Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: Lutera94 on August 26, 2020, 03:27:13 AM

Title: বিটকয়েন কি আবার 11k$ এর নিচে নামতে পারে?
Post by: Lutera94 on August 26, 2020, 03:27:13 AM
বিটকয়েন বড় একটা মুভ নেওয়ার পর ধীরে ধীরে ডাউন হচ্ছে, যার বর্তমান রেইট হচ্ছে 11.3k$  এর মত। এখন চিন্তার বিষয় বিটকয়েন কি আরো নিচে নামতে পারে কিনা, যদি তাই হয় তাহলে আমি আশংকা করছি বড় ধরনের একটা ডাম্প হতে পারে। তবে বর্তমান পয়েন্ট থেকে ও যদি স্থির থাকে তাহলেও আশা করা যায় মার্কেট উপরে যেতে পারে। আপনাদের Analysis  এ কি মনে হচ্ছে?
Title: Re: বিটকয়েন কি আবার 11k$ এর নিচে নামতে পারে?
Post by: Triedboy on August 26, 2020, 03:57:03 AM
ক্রিপ্টো মার্কেট এস সময় ঊর্ধ্বমুখী আবার এস সময় নিম্নমুখী হয় ভাই সঠিকভাবে কেও বলতে পারবে না যে কুমে যাবেই বা বাড়বেই।কিন্ত আমার ধারনা বিটকয়েন এর দাম পাম্প করবে।
Title: Re: বিটকয়েন কি আবার 11k$ এর নিচে নামতে পারে?
Post by: Sharpmax on August 26, 2020, 04:40:38 AM
বিটকয়েন বড় একটা মুভ নেওয়ার পর ধীরে ধীরে ডাউন হচ্ছে, যার বর্তমান রেইট হচ্ছে 11.3k$  এর মত। এখন চিন্তার বিষয় বিটকয়েন কি আরো নিচে নামতে পারে কিনা, যদি তাই হয় তাহলে আমি আশংকা করছি বড় ধরনের একটা ডাম্প হতে পারে। তবে বর্তমান পয়েন্ট থেকে ও যদি স্থির থাকে তাহলেও আশা করা যায় মার্কেট উপরে যেতে পারে। আপনাদের Analysis  এ কি মনে হচ্ছে?

হ্যাঁ ব্রো এটা সত্যি যে বিটকয়েন বাড়ছে কমার জন্য কিন্তু যদিও বিটকয়েনের দাম ওঠানামা করে তার পরেও আমরা বুঝতে পারি যে অন্যান্য সাইট দেখে বিটকয়েনের প্রতি কিন্তু ঊর্ধ্বমুখী। তাই আমরা আশাবাদী যে বিটকয়েনের গতি ঊর্ধ্বমুখী এবং বাড়বে এটা আশা করি।
Title: Re: বিটকয়েন কি আবার 11k$ এর নিচে নামতে পারে?
Post by: saprakib on August 26, 2020, 04:55:09 AM
এখন পর্যন্ত দাম ১৫k$ এর কাছাকাছি কিছুটা ডাউনট্রেন্ডে আছে। আমার মনে হয় না ১১k$ এর নিচে যাবে আর যদি যায়ও আাবার ১২k$ ফিরে আসবে। আশা করি অাপট্রন্ড আসলে ১৩k$ ও যেতে পারে। মার্কেটে যে কোন কিছু ঘটতে পারে তাই দেখা যাক কি হয়।   
Title: Re: বিটকয়েন কি আবার 11k$ এর নিচে নামতে পারে?
Post by: mahid on September 08, 2020, 04:48:45 PM
নামতেই পারে খু্বই স্বাভাবিক ব্যাপার। নেমে গেলে আবার উঠে দাড়াবেও। বর্তমানে ইনভেস্টররা বিটকয়েন থেকে অন্য কয়েনে বেশি অগ্রসর হচ্ছে যার কারনে বিটকয়েনের দাম খুব একটা বাড়েনি।
Title: Re: বিটকয়েন কি আবার 11k$ এর নিচে নামতে পারে?
Post by: Fawpac2 on September 09, 2020, 06:27:45 AM
বিটকয়েনের দাম অলরেডি 11 হাজারের নিচে নেমে গেছে। তবে যে হার দাম কমছে। মার্কেট রিকভারি হবে কি সেটা বলা অনেক কঠিন। দেখা যাক সামনের দিনগুলিতে কি হয়।
Title: Re: বিটকয়েন কি আবার 11k$ এর নিচে নামতে পারে?
Post by: Lutera94 on September 09, 2020, 06:32:28 AM
বিটকয়েনের দাম অলরেডি 11 হাজারের নিচে নেমে গেছে। তবে যে হার দাম কমছে। মার্কেট রিকভারি হবে কি সেটা বলা অনেক কঠিন। দেখা যাক সামনের দিনগুলিতে কি হয়।
হ্যা, এখন দেখার বিষয় পরবর্তী মুভম্যান্ট কি হয়। আশা করা যায় এখানে থেকে ভালো একটি অবস্থানে যাবে। সামনে ক্রিষ্টমাসের আগে বড় একটি পাম্প আসতে পারে।  এখন দাম কম আছে চাইলে অনেকে কিনে রাখতে পারেন।
Title: Re: বিটকয়েন কি আবার 11k$ এর নিচে নামতে পারে?
Post by: Magepai on September 11, 2020, 03:14:01 AM
বিটকয়েনের দাম অলরেডি 11k এর নিচে নেমে গেছে। বিটকয়েনের দাম যেভাবে বাড়তে যাচ্ছিল আমি ভেবেছিলাম হয়তো কিছুদিনের মধ্যেই 20k হবে। কিন্তু কিসের জন্য এভাবে হঠাৎ করে কমে গেলএই ফোরামের সিনিয়র ভাইদের কাছে আমার প্রশ্ন হলো এত তাড়াতাড়ি কমে যাওয়ার কারন কি?
Title: Re: বিটকয়েন কি আবার 11k$ এর নিচে নামতে পারে?
Post by: Greatwall on October 14, 2020, 04:51:13 PM
ক্রিপ্টোকারেন্সি মার্কেটের আগাম সংবাদ কেউ সঠিক করে বলতে পারবেনা। বিটকয়েনের প্রাইস 11 হাজার ডলারের নিচে নামতে পারে এবং কি এর প্রাইস 20,000 ডলার বেরিয়ে যেতে পারে। যদি ইনভেস্টর ইনভেস্ট করে এর ওপর তাহলে অবশ্যই এর প্রাইস বেশি হবে।
Title: Re: বিটকয়েন কি আবার 11k$ এর নিচে নামতে পারে?
Post by: Greatwall on October 14, 2020, 04:53:50 PM
বিটকয়েন বড় একটা মুভ নেওয়ার পর ধীরে ধীরে ডাউন হচ্ছে, যার বর্তমান রেইট হচ্ছে 11.3k$  এর মত। এখন চিন্তার বিষয় বিটকয়েন কি আরো নিচে নামতে পারে কিনা, যদি তাই হয় তাহলে আমি আশংকা করছি বড় ধরনের একটা ডাম্প হতে পারে। তবে বর্তমান পয়েন্ট থেকে ও যদি স্থির থাকে তাহলেও আশা করা যায় মার্কেট উপরে যেতে পারে। আপনাদের Analysis  এ কি মনে হচ্ছে?

ভাই আসলে বিটকয়েনের দাম হান্ডেট পার্সেন্ট বৃদ্ধি পাবে এ কথাটা কেউ জোর দিয়ে বলতে পারবেনা। কারণ ক্রিপ্টোকারেন্সি মার্কেট কোন সময় বাড়বে না কমবে বলাটা একদমই মুশকিল।
Title: Re: বিটকয়েন কি আবার 11k$ এর নিচে নামতে পারে?
Post by: Rakin343 on October 14, 2020, 04:56:18 PM
একচুয়ালি এ মার্কেট নিয়ে কোন কিছুই সঠিকভাবে বলা যায়না। বিটকয়েনের দাম 11 হাজারের উপরে উঠতে পারে এবং এর নিচে নামতে পারে। তবে কিছু কিছু সময় ধারণা করা গেলেও বেশিরভাগ সময়ই ধারণা করা যায় না।
Title: Re: বিটকয়েন কি আবার 11k$ এর নিচে নামতে পারে?
Post by: Psycho on October 16, 2020, 03:06:48 PM
বিটকয়েন বড় একটা মুভ নেওয়ার পর ধীরে ধীরে ডাউন হচ্ছে, যার বর্তমান রেইট হচ্ছে 11.3k$  এর মত। এখন চিন্তার বিষয় বিটকয়েন কি আরো নিচে নামতে পারে কিনা, যদি তাই হয় তাহলে আমি আশংকা করছি বড় ধরনের একটা ডাম্প হতে পারে। তবে বর্তমান পয়েন্ট থেকে ও যদি স্থির থাকে তাহলেও আশা করা যায় মার্কেট উপরে যেতে পারে। আপনাদের Analysis  এ কি মনে হচ্ছে?
ক্রিপ্টোকারেন্সি কয়েন গুলো সব সময় উঠানামা করে। বিটকয়েনের প্রাইস 10000 ডলারের নিচে নামতে পারে। আবার 15 হাজার ডলারের উপরে যেতে পারে। এগুলো বলা যায় না ভাই। এই কয়েন গুলো সব সময় আপডাউন করে।
Title: Re: বিটকয়েন কি আবার 11k$ এর নিচে নামতে পারে?
Post by: Ricky on October 16, 2020, 04:23:59 PM
বিটকয়েন বড় একটা মুভ নেওয়ার পর ধীরে ধীরে ডাউন হচ্ছে, যার বর্তমান রেইট হচ্ছে 11.3k$  এর মত। এখন চিন্তার বিষয় বিটকয়েন কি আরো নিচে নামতে পারে কিনা, যদি তাই হয় তাহলে আমি আশংকা করছি বড় ধরনের একটা ডাম্প হতে পারে। তবে বর্তমান পয়েন্ট থেকে ও যদি স্থির থাকে তাহলেও আশা করা যায় মার্কেট উপরে যেতে পারে। আপনাদের Analysis  এ কি মনে হচ্ছে?
বিট কয়েনের মূল্য এই বছরের শেষের দিকে বাড়ার সম্ভাবনা অনেক বেশি।
Title: Re: বিটকয়েন কি আবার 11k$ এর নিচে নামতে পারে?
Post by: sky20 on October 19, 2020, 07:32:46 PM
যেকোনো সময় বিটকয়েন 11 হাজারের নিচে নামতে পারে এটি একটি স্বাভাবিক ব্যাপার আর আমরা জানি কিপটে কারেন্সি অনেক ঝুঁকিপূর্ণ একটি প্লাটফর্ম এখানে যেকোনো কিছুই সম্ভব।
Title: Re: বিটকয়েন কি আবার 11k$ এর নিচে নামতে পারে?
Post by: Chita76 on October 20, 2020, 04:02:57 AM
বিটকয়েনের দাম যেটুকু কমার কমে গেছে এর বেশি আর কমবে না। কারণ অনেকদিন ধরে বিটকয়েনের দাম 10700 ডলারে আটকে আছে এর চেয়ে কমছে না আর বাড়তেছে না।  কিন্তু এখান থেকে বাড়ার সম্ভাবনা টাই বেশি।
Title: Re: বিটকয়েন কি আবার 11k$ এর নিচে নামতে পারে?
Post by: mahid on October 20, 2020, 05:06:46 AM
ক্রিপ্টোকারেন্সি তে সবকিছুর ই সম্ভাবনা থাকে বাড়ার যেমন সম্ভাবনা থাকে তেমনি কমার থাকে। তাই কোন কিছুই সিয়র হয়ে বলা যায় না। বিটকয়েনের দাম যে কোন সময় 11 হাজার ডলারের নিচে নেমে আসতে পারে।
Title: Re: বিটকয়েন কি আবার 11k$ এর নিচে নামতে পারে?
Post by: Herry on October 20, 2020, 10:25:09 AM
হ্যাঁ বিটকয়েন ১২ k যাওয়ার পর আবার নিচের দিকে ডাউন হয়ে গিয়েছে তবে বর্তমান অবস্থা বিটকয়েনের দাম ১১.৬k  নির্দিষ্ট করে বলা যাচ্ছে না যে বিটকয়েন নিচের দিকে নামবে না উপর দিয়ে যাবে এটা কখনো বলা সম্ভব নয় তবে বিটকয়েন এখন বর্তমান অবস্থায় উপরের দিকে যাচ্ছে এভাবে থাকলে 2021 সালে ২০ k পাম্প করতে পারে
আমার মনে হয় বিটকয়েন ২০২১ সালে ঠিক পাম্প করবে।
Title: Re: বিটকয়েন কি আবার 11k$ এর নিচে নামতে পারে?
Post by: Rubel007 on October 23, 2020, 01:43:06 AM
বলা যায় না তবে আমি এর উর্ধ মুখি প্রবনতা দেখছি আমার মনে হয় না যে এটি খুব শিগরই আমার নিম্নমুখি হবে।
Title: Re: বিটকয়েন কি আবার 11k$ এর নিচে নামতে পারে?
Post by: mahid on October 23, 2020, 02:06:08 AM
ক্রিপ্টোকারেন্সিতে সবকিছুই সম্ভব তাবে বিটকয়েন যেহেতু অনেক দিন ধরে নচের দিকে বা স্ট্যবল পর্যায়ে ছিল তাই এখন অবশ্যই ভাল পর্যায়ে উঠবে এটাই সবার আশা।
Title: Re: বিটকয়েন কি আবার 11k$ এর নিচে নামতে পারে?
Post by: Jaya60 on October 23, 2020, 02:46:54 AM
বিটকয়েন এ প্রাইস কয়েকদিন আগে ভারতে নিয়ে হঠাৎ করেই কমে গিয়েছিল। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে হঠাৎ করেই এর দাম বৃদ্ধি পাচ্ছে অনেক। এই অবস্থায় আমার মনে হয় খুব শিগগিরই বিটকয়েন প্রাইস 20000 ডলার হবে।
Title: Re: বিটকয়েন কি আবার 11k$ এর নিচে নামতে পারে?
Post by: Casual on October 23, 2020, 05:26:12 AM
একটু কারেন্সির মার্কেট এর আগাম সঠিক সংবাদ কেউ বলতে পারবেনা। শুধু 11 হাজার ডলার না তার থেকে নিচে নামতে পারে। আবার বৃদ্ধি পেতে সময় লাগে না। যে কোন সময় যে কোন দিকে মুভ করতে পারে।
Title: Re: বিটকয়েন কি আবার 11k$ এর নিচে নামতে পারে?
Post by: ranaprime on October 28, 2020, 05:27:49 AM
আপাতত 11 কে তে নামার কথা নয় তবে ক্রিপ্টোতে সব সম্ভব তাই যদি নামে তাহলে এটা খুবই স্বাভাবিক একটি বিষয় হবে।
Title: Re: বিটকয়েন কি আবার 11k$ এর নিচে নামতে পারে?
Post by: Crypto_Somrat on October 28, 2020, 03:47:25 PM
ক্রিপ্টো মার্কেট এস সময় ঊর্ধ্বমুখী আবার এস সময় নিম্নমুখী হয় ভাই সঠিকভাবে কেও বলতে পারবে না যে কুমে যাবেই বা বাড়বেই।কিন্ত আমার ধারনা বিটকয়েন এর দাম পাম্প করবে।
হ্যাঁ ভাই আপনি একদম ঠিক বলেছেন ক্রিপ্টো মার্কেটে কখন কি হয় তা সঠিকভাবে বলা মুশকিল দাম কমবে এটাই স্বাভাবিক। বিটকয়েনের দাম বাড়বেই এটাও বলা মুশকিল তবে আমি মনে করি বিটকয়েনের দাম বাড়তে পারে।
Title: Re: বিটকয়েন কি আবার 11k$ এর নিচে নামতে পারে?
Post by: XM8 on October 28, 2020, 04:16:13 PM
বিটকয়েন বড় একটা মুভ নেওয়ার পর ধীরে ধীরে ডাউন হচ্ছে, যার বর্তমান রেইট হচ্ছে 11.3k$  এর মত। এখন চিন্তার বিষয় বিটকয়েন কি আরো নিচে নামতে পারে কিনা, যদি তাই হয় তাহলে আমি আশংকা করছি বড় ধরনের একটা ডাম্প হতে পারে। তবে বর্তমান পয়েন্ট থেকে ও যদি স্থির থাকে তাহলেও আশা করা যায় মার্কেট উপরে যেতে পারে। আপনাদের Analysis  এ কি মনে হচ্ছে?
আমারও সেটাই মনে হয়। বর্তমান পয়েন্ট স্থির থাকলে মার্কেট আরো উপরে যাবে আর যদি কমে যায় তাহলে একটা বড় ধরনের ডাম্প হতে পারে।
Title: Re: বিটকয়েন কি আবার 11k$ এর নিচে নামতে পারে?
Post by: kulkhan on October 28, 2020, 04:18:51 PM
বিটকয়েন ইতোমধ্যে একটা স্টাবল পর্যায়ে চলে এসেছে। কভিড-১৯ এর মত বড় অথরনৈতিক দূযোগ এর সময় ও যেহেতু বেশি ডাউন হয়নি সেহেতু  আমি মনেকরি বিটকয়েনের দাম আর সহজে ১১কে $ এর নিচে নামবে না। আমি মনেকরি এটার মূল্য ২০কে$ এ যাওয়ার সম্ভাবনা আছে।
Title: Re: বিটকয়েন কি আবার 11k$ এর নিচে নামতে পারে?
Post by: ranaprime on October 29, 2020, 03:14:24 AM
ক্রিপ্টো মার্কেট এস সময় ঊর্ধ্বমুখী আবার এস সময় নিম্নমুখী হয় ভাই সঠিকভাবে কেও বলতে পারবে না যে কুমে যাবেই বা বাড়বেই।কিন্ত আমার ধারনা বিটকয়েন এর দাম পাম্প করবে।
এই মুহুর্তে যদি বটিকয়েন প্রাইস আপ না কের স্টাবল অবস্থায় থাকে তাহলে এর দাম কমার সম্ভাবনা অনেক বেশি। সেটি 11000 ডলার এর নিচে নামতে পারে।
Title: Re: বিটকয়েন কি আবার 11k$ এর নিচে নামতে পারে?
Post by: Triedboy on November 25, 2020, 11:47:57 PM
বর্তমানে বিটকয়েনের দাম বৃদ্ধির উপরে আছে। 2017 সালের সর্বোচ্চ প্রাইস ছিল 19 হাজার ডলার। বর্তমানে কিন্তু 2019 সাল কে রিপিট করে ফেলেছে অতএব মনে করে যে বিটকয়েনের দাম আর কমার সম্ভাবনা নেই। 2020 সালের শেষের দিকেই বিটকয়েনের প্রাইস 20,000 ডলার ছাড়িয়ে যাবে।
Title: Re: বিটকয়েন কি আবার 11k$ এর নিচে নামতে পারে?
Post by: XM8 on December 05, 2020, 05:49:08 PM
আমার মনে হয় বিটকয়েন এবার 11k এর নিচে নামবে না কেননা বর্তমানে আমরা দেখতে পাচ্ছি বিটকয়েনের ঊর্ধ্বমুখী প্রবণতা বেশি। এটা অনেকটাই ভালো অবস্থানে আছে বর্তমানে।আমার মনে হয় ভবিষ্যতে এর দাম আরো অনেক বাড়বে।
Title: Re: বিটকয়েন কি আবার 11k$ এর নিচে নামতে পারে?
Post by: Jaya60 on December 18, 2020, 12:39:27 AM
বিটকয়েন এর বর্তমান প্রাইস যে হারে বৃদ্ধি পাচ্ছে আমার বিশ্বাস কখনো ইয়ারে টি 20 হাজার ডলারের নিচে নামবে না। বিটকয়েনের প্রাইস খুব অল্প দিনের মধ্যেই 25 হাজার ডলার ছাড়িয়ে যাবে।বিটকয়েনের প্রাইস যখন ত্রিশ হাজার ডলারে গিয়ে পৌঁছবে তখন হয়তো একটু কিছুদিন থেমে থাকতে পারে 30 হাজার ডলারের মধ্যে গিয়ে। তখন দেখা যাবে কিছু কিছু টোকেন এর প্রাইস ভালো হওয়া সত্ত্বেও অনেক নিম্নে সেই টোকন গুলি তখন পাম্পিং করবে।
Title: Re: বিটকয়েন কি আবার 11k$ এর নিচে নামতে পারে?
Post by: Angel jara on December 18, 2020, 02:00:55 AM
ক্রিপ্টোকারেন্সি জগৎটা একদম ভিন্ন জগৎ। এখানে কখন কি হয়ে যায় কেউ বলতে পারে না। বিটকয়েনের দাম 11 হাজার ডলার এর নিচে নামতে পারে। বর্তমানে বিটকয়েনের দাম দিন দিন বেড়েই চলেছে হয়তো 11000 ডলারের পৌঁছানোর কথা নয় এই সবই নির্ভর করে বিট কয়েন কয়েন বিক্রির উপরে বৃদ্ধি করে।
Title: Re: বিটকয়েন কি আবার 11k$ এর নিচে নামতে পারে?
Post by: Perfect540 on December 18, 2020, 02:32:50 AM
বিটকয়েনের বর্তমান দাম 22 হাজার ডলার এর উপরে অবস্থান করছে। আমি মনে করি 2020 সালের জন্য সবচেয়ে উপযুক্ত সময়। আরও এই মুহূর্তে বাজারের অবস্থা অনেক ভালো। তাই বিটকয়েনের দাম প্রতিটি মুহূর্তে বৃদ্ধি পাচ্ছে।
Title: Re: বিটকয়েন কি আবার 11k$ এর নিচে নামতে পারে?
Post by: Irfan12@ on December 18, 2020, 06:46:39 AM
বিটকয়েনের বর্তমান দাম 22 হাজার ডলার এর উপরে অবস্থান করছে। আমি মনে করি 2020 সালের জন্য সবচেয়ে উপযুক্ত সময়। আরও এই মুহূর্তে বাজারের অবস্থা অনেক ভালো। তাই বিটকয়েনের দাম প্রতিটি মুহূর্তে বৃদ্ধি পাচ্ছে।
হ্যাঁ ভাই আপনি ঠিকই বলেছেন আজকে বিটকয়েনের দাম হচ্ছে 22956 ডলার আর 2020 সালের জন্য এটাই উপযুক্ত সময় আমি মনে করি 2020 সালে বিটকয়েন এর দাম 25 হাজারে পৌঁছাতে পারে আর যদি বিটকয়েনের দাম 2020 সালের 25 হাজার ডলারে পৌঁছে যায় তাহলে 2021 সালের শুরুতেই বিটকয়েনের দাম হবে 25 থেকে 30 হাজার ডলার
Title: Re: বিটকয়েন কি আবার 11k$ এর নিচে নামতে পারে?
Post by: Cz Rock on December 18, 2020, 09:46:51 AM
 বিটকয়েনের দাম 11 হাজার ডলারের নিচে নামতে পারবে না। কারণ বিটকয়েনের দাম যে পরিমাণ বৃদ্ধি পাচ্ছে এতে এটা বলাই যায়। ক্রিপ্টোকারেন্সি জগতটা একদম ভিন্ন কখন কোন কয়েন কোথায় চলে যায় তার ঠিক নেই।
Title: Re: বিটকয়েন কি আবার 11k$ এর নিচে নামতে পারে?
Post by: Tamsialu$$ on December 19, 2020, 07:53:32 AM
আসলে বর্তমানে বিটকয়েনের প্রাইস 23 হাজার ডলারে রয়েছে। এর পজিশন দেখে মনে হয় বিটকয়েনের প্রাইস হয়তো আর কমবে না। বিটকয়েনের সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি ইথারিয়াম এর প্রাইস অনেক বৃদ্ধি পেল। দেখা যাচ্ছে এই দুইটি কয়েন ক্রিপ্টোকারেন্সি মধ্যে সবথেকে প্রিয় সেই দুটি কয়ন এর প্রাইস কিন্তু বৃদ্ধি পাচ্ছে।
Title: Re: বিটকয়েন কি আবার 11k$ এর নিচে নামতে পারে?
Post by: Princeraju on December 19, 2020, 08:51:49 AM
সারা পৃথিবীব্যাপী বিটকয়েন জনপ্রিয় মুদ্রা। বিটকয়েনের দাম বৃদ্ধির সম্ভাবনা অনেক বেশি। প্রতিটি মুহূর্তে বিটকয়েনের দাম অনেক বেশি বৃদ্ধি পায়। বর্তমানে বিটকয়েনের দাম অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। তাই বিটকয়েনে প্রতিনিয়ত ও বিনিয়োগের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে।
Title: Re: বিটকয়েন কি আবার 11k$ এর নিচে নামতে পারে?
Post by: Mahindra on December 19, 2020, 08:52:17 AM
ভাই আমার মনে হয় বিটকয়েন আর নিচে নামবে না কেননা বিটকয়েনের দাম যে হারে বৃদ্ধি পাচ্ছে এতে বিটকয়েন নিচে নামার প্রশ্নই ওঠে না আমি মনে করি ভবিষ্যতে বিটকয়েন আরো উন্নত হবে এবং এখন যে অবস্থায় আছে বিটকয়েন ভবিষ্যতে আরও ভালো একটা পজিশন এ থাকবে বর্তমান বিটকয়েনের দাম 22 হাজার ডলার ছাড়িয়েছে এটা আশা করা যায় ভবিষ্যতে 30 হাজার ডলার পর্যন্ত যাবে 11 হাজার ডলারে আর নামবে না আমি এটাই মনে করি।
Title: Re: বিটকয়েন কি আবার 11k$ এর নিচে নামতে পারে?
Post by: saidul2105 on December 19, 2020, 11:06:57 AM
বিটকয়েন বড় একটা মুভ নেওয়ার পর ধীরে ধীরে ডাউন হচ্ছে, যার বর্তমান রেইট হচ্ছে 11.3k$  এর মত। এখন চিন্তার বিষয় বিটকয়েন কি আরো নিচে নামতে পারে কিনা, যদি তাই হয় তাহলে আমি আশংকা করছি বড় ধরনের একটা ডাম্প হতে পারে। তবে বর্তমান পয়েন্ট থেকে ও যদি স্থির থাকে তাহলেও আশা করা যায় মার্কেট উপরে যেতে পারে। আপনাদের Analysis  এ কি মনে হচ্ছে?
বিটকয়েনের দাম অনেক দিন যাবৎ পাম্প করতেছে।  পাম্প করতে করতে এখন বিটকয়েন খুব ভালো একটা পজিশনে এসে দাঁড়িয়েছে।  বিটকয়েন যে এতোটা পাম্প করবে সেইটা কেউ ধারণাও করেছিলো না।  আসলে ক্রিপ্টো মার্কেটে কখন যে কি হয় সেটা বলা মুশকিল।                           
Title: Re: বিটকয়েন কি আবার 11k$ এর নিচে নামতে পারে?
Post by: Mrkadir85 on December 19, 2020, 01:07:18 PM
এই মুহূর্তে বিটকয়েনের দাম 23 হাজার ডলার এর উপরে। 2017 সালের পর বিটকয়েনের দাম এটাই সর্বোচ্চ। মার্কেট অবস্থা বর্তমানে অনেক ভালো। আমার মনে হচ্ছে বিটকয়েনের দাম সামান্য কিছু কমবে এবং পুনরায় বিটকয়েনের দাম বাড়তে থাকবে। 21 সালের শুরুতেই বিটকয়েনের দাম 25 কে ছাড়িয়ে যাবে।
Title: Re: বিটকয়েন কি আবার 11k$ এর নিচে নামতে পারে?
Post by: bmr on December 19, 2020, 01:30:03 PM
আমার মনে হয় বিটকয়েন আর 11000 ডলারের নিচে নামতে পারবে না। কারন যতদুর জানি যে বিটকয়েন এ প্রাতিষ্ঠানিক ভাবে অনেকেই ইনভেস্ট করেছে। তাই সহজেই এটি আর 11000 এর নিচে নামবে না আমার মনে হয়।
Title: Re: বিটকয়েন কি আবার 11k$ এর নিচে নামতে পারে?
Post by: Irfan12@ on December 19, 2020, 01:36:13 PM
আমরা জানি যে ক্রিপ্টো মার্কেটের সকল মুদ্রার দামি একবার বৃদ্ধি পায় একবার কমে যায় তবে বিটকয়েনের দাম যে হারে বৃদ্ধি পাচ্ছে তবে তাতে মনে হচ্ছে যে এর দাম আর কমবে না বিটকয়েনের দাম 11000 ডলারের নিচে আসবে না আজকে যদি আপনি একটু মার্কেটের দিকে লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন আজকে 22990 ডলার হয়ে গেছে তো আমি মনে করি যে বিটকয়েনের দাম 11 হাজার ডলারের নিচে আসবে না
Title: Re: বিটকয়েন কি আবার 11k$ এর নিচে নামতে পারে?
Post by: Mahindra on December 28, 2020, 04:10:58 AM
এটা আসলে বিটকয়েন এটা বর্তমান কুমার কোন প্রশ্নই ওঠে না আমি মনে করি বিটকয়েনের দাম সবচেয়ে বেশি এবং সর্বোচ্চ পর্যায়ে যাবে বর্তমান দাম আগের তুলনায় দ্বিগুণ হয়েছে সবাই করছে যে 2020 সালে মধ্যেই 30000 ডলার ক্রস করবে এটা আমিও ধারণা করি।
Title: Re: বিটকয়েন কি আবার 11k$ এর নিচে নামতে পারে?
Post by: Riktakhanom on December 28, 2020, 04:59:22 AM
বর্তমান সময় বিটকয়েন এর দাম অনেক বৃদ্ধি পেয়েছে এর চাহিদা যেমন বেশি ক্রিপ্টো মার্কেট এ তেমনি বিনিয়োগ বেশি হচ্ছে যার কারণে বিটকয়েন কখনোই 11k$ এর নিচে নামতে পারে না. বিটকয়েন অনেক পাম্প করেছে সামনে দাম আরো বৃদ্ধি পাবে।
Title: Re: বিটকয়েন কি আবার 11k$ এর নিচে নামতে পারে?
Post by: Msweet on December 28, 2020, 05:13:04 AM
বর্তমান সময় বিটকয়েন এর দাম অনেক বৃদ্ধি পেয়েছে এর চাহিদা যেমন বেশি ক্রিপ্টো মার্কেট এ তেমনি বিনিয়োগ বেশি হচ্ছে যার কারণে বিটকয়েন কখনোই 11k$ এর নিচে নামতে পারে না. বিটকয়েন অনেক পাম্প করেছে সামনে দাম আরো বৃদ্ধি পাবে।
এই বিটকয়েন যে হারে বৃদ্ধি পাচ্ছে। বিটকয়েন মনে হয় 30k ছাড়িয়ে যাবে । এর চেয়ে বেশি বৃদ্ধি পাবে না।30 হাজার ডলার টাচ করেই এটা আবার নিচের দিকে নেমে আসতে শুরু করবে।
Title: Re: বিটকয়েন কি আবার 11k$ এর নিচে নামতে পারে?
Post by: Sasa on December 28, 2020, 08:03:57 AM
বর্তমান সময় বিটকয়েন এর দাম অনেক বৃদ্ধি পেয়েছে এর চাহিদা যেমন বেশি ক্রিপ্টো মার্কেট এ তেমনি বিনিয়োগ বেশি হচ্ছে যার কারণে বিটকয়েন কখনোই 11k$ এর নিচে নামতে পারে না. বিটকয়েন অনেক পাম্প করেছে সামনে দাম আরো বৃদ্ধি পাবে।
এই বিটকয়েন যে হারে বৃদ্ধি পাচ্ছে। বিটকয়েন মনে হয় 30k ছাড়িয়ে যাবে । এর চেয়ে বেশি বৃদ্ধি পাবে না।30 হাজার ডলার টাচ করেই এটা আবার নিচের দিকে নেমে আসতে শুরু করবে।
ক্রিপ্টো মার্কেট কখন কোন দিকে যায় তা বলা মুশকিল ভাই আপনি বলেছেন যে বিটকয়েন এর দাম 30 হাজার ডলারের পৌঁছাতে পারলে আর বৃদ্ধি পাবে না বরং বিটকয়েনের দাম কমতে শুরু করবে ভাই আমি এ ব্যাপারে এতটা শিওর না তবে আমার মনে হয় যে বিটকয়েনের দাম যে হারে বৃদ্ধি পাচ্ছে বিটকয়েনের দাম বৃদ্ধি অব্যাহত থাকবে 30 হাজার ডলার পৌঁছালে কমবে এটা বলা ঠিক নয়
Title: Re: বিটকয়েন কি আবার 11k$ এর নিচে নামতে পারে?
Post by: XM8 on December 29, 2020, 05:05:01 PM
কোন বিষয়টা আই অবহেলা করা যায়না।কারণ যেহেতু ক্রিপ্টোকারেন্সি জগতে কারও কোন হাত নেই তাই হয়তো নির্দিষ্টভাবে কোন কিছু বলা যায় নাহঠাৎ করে বিটকয়েনের দাম যে পরিমাণ বৃদ্ধি পাচ্ছে যদি আবার সেই পরিমাণ কমে যায় তাহলে বিটকয়েন 11 হাজার ডলার পৌঁছাতে খুব একটা সময় লাগবে না কিন্তু আমরা আশা করব বিটকয়েনের দাম যেন তুষারের মতো এরকম ধসে না পরে। অবশ্যই বিটকয়েনের দাম সব সময় ভালো একটি পর্যায় বিদ্যমান থাকুক।
Title: Re: বিটকয়েন কি আবার 11k$ এর নিচে নামতে পারে?
Post by: Markuri33 on December 29, 2020, 11:47:32 PM
বিটকয়েনের প্রাইস যেভাবে বৃদ্ধি পেয়েছে অনেকেরই ধারণা আবার সেভাবে কমে যাবে। বিটকয়েনের প্রাইস অবশ্য যদিও কমে যায় তাহলে 20,000 ডলার এর খুব একটা নিচে নামবে না এটা আমি আশা করি। আবার ক্রিপ্টোকারেন্সি তে দেখা যায় সবই সম্ভব তা না হলে হঠাৎ করে বিটকয়েনের প্রাইস এতটা বৃদ্ধি পাবে কেউ ধারণা করতে পারে নাই। সবার ধারনা ছিল সর্বোচ্চ বৃদ্ধি পেলে হয়তো 20,000 ডলার হতে পারে কিন্তু বিটকয়েনের প্রাইস সর্বোচ্চ 28 হাজার ডলারের কিছুটা ওপরে গিয়েছিল।
Title: Re: বিটকয়েন কি আবার 11k$ এর নিচে নামতে পারে?
Post by: Najmul on January 25, 2021, 06:53:36 AM
এখন পর্যন্ত দাম ১৫k$ এর কাছাকাছি কিছুটা ডাউনট্রেন্ডে আছে। আমার মনে হয় না ১১k$ এর নিচে যাবে আর যদি যায়ও আাবার ১২k$ ফিরে আসবে। আশা করি অাপট্রন্ড আসলে ১৩k$ ও যেতে পারে। মার্কেটে যে কোন কিছু ঘটতে পারে তাই দেখা যাক কি হয়।   
আমার জানা মতে ক্রিপ্টো জগতের সবচেয়ে সেরা কয়েন হলো বিটকয়েন। কিন্তু বর্তমানে এর বাজার ডাম্প হয়েছে। তবে আমার মনে হয় অল্প কিছুদিনের মধ্যেই পাম্প হওয়ার সম্ভাবনা রয়েছে।
Title: Re: বিটকয়েন কি আবার 11k$ এর নিচে নামতে পারে?
Post by: Malam90 on January 25, 2021, 11:04:10 AM
বিটকয়েনের দাম এখন ৩৩কে। গত কিছুদিন আগে ৪৩কে পর্যন্ত উঠেছিলো। মার্কেট এখন মোটামুটি স্টাবল। মার্কেট কারেকশান হলেও সেটা ১১ কে তে নাামার সম্ভাবনা নাই বললেও চলে কারণ টেকনিক্যালি ২০ কে এর নিচের নামা এতই কঠিন যে বলা যায় অসম্ভব। তাই কমলেও ২০কে এর নিচে আসবে সেটা আশা না করাই ভালো।