এবং কারণটি হলো মেক্সিকোর ২য় সবচেয়ে ধনী ব্যক্তি তার সর্বমোট অর্থের ১০% বিটকয়েনে ইনভেস্ট করেছিল এবং এই খবরটি আসার পরেই বিটকয়েন সেই ধরনের পাম্প করেছে । আর ২৫ হাজার ডলার আশা করা যায় , যদিও বিটকয়েন তার ইতিহাসের সর্বোচ্চ মূল্যের খুবই কাছে এবং নতুন একটি সর্বোচ্চ মূল্য হয়তো শীঘ্রই তৈরি করবে।  ;)


মেক্সিকোর ধনী ব্যক্তির বিটকয়েনে ইনভেস্ট করার খবরটির লিংক (https://t.me/official_BitByteCrypto/134)

Title: Re: 2020 সালের শেষের দিকে বিটকয়েনের দাম কত হতে পারে
Post by: babu10 on November 19, 2020, 10:41:31 AM
2020 সালের শেষের দিকে বিটকয়েনের দাম কত হতে পারে এবং যদিও বিটকয়েনের দাম উঠানামা করছে।তার পরেও বিটকয়েনের দাম ঊর্ধ্বমুখী। তাই বলা যাচ্ছেনা যে দাম কত হতে পারে এ সম্পর্কে আপনাদের মতামত চাই।

এই মার্কেট সম্পর্কে আগে থেকে কোন কিছু অনুমান করাটা বোকামি কারন কোন অগ্রীম বার্তাই এখানে কাজ করেনা। তবে যেহেতু করোনা ২য় ওয়েভ শুরু হয়েছে এবং বাজারে কোন নেগেটিভ খবর নাই তাই ভালো একটা মার্কেট আমরা আশা করতে পারি।

ধন্যবাদ।
Title: Re: 2020 সালের শেষের দিকে বিটকয়েনের দাম কত হতে পারে
Post by: Kangaro45 on November 19, 2020, 04:48:53 PM
বর্তমানে বিটকয়েনের দাম অনেক পাম্প করেছে। এখন বিটকয়েনের দাম 18 হাজার ডলার পার করেছে। 2020 সালের শেষের দিকে বিটকয়েন 25 কে ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে কিপটা সম্পর্কে আগাম বলা খুবই মুশকিল।
Title: Re: 2020 সালের শেষের দিকে বিটকয়েনের দাম কত হতে পারে
Post by: Linda78 on November 22, 2020, 03:24:24 AM
এখানি যেহেতু বিটকয়েনের দাম দিন দিন বেড়েই চলেছে বর্তমানে এর মূল্য১৮৩৩২$। এখনতো 2020 সালের  শেষ দিকে তারপরও মনে হচ্ছে এর মধ্যেই ২০০০০$পার করবে ।
Title: Re: 2020 সালের শেষের দিকে বিটকয়েনের দাম কত হতে পারে
Post by: Ronald on November 22, 2020, 04:39:30 AM
2020 সালের শেষের দিকে বিটকয়েনের দাম কত হতে পারে এবং যদিও বিটকয়েনের দাম উঠানামা করছে।তার পরেও বিটকয়েনের দাম ঊর্ধ্বমুখী। তাই বলা যাচ্ছেনা যে দাম কত হতে পারে এ সম্পর্কে আপনাদের মতামত চাই।
2020 সালের শেষের দিকে এটি 25000 ইউ এস ডি হবে বলে আমি মনে করি।
Title: Re: 2020 সালের শেষের দিকে বিটকয়েনের দাম কত হতে পারে
Post by: Hasan986 on November 22, 2020, 05:41:55 AM
মনে হচ্ছে ২৫ হাজার। যদি না হয় ১০-১২ হাজারে নেমে যাবে। ক্রিপ্ট এনালাইসিস করা যায়। অনেক কিছু বলা যায় এনালইসিস করে তবে তা কতটুকু ঘটে তা দেখার বিষয়। একটা আপেলের দিকে ১০০ টা ঢিল মারলে ১ টা সম্ভাবনা থাকেই লাগার। তেমনি ১০০ জন প্রডিক্ট করলে ১ জনের টা মিলে যেতেই পারে।
Title: Re: 2020 সালের শেষের দিকে বিটকয়েনের দাম কত হতে পারে
Post by: Tamsialu$$ on November 22, 2020, 08:54:41 AM
বর্তমানে যে হারে বাড়ছে বিটকয়েনের দাম সেদিকে বিশ্লেষণ করলে দেখা যায় 20,000 ডলার পেরিয়ে যাবে।
Title: Re: 2020 সালের শেষের দিকে বিটকয়েনের দাম কত হতে পারে
Post by: Tamsialu$$ on November 22, 2020, 08:57:06 AM
যদিও বিটকয়েন 13000 ডলারে পৌঁছেছিল কিন্তু বেশিদিন থাকে না তার কারণ DEFI প্রজেক্ট হওয়া এর দাম বেশি দিন থাকতে পারেনি। কিন্তু এখন থেকে বিটকয়েনের দাম অবশ্যই যদিও বিটকয়েনের বাজার একটু কম কিন্তু বাজারের গতি ঊর্ধ্বমুখী তাই বলা যায় যে কিছুদিন পরে বিটকয়েনের দাম 15000 থেকে 20000 হাজার ডলারে পৌঁছাবে।

আপনার সাথে আমি সহমত পোষণ করছি ভাই। আমার বিশ্বাস যে বিটকয়েনের প্রাইস 20,000 ডলার ছাড়িয়ে যাবে। এখন আমরা সময়ের অপেক্ষা করবো।
Title: Re: 2020 সালের শেষের দিকে বিটকয়েনের দাম কত হতে পারে
Post by: Primo1760 on November 22, 2020, 03:43:19 PM
আমার পুরোপুরি বিশ্বাস আছে যে 2020 সালের শেষের দিকে বিটকয়েনের দাম বাড়বে কেননা মাঝামাঝি এর দাম কম ছিল।
Title: Re: 2020 সালের শেষের দিকে বিটকয়েনের দাম কত হতে পারে
Post by: Rubel007 on November 22, 2020, 05:36:05 PM
2020 সালের শেষের দিকে বিটকয়েনের দাম কত হতে পারে এবং যদিও বিটকয়েনের দাম উঠানামা করছে।তার পরেও বিটকয়েনের দাম ঊর্ধ্বমুখী। তাই বলা যাচ্ছেনা যে দাম কত হতে পারে এ সম্পর্কে আপনাদের মতামত চাই।
2020 সালের শেষের দিকে বিটকয়েনের দাম মিনিমাম 25000 ডলার হওয়ার সম্ভাবনা রয়েছে। অলরেডি আমরা জানি বর্তামানে বিটকয়েনের দাম 18000 এর কিছু বেশি। তবে এটি এবছরই 20000 ডলার অতিক্রম করবে আমার বিশ্বাস।
Title: Re: 2020 সালের শেষের দিকে বিটকয়েনের দাম কত হতে পারে
Post by: Ronald on November 22, 2020, 06:18:24 PM
2020 সালের শেষের দিকে বিটকয়েনের দাম কত হতে পারে এবং যদিও বিটকয়েনের দাম উঠানামা করছে।তার পরেও বিটকয়েনের দাম ঊর্ধ্বমুখী। তাই বলা যাচ্ছেনা যে দাম কত হতে পারে এ সম্পর্কে আপনাদের মতামত চাই।
বিটকয়েনের দাম বাড়বে  এবং  এটি সবসময় উঠা নামার মধ্যেই থাকে। যদি প্রাইস বেড়ে যায় তাহলে তা আবার অনেক সময় কারেকশন করে। শুধু বিটকয়েন না সবধরনের কয়েনে এই একই রকম অবস্থা। তবে এটি পরিস্কার যে বিটকযেন 2020 সালের মধ্যেই অনেক উপরে উঠে যাবে কেউ কেউ ধারনা করছে যে এটি 2020 সালের শেষে 20000 ডলার ক্রস করবে।
Title: Re: 2020 সালের শেষের দিকে বিটকয়েনের দাম কত হতে পারে
Post by: Triedboy on November 25, 2020, 02:52:39 AM
বিকানের প্রাইস বর্তমানে হাজার হাজার 19000 ডলারের উপরে অবস্থান করছে।অতএব আমার বিশ্বাস যে 2020 সালের শেষের দিকে বিটকয়েন প্রাইস হাজার ডলারের কিছুটা হলেও পড়ে থাকবে।
Title: Re: 2020 সালের শেষের দিকে বিটকয়েনের দাম কত হতে পারে
Post by: Monster5 on December 01, 2020, 03:08:20 AM
বিটকয়েনের দাম যে হারে বৃদ্ধি পাচ্ছে 2020 সালের শেষের দিকে প্রায় 20000 ডলার ছাড়িয়েবে 2020 সালের শেষের দিকে প্রায় 19 হাজার ডলার ছাড়িয়েছে।
Title: Re: 2020 সালের শেষের দিকে বিটকয়েনের দাম কত হতে পারে
Post by: Blue_sea on December 01, 2020, 04:42:58 AM
বর্তামানে বিটকয়েন 20000 ডলারের খুব সন্নিকটে অবস্থান করছে। আর একটু উপরে উঠলে এর সকল রেকর্ড ভেঙে যাবে নতুন করে ইতিহাস সৃষ্টি হবে।
শুধু এখন সময়ের ব্যাপার। তবে আমি খুবই আশাাবাদি 2020 সালের শেষে এটি হতে 22000 ডলার হতে পারে।
Title: Re: 2020 সালের শেষের দিকে বিটকয়েনের দাম কত হতে পারে
Post by: warhero on December 01, 2020, 04:47:15 AM
বর্তমানে বিটকয়েনের দাম 19500 $ এর ওপরে। আশা করা যাচ্ছে 2021সালে দুরুদে বিটকয়েনের দাম 21 হাজার ডলারে হিট করবে। এটা আমার একান্ত ব্যাক্তিগত মতামত।
Title: Re: 2020 সালের শেষের দিকে বিটকয়েনের দাম কত হতে পারে
Post by: Monster5 on December 05, 2020, 02:47:51 AM
এটা 2020 সালের শেষের দিক আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি যে বিটকয়েনের দাম বৃদ্ধি পাচ্ছে এতে 2021 সাল আসতে আর মাত্র অল্পকিছুদিন আছে এতে দেখা যাচ্ছে 2020 সালে বিটকয়েনের দাম প্রায় 20 ডলার হাজার থেকে 21 হাজার ডলার পর্যন্ত যেতে পারে আমরা আশা করি 2021 সালে বিটকয়েন 22 হাজার ডলার থেকে 25 হাজার ডলার সারাবে।
Title: Re: 2020 সালের শেষের দিকে বিটকয়েনের দাম কত হতে পারে
Post by: Markuri33 on December 05, 2020, 03:38:47 AM
বর্তমানে বিটকয়েনের প্রাইস 19000 ডলারের কিছুটা নিচে রয়েছে।বর্তমানে কিছুটা বিটকয়েনের প্রাইস কমেছে কিন্তু 2020 সালের শেষের দিকে মনে করা অবশ্যই বিজ্ঞানে প্রাইস 20,000 ডলার ছাড়িয়ে যাবে।
Title: Re: 2020 সালের শেষের দিকে বিটকয়েনের দাম কত হতে পারে
Post by: Jaya60 on December 15, 2020, 02:53:54 AM
2020 সালের একদমই শেষ প্রান্তে এসেছে 2021 সাল পড়তে আর মাত্র কয়েকটা দিন। এসময় বিটকয়েনের প্রাইস 19200 ডলারের কিছুটা উপরে লক্ষ্য করছি হয়তো এই কয়েকদিনে বিটকয়েনের প্রাইস 20 হাজার ডলারে যেতে পারে সর্বোচ্চ হলে।
Title: Re: 2020 সালের শেষের দিকে বিটকয়েনের দাম কত হতে পারে
Post by: Apower$ on December 15, 2020, 03:58:44 AM
বর্তমানে বিটকয়েনের প্রায়স 19,200 ডলারের কিছুটা উপরে রয়েছে।এবং আমরা দেখতে পাচ্ছি যে ক্রিপ্টোকারেন্সি মার্কেট আরও উন্নতির দিকে যাচ্ছে এতে আমরা বলতে পারি যে 2021 সালের প্রথমেই বিটকয়েনের প্রায় 20,000 ডলারে পৌঁছাবে ইনশাআল্লাহ।
Title: Re: 2020 সালের শেষের দিকে বিটকয়েনের দাম কত হতে পারে
Post by: Kangaro45 on December 15, 2020, 04:05:21 AM
2020 সালের শেষের দিকে বিটকয়েনের দাম কত হতে পারে এবং যদিও বিটকয়েনের দাম উঠানামা করছে।তার পরেও বিটকয়েনের দাম ঊর্ধ্বমুখী। তাই বলা যাচ্ছেনা যে দাম কত হতে পারে এ সম্পর্কে আপনাদের মতামত চাই।
।   


বিটকয়েনের দাম 2020 সালে শেষের দিকে আমার ধারণা 20,000 ডলার ছাড়িয়ে যাবে ।বর্তমানে দাম 19হাজার ডলারের উপরে।
Title: Re: 2020 সালের শেষের দিকে বিটকয়েনের দাম কত হতে পারে
Post by: Apower$ on December 15, 2020, 04:10:32 AM
2020 সালের একদমই শেষ প্রান্তে এসেছে 2021 সাল পড়তে আর মাত্র কয়েকটা দিন। এসময় বিটকয়েনের প্রাইস 19200 ডলারের কিছুটা উপরে লক্ষ্য করছি হয়তো এই কয়েকদিনে বিটকয়েনের প্রাইস 20 হাজার ডলারে যেতে পারে সর্বোচ্চ হলে।

হ্যাঁ ভাই আপনি একদম ঠিক বলেছেন আমি আপনার সাথে একমত। বর্তমানে বিটকয়েনের প্রায় 19,200 ডলারের কিছুটা উপরে। আমরা লক্ষ্য করছি হয়তো এই কয়েক দিনের মধ্যে বিটকয়েনের প্রাইস 20,000 ডলারে পৌঁছাবে ইনশাআল্লাহ।
Title: Re: 2020 সালের শেষের দিকে বিটকয়েনের দাম কত হতে পারে
Post by: Milon626 on December 15, 2020, 04:19:07 AM
2020 সালের শেষের দিকে বিটকয়েনের দাম কত হতে পারে এবং যদিও বিটকয়েনের দাম উঠানামা করছে।তার পরেও বিটকয়েনের দাম ঊর্ধ্বমুখী। তাই বলা যাচ্ছেনা যে দাম কত হতে পারে এ সম্পর্কে আপনাদের মতামত চাই।
২০২০ সালের শেষের দিকে বিটকয়েন এর দাম তো মোটামুটি ভালোই দেখতে পারছি আমরা।  ২০২০ সালের শুরুর দিকে বিটকয়েনের দাম অনেক কম ছিল, কিন্তু শেষের দিকে বিটকয়েনের দাম অনেক বেড়েছে।  আর এই ভাবে যদি দাম বাড়তে থাকে তাহলে ২০২১ এর শুরুর দিকেই বিটকয়েনের দাম ২৩০০০-২৫০০০ ডলারে গিয়ে দাঁড়াতে পারে।                               
Title: Re: 2020 সালের শেষের দিকে বিটকয়েনের দাম কত হতে পারে
Post by: bmw1 on December 15, 2020, 05:15:51 AM
2020 সালের শেষের দিকে বিটকয়েনের দাম অনেক বেড়ে যাবে কারণ 2018 ও 2019 এবং 2020 সালে অনেক দাম বেড়ে গেছে সেহেতু 2020 সালের শেষের দিকে দাম বাড়বে।
Title: Re: 2020 সালের শেষের দিকে বিটকয়েনের দাম কত হতে পারে
Post by: Kangaro45 on December 15, 2020, 06:57:12 AM
বিটকয়েন হচ্ছে পৃথিবীতে সবচেয়ে জনপ্রিয় কয়েন।এ কয়েন দাঁড়া অনেক দেশে কেনাকাটা করা হচ্ছে।তাই দিন দিন এর জনপ্রিয়তা আরো বৃদ্ধি পাচ্ছে। 2019 সালের তুলনায় 2020 সালের শেষের দিকে এসে বিটকয়েনের দাম অনেক বৃদ্ধি পেয়েছে 2020 সাল শেষ হতে আরো বেশ কিছুদিন বাকি আছে দাম বৃদ্ধি অব্যাহত থাকলে তবে 2020 সাল শেষ হতেই বিটকয়েন 20,000 ডলার অতিক্রম করবে।
Title: Re: 2020 সালের শেষের দিকে বিটকয়েনের দাম কত হতে পারে
Post by: Trumpet on December 15, 2020, 07:11:58 AM
যদিও ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে সিওর হয়ে কোন কিছু বলা যায় না তবু বিটকয়েনের ধারার ঊর্ধ্বমুখী দেখে মনে হচ্ছে শুরুর দিকে বিটকয়েন 2020 সালের শেষের দিকে অথবা 2021 সালের শুরুর দিকে বিটকয়েন 20k ডলার হিট করতে পারে। এ বিষয়ে আপনাদের মতামত কি দয়া করে একটু জানাবেন।
Title: Re: 2020 সালের শেষের দিকে বিটকয়েনের দাম কত হতে পারে
Post by: Linda78 on December 15, 2020, 07:22:31 AM
এখন তো বর্তমানে 2020 সালের শেষ দিক বর্তমানে 19300 এর উপরে। তাই এখনো ভালো করে বোঝা যাচ্ছে না যে এর অবস্থান কোথায় গিয়ে পৌঁছায়। তুমি ধারনা করে কথা বলতে পারি 2020 সালের ভিতরেই 20000 পার করবে। কারণ ক্রিপ্টোকারেন্সি এর অবস্থান কেউ ধারণা করতে পারে না। হয়তোবা 2020 সালের ভিতর 21000 পার  করতে পারে। ইনশাআল্লাহ বিটকয়েনের অবস্থান আরো ভালো হবে।
Title: Re: 2020 সালের শেষের দিকে বিটকয়েনের দাম কত হতে পারে
Post by: Damrai5$ on December 15, 2020, 07:29:21 AM
2020 সাল শেষ হতে চলল এর মধ্যে বিটকয়েনের প্রাইস 19200 এর থেকে হালকা উপরে রয়েছে।কিছু কিছু সিনিয়র ভাই যারা অনুমান করেছে বিটকয়েনের প্রাইস 20 হাজার ডলারের মত হবে এবং কেউ কেউ অনুমান করেছে বেশি হবে। আমার কাছে যেটা মনে হয় বিটকয়েনের ভবিষ্যৎ সংবাদ কেউ সঠিকভাবে বলতে পারেনা। তাই হয় যোদি হত তাহলে কিন্তু সবাই ইনভেস্ট করে অনেক লাভবান হয়ে যেত। তারপরেও মার্কেটের পজিশন দেখে সিনিয়র ইউজারগন বলতে পারে কিছুটা হলেও।
Title: Re: 2020 সালের শেষের দিকে বিটকয়েনের দাম কত হতে পারে
Post by: XM8 on December 15, 2020, 07:33:28 AM
ক্রিপ্টো মার্কেট সম্পর্কে আমরা হয়তো কোনো ভাবেই কনফার্ম নিউজ দিতে পারব না। এ বিষয়ে জানার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। আপনি এখানে জানতে চেয়েছেন 2020 সালের শেষের দিকে বা 2021 সালের শুরুর দিকে এর দাম 20 ডলার হিট করতে পারে
Title: Re: 2020 সালের শেষের দিকে বিটকয়েনের দাম কত হতে পারে
Post by: Mahindra on December 15, 2020, 09:08:25 AM
আমি একজন নতুন ইউজার তাই এই সম্পর্কে আমি খুব ভালো বলতে পারবো না কিন্তু এতোটুকু ধারণা আছে যে 2020 সালের শেষের দিকে বিটকয়েনের দাম ১৯৫০০ ডোলারে পৌঁছাবে। তোমার এটাই মনে হয়।
Title: Re: 2020 সালের শেষের দিকে বিটকয়েনের দাম কত হতে পারে
Post by: Sasa on December 15, 2020, 09:10:38 AM
ভাই আজকে দেখলাম বিটকয়েনের দাম কিছুটা কমে গেছে তবে 2020 সালের শেষে বা 2021 সালের শুরুতে বিটকয়েনের দাম হবে 25 থেকে 30 হাজার ডলার কেননা যতদিন যাচ্ছে বিটকয়েনের চাহিদা ততই দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং এর দাম ও দ্রুত বৃদ্ধি পাচ্ছে এ জন্য আমার মনে হচ্ছে যে 2021 সালের দাম 25 থেকে 30 হাজার ডলারে পৌঁছাবে
Title: Re: 2020 সালের শেষের দিকে বিটকয়েনের দাম কত হতে পারে
Post by: Sasa on December 15, 2020, 09:16:31 AM
এখন যেহেতু প্রতিনিয়ত বিটকয়েন এর দাম বেড়েই চলেছে আমার বিশ্বাস 2020 সালের শেষের দিকে 20k ছাড়িয়ে যাবে।কিছু দিন আগেও বিটকয়েন এর দাম অনেক কুমে গিয়াছিল।যেহেতু ক্রিপ্টোকারেন্সির মার্কেট সব সময় উঠা নামা করে।তবুও এখনকার অবস্থা দেখে আমরা সবাই বলতে পারি ক্রিপ্টো মার্কেট অনেক ভালো হবে।

হ্যাঁ ভাই আমি আপনার কথার সাথে একমত কেননা বিটকয়েনের দাম যে হারে বৃদ্ধি পাচ্ছে সে সেজন্য বলা যায় যে 2021 সালের শুরুতেই বিটকয়েনের দাম 20 হাজার থেকে 25 হাজার ডলার হয়ে যাবে তবে কিছুদিন আগে বিটকয়েনের দাম একটু কমে গিয়েছিলো সেজন্য চিন্তাভাবনার কোন কারণ নেই বিটকয়েনের দাম আবার বাড়তে শুরু করেছে তাই আমার মনে হচ্ছে 2021 সালের শুরুতে বিটকয়েনের দাম হবে থেকে 25 হাজার ডলার
Title: Re: 2020 সালের শেষের দিকে বিটকয়েনের দাম কত হতে পারে
Post by: Ricky on December 15, 2020, 10:27:58 AM
2020 সালের শেষের দিকে বিটকয়েনের দাম কত হতে পারে এবং যদিও বিটকয়েনের দাম উঠানামা করছে।তার পরেও বিটকয়েনের দাম ঊর্ধ্বমুখী। তাই বলা যাচ্ছেনা যে দাম কত হতে পারে এ সম্পর্কে আপনাদের মতামত চাই।
ভাই আজকের মার্কেট অনুযায়ী বিটকয়েন 19191 ডলারের উপরে অবস্থান করছে। নিঃসন্দেহে অনেক ভালো পজিশনে রয়েছে বিটকয়েন। বর্তমানে বিটকয়েনের মুভমেন্ট খুব ভালো দেখা যাচ্ছে। এভাবে চলতে থাকলে 2020 সাল থাকতেই হয়তো 20 হাজার ডলারের মাইলফলক স্পর্শ করতে।
Title: Re: 2020 সালের শেষের দিকে বিটকয়েনের দাম কত হতে পারে
Post by: Cz Rock on December 15, 2020, 12:38:07 PM
2020 সাল প্রায় শেষ দিকে আর অল্প কিছুদিন বাকি আছে । বিটকয়েনের দাম বৃদ্ধি পাচ্ছে এ থেকে বলা যেতে পারে এই অল্প কিছুদিনের মধ্যে বিটকয়েনের দাম 20000 ডলার মাইলফলক স্পর্শ করবে।
Title: Re: 2020 সালের শেষের দিকে বিটকয়েনের দাম কত হতে পারে
Post by: Angel jara on December 18, 2020, 02:44:42 AM
আমি এই ফোরামের নতুন সদস্য তাই আমার কোন কাজের প্রতি অভিজ্ঞতা নেই। আমি সঠিকভাবে মন্তব্য করতে চেষ্টা করব। যদি আমার মন্তব্যে কোন ভুল হয় তাহলে আমাকে ক্ষমা করবেন। 2020 সালের শেষদিকে বিটকয়েনের দাম 25 হাজার ডলার হওয়ার সম্ভাবনা বেশি। বর্তমান বিটকয়েনের দাম 23 হাজার ডলারে অবস্থান করছে এ থেকে বলা যায় 25 হাজার ডলার হতে বেশিদিন সময় লাগবে না।
Title: Re: 2020 সালের শেষের দিকে বিটকয়েনের দাম কত হতে পারে
Post by: Princeraju on December 18, 2020, 02:48:55 AM
বিটকয়েনের দাম বর্তমানে অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। আমি কখনো মনে করিনি বিটকয়েনের দাম এই সময়ে এত বেশি বৃদ্ধি পাবে। তাই বিটকয়েনের অবস্থা 2020 সালের সর্বোচ্চ পরিমাণ ভালো হয়েছে।তবে 2021 সালে বিটকয়েন অনেক বেশি উন্নতি লাভ করবে বলে আশা করা যায়।
Title: Re: 2020 সালের শেষের দিকে বিটকয়েনের দাম কত হতে পারে
Post by: Perfect540 on December 18, 2020, 03:24:03 AM
2020 সালের ইতি টানতে শুরু করেছে। তবে এই মুহূর্তে বড়দিনের প্রতীক্ষা, বিটকয়েনের বাজার অনেক বেশি চরম উত্তেজনা রয়েছে। কয়লার বাজার গত কয়েক বছরের তুলনায় অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। তাই 2020 সাল সাফল্যের সাথে শেষ হবে।
Title: Re: 2020 সালের শেষের দিকে বিটকয়েনের দাম কত হতে পারে
Post by: Irfan12@ on December 18, 2020, 05:40:21 AM
2020 সালের শেষের দিকে বিটকয়েনের দাম কত হতে পারে এবং যদিও বিটকয়েনের দাম উঠানামা করছে।তার পরেও বিটকয়েনের দাম ঊর্ধ্বমুখী। তাই বলা যাচ্ছেনা যে দাম কত হতে পারে এ সম্পর্কে আপনাদের মতামত চাই।
ভাই বিটকয়েনের দাম যে হারে বৃদ্ধি পাচ্ছে তাতে মনে হচ্ছে যে 2020 সাল শেষ হওয়ার আগেই বিটকয়েনের দাম 25 থেকে 30 হাজার ডলার হয়ে যাবে কেননা  2020 সাল শেষ হওয়ার আরো কিছুদিন আছে এবং আজকে বিটকয়েনের দাম 22990 ডলার তো আমার মনে হচ্ছে যে বিটকয়েন 2021 সাল আসার আগেই 25 থেকে 30 হাজার ডলার হয়ে যাবে
Title: Re: 2020 সালের শেষের দিকে বিটকয়েনের দাম কত হতে পারে
Post by: Mahindra on December 19, 2020, 06:45:38 AM
আমার পুরোপুরি ধারণা যে 2020 সালের শেষের দিকে বিটকয়েনের দাম প্রায় 23000 থেকে 24 হাজার ডলারে পৌঁছাতে পারে কেননা 2020 সাল প্রায় শেষের দিকে এতে আমরা আশা করতে পারি 2021 সালের বিটকয়েনের দাম 25 হাজার থেকে 30 হাজার ডলার পর্যন্ত পৌঁছে যাবে এবং এটি সর্বকালের রেকর্ড ভেঙ্গে 2021 সালে আবার নতুন করে সবোর্চ্চ রেকর্ড করবে।
Title: Re: 2020 সালের শেষের দিকে বিটকয়েনের দাম কত হতে পারে
Post by: Jaya60 on December 21, 2020, 01:40:52 AM
আমার পুরোপুরি ধারণা যে 2020 সালের শেষের দিকে বিটকয়েনের দাম প্রায় 23000 থেকে 24 হাজার ডলারে পৌঁছাতে পারে কেননা 2020 সাল প্রায় শেষের দিকে এতে আমরা আশা করতে পারি 2021 সালের বিটকয়েনের দাম 25 হাজার থেকে 30 হাজার ডলার পর্যন্ত পৌঁছে যাবে এবং এটি সর্বকালের রেকর্ড ভেঙ্গে 2021 সালে আবার নতুন করে সবোর্চ্চ রেকর্ড করবে।
মূলত আপনি যে ধারণাটা করেছেন এরকম হতে পারে।2020 সাল শেষ হতে চলেছে এ সময় বিটকয়েনের প্রাইস 24 হাজার ডলারের খুব একটা নিকটেই রয়েছে।অনেকেই ধারণা করছে হয়তো আবারও বিটকয়েনের প্রাইস কমে যাবে আবার অনেকে ধারণা করছে বিটকয়েন প্রাইস আরো বেড়ে যাবে। ক্রিপ্টোকারেন্সি মার্কেট যেহেতু অনেক ভালো অবস্থানে যাচ্ছে আমার বিশ্বাস 2021 সালে বিটকয়েনের প্রাইস আরো অনেক বৃদ্ধি পাবে।
Title: Re: 2020 সালের শেষের দিকে বিটকয়েনের দাম কত হতে পারে
Post by: Cz Rock on December 21, 2020, 01:46:50 AM
বর্তমানে 2020 সালের শেষ দিকে বিটকয়েনের দাম 23 হাজার ডলার। আগামীতে আরো বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। সামনেই খ্রিস্টানদের বড়দিন এইসময় দাম 25 হাজার ডলার ছাড়িয়ে যাবে আমরা আশাবাদী। 2021 সালের শেষদিকে বিটকয়েনের দাম 30 হাজার ডলার থেকে 35 হাজার ডলারের মধ্যে অবস্থান করবে।
Title: Re: 2020 সালের শেষের দিকে বিটকয়েনের দাম কত হতে পারে
Post by: Irfan12@ on December 25, 2020, 10:35:31 AM
বর্তমানে 2020 সালের শেষ দিকে বিটকয়েনের দাম 23 হাজার ডলার। আগামীতে আরো বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। সামনেই খ্রিস্টানদের বড়দিন এইসময় দাম 25 হাজার ডলার ছাড়িয়ে যাবে আমরা আশাবাদী। 2021 সালের শেষদিকে বিটকয়েনের দাম 30 হাজার ডলার থেকে 35 হাজার ডলারের মধ্যে অবস্থান করবে।
হ্যাঁ ভাই আপনি ঠিকই বলেছেন আজকের বিটকয়েনের দাম অনেকটা দেশে আমরা যদি একটু খেয়াল করে কিছুদিন ধরে বিটকয়েনের দাম শুধু আপডাউন করছিল কিন্তু আজকে বিটকয়েনের দাম অনেকটা বৃদ্ধি পেয়েছে আজকে বিটকয়েনের দাম হল 23122 ডলার আমরা সেইজন্য আশা করতে পারি যে 2021 সালের শুরুতে একটা নতুন রেকর্ড দেখতে পারবো
Title: Re: 2020 সালের শেষের দিকে বিটকয়েনের দাম কত হতে পারে
Post by: Msweet on December 25, 2020, 01:01:42 PM
যে হারে বিটকয়েনের দাম বৃদ্ধি পাচ্ছে তাতে বলা কোন অপেক্ষা রাখে 2020 সালের শেষের দিকে বিটকয়েনের দাম কত বৃদ্ধি পাবে। 2020 সালের শেষ হতে আর পাঁচ দিন বাকি আছে। আমি বলতে পারি যে এভাবে যদি বিটকয়েনের দাম বৃদ্ধি পেতে থাকে তাহলে এটা পাঁচ দিনের মধ্যে 26 হাজার ডলারের কাছাকাছি চলে যাবে।
Title: Re: 2020 সালের শেষের দিকে বিটকয়েনের দাম কত হতে পারে
Post by: EKRA13 on December 25, 2020, 01:32:27 PM
2020 সাল শেষ হতে আরো পাঁচ দিন বাকি আছে। এ কয়দিনে দাম আর কতটুকু বৃদ্ধি পাবে তা এখনও বলা যাচ্ছে না। বিটকয়েন এর বর্তমান দাম 24506 প্রায়। আমি মনে করি এই কয়দিনে বিটকয়েনের দাম 27 হাজার ডলার হতে পারে।
Title: Re: 2020 সালের শেষের দিকে বিটকয়েনের দাম কত হতে পারে
Post by: XM8 on December 25, 2020, 02:43:55 PM
কয়েকদিন আগে বিট কয়েনের মূল্য অনেকটাই ঊর্ধ্বমুখী ছিল বিটকয়েন অলমোস্ট 24 হাজার ডলার স্পর্শ করেছিল কিন্তু কিছুদিন যাবত বিটকয়েনের দাম টা ড্রপ হচ্ছে। মূলত মার্কেটে যখন বিটকয়েন এর চাহিদা বেশি থাকে তখন এর দাম বৃদ্ধি পায় এবং যখন এর চাহিদা কম থাকে তখন বিটকয়েনের দাম কমে যায় ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে যেহেতু আগে থেকে কিছু বলা যায় না তবে আশা করা যায় যে 2020 সালের শেষের দিকে বিটকয়েন আবার তার আসল রূপে ফিরে আসবে
Title: Re: 2020 সালের শেষের দিকে বিটকয়েনের দাম কত হতে পারে
Post by: Mahindra on December 26, 2020, 10:20:06 AM
ভাই এখন 2020 সাল শেষ হবার আর মাত্র 4-5 দিন বাকি আছে তারপরেই আমাদের নতুন বছর আসবে 2021 সাল আমি মাত্র ক্রিপ্টোকারেন্সি মার্কেটে গিয়ে দেখলাম বিটকয়েনের দাম প্রায় 25000$ এর কাছাকাছিপৌঁছে গেছে এতে আমরা আশা করতে পারি 2020 সাল শেষ হবার আগে বিটকয়েনের দাম 25 হাজার ডলার ক্রস করে যাবে।
Title: Re: 2020 সালের শেষের দিকে বিটকয়েনের দাম কত হতে পারে
Post by: Lovepro Max on December 27, 2020, 06:36:18 AM
2020 সালের শেষের দিকে বিটকয়েনের দাম কত হতে পারে এবং যদিও বিটকয়েনের দাম উঠানামা করছে।তার পরেও বিটকয়েনের দাম ঊর্ধ্বমুখী। তাই বলা যাচ্ছেনা যে দাম কত হতে পারে এ সম্পর্কে আপনাদের মতামত চাই।
এখনো 2020 সাল শেষ হওয়ার 4 দিন বাকি আমরা দেখেছি যে ডিসেম্বর মাসে বিটকয়েনের দাম অনেক বৃদ্ধি পেয়েছে এবং বিটকয়েনের দাম 24 হাজার ডলার স্পর্শ করার পর থেকে কিছুটা নিম্নমুখী হয়েছিল কিন্তু আজকে বিটকয়েনের দাম আমরা দেখতে পাচ্ছি যে 27 হাজার ডলারের কাছাকাছি তো আশা করা যায় যে 2020 সাল শেষ হওয়ার আগেই বিটকয়েনের দাম 30 হাজার ডলারে হিট করবে
Title: Re: 2020 সালের শেষের দিকে বিটকয়েনের দাম কত হতে পারে
Post by: Riktakhanom on December 27, 2020, 08:37:43 AM
বিটকয়েন এর দাম কতটা ওপরের দিকে উঠবে এটা সাধারণত অনুমান মাত্র। সঠিক ভাবে বলা অনেকটা কঠিন। তবে এই বছরের শেষের দিকে যে হারে  বিটকয়েন এর দাম বৃদ্ধি পেয়েছে আসা করা যাচ্ছে নতুন বছরের শুরুতে আকাশ চুম্বন দাম বাড়তে পারে।
Title: Re: 2020 সালের শেষের দিকে বিটকয়েনের দাম কত হতে পারে
Post by: Mayajal on December 27, 2020, 09:13:08 AM
2020 সাল শেষ হতে এখনও তিন দিন বাকি 2020 সালে বিটকয়েনের বর্তমান দাম 27761 ডলার।দিন যাচ্ছে বিটকয়েনের দাম বেড়েই চলছে এখনো নিচের দিকে নামে নি এভাবে যদি বিটকয়েনের দাম বাড়তে থাকে তাহলে 2020 সালেই বিটকয়েনের দাম 30 হাজার ডলার খরচ করার সম্ভাবনা রয়েছে বলে আমি মনে করি।
Title: Re: 2020 সালের শেষের দিকে বিটকয়েনের দাম কত হতে পারে
Post by: Alt20 on December 27, 2020, 10:18:37 AM
2020 সালের শেষের দিকে বিটকয়েনের দাম কত হতে পারে এবং যদিও বিটকয়েনের দাম উঠানামা করছে।তার পরেও বিটকয়েনের দাম ঊর্ধ্বমুখী। তাই বলা যাচ্ছেনা যে দাম কত হতে পারে এ সম্পর্কে আপনাদের মতামত চাই।
পূর্বের সকল অনুমান ইতিমধ্যে বিটকয়েন কিন্তু ছাড়িয়ে গিয়েছে। আমরা অনেকেই ধারনা করেছিলাম যে এই সময় টা আর বাড়বে না। কিস্তু এখনই তার তেজক্রিয়তা দেখতে পেলাম। তাই এখন বলা যাচ্ছে না এটি কত হতে পারে। তবে এই ভাবে যদি কয়েকদিন বাড়ে তাহলে 35000 ডলার ছুই ছুই অবস্থা হবে।
Title: Re: 2020 সালের শেষের দিকে বিটকয়েনের দাম কত হতে পারে
Post by: Kangaro45 on December 27, 2020, 10:26:26 AM
2020 সালের শেষের দিকে বিটকয়েনের দাম কত হতে পারে এবং যদিও বিটকয়েনের দাম উঠানামা করছে।তার পরেও বিটকয়েনের দাম ঊর্ধ্বমুখী। তাই বলা যাচ্ছেনা যে দাম কত হতে পারে এ সম্পর্কে আপনাদের মতামত চাই।
। 


কয়েকদিন ধরে বিটকয়েন রকেট গতিতে পাম্প করছে। 2020 সাল শেষ হতে আর কয়েকটা দিন বাকি এর মধ্যে বিটকয়েন যে মুভমেন্ট পরিলক্ষিত হচ্ছে তাতে মনে হয় 2020 সাল শেষ হতে বিটকয়েন 30 হাজার ডলার পার করবে।
Title: Re: 2020 সালের শেষের দিকে বিটকয়েনের দাম কত হতে পারে
Post by: Markuri33 on January 13, 2021, 01:29:38 AM
2020 সাল ছিল ক্রিপ্টোকারেন্সি অগ্রসর হওয়ার ভালো একটা সময়।কারণ 2020 সালের শেষের দিকেই বিটকয়েনের প্রাইস পূর্বের রেকর্ড ভেঙে দিয়েছিল। আমরা এখন দেখছি ক্রিপ্টোকারেন্সি মার্কেট ভালো অগ্রসর হচ্ছে এবং যত সময় যাবে বিটকয়েনের মার্কেট এর পজিশন তত ভালো হবে। অনেক সিনিয়র ভাইদের ধারণা আছে বিটকয়েনের প্রাইস 50 হাজার ডলার অতিক্রম করবে 2021 সালের মধ্যে।
Title: Re: 2020 সালের শেষের দিকে বিটকয়েনের দাম কত হতে পারে
Post by: Mahindra on January 13, 2021, 04:28:28 AM
2020 সালের শেষের দিকে বিটকয়েনের দাম সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে। কিন্তু তারচেয়েও বৃদ্ধি পেয়েছে 2021 সালে আগের তুলনায় বিটকয়েনের দাম দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। আমার মনে হয় এখন থেকে বিটকয়েন আরো ভালো পজিশনে উঠে যাবে সবাই বিশ্বাস করে 2021 সালে বিটকয়েনের দাম 50 হাজার ডলার অতিক্রম করবে।
Title: Re: 2020 সালের শেষের দিকে বিটকয়েনের দাম কত হতে পারে
Post by: Tunir Baap on January 13, 2021, 04:42:50 AM
2020 সালের শেষের দিকে বিটকয়েনের দাম কত হতে পারে এবং যদিও বিটকয়েনের দাম উঠানামা করছে।তার পরেও বিটকয়েনের দাম ঊর্ধ্বমুখী। তাই বলা যাচ্ছেনা যে দাম কত হতে পারে এ সম্পর্কে আপনাদের মতামত চাই।
সবার মত আমার দিয়েছিল 2020 সালের শেষের দিকে বিটকয়েন 30 হাজার ডলার স্পর্শ করবে। সবার ধারণাই ঠিক হয়েছিল 2020 সালের শেষের দিকে এসে 30 হাজার ডলার স্পর্শ করেছিল। 2020 সালের শেষের দিক থেকে এখন পর্যন্ত বিটকয়েন এর মূল্য ঊর্ধ্বমুখী । বিটকয়েন খুব দ্রুতই 40 হাজার ডলার অতিক্রম করেছিল। কিন্তু আবার কিছুদিন বিটকয়েন এর মূল্য কমে গিয়েছিল। আশা করছি বিট কয়েনের মূল্য আবার ঘুরে দাঁড়াবে।
Title: Re: 2020 সালের শেষের দিকে বিটকয়েনের দাম কত হতে পারে
Post by: Triple333 on January 13, 2021, 05:35:09 AM
সবাই ধারণা করেছিল 2020 সালের শেষে বিটকয়েনের দাম 30 হাজার ডলার অতিক্রম করবে। সবারে ধারণাটা সত্যি হয়েছে ।কিন্তু 2021 সালে বিটকয়েন অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেতে থাকে। বৃদ্ধি পেয়ে বিটকয়েনের দাম 40 হাজার ডলার অতিক্রম করে ।যদিও বর্তমানে বিটকয়েনের দাম কিছুটা কমেছে।
Title: Re: 2020 সালের শেষের দিকে বিটকয়েনের দাম কত হতে পারে
Post by: Dark Knight on January 13, 2021, 05:49:50 AM
2020 সালের শেষের দিকে বিটকয়েনের দাম কত হতে পারে এবং যদিও বিটকয়েনের দাম উঠানামা করছে।তার পরেও বিটকয়েনের দাম ঊর্ধ্বমুখী। তাই বলা যাচ্ছেনা যে দাম কত হতে পারে এ সম্পর্কে আপনাদের মতামত চাই।
2020 সালের শেষের দিকে বিটকয়েনের দাম 30 হাজার ডলার অতিক্রম করবে এটা সবাই আশা করেছিল এবং সেটা সত্যি ও হয়েছে । বিটকয়েনের দাম এখন ঊর্ধ্বমুখী।2021 সালে বিটকয়েনের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেতে থাকে। কিছুদিন আগে বিটকয়েনের দাম 40 হাজার ডলারে গিয়েছিল কিন্তু এখন দাম আবারও কমতে শুরু করেছে । আমরা সবাই আশাবাদী যে বিটকয়েন 2021 সালের মধ্যে 50 হাজার ডলারে পৌঁছাবে।
Title: Re: 2020 সালের শেষের দিকে বিটকয়েনের দাম কত হতে পারে
Post by: NANCY on January 24, 2021, 02:58:37 PM
আপনি অনেক সুন্দর এমন একটি শিক্ষনীয় পোস্ট করেছেন। এই পোস্ট থেকে আমরা যারা নতুন ইউজার রয়েছি তারা অতি সহজেই বুঝতে পারব। 2020 সালে শেষের দিকে বিটকয়েনের দাম কিরকম হতে পারে, কিন্তু আপনার এই পোস্টটি পড়ে আমি অনেকটা লাভবান হতে পারছি।
Title: Re: 2020 সালের শেষের দিকে বিটকয়েনের দাম কত হতে পারে
Post by: Malam90 on January 24, 2021, 03:13:06 PM
এখন ২০২১ সালে প্রায় প্রথম মাস শেষ।
2020 সাল শেষ তাই টপিকটা লক করে দিলাম।
Title: Re: 2020 সালের শেষের দিকে বিটকয়েনের দাম কত হতে পারে
Post by: Acifix on February 06, 2021, 03:39:25 PM
 2020 সালের শেষের দিকে বিটকয়েনের দাম কিছুটা উন্নতির দিকে গেছে।। 2021 সালে বিটকয়েনের দাম আরও উন্নতির দিকে যাবে বলে আশা করা যায়।। আমার মতে বিটকয়েনের দাম আরো উন্নতির দিকে যাবে বলে আমি মনে করি।
Title: Re: 2020 সালের শেষের দিকে বিটকয়েনের দাম কত হতে পারে
Post by: AlviNess on February 08, 2021, 05:03:05 PM
2020 সালের শেষের দিক থেকে শুরু করে এখন পর্যন্ত বিট কয়েনের মূল্য অনেকটাই ভালো অবস্থানে আছে। 2021 সালের শুরুর দিক বিট কয়েনের মূল্য অনেকটাই ঊর্ধ্বমুখী ছিল। কিন্তু মাঝখানে কিছু সময় বিক্রয় মূল্য আবার কমে গিয়েছিলো। কিন্তু সম্প্রতি বিট কয়েনের মূল্য আবার বৃদ্ধির ধারায় ফিরেছে। আজকে বিটকয়েন এর মূল্য প্রায় 44 হাজার ডলারের কাছাকাছি পৌঁছে গেছে। আশা করছি খুব শীঘ্রই বিট কয়েনের মূল্য 50 হাজার ডলার স্পর্শ করবে।
Title: Re: 2020 সালের শেষের দিকে বিটকয়েনের দাম কত হতে পারে
Post by: Batch18-19 on February 12, 2021, 03:46:57 PM
2020 সালের শেষের দিকে বিটকয়েনের দাম কত হতে পারে এবং যদিও বিটকয়েনের দাম উঠানামা করছে।তার পরেও বিটকয়েনের দাম ঊর্ধ্বমুখী। তাই বলা যাচ্ছেনা যে দাম কত হতে পারে এ সম্পর্কে আপনাদের মতামত চাই।
2020 সালের শেষের দিক থেকে শুরু করে 2021 সালের জানুয়ারি মাসে বিট কয়েনের মূল্য অনেকটা বৃদ্ধি পেয়েছিল।তবে আবার কয়েকদিন পরে বিট কয়েনের মূল্য ডাম্পিং হয়ে প্রায় 30 হাজার ডলারে নেমে এসেছিল। কিন্তু কয়েকদিন যাবত ক্রিপ্তমারকেট আবার ঘুরে দাঁড়িয়েছে। বিট কয়েনের মূল্য বৃদ্ধি পেয়ে আবার 48 হাজার ডলারের কাছাকাছি চলে গেছে। আশা করছি এই ধাপে বিটকয়েন 50 হাজার ডলার স্পর্শ করতে পারবে।
Title: Re: 2020 সালের শেষের দিকে বিটকয়েনের দাম কত হতে পারে
Post by: Herry on February 12, 2021, 05:02:54 PM
এখন ২০২১ সালে প্রায় প্রথম মাস শেষ।
2020 সাল শেষ তাই টপিকটা লক করে দিলাম।
ভাই টপিকটি তো লক করা হয়নি। তবে আমি মনে করি টপিকটি নিয়ে আরো আলোচনা করা প্রয়োজন আছে। কেননা বিটকয়েনের দাম 2021 সালে এসে প্রচুর আপ-ডাউন করছে। একবার বৃদ্ধি পাচ্ছে আবার বিটকয়েনের দাম হু করে ডাম্পিং করছে। বলা মুশকিল হয়ে গেছে যে বিটকয়েনের দাম পাম্পিং করবে কিনা। 2021 সালে বিটকয়েনের দাম কত হতে পারে।
Title: Re: 2020 সালের শেষের দিকে বিটকয়েনের দাম কত হতে পারে
Post by: Acifix on February 17, 2021, 03:44:33 PM
2020 সালের শেষের দিকে বিটকয়েনের দাম বাজারে অনেক উঠানামা করছে। আমার মনে হয় 2021 সালের শুরুতে বিটকয়েনের দাম বাড়বে বলে আশা করা যায়। আপনাদের মনে হয় বিটকয়েনের দাম বাড়বে।
Title: Re: 2020 সালের শেষের দিকে বিটকয়েনের দাম কত হতে পারে
Post by: bmw1 on February 17, 2021, 04:43:38 PM
2020 সালের শেষের দিকে বিটকয়েনের দাম কত হতে পারে এবং যদিও বিটকয়েনের দাম উঠানামা করছে।তার পরেও বিটকয়েনের দাম ঊর্ধ্বমুখী। তাই বলা যাচ্ছেনা যে দাম কত হতে পারে এ সম্পর্কে আপনাদের মতামত চাই।
2020 সালের শেষের দিকে বিটকয়েনের দাম 50 + হবে ইনশাল্লাহ। এছাড়া এখন বিটকয়েনের বাজার খুবই ভালো, এজন্য বলা যেতে পারে বিটকয়েন সবচাইতে দামি হবে এবং এটি অনেক মূল্যবান হয়ে যাবে।
Title: Re: 2020 সালের শেষের দিকে বিটকয়েনের দাম কত হতে পারে
Post by: Acifix on February 19, 2021, 03:27:28 PM
2020 সালের শেষের দিকে বিটকয়েনের দাম ওঠানামা করছে। 2021 সালের শুরুতেই বিটকয়েনের দাম আরও উন্নতির দিকে যাচ্ছে। এখন বর্তমানে বিটকয়েনের দাম যেরকম ভাবে বৃদ্ধি পাচ্ছে।তাতে আমার মনে হয় বিটকয়েনের দাম কিছুদিনের মধ্যেই 40 হাজার ডলারে পৌঁছাবে।
Title: Re: 2020 সালের শেষের দিকে বিটকয়েনের দাম কত হতে পারে
Post by: Lovepro Max on February 20, 2021, 06:47:40 AM
আমরা 2020 সালের শেষের দিকে দেখতে পারছি যে বিটকয়েনের দাম বৃদ্ধি পেতে শুরু করে। এখন 2021 সালের ফেব্রুয়ারি মাস। এখনো বিটকয়েনের দাম পাগলা ঘোড়ার মতো ছুটে চলছে।আজকে যদি আপনি একটু বিটকয়েন মার্কেট ঘুরে আসেন তাহলে দেখতে পারবেন যে বিটকয়েনের দাম 55 হাজার ডলার ছাড়িয়ে গেছে। আশা করা যাচ্ছে এই সপ্তাহের মধ্যেই বিটকয়েন 60000 ডলার পার করবে।
Title: Re: 2020 সালের শেষের দিকে বিটকয়েনের দাম কত হতে পারে
Post by: Acifix on February 24, 2021, 09:19:20 AM
2020 সালের শেষের দিকে বিটকয়েনের দাম 50 হাজার ডলার হতে পারে । এখন বর্তমানে বিটকয়েন মার্কেটে অনেক ভালো। এখন সবচাইতে বেশি দামি বিটকয়েন।
Title: Re: 2020 সালের শেষের দিকে বিটকয়েনের দাম কত হতে পারে
Post by: Newron on February 24, 2021, 10:23:28 AM
আমরা ক্রিপ্টোকারেন্সি মার্কেট নিয়ে কাজ করে থাকে তারা 2021 সালের শেষদিকে বিটকয়েনের দাম কত হবে। কিন্তু আশ্চর্য ভাবে 2020 সালের শেষ দিকে ববিটকয়েনের দাম কাছে চলে গিয়েছে।
Title: Re: 2020 সালের শেষের দিকে বিটকয়েনের দাম কত হতে পারে
Post by: Tubelight on March 21, 2021, 04:52:26 PM
এখনতো 2021 সাল তবে 2020 সালের শেষের দিকে বিট কয়েনের মূল্য অনেকটাই ভালো একটি অবস্থানে ছিল। তখন বিট কয়েনের মূল্য বৃদ্ধি পেয়ে প্রায় 30 হাজার ডলারের কাছাকাছি চলে গিয়েছিল। আপনি হয়তো নিশ্চয়ই মার্কেট পর্যবেক্ষণ করেছেন।
Title: Re: 2020 সালের শেষের দিকে বিটকয়েনের দাম কত হতে পারে
Post by: Acifix on March 22, 2021, 02:25:28 AM
এখন বর্তমানে হয়ত 2021সাল 2020 সালে বিটকয়েনের অবস্থা মোটামুটি ভালো ছিল। তখন বিট কয়েনের মূল্য বৃদ্ধি করে 30 হাজার ডলার পৌঁছে ছিল। এখন বর্তমান বিটকয়েনে অবস্থা অনেক ভালো আছে।